ন্যাশনাল ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ১০৭ জনের। তবে এ সময় কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৫১ জনের এবং শনাক্ত ২০ লাখ ৪০ হাজার ৩১৯ জন।
শনিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৪১ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ৬ হাজার ৬২৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৯৭৪টি। অ্যান্টিজেন টেস্টসহ এক হাজার ৯৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
Author: dakshinermashal
-

২৪ ঘণ্টায় আরও শতাধিক করোনা রোগী শনাক্ত
-

২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনা মন্ত্রী
নিজস্ব প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বিদ্যুৎ নিয়ে সরকার কাজ করছে। আদানির বিদ্যুৎ আসছে, কয়লাও জাহাজে আছে, মংলা বন্দরে ভিড়ছে। দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ স্বাভাবিক হবে, দুই সপ্তাহের জায়গায় ১৬/১৭ দিন লাগলে ক্ষমা করে দিয়েন।
শনিবার সকালে সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে সমকালের আয়োজনে ‘হাওরে আগাম বন্যা রোধে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী।
সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামিমা শাহরিয়ার, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মো এহসান শাহ, পৌর মেয়র নাদের বখতসহ জেলা, উপজেলা জনপ্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। -

জেলা নাগরিক কমিটির সভায় সাতক্ষীরা পৌরসভার একতরফা পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ
প্রেসবিজ্ঞপ্তি : নাগরিকদের আপত্তি উপেক্ষা করে সাতক্ষীরা পৌরসভার একতরফা পানির মূল্য
বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। শনিবার (১০ জুন
২০২৩) সকাল ১০টায় সংগঠনের এক সভায় উক্ত প্রতিবাদ জানানো হয়। সভায়
সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল।
সভায় বলা হয়, ইতোপূর্বে সাতক্ষীরা পৌরসভা আয়োজিত পানির মূল্য বৃদ্ধি
সংক্রান্ত গণশুনানীতে অংশগ্রহণকারী ২৫ জন বক্তার ২৪ জনই পানির মূল্য
বৃদ্ধির বিরোধীতা করেছিলেন। নাগরিক নেতৃবৃন্দ বলেন, পৌরসভার প্রায় ১৬
হাজার পানি গ্রাহকের অনেকেই বছরের পর বছর এক ফোটাও পানি পায় না। অর্ধেকের
বেশি গ্রাহক অনিয়মিতভাবে পানি পেলেও তা ব্যবহার অযোগ্য। পানি সরবরাহ
শাখার নিয়মিত ও মাস্টাররোলের প্রায় ৬০ জন কর্মচারীর অধিকাংশই শুধু বসে
বসে বেতনই নেন না বরং অনেকে পানির তালিকা বর্হিভূত ভূয়া গ্রাহকদের কাছ
থেকে মাসোহারা আদায়ে ব্যস্ত থাকেন। সভায় নাগরিক নেতৃবৃন্দ বলেন,
সাতক্ষীরা পৌর এলাকার ১০ ইউনিটের একটি ৫তলা ভবনের এক ইঞ্চি পানির লাইনের
মাসিক বিল এবং দুই রুম বিশিষ্ঠ একটি টিনসেডে বাড়িরও পানির বিল একই হারে
নির্ধারিত হয়ে আসছে। বড় ভবনের মালিকরা মেশিন লাগিয়ে পানি টেনে নেওয়ায়
যাদের মেশিন নেই তারা পৌরসভার সরবরাহকৃত পানি থেকে বঞ্চিত হয়। গণশুনানীতে
এসব সমস্যার সমাধান করে সুপেয় ও ব্যবহারযোগ্য পানির নিয়মিত সরবরাহ
নিশ্চিত করে পুনরায় গণশুনানীর মাধ্যমে বিল বৃদ্ধির বিষয়টি উপস্থাপন করার
আহবান জানিয়েছিলেন। কিন্তু নাগরিকদের সেসব পরামর্শ ও দাবী উপেক্ষা করে
মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই এধরনের পানির বিল বৃদ্ধির প্রতিবাদ জানান
নাগরিক কমিটির সভায় উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় সাতক্ষীরা পৌরসভার বেহাল সড়কগুলো সংস্কারে জরুরি ভিত্তিতে কিছু
পদক্ষেপ নেওয়ায় পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বর্ষা মৌসুমের
পূর্বেই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার
দাবী জানানো হয়।
সভায় গত ৬ জুলাই ২০২৩ জাতীয় অর্থনৈতিক পরিষদ-একনেকের বৈঠকে “সাতক্ষীরা
সড়ক ও সিটি বাইপাস সড়ককে সংযুক্ত করে সংযোগ সড়কসহ তিনটি রিং রোড নির্মাণ”
প্রকল্প অনুমোদন করায় ধন্যবাদ জানানো হয়।
সভায় দেশের চলমান উন্নয়নের ¯্রােতধারায় সাতক্ষীরা জেলাকে যুক্ত করতে
নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ব্রডগেজ রেল লাইন নির্মাণের দুটি
প্রকল্পে অর্থ বরাদ্দ, সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর নৌবন্দর স্থাপন,
সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাতক্ষীরা অর্থনৈতিক
অঞ্চল, সাতক্ষীরায় আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স নির্মাসহ সরকার
গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দের দাবী জানানো হয়। সভায়
সাতক্ষীরাকে প্রথম শ্রেণির জেলায় উন্নীত করতে পাটকেলঘাটাকে উপজেলা ঘোষণা,
পৃথক উপকূলীয় বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দসহ সাতক্ষীরা জেলা নাগরিক
কমিটির ২১ দফা বাস্তবায়নে সরকারের নিকট দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন প্রফেসর এস এ এম ওয়াহেদ, প্রফেসর পবীত্র মোহন দাস,
এড. আজাহারুল ইসলাম, ওবায়দুস সুলতান বাবলু, শেখ হারুণ অর রশিদ, এড. ওসমান
গনি, লায়লা পারভীন সেঁজুতি, প্রভাষক ইদ্রিশ আলী, শেখ সিদ্দিকুর রহমান,
জোৎন্সা দত্ত, এড. মুনির উদ্দীন, জিএম মনিরুজ্জামান, কমরেড আবুল হোসেন,
আলী নুর খান বাবুল, মো. আব্দুস সামাদ, মো. মফিজুর রহমান, এড. আবুল কালাম
আজাদ প্রমুখ। -

