Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
dakshinermashal, Author at Daily Dakshinermashal - Page 22 of 398

Author: dakshinermashal

  • তালায় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর স্মৃতিফলক নির্মানের উদ্ধোধন

    তালায় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর স্মৃতিফলক নির্মানের উদ্ধোধন


    তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ইসলামকাটি ভিলেজ ইমপ্রুভমেন্ট ট্রাস্টের উদ্যোগে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর স্মৃতিফলক নির্মানের শুভ উদ্ধোধন করা হয়েছে। বুধবার সকালে ইসলামকাটি বাজারে উদ্ধোধন করা হয়।
    উদ্ধোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলাম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ইসলামকাটি সাব রেজিস্ট্রার কর্মকর্তা  মইনুল হক, তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম, ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র সেন, সাধারণ সম্পাদক  শেখ আব্দুল আজিজ,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিকাশ চন্দ্র মজুমদার, ইউপি সদস্য খাইরুল আলম প্রমূখ। ইসলামকাটি ভিলেজ ইমপ্রুভমেন্ট ট্রাস্টের সাধারন সম্পাদক রণজিৎ কুমার ঘোষ অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং দোয়া মোনাজাত করেন মাওলানা মোহাম্মাদ রফিকুল ইসলাম।
    পরে ইসলামকাটি ভিলেজ ইমপ্রুভমেন্ট ট্রাস্টের অফিসে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
    উল্লেখ্য, সুরেন্দ্রনাথ চক্রবর্ত্তী ১৯২৬ সালে তিনি ইসলামকাটি ভিলেজ ইমপ্রুভমেন্ট ট্রাস্ট গঠন করেন। পরে ট্রাস্ট নামে প্রায় ৩৫ বিঘা জমি দান করেন। সেখানে ইসলামকাটি সাব রেজিস্ট্রার অফিস,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যণ কেন্দ্র, ইসলামকাটি (পারবতি নার্থ) বহুমূখি উচ্চ বিদ্যালয়, খেলার মাঠ, মসজিদ,পুকুর ও পুকুরের ঘাট স্থাপনা নির্মান করা হয়েছে।

  • সাতক্ষীরার নলতায় শিক্ষকের মারপিটে স্কুলের ছাত্রের মৃত্যুর অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় শিক্ষকের মারপিটে স্কুলের ছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোববার বিকালে কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। যদিও এ অভিযোগ অস্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক বলেন বকাঝকা করায় অভিমানে সে আত্মহত্যা করতে পারে।

    মারা যাওয়া স্কুলছাত্র রাজ প্রতাপ (১৫) ভাড়াশিমলা ইউনিয়নের হিজলা চন্ডিপুর গ্রামের দ্বীনবন্ধু দাস পুত্র। এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শিক্ষার্থীরা স্কুল ভাংচুর করে এবং শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।

    স্থানীয়রা জানান, রাজ প্রতাপ স্কুলের নিয়ম ভেঙে কয়েকজন বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করছিলেন। এতে বিদ্যালয়ের শিক্ষক অবকাশ সরকার, সিদ্ধার্থসহ কয়েকজন শিক্ষক ক্ষিপ্ত হয়ে তাদের ডেকে নিয়ে মারপিট করে। এতে প্রতাপ বাড়ি গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে। তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম বলেন, কোন ছাত্রকে মারপিট করা হয়নি। বকাঝকা করা হয়েছে। স্কুলের নিয়ম ভেঙে তারা শ্রেণির কক্ষের সামনে জন্মদিন পালন করছিল। আমার স্কুলে যেতে দেরি হওয়ায় একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছিল। পরে আমি স্কুলে গিয়ে তাদের অভিভাবকের কাছে ফোন করি। কিন্তু কারো অভিভাবক আসেনি। শুধু মাত্র প্রতাপের কাকা সেখানে আসলে স্কুলের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে তাকে বকাঝকা করা হয়। পরে শুনছি সে নাকি মারা গেছেন। হয়ত বাড়ি গিয়ে সে আত্মহত্যা করতে পারে।

    ভাড়াশিমলা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল নাঈম বলেন, আমি যতদূর শুনেছি স্কুলের নিয়ম ভেঙে জন্মদিন পালন করায় কয়েকজন শিক্ষক প্রতাপসহ তার বন্ধুদের মারপিট করে। এরপর বাড়ি গিয়ে প্রতাপ অসুস্থ্য হয়ে পড়ে। মারপিটের কারনেই সে মারা যেতে পারে বলে জানান তিনি।

    এবিষয়ে জানার জন্য কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমানের সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেনি।

  • তালায় ছোটবন্ধুদের পরিবেশ ভাবনা শীর্ষক কুইজ প্রতিযোগিতা


    তালা প্রতিনিধি : তালা ছোটবন্ধুদের পরিবেশ ভাবনা শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  (১৬ জুলাই) দুপুর ১টায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু তালা উপজেলা টিমের উদ্যোগে  ৩৩ নং তালা বাজার মডেল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোটবন্ধুদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, প্রথম স্থান অধিকারী দীঘি বাওয়ালী, দ্বিতীয় স্থান অধিকারী আফিয়া আঞ্জুম এবং তৃতীয় স্থান অধিকারী অমলেন্দু সাধু। প্রতিযোগিতার শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মীর জাকির হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সরকার, প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
    এসময় উপস্থিত ছিলেন আমরা বন্ধু ফাউন্ডেশন এর তালা উপজেলা টিম সমন্বয়কারী তাপস সরকার, আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, পুষ্পিত সেন,সুরভী সাদিয়া লিমা, জাফিরুল ইসলাম, সাইফুল ইসলাম, অর্ক মজুমদার, তৈয়বুর ইসলাম ।
    আমরা বন্ধু তালা উপজেলা টিমের আব্দুল্লাহ আল যোবায়ের প্রান্ত বলেন, আমাদের পরিবেশ নিয়ে ছোটবন্ধুরা কি ভাবছে, পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা কি এসব বিষয় তাদের কাছ থেকে জানাতে ও জানাতে আমাদের এই উদ্যোগ। প্রাথমিকভাবে উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছোটবন্ধুরা অংশ নিবে। পরবর্তীতে সমগ্র উপজেলায় আমরা এটি ছড়িয়ে দিতে চাই।

  • তালায় বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষে যুবলীগের প্রস্তুতি সভা

    তালায় বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল করার লক্ষে যুবলীগের প্রস্তুতি সভা


    নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ উন্নতি করণে আগামী ২০ জুলাই খুলনা বিভাগীয় “তারুণ্যের জয়যাত্রা” সমাবেশ সফল করার লক্ষ্যে সাতক্ষীরার তালায় বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (১৬ জুলাই) বিকালে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তালা উপজেলা শাখার আয়োজনে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন  উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম নান্টু।
    এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান বাবু,সাংগঠনিক  সম্পাদক জাহিদ হোসেন বাপ্পি,তালা উপজেলা যুবলীগের সাংগঠনিক  সম্পাদক খাঁন সিরাজুল ইসলাম,তেঁতুলিয়ার ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন সরদার, খলিলনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি উত্তম কুমার ঘোষ, যুবলীগ নেতা সরদার কামরুল ইসলাম, আতাউর রহমান, আলমগীর হোসেন, আবু সাইদ মিঠু প্রমূখ ।

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজপথে বিএনপি’র বিরুদ্ধে আন্দোলনে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আগামী ২০ জুলাই খুলনায় তারুণ্যের জয়যাত্রা আওয়ামী যুবলীগের  কেন্দ্রীয় কমিটি ঘোষিত  বিভাগীয়  শান্তি সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি।

  • সাতক্ষীরায় ৬ মাস ধরে নিখোঁজ কলেজ ছাত্রী! উৎকণ্ঠা ও হতাশায় পরিবার

    সাতক্ষীরায় ৬ মাস ধরে নিখোঁজ কলেজ ছাত্রী! উৎকণ্ঠা ও হতাশায় পরিবার

    প্রতিনিধি, সাতক্ষীরা৬ মাস ধরে নিখোঁজ সাতক্ষীরা সদরের শহীদ স্মৃতি কলেজের ডিগ্রী ছাত্রী শামিমা সুলতানা আখি। থানায় জিডিসহ বিভিন্ন জায়গায় খ্ঁোজাখুজির পরও মেয়ে উদ্ধার না হওয়ায় চরম উৎকণ্ঠা ও হতাশা বিরাজ করছে ভূক্তভূগীর পরিবারে। এরআগে গত ১৯ জানুয়ারী সকাল সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা সদরের ভাদড়া এলাকা হতে তিনি নিখোঁজ হন।
    শামিমা সুলতানা আখি(২২) সাতক্ষীরা সদরের কুশখালী ইউনিয়নের ভাদড়া গ্রামের শারিরীক প্রতিবন্ধী আলমগীর হোসেনের মেয়ে।
    ভিকটিমের মা রিজিয়া খাতুৃন বলেন, ‘নিখোঁজের ১৩ দিন আগে এমব্রয়ডারী কাজ করার কারণে আমি তাকে বকাবকি করি। বকাবকির ৫দিন পর সে ঢাকায় যাওয়ার জন্য সকালে সাতক্ষীরায় যায়। তবে বিকালে আবার সে ফিরে আসে। ওই ঘটনার ৮ দিন পর কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজেছি। নিখোঁজের ১ দিন পর গত ২১ জানুয়ারী থানায় জিডি করেছি। যার নং ১২১৩। তারিখ ২১.০১.২৩। প্রথমে জিডিটির তদন্ত শুরু করেন এসআই শাহজালাল। তবে তিনি তালা থানায় বদলি হয়ে গেলে ওই দায়িত্ব পান এএসআই ইয়ার আলী। তবে আমার মেয়েকে উদ্ধারের তেমন কোন অগ্রগতি না হওয়ায় নতুন ওসি স্যার থানায় যোগদান করলে আমরা তার কাছে যায়। তখন তিনি শুনেবুঝে ওই জিডির দায়িত্ব দিয়েছেন এসআই হাসান স্যারের কাছে।’
    তিনি আরো বলেন, ‘আমার মেয়ের কোন খোঁজ এখনও পাইনি। আমার মেয়ে বেঁচে আছে নাকি মরে গেছে তা আমরা জানিনা। ও যদি কারো সাথে চলেও যায় তবে আমরাতো জানবো সে কোথায় আছে! আমরা শুধু আমাদের মেয়ের সন্ধান চায়। আমরা আমাদের মেয়ের সন্ধানের জন্য পুলিশ প্রশাসনের কাছে সবিনয়ে অনুরোধ করছি।’
    কুশখালী ইউপির ৭ নং ওয়ার্ডের মেম্বর মনজুরুল আলম বলেন, ‘মেয়ে নিখোঁজের পর থেকে বিভিন্ন জায়গায় তাকে খোঁজা হয়েছে। তবে তার কোন সন্ধান এখনও কেউ দিতে পারেনি। মেয়েকে না পেয়ে মেয়েটির মা ও প্রতিবন্ধী বাবাসহ পরিবারের সদস্যরা অনেক হতাশ হয়ে গেছে। তার মা এক প্রকার খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে।’
    সাতক্ষীরা থানার এসআই হাসান বলেন, ‘কয়েকদিন আগে ওসি স্যার ওই মেয়েটির মায়ের করা জিডিটির তদন্তের দায়িত্ব আমাকে দিয়েছেন। মেয়েটির ব্যবহৃত মোবাইল নম্বরের একটা সিডিআর পেয়েছি। আর বাকি একটা সিডিআর বের করার চেষ্টা চলছে। ওসি স্যার দায়িত্ব দেওয়ার পর অত্যন্ত গুরুত্ব দিয়ে জিডিটির তদন্ত করা হচ্ছে।’

  • নিহত সেনা পরিবারের পাশে ‘পারদর্শী পরিবার  প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি

    নিহত সেনা পরিবারের পাশে ‘পারদর্শী পরিবার  প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি


    সাতক্ষীরা প্রতিনিধি: নিহত সেনা পরিবারের পাশে দাড়িয়েছে পারদর্শী পরিবার  প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি। বৃহস্পতিবার (১৩ জুলাই) সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সংগঠন পারদর্শী পরিবার  প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতি পক্ষ থেকে সাতক্ষীরার নলতা হাসপাতালে মৃত সার্জেন্ট কামরুজ্জামানের চিকিৎসাধীন স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান করে। 
    পারদর্শী পরিবার  প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতির ক্যাপ্টেন মোঃ হায়াতুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন সময়ে অবসর প্রাপ্ত সেনা সদস্য ও তাদের পরিবারের পাশে থাকি। সব সময় তাদের খোঁজ খবর রাখি। এরি ধারাবাহিকতায় আজ আমরা মৃত সার্জেন্ট কামরুজ্জামানের চিকিৎসাধীন স্ত্রীকে তার পায়ে চিকিৎসার সকল খরজ প্রদান করেছি।
    এসময় উপস্থিত ছিলেন, পারদর্শী পরিবার  প্রাক্তন সৈনিক কল্যাণ সমিতির ক্যাপ্টেন মোঃ হায়াতুল ইসলাম, অনারেবল ক্যাপ্টেন মোঃ আমিনুর রহমান, সার্জেন সামিউল ইসলাম, কর্পোরাল মোঃ মোফেদুল হক, লেফটেন্যান্ট  কর্পোরাল মাসুম, ওয়ারেন্ট অফিসার ইয়াহিয়া প্রমুখ।

  • নলতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার, সক্রিয় স্থানীয় বিএনপি


    সাতক্ষীরা প্রতিনিধি : একাধিক নাশকতা মামলার আসামি নলতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে কালিগঞ্জ থানা পুলিশ। এরপর সক্রিয় হয়ে উঠেছে নলতার স্থানীয় বিএনপি। 
    স্থানীয় সূত্র জানিয়েছে, চেয়ারম্যান আজিজুলের বডিগার্ড, একাধিক হত্যা মামলার আসামি ও ওয়ার্ড যুবদলের সভাপতি শহিদুল ইসলাম ওরফে বোমা শহিদুল, তার ভাই রবিউল ইসলাম বোল্লা, শওকত হোসেন ও মহাতাব হোসেনের নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা আগামী ১৭ জুলাই বিক্ষোভ এর আয়োজন করেছে।একারণে বুধবার(১২ জুলাই)রাতে তারা নলতা ইউনিয়নের পার্শ্ববর্তী চিংড়িখালিতে একটি প্রস্তুতিসভা করেছে। 
    নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড় বলেন, চেয়ারম্যান আজিজুর রহমান গ্রেফতার হয়ে তার অনুসারী সন্ত্রাসী বাহিনী নলতা বাজারে বিক্ষোভ মিছিলের মাধ্যমে নাশকতা করার পাইতারা চালায়। কিন্তু  আইনশৃঙ্খলা নিয়ে তৎপরতার কারণে তাদের কর্মসূচি পন্ড হয়ে যায়। 
    চিংড়িখালী ও বৈরাগীরচক ভূমিহীন সমিতির সভাপতি করিম পাড় জানান, চেয়ারম্যান আজিজুলের বডিগার্ড শহিদুলের নেতৃত্বে তারা ভূমিহীন পল্লীতে একটি মিটিং করেছে। মিটিয়ে  তারা আগামী ১৭ তারিখ দেশীয় অস্ত্র নিয়ে নলতায় বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন। তারা ইতিমধ্যে সাধারণ ভূমিহীন দের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ১৭ তারিখের প্রোগ্রামে হাজির হওয়ার জন্য চাপ প্রয়োগ করছে।
    অতিরিক্ত পুলিশ সুপার ও কালীগঞ্জ সার্কেল আমিনুর রহমান বলেন, তাদের বিক্ষোভ কর্মসূচির ব্যাপারে আমার কিছু জানা নেই। তবে আইনশৃঙ্খলা পরিপন্থী  কার্যক্রম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • চট্টগ্রামে সকল এলএনজি ভিত্তিক বিদ্যুত কেন্দ্র বাতিলের দাবিতে গণস্বাক্ষর প্রচারাভিযান অনুষ্ঠিত

    চট্টগ্রামে সকল এলএনজি ভিত্তিক বিদ্যুত কেন্দ্র বাতিলের দাবিতে গণস্বাক্ষর প্রচারাভিযান অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামে আনোয়ারা ও মিরেরশ^রাইসহ সকল এলএনজি ভিত্তিক বিদ্যুত কেন্দ্র বাতিল ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ জুলাই’২৩ বিকাল ০৩টায় চট্টগ্রামের বহদ্দারহাট পুলিশ বক্স চত্ত্বরে চত্বরে এ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংগঠন আইএসডিই বাংলাদেশ, ভোক্তা অধিকার সংগঠন ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোট (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সর্টারনাল ডেবট (বিডব্লিউজিইডি) এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

    প্রচারাভিযানে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, এডাব চট্টগ্রামের সভাপতি ও বিশিষ্ঠ নারী জেসমিন সুলতানা পারু, গনতন্ত্রী পার্টির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মৃদুল দাস গুপ্ত, ছাফা মোতালেব কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হাজী আবু তাহের, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ¦ আবদুল মান্নান, জেলা সামাজিক উদেক্তা পরিষদের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, বাংলাদেশ ভেজিটেল ফ্রুটস এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের সদস্য মোঃ সেলিম জাহাঙ্গীর, বন গবেষণাগার কলেজের অধ্যাপক মুক্তিযোদ্ধা আবম হুমায়ুন কবির, খুলসী থানা ক্যাবের সভাপতি লায়ন প্রকৌশলী কাজী হাফিজুর রহমান, কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের নেতা অধ্যক্ষ মাহবুবুর রহমান দুর্জয়, অধ্যক্ষ এস এম আবচার উদ্দীন, মহিলা পরিষদ কালুরঘাটের সভাপতি রুবি খান, ক্যাব পাহাড়তলীর হারুন গফুর ভুইয়া, ক্যাব পশ্চিশ ষোল শহরের এম এ আওয়াল, ক্যাব চান্দগাঁও এর কলিম উল্যাহ চৌধুরী, আবদুর রহমান, এডাব’র চট্টগ্রামের বিভাগীয় সমন্বয়কারী ফোরকান মাহমুদ, ক্যাব যুব গ্রুপের মোঃ খাইরুল ইসলাম, রাব্বি চৌধুরী, মোহাম্মদ আবরার, চৌধুরী তুষার, ওমর করিম, রাকিব হাসান, পলি দাস, সুরমি দাস, চিং মং মারমা, মোঃ রায়হান, অমিত দাশ প্রমুখ।

