Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
Hasan, Author at Daily Dakshinermashal - Page 54 of 82

Author: Hasan

  • ‘বাংলাদেশ সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে আছে’

    ‘বাংলাদেশ সবসময় ফিলিস্তিনি জনগণের পাশে আছে’

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে আছে। তাদের ন্যায্য দাবিকে বাংলাদেশ সবসময় সমর্থন করে আসছে। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে।

    সোমবার (৪ নভেম্বর) বিকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাক্ষাৎকালে তিনি উপদেষ্টার এসব কথা বলেন।

    বৈঠকে ফিলিস্তিনি ছাত্র-ছাত্রীদের ভিসা ইস্যুকরণের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ, ভিসা সহজীকরণ, ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বৈশ্বিক সমর্থন-সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

    বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ফিলিস্তিন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তাদের প্রতি আমাদের সমর্থন সবসময় অব্যাহত থাকবে।

  • “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই স্লোগানে তালায় জাতীয় সমবায় দিবস পালিত

    “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এই স্লোগানে তালায় জাতীয় সমবায় দিবস পালিত

    তালায় জাতীয় সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে তালায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ-শহরে র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সমবায় অফিসের সহকারী পরিদর্শক অজয় কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাছুম বিল্লাহ, পাটকেলঘাটা থানার ওসি মোঃ মাইনুদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিউ উদ্দীন ও আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, সহ-সভাপতি অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, কোষাধ্যক্ষ স্বপন মিত্র, তালা থানার এসআই মোঃ আব্দুল হালিম, সাংবাদিক আশরাফ আলী, সমবায়ীদের মধ্যে এড. রবিউল ইসলাম, শেখ রহমত আলী, মুশফেকুজ্জামান ইমন সমবায় সমিতির বিভিন্ন উদ্যোক্তা ও সাংবাদিকবৃন্দ।
  • জেলা সাহিত্য পরিষদের সদর উপজেলা কমিটি অনুমোদন

    জেলা সাহিত্য পরিষদের সদর উপজেলা কমিটি অনুমোদন

    সাতক্ষীরার সাহিত্যাঙ্গনকে উত্তরোত্তর ত্বরান্বিত ও সমৃদ্ধশালী করার
    প্রয়াসে জেলা সাহিত্য পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখা কমিটি
    গঠন করা হয়েছে। ১ নভেম্বর শুক্রবার জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ
    শহীদুর রহমান ও সাধারণ সম্পাদক ম. জামান স্বাক্ষরীত এক পত্রে উক্ত
    কমিটি অনুমোদন করেন। সদর উপজেলা শাখা কমিটি সভাপতি আলহাজ্ব
    আব্দুস সোবহান, সহসভাপতি অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, প্রভাষক
    শিরিন সাদী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, যুগ্ম সম্পাদক
    মোঃ খাইরুল বাসার, জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ
    রহমতউল্লাহ, মহিলা সম্পাদক নুর জাহান সহ ৪৫ সদস্য বিশিষ্ট ২ বছর
    মেয়াদে পূনাঙ্গ কমিটি অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

  • তালা প্রেসক্লাবের নামে অবৈধ কমিটির বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা

    তালা প্রেসক্লাবের নামে অবৈধ কমিটির বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা

    তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করায় নিন্দা ও প্রতিবাদ

    তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে সংবাদ প্রকাশসহ যে কোন কার্যক্রম পরিচালনা করার বিরুদ্ধে তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
    সোমবার(৪ ই নভেম্বার) সকাল ১১ টায় তালা প্রেসক্লাব কার্যালয়ে তালা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল তালা অফিস প্রধান ও বিজয় টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন, সিনিঃ সহ- সভাপতি এস,এম জাহাঙ্গীর হাসান, সাধারন সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান, প্রতিষ্ঠাতা সদস্য শেখ মোঃ আব্দুস সালাম,যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস,এম আকরামুল ইসলাম, প্রচার সম্পাদক খাঁন নাজমুল হুসাইন,যুগ্ম-দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,বিবিআর সম্পাদক বি.এম বাবলুর রহমান, চ্যানেল এস টিভির প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম, এ্যাডঃ কবির আহমেদ, মোঃ সোহাগ হোসেন মোড়ল, এস.এম জহর হাসান সাগর, মোঃ লিটন হুসাইন,কাজী ইমদাদুল বারী জীবন,মোঃ হাফিজুর রহমান, মোঃ ফয়সাল হোসেন, শ্রী পার্থ প্রতীম মন্ডল,মোঃ মোস্তাফিজুর রহমার রাজু, মোঃ আল- মাহবুব হুসাইন প্রমুখ।
    সভায় তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ০১.০৫.২০১৭ হইতে ৩০.০৪.২০২০ পর্যন্ত।পরবর্তিতে ১.০৫.২০২০ হইতে ৩০.০৪.২০২৩ পর্যন্ত  এবং ০১.০৫.২০২৩ হইতে ৩০.০৪.২০২৬ পর্যন্ত তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কিন্তু তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে তালা প্রেসক্লাব সদস্য বহি:ভূত আওয়ামিলীগের নেতা প্রনব ঘোষ বাবলু, ছাত্রলীগের সভাপতি মোঃ মশিয়ার রহমান, মোঃ সেলিম হায়দার, শেখ হেলাল ব্যক্তিগত লোক মোঃ টিপু সুলতান, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম শফি, সেকেন্দার আবু জাফর বাবু, গনেশ চন্দ্র,গোলাম রসুল, এম.এ হাকিমসহ একত্রে একটি আওয়ামীলীগের টিম সাংবাদিক পরিচয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার এর দপ্তর স্মারক-১২৩৬,তারিখ ০২.০৮.১৭ পত্রে তালা প্রেসক্লাবের পুনাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষনা শিরোনামে একটি নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করেন। উক্ত কমিটির আহবায়ক হিসাবে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমানের মাধ্যমে দপ্তর স্বারক  নং ৩৭.০২.৮৭৯০.০০.০৬.০৩.১৭.২৭ যুক্ত তারিখ ০২.০৮.২০১৭ মোতাবেক তালা প্রেসক্লাবের পুনাঙ্গ কমিটি গঠনের লক্ষে নির্বাচনী তফশীল ঘোষনা করেন। উক্ত  নির্বাচনী তফশীল অবৈধ ঘোষনার দাবিতে তালা প্রেসক্লাবের পক্ষে সভাপতি এস.এম নজরুল ইসলাম বাদী হয়ে তালা সিনিয়র সহকারী জর্জ আদালতে দেওয়ানী ৮০/২০১৭ মামলা গত ০৮.০৮.২০১৭ তারিখ দায়ের করা হয়। ১৩.০৮.২০১৭ তারিখ নিষেধাজ্ঞার দরখাস্ত শুনানী অন্তে নামজ্ঞুর হয়। উক্ত আদেশের বিরুদ্ধে জেলা দায়রা জর্জ আদালতে মিস আপিল ২৯/২০১৭ দায়ের করা হয়। ২১.০৩.২০১৯ তারিখে দোতরফা শুনানী অন্তে আপিল মঞ্জুর হয়। এবং তালা সহকারী জর্জকে নিষেধাজ্ঞার দরখাস্ত পুনঃশুনানীর নির্দেশ হয়। শুনানী অন্তে না মজ্ঞুর হলে বিজ্ঞ দায়রা জর্জ আদালতে মিস আপিল ৪৭/২০২০ দায়ের করা হয়। দোতরফা শুনানী অন্তে আপিল মজ্ঞুর হয়। কিন্তু তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম নজরুল ইসলামের কমিটি বৈধ ঘোষনা করা হলেও উল্লেখিত কিন্তু সৃষ্ট অবৈধ কমিটির কার্য্যক্রম স্থগিত না করায় মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন ৪৪৭৪/২০২২ দাখিল করি যা গত ০৫.১১.২০২৩ ইং তারিখ মহামান্য বিচারপতি মহোদয় শুনানী অন্তে প্রদত্ত রায়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্বারক  নং ৩৭.০২.৮৭৯০.০০.০৬.০৩.১৭.২৭ যুক্ত তারিখ ২.০৮.২০১৭ এর কার্যক্রম স্থগিত/ নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। এর অর্থ এরুপ হয় যে, উক্ত স্মারকে সৃষ্ট কমিটির সকল কার্যক্রম স্থগিত করায় এস.এম নজরুল ইসলাম সভাপতি তালা প্রেসক্লাব এর কমিটির কার্যক্রম বহাল থাকে।
    এক্ষনে নিষেধাজ্ঞা প্রাপ্ত ব্যক্তিরা ৮ দলীয় ফুটবল টুনামেন্টের আয়োজন করলে তালা প্রেস ক্লাবের পক্ষে সভাপতি এস.এম নজরুল ইসলাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সাতক্ষীরায় পিটিশন ১৯৩৬/২৪(তালা) মামলা দায়ের করেন। উক্ত মামলার শুনানী অন্তে তালা প্রেসক্লাবের নাম ব্যবহারে প্রচার-প্রচারনা সাময়িক বন্ধের আদেশ সহ ২য় পক্ষকে ১০ দিনের মধ্যে কারন দর্শানোর নির্দেশ প্রদান করেন।
    তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম বলেন,২০১৭ সালে তার নামে ডাকাতি মামলা,চাঁদাবাজি মামলা,দু,বার তালা সদরের চেয়ারম্যান নির্বাচিত হলেও কেড়ে নেওয়া হয়।নির্বাচন চলাকালে ১৫ টি মটর সাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগ করে কিন্তু কোন মামলা হয়নি। তার ভাইপো পুলিশ কনষ্টোবল পদে চাকুর পায়। কিন্তু তাকে জামায়াত-বিএনপি বানিয়ে চাকুরীচ্যুত করে। সর্ব শেষ তালা প্রেসক্লাবের ভবনটি দখল করে নেয়। দেশের সর্বোচ্চ আদালত কতৃক তার নেতৃত্বে কমিটির বৈধ ঘোষনা করায় তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে যে সংবাদ প্রকাশ করা বা যে কোন কার্যক্রম পরিচালনা করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

  • সাতক্ষীরা সদরে লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে এডভোকেসি সভা

    সাতক্ষীরা সদরে লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে এডভোকেসি সভা

    সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে জরুরী পরিস্থিতিতে লিঙ্গভিত্তিক সহিংসতা বিষয়ে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (০৪ নভেম্বর) সকাল ১০টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো, সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
     ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন ঢালী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মুহাম্মদ নাছির উদদীন ফরাজী।
    এডভোকেসি সভায় স্বাগত বক্তব্য রাখেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।লাল গোলাপ যুবসংঘের সদস্য মোঃ আরাফাত হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান ও সাতক্ষীরা সদর হাসপতালের আব্দুল হাই সিদ্দিকী। এসময় উপস্থিতি ছিলেন জিডিএফ সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, নূনগোলা দাখিল মাদ্রাসার সহ সুপার শাহ জাহান কবির, ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক ও যুব সদস্যববৃন্দ।
  • সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ

    সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান বিতরণ

    আব্দুর রহমান: সাতক্ষীরা সদর উপজেলার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জন্য
    জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ২০২৩-২০২৪ অর্থবছরের অনুকূলে বরাদ্দকৃত
    অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর
    উপজেলা সমাজসেবা অফিসার (অ: দা:) মোঃ তরিকুল ইসলাম এই চেক হস্তান্তর
    করেন। চেক বিতরণকালে উপস্থিত ছিলেন ডা: ফারহাদ জামিল, প্রাইড ফাউন্ডেশনের
    নির্বাহী পরিচালক মো: আব্দুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী মো. টিপু
    সুলতান শেখসহ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
    সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার (অ: দা:) মোঃ তরিকুল ইসলাম জানান,
    ২০২৩-২০২৪ অর্থবছরের অনুকূলে বরাদ্দকৃত সংগঠনের মধ্যে অফিসার্স ক্লাব,
    সাতক্ষীরাকে ২৫ হাজার টাকা, সাউদার্ন চ্যারিটেবল ফাউন্ডেশনে ২৫ হাজার টাকা,
    ড্রীমল্যান্ড অর্গানাইজেশনে ১৬ হাজার টাকা, প্রাইড ফাউন্ডেশনে ১৬ হাজার
    টাকা, নবদিগন্ত সংস্থায় ১৬ হাজার টাকা এবং মৌসুমী ফাউন্ডেশনে ১৬ হাজার
    টাকার চেক প্রদান করা হয়েছে।
    অনুদানপ্রাপ্ত সংস্থাগুলোর প্রতিনিধিরা সমাজকল্যাণ পরিষদের প্রতি কৃতজ্ঞতা
    প্রকাশ করেন এবং সামাজিক ও যুবদের দক্ষতা উন্নয়নে এসব অর্থ কার্যকরভাবে
    ব্যবহার করার প্রতিশ্রুতি দেন।

