তালা প্রতিনিধি :
তালায় এক স্বাস্থ্যকর্মীসহ ৩ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস পাওয়া গেছে। শুক্রবার (৩ জুলাই) বিকালে তালা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। নতুন আক্রান্তরা হলেন উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের স্বাস্থ্যকর্মী আকরাম হোসেন বাবলু (৫৩), তালা সদরের রহিমাবাদ গ্রামের গৃহবধূ সাজেদা খাতুন (৩৬) ও সরুলিয়ার সুশান্ত কুমার ঘোষ (৪৪)। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত উপজেলায় ৬ নারীসহ মোট ৩২ জন করোনা পজেটিভ রোগি সনাক্ত হয়েছে। এরমধ্যে দুইনারীসহ ৫ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, আক্রান্তদের বাড়িসহ আশেপাশের কয়েক বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সকলকে সর্তক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
Category: তালা
-
তালায় স্বাস্থ্যকর্মীসহ ৩ জনের করোনা পজিটিভ : মোট আক্রান্ত ৩২
-
তালার তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মকবুলের মৃত্যুতে বিএনপির শোক প্রকাশ
তালা প্রতিনিধি ॥
সাতক্ষীরা তালা উপজেলা তেঁতুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সুভাষিনী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম,এম, মকবুল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার, (০২ জুলাই ) সকালে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। সাবেক চেয়ারম্যান এম,এম, মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় কমিটি, বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া ) সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, মির্জা আতিয়ার রহমান, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি আলী হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সামরুল ইসলাম মিলন, যুবনেতা শেখ মোস্তফা হোসেন মন্টু, সাবেক ছাত্রনেতা সাইদুর রহমান, আনিসুজ্জামান আনিস, ছাত্রনেতা মেহেদী হাসান, হাফিজুর রহমান, মো. সৈকত, মো. জুয়েল প্রমুখ। -

পাটকেলঘাটায় গ্রাম ডাক্তাদের সাতক্ষীরা-১ আসনের সাংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর ফেস শিল্ড বিতারন
পাটকেলঘাটা(সাতক্ষীরা)প্রতিনিধি: পাটকেলঘাটায় গ্রাম ডাক্তাদের ঝুকিমুক্ত, সুরক্ষায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর ফেস শিল্ড বিতারন করেন। শনিবার সকাল ১১টায় পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে থানা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি এস এম হাদিউজ্জামানের সভাপতিত্বে ফেস শিল্ড বিতারন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মূর্শেদ, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক মিঠুন হালদার, বিশিষ্ট সমাজ সেবক শিক্ষক আব্দুর রব পলাশ, পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই, ডাঃ আলাউদ্দীনসহ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির প্রতিটি ইউনিয়নের সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ। এ সময় তালা ও পাটকেলঘাটার গ্রাম ডাক্তাদের ৪শ টি ফেস শিল্ড বিতারন করেন প্রধান অতিথি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারন ডাঃ রেজওয়ান উল্লাহ। -
তালায় বিএনপির উদ্যোগে ৫০০পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
তালা প্রতিনিধি ॥
