ঢাকা, ২১ নভেম্বর, ২০২২ (বাসস) : আদালত প্রাঙ্গণে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দু’আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বরত পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার পুলিশের মুখে স্প্রে মেরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত দু’জঙ্গি সদস্যকে ছিনিয়ে নেয় জঙ্গিরা।
বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- সিএমএম আদালতের হাজতখানার কোর্ট ইন্সপেক্টর মতিউর রহমান, হাজতখানার ইনর্চাজ পুলিশের এস আই নাহিদুর রহমান ভুইয়া, আসামিদের আদালতে নেওয়ার দায়িত্বরত পুলিশের এটিএসআই মহিউদ্দিন, কনস্টেবল শরিফ হাসান ও আব্দুস সাত্তার।
সোমবার ডিএমপি’র প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।
এর আগে রোববার দুপুরে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দু’আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। ছিনিয়ে নেওয়া জঙ্গি সদস্যরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটেশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব। তারা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
এসময় আরও দু’আসামি আরাফাত ও সবুরকে ছিনিয়ে নিতে চেষ্টা করে জঙ্গিরা। ঘটনাস্থল থেকে আরাফাত ও সবুরকে আটক করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদি হয়ে একটি মামলা করেন। মামলায় কয়েকজনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞানামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়।
কোতোয়ালি থানায় করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডভূক্তরা হলেন- শাহীন আলম ওরফে কামাল, শাহ আলম ওরফে সালাউদ্দিন, বি এম মজিবুর রহমান, সুমন হোসেন পাটোয়ারী, আরাফাত রহমান, খাইরুল ইসলাম ওরফে সিফাত, মোজাম্মেল হোসেন, শেখ আব্দুল্লাহ, আ. সবুর ও রশিদুন্নবী ভূঁইয়া। আসামিরা সবাই আনসার আল ইসলামের সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আনসার আল ইসলামের সামরিক শাখার নেতা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে সাগর ওরফে বড় ভাই ওরফে মেজর জিয়ার (চাকরিচ্যুত মেজর) পরিকল্পনা ও নির্দেশনায় আয়মান ওরফে মশিউর রহমান (৩৭), সাব্বিরুল হক চৌধুরী ওরফে আকাশ ওরফে কনিক (২৪), তানভীর ওরফে সামশেদ মিয়া ওরফে সাইফুল ওরফে তুষার বিশ্বাস (২৬), রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজ ওরফে সুমন (২৬) ও মো. ওমর ফারুক ওরফে নোমান ওরফে আলী ওরফে সাদ (২৮) পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে।
এ পরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে দু’টি মোটরসাইকেলযোগে আনসার আল ইসলামের অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন সদস্য অবস্থান নেয়। এছাড়াও অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন আনসার আল ইসলামের সদস্য আদালতের মূল ফটকের সামনে অবস্থান করে। এরপর তারা পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়।
মামলা এজাহারে আরও বলা হয়, রোববার সকাল ৮টা ৫ মিনিটে কাশিমপুর থেকে ১২ জন আসামিকে ঢাকার আদালতে প্রিজন ভ্যানে করে আনা হয়। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকার প্রসিকিউশন বিভাগে আসামিদের হাজিরা দেওয়ার জন্য সিজেএম আদালত ভবনের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল ৮-এ নিয়ে যাওয়া হয়।
এ মামলার শুনানি শেষে জামিনে থাকা ১৩ নম্বর আসামি মো. ঈদী আমিন (২৭) ও ১৪ নম্বর আসামি মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪) আদালত থেকে বের হয়ে যায়।
এরপর বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে আদালতের মূল ফটকের সামনে পৌঁছা মাত্র আগে থেকেই দু’টি মোটরসাইকেলে অজ্ঞাতনামা আনসার আল ইসলামের ৫ থেকে ৬ জন সদস্য এবং আনসার আল ইসলামের আরও ১০ থেকে ১২ জন সদস্য অবস্থান করে। তারা কনস্টেবল আজাদের হেফাজতে থাকা আসামি মইনুল হাসান শামিম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান (২৪), মো. আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব (৩৪) মো. আরাফাত রহমান (২৪) ও মো. আ. সবুর ওরফে রাজু ওরফে সাদ ওরফে সুজনকে (২১) ছিনিয়ে নিতে কর্তব্যরত পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় তারা দু’জঙ্গি সদস্য মইনুল হাসান ও সোহেলকে ছিনিয়ে নিয়ে যায়।
Category: অপরাধ
-