  • সাতক্ষীরায় পানিফল চাষে সুদিন দুইশ কৃষকের

    সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পানিফল চাষে সুদিন ফিরেছে দুই শতাধিক কৃষকের মধ্যে। মৌসুমি পানিফল স্থানীয় ভাষায় ‘পানি সিঙ্গারা’ নামে পরিচিত। এই ফল চাষ করে কিছুটা হলেও পরিবারের মধ্যে স্বচ্ছলতা ফিরে এসেছে প্রান্তিক চাষির।

    উপজেলার জলাবদ্ধ পতিত জমিতে এখন শোভা পাচ্ছে পানিফলের গাছ। প্রতিদিন ভোরে মৌসুমি ব্যবসায়ীরা যাত্রীবাহী বাস, ভ্যানগাড়ি, ইজিবাইকের মাধ্যমে বস্তায় ভরে এই পানিফল বিক্রির জন্য নিচ্ছেন জেলা সদর, যশোর, খুলনাসহ দেশের বিভিন্ন বাজারে। নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকযোগে রাজধানী ঢাকা ও চট্টগ্রামে। এ ছাড়া কলারোয়া পৌর সদরের মুরারীকটি থেকে যুগিবাড়ী পর্যন্ত যশোর-সাতক্ষীরার মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে পানিফল বিক্রি করছে স্থানীয় কৃষকরা।

    কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশ শেখর দাস জানান, পানিফল একটি বর্ষজীবী জলজ উদ্ভিদ। উপজেলায় চলতি বছর প্রায় ৩৮ হেক্টর পতিত জমিতে পানিফল চাষ হয়েছে। পানিফলের পুষ্টির মান অনেক বেশি। কলারোয়া উপজেলার পতিত জমিতে এই পানিফলের চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত কম খরচে বেশি লাভ হওয়ায় এ ফল চাষে আগ্রহী হচ্ছে এখানকার কৃষকরা। প্রতি বছর বোরো ধান কাটার পর, জলাবদ্ধ পতিত জমি, পানি জমে থাকা ডোবাসহ খাল-বিলে এই ফলের লতা রোপণ করা হয় (জমে থাকা পানিতে)।

    তিনি বলেন, তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে গাছে ফল আসে। এ ফল চাষে সার-কীটনাশকের তেমন প্রয়োজন হয় না।

    পানিফল চাষি তৌহিদুল ইসলাম, ওসমান গানি, আবুল হোসে, আব্দুল কাদের, কবিরুল ইসলামসহ অধিকাংশ কৃষকরা জানান, সরকারি-বেসরকারি খাত থেকে ঋণ সহায়তা পেলে আরও অনেক প্রান্তিক কৃষক পানিফল চাষের সুযোগ পাবেন। ফলে একদিকে নিজেরা যেমন স্বাবলম্বী হতে পারবেন, ঠিক তেমনই গ্রামীণ অর্থনীতিতেও অবদান রাখা সম্ভব হবে এমনটাই দাবি করেন এসব কৃষক।

    কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা শুভ্রাংশ শেখর দাস জানান, বর্তমানে পানিফল কৃষিতে নতুন এক সম্ভাবনাময় ফসল। আমাদের কৃষি বিভাগ সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পানিফল চাষের বিস্তার ঘটাতে। যেকোনো পতিত পুকুর, ডোবা অথবা জলাশয়ে পানিফল চাষ করা সম্ভব। তুলনামূলক এর উৎপাদন খরচ কম।

    তিনি বলেন, চলিত বছর প্রায় ৩৮ হেক্টর জমিতে পানিফল চাষ করা হয়েছে, যা আগামী বছর বৃদ্ধি পেয়ে আরও বেশি জমিতে চাষ হবে বলে তিনি মনে করেন।

  • নিজেদের দুর্গে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল ভারত

    নিজেদের দুর্গে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল ভারত

    প্রতি পরতে পরতে রোমাঞ্চ সাজিয়ে বসেছিল মুম্বাইয়ের ওয়ানখেড়ে। ভারত খাদের কিনারে চলে গিয়েছিল মাত্র ২৯ রানেই ৫ উইকেট হারিয়ে। তবে ঋষভ পান্তের ব্যাটের তালে সেই পেন্ডুলাম দুলছিল দু’দিকে। মনে হচ্ছিল এই ভারত, না আবারও নিয়ন্ত্রণ সফরকারী নিউজিল্যান্ডের হাতে। তবে পান্তের লড়াই থামিয়ে কিউইরাই তুলে নিলো জয়। ২৪ বছর পর নিজেদের দুর্গে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত।

    হ্যান্সি ক্রনিয়ের দক্ষিণ আফ্রিকার কাছে ২০০০ সালে সর্বশেষ ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই হয়েছিল শচীন টেন্ডুলকারের ভারত। এরপর নিজের ঘরে হোয়াইটওয়াশ তো দূরের কথা, পরবর্তী দুই দশকেই কেবল একটি টেস্ট সিরিজ হারে। সেই হারের পর সময়ের হিসাবে এক যুগ এবং ১৮ সিরিজ অপরাজেয় ছিল রোহিত-কোহলিরা। সেই বৃত্ত তো ভেঙেছে–ই, ২৪ বছর হোয়াইটওয়াশ না হওয়ার কীর্তিও তছনছ করে দিয়েছে নিউজিল্যান্ড।

    তবে ভারত প্রোটিয়াদের বিপক্ষে আগের হোয়াইটওয়াশ হয়েছিল দুই ম্যাচের টেস্ট সিরিজে। এবার তাদের আরও বড় তিন ম্যাচের সিরিজে তিক্ত পরাজয়ের গ্লানিতে ডোবাল টম ল্যাথামের কিউই শিবির। মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে কিউইদের দেওয়া ১৪৭ রানের লক্ষ্যটা ছোট মনে হলেও, আদতে রোহিতের শহরটি নাটকীয় রোমাঞ্চ মঞ্চস্থ করতে প্রস্তুত ছিল। নিজেদের বানানো স্পিন ফাঁদে আটকে ভারতীয় ইনিংস থেমেছে ১২১ রানে।

    ভারতের মাটিতে টেস্টে দ্বিতীয় সর্বনিম্ন রান ডিফেন্ড করে জিতলো নিউজিল্যান্ড। ১৪৬ রানের পুঁজি গড়ে তাদের জয় এসেছে ২৫ রানে। রোহিতদের দুর্গে সবচেয়ে কম রানের লক্ষ্য দিয়ে জয়ের রেকর্ডটাও এসেছিল এই ওয়ানখেড়েতেই। যদিও সেবার ভারত জিতেছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের টার্গেট ছিল ১০৭ রানের। ভারত সেই ম্যাচটি ১৩ রানে জিতলেও ২-১ ব্যবধানে অজিরাই সিরিজ জিতে। এরপর নিজেদের দুর্গে ভারত সিরিজে অপরাজেয় ছিল ১২ বছর।

