নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জেলা ট্রাক-ট্রাংলরী ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নারকেলতলা (রেজি ঃ নং-৭৬৪) ও সাতক্ষীরা জেলা ট্রাক্টর ট্রাংলরী ও কাভার্ডভ্যান (ভিআইপি) শ্রমিক ইউনিয়ন রেজি ঃ নং ১২৭৫ এর নেতৃবৃন্দ। বুধবার (১৪ মে) বেলা ১২টায় সদর থানার নবাগত অফিসার ইনচার্জ এর অফিসে গিয়ে ফুলের শুভেচ্ছা শ্রমিক নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা ট্রাক-ট্রাংলরী ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নারকেলতলা (রেজি ঃ নং-৭৬৪) এর সেক্রেটারী মো. আব্দুল কাদের কাদু, জেলা ট্রাক্টর ট্রাংলরী ও কাভার্ডভ্যান (ভিআইপি) শ্রমিক ইউনিয়ন রেজি ঃ নং ১২৭৫ এর সভাপতি আব্দুল আজিজ ও সেক্রেটারী শেখ সাহাঙ্গীর হোসেন শাহীন, জেলা ট্রাক-ট্রাংলরী ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নারকেলতলা (রেজি ঃ নং-৭৬৪) এর দপ্তর সম্পাদক মো. আব্দুস সেলিম, কার্যকরী সদস্য শামীম রেজা ও আশরাফ আলী প্রমুখ।
Author: dakshinermashal
-

সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলামকে দু’টি ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
-

সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলামকে সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলামকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় সদর থানার নবাগত অফিসার ইনচার্জ এর অফিসে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধারা। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. হাসান-উজ-জামান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. আব্দুল বারী, বীর মুক্তিযোদ্ধা মো. আবু মুসা, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মোমেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আলতাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল্লাহ কবির ও বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান শান্ত প্রমুখ। এসময় সাতক্ষীরা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার আহবান জানান।
-

নির্বাচনের ক্ষেত্রে উচ্চ মানদণ্ড স্থাপন করতে পেরেছি: প্রধানমন্ত্রী
ন্যাশনাল ডেস্ক : আওয়ামী লীগ যখনই সরকার গঠন করেছে তখনই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আমলে অনুষ্ঠিত ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির মতো বিতর্কিত নির্বাচন কখনও আওয়ামী লীগ সরকারের আমলে হয়নি এবং হবেও না। আমাদের সরকারের সময়ে কোনও নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি। আমরা নির্বাচনের ক্ষেত্রে একটি উচ্চ মানদণ্ড স্থাপন করতে পেরেছি।
বুধবার (১৪ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রাষ্ট্রীয় সফরে সুইজারল্যাণ্ডে অবস্থানকারী প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
কাজিম উদ্দিনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ কখনও ক্ষমতা দখল করতে আসেনি বরং জনগণকে তাদের অধিকার ফিরিয়ে দিতে এসেছে, যাতে জনগণ তাদের সরকার বেছে নিতে পারে।’
আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেটের ওপর বিশ্বাসী জানিয়ে দলটির সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ সবসময়ই দেশে ওয়েস্ট মিনিস্টার স্টাইলের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই-সংগ্রাম করছে। জনগণ ঠিক করবে কে দেশ চালাবে। এটা জনগণের ক্ষমতা। আমাদের সরকার জনগণের ক্ষমতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে বর্তমান সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইতোমধ্যে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদের শূন্য পদের নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন/উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা সম্পূর্ণ নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। জনগণ যাকে ভোট দিয়েছে সে-ই নির্বাচিত হয়েছে। সরকারের সকল দফতর/বিভাগ এতে সহযোগিতা করেছে। আমরা দেশি-বিদেশি পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আহ্বান জানাচ্ছি। যারাই পর্যবেক্ষক পাঠাতে চায় তারা পাঠাতে পারবে।’
নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে দায়িত্বপালন করতে পারে সে জন্য সব ধরনের সহায়তা প্রদান করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, অবাধ, ভীতিহীন, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বমহলে গ্রহণযোগ্য করার লক্ষ্যে বর্তমান সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ সহায়তা প্রদানসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে।’
সংসদ নেতা বলেন, ‘দেশের জনগণ যাতে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে সে লক্ষ্যে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের স্বাধীন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আমাদের সরকার সদা প্রস্তুত রয়েছে।’
নির্বাচন কমিশন আইন-২০২২ এর উদ্দেশ্য পূরণকল্পে রাষ্ট্রপতির নির্দেশক্রমে সরকার যা যা আবশ্যক সে সকল বিধি প্রণয়ন করবে বলেও জানান সরকার প্রধান।
শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন কমিশন তার সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী স্বাধীনভাবে কাজ করে যাবে এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে যা যা করার সবকিছু করবে।’
সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মেরিনা জাহানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘গত তিন যুগ ধরে সংসদে আমি গণতন্ত্র, আইনের শাসন, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস কাজ করছি। বাংলাদেশের জনগণই আমার শক্তি, প্রেরণা। বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে যেকোনও ত্যাগ স্বীকার করতে সদা প্রস্তুত আমি।’
তিনি বলেন, ‘ধারবাহিকভাবে সরকার পরিচালনার ফলে বাংলাদেশ আজ আর্থ-সামাজিক উন্নয়নের এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।’
বগুড়া-৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছরে ২৫ হাজার ৭০১ গবেষককে ফেলোশিপ প্রদান করা হয়। এতে তাদের ১১৫ কোটি ৫০ লাখ ৫৯ হাজার ৫৫০ টাকা দেওয়া হয়।
সরকার দলীয় সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্বব্যাংকের মিথ্যা অভিযোগের বিষয়ে আবারও অসন্তোষ প্রকাশ করি এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণের মর্যাদা হানিকর কোনও হীন উদ্দেশ্যকে আমি কখনোই প্রশ্রয় দেবো না বলে উল্লেখ করি।’
তিনি বলেন, ‘বক্তব্যের পর আমি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে পদ্মা সেতুর বাঁধাই করা একটি চিত্রকর্ম উপহার দেই। বিশ্বব্যাংক আমাদের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ দিয়েছিল তারা তা বুঝতে পেরেছে। বিশ্বব্যাংকের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলো বাংলাদেশের প্রতি তাদের অব্যাহত আস্থা ও সহায়তার পরিচায়ক।’
-

