Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
Hasan, Author at Daily Dakshinermashal - Page 8 of 82

Author: Hasan

  • বিতর্কিত মন্তব্য: ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি চাকরিচ্যুত

    বিতর্কিত মন্তব্য: ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি চাকরিচ্যুত

    ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার (বর্তমানে ওএসডি সহকারী সচিব, সাময়িক বরখাস্ত হওয়া) তাপসী তাবাসসুম ঊর্মিকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

    বুধবার (২ জুলাই) বিভাগীয় মামলায় তাকে ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছরের ৬ অক্টোবর তিনি নিজ ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ৩(খ) মোতাবেক ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা হয়। এরপর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তিনি নিরাপত্তার কারণে ব্যক্তিগত শুনানিতে অংশ না নিয়ে লিখিতভাবে জবাব দেন। তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

    এতে আরও বলা হয়, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে গুরুদণ্ড দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এরপর তাকে দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন, দ্বিতীয় কারণ দর্শানোর জবাব, পারিপার্শ্বিকতা এবং বিভাগীয় মামলার নথি পর্যালোচনা তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিধিমালা অনুযায়ী ‘চাকরি হতে বরখাস্তকরণ’ সূচক গুরুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত হয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

    গত ৫ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

    শহীদ আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্য ছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশকিছু স্ট্যাটাসও দিয়েছিলেন তাপসী তাবাসসুম।

  • দীপা রানী সরকার তালা উপজেলার নতুন ইউএনও

    দীপা রানী সরকার তালা উপজেলার নতুন ইউএনও

    তালা (সাতক্ষীরা) প্রতনিধি :

    সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দীপা রানী সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২ জুলাই) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ সোহেল রানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
    বর্তমানে সিনিয়র সহকারী কমিশনার (১৩৫তম আইন ও প্রশাসন কোর্সে প্রশিক্ষণরত) হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • আশাশুনিতে উপজেলা মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও পথসভা 

    আশাশুনিতে উপজেলা মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও পথসভা 

    আশাশুনি প্রতিনিধি :
    আশাশুনিতে উপজেলা মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়ায় জেলা নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার বিকালে আশাশুনি বাজার চাঁদনীতে পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের নবগঠিত কমিটির সভাপতি শফিকুল ইসলাম।
    সাধারণ সম্পাদক জিএম খালিদ মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু।
     সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আবু হেনা মোস্তফা কামাল, সাতক্ষীরা আদালতের অতি. পিপি এড. গোলাম গণি দুদু, জুলফিকার আলী জুলি, খালিদুজ্জামান টিপু, আনোয়ারুজ্জামান সিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের সিনি. যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিল, আব্দুল মজিদ, সাজিনুর রহমান সাজু, রামিম আব্দুল্লাহ, ছাত্রদলের সদস্য সচিব জাহিদুজ্জামান সবুজ প্রমুখ।
  • আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা বিতরণ

    আশাশুনির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা বিতরণ

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।
    উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের (কৃষক পরিবারের সদস্য) ভেতর চারা বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা কৃষি অফিসান শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে প্রকল্পের আওতায় ৮৫ টি হাই স্কুল, মাদ্রাসা ও কলেজের ১৫ শত শিক্ষার্থীকে ৪টি করে ৬০০০ গাছের চারা প্রদান করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
  • আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ/আহতদের স্মরণে সভা

    আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ/আহতদের স্মরণে সভা

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনিতে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকাল ৪ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামানের সভাপতিত্বে ও অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বাইতুলমাল সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য ও আইবিডব্লিউএফ সভাপতি এবিএম আলমগীর পিন্টু, কর্ম পরিষদ সদস্য আফসার উদ্দীন খাঁন, সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ। অন্যদের মধ্যে শোভনালী ইউনিয়ন আমীর মাওঃ জিয়াউর রহমান, সেক্রেটারী আলহাজ্ব দেছের আলী, মাস্টার গোলাম কিবরিয়া, সদর ইউনিয়ন সেক্রেটারী মাওঃ আব্দুল হাই, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ সভাপতি মাছুম বিল্লাহ খাঁন, মেম্বর সিরাজুল ইসলাম, সাবেক মেম্বর মাওঃ খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের আত্মার মাগফিরাত ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
  • আশাশুনিতে ভোক্তা অধিকারের  অভিযানে ৮৫০০ টাকা জরিমানা 

