Category: সদর /পৌরসভা

  • প্রাণ সায়র খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

    প্রাণ সায়র খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা প্রাণ সায়র খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এই অবৈধ স্থাপনা উচ্ছেদে সদর এসিল্যান্ড নুর আলম রনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা, মুরশিদা পারভীন এর পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।
    উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সাতক্ষীরাবাসী প্রাণ সায়র খালের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের প্রবাহ ফিরিয়ে আনা এবং সৌন্দর্য বর্ধনের দাবি জানিয়ে আসছিল। সর্বশেষ গত ২৫ জুলাই জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল পহেলা আগস্ট হতে প্রাণ সায়ের খালের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানোর ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার ও সন্ধ্যা থেকে সাতক্ষীরা শহরে মাইকিং করে জানিয়ে দেওয়া হয় প্রাণ সায়র খালের দু’ধারে যাদের অবৈধ স্থাপনা রয়েছে তারা যেন নিজ দায়িত্বে এসকল স্থাপনা তুলে নেন।
    নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা বলেন, প্রাণ সায়র খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। অভিযানে খালের দুই পাড়ের প্রায় ৫০০ শতাধিক অবৈধ স্থাপনা ভাঙ্গা হবে।

  • বল্লীতে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক সভা


    সংবাদ বিজ্ঞপ্তি:
    ডিজঅ্যাবল উইমেন অর্গানাইজেশন (ডি,ডাব্লু ও) এর আয়োজনে ও দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় বল্লী ইউনিয়ন পরিষদ হলরুমে প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
    সভায় সভাপতিত্ব করেন বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বজলুর রহমান। ২০ জুন সকাল ১১টায় ডিজঅ্যাবল উইমেন অর্গানাইজেশনের প্রজেক্ট কো অর্ডিনেটর জি এম ইশতিয়াক জামিল উপস্থিত সকলকে অনুরোধ জানান যাতে করে প্রতিবন্ধীরা ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত সকল সুযোগ সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে পায় বিশেষ করে ভিজিডি কার্ড, প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য অধিকার গুলো নিশ্চিত করা যায়। অনুষ্ঠানের সভাপতি এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং বল্লী ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন সেবা ও সকল সুযোগ সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলে জানান।

  • জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

    জেলা তথ্য অফিস সাতক্ষীরার আয়োজনে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


    সংবাদ বিজ্ঞপ্তি: গত ২২ জুন শনিবার বিকাল ৩টায় আলীপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ মফিজুর রহমান, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা, মোঃ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দীন, জেলা লিগ্যাল এইড অফিসারসালমা আক্তার, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট শাহনাজ পারভীন মিলি, সাতক্ষীরা জজ কোটের পিপি তপন কুমার দাস, মুক্তিযোদ্ধা মোঃ আকবর আলী, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান, আলীপুর ইউনিয়ন পরিষদ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে এলাকার প্রায় দেড় হাজার লোক অংশগ্রহণ করে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারেন।

  • সাতক্ষীরা পৌরসভার এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

    সাতক্ষীরা পৌরসভার এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


    সংবাদ বিজ্ঞপ্তি:
    সাতক্ষীরা পৌরসভার আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ৯টায় পৌর চত্বরে এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ রফিকুল ইসলাম শিশুদের মুুখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল তুলে দিয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর সচিব মোঃ সাইফুল ইসলাম বিশ^াস, পৌর হিসাব কর্মকর্তা মোঃ আকতার হোসেন তালুকদার, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক জগদিস চন্দ্র হাওলাদার,পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর মোঃ রবিউল আলম, টিকাদান সুপারভাইজার মোঃ ইবাদুল ইসলাম, স্বাস্থ্য সহকারি সুজিত কুমার নাথসহ পৌরসভার স্বাস্থ্যকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
    এবার সাতক্ষীরা পৌরসভায় ৬০টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুদের ১টি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সের ১৬৫০টি ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
    এসময় প্রধান অতিথি বলেন, শিশুদের প্রতি সবচেয়ে বেশি মায়েদের যতœশীল হতে হবে। সবুজ ও হলুদ শাকসবজি শিশুদের বেশি বেশি খাওয়াতে হবে। সময়মত শিশুদের বিভিন্ন দিবসে ভিটামিন এ ক্যাপসুল ও টিকা দিলে শিশুরা সুস্থ্য থাকবে।

