Category: শ্যামনগর

  • শ্যামনগরে হাজী কুরবান সরদান স্বাধীনতা চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন

    শ্যামনগরে হাজী কুরবান সরদান স্বাধীনতা চত্বরের আনুষ্ঠানিক উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি: মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্থায়ীভাবে ধরে রাখতে শ্যামনগরে ১৩ মার্চ মঙ্গলবার বিকাল তিনটায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় হাজী কুরবান আলী সরদার স্বাধীনতা চত্বর। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার আনুষ্ঠানিক ফলক উম্মোচনের মাধ্যমে সুন্দবনাঞ্চলের স্বাধীকারের মশাল প্রজ্জলিতকারী ব্যক্তিত্ব ও ভাষা সৈনিক আলহাজ্ব কুরবান আলী সরদারের স্মৃতিময় স্থানকে স্থায়ী করতে এ ফলক উম্মোচন করা হয়। ফলক উম্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর মহাসিন কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. নাজিমুদ্দিন। জলবায়ু পরিষদ শ্যামনগরের সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহীর স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, জাতীয় মহিলা সংস্থার সভাপতি শাহান হামিদ, জাসদ সভাপতি মুক্তিযোদ্ধা শেখ হারুন অর রশীদ, নকিপুর হরিচরন সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, নকিপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুনীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব কৃষ্ণানন্দ মুখার্জী, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, শ্যামনগর পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, আতরজান মহাবিদ্যালয়ের অধ্যাপক দেবপ্রসাদ মন্ডল, মুন্সিগজ্ঞ কলেজের অধ্যাপক মোশারফ হোসেন, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি ডা: আলী আশরাফ, সাংবাদিক শেখ আফজালুল রহমান, সাংবাদিক আবু সাইদ, শিক্ষক সাংবাদিক রনজিৎ বর্মণ, প্রগতির সমন্বয়কারী শেখ রফিকুল ইসলাম, উন্নয়ন কর্মি পিযুষ আউলিয়া, শিক্ষক আশুতোষ হালদার, নমিতা মন্ডল ও প্রগতির কর্মকর্তা সুপর্ণা কর্মকার, মাসুম বিল্লাহ বেলাল প্রমুখ।

  • শ্যামনগরে আতাউল হক দোলনের নির্বাচনী পথ সভা

    শ্যামনগরে আতাউল হক দোলনের নির্বাচনী পথ সভা

    শ্যামনগর ব্যুরো: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী আতাউল হক দোলনের পথ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার ৮মার্চ শ্যামনগর উপজেলা বংশীপুর মোড়ে নির্বাচনী পথ সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে দলে দলে সমর্থিত জনগন হাজির হয়ে পথ সভাকে জনসমুদ্রের সৃষ্টি করে। এ জনসমুদ্রের জন সভায় সভাপতিত্ব করেন, ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এ্যাড. শোকর আলী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, যুব নেতা গাজী গোলাম মোস্তফা (বাংলা) ও শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কালিগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন প্রধান মন্ত্রীর মনোনীত নৌকা প্রতীকের উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এস, এম, আতাউল হক দোলন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবু বক্কার সিদ্দিক, জেলা পরিষদ সদস্য এস, এম গোলাম মোস্তফা মুকুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আনিসুজ্জামান, নির্বাচন কমিটির নুরনগর ইউপি চেয়ারম্যান বখতিয়ার আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সম আব্দুস সাত্তার, সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খালেদা আইয়ুব ডলি, সাবেক ছাত্রলীগ সভাপতি ও আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান টুটুল সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক ও সমর্থিত জনগন। বক্তাগন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহব্বান জানান।

  • সুন্দরবনের বনদস্যু জামু আটক

    শ্যামনগর ব্যুরো: সুন্দরবনের দস্যু বাহিনীর প্রধান জামির আলী ওরফে জামুকে শ্যামনগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এলাকা সূত্র জানায়, শ্যামনগর উপজেলার সুন্দরবনের গাঁ ঘেষা দ্বীপ পল্লী গোলাখালি গ্রামের ছেমুদ্দি মোল্যার পুত্র সুন্দরবনের বনদস্যু জাকির আলী জামুকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় ভেটখালি বাজার থেকে শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করেছে। এলাকাবাসী জানায়, একাধিকবার ধৃত হয়ে জামু স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসবার প্রতিশ্রুতি দেয়। তারা আরও জানায় জামুর বিরুদ্ধে মাদক ব্যবসা ও জেলে বাওয়ালিদের জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ আছে। জামুকে আটকের খবর পেয়ে বনজীবিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। থানাসূত্র জানায়, ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী হিসাবে জামুকে আটক করা হয়েছে।