    আশাশুনিতে ভোক্তা অধিকারের  অভিযানে ৮৫০০ টাকা জরিমানা 

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে দুটি ফার্মেসীকে ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা এ অভিযান পরিচালনা করে।
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মেহদী হাসান তানভীরের নেতৃত্বে বুধহাটা বাজারে ইনসাফ মেডিসিন কর্নার ও মেসার্স জনসেবা ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ৩৭ ধারায় মেসার্স জনসেবা ফার্মেসীকে ৪ হাজার ৫০০ টাকা ও ইনসাফ মেডিসিন কর্নারকে একই ধারায় ৪০০০ টাকা জরিমানা করা হয়।
  • হালদা নদী নারী নির্যাতনের মতো নির্যাতিত হচ্ছে : উপদেষ্টা ফরিদা আখতার

    হালদা নদী নারী নির্যাতনের মতো নির্যাতিত হচ্ছে : উপদেষ্টা ফরিদা আখতার

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হালদা নদীকে নারী নির্যাতনের মত নির্যাতন করা হয়। তামাক চাষ একেবারে যদি বন্ধ নাও করি, চাইলে তা অন্যান্য জায়গায় করা যায়। কিন্তু হালদার পাড়ে কেন করতে হবে। হালদার পাড়ে তামাক চাষ মাছের ক্ষতি করছে। এখানে অবিলম্বে তামাক চাষ বন্ধ করতেই হবে। হালদা পাড়ে তামাক চাষ কোনোমতেই গ্রহণযোগ্য না।

    তিনি বলেন, যারা তামাক চাষ করছেন তারা আমাদের কাছে আসেন। আমরা আপনাদের সহায়তা করবো। কিন্তু আপনারা জেনে বুঝে এই ক্ষতিটা করবেন না। যারা তামাক চাষ করে তাদের বিকল্প আয়ের ব্যবস্থা করা হবে।

    মঙ্গলবার দুপুর ১টায় চট্টগ্রামের রাউজানে হালদা নদী পরির্দশন ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, হালদা নদীর উপরিভাগে রাবার ড্যাম কিন্তু কৃষকদের লাভের জন্য করা হয়নি। এটা আমাদের ভুল বুঝানো হয়েছে। এটা করেছে চা বাগানের জন্য। এসব বড় বড় কোম্পানির জন্য আমাদের এত বড় হালদা নদী নষ্ট হবে, ধ্বংস হবে। এটা আমরা হতে দেবো না।

    চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুর রউফ।

    এতে স্বাগত বক্তব্য রাখেন হালদা প্রকল্প পরিচালক মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন সাবেক মুখ্য সচিব আবদুল করিম, হালদা গবেষক ড. মঞ্জুরুল মুখ্য, চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ নাছিম হায়দার, নৌ-পুলিশ সুপার আ.ফ.ম নিজাম উদ্দিন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসাইন আজাদী, হালদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলী, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সাংবাদিক বোরহান উদ্দিন, এনজিও সংস্থা আইডিএফের প্রতিনিধি মাহাবুল হাসান, হালদার ডিম সংগ্রহ কারী শফিকুল আলম, কামাল সওদাগর, রোসাঙ্গীর আলম, দেবজিৎ বড়ুয়া প্রমুখ।

    এসময় হালদা নদীকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে ৪টি বিশেষ ড্রোন উদ্বোধন করা হয়। এর আগে সকালে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার হালদা নদী পরিদর্শন করেন এবং হালদায় মাছের পোনা অবমুক্ত করেন।

  • ইসরায়েলের পতন এখন সময়ের ব্যাপার মাত্র : ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা

    ইসরায়েলের পতন এখন সময়ের ব্যাপার মাত্র : ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা

    ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “সিয়োনিস্ট শাসকগোষ্ঠী ও নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার মাত্র।”

    সোমবার (৩০ জুন) তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানটি ইরানের সশস্ত্র বাহিনীর প্রয়াত চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরির স্মরণে আয়োজন করা হয়, যিনি ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন।

    জেনারেল সাফাভি, যিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টাও, বলেন—
    “মহাশয়তান ও ক্ষুদ্র শয়তান— অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইহুদি রাষ্ট্র— সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।”

    তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এই আক্রমণ সিয়োনিস্টদের ‘মৃত্যুচক্রকে’ আরও দ্রুত গতিতে এগিয়ে দিয়েছে।

    জেনারেল সাফাভি জানান, সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে লড়াই আপাতত থেমে গেলেও, ইরান তাদের শত্রুদের ঘাঁটি, কাঠামো, বাহিনী ও আঞ্চলিক স্বার্থ সম্পর্কে ভালোভাবেই জানে।

    তিনি বলেন, ইসলামিক রেভ্যুলিউশন গার্ডস কর্পস (IRGC)–এর ক্ষমতা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়। শত্রুপক্ষের সব ঘাঁটি ইরানের লক্ষ্যবস্তুর ডেটাব্যাংকে সংরক্ষিত, যা লক্ষ্য করে হাজার হাজার ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত রয়েছে।

    “শত্রুর আরেকটি ভুল বা ভুল হিসাব তাদের স্বার্থ ও ঘাঁটিগুলো আরও বড় ঝুঁকির মুখে ফেলবে,” বলেন তিনি। “ইরানের জবাব এবার আরও ভয়ঙ্কর হবে।”

    ১৩ জুন ইসরায়েল বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তারা ইরানের নিউক্লিয়ার, সামরিক ও আবাসিক স্থানে ভয়াবহ বিমান হামলা চালায়। এতে ৯৩০ জনের বেশি মানুষ শহীদ হন, যাদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ বেসামরিক নাগরিকরা।

    এরপরই ইরানি বাহিনী পাল্টা প্রতিরোধে নামে।

    IRGC-এর এয়ারোস্পেস ইউনিট পরিচালিত ‘অপারেশন ট্রু প্রমিজ–৩’-এর আওতায় ২২ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইসরায়েল অধিকৃত বিভিন্ন শহরে, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

  • শ্যামনগরে সাপের কামড়ে ঘের মালিকের মৃত্যু

    শ্যামনগরে সাপের কামড়ে ঘের মালিকের মৃত্যু

    সাতক্ষীরার শ্যামনগরে বিষধর সাপের কামড়ে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। গত ২৮ জুন রাত ১২টার দিকে সাপে কামড়ানোর পর সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১ জুলাই) ভোর ৫টার দিকে তিনি মারা যান।

    নিহত ঘের মালিকের নাম মো. আফসার আলী গাইন (৫২)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদচন্ডিপুর গ্রামের মৃত রজব আলী গাইনের ছেলে।

    নিহতের ভায়রা মুকুল হোসেন জানান, আফসার আলী গাইন গত ২৪ জুন রাতে আবাদচন্ডিপুর গ্রামে তার মাছের ঘের পাহারা দিতে যান। রাত ১২টার দিকে ঘেরের বাঁধের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বিষধর সাপ তার পায়ের পাতা কামড় দেয়। এ সময় দ্রুত বাড়িতে যাওয়ার পর ওই রাতেই তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। রোববার সকালে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে নিয়ে তাকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সদস্য সচিবের পদত্যাগ

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সদস্য সচিবের পদত্যাগ

    পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব সুহাইল মাহদীন (সাদী)। মঙ্গলবার (১ জুলাই) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

    ফেসবুকে স্ট্যাটাসে সুহাইল বলেন, আজ ১ জুলাই, ২০২৫—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বছর পূর্তি। ২০২৪ সালের এই দিনে কোটা প্রথার বিরুদ্ধে প্রজ্বলিত আগুনকে সামনে রেখে এই ব্যানারের যাত্রা শুরু হয়। সেই আন্দোলন এখন হয়ে উঠেছে একটি চেতনা—‘জুলাই বিপ্লব’।

    তিনি বলেন, সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং নিজের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই তিনি পদ ছাড়ছেন। এই সিদ্ধান্ত কোনো ক্ষোভ বা বিরোধ থেকে নয়, বরং সংগঠনের প্রতি দায়িত্ববোধ থেকেই পদত্যাগ করছি। আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানেই কেবল পদে থাকা নয়—বরং ত্যাগ, বিশ্বাস ও চেতনার নামই প্রকৃত নেতৃত্ব।

    সুহাইল আরও বলেন, পদ ছেড়েছি কিন্তু প্রেম নয়। এই মাটি, এই স্বপ্ন, এই বিপ্লব—সবসময় বুকের ভিতর গেঁথে থাকবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, আন্দোলনের চেতনাকে ধারণ করেই আগামীতেও বৈষম্যবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন।

    সুহাইল তার স্ট্যাটাসে বলেন, আমি চাই, ‘জুলাই’-এর চেতনা ছড়িয়ে পড়ুক সাতক্ষীরার প্রতিটি প্রান্তে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু একটি সংগঠন নয়—এটি একটি আদর্শ, একটি দীপ্ত প্রতিজ্ঞা। সেই চেতনাকে বাঁচিয়ে রাখাই এখন আমার মূল লক্ষ্য।

    তিনি বলেন, কারো সঙ্গে তার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। বরং সংগঠনের গতিশীলতা বাড়াতেই এই পদত্যাগ। পোস্টের শেষ লাইনে তিনি লেখেন- জুলাই বিপ্লব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।

    প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালের ২ জানুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে সাতক্ষীরা জেলা শাখায় ১৬৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান আরাফাত হুসাইন, সদস্য সচিব হন সুহাইল মাহদীন (সাদী)। আল শাহরিয়ার মুখ্য সংগঠক এবং মোহেনী পারভীন মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।

  • স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি : ড. মুহাম্মদ ইউনূস

    স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি : ড. মুহাম্মদ ইউনূস

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সেই কাজ আমরা করছি। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও সচেতনতাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল শক্তি। ভবিষ্যতে কেউ যদি স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখে, তাহলে জনগণ সঙ্গে সঙ্গেই তার পতন ঘটাবে। কারণ, একবার যখন জনগণ রাস্তায় নামে, তখন কোনো শক্তি তাদের থামাতে পারে না।”

    মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।

    ড. ইউনূস বলেন, “১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিজয়ের জন্য আমাদের ১৬ বছর অপেক্ষা করতে হয়েছিল। সেই অভিজ্ঞতা আমাদের বুঝিয়ে দিয়েছে—গণতন্ত্র রক্ষা করতে হলে জনগণকে সর্বদা সজাগ ও সংগঠিত থাকতে হবে। আমরা চাই না, আর কখনো সেই দীর্ঘ প্রতীক্ষার দিন ফিরে আসুক।”

    তিনি আরও বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা অন্তর্বর্তী সরকার হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করাই আমাদের প্রধান অঙ্গীকার।”

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাবৃন্দ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, তরুণ সমাজের প্রতিনিধি, বিভিন্ন নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। কর্মসূচির উদ্বোধন শেষে একটি সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয় যেখানে ’৯০-এর গণআন্দোলনের স্মৃতি জাগানিয়া গান পরিবেশন করা হয়।

    জুলাই মাসব্যাপী এই কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, গণসংলাপ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং গণতন্ত্র ও নাগরিক অধিকার বিষয়ে বিভিন্ন কর্মশালা। আয়োজকরা জানিয়েছেন, এসব আয়োজনের মূল লক্ষ্য—গণতন্ত্র চর্চার প্রতি জনগণের সচেতনতা বৃদ্ধি এবং স্বৈরাচারবিরোধী ঐক্য আরও মজবুত করা।