    এর আগে ওয়ানখেড়ে স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৭১ রান তুলেছিল। আজ (রোববার) তৃতীয় দিনে খেলতে নেমে তার খেলেছে কেবল ৮ বল। দিন শুরুর ১৪ মিনিটেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ১৭৪ রান তুললেও ভারতের (২৮) লিড পেরিয়ে তাদের পুঁজি দাঁড়িয়েছে ১৪৬ রানের। সেই রানও কঠিন করে তুলেছেন এজাজ প্যাটেলরা (৩ উইকেট)।

    ভারতের সামনে লক্ষ্যটা ছোট হলেও বেশ কঠিনই হতে পারে বলে আগেই ধারণা করা হচ্ছিল। কারণ ওয়ানখেড়েতে টেস্টে এর আগে পাঁচবার রান তাড়া করতে নেমে ভারত জিততে পেরেছে মাত্র একবার। আর হেরেছে তিনবার। ড্র করেছে একটিতে। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে জয়টা এসেছিল আবার মাত্র ৪৮ রানের লক্ষ্য পেরিয়ে। অন্য চারটি ম্যাচেই অবশ্য লক্ষ্যটা ২৪০ রানের বেশি ছিল। সবমিলিয়ে ওয়ানখেড়ে স্টেডিয়ামেই রানতাড়া করে জয়ের নজির আছে মোটে ৫ বার। তার মাঝে কেবল একবারই ১০০ এর বেশি টার্গেটে ব্যাট করে কোনো দল জয় পেয়েছে।

    ছোট তবে কঠিন এই সমীকরণ নিয়ে লক্ষ্য তাড়ায় ভারত তৃতীয় ওভারেই ওপেনার রোহিতের উইকেট হারায়। পুরো সিরিজজুড়ে ব্যর্থতার বৃত্তে আটকে থাকা রোহিত ও বিরাট কোহলি এদিনও ফিরেছেন দলের বিপদ বাড়িয়ে। চাপ কমাতে ম্যাট হেনরির বলে মিডউইকেটের ওপর উড়িয়ে মারেন ভারত অধিনায়ক, গ্লেন ফিলিপস পেছনে দৌড়ে সেই ক্যাচ তালুবন্দী করেন দারুণভাবে। ১১ বলে ১১ রানে ফেরেন রোহিত।

    সেই ধাক্কা সামলানোর আগে পরের ওভারেই আউট প্রথম ইনিংসে দারুণ দৃঢ়তায় ৯০ রান করা শুভমান গিলও (১)। প্যাটেলের বলটি বেরিয়ে যাবে মনে করে ছেড়ে দিয়ে তিনি অফস্টাম্প হারিয়েছেন। এমন বিপদে কোহলিও (১) দলের হাল ধরতে ব্যর্থ। নিজের সপ্তম বলেই প্যাটেলের ডেলিভারি তার ব্যাট ছুঁয়ে স্লিপে থাকা ড্যারিল মিচেলের হাতে ধরা পড়ে। ব্যাট মাটিতে রেখে কিছুক্ষণ নিচু হয়ে যেন এই ব্যর্থতার জবাব পেতে চাইলেন এই ভারতীয় তারকা।

    বিপদের ষোলোকলা পূর্ণ করে যশস্বী জয়সওয়াল ও সরফরাজ খান ফিরলেন মাত্র দুই বলের ব্যবধানে। জয়সওয়াল ব্যক্তিগত ৫ রানে এলবিডব্লু হয়েছেন ফিলিপসের বলে। অন্যদিকে, সরফরাজের (১) আউটের ধরন হয়তো তার দলে জায়গা হারাতে যথেষ্ট হয়ে উঠতে পারে। বিপদের মুহূর্তেও তিনি মাটিতে পা বিছিয়ে বাউন্ডারি খেলতে গিয়ে ক্যাচ দেন রাচিন রবীন্দ্রের হাতে। ২৯ রানে ৫ উইকেট হারিয়ে ভারত যেন আগেই হার নিশ্চিত করেছে। তবে আশা টিকেছিল ক্রিজে রিষাভ পান্ত থাকায়। তিনি তার কাজটা করলেনও ঠিকঠাক, তবে টপ-অর্ডারের ব্যর্থতা তো আর তাতে সামলানো সম্ভব নয়!

    এই উইকেটরক্ষক ব্যাটার প্রথমে রবীন্দ্র জাদেজার সঙ্গে ৪২ এবং রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে গড়েন ৩৫ রানের জুটি। যা ভারতের লজ্জা এড়ানোর সম্ভাবনা জাগালেও পান্তের বিদায়েই শেষ হয়ে যায় যাবতীয় আশা। ম্যাচের নায়ক এজাজ প্যাটেলের বলে আউট হওয়ার আগে পান্ত করেন ৬০ রান। তার ৫৬ বলের ইনিংসে ৯টি চার ও এক ছক্কার বাউন্ডারি রয়েছে। এরপর কেবল কিউইদের ইতিহাস গড়ার মুহূর্তটি আসতে বিলম্ব হচ্ছিল। ১২১ রানে ভারতীয়রা অলআউট হতেই সেই মাহেন্দ্রক্ষণ এসে যায়।

    কিউইদের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেছেন মুম্বাইয়েই জন্ম নেওয়া বাঁ-হাতি স্পিনার প্যাটেল। প্রথম ইনিংসেও ৫ উইকেট নেওয়া এই তারকা ম্যাচসেরার পুরস্কার জিতেছেন। গ্লেন ফিলিপস নিয়েছেন ৩ উইকেট। সিরিজজুড়ে ব্যাট হাতে দারুণ ধারাবাহিক উইল ইয়াং (২৪৪) হয়েছেন সিরিজসেরা। অথচ তিনি একাদশে ঢুকেছিলেন অভিজ্ঞ ব্যাটার কেইন উইলিয়ামসনের ইনজুরিতে।

  • ভারতকে ‘শত্রু দেশ’ হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা

    ভারতকে ‘শত্রু দেশ’ হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা

    জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন কানাডা সরকার ফের ভারত বিরোধী পদক্ষেপ নিয়েছে। দেশটি এবার ভারতকে ‘শত্রু দেশ’ হিসেবে তালিকাভুক্ত করেছে। খবর এনডিটিভির।

    প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার নিরাপত্তার দিক থেকে ভারতকে শত্রু দেশের তালিকায় যুক্ত করেছে কানাডা। দেশটি ভারতকে সাইবার প্রতিপক্ষ হিসেবে আখ্যায়িত করেছে।