  • সাতক্ষীরা সদর উপজেলা ক্ষেতমুজুর সমিতির কর্মিসভা


    সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতি সাতক্ষীরা জেলা সদর উপজেলা ক্ষেতমুজুর সমিতির এক কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় সমিতির নিজেস্ব কার্যালয়ে ক্ষেতমুজুর সমিতির সভাপতি ইয়ার আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ক্ষেত মুজুর সমিতির সদস্য মোঃ মোবারক আলীর অকাল মৃত্যুতে ১মিনিট নিরাবতা পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা জেলা সিপিবি’র সভাপতি মো ঃ আবুল হোসন। আরো বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার মামুন,এম নাসির উদ্দিন, শেখ রওশন আলী, জাহাঙ্গীর হোসেন, মোঃ আলমঙ্গীর হোসেন, মোঃ ইউসুফ আলী, মোঃ ছামছুর গাজী প্রমুখ। বক্তারা বলেন দেশবাসি নৈশ ভোট ডাকাতি সরকারের বাজেট প্রত্যাখাান করেছে। গ্রামিণ ক্ষেতমুজুর সহ গরিব মানুষের দীর্ঘদিনের দাবী পল্লী রেশন বাজেটে আর্মি-পুলিশের জন্য বরাদ্ধ বাড়লেও দেশের উৎপাদনের চালিকা শক্তি গরিব শ্রমজীবি মানুষের জন্য কোন বরাদ্ধ রাখা হয়নি। গ্রামিন ক্ষেত মুজুর সহ গ্রামিন মজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা তৈরীর জন্য কর্মসৃজন কাজের দিন বৃদ্ধি করে সকল উপজেলায় ১০০ দিনের কাজ ৫০০ টাকা মুজুরি বরাদ্ধ দাবী করেন। বক্তারা গ্রামের ৬ কোটি মানুষের জন্য রেশন ও ১০০ দিনের কর্মসৃজন কর্মসুচী পেনশনের জন্য বরাদ্ধ দাবী করেন।

  • সাতক্ষীরার আখড়াখোলায় আলাউদ্দিন বাহিনীর হামলা দোকান লুট করে তালা, নারী পুরুষসহ আহত-১০


    সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার আখড়াখোলায় আলাউদ্দিন বাহিনীর হামলায় নারী পুরুষসহ দশজন আহত হয়েছেন। হামলাকারীরা একটি দোকান লুটপাট করে ভাংচুরের পর দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে।
    শুক্রবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার আখড়াখোলা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় বাহিনী প্রধান আলাউদ্দিন ও তার ছেলে গিয়াসউদ্দিন ডালিমকে আটক করেছে।
    শুক্রবার বিকালে ক্ষতিগ্রস্থ পরিবারের নারী পুরুষরা আহত অবস্থায় সাতক্ষীরা প্রেসক্লাবে এসে ঘটনার বিবরন দিয়ে বলেন, এগারোআনি গ্রামের আলাউদ্দিন বহিরাগত ভাড়াটিয়া এনে এই হামলা চালিয়েছে। তারা তালা ভেঙ্গে দোকানে ঢুকে আখ মাড়াইয়ের মেশিন, সাইকেল, ওষুধপত্র এবং অন্যান্য জিনিসপত্রসহ আসবাবপত্র ও টাকা লুট করে নেয়। এতে বাধা দিতে আসায় দোকান মালিকের বাড়ির সদস্যরা আহত হন। হামলাকারীরা নারীদের চুলের মুঠো ধরে টানা হেচড়া করে মারপিট করে। তারা পুরুষদের লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে বের করে দেয়। আহতদের মধ্যে রয়েছেন, নিমাই সাধুখা, সন্তোষ সাধুখা, চায়না রানী, স্বপ্না সাধুখা, তুলশি, দেবব্রত, মিলন সাধুখা ও কার্তিক সাধুখা। তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
    আহত ব্যক্তিরা জানান, কিছুদিন আগে এগারোআনি গ্রামের আলাউদ্দিন আখড়াখোলার দুলাল সাধুখার ছেলে সুমন সাধুখাকে অপহরন করে। সুমনকে জিম্মি রেখে আলাউদ্দিনের নামে ১০ শতক জমি লিখে দেওয়ায় সুমনকে মুক্তি দেয় আলাউদ্দিন। আলাউদ্দিন এই দশ শতক জমির বাইরে নিকটস্থ শরিকদের আরও তিন শতক জমি জোর করে দখল করতে যেয়ে সাধুখা পরিবারের দোকান ও সংলগ্ন ঘরবাড়ি কেটে ছেঁটে ফেলে। এ ঘটনায় মারামারির এক পর্যায়ে পুলিশ ও স্থানীয়রা মিলিত হয়ে সালিশ করেন। সালিশ বিচারে আলাউদ্দিন প্রতিপক্ষের জমিতে যাবে না এবং দোকানঘর দখল করবে না বলে প্রতিশ্রুতি দেয়। এসব প্রতিশ্রুতি ভঙ্গ করে আলাউদ্দিন তার বাহিনী নিয়ে ফের সাধুকা পরিবারের জমি ও দোকান দখল চেষ্টায় তাদের মারধর করে। হামলায় আলাউদ্দিন বাহিনীর সাথে আরও ছিল বায়রন, লিটন , জাহাঙ্গির, সেলিম, সালমা ও রুবি ছাড়াও বহিরাগত সন্ত্রাসীরা।
    সদর থানা পুলিশের এসআই তরিকুল ইসলাম জানিয়েছেন, আমরা আলাউদ্দিন ও তার ছেলেকে থানায় নিয়ে এসেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

