Category: তালা

  • তালায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে শিশু সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা

    তালায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে শিশু সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা


    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ::
    তালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষ্যে শিশু সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় ৩৩ নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আমরাবন্ধু সামাজিক সংগঠনের আয়োজনে এ সমাবেশ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমরাবন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু সমাবেশে বক্তব্য রাখেন তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মীর জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। শিশু সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী তন্বী মন্ডল। তন্বী তার বক্তব্যে বঙ্গবন্ধুর বণার্ঢ্য রাজনৈতিক জীবন সকলের সামনে তুলে ধরেন। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৫ম শ্রেণির আরাফাত হোসেন ১ম, আফিয়া তানহা মাওয়া ২য়, তন্বী মন্ডল ৩য় স্থান অধিকার করে। অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও আমরাবন্ধু সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

  • সংবাদ সম্মেলন :সাতক্ষী নগরঘাটায় পরোকীয়ার জেরে স্বামী হত্যাকারী স্ত্রী ও তার প্রেমিকের ফাঁসির দাবি

    সংবাদ সম্মেলন :সাতক্ষী নগরঘাটায় পরোকীয়ার জেরে স্বামী হত্যাকারী স্ত্রী ও তার প্রেমিকের ফাঁসির দাবি

    নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার নগরঘাটায় পরকীয়া প্রেমের জেরে স্বামী গোলাম মোড়লের হত্যাকারী স্ত্রী রেহেনা ও তার প্রেমিক রাব্বির ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের মোহাম্মদ আলী মোড়লের ছেলে
    ও নিহতের আপন বড় ভাই আবুল কালাম আজাদ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, নিহতের ছোট ছেলে সাব্বির হোসেন ও স্থানীয় ইউপি সদস্য সরোয়ার হোসেন। নিহতের ছোট ছেলে এ সময় তার পিতা হত্যায় জড়িত তার মা ও মায়ের প্রেমিক রাব্বির দ্রুত ফাঁসির দাবি জানান।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১ মার্চ-২০২২ তারিখ রাতে আমার ছোট ভাই গোলাম মোড়ল মৃত্যু বরণ করেছে মর্মে আমার কাছে সংবাদ প্রদান করা হয়। আমিসহ স্থানীয়রা সেখানে গিয়ে আমার ছোট ভাইয়ের গলায় কালো একটি দাগ দেখতে পাই এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এরপর আমরা বুঝতে পারি তাকে হত্যা করা হয়েছে। পরকীয়া প্রেমের বলি হতে হয়েছে আমার ভাইকে। নিজের স্ত্রী রেহেনা এবং প্রেমিক রাব্বির অবৈধ প্রেমলীলায় বাধা দেওয়া তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আতœীয়তার সম্পর্ক ধরে আমার ভাইয়ের স্ত্রী রেহেনার সাথে যশোর জেলার ঝিকরগাছা থানার শিমুলিয়া গ্রামের জের আলী মোড়লের পুত্র রাব্বির সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে একাধিবার শালিস হলেও রেহেনা রাব্বির সাথে প্রেমের সম্পর্ক ছিন্ন করেনি। এটি নিয়ে স্বামী-স্ত্রী মধ্যে তাদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরেই পূর্ব পরিকল্পিতভাবে গত ১ মার্চ রাতে খাওয়া দাওয়া শেষে আমার ভাই গোলাম মোড়ল খাটে শুয়ে ঘুমিয়ে পড়লে স্ত্রী রেহেনা ও তার প্রেমিক রাব্বিসহ তার সহযোগিরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এছাড়া মৃত্যু নিশ্চিত করার জন্য শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত করে জখম করে। হত্যার ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে স্ট্রোক করে মারা গেছে মর্মে প্রচার দিতে থাকে আমার ভাইয়ের স্ত্রী রেহেনা পারভীন। যদিও রেহেনা ও তার প্রেমিকের উদ্দেশ্যে সফল হয়নি। পুলিশ ঘটনা তদন্ত করে রেহেনা ও রাব্বিকে আটক করে কারাগারে পাঠান। পুলিশ ঘটনাস্থল থেকে দড়ি, ইনজেকশনের সিরিঞ্জসহ বেশ কিছু আলামত উদ্ধার করেন।
    পরবর্তীতে এ হত্যার ঘটনায় আমি বাদী হয়ে তিন জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করি। কিন্তু মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে আসামীরা তাদের আতœীয় স্বজনদের মাধ্যমে নানা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। রেহেনার আতœীয়রা মোটা অংকের অর্থ নিয়ে মাঠে নেমেছেন তাদেরকে নির্দোষ প্রমাণ করতে। এমনকি আমাকেও নানানভাবে হয়রানির চেষ্টা করে যাচ্ছে তারা। এ মামলায় দুজন আসামী আটক হলেও একজন এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। তিনি আরো বলেন, গোলাম মোড়ল ও রেহেনা খাতুন দম্পত্তির সাগর হোসেন (১৮) ও সাব্বির হোসেন (১৫)নামে দুটি সন্তান রয়েছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় পরকীয়া প্রেমের জেরে হত্যা হওয়া ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবিসহ বিষয়টি সুষ্ঠু তদন্তের জন্য সাতক্ষীরা পুলিশ সুপার, সিআইডিসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।##

