Category: অপরাধ

  • মাধবকাটি এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

    মাধবকাটি এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

    নিঁজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার মাধবকাটি এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা। শুক্রবার ভোরে সদর উপজেলার মাধবকাটি অন্যের মোড় নামক স্থানের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
    আটক মাদক ব্যবসায়ীর নাম শাহিনুর সরদার (৩১)। তিনি সদর উপজেলার বাবুলিয়া কুচপুকুর গ্রামের রেছাতুল্লাহ সরদারের ছেলে।
    র‌্যাব জানায়, সদর উপজেলার মাধাবকাটি এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তি র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় মাধবকাটি অন্যের মোড় নামক স্থানের জনৈক আতাউর মেম্বরের বাড়ির পিছনে পশ্চিম পাশের পাকা রাস্তার উপর থেকে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহিনুর সরদারকে হাতেনাতে আটক করা হয়।
    র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদ গ্রেপ্তার

    সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে সাহেদ গ্রেপ্তার

    করোনা পরীক্ষায় প্রতারণা মামলায় বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য জানান।

    তিনি জানান, সাতক্ষীরা সীমান্ত থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার  করা হয়েছে। সেখান থেকে তাকে ঢাকায় আনার জন্য র‌্যাবের একটি বিশেষ টিম সাতক্ষীরা যাচ্ছেন ।

  • রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ যাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য চলছে চিরুনি অভিযান

    রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ যাতে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য চলছে চিরুনি অভিযান

    নিজস্ব প্রতিনিধি ঃ করোনার টেস্ট রিপোর্ট জালিয়াতিসহ একাধিক অপকর্মের হোতা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাতক্ষীরার সাহেদ করিমকে ধরতে পুলিশ-বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করেছে। সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সেজন্য চলছে চিরুনি অভিযান। জেলা পুলিশ সীমান্তে যাওয়ার পথে বিভিন্ন গাড়ী তল্লাশী চালিয়ে যাচ্ছে। একই সাথে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির পক্ষে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন, র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যা¤প কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রহমান। সন্দেহজনক মাইক্রো-প্রাইভেট তল্লাশী করা হচ্ছে। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সাতক্ষীরা শহরস্থ কামালনগরের একটি ফ্লাটে গতরাতে অভিযান চালানো হয়েছে। যেখানে সাহেদ করিম সাতক্ষীরায় অবস্থানকালে থাকতো। তাছাড়া তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ঢাকা যুগ্ম জজ ১ম আদালতের সিআর ১৪৮৮ নং মামলার সাজা প্রাপ্ত হওয়ার তার ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে ।

  • সাতক্ষীরার দেবহাটায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক মনিরুল হত্যার ঘটনায় আরো এক আসামী গ্র্রেফতার, ইজিবাইক উদ্ধার

    সাতক্ষীরার দেবহাটায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক মনিরুল হত্যার ঘটনায় আরো এক আসামী গ্র্রেফতার, ইজিবাইক উদ্ধার

    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় চাঞ্চল্যকর ইজিবাইক চালক মনিরুল হত্যা মামলায় তার খোয়া যাওয়া ইজিবাইকসহ আরো এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার গাজীরহাট এলাকা থেকে দেবহাটা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
    গ্রেফতারকৃত আসামীর নাম রমজান আলী (৪০)। তিনি কালিড়ঞ্জ উপজেলার সোনাটিকারী গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে।
    গ্রেফতারকৃত রমজান আলীর দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কামটা গ্রামের কৌশিক সেন গুপ্তের পুকুর থেকে ও হাঁসড়াতলা সমাধিস্থলের পাশের একটি বাগান থেকে পাট পাট ছাড়ানো অবস্থায় নিহত মনিরুলের ব্যবহৃত ইজিবাইকটি উদ্ধার করা হয়।
    এর আগে গত ২ জুলাই ২০২০ ইং তারিখ বৃহষ্পতিবার সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিলাস মন্ডলের আদালতে নিহত ইজিবাইক চালক মনিরুলের স্ত্রী গ্রেফতারকৃত আসামী রাবেয়া খাতুন ও তার প্রেমিক উপজেলার কামটা গ্রামের ওহাব সরদারের ছেলে সাইদুর রহমান রাজু পৃথক পৃথকভাবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। জবানবন্দীতে কেন, কি কারনে, কোথায় ও কিভাবে মনিরুলকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে তার বর্ননা দেন। মনিরুলের স্ত্রী রাবেয়ার সাথে রাজুর অবৈধ সম্পর্কের জেরে তারা উভয়ে পরিকল্পনা করে তাকে হত্যা করেছে বলে আদালতে তারা জানান। উল্লেখ্য, গত ২৫ জুন ২০২০ ইং তারিখে সাংসারিক বিরোধে মনিরুল তার স্ত্রী রাবেয়াকে মারপিট করলে ওই দিন রাতে রাবেয়া ও তার প্রেমিক সাইদুর রহমান রাজু এবং রমজান নামের একজনসহ তিন জনে মিলে পরিকল্পিতভাবে মনিরুলকে হত্যা করে বলে রাবেয়া ও রাজু গত ২ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবান বন্দী প্রদান করেন। এরপর শুক্রবার সকালে এ মামলার অপর আসামী রমজানকে নিহত মনিরুলের ব্যবহৃত ইজিবাইকসহ গ্রেফতার করে পুলিশ।
    এ মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার পুলিশ পরিদর্শক উজ্জ্বল কুমার মৈত্র জানান, মনিরুল হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে মনিরুলের ব্যবহৃত ইজিবাইকসহ রমজানকে গ্রেফতার করা হয়েছে।

