Category: দেবহাটা

  • কুলিয়ায় সরকারী খাল দখলের মহোৎসব

    কুলিয়ায় সরকারী খাল দখলের মহোৎসব


    নিজস্ব প্রতিনিধিঃ
    দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গায় সরকারী খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে গিয়ে জানাযায়, কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা ডেতপোতা খালটি কুলিয়া ইউনিয়নের বৃহত্তম৭, ৮ও ৯ নং ওয়ার্ড এর হাজার হাজার বিঘা ঘেরের পানি উঠানো ও নিষ্কাশনের একমাত্র পথ।কিন্তু অত্র এলাকার কিছু প্রভাবশালী স্বার্থন্বেশী মহল গায়ের জোরে প্রভাব খাটিয়ে উক্ত খালটির দুইপাশে দখলদারিত্ব উৎসবে মেতে উঠেছে। শশাডাঙ্গা ব্রীজের দুই পাশে কেয়ামদ্দীন গাজীর পুত্র বিএনপি নেতা বহু নাশকতা মামলা ও অস্ত্র মামলার আসামী মোকছেদ আলী, বিমল সরকারের ছেলে ইন্দ্রজিৎ, সাহাবুদ্দীন সহ দোকানঘর, হ্যাচারী, মাছের ডিপো, মাছের সেঠ নির্মান করেছে।এলাকাবাসী অভিযোগ করে বলেন খাল গুলি দখল করার কারনে প্রতি বছর সুষ্ঠ ভাবে ঘেরে পানি উত্তোলন ও নিষ্কাশন সম্ভব হয় না।যার কারনে বর্ষায় ঘের গুলি প্লাবিত হয়ে ঘের ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়।অনেকবার খালটি দখল মুক্ত করার জন্য বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও আমরা কোন সুফল পায়নি।এব্যাপারে আগামী বর্ষার আগে উক্ত খালটি দখল মুক্ত করার জন্য এলাকাবাসী প্রশাসনের কাছে জোর হস্তক্ষেপ দাবী করেছেন।

  • দেবহাটার স্বতন্ত্র প্রার্থীর ৭ কর্মীসমর্থককে আটক করায় থানা ঘেরাও করেছে আওয়ামালীগ নেতা-কর্মীরা

    দেবহাটার স্বতন্ত্র প্রার্থীর ৭ কর্মীসমর্থককে আটক করায় থানা ঘেরাও করেছে আওয়ামালীগ নেতা-কর্মীরা

    নিজস্ব প্রতিনিধি: দেবহাটা থানা ঘেরাও করেছে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শুক্রবার সকাল ৮টায় দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স.ম গোলাম মোস্তফার সাতজন কর্মী-সমর্থককে গ্রেফতারের প্রতিবাদে তারা থানাও ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করছে। থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট স.ম গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নেওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখীপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউপির চেয়ারম্যান আবু বকরসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট স.ম গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ কোন কারণ ছাড়াই পারুলিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সখিপুর ইউপির ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি রায়হান, মনিরুল ইসলাম, আবুল কাশেম, রাজু আহম্মেদসহ ৭ জনকে আটক করেছে। তিনি বলেন, পুলিশ অন্যায়ভাবে কোন কারণ ছাড়াই ভোটের মাত্র দুদিন আগে নেতা-কর্মীদের আটক করায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে থানা ঘেরাও করেছে। তাদের না ছাড়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে। এ ব্যাপারে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, তারা নির্দিষ্ট সময়ের বাইরে প্রচার প্রচারনা চালায় তাদের আটক করা হয়েছে। তিনি আরো জানান, আটক ৭ জন সম্পর্কে যাচাই বাছাই শেষে ৫ জনের নামে কোন মামলা না থাকায় তাদের ছেড়ে দেয়া হচ্ছে। এবং রাজু ও রায়হান নামের বাকী দুজনের নামে মামলা থাকায় তাদের চালান দেয়া হচ্ছে।

  • সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোট দিবে -জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল

    সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণ ভোট দিবে -জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল

    দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল বলেছেন, আগামী ২৪ মার্চ দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশে জনগন ভোটকেন্দ্রে গিয়ে পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সবকটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন থাকবে। যদি কোন প্রার্থী কিংবা তাদের লোকজন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি অথবা জনসাধরনকে ভোট দিতে বাঁধা দেয় তাহলে দায়িত্বরত কর্মকর্তাদের জানালে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভোটগ্রহনকে কেন্দ্র করে র‌্যাব-পুলিশ-বিজিবির সমন্বয়ে গঠিত যৌথ বাহিণীর টহলের পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনার দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তাই নির্ভয়ে স্ব-স্ব ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগের জন্য জনসাধারনের প্রতি আহবানও জানান জেলা প্রশাসক। বৃহষ্পতিবার বিকাল ৩টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনী আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎ মিশ,দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা,দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব। এসময় উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি, সতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যড সম গোলাম মোস্তফা, মাহবুব আলম খোকন, সাঈদ মাজফুজুর রহমান, শেখ ওজিয়ার রহমান,ভাইস চেয়ারম্যন প্রার্থীদের মধ্য থেকে যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ, আনিছুর রহমান বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্য থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আমেনা রহমান সহ আফরোজা পারভীন,প্রিয়াংকা রানী ও জিএম স্পর্শ উপস্থিত থেকে নির্বাচনের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়াও সভাটিতে কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম,পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী উপস্থিত ছিলেন।

  • উপজেলা পরিষদ নির্বাচন, দেবহাটায় পোস্টার ব্যানারে জমে উঠেছে ১৪ প্রার্থীর প্রচারণা

    উপজেলা পরিষদ নির্বাচন, দেবহাটায় পোস্টার ব্যানারে জমে উঠেছে ১৪ প্রার্থীর প্রচারণা

    দেবহাটা প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে বর্তমানে জেলার দেবহাটাতে বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। ইতোমধ্যেই দেবহাটা উপজেলা ছেয়ে গেছে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া ৩টি পদের প্রতিদ্বন্দী ১৪ জন প্রার্থীর প্রতিক সম্বলিত নির্বাচনী পোষ্টার,ব্যানার আর লিফলেটে। প্রতিদিনই চলছে স্ব-স্ব প্রার্থীদের নির্বাচনী মাইকিং। প্রতিক বরাদ্দের পর থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে দেবহাটাতে নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে পথসভা,গনসংযোগ আর মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শুধু তাই নয় জনসাধারনের মন কাড়তে নানা প্রতিশ্রুতি নিয়ে লিফলেট হাতে ভোটারদের বাড়ি বাড়িতেও যাচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। উপজেলার চায়ের দোকান থেকে হাট-বাজার,অফিস পাড়া থেকে মাঠে ঘাটে কর্মরত শ্রমিক ও সাধারন মানুষের মধ্যে আসন্ন দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন এবং প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা,আলোচনা সমালোচনা। দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের মোট ৯৭ হাজার ৮শ ৩৬ জন ভোটার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। যাদের মধ্য থেকে ৪৯ হাজার ২শ ১৫ জন পুরুষ এবং ৪৮ হাজার ৬শ ২১ জন মহিলা ভোটার এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করবেন। নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকেই উপজেলাতে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদের আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি,আনারস প্রতিকের সতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যড স ম গোলাম মোস্তফা,ঘোড়া প্রতিকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন,মোটর সাইকেল প্রতিকের প্রার্থী সাঈদ মাহফুজুর রহমান ও এনপিপি’র আম প্রতিকের প্রার্থী ওজিয়ার রহমান। ভাইস চেয়ারম্যান পদে প্রচারনা চালিয়ে যাচ্ছেন উড়োজাহাজ প্রতিকের প্রার্থী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর,যুবলীগের সাবেক সাধারন সম্পাদক টিউবওয়েল প্রতিকের প্রার্থী মনিরুল ইসলাম মনি,চশমা প্রতিকের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আনিছুর রহমান বকুল,তালা প্রতিকের প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ ও এনপিপি’র আম প্রতিকের প্রার্থী সাংবাদিক রিয়াজুল ইসলাম। পাশাপাশি মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়াম্যান পদ্মফুল প্রতিকের প্রার্থী মিসেস আমেনা রহমান সহ প্রজাপতি প্রতিকের প্রার্থী প্রিয়াংকা রানী,ফুটবল প্রতিকের প্রার্থী আফরোজা পারভীন,কলস প্রতিকের প্রার্থী জিএম স্পর্শ চালিয়ে যাচ্ছেন তাদের নির্বাচনী প্রচারনা। তবে এবারের নির্বাচনে ভোটের পাখির মতো স্বল্প সময়ের জন্য উড়ে আসা প্রার্থীদের রঙ-বেরঙের প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হয়ে বরং বিগত সময়ে বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন,এলাকার উন্নয়ন তথা সাধারন মানুষের কল্যানে নিয়োজিত থাকা যোগ্য প্রার্থীদেরকেই ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকার সাধারন ভোটাররা।

  • দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী গনির নির্বাচনী পথসভায় মনসুর আহম্মেদ ব্যক্তিস্বার্থ ভুলে আ.লীগ মনোনীত প্রর্থীকে বিজয়ী করতে হবে

    দেবহাটায় চেয়ারম্যান প্রার্থী গনির নির্বাচনী পথসভায় মনসুর আহম্মেদ ব্যক্তিস্বার্থ ভুলে আ.লীগ মনোনীত প্রর্থীকে বিজয়ী করতে হবে

    দেবহাটা প্রতিনিধি: দলীয় ভেদাভেদ,ব্যাক্তিস্বার্থ ও কোন্দল ভুলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার মনোনীত দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল গনিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে নির্বাচনী কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনসুর আহম্মেদ। শুক্রবার বিকাল ৩টায় দেবহাটার পারুলিয়াস্থ শহীদ আবু রায়হান চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল গনির নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে সকল পর্যায়ের দলীয় নেতাকর্মীদের প্রতি এ আহবান জানান তিনি। মনসুর আহম্মেদ বক্তৃতায় আরো বলেন,ব্যাক্তিগত ও দলীয় কোন্দলকে নির্বাচনের মাঠে দেখাতে গিয়ে শেখ হাসিনার নৌকার ক্ষতি করার চেষ্টা করবেন না। শত্রুতা প্রার্থীর সাথে থাকতে পারে কিন্তু সেই শত্রুতা নৌকার সাথে করবেন না। নির্বাচনে নৌকা ছেড়ে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে মাতামাতি করা কখনোও কোন আদর্শবান আওয়ামী লীগ নেতার পরিচয় হতে পারে না। যারা ২০১৩ সালে নৃশংসভাবে আওয়ামী লীগের নিবেদিত সৈনিক আবু রায়হান, আব্দুল আজিজ, আলমগীর হোসেন বাকুমকে হত্যা করেছিলো, আওয়ামী লীগকে দ্বিধা বিভক্ত করত তারাই মদদ দিয়ে এবারের উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী খাড়া করেছে। তারা নৌকাকে পরাজিত করতে তারা যে স্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নই থেকে যাবে। তাছাড়া নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সমুচিত জবাব দেয়া হবে বলেও এসময় দলীয় নেতাকর্মীদের হুশিয়ারী করেন তিনি। পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথ সভাটিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, জেলা মুক্তিযোদ্ধাা সাংসদের ইউনিট কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত,তথ্য বিষয়ক সম্পাদক বাসুদেব সরকার,সদস্য অহিদুল ইসলাম,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ ঘোষ,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল বিশ্বাস,নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু,আলমগীর হোসেন সাহেব আলী,স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কেল্টু,শ্রমিক লীগের সাবেক সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম। এসময় আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে দেবহাটা থানা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

    পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে দেবহাটা থানা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

