Category: রাজনীতি

  • তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট আজ : জেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আ.লীগই: প্রার্থী ৭৭

    তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট আজ : জেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আ.লীগই: প্রার্থী ৭৭



    তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোট আজ জেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আ.লীগই: প্রার্থী ৭৭

    ন্যাশনাল ডেস্ক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ রোববার সাতক্ষীরা জেলার ৭টি উপজেলাসহ ১১৭ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ২৪ উপজেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। শনিবার বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।
    প্রকাশ, তৃতীয় ধাপে নির্বাচনের জন্য ১২৭ উপজেলার তফসিল ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়েছে। আর নরসিংদী সদর ও কক্সবাজার সদরের ভোট আগামীকালের পরিবর্তে ৩১ মার্চ চতুর্থ ধাপে গ্রহণ করা হবে। এ ছাড়া ছয়টি উপজেলার সবকটি পদের প্রার্থীরা বিনা ভোটে জয়ী হয়েছেন। তাই আজ ১১৭টি উপজেলায় ভোট গ্রহণ করা হচ্ছে।

    সচিব বলেন, নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে অভিযোগের ভিত্তিতে নয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তিন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইসির নির্দেশে প্রত্যাহার করা হয়। এ ছাড়াও বেশ কয়েকজন ওসি এবং অতিরিক্ত পুলিশ সুপারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আইন অমান্য করে প্রচারে অংশ নেওয়ায় এ পর্যন্ত তিনজন সাংসদকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। তাঁরাও আইনে প্রতি সম্মান দেখিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্বাচনী এলাকা ত্যাগ করেছেন। তাই ইসিকে অন্য কোনো অ্যাকশনে যেতে হয়নি। সচিব জানান, তৃতীয় ধাপে রংপুর সদর, গোপালগঞ্জ সদর, মানিকগঞ্জ সদর ও মেহেরপুর সদরে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ করা হবে।
    এদিকে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলায় দু’একটি ব্যতিক্রম ছাড়া এবারের নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল অংশ নিচ্ছে না। ফলে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই। জেলার সাত উপজেলায় ৫৯৭টি কেন্দ্রে ৩০৫০টি কক্ষে ১৫ লাখ ৬০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
    উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরা সদরে ৩ জন চেয়ারম্যান, ৬ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন নারী ভাইস চেয়ারম্যান অংশ গ্রহণ করছেন। কলারোয়ায় চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ২জন এবং ন্রাী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। তালা উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। আশাশুনিতে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। কালিগঞ্জে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। দেবহাটায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। শ্যামনগরে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
    প্রার্থীদের মধ্যে শ্যামনগরে জাতীয় পাটির একজন এবং দেবহাটায় এনপিপি একজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া আর প্রায় সকল প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছে।
    এদিকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য জেলায় ৬ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে প্রশাসন। সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের পক্ষ থেকে প্রত্যেক ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের হাতে গতকাল সকাল থেকে ব্যালট বক্স, ব্যালটসহ বিভিন্ন নির্বাচন সামগ্রী তুলে দেওয়া হয়। দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, আনছার ভিডিপি সদস্যদের।
    সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটাণিং অফিসার মোঃ নাজমুল কবির বলেন, জেলা ৫৯৭ টি ভোট কেন্দ্রের জন্য নির্বাচন প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। আজ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
    সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান জানান, জেলব্যাপী ৫শ’ ৯৭ টি কেন্দ্রের মধ্যে ৪শ’ ২৯ টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহিৃত করেছে পুলিশ। ঝুুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের পূর্ণ নিয়ন্ত্রনে রয়েছে। যেকোন মুল্যে আজ ২৪ মার্চের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণ হবে।
    নির্বাচনে প্রত্যেক কেন্দ্রে ১২ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি আরো দু’জন অস্ত্রধারি সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া প্রতি দু’ইউনিয়নে একজন করে পরিদর্শকের নেতৃত্বে মোবাইল টিম দায়িত্ব পালন করবেন। প্রত্যেকটি থানায় ১০ জন পুলিশের একটি টিম টহল দেবেন। প্রতি থানায় ২০ সদস্য বিশিষ্ট বিজিবি’র টিম ও র‌্যাবের টিম টহলে থাকবেন। এছাড়া প্রত্যেকটি থানায় জুডিশিয়াল/নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি টিম ও একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে।
    ২৪ মার্চ রবিবার অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের এই উপজেলা নির্বাচনে সাতক্ষীরার ৭টি উপজেলায় ১৫ লাখ ৬০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

  • উপজেলা পরিষদ নির্বাচনে মনোয়ন যাচাই বাছাই : চেয়ারম্যান পদে সদর- ২, শ্যামনগর-৩, তালা-২, কলারোয়া-২, দেবহাটা-৫, আশাশুনি-২, কালিগজ্ঞ-৩ বৈধ্য

    https://dakshinermashal.com/

    সাতক্ষীরায় ৫ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০১৯ চেয়ারম্যান ও ভাইস চেয়াারম্যান পদপ্রার্থীদের মনোয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামনগরে একজন ও তালা উপজেলায় একজনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক ও রিটার্নিং অফিসার মো.বদিউজ্জামান সাতক্ষীরা সদর,আশাশুনি,কালিগঞ্জ ও দেবহাটা এই ৪ উপজেলার প্রর্থীদের মনোয়ন পত্র যাছাই বাছাই করেন।

