শেখ আব্দুল মজিদ, চুকনগর খুলনা : খুলনা সাতক্ষীরা মহাসড়কে মটর সাইকেল চালক অনাদী কুমার সরকার (৪০) নামের এক শিক্ষক চলন্ত নছিমনের ধাক্কায় নিহত হয়েছে বলে হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে। তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলা ৫৩ নম্বর বোরহানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও রাড়ুলি গ্রামের অনাদী সরকারের ছেলে।
ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও খর্ণিয়া হাইওয়ে পুলিশ সুত্র জানান, শিক্ষক অনাদী কুমার সরকার নিজ বাড়ী থেকে মটর সাইকেলে খুলনা সাতক্ষীরা সড়ক দিয়ে খুলনা জেলা নির্বাচন অফিসে যাচ্ছিলেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা গ্রামের ফুটবল খেলা মাঠের সামনে নিয়ন্ত্রন হারিয়ে একটি চলন্ত নছিমনের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন। ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মীর ফাত্তার আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত শিক্ষকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। উপজেলার খর্ণিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মলয় রায়, জানান নিহত শিক্ষকের চাচাত ভাই বৈদ্য নাথ সরকারের কাছে ম্ঙ্গলবার বেলা ২ টার দিকে ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে দুর্ঘটনার সাথে জড়িত নছিমন আটক করা যায়নি।
Category: খুলনা
-
ডুমুরিয়ায় নছিমনের ধাক্কায় মটরসাইকেল চালক ১ শিক্ষক নিহত
-

এনইউবিটি খুলনাতে ফল সেমিস্টার ২০২২- এর এ্যাডমিশন ফেয়ার শুরু
সংবাদ বিজ্ঞপ্তি: নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে ফল -২০২২ সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। রবিবার ৪ সেপ্টেম¦র ২০২২ থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ১৬ সেপ্টেম¦র শুক্রবার ২০২২ পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে ও একই সাথে অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে।
আজ রবিবার ৭ আগস্ট, এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.এটি.এম জহিরউদ্দীন, এ সময় আরো উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার ড. মো: শাহআলম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তাবৃন্দ।
ফেয়ার চলাকালীন সময় টিউশনফির উপর অতিরিক্ত ১০% ছাড় সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে। উল্লেখ্য এনইউবিটি খুলনা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিবিএ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল ,আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চাল ুআছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজী)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।
ফেয়ার চলাকালীন সময় ভর্তি ফির উপর ৬০%সহ টিউশনফির উপর ১০%-১০০% পর্যন্ত ছাড় থাকবে। -

পাইকগাছায় সুখেন হত্যার খুনি প্রকাশ গ্রেফতার
বি.সরকার। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি। পাইকগাছায় সুখেন সরদার হত্যার খুনি প্রকাশ সরদার (৩৫) কে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন ও স্থানীয়দের সহয়তায় কয়রার আমাদী ইউপির চক গোয়ালবাড়ী শুশ্বরবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নিহত সুখেন এর প্রতিবেশি খড়িয়া ভড়েঙ্গারচকস্থ জয়দের সরদারের পুত্র।গ্রেফতারের পর পুলিশ ঘটনাস্থলে পৌছে খুনির দেখানো মতে সুব্রত ঢালীর চিংড়ি ঘেরের পশ্চিম পাশের পাড়ে পানিতে পুতে রাখা ক্ষেত নিংড়ানো ধারালো লোহার রড উদ্ধার করেছে। এদিকে কোন হয়রানী ছাড়াই হত্যাকান্ডের ১৫ দিনেই খুনের মোটিভ উদ্ধার ও একমাত্র আসামী গ্রেফতারে এলাকায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আটক প্রকাশের স্ত্রী জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে মামলা তদন্ত কর্মকর্তা সুকান্ত কর্মকার জানান। যা মামলা তদন্তে যথেষ্ঠ সহয়তা করবে। পুলিশ জানিয়েছে, প্রকাশ সরদারের স্ত্রীর সাথে নিহত সুখেন সরদার দীর্ঘদিন পরকিয়ায় জড়িত ছিল। এক সময়ে মোবাইলে কথাপোকথন জানতে পেরে প্রকাশ তার স্ত্রী ও সুখেন কে সতর্ক করে দেয়। কিন্তু সতর্কতায় কোন কাজ না হওয়ায় প্রকাশ স্ত্রীকে আত্মহত্যা করতে বলেন। এর পর সে নিজেকে শেষ করে দেওয়া নতুবা সুখেনকে মেরে ফেলার পরিকল্পনা করে। হত্যাকান্ডের ৩ দিন পুর্বে প্রকাশ ক্ষেত নিংড়ানো লোহার রডের মাথা আগুনে তাপ দিয়ে ধারালো করে। ঘটনার দিন ৭ মার্চ রাত সাড়ে ৮ টার পর বাড়ীর অদূরে সুখেন নিজ চিংড়ি ঘেরে পৌছিয়ে কাত হয়ে বাসার দরজা খোলার মুহুর্তে পিছন থেকে প্রকাশ ধারালো রড দিয়ে চোয়ালে আঘাত করে বুকে উপুর্যপুরী চুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। গ্রেফতারের পর প্রকাশ পুলিশের কাছে প্রাথমিক ভাবে হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় নিহতের মা অমেলা সরদার বাদী হয়ে অজ্ঞাতদের নামে থানায় হত্যা মামলা করেন, যার নং-৮। হত্যাকান্ডের পর স্থানীয়রা এক ধরনের আতঙ্কে ছিল। হত্যা সম্পর্কে নিহতের পরিবার বা স্থানীয়রা সঠিক কোন তথ্য দিতে না পারায় পুলিশের উপর নির্ভরতা বেড়ে যায়। সর্বশেষ খুনি গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এ হত্যা মামলা সম্পর্কে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, পরকিয়ার জেরে পুর্ব পরিকল্পিত ভাবে এ খুনের ঘটনা ঘটেছে। যা গ্রেফতারের পর প্রকাশ সরদার সবই স্বীকার করেছেন।
-

