Category: শ্যামনগর

  • শ্যামনগরে বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে গায়ে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

    শ্যামনগরে বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে গায়ে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু


    শ্যামনগর ব্যুেেরা :
    সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় আটুলিয়া চুনার ব্রিজ সংলগ্ন এলাকায় বিদ্যুতের মেইন লাইনের তার ছিড়ে গায়ে পড়ে আব্দুর রহমান (৭) নামে এক শিশুর আকস্মিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় ঘটনাটি ঘটে। নিহত আব্দুর রহমান ওই এলাকার গফুর গাজীর ছেলে। গফুর গাজী জানান তাদের বাড়ির পাশ দিয়ে বিদ্যুতের মেইন লাইন গেছে। সকালে রহমান বাড়ির উঠানে ঘুড়ি ওড়ানো খেলা করছিলো। এ সময় হঠাৎ মেইন লাইনের তার ছিড়ে তার গায়ে পড়ে এতে তার পিঠের বিভিন্ন অংশ পুড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

  • লকডাউন ও আসন্ন রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকটের আশঙ্খা


    আব্দুল হান্নান : আবারো লকডাউন নড়েচড়ে বসেছে অসাধু ব্যবসায়ীরা। লকডাউনের খবর শুনেই পন্য গুদামজাতে ব্যস্ত হয়ে পড়েছে এসকল অসাধু ব্যবাসায়ী। এসকল অসাধূ ব্যবসায়ীর বদ্ধমূল ধারনা লকডাউনের মেয়াদ আরো বাড়তে পারে এবং তারসাথে যোগ হয়েছে আসন্ন পবিত্র রমজান মাস। এমনিতেই রমজান মাসের শুরুতে ব্যবসায়ীরা পন্য গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে মূল্য বৃদ্ধি করে থাকে এরইসাথে লকডাউনের কড়াকড়িতে অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় মালামালের দাম বাড়িয়ে ক্রেতাদের স্বাভাবিক জীবনকে দূর্বিষহ করে তুলতে পারে। অনেক ব্যবসায়ী ইতিমধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রবাদি গুমাতজাত করে ক্রেতাদের ঐসকল পন্য নাই বলে ফিরিয়ে দিচ্ছে। এদিকে আগামী সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষনার পর থেকে উপজেলার সকল বাজারে ক্রেতাদের কেনাকাটা বেড়ে গেছে। লকডাউন শুরু হলে সবকিছু বন্ধ হয়ে যাবে এই আশঙ্খা সকলের মাঝে। স্থানীয় প্রশাসন আশ্বস্থ করলেও ক্রেতাদের মধ্যে বিরাজ করছে এক ধরনের অস্থিরতা। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা সংকট তৈরি করে বাজার ব্যবস্থা অস্থিতিশীল করতে পারে বলে ধারনা সূধীজনের। এ বিষয়ে শ্যামনগরের বিশিষ্ট সমাজসেবক মনিরুজ্জামান বলেন, “স্থানীয় প্রশাসন কঠোরভাবে বাজার মনিটরিং করে অসাধূ ব্যবসায়ীদের আইনগত ব্যবস্থা নিলে বাজারে কৃত্রিম সংকট ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি হবে না” তিনি স্থানীয় প্রশাসনকে কঠোরভাবে বাজার মনিটরিংয়ের আহবান জানান।
    লকডাউন এবং আসন্ন রমজানকে কেন্দ্র করে অসাধূ ব্যবসায়ীরা কৃত্রিম সংকট ও দ্রব্যমূল্যের দাম বাড়াতে না পারে সেজন্য প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি বাজার মনিটরিং করে বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখুক এটাই আশা করে ভোক্তাসাধারণ।

  • শ্যামনগরে মৎস্যজীবি পরিবারের নারী সদস্যদের পুষ্টি, খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্য বিধি বিষয়ক প্রশিক্ষন

    শ্যামনগরে মৎস্যজীবি পরিবারের নারী সদস্যদের পুষ্টি, খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্য বিধি বিষয়ক প্রশিক্ষন


