নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার দেবহাটায় মেয়াদোত্তীর্ন ও নিন্মমানের শিশুখাদ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য জব্দ ও কারখানার মালিককে এক মাসের বিনাশম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বেলা ১২টায় উপজেলার কুলিয়া ভুমি অফিস সংলগ্ন খাল পাড় এলাকার একটি অবৈধ কারখানায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।
দীর্ঘদিন ধরে সেখানে একটি অবৈধ কারখানায় নি¤œমানের শিশু খাদ্য তৈরি করা হচ্ছে এমন গোপন সংবাদের তিনি সেখানে অভিযান চালিয়ে উক্ত অবৈধ কারখানা বন্ধসহ বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য জব্দ ও কারখানা মালিক আমিনুর রহমান মুকুলকে আটক করেন। পরে তাকে জাতীয় ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত মেয়াদোত্তীর্ন এসব শিশুখাদ্য পরে সেখানে বিনষ্ট করা হয়। দীর্ঘদিন ধরেই সম্পুর্ন বেআইনীভাবে কারখানাটি পরিচালনা সহ নিন্মমানের শিশু খাদ্য উৎপাদনের পাশাপাশি মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য নতুনভাবে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছিল কারখানা মালিক মুকুল। উক্ত অভিযানে এ সময় কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওনসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।##
Category: দেবহাটা
-

দেবহাটায় বিপুল পরিমান মেয়াদোত্তীর্ন শিশুখাদ্য জব্দ
-

দেবহাটা ইউএনও এর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক : দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ অভিমুখে মানবন্ধন কর্মসূচিটি পালিত হয়। মানববন্ধনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সহ সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বিগত প্রায় ৪ মাস আগেই দেবহাটাতে যোগদান করেছেন। তিনি একজন সৎ, নির্ভীক, নিষ্ঠাবান ও কর্মপরায়ন মানুষ। যোগদানের পর থেকে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের আওতাধীন সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করে স্থানটির উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহন করেছেন। তাছাড়া উপজেলা ও সাধারন মানুষের উন্নয়নে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। কিন্তু সম্প্রতি প্রহসন মূলোকভাবে দেবহাটা থেকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের দিয়ে তার বদলির আদেশ দেয়া হয়েছে। বক্তারা আরো বলেন, উপজেলাবাসী দেবহাটার উন্নয়ন এবং একজন সৎ, নির্ভীক ও কর্মপরায়ন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চায়। তাই মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োজিত রাখতে জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবী জানানো হয়।
-

দেবহাটায় বুদ্ধি প্রতিবন্ধী জাকির ৩১ বছরেও পায়নি সরকারী সহায়তা
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার ঘলঘলিয়া রহিমপুর গ্রামের জাকির হোসেন ওরফে জাকির পাগল (৩১) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী ৩১ বছর বয়সেও পায়নি কোন প্রতিবন্ধী কার্ড কিংবা সরকারী সহায়তা। উপজেলার ঘলঘলিয়া রহিমপুর গ্রামের মৃত নূর আলী গাজীর ছেলে সে। জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় জাকির হোসেন এলাকায় জাকির পাগল হিসেবেই পরিচিত। এখন তার বয়স ৩১ বছর। এলাকার ইউপি সদস্য থেকে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সামনে প্রায়ই জাকির ঘুরে বেড়ালেও এপর্যন্ত মানবিক দিক বিবেচনা করেও জাকিরের সহযোগীতায় এগিয়ে আসেনি কেউ। কারন তার পক্ষে সহযোগীতার আবেদন করে দপ্তর থেকে দপ্তরে হাঁটার কেউ নেই। তার বাবা নেই। মাও অকালে বার্ধক্যে পড়েছে, দীর্র্ঘদিন যাবৎ রোগ ব্যাধিগ্রস্ত, স্বাভাবিক চলাচলে অক্ষম, উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত, চরম অপুষ্টির শিকার ও অভাবগ্রন্থ, জমি জমাহীন এমনকি নেই উপার্জনের মতো দ্বিতীয় কেউ।