করোনা ভাইরাস ও ঘুর্ণিঝড় আম্ফানের প্রাদুর্ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তালা উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় কর্মহীন ও ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র ৫০০পরিবারে মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ধানদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন, কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মীর্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম,ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক মোহাম্মেল হোসেন,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান,কৃষক দলের সভাপতি আলী হোসেন,বিএনপির নেতা রাশেদুল হক রাজু,সামরুল ইসলাম মিলন,সাঈদুর রহমান সাইদ,আনিচুজ্জামান আনিচ,রুহুল কুদ্দুস,ছাত্রনেতা হাফিজুর রহমান,মেগেদী হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তালা উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় তালা উপজেলার ১২টি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। -

তালায় সেভ ওয়াল্ড লাইফের বন্য পাখি উদ্ধার,প্রাথমিক চিকিৎসা প্রদান
প্রেস বিজ্ঞপ্তী:
সাতক্ষীরা জেলায় তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রাম হতে এক বন্য অসুস্থ বাজ পাখি উদ্ধার করেছেন সেভ ওয়াল্ড লাইফের সদস্যরা।পাখিটিকে উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
জানাযায়,উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি নামক গ্রামে গভীর রাতে স্থানীয় এলাকাবাসী পরিতাক্ত অবস্থায় বাজ পাখিটিকে দেখতে পায়।পরে সেভ ওয়াল্ড লাইফ সহ-সভাপতি জহর হাসান সাগরের মুঠোফোন যোগাযোগ করা হয়।
জহর হাসান সাগর জানান,আমাকে রাত্র আনুমানিক ১টার দিকে মুঠোফোনে জানানো হয় একটি বাজ পাখি অসুস্থ্য অবস্থায় পরিতাক্ত স্থানে আছে। আমি স্থানীয় আওয়ামীলীগ আফজাল হোসেন সহ সেভ ওয়াল্ড লাইফের সদস্যদের সঙ্গে নিয়ে পাখিটিকে উদ্ধার করা হয় ।পরবর্ত্তিতে সকালে তালা উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে সেভ ওয়াল্ড লাইফের সাধারণ সম্পাদক মো: বায়োজিদ মাওলানার বাসাতে রাখা হয়েছে। বাজ পাখিটি সুস্থ্য হলে পরিবেশের মাঝে উন্মক্ত করা হবে।
প্রাণী সম্পদ কর্মকর্তা সজ্ঞয় বিশ্বাস জানান,সকাল আনুমানিক ১১টার দিকে সেভ ওয়াল্ড লাইফের সভাপতি মো: ইমরান হোসেন,সি:সহ-সভাপতি এসএম হাসান আলী বাচ্চু,সহ-সভাপতি জহর হাসান সাগর,শেখ ইমরান হোসেন,সাধারণ সম্পাদক বায়োজিদ মাওলানা, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, কার্যকারী সদস্য বি এম বাবলুর রহমান,গোপীনাথ শীল,মো:আবদুল্লা,আক্তার হোসেন,সাধারণ সদস্য আব্দুল্লা আল-মামুন উপজেলা প্রাণী সম্পদ কার্যলয়ে নিয়ে আসে।আমি পাখিটার পা ও গলায় আঘাত প্রাপ্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি এবং পাখিটিকে কিছুদিন বিশ্রামে রাখতে বলেছি। -

তালায় রিপন মোড়ল করোনা সনাক্ত ॥ মোট ১০ আক্রান্ত
তালা প্রতিনিধি ॥
সাতক্ষীরা তালা উপজেলার জালালপুর ইউনিয়নের নতুন করে রিপন মোড়ল (৩৫) নামের করোনা সনাক্ত হয়েছেন। করোনা আক্রান্ত রিপন মোড়ল আটুলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
রবিবার (১৪ জুন) সকালে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে তালা উপজেলা তিনজন নারীসহ মোট ১০ জন করোনা পজেটিভ রোগি সনাক্ত হলেও একজন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারাহ ফেরদৌস। তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, আক্রান্ত রিপন মোড়ল বাড়িসহ আশেপাশের ৮/১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সকল ধরনের সহায়তার জন্য পুলিশ সবসবময় তাদের পাশে অছে জানিয়ে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন। -