  • তালায়  ভোক্তা অধিকার দিবস পালিত

    তালায় ভোক্তা অধিকার দিবস পালিত


    সেলিম হায়দার ॥

    সাতক্ষীরা তালায় বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১৫ মার্চ) সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে বিশ^ ভোক্তা অধিকার দিবসের গুরুত্ব আলোকপাত করে এক আলোচনা হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে এক র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। এসময় আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব সরদার, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, বণিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ প্রমূখ।

  • তালায় তথ্য আপার নারীদের নিয়ে ৫৪তম উঠান বৈঠক

    তালায় তথ্য আপার নারীদের নিয়ে ৫৪তম উঠান বৈঠক


    সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
    সাতক্ষীরা তালায় তথ্যকেন্দ্রের ২৫ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে ৫৪তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    তালায় তথ্য আপার আয়োজনে মঙ্গলবার সকালে সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামে উঠান বৈঠক হয়।
    জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
    অনুষ্ঠানটি পরিচালনা করেন তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় ও সহযোগিতায় ছিলেন তথ্যসেবা সহকারী মুক্তি রানি ঘোষ এবং শামসুন্নাহার।
    তথ্যকেন্দ্র থেকে উঠান বৈঠকে ২৫ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের ভাতা,মাস্ক ও সাথে নাস্তা প্রদান করা হয়।
    বৈঠকে সরদার মশিয়ার রহমান তিনি তাঁর মূল্যবান বক্তব্যে সকল ইউনিয়ন পরিষদের সেবাসমূহ সম্পর্কে অবগত করেন এবং বাল্যবিবাহ, যৌতুক, নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন।
    প্রভাষক সুতপা রাহা তার বক্তব্যে সকল সরকারি দপ্তর হতে প্রাপ্ত সুযোগ সুবিধার কথা বলেন। সরকারি জরুরি ট্রোল ফ্রি হটলাইনের উপকারিতা, নারী উদ্যোক্তা হওয়ার কথাও বলেন।
    সাথী রানী রায় তথ্যকেন্দ্রের সার্বিক কার্যক্রম ও ফ্রি স্বাস্থ্য সেবা (ডায়াবেটিস, প্রেসার,ওজন,উচ্চতা, পালস অক্সিমিটার,বিএমআই) সম্পর্কে নারীদের অবগত করেন।

  • কপোতাক্ষ ও শালতার অববাহিকার জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে স্বারকলিপি প্রদান

    কপোতাক্ষ ও শালতার অববাহিকার জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে স্বারকলিপি প্রদান

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: কপোতাক্ষ ও শালতা অববাহিকার জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় অনুমোদিত প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জন্য স্বারক লিপি প্রদান করেছে কপোতাক্ষ রিভার বেসিন পানি কমিটি ও তালা উপজেলা পানি কমিটি।