    সমাবেশে এস এম নাজের হোসাইন বলেন, বর্তমান প্রেক্ষাপটে বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বাজার তুলনামলূক হারে অত্যন্ত অশান্ত। ২০২১ সাল থেকে একনাগাড়ে সারাবিশ্বে এলএনজির দাম বেড়ে নতুন রেকর্ড গড়ছে, যা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এবং মল্যূস্ফিতীর কারণে উচ্চ থেকে উচ্চতর হয়েছে। বাংলাদেশ একটি দক্ষিন-এশীয় দেশ, যার গ্যাসের চাহিদার ২০% তরলীকৃত প্রাকৃতিক গ্যাস(এলএনজি) আমদানির উপর নির্ভরশীল। আন্তর্জাতিক মল্যূস্ফীতির কারণে দেশের এলএনজি আমদানির সক্ষমতা ব্যপকহারে হ্রাস পেয়েছে। অতিরিক্ত দাম দিয়ে এলএনজি ক্রয বন্ধ করতে সম্পূর্ণরূপে বাধ্য হয়েছে এবং দেশের জ্বালানী ও বিদ্যুতের ঘাটতি, মূল্য বৃদ্ধির অস্থিরতা এবং সরবরাহের নিরাপত্তাহীনতায় ভুগছে।

    তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে জলবায়ু-সহিষ্ণু মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে ২০২১ সালে বাংলাদেশ সরকার ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ গ্রহণ করে। মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ, ২০৪১ সালের মধ্যে ৫০ শতাংশ এবং ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে। বাংলাদেশে যদি নবায়নযোগ্য জ্বালানি খাতে মজিুব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান (এমসিপিপি) বাস্তবায়ন করে তাহলে অন্ততপক্ষে প্রায় ২.৭ বিলিয়ন ডলার বা তার বেশি সাশ্রয় হবে।

    অনুষ্ঠানে বক্তারা বলেন এলএনজির উৎপাদন ও পরিবহন খরচ আনপুাতিক হারে অনেক বেশি; উৎপাদন ও পরিবহন খরচ এলএনজির মোট দামের ৮৫% পর্যন্তও হতে পারে। সর্বপ্রথম ২০১৮ সালের ২৪ এপ্রিল ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ নিশ্চিতকরণ লক্ষ্যে, ০.৬৫ মিলিয়ন টন এলএনজি আমদানী এর মাধ্যমে বাংলাদেশ এলএনজি যাত্রায় অনপ্রবেশ করে। ফলে চট্টগ্রাম অঞ্চলেই প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলারের এলএনজি প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে। ফলে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করেও বিদুৎ সমস্যার সমাধান করা যাচ্ছে না। ২৪০ গিগাওযাট এর বায়ু এবং ১৫০ গিগাওয়াটের সৌর সম্ভাবনা থাকা সত্ত্বেও, ২০২০ সালে বিদ্যুতের মিশ্রণের মাত্র ১.৩২% ছিল নবায়নযোগ্য শক্তি। পিডিবির তথ্য অনযুায়ী, দেশে ১৫৩টি বিদ্যুৎকেন্দ্র সচল রয়েছে যার মধ্যে গ্যাসভিত্তিক ৫৯টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌর ও বায়ুবিদুতে বিনিয়োগ করলে বর্তমান সংকট এতটা গভীর হতো না।

    বক্তারা আরও বলেন নবায়নযোগ্য উৎস থেকে বাংলাদেশের প্রায় ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। নবায়নযোগ্য উৎস থেকে তূলনামলূক হারে নন্যূতম খরচে ১০০ ভাগ বিদ্যুৎ উৎপাদনের সম্ভব। বাংলাদেশ সরকার, ২০২০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে কমপক্ষে ১০% বিদ্যুৎ উৎপাদনে প্রতিশ্রুতি বদ্ধ হয়েছিলো, সেখানে নবায়নযোগ্য উৎস থেকে প্রতি দিন মাত্র ৭৩০ মে গাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যেটি মোট উৎপাদন সক্ষমতার মাত্র ৩.৪৭%। নবায়নযোগ্য উৎসকে যথার্থ গুরুত্ব না দেওয়ার ফলে ২০২১ সালে ও নির্ধারিত লক্ষের অর্ধেকও অর্জন করা সম্ভব হয়নি। বাংলাদেশে নবায়নযোগ্য উৎস নিয়ে যে সবপ্রকল্প পরিকল্পনা করা হয়েছে, সেগুলো যথাসময়ে উৎপাদন এবং সরবরাহের আওতায় এলে এলএনজি আমদানি বাবদ ব্যয় ২৫% কমানো সম্ভব হবে।

  • কালিগঞ্জে বীর নিবাসের চাবি হস্তান্তর

    কালিগঞ্জে বীর নিবাসের চাবি হস্তান্তর


    সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘বীর নিবাস’ নির্মান শেষে চাবি হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে কাকশিয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: মতলুবর রহমানের হাতে চাবি হস্তান্তর করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মিরাজ হোসেন খান, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মো: ছুরাত আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা জি. এম. নূর মোহাম্মাদ, বীর মুক্তিযোদ্ধা মো: জেহের আলী মিন্ত্রী ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস এস এন্টারপ্রাইজের মালিক মো: আব্দুস সামাদ প্রমুখ।
    অসচ্ছল-শহীদ-প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তানদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ লাখ ১০ টাকা ব্যয়ে একেকটি পাকা ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবেই জেলার ২৯২জন বীর মুক্তিযোদ্ধাকে সরকারি এসব ঘর বরাদ্দ দেয়া হয়েছে। ২৫ ফুট প্রস্থ আর ৩৫ ফুট দৈর্ঘ্যরে এ ঘরটিতে ২টি বেড রুম, ১টি ড্রইং রুম, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন রুম ও ২টি বাথরুমসহ থাকছে সুপেয় পানির ব্যবস্থা। কালিগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে ১২টি এবং দ্বিতীয় পর্যায়ে ৪৩টি ঘরের বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে দ্বিতীয় পর্যায়ে মেসার্স অরোরা এন্টারপ্রাইজের ৪টি ঘর এবং মেসার্স এস এস এন্টারপ্রাইজের ৫টি ঘর হস্তান্তর করা হয়।

  • তালায় পল্লীবন্ধুর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনে ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন জাপার প্রস্তুুতি সভা অনুষ্টিত

    তালায় পল্লীবন্ধুর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনে ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন জাপার প্রস্তুুতি সভা অনুষ্টিত


    প্রেস রিলিজ : তালায় ১৪ জুলাই পল্লীবন্ধুর চতুর্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ডাকবাংলো চত্বরে কোরআনখানী, স্বরনসভা, মিলাদ মাহফিল দোয়া অনুষ্টান সফল করতে ধানদিয়া ইউনিয়ন ও নগরঘাটা জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে ফুলবাড়ি বাজার চত্বরে প্রভাষক মোঃ আবুবক্কর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।

    বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টির সিনি: যুগ্ম-সাধারন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, জাসদ ধানদিয়া ইউনিয়ন সভাপতি মোঃ ইয়াকুব দর্জি, বক্তব্য রাখেন উক্ত ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ মানিক হোসেন মোড়ল, ৯ নং ওয়ার্ড জাপার মোঃ আব্দুল জলিল সরদার, ৫নং ওয়ার্ড মোঃ নুর আলী সানা, ৩নং ওয়ার্ড জাপানেতা মোঃ হোসেন আলী গাজী, জাতীয় যুবসংহতির ইউনিয়ন সভাপতি মোঃ সিদ্দিক মোড়ল, সাংগনিক সম্পাদক মোঃ জুয়েল মোড়ল,জাতীয় ছাত্র সমাজের ধানদিয়া ইউনিয়ন সভাপতি মোঃ আশরাফুজ্জামান শাওন।

    অপরদিকে সন্ধ্যা ৭টা ৩০ মিনাটে নগরঘাটা ইউনিয়নের পোড়ার বাজারে জাতীয় পার্টি নগরঘাটা ইউনিয়ন সভাপতি অধ্যাপক মোঃ আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুরুপ প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি বিশেষ অতিথি সহ বক্তব্য রাখেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস,এম নজরুল ইসলাম।

    উক্ত ইউনিয়ন জাতীয়পার্টির সিনিঃ সহ- সভাপতি ডডাঃ মোঃ আব্দুর রহমান, সাধারন সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুল ওহাব সরদার, মোঃ করিম সরদার, ১ নং ওয়ার্ড জাপা নেতা মোঃ ইসলাম মোড়ল, মোঃ ফারুক হোসেন, মোঃ শফিউল আলম,২নং ওয়ার্ড মোঃ সাইফুল ইসলাম,মোঃ রফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ড মোঃ আব্দুস সালাম শেখ, ৯ নং ওয়ার্ড মোঃ রুহুল আমিন শেখ,জাতীয়যুবসংহতির নগরঘাটা ইউনিয়ন সভাপতি মোঃ শাহীনুর রহমান, জাতীয় ছাত্র সমাজের নেতা মোঃ সৌরভ প্রমুখ।

    সভায় আগামীয় জাতীয় সংসদ নির্বাচনে এম,পি প্রার্থী সৈয়দ দিদার বখত্, উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস,এম নজরুল ইসলাম কে বিজয়ী করতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ১৪ ই জুলাই শুক্রবার বিকাল ৩ টায় তালা সদর ডাকবাংলো চত্বরে পল্লীবন্ধুর চতুর্থ মৃত্যুবার্ষিকী সফল ভাবে পালন করতে প্রস্তুুতি সভা অনুষ্টিত হয়।

  • সাতক্ষীরায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো দুই শতাধিক শিক্ষার্থী

    সাতক্ষীরায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো দুই শতাধিক শিক্ষার্থী

    ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বাল্য বিবাহকে লাল কার্ড দেখালো দুই শতাধিক শিক্ষার্থী।

    বুধবার (১২ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের আয়োজিত এক ক্যাম্পেইনে বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে তারা।

    ‘বাল্য বিবাহ জীবন থেকে জীবন কেড়ে নেয়’ প্রতিপাদ্যে এই ক্যাম্পেইনে ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে বাল্য বিয়ের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সুমনা আইরিন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, অভিভাবক আব্দুল আহাদ, শিক্ষক মুকুল হোসেন, শিক্ষার্থী লিপিকা গাইন, তাবাচ্ছুম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার প্রমুখ।

    বক্তারা বাল্য বিয়ের কুফল তুলে ধরে বলেন, বাল্যবিবাহ মানুষের জীবনে একটি অভিশাপ। বাবা-মারা অসচেতনতার কারণে অল্প বয়সে ছেলে-মেয়েদের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হতে চাইলেও বিয়ের পর দিন থেকে শুরু হয় নানা মাত্রিক সমস্যা। এক কথায় বলা চলে বাল্য বিয়ে জীবন থেকে জীবন কেড়ে নেয়। এজন্য সকলকে নিজ নিজ দায়বদ্ধতার জায়গা থেকে বাল্য বিয়ে প্রতিরোধ করতে হবে।

    অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার হিসেবে বই, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

  • কারও সঙ্গে যুদ্ধে জড়ানোর ইচ্ছে নেই: প্রধানমন্ত্রী

    কারও সঙ্গে যুদ্ধে জড়ানোর ইচ্ছে নেই: প্রধানমন্ত্রী

    বর্তমান সরকার শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    তিনি বলেছেন, বাংলাদেশের কারও সঙ্গে কোনো ধরনের যুদ্ধে জড়ানোর ইচ্ছে নেই। আমরা প্রকৃতপক্ষে কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। আমাদের দৃষ্টিভঙ্গি শুধু আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
    বুধবার পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ নৌবাহিনী বিএনএস শের-ই-বাংলা’র নবনির্মিত ঘাঁটি, ৪১টি পিসিএস-এর চারটি জাহাজ ও চারটি এলসিইউর কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।
    শেখ হাসিনা বলেন, সরকার নৌবাহিনীসহ সশস্ত্র বাহিনীর উন্নয়নে পদক্ষেপ নিয়েছে। এতে তারা আন্তর্জাতিক স্তরের যোগ্যতা ও মান অর্জনের মাধ্যমে দক্ষ হয়ে উঠেছে। আমরা সেই উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থা নিয়েছি।
    তিনি বলেন, হেলিকপ্টার কেনার পাশাপাশি সাগরে নজরদারি ও নিরাপত্তা জোরদার করতে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ নির্মাণের কাজ চলছে।
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল। শুরুতেই বিএনএস শেরে বাংলা, ৪১ পিসিএসের চারটি জাহাজ ও চারটি এলসিইউ-এর ওপর একটি অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
    কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল বিএনএস শের-ই-বাংলার বেস কমান্ডার এবং চারটি জাহাজের কমান্ডার এবং ৪১ পিসিএসের চারটি এলসিইউ-এর কাছে কমিশনিং ফরমান হস্তান্তর করেন।
    প্রধানমন্ত্রী বিএনএস শের-ই-বাংলা ঘাঁটি এবং ৪১ পিসিএসের চারটি জাহাজ ও চারটি এলসিইউ-এর নেমপ্লেটও উন্মোচন করেন।
    এই প্রথমবারের মতো নৌ-ঐতিহ্য অনুযায়ী বিএনএস শের-ই-বাংলা ঘাঁটি, চারটি জাহাজ এবং চারটি এলসিইউতে জাতীয় পতাকা উড়ানো হয়। যা নৌবাহিনীতে ‘রঙ’ নামে পরিচিত।