আসামি ছিনিয়ে নেওয়া ঘটনায় পাঁচ পুলিশ সদস্য বরখাস্ত
-

পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ ও আহত-১
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা- আশাশুনি সড়কের ভালুকা-চাঁদপুর নামকস্থানে পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানযাত্রী নিহত ও ভ্যানচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে পিকআপ চালক ও সহকারিকে।
নিহত ব্যক্তির নাম আলাউদ্দীন সরদার। তিনি আশাশুনির কুল্যা গ্রামের বাসিন্দা। গুরুতর আহত ভ্যানচালক হারুন-অর-রশিদ সদর উপজেলার জোড়দিয়া গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জেহাদ ফকরুল আলম খাঁন জানান, আলাউদ্দীন সরদার রাতে ভ্যানে করে ভালুকা-চাঁদপুর থেকে তার বাড়ি কুল্যা গ্রামে ফিরছিলেন। কলেজ মোড়ে পৌছালে আশাশুনি থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি মুরগিবাহী পিকআপ মুখোমুখি ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানযাত্রী আলাউদ্দীন সরদার ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত হন ভ্যানচালক হারুন-অর-রশিদ। স্থানীয়রা হারুন-অর-রশিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন।
সদর থানার এসআই নকিব হোসেন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করি এবং দূর্ঘটনায় পড়া পিকআপ চালক ও সহকারিকে আটক করে থানায় আনি। এঘটনায় আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এসআই নকিব।
-

সাতক্ষীরায় হরিণের মাংসসহ যুবক আটক
সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংসসহ আবুল হোসেন (৩৮) নামে এক যুবককে আটক করেছে বন বিভাগ।
মঙ্গলবার (১5 নভেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আবুল হোসেন রমজাননগর ইউনিয়নের ভেট খালী গ্রামের কেরামত গাজীর ছেলে।
সুন্দরবন পশ্চিম রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোছাইন চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবুল হোসেন একজন মোটরসাইকেলচালক। সে সুন্দরবনের চোরাশিকারীদের কাছ থেকে একটি জবাই করা হরিণ কিনে নিয়ে আসছিল। এ সময় সন্দেহবশত স্থানীয়রা তাকে আটক করে। পরে বস্তা ভরা হরিণের মাংস দেখে বন বিভাগকে খবর দেয়। বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে এসে হরিণের মাংস ও মোটরসাইকেলসহ আবুল হোসেনকে আটক করে।
তিনি আরও বলেন, আটক আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।
-

সাতক্ষীরার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি খুলনা থেকে গ্রেফতার করেছে র্যাব
প্রেস বিজ্ঞপ্তি: গত ২০ অক্টোবর ২০২২ তারিখ রাতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন দেবনগর এলাকার এক নাবালিকা কে তার বাড়ীতে একা থাকার সুযোগে প্রতিবেশী মোঃ আমজাদ হোসেন জোরপূর্বক ধর্ষণ করে। এ বিষয়ে ধর্ষিতার বাবা বাদী হয়ে ২৪ অক্টোবর ২০২২ তারিখ সাতক্ষীরা জেলার সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি এলাকা ছেড়ে পালিয়ে যায়। গত ৭ নভেম্বর আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে র্যাব সাতক্ষীরার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পালাতক আসামির আমজাদ হোসেন কে কয়রা উপজেলার মহারাজপুর থেকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।
-

১০ বছর পর বিশ্বজিৎ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ন্যাশনাল ডেস্ক: বহুল আলোচিত পুরান ঢাকায় বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। ১০ বছর ধরে তিনি পলাতক ছিলেন।
সোমবার (১৭ অক্টোবর) সকালে র্যাব-২ এর সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, রোববার (১৬ অক্টোবর) রাতে গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয় ।
র্যাব জানায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ মামলায় ২১ আসামির মধ্যে আট জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হত্যাকাণ্ডের পর থেকে মোশাররফ পলাতক ছিলেন। ২০১৭ সালে হাইকোর্টও মোশাররফের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন।
-

খালেদা জিয়ার সাজা আরও ছয় মাস স্থগিতের সিদ্ধান্ত
ন্যাশনাল ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। আগের মতোই শর্ত সাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হলো। আগামীকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রবিবার এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না খালেদা জিয়া, এই শর্তে সাজা স্থগিতের মেয়াদ বাড়লো। খালেদা জিয়া ২০২৩ সালের মার্চ পর্যন্ত কারাগারের বাইরে থাকতে পারবেন।
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক আজ রবিবার সকালে জানান, দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আগের শর্তেই ছয় মাস স্থগিত করতে সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। শর্ত অনুযায়ী তিনি বিদেশে চিকিৎসা নিতে পারবেন না। নিউ ইয়র্ক থেকে ফোনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আবার বাড়ানোর আবেদন করে তার পরিবার। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি দাস এদিন চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেন। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার মুক্তির মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করেন। চিঠিতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ারও অনুরোধ করেন তিনি।
খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পর ২০২০ সালের ২৫ মার্চ খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর কয়েক দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বর্ধিত মেয়াদে খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে তার চিকিৎসা গ্রহণ করবেন এবং এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না, এমন শর্ত দেওয়া হয়েছে। -

