Category: দেবহাটা

  • দেবহাটায় ইছামতীর ঝুঁকিপূর্ন বেড়িবাঁধ পরিদর্শন

    দেবহাটায় ইছামতীর ঝুঁকিপূর্ন বেড়িবাঁধ পরিদর্শন

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার উপজেলার ভাঁতশালায় সীমান্ত নদী ইছামতীর বেড়িবাঁধে আবারো ফাঁটল দেখা দিয়েছি। রবিবার সকালে ভাঁতশালার গাজীপাড়া এলাকায় ইছামতী নদীর ওই বেড়িবাঁধে বড় ধরনের ফাঁটল দেখতে পান স্থানীয়রা। এতে করে অতিদ্রুত ঝুঁকিপূর্ন বেড়িবাঁধটি সংষ্কার না হলে জোয়ারের চাপে বেড়িবাঁধ ভেঙে আশপাশের এলাকা প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভাঁতশালার গাজীপাড়া এলাকায় সীমান্ত নদী ইছামতি ব্যাপক খর¯্রােতা ও নদীর তলদেশ অনেকটাই গভীর হওয়ায় মাঝেমধ্যেই সেখানকার সীমান্ত বেড়িবাঁধে ভাঙন দেখা দেয়। গেল কয়েক মাস আগেও বেড়িবাঁধে ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালুর বস্তা দিয়ে ভাঙন রোধের চেষ্টা করা হয়। সম্প্রতি আবারো পূর্বের ভাঙন কবলিত বেড়িবাঁধের আনুমানিক পঞ্চাশ গজ দূরে নতুন করে বড় ধরনের ভাঙন দেখা দেয়। পরবর্তীতে তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানান। এদিকে খবর পেয়ে রবিবার দুপুরে ঝুঁকিপূর্ন ও ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। পরিদর্শনকালে ভাঙন কবলিত ঝুঁকিপূর্ন বেড়িবাঁধটি দ্রুত মেরামতের জন্য সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উদ্ধর্ত্তন কর্মকর্তাদের সাথে আলোচনা করেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার।

  • দেবহাটায় আইডিয়ালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    দেবহাটায় আইডিয়ালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

    দেবহাটা ব্যুরো: দেবহাটার স্থানীয় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা ‘আইডিয়াল’ এর সাধারণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় সংস্থার পারুলিয়াস্থ প্রধান কার্যালয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইডিয়ালের কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর মলঙ্গীর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইডিয়ালের প্রাক্তন সভাপতি রিয়াজুল ইসলাম, সংস্থার কার্যকরী পরিষদ এবং সাধারণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ। এ সময় সংস্থার কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সংস্থার অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় ২০১৯-২০ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব এবং ২০২১-২২ অর্থ বছরের বাজেট উপস্থাপন করা হয় এবং তা অনুমোদিত হয়। সংস্থার কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে নির্বাচন কমিশনের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন সংস্থার সাধারণ পরিষদের সদস্য আবু মূসা। নির্বাচন কমিশন আগামী ০৩ বৎসরের জন্য শম্ভু চরণ চৌধূরী কে সভাপতি এবং নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী পরিষদ গঠন করে।

  • দেবহাটায় ভ্রাম্যামান আদালতে জরিমানা আদায়

    দেবহাটায় ভ্রাম্যামান আদালতে জরিমানা আদায়


    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় মাস্ক পরায় উদ্ভুদ্ধ করণ ও ভ্রাম্যামান আদালতে জরিমানা করলেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। দেশব্যাপী করোনা পরিস্থিতি বৃদ্ধি পাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি মাস্ক পরার জন্য সাধারণ মানুষকে উদ্ভুদ্ধ করার লক্ষে দেবহাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঈদগাহ বাজার, সখিপুর মোড়, সখিপুর বাজার, পারুলিয়া সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী অফিসার। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে তিনি করনা পরিস্থতির দ্বিতীয় ধাপ মোকাবেলায় পথচারীসহ সকলকে মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার বা সাবান ব্যবহার করে পরিস্কার পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন। এছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাস্ক পরার বিকল্প নেই উল্লেখ করে অপ্রয়োজনে বাহিরে ঘোরা ফেরা না করার পরামর্শ দেন তিনি। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নির্বাহী অফিসারের কার্যালয়ের আত্তাবুজ্জমান এবং থানা পুলিশের সদস্যরা।

