Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
dakshinermashal, Author at Daily Dakshinermashal - Page 24 of 398

Author: dakshinermashal

  • ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি

    ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানি

    বাসস : ক্যালিফোর্নিয়ায় শনিবার ভোরে একটি ছোট ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়।
    ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এএফপিকে জানায়, লস অ্যাঞ্জেলেসের দক্ষিণ-পূর্বে মুরিয়েটা বিমানবন্দরের কাছে স্থানীয় সময় ভোর সোয়া ৪টার দিকে সেসনা সি ৫৫০ বিমানটি বিধ্বস্ত হয়।
    স্থানীয় প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ঘটনাস্থলে প্রেরিত পুলিশ কর্মকর্তারা একটি মাঠের মধ্যে আগুনের কুন্ডলীতে ঢাকা বিমানটি আবিস্কার করেন। বিমানে আরোহণ করা ছয়জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।
    বিমানটি লাস ভেগাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এফএএ জানায়, এটি বিধ্বস্ত হওয়ার ফলে একটি ছোট দাবানলের সৃষ্টি হয়, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
    স্থানীয় গণমাধ্যম জানায়, শনিবার সকালে তীব্র কুয়াশায় চাদরে এলাকাটি ঢেকে যাওয়ায় বিমানটি হয়তো খুঁজে পায়নি।

  • ভারতের সঙ্গে রুপিতে লেনদেন শুরু ১১ জুলাই

    ভারতের সঙ্গে রুপিতে লেনদেন শুরু ১১ জুলাই

    আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে মার্কিন ডলারে লেনদেনের বিদ্যমান ব্যবস্থার পাশাপাশি রুপিতে লেনদেন শুরু হচ্ছে আগামী ১১ জুলাই। এ বিষয়ে দুই দেশের প্রাথমিক প্রস্তুতি শেষ। তবে রুপিতে যে পরিমাণ রপ্তানি আয় হবে; শুধু সমপরিমাণ আমদানি দায় মেটাতে ভারতীয় এ মুদ্রা খরচ করা যাবে। কোনো ব্যাংক বা ব্যবসায়ী ডলার কিংবা অন্য কোনো বৈদেশিক মুদ্রা দিয়ে রুপি কিনে আমদানি দায় নিষ্পত্তি করতে পারবে না।
    বাংলাদেশ অংশে সোনালী, ইস্টার্ন ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে এ বাণিজ্য হবে। ভারতের অংশে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে। আগামী ১১ জুলাই এক অনুষ্ঠানের মাধ্যমে রুপিতে লেনদেনের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার,রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস ভার্চুয়াল প্লাটফর্মে এর উদ্বোধন করবেন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
    এ বিষয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম শনিবার বাসসকে বলেন, ‘রুপিতে লেনদেন চালুর বিষয়ে আমরা ইতোমধ্যে প্রস্তুতি শেষ করেছি। স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং আইসিআইসিআই ব্যাংকে হিসাব খোলা হয়েছে এবং এই দুই ব্যাংকের সঙ্গে সুইফট কমিউনিকেশন সিস্টেম চালু করা হয়েছে। এখন কোন ব্যবসায়ী চাইলে রুপিতে এলসি খুলতে পারবেন।’
    তিনি আরও বলেন, ভারতে বছরে ২ বিলিয়ন ডলারের মতো রপ্তানি করে বাংলাদেশ। দেশটি থেকে আমদানি হয় ১৪ বিলিয়ন ডলারের মতো। এখন এ দ্ইু বিলিয়ন ডলারও যদি রুপিতে নিষ্পত্তি করা যায়, তাতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে। এ ছাড়া আগামীতে রপ্তানি আরও বাড়াতে পারলে তখন সুযোগ বাড়বে।

