Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
dakshinermashal, Author at Daily Dakshinermashal - Page 3 of 398

Author: dakshinermashal

  • লাইফ সাপোর্টে আছেন স্বামী, যা জানালেন তনি

    লাইফ সাপোর্টে আছেন স্বামী, যা জানালেন তনি

    বিনোদন ডেস্ক:
    নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি। সেই সঙ্গে তিনি ইনফ্লুয়েন্সার। তনির স্বামী একজন সফল ব্যবসায়ী। যদিও এ দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই কটাক্ষের মুখে পড়েন এ নারী উদ্যোক্তা। এসবের জবাবও দেন তিনি। শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরে সব ঠিক করে নেন তিনি।

    তারপরও তাদের দুজনের অসম বয়সের ব্যবধানের কারণে সামাজিকমাধ্যমে নেটিজেনদের সমালোচিত হন তনি। এ মুহূর্তে তার স্বামী শাহাদাৎ হোসাইন অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ভর্তি আছেন । গত শনিবার (৫ অক্টোবর) সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তনি।

    তিনি পোস্টে লিখেছেন— আমার হাসবেন্ডের আপডেট- এখনো তেমন রেসপন্স করছে না। আজকে সকালে আমি অনেকবার ডেকেছি চোখ খুলে নাই। লাইফ সাপোর্টে আছে, চিকিৎসকরা চেষ্টা করছেন। একটু স্টেবল হলে দেশের বাইরে নেওয়ার কথা চলছে। তনি আরও বলেন, আমি হাসপাতালে আছি। সানভী সারফারাজ বাসায় আমার মায়ের সঙ্গে আছে। সারফারাজ কিছুই বোঝে না ছোট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পেরেছে তার ড্যাডির কিছু হয়েছে, ছেলেটারও জ্বর।

    সবশেষে তনি বলেন, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার হাসবেন্ডের খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না, সবাই আমাদের সব ভুলত্রুটি ক্ষমা করে আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন।

  • সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক মনিরুজ্জামান

    সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজটির সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান। রবিবার (০৬ অক্টোবর) কলেজের শিক্ষক-কর্মচারি এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন তিনি।অধ্যাপক মনিরুজ্জামান ছাত্রজীবনে খুবই মেধাবী ছিলেন। উচ্চ মাধ্যমিকে তিনি যশোর বোর্ডে মেধাতালিকায় স্থান পান এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন।এর আগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রজনতার আন্দোলনের মুখে স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের পর থেকেই কলেজে অনুপস্থিত ছিলেন আওয়ামী সরকারের অনুগত ও আশির্বাদপুষ্ট আগের অধ্যক্ষ ড. মোঃ শিহাবউদ্দিন।এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গঠিত কলেজ পরিচালনা কমিটির কাছে ড. শিহাবুদ্দিনের নামে একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তোলেন কলেজের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা। তাদের সেসব অভিযোগের প্রেক্ষিতে কলেজ গভর্নিং বডির সদস্য এ্যাড. আরিফুর রহমান আলোর নেতৃত্বে গঠন করা হয় অডিট কমিটি। সেই কমিটি তদন্ত শেষে ড. শিহাবুদ্দিনের বিরুদ্ধে বিগত ১ বছরে ৮৫ লক্ষাধিক টাকার আর্থিক অনিয়ম এবং নানান দুর্নীতির প্রমাণ পায়।পরে কলেজ পরিচালনা কমিটি ড. শিহাবুদ্দিনকে কলেজে এসে তার স্বপক্ষে যুক্তি উপস্থাপন এবং কারণ দর্শানোর জন্য একাধিকবার চিঠি পাঠালোও তিনি কলেজে না এসে বরং অসহযোগীতা করেন। যার ফলশ্রুতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী যথাযথ প্রক্রিয়ায় ড. শিহাবুদ্দিনের অনিয়ম-দুর্নীতির উপর ভিত্তি করে এবং কলেজের সার্বিক কার্যক্রম চলমান রাখার জন্য জেষ্ঠ্যতার ভিত্তিতে অধ্যাপক মনিরুজ্জামানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

    এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদানের পর অধ্যাপক মনিরুজ্জামান সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষাঙ্গন ও প্রশাসনিক দপ্তরের যে ভঙ্গুর অবস্থা ছিলো তা থেকে ফিরিয়ে এনে কলেজকে শিক্ষা ও সাংস্কৃতি চর্চার জন্য আদর্শ করে গড়ে তোলার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন।

    এসময় সাতক্ষীরা সিটি কলেজ গভর্নিং বর্ডির সদস্য এ্যাড. আরিফুর রহমান আলো, উপাধ্যক্ষ আলতাফ হোসেনসহ কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধারে বড় বড় গর্ত করে সড়কের ক্ষতিসাধনের বিরুদ্ধে মানববন্ধন

    সাতক্ষীরা আশাশুনি সড়কের ধারে বড় বড় গর্ত করে সড়কের ক্ষতিসাধনের   বিরুদ্ধে মানববন্ধন করেছে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র কল্যাণ এ্যাসোসিয়েশন ও এলাকাবাসী।
    শনিবার সকালে সাতক্ষীরা ব্রম্মরাজপুর ডিবি হাই স্কুলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রকল্যাণ এ্যাসোসিয়েশনের সদস্য
    ইব্রাহিম হোসেন, নাজিম সিরাজী দিপু, আবু তালহা ,মুহসিন আহম্মেদ, এম এইচ মইন, বেলাল হোসেন প্রমুখ।
    মানববন্ধনে বক্তব্যে এলাকাবাসী ও ছাত্ররা  বলেন।  সড়কের ধারে টেন্ডারকৃত গাছ কাটছে ঠিকাদার এটা অনেক আগে থেকেই এলাকাবাসীর দাবি ছিলো।
    কিন্তু এ সকল গাছ কাটার সময় গাছের গোড়ায় গভীর গর্ত করে কাঁটা হচ্ছে এবং এই গর্তে মাটি দিয়ে ভরাট না করেই চলে যাচ্ছে ঠিকাদারের লোকজন।
    গাছের গুড়ি সহ কেটে নেওয়াতে তৈরি হওয়া গভীর গর্তের কারণে। দেখা দিয়েছে ধস কিছু কিছু স্থানে রাস্তার ইট এই গর্তে চলে যাচ্ছে।
    এলাকাবাসীরা বলছেন এভাবে গর্ত করে গাছ কাটার ফলে সাতক্ষীরা টু আশাশনি সড়ক অচিরেই নষ্ট হয়ে যাবে এবং দুর্ঘটনা আশঙ্কা থাকবে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্রজনতান।
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযানে ওয়ান শ্যুটার গানসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার

    শনিবার সকালে সাতক্ষীরা সদরের
    তলুইগাছা সীমান্ত থেকে একটি ওয়ান শ্যুটার গান ও ৪ রাউন্ড গুলি
    উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব
    হয়নি।
    বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল
    হক শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার সকালে
    তলুইগাছা সীমান্তে অস্ত্র চোরাকারবারিরা অবস্থান করছে এমন
    গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। চোরাকারবারিরা
    বিজিবির উপস্থিতি টের পেয়ে পিস্তল ও গুলি ফেলে পালিয়ে যায়। পরে
    সীমানা পিলার ১২/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের ভিতরে একটি
    বাগান থেকে ওই ওয়ানশুটার গান ও চার রাউ- গুলি উদ্ধার করা হয়।
    উদ্ধারকৃত ওয়ান শ্যুটার গান ও ৪ রাউন্ড গুলি সদর থানায় জমা দেওয়া
    হয়েছে। এর আনুমানিক মূল্য ১০ হাজার ৮০০ টাকা বলেও জানান
    তিনি।

  • আশাশুনিতে প্রতাপনগর ইউনিয়ন বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের বর্ধিত সভা

    আশাশুনিতে প্রতাপনগর ইউনিয়ন বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার বিকালে প্রতানগর ইউনাইটেড একাডেমী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তফা হেলালুজ্জামান।
    প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতাপনগর বিএনপির আহ্বায়ক স ম আখতারুজ্জামান।
    যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আতিয়ার রহমান, মোঃ কারিমুজ্জামান, গাজী ইমদাদুল হক, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহানুর আলম, বারবার কারাবরণকারি কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান ছট্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাদেক হোসেন, যুব দলের যুগ্ম আহ্বায়ক মাষ্টার আলমগীর হোসেন, মৎস্যজীবি দলের নুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিয়ারাজ হোসেন, সদস্য রিয়াজ হোসেন ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিপন হোসেন।
    বক্তারা দলীয় দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালি করার আহ্বান জানান।
  • টিসিবির পণ্যসহ আটক বিএনপি নেতা