    এনডিটিভি বলছে, কানাডা সম্প্রতি তাদের ‘সাইবার হুমকি নিরূপণ প্রতিবেদন ২০২৫-২৬’ প্রকাশ করে। সেখানেই ভারতকে ‘সাইবার প্রতিপক্ষ হিসেবে অ্যাখ্যায়িত করা হয়েছে।

    এর জবাবে দিল্লি জানিয়েছে, আন্তর্জাতিকভাবে ভারতকে আক্রমণ ও ক্ষতি করার ক্ষেত্রে এটি কানাডা সরকারের আরেক কৌশল। এনিয়ে শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে বলেছে, ট্রুডোর প্রশাসনের অধীনে কানাডার সিনিয়র কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করেছেন যে কানাডা ভারতের বিরুদ্ধে বৈশ্বিক মতামতকে প্রভাবিত করতে চাইছে।

    খালিস্তানপন্থি শিখ নেতা হারদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ড ইস্যুতে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। সম্প্রতি কানাডা অভিযোগ করেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কানাডার মাটিতে শিখ অ্যাক্টিভিস্টদের টার্গেট করার ষড়যন্ত্র করেছেন। এমন অভিযোগ অস্বীকার করেছে ভারত।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, শুক্রবার কানাডার হাইকমিশনের প্রতিনিধিকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। কানাডার উপ-পররষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন অমিত শাহ সম্পর্কে যে হাস্যকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন, ভারত সরকার তার কড়া ভাষায় প্রতিবাদ জানাচ্ছে। এরপরেই ভারতকে সাইবার প্রতিপক্ষ হিসেবে আখ্যা দেয় কানাডা।

    ২০২৩ সালে ভ্যাঙ্কুভারে ৪৫ বছর বয়সী নাগরিক হরদীপ সিং নিজ্জরকে হত্যার জন্য ভারতেকে দায়ী করে আসছে কানাডার সরকার। তবে ভারত সরকার বরাবরই কানাডার এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

    ভারতের দাবি, প্রধানমন্ত্রী ট্রুডো তার রাজনৈতিক এজেন্ডার কারণে কানাডায় খালিস্তান সমর্থকদের পক্ষে কথা বলছেন।

    ২০২১ এর পরিসংখ্যান বলছে, কানাডার জনসংখ্যার ২.১% শিখ সম্প্রদায়ভুক্ত। ২০০১ সাল থেকে ২০২১ পর্যন্ত, গত ২০ বছরে কানাডায় শিখ জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেশিরভাগই শিক্ষা, ক্যারিয়ার, চাকরির মতো কারণে পাঞ্জাব থেকে কানাডায় পাড়ি দিয়েছেন।

    কানাডায় বসবাসরত শিখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি টরন্টো এবং ভ্যাঙ্কুভারে বাস করে। শিখ ভোটব্যাংককে মাথায় রেখে এই সমস্ত এলাকা বেশ গুরুত্বপূর্ণ।

    ২০২৫ সালের অক্টোবরে কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং জাস্টিন ট্রুডো চান কানাডায় বসবাসকারী শিখ সম্প্রদায় তাকে সমর্থন করুক।

  • সাতক্ষীরায় ধুলিহর মফেজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদরসার যাত্রা শুরু

    সাতক্ষীরায় ধুলিহর মফেজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদরসার যাত্রা শুরু

    সাতক্ষীরায় সদর ধুলিহরে আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে গঠিত ধুলিহর মফেজ উদ্দিন বিশ্বাস ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।
     রবিবার (৩ নভেম্বর)  ফজরের নামাজের পরে ধুলিহর কাছারী পাড়ায় মফেজ উদ্দীন বিশ্বাস ক্যাডেট মাদরাসার উদ্বোধন করা হয়।
    মফেজ উদ্দীন বিশ্বাস ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ ক্বরী আনওয়ারুল ইসলাম’র সভাপতিত্বে ও মাওঃ আজহারুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর  সাতক্ষীরা সদর উপজেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর।
    বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সালাম, জমিদাতা সদস্য গোলাম হাসান ( হেলি) ও গোলাম মোস্তফা ওরফে খোকা স্যার, ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হযরত আবু বকর সিদ্দিক রা ইসলামীয়া কামিল মাদরাসার ইসলামের ইতিহাসের প্রভাষক আরিফুল ইসলাম, মাওলানা আজহারুল ইসলাম,বেড়বাড়ী জামে মাসজিদে ইমাম সোহরাব হোসেন,সুমাইয়া খাতুন হাফিজীয়া মাদরাসা ও হাসানুল বান্না জামে মাসজিদের প্রতিষ্ঠাতা আবদুল ওয়াহাব,আজিজুল ইসলাম, হাফেজ আছাদুল ইসলাম,শামীম আহম্মেদ লাভলু,আলমগীর কবীরসহ বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত আলেম দ্বীন ও ইমামগণ, মাদ্রাসার পরিচালনা কমিটির একাধিক সদস্য, শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    এসময় বক্তারা বলেন, ”ছোট্ট ছোট্ট সোনামনিরা যাতে ইসলামিক শিক্ষার সমন্বয়ে সঠিকভাবে গড়ে উঠতে পারে তার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা আপনাদের ছোট্ট সোনামনিদের অত্র প্রতিষ্ঠানে ভর্তি করবেন বলে আমরা সকলে আশাকরি। আপনার সন্তানের জন্য ভিত্তি মজবুত করে গড়ে তুলতে হলে ইসলামি শিক্ষার কোন বিকল্প নেই।
    আরো উল্লেখ করা আগামী ডিসেম্বর মাসের ০১ তারিখ থেকে ভর্তি শুরু হবে এবং জানুয়ারী মাসের ০১ তারিখ থেকে শ্রেনী কক্ষে পাঠদান শুরু করা হবে”।
    উল্লেখ্য অত্র প্রতিষ্ঠানটির নাম করন করা হয়েছে জমি দানকারী মফেজ উদ্দীন এর নামে।
  • গাজী শাহ-আলম ও বিএনপি কে জড়িয়ে মিথ্যা তথ্য প্রকাশের বিরুদ্ধে কৈখালী ইউনিয়ন বিএনপির সাংবাদিক সম্মেলন।

    গাজী শাহ-আলম ও বিএনপি কে জড়িয়ে মিথ্যা তথ্য প্রকাশের বিরুদ্ধে কৈখালী ইউনিয়ন বিএনপির সাংবাদিক সম্মেলন।