মাদকাসক্তির কারণে সবাই ভোগান্তি পোহায়: ডিআইজি
সংবাদ বিজ্ঞপ্তি
খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডান্ট (ডিআইজি) মহা: আশাফুজ্জামান বলেছেন, “আমাদের মূল সমস্যা মাদক নিয়ে নয়, বরং এর আসক্তি নিয়ে। কারণ আমরা মাদক উৎপাদনকারি দেশ নই। বাইরের দেশ থেকে মাদক আসে। মাদক নেয়ার ফলে কোনো সমস্যার সমাধান হয়না। বরং নতুন সমস্যা তৈরি হয়। মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি, রাষ্ট্র সবাই ভোগান্তি পোহায়।”
মাদক ও কোভিড মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় (এনইউবিটিকে) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহা: আশরাফুজ্জামান। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিমে “শেখ নুরুল ইসলাম হোসনে আরা (পুষ্প) ইসলামী ফাউন্ডেশন ও হাফিজিয়া মাদ্রাসা”র সহযোগীতায় আয়োজিত “মাদক ও কোভিড মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা” শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম। প্রধান আলোচক ছিলেন এনইউবিটি খুলনার উপ-উপাচার্য প্রফেসর এটিএম জহিরউদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের লক্ষ্য করে মহা: আশরাফুজ্জামান আরো বলেন, “মাদকের সমাধানে আমরা তিনটি পদক্ষেপ নিতে পারি। প্রথমত, সাপ্লাই বন্ধ করা। যেটা পুলিশসহ সরকারের বিভিন্ন বাহিনীর দায়িত্ব। দ্বিতীয়ত, ডিমান্ড বন্ধ করা। যেটা আপনাদের দায়িত্ব। আর তৃতীয়ত, মাদকের মূল জায়গাগুলো বন্ধ করা। যেটা সমাজের দায়িত্ব। কেউ মাদকে আসক্ত হলে সমাজের সবাই মিলে তাকে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে নৈতিকতা, ধর্মীয় শিক্ষা, পারিবারিক মূল্যবোধ বড় ভূমিকা পালন করে।”
অনুষ্ঠানে প্রধান আলোচক ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার উপ-উপাচার্য প্রফেসর এটিএম জহিরউদ্দিন বলেন, “মাদকের কথা উঠলেই শিক্ষার্থীদের কথা আসে মূলত তিনটি কারণে। প্রথমত, বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠী শিক্ষার্থী। দ্বিতীয়ত, অন্য পেশার লোকজনের চেয়ে শিক্ষার্থীরা মাদকাসক্ত হলে বেশি ক্ষতি। এবং তৃতীয়ত, একটি দেশের ভবিষ্যত নির্ভর করে তাদের শিক্ষার্থীদের উপর। তাই শিক্ষার্থীরা মাদকাসক্ত হলে দেশের ভবিষ্যত হুমকির মুখে পড়ে।” তিনি আরো বলেন, “যেহেতু মাদকাসক্তির কারণে অমিত সম্ভাবনার একটি প্রজন্ম জড়পদার্থে রূপান্তরিত হয়, তাই সর্বনাশা এই আসক্তি থেকে আমাদের নিজ নিজ জায়গা ও সামাজিক জায়গা থেকে সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, মাদকাসক্তি অনেকটা বন্দুকের গুলির মতোই। বন্দুকের গুলি যেমন একবার বেরিয়ে গেলে আর ফেরে না। তেমনি মাদকাসক্তির কারণে এখন যে মূল্যবান সময় অপচয় করছে আমাদের যুবসমাজ, এই সময় আর ফিরে আসবে না। এমনকি এখন সরকারি চাকরির ক্ষেত্রেও ডোপ টেস্ট করা হচ্ছে। তাই শিক্ষার্থীসহ সমাজের সকলকেই সতর্ক হতে হবে।
এনইউবিটি খুলনার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর আনোয়ারুল হক জোয়ার্দারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, সোনালী ব্যাংকের ডিজিএম শেখ শহিদুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল ইসলাম এবং এডভোকেট শেখ ওয়ালিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এনইউবিটি খুলনার সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মো. মতিউর রহমান। -
তালার জাতপুরের আমজাদ বিশ্বাস গাঁজা ও ইয়াবা সহ গ্রেফতার
চুকনগর , খুলনা :
তালার জাতপুরে গত রবিবার মাদক স¤্রাট আমজাদ বিশ্বাসকে গাঁজা ও ইয়াবা সহ গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় জাতপুর পুলিশ ক্যাম্পের এ,এস,আই সুজিত বিশ্বাস ও এ,এস,আই আছাফুর রহমান যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এসময় আঠারো মাইল- পাইকগাছা মহাসড়কের জাতপুর বাজার থেকে মাদক স¤্রাট আমজাদ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। এ সময় তার বডি তল্লাশি করে তার কাছে ১৫০ গ্রাম গাঁজা ও ১০ পিচ ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে তালা থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে। যার নম্বর-০২ (০৩) ২২।
ডুমুরিয়ার সাবেক চেয়ারম্যান এ্যাডঃ হায়দার আলী মোড়লের ইন্তেকাল
উত্তর ডুমুরিয়ায় গত রবিবার বিকাল ৪টা ৩০মিনিটে ডুমুরিয়ার ৩ নং রুদাঘরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বরুনা বাজার পি,ডি,সি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারি (ইংরেজি) শিক্ষক আলহাজ্ব এডভোকেট হায়দার আলী মোড়ল (৮২) বার্ধক্যজনিত কারণে রুদাঘরা গ্রামে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন মৃত্যুকালে স্ত্রী ৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন, আজ সোমবার বেলা ১১টায় রুদাঘরা মাঝের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।উত্তর ডুমুরিয়া এলাকায় মসজিদের জায়গা দখলের পাঁয়তারা
উত্তর ডুমুরিয়া এলাকার খরসঙ্গ গ্রামে মসজিদের জায়গা দখলে নেয়ার পাঁয়তারা করছে একটি পরিবার। এলাকাবাসী ও মুসল্লিদের সাথে কথা বলে জানা গেছে, খরসংগ গ্রামের মৃত ওয়াজেদ আলী ভূঁইয়া ১৯৮৬ সালে তার পৈত্রিক জমির এস এ ৪৮৯ নং দাগ থেকে সাড়ে ৪ শতক ও ৪৯০ নং দাগ থেকে আড়াই শতক মোট ৭ শতক জমি মসজিদের নামে দানপত্র করেন, পরবর্তীতে দেখা যায় এস এ ৪৮৯ নাম্বার দাগের উপর সরকারি ভূমি অফিস রয়েছ ঐ দাগে দানপত্রে উল্লেখিত পরিমান জমি নেই, এসময় মসজিদের তৎকালীন সেক্রেটারী দাতা মৃত ওয়াজেদ আলী ভূঁইয়া উল্লেখিত মসজিদ লাগোয়া এস এ ৪৯০ নাম্বার দাগ থেকেই ১৯৯১ সালে ৬ শতক জমি মসজিদের নামে জরিপ রিকর্ড করে দেয়, সেই থেকে আজ অবধি মসজিদ লাগোয়া ওই ৬ শতক জমি মসজিদের দখলে রয়েছে মসজিদ কর্তৃপক্ষ ওই জমিতে দোকান ঘর ভাড়া দিয়ে মসজিদের খরচ যোগান দেয়, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী মাষ্টার আসাবুর রহমান বলেন, সম্প্রতি দাতা মৃত ওয়াজেদ আলী ভূঁইয়ার ওয়ারিশগণ মসজিদের দখলে থাকা রিকর্ড কৃত ওই জমিটি দখল করার নানা পায়তারা চালাচ্ছে, মসজিদের তৎকালীন সভাপতি আঃ মজিদ শেখের পূত্র মোশারফ হোসেন বলেন, দাতার পুত্রগণ ৩০ ধারা শুরু হলে প্রথম পর্যায় উল্লেখিত ওই জমি থেকে দুই শতক ও ৩১ ধারায় এসে ১ শতক মোট ৩ শতক জমি কেটে তাদের নামে রিকর্ড করে নেয়, যা মসজিদের মুসল্লিদের সম্পূর্ণ অজানা ছিল, বর্তমানে ওই মহলটি মসজিদের দখলে থাকা জমিটি দখল করার স্বার্থে মুসল্লিদেরকে নানা ষড়যন্ত্রের মাধ্যমে হয়রানি করে যাচ্ছে বলে জানা গেছে। -

উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের জন্য ১২-১৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি উপকূলীয় এমপিদের
পানি উন্নয়ন বোর্ডের বদলে বাঁধের তাৎক্ষণিক মেরামত ও রক্ষণাবেক্ষণের স্থানীয় সরকারকে বেড়িবাঁধ বাজেট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করারও সুপারিশ এমপি রবি’র
- জহুরুল কবীর:
উপকূলীয় সুরক্ষার জন্য রাজস্ব থেকে জলবায়ু পরিববর্তন মোকাবেলায় সক্ষম বাঁধ নির্মাণের জন্য ২০২১-২২ অর্থ বছরের বাজেটে ১২-১৫ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ, জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজ। গতকাল আয়োজিত একটি ভার্চুয়াল সেমিনারে বক্তাবৃন্দ বেড়িবাঁধ রক্ষণাবেক্ষণ ত্বরান্বিত করতে স্থানীয় সরকার কর্তৃপক্ষকে সম্পৃক্ত করার সুপারিশ করেন। ‘বাজেট ২০২১-২২: উপকূলীয় সুরক্ষা’ শীর্ষক এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করে কোস্ট ফাউন্ডেশন, সেন্টার ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড (সিএসআরএল), সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি) এবং কোস্টাল লাইভলিহুড এন্ড এনভায়রনমেন্ট একশান নেটওয়ার্ক (ক্লিন)।

