Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
dakshinermashal, Author at Daily Dakshinermashal - Page 17 of 398

Author: dakshinermashal

  • নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ফজিলাতুননেছা ও রওশন আরা শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে নবারুণ উচ্চ
    বালিকা বিদ্যালয়ের ইয়াতিম, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা
    হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক
    মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইয়াতিম, দুস্থ ও মেধাবী
    শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক ফজিলাতুননেছা।
    ফজিলাতুননেছা ও রওশন আরা শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫২জন ইয়াতিম,
    দুস্থ ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৮৪ হাজার ৩০০ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম,
    নাজমুল লায়লা বিথী, মো. তৈবুর রহমান, এ এইচ এম শামীম পারভেজ, আবুবক্কার সিদ্দিক, মাওলানা মো.
    আক্তারুজ্জামান, কবির আহমেদ, শিক্ষক এম এম নওরোজ, শামীম পারভেজ, দেবব্রত মন্ডল, মো. সিরাজুল
    ইসলাম, শাহিনা পারভীন, রোজিনা বুলি, রাবেয়া খাতুন, লিপিকা মন্ডল, নাজমা সুলতানা, আমিনা
    খাতুন, সাদিয়া আফরিন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে বিশাল  শোভাযাত্রা

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক  স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় জেলা যুবলীগের উদ্যোগে বিশাল  শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজ্জাক পার্কে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। জেলা যুবলীগের আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান  মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম মারুফ তানভীর হোসাইন সুজন, সিনিয়র সদস্য সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপু, জাহিদ হাসান, রেজা আল আমিন, প্রভাষক মঈনুল ইসলাম,  জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, আলীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ সুলতান মিলন, মো.রবিউল ইসলাম, জাকির হোসেন প্রমুখ। এসময় সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, যুগ্ম আহবায়ক ও পৌরসভার ৯ টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুবলীগের সকল পর্যায়ের সদস্যবৃন্দ।
    ক্যাপশন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক  স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে  জেলা যুবলীগের উদ্যোগে বিশাল  শোভাযাত্রা

  • আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডলের গণসংযোগ 

    স্টাফ রিপোর্টার : আগামী ২৯ মে সদর সাতক্ষীরা উপজেলা পরিষদ। নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করছেন প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডল কর্মী ও সমর্থকদের নিয়ে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের দোয়া আশীর্বাদ নিচ্ছেন।
    বৃহস্পতিবার (১৬ মে) সকালে উপজেলার বৈকারী, আগরদাড়ী, আবাদেরহাট, শিয়ালডাঙ্গা, শহরের ২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে গিয়ে ভোট ও ভোটারদের সমর্থন চান ।
    এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন শিক্ষক মীম সাইফুল ইসলাম, আকবর হোসেন, পাল শুভাশিস, হাবিবুর রহমান, এসএম রবিউল ইসলাম, পার্থ সারথি সেন, জিএম আবু সাঈদ, খন্দকার আনিসুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, আবু সাঈদ, সাকিব আল হাসান সেতু, মোঃ সোলাইমান, বিপ্লব, আল ইমরান, আসাদুজ্জামান লাভলু, সুকুমার রয়সহ কর্মীসমর্থকরা।
    আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডল বলেন, আমরা প্রচার-প্রচারণা করছি, আমি একজন শিক্ষক সাধারণ জনগন আমাকে অভাবনীয় সমর্থন করছে । আমি তাদের কথা দিয়েছি আমি এ উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো। আমার বিশ্বাস সকলের দোয়া ও আশীর্বাদে আগামী ২৯ তারিখের নির্বাচনে দল মত নির্বিশেষে সকলে আমাকে ভোট দিয়ে জয়ী করবে ।
  • উন্নয়নের জন্য লাঙ্গলে ভোট দিন: মশিউর রহমান বাবু

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু বলেছেন, উন্নয়নের জন্য ২৯ মে ভোট কেন্দ্রে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট দিন, নির্বাচিত হতে পারলে আগামী পাঁচ বছর সদর উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন করা হবে। বৃহস্পতিবার (১৬ মে) রাতে সদরের বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

    বাঁশদহা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ইউপি সদস্য বদরুজ্জামান খোকা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, বাঁশদহা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি সুলতান আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রমুখ।

    সভায় উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন, মো. মিজানুর রহমান রিগ্যান, সাবেক ছাত্র নেতা প্রভাষক মো. শরিফুল ইসলাম, জেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব আব্দুল কাদের। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাঁশদহা ইউনিয়ন জাতীয় পার্টির প্রচার সম্পাদক সার্ভেয়ার মো. রেজাউল ইসলাম।

