Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
Hasan, Author at Daily Dakshinermashal - Page 63 of 82

Author: Hasan

  • বরখাস্ত হাথুরুসিংহে, নতুন হেড কোচ সিমন্স

    বরখাস্ত হাথুরুসিংহে, নতুন হেড কোচ সিমন্স

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই বরখাস্ত হাথুরুসিংহে। আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাথুরুকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আচরণবিধি ভাঙার অভিযোগে আপাতত শোকজ ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় আপাতত ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। বোর্ড সভাপতি বলেছেন, পরবর্তীতে হাথুরুসিংহেকে ছাঁটাই করা হবে।

    ফারুক আহমেদ বলেন, ‘বর্তমান কোচের ব্যাপারে আমরা চেষ্টা করছিলাম মানিয়ে নিতে। দুই-তিনটা ঘটনা ঘটেছে। ইচ্ছেমতো ছুটি কাটানো, জাতীয় দলের খেলোয়াড়ে গায়ে হাত তোলার মতো ঘটনা কোনোভাবেই দলের জন্য ভালো উদাহরণ ছিল না। তাই তাকে ৪৮ ঘণ্টার শোকজ ও সাসপেনশন দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এটা স্থায়ী হয়ে যাবে।’

    বাংলাদেশের নতুন হেড কোচ ফিল সিমন্স

    বাংলাদেশের নতুন হেড কোচ ফিল সিমন্স

    ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। কিন্তু সেবার চুক্তির মাঝপথে হাথুরুসিংহে অনেকটা আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান। সেই সময়ে আলোচনা ওঠে, কোনও ক্রিকেটার বা বোর্ড কর্তার সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই হয়ত দেশ ছাড়েন তিনি। যদিও অনেক পরে এসে জানান, শ্রীলঙ্কার কোচ হওয়ার কারণেই সেই সময়ে বাংলাদেশের দায়িত্ব ছাড়েন তিনি।

    ২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যে চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করে এবারও বরখাস্ত করা হলো হাথুরুসিংহেকে।

    দ্বিতীয় মেয়াদে হাথুরুর অধীনে ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। টেস্টে হারজিত সমানে সমান- ৫টি জয় ও ৫টি হার। তবে ওয়ানডেতে ফল ছিল হতাশাজনক- ৩৫ ম্যাচে ১৩টি জয়, হার ১৯টি, ৩ ম্যাচে ফল হয়নি। টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচের ১৯টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ১৫টি, একটিতে ফল হয়নি।

    কোচ হাথুরুসিংহেকে নিয়ে পুরোনো দ্বন্দ্ব বিসিবির নতুন বস ফারুক আহমেদের। ২০১৬ সালে দল নির্বাচনে হাথুরুর হস্তক্ষেপের কারণেই প্রধান নির্বাচকের পদ থেকে সরে গিয়েছিলেন ফারুক। বোর্ড প্রধানের দায়িত্ব নেওয়ার আগে একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে ফারুক আহমেদ বলেছিলেন, ‘আমি মনে করি না বাংলাদেশ ক্রিকেট দলের জন্য হাথুরু খুব কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।’

    রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির সভাপতির চেয়ারে বসেই আগের সিদ্ধান্তেই অটল থাকার কথা জানান ফারুক আহমেদ। দায়িত্ব নেবার প্রথম দিনেই হাথুরুকে বাংলাদেশ দলে না রাখার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

    অভিযোগ আছে, প্রথম মেয়াদের মতো দ্বিতীয় মেয়াদেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ‘ম্যানেজ’ করে চলতেন হাথুরুসিংহে।  যে কারণে ওয়ানডে বিশ্বকাপে দলের ভরাডুবি, টি২০ বিশ্বকাপের সুপার এইটে হতাশাজনক পারফরম্যান্সেও কোচের কোনো দায় দেখেনি বিসিবি।  ফারুক আহমেদ মনে করেন, হাথুরুসিংহে দেশের ক্রিকেটের কাঠামো নষ্ট করে দিয়েছেন।

  • তালায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস

    তালায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস

    তালায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে দি সোয়ালোজ ইন ডেনমার্ক ও নেট টু রাইটস এর সহযোগিতায় ভূমিজ ফাউন্ডেশনের বাস্তবায়নে র‌্যালি শেষে খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের হাউজ চার্জ অব বাংলাদেশ এর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহার। ভূমিজ ফাউন্ডেশনের সুশিল প্রকল্পের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা, অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস, ভূমিজফাউন্ডেশনের উন্নয়স কর্মী স্বপ্না বিশ^াস ও স্থানীয়দের মধ্যে টুম্পা দাস। উক্ত অনুষ্ঠানে উপজেলার ফতেপুর ও হাজরাকাটি গ্রামের শতাধিক নারী উপস্থিত ছিলেন।

  • তালায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    তালায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সাতক্ষীরার তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১২ টায় তালার উত্তরণ আইডিআরটিতে স্থানীয়ভাবে পরিচালিত ক্রিয়াকলাপ টেকসই জল ও ভূমি ব্যবস্থ্পানা (ল্যান্ডওয়াটার) বিষয়ক প্রকল্পের সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ¯িœগ্ধা খাঁ বাবলী, প্রাণিসম্পদ অফিসার ডাঃ শেখ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের এসও মোঃ জাহিরুল ইসলাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায়, সহকারী প্রোগ্রামার মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অসিত কুমার মন্ডল প্রমুখ। মাল্টিমিডিয়ার মাধ্যমে সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উত্তরণ কর্মকর্তা হাসান আব্দুল্লাহ রাফাত। উক্ত সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, উপকারভোগিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরা আহ্ছানিয়া  মিশন আদর্শ আলিম মাদ্রাসার আলিম পরীক্ষায় অভাবনীয় সাফল্য

    সাতক্ষীরা আহ্ছানিয়া  মিশন আদর্শ আলিম মাদ্রাসার আলিম পরীক্ষায় অভাবনীয় সাফল্য

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আহ্ছানিয়া  মিশন আদর্শ আলিম মাদ্রাসার আলিম পরীক্ষায় অভাবনীয় সাফল্য। সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আহ্ছানিয়া  মিশন আদর্শ আলিম মাদ্রাসায় ২০২৪ সালে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে।  সাতক্ষীরা আহ্ছানিয়া  মিশন আদর্শ আলিম মাদ্রাসায়  অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন ২০২২ সালে যোগদান করার পর থেকে মাদ্রাসায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করেছেন। শিক্ষা কার্যক্রমকে আধুনিকায়ন, সকল পাবলিক পরীক্ষায় আকর্ষণীয় ফলাফল অর্জনসহ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে শিক্ষকদের সমন্বয়ে খান বাহাদুর আসানউল্লাহ স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি কাংখিত লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরালস পরিশ্রম করে যাচ্ছে। ৪৮ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে। ৯ জন এ প্লাস ও ২২ জন “এ “গ্রেড সহ মোট ৪৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সন্তোষজনক ফলাফল অর্জন করায় সকল শিক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। নানান প্রতিকুলতা ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে আলিম পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে সদরের শীর্ষ অবস্থান করছে। ভালো ফলাফল অর্জন করায় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন এবং অভিভাবকবৃন্দ অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন সহ শিক্ষকদের সাধুবাদ জানিয়েছে।

  • শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে মাথায় রেখে ১৫ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বেসরকারি সংস্থা সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন এবং কারিতাস খুলনা অঞ্চল কর্তৃক পরিচালিত এফসিসিপি-৩ প্রকল্প এর সহযোগিতায় দিনব্যাপি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠান উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে শুরু  হয়ে এলাকা ঘুরে আবার পরিষদে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে আলচনা সভা দিয়ে শেষ করা হয় । আলোচনায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন “ বুড়িগোয়ালিনী বাংলাদেশের একটি দক্ষিন-পশ্চিম অঞ্চলের উপকূলীয় দুর্যোগ ঝুঁকিপুর্ণ এলাকা। এখানে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ ঘটে। যার পরিমাণ ও মাত্রা দিন দিন বেড়েই চলছে। আমাদের সচেতন হতে হবে এবং সঠিক ভাবে দুর্যোগ মোকাবেলা করে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হবে ” এই সময় উক্ত দিনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প এর প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ শহিদুল ইসলাম। এছাড়া গাবুরা ইউনিয়নে গাইনবাড়িতে সিসিডিবি এর আয়োজনে স্বেচ্ছায় মাটির রাস্তা সংস্কার, পরিষ্কার পরিচ্চন্নতা প্রতিযোগিতা এবং কমিউনিটিতে বর্নাঢ্য শোভাযাত্রা ও প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভার পাশাপাশি বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বূড়িগোয়ালিনী এবং গাবুরাতে প্রায় ২৭০ জন লক্ষিত জনগোষ্ঠী সহ অন্যান্য স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন।

  • সাতক্ষীরায় বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে র‍্যালি  আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ 

    সাতক্ষীরায় বিশ্ব সাদা ছড়ি দিবস উপলক্ষে র‍্যালি  আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ 

    নিজস্ব প্রতিনিধি : “হাতে থাকলে সাদা ছড়ি এগিয়ে এসে সহায়তা করি ” এই প্রতিপাদকে সামনে রেখে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাদা ছড়ি বিতরণ করা হয়েছে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে জেলা সমাজসেবা অধিদফতর সাতক্ষীরার উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে ও সহকারি পরিচালক মো. রোকনূজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ পরিচালকের কার্যালয়ের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সবুর বিশ্বাস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপি ডাক্তার এস এম হাবিবুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ মনিরুজ্জামান, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) উপতত্ত্বাবধায়ক আয়েশা খাতুন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন, প্রতিবন্ধী পূর্ববাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, বাকাল প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের শিক্ষক  মোঃ আব্দুস সামাদ, সদর হাসপাতালের সমাজসেবা অফিসার শারমিন সুলতানা প্রমুখ। আলোচনা সভার শেষে অসহায় ২২জন দৃষ্টি প্রতিবন্ধী মাঝে সাদা ছড়ি বিতরণ করা হয়।

  • সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী 

    সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী 

    নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উপলক্ষে র‌্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ (অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে ও বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা (এনজিও) প্রতিষ্ঠানের সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে  হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সহকারি প্রকৌশলী মোঃ মুনিরুজ্জামান, সহকারি প্রকৌশলী মো আলী হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান সরকারি মো. ইব্রাহিম হোসেন রিপন প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা, জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দপ্তরের ঠিকাদাররা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরায় নর্দমা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    সাতক্ষীরায় নর্দমা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

    নর্দমা থেকে পুলিশ আবুল হোসেন নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে
    ৮টার দিকে সাতক্ষীরা শহরের মুনজিৎপুরের শহীদ আব্দুর রাজ্জাক পার্শের দক্ষিণ দিকে একটি নর্দমা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
    মৃত আবুল হোসেন(৭৫) সাতক্ষীরা শহরের মুনজিৎপুরের
    একাডেমিক মসজিদ সড়কের মৃত আব্দুল লতিফ গাজীর ছেলে।
    সাতক্ষীরা শহরের মুনজিৎপুরের শফিকুল ইসলাম জানান, তার বাবা
    সম্প্রতি বেশ অসুস্থ ছিলেন। সোমবার সন্ধ্যায় তার বাবা বাড়ি
    থেকে বের হন। রাতভর তিনি বাড়িতে ফেরেননি। রাতে সম্ভাব্য সকল
    জায়গায় তাকে খোঁজাখুঁজি করা হয়। মঙ্গলববার সকালে শহীদ
    আব্দুর রাজ্জাক পার্শের দক্ষিণ দিকে একটি নর্দমা থেকে তার লাশ
    দেখতে পেয়ে স্থানীয়রা তাকে খবর দেন। পরে পুলিশ যেয়ে লাশ উদ্ধার
    করে। অসাবধানতাবশতঃ রাস্তা থেকে নর্দমায় পড়ে যেয়ে বাবার
    মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন।
    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,
    মঙ্গলবার সকালে আবুল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। কারো
    কোন আপত্তি না থাকায় লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা
    হয়েছে।

  • আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না

    আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না

    তালায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ-
    আমাকে সেবা করার সুযোগ দিলে আর ত্রাণ নিতে হবে না। বিগত দিনে আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন এ এলাকার উন্নয়নে কাজ করেছি। আগামীতে যদি আমাকে সেবা করার সুযোগ দেন তাহলে আপনাদের আর ত্রাণ নিতে হবে না। এলাকায় যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে। সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সেতু বাজারে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা গুলো বলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
    তিনি বলেন, সকলের সার্বিক সহযোগতায় ও প্রশাসনের কঠোর পরিশ্রমের কারণে এবারের হিন্দু ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে উৎযাপিত হয়েছে। আমার নির্বাচনী এলাকার সকল পূজা মন্ডপে যাওয়ার চেষ্টা করেছি। এই অঞ্চলে কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
    সোমবার (১৪ অক্টোবর) বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা শেখ তারিকুল হাসান, আইনুল ইসলাম নান্টা, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান প্রমুখ।
    এসময় জলাবদ্ধ এলাকার পানি বন্ধি ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

  • সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ

    সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ

    নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম খেলোয়াড়দের মিলন মেলায় পরিনত হয়। সাতক্ষীরা স্টেডিয়ামের পুরানো দিনের ঐতিহ্য মেলবন্ধু ও উৎসব মুখর পরিবেশ দর্শক গ্যালারীতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রীতি ফুটবল ম্যাচে লাল দল বনাম সবুজ দল অংশ নেয়। বয়সের ভারে অনেকে নুয়ে পড়লেও দুটি দল খুব সুন্দর ক্রীড়া নৈপূণ্যতার মধ্য দিয়ে ভালো খেলা উপহার দেয়। দর্শক গ্যালারী প্রীতি ফুটবল ম্যাচটি আনন্দের সাথে উপভোগ করে। লাল দল বনাম সবুজ দলের ক্যাপ্টেন ছিলেন ফিরোজ রহমান এবং সবুজ দলের ক্যাপ্টেন ছিলেন গ্যাস বাবু। খেলায় অংশগ্রহণকারী অন্যান্য খেলোয়াড়রা হলেন- শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড় জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু, রিপন, রতন, মিতু, উজ্জল, সেলিম, তৌহিদুর, মুনসুর, শুভ্র, পথিক, খোকা ও  ময়নাসহ শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়রা অংশ নেয়। প্রীতি ফুটবল ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
    ক্যাপশন : সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের ৯০ দশকের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়রা।

  • আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্রগতি সংস্থার র‍্যালি 

    আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্রগতি সংস্থার র‍্যালি 

    শহর প্রতিনিধি :” আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায়
    সোমবার (১৪ অক্টোবর) বিকালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্রগতি সংস্থার আয়োজনে  র‍্যালি  অনুষ্ঠিত হয়েছে  । অগ্রগতি সংস্থার সাতক্ষীরার প্রজেক্ট ম্যানেজার খায়রুজ্জামান এর নেতৃত্বে সাতক্ষীরা কালেক্টর চত্বরে এক সংক্ষিপ্ত র‍্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অগ্রগতি সংস্থার মনিটরিং এন্ড এভুলেশন অফিসার এম এ শাহিন,প্রজেক্ট অফিসার আবু বক্কর সিদ্দিক, ফিল্ড কর্মী জুয়েল রানা, সুমনা রানী, ফরহাদ হোসেন সহ অন্যান্য প্রকল্পের কর্মীবৃন্দ।
  • আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর ও আলোচনা সভা

    আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিনিধি : ” আগামী প্রজন্মকে সক্ষম করি, দূর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়’র সার্বিক ব্যবস্থাপনায় এ আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়। এ দিবসটি উপলক্ষে র‍্যালি, ভূমিকম্প, বন্যা, বজ্রপাত এবং অগ্মিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রসাশক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে কালেক্টর চত্বর থেকে বর্ণাঢ্য  র‍্যালি বের হয়।  প্রধান সড়ক পরিদক্ষিণ শেষ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. সরোয়ার হোসেন’র সঞ্চালনায় এসময়  উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত)   সরকারী কমিশনার এম আকাশ,সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়েব আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইয়ারুল হক , ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম, সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান,জেলা ত্রান ও পুনর্বাসন কার্যালয়ের উচ্চমান সহকারী মোঃ বাবলু রেজা প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধ ও সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • দেবহাটায় শহীদ আসিফ হাসানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

    দেবহাটায় শহীদ আসিফ হাসানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

    সাতক্ষীরার দেবহাটায় ভূমিহীন জনপদে
    বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া দেবহাটার
    আস্কারপুর গ্রামের আসিফ হাসানের আত্মার মাগফেরাত কামনায়
    দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৪ অক্টোবর) দুপুরে
    দেবহাটার খলিষাখালীতে এই আয়োজন করা হয়।
    দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মওলানা নূর ইসলাম।
    এতে সভাপতিত্ব করেন ভূমিহীন আবাসন কেন্দ্রের সভাপতি
    সাইফুল ইসলাম।
    দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পারুলিয়া
    ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জিয়াউল ইসলাম, হাফেজ
    মো: আব্দুল্লাহ, আলমগীর হোসেন, কলেজ ছাত্র ইসরাফিল হোসেন,
    কলেজ ছাত্র মিজানুর রহমান, ভূমিহীন নেতা আবুল হোসেন,
    রিয়াজুল ইসলাম, রফিকুল ইসলাম, রিপন গাজী প্রমুখ।

  • আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশন দিবসে র‍্যালী ও আলোচনা সভা 

    আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশন দিবসে র‍্যালী ও আলোচনা সভা 

    আশাশুনি ব‍্যুরো:
    আন্তর্জাতিক দুর্যোগ প্রশন দিবস ২০২৪ পালনে আশাশুনিতে বর্ণাঢ্য র‍্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি’র উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশন দিবস পালনে উপজেলা পরিষদ চত্বর হইতে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন এর সভাপতিত্বে সিপিপি’র উপজেলার টিমলিডার আব্দুল জলিলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভূমি অফিসের নাজির মোঃ শাহিনুর ইসলাম, সহকারী সার্টিফিকেট অফিসার মোস্তাফিজুর রহমান, সিপিপি’র সিনিয়র সদস্য এম এম সাহেব আলী, খোরশেদ আলম, ইউপি সদস্য ইয়াকুব আলী আকুসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের সিপিপি’র টিমলিডার উপস্থিত ছিলেন।
  • Download daily dakshiner mashal android app

    Download daily dakshiner mashal android app

    Download daily dakshiner mashal android app

    link-1 :

    https://drive.google.com/file/d/1S99xKMKMA1-ybax9T8IPeocYBGynsTA0/view?usp=drive_link

    link-2 :

    https://drive.google.com/file/d/1QCUveyb45BDVg2LXy01a_ZvwcPlHOODg/view?usp=drive_link

  • আশাশুনির বুড়িয়ায় ঐতিহ্যবাহী আড়ং মেলা অনুষ্ঠিত

    আশাশুনির বুড়িয়ায় ঐতিহ্যবাহী আড়ং মেলা অনুষ্ঠিত

    আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে শারদীয়া দুর্গোৎসবের বিজয় দশমীতে ঐতিহ্যবাহী আড়ং মেলা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এই আড়ং মেলা অনুষ্ঠিত হয়। বুড়িয়া পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি সেবা আশ্রম সংঘ এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্বপ্রনানন্দজী মহারাজ, ফাকরাবাদ ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রী পরম পুরুষ কৃষ্ণ দাশ ব্রহ্মচারী, আশাশুনি পূজা উদযাপন কমিটি সভাপতি পালক পুরুহিত রেভাঃ ফাদার ডানিয়েল মন্ডল, বড়দল ইউনিয়ন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক কালী কিংকর হাওলাদার, বড়দল ইউনিয়ন বিএনপি সভাপতি এ কে এম শামসু উদ্দীন সানা, বিশিষ্ট সমাজ সেবক আল মাহামুদ টিক্কা, ইউপি সদস্য কে এম রকিবুজ্জামান প্রমুখ। সমগ্র পরিচালনা করেন আকাশ মন্ডল ও হরিদাস ব্যানার্জি। উল্লেখ্য এ বছর বড়দল বাজার, ফকরাবাদ ও বুড়িয়ার ৩টি মন্দিরের প্রতিমা কপোতাক্ষ নদীতে বিসর্জন দেওয়া হয়।
  • শিগগিরই বড় হচ্ছে উপদেষ্টা পরিষদের আকার

    শিগগিরই বড় হচ্ছে উপদেষ্টা পরিষদের আকার

    ছাত্র-জনতার ব্যাপক গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার শিগগিরই আরো বাড়তে পারে।

    জানা গেছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজে অভিজ্ঞ ব্যক্তিরা উপদেষ্টা পরিষদে আসতে পারেন। এর মধ্যে একজন চিকিৎসক এবং দুজন সাবেক সচিব অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে যুক্ত হতে পারেন।

    অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্প্রতি তৃতীয় দফা সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে দ্রুত নির্বাচন কিংবা নির্বাচন কবে হবে, সেই রোডম্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলো চাপ দিয়েছে।

    যদিও সরকারের তরফ থেকে আগেই বলা হয়েছে, নির্বাচন কমিশনসহ বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে তাদের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো আলোচনার পর নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হবে।

    তবে রাজনৈতিক দলগুলো বলছে, সংস্কারসহ অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনে উপদেষ্টার সংখ্যা বাড়ানো যেতে পারে। ফলে শিগগিরই উপদেষ্টা পরিষদে তিন-চারজন নতুন উপদেষ্টা যুক্ত হবেন।

    আমার বাংলাদেশ পার্টির (এবি) আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী দল থেকে পদত্যাগের পর আলোচনা হচ্ছে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হতে পারেন। এ বিষয়ে জানতে চাইলে এ এফ এম সোলায়মান চৌধুরী গণমাধ্যমকে বলেন, সরকারের উচ্চ পদে নিয়োগের বিষয়ে তিনি অনেকের কাছে শুনেছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানেন না।

    তিনি বলেন, আমাকে রাষ্ট্রের কোনো দায়িত্ব দেওয়া হলে পালন করতে সমস্যা নেই।

    দল থেকে পদত্যাগের বিষয়ে সোলায়মান চৌধুরী বলেন, তিনি দল থেকে পদত্যাগ করেননি। এবি পার্টির চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আহ্বায়কের পদ ছেড়েছেন। আগামী ডিসেম্বরে এবি পার্টির কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা রয়েছে। তিনি এবি পার্টির চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।

    অন্তর্বর্তী সরকারের শুরুতে প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা ছিল ১৭। এরপর এক সপ্তাহের ব্যবধানে গত ১৬ আগস্ট আরো চারজন উপদেষ্টা যুক্ত করা হয়।

    তবে আলোচনায় ছিল গত ১৬ আগস্ট পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। এর পর থেকে অন্তর্বর্তী সরকারে আরো নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে।

    এ বিষয়ে জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, স্বাভাবিকভাবে একটা সরকার যে কাজ করে, সেটা তো করছেই। এর সঙ্গে সংস্কারের জন্য আরো কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে কাজ তো অনেক। এই চাপটা যদি আরো কয়েকজন শেয়ার করেন, তাহলে তারা সহজে আরো অনেক কাজ করতে পারবেন।

    ‘তাই আমার মনে হয়, সরকারে আরো কয়েকজন উপদেষ্টা যুক্ত হলে ভালোই হবে। তবে এটা প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ ভালো বলতে পারবে।’

    আলোচনায় যেসব মন্ত্রণালয়

    সরকারের মন্ত্রণালয়-বিভাগ রয়েছে ৫৮টি। এসব মন্ত্রণালয়-বিভাগে সর্বশেষ দ্বাদশ সংসদের মন্ত্রিসভায় মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন ৪৫ জন। একাদশ সংসদের মন্ত্রিসভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী ছিলেন ৪৭ জন। ড. ফখরুদ্দীন আহমদ সরকারের আমলে উপদেষ্টার সংখ্যা ছিল ১৬।

