Category: দেবহাটা

  • দেবহাটায় পিকআপ সহ গলদা চিংড়ীর রেণু জব্দ

    দেবহাটায় পিকআপ সহ গলদা চিংড়ীর রেণু জব্দ

    দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় একটি মিনি পিকআপসহ ৪৪ পলিব্যাগ গলদা চিংড়ীর রেনু পোনা জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার কুলিয়া আশুমার্কেট মোড়ে এসআই হাফিজের নেতৃত্বাধীন চেকপোষ্টে গলদা চিংড়ীর রেণুপোনা সহ ওই মিনি পিকআপটি জব্দ করা হয়। পরে বিজ্ঞ আদালতের অনুমতি ক্রমে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, এসআই আবু হানিফ, আব্দুর জব্বার, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে জব্দকৃত গলদার রেনু পোনা ইছামতি নদীতে অবমুক্ত করেন। জব্দকৃত পিকআপে থাকা ৪৪টি পলিব্যগ ভর্তি এসব গলদা চিংড়ীর রেণু পোনা চোরাকারবারীরা অবৈধভাবে ভারত থেকে দেশে আনায়ন করেছিল উল্লেখ করে দেবহাটা থানার ওসি বিপ্লব সাহা বলেন, পিকআপটি গলদা চিংড়ীর রেণু পোনা বহন করে সাতক্ষীরা হয়ে ফকিরহাট যাচ্ছিল বলে ধারনা করা হচ্ছে। চেকপোস্ট চলাকালীন পুলিশ সদস্যরা সেগুলো কুলিয়া আশুমার্কেট থেকে জব্দ করে। ৪৪টি পলিব্যাগে থাকা প্রায় অর্ধকোটি গলদা চিংড়ীর পোনার আনুমানিক মুল্য কয়েক লক্ষ টাকা বলেও জানান ওসি।
    জব্দকৃত এসব গলদা চিংড়ীর রেণু পোনা দীর্ঘদিন ধরে কালীগঞ্জ উপজেলার চোরাকারবারী পরিমল ও সদর উপজেলার গয়েশপুর এলাকার অপর চোরাকারবারী আনারুল ইসলাম যোগসাজোশে ভারত থেকে দেশে এনে ফকিরহাটসহ বাইরের বিভিন্ন জেলায় পাচার করে আসছিল বলে নির্ভরযোগ্য একাধিক সুত্রে জানা গেছে। এঘটনায় চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • দেবহাটায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

    দেবহাটায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে খরিপ -১ মৌসুমে প্রনোদনা কর্মসূচীর আওতায় এ কর্মসূচি পালিত হয়।
    কার্যক্রমের উদ্বোধন করেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিতরণকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আক্তার, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, কৃষি সম্প্রসারণ অফিসার শওকত ওসমানসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় ২৫০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ, ২০ ডিএপি, ১০ এমওপি সারা প্রদান করা হয়।