    সোমবার (১৪ মার্চ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ^াসের মাধ্যমে জেলা প্রশাসক বরারব এ স্বারক লিপি প্রদান করা হয়। স্বারকলিপিতে উল্লেখ করা হয় যে, সাতক্ষীরা ও খুলনা জেলার মধ্য দিয়ে কপোতাক্ষ ও পশ্চিম শালতা নদীটি প্রবাহিত হয়েছে। খুলনা জেলার ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলার ১০টি এবং সাতক্ষীরা জেলার কলারোয়া ও তালা উপজেলার ১৫টি সহ মোট ২৫টি ইউনিয়নে বসবাসরত জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষাধিক। কপোতাক্ষ অববাহিকার প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পটির প্রথম পর্যায়ের’ কার্যক্রম ২০১৭ সালের জুন মাসে সমাপ্ত হয়েছে। জনগণের কাছে পূর্বের দেয়া প্রতিশ্রুতি ও সফলতা রক্ষায় বা টেকসই করার লক্ষ্যে সরকার আবারও প্রকল্পটির ২য় পর্যায় অনুমোদন দেয়। গত ১৮ আগষ্ট’২০২০ তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পটির নাম ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (২য় পর্যায়)’। প্রকল্পটিতে খরচ হবে ৫৩১ কোটি ৭ লাখ টাকা। সরকারি অর্থায়নে ৪বছর মেয়াদী প্রকল্পটি ২০২০ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করা হবে।

    এ অঞ্চলের নাগরিক কমিটি ও পানি কমিটি কর্তৃক সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে যে, প্রথম পর্যায় প্রকল্পের উপকার অব্যাহত রাখার স্বার্থে প্রকল্পটির দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম স্বচ্ছতার সাথে সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ লক্ষ্যে নাগরিক কমিটি ও পানি কমিটি জেলা প্রশাসকের কাছে নিন্মের দাবিসমূহ তুলে ধরেছে

    ১. কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প ২য় পর্যায় প্রকল্প বাস্তবায়নে ডিজাইন অনুযায়ী যাতে নদী খনন হয়।
    ২. কপোতাক্ষ নদটি দ্রুত পলি ভরাট হয়ে পুনরায় মৃত্যুমুখে পতিত হচ্ছে। সেকারণে সংস্কার পূর্বক অতিদ্রুত টিআরএম চালু করা হোক।
    ৩. গুরুত্ব দিয়ে সরকারের “অশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা নীতিমালা”-র আলোকে এ প্রকল্পের আওতায় দাবীদার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করা হোক।
    ৪. অতি দ্রুত টিআরএমকে যুক্ত করে পশ্চিম শালতা নদীর ২য় ফেইজ বাস্তবায়ন করা হোক।

    এসময় উপস্থিত ছিলেন, কপোতাক্ষ রিভার বেসিন পানি কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম, তালা প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু শালতা রিভার বেসিন পানি কমিটি সভাপতি সরদার ইমান আলি কপোতাক্ষ রিভার বেসিন পানি কমিটি সম্পাদক মো. রেজাউল করিম তালা উপজেলা পানি কমিটি সম্পাদক মীর জিল্লুর রহমান কপোতাক্ষ রিভার বেসিন পানি কমিটি প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার।

  • স্কুল খুলতেই খাতা কলম উপহার পেলো গোয়ালপোতা স্কুলের ছোটবন্ধুরা

    স্কুল খুলতেই খাতা কলম উপহার পেলো গোয়ালপোতা স্কুলের ছোটবন্ধুরা


    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥
    করোনা সংকটে দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। শিশুরাও বিদ্যালয়ে আসতে শুরু করেছে। শিশুদের আগের মত বিদ্যালয়মূখী করতে আমরাবন্ধু নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় ছোটবন্ধুদের জন্য উপহার হিসাবে খাতা কলম দিচ্ছে বড়বন্ধুরা।
    সোমবার (১৪ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে সাতক্ষীরা সদরের গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন ছোটবন্ধুরকে উপহার হিসেবে খাতা ও কলম প্রদান করেছে বড় বন্ধুরা।
    ছোট বন্ধুদের উপহার প্রদানকালে উপস্থিত ছিলেন বড় বন্ধু মো. ওমর ফারুক রনি, সুমন কুমার দাশ, বিদ্যালয়ের সভাপতি পুলকেশ গাইন, প্রধান শিক্ষক শিপ্রা কর্মকরসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকরা।

    এ বিষয়ে বড় বন্ধু মো. ওমর ফারুক রনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিদ্যালয় চালু হয়েছ। আমাদের কর্যক্রমও চলমান থাকবে। সমাজের বিত্তবানরা এমন কাজে এগিলে এলে কোমলমতি শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হবে না।

