Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
সাতক্ষীরা Archives - Page 11 of 119 - Daily Dakshinermashal

Category: সাতক্ষীরা

  • কালকিনিতে অবৈধ কিংস সিগারেট জব্দ, জরিমানা

    কালকিনিতে অবৈধ কিংস সিগারেট জব্দ, জরিমানা

    মাদারীপুরের কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দেওয়া অবৈধ কিংস সিগারেট জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ২ ব্যবসায়ি শাহিন স্টোর এর মালিককে ৩ হাজার এবং মিলন স্টের এর মালিককে ২ হাজার টাকা সর্বমোট ৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

    বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে ওই অভিযান পরিচালনা করেন মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম বাজারের বিভিন্ন দোকানে অভিযান ও তল্লাশি চালায়।

    অভিযান পরিচালনাকালে বাজারের প্রতিটা ব্যবসায়ীর ম‌ধ্যে আতংক বিরাজ করে এবং তারা কমদামী অবৈধ সিগারেট বিক্রি করবে না বলে প্রতিশ্রুতি দেয়।

    মাদারীপুর জেলার ভোক্তা অধিকার কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, অবৈধ সিগারেট বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার ফাসিয়াতলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকটি দোকান থেকে বিশ হাজার (২০,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ কিংস সিগারেট জব্দ করা হয়। অবৈধ সিগারেট বিক্রির অভিযোগে দুই ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    তিনি আরও বলেন, রাজস্ব ফাঁকি দেয়া অবৈধ সিগারেট যাতে কেউ বিক্রি না করে সেজন্য বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেয়া হয়েছে।

  • সাতক্ষীরায় শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

    সাতক্ষীরায় শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

    :মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের  আয়োজনেশিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
     শুক্রবার (১৪ মার্চ) জুম্মার নামাজ শেষে সাতক্ষীরার খুলনা রোডস্থ মোড়ের সামনে এই নামাজ অনুষ্ঠিত হয়।
      অনুষ্ঠিত জানাজা নামাজে উপস্থিত ছিলেন সংগঠনের সাতক্ষীরার সমন্বয়ক মোহাম্মদ আরাফাত হোসেন, সদস্য সচিব সুহাইল  মাহদিন সাদি, যুগ্ম সদস্য সচিব নাজমুল হাসান রনি-সহ শত শত ছাত্র -জনতা।
     জানাজা নামাজে শিশু আছিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে ধর্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানানো হয় অন্তর্বর্তী সরকারের কাছে।
     নাজম ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা শাখার সহ-সভাপতি রবিউল ইসলাম খান্না, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আজিবর রহমান,শ্রমিক অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলতাফ হোসেন প্রমুখ। জানাজা নামাজে শিশু আছিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সাথে ধর্ষণকারীদের দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানানো হয় অন্তর্বর্তী সরকারের কাছে।
  • সাতক্ষীরায় ১ কেজি ৮শ’ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ আটক ১

    সাতক্ষীরায় ১ কেজি ৮শ’ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ আটক ১

    সাতক্ষীরায় বিজিবি সদস্যরা এক অভিযান চালিয়ে এক কেজি ৮০০ গ্রাম ওজনের ১৫ টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার (৯ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার আবাদেরহাট এলাকা থেকে একটি ইজিবাইকে থাকা ওই স্বর্ণ আটক করা হয়।

    আটক স্বর্ণ চোরাকারবারীর নাম মো. সোহেল উদ্দিন (৫৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার আইসপাড়া গ্রামের মোঃ হামেজ উদ্দিন এর ছেলে।

    বিজিবি সূত্র জানায়, সাতক্ষীরা সদর উপজেলার আবাদেরহাট এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েব সুবিধার এম এম কামরুজ্জামানের নেতৃত্বে একটি অভিযানীর দল রোববার সন্ধ্যায় ওই এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা সাতটার দিকে একটি ইজিবাইক নিয়ে সীমান্তর দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যরা সোহেল উদ্দিনকে আটক করে।

    পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও ইজিবাইক তল্লাশী করে ইজিবাইকের সামনের ইষ্টিয়ারিংয়ের নিচের অংশে ফিটিং এবং স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৮০০ গ্রাম। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

    আটককৃত ইজিবাইকসহ স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ হাজার দুইশত টাকা।

    সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লে: কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

    এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করত: স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের মানুষদের সাথে  প্রতারণা গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রির কথা বলে ৬৮০ টাকা মূল্যে বিক্রি

    পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের মানুষদের সাথে  প্রতারণা গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রির কথা বলে ৬৮০ টাকা মূল্যে বিক্রি

    নিজস্ব প্রতিনিধি : দুধ ও ডিম বিক্রির তো খবরই নাই গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রির কথা বলে ৬৮০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে।  সাতক্ষীরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয় গত শনিবার (১ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। মাসব্যাপী ৬৫০টাকা কেজি দরে গরুর মাংস, বিক্রি করা হয় এতে রমজান মাসে নির্ণয়ের মানুষগুলো একটু হলেও স্বস্তি পেয়েছিল। কিন্তু দুইদিন না যেতেই গরুর মাংস, ৬৮০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। শুক্রবার (৭ মার্চ) সকালে সরজমিনে গিয়ে দেখতে পায়। ক্রেতারা এ ব্যাপারে হতাশা প্রকাশ করেছে  সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি হচ্ছে এ ব্যাপারে শহরে মাইকিং হয়েছে কিন্তু মূল্যবৃদ্ধ হওয়ার পরে মাইকিং করা হয়নি। মাংস কিনতে এসে সিরিয়াস দিয়ে দীর্ঘ লাইনে বিড়ম্বনায় পড়েছি এমনটি জানান, চিফ জুডিশিয়াল কোর্টের পেশকার মোঃ আনারুল ইসলাম, রমণী টেইলার্স স্বত্বাধিকারী সাহিদ ইমাম , ইলেক্ট্রিক্যাল মিস্ত্রি আবুল কালাম। দোকান মালিক জানান, এ কার্যক্রমের উদ্বোধনের দুইদিন পরে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এ মূল্যবৃদ্ধি করা হয়েছে। সাধারণ মানুষের দাবি পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের মানুষদের সাথে এটা প্রতারণা ছাড়া আর কিছুই হতে পারে না।
    উল্লেখ্য,সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।
    এসময় জানানো হয়, মাসব্যাপী ৬৫০টাকা কেজি দরে গরুর মাংস, ৭০টাকা কেজি দরে দুধ ও ৯টাকা ৫০ পয়সা দরে ডিম বিক্রি করা হবে। যা সময়ের ব্যবধানে উঠানামা করতে পারে। সুলভ মূল্যের এই দোকান থেকে সর্বনিম্ন ১০০টাকার মাংসও কেনা যাবে

  • স্টার কিডস্ ক্যাডেট কলেজ ভর্তি লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

    স্টার কিডস্ ক্যাডেট কলেজ ভর্তি লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা

    নিজস্ব প্রতিনিধি : স্টার কিডস্ ক্যাডেট কলেজ এবং এম সিএসকে ২০২৫ ভর্তি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ই মার্চ) বিকেল ৫ টায় স্টার কিডস্ শিক্ষা মিলনায়তনে স্টার কিডস্ এর পরিচালক এটি এম আবু হাসান ‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার এস এম জাকির হোসেন, ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা, শ্যামনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ রিটু, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে এস্ট কিডস্ েকোচিং কৃত ১০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়। এসময় ইফতার মাহফিলে কৃতি শিক্ষার্থীসহ সকলের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি শুরু

    সাতক্ষীরায় সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি শুরু

    পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি শুরু হয়েছে।

    শনিবার (১ মার্চ) সকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়।

    সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।

    এসময় জানানো হয়, মাসব্যাপী ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস, ৭০ টাকা কেজি দরে দুধ ও ৯ টাকা ৫০ পয়সা দরে ডিম বিক্রি করা হবে। যা সময়ের ব্যবধানে উঠানামা করতে পারে। সুলভ মূল্যের এই দোকান থেকে সর্বনিম্ন ১০০ টাকার মাংসও কেনা যাবে।

  • পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উদারতা যুব ফাউন্ডেশনের

    পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উদারতা যুব ফাউন্ডেশনের

    পবিত্র রমজান মাস উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উদারতা যুব ফাউন্ডেশন। সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন প্রশাসনিক কর্মকর্তা আল-আমিন, আর কার্যক্রম পরিচালিত হয় সাংগঠনিক কর্মকর্তা আবু তাহেরের দিকনির্দেশনায়। উদ্বোধনী বক্তব্যে জুবায়ের আহম্মেদ শিমুল বলেন, “উদারতা যুব ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। চলমান মূল্যস্ফীতির কারণে নিম্ন আয়ের মানুষ কঠিন সময় পার করছে। বিশেষ করে রমজান মাসে তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এই অবস্থায় আমরা তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম হাতে নিয়েছি।”  আবু তা‌হের ব‌লেন, উদারতা যুব ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।  সভাপ‌তি সমাপনী বক্ত‌ব্যে বলেন, “আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে। শুধু রমজান মাস নয়, সারা বছরই দরিদ্র মানুষের জন্য বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করি। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”উদারতা যুব ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগে এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ উপকৃত হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল  নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রতিটি প্যাকেটে ছিল একটি পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা রমজান মাসে তাদের কিছুটা স্বস্তি দেবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাধীন, দেলোয়ার, সোহেল, রুহান, হারান, আলামিন, ফুয়াদ, নুরআলম, আরিফ বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশিকুর রহমান, আর সমগ্র কার্যক্রম পরিচালনায় ছিলেন মোস্তাফিজুর রহমান ও মইনুর ইসলাম।রমজান মাসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘব করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।তাদের এমন উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
  • সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল কর্মশালা

    সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের উপশাখা দায়িত্বশীল কর্মশালা

    দাওয়াত এবং প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন; জ্ঞানের আলোয় গড়বো সমাজ, সফল হবে আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা শহরের পৌর পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের ২০২৫ সেশনের বার্ষিক পরিকল্পনা এবং উপশাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    ২৮ শে ফেব্রুয়ারি (শুক্রবার ) সকাল ৮ টায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা’র সভাপতিত্বে এবং সেক্রেটারি জুবায়ের আহমেদ এর সঞ্চালনায় সাতক্ষীরা শহর আদর্শ শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মুহাদ্দিস সিরাজুল ইসলামের দারসুল কুরআন পেশ করার মাধ্যমে এ দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি মুহা. আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর প্রকাশনা সম্পাদক আল রাজীব।
    প্রধান অতিথি মুহাঃ আল মামুন বলেন, পথহারা দিশেহারা যুবকদের আলোর পথ দেখাতে,সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করার জন্য এবং দেশ ও জাতির জন্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন করার জন্য যোগ্য নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। একজন দায়ী হিসেবে ,আদর্শিক চরিত্র গঠনের মধ্য দিয়ে জীবনকে সুন্দরভাবে সাজাতে হবে। এছাড়া তিনি একটি আদর্শ উপশাখা কিভাবে গঠন করা যায়, উপশাখা দায়িত্বশীলদের মৌলিক প্রোগ্রাম বাস্তবায়ন , পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন,বিভিন্ন দায়িত্বশীলদের সংগঠনের জন্য ত্যাগ, দায়িত্বশীলদের চরিত্র ও গুণাবলি,হিন্দু সম্প্রদায়ের মাঝে কাজ বৃদ্ধি, বন্ধু সংগঠনের সঙ্গে সম্পর্ক স্থাপন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রেসবিজ্ঞপ্তি।

  • মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জামায়াতের মিছিল

    মাহে রমজানকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জামায়াতের মিছিল

    পবিত্র মাহে রমজানের পবিত্র রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে  মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর ও সদর উপজেলা শাখা ।
    শুক্রুবার (২৮ ফেব্রুয়ারি)বিকাল ৫টায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর মেখ নূরুল হুদার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা খুলনা রোড মোড়স্থ আসিফ চত্বর হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
    নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির রোধ এবং রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে অনুষ্ঠিত স্বাগত মিছিল পূর্ববর্তী পথসভায়  সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, কর্মপরিষদ সদস্য এড.আব্দুস সুবহান মুকুল, শহর আমীর জাহিদুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারী রুহুল আমিন, শিবিরের শহর সভাপতি আল মামুন, শহর নায়েবে আমীর ফখরুল হাসান লাভলু, সদর নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, শহর সেক্রেটারী খোরশেদ আলম, সদর সেক্রেটারী হাবিবুর রহমান, শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসান প্রমুখ।
    এসময় বক্তারা ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা মাহে রমজানের সম্মানে অন্তত এই মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম কমিয়ে ফেলেন, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। মুসলিম ভাইয়েরা সেহরি খেয়ে অন্তত রোজাটা যেনো রাখতে পারে, সারাদিন রোজা শেষে ইফতারটা যেনো অন্তত করতে পারে। রোজাদারদের কষ্ট হয় এমন কিছু দয়া করে করবেন না। এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, হাউজি ইত্যাদি অসামাজিক ও অনৈতিক কর্মকা- বন্ধের দাবি জানানো হয় মিছিল পরবর্তী পথসভায়।
  • সাতক্ষীরায় শহীদ পরিবার আহত ও কারাভোগীদের সম্মাননা প্রদান

    কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান জুলাই বিপ্লবের শহীদ পরিবার,আহত এবং কারাবরণকারীদের সম্মাননা প্রদান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখা ।
    বৃহস্পতিবার (২৭ শে ফেব্রুয়ারি) বিকালে শহীদ রাজ্জাক পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ পরিবার,আহত,কারাবরণকারীদের কাছে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরাফাত হোসেনের সভাপতিত্বে
    অনুষ্ঠানের উদ্বোধন করেন শহীদ পরিবারের সদস্যরা।
    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ্।
    অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ পরিবার, আহত ও কারাবরণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • ঘোনা ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

    ঘোনা ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে সাতক্ষীরা সদরের ৪নং ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রকাশনা প্রদরশনী ও ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ই ফেব্রয়ারি) ৪নং ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে এ প্রকাশনা প্রদর্শনী ও ফ্রি ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সাতক্ষীরা সদর পশ্চিম থানা শাখার সভাপতি আল মুজাহিদ এর সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুর রহমান শিক্ষক অনুষ্ঠানটি উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার সমাজসেবা সম্পাদক শামিম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন কর্মকর জয়, সদর পশ্চিম থানা শাখার সেক্রটারী খালিদ হাসান, অফিস সম্পাদক খালিদ হাসান, সাহিত্য ও সমাজসেবা সম্পাদক ইকরামুল হুসাইন, প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন, এছাড়াও অন্যন্য দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

  • সাতক্ষীরায় জলবায়ু সচেতনতায় অনুষ্ঠিত হল “গোল ফর ক্লাইমেট” ফুটবল টুর্নামেন্ট

    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যতিক্রমী এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

    দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের উদ্যোগে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ও স্থানীয় সংগঠন উত্তরণের যৌথ আয়োজনে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরা পিটিআই সংলগ্ন পিএন স্কুল মাঠে “গোল ফর ক্লাইমেট” নামক এই বিশেষ খেলা অনুষ্ঠিত হয়।

    টুর্নামেন্টের উদ্বোধন করেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফ‌ঈদা খন্দকার প্রান্তির পিতা বিশিষ্ট ক্রীড়াবিদ খন্দকার আরিফ হাসান প্রিন্স, উত্তরণের কর্মকর্তা এডভোকেট মুনীর উদ্দিন, উত্তরণের পিসি মোহাম্মদ আলী এবং সেভ দ্য চিলড্রেনের প্রকল্প সমন্বয়কারী আবু বকর সিদ্দিকী।