    শ্যামনগর ব্যুরো :শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ এ্যান্ড এ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, করোনা ভাইরাস ও আম্পানের ক্ষতিগ্রস্থ শ্যামনগরে মৎস্যজীবি পরিবারের নারী সদস্যদের পুষ্টি, খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্য বিধি বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা হলরুমে দিনব্যাপি এ প্রশিক্ষন ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। বক্তব্য শেষে প্রশিক্ষন ক্যাম্প উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠান সমন্বয়কারী ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। প্রশিক্ষক ছিলেন- এফএও, খুলনা, ড. মুহাঃ রফিকুল ইসলাম। শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সুন্দরবন উপকূলীয় কালিঞ্চী ও গোলাখালী গ্রামের ২০ টি পরিবারের মৎস্যজীবি নারী প্রশিক্ষনে অংশগ্রহন করেন।

  • রমজাননগরে গৃহহীনকে বাসগৃহ প্রদান

    রমজাননগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামে সাতক্ষীরা ওযার্ল্ড ব্রাদার্স সার্কেল এর অর্থায়নে ও হিলফুল ফুযুল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় মৃত বিলাত গাজীর স্ত্রী , হত দরিদ্র , গৃহহীন মোছাঃ রমিহা বেগমকে একটি বাসগৃহ নির্মাণ পূর্বক হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪ টায় উক্ত বাসগৃহের চাবি প্রদান করে দোয়া ও উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ওয়ার্ল্ড ব্রাদার্স সার্কেলের শ্যামনগর উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান , সাংবাদিক নুরুন্নবী ইসলাম ইমন, হিলফুল ফুযুল ফাউন্ডেশনের সভাপতি মুহিত মুন্না , মাওলানা আব্দুল মজিদ, মাওলানা হুসাইন বিন আবতাব , মাওলানা আবুল কাসেম , হিলফুল ফুযুল ফাউন্ডেশনের সদস্য মোঃ ওমর ফারুক । এ ছাড়া উক্ত অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠী পরিবারের সদস্যবৃন্দ , হিলফুল ফুযুল ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হিলফুল ফুযুল ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা মহসিন আলম।

  • শ্যামনগরে মুন্ডা সম্প্রদায়ের আঞ্চলিক কর্মশালা

    শ্যামনগরে মুন্ডা সম্প্রদায়ের আঞ্চলিক কর্মশালা

    নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার দিনব্যাপী শ্যামনগর উপজেলায় কাপেং ফাউন্ডেশন ও সামসের আয়োজনে মুন্সিগঞ্জ কার্যালয়ের প্রশিক্ষণ সেন্টারে “ মুন্ডা জাতির বর্তমান অবস্থা ” শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
    সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার সভাপতি মিঃ গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে ও সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডার পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ^রীপুর মিশন প্রধান ফাদার লুইজি, সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন, কারিতাস , খুলনা অঞ্চল শ্যামনগরের কর্মকর্তা সুমন কুমার মালাকার ।
    মুন্ডা সম্প্রদায়ের বর্তমান অবস্থা নিয়ে বক্তব্য রাখেন তালা উপজেলার প্রতিনিধি বিশ^জীত মুন্ডা, শ্যামনগর উপজেলার প্রতিনিধি বাহামনি মুন্ডা কয়রা উপজেলার প্রতিনিধি বলাই কৃষ্ণ মুন্ডা । বক্তব্য রাখেন রাম প্রসাদ মুন্ডা , হরিদাশ হালদার প্রমুখ।

  • শ্যামনগর উপজেলায় ইএইচডি প্রকল্পের উদ্বোধন

    শ্যামনগর উপজেলায় ইএইচডি প্রকল্পের উদ্বোধন


    শ্যামনগর ব্যুরো :গতকাল যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র কমনওয়েল্থ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর আর্থিক সহায়তায় কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে “সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা (ইএইচডি)”প্রকল্পের পক্ষ থেকে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান খুলনা মুক্তি সেবা সংস্থা (কেএমএসএস) এর আয়োজনে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় “সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা (ইএইচডি)”প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনম আবুজর গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমএসএস-এর নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মঞ্জু।
    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহীনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, সাংবাদিকবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারি বেসরকারি দপ্তর প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইএইচডি প্রকল্পের পার্টনার অর্গানাইজেশন আইসিডিডিআর’বি, ডিআরআরএ এবং আরএ্ইচস্টেপ-এর প্রতিনিধিগণ। ইএইচডিপ্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন কেএমএসএস এর ডিভিশনাল প্রোগ্রাম কো-আর্ডিনেটর নরেশ চন্দ্র দাস।