আদি যমুনার নদীর উপর বকুল ভাটা সংলগ্ন কালভার্টটি উচ্ছেদ করেছে পাউবো
আদি যমুনার নদীর উপর বকুল ভাটা সংলগ্ন দীর্ঘদিন পানি চলাচল বন্ধ হয়ে যাওয়া দখলকৃত কালভার্টটি উচ্ছেদ করেছে পাউবো। ডাকবাংলা হতে চন্ডিপুর শশ্বান পর্যন্ত দূষিত পানি আজ বাহির করে দেওয়া হচ্ছে
-

নারী চিংড়ি শ্রমিকদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষন অনুষ্ঠিত
১৩ —১৪ জুন ২০২৩ তারিখে দাতা প্রতিষ্ঠান অক্সফাম এর আর্থিক সহযোগিতায়, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় লিডার্স এর বাস্তবায়নে বাংলাদেশে সুশীল সমাজে এ্যাক্টরদের মাধ্যমে নারীর ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের হলরুমে গোলাপ নারী চিংড়ি শ্রমিক দলের ৩০জন সদস্যকে নিয়ে ২দিনব্যাপি সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষন উদ্বোধন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জি.এম আব্দুর রউফ, প্যানেল চেয়ারম্যান,শেফালী বিবি, নিবার্হী পরিচালক, বনজীবি নারী উন্নয়ন সংগঠন। শুভেছা বক্তব্য রাখেন লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন. আপনারা পুরুষের সমান কাজ করেও আপনাদের সম মজুরী থেকে বঞ্চিত করা হচ্ছে। নারী চিংড়ি শ্রমিক দলের সকল সদস্য যদি একতাবদ্ধ হন তাহলে সমঅধিকার ও সমমজুরী নিশ্চিত হবে। আপনাদের অধিকার আদায়ে আমরা পাশে থাকব। প্রশিক্ষনে নেতা কি, নেতা কত প্রকার, নেতার কার্যাবলী, ভাল নেতার গুনাবলী, সংগঠন ব্যবস্থাপনা, কর্মপরিকল্পনা তৈরি, নারী অধিকার কি, সহিংসতা কি, নারী ও কিশোরীদের প্রতি সহিংসতা, নারীর ক্ষমতায়ন কি, নারীর ক্ষমতায়নের অন্তরায় সমূহ, নারীর ক্ষমতায়নে করনীয় সমূহ, এ্যাডভোকেসি কি, এ্যাডভোকেসি পদ্ধতি, প্রক্রিয়া ও কৌশল প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। ২দিনব্যাপি প্রশিক্ষন প্রদান করেন দেবব্রত কুমার গাইন, প্রোগ্রাম অফিসার, লিডার্স। সহযোগী হিসাবে উপস্থিত ছিলেন সহকারী হিসাবরক্ষক অমিও কুমার মন্ডল, কমিউনিটি মবিলাইজার শিরীন সীমা, শিরীনা পারভিন ও সাধনা রানী বৈদ্য। -

ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ মন্ত্রিসভা কমিটির
আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, কমিটি ঈদুল আজহার ছুটি একদিন বাড়ানোর জন্য এবং ২৮ জুনের পরিবর্তে ২৭ জুন থেকে শুরু করার জন্য মন্ত্রিসভার কাছে সুপারিশ করেছে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা ঈদুল আজহার ছুটি আরও একদিন বাড়ানোর জন্য মন্ত্রিসভার কাছে সুপারিশ করেছি।’
তিনি বলেন, ‘মন্ত্রিসভা আমাদের সুপারিশ পাস করলে ২৮ জুনের পরিবর্তে ২৭ জুন ছুটি শুরু হবে এবং এর মধ্য দিয়ে ঈদুল আজহার ছুটি হবে চার দিন।’
বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রী বলেন, মহাসড়ক দিয়ে বাড়িমুখী যাত্রীদের অবাধ চলাচলের স্বার্থে ঈদের সময় সরকার রাস্তার পাশে অস্থায়ী পশুর হাট বসতে দেবে না।
তিনি বলেন, ‘ঈদের সময় মহানগরী ও আশপাশের অস্থায়ী পশুর হাট নিয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য আমরা ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) কমিশনারকে নির্দেশ দিয়েছি। তারা গরুর বাজারের জন্য খালি জায়গা নির্বাচন করবে যাতে নগরবাসী সহজেই তাদের কোরবানির পশু কিনতে পারে।’
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এলজিআরডি ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, জননিরাপত্তা বিভাগের সচিব মো. মুস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, মাদক সেবনকারীর সংখ্যা বাড়ছে। তাই, বৈঠকে মাদক ও এর পরিণতি সম্পর্কে সচেতনতা তৈরিতে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘মাদকাসক্তি নিয়ন্ত্রণে ডোপ টেস্ট করা হচ্ছে। মাদকাসক্তির কারণে কিছু পুলিশ সদস্যকে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমাদের সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।’
মোজাম্মেল গণমাধ্যমকে মাদক ও এর প্রভাব নিয়ে সংবাদ প্রচার ও নিবন্ধ প্রকাশ এবং আগামী প্রজন্মকে মাদকাসক্তি থেকে বাঁচাতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
জঙ্গিবাদ সম্পর্কে তিনি বলেন, সরকার দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে সিটিটিসি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) এবং এটিইউ (অ্যান্টি টেরোরিজম ইউনিট) গঠন করেছে। এ লক্ষ্যে দুই বিভাগের সদস্যরা কাজ করছেন।
রোহিঙ্গাদের বিষয়ে মন্ত্রী বলেন, অনেক রোহিঙ্গা মিয়ানমারের সিম কার্ড ব্যবহার করে মাদক ব্যবসায় জড়িত। তারা বেপরোয়া এবং আইন প্রয়োগকারী সংস্থার জন্য হুমকি হয়ে উঠছে। তিনি বলেন, ‘আমাদের বিদ্যমান আইন তাদের নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট নয়।’
বরিশাল সিটির মেয়র প্রার্থীর ওপর হামলার বিষযে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কমিটি সঠিক তদন্ত করে হামলার বিষয়ে পুলিশকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।
তিনি আরও বলেন, ‘হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রীও বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।’
বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও গুজব প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে অবস্থান করে টিকটক, ইউটিউব, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেকেই দেশে গুজব ও অপপ্রচার ছড়াচ্ছে।
তিনি বলেন, “আমরা বিভিন্ন কারণে তাদের নিয়ন্ত্রণ করতে পারি না, কারণ দেশে তাদের কোনো অফিস নেই।”
নিবন্ধনবিহীন অনলাইন গণমাধ্যমগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত নিবন্ধন করতে হবে। অন্যথায় সেগুলো বন্ধ করে দেওয়া হবে বলে জানান মোজাম্মেল হক।
দেশের আইনশৃঙ্খলা সম্পর্কে তিনি বলেন, আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি বড় ধরনের কোনো ঘটনা পাওয়া যায়নি। -

