অনলাইন ডেস্ক : আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০.৩০ টায় স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে ও আরএমও ডাঃ প্রসূন কুমার মন্ডলের সঞ্চালনায় সভায় এমওডিসি ডাঃ আঃ রহমান, স্বাস্থ্য পরিদর্শন ইনচার্জ কবির আহমেদ, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, এমপিইপিআই শংকর কুমার মল্লিক, পরিসংখ্যানবিদ আঃ খালেক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ইউএইচএ ডাঃ মিজানুল হক ফিল্ডে ইউপিআই কার্যক্রমের পারফরমেন্স নিয়ে খুবই শিক্ষনীয় প্রশিক্ষণ প্রদান করেন। এছাড়া আরএমও ও এমওডিসি গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।
Author: dakshinermashal
-

আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে শ্যামনগর সদরে মানববন্ধন অনুষ্ঠিত
আদি যমুনা খননের অনিয়ম, নদীর জায়গা চিহ্নিত করা, অবৈধ্য স্থাপনা উচ্ছেদ, নকশা অনুযায়ী খননের আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে শ্যামনগর সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শ্যামনগর সদরের চেয়ারম্যান এড জহুরুল হায়দার বাবু, প্রেসক্লাবের সভাপতি আকবর কবির , সাবেক চেয়ারম্যান ভবতোষ মন্ডল, ইউপি সদস্য দেলোয়ারা বেগম প্রমুখ। সভাটি পরিচালনা করেন আল ইমরান।

-

এশিয় সেরার খেতাবে ভুষিত হলো বিএসপিএ
ডেস্ক রিপোর্ট : সফলতার আরেকটি স্বীকৃতি যুক্ত হলো বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ঝুলিতে।
দেশের গন্ডি পেরিয়ে এবার এশিয়ার সেরা ক্রীড়া সাংবাদিক সংস্থার পুরস্কার পেয়েছে বিএসপিএ। আজ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সোফিটেল অ্যাম্বাসেডর হোটেলে অনুষ্ঠিত এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মানজনক এই পুরস্কার তুলে দেয়া হয় বিএসপিএ সভাপতি সনৎ বাবলা ও সাধারণ সম্পাদক মো. সামন হোসেনের হাতে।
পুরস্কার তুলে দেন এআইপিএস এশিয়ার সভাপতি হি দন জং। এসময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস এসোসিয়েশনের (এআইপিএস) সভাপতি জিয়ান্নি মারলো। ২০২২ সালের কার্যক্রমের ভিত্তিতে দেয়া হয়েছে এই স্বীকৃতি। যেখানে এশিয়ার ৩০টি দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বিএসপিএ। দ্বিতীয় সেরা হয়েছে নেপাল স্পোর্টস জার্নালিস্ট ফোরাম।
আরও সাতটি বিভাগে সেরার স্বীকৃতি দেয়া হয়েছে একই অনুষ্ঠানে। এরমধ্যে তিনজন পেয়েছেন লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড। এছাড়া গত বছর ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজন করায় কাতার স্পোর্টস প্রেস ইউনিয়নকে সেরা ইভেন্ট আয়োজকের স্বীকৃতি দেয়া হয়।
আগের বছরের ধারাবাহিকতায় ২০২২ সালও ছিলো বিএসপিএ’র জন্য ব্যস্ততম বছর। এ বছর অনান্য নিয়মিত অনুষ্ঠানের পাশাপাশি ৬০ বছর পূর্তির জমকালো অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। যেখানে বাংলাদেশের সর্বকালের সেরা দশ ক্রীড়াবিদকে সম্মাননা দেয়া হয়, যা ব্যপক প্রশংসিত হয়েছে এআইপিএস এশিয়ার ২৪তম কংগ্রেসে। -

বুধবার সকালে ‘মোখা’য় রূপ নিতে পারে ঘূর্ণিঝড়
গত কয়েকদিন ধরে আবহাওয়াবিদদের আলোচনার বিষয় নতুন ঘূর্ণিঝড় ‘মোখা’ । বলা হচ্ছে এটি যে কোনো সময় বাংলাদেশের ভোলা ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এই আশঙ্কার কারণে ইতোমধ্যে সতর্কতা অবলম্বন করা হয়েছে। নেয়া হয়েছে প্রস্তুতি।
জানা যায়, গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে ক্রমেই এটি আরও শক্তিশালী হয়ে কাল বুধবার (১০ মে) ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এদিকে সোমবার (৮ মে) মধ্যরাতে সর্বশেষ পরিস্থিতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে গত সোমবার মধ্যরাতে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে বলে জানান তারা। -