  • শ্যামনগরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে  আলোচনা সভা

    শ্যামনগরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা

    শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে শ্যামনগরে আলোচনা সভা ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত।
    বৃহস্পতিবার বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামান। প্রধান অতিথি ছিলেন- জেলা নেতা কালিগঞ্জ কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রধানমন্ত্রীর মনোনীত এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য এস এম গোলাম মোস্তফা মুকুল, জেলা সাংগঠনিক সম্পাদক স,ম আব্দুস সত্তার, গাজী গোলাম মোস্তফা বাংলা, নুরুজ্জামান টুটুল প্রমুখ। বক্তাগণ বলেন, জাতির জনক হাজার বছরের শ্রেষ্ট বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭১-এর ৭ মার্চ ভাষনে উদ্বৃদ্ধ হয়ে বাংলার দামাল ছেলেরা পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধে ঝাপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীন করে। সে স্বাধীনতার ফসল আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। যারা বাংলাদেশকে ভালোবাসেন, জাতির পিতাকে ভালোবাসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন তারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ভোট দিবেন। বক্তব্য শেষে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের মুয়াজ্জিন।

  • শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউল হক দোলনের বর্ধিত সভা

    শ্যামনগর ব্যুরো: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম আতাউল হক দোলনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
    গতকাল ৩ মার্চ রবিবার সকাল ১১ টায় শ্যামনগর জেসি কমপ্লেক্সের হলরুমে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ বখতিয়ার আহমেদ সহ জেলা ও উপজেলা নেতাকর্মীগণ ও সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় শ্যামনগর উপজেলার বিভিন্ন ব্যক্তিবর্গের মতবিনিময় সভা

    সাতক্ষীরায় শ্যামনগর উপজেলার বিভিন্ন ব্যক্তিবর্গের মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিনিধি: গতকাল শনিবার বিকাল ৪ টায় সাতক্ষীরায় বাস টার্মিনাল সংলগ্ন বুশরা ম্যাটস এ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক-ই-এলাহী সভাপতিত্বে শ্যামনগর উপজেলার বিভিন্ন প্রান্তের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় শ্যামনগর উপজেলার উন্নয়নের জন্য বিভিন্ন দাবি দাবা উপস্থাপন করা হয়। তার মধ্যে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ হতে সাতক্ষীরা পর্যন্ত সড়কে সকল প্রকার যান বাহন চলাচল, বিরতিহীন বাসের চলাচল, ঘোলায় দ্রুত ব্রিজ নির্মাণ, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অবিলম্বে মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন চালু করা, টেকসই এবং পরিকল্পিত উপকূলীয় বাঁধ নির্মাণ করাসহ শ্যামনগর উপজেলার উন্নয়নের জন্য বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

  • শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউল হক দোলনের বর্ধিত সভা

    শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউল হক দোলনের বর্ধিত সভা

    শ্যামনগর ব্যুরো: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম আতাউল দোলনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
    গতকাল ৩ মার্চ রবিবার সকাল ১১ টায় শ্যামনগর জেসি কমপ্লেক্সের হলরুমে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী আনিছুজ্জামানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মনসুর আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোঃ বখতিয়ার আহমেদ সহ জেলা ও উপজেলা নেতাকর্মীগণ ও সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

  • শ্যামনগরের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত খোলা আকাশের নিচে চলছে পাঠদান

    শ্যামনগরের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত খোলা আকাশের নিচে চলছে পাঠদান

