Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
dakshinermashal, Author at Daily Dakshinermashal - Page 389 of 398

Author: dakshinermashal

  • ১১ ফেব্রয়ারি খুলনায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই

    ১১ ফেব্রয়ারি খুলনায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই

    স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম আগামী ১১ ফেব্রয়ারি থেকে শুরু হবে।

    এ লক্ষ্যে মুক্তিযোদ্ধা দাবিদারদের আগামী ৫ ফেব্র“য়ারি থেকে ৭ ফেব্র“য়ারি পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে ফরম সংগ্রহণ করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ ফরম পূরণ করে আগামী ৮ ফেব্র“য়ারি বিকেল পাঁচটার মধ্যে বর্ণিত শাখায় জমা দিতে হবে।

    গত ১ ফেব্র“য়ারি খুলনা মহানগর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ইউনিট কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় এসকল সিদ্ধান্ত নেয়া হয়।

     

  • এনইউবিটিকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পরিনত হবে : উপাচার্য

    এনইউবিটিকে দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পরিনত হবে : উপাচার্য

    বৃহস্পতিবার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনা ¯িপ্রং সেমিষ্টারের ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনার উপাচার্য প্রফেসর ড.আবু ইউসুফ  মোঃ আব্দুল্লাহ। তিনি বলেন এ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের সঙ্গে বাহিঃ বিশ্বের মার্কেটের সম্পর্ক তৈরি করবে। তিনি আশা প্রকাশ করেন একদিন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজী খুলনা সারাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে পরিনত হবে। ভাল ফলাফলের জন্য কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও মেডেল প্রদান করেন তিনি।

    অনুষ্ঠানে উদ্বোধনী বতৃতা করেন রেজিস্ট্রার প্রফেসর মোঃ ইব্রাহিম, সভাপতিত্ব করেন ট্রেজারার প্রফেসর এবিএম রশিদুজ্জামান ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএল কলেজের বাংলা বিভাগের সাবেক প্রফেসর আব্দুল মান্নান। খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন স্কুলের প্রফেসর ড.এটিএম জহিরউদ্দিন, এনইউবিটিকে খুলনার ব্যবসা প্রশাসন বিভাগের  প্রধান এস এম মনিরুল ইসলাম, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিয়ারিং বিভাগের প্রধান মোঃ রবিউল ইসলাম ও ইংরেজী বিভাগরে প্রধান প্রফেসর নিমাই চন্দ্র মন্ডল।  এ ছাড়াও  আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষক কর্মকর্তা অভিভাবকবৃন্দ।  অনুষ্ঠানে  শুরুতে নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।  খবর বিজ্ঞপ্তির

     

     

  • প্রাণের বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    প্রাণের বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    এসবিনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেলে বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশের গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

    একই সময় তিনি ৪ দিনব্যাপী ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭’ উদ্বোধন করেন। তিনি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    কবিতায় আবু হাসান শাহরিয়ার, কথাসাহিত্যে শাহাদুজ্জামান, প্রবন্ধে মোর্শেদ শফিউল হাসান, মক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যে ড. এম এ হাসান, আত্মজীবনী ও স্মৃতিকথা বিষয়ক রচনার জন্য নূর জাহান বোস, শিশু সাহিত্যে রাশেদ রউফ এবং অনুবাদে ড. নিয়াজ জামান ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬’ লাভ করেন। তারা সবাই প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

    এবারের গ্রন্থমেলায় বাংলা একাডেমি প্রকাশ করছে জাতির জনক বঙ্গবন্ধু রচিত ‘কারাগারের রোজনামচা’ নামের ঐতিহাসিক গ্রন্থ। বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই এটি প্রকাশিত হয়েছে। অসমাপ্ত আত্মজীবনী’র পরে এটিই বঙ্গবন্ধু রচিত দ্বিতীয় কোন গ্রন্থ। বইটিতে বাঙালির অধিকার আদায়ে কারাঅন্তরীণ থাকার সময় বিভিন্ন বিষয় বঙ্গবন্ধু দৈনিক কর্মকান্ড হিসেবে ডায়রীতে লিপিবদ্ধ করেন।

    এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচিত ‘নির্বাচিত প্রবন্ধ’ও বই মেলায় প্রকাশিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে বাংলা একাডেমি প্রকাশিত মীর মশাররফ হোসেনের অমর সৃষ্টি ‘বিষাদ সিন্ধু’র অনুবাদ ‘ওসেন অব সরো’ এবং ‘হানড্রেড পোয়েমস ফ্রম বাংলাদেশ’ বই দুটি তুলে দেয়া হয়।

    সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

    বিদেশী অতিথি হিসেবে চীনের প্রখ্যাত গবেষক ও রবীন্দ্র অনুবাদক ডং ইউ চেন, অস্ট্রিয়ার মেনফ্রেড কোবো, পুয়ের্তোরিকোর মিঁজ লুস মারিয়া লোপেজ ও ভারতের চিন্ময় গুহ উপস্থিত ছিলেন।

    বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার অনুষ্ঠানটি পরিচালনা করেন।

    অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সরকারের মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কূটনৈতিক মিশন ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, দেশ বরেণ্য ব্যক্তিত্বগণ, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের শীর্ষ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

    এবার একাডেমি চত্বরে ৮০টি প্রতিষ্ঠানকে ১১৪টি ও সোহরাওয়ার্দী উদ্যানে ৩২৯টি প্রতিষ্ঠানকে ৫৪৯টি ইউনিটসহ মোট ৪০৯টি প্রতিষ্ঠানকে ৬৬৩টি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। এর বাইরে বাংলা একাডেমিসহ ১৪টি প্রকাশনা সংস্থাকে মোট ৬ হাজার বর্গফুট আয়তনের ১৫টি প্যাভিলিয়ন দেয়া হয়েছে। এরমধ্যে একাডেমির প্যাভিলিয়ন রয়েছে ২টি। এছাড়া ১শ’ লিটল ম্যাগাজিনকে বর্ধমান হাউসের দক্ষিণ পাশে লিটল ম্যাগাজিন কর্ণারে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মেলায় এবারই প্রথম গুগলমাপের সাহায্যে মেলার যে কোন স্টল খুঁজে বের করার ব্যবস্থা রাখা হয়েছে।

    সোহরাওয়ার্দী উদ্যানের শিশু কর্ণারকে এবারও বেশ আকর্ষণীয় করে সাজানো হয়েছে। শিশুদের এ চত্বরটিতে প্রবেশের জন্য আলাদা গেইট রাখা হয়েংছে। ৬০ ইউনিট নিয়ে গড়া পুরো চত্বরটি নানা রঙ বেরঙের লাইটিংয়ে সাজানো হয়েছে। রয়েছে শিশুদের জন্য খেলার সামগ্রী। মাসব্যাপী গ্রন্থমেলায় এবারও শুক্র ও শনিবার থাকছে ‘শিশু প্রহর’। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের গ্রন্থমেলা চত্বরের পরিবেশ নান্দনিক ও মনোমুগ্ধকর করতে ফোয়ারা, চত্বরজুড়ে বিভিন্ন স্থানে ফুলের চাড়া রোপণ, স্বাচ্ছন্দ্যে চলাচল ও আড্ডার জন্য উন্মুক্ত স্থান রাখা হয়েছে।

    মেলার আযোজক বাংলা একাডেমী থেকে জানান হয়, প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে এবারই প্রথমবারের মতো স্টলের উপরে টিনের ছাউনি দেয়া হয়েছে। এছাড়া শিশু কর্ণারে মাতৃদুগ্ধ সেবাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

    গ্রন্থমেলায় টিএসসি, দোয়েল চত্বর দিয়ে দুটো মূল প্রবেশ পথ, বাংলা একাডেমি প্রাঙ্গণে তিনটি পথ, সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বাহিরের আটটি পথ রয়েছে। এবারই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের সুবিধার্থে একটি নতুন সুপ্রশস্ত গেট নির্মাণ করা হয়েছে।

    গ্রন্থমেলার প্রবেশ ও বাহিরপথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব রয়েছে বাংলাদেশ পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি ও গোয়েন্দা সংস্থারসমূহের নিরাপত্তাকর্মীবৃন্দ।

    নিশ্চিদ্র নিরাপত্তার জন্য মেলা এলাকাজুড়ে আড়াইশ’ ক্লোজ সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। ৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টায় প্রন্থমেলার মূল মঞ্চে শিল্প-সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি-সমকালীন প্রসঙ্গ এবং বিশিষ্ট বাঙালি মনীষার জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

    আয়োজকরা আরো জানান, গ্রন্থমেলা ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং ২১শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।

    মেলা উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বইমেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং লেখক-প্রকাশকদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

     

     

  • ‘তুই আমার’ মুক্তির অপেক্ষায়

    ‘তুই আমার’ মুক্তির অপেক্ষায়

    এসবিনিউজ ডেস্ক :  সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সজল আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘তুই আমার’। মঙ্গলবার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। চলচ্চিত্রটিতে প্রথমবারের মত জুটি বেধেঁছেন সাইমন সাদিক ও মিষ্টি জান্নাত।

    হ্যাভেন মাল্টিমিডিয়া প্রযোজিত এ চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার প্রলয় ভট্টাচার্য। শ্রী প্রীতমের সংগীত পরিচালনায় নৃত্য পরিচালনা করেছেন কলকাতার শঙ্ক রায় ও বাংলাদেশের মাসুম বাবুল।

    রোমান্টিক কমেডি ধাঁচের এ চলচ্চিত্রটি দেখে দর্শক পরিপূর্ণ বিনোদন পাবেন বলে আশা করেন পরিচালক। জানান, সেন্সর সনদপত্র দেখেছি। এখন ভালো দিনক্ষণ দেখে মুক্তির পরিকল্পনা করছি।

    সজল আহমেদের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এ চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশিত হয়েছে সম্প্রতি। ২ মিনিট ৪২ সেকেন্ডের এ ট্রেলারে রোমান্টিক ও কমেডি দৃশ্যই বেশি দেখা গেছে।

     

     

  • ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

    ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

    এসবিনিউজ ডেস্ক  : প্রথমবারের মতো ভারতের মাটিতে আগামী ৯ ফেব্রুয়ারি একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ঐতিহাসিক এ ম্যাচকে সামনে রেখে বুধবার দুপুরে মুশফিকুর রহিমকে অধিনায়ক করে টাইগারদের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

    বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম, শুভাশিস রায়, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস ও মুমিনুল হক।

    এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কোহলিকে অধিনায়ক করে ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। ছয় বছর পর জাতীয় দলে ফিরেছেন তামিলনাড়ু উইকেটরক্ষক ব্যাটসম্যান অভিনব মুকুন্দ।

    ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দন আশ্বিন, রবিন্দ্র জাদেজা, জায়ান্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, অমিত মিশ্রা, অভিনব মুকুন্দ, ভুবনেশ্বর কুমার, করণ নায়ার ও হার্দিক পান্ডেয়া।

     

  • বৃহস্পতিবার নাম চূড়ান্ত করবে সার্চ কমিটি

    বৃহস্পতিবার নাম চূড়ান্ত করবে সার্চ কমিটি

    এসবিনিউজ ডেস্ক : সার্চ কমিটির সঙ্গে মতবিনিময় করে নিজেদের মতামত জানিয়েছেন ৪ বিশিষ্ট নাগরিক।

    বুধবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই মতবিনিময় শুরু হয়। শেষ হয় দুপুর সাড়ে ১২টার দিকে। বৃহস্পতিবার বিকেল ৪টায় সার্চ কমিটি নির্বাচন কমিশনের (ইসি) নাম চূড়ান্ত করতে বৈঠকে বসবে।

    যে ৪ জন বিশিষ্ট নাগরিক অনুসন্ধান কমিটিতে মতামত জানিয়েছেন, তারা হলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদকে আমন্ত্রণ জানানো হলেও পরে মঙ্গলবার তার নাম বাদ দেয়া হয়।

    আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে অনুসন্ধান কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীন আখতার।

    রাষ্ট্রপতির সঙ্গে ইসি গঠন নিয়ে সংলাপে যোগ দেওয়া ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৫টির কাছ থেকে নামের প্রস্তাব পাওয়ার পর মঙ্গলবার সেখান থেকে ২০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন সার্চ কমিটির সদস্যরা। তবে এই ২০ জনের মধ্য কারা আছেন, সে তথ্য প্রকাশ করেনি সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেয়া মন্ত্রিপরিষদ বিভাগ।

    মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, আরো যাচাই-বাছাইয়ের পর ২০ জনের তালিকা থেকে ১০ জনকে চূড়ান্ত করবে সার্চ কমিটি। সেই ১০ জনের নাম ৮ ফেব্রুয়ারির মধ্যে প্রস্তাব করা হবে রাষ্ট্রপতির কাছে।

    সার্চ কমিটির ওই সুপারিশের মধ্যে থেকে একজন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যূন ৫ সদস্যের নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষে ফেব্রুয়ারির মাঝামাঝি দায়িত্ব নেবে নতুন কমিশন। তাদের অধীনেই ২০১৯ সালের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।

     

     

  • ছোট্ট রায়ানের মাসিক আয় ৬.৫ কোটি টাকা

    ছোট্ট রায়ানের মাসিক আয় ৬.৫ কোটি টাকা

    এসবিনিউজ ডেস্ক : তার বয়স মাত্র পাঁচ বছর। আর পাঁচটা শিশুর মতোই স্কুলে যায় সে, লেখাপড়া করে, বন্ধুদের সঙ্গে খেলাধূলা করে। আর সেই সঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটায় সে। বলছিলাম ছোট্ট রায়ানের কথা। কিন্তু এতকিছুর পরেও মাস শেষে এই ছোট্ট ছেলেটি ৬.৫ কোটি টাকা আয় করে। কারণ ছোট্ট রায়ান নিজের ইউটিউব ভিডিও মারফত ইতিমধ্যেই বানিয়ে ফেলেছে নিজের পরিচিতি।

    ইউটিউব চ্যানেল ‘রায়ান টয়েস রিভিউ’ ইতিমধ্যেই পেয়েছে ৫.৫ মিলিয়ন দর্শক। রায়ান এবং তার পরিবারের সদস্যরা একত্রিত হয়ে এই ভিডিওতে নানা ধরনের খেলা নিয়ে কথা বলে। বিভিন্ন ব্লগ, খেলার সরঞ্জাম এবং ভিডিও মারফত এই চ্যানেলটি দর্শকদের মনোরঞ্জন করে। আর এই কাজের মাধ্যমে বহু দর্শকের মন জয় করেছে ছোট্ট রায়ান।

    পাঁচ বছরের এই রায়ানের একটা সময় বড় দুঃখ ছিল। তারও অন্য বাচ্চাদের মতো ইউটিউবে নিজেকে দেখার শখ ছিল। আর সেই শখ পূরণ করতেই তার বাবা ও মা ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নেয়। আর এরপরই রাতারাতি বিখ্যাত হয়ে যায় তাদের আদরের সন্তান রায়ান।