তার রয়েছে বসবাসের জন্য অপরের জমিতে ছোট্ট একটি মাটির কুড়েঘর, অনাহার-অর্ধাহারই নিত্যদিনের সঙ্গী তার। তার পরিবার বলতে জাকির ও তার মা। বরাবরই এই পরিবারটি সাধারণ মানুষের দয়া ও দানের উপর নির্ভরশীল। এরূপ অবস্থায় বুদ্ধিপ্রতিবন্ধী জাকির হোসেনকে প্রতিবন্ধীর স্বীকৃতি সহ সরকার প্রদেয় সহযোগীতা প্রাপ্তি নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তা সহ উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।
-

দেবহাটায় মহেন্দ্রের ধাক্কায় শিশু নিহত ॥ চালক আটক
দেবহাটা প্রতিনিধি :
দেবহাটার গাজীরহাটে মহেন্দ্রের ধাক্কায় শিশু নাসিমা খাতুন (৪) নিহত হয়েছে। শনিবার সকালে দেবহাটর গাজীরহাট মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু সুশীলগাথী গ্রামের আব্দুর রহমানের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নলতা থেকে ছেড়ে আসা একটি মহেন্দ্র গাজীরহাট অগ্রনী ব্যাংক সংলগ্ন আসলে শিশুটি রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা দেয়। আহত শিশুটিকে স্থানীয়রা সখিপুর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লবব কুমার সাহা, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে বলেন, মহেন্দ্র চালক পারুলিয়ার নজরুল ইসলামের ছেলে আয়ুব হোসেন(৩৮) কে আটক করেছে পুলিশ। -

দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পরিদর্শনে জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব
কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটটি পরিদর্শনে আসলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (পিএসিসি) ড. মোঃ হুমায়ুন কবীর। জনপ্রশাসন পদক ২০১৯ এর জন্য বাছাইকৃত আবেদন/উদ্যোগসমূহের মধ্যে দেবহাটা রুপসী ম্যানগ্রোভটি তালিকাভূক্ত হওয়ায় সরেজমিনে পরিদর্শনের তিনি বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৫ টায় রুপসী ম্যানগ্রোভে আসে। এসময় তার সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের (পরিসংখ্যান ও গবেষনা কোষ) উপসচিব মোহাম্মদ হোসেন, মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী তারিক সালমন ও এটুআই প্রোগ্রাম আইসিটি বিভাবের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মাহমুদ। এসময় দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গনি ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজসহ দেবহাটা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি দেবহাটা উপজেলার শিবনগর মৌজার ১ নং খতিয়ানের ৩৯৮ নং দাগের ইছামতি নদীর তীরে জেগে ওঠা চরভূমি। ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেষে দেবহাটা উপজেলার শীবনগর গ্রামে গত কয়েক বছর আগে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় “রুপসী ম্যানেগ্রাভ” বিনোদন কেন্দ্র। প্রশাসনের পৃষ্টপোষকতায় ইতিমধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র রুপে রুপ ধারন করেছে। কেন্দ্রটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম করে একটি সৌন্দর্যপূর্নভাবে মানুষের চিত্ত বিনোদনের জন্য গড়ে তুলতে ইতিমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে এবং অনেক কাজ এখনো চলমান রয়েছে। এই ম্যানগ্রোভটি ইতিমধ্যে জনপ্রশাসন পদক ২০১৯ এর জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছে। বৃহষ্পতিবার