  • সাতক্ষীরা শহরবাসীর মধ্যে চুরি আতংক


    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরবাসীর মধ্যে ব্যাপকভাবে চুরির আতংক বিরাজ করছে। সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে এক ডজনেরও বেশী চুরির ঘটনায় শহরবাসীর মধ্যে এক ধরনের অজানা আতংক বিরাজ করছে। আর এসব চুরি ঘটনা গুলো বেশীর ভাগই দিনের বেলায় ঘটছে। তবে, আশ্চার্য্য হলেও সত্য এ সব চুরির ঘটনাগুলো বেশী সংঘটিত হচ্ছে কাটিয়া এলাকায়। যেখানে একটি পুলিশ ফাঁড়িও রয়েছে। আর শহরের বিভিন্ন স্থানে চুরির ঘটনায় এলাকার সাধারন মানুষের মধ্যে শহরের তিনটি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্তদের নিয়েও প্রশ্ন উঠেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ২ টার দিকে কলেজ রোড এলাকার একটি ভাড়া বাড়িতে ঢুকে চোরেরা বাড়ির আসবাব পত্রসহ বিভিন্ন জিনিস পত্র নিয়ে গেছে।
    কলেজ রোড এলাকার বাসিন্দা অজয় শীল জানান, বৃহস্পতিবার বেলা ২ টার দিকে তার স্ত্রী যখন ঘুমাচ্ছিলেন এ সময় দুই চোর তার ভাড়া বাড়িতে ঢুকে থালা বাসন ও আসবাব পত্র নেয়ার পর তার রুমে ঢুকে আলমারীর তালা ভাঙার সময় তার স্ত্রী টের পেয়ে আতœচিৎকার শুরু করেন। এ সময় চোরেরা তাকে অস্ত্র ঠেকিয়ে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় অজয় শীল বাদী হয়ে কাটিয়া পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি আরো জানান, এ নিয়ে তার এলাকায় সম্প্রতি মোট চারটি চুরির ঘটনা ঘটেছে।
    জানা গেছে, এর আগে গত ১৮ মে শনিবার সন্ধ্যায় মাগুরা কামারপাড়া এলাকার অনীল কুমার সাহার ছেলে অজয় কুমার সাহা পরিবার নিয়ে পাশে কীর্ত্তণ শুনতে যান। রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরে দেখেন তার জানালার গ্রিল কাটা। তারা বাড়ি না থাকার সুযোগে সংঘবদ্ধ চোরেরা তার ঘরের আলমারি ভেঙে ১৪ ভরি সোনা, নগদ ৪০ হাজার টাকা ও ২৫ টি শাড়ী চুরি করে নিয়ে যায়।
    এ বিষয়ে তিনি সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগও করেছিলেন। এরপর গত ২০ মে সন্ধ্যায় সাতক্ষীরা টিবি হাসপাতালে কর্মরত মধ্যকাটিয়া এলাকার শংকর শেখর তার পরিবার নিয়ে বাজারে আসেন। বাড়ি ফিরে দেখেন তার জালানার গ্রিল কেটে ৩ ভরি ওজনের সোনার চেইন, দুটি সোনার আংটিসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া ২১ মে রাতে শহরের নারকেলতলাস্থ রূপালী ট্রেডার্সের সার্টার কেটে ১৩ পিচ টায়ার, ৫ বালতি মবিল ৫০ পিচ টিউব ও ১০০ পিচ রিং টেপ অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৭লক্ষ টাকা। সাতক্ষীরা শহরের প্রায়ই এ ধরনের বড় বড় চুরির ঘটনায় শহরবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
    স্থানীয় এলাকাবাসীরা অবিলম্বে এ সব চুরির ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
    এ বিষয়ে কাটিয়া ফাঁড়ির ইনচার্জ তছলিম হোসেন বলেন, ইতিমধ্যে এক চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।
    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, চোরদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, সম্প্রতি শহরের বিভিন্ন স্থান থেকে ৪/৫ জন চিহ্নিত চোরকে গ্রেপ্তার করা হয়েছে।