    টিসিবির পণ্যসহ আটক বিএনপি নেতা

    আটককৃত বিএনপি নেতা

    নেত্রকোণার কেন্দুয়ায় টিসিবির পণ্যসহ আটক বিএনপি নেতা আবুল হাসেম ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে কেন্দুয়া থানার এসআই জিয়াউল হক বাদী হয়ে এ মামলা করেন। শুক্রবার সকালে হাসেম ভূঁইয়াকে ওই মামলায় কারাগারে পাঠানো হয়।আবুল হাসেম ভূঁইয়া পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামের মৃত আব্দুল জব্বর ভূঁইয়ার ছেলে ও ইউনিয়ন বিএনপির সভাপতি।
    টিসিবি পণ্য বিতরণের বিষয়টি তদন্ত করতে উপজেলা প্রশাসন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমদাদুল হক তালুকদার।
    পুলিশ, প্রশাসন ও স্থানীয়দের তথ্যমতে, গত বুধবার (২ অক্টোবর) পাইকুড়া ইউনিয়নের মিয়া হোসেন মার্কেট এলাকায় মেসার্স আয়েশ ট্রেডার্স নামে একটি পরিবেশক টিসিবির পণ্য বিক্রি করতে যান। এ সময় স্থানীয় বিএনপি নেতারা প্রভাব খাটিয়ে এসব পণ্য ভাগাভাগি করে নিয়ে যান। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি সেনাবাহিনী জানতে পারে।
    বৃহস্পতিবার সকালে মদন অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. সেলিম মিয়ার নেতৃত্বে যৌথবাহিনী বিএনপি নেতা আবুল হাসেম ভূঁইয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে টিসিবির ১৮০ কেজি চাল, ৭০ কেজি মসুর ডাল ও ৭২ লিটার সয়াবিন তেলসহ তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
    কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, টিসিবির পণ্যসহ আটক পাইকুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসেম ভূঁইয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। এ মামলায় তাকে শুক্রবার সকালে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।

  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

     ‘বন্ধুকে স্বাগত জানাতে পেরে খুব খুশি’

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে হজরত শাহজালাল বিমানবন্দরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

    অধ্যাপক ইউনূস বলেন, ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি খুব খুশি। বৈঠকে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকার কর্তৃক সংঘটিত গণহত্যা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান উপদেষ্টা।

    প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং এর নেতাদের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক নিয়েও কথা বলেন। তারা একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক ভেন্যুতে গিয়েছিল-তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রকাশে।

    তার আগে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

  • ধুলিহরে  বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ 

    শহর প্রতিনিধি:সাতক্ষীরা সদরের ধুলিহরে  বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করলেল জামায়াত নেতৃবৃন্দ । শুক্রবার(৪ সেপ্টেম্বর) সকালে সদরের ৮নং ধূলিহর ইউনিয়নে তীব্র বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শনে আসেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা শাখার আমির মাওলানা শাহাদাত হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবি, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সহকারি সেক্রেটারি প্রফেসর শহিদুর রহমান, ধুলিহর ইউনিয়ন জামায়াতে ইসলামীর  আমির মাওলানা আব্দুস সালাম ইউনিয়ন যুব ইউনিটের  সভাপতি মাওলানা আব্দুল করিম সহ   উপজেলাও ইউনিয়ন জামায়াতে ইসলামীর  নেতৃবৃন্দ ও কর্মীরা। তারা ৮ নং ধুলিহর ইউনিয়নের ধুলিহর,সানাপাড়া, বালুইগাছা, তালতলা, গোবিন্দপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এসময় এলাকাবাসী দাবি করেন যে ধূলিহর সুপারিঘাটা গেট দিয়ে যদি পানি সেচ দেয়া যায় তাহলে পানি কিছুটা কমে যাবে।উপজেলা আমির তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা বরাদ্দ দেন এবং স্থানীয় নেতৃবৃন্দকে মেশিন বা মটর এর মাধ্যমে সেচ কাজ শুরু করার জন্য নির্দেশনা প্রদান করেন।
  • বাংলাদেশ জাসদ বাসদ বিপ্লবী ওকার্সপার্টির উদ্যোগে সাতক্ষীরা জেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ৪ অক্টোবর ২০২৪ শুক্রবার বিকালে বাংলাদেশ জাসদ, বাসদ,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যৌথ উদ্যোগে আলীপুর ইউনিয়নের নাথপাড়া সর্বজনীন দূর্গা মন্দির ও সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন মন্দিরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ জাসদের জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বাসদ নেতা আবু তালেব মোল্লাহ,মার্কসবাদী নেতা এ্যাড খগেন্দ্রনাথ ঘোষ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মুনসুর রহমান । নেতৃবৃন্দরা হিন্দু সম্প্রদায়ের মানুষজনদেরকে স্বস্ফূর্তভাবে উৎসব পালন করার দিক নির্দেশনা দেন।কোনোমতে কোনো প্রকারের উস্কানি ও পাতানো ফাঁদে পা না দেওয়ার জন্য অনুরোধ করেন। মন্দির কমিটির সেচ্ছাসেবকদেরকে সজাগ থাকার কথা বলেছেন।