এই পদকে নাম চুড়ান্ত করতে জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (পিএসিসি) ড. মোঃ হুমায়ুন কবীর এই ম্যানগ্রোভটি পর্যবেক্ষনে আসেন। তিনি এসময় এই ম্যানগ্রোভটির সৌন্দর্য ও প্রাকৃতিক অপরুপ লীলার্ভমি দেখে মুদ্ধ হন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন রুপসী ম্যানগ্রোভের উন্নয়ন কাজগুলো সার্বক্ষনিক তদারকি করছেন। বর্তমানে প্রায় প্রতিদিনই দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অপরূপ সৌন্দর্যের তীর্থভূমি রূপসী দেবহাটার ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সী হাজারো দর্শণার্থীরা চিত্ত বিনোদনের তৃষ্ণা মেটাতে স্বপরিবারে ভিড় জমাচ্ছেন এখানে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এই পিকনিক স্পটটি আরো সুন্দর করতে নানামুখী উদ্যোগ গ্রহনের কথা জানিয়ে বলেন, প্রকৃতির অপরুপ সৌন্দর্য এই বিনোদন কেন্দ্রটিতে রয়েছে। তাই এটিকে আরো নান্দনিক ও সৌন্দর্যপূর্ন করতে আরো উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই বিনোদন কেন্দ্রটিতে শহীদ মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাম স্মরনে একটি গেট নির্মান, আরসিসি ঢালাই রাস্তা ও সিসি ঢালাই রাস্তা নির্মান, দিঘীর উপরে ট্রেইল নির্মান ও মিনি চিড়িয়াখানাসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে বলে ইউএনও জানান। পর্যটন কেন্দ্রটির ম্যানেজার দিপঙ্কর কুমার ঘোষ জানান, রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটির রুপকে আরো নান্দনিক ও সৌন্দর্যমন্ডিত করতে প্রতিদিনই এখানে কাজ করতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার তদারকিতে সকল ধরনের উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
-

কুলিয়ায় চাচার হাতে ভাতিজা গুরুত্বর জখম
নিজস্ব প্রতিনিধিঃ দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে চাচার হাতে ভাতিজা গুরুত্বর আহতরা বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্খা জনক অবস্থায় চিকিৎসাধীন আছে।ঘটনাটি ঘটেছে কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামে গতকাল বিকাল ৩টায় শশাডাঙ্গা গ্রামের মৃত গোলাম সরদারের পুত্র মিঠু ও তার ভাতিজা আমজাদ হোসেনের পুত্র জহুরুল নিজেদের দীঘ্যদিনের মাছের ব্যবসার হিসাব নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে।এতে করে চাচা মিঠুও তার সহযোগী মোস্তাফিজুর এর রামদার কোপে ভাতিজা জহুরূল ও তার ভাই মনিরুল ব্যাপক ভাবে আহত হয়। বর্তমানে ভাতিজা মনিরুল মাথায় আঘাত পেয়ে ও জহিরুল পায়ে আঘাত পেয়ে সখিপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে একটি সূত্রে জানা যায়।
-
দেবহাটায় রেফারাল লিংকেজ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : ডিআরআরএ পিআইএইচআরএস ফেজ-২ প্রকল্পের আওতায় ডিপিও সদস্যদের সিবিআর,প্রতিবন্ধিতা বিষয়ে প্রাথমিক ধারনা, সনাক্তকরণ, প্রতিকার প্রতিরোধ ও রেফারাল লিংকেজ বিষয়ক দুই দিন ব্যাপী (১২-১৩ জুন,২০১৯) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ডিআরআরএ ট্রেনিং এন্ড রিসার্চ সেন্টার হাদিপুর দেবহাটা সাতক্ষীরায় অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার ৪টি প্রতিবন্ধী সংগঠনের(সেরিব্রাল পলসি প্যারেন্টস ফোরাম, সাতক্ষীরা,গোদাড়া প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন আশাশুনি,নারী কণ্ঠ উন্নয়ন সংস্থা দেবহাটা ও অপরাজিতা নারী উন্নয়ন সংস্থা শ্যামনগর) ১৬ জন ডিপিও লিডার ও ৪জন প্রকল্প কর্মী অংশগ্রহণ করে প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের একীভুত স্বাস্থ্য সেবার পাশাপাশি বিভিন্ন সেবায় অন্তর্ভুক্তিতে সহায়তা করতে পারবে। প্রশিক্ষণ পরিচালনা করেন জনাব দেবেশ দাস, উপ পরিচালক প্রোগ্রাম ডিআরআরএ ঢাকা,নীলুৎপল মন্ডল, ইনক্লুশান কোর্ডিনেটিং ম্যানেজার ও মোঃ আবুল হোসেন জেলা ম্যানেজার ডিআরআরএ সাতক্ষীরা। প্রশিক্ষণের সহাতাকারী হিসেবে দায়িত্ব পালন করেণ মোঃ আরিফুল ইসলাম সহকারী ডকুমেন্টেশন অফিসার পিআইএইচআরএস প্রজেক্ট ফেজ-২ সাতক্ষীরা। সিবিএম এর সহায়তায় ডিআরআরএ সংস্থার আয়োজন প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হয়। -

