Category: শ্যামনগর

  • স্ট্যাপের নতুন কমিটি, সভাপতি মনির সম্পাদক সেলিনা

    স্ট্যাপের নতুন কমিটি, সভাপতি মনির সম্পাদক সেলিনা

    ডেস্ক রিপোর্টঃ আগামী এক বছরের জন্য শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের সহস্রাধিক শিক্ষার্থীর প্রাণের সংগঠন স্টুডেন্টস্ এসোসিয়েশন অব পদ্মপুকুর ইউনিয়ন (স্ট্যাপ) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

    কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খুলনা সরকারি বি এল কলেজের মেধাবী শিক্ষার্থী সেলিনা সুলতানা। 

    গত ৩১ অক্টোবর সংগঠনটির প্রধান উপদেষ্টা মমিনুর রহমান (সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা) এই কমিটির অনুমোদন দেন। এই কমিটির মেয়াদ আগামী ৩১ অক্টোবর ২০২১ পর্যন্ত । ২০১২ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সংগঠনটি ইউনিয়নের শিক্ষা এবং সামাজিক কাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

    অনুভূতি জানতে চাইলে সভাপতি বলেন, এমন একটি সংগঠনের দায়িত্ব পাওয়া সত্যিই গর্বের বিষয়। সঠিকভাবে দায়িত্ব পালন করে স্ট্যাপকে একটা নতুন রূপ দিতে চাই।

    সম্পাদক বলেন, সিনিয়ররা আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন সেটা সঠিকভাবে পালন করাই আমার লক্ষ্য। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সার্বিক উন্নয়ন করার চেষ্টা করব।

  • শ্যামনগরে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ

    শ্যামনগরে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ


    মশাল ডেক্স: শ্যামনগর উপজেলা সদরে শতবর্ষী ঐতিহাসিক নকিপুর সরকারি এইচ.সি (হরিচরণ) পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ফটক সংলগ্ন স্থানে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ড. মুহাঃ আব্দুল মান্নান এর বিরুদ্ধে। অবৈধভাবে দোকান ঘর নির্মাণের কাজ বন্ধ চেয়ে ভূক্তভোগী মোঃ রহমত আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) বরাবর অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগে রহমত আলী বলেন, ইং- ২০১০-১১ সালে স্কুল পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত মতে যথাযথ প্রক্রিয়ায় নিজ নামে দোকান ঘর বরাদ্দ গ্রহণ করি। পরবর্তীতে দোকান ঘরের ভীত নির্মাণ করি। হঠাৎ অর্থনৈতিক সংকটের কারণে দোকান ঘর নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। ইতোমধ্যে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ড. মুহাঃ আব্দুল মান্নান প্রভাব খাটিয়ে আমার নির্মাণকৃত ভীতের উপরে দোকানঘ র নির্মাণ করিতেছে।
    প্রতিষ্ঠানের প্রধান হয়ে প্রভাব খাটিয়ে অন্যের নির্মাণকৃত দোকানঘরের ভীতের উপরে জোর পূর্বক দোকানঘর নির্মাণ করার বিষয়টি স্থানীয় সূধী সমাজের মধ্যে বিরুপ আলোচনা চলছে। তাছাড়া জায়গাটি স্কুলের ভোগ দখলীয়। ওই জায়গায় দোকানঘর তৈরী হলে স্কুল প্রতিষ্ঠানের সৌন্দর্য্য নষ্ট হবে বলে স্থানীয়দের অভিমত।
    এ বিষয়ে প্রধান শিক্ষক ড. মুহা আব্দুল মান্নান বলেন, আমি জেলা পরিষদ হতে ডি.সি.আর নিয়ে দোকানঘর নির্মাণ করিতেছি। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী বলেন, দোকানঘরের কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এ ব্যাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী বলেন, অভিযোগ পেয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।

