Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
সাতক্ষীরা Archives - Page 16 of 119 - Daily Dakshinermashal

Category: সাতক্ষীরা

  • সাতক্ষীরা সদরে মা ও শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন 

    সাতক্ষীরা সদরে মা ও শিশু সহায়তা কর্মসূচির প্রশিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন 

     সাতক্ষীরা সদরে মা ও শিশু সহায়তা কর্মসূচির ০২ দিনব্যাপী প্রশিক্ষক  প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে।
     মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা সদরের আয়োজনে মঙ্গলবার (০৩ ডিসেম্বর)সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
    মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা সদরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরহাদ জামিল ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের।এসময় উপস্থিত ছিলেন  ইউনিসেফ বাংলাদেশে’র রিসোর্স পার্সন সাবরিনা সুলতানা, প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী।
    প্রশিক্ষণের প্রথম দিনে সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলা থেকে আগত ১১৬ জন স্বাস্থ্য কর্মীদের গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং  শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • সাতক্ষীরায় ক্যাব’র মানববন্ধন

    সাতক্ষীরায় ক্যাব’র মানববন্ধন

    সাতক্ষীরায় আলু, পেঁয়াজ, রসুন ও ভোজ্যতেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)
    সাতক্ষীরা শাখা মানববন্ধন করেছে । মানববন্ধনে বক্তব্য রাখেন, ক্যাব সাতক্ষীরা শাখার সভাপতি অ্যাড. আজহারুল ইসলাম, সহ-সভাপতি অ্যাড. ফেরদৌসি সুলতানা, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আর রহমান, নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল, হাসানুজ্জামান, আহম্মেদুল কবির বাবু, সামিউল ইসলাম, শামিমা সুলতানা, রিবা সুলতানা, শাহিদা সুলতানা, নাছিমা আক্তার, সদস্য মিনারুল ইসলাম, শারমিন নাহার, সাব্বির হোসেন, তামান্না প্রমুখ।মানব বন্ধনের বক্তব্যের শেষে ক্যাবের নেতৃবৃন্দ অসাধু ও দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও পণ্যেও সরবরাহ নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহা পরিচালক বরাবর একটি স্মারকরিপি পেশ করেন।

  • জেলা সাংবাদিক পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    জেলা সাংবাদিক পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

    জেলা সাংবাদিক পরিষদের উদ্দোগে গতকাল বিকাল ৪টায় মহান
    বিজয় দিবসের আলোচনা এবং নির্ধারিত আলোচ্য সূচীর উপর
    কার্যনিবাহী কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    সংগঠনের সভাপতি মোঃ আসাফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য
    রাখেন জি,এম মুজিবুর রহমান, মোঃ আমিরুল ইসলাম, সেলিম
    শাহারিয়ার, মোঃ মনিরুজ্জামান মনির, এস,এম আল মাসুদ, মোঃ
    ইউসুফ আলী, মোঃ আব্দুল হামিদ, মোঃ খাইরুল বাসার, অধ্যক্ষ রেজাউল
    করিম, ইকবাল হোসেন, মোঃ আমিরুল ইসলাম(২), নাজমুল হাসান, মোঃ
    আব্দুর রহমান, এম,এস জামান মনি, আজগর আলী, গাজী মনির, এ্যাড
    মোঃ নজরুল ইসলাম, রাশিদা আক্তার, রিনি সুলতানা, প্রশান্ত কুমার পাল,
    তাজেল হোসেন, জাহাঙ্গীর হোসেন, শামীম হোসেন, আবুল খায়ের,
    মোঃ হাফিজুর রহমান, মোঃ মহিদুল ইসলাম, মোঃ রুবেল হোসেন,
    সুরাইয়া খাতুন প্রমুখ। সভায় আমাদের সবুজ শ্যামল সোনার বাংলাকে
    হায়েনা শকুনের হিং¯্র থাবা থেকে রক্ষা করার জন্য যে সমস্ত বীর সৈনিক
    বুকের তরতাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদদের স্মৃতির
    প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
    জুলাই ছাত্র জনতার বিপ্লবে সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
    এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সভায়
    দৈনিক সারাদেশ পত্রিকার নিজস্ব প্রতিনিধি মোঃ রেজাউল করিম ও
    দৈনিক সাতক্ষীরা ট্রিবিউন এর নিজস্ব প্রতিনিধি রিনি সুলতানাকে
    সংগঠনে সদস্য হিসাবে অন্তভুক্ত করা হয়। সভায় ১৮ ডিসেম্বর বুধবার
    সংগঠনের বাষিক বনভোজন ও শিক্ষা সফরের সিদ্ধান্ত নেয়া হয়। সভায়
    আসন্ন ফেব্রুয়ারী ২০২৫ এ সংগঠনের ২৭ বছরে পর্দাপন উদযাপন করার
    সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সমগ্র সভা পরিচালনা করেন সংগঠনের
    সাধারণ সম্পাদক দৈনিক যুগের বার্তার নিজস্ব প্রতিনিধি মোঃ
    মনিরুজ্জামান মনির। প্রেস বিজ্ঞপ্তি।

  • সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের ব্যবসায়ীকে কাল্পনিক চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন

    সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা কালিগঞ্জের ব্যবসায়ীকে কাল্পনিক চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন

    সাতক্ষীরা প্রতিনিধি :কালিগঞ্জের নলতায় ব্যবসায়ীকে কাল্পনিক চুরির মামলায় আটকের পর দেশের বিভিন্ন থানায় ১২টি পেন্ডিং মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐ এলাকার আবুল খায়েরের স্ত্রী আয়েশা খাতুন। লিখিত অভিযোগে তিনি বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে মৎস্যঘের এবং রড সিমেন্টের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু স্থানীয় প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে কালিগঞ্জ থানা পুলিশ আমার স্বামীকে একে পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে যাচ্ছে। গত ১২ নভেম্বর ২৪ তারিখ রাতে কালিগঞ্জ থানার দারগা সুকদেব পাল আমাদের বাড়িতে গিয়ে আমার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপর ২০২৩ সালের কালিগঞ্জ থানার একটি চুরির মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন। পরবর্তীতে একের পর এক খুলনা, যশোরসহ সাতক্ষীরার বিভিন্ন থানার পেডিং থাকা মামলায় তাকে গ্রেফতার দেখাতে থাকে। ১২ নভেম্বর থেকে আজ পর্যন্ত আমার স্বামীর বিরুদ্ধে ১২টি মামলা দেওয়া হয়েছে। ১ ডিসেম্বর ২০২৪ তারিখ রাতে পুলিশ রিমান্ডের নামে স্বামীকে সাথে নিয়ে আমাদের বাড়িতে যায়। সে সময় আমার বাড়িতে কিছুই না পেয়ে তাদের পকেট থেকে দুটি স্বর্ণের দুল আমার বাজারের ব্যাগের মধ্যে পরিকল্পিতভাবে ঢুকিয়ে দেয় পুলিশ। যেটা আমি, আমার শ^াশুড়ী খায়রুন নেছা এবং প্রতিবেশী হোসেন গাজী স্বচোক্ষে দেখেছি। পরবর্তীতে ব্যাগের মধ্যে থেকে ওই পুলিশ সদস্যই দুল দুটি বের করে, চুরির মালামাল আমার বাড়ি থেকে উদ্ধার হয়েছে মর্মে দেখানো হয়। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী কেন চুরির মত কাজে জড়িত হবে সেটি আমাদের বুঝে আসে না।
    তিনি আরো বলেন, আমার স্বামী একজন ব্যবসায়ী। কালিগঞ্জের রায়পুর বাজারে তার বড় রড সিমেন্টের দোকান রয়েছে। ঘের ভেড়ী রয়েছে। তার পক্ষে চুরির মত জঘন্য কাজ করাটা কিভাবে সম্ভব। আমাদের ধারনা প্রতিপক্ষের কাছ থেকে সুবিধা নিয়ে কালিগঞ্জ থানার এস আই ফরিদ, সুকদেব পালসহ অন্যরা আমার স্বামীকে ফাঁসাচ্ছে। একটি দুটি মামলা হলেও বিষয়টি ভিন্ন ছিলো। কিন্তু মাত্র ১৫ দিনের ব্যবধানে তাকে ১২টি মামলায় জড়ানো হলো। অথচ যেদিন আমার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হলো। সেই দিনও সারাদিন তিনি দোকানেই ছিলেন। রাত ৮টার দিকে বাড়িতে যাওয়ার পর তাকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে ডজন খানেক মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় স্বামী কারাগারে থাকায় আমার দুটি শিশু সন্তানকে নিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি। কি কারনে এমনভাবে আমার স্বামীকে হয়রানি করা হচ্ছে, কারা করছে সেটিও জানি না। কালিগঞ্জ থানার ওই দুই দারগার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। সাথে সাথে হয়রানি মূলক সকল মিথ্যা মামলা থেকে আমার স্বামীকে অব্যাহতি পূর্বক মুক্তি এবং ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।