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ৫৭নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটের কারনে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। শীত, গ্রীষ্ম, বর্ষায় ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম। এতে বিদ্যালয়ের ৪৯০জন শিক্ষার্থী নিয়ে রীতিমত হিমসিম খাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
    জানা গেছে, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় ছাত্র-ছাত্রীদের কখনো খোলা মাঠে, কখনো গাছ তলায় ক্লাস নেয়া হচ্ছে।
    বিদ্যালয় সূত্র জানায়, দেশ বিভাগের আগে ১৯৪৪ সালে এলাকার দানশীল ব্যক্তিদের সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে টিনের ছাউনি আর ইটের দেয়ালে তৈরি কক্ষে বিদ্যালয়ের কার্যক্রম চললেও ১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে নির্মিত ৩ কক্ষ বিশিষ্ট একতলা এই ভবনটি ২০১৬ সালে ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়লে তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এছাড়াও ২০০৬-০৭ সালে পিইডিপি-২ এর আওতায় এলজিইডির বাস্তবায়নে নির্মিত আরও একটি দুই কক্ষ বিশিষ্ট একতলা ভবনের একটি কক্ষে অফিসিয়াল কার্যক্রম আর অপরটিতে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলশ্রুতিতে মাত্র একটি শ্রেণিকক্ষ নিয়ে বিপাকে পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে বা কখনো গাছ তলায় পাঠদান করা হচ্ছে শিক্ষার্থীদের।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সাজেদা খাতুন জানান, ৪৯০জন শিক্ষার্থী নিয়ে শ্রেণিকক্ষ সংকটে হিমসিম খেলেও বিদ্যালয়ের ফলাফল বরাবরই ভাল। তিনি আরো জানান, এখন না হয় খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া যাচ্ছে। কিন্তু বর্ষাকালে ওদের নিয়ে কোথায় যাব আমরা তাই ভাবছি।
    প্রথম শ্রেণির ছাত্র বিজয় ও মুনতাসীর জানায়, বাইরে ক্লাস করার সময় অনেক শব্দ হয়। রোদের মধ্যে ক্লাস করতে হয়। পড়ায় তাদের মন বসে না। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ক্যাপ্টেন (অব.) জি.এম রাজগুল বাহার জানান, পরিত্যক্ত ভবনটি অপসারণ করে দ্রুত নতুন ভবন নির্মাণ জরুরী হয়ে পড়েছে। কিন্তু কর্তৃপক্ষের এদিকে দেখভাল নেই। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর্জা মিজানুর আলম জানান, বিদ্যালয়টির অবস্থা আমি জানি। বিদ্যালয়ের নতুন ভবনের জন্য তালিকার প্রথম সারিতে নাম রাখা হলেও অজ্ঞাত কারণে তা হয় না। না হওয়ার কারণটা আমার জানা নেই। তারপরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা এর দ্রুত পদক্ষেপ নেবো।

  • সাতক্ষীরার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. জহুরুল হায়দার বাবু

    শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ(১ম) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জহুরুল হায়দার ‘বাবু’। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় ইউপি ২ শাখা কর্তৃক ২৬ নভেম্বর ২০১৮ তারিখে প্রকাশিত ২০১৮-১৯ অর্থবছরের গেজেটে এ তথ্য প্রকাশ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। প্রকৃতপক্ষে বিভিন্ন কাজের মধ্যে দিয়েই সর্বস্তরের মানুষের মনে স্থান করে নিয়েছে এ্যাড: জহুরুল হায়দার তারই ধারাবাহিকতায় সর্বশেষ স্থানীয় সরকার কর্তৃক প্রদত্ত অর্থের সর্বত্তম ব্যবহারের মাধ্যমে যথার্থ পুরস্কার জিতে নিলেন এ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু।

  • বিশিষ্ট শিক্ষাবীদ  অধ্যাপক আব্দুল করিম মারা গেছেন

    বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক আব্দুল করিম মারা গেছেন

    বিশিষ্ট শিক্ষাবীদ নওয়াপাড়া (যশোর)মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধাপক আব্দুল করিম আজ বৃহস্পতিবার দুপুরে হৃদক্রীয়া বন্ধ হয়ে মৃত্য বরণ করেন (ইন্না লিল্লাহে অইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি দুরাগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। মৃত্যকালে তিনি ৩ ছেলে, এক মেয়ে ও স্ত্র্রী রেখে যান। মরহুমের গ্রামের বাড়ী শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের সম্ভ্রান্ত গাজী পরিবারে তার জন্ম। অত্যান্ত মেধাবী ছিলেন তিনি। ভালো ফুটবল খেলতেন।

