Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
dakshinermashal, Author at Daily Dakshinermashal - Page 388 of 398

Author: dakshinermashal

  • ওষুধ ছেড়ে খেজুর গুড় খান, সব সমস্যা সমাধান

    ওষুধ ছেড়ে খেজুর গুড় খান, সব সমস্যা সমাধান

    এসবিনিউজ ডেস্ক : শীত মানেই কুয়াশা। কুয়াশামাখা ভোরে খেজুর রসের ঘ্রাণ। কাঁধে বয়ে আসা গন্ধ। সেই গন্ধ ঢুকে পড়ে গৃহস্থের অন্দরমহলে। এক ফোঁটা জিভে ঠেকালেই মন আনচান। গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে সুঘ্রাণ। ঝোলা গুড় হোক বা পাটালি, গুণ ষোলোআনা। (সেক্সের সহজ পাঠ এবার ‘পর্নশালা’তেই!)

    গুনে শেষ করাই মুশকিল খেজুর গুড়ের গুণ। তেলুগুতে বেল্লাম, তামিলে ভেল্লাম, মালয়ালিতে শারকারা, কন্নড়ে বেল্লা, মারাঠিতে গুল।এক এবং অদ্বিতীয় খেজুর গুড়।

    নিয়মিত খেজুর গুড় খেলে রক্ত পরিষ্কার হয়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে। ফলে, দূষিত রক্তের কারণে যে সব রোগ হয়, সেগুলি থেকে রক্ষা পাওয়া যায়। এতে প্রচুর পরমাণে রয়েছে আয়রন। যা অ্যানিমিয়া প্রতিরোধ করে। পুষ্টিকর বিভিন্ন উপাদান থাকে খেজুর গুড়ে বিভিন্ন স্ত্রী রোগের সমস্যা দূর করে।

    নিয়মিত খেজুর গুড় খেলে হজমের সমস্যা থাকে না। বদহজম, কোষ্ঠকাঠিন্য, আমাশার মতো রোগ থেকে মুক্তি। লিভারকে রাখে সুস্থ। খেজুর গুড়ে রয়েছে প্রচুর পটাসিয়াম ও সোডিয়াম। যা পেশিকে শক্তিশালী করে। অতিরিক্ত মেদ ঝরায়। ফলে, ওজন নিয়ন্ত্রণে থাকে। ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে।

    ত্বককে যদি রাখতে চান মসৃণ, বয়স যদি ধরে রাখতে চান, খেজুর গুড় খান। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। উপকারি ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ। ত্বককে করে আরও উজ্জ্বল। ফুসকুড়ি,  ব্রনতে ভরে যাচ্ছে মুখ? খেজুর গুড় খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

    ১০ গ্রাম গুড় থেকে পাওয়া যায় ১৬ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম। প্রতিদিন শরীরে যে পরিমাণ ম্যাগনেসিয়াম প্রয়োজন হয়, তার ৪ শতাংশই আসে গুড় থেকে। স্নায়ুতন্ত্রের প্রক্রিয়া সচল রাখে। ফলে, নার্ভের নানা রোগ প্রতিরোধ করে।

    হাঁপানি, ব্রঙ্কাইটিসের মতো রোগও প্রতিরোধ করে খেজুর গুড়। সাধারণ সর্দি-কাশিতেও অব্যর্থ ফল মেলে। ক্রনিক কাশি থেকেও মুক্তি পাওয়া যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খেজুর গুড় গাঁটে গাঁটে ব্যথা উধাও। দীর্ঘক্ষণ এনার্জি ধরে রাখে। নিয়মিত খেজুর গুড় খান। সব রোগ ভ্যানিশ।

     

  • সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বাহিনীর প্রধান নিহত

    সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বাহিনীর প্রধান নিহত

    এসবিনিউজ ডেস্ক  : সুন্দরবনে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু শামসু বাহিনীর প্রধান শামসু শেখ ওরফে কোপা শামসু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

     

    খুলনা র‌্যাব-৬ এর অপারেশন অফিসার জাহিদ হোসেন জানান, দুপুরের দিকে মোংলার কাছে সুন্দরবনের শ্যালা নদীর মৃগমারী সংযোগ খালে বনদস্যু শামসু বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। ১৫ মিনিটব্যাপী বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা পিছু হটে।

    বন্দুকযুদ্ধের পর বনের গহিনে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বাহিনী প্রধান শামসুকে আটক করা হয়। শামসুকে আশঙ্কাজনক অবস্থায় আটক করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৩টি অস্ত্র, ৩৬ রাউন্ড গুলি ও ২টি রাম দা উদ্ধার করা হয়েছে।

     

  • অন্তর থেকে দায়িত্ব পালন করেছি : কাজী রকিবউদ্দীন

    অন্তর থেকে দায়িত্ব পালন করেছি : কাজী রকিবউদ্দীন

    এসবিনিউজ ডেস্ক  : বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন বলেছেন, আমরা অন্তর থেকে  দায়িত্ব পালন করেছি। নতুন যারা আসছেন তাদের প্রতিও আমাদের আশা এবং আস্থা রয়েছে। তারাও গুরুত্বের সঙ্গে এই দায়িত্ব পালন করবেন।

    মঙ্গলবার সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এই কথা বলেন তিনি।

    নির্বাচন কমিশনে দায়িত্ব পালন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করে তিনি  বলেন, নতুন কমিশনাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আসছেন। এটি একটি সাংবিধানিক এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাদের জন্য শুভেচ্ছা রইল।

    নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, মোহাম্মদ আবু হাফিজ, ঢাকা জেলার নির্বাচন কর্মকর্তা শাহ আলম এ সময় তার সঙ্গে ছিলেন।

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের তালিকা থেকে ৫ জনকে নতুন ইসির জন্য মনোনীত করেন।

    এই কমিশনে সিইসি নুরুল হুদার সঙ্গে কমিশনার হিসেবে থাকছেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।

     

  • নোভার্টিজে চাকরীর সুযোগ

    নোভার্টিজে চাকরীর সুযোগ

    এসবিনিউজ ডেস্ক : জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নোভার্টিজ (বাংলাদেশ) লিমিটেড। ‘অফিসার এক্সপোর্ট অপারশন্স, এনটিও ডিভিশন’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

    যোগ্যতা

    যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ বা এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা ছাড়া পদটিতে আবেদন করা যাবে। তবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে

    আবেদন প্রক্রিয়া

    আগ্রহী প্রার্থীরা নোভার্টিজের ওয়েবসাইট (নরঃ.ষু/২লজগীণি) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।

    সূত্র : বিডিজবস ডটকম

     

  • খুলনায় সাবেক প্রকৌশলীর বাসায় ডাকাতি

    খুলনায় সাবেক প্রকৌশলীর বাসায় ডাকাতি

    স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর জাহিদুর রহমান সড়কের প্রকৌশলী হাবিবুল আলম চৌধুরীর (অবসর) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে মঙ্গলবার গভীর রাত থেকে ভোররাত অবধি এই ঘটনা ঘটে ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে বেধে রেখে নগদ টাকা, ৪০ ভরি সোনার গহনা, মোবাইল সেট লুট করে নিয়ে গেছে

    ভুক্তভোগী এলাকাবাসী জানায়, ১৫১৬ জন ডাকাতের একটি দল রাত ২টায় দোতলা বাড়ির নিচতলার বাম পাশের গ্রিল কেটে ভাড়াটিয়া নগরীর সুলতানা হামিদ আলী বালিকা বিদ্যালয়ের শিক্ষক এস এম রফিকুল হক বাচ্চুর ঘরে প্রবেশ করে এসময় বাড়ির লোকজনের চিৎকার ঠেকাতে ডাকাতরা ধারালো অস্ত্র ধরে সবার হাতপা মুখ বেধে ফেলে এরপর ঘরের সব কিছু তছনছ করে ৪টি মোবাইল সেট, ১৫ হাজার টাকা স্বর্ণালঙ্গকার নিয়ে দোতলায় যায় সেখানও থেকে ডাকাতি করে 

    বাড়ির মালিক প্রকৌশলী হাবিবুল আলম চৌধুরীর চাচাতো ভাই পুলিশের সাবেক এসপি শহীদুল হক বলেন, দোতলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া ঘরের গ্রিল কেটে দরজা ভেঙ্গে তাদের ঘরে ডাকাতি করে দোতলায় যায় সেখানে তার ভাই, তার বউ, ছেলে তার বউকে হাত, পা মুখ বেঁধে ফেলে এরপর আলমারি শোকেজ খুলে প্রায় ৫২ হাজার টাকা ২৫৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুই ঘর মিলে প্রায় ৪০ ভরি স্বর্ণ ডাকাতরা নিয়ে গেছে

