Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
dakshinermashal, Author at Daily Dakshinermashal - Page 25 of 398

Author: dakshinermashal

  • তালায় সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

    তালায় সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

    তালা : সাতক্ষীরার তালায় সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (৭ জুলাই ) দুপুরে তালা বাজারে জুম্মার নামাজ শেষে শত শত মুসল্লি একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ অংশ নেন।
    সাবেক জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ইমাম ও খতিব মাওলানা আবু সাইদ, মাওলানা কবির আহম্মেদ, ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্জ মাওলানা তাওহিদুর রহমান প্রমূখ।
    সমাবেশে শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। এ সময় মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ মাওলানা তাওহিদুর রহমান।

  • শ্যামনগরে আমন মৌসুমে ১১৪৮০ কেজি ধানবীজ ও ৯১৮৪ কেজি সার বিতরণ করেছে লিডার্স

    শ্যামনগরে আমন মৌসুমে ১১৪৮০ কেজি ধানবীজ ও ৯১৮৪ কেজি সার বিতরণ করেছে লিডার্স

    ০৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ‘ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড’ এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম” উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারনের লক্ষে লিডার্স এর প্রধান কার্যালয়ে ১১৪৮ জন কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল ১১৪৮০ কেজি ধানবীজ ও ৯১৮৪ কেজি সার বিতরণ করা হয়েছে।

    উক্ত বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস.এম. জগলুল হায়দার। লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব মো: নাজমুল হুদা ও শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ আলী, লিডার্স এর কর্মকর্তাগন, উপকূলীয় এলাকা মুন্সিগঞ্জ ও ঈশ^রীপুর ইউনিয়নের কৃষকগন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিডার্স এর প্রকল্প কর্মকর্তা তাহসিনা সিরাজ।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,“লিডার্স প্রতিবছর কৃষকদের বিভিন্ন প্রযুক্তি, বীজ, সার এবং কারিগরি সহযোগিতা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ বছরও লিডার্স উপকূলীয় কৃষকদের সহযোগিতা করছে। কৃষকদের পাশে থাকার জন্য লিডার্স এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি”। তিনি কৃষকদের এই বীজের মাধ্যমে উৎপাদন বাড়াতে আহ্বান জানান। তিনি সাম্প্রতি সংযুক্ত আরব আমিরাত হতে জায়েদ সাস্টেইন্যাবিলিটি প্রাইজ- ২০২৩ অর্জন করায় লিডার্সের পরিচালক মোহন কুমার মন্ডল ও লিডার্স পরিবারের সকলকে বিশেষভাবে অভিনন্দন জানান।

    উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ আগের চেয়ে অনেক বেড়েছে। দুর্যোগের ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে এবং দুর্যোগ সহনশীল কৃষি উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকদের আমন মৌসুমে লবণ ও খরা সহনশীল ধান চাষে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শ্যামনগর ও কয়রার ৫টি ইউনিয়নে ১১৪৮ উপকারভোগী প্রত্যেক কৃষকের মাঝে ১০ কেজি লবণ সহনশীল ধান বীজ (ব্রি-৫২, ব্রি-৭৮, ব্রি-৬৭, ব্রি-৮৭, বিনা-১০, বি-আর ২৩) ও ৮ কেজি ইউরিয়া সার বিতরণ করা হয়েছে।

  • ধীরগতির অস্ত্র সরবরাহে পাল্টা হামলা দেরি হচ্ছে : জেলেনস্কি

    ধীরগতির অস্ত্র সরবরাহে পাল্টা হামলা দেরি হচ্ছে : জেলেনস্কি

    আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার সম্প্রচারিত এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের কাছে দেরিতে অস্ত্র সরবরাহ কারণে কিয়েভের পরিকল্পিত পাল্টা হামলা বিলম্ব হচ্ছে। এদিকে, রাশিয়া মাইনসহ অধিকৃত এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে।
    কয়েকদিন আগে ইউক্রেনের বন্দর নগরী ওডেসাতে সিএনএন’র এরিন বার্নেটের সাথে কথা বলার সময় জেলেনস্কি বলেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে জুনের শুরুতে চুড়ান্ত শুরুর অনেক আগে পাল্টা হামলা শুরু করতে চেয়েছিলেন। খবর এএফপি’র।
    একজন দোভাষীর কাছে ধারনকৃত জেলেনস্কি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমাদের যুদ্ধক্ষেত্রে কিছু অসুবিধার কারণে পাল্টা হামলা বিলম্বিত হয়েছে। সেখানে সবকিছুই ব্যাপকভাবে তলীয়ে দেখা হয়েছে।’ ‘আমি চেয়েছিলাম আমাদের পাল্টা হামলা আগে বাগে চালানো হোক। কারণ, সবাই বুঝতে পেরেছিল যদি পাল্টা হামলা বিলম্বিত হয় তাহলে আমাদের অঞ্চলের অনেক বড় অংশ বেদখল হয়ে যাবে।
    তিনি বলেন, পাল্টা হামলার আগে মার্কিন এবং ইউরোপীয় নেতাদের তিনি সরবরাহের অভাবের ফলে আরও হতাহতের ঘটনা ঘটবে বলে জানান। তিনি বলেন, ‘আমাদের সমর্থনের নেতা হিসেবে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ। তবে আমি তাদের পাশাপাশি ইউরোপীয় নেতাদের বলেছি যে, আমরা আমাদের পাল্টা হামলা শুরু করতে চাই এবং এর জন্য আমাদের সমস্ত অস্ত্র ও উপাদানের প্রয়োজন।
    গত সপ্তাহে মার্কিন মিডিয়ার সাথে আরেকটি সাক্ষাৎকারে ইউক্রেনের সামরিক কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনিও পশ্চিম থেকে প্রতিশ্রুত অস্ত্রের ধীরগতিতে হতাশা প্রকাশ করেছেন।
    জেলেনস্কি সিএনএনকে বলেন, তিনি বহুবার এফ-১৬ এর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