    প্রসঙ্গত, আমরাবন্ধু সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালের আগস্ট মাসে সাতক্ষীরা সরকারি কলেজের পাঁচ শিক্ষার্থী বড় বন্ধুর হাত ধরে। বড় বন্ধুদের এই কার্যক্রমের খবর পত্রিকা ও ফেসবুকে দেখে বছরের নানা সময়ে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন একজন ডাক্তার, একজন ব্যাংকার, একজন পিটিআই ইন্সট্রাক্টর, একজন সাংবাদিক, একজন গবেষক, একজন শিক্ষক, একজন প্রবাসীসহ আরও কয়েকজন শিক্ষার্থী। বর্তমানে সংগঠনটি সাতক্ষীরাব্যাপী শিশুদের প্রাথমিক শিক্ষায় উৎসাহিত করতে নানামূখী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

  • তালায় ৫ জুয়াড়ী আটক

    তালায় ৫ জুয়াড়ী আটক

    তালা সংবাদাতা: তালা থানার পুলিশের বিশেষ অভিযান পরিচালনা কালে জুয়া খেলার সময় ৫ জুয়াড়ীকে আটক করেছে তালা থানার পুলিশ। ৮ মার্চ গভীর রাতে তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বারুইহাটি গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৫ জুয়াড়ী কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ সময় এই চিহ্নিত জুয়াড়ীদের কাছ থেকে জুয়া খেলার নানা সরঞ্জাম আটক করা হয়ে বলে তালা থানা সূত্রে জানা গেছে। আটককৃত ৫ জুয়াড়ীর নামে জুয়া আইনের ৪/৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন বিষয়চি নিশ্চিত করেন।

  • সাতক্ষীরার তালা-কলারোয়াসহ খুলনা বিভাগের ১১৯ ইউপি নির্বাচন স্থগিত

    সাতক্ষীরার তালা-কলারোয়াসহ খুলনা বিভাগের ১১৯ ইউপি নির্বাচন স্থগিত

    • প্রতিবেদক

    করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় খুলনা বিভাগের ১১৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া নির্বাচনগুলো ধাপে ধাপে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতিও শেষ করেছিল।

    প্রথম ধাপের ৩৭১টি ইউপি ও ১১টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

    খুলনা বিভাগের যেসব ইউপিতে ভোট হওয়ার কথা ছিল

    সাতক্ষীরা কলারোয়ার কয়লা, হেলাতলা, যুগীখালী, জয়নগর, জালালাবাদ, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও দেয়াড়া। তালার ধানদিয়া, তেঁতুলিয়া, তালা, ইসলামকাটি, মাগুরা, খেসরা, জালালপুর, খলিলনগর, নগরঘাটা, সরুলিয়া ও খলিষখালীসহ খুলনা কয়রার আমাদি, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী। দাকোপের পানখালী, দাকোপ, লাউডোব, কৈলাশগঞ্জ, সুতারখালী, কামারখোলা, তিলডাঙ্গা, বাজুয়া ও বানিশান্তা। বটিয়াঘাটার গংগারামপুর, বালিয়াডাঙ্গা ও আমিরপুর। দিঘলিয়ার গাজীরহাট, বারাকপুর, দিঘলিয়া, সেনহাটা, আড়ংঘাটা ও যোগীপুল। পাইকগাছার ষোলাদানা, রাড়ুলী, গড়ইখালী, চাঁদখালী, দেলুটি, লতা, হরিঢালী, ও কপিলমুনির নির্বাচন স্থগীত করা হয়েছে।

    বাগেরহাট ফকিরহাটের বেতাগা, লখপুর, পিলজংগ, ফকিরহাট, বাহিরদিয়া মানসা, নলধা মৌভোগ ও শুভদিয়া। মোল্লাহাটের উদয়পুর, চুনখোলা, কোদালিয়া, গাওলা, কুলিয়া ও আটজুড়ি। চিতলমারীর বড়বাড়ীয়া, হিজলা, শিবপুর, চিতলমারী, কলাতলা, চরবানিয়ারী ও সন্তোষপুর। কচুয়ার গজালিয়া, ধোপাখালী, মঘিয়া, কচুয়া, গোপালপুর, রাড়ীপাড়া, বাধাল। রামপালের গৌরম্ভা, বাইনতলা, হুড়কা, মল্লিকের বেড়, বাঁশতলী, উজলপুর, রামপাল, রাজনগর, পেড়িখালী ও ভোজপাতিয়া। মোংলার চাঁদপাই, বুড়িরডাংগা, চিলা, মিঠাখালী, সোনাইলতলা ও সুন্দরবন। মোরেলগঞ্জের পঞ্চকরন, দৈবজ্ঞহাটী, চিংড়াখালী, হোগলাপাশা, বনগ্রাম, বলইবুনিয়া, হোগলাবুনিয়া, বহরবুনিয়া, নিশানবাড়ীয়া, মোরেলগঞ্জ, খাউলিয়া, তেলিগাতী, পুটিখালী, রামচন্দ্রপুর, জিউধরা ও বারইখালী। শরণখোলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী।