  • শ্যামনগরে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

    শ্যামনগরে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

    শ্যামনগর (সদর) প্রতিনিধি: পরিবারের কাছে নেশার টাকা না পেয়ে নাজমুল হোসেন (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রোববার রাত সাড়ে ১২ টার দিকে নিজ গৃহে আড়ার সাথে গলায় রশি পেচিয়ে সে আত্মহত্যা করে। নাজমুল উপজেলার পশ্চিম পোড়াকাটলা গ্রামের আলমগীর হোসেন মোল্যার পুত্র।
    পারিবারিক সূত্র ও বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ভবতোষ মন্ডল জানান, নাজমুল দীর্ঘদিন নেশাগ্রস্থ ছিল। নেশার টাকার জন্য পিতা মাতার উপর প্রায় অত্যাচার করত। ঘটনার দিন নেশার টাকা নিয়ে পরিবারের সাথে গোলযোগের সৃষ্টি হয়। এ ঘটনায় রাত্রে গলায় রশি দিয়ে সে আত্মহত্যা করেছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে। থানায় অপমৃত (ইউডি) মামলা হয়েছে।

  • যানজটে দূর্ভোগ শ্যামনগর মুক্তিযোদ্ধা সড়ক

    যানজটে দূর্ভোগ শ্যামনগর মুক্তিযোদ্ধা সড়ক

    শ্যামনগর (সদর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বাসস্ট্যান্ড হতে গোপালপুর শহীদ মুক্তিযোদ্ধা স্তম্ভ পর্যন্ত সড়কে যানজটের দূর্ভোগে এলাকাবাসী। বাস স্ট্যান্ড হতে ইউএনও অফিস, মডান স্কুল, সদর হাসপাতাল, মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত। প্রতি নিয়ত হাসপাতাল, ইউএনও অফিস মানুষের কর্মচঞ্চল্য ও ব্যস্ততম স্থান। প্রতিদিন হাজার হাজার লোক সমাগম হয় বিভিন্ন সেবা নিতে। বর্তমানে শহীদ মুক্তিযোদ্ধা সড়কটি একটি ভ্যানগাড়ি বা কোন প্রাইভেটকার প্রবেশ করলে শুরু হয়ে যায় যানজট। রাস্তার দুই পাশে দোকান নির্মানে সড়কের আরো সংকির্নতা সৃষ্টি হয়। এবং রাস্তার পাশে যত্রতত্র গাড়ি পার্কিং এর ফলে সমস্যা প্রকট। মটর ভ্যান ও অনিবন্ধিত পরিবহনের চলাচল ও গতি নিয়ন্ত্রক না থাকায় যে কোন মুহুত্বেই ঘটে যেতে পারে দূর্ঘটনা। বর্তমান ইউএনও উপজেলার গ্রাম পুলিশ দ্বারা যানজট নিয়ন্ত্রের চেষ্টা করে যাচ্ছেন। তবুও এ যানজট যেন থামছে না। এলাকাবাসী এর থেকে স্থায়ী মুক্তির সমাধান প্রত্যাশা করছে।