  • হজযাত্রীদের ডিজিটাল পরিচয়পত্র, নতুন পাসপোর্ট স্ট্যাম্প দেবে সৌদি

    বিদেশি যেসব হজযাত্রী চলতি ২০২৪ সালে সৌদিতে যাবেন, তাদের সবার জন্য জন্য ডিজিটাল পরিচয়পত্র এবং নতুন পাসপোর্ট স্ট্যাম্পের ব্যবস্থা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য।

    বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২০৩০ সালের মধ্যে গোটা হজ ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের লক্ষ্য নিয়েছে সৌদির সরকার। সেই লক্ষ্যের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    নতুন এই ডিজিটাল পরিচয় পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রনালয় এবং সৌদি ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষ। এই দু’টি পরিষেবা সৌদির অনলাইন প্ল্যাটফরম আবসার ও তায়াক্কালানায় ইলেক্ট্রনিকভাবে নিজেদের পরিচয় প্রমাণে সক্ষম করবে বিদেশি হজযাত্রীদের।

    এছাড়া গোটা হজযাত্রায় সৌদি সরকারের কাছ থেকে বিদেশি হজযাত্রীদের যেসব পরিষেবা প্রাপ্য, সেসব ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এই নতুন এই ডিজিটাল পরিচয় পরিষেবার।

    আর নতুন পাসপোর্ট স্ট্যাম্প পরিষেবা অবশ্য সবদেশের হজযাত্রীদের জন্য প্রযোজ্য হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, তুরস্ক এবং আইভরি কোস্ট থেকে আগত যাত্রীদের এই পরিষেবার জন্য বিবেচনা করবে সৌদির সরকার।

    সূত্র : আল আরাবিয়া

  • ছাত্রলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে গরু চুরির মামলা

    ছবি-সংগৃহীত

    সিলেটে পিকআপ ভর্তি গরু ছিনতাইয়ের ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় পাঁচটি গরু উদ্ধারসহ ১ জন ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। বুধবার (১৫ মে) দক্ষিণ সুরমা থানায় বাদী হয়ে মামলা করেছেন সুনামগঞ্জের ছাতকের মন্ডলীভোগ এলাকার মৃত তাজ উদ্দিনের ছেলে গরু ব্যবসায়ী গৌঁছ উদ্দিন।

    জানা গেছে, গত মঙ্গলবার (১৪ মে) রাত সোয়া নয়টায় দক্ষিণ সুরমা উপজেলার সাতমাইল (ঢাকা-সিলেট) মহাসড়কের খাঁজাকালু গ্রামের রাস্তার সামনে গরু ছিনতাইয়ের অভিযোগে এই মামলা হয়।

    মামলায় অভিযুক্তরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে বোরহান উদ্দিন (২০), দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সিলাম গ্রামের ঠিকরপাড়ার মৃত মোবারক আলীর ছেলে সামসুদ্দোহা সাদি (২২), ছব্দলপুর গ্রামের মৃত নছব আলীর ছেলে খসরু মিয়া(৩৬), একই থানার লিটন (২৭), রনি (২৭), মুন্না (৩০), সেবুল (৩০) ও কোতোয়ালি থানার জল্লারপাড় এলাকার জেবু (২৫)। এর মধ্যে মো. বোরহান উদ্দিনকে (২০) গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

  • ইসরায়েলকে গাজার অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস: মাহমুদ আব্বাস

    পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কানো শহরে বোমা বিশেষজ্ঞসহ উদ্ধারকারী দলগুলোকে মোতায়েন করা হয়েছে। এছাড়া মসজিদে হামলায় বোমা ব্যবহার করা হয়নি বলেও নিশ্চিত করেছে পুলিশ।

    কানো ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পরপরই তাদের ডাকা হয়নি, আরও আগে জানানো হলে তারা আরও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন। কানো ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ বিবিসিকে বলেছেন, স্থানীয়রা আগুন নেভানোর পরেই তাদের জানানো হয়েছিল।

    তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে, লোকেদের আমাদের কল করার কথা ছিল কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত আমরা লোকেশন থেকে কোনও কল পাইনি।’

  • মসজিদে তালা লাগিয়ে দেওয়া হলো আগুন

    পারিবারিক বিরোধে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়া ১১ মুসল্লিকে পুড়িয়ে মারা হলো। নাইজেরিয়া একটি মুসলিম দেশ। সেখানে প্রায় সংঘাত সৃষ্টি হয় এবং এতে হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির কানো প্রদেশের একটি মসজিদে বাইরে থেকে তালা আটকে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। ঘটনার সময় মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন।

