দেবহাটা প্রতিনিধি: দেবহাটার আষ্কারপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় আস্কারপুরের দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের আয়োজন ও সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফতাব মোড়লের সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ সভাপতি শেখ সহীদ উদ্দীন, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আকবর আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য প্রার্থী হাবিবুল্ল্যাহ হাবিব, আঞ্চলিক ওয়ার্ড কমিটির সভাপতি শওকাত গাজী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল মোড়ল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোখলেছুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, মিজানুর রহমান, মহিলা মেম্বর প্রার্থী ইরানী খাতুন প্রমুখ।
Category: দেবহাটা
-

দেবহাটা প্রেসক্লাব সভাপতি লিটু’র শ্বাশুড়ীর মৃত্যুতে শোক
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু’র শ্বাশুড়ী আছিয়া খাতুন (৭৮) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি সাতক্ষীরা সদরের মরহুম আবু বকর গাজীর স্ত্রী। বেশ কিছুদিন যাবত তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকাল ৪টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা আছিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জাানিয়ে বিবৃতি দিয়েছে দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অন্যান্য বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি আবু হুরাইরা, রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, সুমন পারভেজ বাবু, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, কেএম রেজাউল করিম, সাংবাদিক এসকে অভি, সজল ইসলাম, ফরহাদ হোসেন নীলয়, শাহিন হোসেন প্রমুখ।
-

দেবহাটা সদরে চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল হকের প্রচারণা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা সদর ইউনিয়নে অব্যাহতভাবে জনসাধারণের সাথে মতবিনিময়, গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক। তিনি দেবহাটা সদরের মৃত আজগার আলীর পুত্র। আনোয়ারুল হক দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক ও প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। ১৯৭৮ সালে নবম শ্রেনীতে অধ্যায়ণরত অবস্থায় উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহনের মধ্য দিয়ে আওয়ামী রাজনীতিতে পদার্পন করেন। ১৯৮১ সালে এসএসসি এবং ১৯৮৩ সালে তিনি এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সাতক্ষীরা রাজার বাগান কলেজে অধ্যায়নকালে কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি দেবহাটা উপজেলা যুবলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর ২০০০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা ৮ বছর তিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পদে থেকে দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখেন। পরে সাংগঠনিক দক্ষতার মুল্যায়ন হিসেবে প্রায় একযুগ ধরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন আনোয়ারুল হক। সুদীর্ঘ রাজনৈতিক জীবনীর অধিকারী আনোয়ারুল হক প্রতিদিন সকাল থেকে রাত অবদি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও ভোটারদের সাথে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমি রাজনীতিতে পদার্পনের শুরু থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শ ও নীতিতে উদ্বুদ্ধ হয়ে বর্তমানে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সর্বদা কাজ করে যাচ্ছি। ইউনিয়নের সর্বস্তরের মানুষের সমর্থন আমার সাথে আছে। আশাকরি আমি দলীয় মনোনয়ন পাবো। তবে আমি বাদে অন্য কেউ যদি দলীয় মনোনয়ন পান, তাহলে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়াবো এবং দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবো।
-

আইডিয়াল পরিচালক ডা. নজরুল ইসলামকে গণসংবর্ধনা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বেসরকার সংস্থা আইডিয়ালের পরিচালক কৃষিবীদ ডা. নজরুল ইসলাম মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়ায় সংস্থাটির পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে আইডিয়াল ব্যবস্থাপনা কমিটি আয়োজিত বার্ষিক বনভোজন অনুষ্ঠানে পরিচালক ডা. নজরুল ইসলামকে সংবর্ধিত করা হয়। এসময় অ্যাওয়ার্ডটি আইডিয়াল সংস্থার ভারপ্রাপ্ত সভাপতির হাতে তুলে দেন নজরুল ইসলাম। আব্দুস সবুর মলঙ্গী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মুল অতিথি ছিলেন ডা. নজরুল ইসলাম ও তার সহধর্মীনি ফিরোজা পারভীন। আইডিয়ালের মাইক্রোফাইন্যান্স সমন্বয়কারী আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শফিউল ইসলাম মিঠু, প্রযতী সরকার, আশুতোষ সরকার, এসএম মিজানুর রহমান প্রমুখ। -