  • ২৫ বিঘা পর্যন্ত মওকুফের বিধান রেখে সংসদে ভূমি উন্নয়ন কর বিল, ২০২৩ উত্থাপন

    ২৫ বিঘা পর্যন্ত মওকুফের বিধান রেখে সংসদে ভূমি উন্নয়ন কর বিল, ২০২৩ উত্থাপন

    ন্যাশনাল ডেস্ক : পঁচিশ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফের বিধান আজ জাতীয় সংসদে ‘ভূমি উন্নয়ন কর আইন ২০২৩’ উত্থাপন করা হয়েছে।
    তবে বিলের প্রস্তাবনা অনুযায়ী, ২৫ বিঘার বেশি জমির মালিক হলে পুরোটারই ভূমি উন্নয়ন কর দিতে হবে। বাংলার পরিবর্তে ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী ওই কর আদায় করা হবে।
    নতুন করে ভূমি উন্নয়ন কর ধার্য, কর ফাঁকি ও আদায়ে কোন অনিয়ম প্রতিরোধ করতে আজ জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিলের ওপর আপত্তি জানান বিরোধী দল জাতীয় পার্টির মো. ফখরুল ইমাম। সেই আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
    স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য ৩০ দিনের সময় দিয়ে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন।
    বিলটি উত্থাপনকালে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে ভূমি উন্নয়ন কর আদায়ে সর্বসাধারণ উপকৃত হবেন এবং স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। এতে সরকারের রাজস্ব বাড়বে বলেও উল্লেখ করেন তিনি।
    বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, ভূমি উন্নয়ন কর ধার্য ও আদায়ের লক্ষ্যে নতুন আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত ‘ভূমি উন্নয়ন কর আইন-২০২৩’ শীর্ষক আইনে জনস্বার্থে ২৩টি ধারা সন্নিবেশ করা হয়েছে।
    এছাড়াও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উত্তরাধিকারী, কালেক্টর ইত্যাদি সংজ্ঞাকে যুগোপযোগী করা হয়েছে। প্রস্তাবিত আইনে কৃষি ভূমির ভূমি উন্নয়ন করের হার ২৫ বিঘা পর্যন্ত মওকুফ রাখার বিধান রয়েছে এবং অকৃষি ভূমির ভূমি উন্নয়ন করের হার সরকার সময় সময়ে গেজেট প্রজ্ঞাপন দ্বারা পুনঃনির্ধারণ করতে পারবে মর্মে বিধান রাখা হয়েছে।
    বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রস্তাবিত আইনে জনগণের সুবিধার্থে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য জুলাই-জুন অর্থাৎ অর্থবছরকে কর বৎসর হিসেবে ঘোষণা করা হয়েছে। আগে পহেলা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত সময়ের জন্য ভূমি উন্নয়ন কর দিতে হতো। এখন সেটা হবে পহেলা জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত।
    সংসদে উত্থাপিত বিলে কার কত ভূমি উন্নয়ন কর, তা আগেই জমির মালিককে জানিয়ে দেয়ার বিধান রাখা হয়েছে। ভূমি উন্নয়ন কর ব্যবহারভিত্তিক হবে। প্রতিবছর কার কত ভূমি উন্নয়ন কর, সেটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তালিকা তৈরি করে সহকারী কমিশনারের (ভূমি) কাছে পাঠাবেন। সহকারী কমিশনার (ভূমি) তা নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবেন। এ বিষয়ে যদি কারো আপত্তি থাকে, সেটা তিনি দায়ের করতে পারেন। তিনি এসিল্যান্ড ও জেলা কালেক্টরের কাছে আপত্তি জানিয়ে আবেদন করতে পারেন। জেলা কালেক্টর (ডিসি) তা ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করবেন।
    প্রস্তাবিত আইনে প্রজ্ঞাপন দিয়ে মহামারী, দুর্বিপাক ইত্যাদি বিশেষ সময়ে ভূমি উন্নয়ন কর কমানোর সুযোগ রাখা হয়েছে। এছাড়া বিলের বিধান অনুযায়ী, কোনো ভূমির মালিক টানা ৩ বছর ভূমি উন্নয়ন কর না দিলে তাকে প্রথম বছর থেকে তৃতীয় বছর পর্যন্ত সোয়া ৬ শতাংশ হারে জরিমানাসহ কর পরিশোধ করতে হবে।

  • বিশ্বকাপের তিন মাস আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা : আইসিসি

    বিশ্বকাপের তিন মাস আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা : আইসিসি