দেশে করোনায় ১ জনের মৃত্যু : নতুন শনাক্ত ১৩৪ জন
ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। মৃত নারীর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি ঢাকার বাসিন্দা। এ সময়ে আরও ১৩৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শনাক্তদের মধ্যে ১২৫ জন ঢাকা মহানগর, ২ জন নারায়নগঞ্জ, ১ জন চট্টগ্রাম, ১ জন কক্সবাজার, ২ জন রাজশাহী এবং ৩ জন সিলেট জেলার বাসিন্দা।
এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৪০ হাজার ৮১৫ জন। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৩ জনে দাঁড়িয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১৪৭৮ টি নমুনা সংগ্রহ ও ১৪৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ০৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৮৫ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ। -

৪৮ বছর পূর্ণ করলো বঙ্গবন্ধুর হাতে গড়া বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র
‘মনসুর আহম্মেদ’
ন্যাশনাল ডেস্ক :
৪৮ বছর পূর্ণ করলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া দেশের প্রথম বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র। ১৯৭৫ সালের ১৪ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূ-উপগ্রহ কেন্দ্রটি উদ্বোধন করেন।
রাঙ্গামাটি হতে প্রায় ৩৩ কিলোমিটার দুরে চট্টগ্রাম- রাঙ্গামাটি সড়কে অবস্থিত কেন্দ্রটি। বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটিই দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র। ১৯৭০ সালের ৩০ জানুয়ারি এ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রাঙ্গামাটির কাউখালীর বেতবুনিয়া ভূ- উপগ্রহ কেন্দ্র দেশের টেলিযোগাযোগের ক্ষেত্রে সর্বপ্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র।
কেন্দ্রটির ছিল ৩০ মিটার ব্যাস বিশিষ্ট বিশাল অ্যান্টেনা। কেন্দ্রটি চালুর পর থেকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬ হাজার কিলোমিটার উপরে অবস্থিত ভারত মহাসাগরীয় অঞ্চলে ইন্টেলসেট উপগ্রহের সাথে কাজ করে।
মহাশূন্যে অবস্থিত উপগ্রহের সাথে কেন্দ্রের অ্যান্টেনার সার্বক্ষনিক যোগাযোগ করা হতো।
ঊর্ধ্বাকাশে অবস্থিত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে শক্তিশালী অ্যান্টেনা দিয়ে তথ্য আদান-প্রদানের কাজ সম্পাদিত হয়। আন্তর্জাতিক টেলি যোগাযোগের জন্য বেতবুনিয়া ভূ-উপগ্রহ বিশ্বের ১১ টি দেশের সাথে টেলিফোন ডাটা কমিউনিকেশন, ফ্যাক্স, টেলেক্স ইত্যাদি আদান-প্রদান করে এটি।
জানা গেছে, ১৯৮৯ সালে আংশিক এবং ১৯৯৮ সালে জাপানের এনইসি কোম্পানী কর্তৃক ডিজিটাল সিষ্টেমের যন্ত্রপাতি দ্বারা স্টেশণটি সুসজ্জিত করা হয়।
২০১৮ সালের ১১ মে উৎক্ষেপণ করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ । এরই মধ্যে বেতবুনিয়া ভূ-উপগ্রহ গ্রাউন্ডে স্থপিত হয় দ্বিতীয় গ্রাউন্ড স্টেশন। কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করার পর ২০১৮ সালের ১২ মে বাংলাদেশ এটি থেকে পরীক্ষামূলক সংকেত পেতে শুরু করে।
এ বিষয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী বাসসকে বলেন, তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে সদ্য স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নিতে ১৯৭৫ সালের ১৪ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেতবুনিয়া ভূ- উপগ্রহ কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন।
কিন্তু ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশের তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার স্বপ্নকে থামিয়ে দেয়া হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর বিএনপি-জামায়াতের দেশ পরিচালনাকালে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই ভূ-উপগ্রহ কেন্দ্রটি সম্পূর্ণভাবে অচল করা হয়।
তিনি বাসসকে আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আবারো এই বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি প্রাণ ফিরে পায়। বঙ্গবন্ধুর দেখানো স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে এই কেন্দ্রটি আবারো গৌরবের কেন্দ্রবিন্দুতে চলে আসে।
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বেতবুনিয়া ভূ- উপগ্রহ কেন্দ্রটি দেখতে এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে বলে জানান তিনি।
মহাকাশের বুকে লাল সবুজের চিহ্ন নিয়ে ঘুরপাক খাওয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রন করে বেতবুনিয়ায় গ্রাউন্ড স্টেশন।
স্যাটেলাইটটি নিয়ন্ত্রণে দেশে স্থাপিত দুটি গ্রাউন্ড স্টেশনের একটি এটি। অন্যটি গাজীপুরে।
ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের নিয়োগকারী বাংলাদেশি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ২০১৬ সালে বেতবুনিয়ায় এই গ্রাউন্ড নির্মাণ করে। বর্তমানে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের নাম বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের অন্যতম রূপকার বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের নামে গ্রাউন্ড স্টেশনের আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে।
২০১৮ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশে কৃত্রিম উপগ্রহ থাকা দেশগুলোর তালিকায় যুক্ত হয় বাংলাদেশের নাম যেই স্বপ্ন দেখিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। -

ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় বুধবার ভোরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
ওই অঞ্চলের সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক ফেসবুকে বলেছেন, একটি ভবনে হামলায় সেখানকার গুদামের তিন কর্মচারী নিহত এবং সাতজন আহত হয়েছেন।
তিনি বলেন, একটি ব্যবসা কেন্দ্র ও দোকান ক্ষতিগ্রস্ত হওয়ায় আরও ছয়জন আহত হয়েছেন। -
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
নিজস্ব প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে (১৪জুন) বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা ও গরিব মেধাবী ছাত্র-ছাত্রী, দুস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
০৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ইয়াকুব হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সচিব মিলন হোসেন, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মন্ডল, আব্দুল খতিব ধাবক, যুবলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, ইউপি সদস্য শামীম কবির, আবু তালেব মন্ডল, মতিয়ার রহমান মতি, জিয়াউর রহমান, মোজাম গাজী, আব্দুল মালেক, আজিজুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য আসমা আক্তার, শারমিন সুলতানা, ছালিমা বেগম সহ স্থানীয় নেতৃবৃন্দ। -

এএআইবিএস এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি : একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি (এএআইবিএস)– এর ১১তম বার্ষিক সাধারণ সভা গত ১১ জুন, ২০২৩ তারিখে (রোববার) হাইব্রিড পদ্ধতিতে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে নির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলসহ প্রবাস থেকেও যোগ দেন।
ব্যারিস্টার মনজুর হাসান ওবিই এর দুই মেয়াদ শেষ হবার কারণে ইব্রাহিম খলিল আল-জায়াদ নতুন চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এজিএম চলাকালীন তাহমিদ সামিকে নতুন নির্বাহী বোর্ডের সদস্য এবং ফাহমিদা ওয়াহাবকে সাধারণ পরিষদ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন এম. নাসেমুল হাই।
বিদায়ী চেয়ারপারসন মনজুর হাসান ওবিই তার বক্তব্যে নবনির্বাচিত চেয়ারপারসন এবং নির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যদের স্বাগত জানান। তিনি আস্থা ব্যক্ত করেন যে নবনির্বাচিত সদস্যরা তাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে প্রতিষ্ঠানের পরিচালনাকে জোরদার করবেন। তিনি ন্যায় ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় একশনএইড বাংলাদেশ-এর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও যুবদের পক্ষে কাজ করার জন্য প্রতিষ্ঠানের প্রচেষ্টাকে অভিবাদন জানিয়ে রোহিঙ্গাদের উন্নয়নে এবং কোভিড-১৯ মহামারী চলাকালীন অসাধারণ কাজের কথা উল্লেখ করেন।
মনজুর হাসান ওবিই ২০১৭ সালের মে থেকে একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি- এর বোর্ডের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। সংগঠন এবং বোর্ডের পরিচালনা জোরদারে তার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য একশনএইড ব্যবস্থাপনা পর্ষদ, নির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদের সদস্যরা তার অবদানকে স্বীকৃতি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দৃঢ় দৃষ্টি ও প্রত্যয়ের সাহসী এক ব্যাক্তিত্ব বলেও উল্লেখ করা হয় সভায়। তার মেয়াদকালে, তিনি বোর্ড এবং পরিচালনা পর্ষদকে শক্তিশালী করার জন্য অবদান রেখেছেন বলে অভিমত প্রকাশ করেন বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সবাই।
এসময় একশনএইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর এবং একশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও এক্স-অফিসিও সেক্রেটারি ফারাহ্ কবির প্রতিষ্ঠানের মধ্যে শক্তিশালী পরিচালনা ব্যবস্থা ও জবাবদিহিতা বৃদ্ধিতে নির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদের সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানান যারা আগামী দিনে প্রতিষ্ঠানকে নেতৃত্ব প্রদান করবে।
সাধারণ পরিষদের সদস্যরা বার্ষিক সাধারণ সভা চলাকালীন বার্ষিক অডিট রিপোর্ট ২০২২ অনুমোদন করেন। তারা প্রতিষ্ঠানের জন্য ২০২৩ সালের প্রধান নিরীক্ষকও নিযুক্ত করেন। গত বছরের প্রধান কর্মকান্ড ও অর্জন নিয়েও আলোচনা হয় সভায়। পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতি নিয়ে সভার সমাপ্তি হয়। -

