Category: সমিতি/সংগঠন

  • সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত


    সংআতবিজ্ঞপ্তি; সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির অবৈধ কমিটি বাতিল করে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠণের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক কমিটির আয়োজনে বৃহষ্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালিত হয়।
    মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির আহবায়ক অধ্যক্ষ আবু আহম্মেদ, সদস্য প্রাণনাথ দাস, মোতাহারুল হক সজল, হেলালুজ্জামান খান প্রমুখ।
    বক্তারা বলেন, সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতি একটি ঐতিহ্যবাহি সংগঠণ। ইতিপূর্বে গণতানিত্রক উপায়ে গঠিত কমিটি জনসাধারণনের স্বার্থে তাদেও কর্মকা- পরিচালনা করে এসেছে। সম্প্রতি একটি সুবিধাবাদি চক্র গায়ের জোরে কমিটি গঠণ করে বাস টার্মিনালকে কুক্ষিগত রাখার চেষ্টা চালাচ্ছে। তারা অগণতান্ত্রিকভাবে সদস্যপদ বাতিল করছে। এটা মেনে নেওয়া হবে না। গায়ের জোরে বাস টার্মিনাল দখল করে নেওয়ার হোতা সারাফিুল করিম সাবু গোলাম মোর্শেদ গায়ের জোরে ক্ষমতা দখলে রাখতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এটা মেনে নেওয়া হবে না। অবিলম্বে নির্বাচন দিয়ে কমিটি গঠণের উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে।

  • সাতক্ষীরায় ‘জলবায়ু পরিবর্তন ও নগর দারিদ্র্য: সংকট ও প্রস্তাবনা’ শীর্ষক নাগরিক সংলাপ

    সাতক্ষীরায় ‘জলবায়ু পরিবর্তন ও নগর দারিদ্র্য: সংকট ও প্রস্তাবনা’ শীর্ষক নাগরিক সংলাপ

    নিজস্ব প্রতিবেদক : ‘জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিম উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করা দরকার। একই সাথে দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় তাদের মধ্যে সক্ষমতা সৃষ্টি করা প্রয়োজন। তা না হলে সাতক্ষীরা অঞ্চলের জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা বাড়তেই থাকবে।
    বুধবার (২৬ জুন) সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও নগর দারিদ্র্য: সংকট ও প্রস্তাবনা’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এসব কথা বলেন।
    বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা সাতক্ষীরায় এরই মধ্যে দীর্ঘ মেয়াদি জলাবদ্ধতা দেখা দিয়েছে। ঘন ঘন দুর্যোগ তাদের অভিবাসিত করছে। সবধরনের কর্মসংস্থান হারিয়ে এসব মানুষ আশ্রয় নিচ্ছে শহরের অস্বাস্থ্যকর বস্তিতে। সেখানে তাদের মানবেতর জীবন কাটাতে হচ্ছে। এ প্রসঙ্গে তারা সাতক্ষীরা শহরের ৪৭টি বস্তির কথা উল্লেখ করেন। এসব বস্তিতে বসবাসকারী ৩০ হাজার মানুষের খাদ্য নিরাপত্তা, সুপেয় পানির নিরাপত্তা এবং কর্মসংস্থানেরও নিরাপত্তা নেই। অস্বাস্থ্যকর পরিবেশ, পুকুরের পানি, ডোবার পানি ও পয়ঃবর্জ্যরে পানি একাকার হয়ে প্রতি বছর এসব নি¤œ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ছে।
    তাদের খাবার পানির তীব্র সংকট রয়েছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, নলকূপের মাধ্যমে তারা যে পানি পাচ্ছেন তাও আর্সেনিক, আয়রন ও লবণযুক্ত।
    নাগরিক সংলাপে বক্তারা আরও বলেন, শহরের পানি নিষ্কাশনের উপযুক্ত পথ হারিয়ে গেছে। প্রাণ সায়ের খাল এক বর্জ্য খানায় পরিণত হয়েছে। নিকটস্থ বেতনা নদী পলি পড়ে উঁচু হয়ে যাওয়ায় পানির ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। ফলে বছরের কয়েক মাস এই পানিতে ডুবে থাকতে হচ্ছে তাদের।
    সাতক্ষীরা উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।
    এ সময় আরও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদ এম কামরুজ্জামান, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, টিআইবির এরিয়া ম্যানেজার আহাদুজ্জামান, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রোকুনুজ্জামান, সুলতানপুর কাজীপাড়া বস্তির কোহিনুর, আতির আমবাগান বস্তির আব্দুল্লাহ, রাজার বাগান ঋষিপাড়ার শেফালী দাস প্রমুখ।
    নাগরিক সংলাপে বারসিকের কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলমের স্বাগত বক্তব্যের পর ‘জলবায়ু পরিবর্তন ও নগর দারিদ্র্য: সংকট ও প্রস্তাবনা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক সুভাষ চৌধুরী। সংলাপে জীবনে বহুমুখী সংকটের উল্লেখ করে আরও বলা হয়, ১৯৮৮’র ঘূর্ণিঝড়, ২০০৭’র সিডর এবং ২০০৯’র আইলায় সব হারানো অসংখ্য পরিবার শহরের বস্তিবাসী হয়ে অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করছেন। তাদের মাঝে জরুরী ভিত্তিতে পরিকল্পনা মাফিক উন্নয়ন কাজ করা জরুরী বলে সংলাপে উল্লেখ করা হয়।
    এ প্রসঙ্গে বস্তিবাসীর সক্ষমতা অর্জন, স্কুল কাম সাইক্লোন শেল্টার স্থাপন, সুপেয় পানির সংকট দূরীকরণে আরও গভীর নলকূল স্থাপন, পানি নিষ্কাশনের পথ সুগম করা, স্বল্প মূল্যে টয়লেট স্থাপন, কুটির শিল্পের সম্প্রসারণ, হাঁস-মুরগি ও গবাদি পশু পালনে সহায়তা প্রদান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাল্য বিবাহ রোধ, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন, স্বাস্থ্য সেবা এবং কর্মসংস্থান নিশ্চিতের উপর গুরত্বারোপ করেন। #

  • শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আয়োজনে আ.লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


    নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আ.লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ৯টায় খুলনারোড মোড়রস্থ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার নিজস্ব কার্যালয়ে সংগঠনের পৌর শাখার সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আ.লীগের সভাপতি মোহাম্মাদ আবু সায়ীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আ.লীগের সহ সভাপতি এড. মো. ওসমান আলী, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা শাখার সভাপতি ও পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক মো. রাশেদুজ্জামান রাশি, পৌর আ.লীগের উপদেষ্টা শুকুর আলী, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সদস্য সবুর খান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা শাখার সহ সভাপতি মো. আব্দুল আলিম সরদার, সাধারণ সম্পাদক কবির হোসেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের পৌর শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লে. মীর রিয়াছাত আলী, মো. কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন বিশ^াস, সহ-যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম, সদর উপজেলা শাখার সহ সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী আহসান হাবীব স¤্রাট, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ১নং ওয়ার্ড সভাপতি মো. ফয়জুর রহমান, ৫নং ওয়ার্ড শাখার সহ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম টিপু, ৭নং ওয়ার্ড সভাপতি মো. ইব্রাহিম, ৯নং ওয়ার্ড সভাপতি হাজী মহসিন মোল্লা, সহ সভাপতি কাজী সাইদুর রহমান সাইদ, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম, সহ-যুগ্ম সম্পাদক মো. আলম, সাংগঠনিক সম্পাদক রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমান, প্রচার সম্পাদক মুজিবর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

  • মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখা কমিটি গঠন : সভাপতি- আলফা, সাধারণ সম্পাদক- মনিরুজ্জামান

    মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখা কমিটি গঠন : সভাপতি- আলফা, সাধারণ সম্পাদক- মনিরুজ্জামান


    সংবাদ বিজ্ঞপ্তি: “মানুষ মানুষের জন্য” এই সত্যকে ধারণ করে অসহায়, অসুস্থ ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে সাতক্ষীরার কৃতি সন্তান, নাট্যনির্মাতা জি.এম সৈকত গঠন করেন একটি অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন “মানবতার কল্যাণ ফাউন্ডেশন”। ইতি মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ও উপজেলা শাখার কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল সাত সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা শাখা গঠন করা হয়েছে। কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক, জেলা পরিষদের সদস্য আল-ফেরদৌস আলফা, সহ-সভাপতি শিল্পী প্রকৌশলী অলক সরকার, সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার শেখ মনিরুজ্জামান, অর্থ সম্পাদক শিক্ষক অরুন কুমার ঘোষ, নির্বাহী সদস্য সংগীত শিল্পী চৈতালী মূখার্জী, এস. কে নয়ন ও সংগীত শিল্পী অমৃতা দত্ত। নবগঠিত কমিটির সভাপতি আল-ফেরদৌস আলফা বলেন, মানবতার কল্যাণ ফাউন্ডেশন মানুষের কল্যাণের জন্য। আমরা এই সংগঠনের মাধ্যমে সাতক্ষীরার অসহায়, অসুস্থ ও গরীব মানুষের কাজ করে যাবো। সবার সহযোগীতা কামনা করছি। সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনির বলেন, জি.এম সৈকত আমাদের জেলারই সন্তান। তার এই মহতি উদ্যোগে একত্রিত হয়ে সাতক্ষীরার অসহায় মানুষের কল্যাণে এক সাথে কাজ করতে চাই। ইতি মধ্যে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে অনেক অসহায়, অসুস্থ মানুষ সেবা পেয়েছে। আশা করি এই ধারা আরো বেশি অব্যাহত থাকবে। জি.এম সৈকত সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটিকে শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানান।

  • বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোয়িশন সাতক্ষীরা জেলার কমিটি গঠন

    বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোয়িশন সাতক্ষীরা জেলার কমিটি গঠন


    সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোয়িশন সাতক্ষীরা জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার কমিটি গঠন উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সাবেক সহ-সভাপতি ইছাকুল কবির। সভায় সর্ব সম্মতিক্রমে সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু কে প্রধান উপদেষ্টা এবং শেখ আব্দুল জব্বার ও মহিউদ্দীন আহম্মেদকে উপদেষ্টা করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
    কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সভাপতি মহিবুল্লাহ, সহ-সভাপতি পঙ্কজ হালদার, ইছাকুল কবির, রাজিব কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শেখ নাজমুজ্জামান (সুমন), যুগ্ম সম্পাদক- জিয়ারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রাম প্রসাদ রায়, মহিলা সম্পাদিকা জেসমিন নাহার, সহ-মহিলা সম্পাদিকা উল্লাসিনী, সাংগঠনিক সম্পাদক মোঃ লাভলু হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, প্রচার সম্পাদক আমির হামজা, দপ্তর সম্পাদক সাইফুল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক মাহাবুবর রহমান, কার্যকরি সদস্য হাফিজুর রহমান, গোলজার হোসেন, তাপস রানা, সুজয় কুমার মল্লিক, মাহমুদা মল্লিক, সুরাইয়া গুলমান, রাবেয়া খাতুন।