  • অপ্রয়োজনীয় খাতে অর্থ বরাদ্দ বন্ধের পরামর্শ ইউজিসি’র

    অপ্রয়োজনীয় খাতে অর্থ বরাদ্দ বন্ধের পরামর্শ ইউজিসি’র

    বাসস : দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অপ্রয়োজনীয় খরচ বন্ধসহ অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
    আজ বিশ্ববিদ্যালয়ে ‘পে-রোল এন্ড স্মার্ট একাউন্টিং সিস্টেম’ বিষয়ে দু’দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
    স্মার্ট একাউন্টিং ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
    কমিশনের অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান।
    প্রফেসর কাজী শহীদুল্লাহ জনগণের অর্থের সর্বোচ্চ ব্যবহার এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন,দেশের অর্থনীতির অন্যতম সমস্যা ‘কালো টাকা’। ক্যাশলেস সোসাইটি গড়ে উঠলে কালো টাকার বিস্তাররোধ সম্ভব হবে।
    তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় উপকৃত হয় এমন প্রয়োজনীয় খাতে অর্থ বরাদ্দ দেওয়া হবে। অপ্রয়োজনীয় খাতে অর্থ বরাদ্দ না করতে তিনি ইউজিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
    তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয়সমূহকে দ্রুত অটোমেশনের আওতায় নিয়ে আসতে হবে। ইউজিসিকে এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং অটোমেশনে কমিশনকে নেতৃত্ব দিতে হবে। অন্যথায়, উচ্চশিক্ষা খাত পিছিয়ে পড়ার আশংকা প্রকাশ করেন তিনি।
    প্রফেসর আবু তাহের বলেন, ইউজিসি স্মার্ট একাউন্টিং সিস্টেম শুরু করেছে। এর মাধ্যমে ফরওয়ার্ডিং, ভাউচার, চেক প্রদান দ্রুততার সঙ্গে সম্পাদন করা যাচ্ছে। এতে অপ্রোজনীয় ব্যয় বন্ধ হচ্ছে, দূর্ভোগ লাঘব এবং সময় সাশ্রয় হচ্ছে।
    তিনি বলেন, বর্তমানে দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ে পে-রোল এন্ড স্মার্ট একাউন্টিং সিস্টেম চালু রয়েছে। আগামীতে সব বিশ্ববিদ্যালয়ে এটি চালু করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং নজরদারি সহজ হবে এবং অপ্রয়োজনীয় খাতের ব্যয় চিহ্নিত করা যাবে। সফটওয়্যার ব্যবহারের ফলে আর্থিকখাতে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীলতা বাড়বে এবং অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে।
    ড. ফেরদৌস জামান বলেন, সফটওয়্যার ব্যবহারে বিশ্ববিদ্যালয়ে অর্থ প্রেরণ সহজতর হলেও এর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
    প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, উপপরিচালক আব্দুল আলীম, সিনিয়র সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম, সফটওয়্যার সেল- এর সিইও মো. ওলিউল্লাহ ও সিটিও হাসনাইন শুকন।

  • সুইডেনে পবিত্র কারআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের  প্রতিবাদ সমাবেশ 

    সুইডেনে পবিত্র কারআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের  প্রতিবাদ সমাবেশ 

    সাতক্ষীরা : সুইডেনে পবিত্র কারআন অবমাননার প্রতিবাদে সাতক্ষীরায় দীর্ঘদিন পর জামায়াতের  মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার দুপুর ২টায় সাতক্ষীরা শহরর নিউ মার্কট চত্বর থেকে জেলা  জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসারের নেতৃত্বে  মিছিলটি শুরু হয় শহরের  সঙ্গীতা মোড়  এলাকায় গিয়ে শেষ হয়। 
    এর আগে  নিউ মার্কট চত্বর অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা  জামায়াতের নায়েব আমীর নূরুল হুদা, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও : আজিজুর রহমান৷ সহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ  বক্তারা এসময় সুইডেন  পবিত্র কারআন অবমাননার তীব্র নিদা ও প্রতিবাদ জানান এবং এ ঘটনায় জড়িতদের  সর্বোচ্চ শাস্তির দাবী জানান

  • সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খাল রক্ষায় দু’পাড়ে বৃক্ষবীজ বপন করছে প্রকৃতি ও জীবন ক্লাব

    সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খাল রক্ষায় দু’পাড়ে বৃক্ষবীজ বপন করছে প্রকৃতি ও জীবন ক্লাব