দেবহাটা প্রেসক্লাবে নবাগত পুলিশ পরিদর্শক ফরিদ আহমেদকে সম্মাননা প্রদান
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবে নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ আহমেদ-এর সাথে মতবিনিময় শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় দেবহাটা প্রেসক্লাব মিলনায়তনে নবাগত পুলিশ পরিদর্শক ফরিদ আহমেদের সাথে সৌজন্য মুলোক শুভেচ্ছা বিনিময়কালে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রেসক্লাব নেতৃবৃন্দরা। দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ, প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আবু হুরাইরা, রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, সুমন পারভেজ বাবু, বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, কেএম রেজাউল করিম, সাংবাদিক এসকে অভি, সজল ইসলাম, ফরহাদ হোসেন নীলয়, শাহিন হোসেনসহ সকল সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
-

সখিপুরে চেয়ারম্যান প্রার্থী সাইফুলের গণসংযোগ
স্টাফ রিপোর্টার: দেবহাটার সখিপুর ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম সাধারণ মানুষের সাথে গণসংযোগ করেছেন। সোমবার সকালে সখিপুর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ ও ভোটারদের সাথে গণসংযোগ করেন তিনি। এসময় জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতুসহ কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
-

বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার: শীতার্ত বীর মুক্তিযোদ্ধাগণের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। রবিবার রাতে উপজেলার সখিপুর, পারুলিয়া, নওয়াপাড়া, কুলিয়া ও দেবহাটা সদর ইউনিয়নে বিভিন্ন এলাকায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা গনের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন তিনি। এসময় দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
-

সাংবাদিক শাওনকে হত্যার হুমকি: প্রেসক্লাবের নিন্দা ও জিডি
স্টাফ রিপোর্টার: দেবহাটা প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। শনিবার বিকাল ৩.০১ মিনিটে, ৩.৩৭ মিনিটে ০১৯৪৫৭৯৮৫০৪ নাম্বার থেকে এবং রবিবার বিকাল ৪.২০ মিনিটে ও ৪.৩৭ মিনিটে ০১৯৫২৪৪১২০৪ নাম্বার থেকে দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের ব্যাক্তিগত মোবাইল ০১৭১৩৯৩৩৫৫৩ নাম্বারে ফোন করে চার দফায় তাকে হত্যার হুমকি দেয়া হয়। তাছাড়া ফেসবুকেও কয়েকটি আইডি থেকে মাহমুদুল হাসান শাওনকে উদ্দেশ্য করে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও আপত্তিকর পোষ্ট দিয়ে সম্মানহানী করে হুমকিদাতারা। এঘটনায় রবিবার উপজেলার ঘড়িয়াডাঙ্গা গ্রামের হাফিজুল ইসলাম ও তার ছেলে সাইদুর রহমান সোহাগের বিরুদ্ধে দেবহাটা থানায় তিনি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং- ৫৪৯/২০২১। ডায়েরী পরবর্তী পুলিশ তাৎক্ষনিক তদন্তে হুমকি দেয়ার সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন ওসি বিপ্লব কুমার সাহা। সাংবাদিক মাহমুদুল হাসান শাওনকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু স্বাক্ষরিত এক বিবৃতিতে এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।
-

দেবহাটায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় হাফিজুল ইসলাম নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মেসার্স হাফিজ এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী ও উত্তর পারুলিয়া গ্রামের সৈয়দার রহমানের ছেলে। সিআর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত হয়ে পালিয়ে ছিলো সে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে এএসআই রশিদুল ইসলাম, এএসআই সোহেল উদ্দীনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করে। ওসি জানান, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যহত আছে। কোন অপরাধীই ছাড় পাবেনা। গ্রেফতারকৃত হাফিজুলকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
-