    স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবরে ভারতের মাটিতে পর্দা উঠবে ওয়ানডে বিশ^কাপের ১৩তম আসরের। তার আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের অবসর জাতীয় দলের জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মাটিতে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের মাত্র তিন মাস আগে ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তামিম।
    আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের হারের একদিন পর চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম।
    কান্না জড়িত কন্ঠে সংবাদমাধ্যমকে তামিম বলেন, ‘আমার জন্য এটাই শেষ। আমি আমার সেরাটা দিয়েছি। আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। এই মুহুর্তে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি আমি।’
    সতীর্থ এবং কোচিং স্টাফদের ধন্যবাদ জানিয়ে তামিম আরও বলেন, ‘আমি আমার সকল সতীর্থ, কোচ, বিসিবি কর্মকর্তা, আমার পরিবারের সদস্য এবং যারা আমার দীর্ঘ যাত্রায় সাথে ছিলেন তাদের ধন্যবাদ জানাতে চাই। আমার প্রতি আস্থা রেখেছেন তারা।’
    ভক্তদের ধন্যবাদ জানিয়ে তামিম বলেন, ‘আমি ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমার প্রতি আপনাদের ভালোবাসা এবং বিশ্বাস আমাকে বাংলাদেশের জন্য সেরাটা দিতে অনুপ্রাণিত করেছে। আমি আমার জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য আপনাদের দোয়া চাই। অনুগ্রহ করে আপনারদের প্রার্থনায় রাখুন।’
    ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। দেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪১টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২৫টি সেঞ্চুরি এবং ৯৪টি হাফ সেঞ্চুরিতে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজারের বেশি রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার।
    গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেন ৩৪ বছর বয়সী তামিম। গত এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। এখনও ওয়ানডেতে তামিমের উত্তরসূরি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
    ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ^কাপে ওমানের বিপক্ষে তামিমের সেঞ্চুরির ব্যাটিং ভিডিও আপলোড করে আইসিসি।

  • জাতীয় সংসদ কর্মকর্তাদের নতুন অফিস উদ্বোধন প্রধানমন্ত্রীর

    জাতীয় সংসদ কর্মকর্তাদের নতুন অফিস উদ্বোধন প্রধানমন্ত্রীর

    ন্যাশনাল ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য একটি নতুন অফিস উদ্বোধন করেছেন।
    তিনি জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় ফিতা কেটে এই কার্যালয় উদ্বোধন করেন।
    পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
    এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে জাতীয় সংদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন

  • দেশে-বিদেশে মানুষের পাশে দাঁড়ানোয় সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী

    দেশে-বিদেশে মানুষের পাশে দাঁড়ানোয় সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সবসময় দেশে ও বিদেশে মানুষের পাশে দাঁড়ায়।
    ঢাকা সেনানিবাসের সদর দফতরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আজ তিনি বলেন, ‘আমাদের প্রতিটি বাহিনী  দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সবসময় জনগণের পাশে দাঁড়ায়।’
    শেখ হাসিনা বলেন, বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের পাশাপাশি শুধু দেশেই জনগণের পাশে দাঁডায়ই না, অধিকন্তু বিদেশে শান্তিরক্ষা মিশনেও কাজ করে।
    তিনি আরো বলেন, ‘তাদের মানবিক সদিচ্ছার কারণে, তারা সাধারণ মানুষের কাছ থেকে সম্মান পায়। আমি খুব গর্ববোধ করি, যখন রাষ্ট্র ও সরকার প্রধানরা তাদের দেশে অবদান রাখার জন্য বাংলাদেশী শান্তিরক্ষীদের প্রশংসা করেন।’
    প্রধানমন্ত্রী রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গার্ডগুলোর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
    শেখ হাসিনা বলেন, সরকার প্রধান হিসেবে তিনি পিজিআরকে খুব কাছ থেকে দেখেছেন। তাদের কাজ, দায়িত্ব ও নিষ্ঠা দেখে তিনি মুগ্ধ।
    তিনি আরো বলেন, তিনি জানেন যে রেজিমেন্টের সদস্যরা সর্বদা পেশাদারিত্ব, আনুগত্য, শৃঙ্খলা ও আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব পালন করে।
    তিনি আরো বলেন, ‘ঝড়-বৃষ্টিসহ সকল প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করে দায়িত্ব পালনে আপনাদের আন্তরিকতা অত্যন্ত প্রশংসিত। এই সুনাম ধরে রাখতে আাপনারা সততা ও দেশপ্রেমের সাথে কাজ করবেন-এটাই আমার প্রত্যাশা।’
    শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ঝুঁকিপূর্ণ রক্ষীদের ঝুঁকি বিবেচনা করে প্রথমে পিজিআর-এর জন্য ঝুঁকি ভাতা চালু করে।
    তিনি বলেন, ইতিমধ্যেই সরকার গণভবন সংলগ্ন ব্যারাক তৈরি এবং গার্ডদের পরিবারের জন্য ১৪ তলা ভবন নির্মাণের মাধ্যমে আবাসন সমস্যার সমাধান করেছে।
    জাতির পিতা ১৯৭৫ সালের ৫ জুলাই পিজিআর গঠন করেন।
    প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু তাঁর নিজস্ব উদ্যোগে একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য উপযুক্ত সমর শক্তি গড়ে তুলেছিলেন।
    সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা সব বাহিনীকে আন্তর্জাতিক মানের ব্যবস্থায় রূপান্তরিত করেছি।
    শেখ হাসিনা আরো বলেন, বাহিনীগুলোকে সক্ষম করা হয়েছে- যাতে করে তারা বৈশ্বিক বাহিনীগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে, বিশেষ করে বিদেশে শান্তিরক্ষা মিশনে-  যেখানে তারা অন্যান্য বিশ্ব বাহিনীর সঙ্গে কাজ করে।
    তিনি বলেন, তাঁর সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রণীত প্রতিরক্ষা নীতি-১৯৭৪-এর সাথে সঙ্গতি রেখে ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়ন করছে।
    বিশ্বব্যাংকের দুর্নীতির মিথ্যা অভিযোগের উল্লেখ করে তিনি বলেন, সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে।
    তিনি বলেন, উন্নয়ন ও অগ্রগতির স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে।
    তিনি বলেন, ‘আমরা দেশকে এমনভাবে গড়ে তুলছি, যাতে কখনো অন্যের ওপর নির্ভর করে এগিয়ে যেতে না হয়। আগামী দিনেও দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এই কামনা করি।’
    নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের পর, উন্নয়ন সহযোগীরা এখন আর আগের বছরগুলোর মতো অনেক শর্ত দেয় না।
    প্রধানমন্ত্রী জাতির পিতার স্বপ্নের বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
    অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
    প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলের চারপাশে হেঁটে সকল অফিসার এবং জুনিয়র কমিশনড অফিসারদের সাথে কুশল বিনিময় করেন।
    পরে প্রধানমন্ত্রী পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।
    তিনি ভিভিআইপি দায়িত্ব পালনের সময় গুরুতর আহত ও নিহতদের পরিবারের সদস্য এবং পিজিআর সদস্যদের মধ্যে উপহার বিতরণ করেন।
    প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক এবং বাংলাদেশের রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম মঞ্চে উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট সচিব এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • দেশে ৮৬ জনের শরীরে করোনা শনাক্ত 