  • সাতক্ষীরায় এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

    সাতক্ষীরায় এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

    “দেশ কল্যাণ, দারিদ্র্য বিমোচন, কর্মপরায়ন,উদ্ভাবন, বাংলাদেশ এনজিও,ফাউন্ডেশন এর “মানব ও মনন” প্রতিপাদ্যে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস-২০২৪ পালিত হয়েছে।
    ২রা ডিসেম্বর(সোমবার) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আরা, সিডো,অগ্রগতি সংস্থা,ইডা, নবজীবন, ক্রিসেন্ট, সুশীলন, আইডিয়াল, সাতক্ষীরা মানব কল্যাণ সংস্থা, আলোর দিশা ফাউন্ডেশন, জোড়দিয়া সততা সংস্থা, পিএসিপি, ডেফরো,কবি সিকান্দার আবু জাফর ফাউন্ডেশন,গণ মৈত্রীর যৌথ আয়োজনে র‌্যা‌লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    আরা’র নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোস্তাক আহমেদ।
    এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    সাতক্ষীরা জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ,সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস , সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক ও প্রকাশক জিএম নুর ইসলাম প্রমুখ।
  • জেলা সাহিত্য পরিষদের নব নির্বাচিত কমিটির শপৎ অনুষ্ঠান

    জেলা সাহিত্য পরিষদের নব নির্বাচিত কমিটির শপৎ অনুষ্ঠান

    জেলা সাহিত্য পরিষদের নব নির্বাচিত কমিটির শপৎ অনুষ্ঠান
    গতকাল বিকাল ৪ টার শহরস্থ তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
    শপৎ বাক্য পাঠ করান জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব
    ডাঃ আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ও বরিশাল
    শিক্ষাবোর্ডের (কলেজ) সার্বেক পরিদর্শক জেলা সাহিত্য পরিষদের
    উপদেষ্টা আলহাজ্ধসঢ়; প্রফেসর মোঃ আবু নছর। সংগঠনের নব নির্বাচিত
    সকল সদস্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। শপৎ অনুষ্ঠান শেষে ২য় পর্বে জেলা
    সাহিত্য পরিষদের সহ সভাপতি অধ্যাপক মোঃ মোজ্জামেল হোসেনের
    সভাপতিত্বে এক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। এতে লেখা পাঠ করেন
    সংগঠনের জি,এম হুমায়ূন কবীর, রফিকুল বারী,এস এম নাজমুল হাসান,
    খাইরুল বাসার, ইকবাল হোসেন, মোসফিকুর রহমান মিল্টন, গাজী
    মনির, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাসার, মঞ্জুরুল হক, আব্দুর রব ওয়ার্ছী,
    মোঃ শহীদুর রহমান, মনিরুজ্জামান মুন্না, দিলরুবা বেগম, সালাউদ্দিন
    রানা, মনিরুজ্জামান ছট্ট প্রমুখ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন
    সংগঠনের সাধারণ সম্পাদক ম, জামান।প্রেস বিজ্ঞাপ্তি

  • জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের জাতি আজীবন স্মরণ করবে

    জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের জাতি আজীবন স্মরণ করবে

    জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের জাতি আজীবন স্মরণ করবে- প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