  • শ্যামনগরে অবৈধ পন্থায় বোরিং করে বালু উত্তোলন

    শ্যামনগরে অবৈধ পন্থায় বোরিং করে বালু উত্তোলন

    শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন কৈখালী এলাকায় কার্পেটিং সড়ক নির্মাণের অজুহাতে ফসলী জমি থেকে বোরিং করে বালু উত্তোলন করা হচ্ছে। সড়ক নির্মাণ কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারের পক্ষে পাতড়াখোলা গ্রামের নুরুল ইসলাম ও আনছার আলী লোকজন নিয়ে টানা পনের দিন ধরে অবৈধভাবে প্রায় দেড় লাখ ঘনফুট বালু উত্তোলন করছে। ভাঙন কবলিত উপকুলীয় জনপদ থেকে বালু উত্তোলনের ঘটনায় মারাত্বক পরিবেশ বিপর্যয়ের শংকা প্রকাশ করেছে স্থানীয়রা।
    স্থানীয় সুত্রে যায় জাদা গ্রামে পাশের আমন ধানের ক্ষেত লাগোয়া পুকুরে দুটি ড্রেজিং মেশিন স্থাপন করে জমির তলদেশ হতে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলনকৃত বালু মুলত কার্পেটিং রাস্তা নির্মাণের জন্য ‘স্যান্ড ফিলিং’ এর কাজে ব্যবহার করছে সংশ্লিষ্টরা। স্থানীয় এস আর মাধ্যমিক বিদ্যালয় থেকে সীমান্তবর্তী কালিন্দি নদী পর্যন্ত বিস্তৃত দুই হাজার নয় শত মিটার রাস্তা ভরাটের কাজে একই এলাকা থেকে বালু উত্তোলন করা হবে বলেও জানান তারা।
    দীর্ঘ দিন ঝুলে থাকার পর ২০১৯-২০ অর্থ বছরে এসে এসআর মাধ্যমিক বিদ্যালয় থেকে সন্ন্যাসী ডাক্তারের বাড়ি হয়ে সীমান্তবর্তী কালিন্দি নদী পর্যন্ত বিস্তৃত ইটের সোলিংকৃত রাস্তার কার্পেটি এর কাজ শুরু হয়েছে। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দুই হাজার নয় শত মিটার রাস্তার কাজ চলতি অর্থ বছরে সম্পন্নের নির্দেশনাও রয়েছে স্থানীয়রা জানান বক্স কাটিং এর কাজ সম্পন্ন করেই স্যান্ড ফিলিং এর জন্য দুর-দুরান্ত থেকে প্রয়োজনীয় বালু না এনে পাশের ফসলী জমির প্রায় সত্তর ফুট গভীর থেকে ড্রেজার মেশিনের সহায়তায় বালু উত্তোলন করা হচ্ছে।
    আহম্মদ আলী সহ কয়েক গ্রামবাসী জানান, ঠিকাদারের নিকট থেকে পাতড়াখোলা গ্রামের নুর ইসলাম ও আনছার আলী ঐ রাস্তার স্যান্ড ফিলিং এর কাজ সাব-কন্ট্রাক্ট নিয়েছে। সাড়ে ছয় টাকা ঘন ফুট হিসেবে চুক্তি মোতাবেক তারা রাস্তার কাজের জন্য বালু সরবরাহের দায়িত্ব নিলেও এখন পাশের জমি থেকে বালু উত্তোলন করছে। স্থানীয়রা অভিযোগ করেন কয়েকজন জমির মালিককে দেড় টাকা ফুট হিসেবে অগ্রীম টাকা পরিশোধ করে নুর ইসলাম ও আনছার আলী নিজেদের লোকজন নিয়ে দিন রাত ধরে দু’টি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে। কয়েকজন জমির মালিক টাকা নিতে সম্মত না হওয়ায় রাস্তার কাজে বালু উত্তোলনের সুযোগ দিতে তাদের নানাভাবে চাপ দেয়া হচ্ছে বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন।
    আবুজার রহমানসহ কয়েকজন গ্রামবাসী জানান, সুন্দরবন সংলগ্ন ও ভারত সীমান্তবর্তী এলাকাটি অত্যন্ত দুর্যোগ প্রবণ। বাঁধ ও নদী ভাঙন এখানে নিত্যকার ঘটনা। এমতাবস্থায় ফসলী জমি থেকে বোরিং করে বালু উত্তোলনের কারনে সামনের দিনগুলোর কথা ভেবে তারা রীতিমত শংকিত।
    স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, সবাইকে ম্যানেজ করেই সেখানে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন নিয়ে কথা বললে তাদেরকে নানাভাবে হয়রানীরও হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন।
    সড়ক নির্মাণ কাজের দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্নধার আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয় নুর ইসলাম ও আনছার আলী বালু সরবরাহের দায়িত্ব নিয়েছে। তবে কোথা থেকে বালু দিচ্ছে বা দিবে তা আমার জানা নেই।