কোস্ট ফাউন্ডেশনের রেজাউল করিম চৌধুরী এবং সিএসআরএলের জিয়াউল হক মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি। সেমিনারে বেশ কয়েকজন সংসদ সদস্য অংশগ্রহণ করেন, তাঁরা হলেন নারায়ণ চন্দ্র এমপি (খুলনা-৫), বীর মুক্তিযোদ্ধা মীর মোশতাক আহমেদ রবি এমপি, (সাতক্ষীরা-২), জনাব নুরুন্নবী চৌধুরী এমপি (ভোলা-৩), নাহিম রাজ্জাক এমপি (শরীয়তপুর -৩), আশেক উল্লাহ রফিক এমপি (কক্সবাজার -২), শামীম হায়দার পাটোয়ারী এমপি (গাইবান্ধা -২), জাফর আলম এমপি (কক্সবাজার -২)। সেমিনারে আরও বক্তৃতা করেন পানি বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডা. আইনুন নিশাত, সিপিআরডির মোঃ শামসুদ্দোহা এবং ক্লিন-খুলনার হাসান মেহেদী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের সৈয়দ আমিনুল হক।
এছাড়া প্রগতি পরিচালক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, দৈনিক দক্ষিণের মশালের বার্তাসম্পাদক জহুরুল কবীর প্রমুখ।
সৈয়দ আমিনুল হক উল্লেখ করেন, প্রতিবছর ঘূর্ণিঝড় এবং অন্যান্য দুর্যোগ উপকূলীয় এলাকার জীবিকার কাঠামো ক্ষতিগ্রস্ত করছে এবং দরিদ্র লোকেরা সবচেয়ে ঝুঁকির থাকা উপকূলবর্তী অঞ্চলে বসবাস করায় বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এরপরেও বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকার বাজেট বরাদ্দ গতানুতিক এবং সংকট মোকাবেলায় অপর্যাপ্ত। তিনি তিনটি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করেন: (১) বাঁধ নির্মাণের ন্যূনতম প্রয়োজনীয়তা হিসেবে সরকারকে প্রতি বছর কমপক্ষে ১২-১৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হবে, (২) তাৎক্ষণিক বাঁধ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় সরকারকে বাজেটসহ দায়িত্ব দিতে হবে এবং (৩) উপকূলীয় সুরক্ষা, বিশেষত প্রাকৃতিক সুরক্ষা, উপকূলীয় মানুষের বিকল্প কর্মসংস্থান এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য কারিগরি শিক্ষাকে একটি কার্যকরী বিকল্প হিসেবে গড়ে তুলতে এবং শহরের পয়নিষ্কাশন ব্যবস্থা আধুনীকায়নের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সাবের হোসেন চৌধুরী এমপি বলেন, যে একটি জাতীয় ঝুঁকি মূল্যায়ন প্রয়োজন, যা সরকারকে উপযুক্ত বাজেট বরাদ্দের দিক-নির্দেশনা দিতে পারে। বেড়িবাঁধ উন্নয়ন নীতিমালা তৈরির পাশাপাশি আমরা এই বিষয়ে একটি রোডম্যাপের জন্য কাজ করছি। এটি সত্য ডে, উপকূলীয় সুরক্ষা ব্যতীত উন্নত বাংলাদেশের কল্পনা করা অসম্ভব, তাই উপকূলের সমস্যাকে কোনও অঞ্চলের আলাদা কোনও সমস্যা হিসেবে বিবেচনা না করে এটিকে জাতীয় সমস্যা হিসেবে বিবেচনা করতে হবে।
ডাঃ আইনুন নিশাত বলেন, বাজেট বরাদ্দ করার ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতদুষ্টতা যথাসম্ভব পরিহার করতে হবে, বাঁধ বিষয়ক পরিকল্পনায় এই পরিস্থিতি অনুপস্থিত। ‘ডেল্টা প্ল্যান’ এর আওতাধীন প্রকল্পগুলি পরবর্তী পঞ্চাশ বছরের দুর্যোগ পূর্বাভাসকে বিবেচনা না করেই গ্রহণ করেছে। বীর মুক্তিযোদ্ধা মীর মোশতাক আহমেদ রবি এমপি বলেন, উপকূলীয় সুরক্ষায় বিনিয়োগ করলে সেটা জাতীয় অর্থনীতিতে দ্বিগুণ ফেরত দিতে পারে। আমরা স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছি। তিনি পানি উন্নয়ন বোর্ডের বদলে বাঁধের তাৎক্ষণিক মেরামত ও রক্ষণাবেক্ষণের স্থানীয় সরকারকে বেড়িবাঁধ বাজেট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করারও সুপারিশ করেন। আশেক উল্লাহ রফিক এমপি বলেন, প্রযুক্তিগত দুর্বলতার কারণে আমরা জলোচ্ছ্বাসের পূর্বাভাস দিতে পারছি না। এ কারণেই কক্সবাজার জেলার কিছু অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে। প্রকল্পের নকশা প্রণয়নে বিলম্ব হওয়ায় ক্ষতি বেড়ে যাওয়ার একটি কারণ। পানি উন্নয়ন বোর্ডকে সময়োপযোগী এবং বাস্তবভিত্তিক পরিকল্পনা নিতে হবে। সাংসদ নাহিম রাজ্জাক বলেন, উপকূলীয় বিপর্যয়ের প্রভাব হ্রাস করতে পানি ব্যবস্থাপনার ও পরিকল্পনার জন্য ব্যাপক আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। এটিই সম্ভব আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় নিশ্চিত করার মাধ্যমে।
আমরা এই বিষয়ে নীতি প্রণয়ন জোরদার করতে উপকূলীয় সাংসদদের নিয়ে একটি ‘ককাস’ গঠন করতে পারি। সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন যে, বেড়িবাঁধ নির্মাণ কৌশল এবং পদ্ধতিকেসরকারের অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এটা করা সম্ভভ হলে এটি অগ্রাধিকার পাবে। এর জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয় প্রয়োজন।

রেজাউল করিম চৌধুরী বলেন, উপকূলীয় সুরক্ষা ব্যবস্থার জন্য দীর্ঘমেয়াদী সমন্বিত এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসের জন্য পরিবেশ বান্ধব নীতিমালা তৈরি করতে হবে। এই নীতিমালায় উপকূলীয় জনগোষ্ঠীর জন্য বিকল্প আয় তৈরিতে সক্ষম শিক্ষা বিস্তারকেও অন্তর্ভুক্ত রাখতে হবে।
দুর্যোগের প্রভাবের উপর ভিত্তি করে বাঁধগুলোর একটি মূল্যায়ন হতে হবে, এবং সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রতিবেশগত বিষয়গুলো বিবেচনা করেই উদ্যোগ গ্রহণ করতে হবে। এনজিও, জনপ্রতিনিধি এবং সরকার- সকালের অংশ্রগহণের ভিত্তিতে একটি সুসংহত পরিকল্পনা ও পর্যবেক্ষণ ব্যবস্থা প্রয়োজন।
জিয়াউল হক মুক্তা -

চুকনগরে র্যাবের অভিযানে নিষিদ্ধ পলিথিন উদ্ধার ৬০ হাজার টাকা জরিমানা আদায়
শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা :
চুকনগরে র্যাবের অভিযানে অবৈধ পলিথিন উদ্ধার ও ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। র্যাব-৬ এর খুলনার সিনিয়র এ এস পি মাহাবুবুল আলম এই জানান,র্যাব-৬ এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়। র্যাব-৬ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির শাহ নাদিমের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চুকনগর শহরের বটতলা এলাকায় জনৈক দুলাল সরকারের ভাড়াটিয়া শম্ভু সাধুর গুদাম থেকে নিষিদ্ধ ঘোষিত (৫৫ মাইক্রোনের কম পুরুত্ব সম্পন্ন) পলিথিন ২৮০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ আইন/১৯৯৫ (সংশোধিত)২০১০ এর ৬/ক ধারা অনুযায়ী শম্ভু সাধুকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়া অপর এক অভিযানে স্থানীয় একটি ফিলিং ষ্টেশনে জ্বালানী তেল পরিমাপে কম দেয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, র্যাব-৬ এর খুলনার সিনিয়র এ এস পি মাহাবুবুল আলম এবং বিএসটিআই খুলনার পরিদর্শক মোঃ মঈনুদ্দিন সহ র্যাব-৬ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। -

ডুমুরিয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা :
ডুমুরিয়া গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোহাগ হোসেন গাজী (৩০) কে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। মঙ্গলবার বিকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের টিপনা নামক স্থান থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। সে ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের আঃ হান্নান গাজীর ছেলে। ধৃত মাদক ব্যবসায়ীকে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের টিপনা নামক স্থানে থানার চাকুন্দিয়া গ্রামের চিহৃত মাদক ব্যবসায়ী সোহাগ গাজীর (৩০)মোটর সাইকেল চ্যালেঞ্জ করে তল্লাশী করলে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মোটর সাইকেলটি জব্দ করা হয়। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রেকর্ড করে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
-

ডুমুরিয়ায় লোকালয়ে ২টি স্কুলের পাশে গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা, হচ্ছে পরিবেশ দূষণ, যেন দেখার কেউ নেই!
শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা :
ডুমুরিয়ার লোকালয়ে অবৈধভাবে গড়ে উঠেছে মিনি ইট ভাটা। দেদারসে পুড়ছে কাঠ, আর কালো ধোঁয়ায় দূষণ হচ্ছে পরিবেশ। যেন বিষয়টি দেখার কেউ নেই! স্থানীয় সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের চেঁচুড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চেঁচুড়ি বিকে মাধ্যমিক বিদ্যালয় দু’টি স্কুল ঘেষে পাড়া-মহল্লার ভিতরে গড়ে উঠেছে এ সকল অবৈধ ইটভাটা। অধিক মুনফা লাভের আশায়, দীর্ঘদিন যাবৎ ভাটার মালিক তারা সংশ্লিষ্ট প্রশাসনিক কোন দপ্তরের অনুমতি ছাড়াই নিময়-নীতি উপেক্ষা করে চালিয়ে যাচ্ছেন, ওই সকল ভাটায় ইট তৈরি ও পোড়ানোর কাজ। কয়লা ব্যতিরেকে পোড়ানো হচ্ছে নারকেল ও খেজুর গাছের কাঠের গুড়ে। এর ফলে কাঠের কালো ধোঁয়ায় পরিবেশের মারাত্বক ক্ষতি সাধিত হচ্ছে। অপরদিকে ফলদ ও বনজ গাছ কেটে সাবাড় করার কারণে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রয়েছে চরম হুমকির মুখে। অন্য দিকে উজাড় করা হচ্ছে বনজ সম্পদ। ফলে মৌসুমী নারকেল ও খেজুর রসের চরম সংকট দেখা দিয়েছে। সরজমিনে দেখা গেছে চেঁচুড়ি গ্রামের একটি মহাল্লার মধ্যে দুটি স্কুল ঘেষে অন্তত ২০ টির অধিক ইট ভাটা গড়ে উঠেছে। চেঁচুড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চেঁচুড়ি বিকে মাধ্যমিক বিদ্যালয়ের পাশ ঘেষে মাত্র ২শ’ গজের ভিতরে গড়ে উঠেছে ইট ভাটা গুলো। এছাড়া অতিরিক্ত লোডবাহি কাঠ ও ইট বহনের ফলে গ্রাম্য রাস্তার ধসে গিয়ে ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে এমন অভিযোগ করেন, দুই স্কুলের প্রধান শিক্ষক সহ স্থানীয়রা। আবার কাঠ পোড়ানোর কালো ধোঁয়ায় কোমল মতি শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, অসিম পাল, মোহন পাল, বাসুদেব পাল, মহাদেব পাল, সন্তোষ পাল, পঙ্কজ পাল, নকুল পাল, মিলন পাল, শুভাংকর পাল, ললিত পাল, সুবোল পাল, ভোলা পাল, অসীম পাল, শেখর পাল, লক্ষণ পাল, অমল পাল, ভাস্কর পাল, পরেশ পাল, সাধন পাল, বিষ্ণু পাল, যশোধর পাল, গৌতম পালসহ ২০ টির অধিক ভাটা রয়েছে। এক প্রশ্নের জবাবে ভাটা মালিক অসিম পালসহ একাধিক মালিক এ প্রতিবেদকে জানান, সরকারি কোন দপ্তরের অনুমতি ছাড়ায় স্থানীয় মন্টু পালকে ম্যানেজ করে তারা ভাটার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কোন সমস্যা দেখা তিনি দেখভাল করে থাকেন। এ প্রসংগে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, নিয়ম নীতি অমান্য করে অবৈধ ভাবে পরিচালিত সকল ইটভাটার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
-

চুকনগরের মাগুরাঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নির্মানাধীন দোকান ঘর উচ্ছেদের নির্দেশ ইউএনও’র
- শেখ আব্দুল মজিদ, চুকনগর, খুলনা
ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের জমিতে নিয়ম নীতি অমান্য করে নির্মিত পাকা ঘরটি উচ্চেদ পূর্বক অপসারণ আদেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ। গত মঙ্গলবার এ আদেশ দেন তিনি। স্থানীয়, অভিযোগ ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নিজেস্ব জমিতে নীতিমালা অমান্য করে এডহক কমিটির সভাপতি মাসুদ সরদারের নেতৃত্বে বিদ্যালয় চত্বরের পশ্চিম পাশে একটি আধাপাকা দোকান ঘর তৈরি করা হয়েছে। নির্মিত ঘর টি অবৈধ ভাবে ভাড়ায় প্রদান করা হয় বলে লিখিত অভিযোগে বলা হয়েছে। ওই বিদ্যালয়ে সাড়ে ৩শ’ ছাত্র-ছাত্রী অধ্যায়ণ রত রয়েছে। এছাড়া একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একই চত্ত্বরে। সবমিলিয়ে প্রায় ১ম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৫শ’র অধিক ছাত্র-ছাত্রী অধ্যায়নরত রয়েছে। ফলে কোমল মতি শিক্ষার্থীদের বিদ্যালয় চত্ত্বরে চলা-ফেরা নানা প্রতিবন্ধকতার আশংঙ্কা রয়েছে। এছাড়া বিদ্যালয়ের ১টি শ্রেণিকক্ষে গো-খাদ্য মজুদ করে রাখা হয়েছে। স্থানীয় সাংবাদকর্মীরা বুধবার দুপুরে সরজমিন গিয়ে এমন দৃশ্য দেখে ছবি ক্যামেরা বন্দি করেন । এমন ঘটনার প্রতিকার ও অপরিকল্পিত ভাবে রেজুলেশন ব্যাতিরেকে বে-আইনী ভাবে দোকান ঘর নির্মাণ বন্ধ ও উচ্ছেদের লক্ষ্যে সাবেক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আকবার হোসেন শেখ জেলা প্রশাসক খুলনা ও চেয়ারম্যান শিক্ষা বোর্ড যশোর বরাবর একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসক খুলনা উপজেলা নির্বাহী অফিসার ডুমুরিয়া কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদেশ দেয়। সে প্রেক্ষিতে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার উক্ত নির্মিতব্য ঘরটি উচ্ছেদ পূর্বক অপসারণ করতে বিদ্যালয় প্রধান শিক্ষকসহ কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ প্রসঙ্গে যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান ড.মোল্যা আমির হোসেন বলেন, বিদ্যালয়ের জমিতে কোন প্রকার বে-আইনী ভাব কোন স্থাপনা নির্মাণ করা যাবে না। তাছাড়া এডহক কমিটির সভাপতির তো কোন ইকতিয়ার নাই।
-