    তবে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ৬০ নং জাহিদুল ইসলাম সড়কের দোতলা বাড়ির নিচতলায় বাচ্চু নামের এক স্কুল শিক্ষকের বাসার বাম পাশের গ্রিল কেটে চার জন ডাকাত ভিতরে প্রবেশ করে শিক্ষক তার স্ত্রীর হাত পা বেঁধে নগদ ১৪১৫ হাজার টাকা পৌনে তিন ভরি স্বর্ণ আর উপরে মালিক হাবিবুল আলমের বাসা থেকে ১৪১৫ হাজার টাকা, চারটি মোবাইল, ১৮ ভরির মতো স্বর্ণ নিয়ে গেছে ঘটনার আমরা তদন্ত করছি ব্যাপারে থানায় এখন মামলা হয়নি তবে ডাকাতির ঘটনার খবর পেয়েই পুলিশ তদন্ত শুরু করেছে

  • ভিডিপি’র ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রীদের প্রশিক্ষণ শুরু

    ভিডিপি’র ইউনিয়ন ও ওয়ার্ড দলনেত্রীদের প্রশিক্ষণ শুরু

    আনসার ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে খুলনা রেঞ্জের ১০টি জেলার ১১১ জন ইউনিয়ন/ওয়ার্ড দলনেত্রীদের ২৮দিনব্যাপী অস্থসহ মৌলিক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করেন আনসার ভিডিপি খুলনা রেঞ্জ পরিচালক মোহাঃ আকবর আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট, শেখ মনিরুজ্জামান

    উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালক মোহাঃ আকবর আলী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গঠনে আনসার ভিডিপি বাহিনীর সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে সন্ত্রাস দমন, বাল্য বিবাহ রোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, আর্থসামাজিক উন্নয়নসহ প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজের এবং দেশের উন্নয়ন ঘটানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান

    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকিউএম ২৮ আনসার ব্যাটালিয়ন মোঃ জাহাঙ্গীর আলম এবং থানা আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ মোমেনা খাতুন অন্যান্য প্রশিক্ষকবৃন্দ খবর বিজ্ঞপ্তির

  • প্রধান নির্বাচন কমিশনার হলেন নুরুল হুদা

    প্রধান নির্বাচন কমিশনার হলেন নুরুল হুদা

    এসবিনিউজ ডেস্ক : ইসি নিয়োগের সার্চ কমিটির তালিকা থেকে সোমবারই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পরবর্তী সিইসি হিসেবে সাবেক সচিব নূরুল হুদাকে নিয়োগ দেন। সিইসির সঙ্গে চারজন নির্বাচন কমিশনার নিয়োগও দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন- সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরীকে।

    নির্বাচন কমিশনারদের মধ্যে মাহবুব তালুকদারের নাম প্রস্তাব করেছে বিএনপি। সার্চ কমিটির সুপারিশকৃত ১০ জনের মধ্যে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদের নামও বিএনপি প্রস্তাব করেছিল। তবে তার নাম বিবেচনায় নেয়া হয়নি। আর আওয়ামী লীগ মনোনীতদের মধ্যে কবিতা খানমের নাম রাষ্ট্রপতি নিয়েছেন।  আর তাদের দেয়া পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য আব্দুল মান্নানের নাম সার্চ কমিটি সুপারিশ করলেও রাষ্ট্রপতি তা নেননি।

    এক যুগ আগে চাকরি থেকে অবসরে যাওয়া নূরুল হুদা পটুয়াখালীর বাউফলের বাসিন্দা। স্বাধীনতা যুদ্ধে ৯ নম্বর সেক্টরে যুদ্ধে অংশ নিয়ে পটুয়াখালী জেলা পাক হানাদার মুক্ত করতে ভূমিকা ছিল তার।