     শ্যামনগর:
    সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আজাদ খোকন,রবিবার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ-আলম ও বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সম্প্রতি অগ্রযাত্রা নামক ইউটিউব চ্যানেল এবং এবি লাইভ ফেইসবুক পেজে গাজী শাহ-আলম ও বিএনপি সম্পর্কে মিথ্যা তথ্য সংবাদ প্রচার করা হয়, যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে জানান তিনি।
    মাহবুব আজাদ খোকন অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ও কৈখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আবু খায়ের মল্লিক পরিকল্পিতভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।
    কৈখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব খোকন আরও দাবি করেন, শেখ আব্দুর রহিম বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির প্রার্থী শাহ-আলমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
    সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ী পরেশ কুমার গায়েন ও নিমাই রপ্তান উল্লেখ করেন যে, আওয়ামী লীগ সরকার পতনের রাতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার মিথ্যা অভিযোগ এনে কৈখালী ইউনিয়নের বিএনপি সভাপতি আবু খায়ের মল্লিক ও চেয়ারম্যান শেখ আব্দুর রহিম ইচ্ছাকৃতভাবে গাজী শাহ-আলমের সাথে এসব বিষয় জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করেন।
    গাজী শাহ-আলম জানান, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক ছিলাম। মানব সেবার ব্রত নিয়ে কৈখালীতে ফিরে আসি এবং দুইবার নির্বাচনে অংশগ্রহণ করি। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কারণে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও আমার জনপ্রিয়তা বৃদ্ধির জন্যই আমার বিরুদ্ধে এই ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।
    কৈখালী ইউনিয়ন বিএনপি এই মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে হলুদ সাংবাদিকতা বন্ধ ও সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছে।
  • দীপ্তিমান ছাত্রসমাজের উদ্যোগে সাতক্ষীরায় ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি

    দীপ্তিমান ছাত্রসমাজের উদ্যোগে সাতক্ষীরায় ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : ‘শিক্ষা তারুণ্য ছাত্রসমাজ’ এই প্রতিপাদ্যে দীপ্তিমান ছাত্রসমাজের উদ্যোগে সাতক্ষীরা তারালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প ও সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার (৩ নভেম্বর ) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়।
    দীপ্তিমান ছাত্রসমাজের সভাপতি তৌসিফ মাহাবুবের সভাপতিত্বে  ও প্রতিষ্ঠা সদস্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আফজাল হোসেনের সঞ্চালনায়
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হাসান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ,  ফাউন্ডেশনের সদস্য ওসমান গনি  , নাজমুল, রাসেল, আরিফ বিল্লাহ, আবু হাসান, আল আমিনসহ অনেকে।
    উক্ত অনুষ্ঠানে মেডিকেল সাপোর্টে ছিলেন মোঃ মেডিকেল টেকনোলজিস্ট আব্দুর রহমান,
    নাহিদুল ইসলাম,,মোঃ আল আমিন, আসিফ ইকবাল,সেলিনা ,রিমকি(নলতা IHT)
    মোঃ নাজমুল হোসেন ,রাম প্রসাদ মন্ডল।
    উক্ত অনুষ্ঠানে মেডিকেল সাপোর্ট এ ছিলেন মোঃ আব্দুর রহমান। মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব),জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল,
    নাহিদুল ইসলাম,মোঃ আল আমিন,মোঃ আসিফ ইকবাল,সেলিনা ,রিমকি(নলতা IHT)
    মোঃ নাজমুল হোসেন- মেডিকেল টেকনোলজিষ্ট(ল্যাব),রাম প্রসাদ মন্ডল।
    সহযোগিতায় ছিল স্পন্দন ডায়াগনষ্টিক সেন্টার, সাতক্ষীরা।
    উক্ত অনুষ্ঠানটি অংশগ্রহণ করে সাফল্যমন্ডিত করেছেন স্থানীয় স্কুল , কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীরা এবং স্থানীয় লোকজন।
  • সার্চ কমিটিতে তাহসানের মা

    সার্চ কমিটিতে তাহসানের মা

    জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম জায়গা করে নিয়েছেন ইসির ছয় সদস্যের সার্চ কমিটিতে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে নির্বাচন কমিশন (ইসি) গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি (অনুসন্ধান) গঠন করেছে অন্তর্বর্তী সরকার। আজ (৩১ অক্টোবর) বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

    জিন্নাতুন নেছা তাহমিদা বেগম বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) অষ্টম চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭৭ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

    তাহসানের মা ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

    এর আগে বিসিএসের প্রশ্নে ফাঁসের ঘটনায় আলোচিত পিএসসির গাড়িচালক আবেদ আলী কাণ্ড সামনে আসার পর প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে নাম আসে জিন্নাতুন নেছা তাহমিদা বেগমের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রচার করেন, ২০০২ সালের ৯ মে পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তাহসানের মা। তিনি দায়িত্ব নেওয়ার পরই ২৪তম বিসিএস পরীক্ষার সবচেয়ে বড় প্রশ্নফাঁস কেলেঙ্কারির অভিযোগ ওঠে, যা দেশজুড়ে আলোড়ন তুলেছিল।

    পরে ২৪তম বিসিএস-এর পরীক্ষা বাতিল করা হয়। সেই বিসিএসেই পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তাহসান খান। পরে বিষয়টি নিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রচার হলে জানা যায় ঘটনাটি সঠিক নয়। ভুল তথ্য দিয়ে তাহসানকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়।

    তাহসানের কাজের খবর হচ্ছে ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন তিনি। ত্রিপল টাইম কমিউনিকেশনের আয়োজনে এই কনসার্টের মূল আকর্ষণ পাকিস্তান ও উপমহাদেশের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। এতে আরও পারফর্ম করবেন আরেক পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান। এই কনসার্টে পারফর্ম করবেন বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল।

  • হংকংয়ে সাইফউদ্দিন-জিসানের ব্যাটিং তাণ্ডব

    হংকংয়ে সাইফউদ্দিন-জিসানের ব্যাটিং তাণ্ডব

    জিসান আলম ১২ বলে ৫৫ ও মোহাম্মদ সাইফউদ্দিন ১২ বলে ৫৫ রান করেছেন

    হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস আসরে বাংলাদেশ প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে। শুক্রবার মংককের মিশন রোড গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ওমানকে ৩৪ রানে হারিয়েছে তারা। ব্যাট হাতে মোহাম্মদ সাইফউদ্দিন ও জিসান আলম রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। দু’জনই মাত্র ১২ বল খেলে ৫৫ রানের ইনিংস খেলেন।

    আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৬ ওভারে বিনা উইকেটে ১৪৭ রান তোলে। তরুন ওপেনার জিসান আলম ১২ বলে ১ চার, ৮ ছক্কায় ৫৫ রান করে স্বেচ্ছা অবসরে যান।

