Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
dakshinermashal, Author at Daily Dakshinermashal - Page 15 of 398

Author: dakshinermashal

  • বিআরটিএ’র হুঁশিয়ারি: মোটরযানে হুটার ও হাইড্রোলিক হর্ণ ব্যবহার করলেই ব্যবস্থা

    মোটরযানের হটার ও অন্যান্য অননুমোদিত হর্ণ মোটরযানের ব্যবহার না করার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর কার্যালয় কর্তৃক পরিপত্র জারি করা হয়েছে।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর কার্যালয় গত ১৬ মে ২০২৪ তারিখের ৩৫.০৩.০০০০,০০৩,৫৩,০৩৬,২২-৭২৯ স্বারকের পরিপত্রে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি-৮১ অনুযায়ী অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজের উদ্দেশ্যে ব্যবহৃত মোটরযান অথবা রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান ব্যাতীত অন্য যে কোনো মোটরযানে পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুমুখী হর্ণ অথবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ণ বা যন্ত্র সংযোজন বা ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অনুমোদিত হর্ণ স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি করা ছাড়াও চালকগণকে বেপরোয়া ও দ্রুতগতিতে মোটরযান চালাতে উৎসাহিত করে, এর ফলে সড়ক দুর্ঘটনার আশংকা বৃদ্ধি পায়। লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু মোটরযানের হুটার, হাইড্রোলিক হর্ণ ও অন্যান্য অননুমোদিত হর্ণ সংযোজন করে ব্যবহার করার ফলে গণ উপদ্রবের সৃষ্টি হচ্ছে, যা আইগত দণ্ডনীয় অপরাধ।
    এমতাবস্থায়, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজের উদ্দেশ্যে ব্যবহৃত মোটরযান অথবা রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত মোটরযান ব্যতীত অন্য যে কোনো মোটরযানে পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুমুখী হর্ণ অথবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দের হর্ণ অর্থাৎ হুটার, হাইড্রোলিক হর্ণ ইত্যাদি যন্ত্র সংযোজন বা ব্যবহার করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
    এ সংক্রান্ত পরিপত্রে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের স্বাক্ষরিত।
    এ বিষয়ে বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক কে এম মাহবুব কবির জানান, বিআরটিএ সদর কার্যালয়ে জারিকৃত পরিপত্র অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও বিআরটিএ’র সমন্বয়ে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা  হবে।
  • ঘূর্ণিঝড় রেমাল: সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নদীর পানি ৪ ফুট বৃদ্ধি

    ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সাতক্ষীরায় উপকূলবর্তী শ্যামনগরে বৃষ্টি ও দমকা বাতাস শুরু হয়েছে। এছাড়া সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

    এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সরিয়ে নিতে ১৬৯টি সাইক্লেন শেল্টার প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়েছে।

    বনবিভাগের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জেলেদের দ্রুত নিরাপদ স্থানে ফিরে আসতে অনুরোধ করা হয়েছে।

    সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকালে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে নদী এখন পর্যন্ত উত্তাল রূপ ধারণ করেনি। নওয়াবেঁকী, পাখিমারা, নীলডুমুর খেয়াঘাট এলাকায় মানুষের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।

    বুড়িগোয়ালীনি গ্রামের সাহেব আলী জানান, শনিবার সকালে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ফুট পর্যন্ত বেশি হয়েছে। পূর্ব সতর্কতা থাকায় পাশ্ববর্তী খোলপেটুয়া, মালঞ্চ, আড়পাঙ্গাশিয়া নদীসমুহের জেলেরা শনিবার মাছ ধরতে নামেনি। এছাড়া সাগর ও সুন্দরবনে অবস্থানরত জেলেরা এলাকায় ফিরতে শুরু করেছেন।

    পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনসহ সকল টহলফাঁড়িতে অবস্থানরত বনকর্মীদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সুন্দরবন ও সাগরে মাছ শিকারে যাওয়া জেলেদের লোকালয়ে ফিরতে পরামর্শ দিয়ে তাদের উদ্ধারে বনকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

    বন বিভাগের এ কর্মকর্তা আরও জানান শনিবার সকালের জোয়ারের পানি তার অফিসে যাওয়ার একমাত্র পায়ে চলা রাস্তার উপরে উঠার উপক্রম হয়েছিল।

    এদিকে পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা ডিভিশনের নির্বাহী প্রকৌশলী এম সালাউদ্দীন বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি পেয়েছে। শ্যামনগরকে ঘিরে থাকা উপকূল রক্ষা বাঁধের প্রায় ১২৯ কিলোমিটারের মধ্যে সাত/আটটি পয়েন্টের প্রায় দুই কিলোমটিার ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে মাটি ফেলে উচ্চতা বৃদ্ধিসহ জিও ব্যাগ ডাম্পিং করে বাঁধের ভাঙন ও ধস ঠেকানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম বলেন, উপজেলার ১৬৯ সাইক্লোন শেল্টারকে প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবীকে জরুরি অবস্থা মোকাবেলায় তৈরি থাকার জন্য বলা হয়েছে। শুকনা খাবারসহ নগদ অর্থ মজুদ রাখা হয়েছে। প্রতিটি এলাকার জনপ্রতিনিধির সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে।

  • অধ্যাপক শিল্পীকে বাঁচাতে সহায়তার হাত বাড়াবে কি কেউ

    শ্যামল শীল,জবি:দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন অধ্যাপক ড. শিল্পী খানম। শিক্ষার্থীদের বাংলায় জ্ঞান অর্জন করানো ছিল তার অ্যাকাডেমিক বিষয়। কিন্তু এই পথচলা রুদ্ধ হয়ে আছে দুই বছরের বেশি। যেতে পারেন না শ্রেণিকক্ষে, দেখার সুযোগ হয় না প্রিয় শিক্ষার্থীদের মুখ। তার অনুপস্থিতি শিক্ষার্থীদের মনেও ব্যথার সঞ্চার করেছে। দ্রুত তাকে নিজেদের মধ্যে ফিরে পেতে প্রতীক্ষার প্রহর গুনছেন শিক্ষার্থীরা। তবে সেজন্য প্রয়োজন সহায়তা– আর্থিক জোগান। কারণ শিল্পী যে আক্রান্ত হয়ে আছেন মরণব্যাধি ক্যানসারে।