দেবহাটায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে মুনসুর আহমেদ
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির বীর সন্তান মহান মুক্তিযুদ্ধে জাতির এসকল বীর সন্তানদের অংশগ্রহন ও আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই তাদের এ মহান আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরন করে সকল ক্ষেত্রে দেশের প্রত্যেকটি মুক্তিযোদ্ধার সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে হবে। বৃহষ্পতিবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা মুক্তমঞ্চে মুক্তিযোদ্ধা কমান্ড ও সন্তান কমান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মাহমুদ গাজী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রাহান তিতু, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
-

কুলিয়ায় ঘূর্ণীঝড় ফণীতে ক্ষতিগ্রস্থদের মাঝে চাউল বিতরণ
নিজস্ব প্রতিনিধিঃ দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে ঘূর্ণিীঝড় ফণির আঘাতে ক্ষতিগ্রস্থদের মাঝে দ্বিতীয় বরাদ্দের চাউল বিতরণ।গতকাল সকাল ১০ টায় কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম ক্ষতি গ্রস্থ পাঁচ শতাধিক পরিবারের মাঝে ডিজিটাল পরিমাপক মেশিনের মাধ্যমে অত্যন্ত স্বচ্ছভাবে ১০ কেজি হারে চাউল বিতরণের উদ্ভোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য গোলাম রব্বানী, অচিন্ত মন্ডল, প্রেম সরকার, ভরত চন্দ্র, বিকাশ সরকার, সদস্যা শিরিনা খাতুন, ফতেমা খাতুন, শ্যামলী রাণী, ইউপি সচিব খালিদ হাসান খাঁন প্রমুখ। -

দেবহাটার খবর
দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাপটিতে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি ভীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল লতিফ, ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, ম্যারেজ রেজিষ্টার অশোক কুমার, শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক প্রমুখ। এসময় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চোরাচালান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে বিনোদন প্রেমীদের পদচারনায় মুখরিত
দেবহাটা ব্যুরো ॥ দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটটি প্রশাসনের পৃষ্টপোষকতায় ইতিমধ্যে অন্যতম একটি বিনোদন কেন্দ্র রুপে রুপ ধারন করেছে। কেন্দ্রটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম করে একটি সৌন্দর্যপূর্নভাবে মানুষের চিত্ত বিনোদনের জন্য গড়ে তুলতে ট্রেইল নির্মান ও দিঘীতে প্যাডেল বোর্ড দেয়া, পাকা বেঞ্চ নির্মান, গাড়ী গ্যারেজ, উপজেলা সদর থেকে রুপসী ম্যানগ্রোভ পর্যন্ত পিচের রাস্তা নির্মান সহ বিভিন্ন কাজ করা হয়েছে। ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেষে দেবহাটা উপজেলার শীবনগর গ্রামে গত কয়েক বছর আগে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় “রুপসী ম্যানেগ্রাভ” বিনোদন কেন্দ্র। এখানে সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে রোপন করা হয়, খনন করা হয় একটি দিঘী, তৈরী করা হয় একটি রেস্ট হাউজ। সেসময় থেকে এখানে দুর দুরান্ত থেকে সাধারন মানুষ সহ প্রশাসনের বড় বড় কর্মকর্তারা আসেন কিছুটা শান্তির পরশ নিতে। বর্তমানে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে অপরূপ সৌন্দর্যের তীর্থভূমি রূপসী দেবহাটার ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সী হাজারো দর্শণার্থীরা চিত্ত বিনোদনের তৃষ্ণা মেটাতে স্বপরিবারে ভিড় জমাচ্ছেন এখানে। বিভিন্ন প্রজাতির গাছ আর সবুজের সমারোহে সুন্দরবনের আদলে গড়ে ওঠা ম্যানগ্রোভ বনটির অপরূপ সৌন্দর্যের নান্দনিক মুহূর্তগুলোকে ধরে রাখতে কেউ কেউ পরিবার পরিজনদের নিয়ে আবার কেউবা মেতে উঠছেন সেলফিতে। পাশাপাশি কৃত্রিম সব জীবজন্তু, খেলনা সামগ্রীসহ নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত এ পর্যটন কেন্দ্রটিতে পরিবারের সাথে আনন্দে মেতে উঠছে শিশুরাও। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন এই পিকনিক স্পটটি আরো সুন্দর করতে নানামুখী উদ্যোগ গ্রহনের কথা জানিয়ে বলেন, প্রকৃতির অপরুপ সৌন্দর্য এই বিনোদন কেন্দ্রটিতে রয়েছে। তাই এটিকে আরো নান্দনিক ও সৌন্দর্যপূর্ন করতে ইতিমধ্যে ২০ কোটির বেশী টাকা বরাদ্দ পাওয়া গিয়েছে জানিয়ে ইউএনও বলেন, খুব তাড়াতাড়ি উন্নয়নের কাজ শুরু করা হবে। পর্যটন কেন্দ্রটির ম্যানেজার দিপঙ্কর কুমার ঘোষ জানান, ঈদকে কেন্দ্র করে সব ধরণের দর্শণার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে। ঈদের দিনসহ পরবর্তীতে বৃষ্টির কারণে দর্শণার্থীর সংখ্যা একটু কম থাকলেও বর্তমানে দর্শণার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। ইতিমধ্যে লক্ষাধিক টাকার উপরে টিকিক বিক্রি হয়েছে তিনি জানান। উল্লেখ্য, রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি দেবহাটা উপজেলার শিবনগর মৌজার ১ নং খতিয়ানের ৩৯৮ নং দাগের ইছামতি নদীর তীরে জেগে ওঠা চরভূমি। যার আয়তন ৩১.৪৬ একর (০৭ একর পুকুরসহ)। দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা ম্যানগ্রোভ বন সাতক্ষীরা জেলার বর্তমানে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।দেবহাটায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নয়নকে সংবর্ধনা প্রদান
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার গর্ব বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নব-নির্বাচিত সহ-সভাপতি, দেবহাটার কৃতি সন্তান খালেদ হোসেন নয়নকে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলার পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বত:ষ্ফুর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে ছাত্রলীগ নেতা খালেদ হোসেন নয়নকে সংবর্ধনা প্রদান করা হয়। দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বিজয় ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটিতে উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোনে রতন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মীর মোস্তাক আলী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদিকুর রহমান, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক এএইচ সোহাগ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব লোকমান কবীর, শ্রমিক লীগের সভাপতি আবু তাহের প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
-
দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটটিতে ঈদের ছুটিতে বিনোদনপ্রেমীর উপচেপড়া ভিড়