    পারুলিয়ায় মিল কামালের ছেলে বাবু’র বিরুদ্ধে ধর্ষনের অভিযোগেমামলা দায়ের
    বিশেষ প্রতিবেদক: দেবহাটা উপজেলার পারুলিয়া কামালের (মিল কামাল) ছেলে বাবুর বিরুদ্ধে বিবাহের প্রলোভন দেখিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।কামালের ছেলে বাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে ঐ নারী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ০৩ এর ৯ (১) ধারায় মামলা দায়ের করেছে। (না: শিশু: পিটিশন ৪০০/২০ )। ইতোমধ্যে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করেছে এবং বাদী মিতা খাতুনের (ছদ্মনাম) মেডিকেল পরীক্ষা করা হয়েছে।
    বাদী মিতা খাতুন (ছদ্মনাম)এর ভাষ্যমতে, আমি ২০১৫ সালে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গৃহকর্মীর কাজে যাই এবং ২০১৭ সালে দেশে ফিরে এসে বাড়িতে ছাগলের খামার পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসতে থাকাকালীন পারুলিয়ার মিল কামালের ছেলে বাবুর সাথে ফোন সূত্রে আমার পরিচয় হয়। এরূপে আলাপ-আলোচনা থাকাকালে বাবু প্রথমে প্রেম নিবেদন করে ও পরে বিবাহের প্রস্তাব দেয়। বাবুর বিয়ের প্রস্তাবে নতুন জীবনের আশ্বাসে আমি রাজি হই। তখন থেকে বাবু বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে ঘনিষ্ঠ হয়ে দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং আমার সাথে আমার পিত্রালয় এসে একাধিকবার দৈহিক সম্পর্ক করে। আমি বাবুকে বিবাহ করার জন্য চাপ প্রয়োগ করলে বাবু বিবাহ করার শর্তে আমার কাছে ২ লক্ষ টাকা দাবি করে। আমি ওমানে থাকাকালে জমানো টাকা হতে বাবুকে ২ লক্ষ টাকা দেই। তারপর থেকে বাবু আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি জানতে পেরেছি বাবু আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে অন্যত্র বিয়ে করেছে।
    বাদী আরও জানান, বাবু ও তার পিতা স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করার জন্য ও মামলা তুলে নেয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করছে। আমি সুবিচার পাবার আশায় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ০৩ এর ৯(১) ধারায় মামলা করেছি।
    ইতোমধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আমার বাড়িতে এসে তদন্ত করে গেছে এবং আমার মেডিকেল পরীক্ষা করেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করায় বাবুর বিরুদ্ধে কঠিন শাস্তির জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

  • শ্যামনগরে গলায় রশি দিয়ে যুবকের মৃত্যু

    শ্যামনগরে গলায় রশি দিয়ে যুবকের মৃত্যু

    শ্যামনগর ব্যুরো:সাতক্ষীরা’র শ্যামনগরে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। নিহত যুবক নাজমুল মোল্যা(২৫)শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের আলমগীর মোল্যার ছেলে। তার পরিবার সূত্রে জানা গেছে,২৫ অক্টোবর শনিবার গভীর রাতে নাজমুল তার স্ত্রীর সাথে ঝগড়া করে রাত আনুমানিক ১টার দিকে নিজের ঘরের পাড়ির সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। নাজমুলের দুই কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে। শ্যামনগর থানার এসআই মোস্তাফিজুর রহমান লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় শ্যামনগর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- লাশ মর্গে প্রেরণ পূর্বক থানায় ইউডি মামলা হয়েছে।

  • শ্যামনগরে অতিদরিদ্রদের মাঝে সহায়তা কার্যক্রম উদ্বোধন

    শ্যামনগরে অতিদরিদ্রদের মাঝে সহায়তা কার্যক্রম উদ্বোধন

    শ্যামনগর সংবাদদাতা: শ্যামনগরে প্রসপারিটি প্রকল্পের আওতায় কোভিট ১৯ এর ফলে চরম খাদ্য সংকটে থাকা অতিদরিদ্রদের খানায় জরুরী সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে অক্টোবর রবিবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারীর’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সাতক্ষীরা- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। অনুষ্ঠানে বক্তব্যদেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের পরিচালক লুৎফর রহমান,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন সহ সাংবাদিকবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি সহ প্রকল্পের আওতাধীন গাবুরা ইউনিয়নের সুবিধাভোগীবৃন্দ।
    ৫ বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় উপজেলার সুন্দরবন উপকূলীয় গাবুরা ইউনিয়নের মধ্যে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে তিন হাজার সাতশত পরিবারকে তিন মাসে নয় হাজার টাকা প্রদান করা হবে এবং পরবর্তী উপজেলার অন্যন্য ইউনিয়নে এই কার্যক্রম চলমানা থাকবে বলে জানান এনজিএফ এর পরিচালক। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এনজিএফ এর মাইক্রোফিনান্সের পরিচালক আলমগীর কবীর।

  • সাংবাদিক সুমনের পিতার সুস্থ্যতা কামনা

    শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমনরে পিতার সুস্থ্যতা কামনা করে বিবৃতি প্রদান । শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমনরে পিতা এস এম আবু ইছাহক অসুস্থ্য হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার সুস্থ্যতা কামনা করে বিবৃতি প্রদান করেছেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ জিএম আকবর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান সহ সকল সাংবাদিক বৃন্দ।