  • দেবহাটায় রাস্তার ওপর ভেঙে পড়ছে মরা গাছ: বাড়ছে দূর্ঘটনা, জনদূর্ভোগ

    দেবহাটায় রাস্তার ওপর ভেঙে পড়ছে মরা গাছ: বাড়ছে দূর্ঘটনা, জনদূর্ভোগ

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুর মোড় থেকে সেকেন্দ্রা পর্যন্ত সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কের দু’পাশে কঙ্কালের মতো দাড়িয়ে রয়েছে বড় বড় মরা রোড শিশু গাছ। সামান্য বাতাস বা ঝড় বৃষ্টিতেই এসব মরা গাছের ডালপালা ভেঙে পড়ছে রাস্তার ওপর। ফলে একসময়ে সৌন্দর্য্য বর্ধন এবং প্রাকৃতিক ভারসম্য রক্ষার জন্য লাগানো গাছ গুলো এখন জনসাধারণের গলার কাটায় পরিণত হয়েছে।
    যেকোন মুহুর্তে ডালপালা ভেঙে পড়ে ঘটছে সড়ক দূর্ঘটনা, আহত হচ্ছেন পথচারীরা। পাশাপাশি তীব্র ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়কের দুপাশের দোকানী ও ব্যবসায়ীরা। বিপদের আশঙ্কা মাথায় নিয়ে দিনরাত ব্যস্ততম এ সড়কে যাতায়াত করতে হচ্ছে স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষকে।
    দীর্ঘদিন ধরে উপজেলার সখিপুর মোড়, পারুলিয়া ব্রীজের দক্ষিন পাশে সখিপুর কাঁকড়া সমিতির সামনে ও সেকেন্দ্রা মোড়ে দাড়িয়ে থাকা কঙ্কাল সাদৃশ্য বৃহদাকৃতির এসব মরা রোড শিশু গাছের ডালপালা ভেঙে পড়ে দূর্ঘটনার সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এতে করে তীব্র দূর্ভোগে পড়েছেন সর্বস্তরের মানুষ।
    চলমান দূর্ঘটনা ও দূর্ভোগ হ্রাসে এসকল মরা গাছ অবিলম্বে কর্তনের পদক্ষেপ নেয়ার জন্য সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
    এ বিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, মরা গাছ গুলোর কারনে দূর্ঘটনা বৃদ্ধি ও দূর্ভোগের বিষয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীরা জানিয়েছে। মুলত গাছগুলি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন হলেও সেগুলো অপসারনের জন্য উর্দ্ধত্তন কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রয়োজন। আমরা এপর্যন্ত পাঁচবার চিঠি দিয়ে গাছ গুলি অপসারনের বিষয়ে উপরে জানিয়েছি। কিন্তু এখনও কোন নির্দেশনা পাইনি। আগামীতে আবারো লিখিতভাবে জানাবো। নির্দেশনা পেলেই মরা গাছ গুলি অপসারনের ব্যবস্থা করবো।