  • ধোপাডাঙ্গা-পাঁচপোতা সড়কে মাটিবাহী যান চলাচল বন্ধ

    ধোপাডাঙ্গা-পাঁচপোতা সড়কে মাটিবাহী যান চলাচল বন্ধ

    দেবহাটা প্রতিনিধি: অবশেষে দেবহাটার সখিপুর ধোপাডাঙ্গা টু পাঁচপোতা সড়কে হুড়মুড়িয়ে সাধারণ মানুষকে নাজেহাল করা মাটিবাহী যন্ত্রদানব ড্রামট্রলি, স্কেভেটর মেশিন, মিনিট্রাক ও ট্রলি চলাচল বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। সম্প্রতি ওই এলাকার সাধারণ মানুষের অবর্ণনীয় জনদূর্ভোগের চিত্র তুলে ধরে স্থানীয় পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর বুধবার বিকেল থেকে সড়কটিতে আবু হাসানের সকল মাটিবাহী অবৈধ ড্রামট্রলি, স্কেভেটর মেশিন, মিনিট্রাক ও ট্রলি চলাচল বন্ধের নির্দেশ দেন তিনি। জনদূর্ভোগ নিরসনে নির্বাহী অফিসারের এমন যুগোপযোগী পদক্ষেপে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। উল্লেখ্য, গেল কয়েকদিন যাবৎ রাফসান গ্রুপের চেয়ারম্যান ও রাফসান ব্রিকসের মালিক আবু হাসান সখিপুরে ধোপাডাঙ্গা এলাকায় প্রস্তাবিত ব্যাক্তি মালিকানাধীন ফ্যাক্টরী তৈরীর জমি ভরাটের নামে অবৈধ ড্রামট্রলি, স্কেভেটর মেশিন, মিনিট্রাক ও ট্রলিতে বোঝাই করে একস্থান থেকে অন্যত্র মাটি বহনের মাধ্যমে তীব্র জনদূর্ভোগ সৃষ্টিসহ সংকীর্ন সরকারি পিচঢালা গ্রামীন রাস্তার ক্ষতি সাধন করে আসছিলেন। একপর্যায়ে দূর্ভোগের শিকার স্থানীয়রা এসব মাটিবাহী যন্ত্রদানব চলাচলে বাঁধা দিলেও তাতে কর্নপাত না করায় সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হয়। শেষমেষ বুধবার বিকেলে রাফসান গ্রুপের চেয়ারম্যান আবু হাসানকে অবিলম্বে মাটিবাহী যন্ত্রদানব চলাচল বন্ধ করতে নির্দেশনা দেন ইউএনও তাছলিমা আক্তার।

  • দেবহাটায় অপরিপক্ক কাঁচা আম জব্দ

    দেবহাটায় অপরিপক্ক কাঁচা আম জব্দ

    দেবহাটা প্রতিনিধি: নির্দিষ্ট সময়ের পূর্বে রাসায়নিক ব্যবহারের মাধ্যমে পাঁকিয়ে বাজারজাত করার উদ্যেশ্যে গাছ থেকে নামানো অপরিপক্ক কাঁচা আম জব্দ করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। বৃহষ্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা উপজেলার জগন্নাথপুর এলাকায় মোবাইল কোর্টের অভিযানকালে গোবিন্দভোগ জাতের এসব অপরিপক্ক কাাঁচা আম জব্দ করেন তিনি। তবে অভিযানের আগমুহুর্তে সুযোগ বুঝে জড়িতরা সটকে পড়ায় কাউকে আটক বা জরিমানা করেনি ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত আমগুলিতে রাসায়নিক মিশ্রিত কিনা তা পরীক্ষা নীরিক্ষার জন্য উপজেলা কৃষি অফিসে নেয়া হয়। অভিযানকালে উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মাদ তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, ইউপি সদস্য নুরুজ্জামান সরদার সহ ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • দেবহাটায় করোনাক্রান্ত ব্যাক্তির বাড়ি লকডাউন

    দেবহাটায় করোনাক্রান্ত ব্যাক্তির বাড়ি লকডাউন

    দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় আরোও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের নাম কাশেম মোড়ল (৬৫)। তিনি উপজেলার পারুলিয়া ইউনিয়নের ভূমিহীন অধ্যুষিত জনপদ চারকুনি’র মৃত আদম মোড়লের ছেলে। সম্প্রতি তীব্র শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তীতে চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে পরীক্ষা শেষে বুধবার কাশেম মোড়লের করোনা ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়। বর্তমানে তিনি সামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে কাশেম মোড়লের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার আক্রান্তের বাড়িটি পরবর্তী ১৪ দিনের জন্য লকডাউন ঘোষনা করেন।

  • দেবহাটায় মিডনাইট সান’র খাদ্য সামগ্রী বিতরণ

    দেবহাটায় মিডনাইট সান’র খাদ্য সামগ্রী বিতরণ

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা মিডনাইট সান’র উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ধোপাডাঙ্গা সংলগ্ন সংস্থাটির কার্যালয়ে আড়াই শত পরিবারের মাঝে চালসহ সাত কেজি করে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় মিডনাইট সান’র সহ সভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, সাবেক ইউপি সদস্য নাজিম সরদার সহ সংস্থাটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • দেবহাটায় শত্রুতার জেরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ

    দেবহাটায় শত্রুতার জেরে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পূর্ব শত্রুতার জেরে সাহেব আলী (৩৭) নামের এক ব্যাক্তির মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার উত্তর পারুলিয়া মেলাকুড়োর বিলে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ঘের মালিক সাহেব আলী উত্তর পারুলিয়া গ্রামের মৃত দবির উদ্দীন মৃধার ছেলে। মৎস্য ঘেরে বিষপ্রয়োগের ঘটনায় রবিবার দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, পারুলিয়ার মেলাকুড়োর বিলে ১২ বিঘা জমির ঘেরটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছিলেন তিনি। শনিবার রাতে তার আর্থিক ক্ষতিসাধনের উদ্দ্যেশ্যে প্রতিপক্ষরা ওই মৎস্য ঘেরটিতে বিষ প্রয়োগ করে। লিখিত অভিযোগে তিনি আরো বলেন, তার পাশ্ববর্তী অহিদ মল্লিক, মুনসুর আলী ও ঝন্টু সেনের মালিকানাধীন জমি ইজারা নিয়ে স্থানীয় জিয়াদ মল্লিকের ছেলে আনছার মল্লিক একটি মৎস্য ঘের করতো। কিন্তু আনছার মল্লিকের লেনদেন খারাপ হওয়ায় জমির মালিক পক্ষ সাহেব আলীর সহায়তায় ওই ঘেরটি চলতি বছর মৃত অনিল ঘোষের ছেলে সুকুমার ঘোষকে ইজারা দেয়। এতে করে রাজ্জাক মল্লিকেরা সাহেব আলীর ওপর ক্ষুদ্ধ হয়ে গেল কিছুদনি যাবৎ তার ক্ষতিসাধনের হুমকি দিয়ে আসছিল। ওই শত্রুতার জেরেই আনছার মল্লিক গং তার মৎস্য ঘেরটিতে বিষ প্রয়োগ করে থাকতে পারে বলেও লিখিত অভিযোগে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

  • দেবহাটায় নানা অজুহাতে লকডাউন অমান্য করছে মানুষ, কঠোর অবস্থানে পুলিশ

    দেবহাটায় নানা অজুহাতে লকডাউন অমান্য করছে মানুষ, কঠোর অবস্থানে পুলিশ

    দেবহাটা প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারের পক্ষ থেকে সারাদেশে গেল ১৪ এপ্রিল থেকে পরবর্তী এক সপ্তাহের লকডাউন জারি ও জারিকৃত লকডাউন বাস্তবায়নে কঠোরভাবে আইন প্রয়োগের জন্য প্রশাসনের প্রতি নির্দেশনা থাকা স্বত্ত্বেও দেবহাটাতে কারনে অকারনে এবং নানান অজুহাতে লকডাউন অমান্য করছে মানুষ। লকডাউনের প্রথম দুদিন অনেকাংশে মেনে চললেও পরের দুদিনে বিভিন্ন এলাকায় বেড়েছে মানুষের উপস্থিতি। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত না হওয়ায় হাটবাজার ও রাস্তাঘাটে বেড়েছে মানুষের লাগামহীন উপস্থিতি। লকডাউনকালীন সময়ে কেবলমাত্র জরুরী সেবার জন্য প্রয়োজনীয় যানবহন চলাচলের কথা থাকলেও, গেল দুদিনে রীতিমতো যাত্রীবোঝাই করে অবাধে শুরু হয়েছে মোটর সাইকেল, মোটরভ্যান, ইজিবাইক ও মাহিন্দ্রার চলাচল। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পন্য, কাঁচা বাজার, ফার্মেসী সহ জরুরী ভিত্তিতে দরকারি ব্যবসা প্রতিষ্টান সীমিত পরিসরে খোলা রাখার অনুমতি থাকলেও, ক্রমশ অন্যান্য দোকানপাট খোলার প্রবণতা বেড়েছে ব্যবসায়ীদের মধ্যে। পূর্ব থেকে চলে আসা আইন অমান্যের প্রবণতা, অসচেতনতা, একগুয়েমি ও লকডাউন বাস্তবায়নের জন্য কঠোর আইন প্রয়োগ না হওয়ার কারনেই উপজেলাতে ক্রমশ লকডাউন উপেক্ষিত হচ্ছে। এছাড়াও অনেকেই জীবিকার তাগিদে ঘরছেড়ে বাইরে বের হচ্ছেন। মানুষের মাঝে আইন মেনে চলার প্রবণতা হ্রাস পাওয়ায় কঠোর অবস্থানে থেকেও মানুষকে ঘরে ফেরাতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে থানা পুলিশকে। রবিবার দিনভর উপজেলার পারুলিয়া, সখিপুর, দেবহাটা সদর, নওয়াপাড়া, গাজীরহাট ও কুলিয়াসহ বিভিন্ন এলাকায় দেবহাটা থানার ওসি বিপ্লব সাহার নেতৃত্বে সাধারণ মানুষকে ঘরে ফেরাতে কঠোর পরিশ্রম করতে দেখা যায় পুলিশ সদস্যদের। তবে পুলিশের সামনে পড়লেই ঔষধ কেনা, বাজার করা, অসুস্থতার কারনে ডাক্তারের কাছে যাওয়া ইত্যাদি অজুহাত খাড়া করে এযাত্রায় রেহাই চাইতে গেছে লকডাউন অমান্যকারীদের। সর্বাত্ম লকডাউন বাস্তবায়নের বিষয়ে ওসি বিপ্লব সাহা বলেন, বর্তমানে একেতো মানুষের মধ্যে আইন অমান্যের প্রবণতা বেশি, অন্যদিকে সড়কে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত না হওয়ায় কেবলমাত্র পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রনে হিমসিম খেতে হচ্ছে। অন্যান্য স্থানের মতো যদি দেবহাটাতেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হতো তাহলে মানুষ আইন অমান্যের সাহস পেতো না। তবে মানুষকে ঘরে ফেরাতে থানা পুলিশের এ অভিযান ক্রমশ জোরদারসহ অব্যহত থাকবে বলেও জানান ওসি।

  • দেবহাটায় জামায়ত নেতার ইটভাটার মাটিবাহী যন্ত্রদানবে জনদূর্ভোগ চরমে: ব্যবস্থা নেয়নি প্রশাসন

    দেবহাটায় জামায়ত নেতার ইটভাটার মাটিবাহী যন্ত্রদানবে জনদূর্ভোগ চরমে: ব্যবস্থা নেয়নি প্রশাসন

    দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরায় বর্তমান সময়ের মানবসৃষ্ট জনদূর্ভোগের অন্যতম আলোচিত ও বিরক্তিকর কারন ইট ভাটার মাটি বহনকারী যন্ত্রদানব খ্যাত অবৈধ ড্রামট্রলি, ষ্কেভেটর মেশিন, মিনিট্রাক ও ট্রলির অবাধ যাতায়াত। সম্প্রতি জেলার দেবহাটাতেও বেআইনীভাবে কৃষি জমিতে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ইট ভাটার জন্য বিভিন্ন সড়কে হুড়মুড়িয়ে চলা এসব অবৈধ যানবহনের যাতায়াত মহামারী আকার ধারন করেছে। মাটিবাহী এসব অবৈধ যান চলাচলে একদিকে যেমন জনদূর্ভোগ তীব্র ভাবে বেড়েছে, তেমনি অপরদিকে ফসলী জমিতে কৃষি উৎপাদন হ্রাস, পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি প্রতিনিয়ত সড়ক গুলোতে ঘটছে মারাত্মক দূর্ঘটনা। আগে থেকেই দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়নে মাথা উঁচিয়ে থাকা কমপক্ষে এক ডজন ইটভাটার মাটি বহনকারী যন্ত্রদানব খ্যাত শত শত ড্রামট্রলি, স্কেভেটর মেশিন, মিনিট্রাক ও কয়েক হাজার ট্রলির অত্যাচারে প্রত্যেকটি মানুষ ও অন্যান্য যানবহন যখন অতিষ্ট ঠিক তখনই সখিপুরের ধোপাডাঙ্গা টু পাঁচপোতা সড়কের পাশে ফসলী জমিতে নতুন করে ইটভাটা নির্মানের জন্য সেসব অবৈধ যন্ত্রদানবের ব্যবহার করে নুতন করে মানুষকে তীব্র দূর্ভোগে ফেলেছেন পারুলিয়ার রাফসান ব্রিকসের মালিক জেলা জামায়তের অন্যতম অর্থ যোগানদাতা আবু হাসান। প্রতিদিন সকাল থেকে গভীর রাত অবদি তীব্র জনদূর্ভোগ সৃষ্টি করে সংকীর্ণ পিচঢালা এ সড়কটির তেতুলতলা সংলগ্ন এলাকা থেকে স্কেভেটর মেশিনে মাটি কেটে ড্রামট্রলিতে বোঝাই করে রাস্তার পাশে ইটভাটা নির্মানের জন্য মাটি ভরাট করে চলেছেন জামায়ত নেতা আবু হাসান। প্রভাবশালী এ জামায়ত নেতা নিজের স্বার্থ চারিতার্থ করতে আশপাশের এলাকার হাজার হাজার মানুষ ও ওই সড়কটিতে নিয়মিত যাতায়াত করা ছোটখাটো যানবহন গুলোকেও ফেলেছেন চরম দূর্ভোগে। এঘটনায় স্থানীয়রা একাধিকবার বাঁধা দিতে গেলে তাদেরকেও রক্তচক্ষু দেখিয়ে সেখান থেকে হটিয়ে দিচ্ছেন জামায়ত নেতা আবু হাসান ও তার লোকজন। সম্প্রতি স্থানীয়রা দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজীর কাছে এবিষয়ে অভিযোগ দিলে জনস্বার্থে তিনি জামায়ত নেতার এ অপকর্ম বন্ধ করে দেন। কিন্তু আইনের তোয়াক্কা না করে বন্ধ করে দেয়ার পরদিন থেকে আবারো দেদারছে ইটভাটার জন্য মাটিবাহী অবৈধ যন্ত্রদানবের ব্যবহার মানুষকে দূর্ভোগে ফেলেছে জামায়ত নেতা আবু হাসান। পরবর্তীতে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েও আশানুরুপ কোনো ফল পাননি বলে আক্ষেপ করেন জনদূর্ভোগে অতিষ্ট স্থানীয় একাধিক ভুক্তভোগীরা। তাই জনদূর্ভোগ নিরসনে অবিলম্বে ওই সড়কটিতে জামায়ত নেতা আবু হাসানের ইটভাটার মাটিবাহী যন্ত্রদানব চলাচল বন্ধের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

  • দেবহাটা প্রেসক্লাব সম্পাদকের পিতার শয্যাপাশে ওসি বিপ্লব সাহা

    দেবহাটা প্রেসক্লাব সম্পাদকের পিতার শয্যাপাশে ওসি বিপ্লব সাহা

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন’র পিতা ফটোগ্রাফার মিজানুর রহমান মিনু (৫৭) গুরুতর অসুস্থ্য। গত কয়েকদিন ব্রেইন স্ট্রোক জনিত প্যারালাইসিস ও কিডনী জনিত সমস্যার কারনে তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও প্রায় দুই যুগ ধরে তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন। রবিবার বেলা ১১টায় তাকে দেখতে হাসপাতালে যান দেবহাটা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার সাহা। এসময় দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, এসআই আবু হানিফসহ থানায় নিযুক্ত অন্যান্য পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। সকলেই তার সুস্থ্যতা কামনা এবং পরিবারের সদস্যদের কাছে শারিরীক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।

  • দেবহাটা নোড়া-চারকুনি ভূমিহীন জনপদে ইফতার সামগ্রী বিতরণ

    দেবহাটা নোড়া-চারকুনি ভূমিহীন জনপদে ইফতার সামগ্রী বিতরণ

    • দেবহাটা প্রতিনিধি:

    দেবহাটার ভূমিহীন অধ্যুষিত জনপদ নোড়া-চারকুনিয়া বাজারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে নোড়ারচক, চারকুনি, ঢেপুখালী, কালাবাড়িয়া সহ আশপাশের গ্রামে বসবাসরত দরিদ্র ভূমিহীনদের মাঝে এসকল ইফতার সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরস্থিতি মোকাবেলায় লকডাউনের মধ্যে সাধারন মানুষের কথা চিন্তা করে পবিত্র রমজান ও বাংলা নববর্ষের শুরুতে এ সকল ইফতার সামগ্রী বিতরন করেন স্থানীয় আহছানিয়া মিশনের সভাপতি যুবলীগ নেতা ইসমাইল গাজী। ইফতার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভূমিহীন সংগঠনের সভাপতি আব্দুল গফফার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন, ইউপি সদস্য শেখ মোকাররম হোসেন, সাবেক ইউপি সদস্য নওয়াব আলী, স্থানীয় সমাজ সেবক ইয়াছিন গাজী, আলতাফ মোল্যা, সাইফুল শেখ, আহম্মদ মোল্যা, শহীদুল গাজী, দাউদ মোল্যা, ওয়াহেদ মোল্যা, ইব্রাহিম গাজী ও রায়হান মোল্যা, জাহিদ শিকারী, রিপন মোল্যা, ফরুক গাজী প্রমুখ। অনুষ্ঠানে দুই শতাধিক ভুমিহীন পরিবারের মাঝে চিড়া, চিনি, ছোলা, মিছরি, মুড়ি, ওরস্যালাইন ও মাস্ক বিতরণ করা হয়।

  • দেবহাটায় লকডাউনের ১ম দিনে কঠোর অবস্থানে থানা পুলিশের

    দেবহাটায় লকডাউনের ১ম দিনে কঠোর অবস্থানে থানা পুলিশের

    দেবহাটা প্রতিনিধি: বিশ্ব ব্যাপী করোনা মহামারী অধিক হারে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকারের বিধি নিষেধ ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল ৭দিনের লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে দেবহাটা থানা পুলিশ সদস্যরা। বাংলাদেশ সরকারের ঘোষনা অনুযায়ী লকডাউন বাস্তবায়নে বুধবার সকাল থেকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ ও সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর নের্তৃত্বে থানা পুলিশের সদস্যরা প্রধান প্রধান সড়ক সহ উপজেলার বিভিন্ন প্রান্তে চেক পোস্ট বসান। এসময় সাধারণ মানুষকে করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন ও সরকারের নির্দেশনা মানাতে মাইকিং ও পথচারীদের মাস্ক পরার অনুরোধ জানান তারা।
    এবিষয়ে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, সম্মূখ সারির যোদ্ধা হিসাবে পুলিশ করোনা প্রতিরোধে কাজ করছে। করোনা মহামারি থেকে দেশবাসীকে নিরাপদ রাখতে জীবনের মায়াত্যাগ করে কাজ করছে পুলিশ। মানুষকে বাড়িতে নিরাপদ অবস্থানে রাখার জন্য আমরা রাস্তায় নেমেছি। এছাড়া বিভিন্ন পয়েন্টে টহল বসিয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধের ব্যবস্থা করছি। আপনারা যে যেখানে আছেন সেখানে নিরাপদে অবস্থান করুন। অযাথা এক এলাকা থেকে অন্য এলাকায় এসে নিজেকে এবং অন্যকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরবেন। বাইরে থেকে বাসায় ফিরে কমপক্ষে ২০ সেকেন্ড ভালো ভাবে হাত ধুয়ে নিন। সর্বদা সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজ দিয়ে হাত ধুয়ে ফেলুন। মনে রাখবেন আপনি নিরাপদ থাকলে আপনার পরিবার নিরাপদ থাকবে। তাই নিজের নিরাপত্তার কথা ভেবে বাসায় থাকুন সরকারের নিয়মনীতি মেনে চলুন। আপনার যে কোন প্রয়োজনে সেবা দিতে পুলিশ আপনার পাশে নিয়েজিত রয়েছে।