  • উপজেলা পরিষদ নির্বাচনে মনোয়ন যাচাই বাছাই : চেয়ারম্যান পদে সদর- ২, শ্যামনগর-৩, তালা-২, কলারোয়া-২, দেবহাটা-৫, আশাশুনি-২, কালিগজ্ঞ-৩ বৈধ্য

    https://dakshinermashal.com/

    সাতক্ষীরায় ৫ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০১৯ চেয়ারম্যান ও ভাইস চেয়াারম্যান পদপ্রার্থীদের মনোয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামনগরে একজন ও তালা উপজেলায় একজনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক ও রিটার্নিং অফিসার মো.বদিউজ্জামান সাতক্ষীরা সদর,আশাশুনি,কালিগঞ্জ ও দেবহাটা এই ৪ উপজেলার প্রর্থীদের মনোয়ন পত্র যাছাই বাছাই করেন।

    সাতক্ষীরা সদরে উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবু ও বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। এবং ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে দু’জন প্রার্থী মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধতা ঘোষণা পেয়েছেন।

    আশাশুনিতে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাইয়ে চুড়ান্ত ভাবে বৈধতা পেয়েছেন,

    আশাশুনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও দুবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ও বিদ্রহী প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু। এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সাহেব আলি (উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি), জি এম আক্তারুজ্জামান (উপজেলা আ’লীগ সহ-সভাপতি), এমডি ফিরোজ আহমেদ (ব্যবসায়ী), মতিলাল সরকার (উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক), উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা কৃষকলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান স. ম সেলিম রেজা সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান: মহিলা আওয়ামীলীগ ইউনিয়ন আহবায়ক ও উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্য মোছাঃ হেনা গাজী ও ইউনিয়ন যুব মহিলালীগ সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন।

    কালিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। কালিগঞ্জে বৈধ প্রার্থী হলেন যারা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাবেক সহকারী পুলিশ সুপার মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতাউর রহমান, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন।

    পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উজ্জীবনী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহাছান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জি,এম, জাহাঙ্গীর কবির, থানা আওয়ামীলীগে সাবেক সাংগঠনিক সম্পাদক ডি,এম,সিরাজুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী আব্দুল হামিদ সরদার, জি,এম, আব্দুল কুদ্দুস, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন্নাহার জেবু, ধলবাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি দিপালী ঘোষ, আফসানা বেগম, এবং বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি সদস্য ফারহানা।

    দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী বৈধ ঘোষীত হয়েছেন। প্রর্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল গনি, সাইদ মাহফুজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যড. সম গোলাম মোস্তফা, বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন।

    ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, জাতীয় পার্টির (জাপা) আনিছুর রহমান বকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিসেস আমেনা রহমান, প্রিয়াংকা রানী, জিএম স্পর্শ এবং আফরোজা পারভীন।

    এদিকে জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল হাসান সকাল ১০ টা থেকে তালা,কলারোয়া ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোয়নপত্র যাচাই বাছাই করেন।

    তালায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মনোনয়ন মনোনয়ন পত্র ৩টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী জমা দিলেও চেয়ারম্যান পদপ্রার্থী থেকে বাদ পড়েছেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এসএম ফজলুল হক ।
    জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসান জানান, উপজেলা চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের দলীয় প্রার্থী ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

    ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বৈধতা পেয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইখতিয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ আমিনুজ্জামান ।
    ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল, খেশরা ইউনিয়ন আওয়ামলীগের সদস্য মুরশিদা পারভীন পাপড়ি ও সাংবাদিক সাকিলা ইসলাম জুই ।

    কলারোয়া উপজেলায় চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন (আওয়ামী লীগ মনোনীত) ও আমিনুল ইসলাম লাল্টু।এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে মো. আরাফাত হোসেন, রবিউল আলম মল্লিক ও কাজী আসাদুজ্জামান শাহজাদা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না, শাহনাজ নাজনীন খুকু ও রোজিনা সুলতানা দুলালী।