বিএসটিআইয়ের মান সনদ পেল আরও ৩৭ পণ্য
ন্যাশনাল ডেস্ক : মিষ্টান্ন, প্রেসার কুকার, এলপিজি গ্যাস সিলিন্ডার, মাইক্রোওয়েভ ওভেন, বিটুমিন অ্যান্ড বিটুমিনাস বাইন্ডার্স-পলিমার মডিফাইড বিটুমিন, ইউপিএসসহ আরও ৩৭টি পণ্যকে বাধ্যতামূলক মান সনদের আওতাভুক্ত করেছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতিনির্ধারণী কর্তৃপক্ষ কাউন্সিলের ৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদের আওতায় আগে থেকে ২৩৯টি পণ্য রয়েছে।
নতুন করে বাধ্যতামূলক মান সনদের আওতায় এসেছে – গ্রিন টি, সয়া সস, চাটনিজ, ডেকোরেটেড কেক, মল্ট বেইজড ফুড, মল্ট ড্রিঙ্ক, ছানা, চিজেস, হুয়ে চিজেস, ক্রিম চিজেস, এক্সট্রা হার্ড গ্রাটিং চিজ, হেয়ার ক্রিম, কাজল, ফেস প্যাক, গ্লিসারিন টয়লেট সোপ, লিকুইড টয়লেট সোপ, ট্রান্সপারেন্ট টয়লেট সোপ, ক্লিন কুক স্টোভস অ্যান্ড কুকিং সল্যুশনস, ইন্ডাস্ট্রিয়াল সেফটি হেলমেট, হেসিয়ান জুট ব্যাগস ফর রাইচ অ্যান্ড পালস, হেসিয়ান জুট ব্যাগস (লেমিনেটেড/ইনার লিনার) ফর পোল্ট্রি ফিড অ্যান্ড ফিস ফিড, হেসিয়ান জুট ব্যাগস ফর প্যাকিং ৩০ কেজি ফুড গ্রেইনস, জুট ব্যাগস ফর প্যাকিং ৫০ কেজি ফুড গ্রেইনস, টেক্সটাইল লাইট ওয়েট জুট সাকিং ব্যাগস ফর প্যাকিং ৫০ কেজি ফুড গ্রেইনস, ননওভেন উয়িপস, সিল্ক ফেব্রিকস, সিনথেটিক মসকুইটো নেটস, টাওয়েলস অ্যান্ড টাউয়েলিং, লিড-অ্যাসিড ট্রাকশন ব্যাটারিজ, সিঙ্গেল ফেস মটর এবং টুথ ব্রাশ।
সভায় সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী ও বিএসটিআই কাউন্সিলের চেয়ারম্যান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইকে আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
ব্যবসায়ীদের উদ্দেশে শিল্পমন্ত্রী বলেন, রাতারাতি বড়লোক হওয়ার মানসিকতা পরিবর্তন করতে হবে। অনেক ব্যবসায়ী যেসব কর্মকাণ্ড করেন তা কোনো নৈতিকতার মধ্যে পড়ে না। তাদের সংশোধন হতে হবে।
সভায় কাউন্সিলের প্রথম ভাইস চেয়ারম্যান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ব্যবসায়ীরা পণ্যে ভেজাল দিচ্ছে, সিন্ডিকেট করছে। ভোক্তাস্বার্থ রক্ষায় বিএসটিআইকে দায়িত্ব নিতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হবে। অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে নিম্নমানের পণ্য ও ভেজালরোধে বিএসটিআইকে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন কাউন্সিলের দ্বিতীয় ভাইস চেয়ারম্যান শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিএসটিআইয়ের মহাপরিচালক ও কাউন্সিলের সদস্যসচিব মো. আবদুস সাত্তার। এসময় সভায় শিল্প, স্বরাষ্ট্র, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, তথ্য, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, জ্বালানি ও খনিজ সম্পদ, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন, কৃষি গবেষণা কাউন্সিল, বিসিএসআইআর, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রক, ইপিবি এবং এমসিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। -

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি চীনকে ছাড়িয়ে যেতে পারে : চীনা রাষ্ট্রদূত
: বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের দিক থেকে আরেকটি চীনে পরিণত হবে।
তিনি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ আরেকটি চীনে পরিণত হবে, হতে পারে আরও ভালো, কারণ এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে।
রাষ্ট্রদূত বলেন, পূর্বাভাস অনুযায়ী আগামী বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি চীনকে ছাড়িয়ে যাবে এবং বেইজিং ঢাকার এ ধরনের সাফল্যের প্রশংসা করে।
তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন দেখে আমরা উৎসাহিত।
ইয়াও রোববার সন্ধ্যায় চীনা দূতাবাসে ২০২৩ সালে চীনা সরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী বাংলাদেশিদের সম্মানে প্রি-ডিপারচার রিসেপশনে এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, উন্নয়নের দিক থেকে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের অনেক দেশের কাছে মডেল।
তিনি বলেন, ‘আমাদের (বাংলাদেশ ও চীন) চূড়ান্ত লক্ষ্য হল অভিন্ন-উন্নয়ন’।
ইয়াও বলেন যে প্রশিক্ষণের প্রথম ব্যাচের অংশগ্রহণকারীরা খুব ভাগ্যবান। কারণ কোভিড -১৯ সম্পর্কিত বিধিনিষেধের তিন বছর পর এই ধরনের পরিদর্শন আবার শুরু হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, এই কর্মসূচী অংশগ্রহণকারীদের চীনকে আরও ভালোভাবে অধ্যয়ন করতে সাহায্য করবে। কারণ দুই দেশের সকল দিক থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার নজর রয়েছে।
দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কাউন্সেলর সং ইয়াং অনুষ্ঠানটি সমন্বয় করেন। -

ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সভা
প্রধানমন্ত্রীর জাপান ও যুক্তরাষ্ট্র সফরের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘ইন্দো ফ্যাসিফিক রূপরেখা (আইপিএস)’ ঘোষণা এবং বিনা টেন্ডারে মার্কিন কোম্পানি এক্সন মবিল-কে গভীর সমুদ্রের ১৫ টি ব্লকে ত্যাল-গ্যাস অনুসন্ধানের অনুমতি দেওয়ার ব্যাপারে সরকারের নীতিগত সিদ্ধান্তে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের এ সভা ৮ মে, সোমবার, সন্ধ্যা ৬ টায় সেগুনবাগিচাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, ‘ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চীন-বিরোধী শক্তিসমূহের সামরিক ও অর্থনৈতিক জোট গঠনের লক্ষ্যে কোয়াড এবং আইপিএস-এর নামে যে অশুভ তৎপরতা চলছে, তার সাথে বাংলাদেশকে যুক্ত করা যাবে না। জাতীয় প্রতিষ্ঠান বাপেক্সকে সক্ষম করে তোলার জন্যে সরকারের উদ্যোগ নেই। অথচ, কোনো প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই মার্কিন কোম্পানিকে সমুদ্রের ১৫ টি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের অনুমতি দেওয়া হচ্ছে। তিস্তাসহ অভিন্ন নদীসমূহের পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় করতে না পারলেও ২০১৮ সালের চুক্তির আওতায় ভারতকে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের চূড়ান্ত অনুমতি দিয়েছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার একদিকে দেশের মানুষের ওপর নির্মম শোষণ-নিপীড়ন চালাচ্ছে, অন্যদিকে প্রভাবশালী আন্তর্জাতিক মহলকে সন্তুষ্ট করে আর একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার অপচেষ্টা চালাচ্ছে’।
সরকারের জাতীয় ও জনস্বার্থবিরোধী ভূমিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্যে বাম মোর্চার নেতৃবৃন্দ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য বেলাল চৌধুরী, দলিলের রহমান দুলাল প্রমূখ।
-

আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি কর্তৃক ৩টি পদে নিয়োগ ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি সামছুল আলম কর্তৃক অবৈধভাবে ৩টি পদে নিয়োগ ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কামরুন নাহার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৮৫ সাল থেকে আমি সুনামের সহিত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। ২০০৯ সালে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আশাশুনি গ্রামের মৃত. আবুল ঢালীর পুত্র ঢালী মো. সামছুল আলম দায়িত্ব পান সংসদ সদস্য কর্তৃক ডিও লেটারের মাধ্যমে। দায়িত্ব পাওয়ার পর থেকে বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে অর্থ হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্যের পায়তারা শুরু করে। ঢালী সামছুল আলম সভাপতির দায়িত্ব নেওয়ার পর ০৯জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ করে প্রায় কোটি টাকা ঘুষ গ্রহণ করে আত্মসাত করেছে। আমাকে চাপে ফেলে এই নিয়োগ সম্পন্ন করে। আমার চাকুরির মেয়াদ শেষ হয় ২০২০ সালের ৩১ ডিসেম্বর। ২০২০ সালের আগস্ট মাসের ৩০ তারিখ স্কুল ম্যানেজিং কমিটির মিটিংয়ে আমার প্রতি সকল সদস্য সন্তুষ্ট হয়ে আমার চাকুরির মেয়াদ দুই বছর বৃদ্ধি করে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ০২/০১/২০২১ তারিখে পুনরায় প্রধান শিক্ষক হিসেবে আমি বিদ্যালয়ে যোগদান করি। কিন্তু চুক্তিকালীন বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করেনি। এমনকি আমাকে উপেক্ষা করে অবৈধভাবে নিয়োগের পায়তারা চালাতে থাকে। এমতাবস্থায় ১০/০৬/২০২২ তারিখে দৈনিক কাফেলা ও দৈনিক মানবজমিন পত্রিকায় উক্ত ৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আশাশুনি সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করি। যার নম্বর দেং ৯০/২২। মামলাটি মিছ আপিল ৫২/২২ নং মামলায় রূপান্তরিত হয়ে বিজ্ঞ আদালতে চলমান আছে। এছাড়া উক্ত মামলায় গত ২১/০৬/২০২২ তারিখে আমার চাকুরির মেওয়াদ শেষ না হওয়া পর্যন্ত অর্থ্যা ৩১/১২/২২ তারিখ পর্যন্ত অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। মামলা চলমান থাকা অবস্থায় সভাপতি ঢালী সামছুল আলম আইন ও আদালতের তোয়াক্কা করে উক্ত ৩টি পদে নিয়োগের পায়তারা শুরু করে। সংবাদ সম্মেলনে তিনি জানান, ৪ মে ২০২৩ তারিখে দৈনিক সাতনদীসহ বিভিন্ন পত্রিকায় সভাপতির নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। সেখানে উক্ত ৩টি পদে নিয়োগের মধ্যে মোস্তাফিজুর রহমান ২০ লক্ষ, অহিদুল ইসলাম ১২ লক্ষ এবং সুরাইয়া সুলতানার কাছ থেকে ৮লক্ষ টাকা ঢালী সামছুল আলম হাতিয়ে নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আর নিয়োগ বাণিজ্যের অবৈধ অর্থ হালাল করার জন্য ৮ মে ২০২৩ তারিখ পাতানো নিয়োগ বোর্ড করে। উক্ত পদে অন্যান্য প্রার্থীদের প্রবেশপত্র পাঠানো হয়েছে পরীক্ষা ৮ থেকে ১০ঘণ্টা পূর্বে। অথচ নিয়োগ বোর্ডের প্রবেশ পত্র পরীক্ষার এক সপ্তাহ পূর্বে পাঠানোর নীতিমালা রয়েছে। সে নীতিমালা অমান্য করে যাতে অন্যান্য প্রার্থীরা উপস্থিত না হয় সে লক্ষে এ চক্রান্ত করা হয়েছে। এছাড়া পরীক্ষার বোর্ড বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয়ে। উক্ত বিদ্যালয়টি আশাশুনি সদর থেকে প্রায় ৮ কিলোমিটারের দূরত্ব। সদরের নিয়োগ পরীক্ষা কেন প্রত্যান্ত এলাকার বিদ্যালয়ে হবে। প্রকৃতপক্ষে ঢালী সামছুল আলম ৪০লক্ষ টাকা হজত করতে অবৈধভাবে পাতানো নিয়োগবোর্ড সম্পন্ন করেছেন। এবিষয়ে নিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্যালয়টির ঐতিহ্য ও শিক্ষার মান অক্ষুন্ন রাখতে ওই অবৈধ নিয়োগ বন্ধসহ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। -

