Category: সমিতি/সংগঠন

  • সাতক্ষীরায় সিটি ব্যাংকের পক্ষ থেকে করোনা ভাইরাস দুর্যোগ প্রাদূর্ভাবের কারণে কর্মহীন ৫৫২ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    সাতক্ষীরায় সিটি ব্যাংকের পক্ষ থেকে করোনা ভাইরাস দুর্যোগ প্রাদূর্ভাবের কারণে কর্মহীন ৫৫২ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    নিজস্ব প্রতিনিধি ঃ করোনা ভাইরাস দুর্যোগ প্রাদূর্ভাবের কারণে কর্মহীন মানুষের মাঝে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সিটি ব্যাংক সাতক্ষীরা শাখা জেলা প্রশাসকের নিকট হস্তান্তরকৃত ৫৫২ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল-কায়সার এবং সাতক্ষীরার কৃতি সন্তান সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন কর্তৃক প্রদত্ত এ খাদ্য সামগ্রী শুক্রবার (০৮ মে) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
    সিটি ব্যংক সাতক্ষীরা শাখার পক্ষে উপস্থিত ছিলেন সিটি ব্যংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. রুহুল আমিন, রিলেশনশীপ ম্যানেজার মো. আখতারুজ্জামান ও মো. তরিকুল ইসলাম।
    এসময় সাতক্ষীরায় করোনা ভাইরাস দুর্যোগ প্রাদূর্ভাবের কারণে ৫৫২টি কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ইতিপূর্বে সিটি ব্যাংক ঢাকা-খুলনাসহ বিভিন্ন জেলায় করোনা ভাইরাস দুর্যোগ প্রাদূর্ভাবের কারণে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী শামীমা পারভীন রত্মা,বর্ণমালা একাডেমির সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার প্রমুখ। এসময় সিটি ব্যংক সাতক্ষীরা শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে বাংলাদেশ ফুড ব্যাংকের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ

    কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে বাংলাদেশ ফুড ব্যাংকের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ


    শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে বাংলাদেশ ফুড ব্যাংকের সহযোগিতায় দুইশত অসহায়, দুস্ত, ভ্যান চালক, চায়ের দোকানদার, দিনমজুর, ভিক্ষুক, অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস এর কারণে সাধারন মানুষ কাজ করতে পারছেনা এর প্রেক্ষিতে গোটা বিশ্ব সকল কাজকর্ম স্থবির হয়ে গেছে,  যে কারণে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান  মানুষের সহযোগিতার জন্য এগিয়ে এসেছে, বাংলাদেশ ফুড ব্যাংক তার ধারাবাহিকতায় ত্রাণ সামগ্রী প্রদান করেন। বাংলাদেশ ফুড ব্যাংক এর চেয়ারম্যান আল মামুন সার্বিক সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরনে সহযোগিতা করেন সাতক্ষীরা জেলার ভলেন্টিয়ার শফিউল আজম, প্রান্ত, মোতাহার হোসেন সুপার, মোজাফফর হোসেন, ডাক্তার ফজলুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের ক্যাপ্টেন শামস, সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল হামিদ সরদার চেয়ারম্যানকে কেরালকাতা ইউনিয়ন পরিষদ, এছাড়া আরো উপস্থিত ছিলেন নিউজ অফ কলারোয়ার সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, পৌরপ্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী 2 Attachments
  • জেলা প্রশাসকের কাছে প্রণোদণা ও ত্রাণের দাবিতে শ্রমিক সংগঠনগুলোর স্মারকলিপি প্রদান

    জেলা প্রশাসকের কাছে প্রণোদণা ও ত্রাণের দাবিতে শ্রমিক সংগঠনগুলোর স্মারকলিপি প্রদান