    শ্যামনগর উপজেলায় যে সকল প্রার্থী বৈধতা পেয়েছেন তারা হলেন চেয়ারম্যান পদে আতাউল হক দোলন (আওয়ামী লীগ মনোনীত), বিএনপির জিএম সাদিকুর রহমান সাদেম ও জিএম ওসমান গনি বৈধ প্রার্থী ঘোষনা করলেও আয়কর দাখিল না করার কারণে চেয়ারম্যান পদ থেকে অবৈধ ঘোষীত হলেন জিএম আজিবর রহমান। ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন জিএম কামরুজ্জামান, মো. শহিদুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. শাহজালাল ও স. ম আবদুস সাত্তার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নাদিজা সুলতানা, পাপিয়া হক ও নুরজাহান পারভীন।

    উল্লেখ্য আসন্ন উপজেলা পরিষদ নির্বচনে প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৭ই মার্চ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ই মার্চ বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক ও রিটার্নিং অফিসার মো.বদিউজ্জামান।

  • শ্যামনগরে ইঞ্জিনভ্যান উল্টে এক স্কুল ছাত্র নিহত

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ইঞ্জিন ভ্যান উল্টে পঞ্চম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রোববার বিকালে উপজেলার চিংড়িখালি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম রাম পরেশ মন্ডল (১০)। সে চিংড়িখালি গ্রামের সজ্ঞয় মন্ডলের ছেলে ও পশ্চিম চিংড়িখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন জানান, বিদ্যালয় ছুটির পর বিকালে একটি ইজ্ঞিনভ্যান যোগে বাড়িতে ফিরছিলো পরেশ মন্ডল। ভ্যান চালকের কাছ থেকে পরেশ ভ্যানটি নিয়ে সে নিজেই সেটি চালাচ্ছিলো। পথিমধ্যে রাস্তার উপর অসাবধান বশতঃ ভ্যানটি উল্টে গিয়ে সে এর নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • শ্যামনগরে জলবায়ু পরিষদের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

    শ্যামনগর ব্যুরো: জলবায়ু পরিষদের উদ্যোগে শ্যামনগর উপজেলার ১২ টি ইউনয়নের সংগৃহিত তথ্য সমূহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবদের উপস্থিতিতে পর্যালোচনা করার লক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ১৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় শ্যামনগর বিআরডিবি-এর কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জলবায়ু পরিষদের সভাপতি নাজিম উদ্দীন। কর্মশলারউদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হোসেন মিয়া। কর্মশালায় মূল সহায়কের ভূমিকা পালন করেন সিএসআরএল এর কর্মকর্তা সোয়েব চৌধুরী। জলবায়ু পরিষদের সদস্য সচিব অধ্যক্ষ আশেক ই এলাহীর সঞ্চালনায় সংগৃহীত তথ্যগুলো পর্যালোচনামূলক সংশোধনী ও প্রস্তাবনাপূবক উপাস্থাপন করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান আঃ রউফ, কৈখালী ইউপি চেয়ারম্যান আঃ রহিম, বুড়িগোয়ালিনীর চেয়ারম্যান ভবতোষ মন্ডল, আটুলিয়ার চেয়ারম্যান আবু সালেহ বাবু, গাবুরার চেয়ারম্যান আলহাজ্ব জিএম মাসুদুল আলম, পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা। এছাড়া আরও উপস্থিত ছিলেন ভুরুলিয়া, শ্যামনগর, নুরনগর, রমজানননগর, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর, পদ্মপুকুর এর ইউপি সচিব ও সদস্যবৃন্দ। কর্মশালায় প্রতিটি ইউনিয়নের প্রধান প্রধান ঝুঁকি, ঝুঁকি জনিত প্রভবসমূহ, অগ্রাধিকার ভিত্তিতে কি কি প্রকল্প গ্রহণ করা যেতে পারে এবং প্রকল্পে জনগণের সক্রিয় অংশগ্রহণ কিভাবে করা যায় এসকল বিষয়ে আলোচনা করা হয়।

