বিশেষ প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার পৌর এলাকার সানিলা মহল্লার বাসিন্দা মো: নায়েব আলী। দুই বছর আগেও ছিলেন বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার আগে বেড়া হাই স্কুলেও তিন বছর প্রধান শিক্ষক ছিলেন। তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) বেড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদকও। তবে দু:খজনকভাবে ম্যানেজিং কমিটির সভাপতির রোষানলে পড়ে প্রায় দুই বছর বেতনভাতা না পেয়ে সংসার চালাতে এখন তিনি অন্যের জমি বর্গাচাষ করছেন। স্ত্রীসহ তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে জীবিকা নির্বাহে শ্রেণিকক্ষে ছাত্রদের পড়ানো ছেড়ে এখন তার দিন কাটে পরের জমিতে। জানা যায়, মো: নায়েব আলী বেড়া হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০২০ সালের ১ জানুয়ারি প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন বেড়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে। ওই সময় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ছিলেন স্থানীয় এমপি এ্যাড. শামসুল হক টুকুর ভাই,বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে আ: বাতেনের সঙ্গে প্রধান শিক্ষক নায়েব আলীর চাচা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলালের বিরোধ শুরু হয়। এতে আব্দুল বাতেনের বিরাগভাজন হয়ে পড়েন নায়েব আলী। নায়েব আলী জানান, এডহক কমিটির সভাপতি আব্দুল বাতেনের অনুসারী কিছু অসৎ শিক্ষক ও কর্মচারী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পুকুর ও জায়গা জবরদখল করে রেখেছিল। এরই মাঝে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে অফিস সহকারী পদে স্ত্রীর চাকরি দাবি করে আব্দুল বাতেনের এক সহযোগী। এসব অনৈতিক আবদারের বিরোধিতা করায় এক পর্যায়ে আব্দুল বাতেনের চক্ষুশূলে পরিণত হন প্রধান শিক্ষক নায়েব আলী। পাশাপাশি চাচা আব্দুর রশিদ দুলালের সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে তারা আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে। নায়েব আলী বলেন, অনিয়ম, দুর্নীতিতে বাধা দেওয়ায় এক পর্যায়ে আব্দুল বাতেন ও তার অনুসারীরা আমাকে শায়েস্তা করার পরিকল্পনা করে। পরিকল্পিত ষড়যন্ত্রে ২০২১ সালের জুলাই মাসে আমার বিরুদ্ধে দরপত্রে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলে তারা। এ ঘটনায় উপজেলা কৃষি অফিসারকে প্রধান ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে সদস্য করে একাধিক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হলে সুষ্ঠু তদন্তের স্বার্থে আমাকে ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়। এরপর আমার অবর্তমানে সহকারী প্রধান শিক্ষক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার কথা থাকলেও তাকে দায়িত্ব না দিয়ে নিয়মবহির্ভূতভাবে তার আজ্ঞাবহ জুনিয়র শিক্ষক শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন সভাপতি। নায়েব আলী আরও বলেন, অভিযোগ তদন্তে কমিটি কাজ শুরু করলে ম্যানেজিং কমিটি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অসহযোগিতায় এখন পর্যন্ত তদন্ত কাজ হয়নি। নিয়ম অনুযায়ী, সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বেতন ভাতা পাওয়ার কথা থাকলেও গত আড়াই বছরে আমাকে একটি টাকাও বেতনভাতা দেওয়া হয়নি। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খবির উদ্দিন জানান, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তদন্ত কমিটিকে কোনো নথিপত্র দেখায়নি। ফলে একাধিকবার চেষ্টা করেও তদন্তকাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।২০২২ সালের ২ মার্চ স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শামসুল হক টুকুর ছেলে, বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস রঞ্জনকে সভাপতি করে ছয় মাসের জন্য নতুন এডহক কমিটি অনুমোদন দেয়া হয়। পরে ২০২৩ সালের জানুয়ারি মাসে নিজেকে সভাপতি করে দুই বছরের মেয়াদে ১০ সদস্যের ম্যানেজিং কমিটির অনুমোদন করিয়ে নেন আসিফ শামস রঞ্জন।এদিকে বেতনভাতা না পেয়ে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষাবোর্ড ও মন্ত্রণালয়ে সুরাহা চেয়ে আবেদন করেন ভুক্তভোগী প্রধান শিক্ষক নায়েব আলী। এর প্রেক্ষিতে ২০২২ সালে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: জিয়াউল হক স্বাক্ষরিত একটি পত্রে সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক নায়েব আলীকে কেন বেতন ভাতা দেয়া হচ্ছে না জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ ও পরবর্তীতে ৩ অক্টোবর ২০২২ তারিখে সমুদয় বেতন ভাতা প্রদানের নির্দেশনা দিয়ে ম্যানেজিং কমিটিকে চিঠি দেওয়া হয়। এরপরেও নায়েব আলীকে বেতন ভাতা দেয়নি ম্যানেজিং কমিটি। দিনের পর দিন বেতন না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রধান শিক্ষক নায়েব আলী। জীবিকার তাগিদে বাধ্য হয়েই করছেন অন্যের জমি চাষবাস। ভুক্তভোগী বরখাস্তকৃত প্রধান শিক্ষক নায়েব আলী জানান, যে সকল অভিযোগ এনে আমাকে হেনস্থা করা হচ্ছে, তার কোনো তথ্য প্রমাণ নেই। যার কারণে তারা তদন্তও করতে দেন নাই। সাময়িক বরখাস্তের ৬০ দিন পেরিয়ে গেলেও তারা আমাকে বেতনভাতা দূরের কথা, আমাকে স্কুলের আশেপাশেও যেতে দেন না সভাপতির অনুসারীরা। হুমকি দিয়ে ভয়ভীতি দেখান। এ ব্যাপারে সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, নিয়ম থাকলেও আমি এ দায়িত্ব পাইনি। কেন পাইনি এ বিষয়ে বেশি কিছু বলতে পারব না। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, পছন্দের ব্যক্তিকে দায়িত্ব দিতে, প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম আগ্রহী নন এমন লিখিত মুচলেকা দিতে বাধ্য করা হয়। সভাপতির অনুসারীরা বিদ্যালয়কে লুটপাটের আখড়ায় পরিণত করেছে। এসবের প্রতিবাদ করলে চাকরিচ্যুত করার ভয় দেখানো হয়।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে সাংবাদিক পরিচয় দিলে কথা বলবেন না জানিয়ে ফোন কেটে দেন। পরবর্তীতে আবারও ফোন করা হলে তিনি রিসিভ করেননি। এডহক কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতেনের ফোনে কল দেয়া হলে তা বন্ধ পাওয়া গেছে। বিদ্যালয় কমিটির বর্তমান সভাপতি আসিফ রঞ্জন শামসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন। ক্ষুদেবার্তায় পরিচয় ও এ বিষয়ে তার বক্তব্যের প্রয়োজনীয়তা জানিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।এ ব্যাপারে পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, নতুন যোগদান করায় বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
Author: dakshinermashal
-