    এরপর নানা কাজের সংস্কারের পরিকল্পনা নিয়ে গঠন করা অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা আছেন ২১ জন।

    স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্তমান সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক কাজ। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়েও অনেক চ্যালেঞ্জ রয়েছে। পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। এর মধ্যে শিক্ষা ক্ষেত্রে অনেক পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। আবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আওয়ামী লীগের অনেক রাজনৈতিক প্রকল্পসহ নানামুখী চ্যালেঞ্জ আছে।

    এদিকে তিনটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন অর্থ ও বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে সালেহউদ্দিন আহমেদ; আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান। সহজে কাজ করার জন্য এসব মন্ত্রণালয়ে নতুন মুখ যুক্ত হতে পারে। আবার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতেও পরিবর্তন আসতে পারে।

  • ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

    ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

    টানা ২২ দিনের জন্য নদী ও সাগরে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে আজ থেকে। এই সময়ের মধ্যে ইলিশসহ সকল প্রকার মাছ ধরা, মজুদ ও ক্রয়-বিক্রয় করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য অধিদপ্তর। এর মধ্যে দিয়ে এ বছরের ইলিশের মৌসুম শেষ হচ্ছে।

    মৎস্য অধিদপ্তর এক প্রজ্ঞাপনে জানিয়েছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ‘সামুদ্রিক মৎস্য আইন-২০২০’ এর ধারা ৩(২) মোতাবেক বাংলাদেশের সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হলো।

    এরই ধারাবাহিকতায় ইলিশের বাড়িখ্যাত চাঁদপুরের মতলবের ষাটনল থেকে লক্ষীপুরের আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াআশ্রমে শনিবার দিবাগত রাত ১২টা থেকে নৌ-পুলিশের পাশাপাশি টহল শুরু করেছেন কোস্ট গার্ডের সদস্যরা।

    শনিবার বিকেলে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে চাঁদপুরে র‍্যালি ও সচেতনতামূলক সভা হয়েছে। চাঁদপুর শহরের তিন নদীর মোহনা মোলহেডে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

    জেলা প্রশাসক বলেন, ‘নিজের বাড়িতে নিজে যদি নিরাপদ থাকি তাহলে ইলিশের বাড়িতে ইলিশ কেন নিরাপদে থাকবে না। আমাদের দেখাতে হবে ইলিশের বাড়ি চাঁদপুরে ইলিশ নিরাপদ। আইনের প্রয়োগ করতে আমরা চাচ্ছি না। আমরা চাই, নিজের সম্পদকে নিজেরা রক্ষা করবেন। ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। নিজের সম্পদকে কেন ধ্বংস করবেন। ইলিশ যেহেতু রাষ্ট্রের সম্পদ, আপনার স্বার্থ থাকবে রাষ্ট্রের জন্যে। দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব সবার।’

    জেলা প্রশাসক বলেন, ‘ভুল করলে মাফ পাওয়া যায়, কিন্তু অপরাধ করলে মাফ পাওয়া যাবে না। ২২ দিন নদীতে মাছ ধরলে তা অপরাধ হবে। চাঁদপুরের সবগুলো বরফ কল বন্ধ করে দেওয়া হয়েছে। নদীতে যাত্রী পারাপার ছাড়া কোন স্পিডবোট চলবে না। চুরি করে যে মাছ বাজারে বিক্রি করবেন, সে বাজারগুলোতে আমরা মনিটরিং করবো।’

    মাছ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘চাঁদপুরে ইলিশের দাম কমাতে হবে। সাধারণ মানুষের নাগালে নিয়ে আসতে হবে। ইলিশ মাছ উৎপাদনে কারও কোন বিনিয়োগ করতে হয় না, তাহলে কেন ইলিশের দাম বাড়বে। আপনাদের লোভ কমাতে হবে।’

    জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, নিষেধাজ্ঞার সময়ে কেউ নদীতে নামলে এক কিংবা দুই বছরের জেল এবং ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।