  • কৈখালী ফরেষ্ট কর্মকর্তার অবহেলায় ধ্বংস হচ্ছেপশ্চিম সুন্দরবন

    কৈখালী ফরেষ্ট কর্মকর্তার অবহেলায় ধ্বংস হচ্ছেপশ্চিম সুন্দরবন

    নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: কৈখালী ফরেষ্ট কর্মকর্তার অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে পশ্চিম সুন্দরবন। প্রকাশ্যে দেখাগেছে যে, মিরগাং, কালিঞ্চী ও কৈখালীর কিছু কু-চক্রী মহল প্রকাশ্য দিবালকে সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে উজাড় করে দিচ্ছে। ফলে ধ্বংস হয়ে যাচ্ছে সুন্দরবন।
    একটি বিশেষ সূত্রে জানাগেছে, সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সন্দরবনের কৈখালী ফরেষ্ট কর্মকর্তা মোবারক হোসেন গোপন উৎকোচ গ্রহণ করে এই সব চোরাচালানীদের সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ কাটার সুযোগ করে দিচ্ছে। যদিও গত ২০১৪ সালের পর সুন্দরবনের চোরাচালানী বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু নতুন কওে তা আবারও শুরু হয়েছে। গরান, গেওয়া, সুন্দরী, পশুর মিরগাং বিভিন্ন প্রজাতিরগাছ টহলফাঁড়ীর পাশ দিয়ে যতিন্দ্রনগর গ্রামের উপর দিয়ে শ্যামনগর চলে যায়।
    তবে চোরাচালানীদের দু’একজনের সাথে কথা বলে জানাগেছে যে, বাড়ীতে কিছু জ¦ালানির প্রয়োজনে তারা ফরেষ্ট কর্মকর্তা মোবারক হোসেনকে বলে সুন্দরবনে যায়।
    গত কয়েকটা প্রাকৃতিক দূর্যোগের ফলে সুন্দরবনে ব্যাপক ক্ষতি হয়েছে, এর পরও যদি এভাবে চোরাচালানীরা সুন্দরবনের গাছ কেটে উজাড় করতে থাকে তবে ধ্বংস হয়ে যাবে সুন্দরবন- এমন মন্তব্য সচেতন মহলের।
    এ ব্যাপাওে মিরগাং টহলফাঁড়ীর অফিসার ইনচার্জ মহাসিন হোসেন বলেন, আমার জানামতে এমন ধরনের কোন কাজ চলছে না। তবে আমাদের অফিস ষ্টাফ কম হওয়ায় হয়তো এ ধরনের ঘটনা আমাদের জানার বাইরে ঘটতে পারে।
    কৈখালী ফরেষ্ট কর্মকর্তা মোবারক হোসেনের সাথে ০১৭৮৮০৮০৮৭৯ নম্বরে যোগাযোগ করতে গেলে ফোনটি বন্ধ থাকার কারনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • শ্যামনগরের কাশিমাড়িতে ভেজাল মধুর শিল্প! ধরা ছোয়ার বাইরে চক্রটি

    শ্যামনগরের কাশিমাড়িতে ভেজাল মধুর শিল্প! ধরা ছোয়ার বাইরে চক্রটি

    জহুরুল কবীর: সাতক্ষীরায় ভেজাল মধু তৈরি সিন্ডিকেটের সন্ধান মিলেছে। রিতিমত তারা এটাকে শিল্প হিসাবে রুপ দিতে যাচ্ছে। জেলার শ্যামনগর কাশিমাড়ি এলাকায় কয়েকটি বাড়িতে তৈরি হচ্ছে ভেজাল দ্রব্য দিয়ে তৈরি নকল মধু। মধু তৈরির ৩/৪ দিন পর্যন্ত বোঝার উপায় নেই আসল আর নকলের পার্থক্য। আর এভাবেই মধু তৈরি করে সাতক্ষীরাসহ বিভিন্ন অঞ্চলে সরবারাহ করছে প্রতার চক্রটি।
    সূত্র জানায়, জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে মোঃ আব্দুল মান্নান সরদার, আবুল হোসেনের ছেলে নূর হোসেন গাজীসহ একই গ্রামের ৫/৭ টি পরিবার নকল মধু তৈরি কাজে সরাসরি জড়িত। এদের থামানোর কেও নেই।
    কাশিমাড়ি এলাকার আবুল হোসেন, রফিকুল ইসলাম, আব্দুস সামাদ, শওকাত আলীসহ আরো অনেকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘ ১৫ বছর যাবত মোঃ আব্দুল মান্নান সরদার, নূর হোসেন গাজীসহ এই গ্রামের আরো কয়েকটি পরিবার নকল মধু তৈরি কাজে জড়িত। তাদের বিরুদ্ধে কথা বলে কোন লাভ হয়না বলেও জানান এলাকাবাসি। তাদের সাথে রয়েছে অনেকের সখ্যতা।
    মধুতে রয়েছে বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষমতা। আর সুন্দরবনের মধুর কথা শুনলে সবাই আগ্রহ ভরে সেই মধু কিনতে চায়। আর সেই সুযোগে অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে সংগৃহীত মধুর সাথে ভেজাল মিশিয়ে দেদারছে বিক্রি করছে। আর ক্রেতারা হচ্ছে প্রতিনিয়ত প্রতারণার শিকার। বিভিন্ন বাড়িতে অস্থায়ী ভাবে তৈরি হচ্ছে ভেজাল মধু তৈরির কারখানা তার মধ্যে উল্লেখযোগ্য কাশিমাড়ি। সেখানে পানি, চিনি ও হানি এথেন্স দিয়ে ভেজাল মধু তৈরি করা হয়। এব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামানা করেছেন এলাকাবাসী।

