Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
dakshinermashal, Author at Daily Dakshinermashal - Page 13 of 398

Author: dakshinermashal

  • বিশ^ পরিবেশ দিবসে নদী-খাল সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত

    বিশ^ পরিবেশ দিবসে নদী-খাল সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত

    ৫জুন বুধবার ২০২৪ বিশ^ পরিবেশ দিবসে বেসরকারি উন্নয়ন সংগঠন স্বদেশ, রুপান্তর, বেলা এবং এএলআডি এর সহায়তায় ও স্থানীয় উন্নয়ন সহযোগী সংগঠন সৃজনী, অর্জন, সুন্দরবন ফাউন্ডেশন. হেড,সিডো, টিআইবি-সনাক সাতক্ষীরা, প্রথমআলো বন্ধুসভা সহ বিভিন্ন সংগঠনের উদ্যেগে ম্যানগ্রোভ সভাঘরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার নদ নদীর সঠিক পরিসংখ্যান নির্দ্ধারন, সংকটাপন্ন নদীন নাম চিহ্নিত করন ও নদী-খাল দখল দুষন মুক্ত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা বলেন, দেশের নদীগুলির এখনই সঠিক পরিসংখ্যান সহ দখল মুক্ত করে প্রবাহ সচল রাখতে না পারলে আমাদেও পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস হয়ে যাবে,ধ্বংস হবে প্রান বৈচিত্র। নদী না বাঁচলে দেশ বাঁচবে না। স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত এর সঞ্চালনায় এবং শিক্ষাবিদ্ আব্দুল হামিদেও -সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো: মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, সনাক সদস্য ডাঃ সুশান্ত ঘোষ, ড. দিলারা বেগম, সনাক সাতক্ষীরা জেলা চেয়ারম্যান শিক্ষক হেনরি সরদার, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংস্থার প্রতিনিধি বেলা এর সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, দবিসের আলোচনাপত্র উপস্থাপন করেন ইয়েস সদস্য সমাপ্তি গাইন ও জেলার প্রবাহমান নদীর উপর আলোচনা করেন পরিবেশ কর্মি অধ্যক্ষ আশেক –ই এলাহি, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃক্ষ প্রেমী এজাজ আহমেদ স্বপন, এড. মনিরউদ্দীন, নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আদিত্য মল্লিক, নারী নেত্রী জ্যোৎ¯œা দত্ত, লুইস রানা গাইন, শ্যামল বিস্বাস, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী,সিদ্দীকুর রহমান প্রবীন শিক্ষক ফজলুর রহমান, পবিত্রমোহন দাস, , টিআইবি সমন্বয়ক মনিরুল ইসলাম, রুপান্তরের জেলা সমন্বয়ক মাসুদুর রহমান , প্রাণ ও প্রকৃতির সমন্বয়ক আঃ সামাদ, ইয়েস সদস্য মসফিকুর রহমান প্রমুখ।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা দক্ষিণ পশ্চিমাঞ্চ্লের একটি সম্ভাবনাময় জেলা। এখানে উন্নয়নের সকল সম্ভাবনা বর্তমান এখানকার প্রকৃতি অবারিতভাবে অকৃপন দান দিয়ে মানুষের সকল সুখ দুখৈর সাথি হয়ে আছে, মহামুল্যবান সুন্দরবন সাতক্ষীরা জেলাকে সবসময় সুরক্ষা দিয়ে আসছে, আমাদেও এখন এখানকার বন- পরিবেশ ও নদী খাল কে যেকোনও মুল্যে সংরক্ষণ করতে হবে। প্রান ও প্রকৃতিকে না বাঁচাতে পারলে আমরা বাঁচবো না । আজকের দিনে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের সাথে বেসরকারি উদ্যেগের সমন্বয় করে সাতক্ষীরা জেলার জন্য একটি পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনা করা ও তার বাস্তবায়ন। নবনির্বাচিত সকল জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সাতক্ষীরা জেলা দেশের উন্নয়নের মুল ¯্রােত ধারার সাথে এগিয়ে যাবে এই প্রত্যাশা। সভায় জেলার সংকটপুর্ন নদীর তালিকা চুড়ান্ত করতে উপস্থিত সকলের মতামত গ্রহন করা হয় এবং অধ্যক্ষ আশেক -ই এলাহিকে আহবায়ক করে ও কল্যান ব্যনার্জী, মাধব চন্দ্র দত্ত,আদিত্য মল্লিক ও এড.আবুল কালাম আজাদ কে সদস্য করে নদী বিষয়ক একটি সাব কমিটি গঠন করা হয় যারা স্বল্প দিনের মধ্যে প্রাপ্ত তথ্যাদি যাচাই বাছাই করে জেলার প্রবাহমান ও সংকটময় নদীর একটি তালিকা প্রনয়ন করবেন।

  • আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

    আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

    নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। বুধবার (৫ জুন) সকালে “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” (“Land restoration, desertification and drought resilience ) এ প্রতিপদ্য বিষয়কে সামনে নিয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএফ)- এর আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থার বাস্তবায়নে “উন্নয়নে যুব সমাজ” সদস্যদের সমন্বয়ে আশাশুনি ইউনিয়নে ৫ই জুন “বিশ্ব পরিবেশ দিবস-২০২৪” উপলক্ষে বর্ণাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    আশাশুনি শাখা অফিস চত্বর মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে আশাশুনি বাজার প্রদিক্ষণ শেষে অফিস হল রুমে এক আলোচনা সভা অনষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমৃদ্ধি কর্মসূচির ইউনিয়ন সমন্বয়কারী এস.এম আব্দুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. শাহরিয়ার হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উন্নয়নে যুব সমাজ সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জাবের হোসেন।

  • বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ এডাপটেশন ফোরামের  মানববন্ধন

    বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ এডাপটেশন ফোরামের  মানববন্ধন

    নিজস্ব প্রতিনিধি: “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

    বুধবার (০৫ জুন) বিকাল ৪টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ইয়ুথ এডাপটেশন ফোরাম সাতক্ষীরার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ইয়ুথ এডাপটেশন ফোরামের ইয়ুথ লিডার সভাপতি কর্ণ বিশ্বাস কেডির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হোসেন আলী, মো. আবু তাহের বিল্যাহ, অর্ণব মন্ডল, নির্মল গাইন, হৃদয় মন্ডল প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, সকলের অসচেতনতার জন্য পরিবেশ হুমকির মুখে আছে। প্রতিনিয়ত পরিবেশ দূষিত হয় এমন কর্মকান্ড বেড়েই চলছে। এসময় ইয়ুথরা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

  • সামেক হাসপাতালের আউটসোর্সিং নিয়োগ স্বচ্ছতা  দাবিতে পথসভা 

    সামেক হাসপাতালের আউটসোর্সিং নিয়োগ স্বচ্ছতা  দাবিতে পথসভা 

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং জনবল নিয়োগ স্বচ্ছতা ও ভুয়া নিয়োগপত্র দেখাইয়ে প্রায় চার কোটি টাকা আত্নসাতকারী দুনীতিবাজ প্রতারক বরিশাল জেলা বিএনপির সদস্য ও পিমা এ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলালকে পুনারায় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের আউটসোর্সিং টেন্ডার না দেয়ার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুন মঙ্গলবার বিকেলে জেলা  নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যােগে সাতক্ষীরা খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যাুরালের সামনে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় জেলা  নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চলনায় বক্তব্যে রাখেন, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, জেলা ভুমিহীন সমিতির  সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সহ সভাপতি সাবেক সিবিএ নেতা শেখ শওকত আলী, মানবাধিকার কর্মী শেখ ফারুক হোসেন, ভুমিহীন অধিকার পরিষদ সভাপতি বাবলু হাসান, সাংবাদিক রুবেল হোসেন, শেখ রিয়াজুল ইসলাম, শাহাজান আলী ছোট বাবু,  কাজী আব্দুল আলিম, সিরাজুল ইসলাম প্রমূখ।

    বক্তারা বলেন, হাসপাতালের পরিচালক শীতল চৌধুরীসহ টেন্ডার কমিটির সিন্ধান্ত মোতাবেক  ২০২৪ সালের ১৭ মে তারিখে দৈনিক ভোরের কাগজ পত্রিকায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের  আউটসোর্সিং ঠিকাদারের টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন।   উক্ত টেন্ডার দরপত্র সিডিউল জমার দেওয়ার শেষ তারিখ চলতি মাসের ৫ জুন এবং টেন্ডার দরপত্র হবে ৬ জুন।

    বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ শীতল চৌধুরীসহ  টেন্ডারবাজিরা মোটা অংকে টাকার বিনিময়ে টেন্ডার দরপত্র কারসাজি করে হাসপাতালের বর্তমান আউটসোর্সিং ঠিকাদার চতুর্থ সর্বনিম্ন দরদাতা বরিশাল জেলা বিএনপির সদস্য পিমা এ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলালকে পুনারায় টেন্ডার দেয়ার জন্য জোর প্রচেষ্টায় পায়তারা চালাচ্ছেন।

    বক্তারা আরো সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পূর্বে আউটসোর্সিং ঠিকাদারের টেন্ডারে  আউটসোর্সিং ঠিকাদার টেন্ডার দরপত্র  আহবানে পিমা এ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন দুলাল আউটসোর্সিং  টেন্ডার পায়। এরপর দুলাল আউটসোর্সিং টেন্ডার পেয়ে সাতক্ষীরা জেলার সাধারণ মানুষকে হাসপাতালে  আউটসোর্সিং কর্মী হিসেবে চাকুরী দেওয়ার জন্য দুলাল একটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ঠিকাদার দুলাল সাতক্ষীরার মানুষের কাছে  কিছু ভুয়া নিয়োগপত্র দেখাইয়ে তাদের কাছ   থেকে নিয়োগ প্রতি ৩ লাখ থেকে ৪ লাখ টাকা করে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেয় ঠিকাদার দুলাল।

    ঠিকাদার দুলাল ভুয়া নিয়োগপত্র দেখিয়ে পাটকেলঘাটা এলাকার সোবহানের ছেলে আল আমিনের কাছ থেকে ২৩ লাখ টাকা,  পাটকেলঘাটা থানার বড়ভিলা এলাকার শেখ শাহাজান আলীর ছেলে ইমরান হোসেনের কাছ থেকে  ২ লাখ ৫০ হাজার টাকা ও তালা উপজেলার কৃষ্ণকাটির এলাকার মনিরুজ্জামান সরদারের ছেলে রফিকুল ইসলামের কাছ ২৩ লাখ টাকাসহ প্রায় চার কোটি টাকা হাতিয়ে নেয় ঠিকাদার দুলাল।  এসব টাকা ফেরত পাওয়ার জন্য ঠিকাদার দুলালের নামে সাতক্ষীরা আদালতে ৫ টি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।

