Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
Hasan, Author at Daily Dakshinermashal - Page 28 of 82

Author: Hasan

  • একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়,

    একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়,

    একাত্তর আর চব্বিশ আলাদা কিছু নয়, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

    বুধবার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তার অভিযোগ, যারা একাত্তর আর চব্বিশকে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়।

    নাহিদ আরও বলেন, ক্ষমতায় বসার জন্য যদি নির্বাচন চাপিয়ে দেওয়া হয় তা মানা হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে বলেও জানান তিনি।

    এছাড়া সংবিধান আঁকড়ে রেখে পুরোনো বন্দোবস্তেই দেশকে নিয়ে যাওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ নাহিদ ইসলামের। এর আগে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এনসিপি নেতারা।

  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

    সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

    সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক রিপন সরকার (২০) মারা গেছে। খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ মার্চ) ভোর রাত দেড়টার দিকে সে মারা যায়।

    নিহত রিপন সরকার সাতক্ষীরা পৌর শহরের পারকুখরালী এলাকার স্বপন সরকারের ছেলে।

    এর আগে সোমবার (২৪ মার্চ) বিকাল পৌনে পাঁচটার দিকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছাতিন ইশরাক (১৯) নামের এক যুবক।

    গুরুতর আহত অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে শহরের পারকুখরালী এলাকার সুশীল মাস্টারের ছেলে চন্দন (২০)।

    এর আগে সোমবার (২৪ মার্চ) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ছাতিন ইশরাক, রিপন সরকার ও চন্দন নামে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।

    স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হতে থাকলে বিকালে তাদের তিনজনকে খুলনায় পাঠানো হয়। এদের মধ্যে ছাতিন ইশরাককে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং চন্দন ও রিপনকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল পৌনে পাঁচটার দিকে ছাতিন ইশরাক মারা যায়।

    এদিকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর রাত দেড়টার দিকে মারা যায় রিপন সরকার। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ সাতক্ষীরায় আনা হবে বলে জানিয়েছে নিহতের পরিবারের সদস্যরা

    সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

  • মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।
    বুধবার (২৬মার্চ) সকালে তিনি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন।
    এসময় পুষ্পস্তবক অর্পণের শেষে স্বাধীনতা যুদ্ধে শহীদ পুলিশদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।
    এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মুকিত হাসান খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),জনাব  শেখ ইমরান হোসেন বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধাগণ,বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
  • সাতক্ষীরা জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

    সাতক্ষীরা জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

    সাতক্ষীরা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করেছে। এইচ এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্যসচিব করে সাতক্ষীরা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটিতে যারা আছেন- যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, মো. আখতারুল ইসলাম, সদস্য এড. সৈয়দ ইফতেখার আলী, আব্দুল আলিম, হাবিবুর রহমান হাবিব, শেখ তারিকুল হাসান, মাস্টার আব্দুল ওয়াহেদ, অধ্যক্ষ রইচ উদ্দিন, মো. আব্দুর রশিদ, সম হেদায়েতুল্লাহ, জিএম লিয়াকত আলী, শেখ সিরাজুল ইসলাম, শেখ এবাদুল ইসলাম, মৃণাল কান্তি রায়, মহিউদ্দীন সিদ্দিক, শের আলী, সোলাইমান কবির, অধ্যক্ষ শফিকুল ইসলাম, শেখ মাসুম বিল্লাহ শাহীন, আব্দুর রকিব মোল্ল্যা, ইঞ্জি: মো. আয়ুব হোসেন, এড. নুররুল ইসলাম, ইব্রাহিম হোসেন, আশেক এলাহী মুন্না, আসাফুর রহমান তুহিন, অধ্যাপক আতাউর রহমান ও মো. নুরুজ্জামান।

    প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি জেলা বিএনপির পূর্বের আহ্বায়ক কমিটি বাতিল করে এইচ এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্যসচিব করে ৬ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

  • বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি : প্রধান উপদেষ্টা

    বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি : প্রধান উপদেষ্টা

    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত হবে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এদেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাটতন্ত্র ও গুম-খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করা হয়েছে।

    মঙ্গলবার (২৫ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    স্বাধীনতা যুদ্ধে সব বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধান উপদেষ্টা।

    জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের কারণে আমরা একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এ সুযোগ আমরা কোনোক্রমেই বৃথা যেতে দেব না।

    তিনি বলেন, আজকের অনুষ্ঠানে আমাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, মরণোত্তর পুরস্কার দেওয়ার চাইতে জীবদ্দশায় পুরস্কার পেলে যে আনন্দ, দেশের জন্য, পরিবারের জন্য, ব্যক্তির জন্য; তা মরণোত্তর পুরস্কারে পাওয়া যায় না। যাকে আমরা সম্মান দেখাচ্ছি তিনি আমাদের সঙ্গে নেই।

    প্রধান উপদেষ্টা বলেন, আমরা যেন আগামীতে একটা নিয়ম করতে পারি, যাদের মরণোত্তর পুরস্কার দেওয়ার তাদের পালা শেষ করে দিয়ে যারা জীবিত অবস্থায় আছেন তাদেরকে যেন পুরস্কার দেই। তাদের প্রতি সম্মানটা আমরা দেই। তারা আমাদের জাতিকে মহান উচ্চতায় নিয়ে গেছেন। পুরস্কার দিয়ে আমরা শুধু তাদেরকে সম্মানিত করছি না। আমরা বরং জাতি হিসেবে নিজের সম্মান তাদের মাধ্যমে পাচ্ছি। তারা প্রত্যেকে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুল পরিচিত। তারা জাতির জন্য অনেক কিছু দিয়ে গেছেন। তাদের জীবদ্দশায় স্মরণ করতে না পারলে আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাবো। যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই, যথাসময়ে আমরা যেন তা দেই।

    অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এই বছর সরকার ছয় জন বিশিষ্ট নাগরিককে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। তারা সবাই বাংলার সূর্যসন্তান।

    পুরস্কারপ্রাপ্তদের স্মরণ করে প্রফেসর ইউনূস বলেন, অধ্যাপক জামাল নজরুল ইসলাম একজন বিশ্ববরেণ্য বিজ্ঞানী। পৃথিবীর নামকরা সব বিজ্ঞানীরা তাকে চেনেন। তিনি সবসময় প্রকৃতি ও মানুষের কল্যাণে নিয়োজিত ছিলেন। আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল কবি। তার কবিতা বহু কবি, লেখক, পাঠককে অনুপ্রাণিত করেছে। বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’-এর প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ও এর পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত ছিলেন। লন্ডনের ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে তিনি ব্র্যাক গড়েছিলেন। প্রান্তিক গরিব মানুষের জীবনমান উন্নয়নসহ বহুমুখী কাজে ব্র্যাক এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে আমরা আনন্দিত উল্লেখ করে তিনি বলেন, তার সম্মাননা স্মারক আমাদের পরের প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে জাতীয় জাদুঘরে সংরক্ষিত থাকবে। বাংলার সঙ্গীত ও আর্টের দুই উজ্জ্বল নক্ষত্র আজম খান ও নভেরা আহমেদ। পূর্ব বাংলায় নভেরার হাতেই প্রথম ভাস্কর্যের উদ্বোধন হয়। তিনি আধুনিক ভাস্কর্যের পথিকৃত। আর বাংলা পপ গানের সম্রাট আজম খান মহান মুক্তিযুদ্ধে গান গেয়ে এদেশের তরুণদের অনুপ্রেরণা যুগিয়েছেন। তিনি সমাজের বঞ্চিত মানুষের জন্য গান করেছেন। আজম খান দেশের হাজারো তরুণ সংগীতশিল্পীর আইকন। যে জেন-জি প্রজন্ম, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের অনুপ্রেরণার নাম বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। সে ন্যায়বিচারের জন্য, বাকস্বাধীনতার জন্য জোরালো প্রতিবাদ করে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিল। তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।

    যারা আজ এ সম্মাননা পেলেন তারা জীবদ্দশায় এ প্রাপ্তি দেখে যেতে পারেননি, এটা অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আজকের দিনে তাদের অবদানকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। এই সূর্যসন্তানদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

    ড. ইউনূস বলেন, জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আজ আপনাদের স্বজনরা সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। দেরিতে হলেও তাদেরকে এই স্বীকৃতি ও সম্মান প্রদান করতে পেরে আমরা আনন্দিত। তাদের কাজ যুগ যুগ ধরে, প্রজন্ম থেকে প্রজন্মে তরুণদের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দেবে।

  • ৫ দিনের ব্যবধানে গাজার দুই প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল

    ৫ দিনের ব্যবধানে গাজার দুই প্রধানমন্ত্রীকে হত্যা করল ইসরায়েল

    আর্ন্তজাতিক ডেসকফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম দখলদার ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। গত ১৮ মার্চ সাবেক প্রধামন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে দখলদাররা। এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন।

    দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইসমাইল বারহুমের নিহত হওয়ার তথ্য জানান।

    এরআগে রোববার (২৩ মার্চ) রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তাকে হত্যা করা হয়েছে।

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রোববার সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী ‘সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।’

    প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের কথা উল্লেখ করে এই দখলদার বলেন, “ইসমাইল ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। তিনি সাবেক প্রধানমন্ত্রী ইশাম দা-লিসের স্থলাভিষিক্ত হয়েছিলেন। যাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে।”