    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল এবং সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কর্ণ বিশ্বাস কেডি। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি মো. হোসেন আলী।

    জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে চারটি দল গঠন করা হয়, যার নামকরণ করা হয় সাতক্ষীরা অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর নামে—টাইফুন, সিডর, আইলা ও আম্ফান। প্রতিটি দলই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রতীকী বার্তা বহন করে।

    টুর্নামেন্টের ফাইনালে ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি কর্ণ বিশ্বাস কেডির নেতৃত্বাধীন টাইফুন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সহ-সভাপতি মো. হোসেন আলীর আম্ফান দল।

    সাধারণত ফুটবল টুর্নামেন্টে ট্রফি বা মেডেল প্রদান করা হলেও এই আয়োজনে ছিল এক অনন্য পরিবেশবান্ধব উদ্যোগ। বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে মেডেলের পরিবর্তে বৃক্ষরোপণের জন্য গাছের চারা বিতরণ করা হয়।

    উদ্বোধনী বক্তব্যে তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু বলেন, ফুটবল শুধু খেলা নয়, এটি একটি শক্তিশালী সামাজিক পরিবর্তনের মাধ্যম। এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মাঝে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

    সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান বলেন, খেলার মাধ্যমে যদি আমরা জলবায়ু পরিবর্তনের মতো গুরুতর বিষয়ে মানুষকে সচেতন করতে পারি, তাহলে এটি শুধু বিনোদন নয়, বরং সামাজিক দায়িত্বও পালন করবে।

    উত্তরণের কর্মকর্তা এডভোকেট মুনীর উদ্দিন বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার শিকার। তরুণদের এমন উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক।

    সেভ দ্য চিলড্রেনের প্রকল্প সমন্বয়কারী আবু বকর সিদ্দিকী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু সংকটের হাত থেকে রক্ষা করতে হলে এখনই সচেতন হতে হবে। তরুণদের এমন উদ্যোগই পারে সমাজকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে।

    টুর্নামেন্ট দেখতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ভিড় জমিয়েছিলেন মাঠে। স্থানীয় এক দর্শক বলেন, খেলার মাধ্যমে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরির ভাবনাটি সত্যিই ব্যতিক্রমী। এমন আয়োজন আরও হওয়া উচিত।

    আরেকজন অভিভাবক বলেন, আমার সন্তানও খেলতে এসেছে। সে শুধু ফুটবল খেলেনি, বরং পরিবেশ রক্ষার গুরুত্বও শিখেছে।

    আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রতীকী ও বাস্তবিক দুটো দিক থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সাতক্ষীরায় এলএনজি চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: জ্বালানি নীতির তীব্র নিন্দা

    সাতক্ষীরায় এলএনজি চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: জ্বালানি নীতির তীব্র নিন্দা

    সাতক্ষীরায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশ কর্মীরা সরকারের এলএনজি আমদানি চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। স্বদেশ, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর আয়োজনে এই কর্মসূচিতে চুক্তিটির অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। বক্তারা বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশের উপর গুরুতর আর্থিক চাপ সৃষ্টি হবে এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা আরও দীর্ঘায়িত হবে, যা নবায়নযোগ্য জ্বালানির পথে অগ্রসর হওয়ার পরিবর্তে পশ্চাদপসরণ। তারা আরও অভিযোগ করেন যে, এই সিদ্ধান্ত নেওয়ার সময় জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছে। স্বদেশ-এর প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ বলেন, “সরকারকে তাদের নীতি পুনর্বিবেচনা করতে হবে। এলএনজি বাংলাদেশের জন্য কম  টেকসই এবং ব্যয়সাপেক্ষ সমাধান। আমাদের এমন নীতি দরকার যা সৌর, বায়ু এবং অন্যান্য সবুজ জ্বালানিকে অগ্রাধিকার দেবে।” বিক্ষোভ শেষে, অংশগ্রহণকারীরা জ্বালানি চুক্তিতে স্বচ্ছতা নিশ্চিত করার এবং টেকসই জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির জোরালো দাবি জানান। বিক্ষোভে অংশগ্রহন করেন আব্দুর সামাদ,স্বপন পান্ডে,মাহিদা মিজান ,জাহাঙ্গীর আলম , জয় সরদার সহ আরো অনেকে।

  • সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক যুব ক্যাম্পেইন শুরু

    সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক যুব ক্যাম্পেইন শুরু

    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য “নদী ব্যবস্থাপনা উন্নয়ন” বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে।

    রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সদর উপজেলার মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ ও যুব পানি কমিটি।

    “সাস্টেইনেবল রিভার বেসিন ম্যানেজমেন্ট (এসআরএম): অ্যাডাপ্টিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য সাউথওয়েস্ট বাংলাদেশ (চতুর্থ ফেজ)” প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে যুবসমাজকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলা, তাদের নদী ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে অবহিত করা এবং নদী অববাহিকায় টিআরএম চালু করতে সচেতনতা বৃদ্ধি করা।

    অনুষ্ঠানে সাতক্ষীরা যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মাছখোলা মাধ্যমিক ব্যিালয়ের প্রধান শিক্ষক মো: শাহজাহান আলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরণের প্রোগ্রাম অফিসার দীলিপ কুমার সানা। উত্তরণের মাঠ কর্মকতা মো. গোলাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব পানি কমিটির সদস্য আফিজা আফরোজ, অর্পণ বসু, সুমা খাতুন, নাঈমুর রহমান চৌধুরী, মাকসুদা জেরিন, মনিরুল ইসলাম, ইশরাত জাহান ফারিহা এবং আনিসা আক্তার।

    ক্যাম্পেইনে যুব পানি কমিটির সদস্যরা তাদের অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে ধারণা প্রদান করেন। তারা কীভাবে এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের স্থিতিস্থাপকতা তৈরি করতে একসাথে কাজ করতে পারে, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

    ২২ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে স্কুল ও কলেজ পর্যায়ের শির্ক্ষাীরে নিয়ে বিভিন্ন কর্মশালা, আলোচনা সভা, এবং নদী রক্ষা বিষয়ক কার্যক্রম পরিচালিত হবে। এতে বিশেষজ্ঞদের পাশাপাশি স্থানীয় পরিবেশবিদ ও উন্নয়নকর্মীরাও অংশগ্রহণ করবেন।

    আয়োজক সংগঠন উত্তরণ-এর দীলিপ কুমার সানা জানান, “এই এলাকার নদী রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে তরুণদের সম্পৃক্ততা জরুরি। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা তাদের সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে চাই।

    তিনি আরও বলেন, দেশের দক্ষিণ-পশ্চিম নদী অববাহিকা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিন দিন বেড়ে চলেছে। এখনই নদী বাঁচাতে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ধরনের উদ্যোগ যুবসমাজকে টেকসই নদী ব্যবস্থাপনার কার্যকর পক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে বলে আমরা আশা করছি।

  • বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার নতুন কমিটির অভিষেক 

    বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার নতুন কমিটির অভিষেক 

    বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় স্মার্ট মেডিকেল সেন্টার এর হলরুমে সাতক্ষীরা পৌর শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ডাঃ অনির্বাণ সরকার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ডাঃ মাহবুবুর রহমান । বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল গাফফার, উপদেষ্টা মোঃ শফিউল ইসলাম, উপদেষ্টা শেখ সাঈদ আহমেদ রঞ্জু, উপদেষ্টা মোঃ আবুল কালাম। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক ডাঃ আল আমিন। সার্বিক সহযোগিতায় ছিলেন স্মার্ট মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।
  • নবীন বরণ করল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাংগঠনিক থানা শাখা