     

     

  • বিনা অভিজ্ঞতায় ডাচ-বাংলা ব্যাংকে চাকরি

    বিনা অভিজ্ঞতায় ডাচ-বাংলা ব্যাংকে চাকরি

    এসবিনিউজ ডেস্ক : নতুন প্রার্থীদের আকর্ষণীয় ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। ‘অ্যাসিস্টেন্ট অফিসার’ পদে বাংলাদেশি নাগরিকদের এই নিয়োগ দেওয়া হবে।

    যোগ্যতা

    সিভিল, মেকানিক্যাল বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি অথবা ব্যাচেলর অব আর্কিটেকচার ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের যেকোনো দুটি ক্ষেত্রে প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনোভাবেই তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। ফলাফলের বিভাগ বা শ্রেণি নির্ণয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ছকটি অনুসরণ করতে হবে। কম্পিউটার চালনায় জ্ঞানসম্পন্ন এবং ইংরেজি ও বাংলা ভাষায় পারদর্শী হতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

    বয়স

    সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে অনূর্ধ্ব ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

    বেতন

    পদটিতে নিয়োগপ্রাপ্তদের প্রাথমিকভাবে বেতন দেওয়া হবে প্রতিমাসে ৩০ হাজার ১০০ টাকা।

    আবেদন প্রক্রিয়া

    আগ্রহী প্রার্থীরা ডাচ-বাংলা ব্যাংকের ওয়েবসাইট (www.dutchbanglabank.com/Online_job) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

    বিস্তারিত দেখুন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ৩০ জানুয়ারি, ২০১৭ প্রকাশিত বিজ্ঞপ্তিতে-

     

  • ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঢাকায়

    ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঢাকায়

    এসবিনিউজ ডেস্ক : তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে এটাই বাংলাদেশে তার প্রথম রাষ্ট্রীয় সফর।

    বুধবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে মাহমুদ আব্বাসকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    বিমান থেকে নামার পরপরই দুটি শিশু ফিলিস্তিনি প্রেসিডেন্টকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে ২১ বার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় তাকে, তিন বাহিনীর সুসজ্জিত একটি দল দেয় গার্ড অব অনার।

    গার্ড পরিদর্শন শেষে ফিলিস্তিন প্রেসিডেন্টকে লাইন অব প্রেজেন্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

    বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, আইজিপি একেএম শহীদুল হক, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া এবং তিন বাহিনীর প্রধান।

    মাহমুদ আব্বাসের সফর উপলক্ষে রাজধানী ঢাকার পাশাপাশি বিমানবন্দর এলাকাও বর্ণিল সাজে সাজানো হয়েছে। টার্মিনালের উপরে এবং সামনে বাংলাদেশ ও ফিলিস্তিনের বিপুল সংখ্যক পতাকা রয়েছে সেই সাজে।

    ভিভিআইপি টার্মিনালের দু’পাশে দুই রাষ্ট্র প্রধানের দুটি বড় ছবি স্থাপন করা হয়েছে এবং টার্মিনালের উপরে বড় করে লেখা ‘স্বাগতম হে মহামান্য অতিথি’। এর সঙ্গে স্বাগত বক্তব্যের ইংরেজি অনুবাদও রয়েছে।

    এয়ারপোর্ট থেকে মোটর শোভাযাত্রা করে লো মেরিডিয়ান হোটেলে নেওয়া হয় ফিলিস্তিনি প্রেসিডেন্টকে, সফরকালে সেখানেই থাকবেন তিনি।

    যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া নিয়ে উৎকণ্ঠার মধ্যে  বাংলাদেশ সফরে এলেন মাহমুদ আব্বাস।

    ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে এটা প্রথম রাষ্ট্রীয় সফর হলেও গত বছর ফেব্রুয়ারিতে জর্ডান থেকে জাপান যাওয়ার পথে ঢাকায় কয়েক ঘণ্টা যাত্রাবিরতি করেছিলেন তিনি।

    ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে মুক্তি সংগ্রামে বাংলাদেশ প্রথম থেকেই ফিলিস্তিনি সরকার ও জনগণের পাশে আছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সভাতেও বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে।

    দেশটির মুক্তিসংগ্রামের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতও এর আগে বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেছেন। সেই ধারাবাহিকতায় মাহমুদ আব্বাসের এ সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ মাইলফলক হিসেবে বিবেচনা করছেন ঢাকায় ফিলিস্তিনের মিশন প্রধান ইউসুফ এসওয়াই রামাদান।

    ইউসুফ বলেন, বাংলাদেশের জনগণের হৃদয়ে আছে ফিলিস্তিন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সফর দুই দেশের এই সম্পর্ককে আরও এগিয়ে নেবে বলে তার বিশ্বাস।“আমরা সেটা অনুভব করতে পারি। আমরা সত্যিই গর্বিত এমন মানুষের সমর্থন ও সম্পর্কের জন্য। আমরা এই সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই, রক্ষা করতে চাই, লালন করতে চাই।”

    ফিলিস্তিনের প্রেসিডেন্টের এই সফরের মধ্য্ েদিয়ে বিশ্ব একটি ‘স্পষ্ট বার্তা’ পাবে বলেও মনে করেন মিশন প্রধান।