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ


সারা দেশে আগামী ১৭ আগস্ট থেকে একযোগে শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার।
বৃহস্পতিবার (৮ জুন) এ তারিখ নির্ধারণ ছাড়াও পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।


-

সমুদ্রবন্দরসমূহে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
ন্যাশনাল ডেস্ক : চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরী অব্যাহত থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হতে পারে। এছাড়া বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আজ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
ঢাকাসহ বিভিন্ন জেলায় আজ বৃষ্টি হয়েছে। সকালে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে বিশেষ করে মতিঝিল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, কাকরাইল, নয়াপল্টন, বিজয়নগর, বেইলি রোড, ফকিরাপুল, হাতিরঝিল, কারওয়ান বাজার, পান্থপথ এলাকা ও যাত্রাবাড়ীসহ কিছু এলাকায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে গত কয়েকদিন বয়ে যাওয়া উত্তপ্ত আবহাওয়ার মাঝে কিছুটা স্বস্তি এনে দিলো। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
মোংলাসহ উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেও গরমের অস্বস্তি থেকে রেহাই পাচ্ছে না মানুষ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। গরম কমে আসবে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী ২৪ ঘণ্টায় উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে, আস্তে আস্তে গরম কমবে।’
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম জেলায় ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেট জেলাসহ ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। আজ বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বৃহস্পতিবার কুতুবদিয়ায় সর্বনি¤œ ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১০ মিনিটে। -

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট প্রকল্প স্থগিতে বাংলাদেশের প্রতি আহ্বান জাতিসংঘের