    বাগেরহাট সদরের বারুইপাড়া, বেতরতা, বিষ্ণুপুর, ডেমা, কাড়াপাড়া, খানপুর ও রাখালগাছি। সাতক্ষীরা কলারোয়ার কয়লা, হেলাতলা, যুগীখালী, জয়নগর, জালালাবাদ, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও দেয়াড়া। তালার ধানদিয়া, তেঁতুলিয়া, তালা, ইসলামকাটি, মাগুরা, খেসরা, জালালপুর, খলিলনগর, নগরঘাটা, সরুলিয়া ও খলিষখালী।

    খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা। যেখানে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৫৭৮ জনের, যা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬৯৫ জনের। ফলে ১১৯ ইউনিয়ন পরিষদে নির্বাচন স্থগিতের ঘোষণা এলো।

    এর আগে দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় স্থগিত করা হয়েছিলো প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন। পরে বুধবার (২ জুন) ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, স্থগিত হওয়া এ নির্বাচনে আগামী ২১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • কাজিডাঙ্গা স্বেচ্ছাসেবী যুব সংঘের কমিটি গঠন

    সংবাদ বিজ্ঞপ্তি: তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের কাজিডাঙ্গা স্বেচ্ছাসেবী যুব সংঘের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহি কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় মোহনা বাজারে কাজিডাঙ্গা স্বেচ্ছাসেবী যুব সংঘের অস্থায়ী কার্যলায়ে উপদেষ্টা গাজী জামাল উদ্দিনের পরিচালনায় সংগঠনের সদস্যদের উপস্থিতিতে শেখ রেজাউল করিম কে সভাপতি ও গাজী মুরাদ হোসেন কে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
    এসময় কাজিডঙ্গা স্বেচ্ছাসেবী যুব সংঘের উপদেষ্টা গাজী জামাল উদ্দিন বলেন, আমাদের সংগঠটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন, আমরা সব সময় চেষ্টা করব স্বেচ্ছায় মানুষের পাশে থাকার।
    সভাপতি রেজাউল করিম, সহ সভাপতি মো. আমিনুর রহমান, সাধারণ সম্পাদক গাজী মুরাদ হোসেন, সহÑ সম্পাদক মাসুম বিল্লাহ গাজী, সাংগঠনিক সম্পাদক এম এম জিল্লুর রহমান, অর্থ সম্পাদক মো. রাহাজুল ইসলাম গাজী, দপ্ত সম্পাদক মাহমুদুল ইসলাম জনি, প্রচার সম্পাদক রিজাউল করিম, ক্রীড়া সম্পাদক আলতাফ হোসেন মুন্সী, ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান তুহিন, কার্যনির্বাহি সদস্য মোশারফ হোসেন, ওসমান গনি, জগন্নাথ ঘোষ।

  • তালা উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটি অনুমোদন

    তালা উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটি অনুমোদন

    সংবাদ বিজ্ঞপ্তি: তালা উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ৫ জুন ২০২১ তারিখে বাংলাদেশ কৃষকদল জেলা শাখার আহবায়ক মো: আহছানুল কাদির (স্বপন) ও সদস্য সচিব মো: শাহিনুর রহমান (শাহিন) স্বাক্ষরিত এক পত্রে জাহাঙ্গীর হোসেনকে আহবায়ক এবং ডা: মামুনর রহমান খাঁনকে সদস্য সচিব করে ৬৫ সদস্য বিশিষ্ট তালা উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