নলতায় ৫৭ তম ওরছ শরীফ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা: হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৭ তম বার্ষিক ওরছ শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্য পরিবেশের মধ্য দিয়ে যথাসম্ভব সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে আগামী ২৬,২৭,২৮ মাঘ মতে ৯,১০,১১ ফেব্রুয়ারি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং অত্র কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এমপি’র বিশেষ দিক নির্দেশনায় ৫৭ তম বার্ষিক ওরছ শরীফ সুষ্ঠু,শান্তিপূর্ণ ও স্বাস্থ্যবিধি মেনে এবছর কোনো ধরনের দোকানপাট বা বাজার ছাড়াই সফলভাবে সম্পন্ন করতে মিশন কর্তৃপক্ষ প্রতিনিয়ত নানা প্রকার কর্ম পরিকল্পনা ও মিটিং অব্যাহত রেখেছেন। এরই অংশ হিসেবে ওরছ শরীফের সময় পুলিশের পাশাপাশি চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রোভার স্কাউট ও স্কাউট লিডারদের সাথে বুধবার সকাল সাড়ে ১০টায় মিশন অফিসে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্জ মো: এনামুল হক খোকন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মকর্তারা বলেন, যেহেতু করোনা কালীন সময়ে কোনো রকম দোকানপাট ছাড়াই আসন্ন ওরছ শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেহেতু সকল প্রবেশ পথে তৎপরতার সাথে দায়িত্বপ্রাপ্ত স্কাউট ও রোভার স্কাউটস বা গার্ল-ইন রোভাররা যাতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার ও মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করে ভক্তবৃন্দ মাহফিল মাঠে বা কুলখানি অনুষ্ঠানে উপস্থিত হতে পারে সে বিষয়ে তৎপর ভূমিকা রাখার আহবান জানান। পাশাপাশি উপস্থিত রোভার ও স্কাউট লিডারগণ এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলি একে অপরের মধ্যে বিনিময় করেন।
সভায় নলতা পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌলভী আব্দুর রাজ্জাক, মিশনের সহ-সম্পাদক আলহাজ্জ মো: মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল হক, নির্বাহী সদস্য ও সাবেক যুগ্ম-সম্পাদক আলহাজ্জ মো: সাইদুর রহমান শিক্ষক, সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্জ মো: ইউনুছ, মো: শফিকুল আনোয়ার রঞ্জু, মো: শফিকুল হুদা, মো: খায়রুল হাসান, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের সিনিয়র প্রভাষক ও রোভার স্কাউট লিডার মো: মনিরুজ্জামান (মহসিন), নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজর সহকারী অধ্যাপক ও রোভার স্কাউট লিডার মো: তানবীর হোসেন ও একই কলেজের প্রভাষক ও রোভার স্কাউট লিডার মো: মাহমুদুন্নবী খান, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও স্কাউট লিডার মো: মাহাবুর রহমান, সরকারি কেবিএ কলেজের সিনিয়র রোভার মেট আব্দুল কাদের ও মিশনের সংশ্লিষ্ট স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। -

ফেয়ার মিশনের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা
দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা ফেয়ার মিশন একটি জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন। ইং ২০০১ই সাল থেকে দেবহাটা বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ভুমিকা রেখে আসছে। রবিবার ১০ জানুয়ারী, রাত্র ৯টায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ শফিকুল আহম্মদকে তার নিজ বাস ভবনে ফেয়ার মিশনের পরিচালক কাদের মহিউদ্দীনের নেতৃত্বে ফেয়ার সদস্যরা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। সচিব মোঃ শফিকুল আহম্মদ তার শুভেচ্ছা বক্তব্যে ফেয়ার মিশনের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ভুমিকা রাখার জন্য ফেয়ার মিশনকে ভুয়াসী প্রশাংসা করেন এবং প্রতিটি সামাজিক কর্মকান্ডে তার সহযোগীতা থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, এর আগেও ফেয়ার মিশনের পক্ষ থেকে সচিব মহোদয়কে দুইবার আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেছেন। এ সময় ফেয়ার মিশন ক্যটারিং সাভিসের সভাপতি মামুন হোসেন, সেক্রেটারী আরিফ বিল্লাহ রানা, সহ সভাপতি রফিকুল ইসলাম পাখি, জয়েণ্ট সেক্রেটারী উত্তম কুমার, প্রচার সম্পাদক আসিফ ইকবাল, ফেয়ার মিশনের পারুলিয়া ইউনিয়ন সভাপতি আল আমিন, সেক্রেটারী সোহাগ হোসেন, সখিপুর ইউনিয়ন সভাপতি ইমরান হোসেন সুমন, সেক্রেটারী আসাদুল ইসলাম, কুলিয়া সভাপতি শাহিন হোসেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি রশীদুল আলম রশীদ, সাংবাদিক আবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। -