    সাতক্ষীরা সদরে উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবু ও বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। এবং ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে দু’জন প্রার্থী মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধতা ঘোষণা পেয়েছেন।

    আশাশুনিতে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাইয়ে চুড়ান্ত ভাবে বৈধতা পেয়েছেন,

    আশাশুনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও দুবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ও বিদ্রহী প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু। এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সাহেব আলি (উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি), জি এম আক্তারুজ্জামান (উপজেলা আ’লীগ সহ-সভাপতি), এমডি ফিরোজ আহমেদ (ব্যবসায়ী), মতিলাল সরকার (উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক), উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা কৃষকলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান স. ম সেলিম রেজা সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান: মহিলা আওয়ামীলীগ ইউনিয়ন আহবায়ক ও উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্য মোছাঃ হেনা গাজী ও ইউনিয়ন যুব মহিলালীগ সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন।

    কালিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। কালিগঞ্জে বৈধ প্রার্থী হলেন যারা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাবেক সহকারী পুলিশ সুপার মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতাউর রহমান, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন।

    পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উজ্জীবনী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহাছান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জি,এম, জাহাঙ্গীর কবির, থানা আওয়ামীলীগে সাবেক সাংগঠনিক সম্পাদক ডি,এম,সিরাজুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী আব্দুল হামিদ সরদার, জি,এম, আব্দুল কুদ্দুস, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন্নাহার জেবু, ধলবাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি দিপালী ঘোষ, আফসানা বেগম, এবং বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি সদস্য ফারহানা।

    দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী বৈধ ঘোষীত হয়েছেন। প্রর্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল গনি, সাইদ মাহফুজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যড. সম গোলাম মোস্তফা, বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন।

    ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, জাতীয় পার্টির (জাপা) আনিছুর রহমান বকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিসেস আমেনা রহমান, প্রিয়াংকা রানী, জিএম স্পর্শ এবং আফরোজা পারভীন।

    এদিকে জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল হাসান সকাল ১০ টা থেকে তালা,কলারোয়া ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোয়নপত্র যাচাই বাছাই করেন।

    তালায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মনোনয়ন মনোনয়ন পত্র ৩টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী জমা দিলেও চেয়ারম্যান পদপ্রার্থী থেকে বাদ পড়েছেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এসএম ফজলুল হক ।
    জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসান জানান, উপজেলা চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের দলীয় প্রার্থী ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

    ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বৈধতা পেয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইখতিয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ আমিনুজ্জামান ।
    ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল, খেশরা ইউনিয়ন আওয়ামলীগের সদস্য মুরশিদা পারভীন পাপড়ি ও সাংবাদিক সাকিলা ইসলাম জুই ।

    কলারোয়া উপজেলায় চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন (আওয়ামী লীগ মনোনীত) ও আমিনুল ইসলাম লাল্টু।এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে মো. আরাফাত হোসেন, রবিউল আলম মল্লিক ও কাজী আসাদুজ্জামান শাহজাদা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না, শাহনাজ নাজনীন খুকু ও রোজিনা সুলতানা দুলালী।

    শ্যামনগর উপজেলায় যে সকল প্রার্থী বৈধতা পেয়েছেন তারা হলেন চেয়ারম্যান পদে আতাউল হক দোলন (আওয়ামী লীগ মনোনীত), বিএনপির জিএম সাদিকুর রহমান সাদেম ও জিএম ওসমান গনি বৈধ প্রার্থী ঘোষনা করলেও আয়কর দাখিল না করার কারণে চেয়ারম্যান পদ থেকে অবৈধ ঘোষীত হলেন জিএম আজিবর রহমান। ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন জিএম কামরুজ্জামান, মো. শহিদুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. শাহজালাল ও স. ম আবদুস সাত্তার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নাদিজা সুলতানা, পাপিয়া হক ও নুরজাহান পারভীন।

    উল্লেখ্য আসন্ন উপজেলা পরিষদ নির্বচনে প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৭ই মার্চ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ই মার্চ বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক ও রিটার্নিং অফিসার মো.বদিউজ্জামান।