  • ভাদড়া সীমান্ত থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

    ভাদড়া সীমান্ত থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

    নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার ভাদড়া সীমান্ত এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) সদস্যরা। শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাদড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
    আটক মাদক ব্যবসায়ীর নাম মান্নান হোসেন গাজী (২৮)। তিনি সদর উপজেলার ভবানীপুর গ্রামের আজগর আলী গাজীর ছেলে।
    র‌্যাব জানায়, সদর উপজেলার ভাদড়া সীমান্ত এলাকায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তি র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় ভাদড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পাঁকা রাস্তার উপর থেকে উপর থেকে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মান্নানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
    র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এ.এস.পি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

  • দারোগার বিরুদ্ধে পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ করে সাজানো মামলায় ফেঁসে গেলেন তালার এক অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা

    দারোগার বিরুদ্ধে পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ করে সাজানো মামলায় ফেঁসে গেলেন অবসর প্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তা। অবসর প্রাপ্ত ওই ব্যাংক কর্মকর্তার প্রতিপক্ষ গ্রুপকে দারোগা উসকে দিয়ে ঘটনার ১৯ দিন পর সাজানো (হত্যা প্রচেষ্টা) মামলাটি তালা থানায় এজাহার হিসেবে গণ্য করেছেন। আর এই মামলার তদন্তকারী কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ তালা থানার সেই এসআই মেহেদি হাসানকে।
    সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা তালা থানার তেতুলিয়া গ্রামের আব্দুল লতিফ জানান, গত ৭ জুন তার দীর্ঘ দিনের ভোগ দখলীয় বাস্তভিটা সংলগ্ন ৬২ শতক জমি তার প্রতিপক্ষ ইসাহাক আলী মোড়ল লাঠিয়াল বাহিনী নিয়ে দখল করতে যায়। এ সময় দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তি রক্ষার জন্য আব্দুল রতিফ ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে ঘটে যায় বিপত্তি। দখলদার গ্রুপের ফোন পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশের এক বিশাল বহর। অভিযোগ রয়েছে ওই জমি দখলের জন্য এসআই মেহেদি হাসানের সাথে ব্যাংক কর্মকর্তা আব্দুল লতিফের প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে লেনদেন হয়েছে। ইসাহাক আলী মোড়ল ওই জমি দখল করতে না পারায় শত শত মানুষের সামনে এসআই মেহেদি অকথ্য ভাষায় গালিগালাচ ও সম্মানহানি ঘটায়। এ ঘটনার প্রতিকার চেয়ে ব্যাংকার অঅব্দুল লতিফ সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর গত ১৭ জুন একটি অভিযোগ দাখিল করেছেন। এরপর এসআই মেহেদি প্রতিশোধ পরায়ন হয়ে ওঠেন। তার বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে দেয়া অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হলে গত ১৯ জুন ইসাহাক মোড়লের ছেলে আব্দুল্লাহ আল মামুন সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ব্যাংকার আব্দুল লতিফ তার মায়ের পেটে লাখি মারে। অথচ গত ২৬ জুন তালা থানার দায়ের করা মামলায় অভিযোগ করেছেন ব্যাংক কর্মকর্তা আব্দুল লতিফ হত্যার উদ্ধেশ্যে ইসাহাক মোড়লের মাথায় কোপ দিতে গেলে হাত দিয়ে ঠেকানোর সময় তার হাতের আঙুল কেটে যায়। অভিযোগ রয়েছে সবকিছু ঘটেছে তালা থানার এসআই মেহেদি হাসানের ইন্ধনে। এ ঘটনায় তালা থানার ওসি মেহেদি রাসেলের ভুমিকাও রহস্য জনক বলে জানা গেছে।
    এ ব্যাপারে তালা থানার এস আই মেহেদি হাসান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, তিনি দখল প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত নন। দুই পক্ষকে নিবৃত করার জন্য যতটুকু করার প্রয়োজন ততটুকুই তিনি করেছেন।