  • ধর্ম অথবা বিশ্বাসের স্বাধীনতা এবং সম্প্রীতি শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত

    গত কাল (২৬ সেপ্টেম্বর) স্থানীয় ম্যানগ্রোভ সভাঘরে দি হ্যাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে ইউকে এইড এর সহযোগিতায় ধর্ম অথবা বিশ্বাসের স্বাধীনতা এবং সম্প্রীতি শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মানবাধিকার কর্মী, আইনজীবী, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সুজন নেতৃবৃন্দ, এনজিও কর্মী, অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি উপস্থিত ছিলেন। দিনব্যাপী ধর্ম অথবা বিশ্বাসের স্বাধীনতা এবং সম্প্রীতি নিয়ে কর্মশালাটি পরিচালিত হয়।
    কর্মশালাটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রণজু। অনুষ্ঠান সহায়ক সিনিয়র প্রোগ্রাম অফিসার তুহিন আফসারী ও রুবিনা আক্তার ছিলেন। কর্মশালায় গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন সুজন জেলা কমিটির সভাপতি সুভাষ চন্দ্র সরকার সহ-সভাপতি পবিত্র মোহন দাশ , ধর্মীয় নেতা ডঃ মুফতি আখতারুজ্জামান,হাফেজ কাজী সাইদুর রহমান,শেখ মাহবুবুর রহমান,স্বপন কুমার শীল, দিবাকার ভট্টাচার্য, সাংবাদিক শাকিলা ইসলাম জুই, সাংবাদিক আশেক ই এলাহী, আইনজীবী এডভোকেট ড. দিলীপ কুমার দেব, এডভোকেট সেলিনা আক্তার শেলী , নারী নেত্রী ভারতেশ্বরী বিশ্বাস , ডক্টর দিলারা বেগম, দলিত সম্প্রদায়ের সুকুমার দাস সহ আরো অনেকে।

  • পাইকগাছায় দেলুটির ক্ষতিগ্রস্ত ঝুকিপূর্ণ ওয়াপদার বেড়ী বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত

    LWখুলনার পাইকগাছায় দেলুটি ইউনিয়নের শিবসা নদীর তীরে ক্ষতিগ্রস্থ ওয়াপদার বড়ী বাঁধ ভাংগনের সম্ভাবনা দেখা দেওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আতংকে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে সোলাদনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক ওয়াপদা বেড়ীবাঁধ মেরামতের কাজ শুরু করেন। বুধবার সকালে দু-শতাধিক লোক নিয়ে ঝুকিপূর্ণ প্রায় এক কিলোমিটার বাঁধ মেরামতের কাজ শুরু করেছেন। উপজেলার দেলুটি ইউনিয়নের দেলুটি গ্রামের শিবসা নদীর তীরে ওয়াপদার বেড়ীবাঁধ ক্ষতিগ্রস্থ হয়ে মারাত্মক ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। জোয়ারের পানির চাপ বৃদ্ধি পেলে যেকোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে ইউনিয়নের ৫ টি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এর ফলে ১১ সহস্রাধিক লোক পানি বন্দি হওয়ার আতংকে সোলাদানা ইউনিয়নের সাবেক এ চেয়ারম্যানের দ্বারস্থ হয়। সম্প্রতি সাবেক এ চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে কালিনগরের বাঁধ মেরামত করা হয়েছে। যার ফলে ১৩ টি গ্রাম পানিবন্দির কবল থেকে রক্ষা পায়েছে। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ডেলুটির ক্ষতিগ্রস্ত এ ওয়াপদা বেড়ী বাঁধ মেরামতের শুরু করা হয়েছে বলে সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক এ প্রতিনিধিকে জানিয়েছেন।

