Category: তালা

  • পাটকেলঘাটায় দু’ তরুনের ৫৫০টি অসহায়, দুঃস্থ্য পরিবারের মাঝে সেমাই ,চিনি ও লুডুনস্ বিতারণ

    পাটকেলঘাটায় দু’ তরুনের ৫৫০টি অসহায়, দুঃস্থ্য পরিবারের মাঝে সেমাই ,চিনি ও লুডুনস্ বিতারণ


    পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি:
    পাটকেলঘাটা লালচন্দ্রপুরের দু’ তরুনের উদ্যোগে ৫৫০টি অসহায়, দুঃস্থ্য,অস্বচ্ছল পরিবারের মাঝে সেমাই, চিনি ও লুডুনস্ বিতারণ করা হয়েছে।
    রবিবার (২৭ রমজান) সকাল সাড়ে ৯টায় পাটকেলঘাটা থানার লাচন্দ্রপুর গ্রামের মনিরুল ইসলাম মনি ও ফরহাদ হোসেনের যৌথ প্রচেষ্টায় স্থানীয় মাদ্রাসা মাঠে পাশ্ববর্তি ১০টা গ্রামের ঈদের খুশি ভাগাভাগি করতে ৫৫০টি অসহায় দুঃস্থ অস্বচ্ছল পরিবারের মধ্যে সেমাই চিনি ও লুডুনস্ বিতারণ করা হয়। সরুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল হাই, তালা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রব পলাশ, পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ মাসুদ রানা, সহ-সভাপতি নজরুল ইললাম রাজু, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুুল মতিন, তালা উপজেলা বন্ধু সংঘের সভাপতি ইঞ্জিঃ কামাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মনিরুজ্জামান গাজী, মাওঃ অলিউর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউজ ক্লাবের সভাপতি শিক্ষক সাংবাদিক মফিদুল ইসলাম।

  • তালার জালালপুর ২০১৯-২০২০ অর্থবছরে প্রকাশে বাজেট ঘোষনা

    তালার জালালপুর ২০১৯-২০২০ অর্থবছরে প্রকাশে বাজেট ঘোষনা


    তালা প্রতিনিধি ॥
    স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেট ঘোষণা করা হয়েছে। এ সময় ২০১৯-২০২০ অর্থবছরের জন্য এক কোটি ১৭ লাখ ৪ হাজার ৪৭৮ টাকার বাজেট ঘোষণা করা হয়। রবিবার (২ জুন) সকালে জালালপু ইউনিয়ন পরিষদের হলরুমে প্রকাশ্য এ বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু ।
    ইউপি সদস্য শেখ আব্দুল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু।
    জালালপুর ইউনিয়ন পরিষদের সচিব মো.রুবায়েত হাসান পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য পারুল বিবি, সোনালী চৌধুরী,আবেদা বেগম, শেখ আব্দুল রাজ্জাক,আনারুল ইসলাম,কালিদাশ অধিকারী,আতিয়ার রহমান,শেখ মোস্তফা আলী,পলাম কুমার ঘোষ,মো. আশরাফুল আলম,মনিরুজ্জামান গোলদার প্রমুখ।

    তালায় অসহায় মহিলাকে কুপিয়ে জখম
    তালা প্রতিনিধি ॥
    জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তালায় আকলিমা বেগম (৫২) নামের এক অসহায় বিধবাকে কুপিয়ে জখম করেছে প্রতিবেশি লতিফ মোড়ল নামের এক দুর্বৃত্ত। সে উপজেলার জালালপুর গ্রামের মৃত দাউদ মোড়লের স্ত্রী। আকলিমা বেগম বর্তমানে তালা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
    চিকিৎসাধীন আকলিমা বেগম জানান, স্বামী-সন্তান না থাকায় দীর্ঘদিন ধরে ৪ শতাংশ জমির উপর কোন রকমে বসবাস করে আসছিল সে। স্বামী মারা যাওয়ার পর থেকে একই এলাকার মৃত সামছের মোড়লের ছেলে লতিফ মোড়ল গং তার বসত বাড়ির দখলের পায়তারা করে আসছে। সে প্রায়ই জমি জবর দখলের জন্য অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার উপর বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করে আসছে। হঠাৎ গতকাল রবিবার (২ জুন) সকালে তার সবত বাড়ি দখল নিতে যায় এ সময় আকলিমা বেগম বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে। তার মাথায় দাঁ দিয়ে কোপ মারতে গেলে হাত দিয়ে ঠেকাতে গেলে বাম হাতের দু’টি আঙ্গুল কেটে যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে তালা হাসপালে ভর্তি করে।
    তালা হাসপাতালের চিকিৎসক ডা. রাজীব সরদার বলেন, আকলিমা বেগমের হাতের ক্ষত স্থানে ৫ টি সেলাই দেওয়া হয়েছে।
    অভিযুক্ত লতিফ মোড়ল তার ধারলো অস্ত্রে হাত কাটার বিষয়টি স্বীকার করে বলেন, এটা অমার অনিচ্ছায় ঘটে গেছে।
    তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ঘটনাটি শুনেছি তবে থানায় এখনো কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • তালার বহুলালোচিত নমিতার লাশের ৫ দিন পর ময়না তদন্ত শেষে সৎকার সম্পন্ন


