Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
dakshinermashal, Author at Daily Dakshinermashal - Page 20 of 398

Author: dakshinermashal

  •  বিএনপির বহিষ্কৃত ৭ নেতা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

    প্রতিকী ছবি
    দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নিবে না বিএনপি। তাই উপজেলা নির্বাচনে অংশ নেয়নি বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো। জামায়াত প্রথম অংশ নেবার কথা থাকলেও পরে অন্য কোনো বিরোধী দল অংশ না নেওয়ায় তারাও বর্জন করে। এদিকে বিএনপির স্থানীয় ৬৬-৬৫ জন নেতা এই নির্বাচনে অংশ নেন। তাদের মধ্যে মাত্র ৭ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। যদিও তাদের সবাইকে বিএনপি বহিষ্কার করেছে।

    জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হয়েছে গতকাল বুধবার। এই ভোটে বিএনপি অংশ নেয়নি। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেকেই অংশ নিয়েছিলেন। যদিও তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    বিএনপির বহিষ্কৃত এসব নেতাদের মধ্যে অনেকেই আছেন যারা এবারের ভোটে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

    বেসরকারি ফলাফলে দেখা গেছে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতাদের জয়জয়কার। অধিকাংশ ক্ষেত্রেই জয়ী এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী উভয়ই আওয়ামী লীগের নেতা। এই পরিস্থিতির মধ্যেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত অন্তত ৭ জন নেতা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

    এর মধ্যে বান্দরবান সদর উপজেলায় বিজয়ী হন আব্দুল কুদ্দুছ। মোটরসাইকেল প্রতীকে তিনি ১৯ হাজার ১৪৪ ভোট পান। জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীরকে বড় ব্যবধানে হারান তিনি।

    শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দোয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৮৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির আরেক বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুক। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ১৬ হাজার ৫২ ভোট। চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলা পরিষদ নির্বাচনের দুটিতেই বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। অন্য একটিতে জিতেছেন আওয়ামী লীগ নেতা।

    গোমস্তাপুর উপজেলায় আশরাফ হোসেন আলিম ও ভোলাহাট উপজেলার নতুন চেয়ারম্যান হচ্ছেন আনোয়ার হোসেন। আশরাফ হোসেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ভোলাহাট উপজেলায় আনোয়ারুল ইসলাম চিংড়ি মাছ প্রতীকে ১৩ হাজার ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট।

    গোমস্তাপুর উপজেলায় মোহা. আশরাফ হোসেন আলিম আনারস প্রতীকে ৪০ হাজার ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা ঘোড়া প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট।

    ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হামিদ। আনাসর প্রতীকে ৩৪ হাজার ১৮৫ ভোট পেয়েছে তিনি। আবদুল হামিদ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য বলে জানা গেছে। নির্বাচনে তিনি হারিয়েছেন আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীনকে। দোয়াত-কলম প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৭৭ ভোট।

    তবে নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিএনপি থেকে যেসব নেতাকে বহিষ্কার করা হয়েছে সেই তালিকায় মোহাম্মদ আবদুল হামিদের নাম পাওয়া যায়নি।

    গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির বহিষ্কৃত সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন। ঘোড়া প্রতীকে তার প্রাপ্ত ভোট ১৮ হাজার ৯৬৯। উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট রীনা পারভীনকে হারিয়েছেন তিনি। আনারস প্রতীকে রীনা পারভীন পেয়েছেন ১০ হাজার ২০৮ ভোট।

    সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। কাপ-পিরিচ প্রতীকে ১৩ হাজার ৩২২ ভোট পান তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ আনারস প্রতীকে ১২ হাজার ৯৬৮টি ভোট পেয়েছেন।

    দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ৭৩ জনকে বহিষ্কার করে বিএনপি। গত ২৬ এপ্রিল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বহিষ্কৃতদের নামের তালিকা প্রকাশ করা হয়।

    দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

    বহিষ্কৃতদের মধ্যে প্রথম ধাপে উপজেলা নির্বাচনে ২৮ জন চেয়ারম্যান পদে, ২৪ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন।

  • তুরস্ক ইসরায়েলে সব ধরণের পণ্য রফতানি নিষিদ্ধ করেছে

    ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেয় মেডিকেল পড়ুয়ারা: রয়টার্স
    বিশ্বের যেখানে মুসলিমরা নির্যাতিত সেখানে তুরস্কের ভূমিকা থাকবেই। অসহায় মুসলিমদের পাশে দাঁড়ান তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান। তিনি বরাবর ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিয়ে থাকে। কথা বলেন স্বাধীনতার পক্ষে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকেও তুরস্ক সহযোগিতা করে থাকে।