    “বাংলাদেশ-ফিলিস্তিনের এমন সম্পর্ককে কেউ বিপদের মুখে ঠেলে দিতে পারবে না, এটা স্পষ্ট একটি বার্তা। আমরা দুই পক্ষই এ সম্পর্ক বজায় রাখতে উদগ্রীব।”

    এই সফরে মাহমুদ আব্বাস বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

    বৈঠকে দুই দেশ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী আগেই জানিয়েছেন।

    দুই নেতার আলোচনায় কৃষি, জ্বালানি ও বিদ্যুতের পাশাপাশি ভবিষ্যৎ তথ্য সহযোগিতার বিষয় থাকবে বলেও আভাস দিয়ে রেখেছেন মাহমুদ আলী।

    গত বছরের ১১ ডিসেম্বর দুই দেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতে একটি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ফিলিস্তিনি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার আমন্ত্রণ জানানো হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন মাহমুদ আব্বাস। পরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরও ঘুরে দেখবেন।

    বিকালে প্রধানমন্ত্রী শেষ হাসিনার কার্যালয়ে তার সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক হবে। পরে মাহমুদ আব্বাস ফিরবেন হোটেলে। সেখানে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

    বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠক হবে। ফিলিস্তিনি নেতা তার সম্মানে বঙ্গভবনের নৈশভোজেও অংশ নেবেন।

    ঢাকায় ফিলিস্তিনের মিশন প্রধান ইউসুফ জানান, মাহমুদ আব্বাসের এই সফরে দ্বিপাক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে দুই দেশের সরকারের সমন্বয়ের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ওই স্মারকে সই করবেন।

    এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনি কূটনীতিকদের জন্য ভিসামুক্ত যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি। ইউসুফ জানান, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মারক হিসেবে অন্তত ১০০ সামরিক ও বেসামরিক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মেয়াদের বৃত্তি নিয়ে পড়ালেখা করছে।

    জাতিসংঘে ফিলিস্তিনের ‘পূর্ণ সদস্যপদের’ দাবিতেও সমর্থন দিয়ে আসছে বাংলাদেশ।

    গত ডিসেম্বরে ইসরায়েলি বসতি স্থাপনের বিরোধিতা করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবেও বাংলাদেশ সমর্থন দেয়। দীর্ঘ দিনের রীতি ভেঙে ইসরায়েলের পক্ষাবলম্বন না করে ওই প্রস্তাবে ভোটদানে বিরত ছিল যুক্তরাষ্ট্রও। সেজন্য  দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসাও পেয়েছিলেন।

    যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগেই বলেছিলেন, তিনি ইসরায়েলে যুক্তরাষ্ট্র দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেবেন; যাকে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার জন্য হুমকি মনে করছেন অনেকে।

    ইউসুফ বলেন, ট্রাম্প শেষ পর্যন্ত দূতাবাস জেরুজালেমে নেওয়ার সিদ্ধান্তে অটল থাকবেন বলে ফিলিস্তিন সরকার মনে করছে না।

    “নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রায় সব প্রেসিডেন্ট এমনটা বলেন। কিন্তু উপদেষ্টা, প্রশাসন ও গোয়েন্দারা জানেন, ট্রাম্প যদি এ ধরনের কিছু ঘটান, তাহলে তিনি শান্তি প্রক্রিয়ার মাথায় গুলি ছুড়বেন। এ কারণে তারা ট্রাম্পকে তেমন কিছু করতে দেবেন না বলেই আমাদের বিশ্বাস।”

    আর যদি সত্যিই তেমন কিছু ঘটে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি বলে কিছু থাকবে না বলে মনে করেন ফিলিস্তিনের দূত।

    “কেউ পছন্দ করুক আর না করুক, জেরুজালেমই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী। এটাই চূড়ান্ত। শান্তি প্রক্রিয়ার জন্য এটা করতে কতদিন লাগবে তা বিষয় নয়, এমনকি শান্তি প্রক্রিয়া না থাকলেও সেটি বিবেচ্য  নয়।”

    এক প্রশ্নের জবাবে ফিলিস্তিন মিশনের প্রধান জানান, গত বছর বিমানবন্দরে যাত্রাবিরতির সময়েই মাহমুদ আব্বাস বাংলাদেশ সফরের আমন্ত্রণ পান।

    মাহমুদ আব্বাসের এ সফর আরও সাত মাস আগে হতে পারত জানিয়ে তিনি বলেন, দুই পক্ষের সময় না মেলায় তা আর সম্ভব হয় নি।

    “এবার পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে আসছেন তিনি। প্যারিস যাওয়ার পথে এরপর এখান থেকে শুক্রবার জর্ডান যাবেন।”

    ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি, প্রধান বিচারপতি মাহমুদ আল-হাব্বাস, প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদিনেহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা মাজিদ আল খালিদিসহ সামরিক-বেসামরিক শীর্ষ কর্মকর্তারা এই সফরে মাহমুদ আব্বাসের সঙ্গে রয়েছেন।

  • সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে: আইজিপি

    সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে: আইজিপি

    এসবিনিউজ ডেস্ক : সাংবাদিকদের সঙ্গে পুলিশকে সুসম্পর্ক রাখার পরামর্শ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

    বুধবার আশুলিয়ার কবিরপুরে নির্মিত ‘কবিরপুর ফায়ারিং রেঞ্জ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

    রাজধানীর শাহাবাগে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের দুই সাংবাদিককে পুলিশের নির্যাতনের বিষয়টি ‘দুঃখজনক’ মন্তব্য করেন তিনি।

    “পুলিশ সদস্যদের বারবার আমি বলি সাংবাদিক যারা তারা তো জনগণের হয়েই কাজ করেন। সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও প্রতিষ্ঠানের কর্মকাণ্ড মিডিয়ার মাধ্যমেই জনসমক্ষে আসে।

    “কাজেই তারা আমাদের সহযোগী। তাদের সাথে সুসর্ম্পক রাখতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তাদের পেশাগত দায়িত্ব পালনে আমাদের সহায়তাও দিতে হবে। এগুলো সবসময় বলি।”

    তারপরও কিছু ক্রুটি-বিচ্যুতি হয় সেগুলো পুলিশ জিরো টলারেনস নিয়ে দেখা হয় এবং সেইসঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয় বলে তিনি জানান।

    এর আগে আইজিপি ফায়ারিং রেঞ্জের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও সোয়াত সদস্যের ফায়ারিং প্রত্যক্ষ করেন।

    ঢাকার পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমানের সভাপতিত্বে ফায়ারিং রেঞ্জ উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মাইনুর রেজা চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

     

  • আউস চাষে ৩৩ কোটি টাকার প্রণোদনা ঘোষণা

    আউস চাষে ৩৩ কোটি টাকার প্রণোদনা ঘোষণা

    এসবিনিউজ ডেস্ক : আসন্ন গ্রীষ্ম মওসুমে আউস চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের কৃষি প্রণোদনা হিসেবে ৩২ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

    কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বুধবার তার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন।

    উচ্চফলনশীল স্থানীয় আউস ও নেরিকা চাষে বীজ ও সারসহ প্রয়োজনীয় উপকরণের যোগান দিতে ২ লাখ ২৫ হাজার ৯৮৮ জন কৃষককে এ প্রণোদনার টাকা দেয়া হবে। নেরিকা হচ্ছে তুলনামূলক কম সময়ে উৎপাদনশীল ক্ষরাসহিষ্ণু জাত। ২০০৯ সালে এটি আফ্রিকা থেকে আমদানি করা হয়।

    আগামী মার্চ থেকে শুরু খারিফ-১ মওসুমে ৫১ জেলায় আউসের জন্য ২৭ কোটি ১০ লাখ এবং ৪০ জেলায় নারিকা জাত চাষে ৩ কোটি ৯০ লাখ টাকা প্রণোদনা দেয়া হবে। এতে আউস চাষে ২ লাখ ও নারিকার জন্য ২০ হাজার কৃষক সহায়তা পাবে।

    মতিয়া চৌধুরী বলেন, এছাড়া ৬৪ জেলায় পাট, ইক্ষু, মিষ্টি কুমড়ার বালাই দমনে ১ কোটি ৯০ লাখ ১৬ হাজার ৪৬০ টাকা দেয়া হবে।

    আউস চাষে প্রত্যেক কৃষক ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ফসফেট ও ১০ কেজি করে পটাশ পাবে। নারিকার জন্য প্রত্যেক কৃষককে দেয়া হবে ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ফসফেট ও ১০ কেজি পটাশ।

    মন্ত্রী বলেন, এতে অতিরিক্ত ৭০ হাজার টন আউস ও ৬ হাজার টনেরও বেশি নারিকা উৎপাদিত হবে।

    অনুষ্ঠানে কৃষি সচিব মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ ও কৃষি সম্প্রসারণ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হান্নানসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

     

     

  • আইসিটির বিকাশে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকা নিতে হবে: স্পিকার

    আইসিটির বিকাশে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকা নিতে হবে: স্পিকার

    এসবিনিউজ ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে যারা এখনও পরিচিত নন তাদেরকে উৎসাহিত করতে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

    বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বেসিস সফটএক্সপো ২০১৭’-র উদ্বোধনী বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

    দেশে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন বেসিস আগামী শনিবার পর্যন্ত চারদিনব্যাপী এই মেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার বলেন, “আইসিটি খাতের রপ্তানি সম্ভাবনার সঙ্গে দেশের বাজারেও এর প্রসার ঘটাতে হবে। এজন্য সাধারণ জনগণকে প্রশিক্ষণ দিতে হবে। ক্যারিয়ার হিসেবেও এর সম্ভাবনাকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে।”

    আইসিটি অগণিত মানুষকে ক্ষমতায়িত করতে পারে বলেও মন্তব্য করেন স্পিকার।

    “প্রত্যেকের জীবনকে এটা প্রভাবিত করে। এই খাতকে অর্থনৈতিক উন্নয়নের ইঞ্জিন হিসেবে বিবেচনা করে এগিয়ে নিতে হবে।”