পাইকগাছা পৌরসভার শহর রক্ষা বাঁধ ঝুঁকিপূর্ন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা অঞ্চলের মানুষ খুলনার দক্ষিণে উপকূলবর্তী এ জনপদে জলবায়ু ও ভৌগলিক কারণে প্রায় প্রাকৃতিক দুর্যোগের শিকার। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ পাউবো’র বেড়িবাঁধের ভাঙ্গনে এলাকার মানুষ চরম বিপর্যয়ের মূখে পড়ছে। বাঁধ ভেঙ্গে গেলে তা মেরামত করা এলাকার মানুষের পক্ষে দুঃসাধ্য ব্যাপার। ষাটের দশকে নির্মিত পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বাঁধে সুদীর্ঘ সময় নিয়মিত মাটির কাজ না হওয়ায় বাঁধের বেশির ভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে বর্তমানে নাজুক আকার ধারণ করেছে। বার বার প্রাকৃতিক বিপর্যয়ে বেঁড়িবাঁধ গুলো এখন ক্ষত-বিক্ষত। জরুরী ভিত্তিতে টেঁকসই বেঁড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর।
পাইকগাছা উপজেলা বিশিষ্ট মানবধিকার কর্মী ও এ্যাড. এফএমএ রাজ্জাক বলেন, পাইকগাছার বেশির ভাগ বাঁধে ক্ষয়প্রাপ্ত হয়ে বেড়িবাঁধ নিচু ও চিকন হয়ে গেছে। তাছাড়া অনেক স্থানের বাঁধ কেটে লোনা পানি তুলে রাস্তার ক্ষতি করে চিংড়ি চাষ হচ্ছে। ফলে কর্তৃপক্ষ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত বাঁধের জ্ঞাত থাকার পরও সেগুলো সংস্কারের কোন পদক্ষেপ না নিয়ে উপজেলা পাউবো জেগে জেগে ঘুমাচ্ছে। এলাকাবাসীরও একই অভিযোগ। তিনি আরও বলেন, “আমার জিজ্ঞাসা, এদের কাজ কি? বর্ষা মৌসুমের আগে এসকল বাঁধে সংস্কার কাজ না হলে যেকোন মুহুর্তে এসব বাঁধ ভেঙ্গে প্লাবিত হবে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায়, ২০০৭ সালের ১৫ নভেম্বর সামুদ্রিক ঘূর্ণিঝড় সিডরের আঘাত, ২০০৯ সালে ২৫ মে সামুদ্রিক ঘূর্ণিঝড় আইলার জলোচ্ছাস, পৌরসভার দক্ষিণ-পশ্চিমে শিববাটি থেকে বোয়ালিয়া পর্যন্ত একাধিক স্থানে ভেঙ্গে যায়। ঘরবাড়ি, ফসল ও লিজ ঘের পানিতে তলিয়ে যায়। এলাকাবাসী চরম ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় এলাকাবাসী ভাঙ্গনকৃত বাঁধগুলো স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কোন মতে মেরামত করে পানি আটকানো রোধ করে। সে ভাবেই বেঁড়িবাঁধ পড়ে রয়েছে। সরজমিনে এসকল স্থান গুলো ঘুরে দেখা গেছে, অরক্ষিত পাইকগাছা পৌরসভা শহর রক্ষা বাঁধ। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের অফিস থেকে মাত্র দুই কিলোমিটার দুরে শিববাটির আশ্রায়ন প্রকল্পস্থ ইন্দুকাটা স্থানে ওয়াপদার একাধিক জায়গায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ একই ভাবেই পড়ে রয়েছে। ভাঙ্গনের জায়গা দিয়ে চুয়ে চুয়ে লোনা পানি ঢুকছে। বাঁধটি এখনই সংস্কার না করলে বর্ষা মৌসুমে, অতিরিক্ত জোয়ারের পানি বৃদ্ধিতে ভেঙ্গে আবারও প্রাকৃতিক বিপর্যয় ঘটার আশংকা করছে এলাকাবাসী। একইসাথে এই দীর্ঘ পরিক্রমায় এখনো পর্যন্ত কোন ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে।
পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, গত ১০ বছর যাবত শুনছি বিশ্বব্যাংক ও জাইকা নতুন বেঁড়িবাঁধ নির্মাণ করবে। উপজেলা পর্যায়ে সভা সেমিনারের বেঁড়িবাঁধ নিয়ে বহুকথা বলেছি কিন্তু কিছুই হচ্ছে না। তিনি সরকারের কাছে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানান। জরুরী ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়ে স্থানীয় এমপি, উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। -