    অধ্যাপক শিল্পী খানম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষক। তিনি বোন ম্যারো (অস্থিমজ্জা) ক্যানসারে আক্রান্ত। বর্তমানে চিকিৎসাধীন আছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার (২৪ মে) রাতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। দুর্ভাগ্যের পরিহাস– এই হাসপাতালে অধ্যাপক শিল্পীর চিকিৎসা বাবদ খরচের ১২ লাখ টাকা শনিবার পর্যন্ত পরিশোধ করা সম্ভব হয়নি। গত দুই বছর দেশ-বিদেশে চিকিৎসা ব্যয় বহন করে অনেকটা নিঃস্ব এখন তার পরিবার।

    পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, আড়াই বছর আগে ক্যানসার ধরা পড়ে অধ্যাপক শিল্পী খানমের। দেশে কিছু দিন চিকিৎসার পর তাকে নেওয়া হয় ভারতে। সেখানে টাটা মেমোরিয়াল হাসপাতালে প্রায় দেড় মাস চিকিৎসা শেষে ফিরে আসেন তিনি। তবে দিন দিন শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এই আড়াই বছরে তার পুরো দেহে ছড়িয়ে পড়েছে ক্যানসার। দীর্ঘ সময়ের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে শেষ হয়ে গেছে সঞ্চয়ে থাকা সব টাকা। অনেকের কাছ থেকে করতে হয়েছে ঋণ। একবার সহায়তার হাত বাড়িয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

    অধ্যাপক শিল্পীর দুই ছেলে এবার কৃতিত্বের সঙ্গে মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছে। জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়া দুই ছেলের উচ্চশিক্ষা নিয়েও সংশয় ভর করেছে পরিবারে। তাদের বাবা কাজী শফিকুল ইসলাম অসুস্থ স্ত্রীকে সময় দেওয়ার জন্য ছেড়ে দিয়েছেন নিজের চাকরি। এমন অনিশ্চিত সময়ে পুরো পরিবারের একটাই চিন্তা– কেউ কি অধ্যাপক শিল্পীকে বাঁচাতে সহায়তার হাত বাড়িয়ে দেবে? আবার কবে সব দ্বিধা কেটে শিল্পী-শফিকের পরিবারে ফুটবে সুখের হাসি?

    প্রিয় শিক্ষকের এই দুঃসময়ে সর্বোচ্চ দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তার শিক্ষার্থীরা। জবির বাংলা বিভাগের শিক্ষার্থী শিবলী নোমান বলেন, ‘ম্যাম অনেক বন্ধুসুলভ। তিনি সব সময়ই আমাদের আগলে রাখতেন। তার এমন অসুস্থতা আমাদের সবাইকে মর্মাহত করেছে। ম্যাম যাতে সুস্থ হয়ে উঠতে পারেন সেজন্য আমাদের যা করার আছে সবটুকু দিয়ে চেষ্টা করব।’

    আরেক শিক্ষার্থী মুজাহিদ বিল্লাহ বলেন, ‘ম্যামকে সদা হাস্যোজ্জ্বল দেখে এসেছি। তিনি নিজের সন্তানের মতো আদর-স্নেহ করতেন আমাদের। আমরা ম্যামকে সুস্থ দেখতে চাই।’

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, ‘অধ্যাপক শিল্পীর পরিবারের পক্ষ থেকে এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে আমরা সমিতির নির্বাহী সভায় উত্থাপন করব।’

    অধ্যাপক শিল্পীর স্বামী কাজী শফিকুল ইসলাম বলেন, “আমার স্ত্রীর ক্যানসার এখন ‘লাস্ট স্টেজে’। তার চিকিৎসায় আড়াই বছরে এক কোটি টাকার বেশি খরচ হয়ে গেছে। আমার সব সম্বল শেষ। এখনও হাসপাতালে ১২ লাখ টাকার মতো বিল বাকি। শিক্ষক সমিতি একবার সহায়তা করেছিল। এখন সংকোচে কারও কাছে হাতও পাততে পারছি না। অনেক টাকা প্রয়োজন, কী করব জানি না। আর্থিক সহায়তা পেলে হয়তো চিকিৎসা চালিয়ে যেতে পারব।”

    যে কেউ চাইলে আর্থিক সহায়তা পাঠাতে পারবেন এই ঠিকানায়– কাজী শফিকুল ইসলাম (অধ্যাপক ড. শিল্পী খানমের স্বামী), বেসিক ব্যাংক লিমিটেড, শান্তিনগর শাখা, অ্যাকাউন্ট নম্বর : 0914010004526

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যাপক শিল্পী খান।

  • এক যুগে ‘ঢাকা টাইমস’ পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে

    নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: ঢাকা টাইমস প্রকাশের শুরুর দিন থেকেই পাঠককে সত্য তথ্য দিয়ে আসছে। এক যুগে পাঠকের মাঝে জনপ্রিয়তা ও আস্থার জায়গা অর্জন করতে সক্ষম হয়েছে এই পত্রিকাটি। তাদের সংবাদ প্রকাশের ধরন দেশের অন্যান্য গণমাধ্যমের চেয়ে ভিন্নতা রয়েছে। মূলত দেশের প্রথিতযশা সাংবাদিক মোহাম্মদ আরিফুর রহমান দোলনের সততা, নিষ্ঠা, ঐকান্তিকতা, যুক্তিবাদী মানসিকতা, দৃঢ় মনোবল, প্রজ্ঞা ও অসাধারণ নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে।

    শনিবার (২৫ মে) বেলা ১১টার দিকে দৈনিক ঢাকা টাইমস এর এক যুগে পদার্পণ উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা এসব কথা বলেন।
    সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। এতে সম্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

    বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারব হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, এখন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রাজীব, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন ও সাতক্ষীরা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ঢাকা টাইমস এর নিজস্ব প্রতিবেদক মো. হোসেন আলী। এতে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম, হৃদয় বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান, সাতক্ষীরা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক সুব্রত হালদার প্রমুখ।

    আলোচনা সভায় বক্তারা বলেন, এখন মুহূর্তের সব ঘটনা জানতে চায় মানুষ। আজকের ঘটনা আগামীকাল পত্রিকার পাতায় কেউ দেখতে চায় না। অনলাইন পত্রিকাগুলোর মাধ্যমে ঘটনার সর্বশেষ পরিস্থিতি ও ভিডিও চিত্র দেখতে পান পাঠকরা। সে কারণে প্রিন্টের চেয়ে অনলাইন পত্রিকার জনপ্রিয়তা এখন বেশি। পাঠকের কথা ভেবেই ২০১৩ সালে ঢাকা টাইমস টোয়েন্টি ফোর ডট কমের যাত্রা শুরু হয়, এক যুগে প্রিন্ট ও অনলাইন ভার্সনে ঢাকা টাইমস অভাবনীয় সফলতা অর্জন করেছে, ঢাকা টাইমস এর জন্য শুভ কামনা। অনুষ্ঠানের মধ্যেভাগে সংগীত শিল্পী চৈতালি মুখার্জীর মনোমুগ্ধকর গানে অনুষ্ঠানে যোগ হয় অন্যান্য মাত্রা। অনুষ্ঠান সঞ্চলনা করেন পত্রদূতের নিজস্ব প্রতিনিধি এসএম বিপ্লব হোসাইন।

    আলোচনা সভা শেষে কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে ঢাকা টাইমস এর এক যুগে পদার্পণ অনুষ্ঠানের আয়োজন শেষ হয়।

  • মোরগ চুরির ঘটনায় গালিগালাজ ও মারপিট: থানায় অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক: মোরগ চুরির ঘটনাকে কেন্দ্র করে গালিগালাজ ও প্রতিবাদ করায় মারপিট করার অভিযোগ উঠেছে। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মিমাংশা করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ফলে এ ঘটনাকে কেন্দ্র করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেছেন কালিগঞ্জ উপজেলার বাঁশদহ গ্রামের ইব্রাহিম কারিকরের ছেলে রফিক কারিকর। অভিযোগ সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার বাঁশদহ গ্রামের মোছা. ডলি খাতুন (৩৫), মোছা. হালিমা খাতুন হালি (৩৭), মোছা. ফিরোজা বেগম (২৮), মোছা. রিজিয়া খাতুন (৩৮), মোছা. হামিদা বেগম (৫৮), মোছা. টুম্পা খাতুন (২৬), হৃদয় (২৪) কিছুদিন পূর্বে রফিক কারিকরের বসতবাড়ীর একটি মোরগ চুরি করিয়া ধরিয়া জবাই করে। বিষয়টি জানাজানি হলে মোরগের মাংস রান্না করে রফিক কারিকরদের খাওয়ার জন্য দিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করলে চেয়ারম্যান বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেন কিন্তু বিবাদীরা কাহারও কথায় কর্নপাত না করায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি। গত ১৭ মে ২০২৪ তারিখে দুপুর আড়াইটার দিকে রফিক কারিকরের স্ত্রী মোছা, রুবিনা খাতুন (৩০) পুকুর থেকে গোসল করে বাড়ী ফেরার পথিমধ্যে জনৈক বিকাশ এর বসতবাড়ীর সম্মুখে পৌছাইলে বিবাদীরা হাতে শাবল, বাঁশের লাঠি, কাঠের চলা ইত্যাদি নিয়া পথরোধ করে উল্লেখিত বিষয়ের জের ধরে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এবং প্রতিবাদ করায় শাবল, বাঁশের লাঠি, কাঠের চলা দিয়ে রুবিনা খাতুনকে এলোপাতাড়িভাবে মারধর করে রক্তাক্ত জখম করে। এসময় রিজিয়া খাতুন রুবিনার গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্নের একটি চেইন ছিনিয়ে নেয়। ডলি খাতুন জুতা দিয়া রুবিনার মুখে উপর্যুপরি আঘাত করে এবং বেদনাদায়ক ফোলা জখম করে। একর্পায়ে রুবিনার ডাক চিৎকারে মো. হাফিজুল ইসলাম, মো. রাকিব হোসেন, আকবার আলীসহ অনেকে ঘটনাস্থলে এসে রুবিনাকে উদ্ধার করে। এসময় বিবাদীরা বলে, ‘আমাদের পুনরায় মারপিট করিবে, খুন জখমসহ বিভিন্নভাবে ক্ষতি করিবে’ বলে প্রকাশ্যে হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়দের সহযোগিতায় রুবিনাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এব্যাপারে কালিগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। কালিগঞ্জ এসআই হাফিজ সরেজমিনে গিয়ে তদন্ত করে আসেন। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

  • সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী নির্বাচন ২০২৪-২০২৮ নাসের-কবির-শাহজাহান পরিষদের প্যানেল পরিচিতি সভা

    নিজস্ব প্রতিনিধি : আগামী ৬ জুন আসন্ন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী নির্বাচন ২০২৪-২০২৮ নাসের-কবির-শাহজাহান পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে সাতক্ষীরা জেলা ও উপজেলা ফুটবল ক্রীড়া পরিবারের আয়োজনে শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টে পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টুর সভাপতিত্বে প্যানেল পরিচিতি সভায় পুরা প্যানেল বিজয়ী করার লক্ষ্যে গঠনমূলক বক্তব্য রাখেন গুড়পুকুর আদর্শ সংঘের সভাপতি অ্যাডভোকেট মো. মোসলেম আলী, সুলতানপুর ক্লাবের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক কাজী কবিরুল হাসান বাদশা, অনির্বাণ সংঘের সভাপতি মমিন উল্লাহ মোহন, উদিতি সংঘের সভাপতি আবু বকর মাস্টার, গণমুখী সংঘের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, রেফারি এ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিক উল ইসলাম খান, ভালুকা চাঁদপুর সবুজ সংঘের সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, ইকবাল কবির খান বাপ্পি, শেখ মাসুদ আলী প্রমুখ।
    বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র মোতাবেক সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী ২০২৪-২০২৮ কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে নির্বাচনে সভাপতি ০১ (এক) জন, সহ-সভাপতি ০২ (দুই) জন, কোষাধ্যক্ষ ০১ (এক) ও কার্যনির্বাহী সদস্য ০৯ (নয়) জনসহ মোট ১৩ (তের) জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে নির্বাচনের লক্ষ্যে নাসের-কবির-শাহজাহান পরিষদের প্যানেলে সভাপতি পদে লড়ছেন- শেখ নাসেরুল হক, সহ-সভাপতি পদে- ইঞ্জিনিয়ার কবীর উদ্দীন আহমেদ ও শাহজাহান আলী, কোষাধ্যক্ষ পদে- শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য পদে- ইকবাল কবির খান (বাপ্পি), মমিন উল্লাহ মোহন, ফারহা দীবা খান সাথী, আবুল কাশেম (বাবুর আলী), স.ম সেলিম রেজা (সেলিম), শেখ জাবের হোসেন, শেখ রফিকুর রহমান (লাল্টু), মো. রফিক-উল ইসলাম খান, শেখ মোশফিকুর রহমান মিল্টন, কাজী বেলাল হোসেন। সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ০৪ (চার) বছর মেয়াদী নির্বাচন ২০২৪-২০২৮ নাসের-কবির-শাহজাহান পরিষদের প্যানেল পরিচিতি সভায় উপস্থিত সকলে পুরা প্যানেল বিজয়ী করার লক্ষ্যে পূণসমর্থন ও আস্থা জ্ঞাপন করেন। এসময় সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের অন্তভূক্ত ক্লাব প্রতিনিধি, ভোটার ও বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • আশাশুনির কাদাকাটিতে মহানবী সম্পর্কে কটুক্তির প্রতিবাদ সমাবেশ পুলিশের হস্তক্ষেপে বন্ধ

     আশাশুনি ব‍্যুরো:
    আশাশুনিতে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর নামে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধনের আগেই কটুক্তি কারীদের গ্রেফতার করেছে থানা পুলিশ। কটুক্তির প্রতিবাদে শুক্রবার (২৪ মে) বিকালে উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া বাজারে বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার জনগণের মানববন্ধনের প্রস্তুতিকালে পুলিশ উপস্থিত হয়ে মানববন্ধনের প্রয়োজনীয়তা না থাকায় বন্ধের আহবান জানালে জনতা মানববন্ধন বন্ধ ঘোষণা করেন। এসময় উত্তেজিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আকাশ হোসেন, সাতক্ষীরা সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, পুলিশ পনিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, এসআই মোহাম্মদ শাহিন আলম। বক্তারা বলেন, নির্বাচন পরবর্তী সময়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রিয় নবী সম্পর্কে কটুক্তির ব্যাপারে আপনাদের মনের অবস্থা সম্পর্কে আমরাও উপলব্ধি করতে পারছি। আপনারা যার জন্য মানববন্ধন করবেন তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি। তাদেরকে আইনের আওতায় সোপর্ধ করা হবে। আপনারা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। এসময় সমবেত প্রতিবাদী জনতা তাদের কর্মসূচি পরিহার করে স্বস্ব বাড়িতে চলে যায়।
    পুলিশ এর আগে অভিযান চালিয়ে কটুক্তির অভিযোগে মিত্র তেঁতুলিয়া গ্রামের মন্টু অধিকারী ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার তাপসী রানী অধিকারীর ছেলে রাকেশ অধিকারী (২৩) ও তার ছোট ভাই রাহুল অধিকারী (১৮) কে গ্রেফতার করেন।
  • আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডলের গণসংযোগ 

    স্টাফ রিপোর্টার :
    আগামী ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে (২৪ মে)  শুক্রবার দিনব্যাপী লাবসা, আলিপুর, ভোমরা, ঘোনা, পৌর ৭ নং ওয়ার্ডসহ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মত বিনিময়ের মাধ্যমে আনারস প্রতীকে ভোট চান চেয়ারম্যান পদপ্রার্থী সুশান্ত কুমার মন্ডল।
    এসময় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শফিক উদ্দৌল্লা সাগর,  অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র, শিক্ষক মীম সাইফুল ইসলাম, আকবর হোসেন, পাল শুভাশিস, হাবিবুর রহমান, এসএম রবিউল ইসলাম, পার্থ সারথি সেন, জিএম আবু সাঈদ, খন্দকার আনিসুর রহমান, কৃষকলীগ নেতা আবুল কালাম, বাপী বসু, আবু সাঈদ, বিপ্লব, সাকিব আল হাসান সেতু, মোঃ সোলাইমান, বিপ্লব, আল ইমরান, সোহেল, আসাদুজ্জামান লাভলু, অমিত কুমার ঘোষ, মোঃ বেলায়েত আলী, মহিদ হোসেন, জামিনুর, নয়ন, তৌকির, সুকুমার রয়সহ কর্মীসমর্থকরা।
    আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডল  বলেন, আমার বিশ্বাস সকলের দোয়া ও আশীর্বাদে আগামী ২৯ তারিখের নির্বাচনে দল মত নির্বিশেষে সকলে আমাকে ভোট দিয়ে জয়ী করবে ।
  • রাতে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