    এরপর সাইফউদ্দিন ব্যাটিংয়ে নেমে বিস্ফোরক ইনিংস উপহার দেন। তিনিও ১২ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৫৫ রান করার পর স্বেচ্ছা অবসরে যান। ওপেনিংয়ে নামা আরেক ব্যাটার ইয়াসির আলী রাব্বি ৯ বলে ৩ চার, ২ ছক্কায় ২৬ রানে অপরাজিত থাকেন।

    জবাব দিতে নেমে ৬ ওভারে ১১৩ রানে গুটিয়ে যায় ওমান। ওপেনার বিনায়ক শুক্লা ৮ বলে ১ চার, ৪ ছক্কায় ২৯, হাসনাইন শাহ ৫ বলে ৪ ছক্কায় ২৪, মুজিবুর আলী ৮ বলে ৩ ছক্কায় অপরাজিত ২০ এবং জিতেন রমানন্দী ৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২০ রান করেন।

    বাংলাদেশের পক্ষে জিসান আলম ১ ওভারে মাত্র ১২ রান দিয়ে ২ উইকেট নেন। এছাড়া সাইফউদ্দিন ২ ওভারে ৩২, আবু হায়দার রনি ১ ওভারে ১৯ রানে ও সোহাগ গাজী ১ ওভারে ২৮ রানে ১টি করে উইকেট নেন।

    ২ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে পয়েন্ট তালিকায় দুইয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কারও সমান ২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে লঙ্কানরা। বাংলাদেশের +৫.৬৬৭ ও শ্রীলঙ্কার ‍+৬.৩৪৭  নেট রানরেট ‍। গ্রুপের অপর দল ওমান দুই ম্যাচেই হেরেছে।

  • ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

    ভারতের ৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

    ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য বিশ্বব্যাপী ৪০০ প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৩০ অক্টোবর) মার্কিন ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞার তালিকায় চারটি ভারতীয় সংস্থার নামও রয়েছে।

    টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার কয়েকটি দেশের কয়েকশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

    মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ভারতীয় সংস্থাগুলোর একটি হলো ‘অ্যাসেন্ড অ্যাভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’। তারা ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চের মধ্যে রাশিয়া-ভিত্তিক সংস্থাগুলোতে ৭০০টিরও বেশি চালান পাঠিয়েছে। এসব চালানে দুই লাখ ডলারের বেশি মূল্যের ‘বিশেষ প্রযুক্তি’ আইটেম ছিল। ছিল যুক্তরাষ্ট্র থেকে উৎপাদিত বিমানের উপাদানও।

    নিষেধাজ্ঞার আওতায় আনা আরেকটি ভারতভিত্তিক সংস্থা ‘মাস্ক ট্রান্স’। তারা ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত রাশিয়া-ভিত্তিক এস ৭ ইঞ্জিনিয়ারিং এলএলসিকে ৩০০,০০০ ডলারেরও বেশি মূল্যের বিমানের উপাদানের মতো ‘বিশেষ প্রযুক্তি’ এইটেম সরবরাহের সঙ্গে জড়িত।

    যুক্তরাষ্ট্র ‘টিএসএমডি গ্লোবাল প্রাইভেট লিমিটেড’ নামের এরেকটি ভারত-ভিত্তিক সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। তারা রাশিয়াভিত্তিক সংস্থাগুলোতে কমপক্ষে ৪৩০০০০ ডলার মূল্যের ‘বিশেষ প্রযুক্তি’ আইটেম পাঠিয়েছে।

    এছাড়া ‘ফুত্রেভো’ নামক ভারত-ভিত্তিক আরেকটি সংস্থা নিষেধাজ্ঞার আওতায় এসেছে। রাশিয়াভিত্তিক বিশেষ প্রযুক্তি কেন্দ্রের সাথে ১.৪ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ‘বিশেষ প্রযুক্তি’ আইটেম সরবরাহের সাথে জড়িত এই প্রতিষ্ঠান।

    রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় কয়েক ডজন চীনা, হংকং, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, থাইল্যান্ড, মালয়েশিয়া, সুইজারল্যান্ড ও অন্যান্য দেশের প্রতিষ্ঠান ও ব্যক্তিরাও আছেন।

    উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নিলেও বাণিজ্যিক খাতে নিষেধাজ্ঞা আরোপের জোরাল প্রচেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি রাশিয়াকে সহায়তা দেওয়া তৃতীয় কোনো দেশকেও রেহাই দিচ্ছে না যুক্তরাষ্ট্র। এই উদ্দেশ্যে সম্প্রতি রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্কটিক এলএনজি-২ প্রকল্পে জড়িত থাকায় ভারতের দুই শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

  • সৌদি আরবে ৪ হাজার বছর আগের শহরের সন্ধান

    সৌদি আরবে ৪ হাজার বছর আগের শহরের সন্ধান

    সৌদি আরবের পবিত্র মদিনা শহরের নিকটবর্তী মরুদ্যান খাইবারের কাছে সন্ধানমিলেছে সেখানকার প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া একটি শহরের। প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, অন্তত ৪ হাজার বছর আগের পুরনো এই শহর ।

    হাজার হাজার বছর আগে মধ্যপ্রাচ্য অঞ্চলের যাযাবর পশুপালক জনগোষ্ঠী লোকালয় গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেছিলেন।সেই প্রচেষ্টারই একটি সাক্ষী এই হারিয়ে যাওয়া শহরটি

    সৌদি ও ফ্রান্সের একদল প্রত্নতাত্ত্বিকের যৌথ প্রচেষ্টায় সম্প্রতি আবিষ্কৃত শহরটির নাম রাখা হয়েছে আল-নাতাহ।

    ২ দশমিক ৬ হেক্টর আয়তনের আল-নাতাহকে ঘিরে রয়েছে ১৪ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ একটি প্রাচীরের ধ্বংসাবশেষ।প্রাচীরটির বয়সও শহরটির সমান। প্রায় ৫০০ বাড়িঘর পাওয়া গেছে আল-নাতাহে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলছে, পত্তনের ১ হাজারবছর পর, অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের ১ হাজার ৪০০ বছর আগে জনশূন্য হয়ে পড়ে আল নাতাহ।

    প্রত্নতাত্ত্বিকের দলটির নেতৃত্ব দিয়েছেন ফ্রান্সের বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ গিলাম শালোঁ।

    আল-নাতাহর স্থাপনা এবং সেখান থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন পরীক্ষা করে তারা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে যিশুখ্রিস্টেরজন্মের অন্তত ২ হাজার ৪০০ বছর আগে, অর্থাৎ আজ থেকে ৩ হাজার ৮০০ বছর আগে শহরটির পত্তন হয়েছিল। এই সময়টিহলো মানব সভ্যতার ব্রোঞ্জ যুগে প্রবেশের প্রারম্ভিককাল।