    নিজস্ব প্রতিনিধি ॥
    অবশেষে মৃত্যুর ৫ দিন পর নমিতার লাশের ময়না তদন্ত শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বলুয়া নদীর রাজাপুর শ্মশানে সৎকার সম্পন্ন হয়েছে। প্রায় ৩ বছর আগে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার(১০ মে) সন্ধ্যায় তার মৃত্যু হয়। তবে মামলাসহ নানা আইনী জটিলতায় তার লাশের সৎকার কিংবা ময়না তদন্তে সায় ছিলনা স্থানীয় প্রশাসনের। বাধ্য হয়ে গত ৫ দিন যাবৎ তার লাশ পড়ে ছিল বাড়িতেই।
    এমন পরিস্থিতিতে মৃত্যুর ৪ দিন পর সোমবার (১৩ মে) নমিতার ভাসুর ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার বাদী প্রভাষক আদিত্য ব্যানর্জি সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নমিতার মৃত্যু ও তার সৎকারের আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক বিলাস মন্ডল তার জবানবন্দী ও নালিশী দরখাস্ত পর্যালোচনা করে ঘটনার সত্য-মিথ্যা নির্ধারণ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ আগামী ১১ জুলাই প্রতিবেদন দাখিলের জন্য সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (সিআইডি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
    এরপর সিআইডি’র তত্ত্বাবধানে মঙ্গলবার লাশের সুরোতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের পর বিকেলে তার লাশ নেয়া হয় সরাসরি বলুয়া নদীর রাজাপুর মহা শ্মশানে। সেখানে নমিতার ৩ সন্তানসহ স্বজনদের উপস্থিতিতে সন্ধ্যা ৭ টার দিকে তার সৎকার সম্পন্ন হয়।
    প্রসঙ্গত,সাতক্ষীরার তালায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে প্রায় তিন বছর আগে শ্লীলতাহানি ও মারপিটে গুরুতর আহত তালা উপজেলার মেশারডাঙ্গা এলাকার কার্ত্তিক ব্যাণার্জীর স্ত্রী নমিতা ব্যানার্জীর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয়। তবে মামলাসহ নানা জটিলতায় তার মৃত দেহটির সৎকার হয়নি। লাশ পড়ে ছিল গ্রামের বাড়িতেই। বিষয়টি নিয়ে জেলা ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
    অভিযোগ ও মামলার বিবরণে জানাযায়, ২০১৬ সালের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এক নম্বর মেশারডাঙ্গা ওয়ার্ড থেকে নির্বাচিত কুলপোতার মৃত করুণাময় সানার ছেলে নিমাই পদ সানা নির্বাচনে তার সমর্থন না করায় ২৩ মার্চ দুপুর ১২ টার দিকে স্ব-দলবলে হানা দেয় মেশারডাঙ্গার মৃত প্রফুল্ল ব্যাণার্জীর ছেলে আদিত্য ব্যানার্জির বাড়িতে। তবে ঘটনার সময় আদিত্য বাড়িতে না থাকায় তার ভাইয়ের স্ত্রী নমিতা ব্যাণার্জী (৪০) কে শাবল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরণের শাড়ি ছিড়ে শ্লীলতাহানি ঘটায়।
    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে তালা হাসপাতালে ভর্তি করে। পরে নমিতা ব্যানার্জির অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনায় পরের দিন ২৪ মার্চ কার্ত্তিকের ভাই আদিত্য ব্যাণার্জী বাদী হয়ে নিমাই পদ সানাকে প্রধান করে ২০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ১৫/২০ জনের নামে তালা থানায় একটি মামলা করেন। মামলা নং ১২। তাং-২৪/৩/২০১৬। জি আর ২৯/১৬,পওে মামলাটি বিচারের জন্য চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। যার টি.আর মামলা নং ৩০৮/১৮।
    এদিকে মাথায় গুরুতর যখম নমিতাকে নিয়ে তার পরিবার দেশ ও দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর ক্রমাবনতির একপর্যায়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয় তার। তবে মামলাসহ নানা জটিলতায় গত ৪ দিনেও সৎকার কিংবা ময়না তদন্ত হয়নি নমিতার।
    এব্যাপারে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (সিআইডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন,আদালতের নির্দেশে মামলাটির তদন্তভারের কাগজপত্র পেয়েছেন তারা এবং ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছেন।

  • মামলার তদন্তভার সিআইডিতে :৪র্থ দিনে ময়না তদন্তের অনুমতি,আজ সৎকার হতে পারে তালার নমিতার লাশ

    মামলার তদন্তভার সিআইডিতে :৪র্থ দিনে ময়না তদন্তের অনুমতি,আজ সৎকার হতে পারে তালার নমিতার লাশ


    সেলিম হায়দার ॥
    অবশেষে গতি হল নমিতার লাশের। তবে সৎকার হচ্ছেনা ৪র্থ দিন সোমবারেও। মৃত্যুর ৪ দিন পর সোমবার (১৩ মে) নমিতার ভাসুর ও মামলার বাদী প্রভাষক আদিত্য ব্যানর্জি সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নমিতার মৃত্যু ও তার সৎকারের আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক বিলাস মন্ডল তার জবানবন্দী ও নালিশী দরখাস্ত পর্যালোচনা করে ঘটনার সত্য-মিথ্যা নির্ধারণ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনপূর্বক প্রয়োজনীয় কাগজ পত্রাদিসহ আগামী ১১ জুলাই প্রতিবেদন দাখিলের জন্য সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (সিআইডি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। পারিবারিক সূত্র বলছেন, মঙ্গলবার যেকোন সময় তার লাশটি সিআইডির তত্ত্বাবধানে উদ্ধারপূর্বক ময়না তদন্তের জন্য নেয়া হতে পারে।
    প্রসঙ্গত,সাতক্ষীরার তালায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে প্রায় তিন বছর আগে শ্লীলতাহানি ও মারপিটে গুরুতর আহত তালা উপজেলার মেশারডাঙ্গা এলাকার কার্ত্তিক ব্যাণার্জীর স্ত্রী নমিতা ব্যানার্জীর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয় তার। তবে মামলাসহ নানা জটিলতায় তার মৃত দেহটির সৎকার হয়নি গত ৪ দিনেও।
    অভিযোগ ও মামলার বিবরণে জানাযায়, ২০১৬ সালের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এক নম্বর মেশারডাঙ্গা ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে মৃত করুণাময় সানার ছেলে নিমাই পদ সানা নির্বাচনে তার সমর্থন না করায় ২৩ মার্চ দুপুর ১২ টার দিকে স্ব-দলবলে হানা দেয় মেশারডাঙ্গার মৃত প্রফুল্ল ব্যাণার্জীর ছেলে আদিত্য ব্যানার্জির বাড়িতে। তবে ঘটনার সময় কার্ত্তিক বাড়িতে না থাকায় তার স্ত্রী নমিতা ব্যাণার্জী (৪০) কে শাবল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরণের শাড়ি ছিড়ে শ্লীলতাহানি ঘটায়।
    পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে তালা ও পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনায় পরের দিন ২৪ মার্চ কার্ত্তিকের ভাই আদিত্য ব্যাণার্জী বাদী হয়ে নিমাই পদ সানাকে প্রধান করে ২০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ১৫/২০ জনের নামে তালা থানায় একটি মামলা করেন। মামলা নং ১২। তাং-২৪/৩/২০১৬। জি আর ২৯/১৬,পরে মামলাটি বিচারের জন্য চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। যার টি.আর মামলা নং ৩০৮/১৮।
    এদিকে দেশ ও দেশের বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মৃত্যু হয় তার। তবে মামলাসহ নানা জটিলতায় গত ৪ দিনেও সৎকার কিংবা ময়না তদন্ত হয়নি নমিতার।
    এব্যাপারে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (সিআইডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দীন বলেন,আদালতের আদেশের কপিটি তিনি পেয়েছেন। মঙ্গলবার লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

