ন্যাশনল ডেস্ক : দাম কমতে পারে যেসব পণ্যেরদাম কমতে পারে যেসব পণ্যের
জনস্বার্থ ও দেশীয় শিল্প সুরক্ষায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক কর ও ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, পোশাক ও ইলেকট্রনিক যন্ত্রপাতির দাম কমতে পারে।
বৃহস্পতিবার (১ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। বাজেটে অর্থমন্ত্রী বেশ কিছু পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) ও শুল্ক কমানোর সুপারিশ করেছেন। এতে এসব পণ্যের দাম কমতে পারে। কারণ, বাজেট ঘোষণার দিনই সাধারণত আমদানি শুল্ক ও করসংক্রান্ত প্রস্তাব কার্যকর হয়।
মিষ্টি
মিষ্টান্নভান্ডার সেবার ওপর এখন ভ্যাট রয়েছে ১৫ শতাংশ, যা সাড়ে ৭ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এতে মিষ্টি বিক্রেতারা চাইলে দাম কমাতে পারবেন।
পশুখাদ্য
পশুখাদ্যের উপকরণ নারকেলের শুষ্ক শাঁসের উচ্ছিষ্ট উৎপাদনে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। এতে এর উৎপাদন ব্যয় কমতে পারে।
হাতে তৈরি বিস্কুট–কেক
হাতে তৈরি বিস্কুটের ভ্যাট অব্যাহতি সীমা প্রতি কেজিতে ৫০ টাকা বাড়িয়ে ২০০ টাকা এবং কেকের ভ্যাট অব্যাহতি সীমা ৫০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। এতে হাতে তৈরি বিস্কুট ও কেকের উৎপাদন খরচ কমবে। তবে পার্টি কেকে এই ছাড় নেই।
ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধ
ম্যালেরিয়া ও যক্ষ্মার ওষুধে উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এতে দাম কমতে পারে।
ক্যানসার ও ডায়াবেটিসের ওষুধ
ক্যানসার ও ডায়াবেটিসের কিছু ওষুধেও করছাড় দেওয়া হয়েছে বাজেটে। অর্থাৎ অ্যান্টি-ক্যানসার এবং অ্যান্টি-ডায়াবেটিস ওষুধের কাঁচামাল আমদানিকে শুল্ক মওকুফের আওতায় আনা হয়েছে
এলইডি বাল্ব
এছাড়া কমতে পারে দেশীয় বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইস-সকেটের দাম। কারণ, দেশীয় উৎপাদনকে আরও উৎসাহিত করতে আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক ২০-২৫ শতাংশ শুল্ক রয়েছে। অর্থমন্ত্রী বাজেটে ওই শুল্ক ১০-৫ শতাংশ কমানোর প্রস্তাব করেছেন বাজেটে। সে হিসাবে দেশীয় এলইডি বাল্ব ও সুইস-সকেট মিলতে পারে তুলনামূলক কম দামে।
মাংস ও মাংসজাত পণ্য
নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়া মাংসের দাম কমিয়ে আনতে পণ্যের উৎসে অগ্রিম আয়কর ৭ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে মাংসের দাম কমতে পারে।
স্যানিটারি ন্যাপকিন
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার ও টয়লেট্রিজের কাঁচামাল আমদানি পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতির মেয়াদও একবছর বাড়নোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
অপটিক্যাল ফাইবার
অপটিক্যাল ফাইবার কেবল উৎপাদনে ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ২০২৩–২৪ অর্থবছরের বাজেটে। এতে এর দাম কমতে পারে।
উড়োজাহাজ ইজারা
যাত্রী পরিবহনে ব্যবহৃত উড়োজাহাজ ইজারার ওপর ভ্যাট ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। এতে ইজারার ব্যয় কমবে। সাধারণত বাংলাদেশ বিমান উড়োজাহাজ ইজারা নেয়। বেসরকারি এয়ারলাইনসও উড়োজাহাজ ইজারা নিয়ে যাত্রী পরিবহন করে। উড়োজাহাজের ইঞ্জিন ও যন্ত্রাংশ আমদানিতে অগ্রিম কর অব্যাহতি দেওয়া হয়েছে।
কনটেইনার
আমদানি ও রপ্তানিতে ব্যবহৃত কনটেইনার ব্যবসাকে উৎসাহ দিতে চায় সরকার। এ জন্য কনটেইনার আমদানিতে করভার কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আগে যা ধরনভেদে ৩১ ও ৩৭ শতাংশ ছিল।
রেফ্রিজারেটর ও ফ্রিজার
রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনে এখনকার ৫ শতাংশের অধিক ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ এক বছর বাড়বে।
সাবান ও শ্যাম্পু
সাবান ও শ্যাম্পুর দুটি কাঁচামালে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট অব্যাহতি সুবিধা এক বছর বহাল রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
ব্লেন্ডার, জুসার, প্রেশার কুকারের মতো গৃহস্থালি সরঞ্জাম উৎপাদনে ভ্যাট অব্যাহতির সুবিধা আরও দুই বছর (২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত) বহাল থাকবে। একই সুবিধা পাবে ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ও ইলেকট্রিক ওভেন উৎপাদনকারী কারখানা। তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পণ্য উৎপাদনে অব্যাহতি সুবিধা তিন বছর (২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত) বাড়ানো হয়েছে।
এছাড়া বিলাসবহুল পণ্য, অভিজাত বিদেশি পোশাক , এছাড়া স্প্রেয়ার মেশিন, কীটনাশক, আমদানিকৃত কৃষি যন্ত্রপাতি, আমদানিকৃত মাছ, পোল্ট্রি খাদ্য, স্প্রে মেশিনের দাম কমবে।
Author: dakshinermashal
-