    বক্তারা আরো বলেন,  ইতিপূর্বে সাতক্ষীরা মেডিকেলে পিমা এ্যাসোসিয়েট লিঃ এর ঠিকাদার দুলাল বিগত সময়ে টেন্ডার মেয়াদ শেষ হবার পূর্বে মাত্র ৬ মাসের টেন্ডারে হাইকোর্টে রিট করে গত ৫ বছর যাবত হাইকোর্টের রিটে  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং এর মাধ্যমে ৪৬ জন জনবল কাজ করে আসছিল। আউটসোর্সিং  কর্মচারীদের কাছ থেকে বেতন শিটে জোর করে স্বাক্ষর করে নিয়ে তাদের মাসিক বেতন ১৪,৪৫০ টাকা উত্তোলন করে আউটসোর্সিং কর্মীদের মাত্র ৮/৯ হাজার টাকা বেতন দিতেন। আর স্বাক্ষর না দিলে কর্মীদের চাকুরীচ্যুত করার হুমকিও দিতেন তার পোষা লোকজন। ঠিকাদার ও তার দালালচক্রের অনিয়ম ও অত্যাচারে কর্মচারীরা অতিষ্ঠ হয়ে উঠতেন।

    বক্তারা আরো বলেন, মেডিকেল হাসপাতালের আউটসোর্সিং কর্মী নিয়োগ প্রকাশ হবার আগেই আউটসোর্সিং আবেদন কারীদের আবেদনপত্র স্বাক্ষর দেওয়ার নামে আবেদনকারীদের  কাছে থেকে আবেদন প্রতি এক হাজার টাকা করে নিচ্ছে মেডিকেল হাসপাতালের পরিচালক ডাঃ শীতল চৌধুরী।

    বক্তারা বলেন, এই দুনীতিবাজ, টাকা আত্নসাতকারী মামলার আসামী প্রতারক বরিশালের  পিমা এ্যাসোসিয়েট লিঃ এর ঠিকাদার দেলোয়ার হোসেন দুলালকে যদি পুনারায় আবারও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং টেন্ডার দরপত্র পায়, তাহলে সাতক্ষীরার সাধারণ মানুষ কর্মসংস্থান থেকে বঞ্চিত হবে এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। এছাড়াও সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইল পুনারায় চালুর দাবি জানান বক্তারা। সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং জনবল নিয়োগ স্বচ্ছতা ও পিমা এ্যাসোসিয়েট লিঃ এর ঠিকাদার প্রতারক দেলোয়ার হোসেন দুলালকে পুনারায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আউটসোর্সিং টেন্ডার দরপত্র না দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানান মানববন্ধনে বক্তারা।

  • পাটকেলঘাটায় মাসিক ভালো কাজ গ্রুপের পক্ষ থেকে অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

    পাটকেলঘাটায় মাসিক ভালো কাজ গ্রুপের পক্ষ থেকে অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ

    সাতক্ষীরা জেলা প্রতিনিধি
    পাটকেলঘাটা থানার বড়বিলা ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রঙ্গনে মাসিক ভালো কাজ গ্রুপের পক্ষ থেকে অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে মঙ্গলবার সকাল ১০ঘটিকায় ছাগল বিতরণ করা হয়েছে।
    এসময় বড়বিলা ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আয়ূব আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, মাসিক ভালো কাজ গ্রুপের চেয়ারম্যান মো: হাসান আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক হাসানুর রহমান হাসান।
     এছাড়াও আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী ফিরোজ হোসেন, মাসিক ভালো কাজ গ্রুপের মডারেটর রফিকুজ্জামান পলাশ, মো: বাবলু হোসেন, বড়বিলা কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মো: আব্দুর রশিদ, আজদিকা ফাউন্ডেশন আনিসুর রহমান, জামির হোসেন দিপু ও মনিরুজ্জামান মনির, মাসিক ভালো কাজ গ্রুপের মডারেটর সাংবাদিক মনিরুল ইসলাম ও রায়হান প্রমুখ।
  • পাইকগাছার ক্ষতিগ্রস্ত মানুষ বেঁড়িবাঁধ মেরামত কাজে ব্যস্ত সময় পার করছে!

    পাইকগাছার ক্ষতিগ্রস্ত মানুষ বেঁড়িবাঁধ মেরামত কাজে ব্যস্ত সময় পার করছে!

    বেঁড়িবাঁধ নিয়ে সংগ্রাম আর কত কাল?