  • দুই সহোদর জেলার সর্বোচ্চ সেরা করদাতা

    দুই সহোদর জেলার সর্বোচ্চ সেরা করদাতা


    নিজস্ব প্রতিনিধি :
    “আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেরা করদাতা সম্মাননা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। সেরা করদাতা সম্মাননা ২০২০ অনুষ্ঠানে সাতক্ষীরার একই পরিবারের দুই সহোদর জেলার সর্বোচ্চ সেরা করদাতা ও সর্বোচ্চ সেরা তরুণ করদাতা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র কার্যালয়ে জেলার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত মুক্তা এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মো. আশিকুর রহমান এবং সর্বোচ্চ সেরা তরুণ করদাতা নির্বাচিত জান্নাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আজহারুল ইসলাম উপ-কর কমিশনার সার্কেল ১৩ (বৈতনিক) সাতক্ষীরা’র এস এম গাউস ই নাজ এর হাত থেকে সর্বোচ্চ সেরা করদাতার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। তাদের পিতা সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আল-ফেরদাউস আলফা ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে সাতক্ষীরা জেলার সর্বোচ্চ সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন। আয়কর দিয়ে দুই সহোদর জেলার সর্বোচ্চ সেরা করদাতা ও সর্বোচ্চ সেরা তরুণ করদাতা হয়ে দেশের উন্নয়নে অবদান রাখায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরাবাসী।

  • দেবহাটায় ফারুক হোসেন রতনের নির্বাচনী সভা

    দেবহাটায় ফারুক হোসেন রতনের নির্বাচনী সভা

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক ও প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪টায় সখিপুর ইউনিয়নের পাঁচপোতা মোড়ে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিপক মন্ডলের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা রাজিব আহমেদের আয়োজনে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ ফারুক হোসেন রতন। এসময় উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন, সাবেক ইউপি সদস্য আনারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, জামাত আলী, বিল্লাল হোসেন, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চুসহ এলাকার বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দকে মাস্ক দিলেন ইউএনও

    দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দকে মাস্ক দিলেন ইউএনও

    দেবহাটা প্রতিনিধি: করোনা কালীন সময়ে তীব্র ঝুঁকি নিয়ে ফ্রন্টলাইনার্স হিসেবে সার্বক্ষনিক দায়িত্বরত দেবহাটা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন এর হাতে সার্জিক্যাল ও ওয়্যাশএবল দু’ধরনের মাস্ক তুলে দেন নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। এসময় দেবহাটাতে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাসহ উন্নয়ন মুলোক বিভিন্ন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন।

  • প্রধানমন্ত্রীর পক্ষে মুনসুর আহমেদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএম মোজাম্মেল হক

    প্রধানমন্ত্রীর পক্ষে মুনসুর আহমেদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএম মোজাম্মেল হক

    দেবহাটা প্রতিনিধি: সদ্য প্রয়াত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সাংসদ ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদের প্রতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। বুধবার বেলা ১১টায় দেবহাটার পারুলিয়ায় জননতো মুনসুর আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত এবং রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক, কাজী এরতেজা হাসান, যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আফছার উদ্দীন আহমেদ বাবলু, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজ, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি খালেদ হোসেন নয়ন, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি, অহিদুল ইসলাম, রবিউল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবীর, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, কৃষক লীগের সদস্য সচির হুমায়ুন কবির হীম, তাঁতী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ মুলদল ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • পারুলিয়ায় ভিজিডি ভোগীদের সঞ্চয়ের চেক বিতরণ

    পারুলিয়ায় ভিজিডি ভোগীদের সঞ্চয়ের চেক বিতরণ

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া ইউনিয়নে বিগত দুই বছরের ভিজিডি সুবিধাভোগীদের মাঝে তাদের জমাকৃত দুই বছরের সঞ্চয়ের চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় ইউনিয়নের ১ থেকে ৫ নং ওয়ার্ডের ৩০৪জন নারী সুবিধাভোগীর প্রত্যেকের হাতে তাদের জমাকৃত ৪৯০০ টাকার সঞ্চয়ের চেক হস্তান্তর করা হয়। এসময় উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাছরিন জাহান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব আব্দুল হাকিম, ইউপি সদস্য আব্দুল আলীম, ফরহাদ হোসেন হীরা, সালাহউদ্দীন সারাফী, গোলাম ফারুক, সিরাজুল ইসলাম, ইয়ামিন মোড়ল, শেখ মোকাররম হোসেন, ইউপি সদস্য নুরবানু কাদেরী, নার্গিস পারভীন, হামিদা পারভীন, দফাদার নুরুল ইসলামসহ সকল জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • মুনসুর আহমেদের কবর জিয়ারতে পারুলিয়ার জনপ্রতিনিধিরা