ভারত গত দুই বছরে ১৫০টি ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে
আন্তর্জাতিক ডেস্ক : ইউনিয়ন মিনিস্ট্রি অব ইনফরর্মেশন অ্যান্ড ব্রডকাস্টিং (আইএন্ডবি) অব ইন্ডিয়া ২০২১ সালের মে মাস থেকে ১৫০টির বেশি ওয়েবসাইট ও ইউটিউব ভিত্তিক নিউজ চ্যানেল নিষিদ্ধ করেছে। ‘ভারত বিরোধী’ বিষয়বস্তুর কারণে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে আজ গণমাধ্যমের প্রতিবেদনে একথা বলা হয়েছে।
প্রতিবেদনটি আরো জানায়, তথ্য প্রযুক্তি (আইটি)’র সেকশন ৬৯এ ধারা লংঘনের দায়ে ওই ওয়েবসাইট ও চ্যানেলগুলো মুছে ফেলা হয়। এই আইনের আওতায় কেন্দ্র যে কোন সরকারি সংস্থাকে ভারতের সার্বভৌমত্ব ও অখ-তার জন্য হুমকি, রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা জনিত কারণ বা বিদেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়- এমন সব বিষয়বস্তু ব্লক করতে নির্দেশনা দিতে পারে।
হিন্দুস্তান টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি করে জানায়, ‘মন্ত্রণালয় ভারত-বিরোধী বিষয়বস্তু প্রচারের দায়ে গত দুই বছরে ১৫০টির বেশি ওয়েবসাইট ও ইউটিউভ ভিত্তিক নিউজ চ্যানেলকে নিষিদ্ধ করেছে।’
যেসব ইউটিউব নিউজ চ্যানেল নিষিদ্ধ করা হয়- সেগুলোর গ্রাহক সংখ্যা ছিল ১২,১২৩,৫০০ এরও বেশি ও এগুলোতে মোট ভিউ ছিল ১,৩২০,৪২৬,৯৬৪।
ভারতে নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলির মধ্যে- খবর উইথ ফ্যাক্টস, খবর তাইজ, ইনফরমেশন হাব, ফ্ল্যাশ নাও, মেরা পাকিস্তান, হাকিকাত কি দুনিয়া ও আপনি দুনিয়া টিভি রয়েছে।
আই অ্যান্ড বি মন্ত্রী বলেন, ‘যে (সামাজিক মিডিয়া) অ্যাকাউন্ট যা একটি ষড়যন্ত্র বা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।’ -