তালায় ১৪৫ ধারা ভঙ্গ করে পৈত্রিক সম্পত্তি জবর দখলের অভিযোগ
সিজস্ব প্রতিনিধি
জেলার তালা উপজেলায় ১৪৫ ধারা ভঙ্গ করে পৈত্রীক সম্পত্তি জোর পূর্বক দখল করে ঘর নির্মানের আভিযোগ উঠেছে প্রতিবেশী প্রভাবশালীদের বিরুদ্ধে। দখলকারিরা এতই ভয়ংকর তারা আদালতের আদেশ জেলা প্রশাসকের নির্দেশ তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আদেশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের আদেশ উপেক্ষা করে ঘর নির্মান করে যাচ্ছে। বাঁধা দিতে গেলে তারা আমাদেরকে মারপিট ও খুন জখমের হুমকি দিচ্ছে।
আদালতে মামলা সুত্রে জানা যায়,তালা উপজেলার বিশ্বেসের চক গ্রামে রাজাপুর মৌজায় ৪২১ খতিয়ানে সাবেক১৮২৭,২৮,২৯ ও ১৮১৭ দাগে মোট সম্পত্তি ছিলো নয় একর ৯২ শতক যার ১৯৬২ সালে রেকডীংয় মালিক ছিলেন রাম নারায়ন গাইন। তার মৃত্যুার পর প্রত্যেক ছেলে তিন একর ৩০ শতক করে মালিক হন। ১৯৯০ সালে জরিপে তিন সন্তান মালিক হন। কিন্তু বাস্তু ভিটা থেকে বাটোয়ারার সময় অভিলাশ ও অতুল গাইনের নামে ৭৪ শতক জমি করে এবং ভুলবশত অম্বিকা গাইনের নামে ৫৪ শতক জমি রেকর্ড হয়।২০০১ সালে অম্বিকা গাইন মারা যাওয়ার পর তার ছেলে মঙ্গল গাইন উক্ত সম্পত্তির মালিক হন। তিনি নিজে অসুস্থ ও তার একমাত্র ছেলে কমলেশ গাইন বাহিরে থাকার সুযোগে একই এলাকার মনিন্দ্রনাথ গাইন, সত্যরঞ্জন গাইন সুদর্শন গাইন উভয় পিতা মন্দিদ্রনাথ গাইন, সন্তোশ কুমার গাইন চঞ্জল গাইন তার সম্পত্তির উপর লোলুপ দৃষ্টি পড়ে। তারা জোর পূর্বক ৫৬ শতক জমি জোর পূর্বক দখল করে ঘর নির্মান করছে। বাঁধা দিতে গেলে তারা আমাদেরকে মারপিট ও খুন জখমের হুমকি দিচ্ছে।
কমলেশ গাইন বলেন তারা এলাকায় ভুমিদস্যু হিসেবে চিহিৃত। সম্প্রতি খেশরা পুলিশ ফাঁড়ির ইনচার্জের উপস্তিতিতে মাপ জরিপ হলেও তারা মানেনি। উল্টো আমাদের নামে মিথ্যা হয়রানি মুলক মামলা করে জেলের ভাত খাওয়াবে বলে হুমকি দিচ্ছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজীব হোসেন রাজু জানান, উভয় পক্ষকে নোটিশ দেওয়া হলেও বিবাদী পক্ষ হাজির হয়নি। করোনার কারনে বিষয়টি থেমে আছে। বিষয়টি দ্রুত দেখা হবে বলে তিনি জানান।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান, আদালতের নির্দেশে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে। কেউ আইন অমান্য করলে ব্যাবস্থা নেওয়া হবে। কমলেশ গাইন পৈত্রিক সম্পত্তি যাতে ফিরে পেতে পারে সে জন্য তিনি জেলা প্রশাসক পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন। -
পাটকেলঘাটায় আঃ রহমান ও ফরিদ কে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদন্ড প্রদান
নিজস্ব প্রতিনিধিঃ
পাটকেলঘাটায় গাঁজাসহ সহ আওয়ামী পেশাজীবী লীগের সাতক্ষীরা জেলার নেতা আব্দুর রহমান(৫২) ও তার সহযোগী ফরিদ মোড়ল(৪৩) কে আটক করেছে পাটকেলঘাটা থানা পুলিশ।
এই অপরাধে পাটকেলঘাটা আঃ রহমান ও ফরিদ কে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন।
রবিবার ৭ই জুন রাত গভীর রাতে পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আটকের ঘটনাটি ঘটে । পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সাতক্ষীরা সহকারী পুলিশ (তালা-সার্কেল) সুপার হুমায়ন কবির তাদেরকে আটক করেন। এ সময় তাদের নিকট থেকে গাঁজা উদ্ধারও করা হয় ।
আটককৃত আসামীদের পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতদের ৬ মাসের সাজা প্রদান করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত। -

তালায় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের ত্রাণ সহায়তা