দাম কমতে পারে যেসব পণ্যের
-

১৬১ টাকা কমেছে ১২ কেজি সিলিন্ডারের দাম
এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। মে মাসে এর দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা।
বৃহস্পতিবার (১ জুন) কমিশন চেয়ারম্যান মো নূরুল আমিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) হলরুমে এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন।
ওই ঘোষণায় জানানো হয়, প্রতি কেজি এলপিজির দাম ৮৬ টাকা ২৫ পয়সা। এ হারে সিলিন্ডারের আকার অনুযায়ী দাম নির্ধারণ হবে। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য কামরুজ্জামান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান। -

‘অনেক কষ্ট আর আনন্দ নিয়ে বাসায় ফিরলাম’
বিনোদন ডেস্ক : নানা ঘটনায় মন ভালো নেই পরীমনির। একমাত্র সন্তান রাজ্যের জন্মের পর বেশ ভালোই চলছিল সংসার। নিজেদের মধ্যে যখন ছোটখাট সমস্যা চলছে, সে সময় একমাত্র ছেলেকে নিয়ে সিনেমা দেখতে গিয়ে অনেক কষ্ট ও আনন্দ নিয়ে বাসায় ফিরলেন পরীমনি।
বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফেসবুক ভেরিফায়েড ফ্যান পেজে এক স্ট্যাটাসে এ কথা জানান পরী। তিনি জানান, একমাত্র ছেলেকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমা শেষে হল থেকে ফেরার সময় উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি হওয়ায় বাজেভাবে ভয় পেয়েছে তার ছেলে। এ কারণে কাছের দাওয়াত করা মানুষদের সঙ্গে কথাও বলতে পারেননি তিনি।
অভিনেত্রী লেখেন, আজ আমি একসঙ্গে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে। কষ্ট পেয়েছি কারণ—আমার সন্তান অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে সিনেমা দেখেছি অনেকবার। শো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছি, সবসময় সুন্দর শৃঙ্খলা পরিবেশে।
তিনি লেখেন, আজকে এমন উচ্ছৃঙ্খল অবস্থা তৈরি করল কেউ কেউ, তাতে বাজেভাবে আমার ছেলে ভয় পেল। কত কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও করতে পারি নাই তাদের সঙ্গে আমি। অথচ আমি আপনাদের সবার সঙ্গে সিনেমা দেখব, কথা বলব বলেই তো গিয়েছিলাম।
তিনি আরও বলেন, হল থেকে বেরোনোর সিঁড়ির মুখে এত এত ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ। আমি বারবার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেওয়ার জন্য। আপনাদের মধ্যে অনেকেই বলছিল—আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্য। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন যেটাতে ছেলেটা ভয় পেয়ে গেল। আপনারা ছেলেটার জন্য একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন।
সর্বশেষ অভিনেত্রী লেখেন, ‘আর খুশি এই জন্য যে, আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন। সবাইকে ধন্যবাদ।’
প্রসঙ্গত, গত ২৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘মা’ সিনেমা। এতে তিনি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য চৌধুরী ও শাহাদাত হোসেনসহ অনেকে। -

আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক
চীন সফরের সময় দারুণ এক সুখবর পেয়েছেন বৈদ্যুতিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরসের প্রধান নির্বাহী ইলন মাস্ক। ফরাসি ধনকুবের বার্নার্ড আরনল্টেকে টপকে আবারও বিশ্বের সেরা ধনীদের তালিকার শীর্ষে ওঠে এসেছেন তিনি।
বুধবার (৩১ মে) ৭৪ বছর বয়সী ফরাসি ধনকুবের বার্নার্ড আরনল্টের প্রসাধনী পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলভিএমএইচের শেয়ারের মূল্য ২ দশমিক ৬ শতাংশ কমে যাওয়ার পরই আরনল্টকে পেছনে ফেলে ইলন মাস্ক শীর্ষে ওঠে আসেন।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সে এ তথ্য দেওয়া হয়েছে।
শীর্ষস্থান নিয়ে এ বছর ইলন মাস্ক এবং বার্নার্ড আরনল্টের মধ্যে বেশ ভালোই লড়াই হয়। দীর্ঘ সময় ধনীদের তালিকার শীর্ষে থাকা মাস্ককে গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো দ্বিতীয়স্থানে নামিয়ে দেন আরনল্ট।
১৯৭১ সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ইলন মাস্কের জন্ম। তার বাবা ছিলেন একজন প্রথিতযশা প্রকৌশলী। মা ছিলেন জনপ্রিয় কানাডিয়ান মডেল। আজ যে খ্যাতি, যে প্রতিপত্তি ইলনের, তার ভিত তৈরি হয়েছে সেই শৈশবেই।
বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়লেও বিলাসী পণ্যে মানুষের আগ্রহ কমেনি। আরনল্টের প্রতিষ্ঠিত এলভিএমএইচের অধীনে বিলাসী কোম্পানির বিক্রি ভালো থাকায় তার সম্পদও বেড়েছিল। কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতি হওয়ায় এখন বিলাসী পণ্যের ওপর মানুষের আগ্রহ কমে যায়। বিশেষ করে চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেকটাই কম।
আরনল্টের এলভিএমএইচের শেয়ার গত এপ্রিল থেকে প্রায় ১০ শতাংশ কমে। আরনল্টকে এমনও দিন দেখতে হয়েছে— যেদিন মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তার মোট সম্পত্তি থেকে ১১ বিলিয়ন ডলার উধাও হয়ে গেছে।
অপরদিকে এ বছর এখন পর্যন্ত মাস্কের সম্পত্তির পরিমাণ বেড়েছে ৫৫ দশমিক ৩ বিলিয়ন ডলার। মূলত যুক্তরাষ্ট্রের অস্টিনে অবস্থিত টেসলার কারণেই তার সম্পদ বেড়েছে।
বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ হলো ১৯২ দশমিক ৩ বিলিয়ন ডলার। অপরদিকে আরনল্টের আছে ১৮৬ দশমিক ৬ বিলিয়ন ডলারের সম্পদ। -

চ্যাটজিপিটির লেখা ভাষণ পার্লামেন্টে পড়লেন ডেনমার্কের প্রধানমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) লিখে দিল ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের পার্লামেন্টের ভাষণ। প্রযুক্তিটির বৈপ্লবিক দিক ও ঝুঁকির বিষয়টিতে আলোকপাত করার জন্য ড্যানিশ প্রধানমন্ত্রী এটি করান। গতকাল বুধবার গ্রীষ্মকালীন ছুটির প্রাক্কালে পার্লামেন্টে প্রথাগত এই ভাষণ দেন তিনি।
ভাষণের এক পর্যায়ে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন পার্লামেন্ট সদস্যদের বলেন, ‘এইমাত্র আমি এখানে যা পাঠ করলাম, তা ঠিক আমার কথা নয়।
কিংবা এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিরও নয়।’ এরপর বিষয়টি খোলাসা করে প্রধানমন্ত্রী জানান, তাঁর ভাষণের কিছু অংশ লেখা হয়েছে চ্যাটজিপিটি নামের এআই ব্যবহার করে। তিনি সরকারি কার্যক্রমের পরিচালনা ও শৃঙ্খলার প্রসঙ্গ টেনে কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে বলেন, ‘এটি একদিকে আকর্ষণীয় হলেও অন্যদিকে ক্ষতিকর।’চ্যাটজিপিটি হচ্ছে এক ধরনের এআই চ্যাটবট।
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠন করা কম্পিউটার প্রগ্রামই হচ্ছে চ্যাটবট। এর মধ্যে বর্তমানে চ্যাটজিপিটিই বেশি জনপ্রিয়। চ্যাটবটগুলোকে অসংখ্য তথ্য-উপাত্ত দিয়ে প্রশিক্ষিত করা হয়। এতে এটি কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে। -