  • শ্যামনগরে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত

    শ্যামনগরে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত

    বুড়িগোয়ালিনী প্রতিনিধি: শ্যামনগরে সিটি সুপার শপ উদ্বোধন উপলক্ষে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের খেলায় অংশগ্রহণ করে তালা ফুটবল একাদশ ও শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ফুটবল একাদশ। উক্ত খেলায় তালা ফুটবল একাদশকে ০- ২ গোলে হারিয়ে বুড়িগোয়ালিনী ফুটবল একাদশ জয় লাভ করে।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলাউদ্বোধন করেন শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী সদস্য এবং সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ অফা জহুরুল হায়দার বাবু।

    এসময় আরো উপস্থিত ছিলেন বুডড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুড়িগোয়ালিনী ইউনিয়ন এর চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডলও অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।যুবলীগের ইউনিয়ন আহ্বায়ক জি এম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জি এম মোস্তাফিজুর রহমান সহ বুড়িগোয়ালিনীর সর্বস্তরের জনগণ উক্তখেলা উপভোগ করেন।

  • শ্যামনগরে ঔষধ বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন ও র‌্যালি

    শ্যামনগরে ঔষধ বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন ও র‌্যালি

    বিশেষ প্রতিবেদক, শ্যামনগর : শ্যামনগর উপজেলা ঔষধ বিক্রয় প্রতিনিধি সংগঠন ফারিয়া’র পক্ষ থেকে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে র‌্যালি ও মানববন্ধন করেছেন। গতকাল সোমবার সকাল ১০ টায় ফার্মাসিটিক্যালস রিপ্রেজেনটেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) সংগঠনের সভাপতি ও এশিয়ান ল্যাবঃ-এর স্থানীয় বিক্রয় প্রতিনিধি হাফিজুর রহমানের নেতৃত্বে প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন শেষে র‌্যালি নিয়ে সদরের বিভিন্ন সড়ক ঘুরে সংগঠনের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়। সভায় ৭ম গ্রেডে বেতন নির্ধারন, সরকারি ছুটি সুবিধা, টিএডিএ বৃদ্ধি ও সংগঠনের সরকারি নিবন্ধন প্রাপ্তি সহ চাকুরী নিরাপত্তা নিশ্চিত করনের দাবি করেন। এসময় ঔষধ বিক্রয়ের শতাধিক প্রতিনিধি আলোচনা সভায় অংশগ্রহন করে।