    প্রেসবিজ্ঞপ্তি
    সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খাল রক্ষায় দু’পাড়ে বৃক্ষবীজ বপন করছে
    প্রকৃতি ও জীবন ক্লাব
    সাতক্ষীরা শহরের বুক চিরে প্রবাহিত প্রাণসায়ের খালের দু’পাড়ে বৃক্ষবীজ
    বপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের
    পাকাপুলের মোড় থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রাণ সায়ের খাল রক্ষায়
    প্রকৃতি ও জীবন ক্লাব এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সাতক্ষীরা শহরের
    অস্তিত্ব রক্ষাকারী প্রাণ সায়ের খালটি আবর্জনায় ভরে গেছে। দখল আর দূষণের
    কবলে জনগুরুত্বপূর্ণ এ খালটি অস্তিত্ব সংকটে পড়েছে। খালটির অস্তিত্ব ও
    সৌন্দর্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাব বৃক্ষ বীজ বপন কর্মসূচি বাস্তবায়ন
    করছে।
    এসময় উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর
    মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল ওয়াহেদ, প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার
    উপদেষ্ঠা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ
    ড. দিলারা বেগম, অধ্যাপক পবীত্র মোহন দাস, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রকৃতি
    ও জীবন ক্লাবের সমন্বয়কারী ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল
    কালাম আজাদ, উপদেষ্ঠা শেখ সিদ্দিকুর রহমান, প্রকৃতি ও জীবন ক্লাব
    সাতক্ষীরার সভাপতি এড. মুনির উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ,
    সাতক্ষীরা ‘ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি সালাউদ্দীন রানা, অ্যাডঃ খায়রুল
    বদিউজ্জামান, সাংবাদিক শেখ আব্দুল আলিম, প্রকৃতি ও জীবন ক্লাবের
    সহ-সভাপতি আহসানুর রহমান রাজিব, সাংগঠনিক সম্পাদক এসএম বিপ্লব হোসেন
    প্রমুখ।
    এর আগে প্রাণ সায়ের খালের পাড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের নেতারা ‘প্রাণ
    সায়ের খাল রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচী’ পালন করেন।
    প্রসঙ্গতঃ সাতক্ষীরা শহরের বুক চিরে বহমান খালটির নাম প্রাণসায়ের। এই
    প্রাণসায়ের খাল ঘিরে গড়ে উঠেছিল একসময় সাতক্ষীরা শহর। বর্তমানে খালটি
    সাতক্ষীরার শহরের ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে
    ইচ্ছেমতো। খালের কালো পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে সর্বত্র। খালের পাড়ের
    সড়ক দিয়ে লোকজনকে চলতে হয় নাক চেপে।
    স্থানীয়রা জানান, ১৮৫০ সালের দিকে সাতক্ষীরার জমিদার প্রাণনাথ রায় চৌধুরী
    নদীপথে ব্যবসা-বাণিজ্যের সুবিধা ও শহরের শ্রীবৃদ্ধির জন্য খালটি খনন
    করেন।
    সাতক্ষীরা শহরের দক্ষিণে মরিচ্চাপ নদের সঙ্গে উত্তর দিকের বেতনা নদীর
    সরাসরি যোগাযোগ রক্ষার জন্য ১৪ কিলোমিটার এ খাল খনন করা হয়। খুলনা,
    বরিশাল, ঢাকা, কলকাতাসহ বিভিন্ন স্থানের সঙ্গে প্রধান যোগাযোগের মাধ্যম
    ছিল এ খাল। এ খালের মাধ্যমে সহজ হয়ে উঠেছিল জেলার অভ্যন্তরীণ যোগাযোগও।
    জমিদার প্রাণনাথ রায় চৌধুরীর নাম অনুসারে খালটির নামকরণ করা হয়
    প্রাণসায়ের খাল।
    সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো, বিভাগ-২) নির্বাহী প্রকৌশলীর
    কার্যালয় সূত্রে জানা যায়, সাতক্ষীরার সদর উপজেলার এল্লারচর থেকে
    খেজুরডাঙ্গী পর্যন্ত ১৪ কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। এর
    প্রাক্কলিত ব্যয় ছিল ১০ কোটি ১৩ লাখ টাকা। খাল খননের কার্যাদেশ দেওয়া হয়
    ২০১৯ সালের ১ আগস্ট। শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ৩০ জুন। কিন্তু শেষ হয়
    ২০২১ সালে জুনে। খননকাজ শেষ হওয়া খালটি দেড় বছর যেতে না যেতেই আবার ভরাট
    হয়ে গেছে।
    সাতক্ষীরা পাউবোর (বিভাগ-২) নির্বাহী প্রকৌশলী শামিম হুসনাইন মাহমুদ
    গণমাধ্যমকে জানান, খালটি পাউবো খনন করলেও জমির মালিক পৌর কর্তৃপক্ষ ও
    জেলা প্রশাসন। তাদেরই এটি রক্ষণাবেক্ষণ করার কথা।
    এ ব্যাপারে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ বলেন, প্রাণ সায়ের খালের
    সৌন্দর্য ও পরিবেশ রক্ষার দায়িত্ব সবার। এ খালটি শহরের রক্ষা কবজ। মানুষ
    যাতে খালটিতে ময়লা-আবর্জনা না ফেলে সেজন্য বারবার সতর্ক করা হচ্ছে।
    সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানান, প্রাণসায়ের
    খালপাড়ের বাসিন্দা ও দোকানদারদের নোটিশ করে নিষেধ করা হবে। তাঁরা না
    শুনলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা ছাড়া অন্য কোনো উপায় দেখছেন না। খাল
    রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

  • পানিতে ডুবে সাতক্ষীরার সুলতানপুরের শিশু আহসান আরিফে মৃত্যু

    পানিতে ডুবে সাতক্ষীরার সুলতানপুরের শিশু আহসান আরিফে মৃত্যু

    শহর প্রতিনিধিঃ ঈদের ছুটিতে নানার বাড়ী বেড়াতে যেয়ে পানিতে ডুবে সাতক্ষীরার সুলতানপুরের শিশু আহসান আরিফে (৯) মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সুলতানপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের আহসানুল হক রুমির ছেলে আহসান আরিফ (৯)  ঈদের ছুটিতে আশাশুনি  নানার বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার পাশের একটি মাঠে ফুটবল খেলতে যেয়ে গায়ে কাদা লাগলে পুকুরে পরিষ্কার করতে যায়। অনেক খোজাখুঁজির  পরে তাকে কোথাও না পেয়ে বিকালে পুকুরে নেমে খুঁজে পাওয়া যায় তার মৃত্যুদেহ। শিশু আহসান আলিফের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

    শিশু আহসান আলিফের পিতা আহসানুল হক রুমি  বলেন, ঈদের ছুটিতে পরিবারসহ সবাই আহসান আলিফের নানার বাড়িতে বেড়াতে যায়, তাদের বাড়ির পাশে একটি মাঠে  ফুটবল খেলা করে গায়ে কাদামাটি লেগে গেলে সে বড় ভাইকে বলে নানারবাড়িতে চলে আসতেছিল। পাশের একটি পুকুরের হাত পা ধুতে গেলে সেখানে সে পা পিছলে পুকুরে পড়ে যায়। শুক্রবার  বিকালে  স্থানীয়রা প্রথমে আহসান আলিফের পুকুরের পাড়ে জুতা দেখে  পুকুরে খোঁজ নিলে মরদেহ তাদের পায়ে লাগে। পরবর্তীতে তার মৃত্যুদেহটি   উদ্ধার করেন। শনিবার ৮ ই জুলাই  সকাল ১০ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। 