  • শ্যামনগরে পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষন সমাপ্ত


    শ্যমনগর ব্যুরো : বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর পুষ্টি ইউনিটের উদ্যোগে বিভিন্ন শাকসবজি, ফলের পুষ্টি ও স্বাস্থ্য বিষয়ের উপর ৪ দিন ব্যাপি প্রশিক্ষন ক্যাম্প গতকাল শেষ হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলা কৃষি ভবনের সভাকক্ষে এ প্রশিক্ষন ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা সাবেক ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মহসীন-উল-মুলক-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন ৪ দিন ব্যাপি প্রশিক্ষন ক্যাম্প উদ্বোধন করেন। প্রশিক্ষক ছিলেন- বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের সদস্য পরিচালক ও পুষ্টি বিজ্ঞানী ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ জন শিক্ষক, কৃষি দপ্তরের ২ জন প্রতিনিধি, মৎস্য অফিস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তর ও প্রাণী সম্পদ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের মোট ৩০ জন প্রতিনিধি প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।

  • মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ভারত মৈত্রী অটুট থাকুক প্রতিপাদ্যে আলোচনা সভা

    সংবাদ বিজ্ঞপ্তি : “মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ ভারত মৈত্রী অটুট থাকুক” এই প্রতিপাদ্যকে সামনে ২৫ মার্চ ২০২১ গণহত্যা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে সাতক্ষীরা পুরাতন আইনজীবী সমিতি ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় সাতক্ষীরা সচেতন নাগরিক কমিটির আহবায়ক ও সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে এবং সচেতন কমিটির সদস্য সচিব এড. আল মাহমুদ পলাশের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এড. ওসমান গণি, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সুবোধ চক্রবতী, সভাপতি, সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, দীপালোক একাডেমির এড. অরুণ ব্যানার্জী, বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, বাসদ সংগঠক এড খগেন্দ্রনাথ ঘোষ, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, পেশাজীবী পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক আহসান হাবিব, হোমিওপ্যাথী প্রতিষ্ঠানিক শাখার সভাপতি ডা. আব্দুর রহমান হাবিব, প্রভাষক কিংকর মন্ডল, নজরুল ইসলাম, কেয়ামউদ্দীন গাজী, মোনরঞ্জন বন্দোপধ্যায়, এড. পংকজ সরকার, এড. সুনীল, শফিকুল ইসলাম প্রমুখ।
    সভায় বক্তারা বলেন সাতক্ষীরায় ১১টি বদ্ধ ভূমি সংরক্ষণ করতে হবে এবং সংস্কারের জোর দাবি জানানো হয়। এছাড়া স্বাধীনতার স্বপক্ষে দেশের মানুষদেরকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার আহ্বান জানানো হয়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতক্ষীরার শ্যামনগর যশোরেশ্বরী মন্দিরে আগমন উপলক্ষ্যে উপস্থিত সকলের আন্তরিকভাবে ধন্যবাদ জানায়। এছাড়া সাতক্ষীরায় ২৫ মার্চ গণহত্যার বিচার করতে ও শহীদদের স্মৃতি সংরক্ষণের দাবি জানানো হয়।। অনুষ্ঠান শেষে সারা দেশের ন্যায় মোমবাতি প্রজ্বলন করা হয়।