  • ‘‘খাস জমির অধিকার ভূমিহীন জনতার, ভূমিদূস্য হঠাও ভূমিহীন বাঁচাও’’- এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক কমিটির উদ্যোগে দ্বিতীয় কর্মী সম্মেলন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধাবার বিকাল ৪ টায় কামালনগরস্থ সংগঠনের অস্থায়ী কর্যালয়ে ভূমিহীন নেতা আশরাফুল গাজীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। তিনি বলেন, অন্তবর্তী সরকারের উপদেষ্টার কাছে ভূমহীন হতদরিদ্র পরিবারের সদস্যদের পুর্নবাসন করার পাশাপাশি তাদের নামে সরকারি খাস জমি চিহ্নিতপূর্বক বরাদ্দের দাবি। এবং উপজেলা সেটেলমেন্ট, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শিরা-উপশিরায় দুর্নীতির বিষবাষ্প ঢুকে পড়েছে। সাধারণ নাগরিকদের পাশাপাশি ভূমিহীন পরিবারের সদস্যরা প্রতিনিয়ত তাদের দ্বারা হয়রানির শিকার হয়। তাদের রক্ষার্থে এখনই ঐ অফিসগুলোতে দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা জরুরী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার প্রাক্তন সহ-সভাপতি শিহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক সামছুর রহমান, সাংগঠনিক মুজিবর রহমান প্রমূখ। আলোচনা শেষে আশরাফুল আলী গাজীকে সভাপতি, রেজাউল ইসলামকে সাধারণ সম্পাদক ও মুজিবর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
  • আশাশুনিতে জাকারিয়া হত্যা সহ একাধিক মামলার আসামী ডাবলু সহ তার বাহিনীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন 

    আশাশুনি ব‍্যুরো:

    আশাশুনির উত্তর চাপড়ার ত্রাস সম্প্রতি জাকারিয়া হত্যা সহ একাধিক মামলার আসামী ভুমিদস্যু চেয়ার‌ম‍্যান ডাবলু সহ তার বাহিনীকে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি। গতকাল মঙ্গলবার দুপুরে উত্তর চাপড়া রাস্তার উপর ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক মেম্বর হাফেজ রবিউল ইসলাম। উক্ত মাবন্ধনে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল বাইজিদ সোহাগ, নিহত পুত্র মোস্তাহিদ হোসেন, স্ত্রী হিরা খাতুন, বোন রেবেকা খাতুন, আব্দুস সালাম সহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন নৃশংসভাবে কুপি হত হত্যা করেছেন বর্তমান চেয়ারম্যান প্রভাষক মাহববুল হক ডাবলুর সস্ত্রাসী বাহিনী। তারা জাকারিয়াকে হত্যা করে মিথ্যাচার করছে সে নাকি স্টোক করে মারা গেছে। আমারা এই হত্যা বিচার চাই। চেয়ারম্যান ও তার বাহিনীকে দ্রুত গ্রেফতারের দাবী জানান এলাকাবাসী

  • আশাশুনিতে বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রকল্পের প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ ও ঋণের চেক বিতরণ

     

    বিএম আলাউদ্দীন আশাশুনি ব‍্যুরো:

    আশাশুনিতে বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রকল্পের ৪০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে প্রশিক্ষন উপকরণ, সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সনদপত্র ও ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তর অপু পরিচালক সঞ্জিত কুমার দাশ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কাজী সুবীর হাসান, কম্পিউটার অপারেটর মোঃ শওকত আলী, ক্যাশিয়ার মিল্টন দাশ, অফিস সহায়ক রকছেন আলীসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