  • অনাবৃষ্টিতে পুড়ছে কৃষকের স্বপ্ন

    অনাবৃষ্টিতে পুড়ছে কৃষকের স্বপ্ন

    রিয়াদ হোসেন: দীর্ঘ সাত মাস বৃষ্টির দেখা নেই। এর উপর তীব্র তাপদাহে পুকুর খালের পানি শুকিয়ে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ নলকূপে উঠছে না পানি। যার ফলে সাতক্ষীরার বিভিন্ন ঘাস, পাট ও ভুট্টা চাষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ কৃষকরা। সাধারনত মৌসুমের চৈত্র মাসে পাট বোপন করা হয়। মাস পার হতেই বৈশাখে দেখা মেলে বৃষ্টির। তবে এবছর তার কোন সাড়া পাওয়া যাচ্ছেনা। এমনকি আকাশেও মেঘের কোন ঘনঘটা দেখা যাচ্ছে না। অনন্য বছর এই সময় পাট প্রায় এক হাতের মতো উঁচু হয়ে উঠে। তবে অনাবৃষ্টির কারনে এবার লক্ষমাত্রা অনেকটা হ্রাস পাবে বলে ধারনা করা হচ্ছে।

    সূর্য তখন পশ্চিম আকাশে কিছুটা হেলে পড়েছে। রোজা থেকে মাঠে কাজ করছেন তালা উপজেলার দ: শাহাজাতপুরের শেখ রেজাউন উল্লাহ তিতু (৫৮)। বাড়ির পাশে দেড়বিঘা জমিতে পাট চাষ করেছেন। বৃষ্টি না হওয়ায় বীজ বোপনের পর দু’বার সেচ দিয়েছেন চারা পাটে। ইতোমধ্যে পনেরো থেকে ষোলো জন শ্রমিক খাটিয়েছেন পাটের পরিচর্চায়। তবুও অন্যবারের মতো পাট গাছের সৌন্দর্য আসছে না বলে আক্ষেপ করেন তিনি। কৃষক তিতু জানান, বৈশাখ মাসের অর্ধেক। আকাশে মেঘের আনা গোনা নেই। যারা সেচ দিয়ে বীজ বপন করে ছিলেন প্রচ- তাপের কারণে কচি পাটগাছ শুকিয়ে মারা যাচ্ছে। আগে সেচ দিয়ে কেবল ধান চাষ করা হতো। এখন পাটেও নিয়মিত সেচ দিতে হচ্ছে। সেচ না দিলে পাটের গাছ ঢলে পড়ছে। সেচ আর শ্রমিক মিলে খরচও বেড়ে গেছে। ফলে অনেকটা ক্ষতির আশংকা করছি।
    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ১১,৫০০ হেক্টর। তবে তারা বলছেন, অনাবৃষ্টির কারনে এই লক্ষমাত্রা কিছুটা কমবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, অনেকে তীব্র রোদে পাটের জমিতে সেচ দিচ্ছেন। এতে ভাল হওয়ার বদলে ক্ষতিই বেশি হচ্ছে। সন্ধ্যার পর জমিতে সেচ দিতে হবে। তাপদাহে পাট গাছে পোকার উপদ্রব বেড়ে যাবে। ফলে পাটের কচি পাতা কুকড়ে যাবে। এ অবস্থায় কীটনাশক স্প্রে করার পরামর্শ দেন তিনি।

  • তৈলকুপী গ্রামে দারুস সালাম জামে মসজিদের ভিত্তি স্থাপনা উদ্ধোধন

    তৈলকুপী গ্রামে দারুস সালাম জামে মসজিদের ভিত্তি স্থাপনা উদ্ধোধন


    নিজস্ব প্রতিনিধিঃ
    তালা উপজেলার পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামে দারুস সালাম জামে মসজিদের ভিত্তি স্থাপনা শুক্রবার (৯ই এপ্রিল) সকাল ১০টায় সিমেন্ট ফেলে ভিত্তি স্থাপনা উদ্ধোধন করা হয়।
    ডা: সুজাউদ্দীনের সভাপতিত্বে মসজিদের ভিত্তি স্থাপনা করেন বিশিষ্ট সমাজসেবক, মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেস.কম এর উপদেষ্টা গাজী আশরাফ, পাটকেলঘাটা সিদ্দিকীয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন , সাপ্তাহিক জনতার মিছিল এর স্টাফ রিপোর্টার আব্দুর রউফ প্রমুখ।

  • প্রতিক বরাদ্দ্রে পর গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী নজরুল

    প্রতিক বরাদ্দ্রে পর গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী নজরুল