    এদিকে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত ইসরায়েলে সব ধরণের পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। ৫৪ ক্যাটাগরিতে তুরস্ক থেকে দেশটিতে পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে তেল আবিবের বিরুদ্ধে এই পদক্ষেপের ঘোষণা দেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী। অবিলম্বে সিদ্ধান্ত কার্যকরে পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে। গাজায় ছয় মাসের যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে এটিই আঙ্কারার নেয়া প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আশা করা হচ্ছে আঙ্কার পথে আরও দেশ এগিয়ে আসবে।

    জানা যায়, গাজায় তুরস্ককে এয়ার ড্রপ পদ্ধতিতে ত্রাণ সরবরাহের অনুমতি দেয়নি তেল আবিব। আর তাই ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। লোহা, ইস্পাত, নির্মাণ সরঞ্জাম ও যন্ত্রাংশসহ বিভিন্ন পন্য ইসরায়েলে রফতানিতে থাকবে নিষেধাজ্ঞা। এতে দখলদার ইসরায়েল মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

    দমআ/

  • চকচকে চাল খাওয়া বন্ধ করলে চালের দাম কমবে : খাদ্যমন্ত্রী

    চকচকে চাল খাওয়া বন্ধ করলে চালের দাম কমবে : খাদ্যমন্ত্রী
       (আইসিসিবি) প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী

    খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চকচকে চাল খাওয়া বন্ধ করলেই চালের দাম কমে যাবে। গত অর্থবছরে (২০২২-২৩) এক কেজি চালও আমদানি করতে হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘গত অর্থবছরে চালের উৎপাদন চাহিদার চেয়ে বেশি হয়েছে। এখন আমরা অনায়াসে ৫ থেকে ৭ লাখ টন চাল রফতানি করতে পারি।’

    খাদ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার রাজধানীর ‘বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে (আইসিসিবি) একটি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমাদের শুধু পালিশ করে যে চাল নষ্ট হচ্ছে সেটা অর্ধেক রপ্তানি করলেই হবে। কারণ উৎপাদিত প্রায় চার কোটি টনের মধ্যে তিন শতাংশ হারে প্রায় ১২ লাখ টন চাল পালিশ করার কারণে অপচয় হচ্ছে। আমাদের চাল পাঁচ দফা পালিশ করে চকচকে করা হচ্ছে। দু’বার পালিশ করলেও ৫ থেকে ৭ লাখ টন চাল বাড়বে।’ তিনি বলেন, দফায় দফায় পালিশ করার পর চালের মধ্যে শুধু কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো পুষ্টি থাকছে না। এতে খরচ হচ্ছে বিদ্যুৎ ও শ্রমিকের মজুরি। ফলে চালের দাম প্রতি কেজিতে অতিরিক্ত প্রায় চার টাকা বেড়ে যাচ্ছে। আর,এই অতিরিক্ত খরচের ভার ভোক্তাকে বহন করতে হচ্ছে।

    খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা নতুন আইন করে এ পালিশ বন্ধ করছি, মিনিকেট বা বিভিন্ন নামে চাল বাজারজাত করাও বন্ধ করেছি। ভোক্তাদের আমি বলব, আপনারা চকচকে চাল খাওয়া বন্ধ করুন। তাহলে চালের দাম যেমন কমবে, আমরা চাল রপ্তানি করতেও সফল হব। এ আইন কার্যকর হওয়ার পর আগামী আমন মৌসুম থেকে চাল পালিশ করলে মিলমালিকরা জরিমানার শিকার হবে। আসুন সকলের প্রচেষ্টায় আমরা চাল রপ্তানির প্রস্তুতি নেই।’

    উল্লেখ্য, দেশে এক আঙিনায় খাদ্য, কৃষি যন্ত্রপাতি, চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্য পর্যটন নিয়ে আটটি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে। সেমস-গ্লোবাল ইউএসএ’র আয়োজনে তিনদিনের এ প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। খাদ্যমন্ত্রী এসব প্রদর্শনী উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