ভিডিও ফাঁসের ঘটনায় মুখ খুললেন তিশা
আলোচনার কেন্দ্রে ঢাকাই সিনেমার তরুণ অভিনেতা শরিফুল রাজ। তার সঙ্গে জড়িয়েছে আরও তিন অভিনেত্রীর নাম। শরিফুল রাজের ফেসবুক আইডি থেকে সোমবার (২৯ মে) দিবাগত রাতে কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও ফাঁস হয়। ভিডিওতে দেখা গেছে, অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষিকে। প্রতিটি ভিডিওতে তাদেরকে ‘অস্বাভাবিক’ অবস্থায় দেখা গেছে। কথাবার্তায়ও ছিল ‘আপত্তিকর’ ভাষা।
এখন পর্যন্ত এ নিয়ে মুখ খুলেছেন সুনেরাহ ও রাজ। ঘটনার একদিন পর বিষয়টি নিয়ে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন শরিফুল রাজ। এরপর এই তালিকায় যুক্ত হলো তানজিন তিশা।
তিনিও এ ঘটনার প্রেক্ষিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিশার স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-
দুটি শো-তে অ্যাটেন্ড করার কারণে বেশ কিছুদিুন ধরে আমি আমেরিকাতে আছি। বাংলাদেশে যখন সকাল তখন এখানে গভীর রাত। এজন্য বাংলাদেশের খবরাখবর খুব বেশি জানি না আমি। আমাকে জড়িয়ে যে ঘটনাটা ঘটে গেছে, সেটি পরে আমি দেখেছি, জানতে পেরেছি।
প্রথমত, বিষয়টি দুঃখজনক। এটা নিয়ে আমি বলতে চাই, স্যোশাল মিডিয়াতে আমার যে ভিডিও আপ করা হয়েছে সেটা আমার একান্তই ব্যক্তিগত ভিডিও। ৬-৭ বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম। যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেয়ার কিছু আছে বলে মনে করি না। প্রত্যেক মানুষের নিজস্ব জীবন আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতেও চাই না। তাই আমার দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্য এতটুকুই বলব ৬-৭ বছর আগের সামান্য একটা ক্লিপ দিয়ে ব্যক্তি তানজিন তিশাকে জাজ করে ফেলবেন না, প্লিজ। আপনাদের ভালবাসা আর দোয়ায় আমি আজ এই পর্যন্ত এসেছি…আমার অভিনয় আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখবেন, আমি আমার অভিনয় দিয়েই আপনাদের কাছে বেঁচে থাকতে চাই সবসময়, প্রিয় হয়ে থাকতে চাই। যদিও আমি বলেছি আমার এই ঘটনা নিয়ে কাউকে এক্সপ্লেনেশন দিতে চাই না তবে আমার শুভাকাঙ্ক্ষী আর দর্শকদের যদি এই ঘটনা বিব্রত করে, কষ্ট দেয়, আমি মন থেকেই দুঃখ প্রকাশ করছি।
দ্বিতীয়ত, এই ভিডিওটি নিয়ে বিভিন্ন চ্যানেল, পত্রিকা, অনালাইন নিউজে, ফেসুবকে গ্রুপে, কমেন্টে বলা হচ্ছে/লেখা হচ্ছে ‘শরীফুল রাজের সঙ্গে তিশার আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’। যথাযথ সম্মান নিয়েই আপনাদের বলছি, এই ভিডিওর মধ্যে শরীফুল রাজ কোথা থেকে এলো? কী গোপনীয়তা এখানে? তার ফেসবুক আইডি থেকে এটি প্রকাশ পেয়েছে বলেই কেন ভাবছেন সেখানে আমি তার সাথে আছি। ভিডিওতে আমি একা এবং সেটা কোন আপত্তিকর বা গোপন ভিডিও না, বরং সেটা আমার ব্যক্তিগত মুহূর্তের। সুতরাং ‘আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’ শব্দগুলো কারেকশন করা উচিত। এটা বিব্রতকর এবং অসম্মানজনক।
তৃতীয়ত, একজন মানুষের প্রাইভেসি হেম্পার করা, হ্যারেজমেন্ট করা বা পারসোনাল ভিডিও অনুমতি ছাড়া পাবলিকলি প্রকাশ করা, এটা বিগ ক্রাইম। সো যার আইডি বা যিনি এটি আপ করেছেন বাংলাদেশে ফিরে আমি তার বিরুদ্ধে আইনি উদ্যোগ নিচ্ছি। তবে ইতিমধ্যেই অনেকই ধারণা করতে পারছেন, অনেকের মুখে মুখেও এটি শোনা যাচ্ছে কে বা কারা এই অপরাধের সঙ্গে জড়িত। আমি এখানে কারোর নাম উল্লেখ করতে চাই না, আমি দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে পদক্ষেপ নেব। সেই আইনই বলে দেবে কে বা কারা এই ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করেছে, কে বা কারা এই ভয়ংকর অপরাধে জড়িত।
চতুর্থত, শরীফুল রাজের আইডি থেকে ভিডিওগুলো আপ করা হয়েছে এবং রাজ তার ব্যক্তিগত আইডি থেকে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে। শুধু দুঃখ প্রকাশেই কেন ঘটনা শেষ করতে চাইছ রাজ? এই যে তোমাকে জড়িয়ে কয়েকটা মেয়ের সম্মান নষ্ট হলো, তাদের ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলল সবাই, পরিবারের সামনে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে, এত সিলি সিলি ক্যাপশন দিয়ে বন্ধুত্বপূর্ণ ভিডিওগুলোকেও আপত্তিকর বানানো হলো, এই দায়ভার কী তোমার না? কারণ তুমিই তো বলেছ তোমার আইডি হ্যাক করা হয়েছে। তোমার দায়িত্বশীলতার জায়গায় তুমি কী করছ? কেন আইনানুগ ব্যবস্থা নিচ্ছ না? কেন এর পেছনের মূল হোতাকে খুঁজে বের করছ না?
যদিও দেশে এসেই আমি এই ব্যাপারে ব্যবস্থা নেব, তবুও রাজ আমি তোমার কাছ থেকে এতটুকু দায়িত্বশীল মনোভাব আশা করেছিলাম সত্যি। আসলে তানজিনা তিশা তার কাজ দিয়েই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এবং কাজ নিয়েই এই পৃথিবীতে যতদিন বেঁচে আছে দর্শকের মনে কাজ নিয়েই থেকে যেতে চায়। তাই দর্শকদের কাছে অনুরোধ, আপনাদের তানজিন তিশাকে কাজের মাধ্যমেই বাঁচিয়ে রাখুন। -