  • শ্যামনগরের জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সভা

    শ্যামনগরের জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সভা

    নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরে জলবায়ু পরিষদের উদ্যোগে গতকাল ২৩ মাচ মঙ্গলবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত শ্যামনগরে জলবায়ু পরিষদের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন জলবায়ু পরিষদের সভাপতি উপাধ্যক্ষ নাজিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক- ই- এলাহী, শিক্ষক সাংবাদিক রঞ্জিত বর্মন , বীর মুক্তিযোদ্ধা সদস্য নজরুল ইসলাম, নকশি কাঁথা নির্বাহী পরিচালক , জলবায় পরিষদের সদস্য চন্দ্রিকা ব্যানার্জি, অধ্যাপিকা ও জাতীয় মহিলা সংস্থার সভাপতি শাহানা হামিদ, ডাক্তার আলী আশরাফ , আতরজান মহিলা মহাবিদ্যালয় এর সহযোগী অধ্যাপক দেব প্রসাদ মন্ডল জলবায়ু পরিষদের ভলেন্টিয়ার আব্দুল হালিম, শেফালী পারভীন, মাকসুদুর মিলন ,গৌতম সরদার, পূজা ঘোষ প্রমূখ। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ আশেক ই এলাহী।
    সভায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা ও দুর্যোগ সচেতনতা মুলক আলোচনা ও স্থানীয় জন প্রতিনিধিদের সাথে উপকূলীয় বাঁধ রক্ষায় স্থানীয় সরকারকে সম্পৃক্ত করা । হলে বর্তমান অবস্থা স্থানীয় অভিযোজন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় দুর্যোগ পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলে শ্যামনগরে পদ্মাপুকুর ইউনিয়নে স্থানীয় অভিযোজনে কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে।

  • মোদীর আগমনে ঈশ্বরীপুরে উৎসবের আমেজ

    মোদীর আগমনে ঈশ্বরীপুরে উৎসবের আমেজ


    শ্যামনগর ব্যুরো :
    বাংলাদেশের অন্যতম একটি স্মৃতিবহুল স্থানের নাম ঈশ্বরীপুর। একেবারেই অজপাড়া টি এখন সেজেছে নতুন রুপে। যেখানে একসময় রাজা-বাদশাদের পদচারণায় মুখরিত ছিল। সেটি এখন শুধু স্মৃতিই। এখানেই ছিল যশোরের রাজা প্রতাপাদিত্যের রাজধানী। প্রতাপাদিত্যের রাজধানীতে দীর্ঘকাল কোন নামি দামী মানুষের পদার্পণ ঘটেনি।
    তবে হঠাৎ করেই এই এলাকাটি দেশের গন্ডি পেরিয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাড়িয়েছে । দীর্ঘদিনের নিস্তব্ধতা ভেঙে কর্মাচঞ্চল হয়ে পড়েছে ঈশ্বরীপুর গ্রামটি। এই গ্রামে আগামী ২৭ মার্চ রাজার বেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
    মোদির আগমনকে ঘিরে ঈশ্বরীপুরে এখন উৎসবের আমেজ। প্রতাপাদিত্যের রাজধানী ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দিরে তিনি পূজায় অংশগ্রহণ করবেন । সনাতন ধর্মাবলম্বীদের কাছে ৫১ সতীপীঠের অন্যতম পবিত্র স্থান।
    সুত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এখানে নেওয়া হয়েছে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয়। বাংলাদেশ সরকারের প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব সহ বিভিন্ন সংস্থার দায়িত্বশীলরা দাপিয়ে বেড়াচ্ছেন গোটা শ্যামনগরে। নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে ঈশ্বরীপুরকে।
    ঈশ্বরীপুর এ সোবহান মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম সাহা জানান, ভারতীয় প্রধানমন্ত্রীর আগমনে ঈশ্বরীপুর ধন্য। আমরা তার শুভ আগমনের প্রহর গুনছি। প্রতিদিন ঈশ্বরীপুরের আকাশে হেলিকপ্টার ওঠানামা করছে । বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঈশ্বরীপুরে আসছেন এটি আমাদের গর্ব। ভারতীয় প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত প্রতাপাদিত্যের ঈশ্বরীপুর।