    ইসমাইল বারহুমকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলাটি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এবং বিবিসি অ্যারাবিকে ধরা পড়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আলজাজিরার সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ঠিক তখন হঠাৎ করে মিসাইল সদৃশ্য কিছু একটি এসে হাসপাতালটিতে আঘাত হানে।

    এরপরই সেখানে আগুন লেগে যায়। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। তবে হাসপাতালটি হামলায় নতুন করে আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ করলে উভয়েই হেরে যাবে : চীনা প্রধানমন্ত্রী

    চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ করলে উভয়েই হেরে যাবে : চীনা প্রধানমন্ত্রী

    চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে বিশ্বে যেন আবারও ফিরে এসেছে বাণিজ্যযুদ্ধ। ট্রাম্প ক্ষমতায় এসেই চীনের পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

    পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে চীনও। এমন অবস্থায় দুই পরাশক্তির শুল্ক যুদ্ধের মধ্যে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক ‘গুরুত্বপূর্ণ’ সন্ধিক্ষণে রয়েছে বলে জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

    তিনি বলেছেন, চীন এবং আমেরিকা শান্তি স্থাপন করলে উভয় দেশই লাভবান হবে। এমনকি চীন এবং আমেরিকা যুদ্ধ করলে উভয়েই হেরে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার (২৩ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    বার্তাসংস্থাটি বলছে, বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে বলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং মার্কিন সিনেটর স্টিভ ডেইন্স এবং বেইজিংয়ে মার্কিন ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় জানিয়েছেন।

    ইংরেজি ভাষার চায়না ডেইলি সংবাদপত্র অনুসারে লি বলেন, “চীন এবং আমেরিকা যদি শান্তি স্থাপন করে, তাহলে আমরা উভয়েই লাভবান হব; যদি তারা যুদ্ধ করে, তাহলে আমরা উভয়েই হেরে যাব। সংঘর্ষের পরিবর্তে আমাদের সংলাপ এবং উইন-উইন সহযোগিতার মাধ্যমে লড়াই করা উচিত। আমরা আশা করি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সুস্থ, স্থিতিশীল এবং টেকসই উন্নয়নের জন্য একসাথে কাজ করবে চীন এবং আমেরিকা।”

    চীনের এই প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, চীন সর্বদা “যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের কোম্পানিগুলোকে (চীনা ভূখণ্ডে) স্বাগত জানায়” এবং “তাদের বৈধ দাবিগুলো সক্রিয়ভাবে পূরণ করার পাশাপাশি দেশি-বিদেশি কোম্পানিগুলোকে সমানভাবে বিবেচনা এবং একটি সুস্থ ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলবে চীন।”

    মার্কিন সিনেটর স্টিভ ডেইন্স বলেন, “আমরা যখন চীনের দিকে তাকাই, তখন দেখি- ১৯৯১ সালে চীনের অর্থনীতি প্রায় ৫০০ বিলিয়ন ডলার বা তারও কিছু বেশি ছিল। গত ৩৪ বছরে আমরা চীনের বৃদ্ধি এবং পরিবর্তন লক্ষ্য করেছি।”

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ডেইন্সও অদূর ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে আরও উচ্চ-স্তরের সংলাপের আশা প্রকাশ করেছেন। মার্কিন এই সিনেটর এর আগে আমেরিকান ব্যবসায়িক নির্বাহীদের সাথে বেইজিংয়ে বার্ষিক চীন উন্নয়ন ফোরাম ২০২৫-এ যোগ দিয়েছিলেন।

    চীনা অর্থনীতির সুযোগ ও চ্যালেঞ্জ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য ব্যবসায়ীদের দুই দিনের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাদের অনেকেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

    চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী লি বিদেশি বিনিয়োগকারীদের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছেন। এছাড়া বহিরাগত চ্যালেঞ্জ মোকাবেলায় লি কিয়াং বলেন, “সম্ভাব্য অপ্রত্যাশিত ধাক্কার জন্য প্রস্তুত” চীন।

  • পছন্দের মাঠ না পাওয়ায় ক্ষোভ বাফুফের

    পছন্দের মাঠ না পাওয়ায় ক্ষোভ বাফুফের

    কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও বা অঝোর ধারা। শিলংয়ের আকাশ থেকে রোববার দুপুর থেকেই অনবরত বৃষ্টি ঝরেছে। মেঘালয়ের রাজধানীতে এমনিতেই প্রচুর ঠান্ডা। বজ্রবৃষ্টিতে তাই বেড়েছে শীতের প্রকোপ। মেঘালয় রাজ্যে মেঘের খেলা হবে না, তা কী করে হয়? তবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে খেলতে হচ্ছে অন্য খেলা। মাঠের বাইরে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে অনুশীলন ভেন্যু নিয়ে গত কয়েক দিন রীতিমতো যুদ্ধ চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।