মেসির পিএসজি ছাড়ার খবর আনুষ্ঠানিকভাবে জানালো কোচ
স্পোর্টস ডেস্ক : মেসির পিএসজি ছাড়ার খবর নিশ্চিত করলেন কোচ গালতিয়ের।মেসির পিএসজি ছাড়ার খবর নিশ্চিত করলেন কোচ গালতিয়ের।
লিওনেল মেসি যে পিএসজি ছেড়ে যাচ্ছেন সেটা জানা থাকলেও আনুষ্ঠানিক ঘোষণা ছিল বাকি। বৃহস্পতিবার সেই আনুষ্ঠানিক ঘোষণা এলো ক্লাবটির কোচ ক্রিস্তফ গালতিয়েরের কাছ থেকে। তিনি জানিয়ে দিয়েছেন, লিগ ওয়ানে ক্লারমন্তের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলেই বিদায় নিচ্ছেন মেসি।
অনেক দিন ধরে শোনা যাচ্ছিল গ্রীষ্মে চুক্তি শেষ হতেই মেসি পিএসজি ছেড়ে যাবেন। পরবর্তী গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে সৌদি ক্লাব আল হিলালের কথা।
লিগের শেষ ম্যাচের আগের সংবাদ সম্মেলনে গালতিয়ের বলেছেন, ‘ফুটবল ইতিহাসে সেরা খেলোয়াড়টিকে কোচিং করার সুযোগ আমার হয়েছে। লিগের এই ম্যাচটাই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ। আশা করবো এই ম্যাচে সে উষ্ণ অভ্যর্থনা পাবে।’
দল ছাড়ার গুঞ্জনের মাঝেই পিএসজি সমর্থকদের তোপের মুখে পড়েছিলেন মেসি। স্টেডিয়ামে দুয়োর শিকারও হয়েছেন। পিএসজি কোচ অবশ্য শেষ বেলাতে মেসির ঢাল হয়ে কথা বলেছেন, ‘এই বছর দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল মেসি। সব সময়ই খেলার জন্য উন্মুক্ত থেকেছে। ফলে আমার মনে হয় না যে মন্তব্য বা সমালোচনা হয়েছে সেগুলো ঠিক ছিল। দলের জন্য মেসি সব সময়ই পাশে ছিল। ফলে পুরো মৌসুমে তাকে পাওয়াটা সম্মানের।’
ফরাসি চ্যাম্পিয়নদের দলে দুই বছরের চুক্তি মেসি যোগ দেন ২০২১ সালে। চলমান মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করেছেন তিনি। অ্যাসিস্টও রয়েছে ২০টি। কিলিয়ান এমবাপ্পে, নেইমারের পাশাপাশি গত দুই মৌসুমে লিগ ওয়ান জেতাতে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন। তবে চ্যাম্পিয়নস লিগের কথা এলে সেই জায়গায় দল ছিল ব্যর্থ। টানা দুটি টুর্নামেন্টে শেষ ষেলোয় বিদায় নিয়েছে ফরাসি জায়ান্টরা।
সব মিলিয়ে মেসি ৭৪টি ম্যাচ খেলেছেন। তাতে গোল ছিল ৩২টি, অ্যাসিস্ট ৩৫টি। -

শার্শার পাঁচভুলাট সীমান্ত হতে ১ কেজি ৬৩০ গ্রাম স্বর্ণ উদ্ধার
যশোর প্রতিনিধি : যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম হতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৬৩০ গ্রাম ওজনের ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(২১ বিজিবি)’র সদস্যরা। তবে, এসময় কোন পাচারকারীকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বুধবার (৩১ মে) গভির রাতে এ স্বর্ণের বারগুলি উদ্ধার করা হয়।
২১ বিজিবি সূত্রে জানা যায়, শার্শার পাঁচভুলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি’র একটি টহল দল পাচঁ ভুলাট সীমান্তের ৮৮ মেইন পিলারের পাশে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপনে অবস্থান নেয়, এসময় একজনকে সীমান্তের শুন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে, এসময় ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কাপড়ের ব্যাগ ফেলে ইছামতি নদীতে ঝাঁপ দেয়। পরে, ব্যাগটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ১৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম। বর্তমানে এর সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।
এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান, পিএসসি বলেন, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত হতে ভারতে পাচারের সময় স্বর্ণের ঐ চালানটি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে ১৪পিস স্বর্ণের বার শার্শা থানায় জমা প্রদান করা হয়েছে বলে ঐ অধিনায়ক জানান। -

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র্যালি ও মানববন্ধন
তালা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ব করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশন উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে র্যালি শেষে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) আরাফাত হোসেন,খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, উপজেলা একাডেমীক সুপার ভাইজার প্রভাস কুমার দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন, সদস্য নারায়ণ চন্দ্র মজুমদার প্রমূখ। -

সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের পলাশপোলে ড্রেণ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে ড্রেণ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ মে) শহরের পলাশপোল চৌরঙ্গী মোড় এলাকায় ড্রেণে নির্মাণ সামগ্র ঢেলে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভা ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগর ও সাতক্ষীরা পৌরসভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন। পলাশপোল চৌরঙ্গী মোড় মসজিদ হতে মরহুম ফজলুল হকের বাড়ি পর্যন্ত ২৫৪ ফুট ড্রেণ সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে নিমাণ করা হচ্ছে ১ লক্ষ ৫৪ হাজার টাকা ব্যয়ে নিমাণ করা হচ্ছে। এসময় ড্রেণ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এসও মোহাব্বত হোসাইন, ঠিকাদার প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, শওকত আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-

সাতক্ষীরায় বিশ& তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিশ^ তামাকমুক্ত দিবস-২০২৩ উপলক্ষে মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্যাস্থ শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন খুলনা সজেকা’র আয়োজনে দুনীতি দমন কমিশন সজেকা’র খুলনা উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ, উপসহকারি পরিচালক রুবেল হোসেন, দুর্নীতি দমন কমিশন সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা তামাক বিরোধী কমিটির প্রতিনিধি সুশান্ত মল্লিক, দুর্নীতি দমন কমিশন সাতক্ষীরা জেলা কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম, রেবেকা সুলতানা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা প্রমুখ। -

সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডে কামালনগরে লেকভিউ অভিমুখ হতে ৪শ ফুট সিসি ঢালাই রাস্তা ২লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগরে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩১ মে) সকালে কামালনগর লেকভিউ এলাকায় অতিথি হিসেবে শ্রমিকদের সাথে নিজ হাত দিয়ে নির্মাণ সামগ্রী ঢেলে সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার এসও সাগর দেবনাথ, মো. আজগর আলী সরদার, আব্দুল আজিজ বাবু, মো. আবু সাঈদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। কামালনগর লেকভিউ অভিমুখ হতে লেবার শ্রমিক মোসলেম’র বাড়ি পর্যন্ত ৪০০ ফুট সিসি ঢলাই রাস্তা সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে ২লক্ষ টাকা ব্যয়ে এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক হাফেজ মুক্তার হোসেন। -

সাতক্ষীরায় সততা সংঘের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের সততায় উদ্বুর্দ্ধ করার নিমিত্ত শিক্ষা বৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সততা সংঘের মেধাবী ছাত্র-ছাত্রীদের সততায় উদ্বুর্দ্ধ করার নিমিত্ত শিক্ষা বৃত্তি ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩১ মে) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন খুলনা সজেকা’র আয়োজনে দুনীতি দমন কমিশন সজেকা’র খুলনা উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সাতক্ষীরা জেলা কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, দুর্নীতি দমন কমিশন সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, সদস্য মো. আব্দুর রব ওয়ার্ছি, অধ্যাপক রেজাউল করিম, রেবেকা সুলতানা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান প্রমুখ। সদরের ২৮টি বিদ্যালয়ে সততা স্টোরের জন্য ১০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান দুর্নীতি দমন কমিশন খুলনা সজেকা’র খুলনা উপপরিচালক মো. আবদুল ওয়াদুদ। আলোচনা সভা শেষে জেলার ১৪জন গরীব মেধাবী শিক্ষার্থীকে মাসিক ১ হাজার টাকা করে ১২ মাসের জন্য ১২ হাজার টাকা ও ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন খুলনা ও সাতক্ষীরা জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান বাবলা। -