  • আশাশুনিতে আগামী অর্থ বছরের বাজেট সভা

    আশাশুনিতে আগামী অর্থ বছরের বাজেট সভা

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনিতে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, ওয়াটার এইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় রূপান্তরের গোফরইম্প্যাক্ট প্রজেক্ট এর মাধ্যমে বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে দরগাহপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্তরে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
    সভায় ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুলের সভাপতিত্বে অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্ট্যান্ডিং কমিটি ও ইউডিসিসি কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ জনগণের প্রতিনিধি বৃন্দ। রূপান্তরের ইউনিয়ন আউটরিচ এন্ড মবিলাইজেশন অফিসার মোঃ ইউনুচ আলী, সচিব মুন্সি মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
  • সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নারকীয় হামলা; জেলা প্রশাসনের আশ্বাসের পরিপেক্ষিতে আগামী ৮ জুলাই পর্যন্ত আন্দলনের কর্মসূচি স্থগিত ঘোষণা : গ্রেপ্তার-১

    সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নারকীয় হামলা; জেলা প্রশাসনের আশ্বাসের পরিপেক্ষিতে আগামী ৮ জুলাই পর্যন্ত আন্দলনের কর্মসূচি স্থগিত ঘোষণা : গ্রেপ্তার-১

    নিজস্ব প্রতিনিধি: গতকাল (১ জুলাই) সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন জেলা প্রশাসনের আশ্বাসের পরিপেক্ষিতে আগামী ৮ জুলাই পর্যন্ত গৃহীত সাংবাদিকদের আন্দলনের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ঘোষনা করেন। পূর্ব নির্ধারিত মানববন্ধনের সমাপ্তি সভাপতির উক্ত ঘোষনার মাধ্যমে শেষ হয়। এর আগেই সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল থেকে সাংবাদিকদের উপরে বহিরাগত সন্ত্রাসিদের হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনের সংহতি জানাতে সাংবাদিক নেতৃবৃন্দ শহীদ আলাউদ্দীন চত্ত্বরে সমবত হন।
    প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম বলেন,‘‘ সাংবাদিকদের দীর্ঘদিনের আকাঙ্খা প্রেসক্লাবের একটি গ্রহণযোগ্য নির্বাচন। এলক্ষ্যে ধারাবাহিক ও শান্তিপূর্ণ আন্দোলন চলমান। সাধারণ সদস্যদের প্রেসক্লাবে যাতায়াত একটি গঠণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রেসক্লাবের কতিপয় সদস্য গঠণতন্ত্রের ধাঁর না ধেরে একটি মনগড়া কমিটি গঠণ করে সাধারণ সদস্যদের প্রেসক্লাবে যাতায়াত অঘোষিতভাবে বন্ধ করেছে। সোমবার পূর্বঘোষিত সাধারণ সভায় যোগদানের উদ্দেশ্যে প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাধারণ সদস্যরা শান্তিপূর্ণভাবে প্রেসক্লাবে প্রবেশ মুখে লাঠি,রড,হাতুড়িসহ দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভাড়াটিয়া সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হায়েনার মতো ঝাপিয়ে পড়ে। এতে সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক বেলাল হোসেন,সাধারণ সদস্য আমিনুর রহমান, ইদ্রিস আলীসহ ২০ জনেরও বেশি সাংবাদিক গুরুতর আহত হন। বিকেলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সামগ্রিক ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসনের আহবানে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের একটি সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আগামী ৮ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আবারও একটি সভা আহবানের সিদ্ধান্ত গৃহিত হয়। এ পরিপ্রেক্ষিতে আগামী ৮ জুলাই পর্যন্ত সাংবাদিকদের সকল আন্দোলন স্থগিত ঘোষণা করা হলো।”
    এদিকে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাদি হয়ে ১৮ জনকে জ্ঞাত ও ৩০/৪০ জনকে অজ্ঞাত আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা-নং-১। ধারা-পেনাল কোড-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৫০৬/১১৪। এঘটনায় পুলিশ চিহিৃত ভাড়াটে সন্ত্রাসী ও মাদকাসক্ত যুবক সাতক্ষীরা সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রামের নাজমুল হুদার ছেলে সাব্বির হোসেনকে শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

  • সাতক্ষীরায় দুধে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ দুগ্ধজাত পণ্য উৎপাদনে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