    পাইকগাছায় বেঁড়িবাঁধ মেরামত কাজে ব্যস্ত সময় পার করছে ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষ। ক্ষতিগ্রস্ত এ সব বেঁড়িবাঁধ প্রাথমিক মেরামত করতে আরো কিছুদিন সময় লাগতে পারে বলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ জানিয়েছেন। উল্লেখ্য উপকূলীয় জনপদ পাইকগাছায় গত ২৬ মে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে। টানা কয়েক ঘন্টার ঘূর্ণিঝড়ের তান্ডব এবং ঘূর্ণিঝড়ের পরের দিন ঘূর্ণিঝড় পরবর্তী ঝড়ের তান্ডবে ক্ষতবিক্ষত হয়ে যায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন স্থানের ওয়াপদার বেঁড়িবাঁধ। রেমাল এর তান্ডবে উপজেলার বিভিন্ন স্থানে কমপক্ষে শতাধিক স্থানে বাঁধ ভেঙ্গে ও উপচে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। যেসব ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে দেলুটী, সোলাদানা, গড়ইখালী, রাড়ুলী, লস্কর ও পৌরসভা অন্যতম। সরকারি প্রাথমিক হিসেব অনুযায়ী কমপক্ষে ১০ কিলোমিটার বেড়িবাঁধ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী কয়েক দিনে পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের যৌথ প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত বাঁধ প্রাথমিক মেরামত, কোথাও কোথাও রিং বেড়িবাঁধ দিয়ে নদীর পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। এখন ক্ষতিগ্রস্ত বাঁধ কিছুটা মজবুত করার কাজে ব্যস্ত সময় পার করছে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ।
    বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পয়েন্টে প্রাথমিক বাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে বলে জানান, ইউপি চেয়ারম্যানগন। প্রাথমিক মেরামত কাজ শেষ করতে আরো কিছুদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয় লোকেরা। অনান্য ইউনিয়ন-এর মত চলমান রয়েছে গড়ইখালী বাজার সংলগ্ন আবাসন প্রতিরক্ষা বাঁধ মেরামতের কাজ। মূল ওয়াপদার বাইরে প্রতিরক্ষা বাঁধ বেষ্টুনী দিয়ে ১৭৫ পরিবার গড়ইখালী আবাসনে বসবাস করে। ঘূর্ণিঝড় রেমাল এর আঘাতে এখানকার ২ কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আবাসনের বাসিন্দারা বাঁধটি মেরামতের কাজ করছেন।
  • সাতক্ষীরায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এলো সেভ দ্য চিলড্রেন ও উত্তরণ

    সাতক্ষীরায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এলো সেভ দ্য চিলড্রেন ও উত্তরণ

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত  মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন ও উত্তরণ।

    মঙ্গলবার (৪ জুন) আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৫০ পারিবারের মাঝে সেল্টার কির্ট বিতরণের মাধ্যমে দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন ও উত্তরণ তাদের পাশে দাঁড়ায়।

    সেল্টার কির্ট বিতরণের সময় উপস্থিত ছিলেন- শ্রীউলা ইউনিয়ন পরিষদের প্রভাষক দীপংকর বাছাড় (দিপু), ইউপি সদস্য নজরুল ইসলাম বাচ্চু, সেভ দ্য চিলড্রেন এর কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক, উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইদুর রহমান, প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, ভিবিডি সাতক্ষীরা’র সভাপতি মো. হোসেন আলী, ইয়ুথ এডাপটেশন ফোরামের লাবনী মজুমদার, মাশকুরা আক্তার, শোভা আশা হালদার, মো. আবু তাহের বিল্লাহ, মোকাররম বিল্লাহ ইমন, নির্মল গাইন, দেলোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মীরা।

  • আশাশুনি সরকারী কলেজের অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা প্রদান

    আশাশুনি সরকারী কলেজের অধ্যক্ষকে বিদায় সংবর্ধনা প্রদান

    আশাশুনি ব্যুরো:
    আশাশুনি সরকারি ক‌লে‌জের অধ‌্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার কলেজের শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক হোসেন আলীর সভাপতিত্বে সভায় বিদায়ী প্রিন্সিপ্যাল প্রফেসর আবুল কালাম আজাদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদি, কলোরোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এস এম আনারুজ্জামান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসুসহ অন্যান্য সিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচিলনা করেন প্রভাষক জাকির হোসেন ও প্রভাষক শিরিন বাহার যুথি। চাকু‌রি হ‌তে অবসর গ্রহণ ক‌রেছেন।
  • সাতক্ষীরায় আসক এর শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধ বিষয়ক প্রকল্প অবহিতকরণ সভা

    সাতক্ষীরায় আসক এর শিশু যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধ বিষয়ক প্রকল্প অবহিতকরণ সভা