  • নরেন্দ্র মোদির শ্যামনগর সফরকে ঘিরে র‌্যাবের মহড়া

    নরেন্দ্র মোদির শ্যামনগর সফরকে ঘিরে র‌্যাবের মহড়া

    শ্যামনগর ব্যুরো : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে শ্যামনগরে র‌্যাবের প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৩ মার্চ সকাল ১১টায় সাতক্ষীরা র‌্যাব- ৬ এর এক প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা শ্যামনগর কালিগঞ্জ প্রধান সড়কে মোটরসাইকেল ও মোটর গাড়ি নিয়ে সাইরেন বাজিয়ে জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষার ব্যাপারে সজাগ করে দেন। পরে বংশীপুর মোড় হতে যশোরেশ্বরী কালী মন্দির এলাকার আশেপাশের সড়কগুলোতে মহড়া দেন। ভারতের প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে তারা জানান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা র‌্যাব -৬ কমান্ডিং অফিসার সিনিয়র এএসপি বজলুর রশিদ ও এএসপি শফিকুর রহমান।
    র‌্যাব কর্মকর্তারা আরো বলেন এ সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করবেন র‌্যাব সদস্যরা। শারীরিক তল্লাশির পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধার শনাক্তে বিশেষ পারদর্শী দল অংশ নেবে। র‌্যাবের ডগ স্কোয়াডও গাড়ি তল্লাশিতে অংশ নেবে। ভারতের প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সব ধরনের কার্যক্রম গ্রহণ করবেন।

  • ভারতের হাইকমিশনার শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দির ও ঐতিহাসিক শাহী মসজিদ পরিদর্শন

    ভারতের হাইকমিশনার শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দির ও ঐতিহাসিক শাহী মসজিদ পরিদর্শন

    শ্যামনগর ব্যুরো : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্যামনগরে আগমনকে ঘিরে সাতক্ষীরা জেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতিতে কোন ঘাটতি নেই। ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গতকাল ২০ মার্চ সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি পর্যবেক্ষণ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোড়াইস্বামী। তিনি ১২ টায় ৩০ মিনিটে যশোরেশ্বরী কালীমন্দিরে সাপ্তাহিক পূজায় অংশ গ্রহণ করে পূজা দেন। পরবর্তীতে তিনি ভারতীয় প্রধান মন্ত্রীর জন্য নির্মিত বিশ্রামাগার,মন্দির প্রাঙ্গণ, মন্দিরের নবনির্মিত রাস্তা এবং ৪টি হেলিপ্যাড এলাকা পরিদর্শন করেন। পরে মুঘল আমলে নির্মিত ঐতিহাসিক শাহী মসজিদ পরিদর্শন করেন এবং ঘুরে ঘুরে মসজিদটির নির্মানধীন মিনারে কাজ দেখেন।


    এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না প্রটোকল অফিসার অমরিশ কুমার, এডিশনাল ডিআইজি (ক্রাইম) নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম আবুজর গিফারী, সহকারী কমিশনার মোঃ শহীদুল্লাহ, থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা, বংশীপুর ঐতিহাসিক শাহী মসজিদের সভাপতি এ্যাডঃ আবুবকর সিদ্দিক ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ জি,এম, শোকর আলী প্রমুখ।

  • বীর মুক্তিযোদ্ধা নসির সরদার এর নামাজে জানাজা অনুষ্ঠিত

    বীর মুক্তিযোদ্ধা নসির সরদার এর নামাজে জানাজা অনুষ্ঠিত

    বীর মুক্তিযোদ্ধা নসির সরদার এর নামাজে জানাজা গুমানতলী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় পূর্বে মরহুমের প্রতি গার্ড অফ অনার প্রদর্শন করা হয়।

    শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নেতৃত্বে একদল চৌকশ পুলিশ বাহিনী গার্ড অব অনার প্রদান করেন।জানায় অংশ নেন সাবেক সাংসদ একে ফজলুল হক, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, জাসদ কেন্দ্রিয় উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জাসদ শ্যামনগর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন-অর-রশীদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহাসীন উল মূলক, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এড. সাবেক চেয়রম্যান সাদেকুর রহমান, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও দৈনিক দক্ষিনের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী, ও সাতক্ষীরা কেন্দ্রিয় সমবায় ব্যংকের চেয়ারম্যান খলিলুল্লাহ ঝড়ুুসহ অনেকেই।

  • শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

    শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু


    শ্যামনগর ব্যুরো : শ্যামনগরে পানিতে ডুবে ফুরকান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ১০ ফেব্রুয়ারি বধুবার বিকাল ৫.৩০ মিনিটে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় এর ইংরেজি প্রভাষক জি এম ওমর ফারুকের ছোট ছেলে ফুরকান পানিতে ডুবে মারা গেছে। প্রভাষক ওমর ফারুক প্রতিবেদক জানান, আমার শশুর বাডড়ি কৈখালী ইউনিয়নে মল্লিক পাড়া গ্রামের রাশিদুল মল্লিক। এখানে থাকা অবস্থায় আমার ছোট ছেলে ফুরকান পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
    ১১ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ জানাজার নামাজ শেষে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামে পারিবারিক কবর স্থানে দাফন কাজ শেষ করা হয়ছে। এলাকা বাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিছে।

  • শ্যামনগর উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে চলছে কোম্পানির বিরামহীন বিজ্ঞাপন

    শ্যামনগর উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে চলছে কোম্পানির বিরামহীন বিজ্ঞাপন


    নিজস্ব প্রতিনিধি:
    তামাক কোম্পানির বিজ্ঞাপণ বন্ধে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষে শ্যামনগর এর বিভিন্ন হাটে-বাজারে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন প্রদর্শনের বিরুদ্ধে উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর বিকাশ চন্দ্র সরকার এর নেতৃত্বে নকিপুর বাজার ও শ্যামনগর বাস স্টান্ডে গত ৮/০২/২০২১ তারিখে মোবইল কোট পরিচালনা করা হয় এবং সমস্ত অবৈধ বিজ্ঞাপন অধিকতর জনসমাগম স্থলে পুড়িয়ে ধংস করা হয় ।

    উক্ত মোবাইল কোটটি দি -ইউনিয়ন ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের সার্বিক সহযোগিতায় বড়কুপট গনচেতনা ফাউন্ডেশন এর বাস্তবায়নে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এনজিও বড়কুপট গনচেতনা ফাউন্ডেশন এর পরিচালক জানান, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ( নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন সম্পুর্ন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাজার ও স্টান্ডে মুদিখানা এবং চায়ের দোকানে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করতে দেখা যাচ্ছে। যা জনকল্যাণে প্রনীত ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন এর ৫ ধারার সুস্পষ্ট লঙ্ঘন । কিন্তু উপজেলার সব বাজারে বিভিন্ন তামাকজাত পণ্যের দোকানগুলোতে এই অবৈধ বিজ্ঞাপনে সয়লাব হয়ে গেছে এভাবে চলতে থাকলে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে ধূমপান- মুক্ত ঘোষণা করা প্রধানমন্ত্রীর লালিত সেই স্বপ্ন বাস্তবায়ন কারা সম্ভব হবে না

  • টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

    টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি : জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের টিকা নেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে সাতক্ষীরায় কোভিড-১৯ এর টিকা গ্রহণের কার্যক্রম। সাতক্ষীরা সদর হাসপাতালে রোববার দুপুর ১২টায় এর উদ্বোধন করেন সদর আসনের সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি।
    এরপর একে একে টিকা গ্রহণ করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়েত, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাঞ্জিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহামুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন, বিজিবি’র মাদ্রা কোম্পানী কমান্ডার (মেজর সিটি) নায়েক মীর আবু সাঈদ আহমেদ প্রমুখ।


    সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়েত জানান, সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার থেকে কোভিড-১৯ টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। একটানা ১২ দিন এ কার্যক্রম চলবে। প্রথম দিনে জেলায় ৮৪৬ জনকে টিকা দেওয়া হবে। প্রতিদিন তারা জেলায় এক হাজার ২০০ লোককে টিকা দিতে পারবেন। প্রতি হাসপাতালে ১৬ জন সেবিকা ও ৩২ জন স্বেচ্ছাসেবক টিকা দেয়ার কাজ করছেন।


    সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্ফা কামাল টিকা গ্রহণের পর বলেন, বিশ্বের অনেক ধনী দেশ থাকতেও বাংলাদেশের মত একটি দেশে এত তাড়াতাড়ি টিকা পাওয়া এবং তিনি তা গ্রহণে করতে পারায় নিজেকে গর্বিত বোধ করছেন। তিনি আরো জানান, এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তিনি এ সময় কোন গুজবে কান না দেয়ার আহবান জানান।


    এদিকে রবিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিশিল্ড টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এসময় উপজেলার মধ্যে প্রথম কোভিশিল্ড টিকা নেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিপ্লব মন্ডল। তিনি ছাড়াও প্রথম দিনে টিকা নিয়েছেন উপজেলার মোট ৩৮ জন ব্যাক্তি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. আব্দুল লতিফ বলেন, আমরা এপর্যন্ত দেবহাটা উপজেলাতে ৩৭০ ভায়াল কোভিশিল্ড টিকা পেয়েছি।

    যা থেকে তিনহাজার সাতশ জনকে প্রথম পর্যায়ে এই টিকা দেয়া সম্ভব। কেবলমাত্র যারা অনলাইনে টিকার জন্য আবেদন করেছেন তারা টিকা নিতে পারবেন। তবে প্রথম পর্যায়ে শুধুমাত্র মনোনীত সম্মুখ সারির করোনা যোদ্ধা এবং ৫৫ বছরের উর্দ্ধে বয়স্ক নাগরিকদের কোভিশিল্ড টিকার জন্য অনলাইনে আবেদন করতে পারছেন। বাকিরাও শীঘ্রই কোভিশিল্ড টিকা পাবেন উল্লেখ করে তিনি বলেন, এপর্যন্ত দেবহাটা থেকে প্রায় দেড়শ ব্যাক্তি অনলাইনে টিকার জন্য আবেদন করেছেন। টিকা প্রদানকালে ইউএইচএফপিও ডা. আব্দুল লতিফ, আরএমও ডা. বিপ্লব মন্ডল, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


    কালিগঞ্জে নিজে গ্রহণের মাধ্যমে টিকা কাযক্রমের উদ্বোধন করলেন রুহুল হক এমপি
    অপরদিকে দৈনিক দক্ষিণের মশালের কালিগঞ্জ শহর প্রতিনিধি মুহিবুল্লাহর পাঠানো তথ্য অনুযায়ী¡ রবিবার সকাল সাড়ে ১০টার সময় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক। কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে টিকা নিয়ে টিকা কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর নিজে হাতে একজন ডাক্তার হিসাবে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী কে নিজে হাতে টিকা প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, মেডিকেল অফিসার মোয়াজ আরবার প্রমুখ।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন টিকা নেওয়াতে ভয়ের কিছু নাই। কোন গুজবে কান না দিয়ে নিজের জীবনের নিরাপত্তার বিধানের জন্য নিবন্ধন করে এই টিকা গ্রহন করার অনুরোধ জানান। পরে তিনি হাসপাতালে ঘুরে দেখেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।