  • নওগাঁয় এ বছর ১ হাজার ৮শ ৯০ কোটি টাকার আম উৎপাদন

    নওগাঁয় এ বছর ১ হাজার ৮শ ৯০ কোটি টাকার আম উৎপাদন

    ক্রমেই আম উৎপাদনে উল্লেখযোগ্য জেলা হিসেবে পরিচিতি লাভ করছে নওগাঁ। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশে রপ্তানী হচ্ছে নওগাঁর আম।
    এরই ধারাবাহিকতায় জেলায় চলতি বছর ৩০ হাজার হেক্টর জমির বাগানে আম উৎপাদিত হয়েছে। উল্লেখিত বাগান থেকে চলতি বছর ৩লক্ষ ৭৮ হাজার মেট্রিকটন আম উৎপাদিত হয়েছে। যারা গড় বাজার মূল্য ১ হাজার ৮শ ৯০ কোটি টাকা।
    নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানিয়ে,ে নওগাঁ’র কয়েকটি উপজেলায় ক্রমাগত আম চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ জেলার আম তুলনামুলকভাবে সুস্বাদু ও মিষ্টি। দেশের বিভিন্ন জেলায় নওগাঁ’র আমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় মোট ৩০ হাজার হেক্টর জমিরে বাগানে বিভিন্ন জাতের আম উৎপাদিত হয়েছে। হেক্টর প্রতি গড় আম উৎপাদনের পরিমাণ ১২.৬০ মেট্রিক টন।
    প্রকারভেদে আম উৎপাদনকৃত বাগানের পরিমাণ হচ্ছে নাগ ফজলী ৯৪০ দশমিক ৭৫ হেক্টর, ল্যাংড়া ১ হাজার ৫৫৯ হেক্টর, ফজলী ১হাজার ৪২০ হেক্টর, আ¤্রপালি ১৮ হাজার ৩১৩ দশমিক ৫০ হেক্টর, গোপালভোগ ৬৪৬ হেক্টর, খিরসাপাত ১ হাজার ৩৮৮ হেক্টর, বারী-৪ জাতের আম ২ হাজার ২৬২ দশমিক ৫০ হেক্টর, বারী-১১ জাতের আম ৩৫ হেক্টর, মল্লিকা ৪৪ হেক্টর, কাটিমন ১৩৮ দশমিক ২৫ হেক্টর, গৌড়মতি ১৪১ দশমিক ২৫ হেক্টর, হাঁড়িভাঙ্গা জাতের আম ৩৪ দশমিক ৫০ হেক্টর, বানানা ম্যাংগো ১১৩ দশমিক ২৫ হেক্টর, আশ্বিনা জাতের আম ২ হাজার ৩২৬ হেক্টর, কুমড়াজালি জাতের আম ১৩ হেক্টর এবং গুটি আম বা স্থানীয় জাতের আম ৬২৫ হেক্টর। কৃষি বিভাগের প্রত্যাশা অনুযায়ী এ বছর উল্লেখিত বাগান থেকে ৩ লক্ষ ৭৮ হাজার মেট্রিকটন আম উৎপাদিত হয়েছে।
    বর্তমান বাজার দর অনুযায়ী জেলায় উৎপাদিত আমের মোট মূল্য ১ হাজার ৮শ ৯০ কোটি টাকা।

  • গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৮২

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৮২

    বাসস : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮২ জন। এরমধ্যে ঢাকায় ৭২ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ১১০ জন ভর্তি হয়েছে।
    আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
    এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ১৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫২৮ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৬৩৭ জন রোগী।
    সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ১১ হাজার ২৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৯৭১ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৩২৭ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬৫ জন মারা গেছেন।
    অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ বাড়ি গেছেন ৯ হাজার ৬৮ জন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ৩৯২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৬ হাজার ৬৭৬ জন

  • আগামীকাল থেকে নিয়মিত বিচারকার্যে ফিরছে সুপ্রিমকোর্ট

    আগামীকাল থেকে নিয়মিত বিচারকার্যে ফিরছে সুপ্রিমকোর্ট

    ন্যাশনাল ডেস্ক : ঈদুল আজহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টে অবকাশ শেষে আগামীকাল রোববার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে।
    সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে কাল ৯ জুলাই থেকে বিচারকার্য পরিচালনার জন্য ৫৪ টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে গঠিত এসব বেঞ্চের বিস্তারিত সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ এবং ২৪টি একক বেঞ্চ রয়েছে।
    গত ২২ জুন থেকে শুরু হয়ে আজ ৮ জুলাই পর্যন্ত ঈদুল আযহার সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি ও কোর্টে অবকাশ মিলিয়ে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল।