  • ৩০ চুরির মামলার আসামী মুকুলের লাশ পাওয়ার ঘটনায় বাঁকালে কয়েকটি পরিবারকে জীবননাশের হুমকির অভিযোগ


    নিজস্ব প্রতিনিধি: শহরের বাইপাস সড়ক সংলগ্ন কুচপুকুর এলাকায় মুকুল হোসেন (৪৫) নামে ৩০ চুরির মামলার আসামির লাশ পাওয়ার ঘটনায় নিহতের ভাই স্থানীয়দের অশ্লীল ভাষায় গালিগালাজ, জখম-খুন করার হুমকি দিয়ে যাচ্ছে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন ইসলামপুর তাজ উদ্দীনের ছেলে আব্দুল আজিজ। অভিযোগ সূত্রে জানা যায়, বাঁকাল ইসলামপুরের হারজেন আলীর ছেলে মামুন মোল্ল, তুহিন, শাহিন হোসেন, কেনু মোল্লাসহ তার পরিবারের লোকজন ১২ জুন সকালে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আব্দুল আজিজের ছেলে সাইফুল ইসলাম, পিয়ার আলীর ছেলে মিজানুর রহমান ও শাহিনুরকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও খুন জখমের হুমকি দেয়। এসময় উপস্থিত ছিলেন পিয়ার আলী, বাপ্পী সরকার, জাহাঙ্গীর আেলম, রেজাউল ইসলামসহ স্থানীয় গ্রামবাসী। এ বিষয়ে প্রতিকার পেতে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। উল্লেখ্য, সোমবার (১০জুন) সকালে মুখ, হাত ও পা বাঁধা অবস্থায় শহরের বাঁকাল ইসলামপুর এলাকার মুকুল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

  • পূর্ব শত্রুতার জের ধরে ইলেক্ট্রিক মিস্ত্রিকে পিটিয়ে জখমের অভিযোগ


    নিজস্ব প্রতিবেদক :
    পূর্ব শত্রুতার জের ধরে ইলেক্ট্রিক মিস্ত্রিকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
    অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ জুন বিকালে নেবাখালী শেখপাড়ার রফিকুলের বাড়িতে ইলেক্ট্রকের কাজ করছিল নেবাখালী কাজী পাড়া এলাকার আব্দুল কাদের পুত্র আনিছুর রহমান। এসময় পূর্ব শত্রুতার জের ধরে নেবাখালী এলাকার মৃত রবি কাজীর পুত্র কাজী মাসুদ, কাজী রাতুল, শেখ সাজ্জাতের পুত্র শেখ শুভ, শেখ শান্ত, মৃত কাজী কামালের পুত্র কাজী জিসানসহ অজ্ঞাতনামা ৬/৭ জন ব্যক্তি লোহার রড ও লাঠিসোটা দিয়ে ইলেক্ট্রিক মিস্ত্রি আনিছুর কে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। সে সময় তারা রফিকুলের বাড়িঘর ভাংচুর করে এবং আনিছুর কে শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে আনিছুর কে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তার ভাই মোকলেছুর রহমান সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকার মালামাল জব্দ


    নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ৪৩ হাজার ৭০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। মঙ্গলবার ভোরে সাতক্ষীরার বৈকারী, পদ্মশাখরা, বাঁকাল, কাকডাঙ্গা ও মাদরা সীমান্তে অভিযান চালিয়ে এ সব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ভিভেল শ্যাম্পু, গরু, চকলেট বাজি ও চা পাতা । তবে, বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
    বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন বৈকারী, পদ্মশাখরা, বাঁকাল, কাকডাঙ্গা ও মাদরা সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামাল গুলো জব্দ করে। জব্দকৃত এ সব মালামালের মূল্য ৪ লাখ ৪৩ হাজার ৭০০ টাকা বলে বিজিবি আরো জানায়।
    সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সাতক্ষীরায় কৃষি শুমারি উপলক্ষে র‌্যালি

    সাতক্ষীরায় কৃষি শুমারি উপলক্ষে র‌্যালি


    নিজস্ব প্রতিনিধি: “কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি” স্লোগানে সাতক্ষীরায় কৃষি শুমারি-২০১৯ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে । র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মো. আইয়ুব হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জোনাল অফিসার মো. ইমরুল হোসেন, মো. আব্দুস সামাদ, শামসুল আলম, মোশারফ হোসেন, রিফা সানজিদা মুনিয়া, কাজী সিদরাতুল মুনতাহা, আমিনুর ইসলামসহ মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালনা সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণনাকর্মীবৃন্দ। উল্লেখ্য, মাঠ পর্যায়ে কৃষি শুমারি কার্যক্রম আগামী ২০জুন পর্যন্ত চলবে।

  • সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে মাত্র ১ দিনে ৭ ব্যাগ রক্ত প্রদান


    নিজস্ব প্রতিবেদক :
    সুন্দরবন ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে অসহায় মুমূর্ষ রোগীদের বিনামূল্যে রক্ত প্রদান করা হয়েছে। গত দুইদিনে ৭জন মুমূর্ষ রোগীকে রক্ত প্রদান করা হয়েছে। এদের মধ্যে রক্তদাতা ইউসুফ দিয়েছেন বি পজেটিভ, আব্দুল কাদের বি পজেটিভ, আমিনুর এ পজেটিভ, নুর আলম ও পজেটিভ, আব্দুল গফফার ও পজেটিভ, জাহানুর এবি পজেটিভ, রাজু ও পজেটিভসহ মোট ৬ ব্যাগ রক্ত স্বেচ্ছায় প্রদান করেন। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিনামূল্যে অসহায় মুমূর্ষ রোগীদের রক্ত প্রদান করে যাচ্ছেন। জেলার প্রত্যান্ত অঞ্চলের বহু অসহায় মুমুর্ষ রোগী সংগঠন থেকে বিনামূল্যে রক্ত পেয়ে উপকৃত হচ্ছেন। এছাড়া ১০ জুন যশোরের বাগ আচড়ায় একজন মুমূর্ষ অপারেশনের রোগীকে ২ ব্যাগ রক্ত প্রদান করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। রক্ত প্রদান করার সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি ডাঃ ইসরাইল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান জেমস, মহিবুল্লাহ প্রমুখ।