শ্যালক কর্তৃক ভগ্নিপতিকে হত্যার মূল আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে শ্যালক কর্তৃক শাবল দিয়ে আঘাত করে আপন ভগ্নিপতিকে হত্যার মূল আসামি মোঃ আহাদ আলী গাজী (৪০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর সদস্যরা। রোববার (১৮ সেপ্টেম্বর) যশোর জেলার মনিরামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি আহাদ আলী গাজী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, নিহত সামছুর গাজীর ছেলে মোঃ মিজানুর কর্তৃক মাছের ঘেরে মাছ চুরি করা নিয়ে গত ১৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে ভিকটিমের সাথে তার শ্যালকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সামছুর গাজীর বড় শ্যালক ১নং আসামী মোঃ ফজর আলী এবং ছোট শ্যালক ২নং আসামী মোঃ আহাদ আলী গাজী শাবল দিয়ে ভিকটিমের মাথায় এবং গায়ে এলাপাথাড়ি আঘাত করে । যার ফলে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে। এছাড়াও তারা ভিকটিমের স্ত্রীকেও আঘাত করে গুরতর জখম করে। পরবর্তীতে ভিকটিমকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মোঃ সামছুর গাজীকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনা এলাকার জনমনে চাঞ্চল্য এবং উদ্ধেগের সৃষ্টি করে। ঘটনা সংবাদ প্রাপ্তির সাথে সাথে র্যাব-৬, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল আসামীদের আইনের আওতায় আনার জন্য গোপনে ছায়া তদন্ত শুরু করে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সাতক্ষীরা এর আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে রোববার যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সামছুর গাজী হত্যার ঘটনার মূল হোতা মোঃ আহাদ আলী গাজীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী আহাদ আলী গাজী উক্ত হত্যার সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা জানায়। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
-

যুদ্ধাপরাধ : নেত্রকোণার খলিলুর রহমানের মৃত্যুদণ্ড
ন্যাশনাল ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোণার খলিলুর রহমানকে (পলাতক) মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। আদালতে প্রসিকিউটর ছিলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও রেজিয়া সুলতানা চমন। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী গাজী এম এইচ তামিম।
গত রোববার (১১ সেপ্টেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় খলিলুর রহমানের রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত ১৮ জুলাই চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন।
২০১৭ সালের ৩০ জানুয়ারি এ মামলার তদন্ত শেষ হয়।
শুরুর দিকে এ মামলায় আসামি ছিল ৫ জন। এরমধ্যে এক আসামি রমজান আলী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাকি চার আসামি হলেন- নেত্রকোণার দুর্গাপূর থানার নোয়াগাঁও ইউনিয়নের মৃত নবী হোসেনের ছেলে মো. খলিলুর রহমান, তার ভাই মো. আজিজুর রহমান, একই থানার আলমপুর ইউনিয়নের মৃত তোরাব আলীর ছেলে আশক আলী এবং জানিরগাঁও ইউনিয়নের মৃত কদর আলীর ছেলে মো. শাহনেওয়াজ। তবে বিচার চলাকালে বাকি তিন আসামিও বিভিন্ন সময়ে মারা যান।এ মামলায় আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে দুর্গাপূর ও কলমাকান্দা থানা এলাকায় অবৈধ আটক, নির্যাতন,অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগে ধ্বংস করা, ধর্ষণের চেষ্টা, ধর্ষণ, হত্যা ও গণহত্যার অভিযোগ আনা হয়। এরমধ্যে এক অভিযোগে ২২ জনকে হত্যা, ১ জনকে ধর্ষণ, একজনকে ধর্ষণের চেষ্টা, অপহৃত চার জনের মধ্যে দুই জনকে ক্যাম্পে নির্যাতন, ১৪/১৫টি বাড়িতে লুটপাট এবং ৭টি বাড়িতে অগ্নিসংযোগের কথা উল্লেখ করা হয়েছে।
-