  • দেবহাটার সখিপুরে ইউপি চেয়ারম্যান রতনের নের্তৃত্বে নেট-পাটা অপসারণ

    দেবহাটার সখিপুরে ইউপি চেয়ারম্যান রতনের নের্তৃত্বে নেট-পাটা অপসারণ

    দেবহাটা ব্যুরো : দেবহাটার সখিপুরে জইরী বিলের খালে জলাবদ্ধতা নিরাসনের জন্য নেট-পাটা অপসারণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নির্দেশনায় এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে সখিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুর রহমান সহ সকল ওয়ার্ডের গ্রাম পুলিশ উপস্থিত থেকে খালের মধ্যে থাকা সকল প্রকার অবৈধ দখল, কারেন্ট জাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি অপসারণ করেন। দীর্ঘদিনের এ অবৈধ্য বিলে নেট-পাটা অপসারণ করায় এলাকাবাসী ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন।এবিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন বলেন, অতীতে খালটি জলাবদ্ধতা নিরসনে উন্মুক্ত থাকলেও কালের পরিক্রমায় কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে খালের বুকে নেট পাটা দেওয়ায় খালটি তার পুরোনো যৌবন হারিয়ে ফেলেছে। এতে খালে জোয়ার ভাটার সম্পর্ক প্রায় হারাতে বসেছে। তাই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক সকল প্রকার অবৈধ দখল, কারেন্ট জাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল খালের নেট-পাটা অপসারণ করা হবে এবং খালটি পুন:খনন করা হবে।

  • বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়ন শাখার পরিচয়পত্র প্রদান

    বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়ন শাখার আয়োজনে গ্রাম ডাক্তারদের পরিচয়পত্র প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ধুলিহর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন সভাপতি গ্রাম ডাক্তার দিনদ্বীপ্তি বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু।
    বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সদর উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক জিন্নাত আমান, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জাহারুল বিশ^াস। ধুলিহর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক গৌতম কুমার সানার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবু সাঈদ, মোস্তাক আহমেদ, মফিজুল ইসলাম, উজ্জল কুমার মল্লিক, মিজানুর রহমান, শফিকুর রহমান মুকুল প্রমুখ।
    পরিচয়পত্র প্রদানকালে প্রধান অতিথি বলেন, গ্রাম ডাক্তাররা প্রত্যান্ত অঞ্চলের মানুষের দু:সময়ের একমাত্র ভরসা। রাত দিন, বৃষ্টিবাদল সব কিছু উপেক্ষা করে মানবতার বিপদে তারা চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির এ উদ্যোগকে স্বাগত জানান।

  • দেবহাটার সখিপুরে নেট-পাটা অপসারণ

    দেবহাটার সখিপুরে নেট-পাটা অপসারণ

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে জইরী বিলের খালে জলাবদ্ধতা নিরাসনের জন্য নেট-পাটা অপসারণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নির্দেশনায় এবং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে সখিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুর রহমান সহ সকল ওয়ার্ডের গ্রাম পুলিশ উপস্থিত থেকে খালের মধ্যে থাকা সকল প্রকার অবৈধ দখল, কারেন্ট জাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি অপসারণ করেন। এবিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন বলেন, অতীতে খালটি জলাবদ্ধতা নিরসনে উন্মুক্ত থাকলেও কালের পরিক্রমায় কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে খালের বুকে নেট পাটা দেওয়ায় খালটি তার পুরোনো যৌবন হারিয়ে ফেলেছে। এতে খালে জোয়ার ভাটার সম্পর্ক প্রায় হারাতে বসেছে। তাই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক সকল প্রকার অবৈধ দখল, কারেন্ট জাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল খালের নেট-পাটা অপসারণ করা হবে এবং খালটি পুন:খনন করা হবে।

  • পরিবারের কাছে ফিরতে চায় শিশু জান্নাতুল

    পরিবারের কাছে ফিরতে চায় শিশু জান্নাতুল

    দেবহাটা প্রতিনিধি: নাম বলতে পারলেও শিশুটি পরিচয় বলতে পারছে না। সোমবার পাওয়া গেছে দেবহাটা উপজেলার পারুলিয়ায়। তার নাম জান্নাতুল। বয়স ৩ বছর । শিশুটি পারুলিয়া বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজের পাশে কাঁদছিল। পরে স্থানীয়রা তাকে আবিদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাংবাদিক ফরহাদ হোসেন সবুজের হেফাজতে দেয়। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত বাচ্চাটি পরিচয় জানা যায়নি। যদি কোন ব্যক্তি তাকে চিনে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন ০১৭১২-৭৮৮৫৫১, ০১৯২৯৪০০৭০০ নাম্বারে। উপযুক্ত প্রমাণ পেলেই পরিবারের কাছে শিশুটি হস্তান্তর করা হবে।
    দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি আমার জানা নেই। তবে আমি এখনি খোঁজ নিব।