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রণোদণার অর্থ ও ত্রাণ পাওয়ার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সাতক্ষীরার ১৩ টি অপ্রাতিষ্ঠানিক শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে এ স্মারকলিপি প্রদান করেন।
    স্মারকলিপি প্রদানের পূর্বে সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক ফেডারেশন এর সভাপতি ফাইমুল হক কিসলু, সাতক্ষীরা সদর উপজেলা ইলেক্ট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাসান ও সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র, সাতক্ষীরা সদর উপজেলা হোটেল রেস্তোরা ও বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বাচ্চু, সাতক্ষীরা সদর উপজেলা বোর্ড ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল আহমেদ বাদল ও সাধারণ সম্পাদক ইদরুসুল ইসলাম পলাশ, সাতক্ষীরা সদর উপজেলা টাইলস মোজাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু প্রমূখ।
    সাতক্ষীরা সদর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাফ্ফার এর সঞ্চালনায় সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণ ছাই শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হক ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবকুমার, সাতক্ষীরা সদর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিয়ার ও সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল হক, সাতক্ষীরা সদর উপজেরা সংবাদপত্র হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমাদুল হক ও সাধারণ সম্পাদ হাফিজুল, সাতক্ষীরা সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সভাপতি গৌরাঙ্গ সরকার ও সাধারণ সম্পাদক উৎপল সরকার সহ ইটভাটা শ্রমিক ইউনিয়ন, ফার্নিচার ও রং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও সাংগঠনিক সম্পাদ আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা সদর উপজেলা ওয়েলডিং ওয়ার্কসপ শ্রমিক ইউনিয়ন, সদর উপজেলা স্বর্ণকার শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
    বক্তারা বলেন, করোনাভাইরাসের প্রভাবে বিগত ২৬ মার্চ ২০২০ খ্রি: হতে লকডাউন হওয়ার পর কর্মহীন জেলার ১৩টি অপ্রাতিষ্ঠানিক খাত এর আনুমানিক ১৫৩৪০ জন শ্রমিক। ওই শ্রমিকদের ওপর নির্ভরশীল তাদের পরিবারের প্রায় ১ লক্ষ মানুষ। ফলে তারা স্ত্রী-সন্তান-পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ মানবেতর জীবন যাপন করছেন। সরকারিভাবে খাদ্য সহায়তা অন্যান্য সংগঠনের শ্রমিকরা পেলেও অনাকাঙ্খিত ভাবে বঞ্চিত তারা। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য প্রনোদণা ঘোষণা করেছেন। কিন্তু অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক হয়েও তারা কোনো ত্রাণ ও প্রনোদণার অর্থ পাইনি। তাই, বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকি এর মাধ্যমে শ্রমিকদের কাছে প্রদানের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

  • পলাশপোল বউবাজার যুব স্বেচ্ছাসেবী সংগঠনের, এলাকায় অসহায়,কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    পলাশপোল বউবাজার যুব স্বেচ্ছাসেবী সংগঠনের, এলাকায় অসহায়,কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

    সংবাদ বিজ্ঞপ্তি : করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সার্বিক সহযোগিতায়, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, তাসকিন আহম্মেদ চিসতি মেয়র সাতক্ষীরা পৌরসভা , শেখ শফিকুরদৌলা সাগর ৯ নম্বর ওয়ার্ড , ফারহাদিবা সাথী মহিলা কমিশনার ৯ নম্বর ওয়ার্ড, মো আবুবকর ছিদ্দিক ( মাষ্টার ) এ ছাড়া এলাকার শ্রেণীর ব্যক্তি বর্গের নিকট হতে সাহায্যে উত্তোলন উল্লেখিত অর্থায়নে , সাতক্ষীরার পলাশপোল বউবাজার এলাকায় ২৮০শ কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করে।

    এ ছাড়া পলাশপোল বউ বাজার যুব স্বেচ্ছাসেবী সংগঠনটি, স্বেচ্ছাসেবী হিসাবে ত্রাণ বিতরণ সহ অর্থ পরিচালনার জন্য একটি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় । উক্ত সভায় উপস্থিত আলোচনা কালে উপস্থিত সদস্যদের মধ্যে বর্তমান সময়ের প্রেক্ষাপটে গরীব দুস্থ অসহায় মানুষের একটি আহŸায়ক কমিটি গঠন করা হয়। এবং উক্ত প্রস্তাব সম্মিলিত সিদ্ধান্তের উপর ভিত্তি করে কার্য পরিচালনার জন্য একটি আহŸায়ক কমিটি গঠন করা হয়। স্বেচ্ছাসেবী হিসাবে ত্রাণ বিতারণ ও সহযোগিতা করেন, মহিদ, মোহাম্মাদ শহীদুল্লাহ টিপু, হযরত আলী, আব্দুল গফফার, পলাশ, বাদশা, সুমন ,বদরুল আলম, প্রমুখ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    এ সময় প্রতিটি পরিবারের ৫ কেজি চাল আলু ২ কেজি ৭ গ্রাম ডাল ১টি হাত ধোয়ার জন্য একটি করে সাবান দেয়া হয়। ২৮০ কর্মহীন অসহায় পরিবারের মাঝে

  • সাতক্ষীরা কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ



    করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
    বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জেলা মন্দির সমিতি ও জয় মহাপ্রভু সেবক সংঘের যৌথ আয়োজনে করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় দুইশতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
    এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশ^জিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জেলা মন্দির সমিতির সভাপতি বিশ^নাথ ঘোষ, সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ ঘোষ, যুগ্ম সম্পাদক নিত্যনন্দ আমীন, জয় মহাপ্রভু সেবক সংঘের সভাপতি গোষ্ট বিহারী মন্ডল, সাধারণ সম্পাদক সোনাতন দাশ। এছাড়াও উপস্থিত ছিলেন, ডাঃ সুশান্ত ঘোষ, বাসুদেব সিংহ, জিতেন্দ্র নাথ ঘোষ, বিকাশ চন্দ্র দাশ, প্রাণ নাথ দাশ, কার্ত্তিক বিশ^াস, থিউপিল গাজী, ইন্দ্রজিৎ সাধু, পলাশ দেবনাথ, সঞ্জিব ব্যানার্জি ও জয়দেব রায় প্রমুখ।
    খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, এ সংকটে সমাজের বিত্তবানদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। সর্বপরি সকলে সচেতন হতে হবে। ঘরে থাকতে হবে।

  • স্বপ্নপুরণের সভাপতির নেতৃত্বে হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

    স্বপ্নপুরণের সভাপতির নেতৃত্বে হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ


    স্টাফ রিপোর্টার ::
    নোভেল করোনাভাইরাস সংক্রামন রোধে ঘোষিত‘‘ ঘরে থাকুন নিরাপদে থাকুন’’ সামাজিক দুরত্ব বজায় রাখতে সংকটকালীন সময়ে দরিদ্র ও কর্মহীন পরিবারের মৌলিক চাহিদার অংশ হিসাবে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সাহায্যে প্রদানে এগিয়ে এসেছে সমাজের দরিদ্র ও অসহায় ঝরেপড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করা (সামাজিক সংগঠন) শিক্ষা সহায়ক স্বপ্নপুরণ।
    সকাল ১১টায় ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা সহায়ক স্বপ্নপুরণ সংগঠনের আহবায়ক কুয়েটের সিভিল বিভাগের অধ্যাপক ড. মো. রাফিজুল ইসলাম।
    তিনি সকলের উদ্দেশ্যে বলেন নিজেদের পরিবার পরিজনের জন্য হলেও নিজ গৃহে অবস্থান করুন। জরুরী প্রয়োজনে বাইরে বের হলে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার জন্য আহবান জানিয়ে স্বচ্ছল ও বৃত্তবানদের এ সময়ে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার অনুরোধ জানান।
    এসময় তিনি আরও বলেন,করোনা ভাইরাসের ভয়াল থাবায় গোটা পৃথিবী আজ স্তব্ধ।বাংলাদেশেও এর প্রভাব পড়তে শুরু করেছে।এই সংকটময় মূহুর্তে সবাই এখন নিজ নিজ ঘরে অবস্থান করছে। এই মহামারীতে চরম দূর্ভোগের মধ্যে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো । এই বিপদের মূহুর্তে বিত্তবানদের উচিত খেটে খাওয়া মানুষদের পাশে দাড়ানো।খেটে খাওয়া মানুষদের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।এই মূহুর্তে তাদের মাঝে বিতরণকৃত খাদ্য সামগ্রী এাণ হিসেবে না দিয়ে উপহার হিসেবে আখ্যায়িত করা উচিত।
    এসময় তিনি যাদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে তাদের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার আহবান জানান।কারণ খেটে খাওয়া মানুষগুলো আজ পরিস্থিতির স্বীকার।
    তালিকাভুক্ত ১৭০টি পরিবারের প্রতিটি গৃহে চাল, আলু, ডাল, পিয়াজ, তেল, সাবানসহ খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌছে দেওয়া হয়।
    উক্ত প্রোগ্রাম সফল ও সাফল্যমন্ডিত করতে সার্বিক সহযোগিতা করেন কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক ড. মো. আব্দুল হাসিব, খানজাহান আলী হলের প্রভোষ্ট প্রফেসর ড. মো. জহির উদ্দিন, বিভাগীয় প্রধান সিএসই বিভাগ প্রফেসর ড. পিন্টু চন্দ্রশীল, ড. এম এ রশিদ হলের প্রভোষ্ট প্রফেসর ড. সজল কুমার অধিকারী, আবু হেনা মোস্তাফা কামাল মুকুল, পরিচালক(ছাত্রকল্যাণ) ড. ইসমাইল সাইফুল্লাহ, ইঞ্জি. অনিমেষ রয়, ইঞ্জি. সানজিদা খায়ের, পিএস টু ভাইস-চ্যান্সেলর এফ এম সাইফুল্লাহ, সহকারী রেজিস্ট্রার দেবাশীষ মন্ডল উজ্জল, সংগঠনের সদস্য সচিব ও উদ্যাক্তা সোনালী বিনতে শরীফ, কুয়েটের সহকারী পরিচালক(ফিজিক্যাল) মো. হেলাল ফকির, সেকশন অফিসার(গ্রেট-১) শেখ ওমর ফারুক, শেখ সাদিকুজ্জামান, কুয়েট স্কুলের প্রধান শিক্ষক আয়শা সিদ্দিকা, মো. শফিউদ্দিন শফি, শেখ আমিনুল ইসলাম, মীর রফিকুল ইসলাম, তৈয়বুর রহমান রাকিব হোসেন, মো. মহিউদ্দিন, এস এম সামসুজ্জোহা সুমন, এম এম কাওছার আহম্মেদ, পারভেজ আলম, সাইফুল ইসলাম, মান্নান ব্যাপারী, আব্দুৃল কাদের, কাওছার মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ

    সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ


    নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে করোনা ভাইরাস এর কারণে অসহায়, দরিদ্র, দুঃস্থ ও গরীব খেটে খাওয়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভার ১ নং ওয়ার্ডের কাটিয়ায় সৌদি বাংলা ফিস ফিড অফিসের সামনে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জি এম নুর ইসলাম।
    এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, অধ্যাপক মোজাম্মেল হোসেন, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, মহিলা উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা আওয়ামী রীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, নাগরিক অধিকার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সদস্য মোহাম্মদ আবু সায়ীদ, আশরাফুল করিম ধনী প্রমুখ। এসময় শতাধিক অসহায়, দরিদ্র, দুঃস্থ ও গরীব খেটে খাওয়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরনের করা হয়। সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে পাঁচশত পরিবারের মাঝে চাল, তেল, ডাল ও আলু নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

  • সাতক্ষীরায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন অসহায় দরিদ্র, দূস্থ্য ও গরীব খেটে খাওয়া মানুষের পাশে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন

    সাতক্ষীরায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন অসহায় দরিদ্র, দূস্থ্য ও গরীব খেটে খাওয়া মানুষের পাশে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন


    নিজস্ব প্রতিনিধি ঃ “করোনায় ভয় নয়, সচেতনতা গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও লিংকটেক আইটি এর সিইও ইঞ্জিনিয়ার শামস্ ইশতিয়াক শোভন’র উদ্যোগে এবং জেলা ছাত্রলীগের সহযোগিতায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন অসহায় দরিদ্র, দূস্থ্য ও গরীব খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) বিকালে সাতক্ষীরা পৌরসভার ০২ নং ওয়ার্ডে মুনজিতপুর এলাকায় সাতক্ষীরা এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিজ ঘরে অবস্থানকারী খেটে খাওয়া মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান শোভন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী সাদিক দীপ, ছাত্রলীগ নেতা মো. আজমীর হোসেন ফারিব, স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শাহিনুর রহমান সাগর, সদস্য আল আমিন, বাবু, ইকবাল, মোমিন, মেহেদী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ড থেকে বাছাইকৃত কর্মহীন অসহায় দরিদ্র, দূস্থ্য ও গরীব খেটে খাওয়া পরিবারকে ৪ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ১ লিটার তেল ও হাত ধোয়ার জন্য ১ টি করে সাবান সম্বলিত খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।

  • দারুস সালাম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে   খাদ্য সমগ্রী বিতরণ

    দারুস সালাম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে খাদ্য সমগ্রী বিতরণ

    : করোনো ভাইরাস সংকটের এ সময়ে নিন্ম ও সল্প আয়ের কর্মহীন মানুষের মাঝে পুরাতন সাতক্ষীরা দারুস সালাম জমে মসজিদ কমিটির পক্ষ থেকে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে।

    মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ সাইরুল ইসলামের নির্দেক্রমে শুক্রবার ৩রা (এপ্রিল) বিকলে কমিটির সহ সভাপতি আলহাজ¦ মোঃ রুহুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহিম রিন্টুর নেতৃত্বে এলাকার নিন্ম ও সল্প আয়ের কর্মহীন প্রায় তিনশত পরিবারের বাড়িতে বাড়িতে যেয়ে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ ও ২পিছ জীবানু নাশক সাবান বিতরণ করা হয়।

    এ সময় কমিটির সহসভাপতি ডা. শেখ সিরাজুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মির্জা হুমায়ুন কবির সাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হেমায়েতুল ইসলাম রাজন, এহছানুল শরিফ সোহান, সংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রহিম আরোজ, সহ সংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার হোসেন মেজো,সহ কোষাধ্যক্ষ মোঃ আবু তোহা, ইসলামী ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হাসান, সদস্য শেখ আব্দুল কাদের ফিরোজ, মোঃ ইব্রাহিম হোসেনসহ দারুস সালাম জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আমরা থাকলে ঘরে, করোনা থাকবে দূরে ——–সাতক্ষীরার জেলা জজ শেখ মফিজুর রহমান

    আমরা থাকলে ঘরে, করোনা থাকবে দূরে ——–সাতক্ষীরার জেলা জজ শেখ মফিজুর রহমান

    নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, আমরা থাকলে ঘরে, করোনা থাকবে দূরে। আমরা যদি ঘরে থাকি করোনা আমাদের কাছে আসতে পারবে না। করোনা এমনিতেই আপনার কাছে আসবে না যদি আপনি করোনার কাছে না যান। সুতরাং করোনা থেকে বাঁচতে আপনাদের অবশ্যই ঘরে থাকতে হবে।
    বুধবার সাতক্ষীরা পৌর সভার তিনটি ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লিকুইড সাবান এবং জীবাণুনাশক স্প্রে বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
    বুধবার সকালে সাতক্ষীরা জেলাখানা মোড়, সরকারি কলেজ মাঠ ও পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড়ে এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।
    ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সাতক্ষীরার সহযোগিতায় ও নাগরিক আন্দোলন মঞ্চ, সাতক্ষীরার উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিনামূল্যে উক্ত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুভাষ সরকার, প্রকৌশলী আবেদুর রহমান প্রমুখ। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে সচেতন থাকার আহবান জানানো হয়।