অনলাইনে সক্রিয় হওয়ার চেষ্টা জঙ্গি সংগঠনগুলোর
ন্যাশনাল ডেস্ক: আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে মাথাচাড়া দিয়ে ওঠার কোনও সুযোগ পাচ্ছে না জঙ্গি সংগঠনগুলো। তবে বিভিন্ন সময় তারা অনলাইনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ক্লোজ গ্রুপে যোগাযোগ ও সদস্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে। তার ওপর বাসা থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা জঙ্গি দমনে আরেক চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে।
সম্প্রতি কুমিল্লা থেকে সাত তরুণ নিখোঁজ হয়। তারা কথিত হিজরতের উদ্দেশে বের হয়েছে—এমন তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ৭ জনের পর তাদের আরও ৪ সহপাঠী বাসা থেকে বের হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার করে। ডি-রেডিক্যালাইজেশন মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয় তাদের। ওই চার জন জানায়, কথিত হুজুরের দিক নির্দেশনায় তারা বাসা থেকে বের হয়ে যায়।
গোয়েন্দারা বলছেন, বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে কনটেন্ট আপ করছে জঙ্গি সংগঠনগুলো। এমনকি অনলাইনে জঙ্গিবাদের প্রশিক্ষণ এবং অস্ত্র সংগ্রহের কাজও চালিয়ে আসছে সংগঠনের সদস্যরা। অনলাইনে অন্যান্য সহযোগীদের আইডির সঙ্গে এনক্রিপটেড অ্যাপের মাধ্যমে জিহাদ ও কমব্যাট প্রশিক্ষণের ভিডিও এবং জিহাদের ময়দানে শরিক হওয়ার জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশবিরোধী পরিকল্পনার সঙ্গেও জড়িয়ে পড়ছে জঙ্গি সংগঠনের সদস্যরা।
বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) -এর তথ্য বলছে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ১৭৪ জনকে গ্রেফতার করা হয়। গত সাড়ে তিন বছরে দেশব্যাপী অভিযান পরিচালনা করা হয় ১১১টি। গ্রেফতারকৃতদের মধ্যে আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য সংখ্যা বেশি।
চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ২২টি অভিযান পরিচালনা করে ২৮ জঙ্গিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে জেএমবি ৮ জন, আনসার উল্লাহ বাংলা টিম এবিটির সদস্য চার জন, ‘আল্লাহর দলের’ পাঁচ জন, হিজবুত তাহরিরের একজন, আনসার আল ইসলামের সাত জন এছাড়া অন্যান্য জঙ্গি সংগঠনে সংশ্লিষ্ট তিন জনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে র্যাবের তথ্য বলছে, প্রতিষ্ঠার পর থেকে ২০২২ সালের জুন পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ২৮০৯ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ১৪৩০ জন জেএমবির সদস্য। অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার করা হয় গোলাবারুদ, বিস্ফোরক, সুইসাইডাল ভেস্ট, বোমা তৈরির কন্টেইনার ও উগ্রবাদী বিভিন্ন বই।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৮০টি অভিযানে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯৯ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে জেএমবির সদস্য ছিল ২১ জন।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে র্যাব বিশ্বের বুকে রোল মডেল। তবে বাহিনীর কোনও সদস্যই আত্মতুষ্টিতে ভুগছে না। গোয়েন্দা কার্যক্রম চলছে। যখনই তথ্য পাওয়া যাচ্ছে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে অনেককে গ্রেফতার করা হচ্ছে। বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে জঙ্গিবাদের জড়িয়ে পড়াদের অনেককেই পুনর্বাসনের মাধ্যমে সামাজিক জীবনে ফিরিয়ে আনার জন্য কাজ যাচ্ছে র্যাব।
এটিইউ-এর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার শেখ মোহাম্মদ আসলাম খান বলেন, জঙ্গিবাদ দমনে আমরা বেশ কয়েক ধাপে কাজ করে থাকি। সফট অ্যাপ্রোচ, হার্ড অ্যাপ্রোচ, গবেষণা এবং ব্যাখ্যা বিশ্লেষণ। আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
-

সলমন রুশদির উপর হামলার নিন্দায় সরব জে কে রাওলিংকে প্রাণনাশের হুমকি!
অনলাইন ডেস্ক: প্রাণনাশের হুমকি পেলেন ‘হ্যারি পটার’ স্রষ্টা জে কে রাওলিং। টুইটারে লেখিকাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।বুকারজয়ী ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদির উপর হামলার ঘটনার নিন্দায় সরব হয়ে প্রাণনাশের হুমকি পেলেন ‘হ্যারি পটার’ স্রষ্টা জে কে রাওলিং। টুইটারে লেখিকাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
রুশদির ঘটনার ধিক্কার জানিয়ে টুইট করেছিলেন রাওলিং। তার পরই এক টুইটার ব্যবহারকারী তাঁকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ। টুইটারে রুশদির ঘটনায় রাওলিং লেখেন যে, এই ঘটনায় তিনি খুবই অসুস্থ বোধ করছেন। একই সঙ্গে রুশদির আরোগ্য কামনা করেন। তিনি লেখেন, ‘আশা করছি উনি ঠিক আছেন।’
তাঁর টুইটের জবাবে এক ব্যবহারকারী লেখেন, ‘চিন্তা করবেন না। পরবর্তী লক্ষ্য আপনি।’ যে টুইটার হ্যান্ডেল থেকে রাউলিংকে খুনের হুমকি দেওয়া হয়েছে, সেখানে রুশদির হামলাকারী হাদি মাতারের প্রশংসাও করা হয়েছে।
-

সাংবাদিক আবু আকলেহের মৃত্যুর জন্য সম্ভবত ইসরায়েল দায়ী: যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, যে বুলেটের আঘাতে আল–জাজিরার সাংবাদিক ফিলিস্তিনি নাগরিক শিরিন আবু আকলেহ নিহত হন, তার উৎপত্তির বিষয়ে সুনির্দিষ্ট উপসংহারে পৌঁছাতে পারেননি নিরপেক্ষ তদন্তকারীরা। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর গোলাগুলিতে সম্ভবত তাঁর মৃত্যু হয়েছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, আলোচিত ওই হত্যাকাণ্ড নিয়ে আজ সোমবার বহুল প্রতীক্ষিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।
সাংবাদিক শিরিন হত্যা নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিন সরকারের তদন্তের বিষয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সমন্বয়ক সোমবার বলেছেন, বিস্তারিত ফরেনসিক বিশ্লেষণের তথ্যমতে, বিশ্বাস করার কোনো উপায় নেই যে গোলাগুলির ঘটনাটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত।গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিনে একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় আবু আকলেহকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় আকলেহ পেশাগত দায়িত্ব পালন করছিলেন এবং তাঁর জ্যাকেট ও হেলমেটে ‘প্রেস’ লেখা ছিল।
ফিলিস্তিন কর্তৃপক্ষ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও সংবাদমাধ্যমগুলোর নিরপেক্ষ তদন্তে দেখা গেছে, ইসরায়েলের বাহিনী গুলি করে আকলেহকে হত্যা করে।জাতিসংঘের মানবাধিকার কার্যালয় গত মাসে বলেছে, তাদের সংগ্রহ করা তথ্যে দেখা গেছে, ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতেই নিহত হন আকলেহ। প্রত্যক্ষদর্শীরাও ইসরায়েলের গুলিতে তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
-

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় গুলিতে নিহত ৬
অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর কাছে স্বাধীনতা দিবসের (৪ জুলাই) শোভাযাত্রায় গুলিতে ৬ জন নিহত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হঠাৎ বন্দুকের গুলির আওয়াজের সঙ্গে সঙ্গে আতঙ্কে এদিক ওদিক ছুটছে।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে । গুলিবর্ষণের পর কর্তৃপক্ষ ছয়জন নিহত এবং কমপক্ষে ২৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে। স্থানীয় খবর অনুযায়ী, নিয়মিত রুটে স্বাধীনতা দিবসের উদযাপন শুরু হওয়ার কয়েক মিনিট পরেই একটি দোকানের ছাদ থেকে এক বন্দুকধারী শোভাযাত্রায় গুলি চালাতে শুরু করে। শিকাগোর উপকণ্ঠের স্বচ্ছল উপশহর হাইল্যান্ড পার্কের রাস্তায় ওই গুলির ঘটনা ঘটে। স্থানীয় পরিবারগুলো ফুটপাতে বসে কুচকাওয়াজ দেখছিল। ভিডিওর পরের দৃশ্যেই তাদের লাফিয়ে উঠে দৌড়াতে দেখা যায়। নেপথ্যে শোনা যায় কেউ চিৎকার করে বলছে ‘বন্দুকের গুলি হচ্ছে’।
-

মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যা, এ বছরেই খুনের শিকার ১২ সাংবাদিক
অনলাইন ডেস্ক: মেক্সিকোতে নিজ বাড়িতে বন্দুক হামলায় আরও এক সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ঘটনায় তার ২৩ বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়েছেন।গতকাল বুধবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে মেক্সিকোর স্থানীয় গণমাধ্যম। নিহত অ্যান্তোনিও ডি লা ক্রুজের বয়স ৪৭ বছর। তিনি স্থানীয় পত্রিকা এক্সপ্রেসো’তে কাজ করতেন।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোতে চলতি বছর হত্যাকাণ্ডের শিকার হওয়া সাংবাদিকদের মধ্যে ক্রুজ ১২তম।ক্রুজ এক্সপ্রেসো’তে তিন প্রায় তিন দশক ধরে কাজ করতেন। তিনি সামাজিক ও গ্রামীণ নানা বিষয় নিয়ে রিপোর্ট করতেন। থাকতেন সিউদাদ ভিক্টোরিয়া শহরে।
চলতি বছর মেক্সিকোতে সাংবাদিক হত্যা রেকর্ড ছাড়িয়েছে। আল জাজিরা বলছে, রণাঙ্গণের বাইরে মেক্সিকোতেই সাংবাদিকরা বেশি সহিংসতার শিকার হচ্ছেন, দেশটি দিনকে দিন সাংবাদিকদের জন্য ভয়াবহ হয়ে উঠছে।
-

তালায় দিনেদুপুরে মটরসাইকেল চুরি : উদ্ধারে তৎপর পুলিশ
সংবাদ বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার তালায় এক লেদ মালিকের মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ২৪ জুন শুক্রবার বেলা ১১টায় তালা উপজেলার মাগুরাবাজারে এ ঘটনা ঘটে। এঘটনায় ভুক্তভোগী মাগুরাডাঙ্গা গ্রামের মৃত এনায়েত আলীর পুত্র এনামুল হক তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী লেদ মালিক মাগুরাডাঙ্গা গ্রামের মৃত এনায়েত আলীর পুত্র এনামুল হক জানান, তিনি তালা থানার মাগুরা বাজারে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ নামক লেদের দোকান পরিচালনা করে আসছেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার সকাল ১০টার দিকে নিজের লেদের পিছনে তার ব্যবহৃত লাল রং এর পালসার মটরসাইকেল যার রেজি: নং সাতক্ষীরাÑল-১২-০৪১০, ইঞ্চিন নং- উঐণডঐঋ৭৭৮৫৫, চেচিস নং গউ২অ১১ঈণ৫ঐডঋ৮৯৯৩৪ রেখে লেদে কাজ করছিলেন। বেলা ১১টার দিকে দোকানের কর্মচারী রায়হান দেখতে পায় জনৈক একজন চোর মটরসাইকেলটি দ্রুত চালিয়ে নিয়ে যাচ্ছে। সে সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে গেলেও ওই চোরকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে,এনামুল হকের পাশ্ববর্তী দোকান মালিকের লাগানো সিসিটিভি ফুটেজে মটরসাইকেল চুরির ঘটনা রেকর্ড হয়েছে। ফুটেজে দেখা গেছে দুইজন অজ্ঞাত চোর একটি মটরসাইকেল নিয়ে সেখানে আসে। পরে একজন চোর এনামুল হকের মটরসাইকেলের তালা ভেঙে দ্রুত মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। বিভিন্ন স্থানে খোজাখুজি করেও না পেয়ে তালা থানায় এঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী এনামুল হক। নিজের ব্যবহৃত মটরসাইকেল হারিয়ে দিশেহারা এনামুল হক তার মটরসাইকেলটি উদ্ধারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে মটরসাইকেলটি চোরসহ দ্রুত উদ্ধারের জন্য তালা থানা পুলিশ জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে থানা সূত্রে জানা গেছে। -

তালায় ঘের সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৩
তালা প্রতিনিধি :
তালায় ঘের সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে ইউপি সদস্যসহ তিনজন আহত হয়েছে। সোমবার (৩০ মে) সকালে তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতরা হলেন, তালা সদর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আছাদুল ইসলাম (৪১), তার স্ত্রী রিনা খাতুন (৩০) ও পরাজিত প্রার্থী আব্দুল আলিম (৩৫)। আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়,আগোলঝাড়া গ্রামের শামসুল মোড়লের ছেলে ইউপি সদস্য শেখ আছাদুল ইসলামের সাথে একই এলাকার নূর আলী মোড়লের ছেলে আব্দুল আলিমের সাথে ঘের সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার সকালে আগোলঝাড়া গ্রামে আব্দুল আলিম শেখ আছাদুলের উপর হামলা চালায়। এ ঘটনায় ইউপি সদস্য শেখ আছাদুল ইসলাম ও তার স্ত্রী রিনা খাতুন এবং আব্দুল আলিম আহত হয়।
আহত ইউপি সদস্য আছাদুল জানান, এবছর জানুয়ারি মাসে আমাদের গ্রামের পাশে দধিসরা বিলের ঘেরটি আমি রেজিষ্ট্রী ডিট করে ভোগ দখলে আছি। কিন্তু আলিম উক্ত ঘের জোর দখল করায় ব্যর্থ হয়ে আজ সকালে আমার উপরে হামলা চালায়। আমি ও আমার স্ত্রী মারাত্বকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। এবিষয়ে আব্দুল আলিম বলেন, ঘেরের বিষয় কথা বলতে গেলে সকালে আমার উপর হামলা চালায়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, মারামারির ঘটনায় দুই পক্ষ অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। -

সাতক্ষীরা পৌরসভার সিইও বিরুদ্ধে অভিযোগ তদন্ত ৩০ মে
: সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ, ক্রসফায়ারের হুমকি, নির্বাহী কোর্ট বসিয়ে জেল জরিমানার হুমকি, চাকরি থেকে অব্যাহতির হুমকি ও সরকারি গাড়ি ব্যবহার করে মাদক সেবন ও বহন, পৌর মেয়রকে অপসারণ ও নিয়ম নিয়মবহিভর্‚তভাবে ছুটি কাটানো সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে আগামী ৩০ মে ২০২২ তদন্ত অনুষ্ঠিত হবে।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (স্থানীয় সরকার শাখা) ০৫.৪৪.০০০০.০০৪.১৯.০০১.২২.৪৪০ নং স্মারকে স্থানীয় সরকার বিভাগ খুলনার পরিচালক (চলতি চায়িত্ব) মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত নোটিসে এ তথ্য জানা গেছে।অনলাইন নিউজ পোর্টালে ‘বাংলা ট্রিবিউন’ গত ২৬ এপ্রিল ২০২২ তারিখে ‘অবাধ্য হলে এখনও ক্রসফায়ারের হুমকি দেন নাজিম উদ্দিন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত অভিযোগ উপস্থাপন করা হয়।
সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ জানিয়েছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিনের কারণে বর্তমানে পৌর এলাকায় নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করা যাচ্ছে না, অচলাবস্থা তৈরি হয়েছে। তিনি আমার সম্পর্কে ১০ জন কাউন্সিলরকে দিয়ে মিথ্যা অভিযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। যদিও তার সঙ্গে আমার ব্যক্তিগত রেষারেষি নেই।
এ বিষয়ে জানতে নাজিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসা প্রশাসনের সিনিয়র সহকারী সচিব (কুড়িগ্রামের সাবেক আরডিসি) নাজিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তদন্তের খবরে পৌরবাসীর মধ্যে স্বস্তির নি:শ্বাস লক্ষ্য করা যাচ্ছে। ২০২০ সালের ২০ মার্চ কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে এনে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাঁজা দেন তৎকালিন আরডিসি নাজিম উদ্দীন। পরবর্তীতে বিভাগীয় শাস্তিস্বরুপ তার বেতনক্রম ৬ষ্ঠ থেকে সপ্তমে নামিয়ে আনা হয়। -
মাদককাণ্ডে কন্সটেবলের চাকরি হারিয়ে রায়হান এখন পুলিশ কর্মকর্তা !
স্টাফ রিপোর্টার :
৬ মাস আগে মাদক সেবনসহ নানা অপকর্মের দায়ে পুলিশের চাকুরী হারান শেখ আবু রায়হান। চাকুরী হারিয়ে এখন এলাকায় পুলিশ কর্মকর্তা পরিচয় দাপিয়ে বেড়াচ্ছে সে। চাঁদাবাজি, জমি দখল, মারপিটসহ নানা অভিযোগ তার বিরুদ্ধে।
আবু রায়হান তালার ইসলামকাটী ইউনিয়নের সুজনসাহা গ্রামের শফিউল্যা শেখের ছেলে।
জানা গেছে, শেখ আবু রায়হান কয়েক বছর আগে পুলিশের চাকুরী পায়। গত কয়েক মাস আগে মিরপুর-১৪ পুলিশ লাইন্সে থাকাকালীন মাদক সেবনসহ নানান অভিযোগে তাকে চাকরীচ্যুত করা হয়। এরপর বাড়িতে এসে পুলিশ কর্মকর্তা পরিচয় এলাকার বকাটেদের নিয়ে মাদক সেবন, কেউ কোন কাজ করলে সেখানে চাঁদা দাবিসহ নানা অপকর্মে লিপ্ত সে।
ইসলামকাটী গ্রামের মৃত. মোবারক সরদারের ছেলে আজিজুল ইসলাম সরদার জানান, বিভিন্ন সময়ে রায়হানের এসব অপকর্মের প্রতিবাদ করলে রায়হান আমাকে মারপিটের হুমকি দেয়।
