সংবাদ বিজ্ঞপ্তি: তালা উপজেলার জালালপুর ইউনিয়নের ডা. প্রদীপ চট্রাপাধ্যায়(৫৭) আর নেই।রবিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে হৃদরোগজনিত কারনে নিজ বাড়ি জালালপুরে মৃত্যুবরণ করেছেন।
ডা.প্রদীপ চট্রাপাধ্যায় জালালপুর গ্রামের মৃত তারপদ চট্রাপাধ্যায়ের পুত্র ও তালা উপজেলা জাতীয় পার্টির কার্যকারী সদস্য, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি এবং কপোতাক্ষ সাহিত্য পরিষদের সহ-সভাপতিসহ গ্রাম্য ডাক্তার হিসেবে সুপরিচিত ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী,২ পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমাবার জালালপুর শ্মাশানে তার দাহ কার্য সম্পন্ন করা হয়েছে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি প্রদান করেছেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এসএম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন, যুবসংহতীর সাধারন সম্পাদক শেখ আমিনুল ইসলাম, জেলা জাতীয় ছাত্র সমাজের সি.সহ-সভাপতি বি এম জুলফিক্কার রায়হান,সাধারণ সম্পাদক এসএম আকরামুল ইসলাম, তালা উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু,সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার, , সরকারী কলেজ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন, জাতীয় কৃষক পাটির সভাপতি শেখ মহসিন উল্ল্যাহ, জাতীয় সৈনিক পাটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম খাঁ, জাতীয় ওলামাপাটি’র সভাপতি ডাঃ মোঃ ঈদ্রিস আলী, জাতীয় মৎস্যজীবী পাটির সভাপতি মোঃ আবু হায়াত নিকারী, জাতীয় স্বেচ্ছাসেবক পাটীর সভাপতি প্রভাষক মোঃ কামরুল ইসলাম,জাতীয় তরুন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বিএম বাবলুর রহমান, জাতীয় মহিলা পাটির কাজী রেহেনা আক্তারসহ ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া কপোতাক্ষ সাহিত্য পরিষদের উপদেষ্টা মন্ডলী, ও সভাপতি ইন্দ্রজিৎ দাশ বাপী সহ সকল সদস্যবৃন্দ গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।
Category: তালা
-

ডা.প্রদীপ চট্রাপাধ্যায় আর নেই: শোক
-

তালায় শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি: শীতার্থ ৬০জনের হাতে কম্বল তুলে দিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
সোমবার উপজেলা প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গনে এ্যানথ্রোডি সলিডারিটিস, ডু সামথিক ফাউন্ডেশন ও শানÍ-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বাস্তবায়নে ডিজাষ্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের দ্বার পরিচালিত তালা উপজেলা প্রতিবন্ধী স্কুলের সহোযোগিতায় কম্বল বিতারন করা হয়।
শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতারণ অনুষ্ঠানে ডিজাষ্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা দেবাশীষ দাশের সভাপত্বিতে ও পরিচালক আশীষ কুমার দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজাষ্টার ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ দাশ,উপদেষ্টা পরিষদের সদস্য শিক্ষক শহিদুল ইসলাম,এম আতাউর রহমান এলিট,সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চু,ডা.বিএম আশরাফ,প্রশান্ত সরকার,শিক্ষক প্রতিনিধি হিসেবে প্রধান শিক্ষক চন্দনা রানী দাশসহ শুশীল সমাজের নেতৃবৃন্দ। -

তালায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২, আহত ১৫
তালা অফিস: সাতক্ষীরা-খুলনা মহা সড়কের তালা-পাটকেলঘাটার শাকদাহ নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের মৃত মাদার চন্দ্র মন্ডলের ছেলে রামপদ মন্ডল(৪৫) ও বাগেরহাট জেলার রামপাল থানার রাজনগর এলাকার বিপুল ঘোষ এর পুত্র সৌরভ ঘোষ (২৫)।
রবিবার সকাল ৮ টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, খুলনা – সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহী বাস অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়। আহত হয় আরো ১৫ জন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকা জনক। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, যেহেতু ঘটনাটা হাইওয়েতে ঘটেছে সেহেতু সকল কার্যক্রম হাইওয়ে পুলিশের। ঘাতক গাড়ীটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, এ খবর পাওয়া মাত্র পাটকেলঘাটা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ করছেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি (খুলনা মেট্রো-জ- ০০-০৪-০০৬৯) উদ্ধার করা হয়েছে। -