  • কালিগঞ্জের কৃষ্ণনগর সন্ত্রাসীদের অভয়ারান্য চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার আসামীসহ ১৩ জনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর , লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা

     সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর
    ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া খাতুনের বাড়িঘর ভাংচুর,
    লুটপাট ও প্রেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাবেক
    চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা মামলার কয়েকজন আসামীসহ
    ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার
    সাতক্ষীরার আমলী আদালত-২তে এ মামলা দায়ের করেন নিহত মোশাররফ
    হোসেনের স্ত্রী আকলিমা খাতুন লাকি। বিচারক নয়ন বিশ্বাস
    মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা
    গ্রহণের জন্য কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ
    দিয়েছেন।
    মামলার আসামীরা হলেন, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের
    রঘুনাথপুর গ্রামের জব্বার তরফদারের ছেলে মোশাররফ হোসেন হত্যা
    মামলার আসামী ইয়ার আলী, বাহার আলী, জহুর আলী, একই গ্রামের
    বরকতুল্লার ছেলে রেজাউল ইসলাম, আব্দুল খালেকের ছেলে মিজানুর
    রহমান, কালিকাপুর গ্রামের শওকত সানার ছেলে সাইফুল সানা,
    একই গ্রামের মনু মোড়লের ছেলে শাহীনুর মোড়ল, আজিজ ফকিরের
    ছেলে জাহাঙ্গীর আলম, কৃষ্ণনগর গ্রামের শৈলেন্দ্রনাথ মণ্ডলের ছেলে
    রণজিৎ মণ্ডল, একই গ্রামের আবুল হোসেনের ছেলে রেজাউল খাঁ,
    সালাম মোল্লার ছেলে শাহীনুর মোল্লা, সোলাইমানের ছেলে নূর
    আহম্মেদ সুরুজ ও সোতা গ্রামের চিত্তরঞ্জন রায় এর ছেলে তপন
    রায়।
    মামলার বিবরনে জানা যায়, কৃষ্ণনগর ইউপি’র সাবেক
    চেয়ারম্যান জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন মোশারারফ
    হোসেন হত্যা মামলার (এসটিসি- ২৫৯/২০) আসামী ইয়ার আলী,
    বাহার আলী ও জহুর আলীসহ ১৩ জন গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ
    হাসিনা দেশ ত্যাগের রাতে মোশাররফ হোসেনের বাড়িতে হামলা
    চালায়। পাহারাদার শাহীন ও আসিফকে পিঠ মোড়া দিয়ে বেঁধে
    নগদ টাকা ও সোনার গহনাসহ আসামীরা সাড়ে ৫ লাখ টাকারবেশি মালামাল লুটপাট করে। পরে তারা প্রেট্রোল ঢেলে ওই বাড়ির
    চারটি ঘরের ১০ লক্ষাধিক টাকার ফার্নিচার ও মালামাল পুড়িয়ে দেয়।
    এ ঘটনায় থানায় মামলা নেয়নি পুলিশ। বাধ্য হয়ে আদালতে মামলা
    করা হয়েছে।
    মামলার বিসয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জজ কোর্টের
    আইনজীবী অ্যাড. আল আমিন।
    এদিকে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে ৫ আগষ্ট রাত থেকে
    চেয়রাম্যান মোশাররফ হত্যা মামলার আসামী ইয়ার আলী , বাহার
    আলী, জহুর আলী, তুহিন ছাড়াও রবিউল্লাহ বাহারের নেতৃত্বে
    একটি সশস্ত্র সন্ত্রাসীরা কৃষ্ণনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে
    ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে আসছে। ডাকাতি বন্ধে
    পাহারাদারদের উপর গুলি করে পাঁচজনকে জখম করেছে ওই চক্রটি।
    তাদের অত্যাচারে সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলামসহ এলাকার
    শতাধিক মানুষ বাড়ি ছাড়া। এরপরও গত মঙ্গলবার রাতে ওই বাহিনীর
    সদস্যরা আলিমউদ্দিন গাজীর প্রতিবন্ধি ছেলে রাশেদুলকে বাড়ি
    থেকে তুলে নিয়ে যায়। আতঙ্কে বাড়ি ছেলে পালানোর সময় তারই
    ভাই সাবেক ইইপি সদস্য নজরুল ইসলাম পালিয়ে যাওয়ার সময়
    তাবে পিটিয়ে জখম করা হয়। এম্বুলেন্সযোগে তাকে ওই রাতেই
    সাতক্ষীরায় আনা হয়। জীবনের নিরাপত্তার স্বার্থে ইউপি
    চেয়ারম্যান সাফিয়াকে বাড়ি তেকে উদ্ধার করে পুলিশ ও সেনা
    সদস্যরা কালিগঞ্জে নিয়ে আসে। প্রতিবন্ধি রাশেদুলকে বাড়ি
    থেকে বের না হওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে।