  • জেলার ৭ উপজেলায় ২ নতুন মুখ নিয়ে নৌকা পেলেন যারা



    জেলার ৭ উপজেলায় ২ নতুন মুখ নিয়ে নৌকা পেলেন যারা

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেলার ৭ উপজেলায় ২ নতুন মুখ নিয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণা করেছেন কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। শনিবার সন্ধ্যায় দলীয় নির্ভর যোগ্যসূত্র জানায়, ৭ উপজেলার প্রার্থী চূড়ান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
    তাদের মধ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দলীয় মনোনয়ন পেয়েছেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, তালা উপজেলায় দলীয় মনোনয়ন পেয়েছেন তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলায় বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গণি, আশাশুনিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, কালিগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা আতাউর রহমান এবং শ্যামনগর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন দলীয় মনোনয়ন পেয়েছেন বলে জানা গেছে।
    এবারের উপজেলা পরিষদ নির্বাচনে শুধুমাত্র শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা থেকে নতুন যোগ হয়েছে নতুন মুখ। অন্য ৫টি উপজেলায় আগের নির্বাচিত চেয়ারম্যানেরাই পেয়েছেন নৌকার টিকিট।

  • শ্যামনগর উপজেলা পরিষদে প্রার্থীতা নির্বাচন সম্পন্ন:এ্যাড এস এম জহুরুল হায়দার বাবুর পক্ষে রেকর্ড  ভোট

    শ্যামনগর উপজেলা পরিষদে প্রার্থীতা নির্বাচন সম্পন্ন:এ্যাড এস এম জহুরুল হায়দার বাবুর পক্ষে রেকর্ড ভোট


    শ্যামনগর ব্যুরো ঃ
    তৃণমূলে জনপ্রিয়তার শীর্ষে থাকা শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এ্যাড এস এম জহুরুল হায়দার বাবু শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল এর বিশেষ কাউন্সিল অধিবেশনে রেকর্ড ৪৯% ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান পদে প্রথম পছন্দের প্রার্থী নির্বাচিত হয়েছেন।শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর সভাপতিত্বে উক্ত তৃণমূল অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি শেখ মোশতাক রবি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক হারুনুর রশিদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র,জেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক আব্দুল মান্নান সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। প্রথম অধিবেশনে দিক নির্দেশনা বক্তব্য শেষে দ্বিতীয় অধিবেশন এ গোপন ব্যলটের মাধ্যমে ২৪২ জন কাউন্সিলর এর মধ্যে ২৩৩ কাউন্সিলরগণ ভোটাধিকার প্রয়োগ করেন।প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা পোষণকারী সাতজন প্রার্থীর মধ্যে রেজাউল করিম অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম জহুরুল হায়দারকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন।বাকি ছয় জন প্রার্থীর মধ্যে এস এম জহুরুল হায়দার ১১৪,এস এম আতাউল হক দোলন ৭৮,জি এম শফিউল আযম লেনিন ২০,অসীম কুমার মৃধা ১২,অসীম কুমার জোয়ার্দার ০৪, গাজী আনিছুজ্জামান ০৫ ভোট পেয়েছেন।সরেজমিন বিশেষ কাউন্সিল অধিবেশন ভেন্যু জেসি কমপ্লেক্স মিলনায়তনে উপস্থিত কাউন্সিলর ও সাধারণ নেতাকর্মীদের মাঝে এস এম জহুরুল হায়দার এর পক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