তালায় মহান বিজয় দিবস পালিত
স্টাফ রিপোটার: মহান স্বাধীনতা দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে বাংঙ্গালী জাতি মাথা উঁচু করে দাঁড়ানোর অধিকার অর্জন করে, স্বপ্ন দেখে স্বাধীন ভাবে বেঁচে থাকার। সে জন্য জাতি এই দিনটাকে শ্রদ্ধার সাথে স্বরণ করে। পালন করে বিজয় দিবস হিসেবে।
এ দিবস উৎযাপন উপলক্ষে সারা দেশের ন্যায় তালা উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের করব জিয়ারত, সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে পাতাকা উত্তোলন, ধর্মীয় উপাসানালয়ে দোয়া, প্রার্থনা অন্যতম।
বুধবার(১৬ ডিসেম্বর) সকাল ৭ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন’র সভাপতিত্বে পতাকা উত্তোলন কর্মসূচী অনুষ্ঠিত হয়। তালা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া)’র সংসদ এ্যাড. মুস্তোফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার, মুর্শিদা পারভীন পাপড়ি, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়াদ্দার, মুনছুর আলী গাজী, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইনামুল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বাংলাদেশ আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ সহ বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ অনেক প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুষ্পমাল্য প্রদান করে।
-

তালার সাংবাদিক নজরুল ফকির আর নেই, প্রেসক্লাবের শোক
বিশেষ প্রতিবেদক,তালা: তালার জয়যাত্রা টেলিভিশন,দৈনিক ভোরের কাগজ, দৈনিক কালের চিত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম ফকির (৪৮) মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গুরুতর অসুস্থ হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১১নভেম্বর) আনুমানিক সাড়ে তিনটার দিকে তিনি মৃত্যুবরন করেন। (ইন্না লিল্লাহী………রাজেউন)।মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তালা প্রেসক্লাবের সকল সাংবাদিক সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন,তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম,এ মান্নান, কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর,সাংগঠনিক সম্পাদক মো:বাবলুর রহমান,দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ম-দপ্তর সম্পাদক এস,এম হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, সিনিয়র সদস্য এসএম লিয়াকত হোসেন, এস,এম আকরামুল ইসলাম, এ্যাড: কবির আহমেদ,বিএম বাবলুর রহমান,কার্যকরী সদস্য আব্দুল মজিদ মো:বাহারুল ইসলাম, মো: সোহাগ হোসেন মোড়ল, এস,এম জহর হাসান সাগর ,মো:বাহারুল মোড়ল, সাধারণ সদস্য রুহুল আমিন,মো: লিটন হুসাইন,হাফিজুর রহমান,কাজী ইমদাদুল বারী জীবন,মো: আফজাল হোসেন জোয়াদ্দার, খান আল-মাহবুব হুসাইন,শেখ ফয়সাল হোসেন,মো: জিয়াউর রহমান। -

তালায় আত্মহননকারী ছাত্রলীগের নেতার পরিবারের পাশে ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানী
তালা প্রতিনিধি:
সাতক্ষীরায় তালায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক ঘণ্টা পরই আত্মহত্যা করা ছাত্রলীগ রিয়াদ হোসেন বাবুর বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানী। রবিবার (৮নভেম্বর) বিকালে তালা উপজেলা খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটী গ্রামের বাড়িতে যান এবং তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন এবং পরিবারের প্রতি সমবেদনা ও পরিবারের পাশে থাকার আশ^াস দেন। পরে বাবুর কবর জিয়ারত করেন ছাত্রলীগের সাবেক এ নেতা।
এসময় উপস্থিত ছিলেন, তালা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ তুহিন, সাবেক ছাত্রলীগ নেতা শিমুল হোসেন, ছাত্রলীগ নেতা জামিরুল ইসলাম, আলামিন সরদার, নাহিদ হাসান অনিক, শেখ আওয়াল হোসাইন, প্রজন্মলীগ নেতা রফিকুল ইসলাম নয়ন, মেহেদী হাসান, শাওন, দেলোয়ার, প্রণয় কবিরাজ নয়ন, আকাশ প্রমুখ ।
উল্লেখ্য, গত শুক্রবার (৬নভেম্বর) বিকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আতœহত্যা করেন তালা উপজেলার খলিনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটী গ্রামের শেখ মঞ্জুর হোসেনের ছেলে ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন বাবু। -