    দেশে ৮৬ জনের শরীরে করোনা শনাক্ত 

    দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 
    এদের মধ্যে ৭২ জন ঢাকা মহানগর, ৫ জন কক্সবাজার, ২ জন রাঙ্গামাটি, ২ জন খাগড়াছড়ি, ২ জন পাবনা, ২ জন সিরাজগঞ্জ এবং ১ জন দিনাজপুর জেলার বাসিন্দা রয়েছেন। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
    এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত  রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার  ৯৪০ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জনে অপরিবর্তিত রয়েছে।
    আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ১২৩৬ টি নমুনা সংগ্রহ ও ১২৩৬ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
    গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৫৯৪ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৭ শতাংশ।
    ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

  • গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৮৪ জন হাসপাতালে ভর্তি 

    গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৮৪ জন হাসপাতালে ভর্তি 

     দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৪ জন। এদের মধ্যে ঢাকায় ৩৮২ জন এবং ঢাকার বাইরে ২০২ জন ভর্তি হয়েছেন।
    আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
    বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯১১ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি ১ হাজার ২৮৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৬২৬ জন।
    চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১০ হাজার ৪৫৫ জন। এদের মধ্যে ঢাকায় ৭ হাজার ৪৬৬ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৯৮৯ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২ জনের।
    এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৮ হাজার ৪৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

  • পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম-ইটিসিএস চালু

    পদ্মা সেতুতে পরীক্ষামূলক ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম-ইটিসিএস চালু

    পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম-ইটিসিএস পরীক্ষামূলক শুরু হয়েছে। বুধবার থেকে সয়ংক্রিয় এ টোল আদায়ের আওতায় আনা হয়েছে ১৪টি বুথ। আর বাকি তিন বুথে মোটরসাইকেলের জন্য আগের মত ম্যানুয়ালি রাখা হয়েছে। এছাড়া সেতুর যান চলাচল পর্যবেক্ষণে মাওয়া প্রান্তে চালু হয়েছে পদ্মা ব্রিজ ট্রাফিক মনিটরিং সেন্টার।
    রেডিও ফিকিউয়েন্সি আইডেন্টিফিকেশন-আরএফআইডি পদ্ধতিতে চলন্ত অবস্থায় টোল আদায়ের সুযোগ সৃষ্টি হয়েছে । এ পদ্ধতির জন্য রেজিস্ট্রেশন করা গাড়ি টোল প্লাজার সামনে আসতেই ১ নম্বর বুথ থেকে স্ক্যানারে গাড়ি শনাক্ত করে। নির্ধারিত টোল কেটে ব্যারিয়ার উঠে এবং স্ক্রিনে ব্যালেন্স দেখা যায়।
    সকাল সাড়ে ১০ টার দিকে সেতু সচিব স্মার্ট পদ্ধতিতে টোল পরিশোধ করে টোল প্লাজা অতিক্রম করেন। ২ নম্বর বুথের নাম হাইব্রিড। আরএফআইডি, টাচ এন্ড গো এবং ক্যাশ। এ তিন পদ্ধতিতে টোল পরিশোধের সুযোগ থাকবে এখানে। আর ৩ থেকে ৭ নম্বর এ পাঁচটি বুথে টাচ অ্যান্ড গো এবং ক্যাশ পদ্ধতি চালু হয়েছে।  দুই পাড়ে একই রকম। আর সেতুর যান চলাচল পর্যবেক্ষণে মাওয়া প্রান্তে চালু হয়েছে পদ্মা ব্রিজ ট্রাফিক মনিটরিং সেন্টার।
    সেতু সচিব মো. মঞ্জুর হোসন বলেন, পরীক্ষামূলকভাবে স্মার্ট টোল আদায় শুরু হওয়ায় দুই পাড়ে দুইটি বুথ বাড়ানো হয়েছে।  তাই এখন সেতুর দুই পাড়ে প্রবেশ পথে ১৭টি টোল বুথ চালু । ইলেকট্রনিক টোলের আওতায় আনা হয়েছে ১৪টি টোল বুথ।
    মাওয়া প্রান্তের পদ্মা সেতু উত্তর থানার পূর্ব পাশে  ইটিসিএস রেজিস্ট্রেশন বুথ চালু হয়েছে। পুরোপুরি এ পদ্ধতি চালু হলে যানবাহনগুলোকে অপেক্ষায় থাকতে হবে না, জটলামুক্ত থাকবে টোলপ্লাজা। প্রযুক্তির সঠিক ব্যবহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে সেতু ব্যবহাকারীরা।
    সেতুর মাওয়া প্রান্তের ৮নং এবং জাজিরা প্রান্তের ৮নং ও ৯নং মোট তিন বুথে মোটরসাইকেলের জন্য আগের মত ম্যানুয়ালি কম্পিউটারে টোল আদায় হবে।