তালা প্রতিনিধি: তালায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত একশত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ । শুক্রবার (৫ জুন) সকালে ‘স্টার্ট ফান্ড এবং ইউকে ইন বাংলাদেশ’ এর সহযোগিতায় ‘উত্তরণ’ উপজেলার কুমিরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উক্ত ত্রাণ সহায়তা পৌছে দেয়। তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, উত্তরণ কর্মকর্তা মোঃ রেজওয়ান উল্লাহ, পার্থ কুমার দে, তীর্থ কুমার দে, খান মোঃ আল আমীন, এনামুল ইসলামসহ সংস্থার স্টাফরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা, ১০টি সাবান, ১ কেজি ডিটারজেন্ট, ২ প্যাকেট ন্যাপকিন, ৫০ টি মাস্ক, ১টি মগ, ট্যাপসহ বালতি এবং ১টি করোনা সচেতনতা লিফলেট বিতরণ করা হয়। উল্লেখ্য, আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে জরুরী ত্রাণ সহায়তার অংশ হিসেবে উক্ত ত্রাণ সহায়তা প্রদান করা হয় বলে সংশ্লিষ্টরা জানায়।
-

তালায় করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে ফল পাঠালেন প্রশাসন
তালা প্রতিনিধি:
সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের মোঃ তবিবুর রহমানের শিশু পুত্র ব্লাড ক্যান্সারে আক্রান্ত রিয়াদ হোসেন (১৪) করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর তাদের বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন। ফলে পরিবারের কোন সদস্য বাড়ির বাইরে যেতে পারছে না। এমতাবস্থায় শুক্রবার (৫ জুন) সকালে তাদের বাড়ি ছুটে যান তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। এ সময় তিনি জেলা প্রশাসকের নির্দেশনায় পরিবারটি হাতে করোনা ভাইরাসে আক্রান্ত পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী প্রদান করেন। উপহার সামগ্রীতে রয়েছে আম, লিচু, পেয়ারা, কালাজিরা, আদা, লবঙ্গ, মাল্টা, কাগজি লেবুসহ বিভিন্ন ধরনের ফল-মূল।
জানা যায়, রিয়াদ হোসেন দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকাতে চিকিৎসা শেষে নিজ বাড়িত অবস্থান করছিল। হঠাৎ তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ২৭ মে পরিবারের লোকজন তাকে নিয়ে তালা হাসপাতালে এসে তার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান। চিকিৎসকরা তার নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠায়। ৩০ মে (শনিবার) রাতে ঐ শিশুর করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেন তালা উপজেলা স্বাস্থ্য ও পবিরার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার ।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় করোনায় আক্রান্ত রিয়াদের জন্য বেশ কিছু ফলমূল প্রদান করি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চাল ও খাবারের ব্যবস্থাও করেছেন। বর্তমান সময়ে ওই পরিবারকে অবহেলা নয় একটু সহমর্মিতার পরশ ও সার্বিক সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, বর্তমানে তালা উপজেলায় একমাত্র করোনা পজেটিভ রোগী রিয়াদ হোসেন। এর আগে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা গ্রামের এনজিও কর্মী সঞ্জয় সরকার (৩৫) করোনা আক্রান্ত হবার পর সে বর্তমানে করোনা জয় করেছে। করোনা ভাইরাসে আক্রান্ত সঞ্জয় সরকারসহ লকডাউনভূক্ত সকল পরিবার সুস্থ হওয়ায় লকডাউন প্রত্যাহার করা হয়েছে। -

তালায় বিশ্ব পরিবেশ দিবসে পাখির অভয়াশ্রমের উদ্বোধন
তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বিশ্ব পরিবেশ দিবস উপলেক্ষ্যে ব্লাড ব্যাংকের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে পাখির অভয়াশ্রম কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় পাখিদের অভয়াশ্রম করতে গাছে গাছে মাটির ভাড় টানানো হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (৫ জুন) সকালে উপজেলা প্রসাশনের সহযোগিতায় তালা ব্লাড ব্যাংকের উদ্যোগে পাখির অভয়াশ্রম কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আব্দুল জব্বার, তালা ব্লাড ব্যাংকের এডমিন প্যানেল সমন্বয়ক অসিম রায়, এডমিন প্যানেল সদস্য সৌমেন মজুমদার, এসএম নাহিদ হাসান, আব্দুল্লাহ আল মামুন সৈকত, মডারেটর মঈনুল ইসলাম, কামরুল ইসলাম মাহিন, অমিত বিশ্বাস, জুবায়ের ইসলাম, তালা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবক জয়স্ত শীল মিন্টু, সৌমিক, শামীম, রাজা, তানভীর, নাজমুল, সবুজ, মোঃ আব্দুল্লাহ প্রমুখ। এ সময় স্বেচ্ছাসেবক সবুজ ও আব্দুল্লাহ’র ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন গাছে ৭১ টি কৃত্রিম পাখির বাসা স্থাপন করা হয়।
আয়োজকরা জানান, ২০২০ বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হল “প্রকৃতির জন্য সময়”। বিশ^ব্যাপী কোভিড-১৯ এর তান্ডবে মানুষ যখন বিপর্যস্ত, তারই মধ্যে প্রকৃতি যেমন একের পর এক তার বিমূর্ত রুপ দেখিয়ে চলেছে ঠিক তেমনি প্রকৃতির ওপর চালানো অবিচার কমে আসায় প্রকৃতি নিজেকে মেলে ধরেছে। ফিরেছে স্বমহিমায়। এই বাস্তবতা থেকে নতুন করে শিখতে শুরু করেছে মানুষ। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে মানুষ যেমন ঘরবাড়ি হারিয়েছে, ঠিক তেমনি ঘরবাড়ি হারিয়েছে প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী পাখিরাও। তাই পাখিদের অভয়াশ্রম বানানোর উদ্যোগ নেয় তালা ব্লাড ব্যাংক।
এ বিষয়ে এডমিন প্যানেল সদস্য এস এম নাহিদ হাসান বলেন, “উপকূলীয় জেলা সাতক্ষীরা এজেলার মানুষসহ সকল প্রাণীকুল প্রতিটা মুহুর্ত নানা দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকছে। সাম্প্রতি হয়ে যাওয়া আম্ফান অনেক গাছপালা ধ্বংস করেছে। এতে পাখি তারা বাসা হারিয়েছে। প্রাণীকুলের এ ছোট প্রাণিটার বাসা করে দেওয়ার এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। আমরা উপজেলা চত্বরে ১০০ পাখির বাসা বানাবো। প্রয়োজনে এটা বাড়াবো। -

তালায় ধর্ষনের অভিযোগে সোহাগ নামের একজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি : তালায় শিশু ধর্ষণের অভিযোগে সোহাগ সরদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত সোহাগ সরদার উপজেলা মহান্দি গ্রামের হায়দার সরদারের ছেলে।। বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরন করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল জানান. গত শুক্রবার তালা উপজেলার জেয়ালা গ্রামে শিশুটির বাড়িতে কেউ না থাকায় সোহাগ ধর্ষন করে। এসময় শিশুটির আতœচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সোহাগ পালিয়ে যায়। শনিবার তার বাবা বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করেন। পুলিশের এঘটনায় সোহাগকে গ্রেফতার করে। -

তালায় যুবককে পিটিয়ে আহত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
সাতক্ষীরার তালায় প্রতিপক্ষের লোকজন রায়হান ফিরোজ (২৬) নামের এক যুবককে পিটিয়ে আহত করেছে। বুধবার সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের সুজুনশাহা গ্রামে এ ঘটনা ঘটে।
সুজুনশাহা গ্রামের মৃত শেখ নুর উদ্দীনের মাষ্টারের ছেলে রায়হান ফিরোজ জানান,ঘুর্ণঝড় আম্ফানে আমার ভাগে থাকা একটি কাঠালগাছ উপড়ে পড়ে যায়।