    নবীন বরণ করল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাংগঠনিক থানা শাখা

    বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাংগঠনিক থানা শাখার আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
    ১৯ শে ফেব্রুয়ারি ( বুধবার) সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে দুপুর ১২ টায় ইসলামী ছাত্র শিবিরের পলিটেকনিক সভাপতি আশিক হাসান শোভনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তাসনিম আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর ,উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন, সেক্রেটারি মেহেদী হাসান।
    প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, মেধাবীদের আস্থার ঠিকানা হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানা হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের দ্বারা কলেজ ক্যাম্পাস গুলো সুষ্ঠু, সুশৃংখল এবং পড়ালেখা বান্ধব সম্ভব। এজন্য তোমরা ছাত্রশিবিরের সুশীতল ছায়াতলে এসে আগামীর বৈষম্যহীন দেশ ,জাতি এবং আদর্শিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে ।
    বিশেষ অতিথি মাওঃ হাবিবুর রহমান উপস্থিত ছাত্রদেরকে ছাত্রশিবিরের আহ্বানে সাড়া দিয়ে, তাদের রঙে রঙিন হয়ে জীবনকে গঠন করার আহ্বান জানান।
  • পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী

    পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী

    পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  হয়েছে। বুধবার(১৯ ডিসেম্বর)  সকালে বিদ্যালয় চত্বরে এ বার্ষিক  ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা  হয়। পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম শামীম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ  সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের। অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল।
    পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইসরাইল আলম ‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন ম্যানেজিং  কমিটির সাবেক সদস্য তোহিদুর রহমান মধু ,সহকারী প্রধান শিক্ষক শামীমুর রহমান,সিনিয়র সহকারী  শিক্ষক মাওলানা আনারুল হাসান, সহকারী শিক্ষক সুরাইয়া পারভীন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোছাঃ কানিজ ফাতেমা, রেহেনা খাতুন, আফতাবুজ্জামান, হেমনাথ সরকার, ফ্লোরা আক্তার, তানিয়া আক্তার, সোহরাব হোসেন, মৃত্যুঞ্জয় হালদার, সাবিনা খান চৌধুরীর প্রমুখ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  ম্যানেজিং কমিটির সাবেক সদস্য, বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ১৭ টি ইভেন্টে সর্বমোট  ৭৭ টি পুরস্কার প্রদান করা হয়।
  • বাংলাদেশ কৃষক ফেডারেশন এর অধিভুক্ত সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের পরিচিতি সভা র‍্যালি,আলোচনা সভা 

    বাংলাদেশ কৃষক ফেডারেশন এর অধিভুক্ত সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের পরিচিতি সভা র‍্যালি,আলোচনা সভা 

    নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কৃষক ফেডারেশন এর অধিভুক্ত সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের পরিচিতি সভা, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর দোতলার হলরুমে বাংলাদেশ কৃষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান ‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোন কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, প্রত্যেক ভূমিহীনদের ভূমি তাদের ন্যায্য অধিকার এ অধিকার সংরক্ষণে ভূমি আইন মেনে সকল ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।
    সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশন ঢাকা সভাপতি মোঃ বদরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও জেলা ভূমির কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুজ্জামান রাসেল, বাংলাদেশ কৃষাণী দল সাতক্ষীরা জেলার শাখার সভানেত্রী মোছাঃ হোসনেয়ারা খুকু, কেন্দ্রীয় সদস্য পিনাকি আক্তার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল মজিদ, বাকিবিল্লাহ, রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, আমানুল্লাহসহ সকল নেতা কর্মী বৃন্দ।
     আলোচনা সভা পরবর্তী জেলা ও সদর উপজেলার সকল নেতাকর্মীর উপস্থিতিতে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান।
    ক্যাপশন: বাংলাদেশ কৃষক ফেডারেশন এর অধিভুক্ত সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের পরিচিতি সভায় বক্তব্য রাখছেন বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা।