Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
dakshinermashal, Author at Daily Dakshinermashal - Page 21 of 398

Author: dakshinermashal

  • সাতক্ষীরায়  জলাবদ্ধতা নিরসনসহ পোল্ডার ব্যবস্থাপনার উন্নয়নে  পানি সম্পদ সচিবের  মতবিনিময়-

    সাতক্ষীরায়  জলাবদ্ধতা নিরসনসহ পোল্ডার ব্যবস্থাপনার উন্নয়নে  পানি সম্পদ সচিবের  মতবিনিময়-

    নিজস্ব প্রতিনিধি 
    সাতক্ষীরা জেলার বেতনা, মরিচ্চাপ ও পাখিমারা বিলে জলাবদ্ধতা নিরসনসহ পোল্ডার ব্যবস্থাপনা ও পানি সম্পদ উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরার আয়োজনে শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান।এসময় তিনি বলেন, সাতক্ষীরা উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরা বার বার ভাঙনের মুখে পড়ায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ গ্রামবাসির জীবন মান উন্নয়নে চলতি বছর থেকে গাবুরা ইউনিয়কে রক্ষায় চারপাশ ঘিরে থাকা উপকুল রক্ষা বাঁধ টেকসইভাবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এক হাজার কোটি টাকা ব্যয়ে চলমান মেগা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আমি নিজে সরেজমিনে পর্যবেক্ষন করেছি। তিনি আরো বলেন, যত দ্রæত সম্ভব মারাত্মক ঝুঁকিপুর্ণ অবস্থায় থাকা ভেড়িবাধ গুলো দ্রæত সংস্কার কাজ করা হবে।
    এসময় আরো উপস্থিত ছিলেন, খুলনা পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার মোঃ শফিউদ্দিন, জেলা সিভিল সার্জন সজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইমস অফ আতিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডয়ার সাংবাদিকবৃন্দ।
    মতবিনিময় সভায় এসময় ৪৫ হাজার জনগোষ্ঠী অধ্যুষিত গাবুরাকে রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি এক হাজার কোটি টাকা ব্যয়ে চলমান মেগাপ্রকল্পের বিভিন্ন বিষয়ের পাশাপাশি সাতক্ষীরার বুকচিরে বয়ে যাওয়া বেতনা ও মরিচ্চাপ নদী এবং পাখিমারা বিলের জলবদ্ধতা নিরসনসহ বিভিন্ন পোল্ডার সংরক্ষন ও ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।

  • জয়সূচক গোলে মেসির মিয়ামি ক্যারিয়ারের স্বপ্নের শুরু

    জয়সূচক গোলে মেসির মিয়ামি ক্যারিয়ারের স্বপ্নের শুরু

    ক্রীড়া ডেস্ক : যুক্তরাষ্ট্র ক্যারিয়ারের রাজসিক অভিষেক হয়েছে লিওনেল মেসির। বদলী হিসেবে মাঠে নেমে শেষ মুহূর্তের নিখুঁত ফ্রি-কিকে মেসি ইন্টার মিয়ামিকে জয় উপহার দিয়েছেন। মিয়ামি ২-১ গোলে হারিয়েছে মেক্সিকোর ক্রুস ক্রুস  আজুলের বিরুদ্ধে মিয়ামির জয় নিশ্চিত হয়। এর আগ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। বক্সের ঠিক বাইরে থেকে বাম পায়ের ট্রেডমার্ক ফ্রি-কিকে মেসি বল জালে জড়ান। সাত বারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি ক্রুস আজুলের গোলরক্ষক আন্দ্রেস গুডিনোর পজিশন একবার পরখ করে নিয়ে কার্লিং শটটি ডানদিক দিয়ে জালে প্রবেশ করান।
    মিয়ামির ডিআলভি পিএনকে স্টেডিয়াম ভর্তি ২০ হাজার স্বাগতিক সমর্থক এই গোলের পর উল্লাসে ফেটে পড়ে। কিছু সমর্থকতো উত্তেজনার বশে মাঠে ঢুকে পড়ে। নিরাপত্তা কর্মীদের সহায়তায় তাদের আবারো গ্যালারিতে ফেরত পাঠানো হয়। মিয়ামির ট্রেডমার্ক গোলাপি রংয়ের ধোঁয়ায় তখন স্টেডিয়ামের চারদিক আচ্ছন্ন হয়ে যায়।
    এমনিতেই মেসিকে দলে পেয়ে মিয়ামির সমর্থকরা বাড়তি উত্তেজনায় মেতে ছিল। তার উপর প্রথম দিনই প্রিয় তারকার কাছ থেকে স্বপ্নের একটি গোল, যার মাধ্যমে দলের জয়, এর থেকে রাজসিক শুরু আর কি হতে পারে।
    মিয়ামির পাশাপাশি পুরো মেজর লিগ সকার আশা করছে বিশ্বকাপ জয়ী  আর্জেন্টাইন এই তারকার আগমনে যুক্তরাষ্ট্রের ফুটবলের আমুল পরিবর্তণ হবে, সবকিছু পাল্টে যাবে। অভিষেকেই মেসি তাদের সেই প্রত্যাশার ছাপ কিছুটা হলেও পূরণ করে ফেলেছে। অভিষেক যার এমন হতে পারে তার কাছ থেকে পুরো মৌসুমে আরো অনেক কিছুই আশা করা যায়।
    দুর্দান্ত গোলের আগে যতক্ষনই মেসি মাঠে ছিলেন ততক্ষনই নিজেকে এগিয়ে নিয়ে গেছে। সুনির্দিষ্ট কিছু পাস ও দারুন ড্রিবলিংয়ে তাকে দেখে মনেই হয়নি মাত্র এক সপ্তাহ আগে ক্যারিবিয়ান দীপপুঞ্জে পরিবারসহ ছুটি কাটিয়ে তিনি প্রথম ম্যাচে খেলতে নেমেছেন। ম্যাচের ৫৪ মিনিটে বদলী হিসেবে মেসি মাঠে নেমেছিলেন। একই সময়ে মাঠে নামেন স্প্যানিশ মিডফিল্ডার ও মেসির সাবেক বার্সা সতীর্থ সার্জিও বাসকুয়েটস। উভয়ই মাঠে নিজেদের প্রমান করেছেন। মেসির সাথে বার্সার সময়গুলো যেন ফিরে পেয়েছিলেন বাসকুয়েটস। দুই বছর একে অপরের থেকে আলাদা থাকলেও আর্জেন্টাইন সুপারস্টারকে দারুন মধ্যমাঠ থেকে দারুন কিছু পাস দিয়েছেন বাসকুয়েটস। কিন্তু শেষ পর্যন্ত মেসির যাদুকরী ফিনিশিংয়ে দলের জয় নিশ্চিত হয়, যা দীর্ঘদিন পর্যন্ত ইন্টার মিয়ামির সমর্থকদের মনে গেঁথে থাকবে।
    ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘আমি জানতাম আমাকে স্কোর করতে হবে। ওটা ছিল ম্যাচের শেষ সুযোগ। আমিও গোল করতে চেয়েছি। পেনাল্টিতে যেতে চাইনি। এটা একটি নতুন টুর্নামেন্ট, এই ম্যাচে জয়টা আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সামনে এগিয়ে যাবার জন্য এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’
    লিগ কাপে গ্রুপ পর্বে দলগুলো ড্রয়ের জন্য এক পয়েন্ট পাবে। এরপর পেনাল্টি শুট্য আউটে যে দল জিতবে তারা অতিরিক্ত এক পয়েন্ট অর্জন করবে। কিন্তু মেসি মিয়ামিকে পূর্ণ তিন পয়েন্টের নিশ্চয়তা দিয়েছেন।
    ইন্টার মিয়ামির মালিক সাবেক ইংলিশ মিডফিল্ডার ডেভিড বেকহ্যামও এই জয়ে উচ্ছাস প্রকাশ করে বলেছেন, ‘সত্যি কথা বলতে কি শেষ মুহূর্তে আমরা যখন ফ্রি-কিক পাই তখনই আমার মনে হয়েছে এই সুযোগে গোল করে ম্যাচ শেষ করার বিকল্প নেই। বিশেষ করে আমাদের দলে যেখানে মেসি ও সার্জিওর মত খেলোয়াড়রা আছে তখন যেকোন কিছুই সম্ভব। আমাদের সমর্থকদের জন্য এটা বিশেষ একটি রাত ছিল। আজ সবাই শুধুমাত্র মেসিকে দেখতে এসেছে। মেসিও তাদের হতাশ করেনি। আজ যারা স্টেডিয়ামে উপস্থিত ছিল তাদের স্বপ্ন পূরণ হয়েছে। এটাই এদেশের সত্যিকারের মুহূর্ত, এই লিগের সত্যিকারের মুহূর্ত।’
    জুনে পিএসজির সাথে চুক্তি শেষ হবার পর মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেবার ঘোষনা দেন। এর মাধ্যমে এমএলএস’র ইতিহাসে সবচেয়ে বড় খেলোয়াড়ের আবির্ভাবের অপেক্ষায় ছিল পুরো যুক্তরাষ্ট্র। মেসির নাম ও ১০ নম্বর জার্সি পড়ে সমর্থকরা মাঠে উপস্থিত হয়েছিল। যদিও মেসিকে বদলী বেঞ্চে দেখে অনেকেই হতাশ হয়েছিল। ৪৪ মিনিটে রবার্ট টেইলরের গোলে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। ৬৫ মিনিটে উরিয়ের আনটুনার শক্তিশালী শটে মেক্সিকান ক্লাব ক্রুস আজুল সমতায় ফিরে। এরপরই মেসির মুহূর্ত আসে।  যার মাধ্যমে নতুন সমর্থক, নতুন দেশের সামনে আর্জেন্টাইন সুপারস্টারের স্বপ্নের শুরু হয়।

  • বল-ব্যাট হাতে উজ্জল সাকিব, ব্যর্থ লিটন

    ক্রীড়া ডেস্ক : কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে নেমেই ব্যাট-বল হাতে আলো ছড়ালেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে বল হাতে ৩ উইকেট ও ব্যাট হাতে ১৩ বলে ২৬ রান করেন সাকিব। তবে ব্যর্থ হয়েছেন আরেক বাংলাদেশি ব্যাটার লিটন দাস। সারে জাগুয়ার্সের হয়ে মাত্র ৯ রান করেন তিনি।
    গতরাতে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিলো সাকিবের মন্ট্রিয়ল টাইগার্স ও লিটনের সারে জাগুয়ার্স। টস জিতে ফিল্ডিং বেছে নেয় মন্ট্রিয়ল। ব্যাট হাতে নামা জাগুয়ার্সের হয়ে ইনিংস শুরু করেন লিটন। প্রথম ওভারের শেষ বলে ওয়েস্ট ইন্ডিজের কালোর্স ব্র্যাথওয়েটকে ছক্কা মারেন লিটন।
    পঞ্চম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে স্বদেশি লিটনকে শিকার করেন সাকিব। কট আউট হবার আগে ১১ বলে ৯ রান করেন লিটন।
    লিটনের পর কানাডার পারগাত সিংকে ১৩ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডকে ৭ রানে আউট করেন সাকিব। অধিনায়ক পাকিস্তানের ইফতেখার আহমেদের ৪০ ও ওমানের জাতিন্দার সিংয়ের ২৭ রানের সুবাদে ৬ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় সারে জাগুয়ার্স। ৪ ওভার বল করে ১৮ রানে ৩ উইকেট নেন সাকিব।
    জবাবে ৯ বল বাকী রেখেই ৫ উইকেটে ১৪১ রান করে ম্যাচ জিতে নেয় মন্ট্রিয়ল টাইগার্স। মন্ট্রিয়লের ৫ উইকেটে জয়ে ব্যাট হাতেও অবদান রাখেন সাকিব। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ১৩ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ২৬ রান করেন সাকিব। এছাড়া কানাডার দুই ব্যাটার দিলপ্রিত সিং-দিপেন্দ্র সিং আইরি ২৮ রান করে এবং অধিনায়ক অস্ট্রেলিয়ার ক্রিস লিন ২২ রান করেন।