    অপরদিকে তালা প্রতিনিধি শাহীনুর রহমানের পাঠানো তথ্যে জানা যায়, তালা হাসপাতালের কোনো ডাক্তার বা নার্স ভ্যাকসিন গ্রহণ করতে রাজি না হওয়ায় অগত্যা জালালপুর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের গ্রাম পুলিশ আমিনুর শেখ (৩১)’র শরীরে টিকা দিয়ে কার্যক্রম উদ্ভোধন করা হয়। তিনি আটুলিয়া গ্রামের মৃত্যু সিরাজ শেখের পুত্র।
    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার মহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভিন পাপড়ি’সহ হাসপাতালের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।
    রবিবার (৭ ফেব্রুয়ারী) অনলাইনে আবেদনকৃত ১৭ জন ব্যক্তিকে টিকা প্রদানের তালিকা ভূক্ত করা হলেও কেহই টিকা নেননি। গ্রাম পুলিশ আমিনুর তালিকা ভূক্ত না হলেও তাকে টিকা প্রদানের মাধ্যমে উদ্ভোধন করা হয়েছে বলে জানা গেছে। এ সময় হাসপাতালের সকল ডাক্তার ও নার্স উপস্থিত থাকলেও তারা টিকা নেননি।
    এ বিষয়টি নিয়ে তালা উপজেলা সদরে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
    গ্রাম পুলিশ আমিনুর বলেন, হাসপাতালের কেহই টিকা নিতে রাজি না হওয়ায় আমি সাহস করে এগিয়ে গিয়ে টিকা নিয়েছি। আমি এখনো সুস্থ আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না।
    ডাঃ রাজিব সরদার বলেন, আজ টিকা কার্যক্রম উদ্ভোধন হয়েছে, পর্যায়ক্রমে আমরাও টিকা নিব। আজ নিলেন না কেন বা হাসপাতালের কেহই টিকা না নেয়ার কারণ জানতে চাইলে তিনি কাজের ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে যান।
    উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, হাসপাতালের ডাক্তার বা নার্সরা টিকা না নেওয়া দুঃখজনক। সবার আগে তাদের টিকা নিয়ে মানুষের মধ্যে ভিতি দূর করতে হবে। তা না হলে সরকারের এ মহতি উদ্দ্যোগ মুখ থুবড়ে পড়তে পারে।

  • শুধু বাঁধ বাঁধলেই হবেনা, বাঁধ সুরক্ষায় গাছ লাগাতে হবে

    শুধু বাঁধ বাঁধলেই হবেনা, বাঁধ সুরক্ষায় গাছ লাগাতে হবে

    নিজস্ব প্রতিনিধি : পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, শুধু বাঁধ বাঁধলেই হবে না, বাঁধ সুরক্ষায় গাছ লাগিয়ে ভরে তুলতে হবে। বাঁধ যাতে আর না ভাঙে সেজন্য গাছ লাগিয়ে জঙ্গল তৈরি করতে হবে। নদীর স্্েরাতের টানে বাঁধ ভাঙন রোধে জেগে ওঠা চর কেটে স্্েরাতেরর দিক পরিবর্তন করতে হবে।

    প্রতিমন্ত্রী শনিবার সকালে সাতক্ষীরার উপকুলীয় উপজেলা আশাশুনি ও শ্যামনগরে সুপার সাইক্লোন আম্পানে বিধ্বস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন।
    তিনি বলেন, ভাঙন কবলিত বাঁধের পাশে নদীর বুকে জেগে ওঠা চরের মাটি কেটে ভাঙনকূল রক্ষা করতে হবে। আর সেখানে গাছ লাগাতে হবে। তবেই টেকসই হবে বেড়িবাঁধ। তা না হলে বাঁধ টিকবে না। প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী বর্ষার আগেই বাঁধ নির্মাণ কাজ শেষ করতে সরকার কাজ করছে। সাতক্ষীরা এবং খুলনার কয়রা এলাকায় সমীক্ষা চালিয়ে টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে প্রকল্পটি একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। উপকূলের ভাঙন কবলিত ১২টি পয়েন্টের বেড়িবাঁধ বাঁধার দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। অধিকাংশ জায়গায় সেনাবাহিনী কাজ সম্পন্ন করেছে। ১২টি প্রকল্পে সেনাবাহিনীকে ৭৫ কোটি টাকা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।


    এ সময় তার সাথে ছিলেন, সাবেক স্বাস্থ্য ও পরিকল্যাণ মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক-এমপি, পানি সম্পদ মন্ত্রালেয়র অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক পরিকল্পনা ডঃ মোঃ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী রফিকউল্লাহ, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের। এর আগে তিনি সকালে আশাশুনি ও শ্যামনগর উপজেলার কামালকাটি, ঘোলা, হিজলিয়া-কোলা, হাজরাখালি ও হরিষখালীর আম্পানে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ পরিদর্শন করেন।