Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
Hasan, Author at Daily Dakshinermashal - Page 65 of 82

Author: Hasan

  • মোদির দেওয়া মুকুট উদ্ধার করতে পারলেই পুরস্কার

    মোদির দেওয়া মুকুট উদ্ধার করতে পারলেই পুরস্কার

    সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরি হয়েছে। এ ঘটনায় চোর ধরিয়ে দিতে পারলে সন্ধানকারীকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

    শুক্রবার (১১ অক্টোবর) ফেসবুকে দেওয়া পোস্টে এই পুরস্কারের ঘোষণা দেন তিনি।

    ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরি: চোরকে ধ‌রি‌য়ে দিতে বা কোনো সন্ধান বা শনাক্তে সাতক্ষীরা জেলা পু‌লি‌শকে সহায়তার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে পু‌লিশ সুপার সাতক্ষীরা মহোদয় মুকুটের সন্ধানকারীকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত ক‌রিবেন।

    এর আগে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে স্বর্ণের মুকুটটি চুরি হয়। এ ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে এক যুবককে মুকুটটি চুরি করে নিয়ে যেতে দেখা যায়।

    জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি সেখানে সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে মন্দিরের চাবি দিয়ে বাড়ি যান। এ সময় মন্দির প্রাঙ্গণে রেখাসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটে।

    সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকার বলেন, দুপুরে একটি অন্নপ্রাশনের পূজা শেষ করে পুরোহিত বাবু মন্দিরের চাবি আমার কাছে দিয়ে বাড়িতে চলে যান। এরপর আমি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য পাশের টিউবওয়েলে যাই। পরে সেখান থেকে ১ থেকে ২ মিনিট পরে এসে দেখি প্রতিমার মাথার মুকুটটি নেই। পরে আমি মন্দিরে থাকা সবাইকে বিষয়টি জানাই।

    শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় জড়িতকে ধরতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে।

  • যশোরেশ্বরী কালী মন্দিরে সোনার মুকুট চুরি; থানায় মামলা

    যশোরেশ্বরী কালী মন্দিরে সোনার মুকুট চুরি; থানায় মামলা

    সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া সেই সোনার মুকুট চুরির ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মন্দিরের সেবায়েত জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে শনিবার (১২ অক্টোবর) বেলা ১০টার দিকে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম থানায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিকে মুকুট চুরির ঘটনায় কালী মন্দিরের পুরোহিত দিলীপ মুখার্জীসহ আটজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনার পর থেকে পুলিশ, সেনাবাহিনী ও সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। চুরি যাওয়া মুকুটটি উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছে। তবে মন্দিরের সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে মুকুট চুরির সঙ্গে জড়িত ওই যুবককে সনাক্ত করা যায়নি। ওই যুবক স্থানীয় কেউ নয় বলেই ধারণা এলাকাবাসীর।

    অপরদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মনিরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। এর আগে প্রতিমার মাথার সোনার মুকুট চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরিয়ে দিতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। সোনার মুকুটটির বিষয়ে যে কোনো তথ্য কিংবা কোনো ব্যক্তি এটি বিক্রয় অথবা কোনো স্বর্ণের দোকানে গলানো/ধরন পরিবর্তন করতে গেলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক সাতক্ষীরা (০১৭১৫-২১২২৭৭) ও পুলিশ সুপার সাতক্ষীরাকে (০১৩২০-১৪২১০০) জানাতে অনুরোধ জানানো হয়েছে।

    বাংলাদেশে হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখার অহবায়ক অনাথ মন্ডল বলেন, নিরাপত্তাজনিত দুর্বলতার সুযোগে এই চুরির ঘটনা ঘটেছে। এত গুরুত্বপূর্ন ও মল্যবান সম্পদ হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ন্যুনতম দায়িত্ববোধের পরিচয় দিতে পারেনি। পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে এমন ঘটনা ঘটানো হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

    কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, মুকুট চুরির ঘটনায় মন্দিরের সেবায়েত জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায় বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে শনিবার শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মন্দিরের পুরোহিত ও পরিচ্ছন্নতাকর্মীসহ কয়েকজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

    উল্লেখ্য, যশোরেশ্বরী কালীমন্দির সনাতন ধর্মেও ৫২ পিটের এক পিট। ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতক্ষীরার শ্যামনগরের ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শনে এসে নিজ হাতে কালীপ্রতিমার মাথায় সোনার মুকুটটি পরিয়ে দিয়েছিলেন।

    এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ৪৭মিনিট থেকে ২টা ৫০মিনিটের মধ্যে কালী প্রতিমার মাথা থেকে মুকুটটি চুরি হয়। এ ঘটনার পর মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক যুবককে স্বর্ণের মুকুটটি খুলে নিয়ে যাওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।

  • এবার দেশীয় তিন তারকা ক্রিকেটারকে দলে ভেড়ালো খুলনা টাইগার্স

    এবার দেশীয় তিন তারকা ক্রিকেটারকে দলে ভেড়ালো খুলনা টাইগার্স

    দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৭ ডিসেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির আসন্ন আসরের। এর আগে আগামী অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর প্লেয়ার্স ড্রাফট। এদিন ফ্র্যাঞ্চাইজিগুলো দলে ভেড়াবে নিজেদের পছন্দের তারকাদের।

    আগামী সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি অভিজাত পাঁচতারকা হোটেলে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে বিপিএলের এবার আসরের ড্রাফট। প্রাথমিকভাবে নিবন্ধনকৃত ১৮৮ দেশি ক্রিকেটারদের তালিকা ফ্র্যাঞ্চাইজিদের হাতে পৌঁছে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    আসন্ন ড্রাফটের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নেয়ার পাশাপাশি দুজনকে রিটেইন করার সুযোগ পাচ্ছেন। নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি অবশ্য তিনজনকে সরাসরি চুক্তিতে দলে নেবে।

    সে হিসেবে সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। খেলোয়াড় কেনার মাঠে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর দৌড়ঝাঁপ দেখা গেলেও দেখা যায়নি সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্সকে। অবশেষে ড্রাফটের ২দিন আগে সরব হয়েছে তারা। সিলেট একসঙ্গে তিন ক্রিকেটারকে দলে ভেড়ানোর খবর দিয়েছিল। এবার তিন দেশীয় খেলোয়াড়কে দলে ভেড়ানোর খবর দিয়েছে খুলনাও।

    খুলনা রিটেইন খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছে আফিফ হোসাইন ও মাসুম আহমেদকে। এছাড়া ডিক্টে সাইনিংয়ের মাধ্যমে দলে ভিড়িয়েছে স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

    শনিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তারা। জানা গেছে খুলনার হয়ে নেতৃত্ব দেবেন মেহেদি মিরাজ। গত আসরে অধিনায়কত্ব করা এনামুল হক বিজয়কে আগেই ছেড়ে দিয়েছিল খুলনা।

    পরিচয় দিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় মিরাজকে ‘গেম চেঞ্জার’ হিসেবে অভিহিত করেছে দলটি। বিপিএলের গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মিরাজ। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে গত আসরে শিরোপাও জিতেছিলেন টাইগার এই অলরাউন্ডার। তবে এবার আর ফরচুনের সঙ্গে পথচলা হচ্ছে না মিরাজের।

    বিপিএলের গত আসরে তেমন উজ্জ্বল ছিলেন না মিরাজ। ১৫ ম্যাচে ১১ ইনিংসে ১৩৩.৩৩ স্ট্রাইক রেটে ১৫৬ রান আসে তার ব্যাটে। সর্বোচ্চ ছিল ৩৫ রানের ইনিংস। বল হাতে ১৫ ম্যাচে ১২ ইনিংস বল করেছিলেন তিনি, নেন ১১ উইকেট। সেরা বোলিং ২৪ রান খরচায় তিন উইকেট।

    এ ছাড়া আফিফ হোসেন ধ্রুবকে রিটেইন করেছে খুলনা। গত আসরে দলটির হয়ে তুলনামূলক ভালো পারফরম্যান্স ছিল আফিফের। ১২ ম্যাচে ১২০.৮৬ স্ট্রাইক রেটে ২৭৮ রান আসে তার ব্যাটে। ছিল একটি হাফ সেঞ্চুরিও। তিন ইনিংসে বোলিং করে একটি উইকেটও নেন তিনি।

    পাশাপাশি নাসুম আহমেদকে রিটেইন করেছে খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজিটি। ফলে গত আসরের মতো এবারও নাসুমকে খুলনার হয়ে খেলতে দেখা যাবে। গত আসরে উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল না নাসুমেরও। দশ ম্যাচে আটটি উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই অর্থোডক্স। তবুও তার প্রতি ভরসা রাখতে চাইছে খুলনা।

    গেলবারের মতো এবারো দলটির প্রধান কোচের ভূমিকায় থাকছেন তালহা জুবায়ের। বিপিএলের সর্বশেষ আসরে সাবেক এই পেস বোলারের কোচিংয়েই দারুণ শুরু করেছিল খুলনা। তবে মাঝপথে খেই হারিয়ে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হয়ে যায় দক্ষিণবঙ্গের এই দলটির।

  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে আটক ২

    সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে আটক ২

    অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক
    দম্পতিকে আটক করেছে বিজিবি। শুক্রবার দিবাগত রাত পৌনে
    ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে
    তাদের আটক করা হয়।
    আটক দুজনের বাড়ি বাংলাদেশে হলেও তাদের কাছ থেকে উদ্ধার
    হয়েছে ভারতের জাতীয় পরিচয়পত্র।
    আটকৃতরা হলেন, জেলার কলারোয়া উপজেলার পশ্চিম খোরদো
    গ্রামের মৃত নরিম গাজীর ছেলে মোঃ আজিজুল গাজী (৪৫) ও তার
    স্ত্রী মোছাঃ শাহানারা খাতুন (৪২)।
    বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল
    আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানি
    বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা শুক্রবার রাত ১১টার দিকে
    কালিয়ানি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে
    যাওয়ার সময় দুইজনকে আটক করে। বিজিবি’র উপস্থিতি টের
    পেয়ে পালিয়ে যায় দুই দালাল। এসময় তাদের কাছ থেকে দেড় হাজার
    বাংলাদেশি টাকা, দুই হাজার ৪৫০ ভারতীয় রুপী, দুটি ভারতীয়
    এনআইডি কার্ড ও একটি ভারতীয় স্মার্টকার্ড উদ্ধার করা হয়।
    তিনি আরো জানান, আটককৃতদের সাতক্ষীরা সদর থানায়
    সোপর্দ করা হয়েছে। একই সাথে তাদের ভারতে পারাপারে সহায়তার
    অভিযোগে দুই দালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • ঝিকরগাছার পল্লীতে নগদ টাকা নিয়ে স্ত্রী উধাও;থানায় অভিযোগ স্বামীর

    ঝিকরগাছার পল্লীতে নগদ টাকা নিয়ে স্ত্রী উধাও;থানায় অভিযোগ স্বামীর

    যশোরের ঝিকরগাছার শংকরপুরের স্বামীর বাড়ির নগদ ২১ হাজার টাকা নিয়ে উধাও হয়েছেন ফরিদা খাতুন (৪২) নামের ৩ সন্তানের জননী।
    এদিকে স্ত্রীকে ফিরে পেতে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বামী উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরি গ্রামের মৃত হাতেম গাজীর ছেলে গোলাম মোস্তফা।
    অভিযোগের ভিত্তিতে জানা যায়,পাশ্ববর্তী কলারোয়া কেরালকাতা ইউনিয়নের মিস্ত্রি মোড় গ্রামস্থ মৃত আব্দুল হামিদের বড় মেয়ে ফরিদা খাতুনের সাথে ঝিকরগাছা কুমরি গ্রামের গোলাম মোস্তফার ইসলামি শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। সংসার জীবনে তাদের দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। গোলাম মোস্তফা স্ত্রী ফরিদা খাতুন বাড়িতে থাকা অবস্থায় ইচ্ছা মত চলাফেরা করতো।এতে বাধা প্রদান করতে গেলে গোলাম মোস্তফ ও তার স্ত্রী ফরিদা খাতুন ঝগড়া ও দন্দে জড়াত।এমন্তাস্থায় গত ৬/১০/২৪ তারিখে ফরিদা খাতুন কাউকে কিছু না বলে বাসা থেকে নগত ২১ হাজার টাকা সহ তার ব্যবহৃত জামা কাপড় নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়।
    এমন্তবস্থায় গোলাম মোস্তফা তার স্ত্রীকে খুজে ফিরে পেতে ব্যার্থ হয়ে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছে।
    ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি।বিষয়টি তদন্তের জন্য থাকার একজন  এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।
  • মহানবী(সা:)কে কটুক্তি করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    মহানবী(সা:)কে কটুক্তি করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

    ভারতের বিজেপি নেতা নরসিংহানন্দ,নিতেশ নারায়র রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী(সা:)কে কটুক্তি করা ও সন্ত্রাসী ইসরাইলী কর্তৃক ফিলিস্তিন এবং লেবাননের নিরিহ মানুষের উপর বর্বর,নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখা। বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা  আব্দুর রশিদ’র সভাপতিত্বে  শুক্রবার (১১ অক্টোবর) বাদ জুম্মা সাতক্ষীরা নিউ মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা  আব্দুর রশিদ,সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ কল্যাণ পরিষদের জেলা সভাপতি হাফেজ খাইরুল বাশার, সাধারণ সম্পাদক হাফেজ সাইদুর রহমান, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, সাতক্ষীরা ইমাম মুয়াজ্জিন কল্যান পরিষদের সভাপতি হাফেজ কারী অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহিম খলিলসহ সাতক্ষীরা ইমাম সমিতির নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন,ভারতের বিজেপি নেতা নরসিংহানন্দ,নিতেশ নারায়র রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক মহানবী(সা:)কে কটুক্তি করা হয়েছে তার বিচার শাস্তির ব্যবস্থা করতে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া  সন্ত্রাসী ইসরাইলী কর্তৃক ফিলিস্তিন এবং লেবাননের নিরিহ মানুষের উপর বর্বর,নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদ ও নিন্দা জানান। প্রতিবাদ সমাবেশ শেষে বিশ্বের নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
  • কোন হিন্দু ধর্মালম্বীদের উপর আঘাত আসলে সামনে থেকে তা প্রতিহত করবো, —–সাতক্ষীরায় পূজামন্ডপ পরিদর্শনকালে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ হাবিব

    কোন হিন্দু ধর্মালম্বীদের উপর আঘাত আসলে সামনে থেকে তা প্রতিহত করবো, —–সাতক্ষীরায় পূজামন্ডপ পরিদর্শনকালে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ হাবিব

    প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ছাত্রজনতার গন অভ্যুত্থানের পর যারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরসহ বিভিন্ন স্থানে হামলা, চাঁদাবাজি ও লুটতরাজ করেছে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। তাই তারা আমার দলের হলেও তাদের কোন ছাড় নেই। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি এসময় বলেন, আগামীতে কোন হিন্দু ধর্মালম্বীদের ভাই বোনের উপর আঘাত আসলে আমি সামনে থেকে তা প্রতিহত করবো। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
    তিনি আরো বলেন, শেখ হাসিনার গাড়ি বহরের হামলার সাজানো মামলায় আমাকে ৭০ বছরের কারাদ্বন্ডাদেশ মাথায় নিয়ে বিনা চিকিৎসায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। কিন্তু ছাত্রজনতার গন অভ্যুত্থানে গত ৫ আগস্ট আমি পূন:জন্ম লাভ করেছি।
    আজ শুক্রবারর দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার খেসরা ইউনিয়নে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জালালপুর, ইসলামকাটি, তেতুলিয়া, পাটকেলঘাটা ও কুমিরা ইউনিয়নসহ বিভিন্ন স্থানের পূজা মন্ডপ পরিদর্শন করেন।
    এসময় তার সাথে ছিলেন, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদার, শিক্ষক মনিরুজ্জামানসহ অন্যান্যরা।
  • জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীমের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন 

    জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীমের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন 

     প্রতিনিধি:
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিম। তিনি গত বৃহস্পতি ও শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত সাতক্ষীরা সদরের বল্লী, ঝাউডাঙ্গা, আগরদাড়ি, শিবপুর, বাঁশদা, কুশখালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করে। এ সময় তাদের নিরাপত্তার জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। সনাতন ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পূর্ণ লক্ষ্যে মতবিনিময় ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে মন্ডপ গুলিতে উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করেন। জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, দুর্গাপূজা, আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিগত দিনের চেয়ে উৎসবমুখর পরিবেশে এবার পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। বিএনপি’র পক্ষ থেকে আপনাদের সব ধরনের সহযোগিতা করা হবে। কোন ব্যক্তি বা গোষ্ঠী মন্ডপে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। এ উৎসবে পিছনের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে সামনে যাওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। এসময় জেলা ও সদর উপজেলা বিএনপি ও তার অঙ্গ  সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
  • আশাশুনিতে বিএনপির নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন

    আশাশুনিতে বিএনপির নেতৃবৃন্দের পূজা মন্ডপ পরিদর্শন

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । শুক্রবার (১১ অক্টোবর) বিকালে  শোভনালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ইউনিয়ন যুবদলের পরিচালনায় হাজিপুর, বদরতলা, কৈখালী, বালিয়াপুর , শোভনালী ও কামালকাটি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ও পূজা মন্ডপে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন বাবু,শোভনালী ইউনিয়ন বিএনপির আহবায়ক আশরাফুর রহমান মুকুল,সদস্য সচিব হারুন মোল্যা, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, প্রতাপনগর বিএনপির সদস্য সচিব মোস্তফা হেলালুজ্জামান হেলাল, বিএনপি নেতা তোতা সরদার, হাফিজুল ইসলাম, শোভনালী ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান,
    সদস্য সচিব মোর্ত্তজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাব্বির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাছুদ রানা, সদস্য সচিব ইমরান হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন হোসেন, ছাত্রদল নেতা আতিক হোসেন, শিমুল হোসেন, জাহিদুল ইসলাম, ফায়জুল ইসলাম, নাজমুল হোসেন প্রমুখ।এসময় তারা পূজা কমিটি, দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ খবর নেন। নেতৃবৃন্দ পুজা চলাকালিন মন্ডপের যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
  • জয় না পেয়ে মাঠকে দুষলেন মেসি

    জয় না পেয়ে মাঠকে দুষলেন মেসি

    ভারী বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয়েছিল আধ ঘণ্টা পর। খেলা শুরু করা গেলেও পানি শুকানো যায় নি। বাধ্য হয়ে গোড়ালি সমান পানিতেই নামতে হয়েছে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার ফুটবলারদের। কদমাক্ত মাঠে শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র করে তারা।

    ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারিয়ে মাঠকে দোষারোপ করেন লিওনেল মেসি। মাঠের কন্ডিশন পরিকল্পনা বাস্তবায়ন করতে দেয়নি বলে অভিযোগ করেন আর্জেন্টাইন অধিনায়ক। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাইপর্বের খেলায় ভেনেজুয়েলার বিপক্ষে করা ড্র-কে ‘কুৎসিত’ বলে উল্লেখ করেন মেসি।

    ম্যাচ শেষে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, ‘খুব কঠিন ছিল (খেলা)। এতে ম্যাচগুলো খুব কুৎসিত হয়ে যায়। আমরা টানা দুটি পাসও খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্তে কিছুটা খেলতে পেরেছি। কিন্তু এভাবে খেলা খুব কঠিন। খুব অল্পই খেলা সম্ভব হয়েছে। আমরা ড্র করেছি, কারণ যা করতে চেয়েছি, মাঠের কারণে সম্ভব হয়নি। প্রস্তুতির বাইরে অন্যভাবে খেলতে হয়েছে।’

    ছবি: সংগৃহীত।

    মেসির সঙ্গে সুর মিলিয়েছেন সতীর্থ রদ্রিগো ডি পলও। তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা ফুটবল খেলতে পারিনি।’

    কর্দমাক্ত মাঠে পেছনে পাস দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যে কারণে এই ধরনের পাস বেশি খেলেনি আর্জেন্টিনা। এ বিষয়ে মেসি বলেন, ‘আমরা পেছনের দিকে পাস খেলে বেশি ঝুঁকি নিতে পারিনি। প্রথমার্ধে আমরা পিছনের দিকে কয়েকটি পাস দিয়েছি। কিন্তু পানির কারণে সেটি ভালোমতো করা যায়নি। এটি খুব জটিল হয়ে দাঁড়িয়েছে।

    এমন মাঠ খেলার অযোগ্য বলে মনে করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও। তিনি বলেন, ‘এটি (পিচ) একটি ফুটবল খেলার ন্যূনতম শর্ত পূরণ করেনি। এমন মাঠে আপনি খেলতে পারবেন না। আমাদের যা করার ছিল তাই করেছি। কিন্তু মাঠের এমন অবস্থা এই ধরনের খেলার জন্য উপযুক্ত ছিল না।’