বুধবার সকালে তার আপন চাচা মৃত মোজাম মেলের ছেলে সালাউদ্দীন শেখ,আলা উদ্দীনের ছেলে জাকির শেখ ও খালিদ হাসান কাঠাল গাছটি কাটতে আসে। এসময় আমি তাদের গাছ কাটা সম্পর্কে জিগিৎসা করা মাত্রই তারা অর্তির্কিতভাবে আমার উপর লোহার রড,বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে । এসময় আমার আতœচিৎকারে এলাকাবাসী এসে আমাকে উদ্দার করে তালা স্বাস্থ্যম্পপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী রাসেল জানান,অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। -
তালায় আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের ত্রাণ সহায়তা
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
সাতক্ষীরার তালায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত একশত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। মঙ্গলবার ‘স্টার্ট ফান্ড এবং ইউকে ইন বাংলাদেশ’ এর সহযোগিতায় ‘উত্তরণ’ উপজেলার সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উক্ত ত্রাণ সহায়তা পৌছে দেয়। তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম ও উত্তরণ কর্মকর্তা মোঃ রেজওয়ান উল্লাহসহ সংস্থার স্টাফরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা, ১০টি সাবান, ১ কেজি ডিটারজেন্ট, ২ প্যাকেট ন্যাপকিন, ৫০ টি মাস্ক, ১টি মগ, ট্যাপসহ বালতি এবং ১টি করোনা সচেতনতা লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে জরুরী ত্রাণ সহায়তার অংশ হিসেবে উক্ত ত্রাণ সহায়তা প্রদান করা হয়। -

তালায় জালালপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা
তালা প্রতিনিধি :
সাতক্ষীরা তালা উপজেলার ১১নং জালালপুর ইউনিয়ন পরিষদে রবিবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে ২০২০-২০২১ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বাজেট উপস্থাপন করেন।
২০২০-২০২১ অর্থবছরের এককোটি দুই লক্ষ পাঁচ হাজার পাঁচশত টাকা খড়সা উন্মূক্ত বাজেট ঘোষনা করা হয়।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে ইউপি সচিব,সদস্যরা উপস্থিত ছিলেন। -
তালায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু রিয়াদের করোনা পজেটিভ
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু রিয়াদ হোসেন (১৪) করোনায় আক্রান্ত হয়েছে। সে কলিয়া গ্রামের তবিবুর রহমানের পুত্র।জানা গেছে, রিয়াদ হোসেন দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকাতে চিকিৎসা শেষে নিজ বাড়িত অবস্থান করছিল। হঠাৎ তার শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ২৭ মে পরিবারের লোকজন তাকে নিয়ে তালা হাসপাতালে এসে তার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান। চিকিৎসকরা তার নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠায়। শনিবার (৩০ মে) রাতে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার ঐ শিশুর করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, আক্রান্ত শিশু সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বর্তমানে ঐ শিশু পুত্র বাড়িতেই আছে। সে বাড়িতে থাকবে না হাসপাতালে ভর্তি হবে, এ সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে নেওয়া হবে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন জানান, তালা থানা এলাকায় এই প্রথম একজনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে করোনা আক্রান্ত রোগীর বাড়িসহ সংস্পর্শে আসা আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