    শালোঁ জানান,অন্য কোনো জাতি বা গোষ্ঠীর আক্রমণে এই শহরটি জনশূন্য হয়নি। কারণ, সৌদির উত্তর-পশ্চিমাঞ্চলের আগ্নেয় শিলা বা ব্যাসল্ট দ্বারা গঠিত পর্বতমালা এই শহরটির সুরক্ষার জন্য যথেষ্ট ছিল। তিনি বলেছেন, ‘ঠিক কী কারণে হঠাৎ করে শহরটি জনশূন্য হয়ে গেল, তা আমরা এখনো জানতে পারিনি।’

    এএফপিকে শালোঁ আরো জানান, আল-নাতাহরের পত্তন হয়েছিল, যখন ভূমধ্যসাগরের তীরে বর্তমান সিরিয়া, জর্ডান ও ইরাকে  মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠছিল। তবে এখানে রাজা-প্রজা ও ধনী-দরিদ্রের বিভাজন এত বেশি ছিল না, যেমন টা মেসোপটেমিয়ার বিভিন্ন শহরে ছিল, তুলনামূলকভাবে অনেক সমতাপূর্ণ সমাজ ছিল আল-নাতাহে।

  • আপনারা কোনোদিন পরিষ্কার নদী দেখেননি

    আপনারা কোনোদিন পরিষ্কার নদী দেখেননি

    আপনারা কোনোদিন পরিষ্কার নদী দেখেননি: পানিসম্পদ উপদেষ্টা

    পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এখনকার প্রজন্ম পরিষ্কার নদী দেখে নাই, পরিষ্কার খাল দেখে নাই। আমরা নদীর জন্য মন খারাপ করি, কারণ আমরা ছোটবেলায় পরিষ্কার নদী দেখেছি।

    নতুন প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কোনোদিন পরিষ্কার নদী দেখেননি, নদী পরিষ্কার হলে এটা কেমন হয়! মানুষের কত কাজে লাগে এটা আপনারা জানেন না। আজকে আপনাদের হাত দিয়ে যে খালটা পরিষ্কার হবে, এই খালটা যেন আগামীতেও পরিষ্কার থাকে। আগামী দিনের নেতা হিসেবে এ দায়িত্বটা কিন্তু আপনাদেরকে নিতে হবে।

    শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর রামপুরা-জিরানী খাল পরিচ্ছন্নকরণ অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

    উপদেষ্টা বলেন, আজকে সারা দেশে ৬৪ জেলায় নির্বাচিত ৬৪টি খাল/ জলাশয় পরিচ্ছন্নকরণ অভিযানের ধারণাটি এসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এবং এটাই হচ্ছে যুবকদের শক্তি।

    তিনি বলেন, এই খাল পরিচ্ছন্নকরণ অভিযানে অংশ নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন বোর্ড, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনসহ অনেকেই। যারা বলেন সরকারের মধ্যে সমন্বয় নেই, কো-অর্ডিনেশন নেই, আমরা কিন্তু তা আস্তে আস্তে ভুল প্রমাণ করেছি। জাতীয় স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের এই খাল পরিচ্ছন্নকরণ অভিযান অত্যন্ত সুসমন্বয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে এটাই তার বড় প্রমাণ

  • হাতি গর্তে পড়েছে ভেবে চামচিকা লাথি মারছে: জিএম কাদের

    হাতি গর্তে পড়েছে ভেবে চামচিকা লাথি মারছে: জিএম কাদের

    জাতীয় পার্টিকে নিয়ে জাতীয় নাগরিক কমিটির সমালোচনা প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘হাতি গর্তে পড়েছে মনে করে চামচিকা লাথি মারছে। তাদের অনেকের রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নেই।

    পানিতে না নামলে তো সাঁতার কাটা শেখা যায় না। তারা তো এখনো পানিতেই নামেনি। তারা আমাদের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলছে। আমরা তাদের কোনো আস্ফালনে ভয় পায় না। তারা ভবছে, জাতীয় পার্টি না থাকলে জাতীয় পার্টির ভোটগুলো তারা পাবে। কিন্তু না আমরা না থাকলে আমাদের ভোটগুলো আওয়ামী লীগ ও বিএনপির মতো বড়দলগুলো পাবে।’

    শুক্রবার (১ নভেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    আগামীকাল জাতীয় পার্টির সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যোগ দিতে পারে এমন অভিযোগ প্রশ্নে জিএম কাদের বলেন, ‘কোনো লোক আসলে আমরা কি বেছে বেছে বাদ দিতে পারবো? আর এলে ওদের ক্ষতিটা কী? তারা তো বাংলাদেশের নাগরিক, তারা যাদি আসতে চায়।’

    এ সময় কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবি করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘জাতীয় পার্টি জনগণের জন্য রাজনীতি করছে ভবিষ্যতেও করবে। কোনো শক্তিই তাদের দমাতে পারবে না।’

    তিনি বলেন, ‘ছাত্র আন্দোলনের পক্ষে থাকা সত্বেও তাদের বিরুদ্ধে নির্বিচারে মামলা দেওয়া হচ্ছে। বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন হলেও দেশ এখনো দুইভাগে বিভক্ত। এ সময় জাতীয় পার্টিকে কাছে টানার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান জিএম কাদের।

    জি এম কাদের অভিযোগ করেন, ‘দেশ বিভক্ত করে দেওয়া হচ্ছে। কে দোষী, কে নির্দোষ তারা ঠিক করে দিচ্ছে। এই রকম করেছিল শেখ হাসিনা। শাসকগোষ্ঠী বিচারের ঊর্ধ্বে। অফিস জ্বালিয়ে দেবেন, আইনের আওতায় আনা যাবে না?’ তিনি দাবি করেন, ‘হাজার হাজার নিরপরাধ মানুষকে মামলার নামে হেনস্তা করা হচ্ছে।’

    শেখ হাসিনার শাসনামলের মতো আমরা আবারও বৈষম্যের শিকার বলে উল্লেখ করে জি এম কাদের। তিনি বলেন, ‘২ নভেম্বর আমাদের সমাবেশ হবেই। অন্যায় দেখলে প্রতিবাদ করব। প্রয়োজনে জীবন দেব। ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের বিরুদ্ধে।’

    বিচার বিভাগের নিরপেক্ষতা দাবি করে জি এম কাদের বলেন, ‘হামলার বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি। হাতি গর্তে পড়েছে বলে এখন চামচিকাও লাথি মারে। তবে আমরা ভিত নই।’