ফাইল ছবি
রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরানোর পাইলট প্রকল্প অবিলম্বে স্থগিত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার জেনেভা থেকে পাঠানো জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রুজের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
টম অ্যান্ড্রুজ অভিযোগ করেন, রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষ ‘প্রতারণামূলক ও জবরদস্তিমূলক পদক্ষেপ’ নিচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বিবৃতিতে বলা হয়, মিয়ানমারে জীবন ও স্বাধীনতার জন্য গুরুতর ঝুঁকির সম্মুখীন হবে রোহিঙ্গারা
টম অ্যান্ড্রুজ বিবৃতিতে আরো বলেন, ‘মিয়ানমারের পরিস্থিতি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ, মর্যাদাপূর্ণ, টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য উপযোগী নয়।’
তিনি বলেন, ‘সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, যিনি এমন বাহিনীর নেতৃত্ব দিয়েছেন যারা রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক হামলা চালিয়েছিল, তিনি এখন একটি নৃশংস সামরিক জান্তার নেতৃত্ব দিচ্ছেন, যারা রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং অন্যান্য মৌলিক অধিকার অস্বীকার করে বেসামরিক জনগণের ওপর হামলা চালাচ্ছে।’
বাংলাদেশি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, ১ হাজার ১৪০ জন রোহিঙ্গা শরণার্থীর একটি প্রাথমিক দলকে একটি অনির্দিষ্ট তারিখে মিয়ানমারে প্রত্যাবাসন করা হবে এবং বছরের শেষ নাগাদ ৬ হাজার জনকে ফেরত পাঠানো হবে। বাংলাদেশ কর্তৃপক্ষের পদক্ষেপগুলো ইঙ্গিত দেয় যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রথম দফার কার্যক্রম অচিরেই শুরু হতে পারে।
-

দেশে ১০৪ জনের শরীরে করোনা শনাক্ত
ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদের মধ্যে ১০০ জন ঢাকা মহানগর, ১ জন চট্টগ্রাম, ১ জন রাজশাহী ও ১ জন নাটোর জেলার বাসিন্দা। তবে এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৪০ হাজার ১১৮ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫১ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। -

আমাজনে বনউজাড় ৩১ শতাংশ কমেছ
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার পাঁচ মাসের শাসনকালে গত বছরের একই সময়ের তুলনায় আমাজনে বনউজাড় ৩১ শতাংশ কমেছে। কর্মকর্তারা বুধবার এ কথা জানান।
জাতীয় মহাকাশ সংস্থার ডিটার সার্ভিলেন্স কর্মসূচি বলছে, স্যাটেলাইট পর্যবেক্ষণে দেখা গেছে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এক হাজার ৯৮৬ বর্গ কিলোমিটার বনভূমি ধ্বংস হয়েছে। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল দুই হাজার ৮৬৭ বর্গকিলোমিটার।
পরিবেশবিদদের জন্যে একে একটি সুখবর হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কারন দেশটির সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসনানোর সময়ে আমাজন বন ব্যাপকহারে উড়াড় হতে থাকে।
বামপন্থী প্রেসিডেন্ট লুলা ১ জানুয়ারি ক্ষমতায় এসে আমাজন রক্ষায় দৃঢ় অঙ্গীকারের ঘোষণা দেন। এছাড়া সোমবার বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বনউজাড় প্রতিরোধে তিনি নতুন পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, আমাদের গ্রহের জলবায়ুর ভারসাম্য রক্ষায় ব্রাজিল বড়ো ধরনের ভূমিকা পালন করছে। আমাজনকে অনেক ধন্যবাদ।
তিনি আরো বলেন, আমাজন ধ্বংস রোধের মাধ্যমে বিশে^র উষ্ণতাও কমানো সম্ভব।
তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন সরকারের আসল পরীক্ষা সামনের মাসগুলোতে শুরু হবে। কারন জুলাইয়ে শুষ্ক আবহাওয়া শুরু হয়। আর এ সময়টি সাধারণত বন উজাড় ও দাবানলের সর্বোচ্চ মৌসুম। -