    নিজস্ব প্রতিনিধি : তালা সদর ইউপির জাতীয় পার্টির প্রার্থী এস.এম নজরুল ইসলাম লাঙ্গল প্রতিক পেয়েই শুরু করেছেন গণসংযোগ। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১২টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে লাঙ্গল প্রতিক তুলে দেন নির্বাচন কর্মকর্তা রাহুল রায়।
    প্রতিক বরাদ্দ পাওয়ার পর জাতীয় পার্টির প্রার্থী এস.এম নজরুল ইসলাম বলেন, বিগত দিনে আমি চেয়ারম্যান থাকাকালে তালা উপশহরসহ ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে ব্যাপকভাবে দৃশ্যমান উন্নয়ন কাজ হয়েছে। সরকারি ত্রাণের ঘর ফ্রি পেয়েছে মানুষ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রত্যেকটি প্রকল্প ও অসহায়দের জন্য সরকারি সুযোগ সুবিধা বাস্তবায়িত হয়েছে।

    তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় বলেন, সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবে। ইতোমধ্যে যে সকল অভিযোগ পেয়েছি সেগুলো আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধি লক্ষ্য করতে মাঠে ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবেন। সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও আচরণ বিধি লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকল প্রার্থী সমান সুযোগ পাবেন।

  • তালা সদরের উন্নয়নকল্পে মতবিনিময় সভা

    তালা সদরের উন্নয়নকল্পে মতবিনিময় সভা


    তালা প্রতিনিধি:
    তালার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপন করে অবকাঠামো, প্রাতিষ্ঠানিক, সামাজিক, পরিবেশগত ও বাজার কেন্দ্রীকসহ তালা উপশহরের সামগ্রিক উন্নয়ন করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বে-সরকারি সংস্থা উত্তরণ এর উদ্যোগে সোমবার (৮ ফেব্রুয়ারী) সকালে উত্তরণ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সভায় তালায় বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, আইনজীবী ও সুশীল সমাজ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
    উপস্থিত প্রতিনিধিদের মধ্যে তালার উন্নয়নের গুরুত্ব ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এম. এম. ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, , ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ, নাগরিক সমাজের প্রতিনিধি মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান সহ নেতৃবৃন্দ, তালা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দীন বিশ্বাস, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপ প্রমুখ।
    সভায়, তালা উপজেলা সদরের সামগ্রিক উন্নয়নকল্পে এখানে বসবাসরত নাগরিকদের উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে নানান আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

  • খোরদোয় সড়ক দুর্ঘটনায় আহত ২

    খোরদোয় সড়ক দুর্ঘটনায় আহত ২

    খোরদো প্রতিনিধি : গতকাল সকাল ৯ টার দিকে বাজারে আসার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা খেজুর গাছের সাথে ধাক্কা খেয়ে ধানক্ষেতে পড়ে যায়।
    এ সময় গুরুতর আহত হয় খোরদো বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর দুই ছাত্র। তাদের একজন বড় খোরদো গ্রামের ইনতাজুল ইসলামের ছেলে পারভেজ (১৪) অপরজন একই গ্রামের আব্দুল আলীমের ছেলে হোসাইন (১৪)। অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা ধানক্ষেত থেকে তাদের তুলে স্থানীয় একটি ক্লিনিকে পাঠায়। পওে অবস্থার অবনতি হলে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

  • সংগ্রাম ক্লাবের ৮ দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট

    সংগ্রাম ক্লাবের ৮ দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট

    সংবাদ বিজ্ঞপ্তি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ :৩০ ঘটিকায় সংগ্রাম ক্লাবের ৮ দলীয় নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত।
    উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।


    সংগ্রাম ক্লাবের সভাপতি কহিনুর ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদস্য সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক-, ইন্দ্রোজিৎ দাস বাপি, জনাব জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবিউল ইসলাম মুক্তি-, অধ্যাপক এম এ গফফার, পাটকেলঘাটা হারুন-আর-রশিদ ডিগ্রি কলেজ, অধ্যক্ষ রামপ্রসাদ দাস, মাগুরা আইডিয়াল মহিলা কলেজ, মোঃ, আমাড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলদার আব্দুর রকিব, তালা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার রায়হান, , তালা উপজেলা ওয়ার্কার্স পাটি সম্পাদক মন্ডলীর সদস্য আইয়ুব আলী সানা, , জেলা জেলা যুবমৈত্রীর সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।
    সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগ্রাম ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আলীম।