    মুনসুর আহমেদের কবর জিয়ারতে পারুলিয়ার জনপ্রতিনিধিরা

    দেবহাটা প্রতিনিধি: সদ্য প্রয়াত দেবহাটার কৃতি সন্তান, সাবেক সাংসদ ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা মুনসুর আহমেদের কবর জিয়ারত করেছেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। সোমবার বেলা ১১টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদে আয়োজিত স্মরণসভা শেষে সকল জনপ্রতিনিধিরা জননেতা মুনসুর আহমেদের কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। স্মরণসভায় জননেতা মুনসুর আহমেদের স্মৃতিচারণসহ তার স্মৃতি সংরক্ষনে স্থাপনা নির্মানের বিষয়ে প্রস্তাব দেন বক্তারা। এসময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সচিব আব্দুল হাকিম, ইউপি সদস্য আব্দুল আলীম, ফরহাদ হোসেন হীরা, সালাহউদ্দীন সারাফী, গোলাম ফারুক, সিরাজুল ইসলাম, ইয়ামিন মোড়ল, শেখ মোকাররম হোসেন, ইউপি সদস্য নুরবানু কাদেরী, নার্গিস পারভীন, হামিদা পারভীন, দফাদার নুরুল ইসলামসহ সকল জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • দেবহাটা সদরে চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা শরিফুল ইসলাম

    দেবহাটা সদরে চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা শরিফুল ইসলাম

    দেবহাটা প্রতিনিধি: আসন্ন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের টানা দুই বারের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম। তিনি ভাতশালা বিশ্বাসপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক বিশ্বাসের পুত্র। তিনি ১৯৭৯ সালে ভাতশালা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮১ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। সাতক্ষীরা সরকারি কলেজে অধ্যায়ণরত অবস্থায় কলেজ ছাত্রলীগের সদস্য হিসেবে আওয়ামী রাজনীতিতে পদার্পন করেন শরিফুল ইসলাম। এরপর ২০১২ সালে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সম্মেলন পরবর্তী কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হিসেবে টানা প্রায় ৯ বছর দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আমি দেবহাটা সদর ইউনিয়নকে একটি স্বচ্ছ, জবাবদিহী মুলোক ও আধুনিক ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিলে ইনশাআল্লাহ নির্বাচনে জয়লাভসহ জনগনের সেবায় আত্মৎসর্গ করবো।

  • দেবহাটায় অতি দারিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ

    দেবহাটায় অতি দারিদ্র পরিবারের মাঝে গরু বিতরণ

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় হতদরিদ্র পরিবারের আত্মসামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে দেশী জাতের বকনা গরু বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ১৫০ বাছাইকৃত সুবিধাভোগীর মধ্যে প্রথম পর্যায়ে ৫০ সুবিধাভোগী পরিবারকে বিনামুল্যে এসকল দেশী জাতের গরু বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টায় দেবহাটা উপজেলা প্রানিসম্পদ অফিস প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের মাঝে গরু বিতরণ করেন অনুষ্ঠানের প্রাধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ চন্দ্র ঘোষ, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ। সুশীলনের প্রোজেক্ট অফিসার রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের দেবহাটা এরিয়া প্রোগ্রাম অফিসার ফুলি সরকার। এছাড়াও অনুষ্ঠানটিতে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার পল ভক্ত মন্ডল, স্পন্সরশীপ অফিসার হিরো গাইন, ফিল্ড সুপার ভাইজার প্রশান্ত মন্ডল, গ্রাম উন্নয়ন কমিটির সহ-সভাপতি উত্তম রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ২০১৯ সাল থেকে দেবহাটা এরিয়া প্রোগ্রামের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেবহাটা উপজেলার তিনটি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন মুলোক প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন ও অব্যাহত রেখেছে।