  • বগুড়ার দইসহ চার পণ্য জিআই পণ্যের মর্যাদা পেল

    বগুড়ার দইসহ চার পণ্য জিআই পণ্যের মর্যাদা পেল

    বাসস : ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি পেল বগুড়ার দইসহ চারটি পণ্য। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) ২৬ জুনের সভায় এ অনুমোদন দেওয়া হয়। জিআই স্বীকৃতি পাওয়া অন্য পণ্যগুলো হলো শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম। এ নিয়ে দেশের ১৫টি পণ্য জিআই স্বীকৃতি পেল।
    ডিপিডিটির ডেপুটি রেজিস্ট্রার মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বগুড়া রেস্তোরাঁ মালিক সমিতির আবেদন পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই শেষে ২৬ জুন দই ছাড়াও তিনটি পণ্যকে জিআই পণ্য হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আরও কয়েকটি পণ্য প্রক্রিয়াধীন। শিগগিরই এগুলোর স্বীকৃতি দেওয়া হবে।’
    ২০১৭ সালের ২৬ ডিসেম্বর ডিপিডিটিতে বগুড়ার দইকে জিআই পণ্য করার জন্য আবেদন করে জেলা রেস্তোরাঁ মালিক সমিতি। আবেদনের প্রায় সাড়ে চার বছর পর স্বীকৃতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছে রেস্তোরাঁ মালিক সমিতি।
    আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল প্রপার্টি রাইটস অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) নিয়ম মেনে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ডিপিডিটি জিআই পণ্যের স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে। ২০১৩ সালে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন হয়। ২০১৫ সালে আইনের বিধিমালা তৈরির পর জিআই পণ্যের নিবন্ধন নিতে আহ্বান জানায় ডিপিডিটি। এর পর বাংলাদেশে প্রথমবারের মতো জিআই পণ্য হিসেবে ২০১৬ সালে স্বীকৃতি পায় জামদানি। এর পর একে একে স্বীকৃতি পেয়েছে ইলিশ, ক্ষীরশাপাতি আম, মসলিন, বাগদা চিংড়ি, কালিজিরা চাল, বিজয়পুরের সাদা মাটি, রাজশাহী সিল্ক, রংপুরের শতরঞ্জি, দিনাজপুরের কাটারিভোগ চাল, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম। নতুন করে এ তালিকায় যুক্ত হলো বগুড়ার দইসহ চার পণ্য। এখন থেকে পণ্যগুলো বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে বিশ্বে পরিচিতি পাবে।

  • তালায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা অনুষ্ঠিত

    তালায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা অনুষ্ঠিত

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :
    সাতক্ষীরার তালায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মোড়ল আব্দুস সালাম ফাউন্ডেশনের উদ্যোগে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ শেষে কৃষ্ণকাটি আ¤্রকানন মাদরাসায় তার কবর সংলগ্ন সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
    উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডলের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, অধ্যক্ষ মুজিবুর রহমান, অধ্যাপক রেজাউল করিম খোকন,খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু,বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ফাউন্ডেশনের সভাপতি মীর জিল্লুর রহমান, প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান, জগদীশ চন্দ্র দে, হিমাদ্্রী শেখর দে, হেদায়েত আলী টুকু, আনন্দ অধিকারী, উত্তম কুমার দত্ত, জয়ন্ত কুমার পাল,বাবুলাল হালদার কৃষ্ণেন্দু দত্ত, শংকর দে, শ্যামল অঢ্য, নারায়ন দাশ, সালাম স্মৃতি পরিষদের এড. উবাইদুর রহমান মোড়ল, সহকারী শিক্ষক আলমগীর হোসেন, কৃষ্ণপদ বাবু, সঞ্জয় হালদার, প্রভাষক দিবাকর হালদার, পার্থ হালদার, কৃষ্ণকাটি হাই স্কুলের পক্ষে মোড়ল আলমগীর হোসেন, সাংবাদিক সেলিম হায়দার, জুলফিকার রায়হান, সেকেন্দার আবুজাফর বাবু। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকবাল হোসেন খোকন।
    এছাড়া বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম গণ গ্রন্থাগারের পক্ষ থেকেও পুষ্প অর্পণ করেন সাংবাদিক গাজী জাহিদুর রহমান। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ও সুশীল সমাজের ব্যক্তিগণ পুষ্পমাল্য অর্পণ করেন।
    শেষে মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালামের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়া পারিবারিকভাবে তার জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জীবদ্দশায় অসাম্প্রদায়িক রাজনীতিক হিসেবে সমাজ পরিবর্তনের ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিপ্লবী আদর্শের বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুস সালাম ৫ জুলাই ২০১১ সালে বেলা পৌনে ৩টায় আকষ্মিক হৃদক্রিয়া বন্ধ হয়ে ৬৩ বছর বয়সে কপিলমুনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

  • সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় অবৈধ নিয়োগ প্রাপ্ত শিক্ষকের এমপিও বাতিলের দাবি