    একযোগে শুরু হওয়া এসব প্রদর্শনী হচ্ছে, ৭ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ৪র্থ ফুড প্যাক এক্সপো, ৭ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো এবং ৭ম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ১৫তম মেডিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ১০তম ফার্মা বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, ৮ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো এবং ৭ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ। কৃষি ও প্লাস্টিক শিল্প জগতের অত্যাধুনিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তি, পণ্য এবং পরিষেবা বিষয়ক এ প্রদর্শনীসমূহে বাংলাদেশ, তুর্কিয়ে, ভারত, সিঙ্গাপুর, জার্মানি, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা ও চীনসহ ১৫টিরও অধিক দেশের প্রায় ১০০টি কোম্পানি অংশগ্রহণ করছে।

    এছাড়া, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও সেবা নিয়ে স্বাস্থ্য সমস্যার সমাধান, দেশি-বিদেশি হাসপাতাল ও চিকিৎসকদের সহযোগিতা বিষয়ক এ প্রদর্শনীগুলোতে বাংলাদেশ, ভারত, চীন, সিঙ্গাপুর, জার্মানি, তুর্কি, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও শ্রীলংকাসহ ১৫টিরও অধিক দেশের প্রায় ১১২টি কোম্পানি অংশগ্রহণ করছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ। আজ ৯ মে গতে আগামী ১১ মে প্রতিদিন সকাল সাড়ে ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ব্যবসা সংশ্লিষ্ট দর্শনার্থীদের জন্য প্রদর্শনীগুলো উন্মুক্ত থাকবে।বাসস

  • জাতীয় পুষ্টি সপ্তাহ  উপলক্ষে সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা 

    জাতীয় পুষ্টি সপ্তাহ  উপলক্ষে সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা 

    জাতীয় পুষ্টি সপ্তাহ  উপলক্ষে সাতক্ষীরায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা 
    “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টি গুণে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা  সদর হাসপাতাল কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ও সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে এ পুষ্টি সপ্তাহ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিলের সভাপতিত্বে আলোচনা সভায়   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের  সহকারী কমিশনার মো. পলাশ আহমেদ। এসময় আরো বক্তব্য রাখেন , জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গাজী বশির আহমেদ,জেলা ভোক্তাধিকার কর্মকর্তা মো. নাজমুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, সদর হাসপাতালের জুনিয়র শিশু কনসালটেন্ট ডাঃ মো. রিয়াদ হাসান, সুশীলন সংস্থার উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান, ইউনিসেফ খুলনার ফিল্ড অফিসের কর্মকর্তা শারমিন আক্তার ।
    এসময় উপস্থিত ছিলেন,প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে করিম, ডাঃ সাইফুল আলম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা কৃষি প্রকৌশলী মো. হারুন অর রশিদ, ডাঃ এস এম এ মুক্তাদির তামীম, ডাঃ পার্থ, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী প্রমুখ।
     উল্লেখ্য ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত দেশব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন হচ্ছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায় উক্ত পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে।
    এসময় বক্তারা বলেন, সুস্থ্য জীবনের জন্য অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করতে হবে। খাবারে চিনি ও লবনের মাত্রা সব সময় সীমিত রাখতে হবে। এছাড়া
    বাচ্চাদের খাবারের ব্যাপারে পরিবার পর্যায়ে  অবশ্যই সচেতন হবে। বসত ভিটায় বেশি বেশি সবজি চাষ করতে হবে।
  • সাতক্ষীরায় এক সপ্তাহ এগিয়ে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম

    সাতক্ষীরায় এক সপ্তাহ এগিয়ে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম

    সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন করলেন সাতক্ষীরা জেলা কৃষি কর্মকর্তা- কৃষিবিদ সাইফুল ইসলাম আমের গুনগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের বেধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

    (৯মে) বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা কুখরালীর আম চাষীর মোকছেদ মোড়লের আম বাগানে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম।

    সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইকবল আহমেদ,  সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেনে,উপ-সহকারী কৃষি অফিসার ইয়াসির আরাফাত, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী সহ আরো অনেকে।

    এদিকে সাতক্ষীরার আমের কদর রয়েছে বিশ্বজুড়ে। তাই গুণগত মানের আম সরবরাহে সাতক্ষীরা জেলা প্রশাসন বেধে দিয়েছে আম সংগ্রহের নির্ধারিত সময়। আমের জাত ভেদে আম গাছ থেকে সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তৈরি করা হয়েছে আম সংগ্রহ ও বাজার জাতকরণ ক্যালেন্ডার।