দেবহাটা ব্যুরো: দেবহাটার রুপসী ম্যানগ্রোভ পিকনিক স্পটটিতে ঈদের ছুটিতে দিনেতে বিনোদনপ্রেমীর উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। দেবহাটা উপজেলা সহ বিভিন্ন এলাকার মানুষেরা সকাল থেকে বিকাল পর্যন্ত আসছেন এই বিনোদন কেন্দ্রে নিজেদের পরিবার পরিজন সহ আসছেন, নিজেদেরকে কিছুটা প্রশান্তি দিতে। গত কয়েক মাসে প্রশাসনের পৃষ্টপোষকতায় বিনোদন কেন্দ্রটি আকর্ষনীয় করে তোলার কারনে এখানে দর্শনার্থীদের ভিড় বেশী হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। গত কয়েক মাস আগে থেকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেনের নির্দেশনায় এই বিনোদন কেন্দ্রটিকে আরো নান্দনিক ও নয়নাভিরাম করে একটি সৌন্দর্যপূর্নভাবে মানুষের চিত্ত বিনোদনের জন্য গড়ে তুলতে ট্রেইল নির্মান ও দিঘীতে প্যাডেল বোর্ড দেয়া, পাকা বেঞ্চ নির্মান, বাঘ সিংহ হরিন কুমির পাখি সহ বিভিন্ন পশু পাখির কৃত্রিমভাবে তৈরী সহ বিভিন্ন কাজ করা হয়েছে। ভারত-বাংলাদেশ বিভাজনকারী ইছামতি নদীর কুল ঘেষে দেবহাটা উপজেলার শীবনগর গ্রামে গত ৪/৫ বছর আগে মানুষের চিত্ত বিনোদনের লক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের আদলে গড়ে তোলা হয় “রুপসী ম্যানেগ্রাভ” বিনোদন কেন্দ্র। এখানে সুন্দরবন থেকে বিভিন্ন প্রজাতির গাছ এনে রোপন করা হয়, খনন করা হয় একটি দিঘী, তৈরী করা হয় একটি রেস্ট হাউজ। সেসময় থেকে এখানে দুর দুরান্ত থেকে সাধারন মানুষ সহ প্রশাসনের বড় বড় কর্মকর্তারা আসেন কিছুটা শান্তির পরশ নিতে। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন জানান, রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি দেবহাটা উপজেলার শিবনগর মৌজার ১ নং খতিয়ানের ৩৯৮ নং দাগের ইছামতি নদীর তীরে জেগে ওঠা চরভূমি। যার আয়তন ৩১.৪৬ একর (০৭ একর পুকুরসহ)। দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা ম্যানগ্রোভ বন সাতক্ষীরা জেলার বর্তমানে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এ পর্যটন কেন্দ্রে রয়েছে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি ও নানা ফলদবৃক্ষ। দুরদুরন্ত থেকে দেশী ও বিদেশী পর্যটকরা এসে বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর সৌন্দর্য এবং রুপসী দেবহাটা ম্যানগ্রোভ বনের অপরুপ সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন। ইউএনও আরো বলেন, ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রটি আরও আকর্ষনীয় করা হলে রাজস্ব আরো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেবহাটা উপজেলা তথা সাতক্ষীরা জেলার সুনাম বয়ে আনবে বলে ইউএনও জানান। বিনোদন কেন্দ্রটিকে রক্ষনাবেক্ষন এবং নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের মাধ্যমে কয়েকজন কর্মচারী সবসময় খুবই আন্তরিকভাবে কাজ করছে। তবে বিনোদন কেন্দ্রে আসা খুলনার সোনাডাঙ্গার হাবিবুল্লাহ, সাতক্ষীরার এসএম শহিদ ও পাটকেলঘাটার আনারুল সহ পর্যকটরা সবকিছু ঠিক আছে জানিয়ে বলেছেন, উপজেলা সদর থেকে বিনোদন কেন্দ্র পর্যন্ত নতুন রাস্তার কাজ শুরু হয়েছে বলে দেবহাটা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
-
দেবহাটার টাউনশ্রীপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
দেবহাটার টাউনশ্রীপুরে বজ্রপাতে সাইফুল ইসলাম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার চররহিমপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম পেশায় একজন মাছব্যবসায়ী
মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার টাউনশ্রীপুর সংলঘ্ন ইছামতি নদীর পাড়ে মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকাটিতে আলকাতরার কাজ করার সময় আকর্ষিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী সহ দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
-