    বাংলাদেশ কোচ ক্যাবরেরা চেয়েছিলেন গতকাল অন্তত মূল ভেন্যুর ঘাসের মাঠে অনুশীলন করতে। কিন্তু তাদের দেওয়া হয়েছে সেই ভেন্যুর পাশে আর্টিফিশিয়াল টার্ফের গ্রাউন্ড। বাংলাদেশ দলের টিম ম্যানেজার আমের খানের অভিযোগ, ভারতীয় দল মূল ভেন্যুতে অনুশীলন করতে পারলে অতিথি হয়ে তারা কেন পাবেন না সেই সুযোগ। কিন্তু স্বাগতিক ভারত নিয়মের কথা সামনে এনে বাংলাদেশ দলকে এই সুযোগ দেয়নি।

    এ ব্যাপারে এএফসির নিয়ম হচ্ছে, ম্যাচের ৪৮ ঘণ্টা আগে নির্দিষ্ট শহরে পৌঁছাতে হবে অতিথি দলকে। ম্যাচ ভেন্যুতে সফরকারীদের আগের দিন অনুশীলন করতে দেওয়া বাধ্যতামূলক। তার এক দিন আগে অনুশীলন ভেন্যুর (ম্যাচ ভেন্যুর বাইরে) ব্যবস্থা করে দেওয়া স্বাগতিক ফেডারেশনের দায়িত্ব।

    সেই হিসেবে ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটি যে ভেন্যুতে হবে, সেই জওহরলাল স্টেডিয়ামে আজ বিকেল কিংবা সন্ধ্যায় বাংলাদেশ দল অনুশীলন করবে। ম্যাচের পাঁচ দিন আগে শিলং চলে আসায় নেহু গ্রাউন্ডে প্রথম দিন অনুশীলন করার পর ভেন্যু নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ক্যাবরেরা। শনিবার জওহরলাল নেহরু স্টেডিয়ামের পাশের মাঠে অনুশীলন করতে গিয়ে ফ্লাডলাইট বিড়ম্বনায় পড়তে হয়েছে জাতীয় দলকে। দেশ থেকে টাকা পাঠানোর পর সেদিন অনুশীলন করে বাংলাদেশ দল।

    রোববার দুপুর পর্যন্ত অনুশীলন ভেন্যু চূড়ান্ত করতে পারছিল না বাফুফে। একবার বলেছে নেহু গ্রাউন্ড আবার জওহরলাল স্টেডিয়ামের টার্ফের মাঠ। এমন দোটানায় থাকতে থাকতে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় অর্থাৎ অনুশীলন শুরুর ৩০ মিনিট আগে বাফুফে থেকে জানানো হয় টার্ফের মাঠেই হবে অনুশীলন। ক্ষুব্ধ বাংলাদেশ ফুটবল দলের কর্তারা। পছন্দের ভেন্যু না পাওয়ায় ভারতের বিপক্ষে অসহযোগিতার অভিযোগ এনেছেন জাতীয় দলের ম্যানেজার আমের খান, ‘আজ (রোববার) ম্যাচ কমিশনারের সঙ্গে সকালে কথা হয়েছে। আমরা বললাম, যেহেতু অফিসিয়াল ডে আর ভারত যেহেতু ম্যাচ ভেন্যুতে সকালে অনুশীলন করেছে, তাহলে আমাদেরও এই ভেন্যুতে অনুশীলন করার সুযোগ দেওয়া হোক। যখন দেখলাম সেই সুযোগ তারা দিচ্ছে না, তখন আমি বাফুফে সভাপতির সঙ্গে কথা বলে বিষয়টি জানাই। তিনি এএফসির সঙ্গে কথা বলেন। তার পর আমাদের টার্ফের এই ভেন্যুতে অনুশীলন করার অনুমতি দিয়েছে।’

    গুরুত্বপূর্ণ তিন ফুটবলার ইনজুরির কারণে এমনিতেই ভারতীয় দল কিছুটা দুর্বল। আর প্রতিপক্ষ দলে যেহেতু হামজা চৌধুরীর মতো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার আছেন, স্বাগতিকরা চাইবে তিনি যেন দলের সঙ্গে মানিয়ে উঠতে না পারেন। সে জন্য নানাভাবে প্রতিপক্ষ দলকে ভারত বেকায়দায় ফেলার চেষ্টা করবে এটা স্বাভাবিক ব্যাপার। ভেন্যু নিয়ে এত নাটকীয়কতার পেছনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও নিজেদের দায় এড়াতে পারে না। সৌদি আরবে গিয়ে যে ক্যাম্প করেছিল, তার প্রস্তুতি তো এক মাস আগে নিয়েছিল। তাহলে পাঁচ দিন আগে ভারতে আসার পরিকল্পনা নিলেও তার বাস্তবায়ন করতে ব্যর্থ দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কর্তারা। তাদের পরিকল্পনার ঘাটতি দেখছেন ফুটবল সংশ্লিষ্টরা।

    আগে থেকেই যদি কোনো কর্মকর্তাকে পাঠিয়ে অনুশীলন ভেন্যুসহ সবকিছু ঠিক করে যেত, তাহলে এই সমস্যা হতো না বলে জানান ম্যানেজার আমের খান, ‘জুনে সিঙ্গাপুরের সঙ্গে ঢাকায় বাংলাদেশের ম্যাচ। এখন থেকেই তাদের এক কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করছে এপ্রিলে বাংলাদেশে আসতে। তারা মাঠ ভেন্যু, অনুশীলন ভেন্যু দেখে যেতে চায়। আমি মনে করি, ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আমাদের এখানে কাউকে আগে পাঠানো উচিত ছিল। তাহলে অন্তত এই সমস্যায় পড়তে হতো না।’

  • শ্যামনগরে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    শ্যামনগরে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সাতক্ষীরার শ্যামনগরের মাদার নদীর চরের গাছ থেকে ইয়াছিন আলম (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার কালিঞ্চী এলাকা থেকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

    ইয়াছিন আলম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত জাবেদ আলী গাজীর ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে ইটভাটা থেকে জয়াখালী গ্রামের বাড়িতে আসে ইয়াছিন আলম। রোববার দুপুরের দিকে তালাক দেওয়া প্রথম স্ত্রীর সাথে ফোনে কথা বলা নিয়ে বাদানুবাদের জেরে তাকে মারপিট করে তার বর্তমান স্ত্রী ও শ্যালকরা। এ ঘটনার পর সে বাড়ি থেকে চলে যায়। এক পর্যায়ে রাতে বাড়িতে ফিরে ইয়াছিন পাল্টা তার স্ত্রীকে মারধর করে। এসময় সেখানে উপস্থিত তার শ্যালকসহ অন্যরা ধাওয়া করলে সে বাড়ির পার্শ্ববর্তী মাদার নদীতে ঝাপিয়ে পড়ে। সোমবার ভোরে কালিঞ্চী এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

    এদিকে আব্দুল হামিদসহ স্থানীয় অপর একটি সূত্রের দাবি, তালাক হওয়া স্ত্রীর সাথে কথোপকথন নিয়ে বর্তমান স্ত্রীর সাথে ইয়াছিনের ঝগড়া হয়। এ ঘটনার জেরে একমাত্র পুত্রের (ইয়াসিনের ছেলে) হাতে জমির দলিল পৌঁছে দেয়ার জন্য জনৈক রাশিদুল ইসলামকে দায়িত্ব দিয়ে সে আত্মহত্যা করেছে।

    এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। ময়না তদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণের চেষ্টা চলছে। মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

  • দশম হতে নবম গ্রেডে উন্নীতকরণের দাবীতে সাতক্ষীরায় ইউএপিইও পদে কর্মরত কর্মকর্তাদের সংবাদ সম্মেলন

    দশম হতে নবম গ্রেডে উন্নীতকরণের দাবীতে সাতক্ষীরায় ইউএপিইও পদে কর্মরত কর্মকর্তাদের সংবাদ সম্মেলন