    ছবি: সংগৃহীত।

    কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে গোড়ালিতে চোট পেয়েছিলেন মেসি। এই চোটে দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারকে। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরেছেন মেসি। এ বিষয়ে মেসি বলেন, ‘এটা আমার জন্য দীর্ঘ সময় ছিল। ক্লাবের (ইন্টার মিয়ামি) অনেকগুলো খেলা মিস করেছি। আমি ফিরতে পেরে খুশি। এখন আমরা এগিয়ে যেতে চাই এবং পরের ম্যাচে ভক্তদের সমর্থন চাই।’

    অক্টোবর উইন্ডোতে বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। আগামী বুধবার বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠ বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে খেলতে নামবে মেসিরা।

    লাতিন আমেরিকা বাছাইপর্বে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা।

  • শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে সোনার মুকুট চুরি, সন্দেহভাজনের ছবি প্রকাশ

    শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে সোনার মুকুট চুরি, সন্দেহভাজনের ছবি প্রকাশ

    শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনা ঘটেছে।
    বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২ টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এটি চুরির ঘটনা ঘটে।
    এ ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত এক সন্দেহভাজন যুবকের ছবি প্রকাশ করা হয়েছে।
    জানা যায়, প্রতিদিনের ন্যায় দুপুরে পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে মন্দিরের চাবি দিয়ে বাড়িতে যান। এসময় মন্দির প্রাঙ্গণে সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটে। সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকার জানান, দুপুরে পূজা শেষ করে পুরোহিত বাবু মন্দিরের চাবি তার কাছে দিয়ে বাড়িতে চলে যান। এরপর তিনি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য পাশের টিউবওয়েলে যান। পরে সেখান থেকে ১-২ মিনিটের ব্যবধানে ফিরে এসে দেখেন প্রতিমার মাথার মুকুটটি নেই। পরে মন্দিরের সবাইকে বিষয়টি জানান তিনি।
    এ বিষয়ে শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় জড়িতকে ধরতে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে।
  • সাতক্ষীরার মন্দির থেকে নরেন্দ্র মোদির দেওয়া স্বর্ণের মুকুট চুরি

    সাতক্ষীরার মন্দির থেকে নরেন্দ্র মোদির দেওয়া স্বর্ণের মুকুট চুরি

    সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী মন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনা ঘটেছে।

    গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ৪৭ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে বলে মন্দির কমিটির দাবি। চুরির ঘটনার পর মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে একটি যুবককে মন্দিরের মুখোশ ছিনিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

    জানা যায়, প্রতিদিনের মতো দুপুরে মন্দিরে একটি মানতের অন্নপ্রাশনের পূজা শেষে পুরোহিত দিলীপ কুমার ব্যানার্জি মন্দিরের সেবায়েতের দায়িত্বে থাকা রেখা সরকারের কাছে মন্দিরের চাবি দিয়ে বাড়ি যান।

    এ সময় মন্দির প্রাঙ্গণে রেখা সরকারসহ বিভিন্ন স্থান থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে ২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিমার মাথার মুকুট চুরির ঘটনা ঘটে।রেখা সরকার বলেন, দুপুরে পুরোহিত বাবু মন্দিরের চাবি আমার কাছে দিয়ে বাড়িতে চলে যান। আমি পূজার কাজে ব্যবহৃত বাসনপত্র ধোয়ার জন্য অসাবধানবশত মন্দিরের দরজা খোলা রেখে পাশের টিউবওয়েলে যাই।

    সেখান থেকে ১ থেকে ২ মিনিট পরে এসে দেখি মায়ের মাথার মুকুটটি নেই। পরে মন্দিরে থাকা সবাইকে বিষয়টি জানাই।এ বিষয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, প্রতিমার মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় সিসিটিভির ফুটেজসহ বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত চলছে।

  • সাতক্ষীরায় নিত্যপণ্যের  টাস্কফোর্স বিশেষ অভিযান

    সাতক্ষীরায় নিত্যপণ্যের টাস্কফোর্স বিশেষ অভিযান

    সাতক্ষীরায় নিত্যপণ্যের বাজার পরিস্থিতি তদারকি ও পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেছে।

    শুক্রবার(১১ অক্টোবর) সকালে শহরের সুলতানপুর বড় বাজারের কাঁচা ও মৎস্য বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন টাস্কফোর্সের আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) বিষ্ণুপদ পাল।

