Category: দেবহাটা

  • প্ষ্পুকাটি মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক বাবু প্রাণনাথ দাশ

    প্ষ্পুকাটি মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক বাবু প্রাণনাথ দাশ

    নিজস্ব প্রতিনিধি::
    “মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি” এই স্লোগানকে সামনে রেখে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি খেলার মাঠে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার(২০জানুয়ারী) বিকাল ৪টায় রামপ্রসাদ রাকেশের সঞ্চালনায় কুলিয়া ইউনিয়নের পুষ্পকাটি, বহেরা ও খাসখামার গ্রামের খেলার মাঠে যুবকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাবু প্রাণনাথ দাশ। এসময় সেখানে উপস্থিত ছিলেন ১নং বহেরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: মোসলেম আলী মোল্ল্যা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ শাহাজী, মিলন কুমার, গোলাম মোস্তফা, মোজাম ম্যাকানিক, আব্দুল্লাহ, রবিউল ইসলাম ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

  • দেবহাটায় কলেজ ছাত্রীকে অপহরণকালে এক ব্যাক্তিকে গণধোলাই

    দেবহাটায় কলেজ ছাত্রীকে অপহরণকালে এক ব্যাক্তিকে গণধোলাই

    বিশেষ প্রতিনিধি, দেবহাটা: দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের এক ছাত্রীকে অপহরণকালে অভিযুক্ত হারুন মোড়ল (৩২) কে গণধোলাই দিয়েছে ভিকটিমের স্বজনসহ স্থানীয়রা। বর্তমানে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় চলছে তার চিকিৎসা। অভিযুক্ত হারুন মোড়ল কালীগঞ্জ উপজেলার কাজলা গ্রামের শামছুর মোড়লের ছেলে। ভিকটিম কলেজছাত্রীর বাবা দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের ফয়জুল ইসলামের ছেলে হারুন অর রশিদ জানান, রূপপুর পারমানবিক কেন্দ্রে তার সাথেই এসময়ে চাকুরী করতো অভিযুক্ত হারুন মোড়ল। নারী কেলেঙ্কারী সহ নানা অপকর্মের অভিযোগ থাকায় হারুন মোড়লকে রূপপুর পারমানবিক কেন্দ্র থেকে চাকুরীচ্যুত করা হয়। এমনকি অভিযুক্ত হারুন মোড়লের দুই স্ত্রীও তাকে ডিভোর্স দিয়ে দেয়। রূপপুর পারমানবিক কেন্দ্র থেকে চাকুরী হারানোর জন্য ক্ষিপ্ত হয়ে সে আমার কলেজ পড়–য়া মেয়েকে মোবাইলে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পরিকল্পনা শুরু করে। শুক্রবার সকালে দেখা করার কথা বলে মোবাইল ফোনে আমার মেয়েকে নলতা চৌমুহনীতে ডেকে নেয়। এসময় সে আমার মেয়েকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেয়ার জন্য জোর প্রয়োগ ও অপহরণ করার জন্য টানা হেচড়া করতে থাকে। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত হারুন মোড়লকে আটক পরবর্তী গণধোলাই দিয়ে ভিকটিমের স্বজনদের খবর দেয়। পরে ভিকটিমের স্বজনরা ঘটনাস্থলে পৌছে ভিকটিম কলেজছাত্রীকে উদ্ধার সহ অভিযুক্ত হারুন মোড়লকে দেবহাটা থানা পুলিশে সোপর্দ করে। এসময় গনধোলাইয়ের শিকার হারুন মোড়লের কাছ থেকে দুটি নন জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার সহ তাকে চিকিৎসার জন্য সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কলেজছাত্রীর মা জামিলা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিলো বলে ভিকটিমের পরিবার সুত্রে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, বর্তমানে পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গণধোলাইয়ের শিকার হারুন মোড়লের চিকিৎসা চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

  • দেবহাটায় আইন শৃঙ্খলা সভায় ব্যানারে নাম আগে-পরে দেয়াকে কেন্দ্র করে হট্টগোল

    দেবহাটায় আইন শৃঙ্খলা সভায় ব্যানারে নাম আগে-পরে দেয়াকে কেন্দ্র করে হট্টগোল

    বিশেষ প্রতিনিধি, দেবহাটা: দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে দেবহাটা উপজেলা চোরাচালান নিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাসিক সভা। সভা চালাকালীন সময়ে উপজেলার বিভিন্ন অনুষ্ঠানের ব্যানারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম আগে এবং ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজের নাম পরে দেয়াকে কেন্দ্র করে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। ভাইস চেয়ারম্যান সবুজের দাবী, তিনি ভাইস চেয়ারম্যান, তাই নিয়ম মোতাবেক তার নামটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নামের উপরে থাকতে হবে। এদিকে ক্ষমতাসীন দলের শীর্ষ পদ এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যের প্রতিনিধি হওয়ায় নুন্যতম মর্যাদা ও গুরুত্ব হিসেবে নিজেদের নামটি সম্মানজনক স্থানে হওয়া আবশ্যক বলে মনে করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি সহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ এবং ইউপি চেয়ারম্যনরা। তুমুল হট্টগোলের একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে আইন শৃঙ্খলা কমিটির সভা সমাপ্ত ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীন। এরআগেও সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এবং জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের উপস্থিতিতে অনুষ্ঠিত অপর একটি সভায় নাম আগে-পরে দেয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে তুমুল বাকবিতন্ডতা হয়েছিলো। চলমান এ পরিস্থিতিতে প্রায়ই ব্যানারে নাম লেখার ক্ষেত্রে বিপাকে পড়তে হচ্ছে উপজেলা প্রশাসনকে। এমনকি পত্রিকার নিউজে নাম দেয়ার ক্ষেত্রেও প্রতিনিয়ত বিপাকে পড়ছেন সাংবাদিকরা।
    সভা গুলোতে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিজর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, স্বাস্থ’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর হাই রকেট, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন নাহার, খানজিয়া বিজিবি’র কোম্পানী কমান্ডার জিন্নাত আলী শেখ, টাউনশ্রীপুর বিজিবির নায়েব সুবেদার সেলিম রেজা প্রমুখ। সভায় উপজেলাব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ও অপরাধ প্রবণতা হ্রাসে পুলিশের কার্যক্রম অধিক জোরদার, চোরাচালান নিরোধে বিজিবি’র অভিযান অব্যহত ও মাদক ব্যবসায়ী এবং চোরাকারবারীদের তালিকা প্রস্তুত, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে স্ব স্ব এলাকায় পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশের টহল সহ কড়া নজরদারি, একই সাথে সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেপ্তাতে অভিযান অব্যহত রাখা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সহ বাল্য বিবাহ নিরোধে প্রচারাভিযান ও বাস্তবায়নের জন্য বিস্তারিত আলোচনা শেষে গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

  • দেবহাটায় মুজিববর্ষের ক্ষণ গণনা উদ্বোধন

    দেবহাটায় মুজিববর্ষের ক্ষণ গণনা উদ্বোধন

    হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন উপলক্ষে দেবহাটায় ক্ষণ গণনা’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষণ গণনা’র উদ্বোধনে শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে হাজারো মানুষের স্বতষ্ফুর্ত অংশ গ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর বিভিন্ন বানী সম্বলিত রং বে-রংয়ের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে র‌্যালিতে র‌্যালীতে অংশগ্রহন করেন উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। র‌্যালীটি দেবহাটার প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন শেষে দেবহাটা ফুটবল মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়। পরবর্তীতে জাতীয়ভাবে সারা দেশে একযোগে এ কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে দেবহাটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সম্মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভায় অংশগ্রহন করেন নেতৃবৃন্দরা। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। এসময় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট সহ সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন ও সন্ধ্যায় দেবহাটা শিল্পকলা একাডেমীর শিল্পীদের অংশগ্রহনে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক।

  • দেবহাটায় মুজিব বর্ষ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

    দেবহাটায় মুজিব বর্ষ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

    বিশেষ প্রতিনিধি, দেবহাটা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ১০ জানুয়ারী ২০২০ তারিখ হতে ক্ষন গণনা (কাউন্ট-ডাউন) পালনে উপজেলা পর্যায়ে প্রস্তুতিমুলোক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমুলোক সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, দেবহাটা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, সমাজসেবা কর্মকর্তা অধীর চন্দ্র গাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, আইডিয়ালের পরিচালক ডা. নজরুল ইসলাম, উত্তরণের দেবহাটা কেন্দ্র ব্যবস্থাপক শফিকুল ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের প্রভাষক আবু তালেব, সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সখিপুর আলীম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তবিবুর রহমান, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় মুজিব বর্ষ উদযাপনে নানা কর্মসুচী ও গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

  • জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদকে সংবর্ধনা


    দেবহাটা প্রতিবেদক: জেলা আওয়ামী লীগের বার বার নির্বাচিত সভাপতি, সাবেক সংসদ সদস্য, বর্ষিয়ান রাজনীতিবীদ ও দেবহাটার কৃতি সন্তান জননেতা মুনসুর আহমেদকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার বিকালে দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের উদ্যোগে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বরে বর্ষিয়ান রাজনীতিবীদ মুনসুর আহমেদকে গণসংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্ব আব্দুল কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন জননেতা মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যড. সম গোলাম মোস্তফা, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানটিতে দেবহাটা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • দেবহাটায় জেলা পরিষদ সদস্য আলফা’র উদ্যোগে শীত বস্ত্র বিতরন

    দেবহাটায় জেলা পরিষদ সদস্য আলফা’র উদ্যোগে শীত বস্ত্র বিতরন


    জেলা পরিষদের সদস্য ও সমাজসেবক আল ফেরদৌস আলফার ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ৫টি ইউনিয়ন ও ভূমিহীন অসহয়ায় পরিবারের সদস্যদের মধে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় যেয়ে এ বস্ত্র বিতরন করেন তিনি। এদিকে সখিপুর ইউনিয়ন পরিষদ থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এ সময় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা,উপজেলা কৃষকলীগের আহবায়ক ও ইউপি সদস্য নির্মল মন্ডল, ইউপি সদস্য মোখলেছুর রহমান, আবুল হোসেন, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, আরুতী রানী, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা প্রমুখ। তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নে ২৪০ জন করে এবং বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেন।

    দেবহাটা পানির কলে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন
    দেবহাটার জগন্নআথ পুর পানিরকল মোড় পাঞ্জেগানা মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পাশ^বর্তী পানিরকল মোড়ে এ কাজের উদ্বোধন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান ও জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা এ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান, আসমোতুল্লাহ গাজী আসমান, মসজিদ কমিটির সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক আফছারুল গাজী, কোষাধ্যক্ষ সাইদুল ইসলাম, পারলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরাসহ মুসল্লিরা। উল্লেখ্য যে, গ্রামবাসি, জেলা পরিষদ, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা’র ব্যক্তিগত সহযোগীতায় ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত করার সুব্যবস্থা করার লক্ষ্যে এ কাজ এগিয়ে চলেছে।

    সখিপুরে সেলাই মেশিন ও পানি নিস্কাশন পাইপ বিতরণ
    দারিদ্র জনগোষ্টির নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এবং আর্থিক স্বচ্ছলতা ফেরাতে (এলজিএসপি) প্রকল্পের মাধ্যমে সেলাই মেশিন এবং পানি নিস্কাশনের পাইপ বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদে চলতি অর্থ বছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় এ সেলাই মেশিন ও পাইপ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। এ সময় উপস্থিত ছিলেন এলজিএসপি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর আজাদুর রহমান, জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, ইউপি সদস্য মোখলেছুর রহমান, আবুল হোসেন, আব্দুল করিম, নির্মল মন্ডল, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, আরুতী রানী, পারুলিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা প্রমুখ।

  • সাপমারা খাল খননে অনিয়মের অভিযোগ পাড়ের বাসিন্দাদের আশ্রয় হবে কোথায়?


    বিশেষ প্রতিবেদক: দেবহাটা উপজেলার সাপমারা খাল। ইছামতি নদীর একটি ক্ষুদ্র শাখা। একসময় প্রবল জোয়ার ভাটা ছিল।খালটি বিস্তৃর্ন এলাকার পানি নিষ্কাশনের মাধ্যম ছিল। আশাশুনি,কালিগঞ্জ সংযুক্ত দেবহাটা পারুলিয়ার উপর দিয়ে বয়ে চলা খালটি দিয়ে প্রায় তিন হাজার হেক্টর জমির পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল। মাছের ঘের ও জমির ফসল উৎপাদনের জন্য খালটি ব্যপক ভূমিকা ছিল। কিন্তু খালটি দিন দিন নিমজ্জিত হতে থাকলে জমির ফসল ও মৎস্য চাষের উপর ব্যপক প্রভাব পড়তে থাকে। বর্তমান উন্নয়নশীল সরকার এলাকার নানাবিধ সমস্যার কথা চিন্তা করে ১৯ কিলোমিটার খাল খননের উদ্যোগ নেয়। এতে খরচ ধরা হয় ১৯ কোটি টাকা। ইতোমধ্যে খল খননের কাজ শুরু হয়ে গেছে। সাপমারা খাল খনন কে কেন্দ্র করে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছে ভুক্তভোগিরা।
    স্থানীয়রা জানায়, সঠিক নিয়মে খাল খনন হচ্ছে না। রিকডীয় জমি নোটিস ছাড়া খনন করা হচ্ছে। ব্রিজের নিকট এস্কেভেটর মেশিন চালানো নিয়ম না থাকলেও সেখানে এস্কেভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। পাড় থেকে এমন ভাবে ঢালু রাখা হচ্ছে যা পানি লাগলে ধ্বসে যাবে। নতুন মাটি দেওয়া পাড় থেকে গবীরতা নির্ণয় করা হচ্ছে যা খালের তলদেশ উঁচা হয়ে যাচ্ছে। খাল পাড়ে বসবাসরত ভূমিহীনদের পুনর্বাসনের ব্যবস্থা না করে খনন কাজ শুরু করা।
    দেবহাটা উপজেলার ঘড়িয়াডাঙ্গা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ইব্রাহিম সাপমারা খালপাড়ে দীর্ঘদিন বসবাস করে আসছে। নয় সদস্যের পরিবার নিয়ে কষ্টের সংসার এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। থাকার কোন জায়গা নেই। সাপমারা খাল খননের কারণে এস্কেভেটর দিয়ে তাদের বাড়ি গুড়িয়ে দিয়েছে। এ রকম প্রায় এক হাজার পরিবার মানবেতর জীবন যাপন করছে। তাদের মধ্যে কারো কারো খোলা আকামের নিচে এই শীতে বসবাস করতে হচ্ছে। এলাকায় খাসজমি থাকলেও তাদের পুরর্বাসন না করায় তারা জেলা প্রশাসনের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করছে। েেজলা প্রশাসকে প্রতিশ্রুতি মোতাবেক ঢেওটিন ও টাকা দেওয়ার কথা থাকলেও এখনো পাইনি।
    ওই সমস্ত এলাকায় প্রশাসন বা সাংবাদিক গেলে তাদের আকুতি জানানোর জন্য দলে দলে ভিড় জামায়। তাদের দাবি, টেন্ডারের নিয়মানুযায়ী খালটি খনন হয়। খাসজমিতে বসবাসরত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা। স্থানীয় প্রভাবশালীরা পার্শ্ববর্তী খাসজমি জবরদখল করছে। অথচ প্রশাসন ওইসব জায়গায় আশ্রয়হীন মানুষের সাময়িকভাবে বসবাস করার সুযোগ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করছে। প্রচন্ড শীতে গরীব অসহায় মানুষের আশ্রয় ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন তারা।

  • ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান

    ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান


    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার বেলা ১১টায় ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হারুন-অর-রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সখিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা কৃষকলীগের আহবায়ক ও ম্যানেজিং কমিটির সদস্য নির্মল কুমার মন্ডল, যুগ্ম আহবায়ক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^জিৎ কুমার মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকতার রেজা বাবুল, সাইফুল্লাহ আল তারিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, ইউপি সদস্য আরতী রানী ঘোষ, ম্যানেজিং কমিটির সদস্য কেএম রেজাউল করিম, আকবর আলী, সাবেক শিক্ষক নুর মোহাম্মদ, পিটিএ কমিটির সভাপতি আমিরুল ইসলাম, নুর ইসলাম, আফসানা মমতাজ, শাহিনা আক্তার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবরান আলী।

  • টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

    দেবহাটা প্রতিনিধি: দেবহাটার টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বিদ্যালয়ের কল্যান তহবিল থেকে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০টায় ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা, আলোচনা সভা ও পরবর্তীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও কল্যান তহবিলের আহবায়ক মো. সলিমুল্ল্যাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব আবুল ফজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী, প্রাক্তন ছাত্র এ্যডভোকেট অহিদুজ্জামান বাচ্চু, প্রাক্তন ছাত্রী মমতাজ বেগম, শিক্ষক আমিরুল ইসলাম, প্রাক্তন শিক্ষক মৌলবি আব্দুল গফফার ও আব্দুল গফুর। আলোচনা সভা শেষে বিদ্যালয়ে কল্যাণ তহবিলে থাকা ৫ লক্ষ টাকার লভ্যাংশ থেকে ৩১ জন দরিদ্র ছাত্র ছাত্রীদের মধ্যে ৮ শত টাকা করে বৃত্তি প্রদান এবং ৭জন মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষার ফি বাবদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।

  • এমপি রুহুল হক ও এসএম কামাল হোসেনকে দেবহাটা উপজেলা আ’লীগের শুভেচ্ছা

    এমপি রুহুল হক ও এসএম কামাল হোসেনকে দেবহাটা উপজেলা আ’লীগের শুভেচ্ছা


    ¬¬¬¬
    দেবহাটা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি পুনরায় মনোনীত হওয়ায় হওয়ায় এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এসএম কামাল হোসেন মনোনীত হওয়ায় উভয়কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। রবিবার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির নেতৃত্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দরা পৃথক ভাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আ.ফ.ম রুহুল হক এমপি এবং সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময় দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • দেবহাটায় উপ-সহকারী কৃষি অফিসার জাহিদুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ!

    এস এম নাসির উদ্দীণ: দেবহাটায় উপ-সহকারী কৃষি অফিসার জাহিদুজ্জামান কতৃক ধান সংগ্রহ লটারীতে অনিয়ম।ইউপি সদস্যদের সুপারিশে কৃষকদের পক্ষে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রেরণ।বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কৃষি মৌসুমে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকেন। এবার আসন্ন চলতি মৌসুমে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার থেকে মোট ৬ লাখ মেট্রিক টন ধান, ৩ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৬ টাকা দরে ধান, ৩৬ টাকা দরে সিদ্ধ চাল, ৩৫ টাকা দরে আতপ চাল সংগ্রহ করা হবে। আগামী ১ ডিসেম্বর ২০১৯ থেকে চাল এবং ২০ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হয়ে চলবে ২৮ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত। এরই ধারাবাহিকতায় দেবহাটায় ও শুরু হয়েছে এ অভিযান। কিন্তু সরকারের অভিযানকে কালো টাকার বিনিময়ে কলঙ্কিত করার চেষ্টা করে একটি চক্র।আর এমন একটি ঘটনা ঘটেছে দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নে। এ ইউনিয়নে সরকারী ভাবে ধান বিক্রয়ের লটারীতে অনিয়মের অভিযোগ উঠেছে।আর এ অভিযোগ উঠেছে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষিকর্মকর্তার বিরুদ্ধে। প্রশাসনের হাত দিয়ে প্রকাশ্যে স্বচ্ছ ভাবে লটারি সম্পন্ন হলেও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুজ্জামানের যোগসাজসে উদ্ধর্তন কতৃপক্ষকে বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে পর্দার আড়ালে ইউনিয়নে কয়েকজন চাতাল মালিকদের সহযোগীতায় করেছে ব্যাপক কারচুপি। প্রাপ্ততর্থে জানাযায়,কতিপয় ব্যক্তির কারনে কৃষকরা বঞ্চিত হওয়ার ঘটনা ঘটলে সেটি প্রকাশ্য লটারীর মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেয় সরকার। এই ধারাবাহিকতায় চলতি মৌসুমে লটারি করার জন্য কৃষকদের তালিকা তৈরী করে স্থানীয় কৃষি অফিস। এরপর একটি নির্দিষ্ট তারিখ নির্ধারন করে প্রকাশ্যে করা হয় লটারি। শর্ত অনুযায়ী এই তালিকায় আসতে হলে কৃষি ভর্তুকি কার্ড, ব্যাংক একাউন্ট এবং চলতি মৌসুমের চাষি হতে হবে সুবিধাভোগীদেরকে। এ মোতাবেক উপজেলা খাদ্য কমিটি সভায় সিদ্ধান্ত গ্রহন করার পর ৫টি ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কর্মকর্তারা প্রকৃত চাষিদের নামের তালিকা প্রস্তুত করে। পরে স্বচ্ছতার ভিত্তিতে সকলের উপস্থিতিতে লটারি সম্পন্ন হয়। কিন্তু নিয়ম বহিরর্ভূত ভাবে নওয়াপাড়া ইউনিয়নে লাটারি করা হয়েছে এমন অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে কৃষকদের পক্ষে নওয়াপাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত বরকত আলীর পুত্র এম আজগার আলী। আর এ অভিযোগে নওয়াপাড়া ইউনিয়নের ৩,৪,৫,৬,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্যদের সম্মলিত সুপারিশকৃত স¦াক্ষর আছে বলে জানাযায়। অভিযোগে আরো বলা হয়েছে, লটারির মাধ্যমে সুবিধাভোগী ২১০ জনের মধ্যে একটি ওয়ার্ডে ১০৮ জন চুড়ান্ত হয়েছে। তার বিপরীতে অন্য ওয়ার্ড গুলোতে কৃষকরা বঞ্চিত হয়েছে বলে জানা গেছে। একই সাথে প্রশ্ন উঠেছে এক ওয়ার্ডে কিভাবে ১০৮জন কৃষকের নাম উঠে এসেছে? অনিয়ম ছাড়া এক ওয়ার্ড থেকে এতগুলো নাম তালিকায় অর্ন্তভূক্ত হওয়ার বিষয়টি সর্বস্থরে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে কৃষকদের অভিযোগ কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু চাতাল মালিকদের জোগসাজশে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুজ্জামানের অপকৌশলে এ ধরনের লটারী সাজানো হয়েছে । ফোনে জাহিদুজ্জামানের সাথে কথা বললে, তিনি সব কিছু মিথ্যা বলে এড়িয়ে যান এবং নিউজটি না করার জন্য অনুরোধ জানান।এ বিষয়ে সঠিক তদন্ত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দফতর বরাবর একটি লিখিত আবেদন করেছেন সুবিধা বঞ্চিত কৃষকরা।

  • টিকেট বন্ধু মহল আয়োজিত রেডিয়াম লেজার কাঁচ দ্বারা নির্মিত ১৪ হাত কালীপূজা

    টিকেট বন্ধু মহল আয়োজিত রেডিয়াম লেজার কাঁচ দ্বারা নির্মিত ১৪ হাত কালীপূজা


    দেবহাটা ব্যুরো: বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় দেবহাটা-আশাশুনি ঐতিহ্যবাহী বন্ধু মহল আয়োজিত রেডিয়াম লেজার কাঁচ দ্বারা নির্মিত ১৪ হাত শ্রী শ্রী কালীপূজা অনুষ্ঠিত হচ্ছে।
    ১নং কুলিয়া ইউপি চেয়ারম্যান ইমাদুল ইসলামের পৃষ্ঠপোষকতায়, বিশিষ্ট ব্যবসায়ী প্রভাষ চন্দ্র মন্ডল, অজয় কুমার মন্ডল ও চন্দ্রকান্ত সরদারের সার্বিক সহযোগিতায়, সাংসদ প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায়, বিশিষ্ট ব্যবসায়ী গৌতম কুমার দাশের বিশেষ সহযোগিতায় ও দেবহাটা-আশাশুনি বন্ধু মহলের সার্বিক পরিচালনায় টিকেট স্বর্গীয় মাদার চন্দ্র মন্ডল ও প্রভাষ চন্দ্র মন্ডল মহাশয়ের মৎস্য বড়ঘেরী প্রাঙ্গনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিবছরের ন্যায় ১৭ ডিসেম্বর মঙ্গলবার মায়ের পূজা অর্চনা, ১৮ ডিসেম্বর বুধবার পদাবলী কীর্ত্তন, ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বাউল গান, ২০ ডিসেম্বর শুক্রবার সামাজিক নাটক, ২১ ডিসেম্বর শনিবার সামাজিক নাটক, ২২ ডিসেম্বর রবিবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২৩ ডিসেম্বর সোমবার রাত্র ১২.৩০ মিনিটে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে কালীপূজা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
    অন্যদিকে বৃৃহস্পতিবার কালীপূজা পরিদর্শন করেন, দেবহাটা উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক চন্দ্র কান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় ঘোষ, গাজীরহাট মন্দির কমিটির কোষাধ্যক্ষ বলরাম স্বর্নকার, দেবহাটা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, বন্ধু মহলের সভাপতি অজয় কুমার মন্ডল,সহ-সভাপতি বিকাশ কান্তি হালদার, তন্ময় মন্ডল, সাধারণ সম্পাদক সুধাংশু মন্ডল, সাংগঠনিক সম্পাদক গৌতম মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক মহোন লাল মন্ডল প্রমুখ।
    এ সময় বন্ধু মহলের সভাপতি অজয় মন্ডল বলেন, প্রচন্ড শৈতপ্রবাহ উপেক্ষা করে প্রতিদিন হাজারও মানুষ দূর-দূরান্ত থেকে মায়ের মন্দিরে আসছে। এছাড়া অনুষ্ঠান ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনী সহ আমাদের সেচ্ছাসেবক কর্মীরা তৎপর রয়েছে। আশা করছি আগামীতে আরও সুন্দর হবে।

  • দেবহাটায় সাজাপ্রাপ্ত ও চুরি মামলার ২ আসামী আটক

    দেবহাটায় সাজাপ্রাপ্ত ও চুরি মামলার ২ আসামী আটক

    দেবহাটা ব্যুরো : দেবহাটায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ১ জন ও সাতক্ষীরা সদর থানার চুরি মামলার অপর ১ আসামী আটক হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নির্দেশনায় দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং- ২০/০৮/১৯ তারিখ রাত ২ টার দিকে এসআই (নিঃ) নয়ন চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে সিআর ০৪/১২ মামলার ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের হামিদ মাঝির ছেলে জামাত আলী (৪২) কে আটক করেন। থানা পুলিশ অপর এক অভিযানে সাতক্ষীরা সদর থানার চুরি মামলার আসামী সখিপুর গ্রামের গফফারের ছেলে মুর্শিদ (৪০) কে আটক করে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

  • দেবহাটা থানা পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার

    দেবহাটা থানা পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার

    দেবহাটা ব্যুরো : সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপিএম (বার) সোমবার দুপুর ২ টার দিকে দেবহাটা থানা পরিদর্শন করেন। পুলিশ সুপার হিসেবে সাতক্ষীরায় যোগদানের পর প্রথম তিনি দেবহাটা থানা পরিদর্শন করেন। পরে দেবহাটার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার দেবহাটা তথা সাতক্ষীরাকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ মুক্ত করা হবে বলে জানিয়ে বলেন মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদের সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে বলে জানান তিনি। পুলিশ সুপার এসময় বলেন, সাতক্ষীরা থেকে অপরাধ কর্মকান্ড নির্মূল করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোন ব্যাক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। তাই সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবানও জানান পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। মতবিনিময়কালে দেবহাটা সার্কেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, দেবহাটা থানার এসআই মুনিরুল ইসলাম মনির, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, কোষাধ্যক্ষ কে.এম রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • দেবহাটার নবাগত ইউএনও কে প্রেসক্লাবের শুভেচ্ছা

    দেবহাটার নবাগত ইউএনও কে প্রেসক্লাবের শুভেচ্ছা

    দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করা সাজিয়া আফরীনকে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার ১১ টায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম বাপ্পা, যুগ্ন-সম্পাদক নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধ্যক্ষ কেএম রেজাউল করিম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্য্যনির্বাহী সদস্য মোমিনুর রহমান, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, কার্য্যনির্বাহী সদস্য এমএ মামুন, কার্য্যনির্বাহী সদস্য আব্দুল আলিম মিঠু, কার্য্যনির্বাহী সদস্য জিএম আব্বাস উদ্দীন, সাংবাদিক ফরহাদ হোসেন সবুজ, সাইফুল ইসলাম, রুহুল আমিন, ইয়াকুব হোসেন রাজু, আরিফুল ইসলাম প্রমুখ। এসময় যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকরা সমাজের অন্যায় অপরাধ দূর করতে ও এলাকার দূর্ভোগ দূর্দশা থেকে পরিত্রান পেতে ব্যাপক ভূমিকা রাখে। ইউএনও সরকারের উন্নয়ন তুলে ধরতে সাংবাদিকদের অবদান রয়েছে এবং দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে আহবান জানিয়ে তিনি এখন থেকে দেবহাটার মানুষ হিসেবে এই উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। ইউএনও বর্তমানে ডেঙ্গুর প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