    সাতক্ষীরা প্রতিনিধি
    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পয়ায়ের উপজেলা ও থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) পদে কর্মরত কর্মকর্তাদের গ্রেড(১০ম হতে ৯ম) উন্নীতকরণের দাবী জানিয়েছেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। রোববার সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসোসিয়েশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও আশাশুনি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার একেএম মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা ও থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদটি ১৯৯৪ সলে সংশোধিত নিয়োগবিধি অনুযায়ি ১০ গ্রেডে ইন্নীত করা হয়। সে সময়ের অধস্তন প্রধান শিক্ষক পদটি ১৭তম গ্রেডে এবং সহকারী শিক্ষক পদটি ১৮তম গ্রেডে ছিল। পরবর্তিতে প্রধান শিক্ষক পদটি কয়েক দফায় উন্নীত করার ফলে ২০১৪ সালে ১১তম গ্রেড এবং সম্প্রতি উচ্চতর আদালতের রায়ে ১০ম গ্রেড ও সহকারী শিক্ষক পদটি চার দফায় ২০২০ সালে ১৩তম গ্রেডভুক্ত হয়। কিন্তু দীর্ঘ ৩০ বছর ধরে ইউএপিইও পদটি ১০ম গ্রেডেই অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত এমএফ (আইসি) ২/৭৩/৩ নং স্মারক অনুযায়ী নন ক্যাডার ১ম শ্রেণির (৯ম গ্রেড) কর্মকর্তার জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা এবং ইউএপিইওগণের নিয়োগবিধিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলী একই। এছাড়া ইউএপিইওগণ তাদের চাকুরীর কর্মপরিধির বাহিরে বিভাগীয় কাজের পাশাপাশি অন্যান্য বিভাগের ৯ম গ্রেডের কর্মকর্তাগণের ন্যায় সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করে থাকেন। বর্তমানে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদিত পদসংখ্যা ২৬০৭ টি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদসংখ্যা ৫১৬ টি। নিয়োগবিধি অনুযায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদের ৫০ শতাংশ হিসেবে ২৫৮টি পদে প্রতি ১০ জনে ১ জন ইউএপিইও পদোন্নতির সুযোগ রাখা হয়েছে। ফলে উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারগণ দীর্ঘ ২০/২৫ বছর যাবৎ একই পদে চাকুরী করছেন, এমনকি অধিকাংশ কর্মকর্তা একই পদে থেকে অবসরে যাচ্ছেন। ফলে তাদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে এবং কর্মস্পৃহা হ্রাস পাচ্ছে। তাদের পদমর্যাদা বৃদ্ধি করা হলে পদোন্নতির প্রত্যাশা অনেকাংশে পূরণ হবে এবং কর্ম উদ্দীপনা বৃদ্ধি পাবে। মোস্তাফিজুর রহমান আরো বলেন, সহকারী উপজেলা/ থানা শিক্ষা অফিসারগণ দীর্ঘদিন যাবৎ এ পদটিকে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবী জানিয়ে আসছে। ইউএপিইও এর পদটি ৯ম গ্রেডে উন্নীত করা হলে সরকারের তেমন আর্থিক সংশ্লিষ্টতা এবং বাড়তি বরাদ্দের প্রয়োজন হবে না। কারণ অধিকাংশ ইউএপিইওগণ ১০ম গ্রেড হতে উচ্চতর গ্রেড/টাইম স্কেল/সিলেকশন গ্রেড পেয়ে ইতোমধ্যে ৭ম, ৮ম ও ৯ম গ্রেডে বেতন ও ভাতাদি প্রাপ্ত হচ্ছেন। এমতাবস্থায়, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, মাঠ পর্যায়ে কাজের গতিশীলতা বৃদ্ধি ও প্রাথমিক শিক্ষা প্রশাসনের শৃংখলা/চেইন অব কমান্ড বজায় রাখার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কর্মরত ‘উপজেলা/থানা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার’ পদে কর্মরত কর্মকর্তাগণের গ্রেড ১০ম হতে ৯ম গ্রেড-এ উন্নীতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি প্রধান উপদেষ্টা বরাবর জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তালা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহা: ওবায়দুল্যহিল আসলাম, মো: আলমগীর হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, অসীম কুমার সরকার, বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের সম্পাদক ও কালিগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ,কে এম, মোস্তাফিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, নয়ন কুমার সরকার, শ্যামনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহাগ হোসেন, প্রকাশ চন্দ্র মন্ডল, কলারোয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম মফিজুল ইসলাম, দেবহাটা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুনীর আহমেদ, আশাশুনি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: সোহাগ আলম প্রমুখ।

  • হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে তামিম ইকবাল

    হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে তামিম ইকবাল

    মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্যই সাবেক হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না।

    শেষ পর্যন্ত সাভারেই জরুরিভিত্তিতে তাকে হাসপাতালে নেয়া হয়। বিকেএসপির পাশেই ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল।

    এদিকে, তামিম ইকবালের সবশেষ অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। জবাবে ঢাকা পোস্টকে জানালেন, বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

    ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী পৌছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা। এদিকে আজ হওয়ার কথা ছিল বিসিবির বোর্ড মিটিং। তবে সেটি শেষ পর্যন্ত স্থগিত হয়ে গিয়েছে।

  • বড়দলে স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বিষয়ক কমিটির সভা

    বড়দলে স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বিষয়ক কমিটির সভা

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনিতে স্যানিটেশন, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বিষয়ক কমিটিসহ সকল স্ট্যান্ডিং কমিটি সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় বড়দল ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায়, রুপান্তরের গোফরইমপ্যাক্ট প্রজেক্টের মাধ্যমে ও বড়দল ইউনিয়ন পরিষদের আয়োজনে এ পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন বিষয়ক কমিটিসহ সকল স্ট্যান্ডিং কমিটি সক্রিয়করণ ও ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত হয়।
    সভায় সভাপতিত্ব করেন বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক বিল্লাল, এসময়  স্ট্যান্ডিং কমিটি ও ইউডিসিসি কমিটি সদস্যবৃন্দ। রুপান্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাহিদ হাসান উদয়, সৌমিক দত্ত ও ইউনুচ আলী সহ সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সভাপতির বক্তব্যে বলেন ইউনিয়নের নিরাপদ পানির সমস্যা, জলাবদ্ধতা, লবণাক্ততা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, স্যানিটেশন ব্যবস্থা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে সভাপতি বলেন ইউনিয়নের উন্নয়ন অব্যাহত রাখতে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি খুবই গুরুত্বপূর্ণ। তাই নিয়ম অনুযায়ী দুই মাস পর পর এই কমিটির সভা আয়োজন করতে হবে।
  • এসএসসিতে যশোর বোর্ডে কমেছে ২১ হাজার পরীক্ষার্থী