    তবে ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহ এগিয়ে ৯মে গোপালভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম। ১১ মে গোবিন্দভোগ, ২২মে হিমসাগর, ন্যাংড়া আম ২৯ মে, আমরুপালি আম ১০ জুন নির্ধারণ করা হয়েছে।

  • সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগ

    সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগ

    আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ সাতক্ষীরা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু নির্বাচনী গণসংযোগ করেন। সাতক্ষীরা সদর উপজেলাধীন ১৩ নং লাবসা ইউনিয়ন পরিষদের মাগুরা তালতলা এলাকার সাধারণ জনমানুষের সাথে গণ সংযোগ করেন। এসময় উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবেদার রহমান, পৌর যুব সংহতির সভাপতি নাহিদ সুলতান শাহিন, উপজেলা যুব সংহতির সহ সভাপতি আব্দুর রহিম, সেলিম হোসেন, জেলা যুব সংহতির সাবেক দপ্তর সম্পাদক ও উপজেলা যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি কবিরুল ইসলাম ডাবলু, সম্রাট মেহেদী মনা, সোহেল প্রমুখ। এ সময় সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বদরুজ্জামান বদু সদর উপজেলা বাসির দোয়া ও সমর্থন কামনা করেন।

  • অবশেষে বিয়ের তারিখ জানা গেল পরিণীতির!

    অবশেষে বিয়ের তারিখ জানা গেল পরিণীতির!

    বিনোদন ডেস্ক :

    সেলিব্রিটি বলতেই তাদের জীবনযাপন কিংবা অন্দরমহলের প্রতিটা আপডেট, সর্বদাই থাকে লাইম লাইটে। যে কোনো তথ্য যতই গোপন করার চেষ্টা করুক না কেন, কোনো না কোনোভাবে তা ফাঁস হয়ে যায় ভক্তমহলে।

    ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আগামী ২৫ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাঁধতে চলেছেন এ জুটি। যদিও বিয়ের তারিখ নিয়ে দুজনের তরফে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি।

    জানা গেছে, জাঁকজমকভাবে রীতিনীতি মেনেই বিয়ে হতে চলেছে তাদের। ফিল্ম ইন্ড্রাস্টি ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন।

    আম আদমি পার্টির বয়সে সবচেয়ে ছোট সাংসদ রাঘব। অন্যদিকে পরিণীতি বলিউড অভিনেত্রী, প্রিয়াংকা চোপড়ার বোন। রাঘব ও পরিণীতির প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল প্রথম মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার পর। যদিও তখনই সম্পর্ক নিয়ে মুখ খুলতে চাননি এ দুই তারকা।

    এর আগে গত ১৩ মে দিল্লিতে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও দুই পরিবারের উপস্থিতিতে আংটিবদল সেরেছিলেন তারা।

  • পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না: আইজিপি

    পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না: আইজিপি

    অনলাইন ডেস্ক :

    পুলিশ রাজনৈতিক বক্তব্য দেয় না। আইন ও বিধি রক্ষার্থে দায়িত্ব পালন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

    নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এমন অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সব সদস্য আছেন আমার দৃষ্টিতে কারও রাজনৈতিক বক্তব্য পরিলক্ষিত হয়নি। আমি আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করি।

    আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় যে দায়িত্ব ও চ্যালেঞ্জ আসবে সেটি মোকাবিলা করতে হবে সেটা আমার আইনি দায়িত্ব। এই দায়িত্ব অর্পিত করা হয়েছে। এই দায়িত্ব পালনে আমি বাধ্য। আইন প্রয়োগ করতে আমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আইন পড়ানো হয়েছে এবং আইন প্রয়োগে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেয়া হয়। জনগণের জান-মাল রক্ষায় যা যা করা দরকার সেটাই করা হবে।

    সম্প্রতি পুলিশ পুরাতন ও অকেজো অস্ত্র দিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে এমন অভিযোগের জবাবে পুলিশ প্রধান বলেন, এমন অভিযোগ সঠিক নয়। আমরা অভিযানে তাদের কাছে যে অস্ত্র পেয়েছি সেগুলো দিয়েই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। এই অভিযোগ ভিত্তিহীন ও অমূলক।