    দেশের দুই অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শুক্রবার (২৪ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

    আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

    তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে।

    এ অবস্থায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের এ প্রবণতা দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

  • আশাশুনিতে পুলিশ ও ডিবির অভিযানে ১০ আসামী আটক

    আশাশুনি ব‍্যুরো:
    আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত এক আসামীসহ নিয়মিত মামলার সর্বমোট ১০ আসামীকে আট করা হয়েছে। জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিকনির্দেশনায় থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ রহিম, এসআই ইমরান হোসেন, এসআই শ্যামা প্রসাদ রায়, এএসআই আঃ সালাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর পরোয়ানা-৮৩০/২২ এর আসামী বৈকরঝুটি গ্রামের আঃ আজিজ গাজীর ছেলে আরিফুল ইসলাম। নিয়মিত মামলা নং-৪(৫)২৪ এর আসামী তেঁতুলিয়া গ্রামের মৃত নুর মোহাম্মদ গাজীর ছেলে মোঃ সবুর গাজী (৪৯)। নিয়মিত মামলা নং-১০(৫)২৪ এর আসামী মধ্যম চাপড়া গ্রামের মৃত মোকছেদ সরদারের ছেলে মইনুর ইসলাম সরদার (৪৭), নিয়মিত মামলা নং-১৫(৫)২৪। ১৬(৫)২৪, ১৭(৫)২৪ এর আসামী পিরোজপুর গ্রামের মৃত সোনাই সরদারের ছেলে মোঃ কুদ্দুস সরদার (৫৫), খালিয়া গ্রামের মৃত তছির উদ্দীন সানার ছেলে মোঃ অদুত সানা (৪৫), নিয়মিত মামলা নং-২১(৫)২৪ এর আসামী কালিকাপুর গ্রামের মোঃ ইসহাক সরদারের ছেলে মোঃ রুবেল সরদার (৩২), মোঃ মুনছুর গাজীর ছেলে মোঃ আছাফুর গাজী (২৮), মোঃ শামছুর গাজীর ছেলে মোঃ সোহরাব গাজী (৫৮), নিয়মিত মামলা নং-২২(৫)২৪ এর আসামী কচুয়া গ্রামের মোঃ মাছুম সরদারের ছেলে মোঃ ছট্টু সরদার (২৮) ভিন্ন ভিন্ন এলাকা থেকে আটক করেন। নিয়মিত মামলা নং-২৩(৫)২৪ এর আসামী তুয়ারডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মালেক মোল্যার ছেলে ইউপি সদস্য আনারুল ইসলাম মোল্যা (৫১)কে গোয়ালডাঙ্গা এলাকা থেকে ডিবি পুলিশ আটক করেন। আটককৃত আসামীদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
  • আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডলের গণসংযোগ 

    স্টাফ রিপোর্টার :
    আগামী ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে (২৩ মে) বৃহস্পতিবার দিনব্যাপী ধুলিহর, আলিপুর, ভোমরা, ঘোনাসহ পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মত বিনিময়ের মাধ্যমে আনারস প্রতীকে ভোট চান চেয়ারম্যান পদপ্রার্থী সুশান্ত কুমার মন্ডল।
    এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র, শিক্ষক মীম সাইফুল ইসলাম, আকবর হোসেন, পাল শুভাশিস, হাবিবুর রহমান, এসএম রবিউল ইসলাম, পার্থ সারথি সেন, জিএম আবু সাঈদ, খন্দকার আনিসুর রহমান, কৃষকলীগ নেতা আবুল কালাম, বাপী বসু, আবু সাঈদ, বিপ্লব, সাকিব আল হাসান সেতু, মোঃ সোলাইমান, বিপ্লব, আল ইমরান, সোহেল, আসাদুজ্জামান লাভলু, অমিত কুমার ঘোষ, মোঃ বেলায়েত আলী, মহিদ হোসেন, জামিনুর, নয়ন, তৌকির, সুকুমার রয়সহ কর্মীসমর্থকরা।
    আনারস প্রতীকের প্রার্থী সুশান্ত কুমার মন্ডল  বলেন, আমার বিশ্বাস সকলের দোয়া ও আশীর্বাদে আগামী ২৯ তারিখের নির্বাচনে দল মত নির্বিশেষে সকলে আমাকে ভোট দিয়ে জয়ী করবে ।
  • আমার উপর আস্থা রাখুন, সদর উপজেলা উন্নয়নের জোয়ারে ভাসবে: মশিউর রহমান বাবু

    নিজস্ব প্রতিনিধি: আসন্ন ২৯ মে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের  নির্বাচন উপলক্ষে লাঙ্গল প্রতীকের বিজয়ের লক্ষে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান বাবু’র বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা, মতবিনিময় ও লিপলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় শহরতলীর শিবতলায় আয়োজিত নির্বাচনী পথসভায় জেলা ওলামা পার্টির সভাপতি মো. ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর বাবু। এসময় তিনি বলেন, আমার উপর বিশ্বাস আর আস্থা রাখুন, সাতক্ষীরা সদর উপজেলায় উন্নয়নের জোয়ার বইয়ে দেব। আমি সেই বিশ্বাস অক্ষুন্ন রাখব। আপনাদের সাথে নিয়ে উন্নয়নের কাজ করে সেই বিশ্বাসের প্রমান দেব। এই অঞ্চলের মানুষের জন্য কিছু করতে চাই, তার জন্য আপনাদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, সদর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়মুজ্জামান পাভেল প্রুমখ।