    নিজস্ব প্রতিনিধি : স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও
    আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
    হয়েছে। রবিবার (০১ ডিসেম্বর) স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের আয়োজনে বিদ্যালয়ের
    প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো. মহাসীন উদ্দীন’র সভাপতিত্বে
    আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের
    প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংসগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল।
    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আবু সাঈদ ও মুগ্ধ বর্তমান ছাত্র সমাজের অনুপ্রেরণা। তাদের
    আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ নতুনভাবে স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আবু সাঈদ ও মুগ্ধসহ সকল
    শহীদদের স্মরণ করা, তাদের জন্য দোয়া করা আমাদের কর্তব্য। জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র
    আন্দোলনের শহীদদের জাতি আজীবন স্মরণ করবে।”
    আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য খাদিজাতুল
    কোবরা কামিল মাদ্রাসার শিক্ষক মো. আব্দুর রশিদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্মার্ট বিদ্যালয়
    ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক
    মোস্তাফিজুর রহমান ও বিদ্যালয়ের ৯বম শ্রেণির শিক্ষার্থী সিরাজুম মনিরা প্রমুখ। এসময় উপস্থিত
    ছিলেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক সুকুমার সরকার, আবুল
    হাসান, ফয়জুল হক বাবু, আকলিমা খাতুন, রেহেনা পারভীন, রমেশ সরদার, জয়দেব বাছাড়, ভবতোষ সরকার,
    মিলন কবিরাজ, অনিমেষ সরকার, লুৎফুন্নেছা ডালিয়া ও আল-মামুন প্রমুখ।
    আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা
    কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক
    মাওলানা মো. মহাসীন উদ্দীন। এসময় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত
    ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি
    শিক্ষক মো. মুকুল হোসেন।

    ক্যাপশন : স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও
    আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান
    অতিথির বক্তব্য রাখছেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল।
    ক্যাপশন : স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও
    আহতদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত
    প্রধান অতিথি প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল।

  • শনিবার সাতক্ষীরায় আসছেন জামায়াতের আমীর

    শনিবার সাতক্ষীরায় আসছেন জামায়াতের আমীর

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শনিবার (৩০ নভেম্বর) সাতক্ষীরায় আসছেন। বেলা দুইটায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

    জামায়াতের আমীরের আগমন উপলক্ষ্যে শুক্রবার দুপুরের পর সাতক্ষীরার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনস্থল সার্বিক পরিবেশ পরিদর্শন করেছেন দলটির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, ওমর ফারুক, শহর শিবিরের সভাপতি আল মামুন, সুরা সদস্য নজরুল ইসলাম, শহর সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান প্রমুখ।

    অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসীবাদী শক্তির পতন ঘটানোর মাধ্যমে দেশে নতুন করে সূর্যোদয় ঘটেছে। আমরা এই ঐতিহাসিক বিজয়কে ধরে রাখতে সকলের সহযোগিতা কামনা করছি। দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে স্বৈরাচার সৃষ্ট সব জঞ্জালমুক্ত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে লক্ষাধিক জামায়াত নেতাকর্মীর সমাবেশ ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জামায়াতে আমীরের সমাবেশ সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

  • সাতক্ষীরা সদর উপজেলার ইউএনও-কে গণসংবর্ধনা

    সাতক্ষীরা সদর উপজেলার ইউএনও-কে গণসংবর্ধনা

    সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদকে সফলভাবে সরকারি দায়িত্ব পালন ও জনসেবার জন্য গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
    শুক্রবার (২৯ শে নভেম্বর) জুম্মা নামাজের পূর্বে বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদ ও ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে এ গণসংবর্ধনা দেওয়া হয়।
    সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল গফফার সানা’র সভাপতিত্বে গণসংবর্ধনার সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।
    এসময়  উপস্থিত ছিলেন মাদ্রাসার খতিব মাওলানা আব্দুস সবুর,মসজিদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, মাদ্রাসা কমিটির সভাপতি বাবুর আলী সরদার,সাবেক ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান স,ম শহিদুল ইসলাম, মাদ্রাসার প্রধান শিক্ষক আবু সালেক,, মুয়াজ্জিন আব্দুল সাত্তার, বজলুর রহমান তুতা, শামসুর রহমান সোনা,বিল্লাল হোসেন, যুব কমিটির  সভাপতি ইলিয়াস হোসেন  ও সেক্রেটার রবিউল ইসলাম, , আবুল হোসেন, আদম আলী, মেহের আলী, নজরুল ইসলাম, মহিদুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুল মালেক,ফরিদ উদ্দিন, নুর আলী প্রমুখ।
  • সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী  সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে সাজ সাজ  রব

    সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী  সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মাঝে সাজ সাজ  রব

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :সাতক্ষীরায় বাংলাদেশ  জামায়াতে ইসলামীর আমির আগমন নেতা-কর্মীদের মাঝে সাজ সাজ রব বিরাজ করছে।

    ইতিমধ্যে  বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছবিসংবলিত গেট ও শত শত ব্যানার ফেস্টুনে ভরে গেছে।

    সম্মেলনে উপাধ্যক্ষ সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান।

    এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতুল্লাহ , কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুর খালেক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাদ্দিস  রবিউল বাশার ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