    বিদেশে অবস্থানরত এক প্রবাসীর ফেসবুকে স্ট্যাটাসের অভিযোগে তার মাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে চৌধুরী মামুন বলেন, এই বিষয়টি আমি পরিষ্কার করতে চাই। আমরা গোয়েন্দা তথ্য পেয়েছি, খুলনার জামায়াতে ইসলামীর একজন নায়েবে আমিরের বাড়িতে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে একটি ষড়যন্ত্র চলছে।

    অনেকে জড়ো হয়েছে এমন তথ্যে আমরা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। পরে আমরা জানতে পেরেছি ওই নারীর ছেলে প্রবাসী, সে ফেসবুকে সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে। আমরা তথ্য পেয়ে অভিযান চালাই। সেখানে আমরা ডিজিটাল ডিভাইস, বই পেয়েছি, মোবাইল পেয়েছি। এর আলোকে মামলা নেওয়া হয়েছে। এটা কোনোভাবেই উদেশ্যমূলক গ্রেফতার করা হয়নি বলে তিনি জানান।

  • ১৫ বছর পর থাইল্যান্ড ফিরেই গ্রেফতার সিনাওয়াত্রা

    ১৫ বছর পর থাইল্যান্ড ফিরেই গ্রেফতার সিনাওয়াত্রা

    অনলাইন ডেস্ক :

    ১৫ বছরের স্বেচ্ছা নির্বাসন শেষে আজ দেশে ফিরেই গ্রেফতার হয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। পার্লামেন্টে থাকসিনের দলের মনোনীত প্রার্থীকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়ার ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে তিনি গ্রেফতার হয়েছেন।

    থাকসিন টার্মিনাল ভবন থেকে অল্প সময়ের জন্য বের হয়ে আসেন। তিনি রাজা মহা ভাজিরালংকর্নের একটি ছবিতে ফুলের মালা পরিয়ে দেন ও মাথা নিচু করে সম্মান প্রদর্শন করেন। এর পর তিনি সমর্থকদের অভিবাদন জানান।

    বিমানবন্দর থেকে থাকসিনকে সরাসরি সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়। যুক্তরাজ্যের ফুটবল দল ম্যানচেস্টার সিটির সাবেক মালিক থাকসিনকে আদালতে নেওয়ার সময় সড়কের ২ পাশে সমবেত হন লাল শার্ট পরিহিত ভক্তরা।

    আদালতে তাকে ৩টি অভিযোগে ৮ বছরের কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়। থাকসিনের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে সাবেক শিন কর্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মামলা এবং ১টি ব্যাংক ঋণ ও ১টি লটারির মামলার বিচারের রায়ে এই শাস্তি দেওয়া হয়।

    ফেউ থাই দলের নেতৃত্বে গঠিত জোটের নেতা হিসেবে আজ স্রেথা থাভিসিনের থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ার কথা। স্রেথা থাভিসিন দেশটির একজন প্রথম সারির ব্যবসায়ী। উল্লেখ্য, থাই ফেউ দল হচ্ছে থাকসিনের রাজনৈতিক দলের বর্তমান সংস্করণ।

    ৭৪ বছর বয়সী থাকসিন তার অনুপস্থিতিতে ৪ মামলায় অভিযুক্ত হন। তবে ১টি মামলার বিচারের মেয়াদোত্তীর্ণ হয়েছে।

    আদালতের নির্দেশ সত্ত্বেও, থাকসিন কতদিন কারাগারে থাকবেন, তা নিশ্চিত নয়।

    তার দল ক্ষমতায় আসার মুহূর্তে থাকসিনের দেশে প্রত্যাবর্তনে বিশ্লেষকরা ধারণা করছেন, তার শাস্তি কমিয়ে দেওয়ার বা স্থগিত রাখার কোনো একটি ‘পেছনের দরজার চুক্তি’ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

    দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও থাইল্যান্ডের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন থাকসিন। তিনি আধুনিক যুগে দেশটির সবচেয়ে প্রভাবশালী এবং একই সঙ্গে সবচেয়ে বিতর্কিত রাজনীতিক।

    পল্লী অঞ্চলে তিনি সহজলভ্য স্বাস্থ্যসেবা ও ন্যুনতম বেতন সুবিধা চালুর জন্য অত্যন্ত জনপ্রিয়। অপরদিকে, সামরিক বাহিনী ও রাজার প্রতি অনুগত জনগোষ্ঠী তাকে দুর্নীতিগ্রস্ত, কতৃত্বপরায়ণ ও থাই সামাজিক ব্যবস্থার প্রতি হুমকি হিসেবে দেখে।