    এ সময় টাস্কফোর্সের সদস্যসচিব ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ,  উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আরাফাত হোসেন ও তামীম তাসনীম উপস্থিত ছিলেন।

    এ সময় কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিষ্ণুপদ পাল বলেন, মূল্য তালিকা না থাকায় এবং বেশি দামে বিক্রিয় করার অভিযোগে মাংস বাজারে চিকেন হাউজকে ২ হাজার টাকা ও খুচরা আলু বিক্রেতাকে ২০০ টাকা টোকা জরিমানা করা হয়েছে।

  • দুইদিনের সফরে আজ সাতক্ষীরায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

    দুইদিনের সফরে আজ সাতক্ষীরায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

    দুই দিনের সফরে আজ শুক্রবার (১১ অক্টোবর) সাতক্ষীরায় আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা এই প্রথম সাতক্ষীরায় আসছেন।

    সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর এটি একটি সরকারি সফর। উপদেষ্টার একান্ত সচিব, সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সচিব (যুগ্মসচিব), জাতীয় ক্রীড়া পরিষদ ও চেয়ারম্যানের একান্ত সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ তাঁর সফরসঙ্গী হবেন।

    সফরসূচী অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বেলা ২টার সময় সাতক্ষীরা জেলার উদ্দেশ্যে ঢাকা হেয়ায় রোডস্থ সরকারি বাসভবন ত্যাগ করেছেন। সন্ধ্যা ৬টায় তিনি সাতক্ষীরা সার্কিট হাউসে অবস্থান করবেন। রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত সাতক্ষীরা জেলাস্থ যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সাতক্ষীরা জেলাস্থ বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন।

    এরপর শনিবার (১২ অক্টোবর) সাতক্ষীরা জেলাস্থ বিভিন্ন উপজেলার পূজামন্ডপ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন। এদিন বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ত্যাগ করবেন।

  • আশাশুনিতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

    আশাশুনিতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

    সাতক্ষীরার আশাশুনিতে মোছা. কমলা খাতুন (৫৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিন দরগাহপুর গ্রামের নিজ বাড়ির অঙিনায় বিচলী গাদার পাশ থেকে এই মরেদহ উদ্ধার করা হয়। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী ও তিন ছেলে ও তাদের স্ত্রীসহ সাতজনকে আটক করেছে।

    নিহত গৃহবধূর মোছা. কমলা খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিন দরগাহপুর গ্রামের মো. মোবারক আলী গাজীর স্ত্রী।

    নিহতের স্বামী মোবারক আলী গাজী জানান, ফজরের আযান দিলে তিনি তার স্ত্রী কমলা খাতুনকে নামাজ পড়ার জন্য ডেকে দিয়ে বাড়ির পাশে মাছের ঘেরে চলে যান। সকাল সাড়ে ৬টার দিকে বাড়িতে ফিরে এসে দেখেন তার স্ত্রী ঘরে নেই। পরবর্তীতে খোঁজাখুজির এক পার্যায় নিজ বসত বাড়ির পাশে বিচলী গাদার পাশে গলাকাট মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের মাধ্যমে আশাশুনি থানায় খবর দেয়া হয়।

    স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত গৃহবধূর দুই ছেলে মো. ওলিউর রহমান (২৪) ও মো. ফয়জুল্লাহ (২১) মাছের ঘের ও ভাটায় কাজ করে। তারা দু’জনেই বিবাহিত। পারিবারিক কলহের জের ধরে গ্রহবধূকে জবাই করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নিহত গৃহবধূ ৪/৫ বছর ধরে মেরুদন্ডের ব্যাথার রোগে আক্রান্ত ছিলেন। মোবারক আলী গাজীর দ্বিতীয় পক্ষের স্ত্রী ছিল নিহত কমলা খাতুন। পারিবারিক কলহের কারনে দু’জন আলাদা ঘরে ঘুমাতেন।

    আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কি কারণে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মোবারক আলী গাজী, তার প্রথম পক্ষের ছেলে খানজাহন আলী, দ্বিতীয় পক্ষের দুই ছেলে ওলিউর রহমান ও ফয়জুল্লাহসহ তাদের তিনজনের স্ত্রীকে থানায় আনা হয়েছে।

    এদিকে সুরহতাল রির্পোট শেষে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় এখনো মামলা দায়ের করা হয়নি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।