    সাতক্ষীরা প্রতিনিধি:
    সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় অবৈধ নিয়োগ প্রাপ্ত শিক্ষক মোঃ আওছাফুর রহমানের এমপিও বাতিলসহ উত্তোলিত সমুদায় অর্থ সরকারি কোষাগারে ফেরতে প্রতিষ্ঠানের সভাপতি সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন অভিভাবক ও এলাকাবাসী মোঃ হাফিজুর রহমান।
    বুধবার ৫ জুলাই ২০২৩ সকালে তিনি জেলা প্রশাসনের কার্যালয়ে এই অভিযোগ পত্রটি জমা দেন।
    অভিযোগ সূত্রে, আশাশুনি থানার মহিষাডাঙ্গা মহাজনপুর গ্রামের মৃত মোহাম্মদ ইউসুফ আলী সরদারের ছেলে মোঃ আওছাফুর রহমান (ইনডেক্স নং- K2023497)। সে ২০০৯ সালের ২৫ আগস্ট সাতক্ষীরা আলিয়া কামিল মাদরাসায় প্রভাষক (গণিত) পদে অবৈধভাবে নিয়োগের মাধ্যমে যোগদান করে এবং ২০১০ সালের ১ জানুয়ারি এমপিও ভূক্ত হয়। সে ইবি অডিন্যান্স অমান্য করে অর্থের বিনিময়ে নিয়োগ প্রাপ্ত হয়েছেন।প্রভাষক নিয়োগে ইবি অডিন্যান্সের ৩ এর (২) এর (ii) ধারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি থাকা আবশ্যক। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রবিধান ২০০৬ সালের শিক্ষাবর্ষে ৩ এর (২) (ii) ধারা অনুযায়ী প্রভাষক নিয়োগে ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি থাকা আবশ্যক এবং ৩ এর খ ধারা অনুযায়ী ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি না থাকলে সেই বোর্ড বাতিল বলে গণ্য হবে।উল্লেখ্য যে ইবি অর্ডিন্যান্সের শিক্ষক বলতে বোঝানো হয়েছে ২ এর ধারায় উল্লেখ আছে ইবি অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপক, প্রভাষক অথবা ফাজিল ও কামিল মাদ্রাসার পাঠদানের জন্য নিয়োগ প্রাপ্ত শিক্ষক, ডেমোনেস্টেটর, শরীরচর্চা শিক্ষক বোঝাবে। ইবি আরবী প্রবিধান ২০১৯ এর খ:১৭ ধারায় উল্লেখ আছে শিক্ষক বলতে অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাস্সির, ফকিহ, আধিব, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত এবং মাদ্রাসার প্রদর্শক শরীরচর্চা শিক্ষক বুঝাবে। এসব বিধান অনুসারে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষক নিয়োগ ইবি অর্ডিন্যান্স অনুসারে হবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি থাকা আবশ্যক।
    অভিযুক্ত মোঃ আওছাফুর রহমানের নিয়োগ বোর্ডে ভাইস চ্যান্সেলরের প্রতিনিধি না থাকায় তার নিয়োগ অবৈধ।
    এ বিষয়ে মোঃ আওছাফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি তার নিয়োগ বৈধ বলে দাবী করেন এবং মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলছেন পরে আরো বিস্তারিত বলবেন বলে জানান।
    প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, যখন ঐ শিক্ষকের নিয়োগ হয়েছে তখন আমি ছিলাম না। তবে আমি খোঁজখবর নিব।
    এ বিষয়ে অভিযোগকারী ও এলাকাবাসী মোঃ আওছাফুর রহমানের এমপিও বাতিল করে উত্তোলিত সমুদায় অর্থ সরকারি কোষাগারে ফেরত এবং দৃষ্টান্ত মূলক শাস্তিতে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

  • বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে : জাতিসংঘের সহকারি মহাসচিব

    বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে : জাতিসংঘের সহকারি মহাসচিব

    বাসস : জাতিসংঘের সহকারী মহাসচিব ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি বলেছেন, সামাজিক বিভিন্ন সূচকে প্রশংসনীয় অগ্রগতি লাভ করায় বাংলাদেশের কাছ থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে।
    বাংলাদেশ জাতিসংঘ মহাসচিব ঘোষিত অগ্রাধিকার পাওয়া ৩০টি দেশের অন্যতম হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা করা হবে। 
    এই কূটনৈতিক আরো বলেন, প্রয়োজনীয়তা নির্ণয় করে বিভিন্ন ধরনের দুর্যোগে প্রস্তুতি, মনিটরিং, যোগাযোগ ও পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা প্রদান এবং সবুজ প্রযুক্তির প্রসারে এ সহায়তা প্রদান করা হবে।
    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সঙ্গে আজ তার মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতিসংঘের সহকারী মহাসচিব ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক মহাসচিবের বিশেষ প্রতিনিধি মামি মিজুতোরি বৈঠক করেন। 
    মো. শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব হতে জনগণের জীবন ও জীবিকা বাঁচাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করছে। এলক্ষ্যে ডেল্টা প্ল্যান ২১০০, জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। 
    মন্ত্রী বলেন, জীববৈচিত্র্য সুরক্ষা এবং জলবায়ু অভিযোজন ও প্রশমণমূলক কর্মকান্ডে বিপুল পরিমাণ অর্থায়ন প্রয়োজন। এসকল ক্ষেত্রে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রয়োজনীয় সহায়তা পেলে এসডিজি সহ আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গীকার পূরণে বাংলাদেশ সফল হতে পারবে।
    বৈঠকে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন)  ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. ফাহমিদা খানম, বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য ইউএনডিআরআর আঞ্চলিক অফিস প্রধান মার্কো তোসকানো-রিভাল্টা উপস্থিত ছিলেন।