পাইকগাছায় অনলাইনে প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি: জেলা পর্যায়ে ৪১ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের ৩য় দিনের বিজ্ঞান অলিম্পিয়াড ও প্রকল্প উপস্থাপন সিনিয়র গ্রুপ ও বিশেষ গ্রুপ পর্বে পাইকগাছায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রকল্প উপস্থাপন পর্বে জুম এ্যাপসে সংযুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, পেশকার প্রতুল জোদ্দারসহ বিভিন্ন কলেজ থেকে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীগণ। -

পাইকগাছায় জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় জয়যাত্রা টেলিভিশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় র্যালী শেষে হোটেল আল-মদিনা চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। রাবিদ মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ওসি (তদন্ত) আশরাফুল আলম,অধ্যাপক মনজুরুল আলম শেখর, প্রাক্তন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, খুলনা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, যুবলীগের জি,এম, ইকরামুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, কাউন্সিলর এস,এম, তৈয়েবুর রহমান, কবিতা রাণী দাশ, কাজী শাখাওয়াত হোসেন পাপ্পু, যুবলীগনেতা এম.এম. আজিজুল হাকিম, জি. মোর্শেদ ইয়াছিন, সিরাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সম্পাদক রায়হান পারভেজ রনি সহ আরো অনেকে। -

খুলনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরষ্কার বিতরণ
অনলাইন ডেস্ক: ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াডের খুলনা জেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এবারের প্রতিপাদ্য খাদ্য নিরাপত্তা: বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার’।
প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তুলতে হবে। সর্বস্তরে বিজ্ঞান সচেতনতা সৃষ্টি ও তরুণ প্রজন্মের প্রযুক্তি কেন্দ্রীক উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে হবে। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির। তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে মানুষের জীবন হয়ে উঠেছে গতিময়। নতুন প্রজন্মকে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোছাঃ শাহানাজ পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুন্সি মাহাবুব আলম সোহাগ, জেলা শিক্ষা অফিসার খো. রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। পরে সিটি মেয়র বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। -

কেএমপি পুলিশ কমিশনারের ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন
মেহেদী হাসান, খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা সংলগ্ন ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করেছেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।সোমবার (০২ নভেম্বর) পরিদর্শন কালে ভিকটিম সাপোর্ট সেন্টার এর ইনচার্জ-সহ সকল অফিসারদের ব্রিফিং করেন।এসময় উপস্থিত ছিলেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এস.এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহম্মদ এহসান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এম.এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সোনালী সেন, সহকারী পুলিশ কমিশনার টু পুলিশ কমিশনার মোঃ হাফিজুর রহমান-সহ অন্যান্য অফিসারবৃন্দ ও ফোর্স।
-

পাইকগাছায় ফিশারিজ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ অবহিতকরণ সভার আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তর খুলনার বিভাগীয় উপ-পরিচালক নারায়ন চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, প্রকল্পের খুলনা বিভাগীয় উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, এসডিএফ প্রকল্প সমন্বয়কারী আব্দুল বারি আনসারী। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আঞ্চলিক কর্মকর্তা রওনক ফেরদৌস। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ, প্রকল্পের ক্লাস্টার অফিসার নাসিম আহম্মেদ, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, মৎস্য ব্যবসায়ী সংগঠনের সভাপতি আব্দুল জব্বার, শেখ রফিকুল ইসলাম, ছাত্রলীগনেতা রায়হান পারভেজ রনি, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও আল-আমিন। সভায় বক্তারা বলেন, প্রকল্পটির মূল উদ্দেশ্য মৎস্যজীবী সম্প্রদায়ের জীবন মানের উন্নয়নের মাধ্যমে দারিদ্র বিমোচন, পরিবেশ সুরক্ষিত রেখে উপকূলীয় এবং সামগ্রীক মৎস্যজীবীদের অবদান বৃদ্ধি করা। অতিদরিদ্র ও দরিদ্র মৎস্যজীবী কমিউনিটি সদস্যদের অংশগ্রহণের ভিত্তিতে বিকল্প আয়ের মাধ্যমে জীবনমান এর টেকসই উন্নয়ন নিশ্চিত করা। প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলের ১৩টি জেলার ৪৫টি উপজেলার পিছিয়ে পড়া ৪৫০টি গ্রাম অন্তর্ভূক্ত করা হয়েছে। ৬০ হাজার মৎস্যজীবী পরিবারকে এই প্রকল্পের আওতায় সুবিধা প্রদান করা হবে।