  • দেবহাটায় ফেন্সিডিল ও বাইকসহ গ্রেপ্তার-২

    দেবহাটায় ফেন্সিডিল ও বাইকসহ গ্রেপ্তার-২

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সুজুকি জিক্সার মোটর বাইক ও ১২ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রাজ্জাক (৩২) ও আবির হোসেন (২০) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক শিমুলিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে এবং আবির হোসেন কালীগঞ্জ উপজেলার পশ্চিম নলতার আব্দুল্যাহ কারিকরের ছেলে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি বিপ্লব সাহার নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীসহ পিএসআই সোলায়মান কবির, এএসআই শামীম নওয়াপাড়া ইউনিয়নের গড়ানবাড়ীয়া মোড়ের মহব্বত আলীর দোকানের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। অভিযানকালে পালিয়ে যায় তাদের সাথে থাকা উত্তর নাংলা গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল মজিদ (৩৫)। পরে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল ও একটি সুজুকি জিক্সার মোটরবাইক জব্দ করে পুলিশ। এঘটনায় গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক ও আবির হোসেন সহ আব্দুল মজিদকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে ওসি বিপ্লব কুমার সাহা বলেন, জব্দকৃত সুজুকি জিক্সার মোটর বাইকটি নলতার মোবাইল দোকানদার মনিরুলের বলে জানা গেছে। মনিরুলও ফেন্সিডিল চোরাচালানে জড়িত কিনা সেটি খতিয়ে দেখছে পুলিশ।

  • দেবহাটায় যুবলীগের আনন্দ মিছিল ও সমাবেশে এমপি রুহুল হক: ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে

    দেবহাটায় যুবলীগের আনন্দ মিছিল ও সমাবেশে এমপি রুহুল হক: ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে

    এসএম নাসির উদ্দীন/কবির হোসেন: বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, গেল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এবং মুল্যবান ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রাথীকে বিজয়ী করেছেন, ঠিক তেমনিভাবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সকল ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকের প্রার্থীদের বিজয়ী করতে হবে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের কারনে আজ শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হয়েছে। শতভাগ বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতার সুবিধা মানুষ পাচ্ছেন। চিকিৎসা, শিক্ষা, কৃষিসহ সকল খাতে বৈপ্লবিক পরিবর্তন ও উন্নয়ন সাধিত হয়েছে। এগারো লাখ ভিনদেশী রহিঙ্গাকে পুনর্বাসনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী মানবতার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন জননেত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, বিরোধী দলের ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশ আজ পদ্মা বহুমুখী সেতু নির্মান করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। সাতক্ষীরাতে মেডিকেল কলেজ স্থাপন, বাইপাস সড়ক নির্মানসহ অভুতপূর্ব উন্নয়ন করেছে বর্তমান সরকার। আগামীতে সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় স্থাপন, নাভারণ থেকে সুন্দরবন পর্যন্ত রেল লাইন স্থাপনেও সরকার উদ্যোগী। এছাড়া দেবহাটাসহ অন্যান্য উপজেলায় সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপন করা হবে। বর্তমানে সাতক্ষীরা থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের বিষয়েও জননেত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করে প্রস্তাবনা দেয়া হচ্ছে। তাই দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ তথা স্বাধীনতার সপক্ষের সারথী হয়ে নৌকার প্রাথীদের বিজয়ী করতেও আহ্বান জানান এমপি রুহুল হক।
    বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলার ঘটনার আসামীদের কারাদন্ড দেয়ায় রবিবার বিকাল ৪টায় সখিপুর মোড়ে দেবহাটা উপজেলা যুবলীগ আয়োজিত আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে আ.ফ.ম রুহুল হক এমপি সকলের প্রতি আহ্বান জানিয়ে এসব কথা বলেন।
    উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিজয় ঘোষের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রস্তাবিত কমিটির সহ সভাপতি শেখ আব্দুর রউফ, শরৎচন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন। এসময় আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির অপর সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি, অহিদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বর্মন, কুলিয়ার চেয়ারম্যান প্রার্থী বাবু প্রাননাথ দাশ, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবীর, তাঁতী লীগের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, কৃষক লীগের আহ্বায়ক নির্মল কুমার মন্ডল, সদস্য সচিব হুমায়ুন কবির হীম, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এইচ সোহাগ হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল আলিম, তাজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোমিনুর রহমানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

    টিকা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

    নিজস্ব প্রতিনিধি : জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের টিকা নেওয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে সাতক্ষীরায় কোভিড-১৯ এর টিকা গ্রহণের কার্যক্রম। সাতক্ষীরা সদর হাসপাতালে রোববার দুপুর ১২টায় এর উদ্বোধন করেন সদর আসনের সাংসদ মীর মোস্তাক আহম্মেদ রবি।
    এরপর একে একে টিকা গ্রহণ করেন সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়েত, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাঞ্জিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহামুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন, বিজিবি’র মাদ্রা কোম্পানী কমান্ডার (মেজর সিটি) নায়েক মীর আবু সাঈদ আহমেদ প্রমুখ।


    সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়েত জানান, সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালসহ ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার থেকে কোভিড-১৯ টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। একটানা ১২ দিন এ কার্যক্রম চলবে। প্রথম দিনে জেলায় ৮৪৬ জনকে টিকা দেওয়া হবে। প্রতিদিন তারা জেলায় এক হাজার ২০০ লোককে টিকা দিতে পারবেন। প্রতি হাসপাতালে ১৬ জন সেবিকা ও ৩২ জন স্বেচ্ছাসেবক টিকা দেয়ার কাজ করছেন।


    সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্ফা কামাল টিকা গ্রহণের পর বলেন, বিশ্বের অনেক ধনী দেশ থাকতেও বাংলাদেশের মত একটি দেশে এত তাড়াতাড়ি টিকা পাওয়া এবং তিনি তা গ্রহণে করতে পারায় নিজেকে গর্বিত বোধ করছেন। তিনি আরো জানান, এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তিনি এ সময় কোন গুজবে কান না দেয়ার আহবান জানান।


    এদিকে রবিবার বেলা ১১টায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিশিল্ড টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এসময় উপজেলার মধ্যে প্রথম কোভিশিল্ড টিকা নেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিপ্লব মন্ডল। তিনি ছাড়াও প্রথম দিনে টিকা নিয়েছেন উপজেলার মোট ৩৮ জন ব্যাক্তি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. আব্দুল লতিফ বলেন, আমরা এপর্যন্ত দেবহাটা উপজেলাতে ৩৭০ ভায়াল কোভিশিল্ড টিকা পেয়েছি।

    যা থেকে তিনহাজার সাতশ জনকে প্রথম পর্যায়ে এই টিকা দেয়া সম্ভব। কেবলমাত্র যারা অনলাইনে টিকার জন্য আবেদন করেছেন তারা টিকা নিতে পারবেন। তবে প্রথম পর্যায়ে শুধুমাত্র মনোনীত সম্মুখ সারির করোনা যোদ্ধা এবং ৫৫ বছরের উর্দ্ধে বয়স্ক নাগরিকদের কোভিশিল্ড টিকার জন্য অনলাইনে আবেদন করতে পারছেন। বাকিরাও শীঘ্রই কোভিশিল্ড টিকা পাবেন উল্লেখ করে তিনি বলেন, এপর্যন্ত দেবহাটা থেকে প্রায় দেড়শ ব্যাক্তি অনলাইনে টিকার জন্য আবেদন করেছেন। টিকা প্রদানকালে ইউএইচএফপিও ডা. আব্দুল লতিফ, আরএমও ডা. বিপ্লব মন্ডল, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


    কালিগঞ্জে নিজে গ্রহণের মাধ্যমে টিকা কাযক্রমের উদ্বোধন করলেন রুহুল হক এমপি
    অপরদিকে দৈনিক দক্ষিণের মশালের কালিগঞ্জ শহর প্রতিনিধি মুহিবুল্লাহর পাঠানো তথ্য অনুযায়ী¡ রবিবার সকাল সাড়ে ১০টার সময় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক। কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে টিকা নিয়ে টিকা কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এরপর নিজে হাতে একজন ডাক্তার হিসাবে কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী কে নিজে হাতে টিকা প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, মেডিকেল অফিসার মোয়াজ আরবার প্রমুখ।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক এমপি বলেন টিকা নেওয়াতে ভয়ের কিছু নাই। কোন গুজবে কান না দিয়ে নিজের জীবনের নিরাপত্তার বিধানের জন্য নিবন্ধন করে এই টিকা গ্রহন করার অনুরোধ জানান। পরে তিনি হাসপাতালে ঘুরে দেখেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।