জেলা তথ্য অফিসের আয়োজনে কলারোয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ কলারোয়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৯ মে মঙ্গলবার সকাল ১০টায় বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ হলরুমে এ মহিলা সমাবেশ বাস্তবায়িত হয়। সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশ গড়তে, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগসমূহ বাস্তবায়ন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রচার এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ^াসের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধান অতিথি তার আলোচনায় বলেন, সমৃদ্ধ বাংলাদেশকে পূর্ণতা দিতে স্মার্ট বাংলাদেশ গড়ার বিকল্প নেই। আর এ জন্য প্রথমে আমাদের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠতে হবে। তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে এ ব্যাপারে বেশি ভূমিকা পালন করতে হবে। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, তথ্য অফিসার, মোঃ জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাতক্ষীরা’র উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান, সহকারি তথ্য অফিসার মিসেস লতিফুন নাহার, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তাফিজুর রহমানসহ কলেজের সহকারী অধ্যাপকবৃন্দ। সরকারের উন্নয়ন কর্মকান্ড, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ (ব্র্যান্ডিং), গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে আলোচকগণ বক্তব্য প্রদান করেন। এ সময় দুইশতাধিক নারী শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
-
গণশুনানি বিজ্ঞপ্তি
সরকারি সেবা প্রাপ্তি সহজীকরণ বিষয়ে আগামী ১৪/০৫/২০২৩ খ্রি. তারিখ সকাল ৯.০০ ঘটিকায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (তদন্ত) জনাব মোঃ জহুরুল হক এঁর উপস্থিতিতে দুদক কর্তৃক গণশুনানি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাতক্ষীরা জেলা সদরে অবস্থিত যে কোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার হলে গণশুনানিতে আপনার অভিযোগ তুলে ধরুন।
-

সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা মোখা মোকাবেলায় আগাম প্রস্তুতি
নিজস্ব প্রতিনিধি : উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, ভাইস-চেয়ারম্যান তানভীর হুসাইন সুজন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক, রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র প্রমুখ। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় মোখা এটাকে সামনে রেখে সদর উপজেলা প্রশাসন,দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পূর্ব প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাতে করে মানুষের কোন ক্ষয়ক্ষতি ও প্রাণহানির মতো ঘটনা না ঘটে সেজন্য আগাম প্রস্তুতি হিসাবে বিপদ সংকেত ৪ হলে জেলা প্রশাসনের নির্দেশনায় জুম মিটিং করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সদর উপজেলায় আশ্রয় কেন্দ্র হিসেবে ২৮১ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিয়মিত মনিটরিংয়ের কাজ করবে এবং গ্রাম পুলিশ তাদেরকে সহযোগিতা করবে। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্ধার কর্মী, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান,পল্লী বিদ্যুৎ, পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন এনজিও কর্মীরা নিজ দায়িত্ব পালন করবে। এসময় উপস্থিত ছিলেন শিবপুর ইউপি চেয়ারম্যান এ এস এম আবুল কালাম আজাদ, বৈকার ইউপি চেয়ারম্যান আবু মো মোস্তফা কামাল, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, ধুলিয়ার ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ব্রক্ষরাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ মনির হোসেন,পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান,সদর উপজেলা প্রকৌশলী ইয়াকুব আলী, জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ শিমুল রানা, বন বিভাগ সাতক্ষীরা জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, ব্রেকিং দ্যা সাইলেন্স অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম,রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের যুব প্রধান মোঃ ইলিয়াস হোসেন, লাবসা ইউ পি সদস্য বিশ্বনাথ মন্ডল, সুশীলন এর মনিটরিং রিপোর্টিং অফিসার প্রশান্ত কুমার মিস্ত্রি,এজি এম পল্লী বিদ্যুৎ সেবা সদস্য সাইফুল ইসলাম সহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
-