    ১৯৪৮ সালে জন্ম নেওয়া নূরুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের আবাসিক এ ছাত্র ১৯৭২-৭৩ সালে হল ছাত্র সংসদে সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই বরিশাল অঞ্চলে মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন নূরুল হুদা। যুদ্ধের পরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যান নূরুল হুদা। পরে জাসদের সঙ্গেও সম্পৃক্ততা ছিল তার।

    নূরুল হুদা ১৯৭৩ সালে মুক্তিযোদ্ধা হিসাবে সরকারি কর্মকমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই বছরের ৩০ জুলাই প্রশাসন ক্যাডারে যোগ দেন।

    চাকরিজীবনে ফরিদপুর ও কুমিল্লার জেলা প্রশাসক ছাড়াও কিছু মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। কুমিল্লার জেলা প্রশাসক থাকার সময়ে ১৯৯৬ সালের ১৫ ফেরুয়ারি এবং ১২ জুলাই নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন নূরুল হুদা।

    এছাড়া তিনি এরশাদ আমলে ১৯৮৫ সালে উপজেলা নির্বাচন এবং ১৯৮৬ সালের সংসদ নির্বাচনেও নির্বাচনী দায়িত্ব পালন করেন।

    ২০০১ সালের ২৪ জুলাই বিএনপি ক্ষমতায় এসে কিছু কর্মকর্তার সঙ্গে নূরুল হুদাকে বাধ্যতামূলক অবসর দেয়। সর্বোচ্চ আদালত পরে বিএনপি সরকারের ওই আদেশ বেআইনি ঘোষণা করে। পরে তিনি ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে সচিব হন এবং সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা লাভ করেন।

    যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি ও সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে উচ্চতর ডিগ্রি নেন নূরুল হুদা।

    সরকারি চাকরি শেষে ২০১০ সালে যোগ দেন বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) এর ব্যবস্থাপনা পরিচালক পদে, ছিলেন ৫ বছর। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

    স্ত্রী হুসনে আরার সঙ্গে নূরুল হুদার সংসারে তিন ছেলে-মেয়ে। বড় ছেলে প্রকৌশলী, কানাডায় রয়েছেন। মেজ মেয়ে বুয়েট থেকে পাস করে পিএইচডি শেষে যুক্তরাষ্ট্রের মিশিগানে থাকেন। ছোট মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠ চুকিয়ে উচ্চতর ডিগ্রির জন্যে কানাডায় রয়েছেন।

    উল্লেখ্য, নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে দুইজন এবং চার নির্বাচন কমিশনার পদের জন্য আটজনের নাম সুপারিশ করে।

    বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে  সুপারিশসহ প্রতিবেদন হস্তান্তর করে। এ সময় তার সঙ্গে ছিলেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মাসুদ আহমেদ, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ড সদস্য অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিরিণ আখতার।

    নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ জনের নাম পেশ করার জন্য রাষ্ট্রপতি সার্চ কমিটিকে ধন্যবাদ জানান। গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করেন।

  • একাধিক পদে নিয়োগ দেবে ব্যাংক এশিয়া

    একাধিক পদে নিয়োগ দেবে ব্যাংক এশিয়া

    এসবিনিউজ ডেস্খ  : একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। ‘সিনিয়র অফিসার বা এক্সিকিউটিভ অফিসার মনিটরিং ইউনিট’ এবং ‘অফিসার, সিনিয়র অফিসার বা এক্সিকিউটিভ অফিসার কমপ্লায়েন্স ইউনিট’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

    যোগ্যতা

    প্রকাশিত বিজ্ঞপ্তিতে উভয় পদের জন্য একই যোগ্যতা চাওয়া হয়েছে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এসিসিএ, সিএমএ বা সিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং নিয়ম ও আইটি সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।

  • জঙ্গিবাদের মাধ্যমে সরকার ফায়দা নিতে চায়: মির্জা ফখরুল

    জঙ্গিবাদের মাধ্যমে সরকার ফায়দা নিতে চায়: মির্জা ফখরুল

    এসবিনিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার জঙ্গিবাদ দমন করতে চায় না। বরং এই জঙ্গিবাদের মাধ্যমে ফায়দা নিতে চায়। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ফাইটিং মিলিট্যান্সি ইনকোয়েস্ট অব পিস’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, আমরা বার বার বলেছি, সত্যিকার অর্থে যদি আপনারা জঙ্গিবাদ দমন করতে আন্তরিক হন, তাহলে এর সুষ্ঠু তদন্ত করুন। যারা দায়ী, তাদের খুঁজে বের করুন। দেশে বাংলা ভাইয়ের মতো ভয়ঙ্কর জঙ্গি ধ্বংস করে জঙ্গিবাদ সমস্যার সমাধান করেছিল বিএনপি সরকার ২০০৪-৫ সালে। আমরা যেমন কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করেছিলাম, সেভাবে করুন। কিন্তু আপনারা তা করছেন না। ইচ্ছে করেই আপনারা তা করছেন না। কারণ এর থেকে আপনারা ফায়দা নিতে চান।

    বিএনপির মহাসচিব বলেন, যে দেশে গণতন্ত্র থাকবে না, সেখানেই টেররিজম, জঙ্গিবাদ, উগ্রবাদের জন্ম হবে। সেটা আরও বিকশিত হবে। আমরা বার বার বলেছি, এই টেররিজমকে মোকাবিলা করার জন্য দরকার জাতীয় ঐক্য। আপনারা পাত্তা দেননি।

    তিনি আরও বলেন, যখন ইতালির নাগারিক তাবেল্লা নিহত হলেন। তারপরের দিন বললাম, এটা সিরিয়াসলি দেখা উচিত। এর বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া উচিত। কিন্তু প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে বলে দিলেন, এর সঙ্গে বিএনপি জড়িত। যাদের জঙ্গি হিসেবে ধরা হয়েছিল, তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে।

    জাসাস-এর সভাপতি প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সেলিমা রহমান, শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ইউসুফ হায়দার, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপন।

  • একধাপ এগিয়ে সোনম কাপুর

    একধাপ এগিয়ে সোনম কাপুর

    এসবিনিউজ ডেস্ক : অভিনয়ে সাড়া না ফেললেও অন্য নায়িকাদের পিছনে ফেলে আরও এক ধাপ এগিয়ে গেলেন সোনম কাপুর। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি লঞ্চ করলেন নিজের ডিজিটাল স্টিকার।

    কোন নিয়ম মেনে ফ্যাশন করেন না। তবে তিনি যা করেন সেটাই হয়ে দাঁড়ায় লেটেস্ট ফ্যাশন নিউ জেনারেশনের কাছে। বাবা অনিল কাপুরের মতো শক্তপক্ত খুঁটির জোরে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়ে গোল্লা সবসময়।

    ২০১৬ তার জীবনে টার্নিং পয়েন্ট। তাই নতুন বছরে ফিল্ম ফেয়ারে ক্রিটিক চয়েসে নীরজার জন্য সোনম পেয়েছেন সেরা অভিনেত্রীর খেতাব। ব্যাস আর পিছন তাকাতে হচ্ছে না

    সঞ্জয় দত্তর বায়োপিক আরেকদিকে হোম প্রোডাকশন বীর দি ওয়েডিং। দুটি ছবির কাজ চলছে। দিন দিন বাড়ছে ফ্যান ফলোয়িং। তাই এবার ফ্যানদের জন্য সোনমের উপহার সোনম অ্যাপ সোমোজি। নিজের বিভিন্ন ছবির চরিত্রের ওপর তৈরি ডিজিটাল স্টিকার লঞ্চ করলেন সোনম।

    তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যার নিজস্ব এমন ডিজিটাল অ্যাপ লঞ্চ হল। সত্যিই সোনমের কাছে গর্বের ব্যাপার।

  • রূপসা ঘাটে নবনির্মিত বাস টার্মিনাল পরিদর্শন

    রূপসা ঘাটে নবনির্মিত বাস টার্মিনাল পরিদর্শন

    এসবিনিউজ ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ, জেলা প্রশাসক মোঃ নাজমুল আহসান বৃহস্পতিবার নগরীর রূপসা ঘাটে নবনির্মিত বাস টার্মিনালসহ তৎসংলগ্ন বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। সময় তাঁরা টার্মিনালের উত্তর পার্শ্বস্থ নদী ভাঙ্গন রোধকল্পে নির্মিত প্রাচীর সংলগ্ন সরকারি জায়গায় নগরবাসীর চিত্ত বিনোদনের লক্ষ্যে কেসিসি প্রস্তাবিত পাবলিক পরিসর নির্মাণের স্থানও পরিদর্শন করেন।

    পরিদর্শনকালে সিটি মেয়র বলেন, নাগরিক সেবা বৃদ্ধির ধারাবাহিকতায় রূপসায় দৃষ্টিনন্দন বাস টার্মিনালসহ নদীর উভয়পাড়ে পন্টুন এবং রাস্তা ফুটপাথ নির্মাণ করা হয়েছে। রূপসা নদীর পাড়ে টার্মিনাল সংলগ্ন উত্তর পাশের জায়গাটি কেসিসি অনুকূলে বরাদ্দ দেয়া হলে সেখানে নগরবাসীর জন্য পার্ক বা বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে।

    বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ জেলা প্রশাসক মোঃ নাজমুল আহসান উভয়েই সিটি মেয়রের প্রস্তাবটিকে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে সিটি কর্পোরেশনের প্রস্তাব বাস্তবায়নে সম্ভব সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

    সময় কেসিসি কাউন্সিলর মুহাঃ আমান উল্লাহ আমান, মোঃ মাহবুব কায়সার, মোঃ গিয়াস উদ্দিন বনি, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া ফারুক, প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালা, প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আরিফ নাজমুল হাসান, নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, মোঃ আব্দুল আজিজ, নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোঃ ছয়ফুদ্দিন, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার মোঃ আনিসুর রহমান, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার, সহকারী কঞ্জারভেন্সী অফিসার শেখ হাফিজুর রহমান, নরুন্নাহার এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।

     

  • আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন

    আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্বোধন

    এসবিনিউজ ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, আলোকচিত্র ধারণ মূলত: একটি শখ। বিশেষ করে তরুণরা দৈনন্দিন কাজের পাশাপাশি কাজটি করে থাকেন। নিয়মিত চর্চা, আত্মনিয়োগ ধৈর্য্যসহকারে এগিয়ে গেলে এবং স্থানীয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে মাধ্যমেও প্রতিষ্ঠা পাওয়া সম্ভব।

    সিটি মেয়র বৃহস্পতিবার নগরীর জিয়া হল চত্বরে আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতা ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। খুলনা ফটোগ্রাফি গ্যালারী  (কেপিজি) দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে। তিনি ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন।

    সিটি মেয়র আরো বলেন, আলোক চিত্রের মাধ্যমে দেশের নানা প্রান্তের মানুষের জীবনচিত্র, ঋতু বৈচিত্র, সংস্কৃতি, প্রকৃতির অপরূপ দৃশ্যাবলী সবকিছুই ফুটিয়ে তোলা সম্ভব। তিনি প্রদর্শনীতে স্থান পাওয়া বিভিন্ন আলোকচিত্রকে একেকটি ইতিহাস হিসেবে উল্লেখ করে বলেন, খুলনা মহানগরীতেও অনেক ঐতিহ্যবাহী স্থাপনা আছে। সেগুলিকেও আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা প্রয়োজন। পাশাপাশি আমাদের অর্থনীতিতে অবদান রাখা চিংড়ি মাছ, পাট সহ সুন্দরবন সুন্দরবনের জীববৈচিত্রসমূহ আগামী প্রদর্শনীতে স্থান পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    কেপিজি সভাপতি মোঃ হাবিবুর রহমানএর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান মনি, দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক ওয়াদুদুর রহমান পান্না সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কেপিজি সাধারণ সম্পাদক এস সুমন।

     

  • অর্থনৈতিক উপদেষ্টার চুকনগর বধ্যভূমি পরিদর্শন

    অর্থনৈতিক উপদেষ্টার চুকনগর বধ্যভূমি পরিদর্শন

    স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বৃহস্পতিবার খুলনা ডুমুরিয়ার চুকনগর বধ্যভূমি সরেজমিনে পরিদর্শন করেন এবং বধ্যভূমি পরিচালনা ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।

    এসময় উপদেষ্টা বলেন, বহুত্যাগ, রক্ত ও সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে যে কোন মূল্যে সমুন্নত রাখতে হবে।  স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়া। সে লক্ষ্য অর্জনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে উদ্বুদ্ধ হতে হবে এবং মুক্তিযুদ্ধের দলিলগুলো সংরক্ষণের উদ্যোগ নিতে হবে।

    এসময় খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ, চুকনগর কলেজের অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ আশেক হাসান, খুলনা পল¬ী বিদ্যুৎ সমিতির সভাপতি আবুল কালাম মোঃ মহিউদ্দিন এবং  বধ্যভূমি পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

    এর আগে উপদেষ্টা বধ্যভূমিতে পুষ্পস্তাবক অর্পন করেন।

    সকালে উপদেষ্টা খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপপরিচালক টি এম জাকির হোসেন ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সহসভাপতিসহ খুলনার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষা সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন।

     

  • রেলওয়ের দক্ষিণ জোনের সদর দপ্তর খুলনায় স্থাপনের দাবী

    রেলওয়ের দক্ষিণ জোনের সদর দপ্তর খুলনায় স্থাপনের দাবী

    স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেলওয়ের দক্ষিণ জোনের সদর দপ্তর খুলনায় স্থাপনের দাবীতে বৃহস্পতিবার মোংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের মহাসচিব এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম।

    স্মারক লিপিতে বলা হয় খুলনায় রেল ষ্টেশন তৈরী হয়েছে বহু যুগ পুর্বে থেকে। বর্তমানে প্রধানমন্ত্রী আধুনিক রেল ষ্টেশনে পরিণত করেছেন। প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে খুলনাসহ দক্ষিনাঞ্চলের রেল লাইনের ব্যাপক প্রসার ঘটেছে। খুলনা-মোংলা রেল লাইন এর কাজ ও রূপসা নদীর উপর রেল সেতুর কাজ চলমান, সেইসাথে মোংলা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা পর্যন্ত রেল লাইনের কাজ দ্রুত ভাবে এগিয়ে চলেছে। রেল লাইনের এসকল কাজ সমাপ্ত হলে মোংলা বন্দর থেকে রেলের মাধ্যমে ভারত, নেপাল, ভুটান ট্রানজিট সহজ হবে এবং দক্ষিণাঞ্চলের আরো উন্নয়ন হবে। খুলনা দক্ষিণাঞ্চলের বিভাগীয় শহর ও কেন্দ্র বিন্দু হওয়ায় রেল যোগাযোগের মাধ্যমে মোংলা বন্দর ব্যবহারে রেলের যাবতীয় কার্যক্রম সম্পন্নের জন্য খুলনাই একমাত্র উপযুক্ত স্থান। কিন্তু জানা যায় বাংলাদেশ রেলওয়ের দক্ষিণ জোনের সদর দপ্তর খুলনার পরিবর্তে ফরিদপুরে স্থাপনের জন্য প্রাথমিকভারে সরকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত সিদ্ধান্তের প্রতি দক্ষিণাঞ্চনের জনগন ঘোর আপত্তি জানাচ্ছে এবং উক্ত সরকারী সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশ রেলওয়ের দক্ষিণ জোনের সদর দপ্তর ফরিদপুরের পরিবর্তে খুলনায় স্থাপনের জোর দাবী জানাচ্ছে।

    প্রধানমন্ত্রীর নিকট খুলনা বাসী আশা করছে খুলনার জনগণের দাবীর বিষয়টি বিবেচনা করে ও উপযুক্ত স্থান হিসেবে বাংলাদেশ রেলওয়ের দক্ষিণ জোনের সদর দপ্তর খুলনায় স্থাপনের নির্দেশনা দেয়া হোক।

    স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন- খুলনা নৌ পরিবহণ মালিক গ্র“পের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান খান পল্টু, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল গফফার, যুগ্ম মহাসচিব এম,এম,আসাদুজ্জামান, সাবেক যুগ্ম মহাসচিব খুরশিদ আলম কাগজি মিন্টু, মোঃ হাফিজুল ইসলাম চন্দন, কোষাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম খান কালু, পরিচালক শেখ মোঃ জহির হোসেন, এস,এম,নজরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান খান বাবু, এম,এম,আজাহার আলী, মোঃ কামরুল ইসলাম মোংলা বন্দর ব্যবহারকারী সমীর কৃষ্ণ হীরা, মোঃ ইউসুফ আলী, সামছুদ্দিন আহমেদ শ্যাম প্রমুখ।