  • প্রধানমন্ত্রীর প্রশংসায় মাশরাফি

    প্রধানমন্ত্রীর প্রশংসায় মাশরাফি

    ন্যাশনাল ডেস্ক : আবেগের বশে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে হয়তো মানসিক কষ্টেই ছিলেন তামিম ইকবাল। বিষয়টি ভালোভাবেই বুঝতে পারছিলেন তার কাছের মানুষজন। তবে সে খারাপ লাগা কেটে যেতে ২৮ ঘণ্টাও লাগেনি। গতকাল প্রধানমন্ত্রীর উদ্যোগে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন তামিম। এর পেছনে বড় ভূমিকা রয়েছে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার।
    সাবেক এ অধিনায়কের মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন তামিম। পরে মাশরাফি ওয়ানডে দলের এ অধিনায়ককে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়াও জানান। এবার প্রধানমন্ত্রীকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন সাবেক টাইগার অধিনায়ক। শনিবার দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মাশরাফি ওই পোস্টটি করেন।
    সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদাহরণ টেনে মাশরাফি লিখেছেন, ‘সাকিবের ডেঙ্গু হলে, তিনি হাসপাতালে গিয়ে হাজির। মুশফিকের ব্যক্তিগত কথা বলতে হবে, তিনি বললেন, ‘চলে আসো গণভবনে।’ তামিম হুট করে অবসরে, তিনি ডেকে নিয়ে সমাধান করে দিলেন। এ রকম আরও অনেক উদাহরণ আছে একজন নেতার, যিনি দেশের অর্থনীতি থেকে শুরু করে খেলাধুলা— সব কিছুর খেয়াল রাখেন।’
    এরপর ক্রিকেটারদের উদ্দেশে মাশরাফির পরামর্শ, ‘প্রিয় খেলোয়াড় ভাইরা, এটা আপনাদের বুঝতে হবে যে, এসব তার দুর্বলতা নয়, বরং তার ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই তিনি আপনাদেরকে সম্মান করেন। আপনাদেরও উচিত ভালোবাসা দিয়েই সেই সম্মানটা ফিরিয়ে দেওয়া, অর্থাৎ নিজের কাজটা ঠিকভাবে করা, পুরো মনোযোগ দিয়ে খেলা ও সর্বোচ্চ চেষ্টা করা।’

    মাশরাফি আরো লিখেন, ‘দেশের কোটি কোটি ক্রিকেটভক্ত আপনাদের দিকে তাকিয়ে, কারণ আপনারাই পারেন দেশ ও দেশের মানুষকে আনন্দের জোয়ারে ভাসাতে। কোটি কোটি মানুষ প্রতিদিনের জীবনযুদ্ধের পরও একটু আশা নিয়ে কখনো গ্যালারিতে, কখনো টেলিভিশনের সামনে বসে আপনাদের দেখতে, স্রেফ আপনাদের ভালোবেসে আর আপনাদের কাছ থেকে একটু আনন্দ পাওয়ার আশায়। আপনাদের জয় দেখে এ মানুষগুলো ভাবে, তারা নিজেরাই জিতেছে। এই আনন্দ, এই সুখ পৃথিবীর কোনো কিছুতেই আসবে না। আপনারা জিতবেন, আমরাও জিতব, এই আশাতেই আছি আমরা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা…. ইউ বিউটি!’

  • তালায় পল্লীবন্ধুর চতুর্থ মৃত্যু বার্ষিকী পালনে জালালপুর ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    তালায় পল্লীবন্ধুর চতুর্থ মৃত্যু বার্ষিকী পালনে জালালপুর ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    প্রেস রিলিজ : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধুর চতুর্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে তালায় জালালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির প্রস্তুতি সভায় জনতার ঢল নেমেছে।

    গতকাল তালার জালালপুর ইউনিয়নের (আটুলিয়া, দোহার, গলাভাঙ্গা) ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির আয়োজনে আটুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ওয়ার্ড জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    প্রস্তুতি সভায় ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি সভাপতি মোঃ আব্দুল লতিফ সরদারের সভাপতিতে¦ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি,তালা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ মকবুল হোসেন সরদার,ওয়ার্ড জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম, মোঃ টিকাম আলী সানা, জাতীয় যুব সংহতির তালা সদর ইউনিয়ন সাধারন সম্পাদক শেখ ইকবল হোসেন, জাতীয় যুব সংহতির জালালপুর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল আলিম,সাধারন সম্পাদক মোঃ শফিয়ার রহমান শফি, জাতীয় ছাত্র সমাজ জালালপুর ইউনিয়ন সভাপতি মোঃ রাশেদুল ইসলাম, জাতীয় তরুর পার্টি তালা সদর ইউনিয়ন সভাপতি শেখ মোঃ হাসিবুল হাসান শায়েক।

    সভায় এমপি প্রার্থী সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্ ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক নজরুল ইসলাম কে বিজয়ী করতে সংগঠন কে গতিশীল সহ আগামী ১৪ ই জুলাই শুক্রবার বিকাল ৩টায় তালা সদর ডাকবাংলো চত্বরে পল্লীবন্ধুর চতুর্থ মৃত্যুবার্ষিকী সফল করতে ১০ ই জুলাই বিকাল ৪ টায় জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুুতি সভা জেঠুয়া বাজার চত্বরে অনুষ্টিত হবে। সকল নেতা কর্মিদের অংশ গ্রহনের জন্য আহব্বান জানানো হয়।

  • তালায় সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

    তালায় সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

    তালা : সাতক্ষীরার তালায় সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (৭ জুলাই ) দুপুরে তালা বাজারে জুম্মার নামাজ শেষে শত শত মুসল্লি একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ অংশ নেন।
    সাবেক জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ইমাম ও খতিব মাওলানা আবু সাইদ, মাওলানা কবির আহম্মেদ, ইসলামী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্জ মাওলানা তাওহিদুর রহমান প্রমূখ।
    সমাবেশে শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। এ সময় মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ মাওলানা তাওহিদুর রহমান।