  • সুন্দরবন ভারতীয় পন্য চোরাচালানের রুট

    সুন্দরবন ভারতীয় পন্য চোরাচালানের রুট


    বিশেষ প্রতিনিধি,শ্যামনগর: শ্যামনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভারতীয় গরু আটক করেছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বংশীপুর গ্রামের গাইন বাড়ী সংলগ্ন লতিফ গাজীর বাড়ী থেকে পুলিশের উপ-পরিদর্শক (এস,আই) খবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গরুগুলো আটক করে। এসময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী লতিফ ও তার সহযোগীরা পালিয়ে যায়।
    শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘবদ্ধ পাচারকারি চক্র সুন্দরবনের ভিতর দিয়ে ট্রলারে করে ভারতীয় গরু শ্যামনগরে এনে বিক্রির খবর গোপনে নিশ্চিত হয়ে পুলিশ লতিফ গাজীর বাড়ীতে হানা দেয়। এসময়ে গোয়ালে রক্ষিত সাড়ে ৬ লাখ টাকা মূল্যের ১৩ টি ভারতীয় গুরু আটক করে। এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে। পুলিশ পাচারকারী চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে ওসি জানান।
    উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ পাচারকারী চক্র রাজনৈতিক দলের ছত্রছায়ায় এবং প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে সুন্দরবনের মধ্যে দিয়ে নদী পথে ট্রলারে করে ভারতীয় গরু পাচার করে দেশের বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে সরবরাহ করে আসছে। চিহ্নিত ওই পাচারকারী চক্রটি বারবার প্রশাসনের চোখে ধুলো দিয়ে গরু সহ অন্যান্য ভারতীয় আমদানি নিষিদ্ধ পন্য দেশে এনে বিভিন্ন স্থানে সরবরাহ করে দেশের অর্থনীতি ধ্বংস করে চলেছে। প্রভাবশালী হওয়ায় পাচারকারী চক্রটির বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রশাসন এ ব্যার্থতার দায়ভার এড়াতে পারে না। করোনা কালে দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক। সরকার নিরলস পরিশ্রম করে দেশের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আসন্ন কুরবানী ঈদ উপলক্ষে ভারতীয় গরু আমদানি নিষিদ্ধ করা হয়েছে। যাতে দেশীয় গরু খামারিরা লাভবান হয়। কিন্তু সবকিছু উপেক্ষা করে ওই চক্রটি ভারতীয় গরু পাচার করে দেশে এনে অর্থনীতিকে ব্যাপক ক্ষতির মুখে ফেলছে। স্থানীয় সুধী সমাজ পাচারকারী চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছে।

  • র‌্যাব-৬ সাতক্ষীরা কর্তৃক ৩০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামি গ্রেফতার ২

    র‌্যাব-৬ সাতক্ষীরা কর্তৃক ৩০৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামি গ্রেফতার ২

    সংবাদ বিজ্ঞপ্তি: গত ০৫ জুলাই ২০২০ সিনিঃ এএসপি মোঃ বজলুর রশীদ এর নেতৃত্বে র‌্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর এক আভিযানে যশোর জেলার শার্শা থানাধীন রাঢ়ীপুকুর গ্রামস্থ এলাকায় মোঃ মোহন(২৭) এর মিষ্টির দোকানের সামনের পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আহসান কবির(৩৮), পিতা- আবুল হোসেন, সাং- রাঢ়ীপুকুরিয়া, পোঃ চালিতা বাড়িয়া, থানা- শার্শা, জেলাঃ যশোর এবং ২। মোঃ জাহাঙ্গীর আলম(২৮), পিতা- আবুল কাশেম, মাতাঃ নেছারুন বেগম, সাং-পানিকাউরিয়া, থানাঃ কলারোয়া, জেলাঃ সাতক্ষীরাদ্বয়ের হেফাজত হইতে ৩০৫(তিনশত পাঁচ) পিচ ইয়াবা, মোবাইল ফোন-০১টি এবং সীম কার্ড- ০১টি সহ হাতে নাতে গ্রেফতার করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়। মামলা নং-০৩, তাং-০৫/০৭/২০২০ ।