দেবহাটা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
দেবহাটা ব্যুরো: পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এই দিনে বেলা ১-৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লি হয়ে ঢাকায় ফেরেন। এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের দেবহাটা উপজেলা শাখা বিভিন্ন র্কমসূচী পালন করেছে। রবিবার সকাল ১০টায় পারুলিয়া ইউনিয়ন কাউন্সিল চত্ত্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দেবহাটা উপজেলা শাখার সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে শতাধিক মটর সাইসেল নিয়ে র্যালী অনুষ্ঠিত হয়। গাজীরহাটে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আলমঙ্গীর হোসেন সাহেব আলী, বক্তব্য রাখেন আওয়ামী লীগের দেবহাটা উপজেলা শাখার সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। র্যালীটি দেবহাটায় অনুরুপ পথ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিক কমিটির সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্ল্যা, সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লোকমান হোসেন, যুব লীগের সাধারন সম্পাদক বিজয় কুমার ঘোষ, দেবহাটা উপজেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের যে স্বপ্ন দেখেছিলেন যে স্বপ্ন পূরনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রিয় বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসাবে বিশ্বের কাছে তুলে ধরতে সাবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
-

দেবহাটা উপজেলা গ্রাম ডাক্তার সমিতির নেতৃবৃন্দের ওসি বিপ্লব কুমার সাহার সাথে সৌজন্য সাক্ষাত
দেবহাটা সংবাদদাতা: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি দেবহাটা উপজেলা শাখার পক্ষ থেকে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি দেবহাটা উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাঃ আক্তার হোসেনের নেতৃত্বে দেবহাটা উপজেলার গ্রাম ডাক্তার গনের উপস্থিতে মত বিনিময় কালে ওসি বিপ্লব কুমার সাহা তার বক্তব্যে বলেন, গ্রাম ডাক্তাররা গ্রামের মানুষদের প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন। বাংলাদেশের মত জায়গায় গ্রামের মানুষরা বিভিন্ন সমস্যার কারনে সব সময় সরকারী রেজিষ্ট্যাট ডাক্তারের কাছে চিকিৎসা সেবা নিতে পারে না। গরীব আসহায় মানুষদের আস্থার জায়গা গ্রাম ডাক্তারগন। এ সময় তিনি সরকারী নীতিমালা অনুযায়ী গ্রাম ডাক্তারদের চিকিৎসা সেবা প্রদানের অনুরোধ জানান। সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সদস্য গ্রাম ডাঃ আব্দুল হাই, গ্রাম ডাঃ মনিরুজ্জামান, গ্রাম ডাঃ জাহাঙ্গীর আলম, গ্রাম ডাঃ স¦পন কুমার, গ্রাম ডাঃ মিজানুর রহমান, সখিপুর ইউনিয়ন সেক্রেটারী গ্রাম ডাঃ মাসুদ পারভেজ, দেবহাটা সদর ইউনিয়নের সভাপতি গ্রাম ডাঃ আরিফুল ইসলাম, সদস্য আবুল কালাম, গ্রাম ডাঃ আবীর হোসেন লিয়ন প্রমুখ। -

চেয়ারম্যান নজরুল ইসলাম জেলা পরিষদের সেবা ও উন্নয়ন প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌছে দিচ্ছেন–আলফা
সংবাদদাতা: জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম জেলা পরিষদের সেবা ও উন্নয়ন প্রতিটি মানুষের দুয়ারে পৌছে দিচ্ছেন। তিনি সাতক্ষীরার মাটি ও মানুষের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শুক্রবার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড রামনগর গ্রামে স্থানীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলামের পক্ষে ৪৫হাজার টাকার চেক তুলে দেওয়ার সময় কথাগুলো বলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মানবতার ফেরিওয়ালা আল ফেরদাউস আলফা। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও মসজিদের সাধারণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জুম’আর নামাজ শেষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুনসুর আহমেদ এর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
-

কুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা
সংবাদদাতা: দেবহাটার কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি ডাঃ মোঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও সাতক্ষীরা টুডের সম্পাদক আবু হুরাইরা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি শিক্ষক মনজুর কাদির, যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম, দপ্তর সম্পাদক আবীর হোসেন লিয়ন, প্রচার সম্পাদক আশরাফুল আলম বাদল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্য নির্বাহী সদস্য এস.এম মজনুর রহমান, ডাঃ আমিরুল ইসলাম, ডাঃ মনিরুজ্জামান মনি প্রমুখ। -

দেবহাটার শতবছরের ঐতিহ্যবাহী বটগাছটি ঘিরে গড়ে উঠতে পারে পর্যটনশিল্প
দেবহাটা ব্যুরো: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা একটি ঐতিহ্যবাহী ও বহু প্রাচীন ইতিহাসের ধারক ও বাহক উপজেলা হিসেবে পরিচিত। এখানে বৃটিশ আমলে ছিল পৌরসভা ও জমিদারদের বসবাস। উপজেলা সদর থেকে টাউনশ্রীপুর পর্যন্ত মাত্র সাড়ে ৩ কিঃমিঃ এর মধ্যে ছিল ১৮ জন জমিদারের বসবাস। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই টাউনশ্রীপুরে বাংলাদেশের দ্বিতীয় পৌরসভা ছিল। যার নাম ছিল দেবহাটা মিউনিসিপ্যালিটি এবং প্রতিষ্টা হয়েছিল ১৮৬৮ সালে। আর ১৯৫৫ সালে সেই পৌরসভার বিলুপ্তি ঘটে। পৌরসভার চেয়ারম্যান ছিলেন জমিদারদের প্রধান বাবু ফনীভূষন মন্ডল। ফনীভূষন মন্ডল দেবহাটার উন্নয়নের স্বার্থে অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন। যার নিদর্শন স্বরুপ আছে দেবহাটা থানা ভবন, স্কুল, হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা। তেমনি এখানে আরেকটি বড় ঐতিহ্যবাহী জিনিষ হচ্ছে সদরের শতবছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি বটগাছ। যার অপর নাম বনবিবিতলা। দেবহাটা উপজেলা সদর থেকে মাত্র ২ শত গজ পূর্বে এই গাছটি অবস্থিত। যে বটগাছটিকে ঘিরে রহস্য ও কৌতুহলের শেষ নেই। গাছটির না জানে কেউ জন্ম সাল বা না জানে কেউ জন্মের রহস্য। কথিত আছে শত বছরের পূর্বে একটি কাক উড়ে যাওয়ার সময় এখানে একটি ফল ফেলে দেয়। আর সেই ফল থেকেই এই গাছটির জন্ম। যে গাছটি এখন বিশাল বিস্তৃতি ঘটেছে। তবে আসল গাছ যে কোনটি সেটা কেউ বলতে পারেনা। জানা যায়, গাছটি যেখানে অবস্থিত সে জায়গাটির মালিক ছিলেন জমিদার ফনীভূষন মন্ডল। সেসময় অনেকে গাছটি কাটতে চাইলে ফনীবাবু গাছটিকে দেবতা মনে করে হিন্দুদের প্রথা অনুযায়ী গাছটিকে কাটতে দেননি। সেসময় থেকে হিন্দু ধর্মাবলম্বীরা বাংলা ১লা মাঘ তারিখে গাছটিকে দেবতা মনে করে কলা, মিষ্টি, দুধ, মুরগী সহ বিভিন্ন জিনিষ দিয়ে মানত করত। বনবিবি মা সকলের মনবাসনা পূরন করে দিতেন বলে অনেকে জানান। পরবর্তীতে জমিদার ফনীভূষন গাছটিকে রক্ষানাবেক্ষনের জন্য জসিমউদ্দীন কারিকার নামে একজনকে দায়িত্ব দেন। জসিমউদ্দীন দায়িত্ব নেয়ার পর থেকে এখানে হিন্দুদের পাশাপাশি মুসলমানেরাও যাওয়া শুরু করে। জসিমউদ্দীন কারিকারের মৃত্যুর পর তার ছেলে আইজুদ্দীন কারিকার গাছটিকে দেখাশুনা করত। সেখান থেকে আজ পর্যন্ত এখানে ১লা মাঘ তারিখে বনবিবি মার নামে মেলা বসে। এই সুন্দর ও মনোরম জায়গাটি একদিকে যেমন হয়ে উঠতে পারে সরকারের রাজস্ব আয়ের একটি পহ্না ঠিক তেমনি হয়ে উঠতে পারে ভ্রমন পিপাসুদের বেড়ানোর মনোরম স্থান। কথিত আছে অনেক বছর আগে কোন এক ব্যক্তি এই গাছটির ডাল কাটলে গেলে সে এমন ভয়ঙ্কর জিনিষ দেখে যে দুইদিনের মধ্যে সে মারা যায়। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা বেড়ানোর জন্য আসেন। অনেকে আবার বনভোজনের উদ্দ্যেশ্যেও এখানে আসেন। তাই এই ঐতিহ্যবাহী স্থানটিকে ঘিরে সরকারী বা বেসরকারী পর্যায়ে গড়ে উঠতে পারে একটি পর্যটন কেন্দ্র। দেবহাটা উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিবছর পহেলা বৈশাখ এই বনবিবিতলায় জাকজমকপূর্নভাবে অনুষ্ঠিত হয়। ঐদিনে এখানে বিভিন্ন লোকজ ও বাউল সঙ্গীত সহ দেশী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই স্থানীয়দের দাবী এই ঐতিহ্যবাহী স্থানটিকে আরো সুন্দর ও নান্দনিক করে গড়ে তুলতে সরকারীভাবে উদ্যোগ গ্রহন করা হোক।
-