  • শ্যামনগরে নারী শ্রমিক দলের জোট গঠন কর্মশালা অনুষ্ঠিত

    শ্যামনগরে নারী শ্রমিক দলের জোট গঠন কর্মশালা অনুষ্ঠিত

    ১২ জুলাই ২০২৩ সকাল ১০ টায় লিডার্স প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডলের সভাপতিত্বে নারী চিংড়ি শ্রমিক দলের জোট গঠন কর্মশালা অনুষ্ঠিত হয়। লিডার্স এর বাস্তবায়নাধীন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন, এস. এম আতাউল হক দোলন , উপাজেলা চেয়ারম্যান, শ্যামনগর উপজেলা পরিষদ, তিনি তার বক্তব্যে বলেন “চিংড়ি ঘেরে নারী শ্রমিকরা নায্য ও পুরুষের ন্যায় সম মুজুরী পায়না, কিন্তু পুরুষের সমান তারা কাজ করেন। আমরা পুরুষের সমান সম মুজুরীর দাবীর সাথে এক মত, এ বিষয়ে উপজেলা পরিষদ আপনাদের পাশে সব সময় থাকবে।” বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেফালি বিবি, নির্বাহী পরিচালক বনজীবী নারী উন্নয়ন সংগঠন, রেখা রানী মৃধা, সভাপতি , শাপলা নারী চিংড়ী শ্রমিক দল। কর্মশালায় প্রশিক্ষণে সহায়তা করেন অধ্যক্ষ আশেক -ই- এলাহী, (অবসর) আতরজান মহিলা মহাবিদ্যালয়, কর্মশালায় আরো উপস্থিত ছিলেন আলীম আল-রাজী প্রোগ্রাম ম্যানেজার, লিডার্স, দেবব্রত কুমার গায়েন, প্রোগাম অফিসার, লিডার্স।

  • সাতক্ষীরা পৌর এলাকায় সকল নাগরিকদের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত ও বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে গণঅবস্থান কর্মসূচী

    সাতক্ষীরা পৌর এলাকায় সকল নাগরিকদের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত ও বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে গণঅবস্থান কর্মসূচী

    বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় সাতক্ষীরা পৌরসভার বর্ধিত পানির বিল প্রত্যাহার এবং রাস্তাঘাট-ড্রেনেজসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবীতে বুধবার (১২ জুলাই ২০২৩) সকাল ১০টায় পৌরসভার সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি এবং জেলা জলবাযু অধিপরামর্শ ফোরাম । গণঅবস্থান থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং ৩০ জুলাই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হয়। 

    জেলা নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত গণঅবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন এবং কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল। 

    গণঅবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, এ্যাড. আবুল কালাম আজাদ, সুধাংশু শেখর সরকার, শেখ ওবায়দুস সুলতান বাবলু,  সাবেক পিপি এ্যাড. ওসমান গনি, শেখ সিদ্দিকুর রহমান, ইদ্রিস আলী, কাজী আকতার হোসেন, আবুল হোসেন, হাসান ইমাম, নিত্যানন্দ সরকার, মুনসুর রহমান, আবু তালেব, আব্দুস সামাদ, আদিত্য মল্লিক, আব্দুস সাত্তার, মো.আব্দুল্লাহ, কামরুজ্জামান কামু, গৌরপদ দাস, লিডার্স  কর্মী সুলতা সাহা, বায়জিত হোসেন প্রমুখ। কর্মসূচি পরিচালনা করেন আলী নুর খান বাবলু।

    বক্তারা বলেন, কোন পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানির বিল চারগুন বৃদ্ধি করা হয়েছে। বিষয়টি নিয়ে পৌরসভার মেয়র, ভারপ্রাপ্ত মেয়রসহ পৌর পরিষদের সাথে একাধিকবার আলাপ-আলোচনাকালে অযৌক্তিকভাবে বৃদ্ধিকৃত বিল প্রত্যাহারের দাবী জানানো হয়। পৌর মেয়র নিজেও অযৌক্তিকভাবে বৃদ্ধিকৃত বিল প্রত্যাহারের আশ্বাস দেন। কিন্তু অদ্যবধি বিল প্রত্যাহার করা হয়নি। 

    বক্তারা আরো বলেন, বাংলাদেশের মধ্যে সাতক্ষীরাই একমাত্র পৌরসভা- যেখানে আগে নিউমার্কেট ছিল এখন নেই। আগে পাবলিক অডিটরিয়াম ছিল এখন নেই। আগে পৌর মিলনায়তন ছিল এখন নেই। আগে শিশু পার্ক ছিল এখন নেই। আগে রাস্তায় ঝাড়–দার ছিল এখন নেই। আগে রাস্তার পাশে ফুটপাথ না থাকলেও সাধারণের চলাচলের পরিবেশ ছিল এখন নেই। আগে সুলতানপুর বড়বাজারে তরিতরকারী ব্যবসায়ীদের বসার জায়গা ছিল এখন নেই। তারা এখন রাস্তায় বসে। ইটাগাছা সান্ধ্য হাটের অস্তিত্ব বিলুপ্ত প্রায়। শহিদ আব্দুর রাজ্জাক পার্ক দখল করে সেখানে কমপক্ষে ১০টি অবকাঠামো গড়ে তোলা হয়েছে। সেখানে অবসর বিনোদনের কোন পরিবেশ নেই। বিভিন্ন এলাকায় আগে পাবলিক টয়লেট থাকলেও এখন তার অধিকাংশই নেই। আগে ডাসবিন ছিল এখন নেই। রাস্তার পাশে পাকা পানির ট্যাপ ছিল এখন নেই। আগে রাস্তাঘাট ছিল এখন তার ছাল-চামড়া নেই। যানজট নিরসনে রাস্তায় ট্রাফিক দাড়ানোর জায়গা নেই। নতুন নতুন এলাকায় আবাসন গড়ে উঠলেও সেখানে যাতায়াতের কোন রাস্তাঘাট নেই। প্রাণ সায়র খালের প্রাণ নেই। দশ বছর পূর্বে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মিত হলেও শহরের সাথে যুক্ত লিঙ্ক রোডগুলো উপযোগী করে গড়ে না তোলার কোন উদ্যোগ নেই। শহরের যানজট নিরসনে প্রধান সড়কের সাথে অন্যান্য সড়কগুলোর পর্যাপ্ত লিঙ্ক রোড নির্মাণের উদ্যোগ নেই। 