তালার কাশিদহ বিলে সরকারি খাল দখল করে মৎস্য চাষ
তালা প্রতিনিধি: তালা উপজেলার মাগুরা ইউনিয়নের কাশিদহ বিলের সরকারি জাঙ্গাল খাল দখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে। খাসের খালটি উন্মুক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেছেন এলাকাবাসি। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার মাগুরা ইউনিয়নের মাগুরা মৌজার কাশিদহ বিলের সরকারি জাঙ্গাল খাল দিয়ে আশে পাশের কয়েকটি গ্রামের পানি নিষ্কাশিত হয়। খালের দুধার দিয়ে অসংখ্য মৎস্য ঘের রয়েছে । মৎস্য ঘেরের মালিকরা ঘেরে পাশের খালের অংশ দখল টপ ঘেরে পরিণত করেছে। ফলে কালভার্ট বন্ধ থাকায় খাল দিয়ে পানি নিষ্কাষনের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে পরিদর্শনে গেলে এলাকাবাসি জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল জাঙ্গাল খালটি জবর দখল করে দীর্ঘদিন মৎস্য চাষ করে আসছে । এলাকাবাসির অভিযোগ, মাগুরা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হায়দার আলী, হাবিব শেখ, একই এলাকার মোস্ত শেখ, নাদিম শেখ, বাবু শেখ, সবুর শেখ, আফাজ উদ্দীন শেখ নিজেদেরকে প্রভাবশালী দাবী করে এলাকার মানুষ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক খালের কালভার্ট বন্ধ করে মৎস্য চাষ করে আসছে । এবিষয়ে রঘুনাথপুর গ্রামের জাকির শেখ তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সরকারি জাঙ্গাল খাস খালটি উন্মুক্ত করার জন্য এলাকাবাসির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করেছেন।উপজেলা নির্বাহী অফিসার খলিষখালী ইউনিয়ন ভূমি অফিসকে বিষয়টি সুষ্ঠ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নিদের্শ দিয়েছেন।
এব্যাপারে খলিষখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি । খুব দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তালায় কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল অ্যারাইজ তেজগোল্ড ধান বীজ বিতরণ
তালা প্রতিনিধি :তালায় আসন্ন ইরি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে নতুন সম্ভাবনার করতে হাইব্রিড জাতের অ্যারাইজ তেজগোল্ড ধান বীজ বিতরণ করা হয়েছে । রবিবার (০৮নভেম্বর) সকালে উপজেলা শিল্পকলা একাডেমিতে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড কোম্পানীর আয়োজনে ৩৩৩ জন কৃষকের মাঝে এ ধান বীজ বিরতন করা হয় ।
বিতরন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জসিম উদ্দীন, তালা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন।
তালা উপজেলা কৃষি অফিসের এসওপিপি আবু জাফরের পরিচালনায় অন্যেন্যর মধ্যে উপস্থিত ছিলেন, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড কোম্পানীর টেরোটরি ইনচার্জ সুব্রত কুমার রায়, ফিল্ড এসোসিয়েট মোঃ হাবিবুর রহমান, সিসিএস সুজিত সাহাসহ তালা উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ও কৃষকরা উপস্থিত ছিলেন। -

তালার ইসলামকাটি ইউনিয়নের ইউপি নির্বাচনকে সামনে রেখে মতবিনিময়
তালা প্রতিনিধি ॥
আসন্ন ইউনিয়ন পরিষদ নিবার্চনকে সামনে রেখে সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদ নিবার্চনের ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী আব্দুল আজিজের নিবার্চনীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ইসলামকাটি ইউনিয়নের ৩নং ওর্য়াডের এলাকার বাসির আয়োজনে ইসলামকাটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরদার নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ, ইউপি মেম্বর সরদার রবিউল ইসলাম, আছাদুল মৃধা, মনিরুজ্জামান মনি, প্রভাষক আনিসুজ্জামান,খাসিয়াত মোড়ল,মাও আব্দুল ওয়াদুল,আব্দুল মান্নান, দেবাশিষ হরি দিন্যে,আব্দুল হামিদ মোল্লা,খান আজিজুর রহমান, আইয়ুব আলী প্রমুখ। সমগ্রহ অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ আব্দুল আলিম। -