    বৃহস্পতিবার (১৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের একটি মসজিদে এক ব্যক্তির হামলায় অন্তত ১১ জন মুসল্লি নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

    তারা বলেছে, এক ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর আগে দরজা বন্ধ করে দেয় এবং এতে মসজিদের ভেতরে প্রায় ৪০ জন মুসল্লি আটকা পড়েন। বিবিসি বলছে, উত্তরাধিকার তথা সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ হামলার সূত্রপাত হয়।

    পুলিশ বলছে, তারা এই ঘটনায় ৩৮ বছর বয়সী সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে। কানো প্রদেশের গেজাওয়া এলাকায় বুধবার মুসল্লিরা ফজরের নামাজে অংশ নেওয়ার সময় এ ঘটনা ঘটে। হামলার পর মসজিদে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। এসময় মুসল্লিদের কান্নার আওয়াজ শোনা যায় এবং তারা ভেতর থেকেই তালাবদ্ধ দরজা খুলতে চেষ্টা করেন। অবশ্য বিস্ফোরণের শব্দ শোনার পর প্রতিবেশীরা ভেতরে আটকে পড়াদের সাহায্য করতে ছুটে আসেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

  • আইসিসি টি২০ বিশ্বকাপ-২০২৪ ফিকশ্চার

    বৈশ্বিক আসরে ভারতকে প্রথমবারের মতো হারাতে পারে পাকিস্তান ২০২১ টি২০ বিশ্বকাপে। দল ১০ উইকেটে হারলেও নিজের কাজটা ঠিকঠাকই করেন কোহলি। ৪৪ বলে খেলেন ৬০ রানের ইনিংস। চলতি আইপিএলেও অসাধারণ ফর্মে আছেন কোহলি। এখন পর্যন্ত আসরে ৬০০ রান করা একমাত্র ব্যাটসম্যান তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৩ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে তার ৬৬১। শুরুতে তার স্ট্রাইক রেট নিয়ে বেশ সমালোচনা হলেও বিধ্বংসী ব্যাটিংয়ে সেসবের জবাবও দিচ্ছেন তিনি। আসরে তার স্ট্রাইক রেট এখন ১৫৫.১৬। ব্যাটিং গড় ৬৬.১০।

    ছন্দে থাকা কোহলি কতটা ভয়ঙ্কর হতে পারেন, ভালো করেই জানেন মিসবাহ। সাবেক এই ব্যাটসম্যান মনে করছেন, ভারত-পাকিস্তান দ্বৈরথে একাই ব্যবধান গড়ে দিতে পারেন কোহলি। ‘স্টার স্পোর্টস প্রেস রুম’ শো-তে বুধবার মিসবাহ বলেন, ‘কোহলি বড় ফ্যাক্টর হবে। সে বহুবার পাকিস্তানের ক্ষতি করেছে। মানসিকভাবে পাকিস্তানের ওপর আধিপত্য বিস্তার করতে সে উপভোগ করে। বড় মঞ্চে খেলার সুযোগ থেকে চাপ নয়, অনুপ্রেরণা নেয় সে।’

    তিনি আরও যোগ করেন,‘ সেখানে (ভারত-পাকিস্তান ম্যাচে) ভিরাট কোহলির প্রভাব অবশ্যই থাকবে। সে শীর্ষমানের একজন ক্রিকেটার। স্ট্রাইক রেট মুখ্য বিষয় নয়, সে এমন একজন ক্রিকেটার যে ম্যাচ জেতাতে পারে। ভালো ক্রিকেটাররা এসব সমালোচনা থেকে অনুপ্রেরণা নেয়।’

  • কোহলিকে ‘হুমকি’

    পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে যেন বাড়তি অনুপ্রেরণা খুঁজে পান ভিরাট কোহলি। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারতীয় তারকার জ্বলে ওঠার দৃশ্য অতীতে দেখা গেছে অনেকবার। আসছে টি২০ বিশ্বকাপে দুই দলের দ্বৈরথে কোহলিকেই উত্তরসূরিদের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কোচ মিসবাহ-উল-হাক। তার মতে, বড় ম্যাচে ভালো করার জন্য সবসময়ই মুখিয়ে থাকেন কোহলি।

    ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। দুই দলের ঐতিহ্যবাহী লড়াই তাই দেখা যাবে গ্রুপ পর্বেই। আগামী ৯ জুন নিউ ইয়র্কে মুখোমুখি হবে উপমহাদেশের দল দুটি। রাজনৈতিক বৈরিতার কারণে এখন আর দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত ও পাকিস্তান। তাদের দেখা হয় কেবল আইসিসি ও এসিসির টুর্নামেন্টে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক পর্বে দেখা হয়েছিল দুই দলের। ওই ম্যাচে অবশ্য ভালো করতে পারেননি কোহলি। আউট হয়ে যান ১৬ রান করে। ম্যাচটি ৭ উইকেটে জেতে ভারত।

    তবে ওই বৈশ্বিক আসরের আগে অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেন কোহলি। ৩ ছক্কা ও ৯ চারে ৯৪ বলে করেন ১২২ রান। দলের ২২৮ রানের জয়ে রাখেন বড় অবদান। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে কোহলির রান ৬৭৮। ব্যাটিং গড় ৫২.১৫, স্ট্রাইক রেট ১০০.২৯। তিন সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে দুটি।

    টি২০তেও প্রতিবেশীদের বিপক্ষে পরিসংখ্যান কথা বলে তার হয়ে। এখন অবধি ১০ ম্যাচে ৪৮৮ রান করেছেন ৮১.৩৩ গড়ে, স্ট্রাইক রেট ১২৩.৮৫। ফিফটি আছে পাঁচটি। যার একটি করেছিলেন ২০২২ টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে। মেলবোর্নে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচে ভারতকে শেষ বলে ৪ উইকেটের জয় এনে দেওয়ার পথে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। ৫৩ বলের ইনিংসটি সাজানো ছিল ৪ ছক্কা ও ৬ চারে।

  • দুঃসংবাদ, ১০ হাজারের বেশি বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

    যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বড় রকমের দুঃসংবাদ। যুক্তরাজ্য ও বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত হয়েছে। ফলে অ্যাসাইলাম আবেদন প্রত্যাখান হওয়া ১০ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হবে। বৃহস্পতিবার (১৬ মে) আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

    জানা যায়, অ্যাসাইলাম আবেদন করে ব্যর্থ হওয়া আশ্রয়প্রার্থীদের ফাস্ট-ট্র্যাক রিটার্ন চুক্তির অধীনে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মূলত ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর দেশটির ভিসা ব্যবস্থার অপব্যবহারকারীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে। গত বছর প্রায় ১১ হাজার বাংলাদেশি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করেছেন শুধুমাত্র স্থায়ীভাবে দেশটিতে থাকার প্রয়াসে। আর দেশটিতে প্রবেশের পর আশ্রয়ের আবেদন জমা দিয়েছেন তারা।

    অভিবাসীরা গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী, কর্মী বা ভিজিটর ভিসায় ব্রিটেনে এসে রাজনৈতিক আশ্রয় দাবি করেছেন। তবে দেশটিতে বাংলাদেশিদের প্রাথমিক আশ্রয় আবেদনের মাত্র পাঁচ শতাংশই সফল হয়েছে। অর্থাৎ ১০ হাজারের বেশি বাংলাদেশিকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হবে। এমন অবস্থায় যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন বিষয়ক মন্ত্রী মাইকেল টমলিনসন বাংলাদেশের সঙ্গে একটি ফাস্ট-ট্র্যাক রিটার্ন চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তির অধীনে কেবল ব্যর্থ আশ্রয়প্রার্থীরাই নয়, বিদেশি নাগরিকদের যারা অপরাধী এবং যেসব ব্যক্তি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশের পর বাড়তি সময় অতিবাহিত করেছেন তাদেরও নির্বাসনের কাজ সহজতর হবে। এছাড়া, রিটার্ন চুক্তিটির ফলে বাধ্যতামূলক কোনো সাক্ষাৎকার ছাড়াই অভিযুক্তদের দেশে ফেরত পাঠনো যাবে কারণ এসকল অভিবাসীদের দেশ থেকে ফেরত পাঠানোর জন্য সহায়ক প্রমাণ রয়েছে।

    চলতি সপ্তাহে লন্ডনে স্বরাষ্ট্র বিষয়ক প্রথম যৌথ ইউকে-বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপে উভয় পক্ষ রিটার্ন চুক্তিটিতে সম্মত হয়। সেখানে উভয় দেশ তাদের মধ্যকার অংশীদারিত্বের পাশাপাশি অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে সহযোগিতা আরো জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কথা জানায়।