    সাতক্ষীরায় দুধে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ দুগ্ধজাত পণ্য উৎপাদনে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি:
    সাতক্ষীরায় দুধে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ দুগ্ধজাত পণ্য উৎপাদনে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরার আয়োজনে  সোমবার (৩০ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরার নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, শহর জামায়াতের নায়েবে আমির সাবেক কাউন্সিলর লাভলু,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত কুমার,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহবায়ক আরাফাত হোসেনসহ নিরাপদ খাদ্য পরিদর্শক, দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী ও খামারি বৃন্দ।
  • শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

    শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত

    ৩০ শে জুন রোজ সোমবার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শ্যামনগরের ঈশ্বরীপুর  ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের এর অর্ধ-বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

    সভায় বিগত ছয় মাসে জলবায়ু সহনশীল কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হয় এবং পরবর্তী ছয় মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। আলোচনায় উঠে আসে খরা, লবণাক্ততা ও বন্যার ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ এবং নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়গুলো।

    সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ডাঃ আব্দুর সবুর। যিনি বলেন, “জলবায়ু পরিবর্তন আমাদের বাস্তবতা। তাই স্থানীয়ভাবে প্রস্তুত থাকাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

    সভায় আরো উপস্থিত ছিলেন রেক্সোনা পারভীন, এস এম কাম্রুল ইসলাম, মো: আইয়ুব আলী,মুজিবর সরদার, লিডার্সের মনিটরিং কর্মকর্তা জয়দেব জোদ্দার, এডভোকেসি অফিসার তমালিকা মল্লিক সহ আরো অনেকে।

    সভায় ফোরামের সদস্যরা নারীর দৃষ্টিভঙ্গিতে জলবায়ু অভিযোজন ও স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে অভিযোজন পরিকল্পনার কাঠামো নিয়ে বিশদ আলোচনা করেন। সভায় সিদ্ধান্ত হয় যে, ফোরামের সদস্যদের অভিজ্ঞতার ভিত্তিতে একটি খসড়া অভিযোজন পরিকল্পনা তৈরি করা হবে, যা পরবর্তীতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও লবণাক্ত জমিতে সহনশীল ফসল চাষে সম্প্রদায়ভিত্তিক উদ্যোগের কথা তুলে ধরেন।

    এই অর্ধ-বার্ষিক সভার মাধ্যমে ফোরামের সদস্যরা জলবায়ু সহনশীল উন্নয়নে জনগণের অংশগ্রহণমূলক কার্যক্রমকে আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