উল্লেখ্য, এরআগে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা গ্রামের এনজিও কর্মী সঞ্জয় সরকার (৩৫) করোনা আক্রান্ত হবার পর সে বর্তমানে করোনা জয় করেছে। করোনা ভাইরাসে আক্রান্ত সঞ্জয় সরকারসহ লকডাউনভুক্ত সকল পরিবার সুস্থ হওয়ায় লকডাউন প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৩ মে) করোনা পজেটিভ সঞ্জয় সরকার পরপর তিনবার পরীক্ষায় করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ হওয়ায় উক্ত এলাকার লকডাউন উঠিয়ে নেওয়া হয়। এ নিয়ে তালা উপজেলায় মাত্র ১ জন হলেও সাতক্ষীরা জেলায় এ পর্যন্ত করোনা পজেটিভের সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।
-
তালায় শিশুকে ধর্ষণ : সালিশের নামে ভিকটিমকে নির্যাতন
তালা প্রতিনিধি ॥
সাতক্ষীরা তালায় হতদরিদ্র পরিবারের শিশু (১৬)কে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। ঘটনার পর বিষয়টি মিমাংসার নামে ওই শিশুকে ডেকে ব্যপক মারপিট করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ধাঁমাচাঁপা দিতে একটি রাজনৈতিক মহল ভিকটিমের পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামে ঘটনাটি ঘটেছে। এঘটনায় এলাকার সাধারন মানুষ ধর্ষকের পরিবারের শাস্তির দাবীতে ফুঁসে উঠেছে।
হতদরিদ্র শিশুর মা জানান, শুক্রবার সকালে কৃষি শ্রমিকের কাজ করার জন্য তিনি ও তার স্বামী মাঠে যান। সেসময় তার অসুস্থ্য মেয়ে বাড়িতে একা ছিল। বেলা ১২টার দিকে পাশ্ববর্তী হায়দার সরদারের লম্পট ছেলে সোহাগ সরদার (২৫) ঘরে ঢুকে শিশু মেয়েকে জোরপূর্বক ধর্ষন করে।
ভিকটিম শিশু জানান, শরীর অসুস্থ্য থাকায় সে ঘরের মধ্যে একা ঘুমিয়ে পড়ে। এসময় সোহাগ এসে জোরপূর্বক ধর্ষন করে। একপর্যায়ে শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট সোহাগ পালিয়ে যায়। বিষয়টি জানার পর লম্পট সোহাগের পিতা হায়দার সরদার, মা মরিয়ম বেগম, ফুফু সাহিদা বেগম ও ফরিদা বেগম এসে বিষয়টি নিষ্পত্তি করবে বলে বাড়িতে ডেকে নিয়ে যেয়ে তারা ভিকটিম শিশুকে ব্যপক মারপিট করে বলে শিশুটির পিতা জানান। পরবর্তীতে এসব খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন জড়ো হয়ে লম্পট সোহাগের বাড়ি ঘিরে রাখে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মাদ আলী নিকারী জানান, ধর্ষিত শিশুটির পরিবার হতদরিদ্র এবং তারা একটি জরাজীর্ন ঘরে বসবাস করে। ওই পরিবারের শিশু কন্যাকে ধর্ষন এবং সালিস করার নামে ডেকে নিয়ে লম্পট সোহাগের মা ও ফুফুরা মারপীট করায় এলাকার মানুষ ক্ষুদ্ধ হয়ে উঠেছে। পরে অবস্থা বেগতীক দেখে শুক্রবার রাতে লম্পট সোহাগ ও তার পিতা হায়দার আলী বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। লম্পট সোহাগের পিতা হায়দার আলী-ও একজন কূখ্যাত লম্পট। ইতোপূর্বে সে তার নিজ পুত্রবধু ও ভাতিজি সহ এলাকার একাধিক মহিলাকে রাতের আঁধারে ধর্ষন করে বলে অভিযোগ রয়েছে।
এদিকে শুক্রবার রাত থেকে তালার এক রাজনৈতিক নেতা ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য ওই শিশুর পরিবারকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবিষয়ে ইউপি সদস্য মোহাম্মাদ আলী বলেন, দরিদ্র শিশুকে ধর্ষন, মারপীট ও হুমকির ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামের সকল মানুষ ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে। শনিবার বেলা ১২টার দিকে গ্রামের লোকজন ভিকটিম শিশু ও তার পরিবারকে সাথে নিয়ে তালা থানায় মামলা দায়ের’র জন্য আসে।
এবিষয়ে তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বলেন, শুক্রবার রাতে ঘটনার আংশিক খবর পাওয়া যায়। ভিকটিম শিশুর পরিবার মামলা করলে তৎক্ষনাত যথাযথ আইনী ব্যবস্থা নেয়া সহ আসামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। -
তালায় লাশ দাফনে বাধাপ্রদান : প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত
তালা প্রতিনিধি ॥ সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে এক ব্যক্তির লাশ দাফনে বাধাপ্রদান করে প্রতিপক্ষের লোকজন। এ সময় তাদের হামলায় অন্তত ৭ জন এলাকাবাসী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামে। এ ঘটনায় রবিবার (১৭ মে) সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছে ভূক্তভোগি পরিবারটি।
জানা যায়, জেঠুয়া গ্রামের মৃত মোমিন উদ্দীন শেখের পুত্র মোঃ নূর আলী শেখ (৬০) দীর্ঘ ২ বছর যাবৎ ডায়াবেটিকস, রক্তশুন্যতাসহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়িত ছিলেন। গত শুক্রবার সকাল ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এরপর দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নূর আলী শেখের লাশ দাফন করার সময় প্রতিপক্ষের লোকজন লাশ দাফনে বাঁধা দেয়। এক পর্যায়ে তারা খোঁড়া কবরটিতে কলাগাছ রেখে ভরাট করে দেয়। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে তাদেরকে পিটিয়ে আহত করা হয়।
সদ্য বিধবা নূর আলী শেখের স্ত্রী ফজিলা বেগম জানান, একই গ্রামের মৃত সাদেক আকুঞ্জীর পুত্র রহমত আকুঞ্জি ও কামরুল আকুঞ্জির সাথে তাদের ৬৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত জমির ২৭ ও ৬২ সালের রেকর্ড, মাঠ পর্চা, নামপত্তন, দাখিলাসহ সকল কাগজপত্র তাদের রয়েছে। প্রায় ৫০ বছর উক্ত জমি তাদের দখলেও রয়েছে। শুক্রবার সকালে তার স্বামী মোঃ নূর আলী শেখ হঠাৎ মারা গেলে উক্ত ভিটেবাড়ি ও কবরাস্থানের জমিতে লাশটি দাফনের প্রস্তুতি নেয়। কবর খোড়ার কাজও সম্পন্ন হয়।
এরইমধ্যে প্রতিপক্ষরা একই গ্রামের মৃত সাদেক আকুঞ্জীর পুত্র কামরুল ইসলাম আকুঞ্জী, রহমত আকুঞ্জি ও তার পুত্র ওজিয়ার, খোরশেদ আলম ও জুলফিকার আকুঞ্জীসহ ৮/১০ জন এসে আকস্মিক কবরের মধ্যে কলাগাছ দিয়ে তা বন্ধ করে দেয়। এ সময় গ্রামবাসী এগিয়ে আসলে তারা ফয়েজউদ্দিন (৬৫), রিয়াজউদ্দিন (৬০), বজলু শেখ (৪৫),গফ্ফার শেখ (৫২), আমজাদ শেখ (৫৩), মিজানুর জোর্য়াদ্দার (৫০),মহব্বত শেখ (৫৫) সহ ১০/১২ জন প্রতিবেশীকে পিটিয়ে জখম করে।
ফজিলা বেগম আরও জানান, শুক্রবার রাতে আহতদের হাসপাতালে দেখলে আসলে তালা থানার এক এসআই তাকে মারতে উদ্যত হয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে ঐ দারোগার ভয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
তবে তালা থানার ঐ এসআই জানান, তিনি হাসপাতালে গিয়ে কাউকে হুমকি দেননি কিংবা গালিগালাজও করেননি।
আহতরাসহ এলাকাবাসী জানায়, রহমত গং এই জমির (কবরাস্থানের) ওয়ারেশ নয়, আমাদের জীবদ্দশায় দেখছি মৃতঃ নূরআলী তার নানার ওয়ারেশ সুত্রে উক্ত জমি ভোগদখল করে আসছে। তারা আদৌ এই পরিবারের কেউ নন। কিন্ত দীর্ঘদিন নুর আলীর অসুস্থ্যতার সুযোগে গত বছর তিনেক পূর্ব থেকে রহমত গং ওয়ারেশ দাবী করে জবর দখল করার পায়তারা করে আসছে।
এলাকাবাসী আরও জানায়,বিষয়টি তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানা প্রশাসনকে অবহিত করলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হন। এরআগে গ্রামবাসী লাশটির দাফন কাজ সম্পন্ন করেন।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, জমিটি প্রায় ৫০ বছর ধরে মোঃ নূর আলী শেখ ভোগ দখল করে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলছে। তবে লাশটি তারা দাফনের ব্যবস্থা করেছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা চলছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, একজন মৃত ব্যক্তির লাশ দাফনে বাধাঁ প্রদান এবং এ নিয়ে সংঘর্ষের ঘটনা সত্যিই অমানবিক