  • মুশফিকের বিধ্বংসী ব্যাটিং, তাসকিনের আগুন বোলিং

    ক্রীড়া ডেস্ক : জিম আফ্রো টি-টেন লিগে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম ও পেসার তাসকিন আহমেদ। মুশফিক ২৩ বলে অপরাজিত ৪৬ রান এবং তাসকিন ১১ রানে ৩ উইকেট নিয়েছেন।
    গতরাতে হারারে স্পোটর্স ক্লাব মাঠে মুখোমুখি হয় মুশফিকের জোবার্গ বাফেলোজ ও তাসকিনের বুলাওয়ে ব্রেভস। প্রথমে বোলিংয়ে নামা বুলাওয়ের  হলে বল হাতে ইনিংস শুরু করেন তাসকিন। প্রথম ওভারে ৫ রান দিয়ে  ছিলেন উইকেটশূন্য।
    পরের ওভারে জোবার্গ বাফেলোজের তিন উইকেট শিকার করেন তাসকিন। ওভারের একে একে তার শিকার হন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, ইংল্যান্ডের রবি বোপারা ও দক্ষিণ আফ্রিকার ডেলানো পটগিয়েটার ।
    তাসকিনের তোপে শুরুতেই চাপে পড়া জোবার্গ বাফেলোজকে লড়াইয়ে ফেরান ছয় নম্বরে নামা মুশফিক। পাল্টা আক্রমণে ব্যাট হাতে ঝড় তুলেন তিনি। শেষ পর্যন্ত ৮টি চারে ২৩ বলে অপরাজিত ৪৬ রান করেন মুশফিক। এতে ১০ ওভারে ৭ উইকেটে ১০৫ রানের সংগ্রহ পায় জোবার্গ বাফেলোজ। ২ ওভার বল করে ১১ রানে ৩ উইকেট নেন তাসকিন।
    জবাবে হাফিজের ঘুর্ণিতে পড়ে ১০ রানে ম্যাচ হারে বুলাওয়ে ব্রেভস। ১০ ওভারে ৯ উইকেটে ৯৫ রান করে তারা। ২ ওভারে ৪ রানে ৬ উইকেট নেন হাফিজ।

  • কিয়েভের জন্য নতুন ৪০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

    আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন কর্তৃপক্ষ ২৫ জুলাই কিয়েভের জন্য ৪০ কোটি মার্কিন ডলারের একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারে। রয়টার্স এ কথা জানিয়েছে।
    মার্কিন কর্মকর্তাদের সূত্রে পাওয়া এ খবরে বলা হয়, আশা করা হচ্ছে পেন্টাগনের মজুদ থেকে অস্ত্রগুলো স্থানান্তর করা হবে। প্যাকেজের মধ্যে ‘বেশ কিছু স্ট্রাইকার সাঁজোয়া ফাইটিং ভেহিকল’, ডিমাইনিং ইকুইপমেন্ট, স্বল্প ও মাঝারি পরিসরের স্থল-ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাসামস (এনএএসএএমএস), প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম এবং হিমার্স একাধিক লঞ্চ রকেট সিস্টেমের জন্য গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, যুক্তরাষ্ট্র টিওডব্লিউ এবং জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সিস্টেম হস্তান্তর করবে।
    রয়টার্স বলেছে, মার্কিন কর্তৃপক্ষ এই প্যাকেজের পরিবর্তন করতে পারে। এতে ক্লাস্টার যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত হবে না।
    ২০ জুলাই সিএনএন রিপোর্ট করেছে, ওয়াশিংটন এই সপ্তাহে কিয়েভের জন্য একটি নতুন ৪০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারে।