  • শতভাগ ফিট না হওয়া সত্বেও প্রথম ওয়ানডে খেলবেন তামিম

    শতভাগ ফিট না হওয়া সত্বেও প্রথম ওয়ানডে খেলবেন তামিম

    শতভাগ ফিট না হওয়া সত্বেও  আগামীকাল থেকে আফগানিস্তানের বিপক্ষে বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ  খেলার সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
    লোয়ার ব্যাক ইনজুরির কারণে রেকর্ড ৫৪৬ রানে জয় পাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি তামিম। । ওয়ানডে সিরিজের আগে অনুশীলন সেশনে আবারও পুরনো ইনজুরি দেখা দেয়  তামিমের। এতে আগেভাগেই সতর্ক  হন তিনি।
    আজ চট্টগ্রামে সাংবাদিকদের তামিম বলেন, ‘আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে আগের চেয়ে ভালো অবস্থাস্থ আছি। কিন্তু বলবো না, আমি শতভাগ ফিট আছি।’
    তিনি আরও বলেন, ‘আগামীকাল খেলার জন্য আমি প্রস্তুত। আগামীকাল খেলার পর বুঝতে পারবো কি অবস্থা আছে, অবস্থার মূল্যায়ন করা যাবে। দেখতে হবে, কতটা মানিয়ে নিতে পারছি আর কতটা পারছি না। কিন্তু আমি এমন কিছু করবো না যাতে দল সমস্যায় পড়ে। আমি সবসময় বলি, যে কোন ব্যক্তির আগে দল।’
    এর আগে বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, তামিম ওয়ানডে সিরিজ খেলতে না পারলে দলে অধিনায়ক এবং ব্যাক-আপ ওপেনার প্রস্তুত আছে।
    নেতৃত্ব উদ্বেগের বিষয় হলেও তার অনুপস্থিতি দলের জন্য সমস্যা হবে না বলে মনে করেন তামিম।  
    তিনি বলেন, ‘আমি মনে করি, দলের দায়িত্ব নেওয়ার মতো  অনেকেই আছেন। এটি কোন বড় ব্যাপার নয়।’
    এর আগে গত বছর ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পাওয়া  সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। গেল মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও দলের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে ওয়ানডে ফরম্যাটে এখনও সহ-অধিনায়ক হিসেবে কাউকে দায়িত্ব দেয়নি বিসিবি।
    তামিম বলেন, ‘বোর্ড থেকে অধিনায়ক এবং সহ-অধিনায়ক নির্বাচিত করা হয় এবং এই বিষয়ে আমার অভিমত অপ্রয়োজনীয়। আমি মনে করি না, কোন অধিনায়ক কখনও বলেছেন- তাকে সহ-অধিনায়ক হিসাবে দরকার বা ঐ ব্যক্তিকে প্রয়োজন। বোর্ড যদি মনে করলে  সভাবেই সিদ্ধান্ত নিবে।’

  • দেশে আরও ৮৬ জনের শরীরে করোনা শনাক্ত 

    দেশে আরও ৮৬ জনের শরীরে করোনা শনাক্ত 

    দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৬জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। 
    এদের মধ্যে ৮০ জন ঢাকা মহানগর, ১ জন নরসিংদী, ২ জন চট্টগ্রাম, ২ জন কক্সবাজার এবং ১ জন জয়পুরহাট জেলার বাসিন্দা রয়েছেন। 
    তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
    এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত  রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার  ৮৫৪ জনে। অন্যদিকে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬২ জনে অপরিবর্তিত রয়েছে।
    আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ২২৬৬ টি নমুনা সংগ্রহ ও ২২৬৬ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।
    গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৯ হাজার ৪৪৫ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ।
    ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

  • আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আধিপত্য বিস্তারে বদ্ধ পরিকর টাইগাররা

    আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আধিপত্য বিস্তারে বদ্ধ পরিকর টাইগাররা