  • পুলিশের অভিযানে জব্দকৃত ৬৫৫ বস্তা গম আবারো ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৪ টি ইউনিয়নে বিতরণের নির্দেশ দিয়েছে আদালত

    পুলিশের অভিযানে জব্দকৃত ৬৫৫ বস্তা গম আবারো ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৪ টি ইউনিয়নে বিতরণের নির্দেশ দিয়েছে আদালত

    স্টাফ রিপোটার: পুলিশের অভিযানে জব্দকৃত ৬৫৫ বস্তা গম আবারো ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৪ টি ইউনিয়নে বিতরণের নির্দেশ দিয়েছে সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান। রোববার ভার্চুয়াল শুনানী শেষে আজ সোমবার (৬ জুলাই) দুপুরে এ আদেশ দেন বিচারক।
    এর আগে এ মামলার পিপি (দুদক) মোস্তফা আসাদুজ্জামান দিলু জব্দকৃত আলামত পচনশীল হওয়ায় এর মধ্য থেকে ৫ কেজি নমুনা স্বরুপ রেখে বাকী সব আলমত বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহনের আদালতের কাছে আবেদন করেন। আদালত শুনানি শেষে উক্ত আদেশ প্রদান করেন।
    মামলার নথি ও পিপির আবেদন পর্যালোচনা শেষে আদলতের বিচারক জানতে পারেন যে, গত ২৫ জুন ২০২০ তারিখে কালিগঞ্জ থেকে ডিবিপুলিশের এস.আই হুসাইন মোস্তফা আলম ৬৫৫ বস্তা গম (৩৯ হাজার৩০০ কেজি) জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন । যার নং-নং ১৬৪৫, তাং- ২৬/৬/২০২০। একইসাথে ফৌঃকাঃ বিধি ৫৪ ধারা মোতাবেক আসামী শহীদুল ইসলাম, আব্দুল গণি, লিয়াকত সরদার ও আবু খালেক ঘোরামিকে গ্রেফতার করে আদালতে হাজির করেন এবং দুর্নীতি দমন কশিমন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ৪০৯/৪২০/৪৬৮/৪৭১/৪৭৭/(ক)/১০৯ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা মোতাবেক গত ২৭/৬/২০২০ তারিখে মামলা দায়ের করেন। এ মামলায় দুদক পিপি গত ২৯/৬/২০২০ তারিখে আসামীদের অত্র মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করিলে গত ৩০/০৬/২০২০ তারিখে ভার্চুয়াল শুনানী অন্তে তা মঞ্জুর করা হয় এবং আসামীদের মামলায় গ্রেফতার দেখাইয়া হাজতী পরোনায়া ইস্যু করা হয়।
    আলামত যেহেতু পচনশীল দ্রব্য সেহেতু তা নষ্ট না করিয়া জনকল্যানে ব্যবহার করা সমীচিন বলে আবেদনে উল্লেখ করা হয়। বিচারক নথি পর্যালোচনা শেষে সম্প্রতি সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত হওয়ায় জবদকৃত আলামতের ৫ কেজি নমুনা স্বরুপ রেখে বাকী গুলো সব আম্পানে ক্ষতিগ্রস্ত দূর্গত এলাকা শ্যামনগর উপজেলার কাশিমাড়ী, কালিগঞ্জের কৃষ্ণনগর, আশাশুনি সদর ও আনুলিয়া ইউনিয়নের মানুষের মাঝে বন্টনের লক্ষ্যে জেলা পুলিশকে দায়িত্ব দেন। সাতক্ষীরা জেলা পুলিশ বর্ণিত ৪ টি ইউনিয়নের ক্ষতিস্ত জনগনের মাঝে বন্টন শেষে আদালতকে একটি বন্টন প্রতিবেদন দাখিল করার জন্যও ওই আদেশে বলা হয়েছে। একই সাথে আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপার সাতক্ষীরা, দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, খুলনা ও বিজ্ঞপিপি দুদক বরাবর প্রেরন করার জন্য বলা হয়। উক্ত ভার্চুয়াল শুনানিতে এ সময় অংশ নেন দুদকের পিপি এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু ও জেল সুপার।
    উল্লেখ্য ঃ এর আগেও গত ২৮ মে ২০২০ তারিখে ৮১৭ বস্তা জব্দকৃত গম আম্পান ক্ষতিগ্রস্থ এলাকায় বিতরণের নির্দেশ দেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা পুলিশ সুষ্ঠভাবে ওই গম ক্ষস্থিগ্রস্থ এলাকার মানুষের মধ্যে বিতরণ করেন।