সাতক্ষীরায় তিন শতাধিক মানুষের মাঝে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
সাতক্ষীরায় তিন শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব।
বুধবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে মানুষের মাঝে খাদ্য সামগ্রী হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডা. সুশান্ত ঘোষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সনাক সাতক্ষীরার সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাস, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সাপ্তাহিক সূর্যের আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎ¯œা দত্ত, ম্যানগ্রোভ সভাঘরের সমন্বয়কারী কবি স ম তুহিম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান মিল্টন, প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য অ্যাড. মুনীরউদ্দীন, এম জিল্লুর রহমান, আহসানুর রহমান রাজীব, আব্দুস সামাদ, শেখ তানজির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রত্যেকের মাঝে ৬ কেজি চাল, দেড় কেজি ডাল, ১ লিটার সোয়াবিন তেল, দুই প্যাকেট সেমাই ও পাঁচশ গ্রাম চিনির প্যাকেজ বিতরণ করা হয়।
-

বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঈদ বস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদ- উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে । বুধবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে প্রধান অতিথি হিসেবে এ ঈদ বস্ত্র বিতরণ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় স্বল্প আয়ের মানুষেরা ঈদ বস্ত্র শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী পেয়ে বেজায় খুশিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বীর মুক্তিযোদ্ধা এমপি রবির জন্য মন খুলে দোয়া করতে দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দীন হিমেল প্রমুখ।
-

রিজাউল করিম : সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক শরিফুল ইসলাম খাঁন ওরফে বাবু খাঁনের পক্ষ থেকে সদর উপজেলার ১৭ টি মাদ্রাসা, এতিম খানা ও মসজিদে ইফতার বিতরণ করা হয়েছে।
গত বুধবার বিকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার থেকে প্রায় সাড়ে ৪ হাজার রোজাদার মানুষের মাঝে রান্না করা এসব খাবার ভ্যান যোগে পৌছে দেয়া হয়।এ সময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আক্তারুল ইসলাম, আব্দুল আলীম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
শরিফুল ইসলাম খাঁন ওরফে বাবু খাঁন জানান, আগামীতেও অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে তার পক্ষ থেকে এ ধরনের খাদ্য সহযোগিতাসহ সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
-