    রেকর্ড ৫৪৬ রানের ব্যবধানে একমাত্র টেস্ট জয়ের পর  তারকা স্পিনার রশিদ খানের প্রত্যার্তনে শক্তিশালী হওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়াডে সিরিজও নিজেদের আধিপত্য বিস্তারের  অঙ্গীকারাবদ্ধ বাংলাদেশ ক্রিকেট দল।
    চট্টগ্রামের  জহুর আহমেদ স্টেডিয়ামে আগামীকাল (বুধবার) সিরিজের উদ্বোধনী  ম্যাচে জয়ী হয়ে শুরুতেই এগিয়ে যেতে চায় বাংলাদেশ।  ম্যাচটি শুরু হবে বেলা দুইটায়  সিরিজের সব ম্যাচই অনুষ্ঠি হবে  এ ভেন্যুতে।
    আইসিসি ওয়ানডে  সুপার লিগে শক্তিশালী একটি দল ছিল আফগানিস্তান।  ১৫ ম্যাচের মধ্যে ১১টিতে জয়ী হয়েছে তারা।  তবে ওয়ানডে ক্রিকেটে  বাংলাদেশের বিপক্ষে প্রাধান্য  বিস্তারের খুব একটা  রেকর্ড তাদের নেই।  দুই দলের মধ্যে ১১ মোকাবেলায়  বাংলাদেশ জিতেছে ৭টিতে, আফগানিস্তান  ৪টিতে।
    দুই দল  গত বছর সর্বশেষ মুখোমুখি হয়েছিল  বাংলাদেশের মাটিতে।  আফগানিস্তানের বিপক্ষে কঠিন  চ্যালেঞ্জের  মুখামুখি হলেও  তিন ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে  জিতেছিল  স্বাগতিক বাংলাদেশ। মূলত  বেশ কিছু দিন যাবতই  ওয়ানডে ক্রিকেটে  নিজ মাঠে বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী দল।  ২০১৫ সালের  পর থেকে  নিজ মাঠে বাংলাদেশ মাত্র দুটি ওয়ানডে সিরিজ  হেরেছে। দু’টিই  হেরেছে  বিশ^ চ্যাম্পিয়ন  ইংল্যান্ডের কাছে।  ২০১৬ সালের পর এ বছর ইংলিশদের কাছে পরাজিত হয়েছে  টাইগাররা।
     আফগানিস্তানের বিপক্ষে চলতি  সিরিজটি  আইসিসি সুপার লিগের  অংশ না হলেও  এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন।  কাজটি অত্যন্ত কঠিন হলেও  সিরিজটি ৩-০ ব্যবধানে জিততে পারলে  ওয়ানডেতে  নিজেদের  ইতিহাসে   প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে উঠবে  বাংলাদেশ।  এছাড়া  সফরকারী আফগানদের হোয়াইট ওয়াশ করতে পারলে প্রথমবারের মতো একশ রেটিং  অর্জন করবে  বাংলাদেশ।
     যদিও র‌্যাংকিংয়ে  উন্নতি করাটা গুরুত্বপুর্ন একইভাবে  টিম ম্যানেজমেন্টের জন্য গুরুত্বুপর্ন  যতটা সম্ভব  খেলোয়াড়দের  পরিবর্তন বা রোটেশন করানোটা।  তাতে  আসন্ন বিশ^কাপের জন্য সেরা কম্বিনেশনটা  খুঁজে পাওয়া যায়।
    ক্রিকেটের  সবচেয়ে বড় আসর বিশ^কাপের আগে  বাংলাদেশ দল  আফগানিস্তান সিরিজ ছাড়াও  এশিয়া কাপ ও  নিউজিল্যান্ডের বিপক্ষে তিন  ম্যাচের সিরিজ  খেলার  সুযোগ পাচ্ছে।
    চট্টগ্রামে  বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন,‘ আমরা কিছু খেলোয়াড়কে খেলার সুযোগ দেওয়ার চেস্টা করছি। এরমানে এই নয় যে,তারা  এবং এবং আমরা  সাপোটিং স্টাফ জানি  আমরা কি করতে চাই। সোজা কথায়  খেলোয়াড়দের  কোন কোন ক্ষেত্রে  কি করতে হবে  আমাদের সেটি  বুঝতে হবে। ’
    ‘তার মানে এই নয় যে,  অতি সন্নিকটে  থাকা  এশিয়া কাপ ও বিশ^কাপে  জরুরি  অবস্থায়  দলে গভীরতা থাকবেনা।  এই বিষয়টি মাথায় রেখে  আমরা খেলোয়াড়দের একটা সুযোগ দিতে চাই।’
    হাতের কব্জিতে  ব্যাথা অনুভব  করা অধিনায়ক ও ওপেনিং ব্যাটার তামিম ইকবালের ইনজুরি  গভীরভাবে  পর্যবেক্ষণ করছে  বাংলাদেশ টিমম্যানেজমেন্ট।  কব্জির  সমস্যার কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিও খেলতে পারেনি তামিম।  হাথুরু  জানিয়েছেন  তামিম খেলতে না পারলেও  সমস্যা নেই।  কেননা তার হাতে বিকল্প   ওপেনিং  ব্যাটার ও অধিনায়ক আছে।  অবশ্য গত  দুই দিন  তামিমকে  অনুশীলনে দেখা গেছে।  
     এদিকে রশিদ খানকে  দলে ফিরিয়ে  এনেছে  আফগানিস্তান।  তারকা স্পিনারের  উপস্থিতিতে  উচ্ছাস  প্রকাশ করে  অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি বলেছেন  তিনি (রশিদ)  একাই  ম্যাচের  পার্থক্য গড়ে দিতে পারেন।
    শাহিদি বলেন,‘ অবশ্যই, তিনি(রশিদ) আমাদের  জন্য অনেক বড় কিছু।  তিনি দলে থাকায়  অধিনায়ক হিসেবে  আমি অত্যন্ত আত্মবিশ^াসী। আমি জানি  দলের জন্য তিনি সেরাটা  দিবেন।’
     টেস্ট সিরিজ থেকে  অনেক কিছু শেখার  বিষয়টি উল্লেখ করে  তিনি বলেন,‘  আমাদের জন্য এটা ইতিবাচক  লক্ষন।  তিনি টেস্ট  ম্যাচটি খেলেননি, তবে  এখন ওয়ানডে সিরিজে তাকে  পাচ্ছি এবং দলের  জন্য তিনি সেরাটাই  দেবেন।’
    বাংলাদেশ দল: তামিম  ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন এবং  নাইম শেখ।
    আফগাস্তিান দল:  হাশমতুল্লাহ শাহিদি(অধিনায়ক),  রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াহ হাসান, রহমত শাহ, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আব্দুল রহমান, শহিদুল্লাহ, জিয়া উর রহমান ওয়াদফার নোমান্দ, মোহাম্মদ সালিম সৈয়দ শিরজাদ।