    এ খাতের বিকাশে সরকারি ও বেসরকারি উদ্যেগের সমন্বয়ের ওপরও জোর দেন শিরীন শারমিন। তিনি এজন্য আইন-বিধি, নিয়মকানুন, কাস্টমসকে আরও ব্যবসাবান্ধব হওয়ার পরামর্শ দেন।

    স্পিকার বলেন, সরকার আইসিটি খাতের গুরুত্ব অনুধাবন করছে; সেজন্যেই সুষ্ঠুভাবে এর সমন্বয় করছে।

    অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তৈরি পোশাক খাতের নগদ প্রণোদনার মতো আইসিটি খাতেও প্রণোদনা দেওয়ার দাবি জানান। তিনি সরকারের কাছে আইটি খাতে ২০ শতাংশ ক্যাশ ইনসেনটিভ দেওয়ারও দাবি করেন।

    তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির বর্ণনা দিয়ে পলক বলেন, “একসময় বাংলাদেশ ছিল দুর্নীতিগ্রস্ত দেশ। আইটি ব্যববহার করে সেই দুর্নীতি আমরা কমিয়ে এনেছি।”

    বেসিস সভাপতি মোস্তফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশীর কবীর, বেসিসের পরিচালক সৈয়দ আলমাস কবীর।

     

     

  • তৃণমূল পর্যায়ে উন্নয়নে বিশ্বব্যাংক ৩শ’ মিলিয়ন ডলার দেবে

    তৃণমূল পর্যায়ে উন্নয়নে বিশ্বব্যাংক ৩শ’ মিলিয়ন ডলার দেবে

    এসবিনিউজ ডেস্ক : বিশ্ব ব্যাংক স্বেচ্ছাধীন তহবিলসহ তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকারের ক্ষমতায়নে ৩শ’ মিলিয়ন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে।

    যা স্থানীয় সরকারের অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়নে কমিউনিটিগুলোকে আরো সক্রিয় করবে।

    পুর্ববর্তী দু’টি প্রকল্পের সাফল্যের প্রেক্ষাপটে লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) ৪৫৫০টি ইউনিয়ন পরিষদের সবগুলোতে কাজ করবে। এতে ১ কোটি ১৫ লাখ মানুষ উপকৃত হবে।

    এই প্রকল্প স্থানীয় সরকারও সম্প্রসারিত হবে। প্রথমে ৮ বিভাগের ১৬ পৌরসভায় এ প্রকল্প সম্প্রসারিত হবে। সেবা কার্যক্রমের উন্নয়নে সহায়ক প্রকল্প গ্রহণে এ প্রকল্প কাজ করবে।

    বিশ্ব ব্যাংকের বাংলাদেশ, ভুটান ও নেপালের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজাশ্রী পারালকার বলেন, বিশ্বব্যাংক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকারের ক্ষমতায়নে সরকারের প্রয়াসের সহায়তায় দীর্ঘদিনের অংশীদার।

    এ প্রকল্পে বিশ্বব্যাংকের টিম লিডার শেংহুয়া ওয়াং বলেন, ক্ষমতায়নে গুরুত্বারোপ করা হবে। এজন্য প্রকল্পটির ৩০ শতাংশ অর্থ মহিলাদের অগ্রাধিকার মূলক কর্মকান্ডের জন্য নির্ধারিত রয়েছে।

    এই ঋণ বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন থেকে দেয়া হবে। এতে কোন সুদ নেই, তবে সার্ভিস চার্জ হিসেবে ০.৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ৬ বছর ছাড়সহ ৩৮ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

     

  • বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শুরু

    বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা শুরু

    এসবিনিউজ ডেস্ক : বৃহস্পতিবার থেকে দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হবে।

    এ বছর ১০টি শিক্ষা বোর্ডের ৩ হাজার ২শ’৩৬টি কেন্দ্রে ২৮ হাজার ৩শ’৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ১৭ লাখ ৮৬ হাজার ৬শ’১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র ও ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

    এ বছর নিয়মিত পরীক্ষার্থী হচ্ছে ১৬ লাখ ৭ হাজার ১২৪ জন। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১ লাখ ৭৬ হাজার ১৯৮ জন ও বিশেষ পরীক্ষার্থীর সংখ্যা (১, ২, ৩, ও ৪ বিষয়ে) ১ লাখ ৪৫ হাজার ২৯৮ জন।

    এসএসসিতে ৭ লাখ ২ হাজার ২৯৯ জন ছাত্র ও ৭ লাখ ২৩ হাজার ৬০১জন ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। ছাত্রের তুলনায় ছাত্রী ২১ হাজার ৩০২ জন বেশি।

    দাখিলে ছাত্র ১ লাখ ৩০ হাজার ৫৮৫ জন ও ছাত্রী ১ লাখ ২৫ হাজার ৯১৬ জন এবং এসএসসি ভোকেশনালে ছাত্র ৭৭ হাজার ৬১৭জন ও ছাত্রী ২৬ হাজার ৫৯৫ জন।

