Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
dakshinermashal, Author at Daily Dakshinermashal - Page 49 of 398

Author: dakshinermashal

  • মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে গৃহীত কর্মপরিকল্পনা বিষয়ক  সভা অনুষ্ঠিত

    মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে স্মার্ট বাংলাদেশ সম্পর্কে গৃহীত কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত

    ডেস্ক রিপোর্ট : স্মার্ট বাংলাদেশ ও ভিশন-২০৪১ সম্পর্কে গৃহীত কর্মপরিকল্পনা ব্যাপকভাবে প্রচারের নিমিত্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে (বামুকট্রা) অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল ২০২৩ খ্রি. রবিবার বেলা ৩:০০ ঘটিকায় ৮৮ মতিঝিল বাণিজ্যিক এলাকায় অবস্থিত ট্রাস্টের প্রধান কার্যালয় ‘স্বাধীনতা ভবন’ এর সম্মেলনকক্ষে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট্রের সচিব (উপসচিব) তরফদার মোঃ আক্তার জামীল এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ  মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এস এম মাহাবুবুর রহমান।

    সভার শুরুতেই স্মার্ট বাংলাদেশ ও ভিশন-২০৪১ এর উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সভায় স্মার্ট বাংলাদেশ এর ৪টি স্তম্ভ (স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নেন্স, স্মার্ট সোসাইটি), স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে সরকারের সিদ্ধান্তসমূহ, লক্ষ্য অর্জনের ক্ষেত্রসমূহ, লক্ষ্য অর্জনে প্রযুক্তির ব্যবহার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বামুকট্রাসহ বিভিন্ন দপ্তর কর্তৃক পরিচালিত কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনার উপর বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা  মো: আনোয়ার হোসেন পাহাড়ী, বীরপ্রতীক , যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মাজেদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো: আবদুল লতিফ প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে তাঁরই সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ঘোষণা করেছিলেন রূপকল্প ২০২১: ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তব। এ লক্ষ্য অর্জিত হবার পর আমাদের পরবর্তী গন্তব্য রূপকল্প ২০৪১: স্মার্ট বাংলাদেশ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ অর্জনের মাধ্যমে আমরা জ্ঞান ভিত্তিক, উদ্ভাবনী ও অন্তর্ভূক্তিমূলক উচ্চ আয়ের দেশে পরিণত হব।

  • ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরার স্থানান্তরিত শাখার শুভ উদ্বোধন

    ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরার স্থানান্তরিত শাখার শুভ উদ্বোধন



    সাতক্ষীরা প্রতিনিধি ঃ ন্যাশনাল ব্যাংক লিমিটেড সাতক্ষীরার স্থানান্তরিত
    শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা শহরের
    সংগীতা মোড়স্থ আবুল কাশেম সড়কের মোল্লা টাওয়ারের দ্বিতীয় তলায় ফিতা কেটে
    এ শাখার শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ন্যাশনাল ব্যাংকের
    ভাইস প্রেসিডেন্ট ও খুলনা আঞ্চলিক প্রধান মো: জালাল উদ্দিন প্রামানিক।
    এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্যাংক সাতক্ষীরা শাখার
    ব্যবস্থাপক ইলিয়াস ইকবাল, ব্যাংকটির সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম,
    ব্যবসায়ী শফিক উদ্দিন আহমেদ, ব্যবসায়ী আল ফেরদাউস আলফা, সমাজ সেবক আলমগীর
    হোসেনসহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, ন্যাশনাল ব্যাংক
    খুলনা অঅঞ্চলিক অফিসের কর্মকর্তা আফতাবুজ্জামান।
    প্রধান অতিথি এসময় বলেন, ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে মানুষকে
    সেবা প্রদান করে আসছে। আশা করি আগামিতেও এ প্রতিষ্ঠানটি সাধারন মানুষকে
    আরও  ভালো ভাবে সেবা প্রদান করবে। পরে সেখানে এক দোয়া অনুষ্ঠান আয়োজন করা
    হয়।##

  • তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

    তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন

    নজরুল ইসলাম সভাপতি, জলিল আহমেদ সম্পাদক নির্বাচিত

    প্রেস রিলিজ: তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা সভাপতি এস,এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত হয়।

    তালা প্রেসক্লাবের সভাপতি এস,এম নজরুল ইসলামের সভাপতিত্বে ২৯ শে এপ্রিল বিকাল ৪ টায় অনুষ্টিত সভায় তিনি সকল সদস্য গনের দৃষ্টি আকর্ষন করে বলেন, তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ৩ বৎসর এর মেয়াদ ৩০ শে এপ্রিল ২০২৩ উর্ত্তীন্ন হবে।পরবর্তী কার্যনির্বাহী কমিটি গঠনের বিষয়টি প্রেসক্লাব সভাপতি উপস্থিত সকল সদস্যদের দৃষ্টি আকর্ষন করে মতামত প্রদানের জন্য আহব্বান জানান।

    তিনি আরও জানান, তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে একটি কমিটি আত্মপ্রকাশ করায় উক্ত কমিটি অবৈধ ঘোষনার দাবিতে তালা সহকারী জজ আদালতে দেওয়ানী ৮০/ ২০১৭ মামলা দায়ের করা হয়। উক্ত মামলার সুত্র ধরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সিভিল রিভিশন মামলা নং ৪৪৭৪/২০২২ তারিখ ২৪ শে অক্টোবর মহামান্য বিচারপতি মহোদয় তালা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি থাকাবস্থায় তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় স্বারক নম্বর ৩৭.০২.৮৭৯০.০০.০৬.০৩.১৭.২৭ (যুক্ত) তারিখঃ ০২/০৮/২০১৭ মোতাবেক তালা প্রেসক্লাবের পুর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে তফশিল ঘোষনা করেন। উক্ত স্বারকের নির্বাচনী তফসিল এর কার্যক্রম অবৈধ ঘোষনার দাবিতে মামলা দায়ের করা হয়। উক্ত স্বারকের কার্যক্রম ৬ মাসের জন্য মহামান্য হাইকোর্ট স্থগিত পুর্বক রুল ইস্যু করিয়াছেন। এমতাবস্থায় তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠনের বিষয়টি মতামত প্রদান করার জন্য সকল সদস্যদের প্রতি দৃষ্টি আকর্ষন করেন।

    তালা প্রেসক্লাবের সিঃ সহ- সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান প্রস্তাব করেন যে, মহামান্য হাইকোর্ট বিভাগের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তালা প্রেসক্লাবের গঠিত কার্যনির্বাহী কমিটির মেয়াদ প্রেসক্লাবের সংবিধান অনুযায়ী ৩ বৎসর বর্ধিত করার প্রস্তব রাখেন।

    উক্ত প্রস্তব টি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন যুগ্ম- সাধারন সম্পাদক এম,এ মান্নান, কোষাধ্যাক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, যুগ্ম- দপ্তর সম্পাদক এস,এম হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, সিঃ সদস্য শেখ আব্দুস সালাম, বি,এম বাবলুর রহমান, এস,এম জহর হাসান সাগর, মোঃ আব্দুল মজিদ, কাজী ইমদাদুল বারী জীবন, মোঃ লিটন হুসাইন, মোঃ আবজাল হোসেন, মোঃ বাহারুল ইসলাম মোড়ল,কাজী এনামুল হক বিপ্লব, শেখ ফয়সাল হোসেন, মোঃ আল- মাহবুব হুসাইন, মোঃ মেহেদী হাসান স্বাক্ষর, মোঃ সাইদুর রহমান আকাশ,মো: তপু শেখ, শ্রী পার্থ প্রতীপ মন্ডল।উক্ত সভায় তালা প্রেসক্লাবের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে নিন্মরুপ সিধান্ত গ্রহন করা হয়।

    সভায় বিস্তারিত আলোচনান্তে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে তালা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তালা প্রেসক্লাবের সকল সদস্যদের ঐক্য মতের ভিত্তিতে ১-৫-২০২৩ হইতে ৩০- ৪- ২০২৬ পর্যন্ত তিন বৎসর এর জন্য এস,এম নজরুল ইসলাম কে তালা প্রেসক্লাবের সভাপতি, এস,এম জাহাঙ্গীর হাসান কে সিঃ সহ- সভাপতি,শেখ জলিল আহমেদ কে সাধারন সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

  • আসন্ন জাতীয় বাজেটে সাতক্ষীরার বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দের দাবী জেলা নাগরিক কমিটির

    আসন্ন জাতীয় বাজেটে সাতক্ষীরার বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দের দাবী জেলা নাগরিক কমিটির


    প্রেসবিজ্ঞপ্তি : আসন্ন জাতীয় বাজেটে নাভারন-সাতক্ষীরা-মুন্সিগঞ্জ রেললাইন প্রকল্প, সাতক্ষীরার বসন্তপুর নৌ-বন্দরের অবকাঠামোগত উন্নয়ন, সাতক্ষীরা বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল, ক্রীড়া কমপ্লেক্সসহ সাতক্ষীরার যেসব বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সে সব প্রকল্পে বরাদ্দ রাখার দাবী জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। আজ শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত সংগঠনের এক সভায় এসব দাবী উত্থাপন করা হয়।
    সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল।
    সভার বক্তারা বলেন, সারাদেশে উন্নয়ন এখন দৃশ্যমান। বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নের রোলমডেলে পরিণত হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পর এপারের জেলাগুলোতেও উন্নয়নের জোয়ার বইতে শুরু করেছে। কিন্তু সেই উন্নয়নের ঢেউ যশোর-নড়াইল-খুলনা-বাগেরহাট পর্যন্ত এসে পৌছালেও সাতক্ষীরা জেলা এখনো অনেকটা দূরে রয়ে গেছে। সাতক্ষীরা জেলার উন্নয়নের গতি খুবই ধীর। প্রাকৃতিক দুর্যোগ কবলিত এই এলাকায় শিক্ষার হার কম। দরিদ্রতার হার দেশের অন্যান্য স্থানের চেয়ে অনেক বেশি। ফলে মৌলবাদ জঙ্গিবাদসহ নানা সংকটে জর্জরিত এই এলাকা। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার হার বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এই এলাকাকে এগিয়ে নেওয়া প্রয়োজন।
    বক্তারা আরো বলেন, জেলায় উন্নয়নে সরকার ইতোমধ্যে যুগান্তরকারী বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু সেগুলোর
    দৃশ্যমান অগ্রগতি খুবই কম। বক্তারা আরো বলেন, জেলার জলাবদ্ধতা সমস্যা ও নদী ভাঙ্গন রোধে সরকার অসংখ্য প্রকল্প গ্রহণ করলেও সেসব প্রকল্পের কাজের মান নিয়ে জনঅসন্তোষ সৃষ্টি হচ্ছে। দুর্নীতি বন্ধ করে কাজের মান বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ নাগরিক কমিটির ২১ দফা দাবী বাস্তবায়নের আহবান জানানো হয়।
    সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৮ মে মানববন্ধন ও স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয় এবং অ্যাড. শেখ আজাদ হোসেন বেলালকে সংগঠনের আহবায়ক নির্বাচিত করা হয়।
    সভায় বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ, কিশোরী মোহন সরকার, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রফেসর ড.দিলারা বেগম, অধ্যাপক পবীত্র মোহন দাস, শেখ হারুন অর রশিদ, মাহাফুজা রুবি, নাজমুন আসিফ মুন্নি, আলী নরি খান বাবুল, শেখ মুশফিকুর রহমান মিল্টন, তপু হাসেমী, শেখ মনিরুল ইসলাম, আব্দুল ওহাব সরদার, আদিত্য মল্লিক, আব্দুস সামাদ, জিএম মনিরুজ্জামান, মুনসুর রহমান, অধ্যাপক ইদ্রিশ আলী, সাংবাদিক আব্দুস সামাদ, অ্যাড. মুনির উদ্দিন, মন্ময় মনির, বায়েজিদ হোসেন, কমরেড আবুল হোসেন, শেখ সিদ্দিকুর রহমান, আমজাদ হোসেন, উপধাক্ষ্য তপন কুমার শীল, আনোয়ার জাহিদ তপন, আব্দুস সাত্তার, শফিকুল ইসলাম এবং ডা: মো. নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ।

  • সাতক্ষীরায় দুর্বৃত্তের আগুনে কৃষকের একবিঘা জমির ধান পুড়িয়ে নষ্ট

    সাতক্ষীরায় দুর্বৃত্তের আগুনে কৃষকের একবিঘা জমির ধান পুড়িয়ে নষ্ট

    রঘুনাথ খাঁ,সাতক্ষীরাঃ সাতক্ষীরায় কৃষকের এক বিঘা জমির ধান আগুনে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৫টায় কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবক্স গ্রামেে দাকোপের বিলে এ ঘটনা ঘটে।
    ক্ষতিগ্রস্থ কৃষক ইসরাইল হোসেন জানান, বৃষ্টির কারণে শুক্রবার সন্ধ্যায় কেটে রাখা এক বিঘা জমির বোরো ধান একত্রিত করে গাদা বানিয়ে রাখা হয়েছিলো। শনিবার ভোরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি দিয়ে তা নেভানোর চেষ্টা করলেও ততক্ষনে সব ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে তার মোটা অংকের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই কৃষক।
    ব্রজবক্স গ্রামের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসিমা খাতুন জানান, ইসরাইল হোসেন একজন অতি গরীব কৃষক। কৃষিকাজের পাশাপাশি সে কাচা শাক সবজির ব্যবসা করতো। তার জড়ো করে রাখা ধানে কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
    কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে

  • সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৪ হাজার কেজি আম জব্দপূর্বক ধ্বংস

    সাতক্ষীরায় রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৪ হাজার কেজি আম জব্দপূর্বক ধ্বংস


    নিজস্ব প্রতিনিধি : রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো চার হাজার কেজি আম জব্দের পর তা গাড়ির চাকায় পিষে নষ্ট করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকাল ১১টায় সাতক্ষীরার পাটকেলঘাটা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেনের উপস্থিতিতে এসব আম নষ্ট করা হয়।
    এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টায় পাটকেলঘাটা থানার কুমিরা এলাকা থেকে ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে পিকআপ ভর্তি এসব আম জব্দ করে ভ্রাম্যমান আদালত। আমগুলো ধ্বংসের সময় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। নির্ধারিত সময়ের আগে আম পেড়ে তা রাসায়নিক দিয়ে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল কয়েকজন ব্যবসায়ি। তবে ওইসব ব্যবসায়িদের পাওয়া যায়নি।

  • সাতক্ষীরায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে নিহত- ১

    সাতক্ষীরায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে নিহত- ১

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে মোঃ আফজাল হোসেন মানিক(৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ও ৪ বছর বয়সী শিশুসন্তান গুরুতরআহত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের রেউই বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সদরের কুশখালি ইউনিয়নের আবুল হোসেনের ছেলে।তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে মানিক বাঁশদহা থেকে তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে শনিবার বিকেল ৫টার দিকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এসময় বৃষ্টি নামলে মোটরসাইকেলের চাকা স্কিড করে দ্রুতগামী মাইক্রোবাসটির সামনে পড়ে যায়। ঘটনাস্থলেই মানিক চাকার নিচে পিষ্ট হয়ে মারা যান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
    তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই রাস্তা দিয়ে নিয়মিত ইটভাটার ট্রাক মাটি বহন করে থাকে। এসব মাটি ট্রাক থেকে ছিটকে রাস্তায় পড়ে জমে যায় আর বর্ষা হলেই তার ওপর দিয়ে যানবাহন চলাচল করা কঠিন হয়ে যায়। এ ব্যাপারে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।
    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • অপহরণ মামলার ভিকটিম বললেন ‘তাকে কেউ অপহরণ করেনি’

    অপহরণ মামলার ভিকটিম বললেন ‘তাকে কেউ অপহরণ করেনি’


    বিশেষ প্রতিণিধি : সাবেক স্বামীর করা মিথ্যা অপহরণ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মামলার ভিকটিম ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একসরা গ্রামের আয়েশা খাতুন।
    শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে সংবাদ সম্মেলন করে আয়েশা খাতুন বলেন, তিনি অপহরণ হননি। তার সাবেক স্বামী মিথ্যা অপহরণের নাটক সাজিয়ে প্রতিবেশী ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভপতি মোঃ দবির শিকারী, তার স্ত্রী মমতাজ খাতুন ও মেয়ে ফাতেমা খাতুনের নামে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মিথ্যা অপহরণ মামলা দায়ের করেছেন।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়েশা খাতুন বলেন, আমার বাড়ি আশাশুনি উপজেলার মধ্যম একরা গ্রামে। আমার তিনটি সন্তান রয়েছে। আমার সাবেক স্বামী মোঃ নজরুল ইসলাম ঢালী পারিবারিক কলহের জেরে আমাকে প্রায় সময় অমানুষিক নির্যাতন করত। নির্যাতন সহ্য করতে না পেরে আমি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বামীর বাড়ি ছেড়ে খুলনায় চলে যায়। বর্তমানে সেখানে একটি বাসা ভাড়া করে থাকি এবং অন্যের বাড়িতে বুয়ার কাজ করি।
    তিনি আরও বলেন, আমি গত ৪ এপ্রিল নজরুল ঢালীকে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছি। আমি চলে আসার পর আমার সাবেক স্বামী নজরুল ইসলাম ঢালী বাদী হয়ে আমাকে অপহরণ ও পতিতালয়ে বিক্রির মিথ্যা অভিযোগ এনে আমাদের গ্রামের প্রতিবেশী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভপতি মোঃ দবির শিকারী, তার স্ত্রী মমতাজ খাতুন ও মেয়ে ফাতেমা খাতুনের নামে সাতক্ষীরা নারী ও শিশু আদালতে একটি মিথ্যা অপহরণ মামলা দায়ের করেছে। মামলা নং: ১১৯/২৩)। তিমি মিথ্যা ও বানোয়াট অপহরণ মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
    তিনি বলেন, আমি নিজেই আমার স্বামীর বাড়ি ত্যাগ করে ও তাকে তালাক দিয়ে বর্তমানে স্বেচ্ছায় খুলনাতে অবস্থান করছি। আমাকে কেউ অপহরণ করেননি। আমার সাবেক স্বামী ব্যক্তিগত শত্রুতার জের ধরে মোঃ দবির শিকারী ও তার পরিবারের সদস্যদের নামে এই মিথ্যা মামলাটি দায়ের করেছে। আমি তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আবেদন করছি।

  • শ্যামনগরে যুধিষ্ঠির ম-লের বাড়িতে হামলার মিথ্যা মামলা প্রত্যাহার, হামলাকারিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

    শ্যামনগরে যুধিষ্ঠির ম-লের বাড়িতে হামলার মিথ্যা মামলা প্রত্যাহার, হামলাকারিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

    বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের গোনা গ্রামের যুধিষ্টির ম-লের বাড়িতে দুই দফা হামলা, মারপিট ও ঘরে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও হামলাকারিদের দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মান ববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন এর সাতক্ষীরা শাখা বৃহষ্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালন করে।
    বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সাতক্ষীরা শাখার সভাপতি দীলিপ দাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথির বক্দব্য দেন সংগঠণটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভুতোষ রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যক্ষ আশেক ই এলাহী, সাংবাদিক রঘুনাথ খাঁ, কলেজ শিক্ষক পবিত্র মোহন দাস, দুলাল দাস, নির্যাতিত স্মৃতি রানী ম-ল প্রমুখ।
    বক্তারা বলেন, গত ১৬ এপ্রিল গোনা গ্রামে পুকুরে ¯œানকে ঘিরে দুটি বাচ্চার মধ্যে হাতহাতিকে ঘিরে অনিমেষ ম-লকে পুকুরের জলে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। প্রতিবাদ করায় নূর আলম চৌকিদার, মুনরুল চৌকিদার, আব্দুল বারী, মতিয়ার রহমান, আব্দুর রহিম, সাদ্দাম হোসেন, মাজিদা, মমতাজসহ কয়েকজন শিশু অনিমেষ ম-লের মা স্মৃতি রানী ম-লকে পিটিয়ে জখম করে। এ ঘটনায় শ্রীপদ ম-লকে দায়েরকৃত মামলায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করায় অন্য আসামীরা বাদিকে মামলা তুলে নিতে হুমকি দেয়। কয়েকদিন অবরুদ্ধ করে রাখা হয় ওই পরিবারের সদস্যদের। হত্যা করে লাশ কালিন্দি নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিসহ ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ২৩ এপ্রিল বিকেলে আবারো বাড়িতে ঢুকে শ্রীপদ ম-ল, সুপদ ম-ল, কবিতা ম-ল, ভূষণ ম-ল, যুধিষ্টির ম-লসহ আটজনকে পিটিয়ে জখম করা হয়। রাতে পুড়িয়ে দেওয়া হয় তাদের গোয়ালঘর। এ ঘটনায় পুলিশ হামলাকারিদের দেওয়া মিথ্যা মামলা বিশেষ সুবিধা নিয়ে ২৫ এপ্রিল রেকর্ড করে। একপর্যায়ে বেগতিক বুঝে ২৬ এপ্রিল সুপদ ম-লের দায়েরকৃত মামলা রেকর্ড করা হয়। দ্বিতীয় হামলার পর থেকে পুলিশ আজ পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করেনি। অবিলম্বে হামলাকারিদের গ্রেপ্তার করে দৃষ¦টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়

  • সাতক্ষীরা আলোচিত শপিং ভ্যালী কোম্পানির বিরুদ্ধে দুদকে অভিযোগ

    সাতক্ষীরা আলোচিত শপিং ভ্যালী কোম্পানির বিরুদ্ধে দুদকে অভিযোগ

    স্টাফ রিপোর্টার:সাতক্ষীরার শপিং ভ্যালী ফুড প্রোডাক্ট কোম্পানির মালিক ও সহযোগীদের বিরুদ্ধে দুদকে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। চলতি মাসের ৩ এপ্রিল  প্রমাণপত্র সহ লিখিত অভিযোগ পাঠানো হয়েছে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ নিকটে।
    অভিযোগকারীদের ভাষ্য মতে, অভিযুক্ত সবুজ হোসেন একজন সৌদি প্রবাসী। তার বিরুদ্ধে হুন্ডি ব্যবসা ও স্বর্ণ চোরাচালানের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। তার অবৈধ পন্থায় উপার্জনকৃত কালো টাকাকে বৈধ করার জন্য দেশের বিভিন্ন জেলায় নামে মাত্র ব্যবসায়িক প্রতিষ্টান করছে। তার ধারাবাহিকতায় সাতক্ষীরা জেলার তালা উপজেলার তালা সদর ইউনিয়নের আটারই গ্রামে শপিং ভ্যালী ফুড প্রোডাক্ট নামের একটি প্রতিষ্টান গড়ে তুলেছে। শপিং ভ্যালী ফুড প্রোডাক্ট কোম্পানির নামে রয়েছে চা ব্যবসা, ঘি ব্যবসা, ও শপিং ভ্যালি নামে সেমাই কারখানা। মূলত এই সকল ব্যবসা লোক দেখানো মাত্র। সাতক্ষীরা তালা সদরের আটারই গ্রামের মৃত আব্দুর রহমান মোড়লের ছেলে ইমরান হোসেন রিপন নামে এক ব্যক্তি ৬৭ লাখ টাকা নিয়ে প্রথমে ঘের ব্যবসা করে। ঘের ব্যবসায় প্রায় ৩০ লাখ টাকার বেশি লোকসান হয়। এত টাকা লোকশান হওয়ার পরেও কোন মাথা ব্যাথা নেই প্রবাসী ওই যুবকের নতুন ব্যবসার ফন্দি আঁকেন তিনি। 
     ২০২৩ সালে শুরু দিকে শপিং ভ্যালি লাচ্ছা সেমাই নামে একটি সেমাই কারখানা করেছে প্রায় দুই কোটি টাকা ব্যায়ে। বিনিয়োগের সমস্ত অর্থ আসে মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে। সৌদি প্রবাসী সবুজের সাতক্ষীরার তালা এলাকায় কয়েকজন ব্যক্তির সাথে মোবাইল ফোনে পরিচয় হয়। মোবাইল ফোনে পরিচয় হওয়ার সুত্র ধরে প্রবাসী সবুজ ফোনের মাধ্যমে সমস্ত টাকা এখানে পাঠান। তার পাঠানো টাকা বাংলাদেশ সরকারের ট্যাক্স ফাঁকি দিয়ে দেশে প্রবেশ করে থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কয়েক কোটি টাকা এখানে বিনিয়োগ করলেও প্রবাসী এই যুবক কখন তার চেহরা দেখায় না। এমন কি এখানে যারা ব্যবসা পরিচালনা করেন তারা কেউ কখনো সবুজের চেহরা দেখিনি। এখানে  সমস্ত ব্যবসা পরিচালনা করেন জহর আলী সরদার নামে এক ব্যক্তি।
    প্রবাসী লোকের সাথে পরিচয় হওয়ার পরে রাতারাতি পরিবর্তন ঘটেছে জহর আলী সরদারের। প্রবাসী শ্রমিকের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পরে প্রবাসী সবুজকে পর্দার আড়ালে নিয়ে সবুজের আপন বোন জেসমিন আক্তার লিপিকে প্রকাশ্যে এনে মালিক বানিয়েছে। জেসমিন আক্তার লিপি পেশায় গৃহিণী। এগৃহিণী হয়ে প্রায় ৫ কোটি টাকা কোথায় পেলো এই প্রশ্ন ওই এলাকার জনসাধরণের। সংশ্লিষ্ট সকল তথ্য উপাত্ত ও প্রমাণ সহ দুদকের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছে এলাকাবাসী।
    এদিকে, দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ জানান, অভিযোগটি যাচায়বাছায় করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা , এতিমখানা ও লিল্লাহ বোডিং এর যৌথ উদ্যোগে বিদায়ী সংবর্ধনা

    সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা , এতিমখানা ও লিল্লাহ বোডিং এর যৌথ উদ্যোগে বিদায়ী সংবর্ধনা


    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ও আহছানিয়া মিশন এতিমখানা লিল্লাহ বোডিং এর যৌথ উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মাদ্রাসা অধ্যক্ষ এর অফিস রুমে আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেন’র সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান।
    সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মজিদ সিদ্দিকী ও সাতক্ষীরা আহছানিয়া মিশন জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আহছানিয়া মিশন এতিমখানা কাম-লিল্লাহ বোডিং এর সভাপতি মো. আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, কাথন্ডা আলিম মাদ্রাসার সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু, সাপ্তাহিক ইচ্ছেনদীর নির্বাহী সম্পাদক মো. আবু শোয়েব এবেল, আহছানিয়া মিশন এতিমখানা কাম-লিল্লাহ বোডিং এর সহ-সম্পাদক কাজী সিরাজুল হক, কোষাধ্যক্ষ আবু দাউদ, সদস্য কাজী আছাদুল হক প্রমুখ।
    এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী, প্রভাষক নুর আহম্মাদ, প্রভাষক মো. আনারুল ইসলাম, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক নাছির উদ্দীন, মো. তৈয়্যবুর রহমান, মো. আবুল বাসার, মো. মোমিন আলী, মো. মিজানুর রহমান, মো. শহিদুল্লাহ, মেহেরুন নাহার, সাজেদা খাতুন, এন.ইউ.এম সাইফুল আলম, মো. আব্দুল করিম, মো. আব্দুল হামিদ, মো. আমিনুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. জাকারিয়া হোসাইন, মো. শামছুর রহমান, মোছা. সেলিনা খাতুন প্রমুখ। এসময় সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল মজিদ সিদ্দিকী ও সাতক্ষীরা আহছানিয়া মিশন জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়াকে ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারি অধ্যাপক মাওলানা মো. আব্দুল হামিদ আজাদী। এসময় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য, আহছানিয়া মিশন এতিমখানা কাম-লিল্লাহ বোডিং এর সদস্য, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার প্রভাষক নাছির উদ্দীন।

  • সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবি

    সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরার ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবি


    সাতক্ষীরা প্রতিনিধি:সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরায় কর্মরত পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন জেলার তালার শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির ম্যানেজার জহর আলী সরদার।
    গত ২ এপ্রিল সাতক্ষীরা আমলী আদালত ৩-এ মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সম্প্রতি পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
    মামলার আসামিরা হলেন, ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, সাতক্ষীরার দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান সোহাগ ও সাতক্ষীরার দৈনিক কালের চিত্রের পাটকেলঘাটা প্রতিনিধি শাহীন বিশ্বাস
    মামলায় উল্লিখিত পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে গত ২ এপ্রিল শপিং ভ্যালি ফুড প্রোডাক্টস কোম্পানির ম্যানেজার জহর আলী সরদারের নিকট দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করা হয়। একই সাথে মামলার বাদীকে মারপিট করে তার কাছে থাকা ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে।
    আদালত পিবিআইকে আগামী ২৩ মের মধ্যে মামলাটি তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
    ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন জানান, সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামে শপিং ভ্যালি নামে একটি সেমাই কারখানা গড়ে উঠেছে। বিএসটিআই এর ভুয়া নিবন্ধন ব্যবহারের দায়ে ২৮ মার্চ র‍্যাব-৬ ওই কারখানায় অভিযান পরিচালনা করে। আমি এতটুকু জানি। এর বাইরে আমার কিছু জানা নেই। ওই ফ্যাক্টরির কারও সাথে কখনো মোবাইল ফোনে কিংবা সামনাসামনি আমার কথা হয়নি। আমি সেখানে যায়ও নি। হঠাৎ জানতে পারলাম আমাকে ১ নাম্বর আসামি করে পাঁচজনের নামে মামলা হয়েছে। নিঃসন্দেহে এটা হয়রানিমূলক। আমি মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সাথে মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগে বাদীর শাস্তির দাবি জানাচ্ছি।
    ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ জানান, বিএসটিআই এর ভুয়া নিবন্ধন ব্যবহারের বিষয়ে আমি একটি প্রতিবেদন করি। ওই প্রতিবেদন প্রকাশের পর ওই সেমাই কারখানায় অভিযান পরিচালনা করে র‍্যাব। তাই ক্ষিপ্ত হয়ে কারখানার ম্যানেজার আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে।
    এদিকে, পাঁচ সাংবাদিকের নামে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রশাসন অভিযান চালিয়ে কারখানা সিলগালা করেছে। তারা বিএসটিআই এর ভুয়া নিবন্ধন ব্যবহার করছে এটা প্রমাণিত হওয়ায় জরিমানাও করা হয়েছে। আর মামলা হলো সাংবাদিকদের নামে। এটা হাস্যকর। অবিলম্বে মামলাটি প্রত্যাহার করার আহবান জানান তিনি।
    একইভাবে পাঁচ তরুণ সাংবাদিকের নামে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সমন্বয়কারী আহসান রাজীব। তিনি বলেন, এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন করা হবে।

  • সাতক্ষীরায় ডি,বি,ইউনাইটেড হাইস্কুলে  এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

    সাতক্ষীরায় ডি,বি,ইউনাইটেড হাইস্কুলে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি  :  সাতক্ষীরায় ডি বি ইউনাইটেড হাইস্কুলে ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  বৃহস্পতিবার) সকাল ১০টা৩০মিনিটে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এর।সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে  তেলোওয়াত করেন এস,এস,সি পরীক্ষার্থী তামিম হোসেন এবং গীতা থেকে পাঠ করেন জয়ন্তী অধিকারী। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে সকল শিক্ষার্থীদের ভাল ফলাফল করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে উদ্বুদ্ধ করেন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আশিক রানা, শিমু, জান্নাতুল মাওয়া, তামিম হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক লুৎফুন্নেছা, মোস্তাফিজুর রহমান, সুকুমার সরকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুকুল হোসেন।

  • রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন মো. সাহাবুদ্দিন

    রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন মো. সাহাবুদ্দিন

    বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ সোমবার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন। সকাল ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাঁকে (সাহাবুদ্দিন) রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করাবেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি এ অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এরপর নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নথিতে স্বাক্ষর করবেন।

    রাষ্ট্রপতির সচিব মো. জয়নাল আবেদীন জানান, শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করবেন।

    মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন ২১তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রপতি হামিদ সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ৪১ দিন অতিবাহিত করার পরে অবসরে যাচ্ছেন।

    নতুন রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

    প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধানরা, কূটনীতিক, সম্পাদকসহ জ্যেষ্ঠ সাংবাদিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানটি প্রত্যক্ষ করবেন।

    এর আগে ৭৩ বছর বয়সী এই  রাজনীতিবিদ ২০২৩ সালের ১৩ ফেব্রুয়াারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। মো. সাহাবুদ্দিন ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা শহরের শিবরামপুরের জুবিলী ট্যাংক পাড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম চুপ্পু। তাঁর বাবার নাম শরফুদ্দিন আনছারী এবং মা’র নাম খায়রুন্নেসা।

    তিনি ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং পরে এলএলবি ও বিসিএস (বিচার) পরীক্ষায় উত্তীর্ণ হন।

    তিনি পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন। জেলা বাকশালের যুগ্ম-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

    সাহাবুদ্দিন ছেষট্টির ৬ দফা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

    তিনি পাবনা জেলার আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন। পঁচাত্তরের ১৫ আগস্টের পর তাৎক্ষণিক প্রতিবাদ করেন। ওই সময় সামরিক স্বৈরশাসকদের রোষানলে তিন বছর জেল খাটেন এবং অমানুষিক নির্যাতনের শিকার হন।

    মো. সাহাবুদ্দিন দৈনিক বাংলার বাণীতে সাংবাদিকতাও করেছেন। তাঁর অনেক কলাম বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপা হয়েছে।

    কর্মজীবনে তিনি জেলা ও দায়রা জজ এবং দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এবং বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে নিযুক্ত সমন্বয়কারী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

    সাহাবুদ্দিন পরপর দুবার বিসিএস (বিচার) অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন। চাকরি থেকে অবসরের পর হাইকোর্টে আইন পেশায় নিযুক্ত হন।

    পরে ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দুদক কমিশনার হিসেবে সাহাবুদ্দিন পদ্মা সেতু প্রকল্পের বিরুদ্ধে উঠা তথাকথিত দুর্নীতির ষড়যন্ত্র মোকাবিলায় দৃঢ়তার পরিচয় দেন।

    সাবেক এই ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • জ্যেষ্ঠ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য আর নেই

    জ্যেষ্ঠ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য আর নেই

    ঐক্য ন্যাপ সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন। রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে তাঁর লাইফ সাপোর্ট খুলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ তথ্য নিশ্চিত করেন তার ভায়রা ডা. মানস বসু।

    রাজধানীর পান্থপথে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ডা. কামরুল হুদার অধীনে চিকিৎসাধীন ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। অবস্থা সংকটাপন্ন হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

    ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পঙ্কজ ভট্টাচার্য। শিক্ষাজীবন কেটেছে চট্টগ্রাম ও ঢাকায়। ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার কারণে ১৯৫৯ সালে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে বহিষ্কৃত হন। পঙ্কজ ভট্টাচার্য গত শতকের ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামের প্রত্যক্ষদর্শী, একজন নেতৃস্থানীয় কর্মী ও সংগঠক। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও পরে কার্যকরী সভাপতি নির্বাচিত হন পঙ্কজ ভট্টাচার্য। তিনি ১৯৬৬ সালে ‘স্বাধীন বাংলা ষড়যন্ত্র’ মামলায় অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হন।

    পঙ্কজ ভট্টাচার্য মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন। স্বাধীনতার পর দীর্ঘদিন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৩ সালে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম গঠনের সময় তিনি ছিলেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতিমণ্ডলীর সদস্য। পরে সম্মিলিত ‘সামাজিক আন্দোলন’ নামে দেশের প্রগতিশীল-গণতান্ত্রিক মানুষের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। ২০১৩ সালে তিনি ঐক্য ন্যাপ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন।(সমকাল থেকে)

  • আখাউড়া-আগরতলায় রেল চলবে ৬ মাসের মধ্যে

    ইয়াসিন মনি খান (কসবা , ব্রাহ্মণবাড়িয়া) :

    আখাউড়া-আগরতলা রেল চলাচল শুরু হবে আগামি ৬ মাসের মধ্যেই। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই রেলপথের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে।

    এমন আশা ব্যক্ত করেছেন ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, ইতোমধ্যে এ রেলপথের কাজ প্রায় ৮৮শতাংশ শেষ হয়েছে। আগরতলা রেলস্টেশন থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত নির্মাণ কাজ করছে ইরকন নামক একটি সংস্থা এবং বাংলাদেশের দিকে কাজ করছে টেক্সমেকো নামক আরেকটি নির্মাণ সংস্থা। আগরতলা থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত ব্রডগেজ ট্রেন এবং বাংলাদেশের দিক থেকে মিটারগেজ ট্রেন চলবে।

    মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এ রুটে ট্রেন পরিষেবা চালু হলে একদিকে যেমন যাত্রী চলাচল করতে পারবে তেমনি পণ্য আমদানি-রপ্তানিও করা যাবে।

    এ পথ চালু হলে ব্যবসা-বাণিজ্যর ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ইতোমধ্যে নিশ্চিন্তপুর স্টেশনের নির্মাণ কাজ শেষ হয়ে গেয়ে। এ স্টেশন থেকে আগরতলার দিকে অনেক জায়গায় রেললাইন বিছানোর কাজও শেষ। আগরতলা রেল স্টেশন থেকে নিশ্চিন্তপুর রেলস্টেশনের দূরত্ব সাড়ে পাঁচ কিলোমিটার। এর মধ্যে সাড়ে তিন কিলোমিটার রেলপথ যাবে ফ্লাইওভারের ওপর দিয়ে। পুরো প্রজেক্টের আর অল্প কিছু কাজ বাকি আছে। এ কাজগুলো শেষ হয়ে গেলেই উভয় দেশের মধ্যে রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা । তথ্য – আমাদেন অর্থনীতি