    মাইকেল টমলিনসন বলেন, ‘অবৈধভাবে এখানে আসা বা থাকা বন্ধ করার জন্য অবৈধ অভিবাসীদের অপসারণের কাজ ত্বরান্বিত করা আমাদের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশ (যুক্তরাজ্যের) একটি মূল্যবান অংশীদার এবং আমরা তাদের সাথে এই ইস্যুর পাশাপাশি অন্যান্য বিভিন্ন বিষয়ে আমাদের সম্পর্ক জোরদার করছি। এই ধরনের চুক্তিগুলো অবৈধ অভিবাসনের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে বলে আমরা ইতোমধ্যে স্পষ্ট প্রমাণ দেখতে পেয়েছি। বৈশ্বিক সমস্যাগুলোর বৈশ্বিক সমাধান প্রয়োজন এবং আমি সবার জন্য ন্যায্য ব্যবস্থা তৈরি করতে বাংলাদেশ ও অন্যান্য অংশীদারদের সাথে কাজ করার জন্য উন্মুখ।’

    তথ্য অনুযায়ী, ২০২৩ সালের মার্চ পর্যন্ত রেকর্ড ২১ হাজার ৫২৫ জন ভিসাধারী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেন, যা আগের বছরের তুলনায় ১৫৪ শতাংশ বেশি। এর মানে যুক্তরাজ্যের ভিসা নিয়ে প্রবেশকারী প্রতি ১৪০ জনের মধ্যে একজন দেশটিতে আশ্রয়ের আবেদন করেছে। আর ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর আশ্রয় আবেদনকারীদের মধ্যে সবার ওপরে রয়েছে পাকিস্তানিরা। পাকিস্তানের প্রায় ১৭ হাজার ৪০০ জন নাগরিক দেশটিতে আশ্রয়ের আবেদন করেছেন। আর এরপরই রয়েছে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশি আশ্রয় আবেদনকারীর সংখ্যা প্রায় ১১ হাজার। এরপর ভারতের ৭ হাজার ৪০০ জন, নাইজেরিয়ার ৬ হাজার ৬০০ জন এবং আফগানিস্তানের রয়েছে ৬ হাজার জন।

    এদিকে, গত বছর যুক্তরাজ্যে থাকার অধিকার নেই এমন ২৬ হাজার লোককে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে, যা ২০২২ সালের তুলনায় ৭৪ শতাংশ বেশি।

  • শনিবার থেকে আবারো বৃষ্টি, কমে যাবে গরম!

    শনিবার থেকে আবারো বৃষ্টি, কমে যাবে গরম!

    আবহাওয়া অফিস।

    সারা দেশে আরো প্রায় পাঁচ দিন ধরে মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিন্তু শনিবার থেকে আবারো বৃষ্টি হতে পারে। শুক্রবার (১৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

    পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর,  ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

    এ অবস্থায় শুধু সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    এই তাপপ্রবাহ এপ্রিলের মতো তীব্র না হলেও জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। শুক্রবার সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২৪ ডিগ্রি সেলসিয়াস।

    এদিকে, শনিবার থেকে ৬ বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অফিস বলছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ,

     ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, শনিবার থেকে চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।

  • ২০২৭ বিশ্বকাপের আয়োজক ব্রাজিল

    স্পোর্টস ডেস্ক

    ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ আয়োজকের দায়িত্ব থেকে বেশ কয়েকদিন আগেই সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। ফলে লড়াইটা হয়ে পড়ে দ্বিপাক্ষিক। ফিফা কংগ্রেসে ভোটাভুটি শেষে আসন্ন দশম নারী বিশ্বকাপের সবচেয়ে বড় আসরটির আয়োজনের দায়িত্ব পেয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

    যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সরে দাঁড়ানোর পর যৌথভাবে বিশ্ব আসর আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং জার্মানি। এক্ষেত্রে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলো ব্রাজিল। দুই পক্ষ আগ্রহ প্রকাশ করায় ভোটাভুটির সিদ্ধান্ত নেয় ফিফা। আর সেই ভোটে জয়লাভ করেছে ব্রাজিল।

    শুক্রবার (১৭ মে) ব্যাংককে আয়োজিত হয়েছে আয়োজক নির্বাচনের এই ভোট। সেখানে মোট ১১৯টি ভোট পায় ব্রাজিল। ইউরোপের তিন দেশ মিলে ভোট পেয়েছে ৭৮টি। অবশ্য চূড়ান্ত ভোটাভুটির আগেই ব্রাজিলের দিকে পাল্লা ভারী ছিলো। ফিফা টেকনিক্যাল কমিটির মূল্যায়নে লাতিন দেশটি আয়োজক হওয়ার দৌড়ে কিছুটা এগিয়েও ছিলো।