  • ফেনসি ও মদখোরদের মিছিল ঠেকাতে বিজিবি জোয়ানদের লাঠি চার্জ


    ভোমরা প্রতিনিধি ঃ যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সঙ্গে উৎযাপিত পবিত্র ঈদুল ফিতরের দিনটি ছিল মাদক সেবীদের দখলে। পবিত্র ঈদ উৎসবের দিনে ভোমরা সীমান্ত জুড়ে ছিল ফেনসি ও মদ খোরদের অবাধ বিচরন। এক মাস সিয়াম সাধনার পর শওয়াল মাসে পবিত্র ঈদুল ফিতর উৎসবে ভোমরা বন্দরসহ সমগ্র সীমান্ত অঞ্চল ভাসছিল মাদকের ¯্রােতে। ভোমরা সীমান্তে ফেনসি ও মদখোরদের মটরসাইকেল এর বহর ঠেকাতে বিজিবি সদস্যরা নাজেহাল হয়ে পড়ে। বহিরাগত মাদক সেবীদের মিছিল ঠেকাতে বিজিবি সদস্যরা এলোপাতাড়ি লাঠি চার্জ করে। বিজিবির লাঠি চার্জে অনেক মাদক সেবী আহত হয়ে সীমান্ত এলাকা থেকে পালিয়ে যায়। আবার অনেক মাদক সেবীকে সাময়িক শাস্তি হিসাবে পুকুরে নামিয়ে ডুব দিয়ে ছেড়ে দেয় বিজিবি জোয়ানরা। এর পরেও লজ্জাহীন ভাবে ফেনসি ও মদ পানের উদ্দেশ্যে ওই সব বখাটে উচ্ছৃঙ্খল মাদক সেবীরা জীবনের ঝুকি নিয়ে মাদক পানের নেশায় সীমান্ত পেরিয়ে প্রবেশ করছে ভারত ভুখ-ে। অভিযোগ উঠেছে, মাথা পিছু ১০০ টাকা ঘুষ দিলে নাকি অনায়াসে ভারত ভুখ-ে যেয়ে ফেনসি ও মদপান করে পুনঃরায় নির্ভয়ে দেশে ফেরা যায়। এমন ঘটনা ঘটছে অহরহ। অভিযোগে আরো জানা যায়, একদিকে সীমান্ত রক্ষিদের মাদক বিরোধী অভিযান অন্যদিকে নগদ ১০০ টাকা উৎকোচ নিয়ে মাদক পানে ভারতে প্রেরণ। সুতরাং এই দ্বিমুখী শাসন-সোহাগের দোলাচলে ভোমরা সীমান্তে চলছে মাদক সেবীদের নৈরাজ্য। পাখি ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ভোমরা ও লক্ষ্মীদাঁড়ী সীমান্ত থাকে মাদক সেবীদের নিজস্ব দখলে। দেখলে মনে হয়, প্রশাসন যন্ত্র যেনো বিকল হয়ে মুখ থুবড়ে পড়েছে। এই জীবনঘাতী মাদকের আগ্রাসী ছোঁবলে আক্রান্ত মাদক সেবীদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ করা কোন প্রশাসনিক ব্যবস্থা নেই। বহিরাগত মাদক সেবীদের দৌরাত্বে ভোমরা সীমান্তবাসী আতংকিত হয়ে পড়ছে। যেকোন মুহুর্তে এইসব মাদক সেবীরা নেশার পয়সা সংগ্রহ করতে সীমান্ত অঞ্চলে চুরি, সিনতাই, রাহাজানী ও জীবননাশসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে এক দুর্বিসহ ঘটনা সৃষ্টি করতে পারে এমন আশংকা করছেন বন্দর সংশ্লিষ্ট সুধি সমাজ। বিষয়টি বিজিবির উর্দ্ধতন কর্মকর্তাকে সরেজমিনে তদন্তপূর্বক খতিয়ে দেখে মাদকের আগ্রসী ছোঁবল থেকে এলাকার যুবসমাজকে রক্ষার জন্য বন্দর সংশ্লিষ্ট সুধিমহল জোর দাবি জানিয়েছেন।

  • সাতক্ষীরার বাইপাস সড়ক সংলগ্ন কুচপুকুর এলাকা থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার

    সাতক্ষীরার বাইপাস সড়ক সংলগ্ন কুচপুকুর এলাকা থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার


    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বাইপাস সড়ক সংলগ্ন কুচপুকুর এলাকায় মুকুল হোসেন (৪৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের বাইপাস সড়কের ইটভাটা সংলগ্ন কুচপুকুর এলাকা থেকে মুখ, হাত ও পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মুকুল হোসেন সাতক্ষীরা শহরের বাঁকাল ইসলামপুর এলকার বাসিন্দা।
    প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঐ এলাকায় মুখ, হাত ও পা বাঁধা অবস্থায় এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। লাশ থেকে এ সময় দুর্গন্ধ ছুড়ছিল। ধারনা করা হচ্ছে, দুই তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
    সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ নিহত মুকুলের লাশ উদ্ধার করে। উদ্ধারের সময় তার মুখ হাত ও পা বাধা ছিল। তার বিরুদ্ধে সদর থানায় ৩০টিরও বেশী চুরির মামলা রয়েছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে

  • আনোয়ার হোসেন আনু’র অকাল মৃত্যুতে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের শোক

    আনোয়ার হোসেন আনু’র অকাল মৃত্যুতে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের শোক


    প্রেস-বিজ্ঞপ্তি ঃ সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য সবার প্রিয় মো. আনোয়ার হোসেন আনু’র অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ। রাজনৈতিক, ক্রীড়াঙ্গণ ও সাংস্কৃতিক সংগঠন একজন দক্ষ কর্মী প্রিয় মানুষকে হারালো। রাজনৈতিক, ক্রীড়াঙ্গণ ও সাংস্কৃতিক অঙ্গণে তার এ ক্ষতি কখনও পুরণ হওয়ার নয়। মরহুম আনোয়ার হোসেন আনু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, সিনিয়র সহ-সভাপতি মো. আহম্মাদ আলী সরদার, সাধারণ সম্পাদক ইকবল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলীসহ সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

  • সাতক্ষীরার স্বাস্থ্য খাতের টেন্ডারের সকল কাগজপত্র তলব করেছে দুদক

    সাতক্ষীরার স্বাস্থ্য খাতের টেন্ডারের সকল কাগজপত্র তলব করেছে দুদক


    নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর হাসপাতালসহ অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে ঘিরে দুর্নীতি দমন কমিশন-দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা সামসুল আলম তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হয়ে পূর্ণ তদন্তের জন্য টেন্ডার সংক্রান্ত সমুদয় কাগজপত্র তলব করেছেন। গত ২২ মে এসব কাগজপত্র চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে পত্র দিয়েছেন। এরই প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (শৃঙ্খলা) ডা. কামরুন নাহার সাতক্ষীরা সিভিল সার্জনকে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণের জন্য গত মাসের ২৯ মে এক পত্রে নির্দেশ দিয়েছেন।
    সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত ২০১৭-১৮ ও ১৮-১৯ অর্থ বছরে যে সমস্ত টেন্ডারের মাধ্যমে স্বাস্থ্য যন্ত্রাংশ ক্রয় করা হয়েছে তার সমুদয় কাগজপত্র প্রেরণ করতে বলা হয়েছে। প্রেরিত পত্রে দুদক কর্মকর্তার বরাত দিয়ে ০০.০১.০০০০.৫০২.০১.০৭৪.১৮.২০৫৭৭ নং স্মারকে বলা হয়েছে অথরাইজেশন লেটার জালিয়াতি করে দরপত্রে উচ্চ মূল্যে মালামাল দেখিয়ে নিম্নমানের মালামাল সরবরাহ, দরপত্র অনুযায়ী মালামাল সরবরাহ না করে বিল উত্তোলনপূর্বক কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগসমূহ অনুসন্ধানের স্বার্থে (১) বিগত ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থ বছরে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সিভিল সার্জন অফিসে টেন্ডারের মাধ্যমে স্বাস্থ্য যন্ত্রপাতি ক্রয়ের প্রাক্কলন, দরপ্রস্তাব সমুহ, দরপত্রের প্রশাসনিক অনুমোদনপত্র, অর্থ বরাদ্দপত্র, ক্রয়কৃত মালামালের বাজার দর তালিকা, প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, ইটিএন, এনআইডিসহ সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র (২) টেন্ডার সিকিউরিটি ও পারফরমেন্স সিকিউরিটি চাহিত তথ্যাদি জরুরী ভিত্তিতে উপ-পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, সেগুন বাগিচা, ঢাকা বরাবর প্রেরণ করতে বলা হয়েছে।
    এর আগে, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আন্দোলন মুখে স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক তদন্ত দল গঠন করে নিজে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসে এসে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পান। কিন্তু এখনও বিপুল পরিমাণ স্বাস্থ্য যন্ত্রাংশ ক্রয়ের নামে ১৮ কোটি টাকা লুটপাটকারীরা এখনও বহালতবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। কোন কিছুই হবে না, সব কিছুই ম্যানেজ করা হয়েছে- এমন মন্তব্যও করছেন সংশ্লিষ্টরা। বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের সাথে সংশ্লিষ্ট সাবেক সিভিল সার্জন ডা. তৌহিদুর রহমান, স্টোরকিপার একেএম ফজলুল হক ও হিসাবরক্ষক আনোয়ার হোসেন সব কিছুই ম্যানেজ করতে দৌড়ঝাপ অব্যাহত রেখেছেন।
    সম্প্রতি হিসাবরক্ষক আনোয়ার হোসেনের এক প্রতিবেশি নাম প্রকাশ না করার শর্তে জানান, রোজার মধ্যে প্রচন্ড গরম পড়ায় এবার তিনি বাড়ির জন্য দুটি এসি ক্রয় করেছেন। কি পদে চাকরি করেন আর কত টাকা আয় করেন যার বাড়িতে একই সঙ্গে দুটো এসি লাগানো হয় তার সততা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
    এদিকে দুদক কর্তৃক প্রেরিত পত্রের ব্যাপারে সাতক্ষীরার বর্তমান সিভিল সার্জন ডা: রফিকুল ইসলাম জানান, দুদক ও স্বাস্থ্য অধিদপ্তরের পত্র আমি ঈদের আগেই পেয়েছি। তাদের সংশ্লিষ্টদের চাহিদা অনুযায়ী সমুদয় কাগজপত্র পাঠানোর প্রস্ততি চলছে। ঈদের বন্ধের কারণে পাঠানো সম্ভব হয়নি। অতি দ্রুত এসব কাগজপত্র দুদকে প্রেরণ করা হবে।