    ইতিমধ্যে, শুক্রবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে সাতক্ষীরার সরকারি বালক বিদ্যালয় মাঠে কর্মীসম্মেলনস্থল পরিদর্শন করেছেন দলটির নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ’র নেতৃত্বে
    সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, অধ্যাপক  ওমর ফারুক, শহর শিবিরের সভাপতি আল মামুন, শুরা সদস্য নজরুল ইসলাম, শহর সহকারী সেক্রেটারী হাবিবুর রহমান প্রমুখ।

  • সাতক্ষীরায় দাতব্য সংস্থা সোয়াবের উদ্যোগে  ৩৩ পরিবারকে ছাগল বিতরণ

    সাতক্ষীরায় দাতব্য সংস্থা সোয়াবের উদ্যোগে  ৩৩ পরিবারকে ছাগল বিতরণ

    সাতক্ষীরায় হতদরিদ্র ৩৩ পরিবারকে অর্থনৈতিক স্বাবলম্বী করনের সহয়াতা স্বরূপ ১ টি করে ৩৩ টি ছাগল বিতরণ করা হয়েছে।
    শনিবার(২৯ নভেম্বর)  বিকালে সাতক্ষীরা সদরের আখড়াখোলা জান্নাতুল ফেরদৌস মসজিদের মাঠে দাতব্য সংস্থা সোয়াবের এর উদ্যোগে ও প্রধান পৃষ্ঠপোষক মোঃ আশরাফুজ্জামান’র সহযোগিতায়  ৩৩ জন দুস্থ অসহায়   মানুষের মাঝে   ছাগল বিতরণ করা হয়।
    ছাগলের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয়  বিএনপির নির্বাহী সদস্য সাবেক কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি  মামুন হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ও গবেষক ডাক্তার আজহারুল করিম ক্যান্সাস মেডিকেল বিশ্ববিদ্যালয় আমেরিকা, প্রবাসী আশরাফুজ্জামান।এসময় উপস্থিত ছিলেন সাবেক  খুলনা বিভাগীয় যুবদলের সহঃ সভাপতি নাজমুল হুদা সাগর,  সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক  সভাপতি আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।
    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন , জান্নাতুল ফেরদৌস মসজিদ মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মোহাম্মদ জামিলুজ্জামান।
  • সাতক্ষীরা ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান

    সাতক্ষীরা ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান

     সাতক্ষীরায় ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রিভেন্টিভ চাইল্ড আর্লি এন্ড ফোর্সড ম্যারেজ প্রকল্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উত্তরণ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রজেক্ট ম্যানেজার মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
    ওয়ার্ল্ড ভিশনের জেন্ডার এন্ড এস আর এইচ আর কো-অর্ডিনেটর তাহমিদা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা লিগ্যাড এইড অফিসার নাসির উদ্দিন ফরাজী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বসির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ- পরিচালক মো: মেহেদী হাসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা সমাজসেবা অফিসার সন্তোষ কুমার নাথ, সাংবাদিক আব্দুল বারী, হাফেজ খায়রুল বাশার,  স্কুল শিক্ষার্থী আফিফা আইয়ুব প্রমুখ। ভিজুয়াল প্রেজেন্টেশন উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের পাবলিক হেলথ কো-অর্ডিনেটর রাইয়ান কবীর।
    এছাড়া বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্য সেবাদানকারী, বিভিন্ন ম্যানেজমেন্ট কমিটির সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ, মহিলা নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, পিয়ার গ্রুপ সদস্য, ইয়ুথ ক্লাব সদস্য, মেনকেয়ার গ্রুপ সদস্য, গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমিতি সদস্য, সিভিএ সদস্য ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণ অংশীদারিত্বের ভিত্তিতে বাগেরহাট জেলার বাগেরহাট সদর, মোরেলগঞ্জ ও রামপাল উপজেলা এবং সাতক্ষীরা জেলার সাতক্ষীরা সদর, তালা ও দেবহাটা উপজেলায় বাল্যবিবাহ নিরসন ও প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে, বিভিন্ন কার্যক্রম ২০২১ সাল থেকে কাজ করেছে। সাতক্ষীরা জেলায় ২৬টি ইউনিয়ন ও পৌরসভা ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭টি কমিউনিটি ক্লিনিক, ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং বিভিন্ন স্থানীয় স্টেকহোল্ডার ও গ্রুপের সদস্যদের নিয়ে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। এসব প্রতিষ্ঠানে ৭ হাজার ৬৪০ জন ছাত্রীকে প্রতি মাসে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান, খেলাধুলার সামগ্রী বিতরণ, করোনাকালীন সময়ে ১০ মাস ব্যাপী সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, চেঞ্জরুম বা কমন রুমের সেলফ, টয়লেট পরিস্কারক সামগ্রী দেওয়া হয়েছে।
    এছাড়া ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট ব্যবস্থার সংস্কার কাজ এবং ৪৫টি স্কুলে ছাত্রীদের চেঞ্জরুম স্থাপন, ২৭টি কমিউনিটি ক্লিনিক এবং ১০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কৈশোর বান্ধব কর্নার স্থাপন এবং প্রয়োজনীয় সামগ্রী প্রদান এবং সেবাদানকারীদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন। সাতক্ষীরা সদর, দেবহাটা ও তালা উপজেলায় স্থানীয় স্টেকহোল্ডারগণের সহায়তায় মোট ৬২টি বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে।
  • ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

    ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

     বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সাতক্ষীরা সদরে ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়
     এক স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
    মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ তোফায়েল হোসেনের সভাপতিত্বে ও মাওঃ নূরুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওঃ আব্দুল মজিদ, প্রফেসর ইকবাল হোসেন, মাওঃ মনিরুজ্জামান, মাওঃ আক্তার ফারুক, মাওঃ  মহিদুল ইসলাম প্রমুখ। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে হামদ, নাত ও ইসলামিক নাটিকা পরিবেশন করেন।
    সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওঃ তোফায়েল হোসেন বলেন, বাংলাদেশ রাষ্ট্রের শুরু থেকেই ক্ষমতায় যারা এসেছে, তারা কেউ স্বাধীনভাবে কাজ করতে পারেনি। বরং বিভিন্ন দেশের পুতুল সরকার হিসেবে কাজ করেছে। ফলে নিপীড়িত মানুষের অধিকার আদায় হয়নি। সেই জায়গা থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাগিয়েছে। তাই যা কিছুই ঘটুক, বৈষম্যবিরোধী চেতনা জারি রাখতে হবে। যাতে বাংলাদেশের সকল ক্ষেত্রে আর কখনো বৈষম্য ফিরে না আসে।
    মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
  • সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

    সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।
    ২৮ শে নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আয়োজনে এই স্মরণ সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
    সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.মুফতী আখতারুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমীর শেখ নুরুল হুদা ।
    অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের   পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার আমীর জাহিদুল ইসলাম।
    অনুষ্ঠানের শুরুতে বক্তব্য পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ শাফায়েত হোসেন।
    শিক্ষকদের থেকে বক্তব্য রাখেন বাংলা প্রভাষক মোঃ মতিয়ার রহমান, আরবি সিনিয়র প্রভাষক মোঃ রায়হান কবির,গণিতের সহকারী অধ্যাপক মোঃ আওছাফুর রহমান, মুহাদ্দিস মোঃ মোস্তফা শামছুজ্জামান, প্রধান মুহাদ্দিস মোঃ সিরাজুল ইসলাম  ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মোঃ মাসুদ রানা।
    আলোচনায় সভায় শিক্ষার্থীদের থেকে বক্তব্য প্রদান
    করেন মোঃ জুবায়ের আহমেদ মোঃ মারুফ বিল্লাহ, মোঃ মুস্তাকিম বিল্লাহ।
    এছাড়াও নাতে রাসুল (সাঃ) থেকে  হাফেজ আব্দুর রহমান হামদে বারি তায়ালা  হাফেজ শাফায়েত  হোসেন পরিবেশন করেন।
    আলোচনায় বক্তাগন বৈষম্য বিরোধী আন্দোলনের পূর্বে দীর্ঘ ১৫ বছর বিগত আওয়ামীলীগ সরকারের নানা অন্যায়, জনগনকে ভোটাধিকার থেকে বঞ্চিত করাসহ গণ অধিকার বঞ্চিত নানা বৈষম্যের কথা উপস্থাপন করে গণঅভ্যুত্থানের এই চেতনা ধারন করে আগামীতে সবাইকেই এর থেকে শিক্ষা নেয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়।
  • ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক (রা) ইসলামীয়া কামিল মাদরাসায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক (রা) ইসলামীয়া কামিল মাদরাসায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    ধুলিহর হযরত আবু বকর সিদ্দিক রা ইসলামীয়া কামিল মাদরাসায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গনঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে ।

    বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকালে মোহাম্মদী ওয়েল ফেয়ার ট্রাস্ট আওতাধীন খাদিজাতুল ক্বোবরা ভুক্ত চৌধুরী আব্দুল বারিক জামে মাসজিদে এই আলোচনা ও  সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

    মোহাম্মদী ওয়েল ফেয়ার ট্রাস্ট আওতাধীন খাদিজাতুল ক্বোবরা ভুক্ত হযরত আবু বকর সিদ্দিক রা. ইসলামীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওসমান গনির সভাপতিত্বে আলোচনা উপস্থাপন করেন অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালী,মাওলানা আব্দুস সবুর সহ অন্য অন্য শিক্ষকবৃন্দ।

    এসময় বক্তারা বলেন, বহুৎ ত্যাগ প্রতিক্ষার বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন ভূলন্ঠিত না হয়।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি দোয়া করছি যে সমস্ত আলেম-ওলামারা ইসলামের জন্য জীবন দিয়ে গেছেন। পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

  • কালিগঞ্জের কারবালা স্কুলে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরণ সভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠান 

    কালিগঞ্জের কারবালা স্কুলে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরণ সভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠান 

     সাতক্ষীরা কালিগন্জ  উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় শিক্ষা প্রতিষ্ঠানটির জহুরুল হক অডিটোরিয়ামে প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে এ স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    বিদ্যালয়টির সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্মরণ সভায় জুলাই আগস্টে গণ-অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন, সিনিয়র শিক্ষক রবীন চন্দ্র লস্কার, ব্রজেন কুমার মন্ডল প্রমূখ। আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা প্রার্থনা করে দোয়া মোনাজাত করা হয়। পরবর্তিতে ইসলামী ভাবগাম্ভীর্য বজায় রেখে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
  • চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুর্ণরবহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

    চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুর্ণরবহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

    রঘুনাথ খাঁ, সাতক্ষীরা ঃ চাকরিচ্যুত বিডিআর সদস্যদের
    চাকরিতে পুনর্বহালের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে।
    বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ
    পরিষদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা
    সুবেদার ফকরুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন
    নায়েব সুবেদার কিবরিয়া মঈনুল,নায়েব সুবেদার নূরুল
    ইসলাম,নায়েক আব্দুস শুকর,সিপাহী শকিকুল ইসলাম,মাসপিয়া
    খাতুন প্রমুখ।
    বক্তারা বলেন,২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে
    পিলখানা হত্যাকান্ড ঘটানো হয়েছে। ৫৭ জন সেনা কর্মকর্তাসহ
    ৭৪ জন বিডিআর সদস্যকে হত্যা করা হয়েছে। পরে প্রহসনমূলক
    বিচারে ১৮ হাজারের বেশি বিডিআর সদস্যকে জেল-জরিমানাসহ
    চাকরীচ্যুত করা হয়েছে। দীর্ঘ ১৫ বছর ন্যায়বিচার থেকে বঞ্চিত
    হওয়ার অভিযোগ করেন তারা।
    বক্তারা দাবি করেন,সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার
    নিশ্চিত করতে হবে। যারা নিরপরাধ,তাদের জেল থেকে মুক্তিসহ
    পূনরায় চাকরিতে বহালের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান
    জানান তারা।#

  • আইনজীবী হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় শোকসভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

    সাতক্ষীরা :চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে  সাতক্ষীরা শহীদ আসিফ চত্বরে শোকসভা ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
    সমাবেশ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ‘দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা’ ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’ ‘ইসকন তুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড়,’ ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
    শোকসভা ও সম্প্রীতি সমাবেশ অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন , পতিত স্বৈরাচারের দোসররা প্রতি বিপ্লব করতে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ এ ব্যাপারে সচেতন রয়েছে। আমরা মনে করি, ভারতের প্রত্যক্ষ মদতে এই ঘটনা ঘটেছে। রাষ্ট্রপক্ষের তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার বিচার দাবি করছি। অতি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
    এসময় বক্তব্য রাখেন বখতিয়ার হোসেন, তারিক ইসলাম,ওমর তাসনিম রাহাত, রিফাত,মুসানুর রহমান প্রমুখ।