  • সংবাদ সম্মেলনে অভিযোগ ফারজানার বিয়ে অস্বীকার করছেন রনি


    স্টাফ রিপোর্টার। প্রথমে প্রেমের সম্পর্ক। তারপর উপসংহার বিয়ে । ২০১৭ সালের ২১ ডিসেম্বর তার সাথে আমার বিয়ে হয় ম্যারেজ রেজিষ্ট্রারের মাধ্যমে। এর আগে আমরা অ্যাফিডেভিট করি।
    সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঝপারুলিয়া গ্রামের মো. আরশাদ আলির মেয়ে ফারজানা আক্তার শনিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন। তিনি বলেন আমি নিরুপায় হয়ে মামলা করেছি। আর আমার মামলার বিপক্ষে পাল্টা মামলা করে আমাকে উল্টো হয়রানি করছে আমার স্বামী।
    সাতক্ষীরা সিটি কলেজের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষ সম্মানের ছাত্রী ফারজানা বলেন ২০১৫ সালের দিকে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই উপজেলার গুরগ্রামের রোকনুজ্জামান রনির। পরে ম্যারেজ রেজিস্ট্রার আমিনুল ইসলাম বকুলের মাধ্যমে তিন লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন্ হয়। ফারজানা বলেন আমরা আটমাস যাবত ঘর সংসার করেছি। রনির মা মাহফুজা খাতুন এ বিয়ে পারিবারিকভাকে মেনেও নেন। কয়েকমাস পর অন্যদের উসকানিতে রনি ও তার মা এই বিয়ে অস্বীকার করতে থাকেন। তবে স্বামী রনি বলেন ‘ একটি ১৫০ সিসি অ্যপাচি মোটর সাইকেল ও এক লাখ টাকা বাপের বাড়ি থেকে নিয়ে আসো। তবেই আমরা ফের স্বামী স্ত্রী হিসাবে বসবাস করবো’। লিখিত বক্তব্যে ফারজানা বলেন আমি ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর দেবহাটা আমলি আদালতে রোকনুজ্জামান রনি ও তার মা মাহফুজার বিরুদ্ধে যৌতুকের মামলা করি। তারা আদালতে হাজির হয়ে জামিন নেন। বিচারককে রনি বলেন বিষয়টি মীমাংসা করে নেওয়া হবে। অথচ তা না করে রনি আদালতে ফারজানার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছেন। এই মামলায় তাদের বিয়েকে মিথ্যা বলে দাবি করেছেন রনি। তবে আদালত বিবাহ রেজিস্ট্রারের ভলিউম বই আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন। কিন্তু গত পাঁচ মাস যাবত সে বিষয়ে সংশ্লিষ্ট বিবাহ রেজিস্ট্রারকে নোটীশ দেওয়া হয়নি। তার কাছে সমনও পৌছায়নি। তিনি জানান আদালতের এক শ্রেণির কর্মচারিকে ম্যানেজ করে এই নেটিীশ ও সমন আটকে রেখেছে রোকনুজ¥ান রনি। ভলিউম বই আদালতে পৌছালে রনির সাথে তার বিয়ের বিষয়টি পরিস্কার হয়ে যাবে বলে জানান ফারজানা।
    ফারজানা বলেন তিনি ন্যায় বিচার পাচ্ছেন না। অপরদিকে রনি বিয়ে অস্বীকার করে আমার সাথে প্রতারণা করছেন। আমি এখন দাঁড়াবো কোথায়।
    ফারজানা এর প্রতিকার দাবি করেছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তার মা লাইলি খাতুন।

  • দেবহাটায় ৫৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক

    দেবহাটায় ৫৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক

    দেবহাটা ব্যুরো : দেবহাটায় পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেছে। আটককৃত আসামীর নাম সুকুমার দাশ (৪০)। সে দেবহাটা উপজেলার সখিপুর ঋষিপাড়া গ্রামের ফটিক চন্দ্র দাশের ছেলে। থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশনায় এসআই হেকমত আলী এএসআই জোবায়ের হোসেন ও এএসআই মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১ টার দিকে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সুকুমার দাশের নিকট থেকে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ভারতীয় ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২৭ হাজার ৫০০ টাকা। সুকুমারের বিরুদ্ধে এসআই হেকমত আলী বাদী হয়ে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস এ্যাক্ট এর ২৫-বি(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৩। আসামী সুকুমারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। ওসি বিপ্লব কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত আছে। যদি কেউ মাদকের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। ওসি জানান, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার্থে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।