    বক্তারা আরো বলেন, সাতক্ষীরা পৌরসভার সরবরাহকৃত পানি আগে শুধু ব্যবহার উপযোগীই ছিল না, তা শহরের লোকজন ছাড়াও ভ্যান-পিকআপ-ট্রাকযোগে বিভিন্ন এলাকায় নিয়ে যেয়ে মানুষ পান করতো। কিন্তু এখন যে পানি সরবরাহ করা হয় তা পান করাতো দুরের কথা ব্যবহার উপযোগী নয়। অধিকাংশ গ্রাহক নিয়মিত পানি পান না। যেকারনে আগে পানির ১৬ হাজার গ্রাহক থাকলেও এখন তা কমে ১০ হাজারে এসে দাড়িয়েছে। 

    বক্তারা পৌরসভার সকল সমস্যা সমাধানে এবং বর্ধিত পানির বিল প্রত্যাহারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 

  • উপকূল বায়ু বিদ্যুতে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ডেনমার্কের

    উপকূল বায়ু বিদ্যুতে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ডেনমার্কের

    বাসস : মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুসারে, ডেনমার্কের নবায়নযোগ্য জ্বালানি ফার্মসমূহ বাংলাদেশের উপকূল দূরবর্তী বঙ্গোপসাগরে ৫০০ মেগাওয়াট প্রাথমিক ক্ষমতাসম্পন্ন একটি বাণিজ্যিক, ইউটিলিটি-স্কেল অফশোর উইন্ড প্রকল্প তৈরির জন্য বাংলাদেশের নিকট ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব জমা দিয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় ডেডিকেটেড গ্রিনফিল্ড নবায়যোগ্য জ্বালানী বিনিয়োগকারী সংস্থা- ‘কোপেনহেগেন ইনফ্রাস্ট্রাকচার পার্টনারস’ (সিআইপি) এবং ‘কোপেনহেগেন অফশোর পার্টনারস’ (সিওপি) সম্প্রতি এই প্রস্তাবটি নিয়ে এসেছে।
    আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেনমার্ক যেহেতু বায়ু বিদ্যুৎ শিল্পের বিকাশে অগ্রণী দেশ এবং এ বিষয়ে বৈশ্বিক নেতা, তাই এই প্রাথমিক বিনিয়োগ প্রস্তাব এবং তাদের অব্যাহত সহযোগিতা একটি সবুজ দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে মূল চালিকাশক্তি হতে পারে। এই অফশোর উইন্ড প্রজেক্ট বিশেষ করে দেশের উপকূলীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ক্ষেত্রে একটি অনন্য সুযোগ সৃষ্টি করবে, যা ‘ব্লু ইকোনমি’র উন্নয়নেও সহায়তা করবে। এই প্রস্তাবটি বাংলাদেশের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে এসেছে যখন, উচ্চাভিলাষী পরিচ্ছন্ন জ্বালানী লক্ষ্যমাত্রা সত্ত্বেও জীবাশ্ম জ্বালানি আমদানির উপর দেশ অনেক বেশি নির্ভরশীল। আর মুদ্রাস্ফীতিজনিত মূল্য বৃদ্ধি ধাক্কার এই সময়টাতে এ যেন এক কঠিন সিদ্ধান্ত। বিশ্বব্যাংকের মতে, অত্যন্ত জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের বার্ষিক মোট দেশজ উৎপাদন (জিডিপি) শতাব্দীর মাঝামাঝি সময়ে ৯ শতাংশের মতো কমে যেতে পারে। তাই বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে হবে, একই সাথে পরিচ্ছন্নতার জন্য আরও দক্ষ প্রযুক্তিতে প্রবেশ করতে হবে, যা কয়েক দশকের উন্নয়ন ও প্রবৃদ্ধিকে সমর্থন করে। এছাড়া অস্থিতিশীল জীবাশ্ম জ্বালানি আমদানি থেকে দূরে সরে যেতে, কার্বন নির্গমন সীমিত করা এবং উচ্চ আয়ের মর্যাদা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে চরম দারিদ্র্য নির্মূল করার লক্ষ্যে দেশটির লক্ষ্য হওয়া উচিত।
    ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস (আইইইএফএ) গ্রীন ট্রানজিশনের জন্য বার্ষিক ১.৭ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল প্রয়োজনীয়তার প্রাক্কালন করেছে। সিআইপি এবং সিওপি-এর এই মাল্টিবিলিয়ন ডলারের প্রস্তাবটি বিনিয়োগের একটি নতুন ঢেউ তৈরী করতে পারে। যা বাংলাদেশকে একটি সত্যিকারের জলবায়ু সমৃদ্ধ ভবিষ্যতের দিকে চালিত করতে পারবে।
    জুনের প্রথম দিকে বাংলাদেশ ও ডেনমার্ক ‘২০২২ সাসটেইনেবল অ্যান্ড গ্রিন ফ্রেমওয়ার্ক এনগেজমেন্ট’-এর অধীনে আগামী পাঁচ বছরের জন্য একটি “জয়েন্ট অ্যাকশন প্ল্যান” অনুমোদন করেছে। ডেনমার্কের ডেভেলপমেন্ট কো-অপারেশন এবং গ্লোবাল ক্লাইমেট পলিসি মন্ত্রী ড্যান জর্গেনসেনের সাম্প্রতিক ঢাকা সফরের সময় টেকসই উন্নয়নের জন্য সবুজ ও পরিচ্ছন্ন প্রযুক্তি এবং বিনিয়োগ অংশীদারিত্বে সম্মত হয়েছেন। উভয় পক্ষই আরও বেশি ডেনিশ বিনিয়োগের জন্য বাংলাদেশে সহজে ব্যবসা করার গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে। ডেনমার্ক অন্যান্যের মধ্যে আরও নবায়নযোগ্য জ্বালানি, সামুদ্রিক এবং নীল অর্থনীতির খাতে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে। একবার এটি বাস্তবায়িত হলে, এই অফশোর উইন্ড প্রজেক্টটি হবে- বাংলাদেশে এবং সম্ভবত দক্ষিণ এশিয়ায় এ ধরনের প্রথম। প্রাথমিক সমীক্ষার ফলাফলে দেখা যায় যে, প্রকল্পের ৩০ বছরের কার্যমেয়াদে কয়েক ডজন স্থায়ী পদ ছাড়াও নির্মাণ পর্যায়ে শত শত প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
    সিআইপি এবং সিওপি দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় অবকাঠামো অপারেটর ও ডেভেলপার এবং বাংলাদেশের বৃহত্তম বেসরকারী বিদ্যুৎ উৎপাদনকারী (আইপিপি) সামিট গ্রুপকে কনসোর্টিয়ামে যোগদানের জন্য প্রস্তাব করেছে ।