  • কালিয়ানী সীমান্ত থেকে প্রায় ১০ কেজি ভারতীয় রূপাসহ এক চোরাকারবারী আটক

    কালিয়ানী সীমান্ত থেকে প্রায় ১০ কেজি ভারতীয় রূপাসহ এক চোরাকারবারী আটক

    স্টাফ রিপোটার ঃ সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত থেকে প্রায় ১০ কেজি ভারতীয় রূপাসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে উক্ত রূপাসহ তাকে আটক করা হয়। জব্দকৃত রুপার বাজার মূল্য ৭ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।
    আটক চোরাকারবারীর নাম মোস্তাফিজুর রহমান মজনু (২৫) । সে সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কালিয়ানী গ্রামের তরিকুল ইসলাম গাজীর ছেলে।
    বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে সদর উপজেলার কালিয়ানী সীমান্তে রুপার একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার নায়েক তাজেদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৯ কেজি ৯৯০ গ্রাম ভারতীয় রুপাসহ চোরাকারবারী মোস্তাফিজুর রহমান মজনুকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত রুপার বাজার মূল্য ৭ লাখ ৯৯ হাজার ২০০ টাকা।
    সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাকারবারীকে রুপাসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

  • ঘুষের বিনিময়ে পাপুলকে সহায়তার অভিযোগে কুয়েতের ২ এমপি আটক

    ঘুষের বিনিময়ে পাপুলকে সহায়তার অভিযোগে কুয়েতের ২ এমপি আটক

    আন্তর্জাতিক ডেস্ক: মানব ও অর্থপাচারের মামলায় কুয়েতে কারাবন্দি বাংলাদেশের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে ঘুষের বিনিময়ে সহযোগিতা করার অভিযোগে দেশটির দুই এমপিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে কুয়েতের অপরাধ তদন্ত সংস্থা।
    দুবাইভিত্তিক সংবাদ মাধ্যম গালফ টাইমসের খবরে শনিবার (২৭ জুন) সন্ধ্যায় এ তথ্য জানানো হয়। গালফ টাইমসের খবরে বলা হয়, কুয়েতের দুই এমপি এর আগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের ঘনিষ্ঠ ছিলেন। তাদের বিরুদ্ধে পাপুলের অপকর্মের সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি।
    খবরে আরও বলা হয়, এর আগে এই দুই এমপি’র সংসদ সদস্য হিসেবে ‘দায় মুক্তি সুবিধা’ প্রত্যাহারের জন্য সংসদ কর্তৃপক্ষকে চিঠি দেয় পাবলিক প্রসিকিউশন দপ্তর। তাদের দায়মুক্তি সুবিধা সাময়িকভাবে স্থগিতের পরই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
    এর আগে, কুয়েতের অ্যাটর্নি জেনারেলে এমপি পাপুলকে ২১ দিনের জন্য কারাবন্দি রাখার আদেশ দেন। পাপুলের বিরুদ্ধে মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগ এনেছেন তিনি। অভিযোগ প্রমানিত হলে কুয়েতের আইন অনুযায়ী তার ১৫ বছরের জেল হতে পারে বলে জানা গেছে।

  • মেক্সিকোয় রাস্তার পাশ থেকে ১৪ লাশ উদ্ধার

    মেক্সিকোয় রাস্তার পাশ থেকে ১৪ লাশ উদ্ধার

    মেক্সিকোর উত্তরাঞ্চলীয় জাকাটিকাস রাজ্যে রাস্তার পাশ থেকে ১৪ টি লাশ উদ্ধার করা হয়েছে। আঞ্চলিক সরকার শুক্রবার এমনটি জানায়।কানাডার সংবাদ সংস্থা গ্লোবাল নিউজ এ খবর জানায়।

    জানা গেছে, ওই রাজ্যে ভয়ংকর অপরাধী চক্র তৎপরতা রয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে রাস্তার পাশে লাশগুলো কম্বল দিয়ে মোড়ানো এবং টেপ দিয়ে আটকানো অবস্থায় দেখা যায়।

    জাকাটিকাসের কৌঁসুলি ফ্রান্সিসকো মুরিল্লো সাংবাদিকদের বলেন, মৃতদের মধ্যে ৪ জনের লাশ শনাক্ত করা হয়েছে, তারা জুয়ান আলদামা শহরের অদিবাসী। মরদেহ পাওয়া গেছে ১৫০ কিলোমিটার দূরে ফ্রেসনিল্লোতে। তিনি বলেন, অন্য মৃতদেহগুলো চেনা যাচ্ছে না, এ সব মৃতদেহ বেশ কয়েকদিন আগের।