    দেবহাটা প্রতিনিধি: দেশের বিভিন্ন স্থানে নানা সময়ে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরনে অনুষ্ঠিত পুলিশ মেমোরিয়াল ডে-২০১৯ উপলক্ষে দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনসে অনুষ্ঠিত পুলিশ মেমোরিয়াল ডে’র কর্মসূচীতে পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের নেতৃত্বে অংশগ্রহন সহ পুষ্পস্তবক অর্পন করেন দেবহাটা থানার পুলিশ সদস্যরা। এসময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র,সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী,উপ-পরিদর্শক মনিরুল ইসলাম সহ দেবহাটা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

  • উপজেলা পরিষদ নির্বাচনে মনোয়ন যাচাই বাছাই : চেয়ারম্যান পদে সদর- ২, শ্যামনগর-৩, তালা-২, কলারোয়া-২, দেবহাটা-৫, আশাশুনি-২, কালিগজ্ঞ-৩ বৈধ্য

    https://dakshinermashal.com/

    সাতক্ষীরায় ৫ম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০১৯ চেয়ারম্যান ও ভাইস চেয়াারম্যান পদপ্রার্থীদের মনোয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামনগরে একজন ও তালা উপজেলায় একজনকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক ও রিটার্নিং অফিসার মো.বদিউজ্জামান সাতক্ষীরা সদর,আশাশুনি,কালিগঞ্জ ও দেবহাটা এই ৪ উপজেলার প্রর্থীদের মনোয়ন পত্র যাছাই বাছাই করেন।

    সাতক্ষীরা সদরে উপজেলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান বাবু ও বিদ্রোহী প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন। এবং ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে দু’জন প্রার্থী মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধতা ঘোষণা পেয়েছেন।

    আশাশুনিতে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই বাছাইয়ে চুড়ান্ত ভাবে বৈধতা পেয়েছেন,

    আশাশুনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও দুবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ও বিদ্রহী প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু। এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সাহেব আলি (উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি), জি এম আক্তারুজ্জামান (উপজেলা আ’লীগ সহ-সভাপতি), এমডি ফিরোজ আহমেদ (ব্যবসায়ী), মতিলাল সরকার (উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক), উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা কৃষকলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান স. ম সেলিম রেজা সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান: মহিলা আওয়ামীলীগ ইউনিয়ন আহবায়ক ও উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্য মোছাঃ হেনা গাজী ও ইউনিয়ন যুব মহিলালীগ সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন।

    কালিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন। কালিগঞ্জে বৈধ প্রার্থী হলেন যারা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সাবেক সহকারী পুলিশ সুপার মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতাউর রহমান, স্বতন্ত্রপ্রার্থী হিসেবে কালিগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন।

    পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও উজ্জীবনী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহাছান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জি,এম, জাহাঙ্গীর কবির, থানা আওয়ামীলীগে সাবেক সাংগঠনিক সম্পাদক ডি,এম,সিরাজুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী আব্দুল হামিদ সরদার, জি,এম, আব্দুল কুদ্দুস, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন্নাহার জেবু, ধলবাড়িয়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি দিপালী ঘোষ, আফসানা বেগম, এবং বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি সদস্য ফারহানা।

    দেবহাটা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী বৈধ ঘোষীত হয়েছেন। প্রর্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল গনি, সাইদ মাহফুজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যড. সম গোলাম মোস্তফা, বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন।

    ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনি, জাতীয় পার্টির (জাপা) আনিছুর রহমান বকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ

    মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিসেস আমেনা রহমান, প্রিয়াংকা রানী, জিএম স্পর্শ এবং আফরোজা পারভীন।

    এদিকে জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল হাসান সকাল ১০ টা থেকে তালা,কলারোয়া ও শ্যামনগর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোয়নপত্র যাচাই বাছাই করেন।

    তালায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মনোনয়ন মনোনয়ন পত্র ৩টি পদের বিপরীতে ১১ জন প্রার্থী জমা দিলেও চেয়ারম্যান পদপ্রার্থী থেকে বাদ পড়েছেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এসএম ফজলুল হক ।
    জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসান জানান, উপজেলা চেয়ারম্যান পদে বৈধ প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের দলীয় প্রার্থী ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

    ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বৈধতা পেয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইখতিয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ আমিনুজ্জামান ।
    ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল, খেশরা ইউনিয়ন আওয়ামলীগের সদস্য মুরশিদা পারভীন পাপড়ি ও সাংবাদিক সাকিলা ইসলাম জুই ।

    কলারোয়া উপজেলায় চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন (আওয়ামী লীগ মনোনীত) ও আমিনুল ইসলাম লাল্টু।এছাড়া, ভাইস চেয়ারম্যান পদে মো. আরাফাত হোসেন, রবিউল আলম মল্লিক ও কাজী আসাদুজ্জামান শাহজাদা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আনোয়ার ময়না, শাহনাজ নাজনীন খুকু ও রোজিনা সুলতানা দুলালী।

    শ্যামনগর উপজেলায় যে সকল প্রার্থী বৈধতা পেয়েছেন তারা হলেন চেয়ারম্যান পদে আতাউল হক দোলন (আওয়ামী লীগ মনোনীত), বিএনপির জিএম সাদিকুর রহমান সাদেম ও জিএম ওসমান গনি বৈধ প্রার্থী ঘোষনা করলেও আয়কর দাখিল না করার কারণে চেয়ারম্যান পদ থেকে অবৈধ ঘোষীত হলেন জিএম আজিবর রহমান। ভাইস চেয়ারম্যান পদে বৈধতা পেয়েছেন জিএম কামরুজ্জামান, মো. শহিদুজ্জামান, মো. মিজানুর রহমান, মো. শাহজালাল ও স. ম আবদুস সাত্তার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নাদিজা সুলতানা, পাপিয়া হক ও নুরজাহান পারভীন।

    উল্লেখ্য আসন্ন উপজেলা পরিষদ নির্বচনে প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৭ই মার্চ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ই মার্চ বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক সাবির্ক ও রিটার্নিং অফিসার মো.বদিউজ্জামান।

  • দেবহাটায় পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    দেবহাটায় পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

    দেবহাটা প্রতিনিধি: কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দেবহাটায় ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। বৃহষ্পতিবার রাত ১২ টা ১ মিনিটে দেবহাটা কেন্দ্রী শহীদ মিনারে সকল ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, দেবহাটা প্রেসক্লাব, জাতীয় পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরবর্তীতে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজমুস শাহাদাত, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যড. সম গোলাম মোস্তফা, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারন সম্পাদক বিজয় ঘোষ, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম, শ্রমিক লীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমূখ।

  • সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাতৃভাষা দিবস পালিত

    দেবহাটা প্রতিনিধি: ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৭ টায় সখিপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন এবং প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের নেতৃত্বে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকাসহ শিক্ষার্থীরা শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা

    দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা

    দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান নিরোধ এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। এসময় অন্যান্যের মধ্যে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা আঃলীগের সভাপতি নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য ইয়ামিন মোড়ল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ সরকারী কর্মকর্তাবৃন্দ, বিজিবি প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভাগুলোতে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

  • দেবহাটায় শালিসের নামে মেম্বর কর্তৃক বৃদ্ধাকে মারপিট: অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা

    দেবহাটায় শালিসের নামে মেম্বর কর্তৃক বৃদ্ধাকে মারপিট: অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় শালিসের নামে ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলের মধ্যযুগীয় কায়দায় বাঁশ দিয়ে পেটানোর নির্মম শারিরীক নির্যাতন-অপমান সইতে না পেরে আয়রা বেগম (৭৫) নামের এক অসহায় বৃদ্ধা মহিলা শালিস মজলিশেই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করছে। এসময় বৃদ্ধা আয়রা বেগমের ছেলে আয়ুব হোসেন ও মেয়ে মাফুরা খাতুনকেও পিটিয়ে জখম করে ইউপি সদস্য নির্মল। এঘনার পর বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী বৃদ্ধা আয়রা বেগমকে তার পরিবারের সদস্যরা সখিপুর হাসপাতালে ভর্তি করতে গেলে অভিযুক্ত ইউপি সদস্য তার অপকর্ম ঢাকতে সরকারি হাসপাতালে না নিয়ে স্থানীয় ঈদগাহ বাজারের গ্রাম্য ডাক্তার ইসলামের চেম্বারে মূমুর্ষূ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার সখিপুর ইউনিয়নের কাজীমহল্যা গ্রামে এঘটনা ঘটে। বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বৃদ্ধা মহিলা আয়রা খাতুন। তিনি সখিপুরের কাজীমহল্যা গ্রামের পঙ্গু দলু গাজীর (৮৫) স্ত্রী। এঘটনায় সখিপুরের কামটা গ্রামের কানাই লাল মন্ডলের ছেলে ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল ও কাজীমহল্যা গ্রামের বাবর আলীর ঘর জামাই শাহিনকে আসামি করে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভিকটিম বৃদ্ধার ছেলে আয়ুব হোসেন। দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বৃদ্ধার ছেলে আয়ুব হোসেন ও তার স্ত্রীর মধ্যকার পারিবারিক গোলযোগ সৃষ্টি হয়। এঘটনায় গত রবিবার স্থানীয় কেন্দ্র করে বাবর আলীর ঘর জামাই শাহিন আয়ুব হোসেনকে নিজের বাড়ীতে ফেলে পিটিয়ে জখম করলে আয়ুব হোসেন বিষয়টি নিয়ে মেম্বর নির্মলের কাছে বিচার দেন। এরই মধ্যে মেম্বর নির্মল শাহিনের দ্বারা প্রভাবিত হয়ে শুক্রবার বেলা ১১ টার দিকে শাহিনের বাড়ীর উঠানে শালিস চলাকালে সুষ্ঠ বিচার না করে বরং উল্টো আয়ুব হোসেনকে বাশ দিয়ে পেটানো শুরু করে। এসময় আয়ুব হোসেনের পচাত্তর বছর বয়সী অসহায় বৃদ্ধা মা আয়রা বেগম ও বোন মাফুরা খাতুন বাঁধা দিতে গেলে শালিসের মধ্যেই মধ্যযুগীয় কায়দায় বৃদ্ধা আয়রা বেগমকে মাটিতে ফেলে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটাতে ও শরীরের বিভিন্ন স্থানে লাথি মারার পাশাপাশি অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে মেম্বর নির্মল। মারপিটের একপর্যায়ে শারিরীক নির্যাতন ও অপমান সইতে না পেরে বৃদ্ধা মহিলা আয়রা বেগম শালিসের ঐ মজলিশেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। মূমুর্ষূ অবস্থায় তাকে সরকারি হাসপাতালে ভর্তি করতে চাইলে আয়রা বেগমের ছেলে আয়ুব ও নাতি সিরাজুলকে হত্যা করার হুমকি দিয়ে বাধ্য করে স্থানীয় গ্রাম্য ডাক্তার ইসলামের চেম্বারে আয়রা বেগমকে ফেলে রেখে পালিয়ে যায় ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল। এঘটনায় দেবহাটা থানায় ইউপি সদস্য নির্মল ও শাহিনকে আসামী করে অভিযোগ দায়েরের পর থানার উপপরিদর্শক জুয়েলকে তাৎক্ষনিক তদন্তপূর্বক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনসহ মূমুর্ষূ বৃদ্ধা আয়রা খাতুনকে সখিপুরস্থ সরকারি হাসপাতালে ভর্তি করে জরুরী চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেন অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। এদিকে অভিযুক্ত ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল ক্ষিপ্ত হয়ে এবং নিজের অপকর্ম ঢাকতে ভিকটিম বৃদ্ধার ছেলে আয়ুব হোসেন, মেয়ে মাফুরা খাতুন ও নাতি সিরাজুল ইসলামকে গুলি করে হত্যা করার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারটির।

  • দেবহাটায় সিদ্দিকিয়া আমিনিয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

    দেবহাটায় সিদ্দিকিয়া আমিনিয়া জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন

    দেবহাটা ব্যুরো: দেবহাটায় সিদ্দিকিয়া আমিনিয়া জামে মসজিদের ভিত্তি প্রস্থর উদ্বোধন হয়েছে। সকাল ১০টায় চিনেডাঙ্গা এতিমখানার সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত জামে মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। এসময় উপস্থিত ছিলেন চিনেডাঙ্গা এতিমখানার প্রতিষ্ঠা হাফেজ জিএম আব্বাস উদ্দীন, মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. ইউসিুফ আলী, মেহেদী হাসান, আজগার সরদার, মুকুল গাজী, শাহজান সরদার, পিয়ার আলী গাজী, মেছের আলী প্রমুখ।

  • দেবহাটায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুটি ঘরে অগ্নিকান্ড

    দেবহাটায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দুটি ঘরে অগ্নিকান্ড

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার পারুলিয়াতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শুরু হওয়া অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে দুটি বসত ঘরের আসবাবপত্র। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে দেবহাটার পারুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় এঘটনা ঘটে। অগ্নিকান্ডে নিশ্চিন্তপুরের ফজর আলী বিশ্বাসের পুত্র দিনমজুর জালাল বিশ্বাসের দুটি বসতঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে প্রথমে জালাল বিশ্বাসের বাড়ীর কাঠ ঘরে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী দুটি বসত ঘরে। পরে স্থানীয়রা ছুটে এসে দীর্ঘ প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আনলেও তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় বসতঘরের যাবতীয় আসবাবপত্র ও অন্যান্য মালামাল। অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।

  • দেবহাটায় পুলিশের অভিযানে ১৭ লক্ষ টাকা মূল্যের ২ তক্ষক সাপ আটক

    দেবহাটা ব্যুরো: দেবহাটায় পুলিশের অভিযানে ১৭ লক্ষ টাকা মূল্যের ২টি তক্ষক সাপ আটক হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছে। তবে এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। দেবহাটা থানার সেকেন্ড অফিসার ও ঐ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন চৌধুরী জানান, বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দেবহাটা উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের আনারুলের বাড়ির পাশ থেকে ২টি তক্ষক সাপ (যার একটির দৈর্ঘ্য ১৩ইঞ্চি, মূল্য আনুমানিক ৯ লক্ষ টাকা আর অপরটির দৈর্ঘ্য ১২ ইঞ্চি, মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা) আটক করেন। কিন্তু আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরো জানান, এ ব্যাপারে এসআই মামুনুর রহমান ধোপাডাঙ্গা গ্রামের আনারুল ও নোড়ারচক গ্রামের সিরাজুল নামের ২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জনের নামে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং- ১২। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা তক্ষক সাপ আটকের বিষয়ে মামলা হওয়ার বিষয়টি স্বীকার করে জানান, এ ধরনের আইন বিরোধী কাজের প্রকৃত আসামিদের গ্রেফতার করে দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • দেবহাটায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে এডিশনাল এসপির মতবিনিময়

    দেবহাটায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে এডিশনাল এসপির মতবিনিময়

    দেবহাটা ব্যুরো: দেবহাটায় পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা দেবহাটা থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা থানা পুলিশের আয়োজনে রবিবার থেকে শুরু হওয়া “সুখে দুঃখে দিবানিশ, মানবতার পাশে বাংলাদেশ পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে সফল হোক পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুধীমহলের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার এডিশনাল এসপি মোঃ ইলতুতমিশ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল জামিরুল ইসলাম। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর সার্বিক সঞ্চালনায় এসময় দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, এসআই হেদায়েত হোসেন, এসআই মামুনুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি সাধারন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং সবার নিরাপত্তা নিশ্চিতকরনে পুলিশ সর্বদা তৎপর বলে উল্লেখ করে বলেন, জনগনকে সেবা দেওয়াই পুলিশের কাজ। যদি কেউ কোন ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • দেবহাটায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

    দেবহাটায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

    দেবহাটা প্রতিনিধি: দেশব্যাপী চলমান পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে রবিবার সকালে দেবহাটায় বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, উপ-পুলিশ পরিদর্শক দরবেশ আলী,উপ-পুলিশ পরিদর্শক আব্দুল গনিসহ পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ স্বতষ্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