  • সংরক্ষিত নারী আসন : সাতক্ষীরায় আলোচনার শীর্ষে ছয়

    সংরক্ষিত নারী আসন : সাতক্ষীরায় আলোচনার শীর্ষে ছয়


    এম. কামরুজ্জামান : জাতীয় সংসদে সংরক্ষিত (সাতক্ষীরা ৩১২) নারী আসনে আওযামী লীগের কোটায় এমপি হওয়ার জন্য সাতক্ষীরা হাফ ডজন নেত্রী কোমর বেঁধে মাঠে নেমেছেন। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্য এবং মন্ত্রীসভার শপত গ্রহণ শেষে মূলত সাতক্ষীরায় আলোচনা শুরু হয়েছে নারী সংসদ সদস্যদের নিয়ে। লবিং,তদবির, দৌড়ঝাপে কে কার থেকে এগিয়ে যেতে পারে তানিয়ে রিতিমত প্রতিযোগিতা শুরু হয়েছে। ইতোমধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের নাম ভাইরাল হয়েছে। প্রার্থীর আলোচনায় ছয় প্রার্থী শীর্ষে রয়েছেন।
    সাতক্ষীরা ও যশোর জেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের সংরক্ষিত আসন ৩১২। দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত যে ১০ টি জাতীয় সংসদ গঠন হয়েছে তার মধ্যে দ্বিতীয় জাতীয় সংসদ ও দশম জাতীয় সংসদে সাতক্ষীরার নারীরা জায়গা পেয়েছিল। ১৯৮৯ সালে দ্বিতীয় জাতীয় সংসদে সাতক্ষীরা থেকে বিএনপি’র নেত্রী ¯িœগ্ধা হক সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নিহেবে শপত নেন। আর দশম জাতীয় সংসদে সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস রিফাত আমিন সংরক্ষিত আসনে এমপি হিসেবে শপত নেন। তিনি আবারও একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে লড়তে চান বলে গুঞ্জুন রয়েছে। তবে তিনি বয়েসের কারনে শারীরিক ভাবে বেশ অসুস্থ্য। বর্তমানে তিনি বিদেশে রয়েছেন।
    সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইবেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক , জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভিন সেজুঁথি। তিনি সাতক্ষীরার তালা উপজেলার একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার মরহুম পিতা সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স.ম আলাউদ্দিন সাতক্ষীরা-১ আসনের এমপি ছিলেন। ১৯৯৬ সালের ১৯ জুন নিজ পত্রিকা অফিসে কর্মরত অকস্থায় আততায়ির গুলিয়ে তার পিতা নিহত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য লায়লা পারভিন সেজুঁথি দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। কিন্তু আসনটি শরীক দলের হাতে ছেড়ে দেওয়ার কারণে সে ইচ্ছা আর পূরন হয়নি। দীর্ঘদিন ধরে লায়লা পারভিন সেজুঁথি মাঠে কাজ করছেন। মাঠ কাঁপানো নেত্রী হিসেবে তিনি পরিচিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য তিনি এবার কোমর বেঁধে নেমেছেন। লায়লা পারভিন সেজুঁথি বলেন, আমার পিতা ছিলেন প্রখ্যাত রাজনীতিবীদ। ছোট বেলা থেকেই বাবার কাছে শিখেছি কি ভাবে মানুষের সেবা কিভাবে করতে হয়। আমি এমপি হতে পারলে মানুষের সেবা নিশ্চিত করবো, জেলার সার্বিক উন্নয়নে কাজ করবো।
    সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবনে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খ্যাতিমান কন্ঠশিল্পী, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশানের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা শিল্পী ঐক্যজোটের সাংস্কৃতিক সম্পাদক চৈতালি মুখার্জ্জী। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক।
    এপার বাংলার সন্ধ্যাকণ্ঠি হিসেবে খ্যাত চৈতালি মুখার্জ্জী। বয়েসে তরুণ এই কণ্ঠশিল্পীর নামের সাথে সবাই পরিচিত। একজন গুনিশিল্পী হিসেবে তার সুখ্যাতি রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। একজন ভালো কণ্ঠশিল্পী হিসেবে তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তিনি ভারত ও বাংলাদেশের বিভিন্ন স্থানে একজন গুণিশিল্পী হিসেবে একাধিক সম্মাননা পয়েছেন। দেশের জন্য বয়ে এনেছেন একাধিক পুরস্কারও। আওয়ামী লীগ পরিবারে জম্ম চৈতালী মুখার্জী একজন দক্ষ সাংস্কৃতিক সংগঠক। তিনি বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। সংরক্ষিত আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবো। আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিল্পিদের জন্য নিবিদিতপ্রাণ। দেশের দক্ষিণ অঞ্চল থেকে আজ পর্যন্ত কোন কণ্ঠশিল্পীকে সংরক্ষিত মহিলা আসনে এমপি করা হয়নি। সেদিক থেকে আমি আশাবাদি। জননেত্রী শেখ হাসিনা আমার পেশাগত বিষয়টি নিশ্চই বিবেচনা করবেন। তিনি বলেন, আমার পিতা কাত্তিক চন্দ্র মুখার্জী দক্ষিণাঞ্চলের একজন খ্যাতিমান পুরোহিত। আওয়ামী লীগ ঘরেই আমার জম্ম। স্বামী টিটু চক্রবর্তী দেশের খ্যাতিমান সঙ্গীত পরিচালক। আমি সংরক্ষিত নারী আসনে এমপি হতে পারলে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে সাতক্ষীরা তথা দেশের উন্নয়নে কাজ করবো।

    সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে আছেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , সাতক্ষীরা পৌরসভার মহিলা কমিশনার জ্যোসনা আরা। তিনিও লবিং, তদবির, দৌড়ঝাপে পিছিয়ে নেই। জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এমপি হওয়ার জন্য। জ্যোসনা আরা বলেন, আমি দলের জন্য পরীক্ষিত কর্মী। দল আমাকে মনোনয় দিলে দেশের সার্বিক উন্নয়নে কাজ করবো।
    সংরক্ষীত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরের স্ত্রী,সাতক্ষীরা পৌর যুবলীগের সহ-সভাপতি চৌধুরী নুরজাহান মঞ্জুর। এ ব্যাপারে জানতে চাইলে নুরজাহান মজ্ঞুর জানান , স্বামীর ১৮ বছর পুলিশের চাকুরীর বয়স সীমা চাকরীর সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে কাঁটিয়েছি। ২০১৩ সালে অশান্ত সাতক্ষীরায় তখন কোন পুলিশ সুপার বেশী দিন থাকতে পারেননি। সে সময় আমি আমার পুলিশ সুপার স্বামীর সঙ্গে পরিবারের সকলকে নিয়েই থেকেছি। সাতক্ষীরার সাধারণ মানুষকে সুখে ও শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য একযোগে সর্বক্ষণ কাজ করেছি। জীবনের বাকি দিনগুলো সাতক্ষীরাতেই কাঁটাবো মানুষের সেবাই নিয়োজিত থাকার সিদ্ধান্ত নিয়েছি।
    সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার জন্য সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের সভাপতি , সাতক্ষীরা পৌরসভার মহিলা কমিশনার ফারহা দীবা খান সাথি মাঠে নেমেছেন। তিনি দর্ঘিদিন ধরে সাতক্ষীরা পৌরসভার মহিলা কমিশনার হিসেবে মানুষের সেবা করে যাচ্ছেন। তিনি বলেন, এমপি হতে পারলে সাতক্ষীরার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবো।
    সাতক্ষীরা জেলা পরিষদের মহিলা সদস্য, সাতক্ষীরা জজ কোটের এপিপি অ্যাডভোকেট শাহানাজ পারভিন মিলি। সংরকি। সংরক্ষিত আসনে তিনিও মনোনয়ন চাইবেন। নারী নেত্রী হিসেবে তার রয়েছে বেশ পরিচিতি। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর কাজ করেছেন। বাল্য বিবাহ, যৌতুকের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
    প্রসঙ্গত ১৫ জানুয়ারী থেকে আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম ছাড়বেন বলে ঘোষনা করেছেন। সাতক্ষীরার আলোচিত এসব প্রর্থীরা ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কেউ কেউ ঢাকায় পৌছে শুরু করেছেন লবিং।

  • ১৪ দলের উদ্যোগে ২৫ জানুয়ারি সাতক্ষীরার চার এমপি’র সংবর্ধনা


    সংবাদ বিজ্ঞপ্তি: ১৪দল সাতক্ষীরা জেলা নির্বাচনী পরিচালনা কমিটির এক সভা জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ১৪ দলের আহবায়ক ও বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুনসুর আহমেদ। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, বাজাসদ জেলা সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথী, নাজমুন আসিফ মুন্নি, মীর মোশারফ হোসেন মন্টু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ১৪ দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও জাসদ জেলার সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
    সভার শুরুতে সদ্য প্রয়াত কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামানের আকর্ষিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।
    সভায় আগামী ২৫ জানুয়ারী বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদ্য নির্বাচিত সাতক্ষীরার চারজন জাতীয় সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়ার সিন্ধান্ত গ্রহণ করা হয়।

  • উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক

    উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক


    নিজস্ব প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। এবারে নির্বাচন হবে দলীয় প্রতীকে এমন সংবাদ পেয়ে মনোনয়ন প্রত্যাশীরা লবিং শুরু করেছে। দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেছেন জনজরিপ ও জনপ্রিয়তার শীর্ষে থাকা গরীব দুঃখী মানুষের প্রাণের নেতা অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক)। সততা ও যোগ্যতার বিচারে দেবহাটা উপজেলার কৃতি সন্তান গণমানুষের প্রাণের নেতা প্রিয় মুখ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা রাজপথের আন্দোলন সংগ্রামের সাহসী মুজিব সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শ্যের আদর্শিত ব্যক্তিত্ব, যিনি একজন সাদা মনের মানুষ, পরোপকারী, দেবহাটা উপজেলাসহ সর্বস্তরের জনতার গর্ব ও অহংকার আশার-আকাঙ্খার প্রদীপ হয়েছেন। যিনি মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী। এলাকার মানুষের সুখে দুঃখে নিজেকে উৎসর্গ করেছেন। সেই মহান ব্যক্তিত্ব অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক) দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন এটাই দেবহাটা উপজেলাবাসীর একমাত্র প্রাণের দাবী। অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক)’কে দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার প্রাণের দাবী জানিয়েছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার দলীয় তৃণমূল নেতৃবৃন্দসহ এলাকার সকল জনগণ। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে তিনি দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী দেবহাটা উপজেলার সাধারণ জনগণ। সেই লক্ষ্যেই দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে এবং হাট বাজারসহ সবখানে গরীব দুঃখী মানুষের প্রাণের নেতা অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক) গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

  • এমপি রবকে  বিভিন্ন সংগঠনের  শুভেচ্ছা

    এমপি রবকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা


    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা সাতক্ষীরার উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি পুনরায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর শপথ নিয়ে সাতক্ষীরায় ফেরায় সদর নির্বাচনী এলাকার বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের পক্ষ থেকে মানুষের ফুলেল শুভেচ্ছা উচ্ছ্বাস, ভালবাসা আর অভিনন্দনে সিক্ত হলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি । শুক্রবার (১১ জানুয়ারী) অভিবাদন ও ফুলেল শুভেচ্ছা জানাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সকালে জেলা মর্নিং ওয়ার্ক ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. লিয়াকত পারভেজ ও মো. আছাদুল হকসহ নেতৃবৃন্দ, পলাশপোল মহা শ্নশান কমিটির নেতৃবৃন্দ ও সদর উপে জলা রাইচ মিল সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবুসহ নেতৃবৃন্দ।