    জাকাটিকাস যুক্তরাষ্ট্রে মাদক পাচারের প্রধান রুট, বিশেষজ্ঞদের মতে এই এলাকায় মাদক পাচারে জড়িত স্থানীয় অন্তত তিনটি চক্র রয়েছে, এদের মধ্যে দুইটি শক্তিশালী গ্যাং রয়েছে।

    গত বুধবার উত্তর পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে প্রতিদ্বন্দ্বী সিনালোয়া গ্রুপের সংঘর্ষে ১৬ জন নিহত হয়েছেন। ২০০৬ সালে মেক্সিকো সেনাবাহিনী মাদক বিরোধী অভিযান শুরুর করার পর থেকে এ পর্যন্ত ২ লাখ ৯০ হাজার লোকের মৃত্যু হয়েছে।

  • স্যানিটাইজার দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আগেই সতর্ক হোন

    স্যানিটাইজার দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আগেই সতর্ক হোন

    নকল স্যানিটাইজার চিনুন। নামহীন ও মানহীণ ভুয়া হ্যান্ড স্যানিটাইজার দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আগেই সতর্ক হোন। এমন করেই সাধারণ ক্রেতাদের সাবধান হওয়ার অনুরোধ জানাচ্ছিলেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহানাজ হোসেন ফারিবা।

    রবিবার (২১ জুন) রাজধানীর মগবাজারে ভাম্যমাণ আদালত পরিচালনার সময় এমন দৃশ্যের অবতারণা হয়। সে সময় ভূয়া ও মানহীন স্যানিটাইজার বিক্রির অভিযোগে কয়েকটি ভাসমান দোকানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

    অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে বেশ কয়েকদিন ধরেই অভিযান চালিয়ে ওষুধের দোকান ও ফুটপাতে বসা হকারদের করোনা সুরক্ষা সামগ্রী বিক্রির নামে মানহীণ-ভেজাল হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করছে পরিলক্ষিত হচ্ছে। এই অবস্থায় জরিমাণা ও শাস্তির পরেও এদের দৌরাত্ম্য কমছে না।

    সুরাকা, টি হ্যান্ড ও স্যানসেটিভ নামে মানহীন অনুমোদিত স্যানিটাইজার বিক্রি হচ্ছে। এর ফলে ৬টি মামলায় ২০ টাকা জরিমাণা করাসহ স্যানিটাইজার জব্দ করে ধ্বংস করা হয়।

    এসব অসাধু ব্যক্তিদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সচেতন হওয়ার বিকল্প নেই বলেও জানান তিনি।

  • খুলনায় আল্টিমেটাম দিয়ে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

    খুলনায় আল্টিমেটাম দিয়ে চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

    খুলনায় ৭২ ঘণ্টার মধ্যে ডা. আব্দুর রকিব খানকে হত্যায় জড়িত বাকি আসামিদের গ্রেফতার ও খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের আল্টিমেটাম দিয়ে চিকিৎসকদের কর্মবিরতী স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা। 

    বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এ ঘোষণা দিয়েছেন। এদিকে একই সাথে কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন চিকিৎসক নেতারা।
     
    জানা যায়, রোগীর স্বজনদের হামলায় গুরুতর আহত খুলনার রাইসা ক্লিনিকের পরিচালক ডা. রকিব খান মঙ্গলবার সন্ধ্যায় আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট টেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ছিলেন। রাইসা ক্লিনিকে চিকিৎসা নেওয়া এক রোগীর মৃত্যুতে তার স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে সোমবার রাতে ডা. রকিবকে বেধড়ক মারপিট করে। এতে মাথায় আঘাত লাগায় মস্তিস্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়।এ ঘটনায় দ্রুত আসামিদের গ্রেফতার ও নিহতের পরিবারের সাথে দুর্ব্যবহার করায় খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানিয়ে বুধবার বিকাল থেকে টানা কর্মবিরতি শুরু করে খুলনার সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকরা। তবে বুধবার রাতে হত্যাকাণ্ডে জড়িত ৫ আসামিকে গ্রেফতার করে পুলিশ। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে খুলনা বিএমএ। 

    সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ জানান, ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেফতার ও খুলনা থানার ওসিকে প্রত্যাহার করা না হলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে। তবে রোগীর দুর্ভোগের কথা চিন্তা করে কর্মবিরতি আপাতত স্থগিত থাকবে। 

  • সেলাই মেশিন মেরামতে টাকা না পেয়ে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