  • শ্যামনগরে জবর দখলকারীদের অস্ত্রের আঘাতে আহত বৃদ্ধ স্বামী-স্ত্রী

    শ্যামনগরে জবর দখলকারীদের অস্ত্রের আঘাতে আহত বৃদ্ধ স্বামী-স্ত্রী

    শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাপখালী গ্রামের ৬৮ বছরের বৃদ্ধ নহর আলী ও তার ৫৮ বছরের বৃদ্ধা স্ত্রীকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করে জবর দখলকারীরা। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে। মামলার নথি সূত্রে জানা যায়, সাপাখালী গ্রামের নহর আলী কৈখালী মৌজায় জেএল নং- ৭৫, খতিয়ান নং- ১২৭১, দাগ নং- ২৭৮, জমির পরিমান- ১ একর, রেজিঃ ও কোবলাকৃত সম্পত্তিতে পুকুর কেটে ঘরবাড়ি করে শান্তিপূর্ণভাবে দীর্ঘদিন ধরে বসবাস করেছে। এলাকার জবর দখলকারী ও পরসম্পদ লোভীরা দলবদ্ধ হয়ে গত শুক্রবার জোরপূর্বক নহর আলীর পুকুরে মাছ ধরতে থাকে। নহর আলী বাধা দেওয়ায় জবর দখলকারীরা ধারালো দায়ের কোপে নহর আলীকে জখম করে। নহর আলীর স্ত্রী ঠেকাতে গেলে লাঠি দিয়ে নহর আলীর বৃদ্ধা স্ত্রী আনোয়ারা বেগমের পা ভেঙ্গে দেয়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধা আনোয়ারার অবস্থা খারাপ হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় দখলকারী সাপখালী গ্রামের নওশাদ কয়াল, নওশাদ কয়ালের পুত্র জাফর, জাহার আলী, রফিকুল, শফিকুল, মোরশেদ কয়ালের পুত্র মিজানুর ও ইব্রাহিমের বিরুদ্ধে শ্যামনগর থানায় ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৫৪, ১১৪, ৫০৬ ধারায় মামলা হয়েছে। মামলা নং-০৫।

  • শ্যামনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় পালিয়েছে ২ মাদক সেবী

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়াখালি গ্রামে পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাপ পরিহিত দু’মাদক সেবী পালিয়ে গেছে। হামলায় রক্তাক্ত জখম হয়েছেন শ্যামনগর থানার এ.এস.আই আব্দুল হাই। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। স্থানীয়রা জানান, জয়াখালি গ্রামে সরস্বতী পূজা উপলক্ষ্যে সামাজিক যাত্রাপালা আয়োজন করা হয়। ওই যাত্রাপালা চলাকালে সেখানে গাজা সেবন করছিল তারানীপুর গ্রামের সোহাগ ও আব্দুল্লাহ। এসময় পুলিশের এ.এস.আই আব্দুল হাই, এ.এস.আই মিজান ও কনস্টেবল শাহজালাল তাদের আটক করে। পরে রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী সেখানে গিয়ে তারা যুবলীগের ছেলে বলে দাবী করে তাদের ছেড়ে দিতে বলে। এক পর্যায়ে সোহাগ ও আবাদুল্লাহর অন্যান্য সতীর্থরা সংঘবদ্ধভাবে পুলিশের উপর হামলা চালায়। এ সময় হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় পালিয়ে যায় সোহাগ ও আব্দুল্লাহ। উক্ত হামলায় মাথা ফেটে রক্তাক্ত জখম হয় এ.এস.আই আব্দুল হাই। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শ্যামনগর থানার সেকেন্ড অফিসার এস.আই রাজ কিশোর পাল বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইতিমধ্যে সন্দেহজনক দুই জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরো জানান, পলাতক অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান আব্যাহত রয়েছে।

  • শ্যামনগরে অবৈধভাবে বালি উত্তোলন করায় এক ব্যক্তির জেল

    শ্যামনগর ব্যুরো : অবৈধবাবে বালি উত্তোলন করায় ভ্রাম্যামান আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক ব্যক্তিকে ১ মাসের কারাদনন্ড প্রদান করেন। সোমবার বেলা ১০ টায় শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কামরুজজামান। এসময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনকারী রবিউল ইসলাম খোকন (৪৫) নামের ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় তিনি স্থানীয়দেরকে অবৈধভাবে বালু উত্তোলন না করার জন্য সচেতন করেন।