তালা উপজেলা জাতীয় পার্টির ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠানে এম,পি প্রার্থী সৈয়দ দিদার বখত্
সংবাদ বিজ্ঞপ্তি: তালায় পবিত্র মাহে রমজানে রোজাদারদের সম্মানে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬রমজান) তালা ডাকবাংলো চত্বরে জাতীয় পার্টির দোয়া ইফতার মাহফিলে উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা সৈয়দ দিদার বখত্ ।
দোয়া ও ইফতার মাহফিলে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সি.যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম,সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল,মাষ্টার আব্দুল আজিজ,ডা: আকরাম হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু,আলহাজ্ব আমিনুর ইসলাম আলম, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব,ডা: আবুল বাশার, বিএম বাবলুর রহমান,খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আজিজুর রহমান,খলিষখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: নুরুল ইসলাম মোল্লা,সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মো:আশরাফুল,কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: জামাল উদ্দীন মোড়ল,তেতুঁলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. জিল্লুর রহমান,জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: হাশেম আলী গাজী, ইসলামকার্টি ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো: ইমরান হোসেন বাবু,জাতীয় সেচ্ছাসেবক পার্টি তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম,জাতীয় যুব সংহতির সভাপতি(ভারপ্রাপ্ত) এসএম তকিম উদ্দীন,সদর ইউনিয়ন যুব সংহতির সভাপতি লিটন হুসাইন,সাধারণ সম্পাদক শেখ ইকবল হোসেন,যুব নেতা মতিয়ার রহমান,মো: বাহারুল ইসলাম,নেয়ামত আলী মোড়ল,জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার সি.সহ-সভাপতি বিএম জুলফিকার রায়হান, তালা উপজেলা শাখার সভাপতি মো: নজরুল ইসলাম রাজু,সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু,খেশরা ইউনিয়ন ছাত্র সমাজের সভাপতি মো: সাগর গাজী,ছাত্রনেতা সৌরভ খান,মো: রবিউল ইসলাম বাবু,তালা উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মো: আশিকুর রহমান মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
দোয়া ও ইফতার মাহফিলে জাতীয় পার্টির প্রতিষ্ঠান চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্টপতি পল্লীবন্ধু এরশাদ সাহেবের রুহের মাগফিরাত কামনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের এর দীর্ঘ আয়ু কামনা করার সহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্ এমপি প্রার্থী ও উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলামের জন্য দোয়া ও সমর্থন কামনা করা হয়।পবিত্র কুরআন তেলোয়াত করেন মাওলানা জালাল উদ্দীন ও অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা তাওহীদুর রহমান।
-
কালিগঞ্জ ও শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ৮ বিএনপি ও জামায়াত নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি ঃ নাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ছয়জন বিএনপি জামায়াতের ছয়জন ও শ্যামনগরে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুরের একটি মসজিদের পাশ থেকে এবং সোমবার রাত ১২টার দিকে শ্যামনগর উপজেলার গাবুরা ও বুড়িগোয়ালিনি নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুরের শেখ মোক্তার হোসেনের ছেলে থানা বিএনপি’র আহবায়ক শেখ এবাদুল ইসলাম(৬১), একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও থানা বিএনপির সদস্যসচিব শফিকুল ইসলাম(৫০), একই গ্রামের শেখ নাসিরউদ্দিনের ছেলে শেখ আব্দুস সাত্তার (৫৩), মুকুন্দুমধুসুধনপুর গ্রামের আকবর আলী মোড়লের ছেলে ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম(৪৪), সেহারা গ্রামের নিয়ামত আলীর ছেলে জামায়াত নেতা নিজামউদ্দিন গাজী (৪৯) ও একই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে জামায়াত নেতা রফিকুল ইসলাম (৫৫), শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা গ্রামের সোহরাব হাজীর ছেলে গাবুরা ইউপি চেয়ারম্যান ও শ্যামনগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম মাসুদুল আলম (৬০) ও বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান পোড়াকাটলা গ্রামের রুপচাঁদ গাজীর ছেলে জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম(৬২)।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুর রহমান জানান, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে বাজারগ্রাম রহিমপুরের একটি মসজিদের পাশে নাশকতার পরিকল্পনাকালে এবাদুল শেখ ও জাহাঙ্গীর আলমসহ ছয়জন বিএনপি- জামায়াতের নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক নকীব আহম্মেদ পান্নু বাদি হয়ে গ্রেপ্তারকৃত ছয়জন বিএনপি জামায়াত নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মঙ্গলবার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। তাদেরকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তবে মুকুন্দ মধুসুধনপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আকবর আলী মোড়ল জানান, তার ছেলে জাহাঙ্গীর আলমকে সোমবার দিবাগত রাত দুইটার দিকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃত বিএনপি নেতা মাসুদুল আলম ও জামায়াত নেতা নজরুল ইসলামকে গত বছরের ৭ ডিসেম্বর থানা এলাকায় নাশকতা পরিকল্পনার মামলায় (৬নং )সোমবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। -
জুলাইয়ে শুরু ঢাকার তৃতীয় মেট্রোরেলের নির্মাণকাজ
নিজস্ব প্রতিবেদক :
উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুরের মধ্যে তৈরি হচ্ছে বাংলাদেশের প্রথম মেট্রোরেল। মেট্রো লাইনটির উত্তরা-আগারগাঁও অংশে বর্তমানে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়েছে। দ্বিতীয় মেট্রোরেলটি তৈরি হচ্ছে ঢাকার বিমানবন্দর থেকে কমলাপুরের মধ্যে, যার নির্মাণকাজ গত ২ ফেব্রুয়ারি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ও দ্বিতীয় মেট্রোরেলের পর ঢাকার তৃতীয় মেট্রোরেলের কাজ শুরু হতে যাচ্ছে আগামী জুলাইয়ে। ২০ কিলোমিটার দীর্ঘ তৃতীয় মেট্রোরেলটি তৈরি হবে হেমায়েতপুর থেকে ভাটারার মধ্যে। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
তিনি বলেন, ‘আগামীকাল ডিএমটিসিএলের পরিচালনা পর্ষদের একটি সভা অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এ সভায় এমআরটি লাইন-৫, নর্দার্ন রুটের (হেমায়েতপুর-ভাটারা) প্রথম প্যাকেজ অনুমোদন হবে। অনুমোদনের পর আগামী জুলাই নাগাদ আমরা এ মেট্রোরেল লাইনের কাজ শুরু করতে পারব।’
সাভারের হেমায়েতপুর থেকে শুরু হয়ে গাবতলী, মিরপুর-১, মিরপুর-১০, কচুক্ষেত-বনানী, নতুনবাজার থেকে ভাটারা পর্যন্ত তৈরি হবে ঢাকার তৃতীয় মেট্রোরেল। এর মধ্যে হেমায়েতপুর থেকে আমিনবাজার এবং নতুন বাজার থেকে ভাটারা পর্যন্ত অংশটি তৈরি করা উড়ালপথে। মাঝের অংশটি তৈরি হবে পাতালপথে। উড়ালপথে পাঁচটি ও পাতালপথে তৈরি হবে নয়টি স্টেশন। মেট্রোটি নির্মাণে খরচ হবে ৪১ হাজার ২৩৮ কোটি টাকা, যার সিংহভাগই ঋণ হিসেবে দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, হেমায়েতপুরে ডিপো এলাকার ভূমি উন্নয়নের মধ্য দিয়ে মেট্রোরেলটির নির্মাণকাজ শুরু হবে। কাজটির জন্য দরপত্রের আর্থিক মূল্যায়নের কাজ শেষ হয়েছে এবং এতে জাইকা সম্মতিও দিয়েছে।
হেমায়েতপুরে ডিপো ও ডিপো অ্যাকসেস করিডোর নির্মাণের জন্য ৯৯ দশমিক ২৫ একর জমি অধিগ্রহণের জন্য এরই মধ্যে ৯৩৪ কোটি ৮৪ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। গত বছরের ৩ অক্টোবর অধিগ্রহণ করা জমি বুঝে পেয়েছে ডিএমটিসিএল।
ঢাকায় সব মিলিয়ে ছয়টি মেট্রোরেল লাইন তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। তিন ধাপে গড়ে তোলা হচ্ছে ঢাকার মেট্রো নেটওয়ার্ক। প্রথম ধাপে জাপানের ঋণে উত্তরা-মতিঝিল-কমলাপুর মেট্রোর (এমআরটি-৬) কাজ চলমান। দ্বিতীয় ধাপে গড়ে তোলা হচ্ছে বিমানবন্দর-কমলাপুর-পূর্বাচল (এমআরটি-১) ও হেমায়েতপুর-ভাটারা (এমআরটি-৫, নর্দার্ন) মেট্রো। অন্যদিকে তৃতীয় ধাপে গড়ে তোলা হবে আরো তিনটি মেট্রো, যেগুলো বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে ২০৩০ সালের মধ্যে। তৃতীয় ধাপে বাস্তবায়ন পরিকল্পনায় থাকা মেট্রোরেলগুলো হলো কমলাপুর-সাইনবোর্ড-মদনপুর (এমআরটি-৪), গাবতলী-নারায়ণগঞ্জ (এমআরটি-২) ও গাবতলী-আফতাবনগর-দাশেরকান্দি (এমআরটি-৫, সাউদার্ন) মেট্রো।
-