‘ভায়েরা আমার’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
ন্যাশনাল ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুশো বক্তৃতা সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মন্ত্রীসভার বৈঠকের শুরুতে ‘ভায়েরা আমার’ শিরোনামের বইটির মোড়ক উন্মোচন করা হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বলা হয়েছে, ‘ভাইয়েরা আমার (মাই ব্রাদার্স)’ নামটি প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন। এছাড়া তিনি বইটির ভূমিকাও লিখেছেন।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম ভাষণগুলো সংগ্রহ, সংকলন ও সম্পাদনা করেছেন। জিনিয়াস পাবলিকেশন বইটি প্রকাশ করেছে।
জাতির পিতার এই ভাষণ সমগ্রের প্রধান বৈশিষ্ট্য হলো এতে এখন পর্যন্ত পাওয়া সকল ভাষণ অন্তর্ভূক্ত করা হয়েছে।
বইটির দুশো ভাষণের মধ্যে বাংলাদেশ বেতারের আর্কাইভস থেকে পাওয়া টেপ/সিডি থেকে একশোরও বেশি ভাষণ সংগ্রহ করা হয়েছে।
প্রতিটি ভাষণের যথার্থতা ও নির্ভরযোগ্যতা যথাযথভাবে যাচাই করা হয়েছে।
বইটিতে প্রতিটি ভাষণের গুরুত্বপূর্ণ অংশ হাইলাইট করে আলাদাভাবে প্রদর্শন করা হয়েছে। এছাড়া সূচিতে ভাষণের বিষয়বস্তু, সাল ও তারিখ উল্লেখ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জাতির পিতার ভাষণ শুধু বাংলাদেশেই নয়, সমগ্র বিশে^ এক অমূল্য সম্পদ।
বইয়ের ভূমিকায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, “নতুন প্রজন্ম বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকদের বঙ্গবন্ধুর ভাষণ শুধু পড়াই নয়, সেগুলোর মর্মার্থ অনুধাবন করে নিজ নিজ জীবনে অনুশীলন করতে হবে।”
তিনি আরো উল্লেখ করেন,“জাতির পিতা সোনার বাংলা গড়তে সোনার মানুষ চেয়েছিলেন। এই সোনার মানুষ হতে হলে জাতির পিতার আদর্শ ও জীবনাচরণ চর্চা করা অত্যাবশ্যক। ”
বইটির সম্পাদক নজরুল ইসলাম উল্লেখ করেন, ভাষণসমগ্রটি রাজনীতিবিদ, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও আগামী প্রজন্মের জন্যে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে। -
মাদক ব্যবসায়ী দ্বারা দুই সাংবাদিকসহ ৩ জনের নামে মিথ্যা মামলা দায়ের!
নিজস্ব প্রতিনিধি : যশোরের শার্শা বাগআঁচাড়া প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের কায়বা প্রতিনিধি মোঃ শাহারুল ইসলাম রাজ ও বাগআঁচড়া প্রেসক্লাবের নির্বাহি সদস্য, দৈনিক সাতনদী পত্রিকা, ও সময়ের দিগন্ত পত্রিকার শার্শা প্রতিনিধি মোঃ সোহাগ আলী এবং রিদয় হোসেনসহ ৩ জনের নামে বাগুড়ী বেলতলার আলোচিত মাদক ব্যাবসায়ী আব্দুল গনির স্ত্রী নুরজাহান বেগম বাদী হয়ে যশোর কোর্টে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানি মুলক মামলা দায়ের করেছে।
জানা গেছে, গত মে মাসের ১৫ তারিখে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য (গাঁজা) বিক্রির অপরাধে নুরজাহান বেগমের স্বামী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী আব্দুল গনি, ও মাদক (গাঁজা) ক্রেতা তবিবার রহমান নামে দুইজনকে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
পরে কারাদণ্ডের তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশের জেরে গত (১৬ মে) রাত ৮ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী আব্দুল গনির স্ত্রী (নারী মাদক ব্যবসায়ী) নুরজাহান বেগম প্রথমে সাংবাদিক সোহাগ আলীর বেলতলা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ ও জিবন নােসর নেওয়ার হুমকি প্রদান করে চলে যায়।
ওই ঘটনার জের ধরে গত (২০ মে) ২০২৩ তারিখ রাত ১০ ঘটিকার সময় সাংবাদিক সোহাগ আলীর পথ রুদ্ধ করে আবারও নুরজাহান, হাফিজুল, ও সুমন’সহ তিনজন মিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তখন সাংবাদিক সোহাগ আলী প্রতিবাদ করলে তার উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে, এবং তাকে কাঠের বাতা দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরের দিন সকালে তার শারীরিক অবস্থা খারাপ হলে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি হয়।
ওই ঘটনায় সাংবাদিক মোঃ সোহাগ আলী (২১মে) বেলা ১টার সময় ৩ জনের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি এজাহার দায়ের করেন। পরে পুলিশ হামলাকারীদের মধ্যে একজন নারী মাদক ব্যবসায়ী নুরজাহান বেগমকে আটক করে আদালতে সোপর্দ করে। বাকী আসামীরা আদালত থেকে জামিন নেয়।
এদিকে শার্শায় কর্মরত দুই সাংবাদিক ও একজন নিরপরাধ ব্যক্তিসহ মোট ৩ জনের নামে মাদক ব্যবসায়ীর দ্বারা মিথ্যা বানোয়াট মামলা দায়েরের ঘটনায় বাগআঁচড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ শার্শায় কর্মরত সকল সাংবাদিক সমাজ ফুসে উঠেছে। সাংবাদিক নেতৃবৃন্দরা প্রশাসনের উদ্ধোতন কর্মকর্তার নিকট অবিলম্বে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা সুষ্ঠ তদন্তের মাধ্যমে অব্যাহতি দেবার জোর দাবি জানিয়েছেন। -