  • শেখ হাসিনা কারো রক্ত চক্ষুকে ভয় করেন না: ওবায়দুল কাদের

    ন্যাশনাল ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসানীতি ও কারো রক্ত চক্ষুকে ভয় করেন না। প্রয়োজনে ডাল ভাত খাবেন কিন্তু কারো কাছে মাথা নত করবেন না। 
    আজ শনিবার নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি,উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
    বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সারাদেশে আজ অনেক উন্নয়ন হয়েছে, এই উন্নয়নকে বাধাগ্রস্থ করেতে বিএনপি আন্দোলন করছে। যে দল আন্দোলনে হেরে যায়, সে দল নির্বাচনেও হারবে। 
    কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এবং কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারি এমপি প্রমুখ বক্তব্য রাখেন।
    ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত সাড়ে ১৪বছর আন্দোলন করে সফল হতে পারেনি, আগামী ৪ মাসে ও সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল শক্তি এদেশের জনগণ। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। রক্ত ঝরিয়ে বা আন্দোল করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না। 
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে হাত দিয়ে ভাংচুর করতে আসবে, জ্বালাও-পোড়াও করতে আসবে সে হাত ভেঙ্গে দেওয়া হবে।
    তিনি বলেন, শেখ হাসিনা এখন এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। গত ৪৮ বছরে এমন সৎ, সাহসি  ও দক্ষ নেতা  এদেশে জন্মায় নাই। তিনি ৩ ঘন্টা ঘুমান বাকী সময় দেশের জন্য কাজ করেন। সততার দিক দিয়ে বিশ্বের প্রথম সারির কয়েক জন নেতার মধ্যে তিনিও একজন। 
    ওবায়দুল কাদের বলেন, আজ দারিদ্র নিরসনের জন্য বাংলাদেশ অনুসরনীয়। শেখ হাসিনা যতক্ষন ক্ষমতায় আছেন ততক্ষন আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। এমনকি কারো কাছে মাথা নত করে না। এমন সাহসি উচ্চারন কোন নেতার মুখে কখনো শোনা যায় নি। 
    সরকারের সকল উন্নয়ন জনগনের সামনে তুলে ধরে আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

  • এসপিএম প্রকল্প চালুর মাধ্যমে বাংলাদেশ টেকসই জ্বালানি ব্যবস্থাপনার নতুন যুগে প্রবেশ করবে

    ন্যাশনাল ডেস্ক : চলতি বছরের মধ্যেই সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) প্রকল্পের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ আমদানিকৃত পেট্রোলিয়াম তেল জাহাজ থেকে স্টোরেজ হাউজে আনলোড করার নতুন যুগে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।
    প্রকল্প কর্মকর্তা মনজেদ আলী শান্ত বলেন, ‘দেশের জ্বালানি ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও সাশ্রয়ী, টেকসই এবং পরিবেশবান্ধব করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের মধ্যে এসপিএম প্রকল্প উদ্বোধন করবেন।’
    প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইতোমধ্যে স্থল থেকে গভীর সমুদ্র পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন স্থাপন করা হয়েছে যাতে সরাসরি আমদানি করা পেট্রোলিয়াম তেল এসপিএম-এ আনলোড করা যায়।
    শান্ত বলেন, ইতোমধ্যেই প্রকল্পের ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ লক্ষ্যে এরই মধ্যে প্রকল্পটির পৃথক পরীক্ষা চালানো হয়েছে।’
    এসপিএম প্রকল্প এলাকায় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, আমদানিকৃত পেট্রোলিয়াম তেল অফলোড করতে মাত্র ৪৮ ঘণ্টা সময় লাগবে যা আগে প্রচলিত পদ্ধতিতে ১১ থেকে ১২ দিন সময় লাগতো।
    তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের পর বহির্নোঙরে থাকা মাদার ভেসেল (বড় জাহাজ) থেকে জ্বালানি বহনের জন্য কোনো লাইটারেজের প্রয়োজন হবে না।
    শান্ত বলেন, কক্সবাজারের মহেশখালী উপজেলায় ৮৩৪১ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ও চীনের জিটুজি প্রকল্পের আওতায় ৯০ একরেরও বেশি জমিতে এসপিএম নির্মিত হয়েছে।
    তিনি বলেন, ‘একবার এসপিএম চালু হয়ে গেলে বহির্নোঙর থেকে জ্বালানি ট্যাংকে পেট্রোলিয়াম পণ্যের পরিবহন খরচ কমবে। ফলে বছরে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে। এতে সময়ও বাঁচবে।
    প্রক্রিয়াটির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রক্রিয়াটিতে ১.৮০ লাখ কিলোলিটার অপরিশোধিত তেল ধারণ-ক্ষমতার তিনটি এবং ১.০৮ লাখ কিলোলিটার পরিশোধিত তেল ধারণ-ক্ষমতার তিনটি ট্যাংক ব্যবহার করা হবে।
    প্রকল্প কর্মকর্তা বলেন, ‘বর্তমান অবকাঠামো ব্যবহার করে লাইটারেজ অপারেশনের মাধ্যমে পেট্রোলিয়াম তেল অফলোড করা অসম্ভব এবং প্রক্রিয়াটি খুব সময়সাপেক্ষ, ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ।’
    এসপিএম প্রতি বছর ৯ মিলিয়ন মেট্রিক টন তেল আনলোড করার ক্ষমতা রাখে।
    অপরিশোধিত তেল পরিশোধনের জন্য এসপিএম প্রকল্প থেকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইএফএল) পর্যন্ত একটি ১২০ কিলোমিটার পাইপলাইনও তৈরি করা হয়েছে।
    এসপিএম-এর ৪৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত তেল সংরক্ষণের ক্ষমতা রয়েছে।
    প্রকল্পের কাজের অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় ১৩৫ কিলোমিটার (কিমি) অফশোর পাইপলাইন এবং ৫৮ কিমি অনশোর পাইপলাইন স্থাপন করা হয়েছে।
    প্রকল্পস্থল পরিদর্শনকালে বাসস’র প্রতিবেদক দেখতে পান যে এসপিএম প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে  এসেছে। ইতোমধ্যে ছয়টি স্টোরেজ ট্যাংক স্থাপন করা হয়েছে।
    ছয়টির মধ্যে প্রতিটি ৬০ হাজার কিলোলিটার ধারণ-ক্ষমতা-সম্পন্ন তিনটি ট্যাংক অপরিশোধিত তেল সংরক্ষণ করবে এবং বাকি প্রতিটি ৩৬ হাজার কিলোলিটার ধারণ-ক্ষমতা-সম্পন্ন তিনটি ট্যাংক ডিজেল সংরক্ষণ করবে।
    নেদারল্যান্ডস-ভিত্তিক ব্লু ওয়াটার এসপিএম ‘বয়া’ নির্মাণ সম্পন্ন করেছে যা প্রকল্পস্থলে শিপমেন্টের অপেক্ষায় রয়েছে।
    চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড বর্তমানে দেশের প্রথম এসপিএম সিস্টেম তৈরি করছে।
    বিপিসি বর্তমানে বড় মাদার ভেসেল থেকে তার উপকূলীয় ট্যাংকগুলোতে পেট্রোলিয়াম বহনের জন্য প্রধানত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন লাইটারেজ বা ছোট জাহাজকে টন প্রতি  ৫.৫০ মার্কিন ডলার প্রদান করে থাকে।
    এসপিএম প্রকল্পটি বিপিসির এ খরচ বাঁচাবে।
    বাংলাদেশ বছরে প্রায় ৬ মিলিয়ন টন অপরিশোধিত এবং ১.৩ মিলিয়ন টন পরিশোধিত তেল আমদানি করে।