    সেলাই মেশিন মেরামতে টাকা না পেয়ে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

    সেলাই মেশিন মেরামতের টাকা না পেয়ে বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক মাদ্রাসাছাত্রী। ঘটনাটি ঘটেছে নগরীর তাজহাট থানা এলাকার সিলিমপুর এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গেছে, সিলিমপুর এলাকার কৃষক আব্দুল মতিনের মেয়ে  মারুফা বেগম (১৯) মাহিগঞ্জ এলাকায় একটি কামিল মাদ্রাসায় পড়ে। তার সেলাই মেশিনটি নষ্ট হয়ে গেলে তা মেরামতের জন্য বাবার কাছে টাকা চায়। বাবা টাকা দিতে গড়িমসি করলে অভিমান করে বুধবার রাতে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

    তাজহাট থানার এসআই মামুন জানান, কারো কোনো অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছেন।

  • প্রয়াত মন্ত্রীকে কটূক্তি; বেরোবি’র সেই শিক্ষক বরখাস্ত

    প্রয়াত মন্ত্রীকে কটূক্তি; বেরোবি’র সেই শিক্ষক বরখাস্ত

    সদ্য প্রয়াত সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে কটূক্তি করা   বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সিরাজুম মনিরাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার রিমান্ড শুনানি শেষে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। 

    ১৩ জুন সন্ধ্যার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক সিরাজুম মনিরা তার নিজের ফেসবুক পেজে স্ট্যাটাসে মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তি করেন। তার এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় ওই দিন গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু হেনা মোস্তফা কামাল বাদী হয়ে তাজহাট থানায় ডিজিটাল আইনে মামলা দায়ের করেন। ওই দিন রাত সোয়া ২ টার দিকে শিক্ষক সিরাজুম মনিরাকে পুলিশ গ্রেফতার করে। এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারি প্রশাসক তাবিউর রহমান প্রধান জানান,  প্রয়াত মন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে কটূক্তি করায় বিশ্ববিদ্যালযের নিয়ম অনুযায়ী তাকে বরখাস্ত করা হয়েছে। তিনি জেল হাজতে থাকায় ডাক যোগে বরখাস্তের চিঠি পাঠানো হয়েছে। 
    মামলার তদন্তকারী কর্মকর্তা ও রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মহিবুল ইসলাম জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত তাজহাট এর বিচারক উক্ত শিক্ষককে দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

  • প্রেমিকের বিচার চেয়ে সুইসাইড নোট, অন্তঃসত্ত্বা স্কুলছাত্রীর আত্মহত্যা!

    প্রেমিকের বিচার চেয়ে সুইসাইড নোট, অন্তঃসত্ত্বা স্কুলছাত্রীর আত্মহত্যা!

    ‘আমার পেটে জীবনের বাচ্চা। আমিতো বেঁচে থাকতে ওর বিচার করতে পারলাম না। মরার পরে যেন কঠোর বিচার হয়” মৃত্যুর আগে এভাবে আবেগঘন সুইসাইড নোট লিখে দুই মাসের অন্তঃস্বত্তা এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার সকাল ৭ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়ের চর নিতাইল পাড়ার পূর্ব পাড়াতে এ ঘটনা ঘটে।

    ওই ছাত্রীর নাম সোনিয়া খাতুন (১৬)। তিনি শালঘর মধুয়া হাজী আছিয়া খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং নিতাইল পাড়ার সুফিয়া খাতুনের কন্যা। পুলিশ ও স্থানীয়রা জানান, একই এলাকায় জহুরুল হাজীর কলেজ পড়ুয়া ছেলে জীবনের (২০) সাথে সোনিয়ার প্রায় এক বছর যাবৎ প্রেম চলছিল। এর মাঝে তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সম্পর্কের এক পর্যায়ে সোনিয়া দুই মাসের অন্তঃস্বত্তা হয়ে পড়লে বিয়ের জন্য জীবনকে সোনিয়া চাপাচাপি করতে থাকে। এরপর গত শনিবার জীবনের সাথে পালিয়ে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে রাখে সোনিয়া। কিন্তু জীবন পালাতে রাজি না হওয়াই রবিবার সন্ধ্যায় জীবনের বাড়িতে ছুটে যায় সোনিয়া। এসময় জীবনের মা বাবা বোন মিলে সোনিয়াকে মারধর করে তাড়িয়ে দেয়। সোনিয়া সোজা বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পে গিয়ে লিখিত অভিযোগ করে। পুলিশ বিষয়টি দেখা হবে বলে আশ্বস্ত করে সোনিয়াকে বাড়ি পৌঁছে দেয়। অপমান আর ক্ষোভে সোমবার সকাল ৭ টার দিকে সুইসাইড নোট লিখে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সোনিয়া।