    ২০০১ থেকে শুরু করে এখন পর্যন্ত থাইল্যান্ডের সব নির্বাচনে থাকসিনের দল বা তার সঙ্গে সংশ্লিষ্ট দলগুলো আধিপত্য বিস্তার করেছে।

  • আমি সেই মেয়ে, যে স্বামীর মার খেয়ে ঘর ছেড়েছি: তমা

    আমি সেই মেয়ে, যে স্বামীর মার খেয়ে ঘর ছেড়েছি: তমা

    বিনোদন ডেস্ক :
    অসুস্থ হয়ে দিনকয়েক হাসপাতালে থাকার পর সম্প্রতি বাসায় ফিরেছেন চিত্রনায়িকা তমা মির্জা। জানিয়েছেন, সুস্থ হয়েই নতুন সিনেমার কাজ শুরু করবেন। গত কুরবানির ঈদে তার অভিনীত ‘সুড়ঙ্গ’ নামে একটি সিনেমা মুক্তি পায়। রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য পেয়েছে।

    তবে সম্প্রতি রাজ-পরীমনি দ্বন্দ্বে নাম জড়িয়েছে তার। গুঞ্জন উঠেছে— তমা নাকি রাজ-পরীমনির মারামারি ঠেকাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এই গুঞ্জনের রহস্য খোলাসা করে দিয়েছেন তিনি।

    তমা বলেন, প্রথম কথা হচ্ছে— কেউ কারও হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়ে কি চেকইন দেয়? আমি কিন্তু হাসপাতালে ঢুকেই সেটি দিয়েছি। দ্বিতীয়ত আমি সেই মেয়ে, যে স্বামীর হাতের মার খেয়ে ঘর ছেড়েছি। সেটার প্রকাশ্য প্রতিবাদ করার জন্য যা যা করা দরকার করেছি। তো সেই মেয়েটিকে অন্য কারও জামাই এসে মেরে চলে যাবে, আর আমি চুপচাপ হাসপাতালে শুয়ে কাঁদব, সেটা তো কল্পনাই করতে পারি না।

    এদিকে সুড়ঙ্গ সিনেমার শুটিংপরবর্তী প্রচারণার জন্য নতুন কোনো কাজ না করার কথা জানিয়েছিলেন তমা। তাই গত তিন মাস তাকে শুটিংয়ে দেখাও যায়নি। এবার নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন এ নায়িকা। টিএম মুভিজ থেকে তৈরি হবে এটি। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

    এ প্রসঙ্গে তমা বলেন, শরীর খারাপ ছিল অনেক। তার পরও সিনেমায় যুক্ত হয়ে মনে হয়েছে অনেকটাই সুস্থ হয়ে গেছি।

    জানা গেছে, শিগগিইর সিনেমাটির কাজ শুরু হবে। তবে সিনেমার নাম, নায়ক ও পরিচালক কে হবেন, সেটি এখনই জানাতে অপারগ প্রযোজনা সংস্থা।

    তবে তমা জানিয়েছেন, টিএম থেকে তিনটি সিনেমা নির্মাণ করা হবে। সেখানে একটি সিনেমায় তিনি অভিনয় করছেন এটা নিশ্চিত। শিগগির এর ঘোষণা দেওয়া হবে।

  • মানিকগঞ্জ জেলা জাতীয় কৃষক জোট এর প্রতিনিধি সভা

    মানিকগঞ্জ জেলা জাতীয় কৃষক জোট এর প্রতিনিধি সভা

    মানিকগঞ্জ জেলা জাতীয় কৃষক জোট এর প্রতিনিধিসভা গত ১২ তারিখে জাসদ জেলা কার্যলয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় কৃষক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন খাঁন।সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক জোট কেন্দ্রিয় কমিটির সভাপতি বীর মুক্নুতিযোদ্রুধা নূরুল আমিন কাওসার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম খান। সভায় অন্যআন্যদএর মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, সাধারন সম্পাদক আসলাম হোসেন খান, কৃষক জোট কেন্দ্রিয় কমিটির সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সামসুর রহমান প্রমুখজাতীয় যুবজোট, বাংলাদেশ ছাত্র লীগ, কৃষক জোট এর জেল এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।সভায় নেতৃবৃন্দ কৃষকের ফসলের লাভজনক মূল্য প্রদান, কৃষিজমি অকৃষি কাজে ব্যবহার বন্ধ করা ও প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা দাবী জানান হয়। এছাড়াও মানিকগঞ্জ জেলায় কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের দাবি করা হয়। সভায় জেলা জাতীয় কৃষক জোট এর আগের কমিটি বহাল থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভা শেষে জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় সভাপতি ও জাসদ স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান এর সমাধিতে মাল্যদান ও দোয়া করা হয়।সমগ্র অনুষ্ঠান টি উপস্থাপনা করেন জাতীয় কৃষক জোট জেলা কমিটির সাধারণ সম্পাদক ছালাম আহম্মেদ।

  • সুন্দরবন থেকে ১২ টি নৌকা এক হাজার পিচ আটন সহ চার জন আসামি আটক

    উপকূলীয় অঞ্চল প্রতিনিধি : গত ১৩ আগস্ট রবিবার রাত ৯ টায় কোবাদক স্টেশনের সুন্দরবনের সাপখালী খাল এলাকা থেক‍ে ১১ টা নৌকা এক হাজার পিচ অবৈধ আটন জব্দ করে।এছাড়া অপর একটি অভিযানে রবিবার রাত ১০টায় ৩০মিনিটে কম্পাটমেন্ট নং ৪৬এর সাপ খালী খালে টহলরত অবস্থায় একটি ডিঙ্গি নৌকা এক বোতল বিষ একটি নিষিদ্ধ ভেসালজাল জব্দ করেন।এসময় নৌকায় অবস্থানকারী চার জন আসামী কে হাতেনাতে  ধৃত করেন বনবিভাগ।

    আটক কৃত আসামীরা হলেন কয়রা উপজেলার দোশালিয়া গ্রামের জেহের আলীর ছেলে ইমদাদুল(৪০) মৃত মোনাজাত মোল্লার ছেলে শাহিনুর(৪০) মৃত আবুল কাশেমের ছেলে সেফাতুল্লাহ(২৭) রহিম সরদারের ছেলে আবদুল্লাহ (২৭)১৪ আগস্ট বিকেল ৫টায় সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনা এর সুযোগ্য বিভাগীয় বন কর্মকর্তা ডঃ আবু নাসের মহসিন হোসেনের নির্দেশনায় সহকারী বন সংরক্ষক এম,কে,এম ইকবাল হোসাইন চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা সাতক্ষীরা এর তত্ত্বাবধানে কোবাদক্ষ স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে নিয়মিতটহলকালে ১২ টি ডিঙ্গি নৌকা ও মাছ,কাঁকড়া ধরা সরঞ্জাম সহ চার আসামিকে আটক করতে সক্ষম হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানান ইকবাল হোছাইন চৌধুরী।

    তিনি আরো জানান সরকার ঘোষিত জুন,জুলাই, আগস্ট মাসের প্রবেশ নিষিদ্ধ সময়ে বন বিভাগের নিয়মিত টহলের মাধ্যমে এই ধরনের অপরাধসমূহ দমন করা হচ্ছে। যার ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য বৃদ্ধি পাচ্ছে।ধূত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে  পি, ও, আর বন মামলা দাখিল পূর্বক আদালতে আসামীদের সোপর্দ কর হয়েছে।

  • ‘তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সংলাপে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় সুশাসনের ঘাটতি

    ‘তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সংলাপে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় সুশাসনের ঘাটতি


    নিজস্ব প্রতিনিধি : ‘তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সংলাপে শিক্ষার্থীদের নানামুখী প্রশ্নের উত্তর দিলেন জনপ্রতিনিধিরা সাতক্ষীরা: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় সুশাসনের ঘাটতি, সুশাসন কায়েমে করণীয় কী? সাতক্ষীরার স্থানীয় দুজন সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে এটা ছিল শিক্ষার্থীদের প্রশ্ন।
    প্রতিউত্তরে জনপ্রতিনিধিরা বলেন, সর্বস্তরে সুশাসন কায়েমের জন্যই স্মার্ট বাংলাদেশ গঠনের উদ্যোগ নেওয়া হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে পারলে কোথাও দুঃশাসনের সুযোগ থাকবে না।    
    শনিবার (২২ জুলাই) সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ফাউন্ডেশন আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সংলাপে শিক্ষার্থীরা সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের কাছে উল্লিখিত প্রশ্নসহ সাতক্ষীরা জেলার নানামুখী সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন। 
    এসময় শিক্ষার্থীরা সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর কাছে কলারোয়ার বেত্রাবতী ব্রিজ নির্মাণ, উদ্বোধনের অপেক্ষায় থাকা তালা ফায়ার সার্ভিস স্টেশন, তালার খোলা জানালা ইকোপার্ক সম্প্রসারণ, কপোতাক্ষ নদের পাড়ে জলাবদ্ধতা নিরসনে গৃহীত টিআরএম প্রকল্প বাস্তবায়নে সৃষ্টি অনিশ্চয়তা, সরকারি চাকরিতে ঘুষ বাণিজ্য ও শিক্ষার নিম্নমুখী মান নিয়ে প্রশ্ন করেন। প্রতিউত্তরে উল্লিখিত বিষয়গুলো নিয়ে নিজের ও সরকারের অবস্থান তুলেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। 
    পরে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির কাছে শিক্ষার্থীরা নাভারণ-সাতক্ষীরা রেল লাইন, সাতক্ষীরা পাবলিক বিশ্ববিদ্যালয়, বিদ্যুতের লোডশেডিং, সাতক্ষীরা পৌরসভায় চলাচলের অযোগ্য রাস্তাঘাট ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন করেন। একইভাবে নিজের ও সরকারের অবস্থান তুলে ধরে প্রশ্নগুলোর উত্তর দেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। 
    সংলাপে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাতক্ষীরা এখনো দ্বিতীয় শ্রেণীর জেলা হিসেবে বিবেচিত। এ কারণে উন্নয়ন বাজেটেও আমরা পিছিয়ে। এজন্য সাতক্ষীরা জেলাকে প্রথম শ্রেণীর জেলায় রূপান্তর করা প্রয়োজন। আমাদের জেলায় সাতটা উপজেলা রয়েছে। প্রথম শ্রেণীর জেলায় রূপান্তর করতে একটা উপজেলা বৃদ্ধি করতে হবে। এজন্য তালার পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তর করা প্রয়োজন।
    প্রতিউত্তরে সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ বলেন, আমি ইতোমধ্যে পাটকেলঘাটাকে উপজেলা ও তালাকে পৌরসভায় রূপান্তর করতে ডিও লেটার দিয়েছি। এক সাথে চেষ্টা করলে এটা বাস্তবায়ন সম্ভব। 
    প্রশ্ন-উত্তরে গোটা শিল্পকলা একডেমি মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে। 
    সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই সংলাপে সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এসএএম আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে ও আমরা বন্ধুর প্রতিষ্ঠাতা এসএম নাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমরা বন্ধুর উপদেষ্টা শেখ হারুন-উর-রশিদ ও প্রভাষক প্রনব ঘোষ বাবলু। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উপর ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

  • ’’হাসিমুখ’’ সেঞ্চুরী- সাতক্ষীরা উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি শূভ উদ্বোধন ।

    ’’হাসিমুখ’’ সেঞ্চুরী- সাতক্ষীরা উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি শূভ উদ্বোধন ।


    নিজস্ব প্রতিনিধি : নারকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে ’’হাসিমুখ’’ সেঞ্চুরী- সাতক্ষীরা পরিচালক ও আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন বৃক্ষ রোপন কর্মসূচি  শূভ উদ্বোধন করেছেন । বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সোসাইটি,(দেবহাটা) আয়োজনে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের নারকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে বৃক্ষ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ’’হাসিমুখ’’ সেঞ্চুরী- সাতক্ষীরা পরিচালক ও আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন ।এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ¦ রফিকুল ইসলাম ( বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক দেবহাটা) জনাব  মিজানুর রহমান(উপদেষ্টা, বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সোসাইটি,(দেবহাটা) আখিনুর ইসলাম(সবাপতি, বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সোসাইটি,(দেবহাটা), আসমা খাতুন( সাধারন সম্পাদক, বাংলাদেশ নারী অধিকার উন্নয়ন সোসাইটি,(দেবহাটা) । প্রধান অতিথি ’’হাসিমুখ’’ সেঞ্চুরী- সাতক্ষীরা পরিচালক ও আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পদক শেখ এজাজ আহমেদ স্বপন এর বক্তব্য শেষে শতাধিক মহিলাদের হাতে ২ টি করে ফলজ বৃক্ষ তুলে দেওয়া হয়  এবং নারকেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে বৃক্ষ রোপন করে বৃক্ষ রোপন কর্মসূচি শূভ উদ্বোধন করা হয়