  • শ্যামনগরে সংসদ সদস্যকে বিজয় সংবর্ধনা

    শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরা-৪ শ্যামনগর+কালিগঞ্জ (আংশিক) আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারকে বিজয় সংবর্ধনা জানালো শ্যামনগরের প্রত্যান্ত এলাকার ৪ গ্রামের মানুষ। ১০ম জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শ্যামনগর উপজেলার প্রত্যান্ত এলাকা কল্যানপুর, মানিকপুর, সৈয়দআলীপুর ও চিংড়াখালী এ ৪ গ্রামের মানুষ আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা জ্ঞাপন করেছেন। শনিবার সকাল ১১ টায় কল্যানপুর হাটখোলায় এ সংসর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি,এম আকবর কবীর। প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পিপি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু, নূরনগর ইউনিয়ন আওয়ামলীগের ৭ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ লিয়াকত হোসেন, এলএলবি (এডি) শিক্ষানুবিষ, কল্যানপুর মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক গাজীরাম পাড়–ই, ৩ নং শ্যামনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য সম্ভু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ ফারুক হোসেন। অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন- রীনা পারভীন, দাউদ বয়াতী, ফারুক বয়াতী ও তাদের দল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন-এ্যাডঃ লিয়াকত হোসেন।

  • সরকারি-বে-সরকারি সংস্থাসমূহের সাথে নেটওয়ার্কিং সভা

    সরকারি-বে-সরকারি সংস্থাসমূহের সাথে নেটওয়ার্কিং সভা

    শ্যামনগর ব্যুরো: ইউএসএআইডি‘র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সুশীলন এর যৌথ উদ্যোগে নবযাত্রা প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলা সম্মেলন কক্ষে শুক্রবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপত্ত্বিতে সরকারী-বেসরকারী সংস্থাসমূহের সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ওয়ান স্টপ ক্রাইসেস সেল, প্রোগ্রাম অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার, উপজেলা সংগঠক, জাতীয় মহিলা সংস্থা, ফিল্ড অফিস ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্যামনগর। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বত্তব্য প্রদান করেন নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস ম্যানেজার রবার্টসন সরকার। তিনি বলেন, নবযাত্রা প্রকল্প সরকারের সাথে বাল্যবিবাহ প্রতিরোধে তৃনমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। সরকারের একান্ত প্রচেষ্ঠায় এটা একটা সামাজিক আন্দোলনে পরিনত হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রতিবন্ধকতা আছে তবে সবাই এক সাথে কাজ করলে প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। সব শ্রেনি পেশার মানুষকে সচেতন করতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। সভাপতি সাইদুর রহমান বলেন, নবযাত্রা প্রকল্প নারী ও শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তৃর্ণমূল পর্যায়ে বিভিন্ন পর্যায় কাজ করে যাচ্ছে। তারই উদ্দেশ্যে আজকের এ নেটওর্য়াকিং মিটিংয়ের আয়োজন। উপজেলা ওয়ান স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার প্রণব বিশ্বাস, বাল্যবিবাহের ক্ষেত্রে এভিডেভিড কোন বিয়ের অনুমতি নয়। এভিডেভিডের মাধ্যমে কোন বিবাহ অনুষ্ঠিত হলেও আমরা সেটা বন্ধ করব। বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান সকলে মিলে বাল্যবিবাহ প্রতিরোধে নেটওয়ার্কিং গড়ে তুলতে হবে যাতে বাল্যবিবাহের মত সামাজিক ব্যাধি দুর করা যায়। তিনি সকলকে বাল্যবিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধে জরুরি ও দ্রুত সেবা পেতে ১০৯ নম্বরে কল করার জন্য আহবান করেন। আলী ইমরান সাধারন সম্পাদক উপজেলা এনজিও সম্বন্বয় বলেন, যে কোন সমস্যা শেকড় থেকে উৎঘাটন করতে হবে। বাল্যবিবাহের ক্ষতিকর দিক উঠান বৈঠকের মাধ্যমে বুঝাতে হবে। বাল্যবিবাহ হলে যে কোন উপায়ে সংশ্লিষ্ট দোষি ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরো বলে সরকারী-বেসরকারী কর্মকর্তাদের সম্বন্বয়ে ইউনিয়ন পর্যায়ে এ্যাভোকেসি সভা আায়োজন করতে হবে। উক্ত সভায় ব্র্যাক, ফ্রেন্ডশীপ, নকশীকাথা, প্রগতি, রুপান্তর, দলিত, ডেরা সহ শ্যামনগর উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং নবযাত্রা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নবযাত্রা এবং জেন্ডার কার্যক্রমের অগ্রগতি সকলে সম্মুখে উপস্থাপন করা হয় এবং জেন্ডার কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য সহযোগীতা কামনা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার লিটন বিশ্বাস।