Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
Hasan, Author at Daily Dakshinermashal - Page 60 of 82

Author: Hasan

  • আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

    আশাশুনি :
    “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যত গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন- বিআরসিসি এপি এস এল প্রকল্পের আয়োজনে, সাইন অব হোপ ও বি এম জেড এর সহযোগীতায় এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করে আশাশুনি বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে পরিষদ হলরুমে দুর্যোগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প কৃষিবিদ ইমরুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আল মামুন, সদর ইউনিয়ন সিপিপির টিম লিডার খুরশিদ আলম, প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস, প্রকল্প অরগানাইজার আবু বক্কার সিদ্দিক, প্রকল্প হিসাবরক্ষক উত্তম কুমার দাস প্রমুখ।
  • আশাশুনির দক্ষিণ চাপড়া মসজিদ ও মাদ্রাসার নতুন কমিটি গঠন

    আশাশুনির দক্ষিণ চাপড়া মসজিদ ও মাদ্রাসার নতুন কমিটি গঠন

    আশাশুনি :
    আশাশুনি উপজেলার দক্ষিণ চাপড়া পুরাতন জামে মসজিদ ও মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ গাউছুল হোসেন রাজ। মসজিদের সকল মুসল্লিদের অনুমতিক্রমে মসজিদ ও দক্ষিণ চাপড়া হাফিজিয়া মাদ্রাসার ৫ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। এসময় কমিটির সেক্রেটারী হাফেজ মোঃ কামরুজ্জামান, সহ সভাপতি মোঃ ফয়জুল সরদার ও মোঃ রেজাউল করিম, সহ সেক্রেটারী মোঃ আকবর হোসেন ও মোঃ ইউনুছ আলী ভুন্ডুল, ক্যাশিয়ার আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, সহ ক্যাশিয়ার মোঃ হবিবর রহমান, প্রচার সম্পাদক মোঃ একিম উদ্দীন এবং সদস্য মন্ডলী মোঃ মাহবুবর রহমান, নাজমুল হোসেন লাল্টু, ফজলুর রহমান (সাবেক মেম্বার), আঃ গফফার মাস্টার, শহিদুল ইসলাম, আলহাজ্ব দবির উদ্দীন সরদার, আঃ খালেক দাদা, আহছান হাবিব ও মোবারক হোসেন। এছাড়া ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
    কমিটি গঠন শেষে নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব গাউছুল হোসেন রাজ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আগামীতে কমিটি মুসল্লিবৃন্দ ও গ্রামবাসীকে সঙ্গে নিয়ে উপজেলার মধ্যে দক্ষিণ চাপড়া পুরাতন জামে মসজিদ ও মাদ্রাসাকে মডেল হিসাবে রূপান্তর করা হবে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
  • পাইকগাছায় বেড়ীবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত!

    পাইকগাছায় বেড়ীবাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত!

    পাইকগাছা
    এলাকাবাসী বাঁধ রক্ষায় ব্যস্ত!
    খুলনার পাইকগাছায় লতা ইউনিয়নের রেখামারির নড়া নদীর উপর ওয়াপদা বেড়ীবাঁধ ভেঙ্গে গেছে! জোয়ারে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ২০-২৫ ফিট ওয়াপদা বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত। ফলে ১৯ অক্টোবর শনিবার মধ্যরাতে ২০ নং পোল্ডারে পানি প্রবেশ করে এলাকার ১১ গ্রাম প্লাবিত হয়! এলাকায় আমনধান, চিংড়ি ও সাদা মাছের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার সকালে স্থানীয় এলাকাবাসী সেচ্ছাশ্রমের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ক্ষতিগ্রস্থ ওয়াপদা বেড়ীবাঁধ আংশিক সংস্কার করেছেন!
    এলাকাবাসী ক্ষতিগ্রস্থ ওয়াপদা বেড়ীবাঁধ দ্রুত সম্পূর্নভাবে নির্মানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
  • কালিগঞ্জে সুদিন গ্রুপের পরিচিতি সভা

    কালিগঞ্জে সুদিন গ্রুপের পরিচিতি সভা

    “সম্প্রীতিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে রিয়েল এস্টেট কোম্পানী
    সুদিন গ্রুপের প্রজেক্ট পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় শিক্ষক,
    ব্যবসায়ি, সরকারি-বেসরকারী চাকুরীজীবিসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তিদের অংশগ্রহণে
    উপজেলা সদরের এম.এম, প্লাজায় প্রজেক্টের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সুদিন গ্রুপের
    ব্যবস্থাপনা পরিচালক শেখ নাছিম হায়দার রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য
    রাখেন সুদিন গ্রুপের চেয়ারম্যান শেখ সুলতান মাহমুদ। মানব সম্পদ উন্নয়ন বিভাগের
    পরিচালক শেখ ফারুক হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ডিরেক্টর ও সিএস আনিছুর
    রহমান, প্রজেক্ট ডিরেক্টর হাবিবুর রহমান সবুজ, ডিরেক্টর শেখ কামরুল ইসলাম কবির, কাজী
    মুহিবুর রহমান, মহাদেব বিশ্বাস, শেখ নিয়ামুল আলম, রাহুল মোদক, আবু তাহের, শেখ আলমগীর
    কবীর, খান ওলিউর রহমান সাগর, শেখ আব্দুল আলিমসহ নলতা শাখার ব্যবস্থাপক জাহিদুল ইসলাম
    প্রমুখ।

  • জেলা সাব রেজিষ্টার অফিসের মূল ভলিউম থেকে পাতা ছিঁড়ে  জাল দলিল তৈরি গ্রেপ্তারকৃতদের জামিন শুনানী ২৪ অক্টোবর

    জেলা সাব রেজিষ্টার অফিসের মূল ভলিউম থেকে পাতা ছিঁড়ে  জাল দলিল তৈরি গ্রেপ্তারকৃতদের জামিন শুনানী ২৪ অক্টোবর