বিশ্ব মানবতা যতদিন থাকবে ততদিন কবিগুরুর প্রয়োজনীয়তা থাকবে : ডেপুটি স্পিকার
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, যতদিন বাংলা থাকবে, বাঙালি থাকবে ততদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানব হৃদয়ে বেঁচে থাকবেন। বিশ্ব মানবতা যতদিন থাকবে ততদিন তাঁর প্রয়োজনীয়তাও থাকবে।
তিনি আজ সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী জন্মোৎসব অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার এ সময় বেলুন উড়িয়ে শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা।
শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর দার্শনিক গুরু বিশ্বকবি রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম চর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেছেন। তিনি ছিলেন রবীন্দ্র প্রেমিক। রবীন্দ্র চর্চার মাধ্যমে হয়েছেন বঙ্গবন্ধু। রবীন্দ্র প্রত্যাশার বাস্তব অনুশীলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়েছেন বিশ্ব রাজনীতির কবি।
ডেপুটি স্পিকার বলেন, সাহিত্যের সকল শাখায় ছিল রবীন্দ্রনাথের সফল পদচারণা। তাঁকে শুধু সাহিত্যিক পরিচয়ে আবদ্ধ রাখা যাবে না, তিনি ছিলেন সমাজ সংস্কারক। তাঁর সাহিত্যকর্ম মৌলবাদ ও জঙ্গিবাদকে কুঠারাঘাত করেছে। তিনি মৌলবাদী ও জঙ্গিবাদীদের নিকট আতঙ্ক। জাতির পিতা রবীন্দ্র দর্শন চর্চা ও অনুশীলন করে আপাদমস্তক অসাম্প্রদায়িক বিশ্বনেতায় পরিণত হয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও সুষম উন্নয়নের লক্ষ্যে কবিগুরুর সাহিত্যকর্ম ও দর্শনকে সবসময় চর্চা করতে হবে।
টুকু বলেন, রবীন্দ্রনাথ কোন দেশ বা জাতির সম্পদ নয়। তাঁর সাহিত্যকর্ম বিশ্বের সকল দেশ ও জাতির জন্য সমানভাবে প্রযোজ্য। তিনি বিশ্ব শান্তির অগ্রদূত।
উদ্বোধনী অনুষ্ঠানে রবীন্দ্র স্মৃতি বিজড়িত শাহজাদপুরে রবীন্দ্রনাথের সাহিত্য কর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
পরিবেশিত হয় দলীয় সংগীত ও দলীয় নৃত্য এবং কবিতা আবৃত্তি। এছাড়া অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, শাহজাদপুর আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ লাবলু, উপজেলা চেয়ারম্যান আজাদুর রহমান, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, পৌর মেয়র মনির আক্তার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -

আয়ারল্যান্ডকে হালকাভাবে না নিতে দলকে সতর্ক করেছেন তামিম
স্পোর্টস ডেস্ক : ২০১০ সাল থেকে একদিনের ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত থাকা সত্ত্বেও কাল থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আইরিশদের হালকাভাবে না নিতে দলকে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
ঘরের মাঠে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়ারল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজে আইরিশদের উপর প্রভাব বিস্তার করে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছিলো বাংলাদেশ।
কিন্তু আসন্ন সিরিজটি ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়ায় সেখানকার কন্ডিশনই আয়ারল্যান্ডের জন্য বড় শক্তি। এজন্যই তামিমের বিশ^াস এটি ভিন্ন ম্যাচ হবে। তাই সিরিজে বাংলাদেশকে ফেভারিটের তকমা দিতে রাজি নন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো একটি ভিডিওতে তামিম বলেন, ‘ফেভারিট শব্দটি আমি খুব বেশি ব্যবহার করতে চাই না। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এবং ম্যাচ জিততে এসেছি। কিন্তু ক্রিকেটে আপনি আগের থেকে কিছুই বলতে পারবেন না। এই কন্ডিশনের সাথে তারা খুব ভালো দল ও বেশ পরিচিত।’
আগামীকাল চেমসফোর্ডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। আইসিসি সুপার লিগের অংশ সিরিজের বাকি দু’টি ম্যাচ একই ভেন্যু হবে যথাক্রমে- ১২ ও ১৪ মে।
গেল ২ মে ইংল্যান্ডে পৌঁছায় বাংলাদেশ দল। ৫ মে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একটি প্রস্ততি ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। কিন্তু বৃষ্টির কারনে প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
পরিসংখ্যান অনুযায়ী, টাইগারদের সাথে আয়ারল্যান্ডের পার্থক্য বিস্তর । এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ৯টিতে জয় ও ২টিতে হেরেছে বাংলাদেশ। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
২০০৭ সালের ওয়ানডে বিশ^কাপে ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউনে প্রথমবারের দেখায় বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিলো আয়ারল্যান্ড। ২০১০ সালে বেলফাস্টে শেষবার বাংলাদেশকে হারিয়েছিলো আইরিশরা।
তামিম বলেন, ‘আবহাওয়া আমাদের হাতে না থাকায় আমরা সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিতে পারিনি। যতটা সম্ভব প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি এবং বাকিটা মানসিক প্রস্তুতি নিয়েছি। লক্ষ্য হলো ভালো খেলা এবং ম্যাচ জেতা। যেখানে খেলা হবে সেখানকার মাঠে আগামীকাল যাবো এবং আবহাওয়া ভালো থাকলে আমরা সেখানে অনুশীলন করবো।’
তিনি আরও বলেন, ‘যদি আমরা সেখানে প্রত্যেকটি সেশন অনুশীলন করতে পারতাম, তাহলে খুবই ভালো হতো। তবে এই সুবিধাগুলো আমাদেরকে দেওয়া হয়নি, কারণ সেখানে খুব সম্ভবত কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ চলছিলো। তাই আমি এসব নিয়ে ভাবছি না, কারন এসব কিছুতে একজন ক্রিকেটার বা অধিনায়ক বা দলের কারও কোন নিয়ন্ত্রণে নেই।’
তামিম আরও যোগ করে বলেন, ‘তাদের কথা না ভেবে, ৯ তারিখ আমাদের গুরুত্বপূর্ণ খেলা রয়েছে সেটির জন্য আমরা যতটা সম্ভব মানসিকভাবে প্রস্তুত হতে পারি এবং সকলেই খেলাটির সাথে কিছুটা হলেও জড়িত। আমি নিশ্চিত, আমরা যত বেশি মানসিকভাবে প্রস্তুত হবো, তত বেশি এটি আমাদের সাহায্য করবে।’
চেমসফোর্ডের উইকেট এবং কন্ডিশন দেখে একাদশ ঠিক করা হবে বলে জানান তামিম। তিনি বলেন, ‘উইকেট দেখেই আমরা কম্বিনেশন কি হবে সেটি বলতে পারি। কারণ এই মাঠে আমাদের খেলার তেমন অভিজ্ঞতা নেই।’ -