  • সাতক্ষীরায় ‘আমরা প্রাক্তন রোভার’ উদ্যোগে খাদ্য বিতরণ

    সাতক্ষীরায় ‘আমরা প্রাক্তন রোভার’ উদ্যোগে খাদ্য বিতরণ

    বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার ‘আমরা প্রাক্তন রোভার’ উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় চাল-ডাল-আলুর প্যাকেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরার সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রাক্তন রোভার নেতা আজিজুর রহমান পলাশ, জেলা রোভার স্কাউটের সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক ও রোভার নেতা আ. ন. ম গাউছার রেজা, প্রাক্তন খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নাজমুল হক, প্রাক্তন সিনিয়র রোভার মেট অতনু বোস, রাশিদুজ্জামান রানা, আব্দুল্লাহ আল মামুন, সালাউদ্দীন রানা, অহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, ফাহাদ হোসেন, রোভার প্রান্ত প্রমূখ। উদ্যোক্তারা জানান, করোনা ভাইরাসের কারণে বর্তমানে মানুষ কর্মহীন হয়ে গৃহে অবস্থায় আছে। নি¤œ আয়ের মানুষের জন্য আমাদের কিছু করার দরকার। তাদের জন্য আমাদের এই স্বল্প আয়োজন। তারা আরো জানান, করোয়ায় গৃহে অবস্থানকালীন সময়ে জেলার বিভিন্ন স্থানে সহায়তা কার্যক্রম চলবে।

  • ক্যান্সার আক্রান্ত শিশুকে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান


    প্রেস বিজ্ঞপ্তি:
    বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে একজন ক্যান্সার আক্রান্ত শিশুকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে তালা উপজেলার পাটকেলঘাটার মির্জাপুর বারাত গ্রামের সদয় দাশের কন্যা সেজুতি প্রভা (৫) কে আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক সুজন বিশ^াস, অন্যতম নেতা পল্লব ঢালী, রাজেস দেবনাথ, দেবহাটা উপজেলা সংগঠক উত্তম কুমার পালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    উল্লেখ্য, সেঁজুতির পিতা সদয় দাশ মেয়ের সু চিকিৎসার বিত্তবানদের আর্থিক সহায়তা কামনা করে সাতক্ষীরা প্রেসক্লাবে গত ২১ মার্চ ২০২০ তারিখে একটি সংবাদ সম্মেলন করে। এ খবর পেয়ে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ সেঁজুতির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা নিয়ে ছুটে যান এবং তার শারীরিক সুস্থতা কামনা করেন।

  • সাতক্ষীরা পৌর তাতীঁলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

    সাতক্ষীরা পৌর তাতীঁলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


    প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ তাঁতীলীগ সাতক্ষীরা পৌর শাখার উদ্যোগে ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
    ১৯ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টায় ৭ নং ওয়ার্ড কার্যালয়ে পৌর তাঁতীলীগের সভাপতি মো. মেহেদী আলী সুজয় সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক , দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা: এস.এম বাদশা মিয়া, সদর উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান নাছিম, ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ও কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর তাঁতীলীগের সাবেক সভাপতি নুরজাহান সাদিয়া, সাধারণ সম্পাদক শেখ ফিরোজ হোসেন, আশরাফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান প্ররিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সোহাগ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসান সুমন, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, ৯ নং ওয়ার্ডের সভাপতি মোসলেম সরদার, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শামিম হোসেন, সাংগঠনিক সম্পাদক শামিম হোসেন, ৫ নং ওয়ার্ডের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সুলতান আহমেদ সোহাগ, আলমগীর হোসেন, হেলাল উদ্দীন, কাজী ওবায়েদ, আহম্মদ আলী প্রমূখ।

  • সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি এড. এম শাহ আলম , সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম

    সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসবমূখর পরিবেশে গতকাল সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে সভাপতি পদে বারের বর্তমান সভাপতি এড. এম শাহ আলম ২০২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. আব্দুল মজিদ পেয়েছেন ১২২ ভোট এবং অপর সভাপতি প্রার্থী পিপি এড. আব্দুল লতিফ পেয়েছেন ১০৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বারের বর্তমান সাধারণ সম্পাদক এড. তোজাম্মেল হোসেন তোজাম ১৯৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. আ ক ম রেজওয়ান উল্যাহ সবুজ পেয়েছেন ১৯০ ভোট এবং অপর সাধারণ সম্পাদক প্রার্থী এড. মো. ইউনুছ আলী পেয়েছেন ৩৯ ভোট।
    অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে এড. মো. গোলাম মোস্তফা ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. সৈয়দ এখলেছার রহমান বাচ্চু পেয়েছেন ১৬৮ ভোট। যুগ্ম সম্পাদক পদে এড. মো. মোস্তফা জামান ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. শেখ মোস্তাফিজুর রহমান শাহনওয়াজ পেয়েছেন ১৫৪ ভোট এবং একই পদে অপর প্রার্থী এড. মো. সাইদুর রহমান পেয়েছেন ১১৩ ভোট। কোষাধ্যক্ষ পদে এড. মো. আকবর আলী ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. জেড. এম আব্দুল্লাহ (মামুন) পেয়েছেন ১৯২ ভোট। সহ-সম্পাদক লাইব্রেরী পদে এড. সিরাজুল ইসলাম ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েেেছন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মো. আজিবর রহমান পেয়েছেন ১৩৪ ভোট এবং অপর প্রার্থী এড. মো. হুমায়ুন কবীর পেয়েছেন ৬৬ ভোট। সহ-সম্পাদক ক্রীড়া পদে এড. মো. সালাহ উদ্দীন ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. তোহা কামাল হীরা পেয়েছেন ১১৩ ভোট এবং অপর প্রার্থী শেখ হুমায়ুন কবীর পেয়েছেন ১২৮ ভোট।
    সদস্যের ৩টি পদে ২৫১ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন এড. মো. তারিক ইকবাল অপু, ১৯২ ভোট পেয়ে ২য় সদস্য নির্বাচিত হয়েছেন এড. মো. সাহেদুজ্জামান সাহেদ এবং ১৭৭ ভোট পেয়ে ৩য় সদস্য নির্বাচিত হয়েছেন এড. মো. রফিকুল ইসলাম রফিক। প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীদের মধ্যে এড. শাহানা ইমরোজ পেয়েছেন ১৬১ ভোট, এড. সাইদুজ্জামান জিকো পেয়েছেন ১৩৫ ভোট, এড. মো. শিহাব মাসউদ সাচ্চু পেয়েছেন ১২২ ভোট এবং এড. নজরুল ইসলাম জীবন পেয়েছেন ৬০ ভোট। তবে সহ-সম্পাদক মহিলা পদে এড. ইয়াসমিন সুলতানা আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
    উল্লেখ্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা সমর্থিত প্যানেল সহ-সভাপতি পদ সহ সদস্যের ২ টি পদে জয়লাভ করেছেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা শাখা সমর্থীত প্যানেল সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ-সম্পাদক লাইব্রেরী এবং সদস্যের ১ টি পদে জয়লাভ করেছেন। এছাড়া ফোরামের বিদ্রহী প্রার্থী এড. মো. সালাহ উদ্দীন সহ-সম্পাদক ক্রীড়া পদে জয়লাভ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এড. মো. গোলাম মোস্তফা (১)। বদিউজ্জামান:

  • ক্যান্সার রোগীদের মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ

    ক্যান্সার রোগীদের মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ


    মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল দেবহাটা উপজেলা পারুলিয়া ইউনিয়নের নাজিরের ঘের গ্রামের মুনসুর ও রমেশা বেগমকে দশ হাজার টাকা অনুদান প্রদান করেন। তারা দুজনই দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। গতকাল তাদের হাতে চেক তুলে দেন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। আরো উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সদস্য রমেশ সরকার ও প্রশান্ত সরকার। ক্যান্সার আক্রান্ত রোগীদের অনুদান প্রদান করায় জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান নাট্যনির্মাতা জি.এম সৈকত।

  • ক্যাব, সাতক্ষীরার ২২ জানুয়ারীর পরিবর্তনে আগামী ২৬ জানুয়ারী মানববন্ধন অনুষ্ঠিত হবে

    কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাব, সাতক্ষীরা জেলা শাখার মানববন্ধন ২২ ঁজানুয়ারীর পরিবর্তনে আগামী ২৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে । ক্যাব সাতক্ষীরা জেলার পক্ষ হতে সকল পর্যায়ের ক্রেতা ও ভোক্তাদের নিরাপদ, মানসম্মত ও নায্যমূল্যে পন্য এবং সেবা প্রদান নিশ্চিত করার দাবীতে ২৬ জানুয়ারী সকাল ১১ টার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনের অনুষ্ঠিত মানববন্ধনে অংশ গ্রহন করার অনুরোধ জানানো হয়েছে।