    আয়োজক হিসেবে নাম লিখিয়ে ইতিহাস গড়েছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকার কোনো দেশ হিসেবে প্রথমবার এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে তারা। ব্রাজিলে বিশ্বকাপ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ব্রাজিলের এই বিশ্বকাপ সর্বকালের সেরা আসর হবে বলে মনে করেন তিনি।

    ব্রাজিল ফুটবলের কর্তা এদনাল্দো রদ্রিগেসও আয়োজক হওয়ায় উচ্ছ্বসিত। এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ‘আমরা জানতাম, দক্ষিণ আমেরিকার নারী ও ফুটবলের বিজয় আমরা উদযাপন করতে পারব। দম্ভ করে বলছি না, সবাই নিশ্চিত থাকতে পারে, নারীদের জন্য সবচেয়ে সেরা বিশ্বকাপ আমরাই উপহার দেব।’

  • কোপার আগে ব্রাজিল শিবিরে নেমে এলো বড় দুঃসংবাদ

    কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মরসুম থেকে আমরা মাত্র এক মাসেরও বেশি দূরে। এসময় এডারসন ইনজুরিতে পড়েন। কোপার আগে গোলরক্ষকের এমন চোট ব্রাজিলের জন্য কিছুটা উদ্বেগের। এডারসন প্রধানত চোখে আঘাত পেয়েছেন। তবে সেই চোট কাটিয়ে কোপার আগে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে তার। এডারসনের ইনজুরিতে মৌসুমের শেষ দিকে বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। চোখের ইনজুরির কারণে চলতি মৌসুমে দলের শেষ দুই ম্যাচের বাইরে ছিলেন প্রধান গোলরক্ষক।

    প্রিমিয়ার লিগে গত মঙ্গলবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দলের ২-০ গোলে জয়ের ম্যাচের ৬২তম মিনিটে প্রতিপক্ষের ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গে সংঘর্ষে মুখে ও চোখে আঘাত পান এডেরসন। লম্বা সময় ধরে চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

    তবে কিছুক্ষণ পরই তাকে তুলে নেন কোচ পেপ গার্দিওলা। বদলি নামা স্টেফান ওর্টেগা পরে দারুণ এক সেভ করে রক্ষা করেন দলকে। সিটি বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়েছে, স্ক্যানের পর এদেরসনের ডান চোখের সকেটে ছোট একটি ফাটল ধরা পড়েছে। মৌসুমের বাকি অংশে তাকে আর পাওয়া যাবে না

  • রিয়াদকে বিসিবি সভাপতির বাহবা

    হাথুরুর ফিনিশার রিয়াদকে বিসিবি সভাপতির বাহবা
    জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ। ছবি:  সংগৃহীত

    যেদিন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হলো, সেদিন বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের রুমে ডাক পড়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের। কেন ডাকা হয়েছিল– এ নিয়ে দু’পক্ষের কেউই মুখ খোলেননি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, রিয়াদকে বাহবা দিতেই সভাপতি বিশেষভাবে ডেকেছিলেন।

    টি২০ বিশ্বকাপ দলের জ্যেষ্ঠ এ ক্রিকেটারকে গতকাল পরোক্ষে পিঠ চাপড়ে দিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞ এ ব্যাটারকে বিশ্বকাপ মঞ্চে ফিনিশারের ভূমিকায় দেখছেন কোচ। সাত সাতটি টি২০ বিশ্বকাপ খেলা এমন অভিজ্ঞ ক্রিকেটারের কাছে প্রত্যাশা একটু বেশি থাকা স্বাভাবিক।

    প্রথম টি২০ বিশ্বকাপ খেলা বর্তমান দলের দু’জন ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। বাঁহাতি অলরাউন্ডার সাকিব টানা আট বিশ্বকাপে খেলার সুযোগ পেলেও রিয়াদের বিরতি পড়েছে ২০২২ সালে। ওই বাদ পড়ায় রিয়াদের টি২০ ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকে। তিনিই কিনা কঠোর পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন।

    ৩৮ বছর বয়সেও দলের অন্যতম সেরা ব্যাটার হয়ে আছেন তিনি। হাথুরুসিংহের ভাষায়, ‘সে নিয়মিত খেলছে। কঠিন প্রত্যয় নিয়ে প্রত্যাবর্তন করেছে সে। খেয়াল করলে দেখবেন, সে তার সেরা ক্রিকেটটা খেলছে। তার রোল মিডল অর্ডার ব্যাটিং করা। মাঝের পাশাপাশি ফিনিশার রোলেও থাকবে। যেটা সে খুব ভালোভাবে সব ফরম্যাটে করে আসছে। এমনকি ঘরোয়া ক্রিকেটেও।’