পরিকল্পনা ও সেবা প্রদান সংক্রান্ত মূল্যায়নে তালার ভাইস চেয়ারম্যান পাঁপড়ি ১ম
বিশেষ প্রতিবেদক,তালা: উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের পরিকল্পনা ও সেবা প্রদান সংক্রান্ত মৌলিক প্রশিক্ষণে পরিকল্পনাপত্র মূল্যায়নে ১ম পুরস্কারটি পেলেন সাতক্ষীরার তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কৃষিবিদ মুরশীদা পারভীন পাঁপড়ি। সোমবার (২ অক্টোবর) পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ায় প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে মূল্যায়ন শেযে প্রধান অতিথি (আর,ডিএ’র পরিচালক একমাত্র বিজয়ী হিসাবে মুরশীদা পারভীন পাঁপড়ির হাতে পুরস্কারটি তুলে দেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে “একটি গ্রামকে কিভাবে দারিদ্র মুক্ত করতে পারি” এ বিষয়ের উপর অংশগ্রহণকারীদের নিকট বাস্তবায়নযোগ্য বা বাস্তবসম্মত পরিকল্পনা আহবান করা হয়। পেশকৃত পরিকল্পনাপত্র সমূহ মূল্যায়ন শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। যাতে অংশগ্রহণকারী ছিলেন তার মধ্যে ৬টি উপজেলার, উপজেলা চেয়ারম্যান সহ উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, ভাইস চেয়ারম্যানগণ, উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ মোট ৭২ জন।
মুরশীদা পারভীন পাঁপড়ী বলেন,উপজেলার একটি সুনির্দিষ্ট গ্রাম বা ওয়ার্ডকে কিভাবে দারিদ্র্য মুক্ত করা যায় সবাইকে তার বাস্তবসম্মত সুনির্দিষ্ট উপায় বা বাস্তবায়নযোগ্য পরিকল্পনাধারা সমূহ অ্যাসাইনমেন্ট আকারে দিতে হবে। সবচেয়ে যেটা সবচেয়ে বাস্তবসম্মত ও সঠিক হবে তার মধ্য থেকে একজনকে পুরস্কৃত করা হবে।সেই পুরষ্কারটি আমি পেয়েছি। তালা উপজেলার জনগণই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে, তাই আমি মনে করি এ প্রাপ্তি ,সম্মান ও গৌরব তালা উপজেলাবাসীর। -

তালা সদরে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের নির্বাচনী পথসভায়
বিশেষ প্রতিবেদক, তালা: উন্নয়ন,সুশাসন ও বিপদে আপদে পাশে পেতে সাতক্ষীরা জেলার তালা সদও ইউনিয়নে পুনরায় চেয়ারম্যান হিসেবে সাংবাদিক এসএম নজরুল ইসলামকে চায় ইউনিয়নবাসী। তালা ব্রীজ মোড় নামক বাজারে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বক্তরা। গতকাল রাতে তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা অফিসার গাজী আব্দুল জলিল এর সভাপত্বিতে পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি, তালা সদরের সাবেক চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।
বক্তব্য রাখেন, ধর্মীয় নেতা শ্রী মৃত্যুজ্ঞয় সাধু, জাপানেতা সাংবাদিক এস,এম জাহাঙ্গীর হাসান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু, শেখ হাবিবুর রহমান, মোঃ ইকবল হোসেন শেখ, শেখ হাসেম আলী প্রমুখ। সভায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম সকলের নিকট দোয়া কামনা করেন।
বক্তরা বলেন, বিগত ৫ বৎসর তালা ইউনিয়নে নজির বিহীন উন্নয়ন ও সকল মানুষের বিপদে আপদে সকল সময় সাথে থাকা তালার বন্যার পানি নিষ্কাশনে তালা ডুমুরিয়া সিমান্তের সরকারী খালের উপর বাঁধ অপসারন করে ব্রীজ নির্মান, গ্রামে বিদ্যুৎ সেবা পৌছে দেওয়া সহ গ্রমের রাস্তা, মসজিদ-মন্দিরের উন্নয়ন, সরকারী টিআর প্রকল্পের টন টন চাউল অনুদান প্রদান। তালা সদর ইউনিযন পরিষদের দৃষ্টিনন্দন বাউন্ডারি ওয়াল ও গেট নির্মান সহ নজির বিহিন উন্নয়ন করেছেন সাংবাদিক এসএম নজরুল ইসলাম। জনগনের কাছে তার গ্রহন যোগ্যতা রয়েছে।তাই তালা সদর ইউনিয়নে উন্নয়ন ও সুশাসন ফিরে পেতে সাংবাদিক নজরুল ইসলাম কে বিজয়ী করুন। -

তালায় নেশার ঔষধ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় আ্যলকো জাতীয় ঔষধ খেয়ে সনৎ বাছাড় (৩৮) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে উপজেলার খেশরা ইউনিয়নের দঃশাহাজাতপুর গ্রামের হরিপদ বাছাড়ের ছেলে। সে স্থানীয় শাহাজাতপুর বাজারে কাপড় ব্যবসায়ী ছিলেন। এলাকাবাসী জানান, রবিবার জৈনক সুনিল দাশের ঔষধের দোকান থেকে আ্যলকো জাতীয় নেশার ঔষধ কিনে খেয়ে সে অসুস্থ্য হয়ে পড়ে। পরবর্তীতে দুপুরে তাকে তালা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সাড়ে ১০ টার দিকে তার মৃত হয়। সোমবার সনৎ বাছাড়ের সৎকাজ সম্পন্ন করা হয়েছে। তালা থানা ওসি মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। -

তালায় আলোক সংস্থার আয়োজনে গরু মোটাতাজা করনে প্রশিক্ষন কেন্দ্র উদ্বোধন
আক্তারুজ্জামান আক্তারুল(সাতক্ষীরা):
তালার নাংলা নতুন বাজারে আলোক সংস্থার আয়োজনে যুব উন্নয়ন তালা অফিসের উদ্যোগে ২৫ জন বেকার যুবকদের ৭ দিন ব্যাপি গরু মোটাতাজা করনে প্রশিক্ষন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গত কাল সকাল ১০ টায় নাংলা নতুন বাজারে আলোক সংস্থার কার্যালয়ে সংস্থার পরিচালক মোঃ রাশিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ সেন, আলোক সংস্থার বর্তমান চেয়ারম্যান শফিউল ইসলাম । আরও উপস্থিত ছিলেন সমাজসেবক শেখ শামসুর রহমান,যুব উন্নয়ন প্রশিক্ষক মোঃ মাছুদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,আলোক সংস্থার উপদেষ্টা তুলি রানী দাস, সংস্থার নির্বাহী সদস্যা গীতা রানী ভদ্র, সংস্থার ম্যানেজার মাসুদ রানা জুয়েল প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মিজানুর রহমান। -

তালা উপজেলা জাতীয় পার্টির পূজা মন্ডপ পরিদর্শন
সংবাদ বিজ্ঞপ্তি : শারদীয় দুর্গোৎসব বাঙালী হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব। তবে এটি এখন আর নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সার্বজনীন উৎসব। শুধু ধর্মীয় দিক থেকে নয়, সামাজিক-সাংস্কৃতিক দিক থেকেও এ উৎসব অনেক তাৎপর্যপূর্ণ। সাতক্ষীরার জেলার তালা উপজেলা সহ সদর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এইসব কথা বলছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। শনিবার মহ অষ্টমীতে প্রায় ২০ টি পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
পূজা মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-সম্পাদক সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, মীর কাইয়ুম ইসলাম ডাবলু,সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব,সেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি এ্যাড: কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক বি,এম বাবলুর রহমান,যুব সংহতির তালা উপজেলা সহ-সম্পাদক মোঃ লিটন হুসাইন, মো: ফারুক হুসাইন, জাপানেতা আলহাজ¦ আব্দুর রাজ্জাক বিশ্বাস জাপানেতা মো:আব্দুর রশিদ সরদার,মো:রহমত গোলদার, মো: নুরুল আমিন বিশ্বাস সহ ১২ টি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। -

তালায় জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভা
বিশেষ প্রেিতবেদক,তালা:আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি,সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরল ইসলাম কে বিজয়ী করতে জেয়ালা নলতা ওয়ার্ড জাতীয় ছাত্র সমাজের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেয়ালা নলতা ওয়ার্ডের সভাপতি মোঃ রনি ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সভাপতি,তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ আব্দুল হাকিম নিকারী,জাতীয় ছাত্র সমাজের তালা ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম নিকারী, জাতীয় ছাত্র সমাজ নেতা মোঃ মুন্না নিকারী। সভায় জাতীয় পার্টি তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম কে বিজয়ী করতে সকলে একযোগে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। -

সুজনশাহা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আয়া নিয়োগ নিয়ে তোলপাড়
নিজস্ব প্রতিবেদক: সুজনশাহা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আয়া নিয়োগে অর্থ লেনদেন নিয়ে তোলপাড় চলছে। আট প্রার্থীর কে নিয়োগ প্রাপ্ত হবে তা নিয়ে চলছে হিসেব নিকেশ। ঘটনাটি নিয়ে সুজনশাহা বাজারের চায়ের দোকানে ঝড় তুলছেন কেউ কেউ।
সম্প্রতি তালা উপজেলা সুজনশাহা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক ও আয়া পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় ১১ই মার্চ ২০২০ তারিখে। বিজ্ঞপ্তি প্রকাশের পর আয়া পদে নিয়োগ লাভের জন্য ৮ জন আবেদন করে। তবে আয়া পদে নিয়োগের জন্য প্রায় প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু অর্থ আদায় করেছেন প্রধান শিক্ষক ও সভাপতি এমনই অভিযোগ অনেকের। বিষয়টি এখন সুজনশাহা বাজারের চায়ের দোকানের হট টপিক। এটি নিয়েই চায়ের কাপে ঝড় তুলছেন কেউ কেউ। অনেকেই বলছেন নিয়োগের জন্য সুজনশাহার মফিজুল ইসলামের স্ত্রী আসমাই নিয়োগ পাবে। কারন তিনি নাকি ৮ লাখ টাকা খরচ করেছেন। আবার অনেকে বলছেন রবিউল ইসলামের স্ত্রী তাছলিমা (সুমি) পাবে নিয়োগ। সেও ৫ লাখের মত খরচ করেছে। এছাড়াও প্রত্যেকেই নিজ নিজ পরিচিতদের নিয়ে যোগাযোগের চেষ্টাও চালাচ্ছেন। ইতোমধ্যে ৫০ হাজার থেকে ১ লাখ টাকাও খরচ করেছেন তারা।
একটি সুত্রের বরাতে জানা যায়, আসমা ও সুমির নিয়োগ নিয়ে একাধিকবার গোপনে শালিসি বৈঠকও হয়েছে। শালিসের বিষয়বস্তু ছিল আসমা নাকি তাছলিমা কাকে নিয়োগ দেয়া হবে তা নিয়ে। তবে আসমা ৫ লাখ টাকা দিলেও আরও ৩ লাখ টাকা নিয়োগ প্রাপ্তির পর দেয়া হবে বলে সুত্রে জানা গেছে। সর্বশেষ গতকাল সোমবার সারাদিনই বিক্ষিপ্তভাবে শালিসি বৈঠকের মাধ্যমে মিসাংসারও চেষ্টা করা হয়। -

তালায় জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদক, তালা:আগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি,সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরল ইসলাম কে বিজয়ী করতে মুড়াকলিয়া উত্তর পাড়া জাতীয় ছাত্র সমাজের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মতবিনিময় সভায় সদর ইউনিয়নের মুড়াকলিয়া উত্তরপাড়া জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয়পার্টির সভাপতি তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম, নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ ইকবল হোসেন, মোঃ হারুন সরদার, মুড়াকলিয়া উত্তরপাড়া জাতীয় ছাত্র সমাজের সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র সহ- সভাপতি মোঃ আব্দুল গফুর, সহ- সভাপতি মোঃ ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, যুগ্ম- সম্পাদক সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্না গাজী, প্রচারসম্পাদক মোঃ মুশফিকুর রহমান, সদস্য মোঃ আরিফ বিল্লাহ,সরদার আরিফ প্রমুখ। সভায় আগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম কে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। -

তালায় শেখ রাসেল এর জন্মদিন পালিত
সংবাদদাতা: সাতক্ষীরা তালায় বঙ্গবন্ধু পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন পালন উপলক্ষে, উপজেলা জাতীয় শিশু কিশোর পরিষদ এর আয়োজনে, আলোচনা সভা,দোয়া মাহফিল ও কেক কাটা অনুিষ্ঠত হয়েছে। রবিবার(১৮ অক্টোবর) তালা জাতীয় শিশু কিশোর পরিষদ কার্যালয়ে, উপজেলা জাতীয় শিশু কিশোর পরিষদ এর সভাপতি,তালা রির্পোটাস ক্লাবের সভপতি ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রনব ঘোষ বাবলু। তালা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও তালা সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাতক্ষীরা জেলা প্রজন্মলীগের সভাপতি গাজী উজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদর শাহিনুর রহমান,উপজেলা জাতীয় শিশু কিশোর পরিষদ এর সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা শ্রমীকলীগের সাধারন সম্পাদক শফিউর রহমান ডানলপ,তালা সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ আকবর হোসেন, প্রমুখ। আলোচনা সভার মধ্যে শেখ রাসেল স্মরনে ১মিনিট নিরাবতা পালন করা হয়, আলোচনা সভা শেষে দোয়া ও কেক কাটা হয়। -
তালায় সংবাদ সম্মেলনে জমির মালিকদের দারী: স্বেচ্ছায় ঘের রেজিষ্ট্রি করে দেয়া হয় সরদার মশিয়ারকে
তালা প্রতিনিধি : তালায় বিগত সময়ে ঘেরের জমির হারির টাকা না দিয়ে হয়রানি করায় জমির মালিকরা স্বেচ্ছায় তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে পাঁচ বছরের জন্য নলবুনিয়া ঘের ডিড করে দেয়শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে তালা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন উপজেলার জেয়ালা নলতা গ্রামের নলবুনিয়া মৎস্য ঘেরের জমির মালিকদের পক্ষ থেকে এসব কথা তুলে ধরেন আটারই গ্রামের সরদার বায়তুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি জেয়ালা নলতা গ্রামের লুৎফর নিকারীর মৃত্যুকে কেন্দ্র করে একটি মহল তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের বিরুদ্ধে ১২০ বিঘা মৎস্য ঘের দখলের অভিযোগ আনে । বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ করে তিনি বলেন, এটি সরদার মশিয়ার রহমানের সুনাম নষ্ট করার বহিঃপ্রকাশমাত্র। সংবাদ সম্মেলনে বলা হয়, নলবুনিয়া ঘেরের জমিই তাদের একমাত্র সম্বল। কিন্তু হারির টাকা না পাওয়ায় কষ্টের মধ্যে দিনযাপন করতে হয়েছে তাদের। আজও পূর্বের ঘের মালিক এর কাছ থেকে হারির টাকা বুঝে পায়নি অনেকে। অবশেষে কোন উপায় না পেয়ে ২০১৯ সালের ২৭ জুন জমির মালিকরা সরদার মশিয়ারকে পাঁচ বছরের জন্য রেজিষ্ট্রি করে দিয়েছেন। সেই থেকে তিনি সুষ্ঠুভাবে হারির টাকা পরিশোধ করে মৎস্য ঘের পরিচালনা করে আসছেন। তিনি আরও বলেন, সম্প্রতি লুৎফর নিকারীর মৃত্যুকে কেন্দ্র করে তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানকে অবৈধ দখলদার,সন্ত্রাসী কর্মকান্ডসহ নানাবিধ অভিযোগ এনে বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশ করা হয়েছে। কিন্তু সরদার মশিয়ার রহমান ঘের দখল কিংবা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নয়। রাজনীতি থেকে সরাতে একটি মহল এসব ষড়যন্ত্র করছে।
উক্ত সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন নলবুনিয়া মৎস্য ঘেরে জমির মালিক হাজরাকাটি গ্রামের আলহাজ্জ্ব আব্দুল ছাত্তার সরদার, হাবিবুর রহমান সরদার, সেকেন্দার আবু জাফর বাবু, আটরই গ্রামের মতলেব শেখ, রফিকুল ইসলাম, মাসুম সরদার, ওবায়দুল সরদার, মিজানুর রহমানসহ অর্ধশতাধিক জমির মালিক।