  • দেবহাটায় দিনমজুরকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলা : আটক স্ত্রী ও প্রেমিকের রিমান্ড আবেদন করেছে পুলিশ

    দেবহাটায় দিনমজুরকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলা : আটক স্ত্রী ও প্রেমিকের রিমান্ড আবেদন করেছে পুলিশ

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার আলী হোসেন (২৬) কে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মামলা দায়ের হয়েছে। এঘটনায় আটক আলী হোসেনের স্ত্রী আছমা খাতুন ও তার প্রেমিক কালীগঞ্জের নলতা গ্রামের রমজান আলীর ছেলে জাকিরকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে বৃহষ্পতিবার ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। বুধবার সকালে দেবহাটার চিনেডাঙ্গা বিলের একটি ঘের থেকে আলী হোসেনের গলা কাটা লাশ উদ্ধার করে দেবহাটা থানা পুলিশ। নিহত আলী হোসেন উপজেলার মাঝ সখিপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে ও পেশায় একজন কংক্রিট মিস্ত্রী ছিলেন। স্ত্রীর পরকিয়ার কারণে এ নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে সন্দেহ করে ঐদিনই নিহত আলী হোসেনের স্ত্রী আছমা ও তার প্রেমিক জাকিরকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের ঘটনায় নিহত আলী হোসেনের ভাই জাহাঙ্গীর হোসেন বাদি হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে দেবহাটা থানায় একটি হত্যা মামলা (নং-৭/১) দায়ের করেছে। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র জানান, হত্যাকান্ডের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিহত আলী হোসেনের স্ত্রী আছমা খাতুন ও তার প্রেমিক জাকির হোসেনের থেকে গুরুত্বপূর্ন তথ্য পেয়েছে পুলিশ। কিন্তু তদন্তের স্বার্থে এখনই সব প্রকাশ করা সম্ভব হচ্ছেনা উল্লেখ করে তিনি বলেন,পুলিশের পক্ষ থেকে আটককৃত আছমা খাতুন ও জাকিরের ৫ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তাছাড়া হত্যাকান্ডের রহস্য উদঘাটন সহ জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে পুলিশের সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

  • উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক

    উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক


    নিজস্ব প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। এবারে নির্বাচন হবে দলীয় প্রতীকে এমন সংবাদ পেয়ে মনোনয়ন প্রত্যাশীরা লবিং শুরু করেছে। দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করেছেন জনজরিপ ও জনপ্রিয়তার শীর্ষে থাকা গরীব দুঃখী মানুষের প্রাণের নেতা অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক)। সততা ও যোগ্যতার বিচারে দেবহাটা উপজেলার কৃতি সন্তান গণমানুষের প্রাণের নেতা প্রিয় মুখ, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা রাজপথের আন্দোলন সংগ্রামের সাহসী মুজিব সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শ্যের আদর্শিত ব্যক্তিত্ব, যিনি একজন সাদা মনের মানুষ, পরোপকারী, দেবহাটা উপজেলাসহ সর্বস্তরের জনতার গর্ব ও অহংকার আশার-আকাঙ্খার প্রদীপ হয়েছেন। যিনি মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী। এলাকার মানুষের সুখে দুঃখে নিজেকে উৎসর্গ করেছেন। সেই মহান ব্যক্তিত্ব অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক) দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন এটাই দেবহাটা উপজেলাবাসীর একমাত্র প্রাণের দাবী। অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক)’কে দেবহাটা উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার প্রাণের দাবী জানিয়েছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার দলীয় তৃণমূল নেতৃবৃন্দসহ এলাকার সকল জনগণ। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলে তিনি দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী দেবহাটা উপজেলার সাধারণ জনগণ। সেই লক্ষ্যেই দেবহাটা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গ্রামে এবং হাট বাজারসহ সবখানে গরীব দুঃখী মানুষের প্রাণের নেতা অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (রফিক) গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।