নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ফজিলাতুননেছা ও রওশন আরা শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে নবারুণ উচ্চ
বালিকা বিদ্যালয়ের ইয়াতিম, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা
হয়েছে। সোমবার (২০ মে) দুপুরে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইয়াতিম, দুস্থ ও মেধাবী
শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক ফজিলাতুননেছা।
ফজিলাতুননেছা ও রওশন আরা শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৫২জন ইয়াতিম,
দুস্থ ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ৮৪ হাজার ৩০০ টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলাম,
নাজমুল লায়লা বিথী, মো. তৈবুর রহমান, এ এইচ এম শামীম পারভেজ, আবুবক্কার সিদ্দিক, মাওলানা মো.
আক্তারুজ্জামান, কবির আহমেদ, শিক্ষক এম এম নওরোজ, শামীম পারভেজ, দেবব্রত মন্ডল, মো. সিরাজুল
ইসলাম, শাহিনা পারভীন, রোজিনা বুলি, রাবেয়া খাতুন, লিপিকা মন্ডল, নাজমা সুলতানা, আমিনা
খাতুন, সাদিয়া আফরিন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বড় রকমের দুঃসংবাদ। যুক্তরাজ্য ও বাংলাদেশ ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিতে সম্মত হয়েছে। ফলে অ্যাসাইলাম আবেদন প্রত্যাখান হওয়া ১০ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হবে। বৃহস্পতিবার (১৬ মে) আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।