  • সাতক্ষীরায় নিখোঁজ স্ত্রীর সন্ধানের দাবি স্বামীর


    নিখোজ স্ত্রীর সন্ধানের দাবিতে সাধারণ ডায়েরি করেছেন পুরাতন সাতক্ষীরা এলাকার গোলাম ইয়াহিয়ার ছেলে সিদ্দিকুর রহমান। সোমবার রাতে তিনি সাতক্ষীরা সদর থানায় এ ডায়েরি করেন। যার নং- ৪৭৮।
    ডায়েরি সূত্রে জানা গেছে, সিদ্দিকুর রহমানের স্ত্রী মোছা : খুকুমনি ১০ জুন ভোরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও তার কোন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। নিখোঁজ স্ত্রীর সন্ধান পেলে ০১৭৯৮ ৫২২১৪৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সিদ্দিকুর রহমান।

  • সাতক্ষীরার আখড়াখোলার বোবা মঞ্জুয়ারা ৬ দিন ধরে নিখোঁজ

    সাতক্ষীরার আখড়াখোলার বোবা মঞ্জুয়ারা ৬ দিন ধরে নিখোঁজ


    স্টাফ রিপোটার: সাতক্ষীরার সদর উপজেলার বয়রখোলা (আখড়াখোলা বাজার সংলগ্ন) গ্রামের মোঃ ওসমান গণির মা মঞ্জুয়ারা ৬ দিন ধরে নিখোঁজ আছে। তার খোজ পেতে জেলার বিভিন্ন অঞ্চলে খুজে বেড়াচ্ছেন তার একমাত্র পুত্র মোঃ ওসমান গণি। কিন্তু তার জন্মদাতা মা কোথায় আছেন তা খুজে পাচ্ছেন না। ওসমান গণি জানান, বাড়ির কাউকে না জানিয়ে আখড়াখোলা বাজার থেকে ঈদের আগের দিন সাতক্ষীরার উদ্দেশে রওনা হয়। একটি ইজি বাইকে করে ঐ দিকে যেতে দেখে। পরে ঐ ইজি বাইক মালিক জানান, মঞ্জুয়ারাকে সাতক্ষীরা সদর থানার সামনে নামিয়ে দেয়া হয়। তারপর থেকে কোন খোজ নাই। পরনে ছিল লাল ছাপা রঙের ম্যাকসি মাথার চুল লাল। মঞ্জুয়ারা কথা বলতে পারেন না। তিনি বোবা। যদি কোন সহৃদয়বান তাহার কোন সন্ধান পেয়ে থাকেন বা এরূপ মহিলাকে দেখে থাকেন তাহলে তার পুত্র মো:ওসমান গনি, আখড়াখোলা বাজার, সদর উপজেলা সাতক্ষীরা (০১৭১৪৯০৫৬৮৫) নম্বরে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ করেছেন।