  • সাতক্ষীরার সুলতানপুরে মোসলেমা জামে মসজিদে একটানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ৩১ জন কিশোর

    সাতক্ষীরার সুলতানপুরে মোসলেমা জামে মসজিদে একটানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ৩১ জন কিশোর


    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০৪নং ওয়ার্ডের সুলতানপুরে মোসলেমা জামে মসজিদে একটানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের (তাকবিরে উলাসহ, নামাজের প্রথম তাকবির) সঙ্গে আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছেন ৮ থেকে ১৮ বছর বয়সী ৩১ জন কিশোর। তবে ফজর ও এশার নামাজ ছিল তাদের জন্য বার্ধ্যতামূলক। শুক্রবার (০৭ জুলাই) সুলতানপুরে মোসলেমা জামে মসজিদ কমিটির আয়োজনে বাদ জুমআ মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির সভাপতি কাজী ফারুক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার স্বরুপ বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মোসলেমা জামে মসজিদ কমিটি যে উদ্যোগ নিয়েছে তা খুবই প্রসংশনীয়। আমি তাদের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানায়। আজকের এই নতুন প্রজন্মকে মসজিদমুখী করতে পেরে তারা ইহকাল ও পরকালের কল্যাণের পথ সুগম করেছে।”
    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুলতানপুর মোসলেমা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, “পুরস্কারপ্রাপ্ত কিশোরদের বয়স ৮ থেকে ১৮ বছর। কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখি করার লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছিলাম। আমি মসজিদ কমিটি ও মুসুল্লীদের সাথে একদিন বিষয়টি উত্থাপন করি। আলহামদুলিল্লাহ কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত মুসল্লিরা একাত্মতা প্রকাশ করেন। পরে ৮ থেকে ১৮ বছর বয়সী কিশোরদের মধ্যে একটানা ৬০ দিন ফজর ও এশার নামাজ বাধ্যতামূলকসহ ৫ ওয়াক্ত নামাজ আমাদের মসজিদের তাকবিরে উলার সঙ্গে আদায় করার প্রতিযোগিতা ঘোষণা করি। বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেই। ঘোষণার পর থেকে ৫৬ জন কিশোর মসজিদে নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায় শুরু করে। ঘোষণার পর থেকে ১লা মে ২০২৩ থেকে ১লা জুলাই ৮ থেকে ১৮ বছর বয়সী ৫৬ জন কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে। তারা ঠিকমতো নামাজ আদায় করছে কিনা তা হিসাব রাখার জন্য প্রতি ওয়াক্ত নামাজের পর হাজিরা ও কার্ড জমা নেওয়া হতো। যদি কেউ কোনো ওয়াক্তে অনুপস্থিত থাকতো তখন তার গণনা বন্ধ করে দেওয়া হতো। এভাবে নিয়মিত যাচাই-বাছাই ও হাজিরার ভিত্তিতে সর্বশেষ ৩১ জন বিজয়ী হয়। আরো ৭ জন কিশোর ওয়েটিংয়ে আছে। তারা ১২ দিন পরে পুরস্কার হিসেবে বাইসাইকেল পাবে। প্রতিযোগিতা চলাকালীন সময়ে তাদের শুধু নামাজই পড়ানো হয়নি। বরং সঠিকভাবে নামাজ শিক্ষা ও নামাজ সম্পর্কে জরুরি মাসয়ালাও শিক্ষা দিয়েছেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাহমুদী সেই সঙ্গে নামাজের প্রতি মানুষকে আহবানের পাশাপাশি দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া হয় বলেও জানান তিনি।” মোসলেমা জামে মসজিদের পেশ ইমাম হুজুরের এ কার্যক্রম পরিচালনা এলাকার বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। আমরা বিষয়টি প্রায় কিছুদিন ধরে লক্ষ্য করছি যে, ছেলেরা নামাজে নিয়মিত আসছে। তাদের পদচারণায় মসজিদ সব সময় মুখরিত থাকতো। পুরস্কারপ্রাপ্তরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, আমরা এ পুরস্কার পেয়ে অত্যন্ত খুশি।”
    এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ.ম তারেক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, ইকরা একাডেমির পরিচালক হাফেজ মাওলানা জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী সেলিম রেজা, মীর মাহমুদ হাসান আবির, শেখ তৌহিদুজ্জামান চপল, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক মনজুরুল হকসহ এলাকার মুসুল্লী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • স্বামীকে মারপিট ও হুমকি ধামকির প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন

    স্বামীকে মারপিট ও হুমকি ধামকির প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন

    সংবাদ বিজ্ঞপ্তি : মাদকাসক্ত স্বামীকে তালাক দিয়ে অন্যত্র বিবাহ করায় পিতা-মাতাসহ পরিবারের অন্য সদস্য মিলে বর্তমান স্বামীসহ তার পরিবারের সদস্যদের মারপিট ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানিসহ খুন জখমের হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্ত্রী পরি রাণী দাস।
    শুক্রবার (৭ জুলাই) সকালে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পপি রাণী দাস বলেন, আমি পপি রাণী দাস, পিতা- সন্তোষ কুমার দাস, সাং- তেরছি(কাটিপাড়া), থানা- তালা, জেলা-সাতক্ষীরা। ২০১৭ সালে পারিবারিকভাবে যশোর জেলার মহিতোষ বিশ^াসের পুত্র শোভন বিশ^াসের সাথে আমার বিবাহ হয়। কিন্তু বিবাহের পর ধীরে ধীরে জানতে পারি আমার স্বামী শোভন বিশ^াস মাদকাসক্ত ব্যক্তি। নেশা করে প্রায় প্রতিদিন আমাকে মারপিটসহ নির্মম নির্যাতন করতে থাকে। বিষয়টি পিতা- মাতাকে অবগত করালেও পিতা-মাতা বলে ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে। এভাবেই প্রায় ৫ বছর অতিবাহিত হলেও স্বামী শোভন বিশ^াসের কোন পরিবর্তন হয়নি উল্টো নির্যাতন আরো বাড়িয়ে দেয়। কিন্তু পিতা-মাতাকে জানিয়েও কোন লাভ না হওয়ায় আমি আত্মহত্যার চেষ্টাও করি। পরে শোভন বিশ^াসের বাড়ি থেকে পালিয়ে চলে আসি এবং তাকে তালাক পাঠিয়ে দেই। এর কিছুদিন পর তেরছি গ্রামের দুলাল চন্দ্র দাশের পুত্র উজ্জল কুমার দাশের সাথে আমার সম্পর্ক তৈরি হয়। সে আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। উজ্জল কুমার দাশ আজীবন আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিলে একপর্যায়ে আমরা সনাতন ধর্মীয় মতে কোর্ট ম্যারেজ করি। বিবাহের পর সুখে শান্তিতেই বর্তমান স্বামী উজ্জল কুমার দাসের বাড়িতে বসবাস করে আসছি। কিন্তু আমার পিতা সন্তোষ কুমার দাশ, মাতা জ্যোৎ¯œা রাণী দাস, প্রকাশ কুমার দাস, জেটি পূর্ণিমা রাণী দাস, প্রতিবেশী কাকা জয়দেব বিষয়টি মানতে নারাজ এবং কৌশলে আমাকে পুনরায় পূর্বের মাদকাসক্ত স্বামীর ঘরে পাঠাতে মরিয়া হয়ে ওঠে। যেখানে আমার জীবন নিয়ে সংশয় রয়েছে সেখানে পুনরায় ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না কিন্তু জানি না কি কারনে তারা এমনটি করছে। আমি তাদের কথায় বর্তমান স্বামীকে ত্যাগ না করায় আমার পিতার নেতৃত্বে উল্লেখিত ব্যক্তিরা আমার স্বামীসহ তার পরিবারের সদস্যদের মারপিট, পুলিশ দিয়ে হয়রানি এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানির চেষ্টা করে যাচ্ছে। তাদের কারনে আমার বর্তমান স্বামীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।
    তিনি বলেন, আমি সুখে শান্তিতে আছি এবং বর্তমান স্বামীর সাথেই সংসার করতে চাই। আমি যেখানে সুখে থাকব সেটিই পিতা-মাতার প্রত্যাশা হওয়ার কথা হলেও আমার পিতা-মাতা কেন জানিনা সেটি মেনে নিতে পারছে না। আমার জীবন গেলেও ওই মাদকাসক্ত স্বামীর ঘরে আর আমি ফিরে যেতে চাই না। আমি আমার বর্তমান স্বামী এবং তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত পূর্বক যাতে বর্তমান স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি তার যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