দারিদ্র কমে আসা বাংলাদেশের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে
অনলাইন ডেস্ক: বাংলাদেশে দারিদ্র্য কমে আসার তথ্য উল্লেখ করে জাতিসংঘের চরম দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক বিশেষ দূত অলিভিয়ে ডি শুটার বলেছেন, ‘বাংলাদেশের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। সাম্প্রতিক বছরে চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসা অনেক মানুষ এখন দারিদ্র্যসীমার সামান্য উপরে উঠেছে। এর ফলে হঠাৎ কোনো বিপদ এলে সেটা মোকাবিলা করার মতো অবস্থা তাদের নেই।
তিনি বলেন, ‘অনেক পরিবার, দারিদ্র্যসীমার ঠিক উপরে উঠে এলেও তাদের টিকে থাকার সামর্থ্য নেই। তাদের অর্থ সঞ্চয় করা বা পুঁজি জমানোর সক্ষমতা নেই। ধাক্কা সামলানোর মতো কোনো সম্পদ তাদের নেই। ফলে এই অগ্রগতি ভঙ্গুর।’
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। শুটার মনে করেন স্বল্পোন্নত দেশ থেকে উঠে আসার ধাক্কা সামলাতে বাংলাদেশের উন্নয়নের মডেল পরিবর্তন করা উচিত।
তিনি বলেন, ‘রপ্তানি বাড়ানোর চাইতে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর দিকে বেশি নির্ভর করা উচিত এই উন্নয়ন মডেলের। যা চীন করেছে ১৫-২০ বছর আগে, যখন তারা স্থানীয়ভাবে মজুরি বাড়াতে শুরু করে। তখন তারা সামাজিক সুরক্ষার পেছনে বিনিয়োগ করতে শুরু করে। স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসার পর বাংলাদেশও এটি করতে পারে এবং করা উচিত।’
বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে সুপারিশ করেছেন বলে জানান।
রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাড়া না দেওয়াকে ‘কলঙ্কজনক’ আখ্যা দেন ডি শুটার। রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে তহবিল কমে আসার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
জাতিসংঘের এই বিশেষ দূত বলেন, ‘জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থাগুলো তাদের সহায়তার জন্য আন্তর্জাতিক দাতাদের কাছে যে আবেদন করছে, তাতে সাড়া মিলছে না। মানবিক সংস্থাগুলো এ বছরের জন্য ৮৭ কোটি মার্কিন ডলারের সহায়তার অনুরোধ করেছে। কিন্তু এখনো পর্যন্ত তার মাত্র ১৭ শতাংশ পাওয়া গেছে। এটি কলঙ্কজনক।’
বেলজিয়ান আইনজ্ঞ অলিভিয়ে ডি শুটার ২০২০ সাল থেকে জাতিসংঘের চরম দারিদ্র্য এবং মানবাধিকার বিষয়ক বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর আগে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি খাদ্য অধিকার বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন। -

ল্যাবরেটরি থেকে করোনা ছড়ানোর আশঙ্কা চীনা শীর্ষ বিজ্ঞানীর
আন্তর্জাতিক ডেস্ক : ল্যাবরেটরি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন চীনের সাবেক শীর্ষ বিজ্ঞানী অধ্যাপক জর্জ গাও। বিবিসি রেডিও ৪কে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা তুলে ধরেন তিনি।
চীনে মহামারি নিয়ন্ত্রণে চীনের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’ বা সিডিসির সাবেক এ প্রধানের বেশ বড় ভূমিকা ছিল। এ ছাড়া তিনি কভিডের উৎস খুঁজে বের করতে বহুদিন ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি চীনের ‘ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন অব চায়না’র ভাইস প্রেসিডেন্ট।
গাও বলেন, সব সময়ই সবকিছু নিয়ে প্রশ্ন তোলা যায়। এটাই বিজ্ঞান। এখানে কোনো আশঙ্কাকেই উড়িয়ে দেওয়া যায় না। চীন সরকার যেভাবে কোনো ধরনের লিকের কথা অস্বীকার করেছে, তারা নিজেরা যদিও অতটা নিশ্চিত ছিল না। কারণ, সে সময় এ নিয়ে একাধিকবার অভ্যন্তরীণ তদন্ত করেছে সরকার। তবে সরকার কোনো সন্দেহজনক কিছু পায়নি। যে ভাইরাসটি কভিড সৃষ্টি করে, তা যে বাদুড় থেকে এসেছে সেটি প্রায় নিশ্চিত। কিন্তু কীভাবে এটি বাদুড় থেকে মানুষের শরীরে প্রবেশ করল তা নিয়ে বিতর্ক রয়েছে। -

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব ইমরুল কায়েস
ন্যাশনাল ডেস্ক : জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের (নিউইয়র্ক) প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ এম এম ইমরুল কায়েস।
এ পদে তাকে প্রেষণে নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন প্রেস উইংয়ে ৪ বছর মেয়াদে তাকে এ নিয়োগ দেওয়া হলো।
এ সময় তিনি সরকারি বিধি মোতাবেক বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। -

সরকারি খরচে আকাশপথে ‘প্রথম শ্রেণিতে’ বিদেশ ভ্রমণ নয়
র্ন্যাশনাল ডেস্ক : আকাশপথে সরকারি খরচে ‘প্রথম শ্রেণিতে’ বিদেশ ভ্রমণ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ থাকবে।
বুধবার (৩১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপে সই করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
সারসংক্ষেপে বলা হয়, করোনা মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় যৌক্তিকীরণের নানামুখী পদক্ষেপের আওতায় সরকারি ব্যয়ে আকাশপথে ‘প্রথম শ্রেণি’তে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