  • শ্যামনগরের গাবুরায় ভয়াবহ নদী ভাঙ্গন

    শ্যামনগরের গাবুরায় ভয়াবহ নদী ভাঙ্গন

    জহুরুল কবীর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নদী বেষ্টিত দ্বীপ ইউনিয়ন গাবুরাতে আবারো ভয়াবহ নদী ভাঙ্গন দেখা দিয়েছে। গত সোমবার ভোরের দিকে গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামে মিজানুর রহমানের বাড়ি হতে রশিদ মোড়লের দোকান পর্যন্ত সাড়ে ৩শত ফুট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ কপোতক্ষ নদীতে বিলিন হয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। এসময়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সেচ্ছা শ্রমের ভিক্তিতে ভাঙ্গন কবলিত স্থানটি মাটি ও মাটির বস্তা দিয়ে বেঁেধ ফেলেছে।
    গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহিম জানান, ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে কপোতক্ষ নদীতে প্রবল জোয়ারের আঘাতে ওই স্থানটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। সে সময় পাউবো কর্তৃপক্ষ তড়িঘড়ি ভাবে বিকল্প রিং বাধ নির্মান করে। পরবর্তীতে ওই রিং বাধটি সংস্কার না করায় কপোতক্ষ নদীতে প্রবল জোয়ারের ¯্রােতে আবারো বিলীন হয়ে যায় রিং বাঁধটি। পাউবো কর্তৃপক্ষের গাফিলতির কারনে বারবার নদী ভাঙ্গন সৃষ্টি হচ্ছে স্থানীয় ফিরোজ ও কাদের সহ অনেকের অভিযোগ।
    গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, পাউবো কর্তৃপক্ষকে বারবার তাগেদা দেওয়ার পরেও কাজের কাজ কিছু হয়নি। জরুরী ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কার করা না হলে সমগ্র গাবুরা ইউনিয়ন তলিয়ে চিংড়ি ঘের সহ জানমালের ব্যপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা বিদ্যমান।
    সংশ্লিষ্ট ১৫ নং পোল্ডারের পাউবো সেকশান অফিসার (এসও) সাজ্জাদুল ইসলাম ভাঙ্গনের সত্যতা স্বীকার করে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। ভাঙ্গন মেরামতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

  • হরিনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন


    ভ্রাম্যমাণ প্রতিনিধি:শ্যামনগরের মুন্সীগঞ্জ হরিনগর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়। শনিবার সকাল ১১টায় ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার ম্যানেজার মিসবা উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়ল, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা, মুন্সিগঞ্জনৌ-পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ মিন্টু হোসেন, ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার ম্যানেজার অপারেশন মিজানুর রহমান, ইসলামীব্যাংকের হরিনগর এজেন্ট ব্যাংকিক শাখার এমডি আবুল কাশেম, অফিসার ইনচার্জ ম্যানেজার মেহেদী হাসান, মুন্সিগঞ্জ ইউপি সদস্য ফজলুল হক, উৎপল জোয়াদ্দার, শেখ গোলাম মোস্তফা, মহিলা ইউপি সদস্যসেলিনা সাঈদ, নুরজাহান বেগম, সহ এজেন্ট ব্যাংকিং এর সকল কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ব্যাংক শ্যামনগর শাখার অফিসার আমিনুর রহমান।

  • কন্যা হত্যার বিচারের দাবিতেশ্যামনগরে সংবাদ সম্মেলন

    কন্যা হত্যার বিচারের দাবিতেশ্যামনগরে সংবাদ সম্মেলন


    বিশেষ সংবাদদাতা : সাতক্ষীরা’র শ্যামনগরে কন্যা হত্যার বিচারের দাবিতে পিতা মোঃ রফিকুল ইসলাম শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোঃ মফিজ উদ্দীন গাজীর পুত্র মোঃ রফিকুল ইসলাম গতকাল শনিবার সকাল ১১ টায় শ্যামনগর প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার কন্যা মরিয়ম (১৯) কে ইসলামী শরীয়হ মোতাবেক ৭ মাস পূর্বে ঈশ্বরীপুর গ্রামের আবু বক্কর গাইনের পুত্র মোঃ নাইমুর হোসেন সোহাগের সাথে বিয়ে দেই। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে কন্যা মরিয়মকে নির্যাতন করতো। নির্যাতনের এক পর্যায়ে গত মঙ্গলবার দিনগত গভীর রাতে আমার কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করে মোবাইল ফোনে সোহাগ আমাকে বলে মরিয়ম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। পরদিন ভোরে আমি সোহাগের বাড়িতে যেয়ে দেখি ঘরের মেঝেতে আমার কন্যার লাশ পড়ে আছে। এঘটনায় আমি শ্যামনগর থানায় এজাহার দাখিল করি। থানা পুলিশ ঘটনা পরিদর্শন করেছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-৩১। আপনাদের লেখনের মাধ্যমে আমার কন্যা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