    ১২৮টি টি২০ ম্যাচ খেলে ২ হাজার ২৬৫ রান করেছেন রিয়াদ। উইকেট পেয়েছেন ৩৯টি। একসময়ের স্পিন অলরাউন্ডার কাঁধের চোটের কারণে হয়ে গেছেন পুরোদস্তুর ব্যাটার।

    ২০১৯ সালে সাকিব নিষেধাজ্ঞায় পড়ায় টি২০ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয়েছিল রিয়াদকে। ২০২১ সাল পর্যন্ত নেতৃত্ব দিয়ে গেছেন দলকে। তাঁর নেতৃত্বে ২০২১ সালের বিশ্বকাপে হতাশ করেছিল বাংলাদেশ। বিশ্বকাপের পুরো সময়জুড়েই যেতে হয়েছে বিতর্কের ভেতর দিয়ে। এক বছরের ব্যবধানে তিনিই ফিরে পেয়েছেন সেরা ছন্দ।

    অধিনায়ক শান্তরও তাই অনেক চাওয়া জাতীয় দলের অগ্রজের কাছে, ‘রিয়াদ ভাই যেভাবে ফিরেছেন, তা দারুণ ব্যাপার। তিনি যেভাবে নিজের রোল পালন করছেন, তাতে দল অনেক এগিয়ে যাচ্ছে। তিনি ফিনিশিং রোলে ভালো করলে আমাদের জন্য বাড়তি সুযোগ থাকবে বড় স্কোর দাঁড় করানোর ক্ষেত্রে। তিনি আসলে তরুণদের জন্য অনুপ্রেরণা, কীভাবে এ রকম পরিস্থিতি থেকে ফেরা যায়।’

    রিয়াদ টি২০ ক্রিকেটে সেরা সময় পার করেছেন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত। ষোলোর এশিয়া কাপ এবং বিশ্বকাপে ঝলমলে পারফরম্যান্স ছিল তাঁর। আশা করা হচ্ছে, বিদায়ী টি২০ বিশ্বকাপও রাঙাবেন সেরা ছন্দে থেকে।

  • তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

    মাঝে কয়েকদিনের বিরতির পর গরম বাড়তে থাকার মধ্যে তাপপ্রবাহ দেশের ৬৪ জেলায় ছড়িয়েছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে রয়েছে অস্বস্তি। ফলে বিপর্যস্ত জীবন পার করছেন মানুষ। আজ বৃহস্পতিবার গরমে অসুস্থ হয়ে দুই জেলায় তিনজন মারা গেছেন। এছাড়া বেশ কিছু জেলায় অসুস্থতার খবর পাওয়া গেছে। চলমান তাপপ্রবাহ থাকবে আরও দুদিন। এরপরই শনিবার থেকে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সমকালকে বলেন, আজ বৃহস্পতিবার দেশের সব জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। বুধবার তাপপ্রবাহ ছিল ৫৮ জেলায়। তাপপ্রবাহ আরও দুই দিন থাকবে। শনিবার থেকেই বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়ে তাপপ্রবাহের এলাকা কমে যাবে। সোমবার সারাদেশেই বৃষ্টিপাত হতে পারে। ফলে তাপপ্রবাহের এলাকা একেবারেই কমে যাবে।

    আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    সিলেটে হিট স্ট্রোকে শফিকুল ইসলাম (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নগরীর জিন্দাবাজারের সিটি সেন্টার শপিং সেন্টারের সামনে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়। তিনি মৌলভীবাজারের জুড়ি উপজেলার নয়াগ্রামের বাসিন্দা আবু আহমদের ছেলে।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ হিটস্ট্রোকে দুই ব্যক্তি মারা গেছেন। তারা হলেন- উপজেলার বাঙ্গালা ইউনিয়নের রহিমপুর গ্রামের কৃষক বিষ্ণুপদ মজুমদার (৫১) ও বিনায়েকপুর গ্রামের ব্যবসায়ী ছাইদুল ইসলাম লাবলু (৫৭)। দুইজনই মাঠে প্রচণ্ড রোদের মধ্যে ধান কাটছিলেন।

    তীব্র গরমে কিশোরগঞ্জের হোসেনপুরে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েছিল। এদের মধ্যে ২৫ জনকে বিদ্যালয়েই প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। একজনকে হাসপাতালে পাঠালে তাকেও সুস্থ করে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল।