  • নিন্দা ও প্রতিবাদ  জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখা

    নিন্দা ও প্রতিবাদ জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখা

    সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে প্রতিপক্ষরা বিভ্রান্তিমূলক ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক একটি সংবাদ প্রকাশ করিয়েছে সাতক্ষীরার একটি সাপ্তাহিক পত্রিকায়। যা ১৯ জানুয়ারি প্রকাশ হয়েছে।
    প্রকাশিত সংবাদটিতে সাতক্ষীরার জাতীয় পার্টিকে পারিবারিক পার্টি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। যা আদৌ সত্য নয়। আখ্যাটি ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক। প্রকাশিত এ সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখা।
    প্রতিবাদ বিবৃতিতে জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম বলেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুর স্ত্রী পার্টির রাজনৈতিক কোন কর্মকা-ের সঙ্গে জড়িত নন। আশরাফুজ্জামান আশু ১৯৮৩ সালে জাতীয় পার্টির অঙ্গ সংগঠণ নতুন বাংলা যুব সংহতির মাধ্যমে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত হন। এরপর পর্যায়ক্রমে ২০০৯ সালে সম্মেলনের মাধ্যমে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর থেকেই দলীয় গঠণতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ে সম্মেলনের মধ্য দিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ভাইরা আনোয়ার জাহিদ তপন যোগ্যতা বলে পদ ধরে রেখেছেন। তার বাবা মরহুম এ্যাড. আব্দুর রহিম জেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠা সভাপতি ছিলেন। সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপাও যোগ্যতার পরিচয় দিয়ে দলে টিকে আছেন। জেলা ছাত্র সমাজের সভাপতি মেঝ ছেলে কায়সারুজ্জামান হিমেল সম্মেলনের মধ্য দিয়েই সভাপতি হয়েছেন। ছোট ছেলে কায়মুজ্জামান পাভেলও যোগ্যতা বলে সদর উপজেলার দায়িত্ব পালন করছেন। জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু কখনোই দলীয় পদকে ব্যবহার করে তার পরিবারের সদস্যদের গুরুত্বপূর্ণ পদে বসাননি। সকলেই তাদের যোগ্যতা ও মেধাবলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সম্মেলন ও দলীয় নেতাকর্মীদের সমর্থনে। জেলা ছাত্র সমাজের পক্ষ থেকে উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক এ সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

  • কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এর সাথে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের শুভেচ্ছা ও মতবিনিময়

    কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এর সাথে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের শুভেচ্ছা ও মতবিনিময়


    নিজস্ব প্রতিনিধি ঃ কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে.এম আজম খসরু’র সাতক্ষীরায় আগমনে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজে জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে.এম আজম খসরু।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বিএম জাফর, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইনছুর আলী, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, শেখ আজাদুল ইসলাম, কাজী শরিফুল ইসলাম, আব্দুল কাদের কাদু, আব্দুল আজিজ, শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, আব্দুর রাজ্জাক, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হোসেন খান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মীর শাহাজাত আলী, অগ্রণী ব্যাংক কাজী শরিফুল ইসলাম শরিফ, জনতা ব্যাংক সিবিএ’র সভাপতি শেখ অঅব্দুল গণি, সুন্দরবন টেক্সাটাইল মিল সিবিএ’র সাবেক সভাপতি আবুল হোসেন খোকন, রিকসা ভ্যান শ্রমিক লীগের সভাপতি রেজওয়ান আলী, কালিগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম মনি, কালিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, দেবহাটা উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ আবু তাহের, সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি, অফিস সম্পাদক আরিফ, শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের সভাপতি জহুরুল হায়দার নান্টা, সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ আলী মোল্যা, আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মো. সামছুল আলম, সাধারণ সম্পাদক বিপ্লব দাস, তালা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর জব্বার, সাধারণ সম্পাদক শফিউল রহমান ডানলাপ, শ্রমিক নেতা রবিউল ইসলাম রবি, আরশাদ আলী, জেলা শ্রমিক লীগের অর্থ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সহ-সম্পাদক মো. গাউস আলী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম কালু, মুকুল হোসেন, পৌর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, শেখ আজাদ আলী, মহিলা শ্রমিক লীগের নেত্রী ফারহানা তাসলিম, মোছা. শামীমা আক্তার রানী, তানজিলা বেগমসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন বেসিক ও ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।