  • সংবাদ সম্মেলন : সম্পত্তি দখলের উদ্দেশ্যে প্রখ্যাত অভিনেতা দিনেশ ঘোষকে মারপিট ও খুন জখমের হুমকি

    সংবাদ সম্মেলন : সম্পত্তি দখলের উদ্দেশ্যে প্রখ্যাত অভিনেতা দিনেশ ঘোষকে মারপিট ও খুন জখমের হুমকি


    নিজস্ব প্রতিনিধি :
    পাটকেলঘাটার সরুলিয়ায় অবৈধভাবে গায়ের জোরে সম্পত্তি দখলের উদ্দেশ্যে প্রখ্যাত অভিনেতা দিনেশ ঘোষকে মারপিট ও খুন জখমের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে জনার্কীন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাটকেলঘাটার সরুলিয়া ঘোষপাড়ার মৃত বলাই কৃষ্ণ ঘোষের পুত্র দিনেশ চন্দ্র ঘোষ।
    লিখিত বক্তব্যে তিনি বলেন একসময়ে দুই বাংলার প্রখ্যাত অভিনেতা এবং সাতক্ষীরায় আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালিন কর্মী ছিলাম। আমি এবং আমার ছোট ভাই প্রশান্ত কুমার ঘোষ আমার পিতার উত্তারাধিকারী। আমাদের আপোন চাচাতো ভাই মৃত নগেন্দ্র নাথ ঘোষের পুত্র কল্যাণ ঘোষ আমাদের দুইভায়ের সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এর জের ধরে কল্যাণ ঘোষ আমার ইতোপূর্বে ছোট ভাই প্রশান্তকে মারপিট করে এবং মিথ্যা মামলায় জেল হাজতে প্রেরণ করে। আমার ছোট ভাই ওই চিন্তায় প্যালাইজডে আক্রান্ত হয়ে অসুস্থ্য আছে। ছোট ভাই অসুস্থ্য, ভাইপোরা ঢাকা প্রবাসী সেকারণে আমাদের সম্পত্তি দখলের জন্য একমাত্র বাধা আমি। যে কারণে কল্যাণ আমাকে সরানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়। সরুলিয়া মৌজার আর এস ২৩৩ দাগে ৬ শতাংশ জমির মাথায় কল্যাণ ঘোষের মৎস্য পুকুর আছে। গত ২৬/০৪/২০১৯ তারিখ ভোর সাড়ে ৫টার দিকে ওই পুকুরের পাশের রাস্তা দিয়ে হাটছিলাম। এসময় পূর্ব থেকে উৎপেতে থাকা কল্যাণ বাঁশের লাঠি দিয়ে পিছন দিক থেকে আমাকে বেধড়ক মারপিট করতে থাকে। সেসময় ডাক চিৎকার করলেও আশে পাশে কেউ না আসায় জীবন বাঁচাতে দৌড়ে জীবনে রক্ষা পেলেও লাঠির আঘাতে আমার দুইপা মারাত্মক ফোলা জখম হয়। পরবর্তীতে আমি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। তিনি ডাঃ মধুসূদন মন্ডলের কাছে পাঠান। তিনি আমার পায়ের অবস্থা খারাপ দেখে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করেন। সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শরিফুল ইসলাম ছাড়পত্রে উল্লেখ করেন আমি বর্তমানে গুরুতর শারিরীর অসুস্থ্যতায় ভুগছি। এঘটনায় আমি পাটকেলঘাটায় অভিযোগ দায়ের করি। থানা পুলিশ বিষয়টি জিডি করে তদন্তের জন্য আদালতের অনুমতি প্রার্থনা করলে আদালত বিষয়টির সুষ্ঠু তদন্তের অনুমতি দেন।
    তিনি আরো বলেন ওই কল্যাণ ঘোষ স্থানীয় আওয়ামীলীগের ছাত্রছায়ায় এবং তার ভাই সচিব তপন কুমার ঘোষ ও এগ্রিকালচার অফিসার মোহন কুমার ঘোষের সহযোগিতায় অত্র এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে। ইচ্ছামত মানুষকে মারপিট ও হুমকি ধামকি প্রদর্শন করে। কল্যাণ ঘোষ সাতক্ষীরা ছফরুননেছা মহিলা কলেজের শিক্ষক। কিন্তু কল্যাণ শিক্ষক নামের কলঙ্ক। কোন শিক্ষক কি সন্ত্রাসী কার্যক্রম করতে পারে, অন্যায়ভাবে জমি দখলের উদ্দেশ্যে চাচাতো বড় ভাইকে মারপিট করতে পারে। এধরনের সন্ত্রাসী শিক্ষককে কলেজে শিক্ষকের দায়িত্বে স্থান দেওয়া উচিত নয় বলে আমি মনে করি।
    এব্যাপারে সন্ত্রাসী কল্যাণ ঘোষের হাত থেকে আমাদের পৈত্রিক সম্পত্তি রক্ষা ও মারপিটের ঘটনায় তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা পুলিশ সুপার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

  • তালায় বোরো ধান,চাউল ও গম সংগ্রহ শুরু

    তালায় বোরো ধান,চাউল ও গম সংগ্রহ শুরু


    নিজস্ব প্রতিনিধি ॥
    সাতক্ষীরা তালা উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলা পাটকেলঘাটা সরকারী খাদ্য গুদামে বোরো ধান,চাউল ও গম সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া আফরীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি ।
    উপস্থিত ছিলেন,উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি খন্দকার মোয়াজ্জেম হোসেন রনজু ,সাধারণ সম্পাদক প্রণয় পাল , আলহাজ্ব এবাদুল ইসলাম, ব্যবসায়ী আব্দুর রব পলাশ, আমজাদ হোসেন , মুশফিকুর রহমান ,গোপাল রায় ,শেখ আবু জাফর প্রমুখ।
    উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্রে জানা যায় ,চলতি বোরো মৌসুমে ধান, চাউল ও গম সংগ্রহের লক্ষে গত ২৮ মার্চ খাদ্য মন্ত্রনালয়ের পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভার সিদ্ধাান্ত মোতাবেক এ মৌসুমে তালা উপজেলায় ৩৬ টাকা কেজি মুল্যে ৩,৭৫৩ মেঃটন সিদ্ধ চাউল, ২৬ টাকা কেজি মুল্যে ৫৭৯ মেঃটন ধান,৩৫ টাকা মুল্যে ৩৭৪টন আতপ চাউল ও ২৮ টাকা কেজি মুল্যে ১৩৬ মেঃটন গম সংগ্রহের বরাদ্ধ প্রদান করা হয়।
    এ সংগ্রহ অভিযান চলতি বছরের ২৫ এপ্রিল হতে শুরু হওয়ার কথা থাকলেও ১৬দিন পর শনিবার (১১ মে) এ উদ্ধোধন করা হয়। যা চলতি বছরের ৩১ আগষ্ট পর্যন্ত অব্যাহত থাকবে।

  • ইউপি নির্বাচনে বিরোধিতার জের ৩ বছর মৃত্যুর সাথে যুদ্ধ করে চলে গেলেন তালার গৃহবধূ নমিতা ॥ আইনি জটিলতায় ২ দিন ধরে বাড়িতেই পড়ে আছে লাশ


    নিজস্ব প্রতিনিধি ॥
    ইউপি নির্বাচনে বিরোধীতার জের হিসেবে শ্লীলতাহানি ও মারপিটের ঘটনায় গুরুতর আহত সাতক্ষীরা তালার মেশারডাঙ্গা এলাকার কার্ত্তিক ব্যানার্জির স্ত্রী নমিতা ব্যানার্জি প্রায় ৩ বছর চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সন্ধ্যায় মারা গেছে। তবে মামলা জটিলতায় ময়নাতদন্ত ও সৎকার ছাড়াই শুক্রবার থেকে বাড়িতেই তার লাশটি পড়ে রয়েছে। গত ৩ বছরে মামলা খড়গের পাশাপাশি তার চিকিৎসায় নি:স্বপ্রায় পরিবারটি অন্তিম সময়ে অন্তত তার লাশের সৎকারের অনুমতি ভীক্ষা করেছেন,স্থানীয় প্রশাসনের কাছে। তবে আইনী জটিলতায় লাশের সৎকারে অপেক্ষা করতে হবে আজ রবিবার আদালতের অনুমতি নেয়ার সময় পর্যন্ত।
    অভিযোগে জানাগেছে,২০১৬ সালের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ১ নং মেশার ডাঙ্গা ওয়ার্ড থেকে নির্বাচন করেছিলেন কুলপোতা গ্রামের মৃত করুনাময় সানার ছেলে নিমাই পদ সানা। নির্বাচনে সেবার তিনি বিজয়ী হলেও মেশার ডাঙ্গার মৃত প্রফুল্ল্য বানার্জির ছেলে কার্ত্তিকসহ পরিবারের অন্যান্যরা অপর প্রার্থীর পক্ষে কাজ করেছিল। বিপত্তিটা সেখানেই। নির্বাচনের পরের দিন ২৩ মার্চ দুপুর আনুমানিক ১২ টার দিকে নিমাই সানার নেতৃত্বে তার ভাই শিব পদসহ সত্যজিৎ মন্ডল,অভিজিৎ মন্ডল,প্রদীপ সরকার,কামনাশীষ মন্ডল,সুভাশীষ সরকার,বিশ্বদেব ব্যানার্জিসহ অন্তত ৩৫/৪০ জনের সংঘবদ্ধ একটি দল দা,শাবল,কুড়াল ও লাঠি সোটা নিয়ে বাড়ির ঘেরা-ড়ো ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। কার্ত্তিককে নাপেয়ে তার স্ত্রী নমিতা ব্যানার্জি(৪০) কে শাবল দিয়ে পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। এসময় তারা মধ্যযুগীয় স্টাইলে নমিতার পরনের শাড়ী-কাপড় ছিড়ে মাটিতে ফেলে পাড়িয়ে গুরুতর আহত করে। এসময় তার আতœচিৎকারে কাত্তিকের ভাই আদিত্য ব্যানার্জি এসে প্রতিরোধের চেষ্টা করলে তারা তাকে ও পরে নমিতার মেয়ে মুক্তি ব্যানর্জি(১৫) ঘটনাস্থলে পৌছে তাদের রক্ষার চেষ্টা করলে তারা তাকেও মারপিট ও শ্লীলতাহানি ঘটায়। একপর্যায়ে দূবৃত্তরা বাড়িতে লুটপাট শুরু করে। এসময় তারা বাড়ি ঘর ভাংচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন,মুক্তির গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন,ঘরের ভেতর থাকা ড্রয়ার ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা লুট কওে নেয়। এসময় তাদের আতœচিৎকারে প্রতিবেশী স্বপন কুমার সরকার,ধিমান ব্যার্জি,ষষ্ঠী রাণী ব্যানার্জিসহ অন্যান্যরা এগিয়ে আসলে তারা তাদেও প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে তালা ও পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
    ঘটনায় পরের দিন ২৪ মার্চ কার্ত্তিকের ভাই আদিত্য ব্যানার্জি বাদী হয়ে নিমাই পদ সানাকে প্রধান করে ২০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত পরিচয় আরো ১৫/২০ জনের নামে তালা থানায় একটি মামলা করেন। যার নং-১২। ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৪২৭/৩৭৯ ও ৫০৬। মামলায় পুলিশ আসামীদের দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশীট প্রদান করে।
    এদিকে আহত নমিতার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,৪ দফায় ভারতে ও সর্বশেষ ভারত থেকে এনে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সর্বশেষ ৯ মে তাকে সেখান থেকে বেঁচে থাকার সকল আশা ছেড়ে দেওয়ার পর মেশার ডাঙ্গা বাড়ীতে নিলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মৃত্যু হয়।
    সর্বশেষ মামলা জটিলতায় এখন পর্যন্ত মৃতের লাশ তাদের বাড়ীতেই পড়ে রয়েছে। লাশের ময়না তদন্ত কিংবা সৎকারের ন্যুনতম অনুমতি পর্যন্ত দিতে পারছেনা লোকাল প্রশাসন। আদালতের অনুমতি ছাড়া লাশের সৎকারের ব্যবস্থা করতে না পারায় প্রশাসনও বিব্রতকর অবস্থায় রয়েছে।
    এব্যপারে এএসপি(সার্কেল) হুমায়ুন কবিরের নিকট জানতে চাইলে তিনি মামলা জটিলতা থাকায় আদালতের অনুমতিতে সৎকার কিংবা ময়না তদন্তের পরামর্শ দেন। অন্যদিকে শুধমাত্র নির্বাচনে সমর্থন না করায় মারপিট ও শ্লীলতাহানির শিকার হয়ে উদ্ভুদ পরিস্থিতিতে প্রায় ৩ বছরেরও বেশী সময় মৃত্যুর সাথে যুদ্ধ কওে শেষ পর্যন্ত মৃত্যুকেই আলীঙ্গনে বাধ্য হলেন। মৃতের পরিবারের দাবি,এবার আর জীবন ফিরে পাবার আকুতি নয়,অন্তত লাশটি সৎকারের অনুমতি চান তারা।
    এব্যাপারে মামলার প্রধান আসামী স্থানীয় ইউপি সদস্য নিমাই পদ সানার নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের লাশের বাড়িতে যাওয়ার কৈফিয়ৎ তলব করে এলাকা থেকে বেরিয়ে যেতে হুমকি প্রদান করেন। সর্বশেষ নমিতার নিথর দেহটি শুক্রবার সন্ধ্যা থেকে এরিপোর্ট লেখা পর্যন্ত মেশার ডাঙ্গা বাড়িতেই পড়ে ছিল।