দেবহাটার প্রান্ত জুড়ে হলুদ সরিষার আবাদে কৃষকের মুখে হাসি
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার প্রান্ত জুড়ে হলুদ সরিষার আবাদে কৃষকের মুখে হাসির ঝলক দেখা দিয়েছে।
দিগন্ত জুড়ে হলুদ সরিষার সুবাসে মুখরিত গ্রামাঞ্চল। সরিষার চাষে এই অঞ্চলের কৃষকের ভাগ্যের বদল ঘটাচ্ছে। এই বছর সরিষার বাম্পার ফলনের আশা করছেন এই অঞ্চলের কৃষকরা।
প্রান্তিক পরিবারগুলোর মাঝে দেখা দিয়েছে খুশী। তবে এবছর সরিষা আবাদের শুরুতে বৃষ্টি হওয়ায় সব ক্ষেতে সরিষার ফলন করা সম্ভব হয়নি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সময়ের হাত ধরে প্রকৃতিতে যখন নেমে এসেছে শীত তখন দেবহাটা উপজেলার চারিদিকে মৌ মৌ গন্ধে হলুদ আর হলুদ। ধান চাষের পরপরই এই সরিষার আবাদ করতে হয়। সরিষা থেকে একদিকে যেমন তেল হয় তেমনি অনেকে এই সরিষার ক্ষেতের পাশে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করেন। এর মাধ্যমে অনেকে আর্থিকভাবে লাভবান হন। এ ছাড়া কচি সরিষা গাছ শাক হিসেবে ব্যবহ্নত হয় এবং সরিষার ফুল লোভনীয় ভাজিও বটে। বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বললে তারা এবছর সরিষার ফলন ভাল হবে বলে আশা প্রকাশ করেছেন। তারা অনেকেই বলেন, অনেক কৃষক ধানের আবাদ করতে যেয়ে ঋনগ্রস্থ হয়ে যান। কিন্তু এই সরিষার আবাদ থেকে তারা সেই ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করেন।
দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ শরীফ মোহাম্মদ তিতুমীর জানান, চলতি বছরে দেবহাটা উপজেলাব্যাপী ১১৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হচ্ছে। এবছর সরিষার ফলনও ভাল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। কৃষক মোবারক হোসেন, শেখ ওমর আলী ও আকবর আলী জানান, এবছর সরিষা চাষে তারা লাভবান হবেন বলে মনে করেন। সবদিক মিলিয়ে এবছর সরিষার ফলন ভাল এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে। -