  • সৌদিতে ৮৭ বাংলাদেশি হাজির মৃত্যু

    সৌদিতে ৮৭ বাংলাদেশি হাজির মৃত্যু

    ডেস্ক রিপোর্ট : পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে বাংলাদেশের ৮৭ হাজি মারা গেছেন। তাঁদের ৬৭ জন পুরুষ এবং ২০ জন নারী। এই হাজিদের বেশিরভাগই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কেউ কেউ কিডনি, হিট স্ট্রোক, শ্বাসকষ্ট ও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্বাভাবিক মৃত্যুও হয়েছে অনেকের। গত ৩১ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে মারা যান।
    তাঁরা হলেন- আমিনুল হক (৬০), নাজমুল আক্তার (৬৩), নুরুল আমিন (৬৮), গোলাম মোস্তফা সরকার (৪৭), শহিদুল্লাহ মন্ডল (৭৬), শহিদুল আলম (৬৭), আয়াজ উদ্দিন (৭১), আমজাদ হোসেন প্রধান (৫৮), শহিদুল ইসলাম (৬০), আক্কাস আলী (৭১), আবুল ফাত্তাহ (৬৪), আব্দুল মান্নান (৫৯), আমান উল্লাহ (৭১), আব্দুল মতিন (৬০), গিয়াস উদ্দিন মোল্লাহ (৫৭), জাকির উদ্দিন সরকার (৫৭), হযরত আলী প্রামানিক (৭৭), আব্দুজ জহির কাজী (৬৮), শামসুল আলম (৭৭), সৈয়দ নিয়ামুল হক (৬২), ডা. শফিকুল ইসলাম (৫৮), সেকান্দার আলী (৬৪), রেদোয়ান (৬৪), শাহাদাত হোসেন (৭১), ফরিদ উদ্দিন (৭৩), এন কে এম শহিদুল ইসলাম কালাম (৫৩), ইউনুস আলী (৭৩), নুরতাজ আলী (৭৪), আমির হোসেন (৬৮), আবুল হাসেম ৬২), আইয়ুব খান (৪৮), আব্দুর রাজ্জাক (৬৫), আব্দুল ওয়াহেদ (৪৬), মতিউর রহমান (৬৮), খন্দকার জামাল উদ্দিন (৬১), শেখ ফরিদ খান (৬৬), আব্দুল কুদ্দুস খান (৬৪), আজাহার আলী (৭৩), কাজী আবুল কাশেম (৬৩), আবুল কালাম (৬১), আলী হোসেন (৬৭), আব্দুল জব্বার (৬৬), শাহজান আলী (৬৭), আবু তাহের (৬১), আবুল হাসেন ভুঁইয়া (৭১), আমজাদ হোসেন (৭১), আব্দুল মান্নান (৬৮), মমতাজুল হক (৮১), আব্দুল মোতালিব (৬৩), আবু মুসা (৬১), আহমেদ আলী (৬৪), গোলাম মোস্তফা (৬৫), বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম (৭২), আব্দুল হাদী (৪১), হাফিজার রহমান জিলাদার (৫৪), সুলায়মান খা (৭১), আব্দুল মালেক (৭১), আব্দুল হান্নান ভুঁইয়া (৭০), আব্দুস সালাম (৬৯), আদম উদ্দিন মন্ডল (৭১), শামসুল আলম (৬২), রহমান খালাসী (৭৮), আবুল কাশেম (৪৬), ফারগু মিয়া (৫৮), আব্দুল গাফফার ৬১), রাহিমা বেগম (৫২), মোসলেমা খাতুন (৬৫), হালিমা বেগম (৬২), হামিদা বেগম (৭৯), রুমী বেগম (৪৫), মনোয়ারা বেগম (৫৫), হাজেরা বেগম (৬১), জামিলা বেগম (৫৬), মাখফুরা খাতুন (৬১), শাহানারা বেগম (৬৪), পারুল বেগম (৭১), সালমা সুলতানা (৫৫), ওজুফা বেগম (৬১), মজিরন নেছা (৭১), মনোয়ারা বেগম (৭২), ফাতেমা বেগম (৬৫), রাবেয়া বেগম (৫৮), সানজিদা খান (৬৭), রোকেয়া বেগম (৬২), বিলকিস বেগম (৫২) প্রমুখ।

    তাঁদের কেউ মক্কায় হজ এজেন্সির ভাড়া করা হোটেলে, কেউ ভাড়া করা হোটেল থেকে সৌদি আরবে বাংলাদেশ মিশনের ক্লিনিকে আসার পথে, কেউ কিং ফয়সাল হাসপাতালে, কেউ কিং আবদুল আজিজ হাসপাতাল, কেউ বাংলাদেশ মিশনের ক্লিনিকে এবং কেউ কিং ফয়সাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

    সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসে কর্মরত চারজন পদস্থ কর্মকর্তা সমকালকে জানান, প্রয়াত হাজিদের সৌদি আরবের মক্কায় শরাইয়া ও মদিনার বাকীউল গরকা (জান্নাতুল বাকী) কবরস্থানে দাফন করা হয়েছে। সৌদি আরব সরকার তাদের নিজস্ব ব্যবস্থাপনায় দাফনের ব্যবস্থা করেছে।

  • প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর প্রত্যাহার তামিমের

    প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর প্রত্যাহার তামিমের

    ন্যাশনাল ডেস্ক : গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হাসান পাপন, তামিম ইকবাল ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হাসান পাপন, তামিম ইকবাল ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিত অবসর নেওয়ার একদিন পরই ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
    তবে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজে পাওয়া যাবে না জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে। দেড় মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপে ফিরবেন তিনি। এরপর খেলবেন সব ধরনের (ওয়ানডে ও টেস্ট) আন্তর্জাতিক ক্রিকেট। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
    বুধবার চট্টগ্রামে আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলেন দেশসেরা ওপেনার তামিম। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন বাঁ-হাতি এই ওপেনার। শুক্রবার ঢাকায় ফিরলে তাকে নিজ উদ্যোগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করাতে গণভবনে নিয়ে আসেন জাতীয় দলের সফলতম সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
    এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে ডেকে নেন। সেখানে বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে তামিম বলেন, “আজ দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনার বাসায় আমন্ত্রণ জানিয়েছেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি। কারণ, আমি সবাইকে ‘না’ বলতে পারি, দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে ‘না’ বলা অসম্ভব।”
    তাকে ফিরতে বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক ভূমিকা রেখেছেন জানিয়ে তামিম বলেছেন, ‘তাতে (ফিরতে) পাপন ভাই, মাশরাফি ভাই ছিলেন বিগ ফ্যাক্টর। মাশরাফি ভাই আমাকে ডেকে এনেছেন, পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে এক-দেড় মাসের ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা অন্য কোনো কিছু, মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি… তার পর যা করা দরকার ও তারপরে যে খেলাগুলো আছে, আমি ইনশাল্লাহ খেলব।’