  • শ্যামনগরে বীমা গ্রাহকের মৃত্যু-দাবির চেক হস্তান্তর

    শ্যামনগরে বীমা গ্রাহকের মৃত্যু-দাবির চেক হস্তান্তর


    শ্যামনগরে ব্যুরো ঃ ডেলটা লাইফ ইনসিওরেন্স কো. লি.-এর বীমা গ্রাহক শ্যামনগর উপজেলার হেতালখালী গ্রামের বিভা রায়ের মৃত্যুতে নমিনী তার স্বামী স্বপন কুমার মিস্ত্রীকে ১ লাখ ১২ হাজার ২৩৩ টাকার মৃত্যু-দাবি চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল সকাল ১১ টায় ডেলটা লাইফ ইনসিওরেন্স কোঃ লিঃ এর শ্যামনগর ব্রাঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে এ চেক হস্তান্তর করা হয়। বীমা গ্রহক বিভা রায় ৫০ হাজার টাকার বীমা করেছিলো। তার মৃত্যুতে বীমা অংক ও প্রাপ্য সুবিধা সহ মোট ১ লাখ ১২ হাজার ২৩৩ টাকার চেক দেওয়া হয়। শ্যামনগর ব্রাঞ্চ থেকে এ চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্যামনগর ব্রাঞ্চ ইনচার্জ এমএম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- জেএভিপি খুলনা, মোঃ হাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন- ম্যানেজার ব্রজেন্দ্র নাথ মন্ডল, ম্যানেজার সুপদ মন্ডল, ম্যানেজার এওয়াইএম মাগফুরুজ্জামান ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

  • শ্যামনগরে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালিত


    শ্যামনগর প্রতনিধিি : ১৩ অক্টোবর আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে ও এনজিও বারসিক, ফ্রেন্ডশিপ, সিসিডিবি ও ওয়ার্ল্ড ভিশন সহ কয়েক এনজিও সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর গিফারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, এনজিও সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক গাজী আল ইমরান প্রমুখ। বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
    অপরদিকে শ্যামনগরে যুব সংগঠন সিডিও ইয়ুথ টিম ও এসএসএসটি এর আয়োজনে ও বারসিকের সহযোগিতায় “মহামারি মোকাবেলায় যুবরাই অগ্রগামী” এ শ্লোগানে ১৩ অক্টোবর আন্তজার্তিক প্রশমন দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টায় বিভিন্ন প্লাকার্ড সহ র‌্যালি শেষে শ্যামনগর প্রেসক্লাব চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে বারসিকের উপজেলা সমন্বয়কারী গাজী আল ইমরান ও সিডিও ইয়ুথ টিমের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • শ্যামনগরে সাধারনের চলাচলের পথ উন্মুক্ত করায় শান্তি ফিরে পেয়েছে ৩ গ্রামের মানুষ


    শ্যামনগর উপজেলায় সাধারনের চলাচলের পথ উন্মুক্ত করায় শান্তি ফিরে পেয়েছে শ্যামনগর উপজেলার যাদবপুর, সোয়ালিয়া ও দেবীপুর এ তিন গ্রামের মানুষ। ভুক্তভোগীরা জানায়, শ্যামনগর উপজেলায় সোয়ালিয়ায় ১/১ খতিয়ানের ৮৮৭ দাগের কিছু অংশের উপর দিয়ে সাধারন জনগন চলাচল করতো। এলাকার প্রভাবশালী ও শৃঙ্খলা ভঙ্গকারী সোয়ালিয়া গ্রামের আরশাদ আলীর পুত্র ওয়াহেদ আলী ও আব্দুল্লাহ গাজী প্রভাব খাটিয়ে জোর পূর্বক উক্ত চলাচলের পথ বন্ধ করে পাকা প্রাচীর দিয়ে ঘর নির্মানের চেষ্টা করছিলো। এ অবস্থায় এলাকাবাসী শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করে। সহকারি কমিশনার (ভূমি) আঃ হাই সিদ্দিকি সরোজমিনে হাজির হয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তাদের কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দিয়ে আসেন। তারা কার্যক্রম বন্ধ না করায় গতকাল সহকারি কমিশনার (ভূমি) আঃ হাই সিদ্দিকি ও সদর নায়েব যতিন্দ্রনাথ সরকার ঘটনাস্থলে হাজির হয়ে উক্ত সাধারনের চলাচলের পথ উন্মুক্ত করে দেন।