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা, অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় হাবিবসহ চারজনের যাবজ্জীবন, ৪৪ জনের সাত বছর করে সশ্রম কারাদন্ড
বিশেষ প্রতিবেদক : কলারোয়ায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের পৃথক দুটি মামলায় জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনের যাবজ্জীবন সশ্রমকারাদন্ড ও বাকী ৪৪ জনের সাত বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। দুটি মামলার একই রায় পৃথক পৃথকভাবে চলবে। সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডল মঙ্গলবার সকাল সোয়া ১০টায় এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। তবে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল কাদের বাচ্চু ও রিপনসহ মামলায় সাজাপ্রাপ্ত ৪৮ জনের মধ্যে ১৩ জন পলাতক রয়েছেন।
বহুল আলোচিত এ মামলার রায় উপলক্ষে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে ৩৪জন আসামীকে স্পেশাল ট্রাইব্যুনাল -৩ এর কাঠগোড়ায় হাজির করানো হয়। এ ছাড়া জামিনে থাকা অ্যাড. আব্দুস সাত্তার ব্যতীত অ্যাড. আব্দুস সামাদ, ইয়াছিন, কামরুল ও আখলাকুর রহমান শেলী আদালতে হাজিরা দেননি। সব মিলিয়ে এ মামলায় সাজাপ্রাপ্ত ১৩ জন পলাতক রয়েছে।
মামলার সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব (৪৫), উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ হোসেন (৪৫), উপজেলার যুবদলের সভাপতি আব্দুল কাদের বাচ্চু (৪২), পৌর যুবদলের সাধারন সম্পাদক আরিফুর রহমান রনজু (৪০), উপজেলা মৎস্য দলের সাধারন সম্পাদক নজরুল ইসলাম(৪৬), সাবেক ছাত্রদলের সভাপতি রিপন (৩৫), বিএনপি নেতা আব্দুর রাজ্জাক (৪৮), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন (৪৫), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল রকিব মোল্যা (৪৩), কলারোয়া পৌর সভার মেয়র বিএনপি নেতা গাজী আক্তারুল ইসলাম (৩৮), বিএনপি নেতা মফিজুল ইসলাম(৪৪), পৌর ছাত্র দলের সভাপতি আব্দুল মজিদ (৩০), বিএনপি নেতা অ্যাড. আব্দুস সামাদ (৫২), বিএনপি নেতা হাসান আলী (৪৫), উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক ইয়াছিন আলী (৫৫), বিএনপি নেতা ময়না (৩৮), বিএনপি নেতা শিক্ষক আব্দুস সাত্তার (৫০), সাবেক উপজেলা ছাত্র দালের সভাপতি খালেদ মজ্ঞুর রোমেল (৪২), বিএনপি নেতা কলেজ শিক্ষক তোফাজ্জেল হোসেন সেন্টু (৫০), যুবনেতা মাজাহারুল ইসলাম (৪৫), বিএনপি নেতা আব্দুল মালেক (৩৮), বিএনপি নেতা আব্দুর রব (৪৬), উপজেলা কেরালকাতা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম (৪৩), যুগীখালী ই্উপি চেয়ারম্যান উপজেলা বিএপির যুগ্ম সাধারন সম্পাদক রবিউল ইসলাম (৫০), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল (৪৮), সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা অ্যাড. আব্দুস সাত্তার (৫২), যুবদল নেতা রিংকু (৩২), যুবদল নেতা আব্দুস সামাদ (৪৮), বিএনপি নেতা আলাউদ্দীন (৩৪), যুবদল নেতা আলতাফ হোসেন (৩৮), উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুর রহমান সনজু (৩৩), ছাত্র দলের সহ সভাপতি নাজমুল হোসেন (৩০), বিএনপি নেতা সাহাবুদ্দিন (৪৯), বিএনপি নেতা সাহেব আলী (৪৮), বিএনপি নেতা সিরাজুল ইসলাম (৫৫), যুবনেতা টাইগার খোকন (৩৮), যুব নেতা ট্রলি সহিদুল (৪২), বিএনপি নেতা কনক (৩৮), পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ কামরুল হোসেন (৫০), যুবদল নেতা মনিরুল ইসলাম (৩০), যুবদল নেতা ইয়াছিন আলী (৩৫), পৌর বিএনপির সহ সভাপতি আখলাকুর রহমান শেলী (৩২), বিএনপি নেতা শাহিনুর রহমান (৫২), বিএনপি নেতা বিদার মোড়ল (৪০), যুবদল নেতা সোহাগ হোসেন (২৮), বিএনপি সমর্থক মাহাফুজার রহমান মোল্যা (৩৮), জামায়াত কর্মী গফ্ফার গাজী (৪০),
তবে এ মামলার ৫০ জন চার্জশীটভুক্ত আসামীর মধ্যে মাহাফুজুর রহমান সাবু ও জাভিদ রায়হান লাকি কারাগারে থাকাকালিন মারা গেছেন। নাজমুল হোসেন, মোঃ আলাউদ্দিন, আব্দুল কাদের বাচ্চু, রিপন, মফিজুল ইসলাম, খালেদ মঞ্জুর,রোমেল, মাজাহারুল ইসলাম, আব্দুল মালেক, রবিউল ইসলাম, অ্যাড, আব্দুস সামাদ, ইয়াছিন আলী, কামরুল ইসলাম ও শেলী পলাতক রয়েছেন।সকাল সোয়া ১০টায় বিচারক বিশ্বনাথ মন্ডল রায় পড়ে শোনান। রায়ে বলা হয় অস্ত্র আইনের এফ ধারায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, রঞ্জু ও পলাতক আসামী আব্দুল কাদের বাচ্চু, রিপন প্রত্যেককে জাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হলো। অপর ৪৪জন আসামীর প্রত্যেককে সাত বছর করে কারাদন্ড দেওয়া হলো। এ ছাড়া বিষ্ফোরক দ্রব্য আইনের তিন ধারায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব, রঞ্জু ও পলাতক আসামী আব্দুল কাদের বাচ্চু, রিপন প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হলো। অপর ৪৪জন আসামীর প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হলো।
রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি অ্যাড, মোহাম্মদ হোসেন, অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু, অতিরিক্ত পিপি অ্যাড. সৈয়দ জিয়াউর রহমান প্রমুখ।
আসামীপক্ষে উপস্থিত ছিলেন অ্যাড. আব্দুল মজিদ (২), অ্যাড. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. শাহানারা বকুল প্রমুখ।
এ রায়ে খুশী বলে মতামত ব্যক্ত করেছেন জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ।
তবে আসামীপক্ষের আইনজীবী অ্যাড. শাহানার বকুল বলেন, এ রায়ে তারা খুশী নন। পূর্ণাঙ্গ রায়ের কাগজ হাতে পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে রায় শোনার পর আসামীপক্ষের স্বজনরা আদালত চত্বরে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, মন্টুসহ চারজনকে আটক করে। তবে পুলিশ এ বিষয়ে কোন কথা বলতে চায়নি।মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টার দিকে তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে সকাল ১১টা ৪০ মিনিটে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে রাস্তার উপর জেলা বিএনপি’র সভাপতি ও তৎকালিন সাংসদ হাবিবুল ইসলামের হাবিব ও বিএনপি নেতা রঞ্জুর নির্দেশে বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহি বাস(সাতক্ষীরা-জ-০৪-০০২৯) রাস্তার উপর আড় করে দিয়ে তার গাড়ি বহরে হামলা চালান। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাংবাদিকসহ ১০ জনকে মারপিট করা হয়।
এ ঘটনায় কলারোয়া থানা মামলা না নেওয়ায় ২ সেপ্টেম্বর কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার মোসলেমউদ্দিন বাদি হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০/৭৫ জনের নামে আদালতে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনা সঠিক নয় বলে আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত মামলা খারিজ করে দিলে বাদি জজ কোর্টে রিভিশন করেন। সেখানেও খারিজ হয়ে যায়। হাইকোর্ট ২০১৩ সালে ওই মামলা আমলে নেওয়ার নির্দেশ দেন। ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে এসে পৌঁছায়। ২০১৫ সালের ১৫ অক্টোবর শুনানী শেষ অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ওই দিনই মামলাটি থানায় রেকর্ড হওয়ার পর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুর রহমানকে তদন্তকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ তদন্ত শেষে সাড়ে ছয় মাস পর ২০১৬ সালের ৪ মে তিনি আদালতে ৫০ জনের নামে তিনটি অভিযোগপত্র দাখিল করেন। এরমধ্যে সিআরপি ১৫১/১৫ নং মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি চার্জশীটভুক্ত ৫০জনকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা দেন চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হুমায়ুন কবীর।
অপরদিকে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল -৩ এ মামলার অপর দুটি অংশে অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের এসটিসি ২০৭/১৫, ২০৮/১৫ এর মামলায় ১৫ জন সাক্ষী দেন। স্বাক্ষী চলাকালে রাষ্ট্রপক্ষে অবস্থানকারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের অতিরিক্ত এটর্ণি জেনারেল এসএম মুনিরকে হুমকি দেওয়ার ঘটনায় জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফের সদর থ্নাার সাধারণ ডায়েরীর তদন্তে বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ ১০জনের বিরুদ্ধে নন জিআর মামলা দায়ের করা হয়। যাহা আজো চলমান।
১২ এপ্রিল যুক্তিতর্ক শেষে আজ মঙ্গলবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল রায় এর জন্য দিন ধার্য করেন। এ দুটি মামলায় সম্প্রতি ইচ্চ আদালত থেকে অ্যাড. আব্দুস সাত্তার, অ্যাড. আব্দুস সামাদ, কামরুল ইসলাম, ইয়াছিন ও শেলী জামিনে মুক্তি পান। আজ অ্যাড. আব্দুস সাত্তার ব্যতীত বাকী চারজন আদালতে হাজিরা দেননি। ফলে সাজাপ্রাপ্ত ৪৮ জনের মধ্যে ১৩ জন পলাতক রয়েছে।
আদালতের রায় ঘোষণার সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ একেএম ফজলুল হক, সাধারণ সম্পাক নজরুল ইসলাম, সহসভাপ৫তি সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহম্মেদ রবিসহ অনেকেই উপস্থিত ছেলেন।# -

সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি
নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে সরকারি সহায়তা খাদ্য শস্য ভিজিএফ এর (চাল) বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা পৌরসভার আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভিজিএফ এর (চাল) বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা পৌরসভার ৪ হাজার ৬২০ জন অসহায় ও দুঃস্থ সুবিধাভোগীদের মাঝে জন প্রতি ১০ কেজি করে ভিজিএফ’র মোট ৪৬ টন ২১০ কেজি চাল সুষ্ঠু ভাবে চাল বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত হোসেন, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমানসহ সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -

কলারোয়া ছালিমপুর এ কে খান মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির অনুমোদন
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা কলারোয়ার ছালিমপুর এ কে খান মাধ্যমিক বিদ্যালয়ের চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। যার মেয়াদ থাকবে অনুমোদনের দিন থেকে ছয়মাস।
গত বুধবার (১২ এপ্রিল) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো.সিরাজুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
সাতক্ষীরা জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবিকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শাহানা আক্তার, মো. শহিদুল ইসলাম ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল্লাহ হেল আলিম। কলারোয়া ছালিমপুর এ কে খান মাধ্যমিক বিদ্যালয়ের চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির মেয়াদ থাকবে অনুমোদনের দিন থেকে ছয়মাস। -