    আইন ও সালিশ কেন্দ্র (আসক) সাতক্ষীরায় টেরে ডেস হোমস (ঞফঐ), নেদারল্যান্ডস এর অর্থায়নে “স্টেপিং আপ দি ফাইট এগেইনষ্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন: এম্পাওয়ারিং চিলড্রেন এন্ড কমিউনিটিস্ (ঝটঋঅঝঊঈ)” প্রকল্পটি শিশু যৌন শোষন প্রতিরোধে শিশুদের ও স্থানীয় সচেতন নাগরিকদের ক্ষমতায়িত করার পাশাপাশি স্থানীয় সকল ধরণের শিশু নির্যাতন প্রতিরোধে বাস্তবায়িত হচ্ছে।
    মঙ্গলবার ৪ জুন সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর আয়োজনে অনুষ্ঠিত প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। শিশু সুরক্ষা কমিটির আহ্বায়ক ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মো.আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রকল্প বিষয়ক উপস্থাপনা করেন আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর প্রজেক্ট ম্যানেজার মো: রোকনুজ্জামান।
    স্বদেশের পরিচালক ও মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সরোয়ার হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ নাছির উদ্দীন ফরাজী, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি উপ-পরিচালক ইছমত আরা বেগম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ. কে. এম. শফিউল আযম, ওয়ান স্টপ ক্রাইসিস এর প্রোগ্রাম অফিসার মো: আব্দুল হাই সিদ্দিক, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেন, পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোমিনুল ইসলাম, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক এম কামরুজ্জামান, মহিলা পরিষদের সভানেত্রী আঞ্জুমানারা, ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ মোহাম্মদ শরিফুল ইসলাম, শিশু দলের সদস্য ইসরাত জাহান প্রমুখ।
    সভায় বক্তারা শিশু যৌন নির্যাতন এটি খুবই স্পর্শকাতর বিষয় বলে উল্লেখ করেন। শিশু যৌন নির্যাতনের ঘটনা ঘটলেও পরিবার থেকে তা কোন অভিযোগ করা হয় না। যার ফলে অপরাধীদের আইনের আওতায় আনা যায় না। শিশুরাই জাতির ভবিষ্যৎ। বক্তারা পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রের সকল পর্যায়ে শিশুর অধিকার ও মর্যাদা রক্ষা করা আবশ্যক বলে উল্লেখ করেন। আলোচনায় পারিবারিক সচেতনতা সহ সংশ্লিষ্ট সকলে এগিয়ে আসলে শিশু যৌন নির্যাতন অনেকাংশে কমে আসবে বলে মনে করেন।সভায় আইন ও সালিশ কেন্দ্রের প্রতি তাদের কর্মপরিধি বাড়ানোর পাশাপাশি সরকারি, বেসরকারিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে শিশু নির্যানত প্রতিরোধে কাজ করার আহ্বান জানান।

  • শ্যামনগর বিএনএফ এর সহযোগিতা: চার মুন্ডা পরিবারকে গাভী প্রদান

    শ্যামনগর বিএনএফ এর সহযোগিতা: চার মুন্ডা পরিবারকে গাভী প্রদান

    সংবাদ বিজ্ঞপ্তি : গত ৩ জুন সোমবার শ্যামনগর উপজেলা কালিঞ্চি গ্রামে আদিবাসী মুন্ডাদের মধ্যে উন্নয়ন সংস্থা ‘প্রগতি’র পক্ষ থেকে মুন্ডাদের মধ্যে গাভী বিতরন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় গাভি বিতরন করেন উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুজ্জামান । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দেশ টিভির শহীদুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টুয়েন্টি ফোরের আমিনা বিলকিস ময়না, প্রগতির প্রধান নির্বাহী আশেক-ই-এলাহী ,শ্যামনগর এনজিও সমন্বয় পরিষদের সদস্য সচিব আল ইমরান, সারস এর পরিচালক হরিপদ মুন্ডা, প্রগতির সমন্বয় কারী শেখ রফিকুল ইসলাম,কর্মী মাসুম বিল্লাহ বেলাল প্রমুখ।
    ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সমন্বিত পরিবার উন্নয়ন কর্মসূচির আওতায় চার দরিদ্র মুন্ডা পরিবারকে এ গাভী প্রদান করা হয়। গাভী প্রাপ্ত পরিবার গুলোর পক্ষে গাভী গ্রহন করেন কবিতা মুন্ডা, দিপালী মুন্ডা, ববিতা মুন্ডা ও নিরিবালা মুন্ডা।

  • প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন যুক্তরাষ্ট্রের নারী

    প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন যুক্তরাষ্ট্রের নারী

    সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বন্ধুত্ব। এরপর তা গড়ায় প্রেমের সম্পর্কে। ফলে প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ছুটে আসেন মার্কিন নারী। সিদ্ধান্ত নেন তারা বিয়ে করবেন। কিন্তু এতে বাধ সাধে বয়স ও ধর্ম। তবে প্রেম মানে না কোনো বাধা।

    সোমবার (৩ জুন) দুপুরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই প্রেমিক যুগল। ফেনীর বেস্ট ইন রেস্টুরেন্টে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়। বিয়ের জন্য এই মার্কিন নারী খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসলিম হওয়ার পর তার নাম রাখা হয়েছে লামিয়া।

    বর ফেনীর সন্তান ব্যবসায়ী জামশেদ আলম রাজু (২৫)। তিনি সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সফরপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। কনে সেন্ডোরা ব্রোক্সের (৫৫) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরের বাসিন্দা। 

    জানা গেছে, রাজু ও সেন্ডোরা আদালতে হাজির হয়ে হলফনামা দিলে ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অপরাজিতা দাশ তা মঞ্জুর করেন।

    জামশেদ আলম রাজু জানান, ২০১৮ সালে ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর ধীরে ধীরে ভালো লাগা থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। শনিবার (১ জুন) যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে সেন্ডোরা।

    রাজু বলেন, ‘সেন্ডোরা আমাকে ভালোবেসে এখানে এসেছে। সুখে-দুঃখে আমরা একসঙ্গে থাকতে চাই বলে অঙ্গীকার করেছি। সে আমার জন্য নিজ ধর্ম ত্যাগ করেছে।’

    মনের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুশি সেন্ডোরাও (লামিয়া)। তিনি বলেন, ‘আমি ভালো আছি। আমার অনেক ভালো লাগছে।’

  • দাম কমল এলপিজির, ১২ কেজির সিলিন্ডার ১৩৬৩ টাকা

    দাম কমল এলপিজির, ১২ কেজির সিলিন্ডার ১৩৬৩ টাকা

    ভোক্তা পর্যায়ে আবারও কমল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৯৩ টাকা থেকে ৩০ টাকা কমিয়ে এক হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দর কার্যকর হবে।

    সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এলপিজির নতুন দাম ঘোষণা করেন এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মো. নূরুল আমিন।

    প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায়ও এলপিজি ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১১৩ টাকা ৫৫ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম কমেছে। যদিও বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দাম দিয়ে ভোক্তাকে কিনতে হয় বলে ভোক্তাদের অভিযোগ রয়েছে। বাজার ঘুরে সে অভিযোগের সত্যতাও পাওয়া গেছে।

    এলপিজির পাশাপাশি গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমেছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা ৫৩ পয়সা। যা গত মাসে ছিল ৬৩ টাকা ৯২ পয়সা।

    গত এপ্রিল মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪৪২ টাকা, মার্চ মাসে ছিল এক হাজার ৪৮২ টাকা, ফেব্রুয়ারি মাসে ছিল এক হাজার ৪৭৪ টাকা, জানুয়ারিতে ছিল এক হাজার ৪৩৩ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে ছিল এক হাজার ৪০৪ টাকা, নভেম্বরে ছিল এক হাজার ৩৮১ টাকা, অক্টোবর মাসে ছিল এক হাজার ৩৬৩ টাকা, সেপ্টেম্বরে ছিল এক হাজার ২৮৪ টাকা, আগস্ট মাসে এক হাজার ১৪০ টাকা, জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা, জুনে ছিল এক হাজার ৭৪ টাকা, মে মাসে ছিল এক হাজার ২৩৫ টাকা ও এপ্রিলে ছিল এক হাজার ১৭৮ টাকা।

    আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তারপর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

  • নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান বাবুকে সাতক্ষীরার বিভিন্ন সংগঠনের অভিনন্দন 

    নবনির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান বাবুকে সাতক্ষীরার বিভিন্ন সংগঠনের অভিনন্দন 

     সদ্য সমাপ্ত সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে মশিউর রহমান বাবু চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছে সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
    বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন:
    নেতৃবৃন্দরা হলেন, নলকুড়া নাট্যগোষ্ঠির প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, নলকুড়া মিউজিক্যাল একাডেমির পরিচালক মো. আব্দুল মতিন, কদমতলা বাজার কমিটি’র সভাপতি মো. আব্দুল মান্নান, কদমতলা একতা সংঘের সভাপতি শেখ সদরুল হাসান, সাধারণ সম্পাদক শেখ শাহাজাহান আলী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব লিমু, ১৩ নং লাবসা ইউপির ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফজর আলী, ১৩নং লাবসা সাবেক ইউপি সদস্য ও সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বাবু প্রমুখ নেতৃবৃন্দ।
    নলকুড়া তরুণ সংঘ:
    উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দরা হলেন,  মীর হায়দার আলী, মীর কাওছার আলী, এ্যাড, শেখ সিরাজুল ইসলাম, শেখ আমির হোসেন, এ্যাড, মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, শেখ আলমগীর হোসেন, শেখ আমানুল হুদা মন্টু, শেখ মাসুদুল হাসান, গোলাম কিবরিয়া বাবু, শেখ আব্দুর রহমান বাবু, শেখ রিয়াজুল ইসলাম, মীর মামুন হাসান, শেখ জয়নুল আবেদীন খোকন, শেখ জহুরুল হক ও শেখ এজাজ আহমেদ স্বপন।
    কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি শেখ আমিনুর হোসেন (সাংবাদিক), সিনিয়র সহ-সভাপতি শেখ আল রাজি, সহ-সভাপতি যথাক্রমে শেখ মাগফুর হোসেন, শেখ আজাহারুল হক, সৈয়দ মোজাফ্ফর আলী মিঠু, মীর কাইউম আলী পিন্টু, সহ-সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক যথাক্রমে মোঃ আমিনুর রহমান, শেখ জিল্লুর রহমান, খন্দকার আনিসুর রহমান তাজু, শেখ রিজভী আহমেদ, শেখ ফাহিম হাসান, সাংগঠনিক সম্পাদক মীর আলীম হাসান, সহ – সাংগঠনিক সম্পাদক মীর নাহিদ হাসান, অর্থ সম্পাদক শেখ আরিফুল হাসান আরিফ, সহ-অর্থ সম্পাদক শেখ বায়জিদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ মুকুল হাসান মেহেদী, সহ- দপ্তর সম্পাদক সামিউর রহমান মুমিত, প্রচার সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ, সহ-প্রচার সম্পাদক মোঃ মুশফিকুর রহমান রিজভী, ক্রীড়া সম্পাদক শেখ শিমুল হক, সহ- ক্রীড়া সম্পাদক শেখ আসিফ ইকবাল প্রনজয়, ধর্ম বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন মোমিন বাবু, সহ -ধর্ম বিষয়ক সম্পাদক মীর মোস্তাক আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আব্দুল মতিন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শারিউল একাব শুভ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ নাঈম হাসান মানিক, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক যথাক্রমে শেখ তানজীম বীমা, শেখ শাহরুল শাকিব, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সাদিকুর রহমান সুমন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক যথাক্রমে মীর সোহেল আলী, খন্দকার তৌকির রহমান, শেখ হাবিবুর রহমান। কার্যনির্বাহী সদস্য, শেখ আজমীর হোসেন, শেখ আজমল হোসেন, শেখ হারুনুর রশিদ, মীর সাঈদ হাসান কায়েস, মিন্টু হাসান, শেখ মুজাহিদুল বাবু, শেখ হাফিজুল হক, শেখ হাবিবুর রহমান সুমন, শেখ ইনজামুল হক, শেখ সাইদুল ইসলাম আজিম, শেখ ফাহিম তাহমিদ বনি, শেখ নাজরান ইসলাম রকি, শেখ এজাজ আহমেদ, শেখ আবীর আহমেদ হৃদয়, শেখ আহসানউল্লাহ সজল, শেখ আকাশ হাসান, মীর আবিদ হাসান, শেখ আকিব হোসেন, মীর সেতু ইসলাম, মীর ওমর ফারুক হাসিব, শেখ শাহরুখ ইসলাম, শেখ আতিকুল ইসলাম ও শেখ আল আলফি আপন প্রমুখ নেতৃবৃন্দ।
  • তালার পল্লীতে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে প্রতিপক্ষের রডের আঘাতে যুবক আহত, গ্রেফতার ১