দেবহাটা তাতীলীগের সভাপতির বিরুদ্ধে আওয়ামীলীগের মানববন্ধন ও সমাবেশ
দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তাতীলীগের সভাপতির বিরুদ্ধে আওয়ামীলীগের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় পারুলিয়াস্থ শহীদ আবু রায়হান চত্বরে উপজেলা তাতীলীগের সভাপতি ও সম্পাদক কর্তৃক সাবেক শিবির ক্যাডার ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন হত্যা চেষ্টা মামলার স্বীকারোক্তি দেয়া আসামী চার্জশীটভুক্ত আসামী ওয়ালিউল্লাহকে সখিপুর ইউনিয়ন তাতীলীগের সদস্য সচিব হিসেবে মনোনীত করার প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম সোহাগ প্রমুখ। এসময় বক্তারা বলেন, ২০১৩ সালের নাশকতাকারী শিবির নেতা ওয়ালিউল্ল্যাহ ১৬৪ ধারায় জবানবন্দীতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন হত্যার চেষ্টার সাথে জড়িত থাকার কথা নিজে স্বীকার করেছে তাকে সখিপুর ইউনিয়ন তাতীলীগের সদস্য সচিব করা হয়েছে। এতে আওয়ামীলীগের রাজনীতিকে কলুষিত করেছে উপজেলা তাতীলীগ। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, উপজেলা তাতীলীগের সভাপতি ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ জামায়াতের ভবিষ্যৎ এজেন্ডা বাস্তবায়নের ফসল। সে উপজেলা ছাত্রলীগের সভাপতি থাকাকালীন ছাত্রশিবিরের নেতাদেরকে ছাত্রলীগে নিয়ে এসেছেন। সবুজ তাতীলীগের আহবায়ক হওয়ার পরপরই আবারো সেই চিহ্নিত শিবির নেতা ও হত্যা চেষ্টা মামলার আসামী ওয়ালিউল্লাহকে সখিপুর ইউনিয়ন তাতীলীগের সদস্য সচিব মনোনীত করেছে। সবুজ জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে। মনিরুজ্জামান মনি অবিলম্বে জেলা তাঁতীলীগের মাধ্যমে উপজেলা তাঁতীলীগের কমিটি ও ইউনিয়নের সকল কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের অনুরোধ জানান। তা নাহলে ঈদের পরপরই উপজেলা আওয়ামীলীগ দলীয় রেজুলেশন করে কেন্দ্রীয় আওয়ামীলীগ, জেলা আওয়ামীলীগ, কেন্দ্রীয় তাতীলীগ ও জেলা তাতীলীগের কাছে পাঠানো হবে। এছাড়া উপজেলা থেকে তাঁতীলীগকে অবাঞ্চিত করা হবে বলে জানিয়েছেন মনিরুজ্জামান মনি। মানববন্ধনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আজহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিধান বর্মণ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ তাজুল ইসলাম তাজু, উপজেলা স্বেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক লোকমান কবিরসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। -

দেবহাটায় বাস-টেম্পু সংঘর্ষে গুরুতর আহত- ২
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় যাত্রীবাহী বাস ও মালবাহী টেম্পুর সংঘর্ষ জনিত সড়ক দুর্ঘটনায় মৃত্যুঞ্জয় ও তাপস নামের দু’জন গুরুতর আহত হয়েছে। আহতরা উভয়েই সাতক্ষীরার গাঁভা ফিংড়ী এলাকার বাসিন্দা এবং সাতক্ষীরার নেসলে কোম্পানীর গুড়ো দুধ পরিবেশক মেসার্স কুয়াশা এন্টারপ্রাইজের কর্মচারী। মঙ্গলবার সকাল ১০ টার দিকে দেবহাটার পারুলিয়া উত্তরন অফিসের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহত তাপস গাভা এলাকার বঙ্কিমের ছেলে এবং মৃত্যুঞ্জয়ের পিতার নাম জানা যায়নি। দুর্ঘটনা পরবর্তী আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে প্রথমে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরা থেকে মেসার্স কুয়াশা এন্টারপ্রাইজের গুড়োদুধ সরবরাহকারী টেম্পুটি পারুলিয়ার দিকে যাওয়ার সময় উত্তরন অফিসের সামনে পৌছালে কালীগঞ্জ থেকে আসা সাতক্ষীরা গামী যাত্রীবাহী বাস (জিম ক্লাসিক, নং-ঢাকা মেট্রো- ব ১৪৫০২২) টেম্পটিকে সজোরে ধাক্কা দিলে টেম্পুটিতে থাকা মৃত্যুঞ্জয় ও তাপস গুরুতর আহত হয়। এঘটনায় স্থানীয়রা বাসের চালক কালীগঞ্জের সাজু হোসেনকে আটক করে পরে পুলিশে সোপর্দ করে। এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র।