    অপরদিকে তালা প্রতিনিধি শাহীনুর রহমানের পাঠানো তথ্যে জানা যায়, তালা হাসপাতালের কোনো ডাক্তার বা নার্স ভ্যাকসিন গ্রহণ করতে রাজি না হওয়ায় অগত্যা জালালপুর ইউনিয়ন পরিষদের ৯ ওয়ার্ডের গ্রাম পুলিশ আমিনুর শেখ (৩১)’র শরীরে টিকা দিয়ে কার্যক্রম উদ্ভোধন করা হয়। তিনি আটুলিয়া গ্রামের মৃত্যু সিরাজ শেখের পুত্র।
    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার মহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভিন পাপড়ি’সহ হাসপাতালের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।
    রবিবার (৭ ফেব্রুয়ারী) অনলাইনে আবেদনকৃত ১৭ জন ব্যক্তিকে টিকা প্রদানের তালিকা ভূক্ত করা হলেও কেহই টিকা নেননি। গ্রাম পুলিশ আমিনুর তালিকা ভূক্ত না হলেও তাকে টিকা প্রদানের মাধ্যমে উদ্ভোধন করা হয়েছে বলে জানা গেছে। এ সময় হাসপাতালের সকল ডাক্তার ও নার্স উপস্থিত থাকলেও তারা টিকা নেননি।
    এ বিষয়টি নিয়ে তালা উপজেলা সদরে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
    গ্রাম পুলিশ আমিনুর বলেন, হাসপাতালের কেহই টিকা নিতে রাজি না হওয়ায় আমি সাহস করে এগিয়ে গিয়ে টিকা নিয়েছি। আমি এখনো সুস্থ আছি, আমার কোনো অসুবিধা হচ্ছে না।
    ডাঃ রাজিব সরদার বলেন, আজ টিকা কার্যক্রম উদ্ভোধন হয়েছে, পর্যায়ক্রমে আমরাও টিকা নিব। আজ নিলেন না কেন বা হাসপাতালের কেহই টিকা না নেয়ার কারণ জানতে চাইলে তিনি কাজের ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে যান।
    উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, হাসপাতালের ডাক্তার বা নার্সরা টিকা না নেওয়া দুঃখজনক। সবার আগে তাদের টিকা নিয়ে মানুষের মধ্যে ভিতি দূর করতে হবে। তা না হলে সরকারের এ মহতি উদ্দ্যোগ মুখ থুবড়ে পড়তে পারে।

  • কুলিয়ায় আসাদুল হকের নির্বাচনী সভা

    কুলিয়ায় আসাদুল হকের নির্বাচনী সভা

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্যকালে আছাদুল হককে জয়ী করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ’।
    শনিবার বিকাল ৪টায় দেবহাটার টিকেট পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সাবেক চেয়ারম্যান আছাদুল হকের নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তৃতাকালে উপস্থিত জনসাধারণের প্রতি এ আহ্বান জানান তিনি।
    কুলিয়ার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হৃদয় কুমার মন্ডলের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে চেয়ারম্যান পদপ্রার্থী আছাদুল হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ও প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম, সেন্ট্রাল হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক পরিমল গাঁতিদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এএফএম আব্দুল্যাহ, সাবেক ইউপি সদস্য কৃষ্ণপদ সরকার, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, ইউপি সদস্য রওনাক-উল-ইসলাম রিপন, আমজাদ হোসেন, সুভাষ চন্দ্র বৈদ্য, আব্দুল্যাহ আল মামুন প্রমুখ। সভায় ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কয়েক হাজারো জনসাধারণ ও ভোটাররা উপস্থিত ছিলেন। সভা শেষে সেখানে আছাদুল হকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।