  • দাবি মেনে নেয়া হলে রাশিয়া শস্য চুক্তিতে ফিরবে : পুতিন

    বাসস : দাবি পুরোপুরি ভাবে মেনে নেয়া হলে মস্কো-ইউক্রেন শস্য চুক্তিতে ফেরার বিষয়টি বিবেচনা করবে। 
    রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বুধবার এই কথা বলেছেন।
    চলতি সপ্তাহে এই শস্য চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার পর এই প্রথম রুশ নেতা এমন মন্তব্য করলেন।
    সরকারি এক বৈঠকে তিনি বলেছেন, বর্তমান আকারে এই চুক্তির ধারাবাহিকতা সকলভাবেই অর্থহীন হয়ে পড়েছে।
    তিনি আরো বলেছেন, অবশ্যই আমরা এই চুক্তিতে ফিরে আসার সম্ভাবনা বিবেচনা করব। তবে শুধুমাত্র একটি শর্তে, আর তা হল যদি সকল নীতি যার অধীনে রাশিয়া চুক্তিতে অংশ নিতে সম্মত হয়েছিল তা সম্পূর্ণরূপে বিবেচনায় নিয়ে পূরণ করা হয়।
    পুতিন বলেছেন, বেশ কয়েককার এই চুক্তির মেয়াদ বাড়িয়ে রাশিয়া যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে।
    যাদের মূলত প্রয়োজন তাদের না দিয়ে পশ্চিমারা এই চুক্তিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলেও তিনি উল্লেখ করেন।
    জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় করা এই শস্য চুক্তির আওতায় গত বছর ইউক্রেন তিন কোটি ২০ লাখ টনেরও বেশি খাদ্য শস্য রপ্তানী করেছে।

  • সিরামিকস ও কেমিক্যাল কারখানা স্থাপনে বঙ্গবন্ধু শিল্প নগরে ৩০ একর জমি বরাদ্দ

    এক্স সিরামিকস লিমিটেড এবং ডাইসিন এ্যাডভান্সড মেটারিয়ালস লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৩০ একর জমি বরাদ্দ পাচ্ছে। প্রতিষ্ঠান দু’টি সেখানে সিরামিকস ও কেমিক্যাল কারখানা স্থাপন করবে। এ লক্ষ্য আজ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে প্রতিষ্ঠান দু’টির আলাদা চুক্তি স্বাক্ষর হয়েছে।
    বেজা কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও বেজার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    এক্স সিরামিকস লিমিটেড বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ২০ একর জমিতে সিরামিকসের শিল্প স্থাপন করবে। প্রতিষ্ঠানটি শিল্প স্থাপনে প্রায় ২৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং এতে ১৫০০ মানুষের কর্মসংস্থান তৈরি হবে। প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে সিরামিকসসহ দেশের অন্যান্য খাতে অবদান রেখে চলেছে।
    এক্স সিরামিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহার বলেন, এ পর্যন্ত তারা ২৫টি শিল্প স্থাপন করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক টাইলস প্রস্তুত কারখানা।
    তিনি জানান, জমি হস্তান্তরের পরবর্তী ২/৩ বছরের মধ্যে শিল্প স্থাপনের মাধ্যমে ১০০ মিলিয়ন ডলার রপ্তানী লক্ষ্য নির্ধারণ করেছে তারা এবং এটি হবে তাদের বৃহৎ কারখানা।
    ডাইসিন এ্যাডভান্সড মেটারিয়ালস লিমিটেড ১০ একর জমিতে টেক্সটাইল কেমিক্যাল শিল্প স্থাপন করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি শিল্প স্থাপনে প্রায় ১৩ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমানুর রহমান বলেন, ৪৫ বছরের উৎপাদন অভিজ্ঞতা রয়েছে তাদের।  দক্ষ লোকবল এবং গবেষণার মাধ্যমে অত্যাধুনিক ল্যাবসহ ম্যানুফাকচারিং ইউনিট প্রতিষ্ঠা করেছে তারা এবং বঙ্গবন্ধু শিল্প নগরেও অনুরূপ শিল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।
    তিনি উল্লেখ করেন, বাংলাদেশে কেমিক্যাল শিল্পের প্রায় ৩/৪ বিলিয়ন ডলার সমমূল্যের বাজার রয়েছে যার বেশিরভাগ আমদানীর উপর নির্ভরশীল। তাই দেশে কেমিক্যাল উৎপাদনের মাধ্যমে একটি আমদানী পরিপূরক শিল্প গড়ে তোলা সম্ভব। তিনি বেজাকে একটি কেমিক্যাল শিল্প পার্ক স্থাপনের প্রস্তাব দেন।
    বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন উভয় বিনিয়োগকারীকে অভিনন্দন জানিয়ে বলেন, দুটি প্রতিষ্ঠানই নিজ নিজ খাতে স্বনামধন্য এবং দেশেও আন্তর্জাতিক বাজারে সুনামের সাথে ব্যবসার বিকাশ ঘটাচ্ছে। কাজেই বেজার সাথে এ সকল বিনিয়োগকারীর যোগসূত্র স্থাপনের ফলে অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে পণ্যের বৈচিত্র্য সাধন হবে। বিনিয়োগকারীদের জন্য পানি, গ্যাস ও বিদ্যুৎ সহ সব ধরনের পরিষেবা নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।
    বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মজিবর রহমান, এক্স সিরামিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহার এবং ডাইসিন এ্যাডভান্সড মেটারিয়ালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

  • গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৫৫ জন

    গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৭৫৫ জন

    দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। 
    হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৫ জন। এদের মধ্যে ঢাকায় ৮৪৫ জন এবং ঢাকার বাইরে ৯১০ জন ভর্তি হয়েছেন। 
    আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ হাজার ৯৩৭ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি ৩ হাজার ৫২২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২ হাজার ৪১৫ জন।
    চলতি বছরের ১ জানুয়ারি থেকে  ২০ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ২৭ হাজার ৫৪৭ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৫ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ২১ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। 

  • অনলাইন জুয়া চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে খলিলনগর ইউনিয়ন পরিষদের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ!

    অনলাইন জুয়া চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে খলিলনগর ইউনিয়ন পরিষদের ব্যতিক্রম ধর্মী উদ্যোগ!

    তালা প্রতিনিধি অনলাইন জুয়া,চুরি, মাদক বাল্য বিবাহ কিশোর অপরাধ সহ বিভিন্ন অপরাধ দমনে তালার খলিলনগর পরিষদ ব্যতিক্রম ধর্মী নানা উদ্যোগ গ্রহণ করেছে। খলিলনগর ইউনিয়নে যার ইতিবাচক প্রভাব পড়েছে।
    ইউনিয়ন পরিষদের সচিব সেখ রেজাউল করিম জানান, খলিলনগর ইউনিয়নে সাম্প্রতিককালে অনলাইন জুয়া, চুরি, মাদকের অপব্যবহার বৃদ্ধি পাওয়ায় গত ১৭ জুলাই চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে খলিলনগর ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়। সভায় কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত সমূহ হলো:- প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে সচেতনামূলক সভা, অভিভাবক সমাবেশ, ইমাম সমাবেশ, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের নেতৃত্বে গ্রামে গ্রামে নৈশ প্রহরার ব্যবস্থা গ্রহণ, সচেতনমূলক মাইকিং, রাত ১১টার মধ্যে গ্রামের দোকান বন্ধ, শিক্ষার্থীদের স্কুল চলাকালীন বাজারে কেরাম বোর্ড খেলা ও আড্ডা বন্ধ ইত্যাদি।
    ইউনিয়ন আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ইতি মধ্যে গত ১৮ জুলাই খলিলনগর বাজার ও ১৯ জুলাই মাছিয়াড়া পাচমাথা বাজারের সচেতন মূলক সভা অনুষ্টিত হয়। এ ছাড়া গত ১৮ জুলাই রাত হতে ইউপি সদস্যদের তত্বাবধানে গ্রাম পুলিশদের নেতৃত্বে গ্রামে গ্রামে নৈশ প্রহরা শুরু হয়েছে।
    এব্যাপারে খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, সাম্প্রতিক কালে খলিলনগর ইউনিয়ন সহ তালা উপজেলায় চুরি, অনলাইন জুয়া মাদকের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উদ্ধেগ জনক ভাবে কিশোররাও বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে।
    এ সব অপরাধ দমনে এবং যুব অবক্ষয় রোধে পুলিশের তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। জনগণ কে সচেতন করতে পারলে অনলাইন জুয়া বাল্যবিবাহ ইভটিজিং চুরি মাদকের মতো অপরাধ সমূহ দমন ও নিয়ন্ত্রণ করা সম্ভব। সে লক্ষ্যে খলিলনগর ইউনিয়ন পরিষদ দল মত র্নিবিশেষে সকল জনগণকে ঐক্যবদ্ধ করে সচেতনা মূলক কর্মসূচিপালন করছে। সমাজে যার ইতি বাচক প্রভাব পড়তে শুরু করেছে।

  • তালায় নদী ব্যবস্থাপনা ও টেকসই কৃষি প্রসারের লক্ষ্যে ক্যাম্পেইন

    তালা : সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদী অববাহিকায় নদী ব্যবস্থাপনা (টিআরএম) ও টেকসই কৃষি প্রসারের লক্ষ্যে এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা বাজার এলাকায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত এডভ্যান্সিং সাস্টেইনেবল ইন্ডিজেনাস এগ্রো-ইকলজ্যিক্যাল লাইভ্লিহুড (এশিয়া লাইভ্লিহুড) প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণের প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার সানা, প্রজেক্ট ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার ইমরুল কবির ও তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ।
    স্থানীয় কৃষক এবং উদ্যোক্তাদের টিআরএম সম্পর্কে জ্ঞান এবং এই অঞ্চলের কৃষি পদ্ধতিতে এর ইতিবাচক প্রভাব সম্পর্কে অবহিত করাই এই প্রচারণার মূল লক্ষ্য। এছাড়া কৃষক ও উদ্যোক্তাদের জৈব ও মিশ্র ফসল চাষের কৌশল সম্পর্কে ধারণা ও উৎসাহিত করা এবং উৎপাদিত পন্যের বাজার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। i