  • সরকারি হাসপাতালে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা

    সরকারি হাসপাতালে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা

    আগামী ১ মাস সকল সরকারি হাসপাতালে ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে। স্বাস্থ্য অধিদপ্তর এক বিশেষ সতর্ক বার্তায় এই তথ্য জানিয়েছে।
    খবর তথ্য বিবরণীর।
    এতে বলা হয়, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে, পরিবেশ পরিচ্ছন্নতার ওপর নজর দিতে হবে বলে পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য অধিদফতর। জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করতে বার্তায় বলা হয়েছে।
    ডেঙ্গু জ্বরের লক্ষণ সম্পর্কে বলা হয়েছে, তীব্রমাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্ল্যান্ড ফুলে যাওয়া,শরীরে র‌্যাশ ওঠা,শরীরে লালচে দানা, পাতলা পায়খানা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
    এতে ডেঙ্গু জ্বর হলে খাবারের বিষয়ে পরামর্শ দিয়ে বলা হয়েছে, জ্বর হলে বেশি বেশি তরল খাবার স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে।
    ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে বলা হয়েছে, ঘরের বা অফিসের বা কর্মস্থলের জানালা সবসময় বন্ধ রাখতে হবে, মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। পরিচ্ছন্নতা অভিযানে সকলকে সরাসরি যুক্ত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে।
    মশার প্রজননরোধে করণীয় সম্পর্কে বলা হয়েছে, ঘরে ও আশপাশের যে কোন পাত্রে বা জায়গায় মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল, ফ্রিজে জমে থাকা পানি ৩ দিনের মধ্যে ফেলে দিতে হবে, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে হবে।
    ডেঙ্গু বিষয়ক এই বিশেষ বার্তায় আরো জানানো হয়, ডেঙ্গু নিয়ে যেন মানুষের মধ্যে আতঙ্ক না ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই এই জ্বর সেরে যায়। তবে ডেঙ্গু শক সিনড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে।

  • রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৭২ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১১.৫২ শতাংশ

    রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৭২ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১১.৫২ শতাংশ

    ন্যাশনাল ডেস্ক : ২০২৩-২৪ অর্থবছরে মোট ৭২ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২ বিলিয়ন ডলার, আর সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ বিলিয়ন ডলার।
    চলতি বছরের জন্য পণ্য রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ দশমিক ৫৯ শতাংশ আর সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ১১ দশমিক ১১ শতাংশ। সব মিলিয়ে রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ দশমিক ৫২ শতাংশ।
    বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
    বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য ও সেবা মিলিয়ে ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৬৭ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৬৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা গতবছরের চেয়ে ১১ দশমিক ৫২ শতাংশ বাড়িয়ে ৭২ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।
    সরকার ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উল্লেখ করে তিনি বলেন, চলতি অর্থবছরে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা সম্ভব এবং আমাদের এই বক্তব্যের সাথে ব্যবসায়ীরা একমত পোষণ করেছেন। রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানিসহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছে। আমরা তাদের কথা শুনেছি এবং তাদের দাবী পূরণে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রতি দেয়া হয়েছে।
    বাণিজ্যমন্ত্রী বলেন, বিগত দুই অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা এবং লক্ষ্যমাত্রার বিপরীতে আমাদের অর্জনসহ সাম্প্রতিক বছরগুলোতে রপ্তানি খাতে অর্জিত প্রবৃদ্ধির গতিধারা, পণ্য ও বাজার সম্প্রসারণ এবং বহুমুখীকরণে সরকারের আর্থিক ও অ-আর্থিক প্রণোদনা, বিশ্ব বাণিজ্যের সাম্প্রতিক গতিধারা, দেশীয় ও বৈশ্বিক অর্থনীতিতে ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং রপ্তানি সম্ভাবনাময় নতুন পণ্য ও সেবা খাতের বিকাশ বিবেচনায় নিয়ে চলতি ২০২৩-২৪ অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
    সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন জাতীয় নির্বাচন তার স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করে সংবিধান অনুযায়ী হবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশে কোনো কিছুই বন্ধ থাকবে না। অফিস-আদালত, ব্যাংক-বীমা, ব্যবসা-বাণিজ্য স্বাভাবিকভাবেই চলবে।অতএব নির্বাচনের বছর উপলক্ষ্যে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে কোনো বিরুপ প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলে তিনি উল্লেখ করেন।
    টিপু মুনশি জানান, ২০২৩ সালের শেষ পর্যায়ে দক্ষিণ এশিয়ার বেশীরভাগ অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধি হবে বলে বিভিন্ন সংস্থা পূর্বাভাস দিয়েছে। এই পূর্বাভাস ঠিক থাকলে এসময়ে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। আন্তর্জাতিক বিভিন্ন বাণিজ্য সংস্থা এখন পর্যন্ত যেসব পূর্বাভাস দেয়া হয়েছে তা বিবেচনায় নিলে চলতি বছরের মন্দা অবস্থা বছরের শেষ দিকে কাটতে শুরু করবে এবং আগামী বছরে বিশ্ব অর্থনীতি পুনরায় প্রবৃদ্ধির ধারায় ফেরত আসবে।
    বিগত অর্থবছরের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে পণ্য খাতে ৫৮ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার অর্জিত হয়েছে যা, লক্ষ্যমাত্রার প্রায় ৯৫ দশমিক ৮ শতাংশ এবং পূর্ববর্তী ২০২১-২২ অর্থবছরের তুলনায় ৬ দশমিক ৬৭ শতাংশ বেশী। পণ্য ও সেবা খাত মিলে ৬৭ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার অর্জিত হয়েছে যা, লক্ষ্যমাত্রার প্রায় ৯৬ দশমিক ৩ শতাংশ এবং পূর্ববর্তী ২০২১-২২ অর্থবছরের তুলনায় ৫ দশমিক ৮ শতাংশ বেশী।
    সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, সংশ্লি¬ষ্ট বিভাগ ও সংস্থার প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।