তিনি বলেন, তার বাবা শফিউল্যা শেখর বাউখোলা মৌজার ১.০৮ একর সম্পত্তির মধ্য হতে ৩৫ শতক সম্পত্তি ৯ বছর মেয়াদে চুক্তি পত্র করে। ২০১৪ সাল হতে প্রতিবছর বার হাজার টাকা করে দিয়ে আসছি। এ অবস্থায় আমার চুক্তিপত্রের মেয়াদ আরও এক বছর থাকার পরও তার বাবা আবারও আট বছর মেয়াদে তিনশত টাকার নন জুডিশিয়াল ষ্ট্যাম্পের উপর চুক্তিপত্র লিখে দিয়ে অগ্রিম নগদ ৩২ হাজার টাকা গ্রহণ করে। বর্তমানে ঐ জায়গায় আমার পানের বরজ ও কুল বাগান আছে। কিন্তু রায়হানের অপকর্মের প্রতিবাদ করায় সে আমাকে তার বাবার কাছ থেকে লিস নেওয়া জায়গা ছেড়ে দিতে হুমকি দিচ্ছে।
আজিজুল ইসলাম সরদার আরও বলেন, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত্র সাড়ে নয়টার দিকে আমার বাড়িতে এসে আমাকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয়। আর আমার লিস নেওয়া জায়গা ছেড়ে না দিলে ক্ষতিসাধন করার হুমকি দেয় । এব্যাপারে আমি থানায় অভিযোগ করলে সে তার দল-বল নিয়ে আমার ছেলে জাহিদুল ইসলামের উপর হামলা করে।
জাহিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এসময় আবু রায়হানসহ দুইজন মোটরসাইকেলে যাওয়ার পথে মোটরসাইকেল থামিয়ে আমাকে ডাকে। আমার আব্বুর কাছে কল দিতে বলে, আমার ফোনে টাকা না থাকায় আমি কল দিতে পারেনি। একারণে সে আমার জামার কলার ধরে আমাকে চড় থাপ্পড় মেরে চলে যায়।
অভিযুক্ত সাবেক পুলিশ কনস্টেবল শেষ আবু রায়হান বলেন, আমি ব্যক্তগত কারণে চাকুরী ছেড়ে দিয়েছি। এছাড়া আমার বিরুদ্ধে এসব অভিযোগ ভিত্তিহীন।
তালা থানার এসআই কাওসার বলেন, এ ব্যাপারে আজিজুল ইসলাম সরদার থানায় অভিযোগ করেছে। আমি তদন্ত করে ব্যবস্থা নেব।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, কন্সটেবল থেকে চাকুরিচ্যুত হয়ে পুলিশ কর্মকর্তা পরিচয় দিচ্ছে এমন খবর আমার জানা নেই। তার ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। -
ছোট খোকনের বিরুদ্ধে মাকে হত্যার হুমকি অভিযোগ
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান উত্তরপাড়ার মোঃ রাশেদুজ্জামান ওরফে ছোট খোকনের (ক্রিকেটার) বিরুদ্ধে জমি লিখে না দেওয়ায় নিজ মাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মোঃ রাশেদুজ্জামান ওরফে ছোট খোকনের মা মমতাজ বেগম সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং ১৮৪৯।
ডায়েরিতে মমতাজ বেগম লিখেছেন, মোঃ রাশেদুজ্জামান ওরফে ছোট খোকন তার বড় ছেলে। তার বড় ছেলের বর্তমান স্ত্রীর (৪র্থ) নাম মোছাঃ ইতি। তারা তাকে ঠিকমত দেখাশোনা করে না। সবসময় মারতে আসে। অকথ্যভাষায় গালিগালাজ করে। খুন জখম করার হুমকি দেয়। এছাড়া জমি লিখে না দেওয়ায় গত ২২ এপ্রিল সন্ধ্যায় মোঃ রাশেদুজ্জামান ওরফে ছোট খোকন ও তার স্ত্রী মোছাঃ ইতি মমতাজ বেগমকে মারপিট করেন এবং বিষ খাইয়ে অথবা বালিশ চাপা দিয়ে অথবা গলায় ফাঁস দিয়ে হত্যার পর লাশ গুম করে দেওয়ায় হুমকি দেয়।
বড় ছেলের অত্যাচার ও হুমকিতে ভীতসন্ত্রস্ত হয়ে মমতাজ বেগম বিষয়টি ডায়েরিভুক্ত করেছেন।