  • তালায় অবৈধভাবে ইউ:ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি ও কমিটি পুণ:গঠনের প্রতিবাদে প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন


    নিজস্ব প্রতিনিধি ॥
    অগঠনতান্ত্রিক উপায়ে দল থেকে অব্যাহতি ও সাবেক ছাত্র দল কর্মী দেবাশীষ অধিকারীকে স্থলাভিষিক্ত করায় সংবাদ সম্মেলন করেছেন তালা উপজেলার জালালপুর ইউয়িন ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদ হাসান অনিক।

    মঙ্গলবার বিকেল ৪ টায় তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদ হাসান বলেন,গত ২০১৮ সালের ৮ ডিসেম্বর তাকে সভাপতি করে ২ সদস্য বিশিষ্ট অসম্পূর্ণ কমিটি দেওয়া হয়। তার নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ সর্বশেষ একাদশ জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে বলিষ্ট ভূমিকা পালন করে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করে। দায়িত্ব পাওয়ার পর সংগঠনকে স্থানীয় পর্যায়ে গতিশীল করতে এপর্যন্ত তিনি ৯ টি সফল সভা করেছেন। এরআগে দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনে তার কাছে উপজেলা ছাত্রলীগের সভাপতি ১ লক্ষ টাবা দাবি করেন বলেও জানানো হয়। তবে তিনি কোন প্রকার টাকা দিতে অস্বীকৃতি জানান। এরই মধ্যে গত ২৯ এপ্রিল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম,অনলাইন দৈনিকসহ পত্রিকার মাধ্যমে জানতে পারেন তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে অব্যাহতি দিয়ে দেবাশীষ অধিকারীকে স্থলাভিষিক্ত করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

    লিখিত বক্তব্যে তিনি আরো বলেন,আমি দলীয় শৃঙ্খলা ভঙ্গের মত কোন অপরাধ করলে আমাকে গঠনতন্ত্র মোতাবেক কারণ দর্শানো নোটিশ দিতে পারতো। তিনি বলেন,তাকে কোন প্রকার নোটিশ না দিয়েই অব্যাহতি দেওয়া অগঠনতান্ত্রিক। তাকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে নতুন একজনকে স্থলাভিষিক্ত করণ কোন গঠনতান্ত্রিক পদ্ধতি হতে পারেনা। তাছাড়া নতুন যাকে স্থলাভিষিক্ত করা হয়েছে তিনি সাবেক ছাত্রদলের একজন সক্রিয় সদস্য ছিলেন। বিগত সময়ে তিনি বিএনপি’র সাবেক সংসদ সদস্য’র সাথে ঈদ-পূজার শুভেচ্ছা পোষ্টার দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিলেন।

    সর্বশেষ তাকে কোন প্রকার অবহিতকরণ নোটিশ ছাড়াই অব্যাহতির প্রতিবাদ ও পর্যালোচনার জন্য দলের উর্দ্ধতন নেতৃবৃন্দের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

    সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ছাত্রলীগ নেতা শেখ আওয়াল হোসেন,রাজু চক্রবর্তী,শিবাজী চ্যটার্জী,আকাশ সানা,সান সানা,মো: শামীম,শেখ মুজাহিদ কবির,আরমান সরদার,শামীম মোড়ল,প্রসেনজিৎ বিশ্বাস,তারক দত্ত,নুরুল ইসলাম,সুমন হোসেন,শেখ হাবিবুর রহমান,আল-আমিন সরদার,মাহফুজ মোড়ল,শেখ সাঈদ প্রমূখ।

  • তালায় নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ: প্রক্রিয়া সম্পন্ন

    তালায় নির্মিত হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ: প্রক্রিয়া সম্পন্ন


    নিজস্ব প্রতিনিধি ॥
    সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভ নির্মাণে জমি মাপ-জরিপের কাজ রোববার দুপুরে সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের নির্দেশে কপোতাক্ষ সাহিত্য সংষ্কৃতি পরিষদের সভাপতি ইন্দ্রজিৎ দাস বাপির ঐকান্তিক প্রচেষ্টায় মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় উদ্যোগটি নেয়া হয়েছে।

    জালালপুর ইউপি ভবনের পূর্বপাশে কপোতাক্ষ নদের তীরে স্মৃতি স্তম্ভের পাশাপাশি একটি কনফারেন্স রুম ও একটি পাবলিক টয়লেট নির্মাণে অর্থ বরাদ্দ হয়েছে। এর ধারাবাহিকতায় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বরকত উল্লাহর নেতৃত্বে জরিপ ও নক্সার কাজ শেষ করা হল।

    এসময় স্থানীয়রা জানান,মহান মুক্তি যুদ্ধের ২৫ মার্চ গণহত্যার দিনে কপিলমুনি হতে পাক বাহিনীর একটি সাজোয়া লঞ্চ জেঠুয়া ঘাটে নেমে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে গ্রামের মধ্যে প্রবেশ করে। তাদের গুলিতে ঐদিন ১৩ নীরিহ গ্রামবাসী নিহত হন। তাদেরই স্মৃতি রক্ষায় ইউনিয়ন পরিষদের সামনে এর আগে একটি ফলক উন্মোচন হয়। এরপর সর্বশেষ স্মৃতি স্তম্ভসহ অন্যান্য স্থাপনা নির্মিত হচ্ছে।

  • সংবাদ সম্মেলন : তালার চরগ্রামে লম্পট শাহাদাতের পাল্লায় শিরিনা ও তার মেয়ে

    সংবাদ সম্মেলন : তালার চরগ্রামে লম্পট শাহাদাতের পাল্লায় শিরিনা ও তার মেয়ে


    নিজস্ব প্রতিনিধি :
    বাবার মৃত্যুর পর আপন চাচা নামের কলংক শাহাদাত আমার মা এমনকি আমাকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে। পেছনে তার ছিল সম্পদের লোভ। সেই কাকা আমার নানার কাছ থেকে পাওয়া জমি গ্রাস করতে উঠে পড়ে লেগেছে। আর এতে বাধা দিতে গিয়ে কাকার সন্ত্রাসী হামলায় আমার মার আঙ্গুল কাটা গেছে। তিনি আহত হন। এরপরও তালা থানা এ বিষয়ে মামলা নেয়নি।
    রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে একথা জানান তালার মাগুরা ইউনিয়নের চরগ্রাম গ্রামের সুজায়েত আলির মেয়ে সোহেলি ইমা চাঁদনি। এ সময় তার সাথে ছিলেন তার চাচা মোস্তফা পাড়, সোহরাব পাড়, চাচাতো ভাই বাবলু শেখ ও তার স্বামী সাইফুল্লাহ শেখ।
    সংবাদ সম্মেলনে সোহেলী ইমা চাঁদনি বলেন তার বাবা সুজায়েত আলি আট বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুর পর আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে আমার আপন চাচা শাহাদাত হোসেন শেখ আমার মা শিরিনা বেগমকে উত্ত্যক্ত করতে থাকে। এমনকি সে আমাকেও উত্ত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে নিরুপায় হয়ে মা শিরিনা শহাদাতের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হন। সেই পক্ষে এক কন্যা সন্তান জন্ম নেয় । বিয়ের এক বছর পার না হতেই কাকা শাহাদাত আমার নানার কাছ থেকে আমার মায়ের প্রাপ্ত তিন বিঘা জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে মার কাছ থেকে একরকম জোর করেই সে জমি তার নিজের নামে লিখে নেয়। এর আগে সে আমাদের ওপর নানাভাবে নির্যাতন চালাতে থাকে। এমনকি ঘরে থাকা খাবার চাল আটকে দেয়। রান্নার চুলা ভেঙ্গে দেয় । ভাতের হাড়িতে মুরগির বিষ্টা ফেলে অত্যাচার করতে থাকে। চরিত্রহীন লম্পট শাহাদাত সব সময় জুয়াড়িদের ও মাদকখোরদের সাথে আড্ডা দেয় । সে নানা ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে। তার দুই মেয়ে আমি ও ইমুর প্রতি কোনো দায়িত্ব পালন করে না। এসব বিষয় নিয়ে এক সালিশ বৈঠকে সে জানায় সে কারও ভরণ পোষন দিতে পারবেনা।
    চাঁদনি জানান তখন তিনি তার মাকে নিয়ে অন্যত্র ঘর বেঁধে বসবাস শুরু করেন। অপরদিকে শাহাদাত জানিয়ে দেয় শিরিনা তাকে তালাক দিলে তথন সে জমিতে চাঁদনি যেতে পারবে। তিনি জানান শেষ পর্যন্ত মাত্র ৩০ শতক জমিতে ধান চাষ করেন চাঁদনি। তাতেও বাধা দেয় শাহাদাত। এমনকি সে পুলিশকে ম্যানেজ করে বাধার সৃষ্টি করতে থাকে। চাঁদনি জানান তারপরও তিনি জমিতে ধান কাটতে গেলে লম্পট শাহাদাত তার লোকজন নিয়ে বাধা দেয়। এমনকি আমাদের ওপর হামলা করে।
    গত ৩০ এপ্রিল ধান কাটার সময় শাহাদাত ও তার লাঠিয়াল বাহিনী হামলা করে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে। ধারালো দা দিয়ে কোপ মারলে আমার মা শিরিনারএকটি আঙ্গুল কেটে পড়ে যায়। স্থানীয় ভ্যান চালক রাজ্জাক সেই কর্তিত আঙ্গুলটি নিয়ে তালা থানায় জমা দেয়। পরে এ বিষয়ে তালা থানায় একটি মামলা দিলেও পুলিশ তা রেকর্ড করেনি। এমন কি পুলিশ শাহাদাতকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। আর আমার মা শিরিনা এখনও সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    চাঁদনি বলেন আমরা লম্পট শাহাদাতের শাস্তি চাই। তালা থানায় এ ব্যাপারে মামলা হওয়া চাই। এসব বিষয়ে তিনি সাতক্ষীরা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন।

  • তালায় আন্তর্জাতিক মে দিবস পালিত

    তালায় আন্তর্জাতিক মে দিবস পালিত


    নিজস্ব প্রতিনিধি ॥
    সাতক্ষীরা তালায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ৯টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপশহররে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীণ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস,তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল,তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন,শ্রমিক নেতা শফিউর রহমান ডানলপ প্রমূখ।

  • তালায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

    তালায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা


    নিজস্ব প্রতিনিধি ॥
    সাতক্ষীর তালায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৯এপ্রিল) সকাল ১০ টায় তালা উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।
    কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনর (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার।
    বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি ও উপজেলা সহকারি কমিশনর (ভূমি) অনিমেষ বিশ্বাস।
    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজকর্মী, এনজিওকর্মী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও সাংবাদিকরা অংশ নেন।
    প্রধান অতিথি বলেন, দেশের স্বার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে চলেছেন সরকার। বর্তমান সরকার এরই মধ্যে দেশের টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন করতে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তাঁর সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর।

  • তালায় ১২টি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ॥ পাঠদান বন্ধের নির্দেশ

    তালায় ১২টি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ॥ পাঠদান বন্ধের নির্দেশ