  • মৎস্য সমবায় সমিতির সদস্যদের মাঝে পিকাপ বিতরণ

    মৎস্য সমবায় সমিতির সদস্যদের মাঝে পিকাপ বিতরণ

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে সিআইজি মৎস্য সমবায় সমিতির সদস্যদের মাঝে পিকাপ ভ্যান বিতারণ করা হয়েছে।
    সোমবার দুপুরে াতক্ষীরা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে সমিতির সদস্যদের মাঝে তিনটি পিকাপ ভ্যান হস্তান্তর করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোঃ আবু সাইদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাসান সাজ্জাদ, এনএটিপি -২ প্রকল্পের সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, এনএটিপি -২ প্রকল্পের ক্ষেত্র সহকারী মোঃ জাহিদ হাসান ছাড়াও সিআইজি ও পিত্ত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
    সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান জানান, করোনার এই সংকটময় সময়ে মাছ পরিবহন ও বাজারজাত করণে পিকাপ ভ্যান গুলি ব্যবহার হবে। এছাড়া মৎস্য চাষিরা পিকাপ এর মাধ্যমে ভ্রাম্যমাণ নিরাপদ মাছের বাজার চালু করবে। যাতে করে স্বাস্থ্যবিধি ও নিরাপদ দূরত্ব বজায় রেখে ঘরে ঘরে মাছ পৌঁছে যেতে পারে। মাছ চাষের পাশাপাশি পিকাপ থেকে আয়ের অর্থ দিয়ে সমিতির সদস্যরা আর্থিক ভাবে সাবলম্বী হবে।

  • রুহুল হক এমপির নির্দেশে দূর্ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাহেব আলী

    রুহুল হক এমপির নির্দেশে দূর্ঘটনায় নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাহেব আলী

    দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি’র নির্দেশনা পেয়ে সম্প্রতি দেবহাটার গাজীরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত জাকির হোসেনের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী।
    শনিবার বিকেলে উপজেলার গরানবাড়িয়া গ্রামে নিহত জাকির হোসেনের অসহায় পরিবারের জন্য রমজান মাসসহ দুই মাসের প্রয়োজনীয় যাবতীয় চাল, ডাল, আলু, তেল, ঝাল, পিয়াজ, রসুনসহ অন্যান্য মুদি সামগ্রী, কাঁচা তরকারি ও সবজি, রমজানের ইফতারের জন্য চিড়া, চিনি, মিছরি, ছোলা, খেজুর, আটা এবং ছোট বাচ্চাদের বিস্কুট, টোস্ট, চানাচুর ও গুড়া দুধসহ ব্যাপক বাজার সদাই নিয়ে হাজির হন আলমগীর হোসেন সাহেব আলী।
    এসময় আ.ফ.ম রুহুল হক এমপির পক্ষ থেকে নিহতের অসহায় পরিবারকে শান্তনা দেয়ার পাশাপাশি সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন তিনি।
    উল্লেখ্য গত ৩০ মার্চ গাজীরহাট বাজারে ঢাকাগামী গ্রীন বাংলা পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হয়ে মৃত্যু হয় আটন ব্যাবসায়ী জাকির হোসেনের। স্বামীর মৃত্যুর পরদিনই চতুর্থ কণ্যা সন্তান প্রসব করে নিহত জাকিরের স্ত্রী। আটন ব্যবসায়ী জাকিরের অকাল মৃত্যুতে অবর্ণনীয় ক্ষতি হয় তার অসহায় পরিবারের। বর্তমানে তার স্ত্রী চারটি কন্যা সন্তান নিয়ে অসহায়ত্বের মধ্য দিয়ে দিনযাপন করছিলো।
    সম্প্রতি নিহত জাকির হোসেনের অসহায় পরিবারের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতা সাহেব আলীকে নির্দেশ দেন এমপি রুহুল হক। সে মোতাবেক শনিবার এসকল নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও বাজার সদাই নিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ান আলমগীর হোসেন সাহেব আলী। সহায়তা পেয়ে আ.ফ.ম রুহুল হক এমপি ও আওয়ামী লীগ নেতা সাহেব আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নিহতের অসহায় পরিবার।