সাতক্ষীরায় জাঁকজমকপূর্ণভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুন) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংগীত এর সাথে সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুস্থ-সবল নাগরিক চাই। সুস্থ দেহ সুস্থ মন তৈরী করতে খেলা-ধূলার বিকল্প নেই। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন একজন ক্রীড়া প্রেমী। তাঁরই নামে খেলাটি হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এ গ্রুপে অংশ নেয় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় তালা বনাম শিমু রেজা এমপি কলেজ কালিগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এ মোট ১৬টি কলেজ অংশ নিচ্ছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, মহিলা সদস্য ফারহা দিবা খান সাথী, শিমুন শামস, কাজী কামরুজ্জামান, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি প্রমুখ।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন, সহকারী রেফারি পিপুল খান, সাম্মু চৌধুরী ও আব্দুল গফফার। এসময় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।
আগামী ১২ জুন বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। -

বাংলাদেশ প্রেস কাউন্সিল’র উদ্যোগে সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে সেমিনার ও মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি নৈতিকতা এবং সাংবাদিকতার আচরণবিধি প্রতিপালন শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সেমিনার ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৪ সালে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ছিলেন প্রথম জীবনে একজন সাংবাদিক। তিনি আরো বলেন, আইন মেনেই বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে। মফস্বলের সাংবাদিকরা বাধ্য হয়ে অপরাধপ্রবণতায় জড়িয়ে পড়ছে। শুধুমাত্র প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরায় প্রেস কাউন্সিল এর আওতাভুক্ত। বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন তৈরী হওয়ার সময় ইলেকট্রনিক মিডিয়া এর অন্তর্ভুক্ত ছিল না। ইলেকট্রনিক্স মিডিয়া প্রেস কাউন্সিলের আওতাভুক্ত নয়। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন সাংবাদিকরা হল সমাজের ক্রিম। বাংলাদেশ প্রেস কাউন্সিল তিরস্কার করা ছাড়া তাদের কোন বিচারিক ক্ষমতা নেই। তাই বাংলাদেশ প্রেস কাউন্সিল এর ক্ষমতা বাড়ানো দরকার। প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরি করে ও ডাটাবেজ তৈরি করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল কাজ করে যাচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) শেখ মঈনুল ইসলাম মঈন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম।
সাংবাদিকতার নীতি নৈতিকতা বিষয়ে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ড. উৎপল কুমার সরকার।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাপ্তাহিক সুর্যের আলো পত্রিকার সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, সাংবাদিক এস এম রেজাউল ইসলাম, সাংবাদিক আবুল কাশেম, সাংবাদিক এম বেলাল হোসাইন, সাংবাদিক মশিউর রহমান ফারুক প্রমুখ। এসময় জেলার প্রিন্ট্র ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা সেমিনার ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন। -

তালায় নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা
তালা প্রতিনিধি : নবাগত তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তালা প্রেসক্লাব, তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থা, ইউপি সচিব, তালা বাজার বনিক সমিতি, আমরা বন্ধু সহ নানা শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এর আগে বুধবার (৭ জুন) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও (ভারপ্রাপ্ত ) আরাফাত হোসেনের কাছ হতে দায়িত্বভার গ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন। এসময় উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু,সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই, কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এম আবুল কামাল আজাদ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক, মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেষ দেবনাথ,খলিসখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাবির হোসেন মোড়ল, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু।
তালা প্রেসক্লাব পক্ষ থেকে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হায়দার, কোষাধ্যক্ষ অর্জুন বিশ্বাস,প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু,কার্যকরী সদস্য কাজী লিয়াকত হোসেন, ইমরান রাব্বী প্রমূখ।
তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থা পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা , তথ্যসেবা কর্মকর্তা সাথী রানী রায় জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো ফরিদুজ্জামান প্রমূখ।
উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন অত্র উপজেলায় মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধসহ আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন। -

সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীনের রিমা- ও জামিন আবেদন না’মঞ্জুর
বিশেষ প্রতিনিধি : অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীনের রিমা- ও জামিন আবেদন না’মঞ্জুর করেছে আদালত। বুধবার মামলার তদন্তকারি কর্মকর্তা সাতক্ষীরার শ্যামনগর থানার উপপরিদর্শক মোমরেজ আলী মোল্লার সাত দিনের রিমা- আবেদন শুনানী শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাকিবুল ইসলাম এ আবেদন না’মঞ্জুর করেন।
বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়ার মোশারফ হোসেনর ছেলে।
মামলার বিবরনে জানা যায়, গত ২ জুন ভোর ৫টার দিকে সাতক্ষীরা পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুম বিল্লাহ শাহীনকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউ- পিস্তলের গুলিসহ শ্যামনগর উপজেলার গোপালপুর দীঘরি পার্শ্ববর্তী হাফিজুর রহমানের মাছের ঘেরের পাশ থেকে একটি ওয়ান শুটার গান ও দু’ রাউ- গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শ্যামনগর থানার উপপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম বাতি হয়ে মাসুম বিল্লাহ শাহীনসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামী করে ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় একটি মামলা (জিআর-২২৭) দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক মোমরেজ আলী মোল্লা আসামী মাসুম বিল্লাহ শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য গত ৩ জুন আদালতে সাত দিনের রিমা- আবেদন করেন। বুধবার আসামীপক্ষের আইনজীবী অ্যাড. আব্দুল মজিদ(২) ও রাষ্ট্রপক্ষের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন এবং মামলার তদন্তককারি কর্মকর্তা মোমরেজ আলী মোল্লার বক্তব্য শুনানী শেষে তার জামিন ও রিমা- আবেদন না’মঞ্জুর করেন।
রিমা- ও জামিন আবেদন না’মঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক মোমরেজ আলী মোল্লা।
আদালত চত্বরে সাংবাদিকদের যা বললেন শাহীন—-
তার ভাই শফিউর রহমান মনি’র আইন প্রয়োগকারি সংস্থার হাতে খোয়া যাওয়া দুই কেজি সোনা ও ওই পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি গত ২৭ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। পরবর্তীতে বিষয়টি সাতক্ষীরার এক উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা জানতে পারেন। এরপরপরই তার উপর হুমকি ধামকি শুরু হয়। একপর্যায়ে রোজা চলাকালিন কলারোয়া থানায় একটি, গত ২৭ মে পাটকেলঘাটায় তার নামে একটি, পরদিন শ্যামনগর, সাতক্ষীরা সদর, দেবহাটা, আশাশুনি ও কলারোয়া থানায় একটি নাশকতার মামলা হয়। ওইসব মামলায় তাকেসহ বেশ কয়েকজনকে আসামী করা হয়। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এসব মামলার মধ্যে গত ৩১ মে মহামান্য হাইকোর্ট থেকে তিনি অ্যাড, শাহানারা আক্তার বকুলের মাধ্যমে তিনটি ও পহেলা জুন অ্যাড. দোহার মাধ্যমে দুটি মামলার অন্তবর্তীকালিন জামিন লাভ করেন। আইনজীবীর প্যাডে লেখা জামিনাদেশ নিয়ে তিনি ঢাকার এক প্রখ্যাত সাংবাদিকের ভাইপোসহ কয়েকজন হাইকোর্ট থেকে বের হয়ে রাস্তায় আসা মাত্রই পহেলা জুন বৃহষ্পতিবার বিকেল পৌনে চারটার দিকে সাদা পোশাক পরিহিত পুলিশের হাতে আটক হন। সেখান থেকে তাকে চোঁখ বেঁধে সাতক্ষীরা ও শ্যামনগরে নিয়ে আসা হয়। রাতভর তাকে ইটভাটাসহ বিভিন্ন স্থানে নেওয়া হয়। তাকে নির্যাতন করা হয়েছে দাবি করে তিনি বলেন, রিমা- শুনানীকালে বিচারক বিষয়টি বুঝেছেন।
তবে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল বলেন, মাসুম বিল্লাহ শাহীনের উপর নির্যাতন ও ঢ্কাা থেকে ধরে নিয়ে আসা ও তার উপর নির্যাতনের অভিযোগ ঠিক নয়। অস্ত্র কেনা বেচার প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুনিদ্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে মামলা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদরসহ বিভিন্ন থানায় বেশ কিছু মামলা রয়েছে যাহা এজাহারে উল্লেখ করা হয়েছে। -