    সেলিম হায়দার ॥
    সাতক্ষীরা তালা উপজেলার ঝুঁকিপূর্ণ স্কুল ভবেন পাঠদান বন্ধের নির্দেশান দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস । বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝুঁকিপূর্ণ এসব জরাজীর্ণ ভবনে পাঠদান বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে।
    উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তালা উপজেলার ২১১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২টি বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে ঐ সমস্ত বিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করছেন। ঝুকিপূর্ণ বিদ্যালয়গুলো হলো ডুমুরিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিখা গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,আলাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরুল্ল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
    এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে স্থানীয় উদ্যোগে কিছু স্কুলে বিকল্প পাঠদানের ব্যবস্থা হলেও অধিকাংশটিতে ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চলছিল। তাই ছাত্র-ছাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঝুঁকিপূর্ণ এসব ভবনে পাঠদান বন্ধের নির্দেশনা জারি করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
    ডুমুরিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান, তার বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ থাকায় পাঠদানে কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন মারাত্œক ঝুকিতে । যেকোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। তিনি দ্রুত ভবন স্থাপন করে শিক্ষার্থীদেরর পাঠদান অব্যহত করার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেছেন।
    তালা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান জানান, বর্তমানে বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন পুনঃনির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে ভবন পুনঃনির্মাণের জন্য অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে। বাকি বিদ্যালয়ে আগামী অর্থবছরে ভবন পুনঃনির্মাণ করা হবে।
    এসব ভবন পুনঃনির্মাণ না হওয়া পর্যন্ত নিরাপত্তার স্বার্থে কোনো ক্রমেই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান না করার নির্দেশনা জারি করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

  • তালায় স্বাস্থ্য পরিদর্শকের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ


    নিজস্ব প্রতিনিধি ॥
    তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনিয়ন পরিদর্শক মেহেদী হাসান বাবুকে চক্রান্তমূলক ভাবে ফাসিয়ে ফায়দা লুটার অপচেষ্টা করছে স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী মহল। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ইতোমধ্যে ঐ চক্র সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিথ্যা,বানোয়াট,কুৎসা রটিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ, সাংবাদিকদের কাছে মিথ্যা ও মনগড়া তথ্য পরিবেশন করছে।
    স্থানীয়রা জানান, মেহেদী হাসান বাবু উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আবুল কালামের ছেলে। পড়ালেখা শেষ করে ২০০৫ সালে প্রথমত জেনারেল ম্যানেজার পদে চাকুরী নেন হানিফ কোম্পানীতে। সেই থেকে ২০১২ সাল পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। সেখানে কর্মরত অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ইউনিয়ন পরিদর্শক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিলে ঐপদে নিয়োগ পান তিনি। এরপর হানিফ পরিবহনের চাকুরী ছেড়ে যোগদান করেন, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক হিসেবে উপজেলার খেশরা ইউনিয়নে।
    এবিষয়ে তালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, চাকুরীরত অবস্থায় দায়িত্ব পালনে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন অভিযোগ পায়নি। সম্প্রতি তার বিরুদ্ধে একটি অভিযোগ হলেও প্রাথমিক তদন্তে তার কোন সত্যতা মেলেনি।
    এ বিষয়ে সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন জানান, ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন দৈনিকে ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মেহেদী হাসানকে অভিযুক্ত করে প্রকাশিত সংবাদে আমার যে বক্তব্য তুলে ধরা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। এব্যাপারে কেউ তার সাথে কোন প্রকার কথাও বলেনি।
    এবিষয়ে হানিফ এন্টার প্রাইজের প্রশাসনিক প্রধান আবু সাঈদের সাথে মোবাইলে কথা হলে তিনি জানান,২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি তাদের প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। চাকুরীকালীণ তার সাথে পারিবারিক সম্পর্ক তৈরী হয়,যা বিদ্যমান রয়েছে।
    পূর্ব সম্পর্কের যের ধরে এখনো ঢাকাতে আসলে সৌজন্য সাক্ষাৎ সহ পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে মেহেদীর সরব উপস্থিতি রয়েছে। খবরে তাকে নিয়ে হানিফ এন্টার প্রাইজকে জড়িয়ে যা লেখা হয়েছে তা অসত্য।
    এব্যাপারে অভিযুক্ত মেহেদী হাসান বাবু কাছে জানতে চাইলে তিনি বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন ও আঞ্চলিক দৈনিকে এলাকার একটি কূচক্রি মহল সাংবাদিকদের দিয়ে মিথ্যা ও মনগড়া তথ্য পরিবেশন করিয়েছে। চাকুরীর পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তার প্রতি ঈর্ষান্বিত হয়ে স্থানীয় কতিপয় সুযোগ সন্ধানী মহল ঐসকল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি এসময় প্রকাশিত সংবাদগুলোর প্রতিবাদ জানান। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের প্রতি প্রকৃত ঘটনার সুষ্টু তদন্তপূর্বক সাদা সাংবাদিকতার আহ্বান জানান।

  • সাতক্ষীরার তালায় লবন সহিষ্ণু, উচ্চ ফলনশীল বিনা ধান-১০ এর মাঠ দিবস অনুষ্ঠিত

    সাতক্ষীরার তালায় লবন সহিষ্ণু, উচ্চ ফলনশীল বিনা ধান-১০ এর মাঠ দিবস অনুষ্ঠিত


    ‘শেখ হাসিনার নির্দেশ, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিনা ধান-১০ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
    পরমাণু কৃষি গবেষণার মাধ্যমে জলবায়ু পরিবর্তন সহনশীল জাত/প্রযুক্তি উদ্ভাবন ও বিভিন্ন অঞ্চলে অভিযোজনের ধারায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি), পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ ব্যবস্থাপনায় শুএবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার হরিনখোলা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
    মাঠ দিবসে বিনা উপকেন্দ্র সাতক্ষীরার বৈজ্ঞানিক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল আরাফাত তপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশিক্ষণ কর্মকতা মো: নরুল ইসলাম, তিনি বলেন বিনা-১০ ধান একটি লবন সহিষ্ণু, উচ্চ ফলনশীল, আলোক অসংবেদনশীল ও উন্নত গুনাগুন সম্পন্ন বোরো ধানের জাত সাতক্ষীরা জেলা একটি উপকূলীয় এলাকা অতিরিক্ত লোনার কারনে এক সময় এ সকল এলাকায় ধান হতো না। জমি ফেলানো থাকতো প্রায় সারা বছর কিন্ত এখন এখানে বিনা-১০ ধান চাষ করে কৃষকরা ফসল ঘরে তুলতে পারছে। বিনা-১০ ধান চাষ করে ফলন ও ভালো পাওয়া যাচ্ছে। আগামীতে সাতক্ষীরা জেলার বিভন্ন এলাকায় এ ধান চাষ করে লাভবান হবে কৃষকরা।
    বিশেষ অতিথি হিসাবে অলি আহমেদ ফকির মাসুম সরদার সহ প্রমুখ এসময় অনুষ্ঠানে ১০০জন কৃষক উপস্থিত ছিলেন।

  • জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল আলীমের মৃত্যুতে তালা প্রেসক্লাবে শোক সভা ও দোয়ানুষ্ঠান

    জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল আলীমের মৃত্যুতে তালা প্রেসক্লাবে শোক সভা ও দোয়ানুষ্ঠান


    নিজস্ব প্রতিনিধি ॥
    তালা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল আলীমের আতœার মাগফেরাত কামনায় তালা প্রেসক্লাবে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । গত রবিবার বিকালে তালা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে এ দোয়া অনুষ্ঠিত হয়।
    তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবুল’র সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় শোকসভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ার‌্যমান অধ্যাপক রফিকুল ইসলাম, জেএসডি’র কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, জাসনেতা দেবাশষীস দাশ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক গাজী মোমিন উদ্দীন, শিক্ষক গৌতম মন্ডল, তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এম এ ফয়সলাম, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক জিএম গোলাম রসুল, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সদস্য আকবর হোসেন, ইলিয়াস হোসেন, আসাদুজ্জামান রাজু, খলিলুর রহমান, আজমল হোসেন জুয়েল, সাংবাদিক আব্দুল আলীমের ছেলে শাহাজাহান কবীর প্রমুখ।
    দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান।
    উল্লেখ্য, তালার জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল আলীম বেশ কিছুদিন যাবত পিবিএম ভাইরাস জনিত রোগে ভুগছিলেন। শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

  • জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল আলীমের মৃত্যুতে তালা প্রেসক্লাবে শোক সভা ও দোয়ানুষ্ঠান

    জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল আলীমের মৃত্যুতে তালা প্রেসক্লাবে শোক সভা ও দোয়ানুষ্ঠান

     
    তালা প্রতিনিধি ঃ
    তালা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল আলীমের আতœার মাগফেরাত কামনায় তালা প্রেসক্লাবে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২১ এপ্রিল) তালা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে এ দোয়া অনুষ্ঠিত হয়।
    তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবুল’র সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় শোকসভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ার‌্যমান অধ্যাপক রফিকুল ইসলাম, জেএসডি’র কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, জাসনেতা দেবাশষীস দাশ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক গাজী মোমিন উদ্দীন, শিক্ষক গৌতম মন্ডল, তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এম এ ফয়সলাম, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক জিএম গোলাম রসুল, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সদস্য আকবর হোসেন, ইলিয়াস হোসেন, আসাদুজ্জামান রাজু, খলিলুর রহমান, আজমল হোসেন জুয়েল, সাংবাদিক আব্দুল আলীমের ছেলে শাহাজাহান কবীর প্রমুখ।
    দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান।
    উল্লেখ্য, তালার জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল আলীম বেশ কিছুদিন যাবত পিবিএম ভাইরাস জনিত রোগে ভুগছিলেন। শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

    জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল আলীমের মৃত্যুতে তালা প্রেসক্লাবে শোক সভা ও দোয়ানুষ্ঠান
    তালা প্রতিনিধি ঃ
    তালা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল আলীমের আতœার মাগফেরাত কামনায় তালা প্রেসক্লাবে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । রবিবার (২১ এপ্রিল) তালা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে এ দোয়া অনুষ্ঠিত হয়।
    তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবুল’র সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় শোকসভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ার‌্যমান অধ্যাপক রফিকুল ইসলাম, জেএসডি’র কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, জাসনেতা দেবাশষীস দাশ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক গাজী মোমিন উদ্দীন, শিক্ষক গৌতম মন্ডল, তালা প্রেসক্লাবের উপদেষ্টা এমএ হাকিম, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এম এ ফয়সলাম, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য সম্পাদক জিএম গোলাম রসুল, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সদস্য আকবর হোসেন, ইলিয়াস হোসেন, আসাদুজ্জামান রাজু, খলিলুর রহমান, আজমল হোসেন জুয়েল, সাংবাদিক আব্দুল আলীমের ছেলে শাহাজাহান কবীর প্রমুখ।
    দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা তাওহীদুর রহমান।
    উল্লেখ্য, তালার জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল আলীম বেশ কিছুদিন যাবত পিবিএম ভাইরাস জনিত রোগে ভুগছিলেন। শুক্রবার (১৯ এপ্রিল) বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

  • শালতা নদী খনন ॥ পরিদর্শন করল সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ

    শালতা নদী খনন ॥ পরিদর্শন করল সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ


    নিজস্ব প্রতিনিধি ॥

    সাতক্ষীরা তালায় শালতা নদীর খননকাজ পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
    শনিবার সকাল ১১টায় পরিদর্শন কালে তিনি বলেন শালতা নদী খননের ফলে এ অঞ্চলের মানুষের স্থায়ী জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পেলো।
    তিনি বলেন শালতা নদী খননে কোন অনিয়ম ও দূর্নীতি সহ্য করা হবে না। প্রকল্প অনুযায়ী যথাযথ ভাবে এ নদী খনন হবে। এসমায় তিনি শালতা খননের জন্য ক্ষতিগ্রস্থ কয়েক জন মানুষের ক্ষতি পূরণের আশ্বাস প্রদান করেন।

    এসময় তার সাথে উপস্থিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান সরদার ইমাম আলী, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দীন বিশ্বাস, সৈয়দ ইদ্রিস,সিরাজুল মোড়ল, শাহিনুর খাঁ, শেখ আক্কাজ আলী প্রমুখ।

    উল্লেখ্য ১৪ কোটি টাকা ব্যায়ে ১৩ কিলোমিটার দৈর্ঘ্য ব্যাপী শালতা নদী খনন করছে পানি উন্নয়ন বোর্ড।