Category: ধর্মীয়

  • সাতক্ষীরা প্রেসক্লাবে সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক কাফেলা সম্পাদক আবদুল মোতালেব মৃত্যুবার্ষিকীতে বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিল

    নিজস্ব প্রতিনিধি: দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল।
    শনিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সাতক্ষীরার প্রয়াত সাংবাদিক নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক কাফেলা সম্পাদক আবদুল মোতালেব এর ১৬ তম মৃত্যু বার্ষিকীতে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সকালে রসুলপুরে প্রয়াত আবদুল মোতালেবের কবর জিয়ারত করে দোয়া করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
    প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে শরিক হন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, সংরক্ষি মহিলা আসনের এমপি রিফাত আমিন, জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী ডা. আফতাবউজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, সাবেক সাংসদ ডা. মোকলেছুর রহমান, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর ফজলে হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ প্রমুখ সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বিভিন্ন পেশজীবি, জনপ্রতিনিধি এবং সাতক্ষীরার দৈনিক পত্রিকাগুলির সম্পাদক, প্রেসক্লাবের বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সর্বস্তরের সাংবাদিক। এতে মোনাজাত পরিচালনা করেন মওলানা কামরুল ইসলাম।

  • রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে ইফতার মাহফিল | উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু

    শহর প্রতিনিধি: রোটারী ক্লাব অব সাতক্ষীরা এর উদ্যোগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ রমজান শুক্রবার শহরের পুরাতন আইনজীবী সমিতি ভবনে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট এনছান বাহার বুলবুলের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য এড. আজহারুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি বিশ^জিত সাধু, পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সেক্রেটারী এড. শাহনওয়াজ পারভীন মিলি, কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি মাহমুদুল হক সাগর, রোটাঃ পিপি ডা. বিশ^নাথ ঘোষ, রোটাঃ পিপি প্রফেসর ভূধর সরকার, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ পিপি বিশ^নাথ ঘোষ এমডি, রোটাঃ পিপি রেহেনা পারভীন মিনু, রোটাঃ মুন্নী, রোটাঃ পিপি আশরাফুল করিম ধনি, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটাঃ আক্তারুজ্জামান কাজল, রোটাঃ মীর মোশারফ হোসেন মন্টু, রোটাঃ কামরুজ্জামান রাসেল, রোটাঃ হাসিবুর রহমান রনি, রোটাঃ শফিউল ইসলাম, রোটাঃ শাহিদুর রহমান, রোটাঃ মাহফুজা সুলতানা, মাহফুজা রুবি, রোটাঃ এড. সেলিনা খাতুন প্রমুখ। ইফতার মাহফিলে দেশের অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা

    ডেস্ক রিপোট: গম বা আটার বাজারমূল্য হিসাব করে এবার সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৭০ টাকা। বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন জানিয়েছেন। তিনি বলেন, এবার সর্বনিম্ন ৭০ টাকা এবাং সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। গত বছর সর্বনিম্ন ৬৫ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার ৯৮০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছিল। এক কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিতরার জন্য নির্ধারিত ওজনের আটার দাম ৭০ টাকা, যবের দাম ৫০০ টাকা, কিসমিস ১৩২০ টাকা, খেঁজুর ১৯৮০ টাকা এবং পনিরের ২৩১০ টাকা ধরে এই ফিতরা হিসাব করা হয়েছে। “দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের সর্বোচ্চ বাজার মূল্যের ভিত্তিতে ফিতরা নির্ধারণ করা হয়েছে।” বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমদ, কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাম্মদ মাহমুদুল হাসান, আহছানিয়া সুফিজম ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাইখ মুহাম্মাদ উছমান গণী, ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুহাদ্দিস মাওলানা ওয়ালীয়ূর রহমান খান, মুফাসসির মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দীন কাসেম ছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন শাখার পরিচালক ও উপ-পরিচালকরা সভায় উপস্থিত ছিলেন

  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল

    বৃহস্পতিবার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহ্ আবদুল সাদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমান, এনডিসি মোশারেফ হোসাইন প্রমুখ।
  • ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সাতক্ষীরা (ডুসাস) এর ইফতার মাহফিল

    এনইউবিটি প্রতিনিধি: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব সাতক্ষীরার বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ঢাকা বিশ^বিদ্যালয়ের বাণিজ্য অনুষদ কনফারেন্স হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা’র উপাচার্য ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মের যেকোন আয়োজনে উপস্থিত হতে পারাটা আমার জন্য আনন্দের। তরুণদেরকে দেখে আমি নিজে অনুপ্রাণিত হই। তিনি বলেন, আমরা সবাই সাতক্ষীরার সন্তান। অমিত সম্ভাবনার এই জেলাকে একটি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে সাতক্ষীরার সকল সন্তানকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
    ডুসাস সভাপতি সৈয়দ শরিফুল আলম (শপু)’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোখতার হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সরর্দার মুজিব, ঢাকা বিশ^বিদ্যালয় রোকেয়া হলের সাবেক সভাপতি মাসুদা খানম, ইসলামী ইউনিভার্সিটি ছাত্রলীগ এর সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় উপকমিটির সদস্য আফসার উদ্দিন, সূর্যসেন হল সভাপতি নাহিদ হাসান শাহিন প্রমূখ। ডুসাস সেক্রেটারি ইকরামুজ্জামান (ইকরাম) অনুষ্ঠানটি সঞ্চলনা করেন। ডুসাস এর অন্যান্য সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • জেলাপরিষদ সদস্য আল ফেরদাউস আলফার

    কোমরপুরে উদ্যোগে দোয়া অনুষ্ঠান
    গতকাল দেবহাটায় জেলা পরিষদ সদস্য আল ফেরদাউসের উদ্যোগে কোমরপুরে উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসাতে ৪ জন কুরআনে হাফেজ হাফেজী শেষ করায় তাদের পাগড়ী প্রদান ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য আলহাজ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাধারন সম্পাদক আব্দুল বারী, দৈনিক পত্রদূতের উপদেষ্ঠা সম্পাদক এডভোকেট আবুল কালাম আযাদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী। অন্যান্যদের মধ্যে উপস্থতি ছিলেন দেবহাটাপ্রসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ও আমির কান চৌধুরী প্রমুখ।