  • সংবাদ সম্মেলন : জগলুল হায়দারকে মন্ত্রী পরিষদের সদস্য করার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন

    সংবাদ সম্মেলন : জগলুল হায়দারকে মন্ত্রী পরিষদের সদস্য করার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন


    নিজস্ব প্রতিবেদক :
    সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ এস এম জগলুল হায়দারকে মন্ত্রী পরিষদের সদস্য করার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরায় অবস্থানরত শ্যামনগরের বিভিন্ন পেশারপ্রতিদের আয়োজনে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জজকোর্টের পিপি এড. তপন কুমার দাশ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও শ্যামনগর আইনজীবি পরিষদের আহবায়ক এড. ফজলুল হক, সাতক্ষীরাস্থ শ্যামনগর কল্যাণ সমিতির প্রাক্তন সেক্রেটারি ওয়াজেদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাতক্ষীরা জজকোর্টের এপিপি জিএম ওকালত হোসেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের সহকারি ব্যবস্থাপক জি এম বুলবুল আহমেদ, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোন্স্যা দত্ত, বাংলা লোকনাট্য ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ নাসিম হায়দার রিপন, সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান, সাতক্ষীরা জজকোর্টের এপিপি জেড এম আব্দুল্লাহ আল মামুন, এড. ইয়ারুল হক ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, রাজনৈতিক কর্মী মকবুল হোসেন প্রমুখ।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, শ্যামনগর আতরজান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী।
    বক্তব্যে তিনি বলেন, বর্তমান সাংসদ এস এম জগলুল হায়দার দক্ষিণ বঙ্গে আওয়ামীলীগে প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্জ কোরবান আলী সরদারের দৌহিত্র। আলহাজ্ব কোরবান আলী সরদার ৫২’র ভাষা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখে, সে পরিবারের উত্তরসূরি হিসেবে এবং গত ৫ বছরে সবচেয়ে জনসম্পৃক্ত জনপ্রতিনিধি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহভাজন থাকায় মন্ত্রী পরিষদের তাকে সদস্য করা হলে দক্ষিণ অঞ্চলে জননেত্রীর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখতে পারবে।
    তিনি বলেন, জগলুল হায়দার জাতীয় সংসদে ইতোমধ্যে উপকূলীয় মানুষের প্রধান সমস্যা বাধ ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিনিধিকে সম্পৃক্ত করার প্রয়োজনীয় আইন প্রণয়ের জন্য জাতীয় সংসদে প্রস্তাপন উপস্থাপন করেন। তিনি ত্রাণ ও দূযোর্গ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সুন্দরবন সংলগ্ন অঞ্চলকে বিশেষ নজরে আনতে সক্ষম হয়। ফলে এলাকায় বরাদ্দের পরিমাণও অন্য এলাকার চেয়ে বেশি পায়।
    শ্যামনগর উপজেলাটি চিংড়ী চাষে দেশের রাজস্ব আয়ে ব্যাপক অবদান রেখেই চলেছে। এর সাথে সম্ভাবনার দারপ্রান্তে এখানকার পর্যটন। এখানে সুন্দনবনের মুন্সিগঞ্জ আকাশলীনা, গোপালপুর পিকনিক কর্ণার, হরিচরন জমিদার বাড়ি, বংশীপুর শাহী মসজিদ ও বংশীপুর হাম্মামখানাসহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। যেটি পর্যটন বিকাশে সহায়ক হিসেবে ব্যাপক ভূমিকা পালন করে চলেছে। এখানে একজন মন্ত্রীর ছোয়া পেলে এলাকাটি বাংলাদেশের অন্যতম স্বনির্ভর উপজেলায় পরিণত করা সম্ভব বলে মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত পর্যটন শিল্পে বিপ্লব ঘটাতে নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন, মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এস এম জগলুল হায়দার অত্র অঞ্চলের ৪টি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন প্রকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ অঞ্চলের আপামর সাধারণের প্রাণের দাবি জগলুল হায়দারকে মন্ত্রী হিসেবে পাওয়া।

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি রুহুল হকের শ্রদ্ধাঞ্জলি

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি রুহুল হকের শ্রদ্ধাঞ্জলি


    নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে মহাজোট সমর্থিত প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক বিপুল ভোটে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।
    বৃহস্পতিবার তিনি সংসদ সদস্য হিসেবে শপথ ও নিয়েছেন। শুক্রবার দলের নেতাকর্মী ও ঢাকাস্থ সাতক্ষীরা বাসীদের নিয়ে ধানমন্ডী ৩২শে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ডা: রুহুল হক উপস্থিত ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করেন।
    এসময় ডাঃ রুহুল হক তরুণদের উদ্দেশ্যে বলেন, “বঙ্গবন্ধুকে তোমরা দেখোনি তাঁর নাম শুনেছ। তোমরা বঙ্গবন্ধু সম্পর্কে, তাঁর আদর্শ সম্পর্কে ধারণা পাবে অসমাপ্ত আত্মজীবনী পড়ার মাধ্যমে।
    তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধুমাত্র এদেশের মানুষের মুখে হাসি দেখতে চান। তিনি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও বঙ্গবন্ধুর উপর লেখা বিভিন্ন গ্রন্থ সাতক্ষীরা-৩ আসন সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করার ঘোষণা দেন।
    এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, ইডেন মহিলা কলেজ, তেঁজগাও কলেজ, শ্যামলী ম্যাটস, ট্রমা ম্যাটস, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডা: রুহুল হকের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং আসন্ন মন্ত্রীপরিষদে তাঁকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেখবার প্রত্যাশা করেন।

  • বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুলের মৃত্যুতে জেলা আওয়ামীলীগের শোক প্রকাশ


    বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদ, সহ-সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক এমপি, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাবেক এমপি একে ফজলুল হক, সাবেক এমপি ডা: মোখলেছুর রহমান, এড. এস এম হায়দার, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ হায়দার আলী তোতা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, বন ও পরিবেশ সম্পাদক শহীদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এড. গোলাম মোস্তফা, শিক্ষা সম্পাদক শফিউল আযম লেলিন, যুব ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, শিল্প বাণিজ্য সম্পাদক আলহাজ্ব আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপ- দপ্তর সম্পাদক জে এম ফাত্তাহ, উপ-প্রচার সম্পাদক অধ্যাপক প্রণব ঘোষ বাবলু, কোষাধ্যক্ষ আসাদুল হক, সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান প্রমুখ। অনুরূপ শোক জানিয়েছেন, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি স ম জগলুল হায়দার এমপি, সাধারণ সম্পাদক আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ অহেদুজ্জামান, সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, আশাশুনি উপজেলার সভাপতি এ বিএম মোস্তাকিম, সাধারণ সম্পাদক এড. শহীদুল ইসলাম পিন্টু, দেবহাটা উপজেলার সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কলারোয়া উপজেলার সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, তালা উপজেলার সভাপতি শেখ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সদস্য এড. শাহানাজ পারভীন মিলি, কোহিনুর ইসলাম, মীর মোশাররফ হোসেন মন্টু, ডা.মুনসুর আহমেদ প্রমুখ। অনুরুপ শোক জানিয়েছেন জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেগম রিফাত আমিন এমপি, সাধারণ সম্পাদিকা কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেগম নাদিরা আলী, সাধারণ সম্পাদিকা রেবেকা পারভীন রিক্তা প্রমুখ।প্রেস বিজ্ঞপ্তি

  • তেতুলিয়া ইউনিয়নে মুস্তফা লুৎফুল্লাহর নৌকার প্রতীকে গণসংযোগ

    তেতুলিয়া ইউনিয়নে মুস্তফা লুৎফুল্লাহর নৌকার প্রতীকে গণসংযোগ

    তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নে জননেতা মুস্তফা লুৎফুল্লাহর নৌকার প্রতীকে গণসংযোগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তেতু লিয়া ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি অাবুল কালাম অাজাদ, সাধারন সম্পাদক এবং ইউনিয়নপরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, কৃষকলীগ নেতা  শংকর, জেলা অাওয়ামীলীগ নেতা  প্রণব ঘোষ বাবলু, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি সরদার মশিয়ার, তালা মহিলা কলেজের অধ্যক্ষ জনাব অাব্দুর রহমান সহ ইউনিয়ন অাওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ,  শ্রমিকলীগের নেতৃবন্দ সহ মহাজোটের নেতৃবৃন্দ। 

  • ব্রহ্মরাজপুরের মেল্লেকপাড়ায় নৌকায় ভোট চাইলেন আসাদুজ্জামান বাবু

    ব্রহ্মরাজপুরের মেল্লেকপাড়ায় নৌকায় ভোট চাইলেন আসাদুজ্জামান বাবু

     
    নিজস্ব প্রতিবেদক : নৌকায় ভোট চেয়ে ব্রহ্মরাজপুরে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ব্রহ্মরাজপুরের মেল্লেকপাড়ায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীলা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবিরেরর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগের সদস্য শফিউদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাবেক ছাত্রনেতা ফারুকুজ্জামান ডেভিট, শেখ আমিনুর রহমান কাজলসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    পথসভায় আসাদুজ্জামান বাবু বলেন, যারা স্বাধীনতার বিরোধীতা করেছিলো তাদের কোন ভাবেই ভোট দেওয়া যাবে না। দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিতে হবে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেছে, দেশের উন্নয়ন ঘটেছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেলে হিসেবে মাথা উচু করে দাঁড়িয়েছে। সে কারণে আগামী ৩০ ডিসেম্বর ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

  • তালায় সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত কে বিজয়ের লক্ষে মিছিল,শোডাউন ও পথসভা অনুষ্ঠিত