    নিহতের মা সুফিয়া খাতুন জানান, জীবনের সাথে গোপনে সোনিয়ার প্রেমের সম্পর্ক ছিল। জীবনের বাড়িতে গেলে ওরা মারধর করলে ক্যাম্পে যায় সোনিয়া। পরে পুলিশ সোনিয়াকে বাড়ি পৌঁছে দেয়। তিনি আরো জানান, রাতেই সোনিয়ার কাছ থেকে জানতে পারলাম ওদের শারীরিক সম্পর্ক ছিল এবং সোনিয়া দুই মাসের অন্তঃসত্ত্বা। তবে মেডিকেল টেস্ট করানো হয়নি। সুফিয়া জানান, আমার মেয়ে বাবা হারা। অনেক কষ্টে বড় করেছি। ওর সাথে যারা খারাপ কিছু করেছে, তাদের কঠোর বিচার চাই। 

    এ বিষয়ে বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ রেজাউল ইসলাম মুঠোফোনে জানান, মেয়েটি ক্যাম্পে এসে তার এক ছেলের সাথে প্রেমের কথা জানিয়ে বলে আমি বাড়ি গেলে পরিবারের লোকজন মারবে। এ কথা শুনে আমরা বাড়ি পৌঁছে দিয়েছি। তবে লিখিত অভিযোগের কথা তিনি অস্বীকার করেন। 

    কুমারখালী থানার ওসি অফিসার মজিবুর রহমান জানান, সুইসাইড নোট লিখে মেয়েটি ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তদন্তের স্বার্থে সুইসাইড নোটসহ একটি ডায়েরী জব্দ করা হয়েছে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে ঘটনার পর থেকেই জীবনসহ তার পরিবারের সকল সদস্য পলাতক রয়েছে।

  • তরুণীকে পাচারের পর যৌনপল্লিতে বিক্রি, যুবক গ্রেফতার

    তরুণীকে পাচারের পর যৌনপল্লিতে বিক্রি, যুবক গ্রেফতার

    :

    ডেক্স রিপোর্ট : কথা ছিল ঢাকায় নিয়ে চাকরি দেওয়া হবে। কিন্তু সেই চাকরির নামে নিজের অজান্তেই পাচার হয়ে যান এক তরুণী। পরে তাকে রাজবাড়ির দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত নিজের চেষ্টা ও ভাগ্যের জোরে অন্ধকার সেই জগৎ থেকে পালিয়ে আসতে সক্ষম হন তরুণী। এর পর ওই মানবপাচারকারীর বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দেন। যার পরিপ্রেক্ষিতে তড়িৎ ব্যবস্থা নেয় পুলিশ।

    মঙ্গলবার (১৬ জুন) ভোরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া এলাকা থেকে মানবপাচারকারী আলিফ হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়। আলিফ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় তকবুল হোসেনের ছেলে। 

    রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম মঙ্গলবার বিকেলে এ মানবপাচারের ঘটনা ও দোষি ব্যক্তি গ্রেফতার অভিযানের তথ্য নিশ্চিত করেন।

    ইফতে খায়ের আলম বলেন, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলিফ জানিয়েছেন- ঢাকার পোশাক কারখানায় চাকরি দেওয়ার নাম করে ওই তরুণীকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজবাড়ির দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে গিয়ে মাত্র ২৫ হাজার টাকায় তাকে বিক্রি করে দিয়ে আসেন। আলিফ মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত বলে জানিয়েছে। এ চক্রের আরও তিনজনের নাম বলেছে। বর্তমানে তাদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে।

    তিনি আরও বলেন, গোদাগাড়ীর ওই অসহায় তরুণীকে গত ৯ জুন চাকরির প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল আলিফ। ১৫ জুন ওই তরুণী বহু কষ্টে দৌলতদিয়া যৌনপল্লি থেকে পালিয়ে আসতে সক্ষম হন। তিনি বাড়ি ফিরে পরিবারকে ঘটনা খুলে বলেন। পরে তারা গোদাগাড়ী থানায় অভিযোগ করেন। পরে রাজশাহীর পুলিশ সুপার মো. শহিদুল্লাহর নির্দেশে তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়। ওই মানবপাচারকারীকে ধরতে রাতেই অভিযান শুরু করে গোদাগাড়ী থানা পুলিশ। 

    পরে মঙ্গলবার ভোরে মানবপাচারকারী আলিফকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।