    তালার পল্লীতে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে প্রতিপক্ষের রডের আঘাতে যুবক আহত, গ্রেফতার ১

    সাতক্ষীরার তালায় প্রতিপক্ষের হামলায় আতিয়ার রহমান (৪৫) নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় মোমিন আলী সরদার কে তালা থানা পুলিশ আটক করেছেন।
    রবিবার (২ জুন)তালা উপজেলার শিরাশুনি গ্রামে এ ঘটনা ঘটে।
    তালা থানা মামলা সূত্র ও এলাকায় সরেজমিন পরিদর্শনে জানা যায়, উপজেলার শিরাশুনী গ্রামের আব্দুল মজিদ মোড়লের ছেলে সেতু বাজারের পোল্ট্রী ব্যবসায়ী মিজানুর রহমানের কাছ থেকে বাকিতে একই এলাকার মৃত্যু জনাব আলী সরদারের ছেলে মোমিন সরদার পোল্ট্রীর খাদ্য ক্রয় করেন। দীর্ঘ দিন যাবৎ তাগাদা দিলেও পাওনা টাকা দেয় না। এই বিষয়কে কেন্দ্র করে কিছুদিন আগে সেতু বাজারে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এই সূত্র ধরে তার ভাই কে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে। এমনকি তাকে হত্যার উদ্দ্যোশ্যে মাথায় আঘাত করে এবং কাছে থাকা ১৪৫২০০ টাকা ছিনিয়ে নেয়। মুমুর্শ অবস্থায় এলাকাবাসি তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন।
    এই ঘটনায় ব্যবসায়ী মিজানুর রহমান বাদি হয়ে শিরাশুনি গ্রামের মৃত্যু জনাব আলী সরদারের ছেলে মোমিন সরদার, মোমিন সরদারের ছেলে আজিজুর রহমান সরদার (২৮) ও হামিদুল রহমান সরদার (২২) কে আসামী করে তালা থানায় মামলা দায়ের করেন। যার নং ৪/৭৮।
    আহত আতিয়ার রহমান বলেন, গতকাল বিকাল বেলায় আমি বাড়ি থেকে বাজারে আসার পথে মোমিন সরদারের বাড়ির সামনে পৌছালে আগে থেকে ওত পেতে বসে থাকা মোমিন সরদার, তার ছেলে আজিজুর ও হামিদুল আমার পথ রোধ করে হত্যার উদ্দ্যেশ্যে লোহার রড দিয়ে পিছন দিক থেকে আঘাত করে। আঘাতে আমার মাথা ফেঁটে রক্ত ঝরতে থাকলে আমি মাটিতে লুটিয়ে পড়ি। এসময় হামিদুল আমার পকেটে থাকা ১৪৫২০০ টাকা ছিনিয়ে নেয় এবং আজিজুলের হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে আমাকে বেধড়ক পিটাতে থাকে এবং গলাটিপে হত্যার চেষ্টা করে। আমার ডাকচিৎকারে এলাকাবাসি এসে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তী করেন।
    তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পরিস্থিতি শান্ত রাখার জন্য এলাকায় পুলিশ পাঠানো হয়। বাদির আবেদনের পেক্ষিতে তদন্ত করে মামলা রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় অভিযান চালিয়ে ১ নং আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে।

  • ডি.বি ইউনাইটেড হাইস্কুলে অভিভাবক ও শিক্ষক (পিটিএ) কমিটির প্রথম সভা

    ডি.বি ইউনাইটেড হাইস্কুলে অভিভাবক ও শিক্ষক (পিটিএ) কমিটির প্রথম সভা

    স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে অভিভাবক ও শিক্ষক (পিটিএ) কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৩ জুন) সকালে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড স্কুলের আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে (পিটিএ) কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল।
    অভিভাবক ও শিক্ষক (পিটিএ) কমিটির প্রথম সভায় বক্তব্য রাখেন পিটিএ কমিটির সভাপতি মো. আব্দুর রহিম, সহ-সভাপতি ঝন্টু কুমার সাধু, আমিনুর রহমান, লাভলী খাতুন, রত্মা পারভীন, রিক্তা ঘোষ, খায়রুন্নেসা, পাপিয়া মজুমদার, হোসনেয়ারা খাতুন, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস, সহকারি শিক্ষক রমেশ সরদার, আকলিমা খাতুন, ফয়জুল হক বাবু, মো. মুকুল হোসেন প্রমুখ। অভিভাবক ও শিক্ষক (পিটিএ) কমিটির প্রথম সভার আলোচ্য সূচির মধ্যে ছিল- বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত এবং লেখা পড়ার মান্নোয়নে শিক্ষকদের আরো আন্তরিক হওয়া, স্মার্ট বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। এসময় স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে অভিভাবক ও শিক্ষক (পিটিএ) কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

  • আশাশুনিতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও মশারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

    আশাশুনিতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও মশারী জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট

    আশাশুনিতে বিভিন্ন নদ-নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে (২০ মে থেকে ২৩ জুলাই) পর্যন্ত ৬৫ দিন সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ সময়ে আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার দিনভর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে “বিশেষ কম্বিং অপারেশন” পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। এ সময় নদী হতে অবৈধ ০৩ টি বেহুন্দি জাল এবং ০৪ টি মশারী জাল আটক করা হয় যার বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। আটককৃত জাল মানিকখালী ব্রিজ লগ্ন নদীর চরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে এসআই মহিতুর রহমান সহ পুলিশ সদস্য ও মৎস্য দপ্তরের ফিল্ড এসিস্ট্যান্ট উজ্জ্বল অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আগামী ২৩ জুলাই পর্যন্ত সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অবৈধ নীল নেট ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিধন করে চলেছে। তাই মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।
  • সদর এমপি আশুর সাথে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ মতবিনিময়

    সদর এমপি আশুর সাথে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ মতবিনিময়

    প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুর সাথে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। সোমবার বেলা ১১ টায় সদর এমপির বাসভবনে সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুর সাথে  মতবিনিময় করেছেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এসময় সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুকে জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর সাথে মতবিনিময়কালে জেলা ভুমিহীন সমিতির সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী ও জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির নেতৃবৃন্দ ইউসুফ আলী  সরদার, শেখ রিয়াজুল, শেখ ফারুক হোসেন, শেখ শওকত হোসেন, শাহাজাহান আলী ছোট বাবু, বদিউজ্জামান বদু, জিএম রেজাউল করিম রেজা, সুপদ ব্যানার্জি, ফজলুল হক, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাংবাদিক রুবেল হোসেন, সেলিম হোসেন, শাহানারা খাতুন রিনা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে সংসদ সদস্য আশরাফুজ্জামান আশুর কাছে সাতক্ষীরার সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম ও দুনীতি বন্ধসহ রাস্তাঘাট, রেললাইন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাইপাস সড়ক ছয়লেন নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল ও সুন্দরবন টেক্সটাইল পুনারায় চালুর জোর দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।
  • বাংলাদেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে, আমি তাদের নিয়েই চলব

    বাংলাদেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে, আমি তাদের নিয়েই চলব

    বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোন দেশের সঙ্গে কোন দেশের ঝগড়া, সেটা আমার দেখার দরকার নাই। আমার দরকার উন্নয়ন। বাংলাদেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে, আমি তাদের নিয়ে চলব। সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি৷

    রবিবার (২ জুন) সকাল ১০টায় গণভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন তিনি ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটের ভিডিওচিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করেন।

    প্রধানমন্ত্রী বলেন, দেশে একশ্রেণির লোক আছে যারা বেশ জ্ঞানী-গুণী, কিন্তু তারা শুধু নিজেদের আরাম-আয়েশের দিকে বেশি তাকায়৷ তৃণমূল পর্যায়ের মানুষ শক্তিশালী হবে, সিদ্ধান্ত নেবে, ক্ষমতাসীন হবে–এটা তারা মানতে পারে না, পছন্দ করে না৷ তারা সবসময় এটা অর্জনের পথে প্রতিবন্ধকতা তৈরি করে৷ আর তাদের সঙ্গে ইন্ধন জোগায় স্বাধীনতাবিরোধী দেশগুলো, যারা সেভেন ফ্লিট পাঠিয়েছিল। তাদের কাছে বাংলাদেশের বিজয় গ্রহণযোগ্য ছিল না।

    পঁচাত্তরের ১৫ আগস্টের পর থেকে ইতিহাস বিকৃতি শুরু হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা হয়। সবার নামে নানা ধরনের কুৎসা রটনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। তবে তরুণ প্রজন্ম এখন প্রকৃত ইতিহাস জানতে পারছে বলে মনে করেন সরকারপ্রধান।

    শেখ হাসিনা বলেন, ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ হয়ে যায়। যে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই জয় বাংলা স্লোগানটাও বাংলাদেশ থেকে মুছে ফেলা হয়। আমি জানি না. পৃথিবীর আর কোন দেশে এভাবে একটা যুদ্ধ করে যারা এত আত্মহুতি দেয়, তাদের এত অবমাননা করে। বাংলাদেশে এমন একটা সময় এসেছিল যখন, আমি মুক্তিযুদ্ধ করেছি এ কথাটা বলার সাহস ছিল না।

    শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে হবে৷ রেহানা ও আমি ছেলেমেয়েদের একটা জিনিস শিখিয়েছি যে, তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারব না৷ তোমাদের একটাই সম্পদ, সেটা হলো শিক্ষা৷ এটা অর্জন করলে কেউ ছিনতাই-হাইজ্যাক করতে পারবে না৷ কেননা, জ্ঞান তো কেড়ে নেওয়া যায় না।