    তালায় সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত কে বিজয়ের লক্ষে মিছিল,শোডাউন ও পথসভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি : তালায় মহাজোটের প্রধান শরিক দল জাতীয় পার্টি মনোনীত,তালা-কলারোয়ার উন্নয়নের রুপকর,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্মুক্তকৃত সাতক্ষীরা-১(তালা-কলারোয়া)আসনে, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত কে লাঙ্গল প্রতিকে বিজয়ী মিছিল,শোডাউন,পথসভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল(বুধবার) উপজেলার প্রাণকেন্দ্র তালা বাজারে উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের নেতৃত্বে লাঙ্গল প্রতিককে বিজয়ী করতে মিছিল বের হয় । মিছিলটি তালা উপশহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে শাহপুর বাজারে গিয়ে মিছিল করে এক পথ সভা অনুষ্ঠিত হয় । পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,যুগ্ন-সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর হাসান,মীর কাইয়ুম ইসলঅম ডাবলু,সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব,জাপা নেতা তকিম উদ্দীন,রহমত আলী,যুব সংহতির উপজেলা সভাপতি সরদার কবির আহমেদ,ছাত্র সমাজ উপজেলার সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু,ছাত্রনেতা কাজী জীবন,সাগর মোড়ল, তরুন পাটির্র সভাপতি ইউনুচ আলীপ্রমুখ । মিছিলে কয়েক শতাধিক লাঙ্গলের সর্মাথক অংশ নেন ।অপরদিকে জালালপুর ,মাগুরা,খলিষখালীতে জেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম আকরামুল ইসলামের নেতৃত্বে ২০০শতাধিক মটর সাইকেলের শোডাউন দেওয়া হয় ।

  • চাম্পাফুল বাজারে নৌকার নির্বাচনী পথ সভা ও গণসংযোগ

    চাম্পাফুল বাজারে নৌকার নির্বাচনী পথ সভা ও গণসংযোগ


    নিজস্ব প্রতিনিধি : আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার মধ্যবর্তী চাম্পাফুল-কালিবাড়ি বাজারে সাতক্ষীরা-৩ আসনে আওয়ামীলীগ প্রার্থী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি গনসংযোগ ও লিফলেট বিতরন করেছেন। সরকারের উন্নয়ন তুলে ধরে আবার ও নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, আপনাদের একটি ভোট সাতক্ষীরা-০৩ আসন তথা সাতক্ষীরার উন্নয়নে কতটুকু ভুমিকা রাখতে পেরেছে সেটা আপনারা জানেন। শোভনালী এলাকার সুপেয় পানি সমস্যা দূর করতে একটি প্রকল্প হাতে নিয়েছেন বলে তিনি জানান। বাংলাদেশের মানুষ আর পিছনে ফিরে যেতে চায় না। তাই উন্নয়নের প্রতীক নৌকার বিকল্প নাই। আওয়ামীলীগ সরকার আপনাদের চাওয়ার চাইতেও অনেক বেশি কিছু দিয়েছে এবং আগামীতে আরও দিবে। তাই আগামী ৩০ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিতে তিনি সকলকে অনুরোধ জানান। বুধবার দিনভর গণ সংযোগ ও পৃথক পৃথক পথ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজ্জামেল হক গাইন, সাবেক ইউপি চেয়ারম্যান স ম মতিয়ার রহমান মতি, আবদুল লতিফ মোড়ল, শোভনালী ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি প্রভাষক স ম মোনায়েম হোসেন, ইউপি সদস্য নজরুল ইসলাম গাইন, আজিজুর রহমান, সাইলুর রহমান খান, মোঃ কায়ুম, বাজার কমিটির সেক্রেটারি শাহিন সানা, বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান, যুবলীগ নেতা তারিক, শেখ মনিরুল ইসলাম, ইউনিয়ন তাতীলীগ সভাপতি প্রদীপ চন্দ্র বাছাড় সহ আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার আওয়ামীলীগ ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিকল্প নেই ঃ বল্লীতে নির্বাচনী জনসভায় এমপি রবি

    দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিকল্প নেই ঃ বল্লীতে নির্বাচনী জনসভায় এমপি রবি


    নিজস্ব প্রতিনিধি ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নৌকা প্রতিকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ডিসেম্বর) বিকালে বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বল্লী মো. মুজিবুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক আহমেদ’র সভাপতিত্বে বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘মহান স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামীলীগ দেশে ব্যাপক উন্নয়ন করেছে বলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জোয়ার বইছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিকল্প নেই।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্ন আরা, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি রাম প্রসাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মীর মাহমুদ হাসান লাকি, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি বিকাশ দাস, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদস্য মীর মহিতুল আলম, জিয়াউর বিন সেলিম যাদু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক এম সুশান্ত, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদিকা সুলেখা দাস, রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সহ-সভাপতি নাসির উদ্দিন, সাবেক সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, বল্লী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহিদুল ইসলাম, ইউপি সদস্য সামছুর রহমান, ইউপি সদস্য রফিকুল ইসলাম, কাজী মারুফ আহমেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা আবতাবুজ্জামান লাল্টু। এসময় আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।