-

দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে উক্ত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং একই সাথে অনুষ্ঠিত হয় মানব পাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, বিজিবি’র সুবেদার ইব্রাহিম হোসেন, দেবহাটা থানার এসআই মুনিরুল ইসলাম মনির, বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় দেবহাটা থেকে মাদক ও চোরাচালান নিরোধের ওপর গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন বক্তারা।
-
দেবহাটায় শিশুকন্যা গৃহবধুকে পিটিয়ে জখমের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক :
দেবহাটায় মাদকসেবীদের প্রশ্রয় না দেওয়ায় শিশুকন্যা ও গুহবধুকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। গত ১০এপ্রিল বিকেল সাড়ে ৫টায় দেবহাটা উপজেলার গোবিন্দপুর এলাকায় এঘটনা ঘটে।
আহতরা হলেন, একই এলাকার বিধান বাছাড়ের স্ত্রী রেনুকা বাছাড় ও তার শিশু কন্যা সোনালী বাছাড়।
বর্তমানে গুরুতর আহত রেনুকা বাছাড় জানান, তার স্বামী একজন দ্বীন মজুর। তিনি বিভিন্ন সময়ে ধান কাটাসহ দ্বীন মজুরির কাজ করার জন্য বাড়ির বাইরে থাকেন। তাদের বসতবাড়িটি ফাঁকা স্থানে হওয়ায় একই এলাকার চিহ্নিত মাদকসেবী পরিতোষ মন্ডলের পুত্র বিপ্লব মন্ডল, তারক সানার পুত্র স্বপন সানা, ভোলা মন্ডলের পুত্র সঞ্জয় মন্ডল, ভবেন সানার পুত্র জয়দেব সানা মাদক সেবন করার জন্য তাদের বাড়িটি ব্যবহার করার চেষ্টা করে। এতে বাধা দিত। এছাড়া রেনুকা বাছাড়ের বড় কন্যা স্বপ্নাকে বিপ্লব ও সঞ্জয় প্রায় কু প্রস্তাব দিত। কিন্তু স্বপ্না তাদের কুপ্রস্তাবে রাজি না হয়ে বিষয়টি তার মাতা কে অবহিত করেন। মাতা রেনুকা বাছাড় তাদের অপকর্মের প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রেনুকা ও তার দুই কন্যা সন্তানকে বিভিন্ন হয়রানি করার হুমকি প্রদর্শন করতে থাকে। এক পর্যায়ে গত ১০এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে চিহ্নিত মাদকসেবী পরিতোষ মন্ডলের পুত্র বিপ্লব মন্ডল, তারক সানার পুত্র স্বপন সানা, ভোলা মন্ডলের পুত্র সঞ্জয় মন্ডল, জয়দেব সানার পুত্র ভবেন সানা ও পরিতোষের স্ত্রী বাসন্তি মন্ডল দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে রেনুকা বাছাড়ের বাড়িতে হামলা চালায়। এসময় তারা রেনুকার বাড়িঘর ভাংচুুর করে বাড়িতে থাকা নগত ৮৫ হাজার টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণের গহনা লুটপাট করে। এছাড়া রেনুকা পিটিয়ে জখম করে এবং পানিতে ফেলে তার দুই বছরের শিশুকন্যা সোনালীকে হত্যা চেষ্টা করে তারা। সে সময় রেনুকার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে রেনুকার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন আহত রেনুকা বাছাড়।
-

দেবহাটা উপজেলা চেয়ারম্যানের আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও সহায়তা প্রদান
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ঘুর্নিঝড় ফণী’র প্রভাবে ক্ষতিগ্রস্থ ও আশ্রয় কেন্দ্রে অবস্থানরত সাধারন মানুষদের খোজখবর নিতে প্রত্যেকটি আশ্রয়কেন্দ্র ঘুরে ঘুরে সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরন করেছেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকার আশ্রয়কেন্দ্র গুলো পরিদর্শন ও শুকনো খাবার বিতরন করেন তিনি। পরিদর্শনকালে ঘুর্নিঝড় ফণী’র প্রভাবে ক্ষয়ক্ষতি সহ সার্বিক বিষয়ে খোজ খবর নেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি।