    তত্ত্বীয় পরীক্ষা বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ২ মার্চ শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ শেষ হবে। এবছর বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে ৪ লাখ ২২ হাজার ২শ’৮৭জন। অন্যদিকে এ বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা নামে দুটি নতুন বিষয় যুক্ত হয়েছে।

    এদিন পরীক্ষাসংক্রান্ত কিছু নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয় , প্রতিদিন সকাল সাড়ে ৯টার মধ্যে সকল পরীক্ষার্থীর কাছে হাতে খাতা দেয়া হবে। এতে তারা প্রায় ৩০ মিনিট অতিরিক্ত সময় পাবেন।

    একমাত্র কেন্দ্র সচিব ছাড়া আর কোন ব্যাক্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলে মন্ত্রী জানান। কেন্দ্র সচিবের অনুমতি ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

    মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , দেশের বাইরে বিদেশে জেদ্দা, রিয়াদ, ত্রিপোলি, দোহা, আবুধাবী, দুবাই, বাহরাইন এবং ওমানের সাহামে ৮টি পরীক্ষা কেন্দ্র রয়েছে।

    এ বছর এসএসসি পরীক্ষায় বাংলা ২য় পত্র এবং ইংরেজি ১ম ও ২য় পত্র ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেয়া হবে। দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রালপালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব (শ্রুতি লেখক) সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে।

     

  • আবু নাসের হাসপাতালকে ইন্সিটিউটে পরিণত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

    আবু নাসের হাসপাতালকে ইন্সিটিউটে পরিণত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

    স্টাফ রিপোর্টার ; শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে অনতিবিলম্বে ইন্সিটিউটে পরিণত করা হবে। চলতি বছরের মধ্যে নেয়া হবে ২৫০ শয্যা চালুর উদ্যোগ। করা হবে গবেষণার ব্যবস্থা।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বুধবার দুপুরে খুলনাস্থ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ এবং ২০ শয্যা বিশিষ্ট প¬াস্টিক এন্ড বার্ন ইউনিট এর  উদ্বোধন শেষে হাসপাতাল মিলনায়তনে প্রধান অতিথির বক্তৃতায় এসব উদ্যোগের কথা জানান।

    মন্ত্রী বলেন, এ হাসপাতালের উন্নয়নে ইতোমধ্যে ১০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, আগামী তিন মাসের মধ্যে এর কাজ অবশ্যই সমাপ্ত করতে হবে। হাসপাতালের উন্নয়নের তাঁর পক্ষ থেকে যা যা করা দরকার তা করা হবে। হাসপাতালে ১৫টি ডায়াগনস্টিক মেশিন প্রদান এবং দ্রুত চিকিৎসক সংকট দূর করা হবে।  তিনি বলেন, শীঘ্রই ডাক্তার ও রোগীদের সুরক্ষায় আইন করা হবে। এ হাসপাতালকে পরিচ্ছন্ন রাখতে সংশি¬ষ্ট সকলকে আন্তরিক হতে হবে। তিনি রোগীর সাথে একজন স্বজন রাখার পরামর্শ দেন এবং এ ব্যাপারে স্থানীয় এমপিদের প্রতি তদারকী করার আহবান জানান। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চালু করেছিলেন কমিউনিটি ক্লিনিক। কিন্তু বিএনপি সরকার তা বন্ধ করে দিয়ে মানুষকে সেবা গ্রহণ থেকে বঞ্চিত করেছিল। শেখ হাসিনার অধীনে ২০১৯ সালে নির্বাচন হবে। আগামী নির্বাচনে আওয়ামী সরকারকে নির্বাচিত করতে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শেখ হেলাল উদ্দিন এমপি, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বেগম মন্নুজান সুফিয়ান এমপি, তালুকদার আবদুল খালেক এমপি, মুহাম্মদ মিজানুর রহমান এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি। হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র গোস্বামীর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন খুলনা বিএমএ‘র সভাপতি ডা. শেখ বাহারুল আলম এবং খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) আবুল কাশেম মোঃ সাইদুর রহমান, খুলনা জেলা প্রশাসক নাজমূল আহসান, খুলনা সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাকসহ স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    উলে¬খ, এ হাসপাতালে বর্তমানে ১২২টি বেড চালু ছিল। আইসিইউ এবং বার্ন ইউনিটে মোট ৩০টি বেড চালুর ফলে বেডের সংখ্যা দাঁড়িয়েছে ১৫২টিতে।

    এর আগে সকালে মন্ত্রী খুলনা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।  এ সময় তিনি হাসপাতালের ১৩টি জরাজীর্ণ ভবন অপসারণ পূর্বক বহুতল বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণ এবং সিভিল সার্জনের কার্যালয় নির্মাণের জন্য ৪০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। এসময় উপস্থি ছিলেন খুলনা মহানগর আওয়াম লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল ও খুলনার সিভিল সার্জন এস এম আব্দুর রাজ্জাক।

    পরে তিনি খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে মেডিকেল কলেজ অডিটরিয়ামে খুলনা বিভাগের সিভিল সার্জন এবং জেলার টিএইচও, বিএমএ, স্বাচিপ সহ মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।