    দেশে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে গত সোমবার থেকে। সেদিন সাত জেলায় দাবদাহ ছিল; যা ক্রমেই নতুন নতুন জেলায় ছড়িয়ে পড়ছে। মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে এক বা দুটি লঘুচাপ হতে পারে, যার মধ্যে একটি মাসের দ্বিতীয়ার্ধে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

    চলতি মাসে নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজ থাকতে পারে। তবে উজানে ভারি বৃষ্টিপাতের ফলে উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যেতে পারে।

  • এক শতাংশ ভোটার এলেও নির্বাচন গ্রহণযোগ্য: ইসি হাবিব

    নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘এই সময়ে ৩৬ শতাংশ ভোট কম না। নির্বাচনে এক শতাংশ ভোটার এলেও তা গ্রহণযোগ্য।’

    তিনি আরও বলেন, ‘উপজেলাওয়ারি ভোটার উপস্থিতির পরিসংখ্যান প্রকাশ করবে নির্বাচন কমিশন। পাশাপাশি আসন্ন দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচনে কেন্দ্রে ভোটার আনতে কমিশন প্রচারণা চালাবে। প্রার্থীদেরও প্রচারণা চালাতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসতে সব ব্যবস্থা করবে।’

    বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে যশোর শিল্পকলা একাডেমিতে যশোর, নড়াইল ও মাগুরার উপজেলার নির্বাচনের প্রার্থী, নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    নির্বাচন কমিশনার বলেন, ‘মূলত তিনটি কারণে ভোটার উপস্থিতি কম ছিল। এর মধ্যে একটি বৃহৎ রাজনৈতিক দলের অনুপস্থিতি, দ্বিতীয়ত এখন ধান কাটার মৌসুম, তাছাড়া ভোটের আগের রাতে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।’ আগামীতে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    বৈঠকের কথা উল্লেখ করে বলেন, ‘আমি প্রার্থীদের বলেছি, মানুষ হিসেবে যে আমরা শ্রেষ্ঠ তা প্রমাণ করতে হবে। জনগণের সেবক হতে হবে। কারোর ওপর ভর না দিয়ে জনগণের ভালোবাসার ওপর ভর করতে হবে। প্রার্থীরা আমাদের কথায় সম্মত। তাদের আমরা আশ্বস্ত করতে পেরেছি। সামনের নির্বাচনগুলো আগের থেকে আরও স্বচ্ছ ও ভালো হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগে কঠোর হবে। কোনও ছাড় হবে না।’

    আহসান হাবিব খান বলেন, ‘আমরা আস্তে আস্তে ভালো করছি। আগামীতে আমাদের নির্বাচন বিশ্ববাসীর জন্য রোল মডেল হবে।’

    বেলা ১১টায় যশোর শিল্পকলা একাডেমিতে যশোর, নড়াইল ও মাগুরার উপজেলা নির্বাচনের প্রার্থী, নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক বসেন নির্বাচন এই কমিশনার। দুপুর আড়াইটায় বৈঠক শেষ হয়।

  • বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নে বিশেষ নজর দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

    বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নে বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা।

    বৈঠক শেষে ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম জানান, প্রধানমন্ত্রী বলেছেন, যেসব প্রকল্পে বৈদেশিক ঋণ ও অনুদান আছে, সেগুলো বাস্তবায়নে বিশেষ নজর দিতে হবে। এছাড়া তিনি প্রতি তিন মাস পরপর এসব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে একনেকে প্রতিবেদন দিতে বলেছেন।

    পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রকল্পের শুরুতেই সম্ভাব্যতা সমীক্ষা সঠিকভাবে করার কথা বলেছেন। সেজন্য যেসব প্রতিষ্ঠান সম্ভাব্যতা সমীক্ষার কাজ করে, তাদের নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

    ব্রিফিংয়ে মন্ত্রী আব্দুস সালাম বলেন, আমরা যে বৈদেশিক ঋণ নিচ্ছি— সেগুলো বিচার-বিশ্লেষণ করেই নেওয়া হয়। আগের মতো সুতা লাগানো (শর্ত দেওয়া) ঋণ নেওয়া হয় না। ঋণ দিয়ে এটা করতে হবে ওটা করতে হবে, এসব থাকলে আমরা সে ঋণ নেই না।

    আইএমইডি সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন জানান, গত জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৪৯ দশমিক ২৬ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৫৫ দশমিক ৩৩ শতাংশ। এনইসি বৈঠকে সব সচিবের সামনে এ তথ্য তুলে ধরে এডিপি বাস্তবায়ন হার বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

    এনইসি সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার ও পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকারসহ পরিকল্পনা কমিশনের সদস্য ও সচিবরা উপস্থিত ছিলেন।