  • সাতক্ষীরায় সবুজ উদ্যোগ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত

    সাতক্ষীরায় সবুজ উদ্যোগ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত

    রুহুলকুদ্দুস,সাতক্ষীরাঃসাতক্ষীরায় উদ্যোক্তা তৈরীতে যুব সদস্যদের নিয়ে সবুজ উদ্যোগের উপর পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (৩০ জুন-২৫) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো আয়োজনে ও বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ ও গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায় উদ্যোক্তা তৈরীতে এক্টিভিস্টা সদস্যদের নিয়ে সবুজ উদ্যোগের উপর পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়েছে।
    উক্ত প্রশিক্ষণে সাতক্ষীরা সদর, তালা, কালিগঞ্জ ও শ্যামনগর থেকে যে সকল তরূণ-তরুণী টেকসই সবুজ উদ্যোক্তার জন্য  পরিকল্পনা জমা দিয়েছিল তার মধ্য থেকে ১৩ জন এক্টিভিষ্টা সদস্য এই সেশনে অংশগ্রহনের সুযোগ পেয়েছে।
    সেশন পরিচালনা করেন গ্রাসরুটস যুব উন্নয়ন সংস্থার চিফ কো-অর্ডিনেটর আমজাদ হোসাইন, ও লিড মেন্টর/ফ্যাসিলিটেটর ফজলুল কাদের আপন সাজিদ।
    উপস্থিত ছিলেন গ্লোবাল প্ল্যাটফর্ম সেক্রেটারিয়েট ও একশনএইড বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার অলকানন্দা দত্ত, প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ, ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ সুমন আচার্য্য, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, সাতক্ষীরা ইয়ূথ হাবের সভাপতি সাকিব হোসেন, সদস্য ইফতি জামিল প্রমুখ।
    কর্মশালার বিষয়বস্তু ছিল জলবায়ূ পরিবর্তনের প্রভাব এবং প্রশমন কৌশল সম্পর্কে আলোচনা, সবুজ উদ্যোক্তার ভুমিকা, গুরুত্ব ও বর্তমান পরিস্থিতি সেক্টর চিহ্নিতকরণ, মানদন্ড নির্দ্ধারন, সবুজ খাত/উপখাতে কর্মসংস্থানের অনুমান, বিভিন্ন সুযোগ এবং চ্যালেঞ্জের জন্য বিভিন্ন সুযোগ, সম্প্রসারণ এবং উদ্ভাবন, ফলোআপ কর্ম প্রতিশ্রæতি। ব্যবসা অভিক্ষেপ এবং পরিকল্পনা প্রক্রিয়া, উদ্দেশ্য সংজ্ঞায়িত করা, বাজার গবেষণা, লক্ষ্য শ্রোতা সনাক্তকরণ, মার্কেটিং প্লান/ব্রান্ডিং, আর্থিক পরিকল্পনা এবং লাভ মার্জিন, ব্যবসায়িক পরিকল্পনা, ধারনার প্রাসঙ্গিককরণ, গ্রীন বিজনেস আইডিয়া ব্যবস্থাপনা, স্কেলিং আপ এবং যোগাযোগ করা। তহবিলের জন্য আবেদন, গ্রাহক ও স্টেকহোল্ডার সনাক্তকরন, প্রেক্ষাপটে সবুজ উদ্যোক্তা মডেল স্থাপন করা, সবুজ উদ্যোক্তা ধারনা অর্থায়ন। উল্লেখ্য এই প্রশিক্ষণ থেকে যে পরিকল্পনা গুলো পাওয়া যাবে সেগুলো যদি সবুজ উদ্যোগের সাথে সম্পৃক্ততা থাকে পরবর্তীতে সেগুলো বাস্তবায়ন করার সুযোগ রয়েছে।
  • আশাশুনির বড়দলের গোয়ালডাঙ্গায় কৃষকদলের বৃক্ষ রোপন কর্মসূচি পালন

    আশাশুনির বড়দলের গোয়ালডাঙ্গায় কৃষকদলের বৃক্ষ রোপন কর্মসূচি পালন

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খোলা স্থানে ফলজ-বনজ বৃক্ষ রোপন করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিকালে গোয়ালডাঙ্গা বাজারের পরিষদের সাব কার্যালয়ের সামনে গাছ রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বাজার সহ সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে গাছ রোপনে অংশ নেন নেতাকর্মীরা।বড়দল ইউনিয়ন ইউনিয়ন কৃষক দলের আহবায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের আহবায়ক লিয়াকত হোসেন। ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আনারুজ্জামান টিটুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন বড়দল ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, কৃষক দলের সদর ইউনিয়নের সদস্য সচিব তারিকুল আওয়াল পিন্টু, বড়দলের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, আয়ুব আলী, রায়হান সানা, ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক অহেদ আলী সানা প্রমুখ। বক্তারা বলেন কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকের এই বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে প্রকৃত কৃষকরা সর্বনিম্ন দামে কৃষি পন্য পাবে।পরিবেশ বাঁচাতে এমন কর্মসূচি আগামীতেও পালন করা হবে।
  • আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ

    আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্নদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ

     আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিস সোমবার (৩০ জুন) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
    উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাস্টর বৈদ্যনাথ সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব, আবু সেলিম, গৌরাংগ গাইন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ৩ শিশুকে ৩টি হুইল চেয়ার, ৯ শিশুকে চশমা, ৪ শিশুকে ক্রাচ ও ১ শিশুকে ১ টি হেয়ারিং মেশিন প্রদান করা হয়। সকল সরঞ্জামাদি বিনামূল্যে বিতরণ করা হয়।