বিনোদন প্রেমীদের পদচারণায় মুখরিত দেবহাটা রুপসী পর্যটন কেন্দ্র

সংবাদদাতা: ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেষে দেবহাটা উপজেলার শিবনগর গ্রামে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয়েছে “রুপসী ম্যানগ্রোভ” বিনোদন কেন্দ্র। দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটটি প্রশাসনের পৃষ্টপোষকতায় ইতিমধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র রুপে রুপ ধারন করেছে। এটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম করে মানুষের চিত্ত বিনোদনের অন্যতম স্পট হিসাবে গড়ে তুলতে ট্রেইল নির্মান ও দিঘীতে প্যাডেল বোর্ড দেয়া, পাকা বেঞ্চ নির্মান, গাড়ী গ্যারেজ, উপজেলা সদর থেকে রুপসী ম্যানগ্রোভ পর্যন্ত পিচের রাস্তা নির্মান সহ বিভিন্ন কাজ করা হয়েছে।
ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেষে দেবহাটা উপজেলার শিবনগর গ্রামে গত কয়েক বছর আগে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় “রুপসী ম্যানেগ্রাভ” বিনোদন কেন্দ্র। এখানে সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে রোপন করা হয়, খনন করা হয় একটি দিঘী, তৈরী করা হয় একটি রেস্ট হাউজ।
সেসময় থেকে এখানে দুর দুরান্ত থেকে সাধারন মানুষ সহ প্রশাসনের বড় বড় কর্মকর্তারা আসেন ছেকিছুটা শান্তির পরশ নিতে। বর্তমানে শীত মৌসুমে দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অপরূপ সৌন্দর্যের তীর্থভূমি রূপসী দেবহাটার ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সী হাজারো দর্শণার্থীরা চিত্ত বিনোদনের তৃষ্ণা মেটাতে স্বপরিবারে ভিড় জমাচ্ছেন এখানে। বিভিন্ন প্রজাতির গাছ আর সবুজের সমারোহে সুন্দরবনের আদলে গড়ে ওঠা ম্যানগ্রোভ বনটির অপরূপ সৌন্দর্যের নান্দনিক মুহূর্তগুলোকে ধরে রাখতে কেউ কেউ পরিবার পরিজনদের নিয়ে আবার কেউবা মেতে উঠছেন সেলফিতে। পাশাপাশি কৃত্রিম সব জীবজন্তু, খেলনা সামগ্রীসহ নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত এ পর্যটন কেন্দ্রটিতে পরিবারের সাথে আনন্দে মেতে উঠছে শিশুরাও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার এই পিকনিক স্পটটি আরো সুন্দর করতে নানামুখী উদ্যোগ গ্রহনের কথা জানিয়ে বলেন, প্রকৃতির অপরুপ সৌন্দর্য এই বিনোদন কেন্দ্রটিতে রয়েছে। তাই এটিকে আরো নান্দনিক ও সৌন্দর্যপূর্ন করতে ইতিমধ্যে অনেক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এছাড়া এই রুপসী ম্যানগ্রোভকে আরো নান্দনিক করতে অনেক কাজ চলমান রয়েছে।
পর্যটন কেন্দ্রটির ম্যানেজার দিপঙ্কর কুমার ঘোষ জানান, এখানে সব ধরণের দর্শণার্থীদের ব্যাপক সমাগম ঘটে। বর্তমানে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র।
উল্লেখ্য, রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি দেবহাটা উপজেলার শিবনগর মৌজার ১ নং খতিয়ানের ৩৯৮ নং দাগের ইছামতি নদীর তীরে জেগে ওঠা চরভূমি। যার আয়তন ৩১.৪৬ একর (০৭ একর পুকুরসহ)। দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা ম্যানগ্রোভ বন সাতক্ষীরা জেলার বর্তমানে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।