টানা দ্বিতীয় হার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
স্পোর্টস ডেস্ক : আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী পাকিস্তানের কাছে ৭৮ রানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পাকিস্তানের ওপেনার আজান আওয়াইস ১০৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন।
টানা দ্বিতীয় হারে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়লো বাংলাদেশের যুবারা। প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।
ওপেনার আজানের সেঞ্চুরি ও অধিনায়ক সাদ বেগের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৭১ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। ১৫টি চারে ১২৫ বল খেলে ১০৫ রান করেন আজান। ৬৪ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫১ রান করেন সাদ। আজান ও সাদের বিদায়ের পর পাকিস্তানের অন্যান্য ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেয়নি বাংলাদেশের বোলাররা।
বাংলাদেশের ইকবাল হোসেন ইমন ৭২ রানে ৪টি এবং মাহফুজুর রহমান রাব্বি ৫২ রানে ৩ উইকেট নেন।
জবাবে পাকিস্তানের বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ৪৭ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন মোহাম্মদ শিহাব জেমস। এছাড়া আদিল বিন সিদ্দিক ৪০ ও জাকারিয়া ইসলাম শান্ত ২৪ রান করেন। পাকিস্তানের মুহাম্মদ ইসমাইল ৩ উইকেট নেন।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের বাকী তিনটি ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ১৩ বছর পর কোন বিদেশী দলকে আথিয়েতা দিবে রাজশাহীর এই ভেন্যু। বাতি তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ১১, ১৩ এবং ১৫ মে এবং একমাত্র টি-টোয়েন্টি হবে ১৭ মে। -