  • আশাশুনিতে সেফটি ও নিউট্রিশন বিষয়ক মাল্টি ভাইসেনশনাল প্রশিক্ষণ

    আশাশুনি ব্যুরো:

    আশাশুনিতে কৃষকদের জন্য সেফটি ও নিউট্রিশন বিষয়ক মাল্টি ভাইসেনশনাল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

    ডাইভার্সিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি এসএসিপি রেইনস প্রকল্পের আওতায় দুই দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খামারবাড়ি সাতক্ষীরার অতিরিক্ত উপ পরিচালক (শস্য) ইকবল আহমেদ। উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা এস এম আঃ ওহাব, শিবুপদ, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেব প্রসাদ দাশ, দ্যুতি কৃষ্ণ সরকার, জাহানারা খাতুন, নাজমুস সাকিব শাওন, শেখ হাফিজুর রহমান, প্রদ্যুৎ কুমার রায় প্রমুখ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ফসলের সার ব্যবস্থাপনা, রোগ পোকা মাকড়, নিরাপদ সবজি উৎপাদন, পুষ্টি নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

  • আশাশুনির বড়দলের তিতুখালী-১ খাল জলমহালের দখল হস্তান্তর

    আশাশুনি উপজেলার তিতুখালী-১ জলমহাল এর পূর্বের ইজারাদারের ইজারা বাতিল পূর্বক নতুন ইজারা গ্রহিতাকে খাস কালেকশানের জন্য জলমহালটি হস্তান্তর করা হয়েছে। বড়দল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক গতকাল সরেজমিন দখল বুঝিয়ে দিয়েছেন।

    বড়দল ইউনিয়নের বুড়িয়া মৌজায় ০১ নং খাস খতিয়ানভুক্ত ১৭৫, ২৭০ ও ৩১২ দাগে ২৫.৫০ একর আয়তনের তিতুখালী-১ খাল (বদ্ধ) জলমহালটি জেলা প্রশাসক সাতক্ষীরা ১৪৩১ সালের ইজারা বাতিল করেন। তখন সহকারী কমিশনার (ভূমি) আশাশুনি ১৫৩৩/১ নং স্মারকে গত ২৫ জুলাই সরকার অনুকূলে দখল নেওয়ার আদেশ প্রাপ্ত হয়ে লাল পতাকা পুতে দখল বুঝে নেন। জেলা প্রশাসক মহোদয় ২০ আগস্ট —- ৬৬৪ নং স্মারকে ১৪৩১ সালের জন্য ১ লক্ষ ১০ হাজার ২০০ টাকা ইজারা মূল্য নির্ধারণ করে বুড়িয়া গ্রামের মৃত জহর আলী সরদারের পুত্র হারুন সরদারকে ইজারা প্রদানের (খাস আদায়ের) জন্য নির্দেশনা প্রদান করেন। নির্দেশনার প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) আশাশুনি গত ২০ আগস্ট হারুন সরদারের অনুকূলে ইজারা মূল্য আদায় সাপেক্ষে জলমহালটি ইজারা প্রদান করেন।

    ২১ আগস্ট ইজারা মূল্য সরকারি কোষাগারে জমা প্রদান করা হলে সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশনা মোতাবেক বড়দল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ২২ আগস্ট সরেজমিন গিয়ে ইজারা গ্রহিতা হারুন সরদারকে জলমহালটি বুঝিয়ে দিয়ে হস্তান্তর করেন। এসময় আবুল কালাম মোল্যা, সাবেক ইউপি সদস্য মাসুদ রানা, মঞ্জুরুল ইসলাম সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।