ভারতে পাচারকালে চারটি সোনার বারসহ এক জন আটক
নিজস্ব প্রতিনিদি : সোমবার সন্ধ্যায় ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বালিয়াডাঙা সীমান্ত এলাকা থেকে চারটি সোনার বার, নগদ ৫০ হাজার টাকাসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। আটককৃত নাম ইমাম হোসেন (৪০)। সে কলারোয়া উপজেলার হঠাৎগঞ্জ গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, ভারতে সোনা পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কাকডাঙা বিওপির বিজিবি সদস্যরা বালিয়াডাঙা বাজার এলাকায় অবস্থান নেন। এসময় সাইকেলযোগে আসা ওই চোরাকারবারীকে চ্যালেঞ্জ করলে তার স্বীকারোক্তি অনুযায়ি তার কাছে থাকা সাইকেলের টায়ারের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪৬৬ গ্রাম ৪৫০ মিলিগ্রাম ও বাজারমূল্য ৩৯ লক্ষ ৩৬ হাজার ৮৩৮ টাকা। এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনা ও নগদ টাকা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে রাতেই কলারোয়া থানায় মামলা দেওয়া হয়েছে। আটক আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। -

সেঞ্চুরী সাতক্ষীরা উদ্যোগে শহরের ২৯ টি মসজিদে হাসিমুখ উপহার প্রদান
সেঞ্চুরী সাতক্ষীরা পরিচালক এবং আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন এর পক্ষ থেকে শহরের ২৯ টি মসজিদে হাসিমুখ উপহার প্রদান করা হয় ।সেঞ্চুরী সাতক্ষীরা উদ্যোগে শহরের ২৯ টি মসজিদের ইতেকাফ কারি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন,খাদেম, সভাপতির জন্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয় । শহরের একাডেমি জামে মসজিদ,বিসমিল্লাহ জামে মসজিদ,বায়তুন জান্নাহ জামে মসজিদ, আল আরাবিয়া জামে মসজিদ, কাটিয়া লস্কার পাড়া জামে মসজিদ,মাষ্টারপাড়া জামে মসজিদ, উত্তর কাটিয়া জামে মসজিদ,বায়তুন নূর জামে মসজিদ,ুবায়তুন ফালাহ জামে মসজিদ,রসূলপুর পূর্বপাড়া জামে মসজিদ, রসূলপুর আলে হাদিস জামে মসজিদ,রসূলপুর হানাফি জামে মসজিদ, রসূলপুর বায়তুন নূও জামে মসজিদ,কদমতলা জামে মসজিদ, কদমতলা আলে হাদিস জামে মসজিদ, মসজিদে বেলাল, সিটি কলেজ জামে মসজিদ, খোদেজাতুল কোবরা জামে মসজিদ, মসজিদে কুবা, পুলিশ লাাইন জামে মসজিদ,বাস টারমিনাল জামে মসজিদ, সদর হাসপাতাল জামে মসজিদ,আহছানিয়া জামে মসজিদ, পলাশপোল জামে মসজিদ,বায়তুন আমান জামে মসজিদ,জেলা আলে হাদিস জামে মসজিদ,মোট ২৯ টি মসজিদে উপহার সামগ্রী প্রদান করা হয় ।
-