আদি যমুনার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশংসায় ভাসছেন জহুরুল হায়দার বাবু
নিজস্ব প্রতিনিধি : প্রশংসায় ভাসছেন অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু,স্বপ্নদ্রষ্টা শ্যামনগর পৌরসভা ও বারবার নির্বাচিত শ্যামনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান শ্যামনগর উপজেলার মানুষের প্রাণের দাবি ছিল আদি যমুনার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। সেটি সক্ষম হয়েছে শ্যামনগর উপজেলা প্রশাসন,শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ড এবং বিশেষ করে অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবুর সদিচ্ছার কারণে। কারণ তিনি জনগণের মাঝে বারবার একটি কথা বলেছেন। আমাদের শ্যামনগর আমরাই গড়ব। সুন্দর একটি শ্যামনগর গড়ার লক্ষ্যে,যা যা করতে হয় সবই আমরা করব।

তারই প্রতিফলন আজকে শ্যামনগরের মানুষ দেখতে পেয়েছে। আর এই কারণে শ্যামনগর মানুষের মুখে একটাই আওয়াজ- এগিয়ে যাবে অ্যাডভোকেট জহুরুল হায়দারের হাত ধরে শ্যামনগর সদর ও শ্যামনগর পৌরসভা।এই অবৈধ উচ্ছেদ নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে আসছেন শুরু থেকেই সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেই সমস্ত মন্তব্যকারীদের মুখে ছাই দিয়ে,আজকে সেই শ্যামনগর বাশির প্রাণের দাবি নীলকমল খ্যাত ভবন টির উচ্ছেদ অভিযান চলছে অনেকেই বলেছিলেন এটি একেবারেই অসম্ভব সেই একেবারেই অসম্ভব জিনিসটা আজকে সম্ভব করে দেখিয়েছেন যারা তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন শ্যামনগরের আপামর জনগণ, এবং সকলে মন্তব্য ছুঁড়ে দিচ্ছেন,,,অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবুর মতএমন জন-প্রতিনিধি শ্যামনগরের নেতৃত্ব দিলে একটি মডেল শ্যামনগর গড়া সুধু সময়ের ব্যাপার
-

চিনি আমদানি কমেছে ৭২ হাজার টন
ন্যাশনাল ডেস্ক : বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, দেশে এক বছরের ব্যবধানে গম আমদানি ২৪ লাখ টন এবং চিনি আমদানি কমেছে ৭২ হাজার টন। আমদানি কম হওয়ায় দামের প্রভাব পড়েছে বাজারে।
রবিবার (১১ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সপ্তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
বাণিজ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দফতর, অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক এবং এফবিসিসিআই-সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিনিয়র সচিব জানান, দেশে চিনির চাহিদার প্রায় পুরোটাই আমদানি-নির্ভর। এ জন্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণ করতে হয়। বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক বাজারে চিনির দাম স্থির রয়েছে।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে দাম কমলেই সঙ্গে সঙ্গে দেশে সেই পণ্যের দাম কমানো সম্ভব হয় না। কারণ, আমদানি পণ্যের ক্ষেত্রে ডলারের দাম একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া, শুল্কহার, অভ্যন্তরীণ পরিবহন ব্যয় মূল্য নির্ধারণে প্রতিফলন ঘটে।
তপন কান্তি ঘোষ বলেন, ‘আজ (রবিবার) থেকে ভোজ্যতেলের দাম কমানোর জন্য আমরা বলেছি। আশা করি, দুই-তিন দিনের মধ্যে নতুন দামে বাজারে তেল পাওয়া যাবে। সার্বিক দিক বিবেচনা করে ঈদের আগে তেলের দাম আরও কমানো যায় কিনা, তা পর্যালোচনা করা হচ্ছে।’ আসন্ন ঈদের আগে আরেক দফা দাম কমানো সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তপন কান্তি ঘোষ জানান, কৃষি মন্ত্রণালয় থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পরপরই বাজারে দাম কমতে শুরু করেছে। এ পর্যন্ত পাঁচ লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ৩০ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে। অনুমোদনপ্রাপ্ত বাকি পেঁয়াজ দেশে এলে দাম আরও কমবে বলে উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘গত এক বছরে চাহিদার বিবেচনায় দেশে চিনি, গম ও আদা ব্যতীত অন্য কোনও পণ্য সরবরাহে ঘাটতি নেই। ঈদুল আজহায় যেসব পণ্যের চাহিদা বাড়ে, সেগুলোর দাম স্থিতিশীল রাখা নিয়ে আলোচনা হয়েছে। অন্যান্য পণ্যের দামও স্বাভাবিক রাখার বিষয়ে কথা হয়েছে। চীন থেকে আমদানি বন্ধ থাকায় দেশে আদার সংকট আছে। সমাধানের চেষ্টা চলছে। আমরা ব্যবসায়ীসহ সব পক্ষের সঙ্গে কথা বলেছি। তারা বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখার বিষয়ে সম্মত হয়েছেন।’