তালায় কেন্দ্রীয় যুবসংহতীর সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্টিত
প্রেস রিলিজ : আগামী ১০ জুন জাতীয় যুব সংহতীর কেন্দ্রীয় কমিটির সম্মেলন সফল করতে তালায় প্রস্তুতি সভা অনুষ্টিত হয়ে। গতকাল(মঙ্গলবার) সন্ধ্যা সাতটায় তালা উপজেলার পাটকেলঘাটা বাজার চত্বরে জাতীয় যুব সংহতীর তালা উপজেলা শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি এস,এম তকিম তদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।
উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাপার সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সেখ সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ডাঃ আবুল বাশার, সেখ মাসুদ হাসান মনি,সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ নুরুল ইসলাম খোকা, সাধারন সম্পাদক মোঃ আব্দুস সালাম খাঁন, যুবসংহতী নেতা কাজী আসাদ, যুবসংহতী নেতা শেখ ইকবাল হোসেন, মোঃ বাহারুল ইসলাম, মোঃ আবু মুছা শেখ , মোঃ আব্দুল মান্নান, মোঃ মাহবুবুর রহমান বিস্বাস, জাতীয় পার্টির নেতা মোঃ মকবুল সরদার, শ্রমিক পার্টির তালা উপজেলা সাধারন সম্পাদক মোঃ আশিকুর রহমান মিলন, জাতীয় ছাত্র সমাজের তালা উপজেলার সভাপতি মোঃ নজরুল ইসলাম রাজু প্রমুখ। -

উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সিভিল রেজিস্ট্রেশন খুবই গুরুত্বপূর্ণ : স্থানীয় সরকার মন্ত্রী
ন্যাশনাল ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সিভিল রেজিস্ট্রেশন বা জন্ম ও মৃত্যু নিবন্ধন যে কোন দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছানোর জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি- ২০৩০ বাস্তবায়নের জন্য অগ্রগতি, চ্যালেঞ্জ, সুযোগ এবং কর্মপরিকল্পনা ত্বরান্বিত করতে সিভিল রেজিস্ট্রেশন ভাইটাল স্ট্যাটিসটিক্স বা সিআরভিএস খুবই গুরুত্বপূর্ণ । তাই দেশের জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য আইন প্রণয়ন করা হয়েছে।
তাজুল ইসলাম আজ ঢাকার একটি অভিজাত হোটেলে দক্ষিণ এশিয়ার সিভিল রেজিস্ট্রেশন প্রফেশনালদের তৃতীয় আঞ্চলিক কনফারেন্স উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ও ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সেলডন ইয়েট।
তাজুল ইসলাম বলেন, দ্রুত নগরায়নে দেশের শহরগুলোতে কত মানুষ বসবাস করছে সে পরিসংখ্যান আমাদের নীতি প্রণয়নে সহায়তা করে থাকে । তাছাড়া বর্তমানে বাংলাদেশে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণও অবদান সারা বিশ্বে স্বীকৃত। সিভিল রেজিস্ট্রেশন নারী-পুরুষের নানা ধরনের তথ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ইউনিসেফ ও ইউএন এসক্যাপকে দক্ষিণ এশিয়ার জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ সিআরভিএসকে শক্তিশালী করায় ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ আঞ্চলিক উন্নয়নে ও অগ্রগতিতে ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন গবেষণায় ভিত্তি হিসেবে কাজ করবে।
তিনি আরো বলেন, এই সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য পর্যালোচনা, সমস্যা ও সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এতে অন্তর্ভুক্তিমূলক সিভিল রেজিস্ট্রেশন এবং অত্যাবশ্যক পরিসংখ্যানসহ আরো টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
দক্ষিণ এশিয়ার সিভিল রেজিস্ট্রেশন প্রফেশনাল বা সিআরএইট হল একটি পেশাদার নেটওয়ার্ক যারা আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল,পাকিস্তান এবং শ্রীলংকার নাগরিক নিবন্ধনের সাথে কাজ করে।
দক্ষিণ এশিয়ার জাতিসংঘের শিশু তহবিলের আঞ্চলিক কার্যালয় (ইউনিসেফ রোসা) এবং জাতিসংঘের এশিয়াও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন গ্রুপটিকে সহায়তা করে।
এই নেটওয়ার্ক টি ২০১৮ সালে গঠিত হয় এবং নেটওয়ার্কের দুটি সভা অনুষ্ঠিত। ঢাকায় অনুষ্ঠিতব্য এবারের আঞ্চলিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে এই দশকের অগ্রগতি পর্যালোচনা করা। -