  • শিক্ষামন্ত্রীর কথায় সন্তুষ্ট নন শিক্ষকরা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

    শিক্ষামন্ত্রীর কথায় সন্তুষ্ট নন শিক্ষকরা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

    মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি। ফাইল ছবি: সমকাল

    মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি। ফাইল ছবি: সমকাল শিক্ষামন্ত্রীর কথায় সন্তুষ্ট নন শিক্ষকরা। ক্লাসে ফিরবেন না তারা। বরং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৫ মিনিট সময় চেয়েছেন  মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। তিনি সময় না দেওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন।
    বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ এ ঘোষণা দেন। 

    এর আগে দুপুর সাড়ে ৩টা থেকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখান থেকে এসে সেগুনবাগিচার দলীয় কার্যালয়ে বৈঠক করেন বিটিএ কেন্দ্রীয় নেতারা।
    বিটিএ সাধারণ সম্পাদক কাওছার সমকালকে বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে সভায় স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতারা বলেছেন আন্দোলনকারী শিক্ষকরা নাকি স্বাধীনতাবিরোধী। আমরা এই মন্তব্যের তীব্র ধিক্কার জানাই। তবে শিক্ষকদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য তিনি শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান। 
    শেখ কাওছার আহমেদ বলেন, আমরা বিশেষজ্ঞদের সমন্বয়ে যে কমিটি গঠন করা হবে তাতে শিক্ষক প্রতিনিধিদের রাখার প্রস্তাব করেছিলাম। কিন্তু শিক্ষামন্ত্রী তাতে রাজি হননি। প্রতিষ্ঠান বন্ধ থাকায় তিনি গ্রীষ্মের ছুটি বাতিল করেছেন। আমরা শিক্ষামন্ত্রীর এই সভায় সন্তুষ্ট হতে পারিনি। শিক্ষামন্ত্রীর বিভিন্ন আচরণেও আমরা কষ্ট পেয়েছি। তারপরও তিনি আমাদের অভিভাবক, তিনি যে কমিটি করে দিচ্ছেন এটিও আমাদের একটি বিজয়। আমরা প্রধানমন্ত্রীর কাছে ৫ মিনিট সময় চাই। যতক্ষণ পর্যন্ত তিনি সময় না দেবেন আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না। যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে না বসবেন, যত প্রকার পুলিশি নির্যাতন করা হোক, রক্ত ঝরুক, আমরা রাজপথ ছেড়ে যাব না।
    এদিকে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে দীর্ঘ আলোচনা শেষে বৈঠকে চারটি সিদ্ধান্তের কথা জানানো হয়। 
    সিদ্ধান্তগুলো হলো-১. বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি করা হবে।
    ২. নির্বাচনের আগে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সম্ভব নয়।
    ৩. গ্রীষ্মকালীন ছুটি বাতিল, শীতের ছুটির সঙ্গে সমন্বয় করা হবে।
    ৪. নভেম্বরের মধ্যে শেষ করতে হবে বার্ষিক পরীক্ষা।

    মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে গত সপ্তাহ থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে আন্দোলনে সরব রয়েছেন শিক্ষকরা। সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী এ আন্দোলনে অংশ নিয়েছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রতিদিন কর্মসূচি পালন করছেন তারা।

  • দেশে প্রথম চ্যানেল ২৪ এ সংবাদ পাঠ করল কৃত্রিম বুদ্ধিমত্তার ‘অপরাজিতা’

    দেশে প্রথম চ্যানেল ২৪ এ সংবাদ পাঠ করল কৃত্রিম বুদ্ধিমত্তার ‘অপরাজিতা’

    অনলাইন ডেস্ক

    কৃত্রিম বুদ্ধিমত্তার 'অপরাজিতা'র সংবাদ উপস্থাপন। ছবি-সংগৃহীত

    কৃত্রিম বুদ্ধিমত্তার ‘অপরাজিতা’র সংবাদ উপস্থাপন। ছবি-সংগৃহীত

    দেশে প্রথমবারের মতো চ্যানেল ২৪ এ সংবাদ উপস্থাপন করল কৃত্রিম বুদ্ধিমত্তার ‘অপরাজিতা’। বুধবার চ্যানেল ২৪ এর সন্ধ্যা ৭টার বুলেটিনে যুক্ত হয়ে সংবাদ উপস্থাপন করে অপরাজিতা।

    সম্প্রতি বিভিন্ন দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সংবাদ উপস্থাপনার বিষয়টি লক্ষ্য করা যায়। চলতি বছরের এপ্রিলে ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায় কুয়েত নিউজ। গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) কৃত্রিম বুদ্ধিমত্তাকে দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। যা নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়। 

    এবার বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকাকে দিয়ে সংবাদ উপস্থাপন করাল বেসরকারি টেলিভিশন চ্যানলে ‘চ্যানেল ২৪’। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপকের নাম রাখা হয়েছে অপরাজিতা।

  • বাংলাদেশের উপকুলীয় এলাকায় বায়ু শক্তি উৎপাদনে ডেনমার্ক ১৩০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী

    বাংলাদেশের উপকুলীয় এলাকায় বায়ু শক্তি উৎপাদনে ডেনমার্ক ১৩০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী

    ডেনমার্ক বাংলাদেশে সমুদ্র উপকুলবর্তী এলাকায় বায়ু শক্তি উৎপাদনে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইস্ট্রুপ পিটারসেন সৌজন্য সাক্ষাতকালে এই আগ্রহের কথা জানান। 
    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বলেন, ‘ডেনমার্ক সমুদ্র উপকুলবর্তী এলাকায় বায়ু শক্তি উৎপাদনে বাংলাদেশে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী।’
    মিডিয়া ব্রিফিংয়ে প্রেস সচিব আরো বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সহায়তা কামনা করেন।
    এ প্রসঙ্গে শেখ হাসিনা উল্লেখ করেন, বাংলাদেশ সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে যেখানে বিদেশি ও দেশীয় উভয় ধরনের বিনিয়োগ প্রয়োজন।
    প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রদূত বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে ৫০ বছরের উন্নয়ন অংশীদারিত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
    শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশে দারিদ্র্যের হার অনেকাংশে কমিয়ে এনেছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার নারীদের খেলাধুলার উন্নয়নে জোর দিয়েছে।
    দেশে গণতন্ত্রের বিকাশ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ সংগ্রাম করেছি।’
    ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বিশ্বব্যাপী আইসিটি খাতে ষষ্ঠ বৃহত্তম রপ্তানিকারক দেশ। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের আইসিটি খাত ও দ্রুত এগিয়ে যাচ্ছে।
    পিটারসেন বলেন, দুই দেশ মানব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে। তিনি বলেন, ‘আমরা সহযোগিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করেছি,’। বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তিনি বাংলাদেশে ভালো বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন। তিনি উন্নয়ন অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে কিছু বই উপহার দেন। এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

  • তৃণমূল পর্যায়ে সরকারি অফিসে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আহ্বান

    তৃণমূল পর্যায়ে সরকারি অফিসে জবাবদিহিতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আহ্বান

    বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ের অফিস পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
    তিনি বলেন, ‘মন্ত্রণালয়গুলো তাদের অন্যান্য অফিসের সাথে এপিএ স্বাক্ষর করবে- যাতে (সরকারি অফিসগুলিতে) তৃণমূল পর্যায় পর্যন্ত যোগাযোগ ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়। আমরা যদি এইভাবে কাজ করতে পারি, তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে পারব।’
    প্রধানমন্ত্রী আজ তাঁর কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক পারফরম্যান্স চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণে একথা বলেন। তিনি সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নে উত্তরসূরিদের প্রস্তুত করতে পদস্থ সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
    শেখ হাসিনা বলেন, ‘যদি আমরা কাজের প্রতি আন্তরিকতা, আত্মসম্মানবোধ, জবাবদিহিতা নিশ্চিত করতে ও দুর্নীতি থেকে দূরে থাকতে পারি তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে, এমনকি অসম্ভবকেও সম্ভব করতে পারি। আজ আমাদের বাংলাদেশ এটা প্রমাণ করেছে।’ মন্ত্রণালয় ও বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে এপিএ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছ থেকে এপিএ গ্রহণ করেন।
    অনুষ্ঠানে এপিএ বাস্তবায়ন এবং রেন্ডারিং পরিষেবায় তাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২০২১-২২ অর্থবছরের এপিএ অ্যাওয়ার্ড এবং ২০২২-২৩ অর্থবছরের সরকারী অফিস এবং কর্মকর্তাদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। সরকার প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় ধরনের দুর্যোগ কাটিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
    তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট দুর্যোগ আসতে পারে। আমরা সব ধরনের দুর্যোগ কাটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমি এটা বিশ্বাস করি।’
    শেখ হাসিনা সকলকে খাদ্য উৎপাদন বাড়াতে ও এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখাতে বলেন যাতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্যের ক্ষেত্রে বাংলাদেশকে অন্যের ওপর নির্ভর করতে না হয়।
    অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
    এছাড়াও পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার এবং জনপ্রশাসন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সত্যজিৎ কর্মকার ২০২২-২৩ সালের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।
    জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২১-২০২২ এর জন্য এপিএ বাস্তবায়নে প্রথম পুরস্কার এবং বিদ্যুৎ বিভাগ এবং কৃষি মন্ত্রণালয় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।
    এপিএ বাস্তবায়নে চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী মন্ত্রণালয় ও বিভাগগুলো হল- অর্থ বিভাগ, আইসিটি বিভাগ, আইএমইডি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।

  • কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন কলারোয়ার সন্তান শাহিন।

    কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন কলারোয়ার সন্তান শাহিন।

    সাতক্ষীরা : বাংলাদেশ ছাত্রলীগের কেদ্রীয় কমিটিতে ৬নং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কৃতিসন্তান নাহিদ হাসান শাহিন।  
    আওয়ামী পরিবারের সন্তান নাহিদ হাসান শাহিন এর আগে বাংলাদেশ ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক  ও মাষ্টারদা’ সূর্যসেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। 
    জাতীয় সম্মেলনের ৭ মাস ৭ পর গত (১৩ জুলাই) বৃহস্পতিবার  এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩০১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। 

    কমিটি প্রকাশের পরে শাহিনের জন্মভূমি কলারোয়ায় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
    নাহিদ হাসান শাহিন বলেন, আমাকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ সভাপতি পদে কাজ করার সুযোগ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা এবং বাংলাদেশ ছাত্রলীগের সকলে ইউনিটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে দায়িত্ব আমি পেয়েছি তা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট ছাত্রলীগ বিনির্মানে আমার শতভাগ চেষ্টা থাকবে।