    পরে সদর উপজেলার দহাকুলা বাজারে নাঙ্গল প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক নাঈম হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের  লাঙ্গল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো. মশিউর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর কামরুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিজিবি সার্জেন্ট মোকারাম হোসেন, রাশেদুল ইসলাম, শেখ মমতাজ হোসেনসহ এলাকাবাসী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রভাষক শেখ আবু ওয়াহিদ।

    অপরদিকে, শিবপুর ইউনিয়নের পরানদাহ’র কালিতলা বাজারে মশিউর রহমান বাবু’র নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। এসময় ভোটারদের কাছে মশিউর রহমান বাবুর লাঙ্গল  মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাখাওয়াতুল করিম পিটুল, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক আবু ইয়াসিন, সদস্য সচিব আব্দুল কাদের প্রমুখসহ আরও অনেকে।

  • এসএসসি পরীক্ষা ‘ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে’

    নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ২০২৬ সালে। গত এক যুগের বেশি সময় ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হলেও নতুন শিক্ষাক্রম সেই পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসে।

    নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে এ এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সেখানে লিখিত মূল্যায়নে ওয়েটেজ ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক মূল্যায়নে ৩৫ শতাংশ। পুরো পরীক্ষা হবে ৫ ঘণ্টাব্যাপী। এসব নতুন পদ্ধতি ঠিক করে প্রায় চূড়ান্ত করেছে পরীক্ষা পদ্ধতি। আগামী ৩১ মে- এর মধ্যে তা চূড়ান্ত করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সেই পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নাম হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কারিকুলাম নিয়ে গঠিত উচ্চ পর্যায়ে কমিটি নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। সেখানে স্কুলের বার্ষিক ও অর্ধবার্ষিক (ষান্মাষিক) মূল্যায়ন প্রক্রিয়া সাতটি ধাপ বা স্কেলে নির্ধারণ করেছে। এসএসসি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন এনেছে। সেখানে ফেব্রুয়ারির পরিবর্তে পরীক্ষা হবে ডিসেম্বরে। সব কিছু চূড়ান্ত করতে চলতি মাসের মধ্যে এ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে একটি বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

    জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে নতুন কারিকুলামে। সেখানে পরীক্ষা সময় বাড়ার পাশাপাশি পরীক্ষা সময় পরিবর্তন হতে পারে। সব কিছু আরেকটি বৈঠকের চূড়ান্ত হওয়ার পর সবাইকে জানিয়ে দেওয়া হবে।

    তিনি জানান, মূল্যায়ন নির্দেশনা যেটি ঠিক করতে আগামী ২৭ তারিখ কর্মশালার আয়োজন করা হয়েছে। সেখান থেকে চূড়ান্ত হতে পারে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি।

    ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বছরের শুরুতেই এসএসসি পরীক্ষা না নিয়ে বছরের শেষে নিলে শিক্ষার্থী শিক্ষাবর্ষ পুরোপুরি ব্যবহার করতে পারবে। এসব দিক বিবেচনায় ফেব্রুয়ারির পরিবর্তে এসএসসি পরীক্ষা ডিসেম্বর নেওয়ার সুপারিশ রয়েছে। তবে তা এখনও চূড়ান্ত না। চলতি মাসে চূড়ান্ত বৈঠকের পর তা বলা যাবে।

    ৫ ঘণ্টা হবে এসএসসি পরীক্ষা

    এর আগে মূল্যায়ন কমিটির সুপারিশের বলা হয়, নতুন শিক্ষাক্রমে হবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা। এই পাবলিক পরীক্ষায় মোট ১০টি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এতে থাকবে লিখিত পরীক্ষাও। প্রতিটি বিষয়ের মূল্যায়নে বিরতিসহ ৫ ঘণ্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে শিক্ষার্থীদের। বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষা কেন্দ্রে মূল্যায়নে অংশ নেবে শিক্ষার্থীরা।

    আর এসএসসি পরীক্ষা হবে কেবল দশম শ্রেণির বিষয়ের ওপর। অর্থাৎ আগে নবম-দশম এই দুই শ্রেণির ওপর পরীক্ষা হলেও নতুন শিক্ষাক্রমে শুধু দশম শ্রেণির ওপর পরীক্ষা হবে। এই শ্রেণিতে মোট ১০টি বিষয় পড়বে শিক্ষার্থীরা। বিষয়গুলো হলো— বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি।

    এসএসসি পরীক্ষা নেওয়ার সার্বিক আয়োজনের জন্য বিষয়ভিত্তিক ৬০০ শিক্ষকের সমন্বয়ে রিসোর্সপুল (বিশেষজ্ঞ দল) গঠন করা হবে। প্রথমে তাদের বোর্ডের আয়োজনে এনসিটিবির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সাত দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। আর ১১টি শিক্ষা বোর্ডের প্রতিটির জন্য প্রতি বিষয়ে চারজন করে মোট ৪৪ জন শিক্ষককে চূড়ান্ত করা হবে।

    নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ২০২৬ সালে। গত এক যুগের বেশি সময় ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হলেও নতুন শিক্ষাক্রম সেই পরীক্ষা শুরু হবে ডিসেম্বর মাসে।

    নতুন কারিকুলামে শুধু দশম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে এ এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সেখানে লিখিত মূল্যায়নে ওয়েটেজ ৬৫ শতাংশ এবং কার্যক্রমভিত্তিক মূল্যায়নে ৩৫ শতাংশ। পুরো পরীক্ষা হবে ৫ ঘণ্টাব্যাপী। এসব নতুন পদ্ধতি ঠিক করে প্রায় চূড়ান্ত করেছে পরীক্ষা পদ্ধতি। আগামী ৩১ মে- এর মধ্যে তা চূড়ান্ত করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সেই পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নাম হবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন কারিকুলাম নিয়ে গঠিত উচ্চ পর্যায়ে কমিটি নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। সেখানে স্কুলের বার্ষিক ও অর্ধবার্ষিক (ষান্মাষিক) মূল্যায়ন প্রক্রিয়া সাতটি ধাপ বা স্কেলে নির্ধারণ করেছে। এসএসসি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন এনেছে। সেখানে ফেব্রুয়ারির পরিবর্তে পরীক্ষা হবে ডিসেম্বরে। সব কিছু চূড়ান্ত করতে চলতি মাসের মধ্যে এ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে একটি বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

    জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষা নিয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসতে যাচ্ছে নতুন কারিকুলামে। সেখানে পরীক্ষা সময় বাড়ার পাশাপাশি পরীক্ষা সময় পরিবর্তন হতে পারে। সব কিছু আরেকটি বৈঠকের চূড়ান্ত হওয়ার পর সবাইকে জানিয়ে দেওয়া হবে।

    তিনি জানান, মূল্যায়ন নির্দেশনা যেটি ঠিক করতে আগামী ২৭ তারিখ কর্মশালার আয়োজন করা হয়েছে। সেখান থেকে চূড়ান্ত হতে পারে নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি।

    ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, বছরের শুরুতেই এসএসসি পরীক্ষা না নিয়ে বছরের শেষে নিলে শিক্ষার্থী শিক্ষাবর্ষ পুরোপুরি ব্যবহার করতে পারবে। এসব দিক বিবেচনায় ফেব্রুয়ারির পরিবর্তে এসএসসি পরীক্ষা ডিসেম্বর নেওয়ার সুপারিশ রয়েছে। তবে তা এখনও চূড়ান্ত না। চলতি মাসে চূড়ান্ত বৈঠকের পর তা বলা যাবে।

    ৫ ঘণ্টা হবে এসএসসি পরীক্ষা

    এর আগে মূল্যায়ন কমিটির সুপারিশের বলা হয়, নতুন শিক্ষাক্রমে হবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা। এই পাবলিক পরীক্ষায় মোট ১০টি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এতে থাকবে লিখিত পরীক্ষাও। প্রতিটি বিষয়ের মূল্যায়নে বিরতিসহ ৫ ঘণ্টা পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে শিক্ষার্থীদের। বর্তমান সময়ের মতো আলাদা পরীক্ষা কেন্দ্রে মূল্যায়নে অংশ নেবে শিক্ষার্থীরা।

    আর এসএসসি পরীক্ষা হবে কেবল দশম শ্রেণির বিষয়ের ওপর। অর্থাৎ আগে নবম-দশম এই দুই শ্রেণির ওপর পরীক্ষা হলেও নতুন শিক্ষাক্রমে শুধু দশম শ্রেণির ওপর পরীক্ষা হবে। এই শ্রেণিতে মোট ১০টি বিষয় পড়বে শিক্ষার্থীরা। বিষয়গুলো হলো— বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিল্প ও সংস্কৃতি।

    এসএসসি পরীক্ষা নেওয়ার সার্বিক আয়োজনের জন্য বিষয়ভিত্তিক ৬০০ শিক্ষকের সমন্বয়ে রিসোর্সপুল (বিশেষজ্ঞ দল) গঠন করা হবে। প্রথমে তাদের বোর্ডের আয়োজনে এনসিটিবির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সাত দিনের প্রশিক্ষণ দেওয়া হবে। আর ১১টি শিক্ষা বোর্ডের প্রতিটির জন্য প্রতি বিষয়ে চারজন করে মোট ৪৪ জন শিক্ষককে চূড়ান্ত করা হবে।

  • হজের আগে ৩ মিটার গুটানো হলো কাবার গিলাফ

    ঐতিহ্য বজায় রেখে হজের আগে বরাবরের মতো এবারও কিসওয়া নামে পরিচিত কাবা শরিফের গিলাফ কিছুটা গুটিয়ে উপরে তোলা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় কিসওয়া প্রায় ৩ মিটার উপরে তুলে সেই অংশটুকু ইরহাম বা সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়েছে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে থেকে এ তথ্য জানা গেছে।

    সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, আড়াই মিটার চওড়া ও চতুর্দিকে ৫৪ মিটার দৈর্ঘ্যের সাদা কাপড় দিয়ে কাবা শরিফের সেই অংশটুকু ঢাকা হয়। এই কাজে ১০টি ক্রেন ও ৩৬ জন বিশেষ কর্মীর সহায়তা নেওয়া হয়।

    কারুকার্যখচিত কিসওয়াটি কালো রঙের রেশম কাপড়ে তৈরি। হজযাত্রীদের কাবা প্রদক্ষিণের সময় কিসওয়া যাতে ক্ষতিগ্রস্ত ও ময়লা না হয়, সেজন্য কিসওয়াটি বেশ কয়েকটি ধাপে উত্তোলন করা হয়। এ জন্য প্রতিবছর হজের আগে কিসওয়া কিছুটা গুটিয়ে উপরে তোলা হয়।

    প্রতি বছর আরবি জিলহজ মাসে সৌদি আরবে অনুষ্ঠিত হজকে বলা হয় বিশ্বের বৃহত্তম মানব সমাবেশ। যেখানে ২০১২ সালে অংশগ্রহণ করে রেকর্ডসংখ্যক ৩০ লাখ ১৬ হাজার মানুষ। করোনা মহামারির সময় সৌদি কর্তৃপক্ষ শুধুমাত্র এক হাজার হাজিকে নিয়ে প্রতীকী হজ পালন করে। তবে করোনা পরবর্তী সময়ে হজযাত্রীর সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হয়েছে। গত বছর, প্রায় ১০ লাখ ৮৪ হাজার মানুষ হজে অংশ নেন। আশা করা হচ্ছে, এই সংখ্যা এ বছর আরও বেশি হবে।

    মশাল ডেস্ক/

  • ১২০ কি.মি গতিতে বাংলাদেশে আঘাত হানবে ঘূর্ণিঝড় রেমাল

    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আগামী ২৫ মে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। পরের দিন ২৬ মে (রোববার) সন্ধ্যায় ‘রেমাল’ নাম নিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। ওই সময় ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।