তাপদাহের কারণে আগামীকাল মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
ন্যাশনাল ডেস্ক : দেশে চলমান তাপদাহের কারণে প্রাথমিক স্তরের পর এবার দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করেছে সরকার।
আজ বুধবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী এক চিঠিতে জানিয়েছেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র কর্তৃক প্রকাশিত ‘তাপ প্রবাহের সতর্কবার্তা’ বিজ্ঞপ্তিতে আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার (৮ জুন )বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এর আগে গত ৪ জুন তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে সরকার।
-

জাতীয় দলে কোন কোচের কত বেতন
সর্বোচ্চ বেতন হাথুরুসিংহের
ক্রীড়া প্রতিবেদক : গত এক যুগ ধরে বিদেশি কোচিং ও সাপোর্ট স্টাফ দিয়ে পরিচালিত হচ্ছে জাতীয় দল। বর্তমানে জাতীয় দলে বিদেশি কোচিং স্টাফ রয়েছে সাতজন। জানা গেছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে রেকর্ড ৩২ হাজার ৫০০ ডলার বেতন নেন। ৩০ শতাংশ কর বাদ দিলে ২৫ হাজার ডলার দেশে নিয়ে যেতে পারেন তিনি।
অস্ট্রেলিয়া প্রবাসী এ শ্রীলঙ্কানের পেছনে বছরে আরও অনেক খরচ রয়েছে বিসিবির। তার জন্য বছরে বিমান ভাড়া বাবদ বরাদ্দ ২৫ লাখ টাকা। এছাড়া জাতীয় দল ম্যাচ জিতলে ‘উইনিং’ বোনাস দিতে হয় তাকে। তিনি ঢাকায় আবাসন ও পরিবহন সুবিধা ভোগ করেন বিসিবির টাকায়।
জাতীয় দলের কোচদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার নিক পোথাস। সদ্য নিয়োগপ্রাপ্ত টাইগারদের সহকারী কোচের মাসিক বেতন ১৮ হাজার ডলার। দক্ষিণ আফ্রিকান পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড পান ১৬ হাজার ডলার করে। স্পিন কোচ লঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাথের বেতন ১০ হাজার ডলার। এছাড়া শেন ম্যাকডারমট ও নিকোলাস ট্রেভর লি ৮ হাজার ডলার করে এবং শ্রী চন্দ্রশেখরন ৫ হাজার ডলার বেতন পান প্রতি মাসে।
চন্ডিকার মতো জাতীয় দলের বাকি কোচিং এবং সাপোর্ট স্টাফরাও বেতনের বাইরে বাকি সুবিধা ভোগ করে থাকেন। যেগুলোর ব্যয় নির্বাহ করতে হয় বিসিবিকেই। জাতীয় দলের কোচিং স্টাফের বেতনের পেছনেই মাসে ৯৭ হাজার ইউএস ডলার বা ১ কোটি ২৩ লাখ টাকা খরচ ক্রিকেট বোর্ডের। পূর্ববর্তী বছরের চেয়ে যা অন্তত ১০ লাখ টাকা বেশি।