ঐতিহাসিক মুজিবনগর দিবসে এমপি রবির পক্ষ থেকে সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
প্রেস-বিজ্ঞপ্তি : ঐতিহাসিক মুজিবনগর দিবসে সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে বঙ্গবন্ধুসহ সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা ও গভীর শ্রদ্ধাঞ্জলি। আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। একাত্তরের এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। ১৯৭১ সালে ২৫ মার্চ দিবাগত রাতে জাতির জনক বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। তারপর ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন। সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। এছাড়া মুজিবনগর সরকার’র অস্থায়ী রাষ্ট্রপতি হন শহিদ সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী হন তাজউদ্দীন আহমেদ, মন্ত্রী পরিষদের সদস্য হন শহিদ ক্যাপ্টেন মনসুর আলী ও শহিদ এএইচএম কামরুজ্জামান।
একই বছরের ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। মুজিবনগর সরকারের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একাত্তরের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ দিন গণপ্রজাতন্ত্ররূপে বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণাপত্রে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়। মুজিব নগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জনের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে। -

সুন্দরবনে বিভিন্ন সময় আত্মসমর্পন করা জলদস্যূদের মাঝে র্যাবের ঈদ সামগ্রী বিতরন
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার সুন্দরবনে বিভিন্ন সময় আত্মসমর্পন করা ১৫ জন জলদস্যুর মাঝে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করেছে র্যাব-৬। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পে এই আয়োজন করা হয়। এসময় র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানী কমান্ডার মেজর গালিব সহ র্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসব জলদস্যূরা বিভিন্ন সময় আইনশৃংখলা বাহিনীর কাছে আত্মসমর্পন করেছিলো। বর্তমানে তারা কৃষিকাজ সহ অন্যান্য পেশায় নিয়োজিত রয়েছেন।
ঈদ উপহার ও আর্থিক সহায়তা পাওয়া প্রাক্তন জলদস্যূরা হলেন- সাতক্ষীরার মোঃ সোলায়মান গাজী, মোঃ আনোয়ারুল ইসলাম গাজী, মোঃ আলম সানা, মুকুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, নাজমুল মল্লিক, সাদ্দাম তরফদার, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ সবুজ হোসেন, মোঃ আব্দুল করিম ওরফে ম্যাজিক, মোঃ সেলিম মোড়ল, মোঃ এবাদুল ইসলাম, তইবুর মোড়ল, শেখ আবু জাফর ও যশোরের অভয়নগরের আমিরুল ইসলাম।
র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর গালিব বলেন, প্রতিবছর ঈদ উপলক্ষ্যে র্যাবের উদ্যোগে প্রাক্তন জলদস্যূ ছাড়াও দুঃস্থ ও গরীব সহ বিভিন্ন মানুষের মাঝে এ ধরনের উপহার বিতরন করে থাকে। ১৫ জন বিভিন্ন সময়ে আত্মসমর্পন করা জলদস্যূদের মাঝে আজ এই ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এটি পেয়ে তারা অনেক খুশী হয়েছে। আমরা চাই তারা বর্তমানে যেভাবে স্বাভাবিক জীবনযাপন করছে সেটাই চালিয়ে যাক। তারা যাতে অসৎ পথে পুনরায় পা না বাড়ায় সেজন্যই আমাদের এই উদ্যোগ। -

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ এপ্রিল সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ডিডিএলজি মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শাকিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার মন্ডল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম শফিউল আযম, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। -

শ্যামনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত
শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, থানা অফিসার ইনচার্জ নুর ইসলাম বাদল প্রমুখ। এসময় সকল সরকারি -বেসরকারি কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। -

শ্যামনগরে রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরন
শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্টোকে প্যারলাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমিয়া রোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এককালীন অনুদানের চেক বিতরন করা হয়েছে। ১৭ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা হলরুমে চেক বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, থানা অফিসার ইনচার্জ নুর ইসলাম বাদল প্রমুখ। বক্তব্য শেষে অতিথিগণ রোগীদের মাঝে অনুদানের চেক তুলে দেন। -

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরন
শ্যামনগর ব্যুরো ঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর উদ্যোগে জনশুমারী ও গৃহ গননা-২০২১ প্রকল্প হতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ শ্যামনগর উপজেলা ব্যাপী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (ট্যাবলেট)- ট্যাব আনুষ্ঠানিক ভাবে বিতরন করা হয়েছে। ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় শ্যামনগর উপজেলা হলরুমে এ উপহার বিতরন অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ভারপ্রাপ্ত শ্যামনগর উপজেলা পরিসংখ্যান অফিসার আমজাদ হোসেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, থানা অফিসার ইনচার্জ নুর ইসলাম বাদল প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তব্য পর্বের পর অতিথিগণ শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন।