Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
dakshinermashal, Author at Daily Dakshinermashal - Page 46 of 398

Author: dakshinermashal

  • বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের আগামী নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময় সভা

    বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের আগামী নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময় সভা

    মাহফিজুল ইসলাম আককাজ : বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে জয়লাভ ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ মে) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের সাবেক সভাপতি এডভোকেট এস এম হায়দার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
    এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি এডভোকেট আব্দুল লতিফ, জিপি শম্ভুনাথ সিংহ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুস সামাদ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. রফিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট এসএম আতাউর রহমান, এডভোকেট মো. জিয়াউর রহমান, এডভোকেট আজহারুল ইসলাম, এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট মো. ওসমান গনি, অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা, এডভোকেট মো. ওকালত হোসেন, এডভোকেট শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, এডভোকেট প্রবীর মুখার্জি, এ্যাডভোকেট সুভাষ, এড. আবু রায়হান, এ্যাড. সাহেদ, এডভোকেট শিমুল, অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল- মামুন, এডভোকেট সাইদুজ্জামান জিকো, এডভোকেট শাহনাজ পারভীন মিলি, এডভোকেট রেশমা পারভীন, অ্যাডভোকেট লাকি ইয়াসমিন, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট আমিনুর রহমান চঞ্চল প্রমুখ। মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে জয়লাভ ও সংগঠনকে শক্তিশালী করার বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসময় বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরার ৫ সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

    সাতক্ষীরার ৫ সাংবাদিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

    সাতক্ষীরা প্রতিনিধি : দৈনিক ভোরের পাতা ও ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, দৈনিক পত্রদূত ও এজেড নিউজ বিডি’র প্রতিনিধি মো: হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রের প্রতিনিধি শাহীন বিশ্বাস এর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন কালিগঞ্জের  কর্মরত সাংবাদিকবৃন্দ।
    শনিবার (৬ মে) বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা’র কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করাসহ সমাজের অনিয়ম তুলে ধরায় সাংবাদিকরা প্রতিনিয়ত হামলা মামলার শিকার হচ্ছেন। তেমনি সাতক্ষীরা তালা সদরের আটারই গ্রামে বিএসটিআই কতৃক কোন নিবন্ধন ছাড়া গড়ে উঠে শপিং ভ্যালী ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই কারখানা। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত করে সেমাইয়ের প্যাকেটের গায়ে বিএসটিআই এর ভুয়া নিবন্ধন ব্যবহার করে সেমাই বাজারজাত করছিল কারখানাটি। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে এই হয়রানিমূলক চাঁদাবাজির মামলা করা হয়। 
    বক্তারা আরও বলেন, মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। সারাদেশে সাংবাদিকদের কন্ঠরোধ করার যে অপচেষ্টা চলছে তারই ধারবাহিকতায় এই মামলার সৃষ্টি হয়েছে। মামলাটি তদন্ত করছে পিবিআই। আমরা মামলাটি সঠিক তদন্তের দাবি করছি সেই সঙ্গে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
    অনুষ্ঠিত মানববন্ধনে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এস. এম মমতাজ হোসেন, আলহাজ্ব শেখ আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস.এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সদস্য আশেক মেহেদী, ইশারাত আলী, শিমুল হোসেন, শেখ আতিকুর রহমান, এস. এম নাসির উদ্দীন, ডাঃ শেখ শরিফুল ইসলাম, শেখ আল নুর আহমেদ ঈমন, তাপস কুমার ঘোষ, অজিবার রহমান, মনিমালা গায়েন প্রমুখ। 
    প্রসঙ্গত, কারখানাটি নিয়ে সংবাদ প্রকাশের পর বুধবার (২৯ মার্চ) র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন। একারণে  ক্ষিপ্ত হয়ে কারখানার ম্যানেজার জহর আলী সরদার ওরফে ইঞ্জিনভ্যান জহর বাদি হয়ে ৫ সাংবাদিকের নামে মামলা দায়ের করেন। এই বিষয়ে ঢাকা পোস্টের রিপোর্টার সোহাগ হোসেন কোন সংবাদ প্রকাশ করিনি। কিংবা কখনো ওই প্রতিষ্টান কতৃপক্ষ্যের সাথে কোন প্রকার কথা হয়নি। সংবাদ প্রকাশ না করেও মামলার শিকার হয়েছেন তিনিও। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন(পিবিআই) এর কাছে তদন্তাধীন রয়েছে।

  • ক্যাব সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত

    ক্যাব সাতক্ষীরা জেলা কমিটির সভা অনুষ্ঠিত

    ক্যাব সাতক্ষীরা জেলা কমিটির এক সভা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে ও সহ সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাসের সঞ্চালনায় ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ক্যাব জেলা কমিটির উপদেষ্টা ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড, দেলওয়ারা বেগম, উপদেষ্ঠা ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ
    প্রফেসর আব্দুল হামিদ, উপদেষ্টা ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, উপদেষ্টা ও সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, উদীচীর সভাপতি সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক এড মুনির উদ্দীন প্রমুখ

  • বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’

    বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মোখা’

    ডেস্ক রিপোর্ট: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও মিয়ানমারের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। আগামী ১১ই মে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে এবং এর গতি তীব্র হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ।ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি)-এর তরফে বলা হয়েছে, আগামীকাল বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে। পরদিন এর প্রভাবে সেখানে লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী ৮ই মে এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপের রূপ নিয়ে সেখানে অবস্থান করতে পারে।আইএমডি জানায়, এটি আরও শক্তিশালী হয়ে প্রবল সামুদ্রিক ঝড়ের পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তখন ঘূর্ণিঝড়টি একটু উত্তর দিকে সরে গিয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে।’ আগামী ৭ই মে লঘুচাপ সৃষ্টি হওয়ার পর ঘূর্ণিঝড়ের শক্তি ও গতিপথ সুনির্দিষ্ট করে যাবে।বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া এ বছরের প্রথম ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘মোখা’। কফির জন্য খ্যাত ইয়েমেনের ‘মোখা’ বন্দরের নামে ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে।

  • সংক্ষিপ্ত সিলেবাসেই হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা, পাস নম্বর ৩০

    সংক্ষিপ্ত সিলেবাসেই হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা, পাস নম্বর ৩০

    গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। এ পরীক্ষায় শিক্ষার্থীদের উত্তীর্ণ হতে ৩০ নম্বর পেতে হবে এবং ভুল উত্তরে নম্বর কাটা যাবে।
    শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক সমকালকে এসব তথ্য জানান।
    উপাচার্য বলেন, এবারের ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের ভেতর থেকেই প্রশ্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। বোর্ড পরীক্ষায় যে সিলেবাসে পরীক্ষা হয়েছে ওই একই সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে। এছাড়া ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৩০ পেয়ে উত্তীর্ণ হতে হবে শিক্ষার্থীদের এবং প্রতি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
    তিনি বলেন, ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারে মোট আসন সংখ্যা ২১ হাজার ১১৮টি এবং এর বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি। এ ইউনিটে (বিজ্ঞান) আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৭ জন। বি ইউনিটে (মানবিকে) আসন সংখ্যা ৭হাজার ৭৪৬টি। বি ইউনিটে আসনপ্রতি লড়বেন ১৩ জন এবং সি ইউনিটে (বাণিজ্য) আসন সংখ্যা ৩ হাজার ৪৯৬টি। সি ইউনিটে প্রতি আসনে লড়বেন ১২ জন শিক্ষার্থী।
    উপাচার্য জানান, আগামী ২০ মে বি ইউনিটের (মানবিক) পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এরপর ২৭ মে সি ইউনিট (বাণিজ্য) এবং ৩ জুন এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষার সময় এক ঘণ্টা। দুপুর ১২টায় শুরু হয়ে ১টায় পরীক্ষা শেষ হবে।

  • বাবরের বিশ্বরেকর্ড

    বাবরের বিশ্বরেকর্ড

    স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
    আজ করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ক্যারিয়ারের ৯৭তম ইনিংসে ৫ হাজার রান পূর্ণ করেন বাবর। 
    এতদিন এই বিশ^রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ২০১৫ সালে ডারবানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ১০১তম ইনিংসে ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রান করেছিলেন আমলা। আট বছর পর আমলাকে সরিয়ে বিশ^রেকর্ডের মালিক হলেন বাবর। 
    নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে খেলতে নামার আগে বাবরের পরিসংখ্যান ছিলো ৯৮ ম্যাচের ৯৬ ইনিংসে ৪৯৮১ রান। ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ১৯ রান প্রঢোজন ছিলো বাবরের। 
    টস হেরে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংসের ১৭তম ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ওয়ানডেতে ৫ হাজার পূর্ণ করেন বাবর। 

  • ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

    ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

    ইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশ এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত “আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” প্রকল্পের মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে আগামী ৭ মে (রবিবার) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাতক্ষীরা বয়েজ স্কুল মাঠে ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’ এর আয়োজন করা হয়েছে।কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী চন্দনা মজুমদার ও সন্দীপন। অনুষ্ঠানে প্রশাসন, জনপ্রতিনিধি, মানবাধিকার কমীর্সহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। বিজ্ঞাপনী সংস্থা কুল এক্সপোজারের সার্বিক ব্যবস্থাপনায় কনসাটর্টি সবার জন্য উন্মুক্ত।

  • আজ থেকে সাতক্ষীরায় প্রথম দফায় আম ভাঙা শুরু হলো

    আজ থেকে সাতক্ষীরায় প্রথম দফায় আম ভাঙা শুরু হলো

    সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় সরকারিভাবে পাকা আম ভাঙা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভার কুকরালি গ্রামের ব্যবসায়ি মোকছেদ আলীর বাগানে এর উদ্ধোধন করা হয়।
    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরা। প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কণ্যাণ ব্যাণার্জী প্রমুখ।
    প্রধান অতিথি বলেন, সাতক্ষীরার আম সুস্বাদু হওয়ায় দেশের গ-ি পেরিয়ে বিদেশে যাচ্ছে। যদি হিমসাগর আম আগে পাকে তাহলে আলোচনা সাপেক্ষে ভাঙার সরকারি তারিখ এগিয়ে আনা হবে।২০০ মেট্রিক টন আম বিদেশে পাঠানোর জন্য আদেশ পাওয়া গেছে। এ খবরের পর আরো আম বিদেশে যাবে। আমরা চাই সারা বাংলাদেশে এ আম পৌঁছে দিতে ও কৃষকের যাতে ক্ষতি না হয়।
    সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় চার হাজার ১৩৫ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৫০০ মেট্রিক টন। আম বাগান রয়েছে ৫ হাজার ২৯৯টি। আম চাষীর সংখ্যা ১৩ হাজার ১০০ জন। সাতক্ষীরার আম পঞ্জিকা অনুযায়ি আজ শুক্রবার (৫মে) প্রথম দফায় গোবিন্দ ভোগ, গোপাল ভোগ, সরাই খাস, গোলাপ খাসসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু করা হয়েছে। হিমসাগরের জন্য ১০ মে, ল্যাংড়ার জন্য ১৮ মে , আ¤্রপালি ২৮ মে দিন ধার্য করা হয়েছে। দেশের চাহিদা মিটিয়ে ২২৫ কোটি টাকার আম বিক্রি করা যাবে।
    আমচাষী কুকরালির গোলাম মোস্তফা, মোকছেদ আলী, বাগান মালিক লিয়াকত হোসেনসহ কয়েকজন জানান, সাতক্ষীরার বেলে দোঁয়াশ মাটি ও জলবায়ু আম চাষের উপযোগী। এখানকার আম সুস্বাদু। ২০১৪ সাল থেকে ফ্রান্স ও ইটালীসহ ইউরোপের বিভিন্ন দেশে আম রপ্তানি হচ্ছে। এবারও তার ব্যতিক্রম নয়। আবহওয়ার কারণে এবার কালিগঞ্জ, দেবহাটার আম আগে থেকে পাকা শুরু করে। কিন্তু কৃষি বিভাগ প্রথম দফায় আম ভাঙার দিন ১২ মে ঘোষণা করে। পরে পরিস্থিতি অনুযায়ি আম পাড়ার চারটি দিন এগিয়ে আনা হয়েছে। তাপদাহ ও ঝড়বৃষ্টিতে আমের সামান্য ক্ষতি হয়েছে। বর্তমানে গোবিন্দ ভোগ ও গোপাল ভোগ মণ প্রতি ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এ দাম ২০০০ থেকে ২২০০ টাকা না হলে চাষী ও ব্যবসায়িদের ক্ষতিগ্রস্ত হতে হবে। এ পর্যন্ত রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ৭০ হাজার মণ অপরিপক্ক আম ভ্রাম্যমান আদালতে নষ্ট করেছে জেলা প্রশাসন। এ ছাড়া হিমসাগর আম ভাঙার তারিখ ২৫ মে থেকে এগিয়ে না আনলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। তবে এবারও হিমসাগর ও ল্যাংড়া আম বিদেশে যাবে।
    সাতক্ষীরার আম রপ্তানিকারক সংস্থা উত্তরণ এর সলিডেরেট শাখার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নবম বারের মত হিমসাগর ও ন্যাংড়া আম এবার ১৬ অথবা ১৭ মে এর পর বিদেশে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হবে। বর্তমানে ৫০ মেট্রিক টণ আম পাঠানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।
    সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, গোবিন্দভোগ আম পাড়ার মাধ্যমে উদ্বোধন করা হলো। আমরা চাই সাতক্ষীরার আম দেশ ও দেশের বাইরে পৌঁছে যাক।

  • কলারোয়ায় নিজ পুত্র বধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

    কলারোয়ায় নিজ পুত্র বধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় যৌন উত্তেজক ঔষধ খেয়ে নিজের পুত্র বধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে যশোর জেলার খয়েরতলা এলাকা থেকে অভিযুক্ত শ^শুর এরশাদ গাজী (৫০) কে গ্রেপ্তার করা হয়।
    শুক্রবার সকাল ১১ টায় র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জে.এম গালিব হোসেন এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
    তিনি জানান, গত ২ মে সকালে এরশাদ গাজীর পুত্র বধূ নিজ ঘরে অবস্থান করছিল। এ সময় বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে এরশাদ গাজী তার পুত্র বধূর ঘরে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধূর চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষক এরশাদ গাজী এ সময় দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধূর বোন বাদী হয়ে ধর্ষক এরশাদ গাজীর বিরুদ্ধে ওই দিনই কলারোয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। কিন্তু সে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না।
    তবে এ ব্যাপারে এারশাদ গাজী কোন মন্তব্য করতে রাজী হননি।
    তিনি আরো জানান, আসামী এরশাদ গাজীকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প এর সদস্যরা গোয়েন্দা তৎপরতা শুরু করেন। এক পর্যায়ে ধর্ষক এরশাদ গাজী যশোর সদর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প এবং যশোর ক্যাম্পের সদস্যরা যৌথভাবে যশোর জেলার সদর থানাধীন নতুন খয়েরতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী জানায় সে যৌন উত্তেজক ঔষধ খেয়ে নিজের পুত্রবধূকে ধর্ষন করেছে। তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে এই র‌্যাব কর্মকর্তা জানান।

  • রফতানি হয়েছে ৪৬.৫ বিলিয়ন ডলারের পণ্য

    রফতানি হয়েছে ৪৬.৫ বিলিয়ন ডলারের পণ্য

    প্রবৃদ্ধি ৫.৩৮%

    চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই ২০২২  থেকে এপ্রিল ২০২৩) বিশ্ববাজারে পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৭৩১ কোটি ডলারের। এর বিপরীতে রফতানি হয়েছে ৪ হাজার ৫৬৭ কোটি ডলারের। এ হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৪৬ শতাংশ কম অর্থমূল্যের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসে পণ্য রফতানি হয়েছিল ৪ হাজার ৩৩৪ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ডলারের। এ হিসেবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে পণ্য রফতানি বেশি হয়েছে ৫ দশমিক ৩৮ শতাংশ।

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে নিয়মিত রফতানি পরিসংখ্যান হালনাগাদ করে প্রতিবেদন প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। গতকাল প্রকাশিত হয়েছে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১০ মাসের প্রতিবেদনের সংস্করণ। এতে দেখা গেছে, ১০ মাসে প্রধান পাঁচটি পণ্যের চারটিই নেতিবাচক প্রবৃদ্ধিতে রয়েছে।

    অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশ থেকে রফতানি হওয়া শীর্ষ পাঁচ পণ্য হলো পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য এবং কৃষিপণ্য। পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১০ মাসে দেশের মোট রফতানির ৯২ দশমিক শূন্য ২ শতাংশজুড়েই ছিল এ পাঁচ পণ্য। ২০২১-২২ অর্থবছরের প্রথম ১০ মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে পোশাক রফতানি বেড়েছে ৯ দশমিক শূন্য ৯ শতাংশ। অন্যদিকে হোম টেক্সটাইল পণ্য রফতানি কমেছে ২৯ দশমিক ৩৪ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি কমেছে শূন্য দশমিক ৫২ শতাংশ। পাট ও পাটজাত পণ্য রফতানি কমেছে বা ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ২৫ শতাংশ এবং কৃষিপণ্য রফতানি কমেছে ২৮ দশমিক ৮১ শতাংশ।

    ইপিবি প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রফতানি হওয়া পণ্য তৈরি পোশাক। মোট রফতানির ৮৪ দশমিক ৪৫ শতাংশই এটি। আলোচ্য সময়ে বিশ্ববাজারে ৩ হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ ১০ হাজার ডলারের পোশাক রফতানি হয়েছে বাংলাদেশ থেকে। গত অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ৩ হাজার ৫৩৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার ডলারের তৈরি পোশাক।

    ১০ মাসের হিসাবে প্রবৃদ্ধির চিত্র ইতিবাচক। তবে মাসভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে রফতানির নেতিবাচক চিত্র দেখা গেছে। ইপিবির পরিসংখ্যানে দেখা গেছে, গত এপ্রিলে ৩৯৫ কোটি ৬০ লাখ ডলারের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে বাংলাদেশ থেকে। আর গত বছরের এপ্রিলে পণ্য রফতানি হয়েছিল ৪৭৩ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলারের। এ হিসেবে এপ্রিলে রফতানি কমেছে বা ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ৫২ শতাংশ।

    পোশাক রফতানির একক মাসভিত্তিক প্রবৃদ্ধি ঋণাত্মক হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পোশাকপণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, ২০২২-এর এপ্রিলের তুলনায় ২০২৩-এর এপ্রিলে দেশের পোশাক রফতানি কমেছে, যার হার ১৫ দশমিক ৪৮ শতাংশ।

    চলতি অর্থবছরের ১০ মাসে মোট পোশাক রফতানি ৩ হাজার ৮৫৭ কোটি ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়েছে। এবার নিটওয়্যার রফতানি ২ হাজার ৯৬ কোটি ডলারে পৌঁছেছে। ওভেন পোশাক রফতানি হয়েছে ১ হাজার ৭৬০ কোটি ডলারের। নিটওয়্যার ও ওভেন পোশাক রফতানিতে ১০ মাসে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৮ দশমিক ৯৭ ও ৯ দশমিক ২৪ শতাংশ।

    বিজিএমইএর পরিচালক মো. মহিউদ্দিন রুবেল বলেন, ‘সার্বিকভাবে বাংলাদেশের পোশাক রফতানি স্থিতিশীল প্রবৃদ্ধি নির্দেশ করছে। চলতি অর্থবছরে পোশাক রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৮০ কোটি ডলার। এখন পর্যন্ত ১০ মাসে রফতানি হয়েছে ৩ হাজার ৮৫৮ কোটি ডলারের। বাকি দুই মাসে মাসপ্রতি কমপক্ষে ৪৩০ কোটি ডলারের পণ্য রফতানি করলে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।’

  • লিটারে ১২ টাকা বাড়ছে বোতলজাত সয়াবিন তেলের দাম

    লিটারে ১২ টাকা বাড়ছে বোতলজাত সয়াবিন তেলের দাম

    ন্যাশনাল ডেস্ক : আবারো বাড়ছে নিত্যপ্রয়োজনীয় ভোজ্যপণ্য সয়াবিন তেলের দাম। এবার বোতলজাত সয়াবিন তেলে লিটার প্রতি বাড়তি ১২ টাকা গুণতে হবে। অর্থাৎ, নতুন করে নির্ধারিত মূল্যে এক লিটারের দাম পড়ছে ১৯৯ টাকা।
    গতকাল বুধবার (৩ মে) এক ঘোষণায় এই তথ্য দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
    বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার পর দাম সমন্বয় করা হচ্ছে। যা অবিলম্বে কার্যকর হবে।
    এছাড়া লিটারে খোলা সয়াবিনের দাম পড়বে ১৭৬ টাকা। ৫ লিটার বোতালজাত তেলে পড়বে ৯৬০ টাকা ও পাম ওয়েলের ক্ষেত্রে লিটারে ১৩৫ টাকা।
    এর আগে পণ্য খালাসে বাড়তি ভ্যাট দেয়ার কারণ দেখিয়ে ১৫ টাকা বাড়াতে চাইছিলেন ব্যবসায়ীরা।
    গত বছরের মার্চে ভোজ্যতেলের আমদানি ও উৎপাদন পর্যায়ের জন্য কম মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা হয়েছিল। ওই সময়সীমা গত ৩০ এপ্রিল শেষ হয়ে গেছে।
    ওই দিন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের কাছে সয়াবিন তেল ও পাম তেলের দাম সমন্বয়ের আবেদন করে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সমিতি বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
    সর্বশেষ বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ছিল ১৮৭ টাকা। গত ১৭ নভেম্বরে বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১২ টাকা বৃদ্ধি করে সমিতি।
    বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বছরে ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা রয়েছে। এর মধ্যে পবিত্র রমজান মাসের চাহিদা ৩ লাখ টনের কাছাকাছি। স্থানীয় উৎপাদন হয় দুই লাখ টন, আর বাকি ১৮ লাখ টনই আমদানি করতে হয়।

  • তালায় খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় সভা

    তালায় খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির মতবিনিময় সভা

    প্রেস রিলিজ : আগত জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচকে সামনে রেখে তালায় খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
    গতকাল সকাল দশটায় মতবিনিময় সভায় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ নুরুল ইসলাম মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি ,উপজেলা চেয়ার‌্যান পদপ্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।
    বক্তব্য রাখেন উক্ত ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, জাতীয় পার্টির নেতা মোঃ সামছুউদ্দীন মোড়ল, মোঃ আব্দুর রাজ্জাক মোড়ল,মোঃ ওসমান সরদার, ডাঃ কামরুল ইসলাম, ডাঃ মনিরুল ,মোঃ পলাশ গাজী,মোঃ সাইফুল ইসলাম কাগুজী, জাপানেতা শ্রী বৌদ্ধ তরফদার, জাপানেতা শ্রী পরিমল কর্মকার খলিশখালী ইউনিয়ন জাতীয় যুবসংহতীর সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন গোলদার, যুবসংহতী নেতা মোঃ শাহিনুর খান, শ্রমিক পার্টির ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন মোড়ল, ।
    সভায় আগত জাতীয় সংসদ নির্বাচনে এম,পি প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জননেতা সৈয়দ দিদার বখত্ ও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে গরীবের বন্ধু সাংবাদিক এস,এম নজরুল ইসলাম কে বিজয়ী করতে দলের সাংগঠন কে গতিশীল করতে সিদ্ধান্ত হয়।

  • আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’

    আসছে ঘূর্ণিঝড় ‘মোচা’

    আগামী ১১ মে-র মধ্যে বঙ্গোপসাগরে এই ঘর্নিঝড় সৃষ্টি হতে পারে এবং ১১ থেকে ১৫ মে-র মধ্যে তা উপকূলে আঘাত হানতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে ‘মোচা’। নামটি দিয়েছে ইয়েমেন।
    ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন মডেলের সর্বশেষ পূর্বাভাস অনুসারে, আগামী ১১ মে মধ্যরাতের পর থেকে ১৩ মে’র মধ্যে ঘূর্ণিঝড়টি মিয়ানমারের রাখাইন ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে। বাংলাদেশের উপকূলে আঘাত হানলে বাতাসের সম্ভাব্য গতিবেগ থাকতে পারে ১৫০ থেকে ১৮০ কিলোমিটার। ঝড়টি ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে আঘাত হানার আশঙ্কাও রয়েছে।
    গত বছরের মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছিল ঘূর্ণিঝড় অশনি। প্রাথমিকভাবে এটি অন্ধ্র-ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হলেও পরে গতিপথ পরিবর্তন করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করে এই ঘূর্ণিঝড়।
    চলতি মাসে এই ঘূর্ণিঝড় সৃষ্টি ছাড়াও এ মাসে ফের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। এই মাসে রংপুর ও সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যারও সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
    বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান জানান, এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মে মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে নতুন করে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘মোচা’।
    তিনি বলেন, ‘পূর্বাভাস মডেলগুলোর তথ্য অনুযায়ী আগামী ৯ মে লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেটি ১১ মে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটির গতিপথ কী হবে তা এখনই সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি চট্টগ্রাম ও মিয়ানমারের উপকূল দিয়ে স্থলভাগ অতিক্রম করতে পারে।’
    এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে জানিয়ে আজিজুর রহমান বলেন, এ মাসে দেশের পশ্চিমাঞ্চলে (খুলনা) একটি তীব্র তাপপ্রবাহ (তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং দেশের অন্যত্র ১ থেকে ২টি মৃদু (তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরণের তাপ প্রবাহ বয়ে যেতে পারে।
    গত মাসে (এপ্রিল) সারাদেশে তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছিল। কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করে। এতে জনজীবন চরম দুর্বিসহ হয়ে ওঠে।
    আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরও জানান, এ মাসে দেশে ১ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলা বৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।
    মে মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে উজানে ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল (রংপুর বিভাগ) ও উত্তর-পূর্বাঞ্চলে (সিলেট অঞ্চল) স্বল্প মেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও জানান বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান।
    কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল (পলাশ) বলেন, আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস মডেল হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে ৮ থেকে ৯ মের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে লঘুচাপ সৃষ্টি হয়ে ১০ মের মধ্যে গভীর নিম্নচাপ ও ১১ মে পুর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে।
    ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে আমেরিকা ও ইউরোপিয়ান আবহাওয়া পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, ঘূর্ণিঝড়টি ১৪ মে মধ্যরাতের পরে থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা দিয়ে সরাসরি স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা নির্দেশ করছে। আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সর্বশেষ পূর্বাভাস অনুসারে, স্থলভাগে আঘাত করার সময় ঘূর্ণিঝড়টির খুবই শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে।

  • চার বছরে ৩০০ কোটি ডলার নমনীয় ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

    চার বছরে ৩০০ কোটি ডলার নমনীয় ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

    বাংলাদেশকে আগামী চার বছরে ৩০০ কোটি ডলার নমনীয় ঋণ দেবে দক্ষিণ কোরিয়া। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ ৩২ হাজার কোটি টাকার বেশি।
    আজ বৃহস্পতিবার কোরিয়ার ইনচনে দু’দেশের সরকারের মধ্যে এ বিষয়ে একটি ‘ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট’ স্বাক্ষরিত হয়েছে। এছাড়া ঢাকা মাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে মেট্রো রেল লাইন-৪ নির্মাণে একটি সমঝোতা স্মারক এবং বাংলাদেশ রেলওয়ে ও সড়ক বিভাগের দুটি প্রকল্প বাস্তবায়নে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ( ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং কোরিয়া সরকারের পক্ষে সে দেশের অর্থ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কিসুন ব্যাং এতে স্বাক্ষর করেন।
    ইআরডি জানায়, কোরিয়ার ইকনোমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের (ইডিসিএফ) অর্থায়নে ২০২৩-২০২৭ মেয়াদে ৩০০ কোটি ডলারের নমনীয় ঋণ সহায়তার আওতায় বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর আওতায় যে সকল ঋণ চুক্তি স্বাক্ষরিত হবে তার প্রতিটির বার্ষিক সুদের হার হবে মাত্র ০.০১% থেকে ০.০৫%। ঋণ পরিশোধের সময়সীমা ৪০ বছর এবং গ্রেস পিরিয়ড ১৫ বছর।
    কোরিয়া সরকার কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির প্রসারে নমনীয় ঋণ সহায়তা দিয়ে আসছে। ইতোমধ্যে কোরিয়া সরকারের ৬৬ কোটি ৪৭ লাখ ৭০ হাজার ডলার ঋণে ১৭টি প্রকল্প সমাপ্ত হয়েছে। এছাড়া ৬১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ডলারের ৭টি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। কোরিয়া সরকার এ পর্যন্ত বাংলাদেশকে প্রায় ১৪৪ কোটি ৯০ লাখ ডলার নমনীয় ঋণ মঞ্জুর করেছে, যা তার উন্নয়ন অংশীদার দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
    সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং কোরিয়ার অর্থ মন্ত্রণালয়ের মধ্যে ঢাকা মাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের (লাইন-৪) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ প্রকল্প সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে বাস্তবায়ন করা হবে। এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ের বাস্তবায়নে ‘’রিপ্লেসমেন্ট অ্যান্ড মডার্নাইজেশন অব সিগনালিং অ্যান্ড ইন্টারলকিং সিস্টেম অব স্টেশনস অব ইশ্বরদী-পার্বতীপুর সেকশন অব ওয়েস্ট জোন’ প্রকল্প বাস্তবায়নে ৬ কোটি ১০ লাখ ডলার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে বিআরটিসির জন্য সিএনজি সিঙ্গেল ডেকার বাস কেনার একটি প্রকল্পে ৭ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ডলার ঋণের চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং কোরিয়া সরকারের পক্ষে কোরিয়া এক্সিম ব্যাংকের চেয়ারম্যান হী-সুং ইয়ুন ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।

  • যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয় : ওবায়দুল কাদের  

    যাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয় : ওবায়দুল কাদের  

    ন্যাশনার ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা দেশের অর্জনকে নিজেদের মনে করে না, তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।
    তিনি বলেন, ‘বিএনপি বলছে যুক্তরাষ্ট্র সফরে শেখ হাসিনা কিছুই আনতে পারেনি, খালি হাতে ফিরবে। মনটা যাদের ছোট তাদের রাজনীতি করা উচিত নয়। দেশের অর্জনকে যারা নিজেদের মনে করে না তাদের রাজনীতি করার প্রয়োজন নেই।’  
    ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসবের উদ্বোধনকালে এসব কথা বলেন।
    সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দেশের বাইরে আছেন। নালিশ করতে নয়, দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতেই তার এই বিদেশ সফর। যারা ছোট মন নিয়ে রাজনীতি করেন, তারাই বলছেন শেখ হাসিনার বিদেশ সফরে কোনো অর্জন হয়নি।  
    রাজনীতিতে বিভক্ত হয়ে দেয়াল তৈরি নয়, সম্প্রীতির সেতু তৈরির আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নষ্ট ও অসুস্থ রাজনীতিকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব। শান্তির রাজনীতি পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনীতিতে দেয়াল তৈরি করলে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যাবে।
    তিনি বলেন, রাজনীতিতে বিভক্ত হয়ে দেয়াল তৈরি না করে সম্প্রীতির সেতু তৈরি করতে হবে। কারণ, আমরা সাম্প্রদায়িক হানাহানি সংঘাত চাই না, সন্ত্রাস চাই না।
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, অপরাজনীতি করে খাটো হয়েছেন। কিন্তু দেশটাকে খাটো করবেন না। দেশের অর্জন আমাদের সবার অর্জন। এটা আওয়ামী লীগের অর্জন নয়। এই বাংলাদেশের সব মানুষের অর্জন।
    তিনি বলেন, বর্তমান বিশ্ব সংকটের সময় শুধু বাজেট সহযোগিতার জন্য জাপান ৩০ বিলিয়ন ইয়েন, অর্থাৎ প্রায় ২৫ হাজার কোটি টাকা দিয়েছে। এটা কি অর্জন নয়? আমাদেরকে অপবাদ দিয়ে পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংক চলে গিয়েছিল। সেই বিশ্বব্যাংক আজ তাদের ভুল স্বীকার করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে তারাও প্রায় ২৫ হাজার কোটি টাকা বাংলাদেশের জন্য বাজেট সহায়তা দিয়েছে। এটাও কি অর্জন নয়?   
    ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, সন্ত্রাস চাই না। সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে চেতনা বিরোধী সন্ত্রাসকে রুখতে হবে। বৌদ্ধদের এ উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির সকলেই মিলেমিশে একাকার হয়ে গেছে। গৌতম বুদ্ধ শান্তির বাণী প্রচার করে গেছেন।
    বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, থাইল্যান্ড ও চীনা দূতাবাসের প্রতিনিধিসহ বৌদ্ধ ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রদক্ষিণ করে।

  • ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন আফিফ

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন আফিফ

    স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দু’টি আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
    প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ হোসেন। দলে রাখা হয়েছে টেস্টে নিয়মিত মুখ জাকির হাসান-নাঈম হাসানকে।
    ওয়েস্ট ইন্ডিজ এ’ দলের বিপক্ষে তিনটি আনঅফিসিয়াল টেস্ট খেলবে বাংলাদেশ ‘এ’ দল। আগামী ১১ মে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। চারদিনের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
    ১৬ মে থেকে প্রথম ম্যাচ শুরু হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচটি শুরু হবে যথাক্রমে- ২৩ এবং ৩০ মে।
    দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গত বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছিলো বাংলাদেশ। দু’টি আনঅফিসিয়াল টেস্টে ড্র এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১এ ড্র করে বাংলাদেশ। একটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়।
    তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুধুমাত্র আনঅফিসিয়াল টেস্ট খেলবে বাংলাদেশ।
    জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেকে মেলে ধরেছেন আফিফ। এখন পর্যন্ত ১০ ইনিংসে এক সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিতে ৪৪৬ রান করেছেন তিনি।
    দলে ওপেনার হিসেবে আছেন ডিপিএলের এখন পর্যন্ত সর্বোচ্চ রান করা নাইম শেখ, সাদমান ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান ও মাহমুদুল হাসান। টিম ম্যানেজমেন্টের মতে, তাদের বিভিন্ন ব্যাটিং পজিশনে খেলানো হবে।
    পেস বোলিং বিভাগে আছেন রেজাউর রহমান রাজা, মুশফিক হাসান, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল এবং স্পিন বিভাগের রাখা হয়েছে রিশাদ হোসেন, নাঈম হাসান ও তানভীর ইসলামকে।
    প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল : আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাইম শেখ, মাহমুদুল হাসান, জাকের আলি অনিক, শাহাদাত হোসেন দীপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।