    ফলোআপ

    সাতক্ষীরা:
    বাবার বন্টনকৃত চারটি দলিল থেকে দুই
    বোনের ২৩ বিঘা জমি ফাঁকি দিতে সাতক্ষীরা জেলা সাব
    রেজিষ্টার অফিসের মূল ভলিউম রেজিষ্টার থেকে পাতা ছিঁড়ে
    সত্যায়িত জাল দলিল তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে
    গ্রেপ্তারকৃত কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী
    শওকত হোসেনসহ পাঁচজনের জামিন শুনানীর দিন আগামি ২৪
    অক্টোবর ধার্য করেছে আদালত। রবিবার সাতক্ষীরার আমলী আদালত-১
    এর বিচারক নয়ন কুমার বড়াল আসামীপক্ষের জামিন আবেদন শুনানী
    শেষে বৃহত্তর শুনানীর জন্য ওই দিন ধার্য করেন।
    এদিকে ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেনসহ
    পাঁচজন রেজিষ্ট্রি অফিসের ভলিউম ছেঁড়া ও জাল দলিল তৈরির ঘটনার
    নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
    সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাড. মিতা রানী সরকার
    জানান, জেলা সাব রেজিষ্ট্রি অফিসের নকলনবীশ তার স্বামী অনল
    কুমার রায়সহ কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী
    শওকত হোসেন তার ভাইপো ইয়াছিন আরাফাত ওরফে শাওন, সাতক্ষীরা
    সদর সাব রেজিষ্ট্রি অফিসের বরখাস্তকৃত দলিল লেখক এসএম
    শাহজাহান, সাতক্ষীরা সাব রেজিষ্ট্রি অফিসের সাবেক অফিস
    সহকারি কাজী আবুল বাসারকে চারটি দলিলের ভলিউম বই এর পাতা
    ছেঁড়া ও জাল দলিল তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে
    বৃহষ্পতিবার রাতে জেলা সাব রেজিষ্ট্রি অফিস থেকে সদর থানার
    পুলিশ আটক করে। পরদিন ওই পাঁচজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার
    দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। রবিবার তাদের পক্ষে
    আদালতে জামিন আবেদন করা হয়। বিচারক নয়ন কুমার বড়াল
    আসামী পক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানী শেষে বৃহত্তর শুনানীর জন্য আগামি ২৪
    অক্টোবর দিন ধার্য করেন। জামিন শুনানীতে অংশ নেন অ্যাড. আব্দুল
    মজিদ(২), অ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, অ্যাড. অজয়

    সরকারসহ কমপক্ষে দুই ডজন আইনজীবী। রাষ্ট্রপক্ষকে সহায়তা করেন
    অ্যাড. আব্দুস সাত্তার।
    এদিকে সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রি অফিস সূত্রে জানা গেছে,
    ২০২৩ সালের ১৪ মার্চ যশোরের বাঘারপাড়া থেকে সাতক্ষীরা সদর
    সাব রেজিষ্টিার হিসেবে যেগেদান করেন রিপন মুন্সি। ওই মাসেই
    জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতির সভায় পরিচয় প্রদানকালে জেলা
    প্রশাসক হুমায়ুন কবীর জানতে পারেন যে ুরপন মুন্সি অফিস
    সহকারি থেকে পদায়ন হয়ে (বিসিএস ক্যাডার না হয়ে) সাব
    রেজিষ্টার হিসেবে কর্মরত রয়েছেন। এতে ওই সভায় অনেকেই অবাক
    হয়ে যান। এরপর থেকে নকল নবীশ খুলনা জেলার কয়রা উপজেলার অনল
    কুমার রায়কে নিজের কাছের লোক মনে করে তাকে দিয়ে অনেক
    অবৈধ দলিল তৈরি করেছেন। একপর্যায়ে অনল রিপন মুন্সির কাছ
    থেকে সরে আসেন। এতে ক্ষুব্ধ ছিলেন সদর সাব রেজিষ্টার। সাব
    রেজিষ্টারের বিরুদ্ধে সি-িগেট তৈরি করে অনিয়ম ও দূর্ণীতির
    মাধ্যমে মাসে লক্ষ লক্ষ টাকা উপর্জনের অভিযোগ রয়েছে।
    সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী সহকারি নরেশ চন্দ্র মল্লিক
    জানান, কালিগঞ্জের ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান হাজী শওকত
    হোসেন তার একজন মোয়াক্কেল। চারটি দলিলের ভলিউম সার্চিং
    করার জন্য বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে জজ কোর্ট থেকে
    একটি ইজিবাইকে করে তাকে সাব রেজিষ্ট্রি অফিসে নিয়ে
    আসেন গাজী শওকত হোসেন ও তার চাচাত ভাই ইয়াছিন
    আরাফাত ওরফে শাওন। গাজী শওকত হোসেন রাস্তায় অবস্থান করে শাওন
    ও তাকে চারটি ৪৫২০/৯৩,৩০৭৭/৯৩, ৪৫১৫/৯৪ ও৩৭৬১/৯৫ নং
    রেজিষ্ট্রি কোবালা দলিলের ভলিউম বই সাচিং এর জন্য বলেন। পূর্ব
    পরিচিত রেজিষ্ট্রি অফিসের তিন তলায় অবস্থানরত ভলিউম রাইটার
    আবু বাসারত এর কাছে শাওনকে নিয়ে যান তিনি। এ সময়
    শাওনের কাছে ওই চারটি দলিলের সত্যায়িত জাল কপি ছিলো।
    সার্চিং এর পরপরই তড়িঘড়ি করে নিজের টেবিলে এসে তাকেও
    শাওনকে বসতে বলে রেজিষ্টারের কাছে চলে যান বাসারত। এরপরপরই
    শাওন তাকে নিয়ে রেজিষ্ট্রি অফিসের বাইরে আসার চেষ্টা করে।
    অফিসের লোকজন তাদেরকে ধরার জন্য দৌড় ঝাঁপ করলে চেয়ারম্যান
    গাজী শওকত হোসেন পালিয়ে যান। দলিল লেখক ও ভলিউম লেখকরা
    তাদেরকে ধরে মারপিট করার পর সদর সাব রেজিষ্টারের কাছে নিয়ে
    যায়। সেখানে তার (নরেশ) বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না
    হওয়ায় সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল

    মান্নান বাবলু ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুর কাছে
    তাকে ছেড়ে দেওয়া হয়।
    সদর সাব রেজিষ্ট্রি অফিস এলাকার স্ট্যম্প ভে-ার শাল্যে গ্রামের
    জাকির হোসেন জানান, এসএম শাহজাহানের কাছের লোক বলে
    পরিচিত দলিল লেখক হুজুর মিজান তার কাছ থেকে কয়েকটি ৫০
    টাকার স্ট্যাম্প কিনেছিলেন। ওই স্টাম্পগুলো শওকত চেয়ারম্যানের
    চারটি দলিলের নকল তোলার কাজে ব্যবহার করা হয়েছে মর্মে তিনি
    শুনেছেন।
    সাতক্ষীরা জেলা সাব রেজিষ্ট্রি অফিসের কয়েকজন দলিল লেখক ও
    ভলিউম রাইটার নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান,
    অনিয়ম ও দূর্ণীতির কারণে শহরের কাটিয়ার দলিল লেখক এসএম
    শাওজাহানকে বরখাস্ত করা হয়। এরপর তিনি স্ত্রীর নামে স্ট্যাম্প ভে-ার
    পরিচালনা করে আসছেন। জমির হারির সাত লাখ ৯২ হাজার টাকা
    ফেরৎ পেতে আদালতে গত ১০ অক্টোবর ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান
    গাজী শওকত হোসেন ও তার ভাই আবু জাফর গাজীসহ সাত জনের
    বিরুদ্ধে আদালতে মামলা করেন তাদের ভাগ্নে ইমরান হোসেন।
    বোনদের ২৩ বিঘা জমি ফাঁকি দিতে গাজী শওকত হোসেন গত
    ১৪ অক্টোবর রেজিষ্ট্রি অফিসে জালিয়াতির শীর্ষস্থানে থাকা
    এসএম শাওজাহান এর শরনাপন্ন হন। শাহাজাান বিষয়টি
    অবসরপ্রাপ্ত অফিস সহকারি আবুল বাসার(বর্তমানে সদর সাব
    রেজিষ্টারের নির্দেশে কর্মরত) এর সঙ্গে চুক্তিবদ্ধ হন। চারটি দলিলের
    ভলিউমের পাতা ছিঁড়ে নতুন স্টাম্পে দাতার নাম ঠিক রেখে
    গ্রহীতা লতিফা ও জাহানারার নামের পরিবর্তে গাজী শওকত
    হোসেন ও আবু জাফর এর নাম বাসিয়ে দেওয়ার শর্তে চুক্তি হয়
    পাঁচ লাখ টাকার। পরিবর্তিত ভলিউম অনুযায়ি চারটি জাল দলিল
    তুলতে আবুল বাসার পান ২০ হাজার টাকা। তবে ভলিউমের পাতা
    ছেঁড়ার ব্যাপারে মোটা অংকের টাকা নেওয়ার অভিযোগ ওঠে
    নকলনবীশ অনল কুমার রায় এর বিরুদ্ধে। তবে এ ঘটনায় জালিয়াতির
    মূল হোতা হিসেবে রিপন মুন্সিকে অনেকেই দায়ী করে তাকে
    দুদকের হাতে তুলে দেওয়ার আহবান জানান।
    সূত্রটি আরা জানায়, ইয়াছিন আরাফাত শাওন আটক হওয়ার খবর
    পেয়ে চেয়ারম্যান গাজী শওকত হোসেন বিভিন্ন স্থানে দেনদরবার
    করেন। এরই মধ্যে পিওন মহসিনকে দিয়ে একে এক এসএম
    শাহজাহান, আবুল বাসার ও অনল রায়কে অফিসে ডাকান রেজিষ্টার
    রিপন মুন্সি। তড়িঘড়ি করে অনল রায়কে অফিসের মধ্যে ঢুকিয়ে

    দলিল লেখকদের পিটানি থেকে বাঁচানোর কথা বলে ভলিউমের পাতা
    ছেঁড়া সংক্রান্ত একটি কম্পিউটার করা কাগজে সাক্ষর করিয়ে
    নেন রিপন মুন্সি। একপর্যায়ে সদর সাব রেজিষ্টারকে মোটা অংকের
    টাকা দিয়ে ম্যানেজ করে ভাইপোকে ছাড়িয়ে নিতে রাত সাতটার
    দিকে রেজিষ্ট্রি অফিসে আসের গাজী শওকত। ইয়াছিন আরাফাত
    ওরফে শাওন, সাতক্ষীরা সদর সাব রেজিষ্ট্রি অফিসের বরখাস্তকৃত দলিল
    লেখক এসএম শাহজাহান, সাতক্ষীরা সাব রেজিষ্ট্রি অফিসের
    সাবেক অফিস সহকারি কাজী আবুল বাসার ও অনল কুমার রায়কে
    ্ধসঢ়;একটি ঘরে আটক রাখা হলেও চুক্তি অনুযায়ি রিপন মুন্সি
    চেয়ারম্যান শওকত হোসেনকে রকর্ডরুমে লুকিয়ে রাখেন। রাত ৯টার
    দিকে মওকত ব্যতীত বাকী চারজনকে পুলিশে সোপর্দ করা হয়।
    বৃহষ্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর একজন নকল নবীশ,
    পিওন মহসিন ও কর্মকর্তা পরিমলের সঙ্গে পরামর্শ করে নৈশপ্রহরী
    ফজলুর মাধ্যমে গাজী শওকতকে নিরাপদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া
    হয়। গাজী শওকত রেকর্ড রুম থেকে নীচে নামা মাত্রই
    সাংবাদিকদের বাধার মুখে পড়েন। জালিয়াতির হোতা গাজী
    শওকতকে কে পুলিশে দেওয়া হয়নি সাংবাদিকদের প্রশ্নের জবাবে
    তাকে ক্লিন সার্টিফিকেট দেন সাব রেজিষ্টার রিপন মুন্সি।
    তবে সাংবাদিকরা খবর দিলে পুলিশ রাত একটার দিকে মওকতকে
    থানায় নিয়ে যায়। জালিয়াতির ঘটনায় রেকর্ড কিপার প্রদীপ
    ঘোষ থানায় ওই পাঁচজনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির
    অভিযোগে ১৭ অক্টোবর ২১ নং মামলা দাখিল করলেও পরে সিদ্ধান্ত
    পরিবর্তণ করে মামলার দায়িত্ব দূর্ণীতি দমন কমিশনের উপর ন্যস্ত
    করে ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।
    সদর সাব রেজিষ্টার রিপন মুন্সির বিরুদ্ধে বাঘারপাড়া সাব
    রেজিষ্ট্রি অফিসে চাকুরি করা কালিন নারী কেলেঙ্কারীর মামলা
    ছাড়াও সাতক্ষীরা অফিসে অনিয়ম ও দূর্ণীতির মাধ্যমে দলিল
    তৈরিতে লক্ষ লক্ষ টাকা ঘুষ, হিন্দু সম্প্রদায়ের জমি বিক্রিতে দলিল
    পিছুি ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা উৎকোচ গ্রহণ ছাড়াও
    হাজারো অভিযোগ রয়েছে।
    এ ব্যাপারে সাতক্ষীরা সদর সাব রেজিষ্টার রিপন মুন্সির সঙ্গে তার
    ০১৭১৬-৮৯২২৪৪ নং মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে
    তিনি সাংবাদিক পরিচয় শুনে বলেন, জানেন তো এটা সিলেটের
    নাম্মার।

  • নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এবং বিশ্ব শেফ দিবস উদযাপিত

    নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এবং বিশ্ব শেফ দিবস উদযাপিত

    রাজশাহীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার এবং বিশ্ব শেফ দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।  ২০ অক্টোবর ২০২৪ রবিবার বিকাল ৩:০০ টায় রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর  অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। সেমিনারে সভাপতিত্ব করেন  রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এছাড়া সভায় এফডব্লিউ এর নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম, পার্লার ওনার্স এসোসিয়েশন, রাজশাহীর সভাপতি রোখসানা হুদা প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে বক্তারা নিরাপদ অভিবাসনে করনীয় বিষয়ে আলোকপাত করেন এবং দক্ষতা অর্জনপূর্বক বিদেশ গমনের পরামর্শ দেন।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন টিটিসি’র ফুড এন্ড বেভারেজ ইউনিটের ইনচার্জ শামীমা ডেইজি।
    এছাড়া সেমিনার শেষে বিশ্ব শেফ দিবস ২০২৪ উপলক্ষে কেক কাটা হয় এবং বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে মহিলা টিটিসি’র ট্রেইনার, প্রশিক্ষণার্থী এবং রাজশাহীর বিশিষ্ট শেফবৃন্দ অংশগ্রহণ করেন।

  • আশাশুনির খাজরায় ওয়াপদার রাস্তা সংষ্কার কাজের উদ্বোধন

    আশাশুনির খাজরায় ওয়াপদার রাস্তা সংষ্কার কাজের উদ্বোধন

    আশাশুনি ব‍্যুরো:
    আশাশুনি উপজেলার খাজরার তুয়ারডাঙ্গা উত্তর মাথায় ওয়াপদার রাস্তা সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নং পোল্ডারের আওতাভুক্ত ওয়াপদার ৮০ ফুট দৈর্ঘ্য রাস্তার সংষ্কার কাজ মাটি ভরাট করা হচ্ছে।
    খোলপেটুয়া নদীর অতিরিক্ত জোয়ারের ফলে ৮০ফুট রাস্তায় বিভিন্ন সময়ে ফাটল ধরে ভেঙে নদী গর্ভে চলে গেলে ঝুকিপূর্ন হয়ে পড়ে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়কে অবিহিত করলে তিনি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করার নির্দেশ দেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাঁধ পরিদর্শন শেষে স্থানীয় শ্রমিক নিয়ে সংষ্কার কাজ শুরু করেছেন। কাজ শেষ হতে যত টাকা খরচ হবে পাউবো বহন করবে বলে জানা যায়।
    খাজরা ইউনিয়ন বিএনপির আহবায়ক বুরহান উদ্দীন বুলু বলেন, তুয়ারডাঙ্গা ওয়ার্ড বিএনপির সদস্য শাহ জামালসহ অন্যরা আমাকে ওয়াপদার রাস্তা ঝুকিপূর্ন হয়ে পড়েছে খবর দিলে আমি ইউএনও স্যারকে বিষয়টি জানাই। ইউএনও স্যারের প্রচেষ্টায় দ্রুত সংষ্কার কাজ শুরু হওয়ায় স্থানীয়রা ইউএনও স্যার ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সাধুবাদ জানান তারা।
  • আশাশুনিতে বৈদ্যুতিক শকে মৃত্যু

    আশাশুনিতে বৈদ্যুতিক শকে মৃত্যু

     আশাশুনি ব‍্যুরো:
    আশাশুনি উপজেলার বড়দলে বৈদ্যুতিক শক খেয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লাল্টু মিস্ত্রী (৪০)। তার পিতার নাম ভোলানাথ মিস্ত্রী।
    প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতা সাঈদ মোড়ল সূত্রে জানাগেছে, শনিবার সকালে বজ্রবৃষ্টি শুরু হলে প্রতিবেশীর বাড়িতে শর্ট সার্কিটের ঘটনা ঘটে। লাল্টু মিস্ত্রী বাড়িতে ফিরে বিদ্যুৎ লাইন চালু থাকা অবস্থায় মাল্টিপ্লাগ থেকে টিভি প্লাগ বিচ্ছিন্ন করতে যায়। এসময় শর্ট সার্কিটে তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয় চিকিৎসক মনোহর চন্দ্র মন্ডলেরর কাছে নেওয়া হলে মৃত ঘোষণা করেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
  • গৃহবধুর মাথা ন্যাড়া করে, দু’চোখের ভ্রু উপড়ে সর্বাঙ্গ গরম তেল ঢেলে নির্যাতন

    গৃহবধুর মাথা ন্যাড়া করে, দু’চোখের ভ্রু উপড়ে সর্বাঙ্গ গরম তেল ঢেলে নির্যাতন

    সাতক্ষীরা: পরকীয়া প্রেমের অভিযোগে এক
    গৃহবধু ও তার প্রেমিককে পিটিয়ে, মাথা ও ভ্রুর চুল কেটে,
    গৃহবধুর সারা শরীরে গরম তেল ঢেলে মধ্যযুগীয় কায়দায়
    নির্যাতন করা হয়েছে। সাতক্ষীরা শহরের রাজারবাগান ঋষিপাড়ায়
    শনিবার সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ঘরের মধ্যে আটক
    রেখে দফায় দফায় এ নির্যাতন চালান গৃহবধুর স্বামী ও তার
    স্বজনরা। বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ ওই গৃহবধুসহ
    দুইজনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
    করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ভিকটিম
    সাথীর স্বামী রাব্বি ও শ্বশুর আব্দুল বারীকে জিজ্ঞাসাবাদের জন্য
    আটক করেছে।


    সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের নওশের আলী
    সরদারের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন জানান, তার মেয়ে রুকাইয়া
    ইয়াসমিন সাথী গুনাকারকাটি দাখিল মাদ্রাসায় পড়াশুনা করতো।
    আড়াই বছর আগে সাথীর সাথে সাতক্ষীরা শহরের রাজারাবাগান
    ঋষিপাড়ার আব্দুল বারীর ছেলে নয়ন হাসান রাব্বি’র বিয়ে হয়।
    রাব্বি একটি বেসরকারি কোম্পানীর সেলসম্যান হিসেবে কাজ
    করে। দুই মাস আগে একটি মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলা ও তার
    সম্পর্কে অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় রাব্বি
    তার(সাজ্জাদ) মেয়ে রুকাইয়া ইয়াসমিন সাথীকে মারপিট করে
    বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। কিছুদিন পর রাব্বি তাদের বাড়িতে
    যেয়ে ক্ষমা চেয়ে সাথীকে নিয়ে আসতে চায়। সাথী যেতে রাজী
    না হওয়ায় মাঝে মাঝে রাব্বি তাদের (শ্বশুর) বাড়িতে যেতো।
    একপর্যায়ে ১০দিন আগে রাব্বি স্ত্রী সাথীকে নিয়ে বাড়িতে
    আসে। পূর্বের ঘটনার জের ধরে জামাতা রাব্বি, তার বাবা আব্দুৃল
    বারিসহ কয়েকজন বারান্দায় বসে থাকা তার মেয়ে সাথী ও তাদেরই
    পরিচিত এক যুবককে ঘরের মধ্যে আটকে রেখে নির্যাতনের পর
    মাথা ন্যাড়া ও দুই চোখের ভ্রুর চুল কেটে দেয়। পরে তার সর্বঙ্গে
    গরম তেল ঢেলে দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। সকাল ৯টা থেকে

    বিকেল তিনটা পর্যন্ত সাথীসহ দুজনের উপর এ নির্যাতন
    চালানো হলেও শ্বশুর বাড়ির লোকজনের হিং¯্রতার মুখে স্থানীয়রা
    তাদের উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে তিনি থানায় লিখিত
    অভিযোগ জানানোর পর বিকেল সাড়ে তিনটার দিকে সদর থানার
    পুলিশ যেয়ে তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ
    হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে শনিবার
    সন্ধ্যায় খুলনা ৫০০ শয্যা হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া
    হয়েছে।
    তবে শহরের রাজারাবাগান ঋষিপাড়া এলাকার আব্দুল বারি জানান,
    তিনি মেডিকেল কলেজের পাশে সম্প্রতি বাড়ি করে সেখানে
    সস্ত্রীক বসবাস করেন। ছেলে রাব্বি ও পুত্রবধু সাথী
    রাজারবাগানের বাড়িতে থাকে। রুকাইয়া ইয়াসমিন সাথী
    গুনাকারকাটি মাদ্রাসায় পড়াশুনা করার সময় আশাশুনি উপজেলার
    কচুয়া গ্রামের আব্দুল হানিফের ছেলে মোহাম্মদ হাবিবুল্লার
    সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। হাবিবুল্লাহ বর্তমানে
    যশোরের আনছার ক্যাম্পের পাশে থেকে একটি কারখানায় কাজ করে।
    একারণে মাহাম্মদ হাবিবুল্লাহ মাঝে মাঝে প্রেমিকা সাথীর
    সঙ্গে দেখা করতে সাতক্ষীরায় আসতো। এ নিয়ে তার ছেলে রাব্বির
    সাথে পুত্রবধু সাথীর ঝগড়া হতো। এর জের ধরে দুইমাস আগে
    সাথী বাপের বাড়িতে চলে যায়। রাব্বি ১০দিন আগে তাকে
    বাড়িতে আনে। শনিবার সকাল সাড়ে আটটার দিকে রাব্বি
    বাড়িতে না থাকার সূযোগে হাবিবুল্লাহ সাথীর সাথে দেখা
    করতে আসে। ঘরের মধ্যে তারা অনৈতিক সম্পর্ক গড়ে তুললে
    স্থানীয়রা রাব্বিকে খবর দেয়। সকাল সাড়ে ৯টার দিকে অফিসে
    যাওয়ার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনার সত্যতা মেলে। পরে
    দুজনকে মারপিট করা হয়।
    প্রত্যক্ষদর্শী রাজারবাগান এলাকার শহর আলী, ভদ্রকান্ত দাস, সেলিনা
    খাতুনসহ কয়েকজন জানান, যেভাবে ঘরের মধ্যে আটকে রেখে
    রুকাইয়া ইয়াসমিন ও হাবিবুল্লার মাথার চুল কেটে, ভ্রু তুলে
    ফেলে, পিটিয়ে ও শরীরে গরম তেল ঢেলে নির্যাতন করা হয়েছে তা
    যে কোন মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়। তাদের সহিংসতার
    মুখে স্থানীয়রা রুকাইয়া ও হাবিবুল্লাহকে উদ্ধার করতে পারেননি।
    সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের
    চিকিৎসক ডাঃ আবীর হোসেন জানান. রুকাইয়া ইয়াসমিন
    সাথীর যৌনাঙ্গসহ সারা শরীরের বিভিন্ন স্থান গরম তেল জাতীয়

    পদার্থ দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে
    খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে। অপর
    ভিকটিম মোহাম্মদ হাবিবুল্লার মাথায় ও পায়ে ভারী জিনিস
    দিয়ে আঘাত করা হয়েছে।
    সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম
    সাংবাদিকদের জানান, রুকাইয়া ইয়াসমিন ও হাবিবুল্লাকে
    মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগে রাব্বি ও তার বাবা
    আব্দুল বারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায়
    রুকাইয়া ইয়াসমিনের বাবা সাজ্জাদ হোসেন বাদি হয়ে মামলার
    প্রস্তুতি নিচ্ছেন।

  • সোনার দামে নতুন ইতিহাস

    সোনার দামে নতুন ইতিহাস

    আবারো লাফিয়ে লাফিয়ে বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম। এতে অতীতের সব রেকর্ড ভেঙে এরই মধ্যে সোনার দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ৭০ ডলার ছাড়িয়ে গেছে। সোনার এমন দাম বাড়ায় দেশের বাজারেও যে কোনো সময় বাড়ানো হতে পারে। ফলে দেশের বাজারেও সোনার দামে নতুন রেকর্ড হতে পারে। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনা ১ লাখ ৩৭ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে।

    চলতি বছরের জুন মাস থেকে সোনার দাম বাড়ার প্রবণতা শুরু হয়। গত ৭ জুন প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ২৯৩ ডলার। এরপর দফায় দফায় দাম বেড়ে ১৬ জুলাই প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৪৬৮ ডলারে ওঠে।

    অবশ্য এখানেই সোনার দাম বাড়ার প্রবণতা থামেনি। এরপরও সোনার দাম বাড়ার প্রবণতা চলতে থাকে। গত ২০ সেপ্টেম্বর ইতিহাসে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৬০০ ডলারের মাইলফলক স্পর্শ করে। এই রেকর্ড গড়ার পরও সোনার দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে ২৬ সেপ্টেম্বর প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৬৮২ ডলার পর্যন্ত ওঠে। এই রেকর্ড দাম হওয়ার পর কমার প্রবণতা দেখা যায়। কয়েক দফায় দাম কমে ১ অক্টোবর প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৬৩১ ডলারে নেমে আসে। এরপর কয়েক দফায় সোনার দামে উত্থান-পতন হলেও দাম কমার পাল্লাই ভারী হয়। এতে ১০ অক্টোবর লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৬০৬ ডলারে নেমে যায়।

    এই মূল্য সংশোধনের পর ১০ অক্টোবর লেনদেনের শেষদিকে আবার সোনার দাম বাড়ার প্রবণতা শুরু হয়। যা অব্যাহত থাকে সপ্তাহজুড়েই। এতে গত সপ্তাহের লেনদেন শেষে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ২ হাজার ৭২১ ডলারে। গত সপ্তাহের লেনদেন শুরু হওয়ার আগে প্রতি আউন্স সোনার দমি ছিল ২ হাজার ৬৫৭ ডলার।

    এ হিসাবে গত সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৬৪ ডলার বা ২ দশমিক ৪২ শতাংশ। এর মধ্যে সপ্তাহের শেষদিন প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ২৭ দশমিক ৪৮ ডলার বা ১ দশমিক শূন্য ২ শতাংশ। এতে মাসের ব্যবধানে সোনার দাম বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ।

    বিশ্ববাজারে সোনার এই দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারে যে কোনো সময় সোনার দাম বাড়ানো হতে পারে বলে বাজুসের একজন দায়িত্বশীল সদস্য জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ববাজারে যে হারে সোনার দাম বেড়েছে, তাতে দেশের বাজারে দাম অবশ্যই বাড়াতে হবে। বাজুসের সংশ্লিষ্ট কমিটি বৈঠক করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেবে।

    এদিকে বিশ্ববাজারে সোনার দাম কমার মধ্যে গত ২৯ সেপ্টেম্বর দেশের বাজারেও কিছুটা কমানো হয়। সে সময় সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২৫৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৩৭ হাজার ৪৪৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ২০১ টাকা কমিয়ে ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৩৮ টাকা কমিয়ে ১ লাখ ১২ হাজার ৪৫৩ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮৭৪ টাকা কমিয়ে ৯২ হাজার ২৮৬ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে এ দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

    এই দাম কমানোর আগে ২৬ সেপ্টেম্বর সব থেকে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৮৯৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা নির্ধারণ করা হয়।

  • নির্বাচন নিয়ে যা বললেন ড. আসিফ নজরুল

    নির্বাচন নিয়ে যা বললেন ড. আসিফ নজরুল

    জাতীয় নির্বাচনের সময় সরকারের প্রধান উপদেষ্টার (ড. মুহাম্মদ ইউনূসের) নেতৃত্বে ঠিক হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। একই সঙ্গে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা একমাত্র নির্বাচন ঘোষণার এখতিয়ার রাখেন।

    শনিবার (১৯ অক্টোবর) নির্বাচন নিয়ে এক ব্যাখ্যায় নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান আইন উপদেষ্টা।

    আসিফ নজরুল লিখেছেন, সম্প্রতি একটি টিভি আলোচনায় আমি বলেছি নির্বাচন হয়ত আগামী বছরের মধ্যে সম্ভব হতে পারে, তবে এক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। সেখানে এসব ফ্যাক্টর পুরোপুরি ব্যাখ্যা করার সুযোগ পাইনি। কিন্তু আমাদের সরকারের কথা থেকে সবাই বুঝবেন যে নির্বাচনের জন্য সংস্কার ও রাজনৈতিক সমঝোতার কথা বলা হয়। এগুলোই সেই ফ্যাক্টর।

    আইন উপদেষ্টা বলেন, সংস্কারের কথা আমিও অনুষ্ঠানে বলেছি। আরও কিছু ফ্যাক্টর আমি অনুষ্ঠানটিতে ব্যাখ্যা করেছি, যেমন: সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা প্রণয়ন ইত্যাদি। এসব ফ্যাক্টর ঠিক থাকলে নির্বাচন হয়ত হতে পারে আগামী বছর। বলেছি এটাও আমার প্রাথমিক অনুমান।

    এই শর্তভিত্তিক ধারণা ও অনুমানকে কিছু গণমাধ্যম নির্বাচনের ঘোষণা হিসেবে দেখাচ্ছেন। বিনয়ের সঙ্গে বলছি, এটা সঠিক নয়।

    আসিফ নজরুল বলেন, নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিসি ডিসিশন। এর সময় সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঠিক হবে। তিনিই একমাত্র এটা ঘোষণার এখতিয়ার রাখেন।

  • পাইকগাছায় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

    পাইকগাছায় বজ্রপাতে দিনমজুরের মৃত্যু

    খুলনার পাইকগাছায় বজ্রপাতে লাকি বেগম (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ঘটনায় একই এলাকার আরও ৩ জন আহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের কেওড়াতলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

    নিহত লাকি বেগম লক্ষীখোলা গ্রামের বাসিন্দা।

    আহতরা হলো, উপজেলার ওড়াবুনিয়া গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে সন্তোষ সানা ও তার স্ত্রী সুভদ্রা সানা একই এলাকার ফজিলা খাতুন।

    সর্বশেষ ঘটনার পর আহত ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে সকলেই শঙ্কামুক্ত বলে আহতদের পারিবারিক সূত্র জানিয়েছেন।

    স্থানীয় ইউপি সদস্য হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে কেওড়াতলা এলাকার জনৈক ভুট্টোর চিংড়ী ঘেরে চার জন দিনমজুর শেওলা বাছার কাজ করছিল। সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে আকষ্মিক বজ্রপাতে লক্ষীখোলা গ্রামের লাকি ঘটনাস্থলে মারা যান। বাকিদের উদ্ধার করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সর্বশেষ তাদের তিন জনের দু’জন সন্তোষ ও ফজিলা সুস্থ হয়ে বাড়িতে ফিরেন। তবে সুভদ্রা চিকিৎসাধীন রয়েছেন।

    এব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কান্তি দাস বজ্রপাতে নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণের কথা জানিয়েছেন।

  • এইচএসসি পরীক্ষায় ফেল করায় তালায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

    এইচএসসি পরীক্ষায় ফেল করায় তালায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

    এসএসসি পরীক্ষায় ফেল করায় সাতক্ষীরার তালায় এক কলেজ ছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে তালা উপজেলার মাগুরা গ্রামে এই ঘটনা ঘটে।

    আত্মহননকারী এসএসসি পরীক্ষার্থীর নাম জ্যোতি দেবনাথ (১৮)। সে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামের অজিত দেবনাথের মেয়ে।

    মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, জ্যোতি এবার তালার মাগুরা আইডিয়াল মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। গত ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয। কিন্তু জ্যোতি এক বিষয়ে ফেল করার কারনে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। পরীক্ষায় ফেল করার পর জ্যোতি বাড়িতে কারও সাথে কথা বলতো না, ঠিকমত খাওয়া-দাওয়াও করত না। এ নিয়ে বাড়িতে একটু অশান্তি হয়েছিল।

    এ ঘটনার যের ধরে শুক্রবার বিকালে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেচিয়ে আত্মহত্যা করে জ্যোতি। বিকালে ঘরের দরজা বন্ধ থাকায় বাবা-মার সন্দেহ হলে তারা ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় জ্যোতি ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

    তালা থানা পলিশ জানায়, কারোর কোন অভিযোগ না থাকায় মরদেহ দাহ করার অনুমতি দেয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম সংকটে জনজীবন

    দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চরম সংকটে জনজীবন

    বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে অস্থিরতা বিরাজ
    করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে জনজীবনে যে সংকট সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত
    গভীর ও বহুমাত্রিক। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ
    মানুষের জীবনযাত্রার মান নেমে আসছে এবং ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় বেঁচে থাকা
    কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে, নি¤œ ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর এর চরম
    প্রভাব পড়ছে।
    সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতন ঘটে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে, যা
    দেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিক অসন্তোষের চূড়ান্ত বহিঃপ্রকাশ। সাধারণ
    মানুষের আশা ছিল, ক্ষমতার পালাবদলের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে এবং
    জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নতি ঘটবে। কিন্তু বাস্তবতা হলো, দুই মাস
    পেরিয়ে গেলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। প্রতিদিনের বাজার
    পরিস্থিতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে এবং সরকারের
    ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছে।
    বাংলাদেশের অধিকাংশ মানুষ সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত, যেখানে নূন্যতম
    খাদ্যদ্রব্যের সরবরাহ এবং সাশ্রয়ী মূল্যে ক্রয়ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন
    উচ্চমূল্যে নি¤œবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য ডিম-মুরগির মতো
    প্রোটিনজাতীয় খাদ্য কেনা কষ্টকর হয়ে পড়েছে। সাধারণ মানুষের জন্য বাজারে
    টিসিবির ট্রাকে লাইন দিয়ে কম দামে পণ্য কেনার চেষ্টা করতে হচ্ছে, যা তাদের
    জন্য শারীরিক এবং মানসিকভাবে ক্লান্তিকর।
    বর্তমান বাজার সংকটের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো, সরকারের অদক্ষতা,
    সিন্ডিকেটের কারসাজি, এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা। অতীতে
    সরকারের নীতিমালায় বিদ্যুৎ, গ্যাস, এবং পানির মূল্যবৃদ্ধির প্রভাব বাজার
    অস্থিতিশীলতায় ভূমিকা রেখেছে। সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং রাজনৈতিক
    পৃষ্ঠপোষকতায় বাজারের অস্থিরতা আরো জটিল হয়ে উঠেছে, যা দ্রব্যমূল্যের
    ঊর্ধ্বগতির প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম।
    বাংলাদেশের অর্থনীতি কৃষিভিত্তিক হওয়ায়, গ্রামীণ কৃষির অবনতি সরাসরি
    বাজার সংকটে প্রভাব ফেলে। বর্তমানে কৃষি উপকরণের মূল্যবৃদ্ধি এবং
    প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল উৎপাদন কমে গেছে, যার ফলে বাজারে পণ্যের
    ঘাটতি দেখা দিচ্ছে। গ্রামীণ কৃষকরা পর্যাপ্ত ফসল উৎপাদন করতে না পারায়
    সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। কৃষিতে পুনরায়
    বিনিয়োগ ও কৃষকদের উৎসাহিত করা এখন সময়ের দাবি।
    যদিও সরকার সম্প্রতি কিছু পণ্যের দাম নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিয়েছে, তবে
    তা মোটেও যথেষ্ট নয়। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে সিন্ডিকেটের
    কারসাজি বন্ধ করতে হবে এবং সরবরাহ চেইনের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
    কৃষিতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য
    সরবরাহ বৃদ্ধি করতে হবে। অন্যথায়, সাধারণ মানুষের জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে

    উঠবে এবং জনমনে অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাবে, যা দেশের স্থিতিশীলতার জন্য
    ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
    বর্তমান সংকট কাটিয়ে উঠতে হলে কেবল বাজার নিয়ন্ত্রণেই নয়, বরং
    অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করতে হবে। সরকারকে তৎপর হয়ে
    জনগণের জন্য সাশ্রয়ী মূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে এবং দুর্নীতির
    বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের মানুষের কল্যাণে শক্তিশালী ও
    দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই।

  • পাইকগাছায় ১০০ পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ 

    পাইকগাছায় ১০০ পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ 

    পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ ১০০ দরিদ্র  পরিবারের মাঝে লিডার্স এর দুর্যোগ সহনশীল টয়লেট বিতরণ

    পাইকগাছা:

    অদ্য ১৯ অক্টোবর ২০২৪, শনিবার সকাল ১০ ঘটিকায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে
    দাতা সংস্থা ফ্রান্সের LiFE- ONG এর সহযোগিতায় "Emergency WASH Response to Cyclone
    Remal Affected People in Paikgacha Upazilla of Khulna District” প্রকল্পের আওতায় ঘূর্ণিঝড়
    রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলায় দেলুটি ইউনিয়নে  ১০০ দরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ
    সহনশীল টয়লেট বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুকুমার
    কবিরাজ, প্যানেল চেয়ারম্যান, দেলুটি ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি
    সদস্য রামচন্দ্র টিকাদার, পবিত্র কুমার সরদার, রিংকু রায়, পলাশ কুমার রায়। আরও উপস্থিত ছিলেন
    লিডার্স এর দেবব্রত কুমার গাইন, প্রকল্প সমন্বয়কারী, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন ও
    আবুল হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায়  ১০০ দরিদ্র
    পরিবারের মাঝে লিডার্স যে দূর্যোগ সহনশীল টয়লেট বিতরণ করেছে তা প্রতিটি পরিবারে সুস্বাস্থ্য
    নিশ্চিত হবে এবং রোগমুক্ত থাকবে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পাইকগাছা উপজেলার
    লস্কর, সোলাদানা ও দেলুটি ইউনিয়নে সর্বমোট ২৫০ দরিদ্র  পরিবারের মাঝে দুর্যোগ সহনশীল টয়লেট
    বিতরণ করা হবে।

  • বিনা ভোটে নির্বাচন হয়েছে, ভোট ডাকাতি হয়েছে

    বিনা ভোটে নির্বাচন হয়েছে, ভোট ডাকাতি হয়েছে

    গত তিনটি জাতীয় নির্বাচনে এদেশের মানুষ কোন
    ভোট দিতে পারেনি। বিনা ভোটে নির্বাচন হয়েছে, ভোট ডাকাতি হয়েছে —-সাতক্ষীরায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির

     

    সাতক্ষীরা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
    কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির
    বলেছেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে এদেশের মানুষ
    কোন ভোট দিতে পারেনি। বিনা ভোটে নির্বাচন হয়েছে।
    ভোট ডাকাতি হয়েছে, ডামি নির্বাচন হয়েছে। তার
    বিপরীতে এবার সামগ্রিকভাবে দেশে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ
    নির্বাচনের প্রত্যাশা রয়েছে সাধারন মানুষের। বিএনপির
    ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো
    মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে শনিবার দুপুরে
    সাতক্ষীরার শহরের ইটাগাছা হাটের মোড় এলাকায় তিনি এসব
    কথা বলেন।
    তিনি আরো বলেন, সাম্য এবং মানবাধিকারের আগামী যে
    বাংলাদেশ হবে সেখানে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রের ভাবনা গুলো
    এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুষ্ঠ
    চিন্তা ভাবনা গুলো আমরা মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি। সে
    গুলোর আমরা নাম দিয়েছি রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা।
    আমরা সাধারণ মানুষের কাছে আমাদের দলের ভারপ্রাপ্ত
    চেয়ারম্যানের ভাবনা গুলো মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি এবং
    সাধারণ শিক্ষার্থীদের মতামত নিচ্ছি। আমাদের দলের পক্ষে থেকে
    এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে থেকে
    আমরা ধানের শীষের একটি করে প্রতিক ও শুভেচ্ছা স্মারক
    সাধারন মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। মানুষ খুব শতস্ফুর্ত
    আমাদের এই প্রতিক গ্রহন করছেন। আমাদের এই রাষ্ট্র
    কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে তারা আলাপ আলোচনা
    করছেন।
    লিফলেট বিতরণকালে এসময় সেখানে উপস্থিত ছিলেন,
    কেন্দ্রীয় ছাত্রদলের সংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান,
    জেলা ছাত্র দলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব, সাবেক

    সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাবেক সাংগঠনিক
    সম্পাদক আবু রায়হান, সাবেক দপ্তর সম্পাদক পলাশসহ ছাত্রদল
    নেতা-কর্মীরা।
    এরপর তিনিসহ ছাত্রদল নেতৃবৃন্দ শহরের সঙ্গীতামোড় ও
    সুলতানপুর বড়বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন।

  • আশাশুনির বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের সাথে শিবির নেতৃবৃন্দের মতবিনিময়

    আশাশুনির বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের সাথে শিবির নেতৃবৃন্দের মতবিনিময়

     আশাশুনি ব‍্যুরো:
    আশাশুনি উপজেলার বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর হোসেনের সাথে ছাত্র শিবির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইনচার্জ এর কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।মতবিনিময় কালে উপজেলা ছাত্র শিবিরের উত্তর থানা শাখার সভাপতি মোখলেসুর রহমান, সেক্রেটারি আব্দুস সালাম, মিডিয়া সম্পাদক মেহেদী হাসান, কলেজ সম্পাদক ফয়সাল হোসেন, পাঠাগার সম্পাদক জুয়েল রানা, ছাত্র কল্যাণ সম্পাদক ইসানুর রহমান, ক্রীড়া সম্পাদক আবু মুসা সোলাইমান প্রমূখ উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে কেন্দ্র ইনচার্জ জাহাঙ্গীর হোসেন আইনশৃঙ্খলা রক্ষার্থে ছাত্রশিবিরের নেতৃবৃন্দকে পাশে থাকার আহ্বান জানান। শিবিরের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন বলে জানান। এ সময় শিবিরের পক্ষ থেকে ইনচার্জকে বই উপহার দেওয়া হয়।
  • আশাশুনিতে পুলিশের অভিযানে চোর গ্রেফতার

    আশাশুনিতে পুলিশের অভিযানে চোর গ্রেফতার

     আশাশুনি ব‍্যুরো:
    আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে চুরি মামলার এক সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে আসামীকে আদালতে চালান করা হয়েছে।
    আশাশুনি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শেখ তারিকুল ইসলাম সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে এক সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করেন। আশাশুনি থানা চুরি মামলা ২৮(৭)২৪ এর সন্দিগ্ধ আসামী কচুয়া গ্রামের সাহাবুদ্দিন সরদারের ছেলে মোঃ আরিফুল ইসলাম ওরফে হৃদয়কে শোভনালী এলাকা হতে গ্রেফতার করা হয়।