    ভারতের আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, “বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগরের দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যাঞলের নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে সরে গিয়েছে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ ও পশ্চিম-মধ্যাঞ্চলে অবস্থান করছে। আগামী ২৫ মে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।”

    ভারতের আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানার কথা বলা হলেও— আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নির্দিষ্ট করে বলা হচ্ছে এটি ভারতের উড়িশা অথবা বাংলাদেশের উপকূলে যেতে পারে।

    আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সংস্থা ইসিএআই এবং এনসিইপি ইঙ্গিত দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল উড়িশা উপকূলে আছড়ে পড়বে।

    অপরদিকে আইমডি, এনসিইউএম এবং আইএমডি এমএমই বলছে, ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চার করে বাংলাদেশ উপকূলে আঘাত হানবে।

    আর ঘূর্ণিঝড়টি আঘাত হানা শুরু করতে পারে ২৬ মে বিকাল ৫টা ৩০ মিনিট থেকে ২৭ মে রাত ২টা ৩০ মিনিটের মধ্যে।

    ‘রেমাল’ একটি আরবি শব্দ। যার বাংলা অর্থ বালু। নামটি দিয়েছে ওমান। বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেগুলোর নাম আগে থেকেই ঠিক করা থাকে।

    ২০২০ সালে ভারতের আবহাওয়া দপ্তর ১৬৯টি ঘূর্ণিঝড়ের নাম দেয়। সেখান থেকেই এবারের ঘূর্ণিঝড়টির নাম নেওয়া হবে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘূর্ণিঝড়ের ঘোষণা দেওয়া হয়নি। যখন এই ঘোষণা আসবে তখনই বঙ্গোপসাগরে সৃষ্ট এ নিম্নচাপটিকে ‍ঘূর্ণিঝড় রেমাল হিসেবে অভিহিত করা হবে।

  • আলিপুর এলাকাতে মোটরযানের উপর মোবাইল কোর্ট  

     বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের নির্দেশনা ও খুলনা বিভাগের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমানের তত্ত্বাবধানে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সড়কে দুর্ঘটনা হ্রাসকল্পে ও যাত্রী, চালক, পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে মোটযানের উপর ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট অব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের অদূরে আলিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার সামনে মোটরযানের উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারনে ১১ টি মামলার বিপরীতে ৭হাজর ৫শত’ টাকা জরিমানা আদায় করা হয়।
    এ সময় উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার পলাশ আহমেদ, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মেকানিক্যাল এ্যাসিস্ট্যান্ট মোঃ ওবায়দুর রহমান, জিএম শাখার বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামান সহ সঙ্গীয় ব্যাটেলিয়ন আনসার বাহিনী।
    মোবাইল কোর্টের অভিযানের বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) কে এম মাহবুব কবির বলেন, বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির ও বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমানের নির্দেশনায় খুলনা বিভাগের প্রত্যেকটি সার্কেলের আওতাধীন জেলা গুলোতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মধ্যে সড়কে চলাচলের উপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখা হয়েছে।
    তিনি আরো বলেন আমরা শুধু যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা ও জরিমানা করছি না এর পাশাপাশি সড়কে শৃঙ্খলা ও চালক পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এছাড়া সরকার ইতিমধ্যে দ্বিতীয় ধাপে যে সকল মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন নেই তাদেরকে জরিমানা ব্যাতীত মূল কর ফিস দিয়ে কাগজ পত্র হালনাগাদ করার জন্য আগামী ৩০ জুন’২৪ পর্যন্ত সময় বর্ধিত করেছে। এ সময়ের পরে যেসকল যানবাহনের কাগজ পত্র খেলাপি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন থাকবে না সে সকল যানবাহন ও চালকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা ও অভিযান অব্যাহত থাকবে।
  • আশাশুনিতে পুলিশী অভিযানে আট আসামী আটক

    আশাশুনি ব‍্যুরো:
    আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভূক্ত এক আসামী ও নিয়মিত মামলার সাত আসামীকে আট করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর হোসেন খাঁন, এসআই সাব্বির আহমেদ, এসআই শ্যামা প্রসাদ রায়, এএসআই হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত মামলা নং-১৮(৫)২৪ এর আসামী উপজেলার খাজরা ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত মাজেদ সরদারের ছেলে আনারুল ইসলাম সরদার, তুয়ারডাঙ্গা গ্রামের আঃ আহাদ মোল্যার ছেলে আবু বক্কর সিদ্দিক, নিয়মিত মামলা নং-১৯(৫)২৪ এর আসামী উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের হবি সরদারের ছেলে আইজুল সরদার, নূর হোসেন গাজীর ছেলে মিজার গাজী ওরফে মুত্তাজুল, খায়রুল মোড়লের ছেলে আবু মুছা মোড়ল, মৃত জোনাব গাজীর ছেলে রেজাউল গাজী, নিয়মিত মামলা নং-২০(৫)২৪ এর আসামী উপজেলার আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা গ্রামের ছলেমান গাজীর ছেলে কামাল গাজী ও সিআর পরোয়ানা-২৩৯/২৩ এর আসামী প্রতাপনগর গ্রামের আজগর সরদারের ছেলে আজাদুল ইসলামকে থানা এলাকার ভিন্ন ভিন্ন স্থান থেকে আটক করা হয়। আটককৃত আসামীদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
  • আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩ দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ উদ্বোধন

    আশাশুনি ব‍্যুরো: আশাশুনিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে তিন দিনব্যাপী স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশনে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোঃ সাইফুজ্জামান। আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোঃ বিলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক। রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক বিএম আলাউদ্দীন। প্রশিক্ষণে ৪০ জন নারী পুরুষ অংশগ্রহণ করেন।