পিএসজির অনুশীলনে ফিরেছেন ক্ষমাপ্রার্থী মেসি
স্পোর্টস ডেস্ক : অনুমতি ছাড়া সৌদি আরব ভ্রমনের কারণে নিষিদ্ধ থাকায় ছয়দিন পর আজ প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) অনুশীলনে ফিরেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
৩৫ বছর বয়সি ওই তারকার ছবিসহ এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। এতে বলা হয়,‘ আজ সকালে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি।’
প্রত্যাবর্তনের ফলে আগামী শনিবার রেলিগেশনের হুমকিতে থাকা আজেচিওর বিপক্ষে ম্যাচে পিএসজির হয়ে দেখা যেতে পারে মেসিকে। লিগ ওয়ানের শিরোপা জয়ের সম্ভাবনা জোড়ালো ভাবে ধরে রেখেছে পিএসজি। ছয় ম্যাচ বাকী থাকতেই দ্বিতীয় স্থানে থাকা লেন্সের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে টেবিল টপাররা।
গত সোমবার দলীয় অনুশীলনে যোগ না দেয়ায় মেসির ওপর নিষেধাজ্ঞা জারি করে কাতারী মালিকানাধীন ক্লাবটি। অনুশীলনে যোগ না দিয়ে পিএসজির অনুমতি না নিয়েই চুক্তির কারণে সৌদি আরবের পর্যটন দূত হিসেবে উপসাগরীয় দেশটি সফরে গিয়েছিলেন মেসি।
পরে অনুতপ্ত হয়ে নিজের ইনস্টাগ্রাম একাউন্টে ক্ষমা চেয়ে একটি ভিডিও প্রকাশ করেন সাত বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী মেসি, যার ফলোয়ার ৪৫৮ মিলিয়ন। তিনি বলেন,‘ আমি নিজেই ওই সফরসুচি ঠিক করেছিলাম। এর আগেও একবার সেটি বাতিল করেছি। তবে এবার তা সম্ভব হয়নি। আমার কৃতর্মের জন্য ক্ষমাপ্রার্থী। এখন ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।’ -

পাকিস্তান’ শব্দের উল্লেখ থাকা সব আইনের তালিকা চান হাইকোর্ট
ন্যাশনাল ডেস্ক : দেশের প্রচলিত যেসব আইনে ‘পাকিস্তান’, ‘ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান’ এবং ‘ইস্ট পাকিস্তান’ শব্দ রয়েছে, সেসব আইনের তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এসব আইনের তালিকা তৈরি করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করতে বলা হয়েছে। ৬০ দিনের মধ্যে এই কমিটিকে তালিকা তৈরি করে হাইকোর্টে দাখিল করতে হবে।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ শওকত আলী চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার জনস্বার্থে করা এক রিটের শুনানি নিয়ে রুল জারিসহ এই আদেশ দেন।
রুলে আইন অনুসারে দেশের প্রচলিত আইন থেকে ‘পাকিস্তান’, ‘ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান’ এবং ‘ইস্ট পাকিস্তান’ শব্দ বাদ দিয়ে সংশোধন করতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল মাসুদ ও আইনজীবী কামরুল ইসলাম।
শুনানি শেষে আইনজীবী কামরুল ইসলাম জানান, দেশ স্বাধীন হওয়ার পর প্রচলিত (পাকিস্তান আমলের) আইনগুলো অ্যাডাপ্ট করা হয়। তখন ১৯৭৩ সালের ‘বাংলাদেশ লজ (রিভিশন ও ডিক্লারেশন) অ্যাক্ট’-এ ‘পাকিস্তান’, ‘ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান’ এবং ‘ইস্ট পাকিস্তান’ শব্দগুলো বাদ দিতে বলা হয়। কিছু আইনে তা বাদ দেওয়া হয়। তবে এখনও অনেক আইনে শব্দগুলো রয়ে যায়। যেমন: দ্যা ক্যাটল (প্রিভেনশন অব ট্রেসপাস) অর্ডিন্যান্স, ১৯৫৯, দ্যা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি অর্ডিন্যান্স, ১৯৬১; দ্যা অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি অর্ডিন্যান্স, ১৯৬১; দ্যা অ্যাগ্রিকালচারাল পেস্টস অর্ডিন্যান্স, ১৯৬২; দ্যা ইনডিসেন্ট অ্যাডভার্টাইজমেন্টস প্রভিহিশন অ্যাক্ট, ১৯৬২; দ্যা সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩; দ্যা পাইলটেজ অর্ডিন্যান্স, ১৯৬৯ এবং দ্যা গর্ভনমেন্ট লোকাল অথরিটি ল্যান্ডস অ্যান্ড বিল্ডিংস (রিকভারি অব পজেশন) অর্ডিন্যান্স, ১৯৭০ উল্লেখযোগ্য।
এসব আইনে ‘পাকিস্তান’ শব্দ থাকা ১৯৭৩ সালের আইনের লঙ্ঘন বিধায় আইনজীবী মো. রবিউল আলম সম্প্রতি জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করেন।