    এসএসসিতে যশোর বোর্ডে কমেছে ২১ হাজার পরীক্ষার্থী

    মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০ এপ্রিল। এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ড থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী। গত বছর (২০২৪) সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার ৭০০ জন। অর্থাৎ, এ বছর ২১ হাজার ৬৩৬ জন পরীক্ষার্থী কমেছে। যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

    শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষার্থীদের মধ্যে ৬৯ হাজার ৮৫ জন ছাত্র ও ৭১ হাজার ৯৭৯ জন ছাত্রী। বিভাগ ভিত্তিক পরীক্ষার্থীদের সংখ্যা হলো- বিজ্ঞান বিভাগে ৪০ হাজার ১৪৪ জন, মানবিক বিভাগে ৮৫ হাজার ২৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৬৮২ জন। গত কয়েক বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

    এ বিষয়ে কয়েকজন প্রধান শিক্ষক জানান, পূর্বে অনেক শিক্ষার্থীকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে বাধ্য হতে হতো, যা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির চাপে করা হতো। বর্তমানে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অ্যাডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভাপতির দায়িত্ব পালন করছেন। এতে প্রধান শিক্ষকরা আর অনৈতিক চাপের মুখে নেই। এবার টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। ফলে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে, আশা করা হচ্ছে, এবারের পরীক্ষার ফলাফল আগের বছরের তুলনায় ভালো হবে।

    পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেছেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষাবোর্ডের ২৯৯টি পরীক্ষা কেন্দ্র সচিবদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ নিশ্চিত করা হবে এবং পরীক্ষায় শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে এবং লাল পতাকা চিহ্নিত করা হবে। পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যতীত অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। পরীক্ষার সময় কোনো শিক্ষক বা কর্মকর্তা আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কোনো শিক্ষকের কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে দায়িত্ব থেকে সাথে সাথে অব্যাহতি দেয়া হবে। পরীক্ষা সংক্রান্ত আইন মেনে চলতে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

  • তালা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত

    তালা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি:
    সাতক্ষীরা জেলার তালা উপজেলায়  তালা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার পার্টির আয়োজন করা হয়।
    শনিবার ২২শে মার্চ  বিকাল ৪ ঘটিকায় তালা উপজেলা সম্মেলন কেন্দ্রের হল রুমে তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠুর পরিচালনায়, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আকবর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল। তিনি বলেন তালা উপজেলার অবহেলিত জনপদকে সৌন্দর্যমন্ডিত করার এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াত ইসলাম সাতক্ষীরা জেলার নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক। তিনি বলেন সৎ প্রশাসক, সৎ সাংবাদিক একটা জাতির জন্য বিশেষ উপাদান।যখন বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন এর পরিবর্তে অন্যদিকে নিয়ে যাবে  তখন দেশের অমঙ্গল বয়ে আসবে। সকল সাংবাদিকদের নিজ নিজ জায়গায়  অবস্থান করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে।   বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক। তিনি বলেন এই  সেই  রমজান মাস যে মাসে কুরআন নাযিল করা হয়েছে।ভালো কাজ করতে হবে, সত্য কথা  বলা, মানুষকে ফাঁকি না দেওয়া।
    বক্তব্য রাখেন  যুব নেতা আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন তালা উপজেলা ছাত্রদলের জন্য যুগ্মআহবায়ক ও তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু সাঈদ। উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক হাসানুর রহমান হাসান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি  আল-জামানুল বান্না।
    অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক বৃন্দ এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুধীজন  উপস্থিত ছিলেন।মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা তৌহিদুর রহমান।
  • আশাশুনিতে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে

    আশাশুনিতে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে

    “মাটির নিচে পানি অশেষ নয়,
    আপনার সন্তানের স্বার্থে পানি ব্যবহারে যত্নশীল হউন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে হিজলিয়া ঘোলা খেয়া-ঘাটে এ পানি দিবস পালিত হয়। শনিবার সকাল ১০টায় সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায়, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ও রূপান্তরের আয়োজনে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপান্তর এনজিওর সৌমিক দত্ত, ইউনুচ আলী, মিনহাজুল হক সহ রূপান্তরের প্রতিনিধিগণ, ইউপি সদস্য, খেয়া-ঘাট মহাজন, মাঝি, স্থানীয় দোকানদার, গণ্যমান্য ব্যক্তি, ইমাম এবং খেয়াযাত্রী।
    কার্যক্রমের শুরুতে সকলকে লিফলেট স্টিকার বিতরণ ও পানির গুরুত্ব বোঝানো হয়। পরবর্তীতে ধাপে ধাপে ইউপি সদস্য, মাঝি, স্থানীয় ব্যবসায়ী, স্থানীয় জনগণ (খেয়াযাত্রী) গনস্বাক্ষর কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং তাদের অভিমত লিপিবদ্ধ করেন।
    এরপর নৌকার উপর মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পানি দিবসের মূল প্রতিপাদ্য উপস্থাপন করা হয়। এরপর ঘাট মহাজন মোহাম্মদ আজিজুর পানিসম্পদকে নিরাপদ রাখার জন্য পদক্ষেপ গ্রহণ, উন্মুক্ত জলাশয়ে প্লাস্টিক, ময়লা আবর্জনা ফেলা থেকে সবাইকে বিরত থাকতে সচেতন করার কথা বলেন।
  • আদ্-দ্বীনের উদ্যোগে মুক্তেশ্বরী নদীতে সংস্কার ও পরিচ্ছন্নতা

    যশোর শহরতলীর মন্ডলগাতী-পুলেরহাট-ভাতুড়িয়া এলাকা দিয়ে বহমান মুক্তেশ্বরী নদী সংস্কার ও পরিচ্ছন্নতায় অনন্য উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

    প্রতিষ্ঠানটির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর বছরের বেশির ভাই সময় পানি প্রবাহ থেমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নদী সংকীর্ণ এবং তলদেশে পলি জমে উঁচু হয়ে যাবার ফলে এই অবস্থার সৃষ্টি হয় এবং আশ-পাশে বসবাসরত মানুষ নদে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জমে থাকা আবদ্ধ পানিতে দুর্গন্ধ বের হয়। এতে সাধারণ মানুষ এবং রোগীদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। স্বাস্থ্য ঝুঁকি রোধে প্রতিষ্ঠানটি নিজ উদ্যোগে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে ময়লা আবর্জনা পরিস্কার রাখার ব্যবস্থা করে থাকে। নদীর পঁচা কাদা তুলে নদের দু-পাড় সংস্কার করা হয়। এতে নদের গভীরতা বৃদ্ধি পায় এবং পানি প্রবাহ ঠিক থাকে।

    বর্ষা মৌসুমে আদ্-দ্বীন কর্তৃপক্ষ নিজ খরচে এই অংশে মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে। আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল অংশে এসময় নদ পরিস্কার থাকায় পানি প্রবাহ মসৃণ থাকে।

    নিয়মিত নিজস্ব লোকবল দিয়ে নদী পরিস্কার রাখায় হাসপাতাল অংশে শেওলা বা কচুড়িপনা জমতে পারে না। তাই মাছের অভয়ারণ্য থাকে এই অংশ। পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ মাছ ধরে খেতে পারে।

    অপরদিকে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট বাজার সংলগ্ন ব্রিজের উত্তরে নদীর ভেতর সারা বছর ময়লা আবর্জনায় ভরে থাকে। এছাড়া শেওলা ও কচুরিপানায় আবদ্ধ থাকে এই নদের এই অংশ। শুকনো মৌসুমে এই অংশে পানি দেখা যায় না। কিছু জায়গায় নদের তলদেশ শুকিয়ে গেছে তা সহজে বোঝা যায়। পরিস্কার না থাকায় ঐ অংশের নদীর তীব্র দুর্গন্ধ ও ময়লা আবর্জনার স্তুপের সৃষ্টি হয়েছে।

    পথচারী এবং নদ পাড়ের মানুষ যেনো নদের যত্রতত্র ময়লা ফেলতে না পারে সেজন্য আদ্-দ্বীন কর্তৃপক্ষ স্ব-উদ্যোগে তারের বেড়া স্থাপন করেছে। এতে কিছুটা সুফল মিলছে।

    মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সন্জয় সাহা বলেন, নদের প্রবাহ ঠিক রাখতে এবং স্বাস্থ্য ঝুঁকি কমাতে মূলত এই ধরনের উদ্যোগ নেয়া হয়। এটা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব কিন্তু দীর্ঘসূত্রিতা এবং ঝামেলা এড়াতে আমরা নিজ উদ্যোগে জনস্বার্থে এই কাজটি করে থাকি।

    ৫০০ শয্যা বিশিষ্ট আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক বলেন, শুধুমাত্র বর্ষা মৌসুমে এই নদে পানির স্রোত থাকে। স্রোতের ফলে ঐসময় নদের ময়লা আবর্জনা ও শেওলা পরিস্কার হয়ে যায়। কিন্তু শুকনো মৌসুমে স্রোত না থাকায় জমে থাকা অল্প পানিতে ময়লা ও দুর্গন্ধ সৃষ্টি হয়। এতে পরিবেশ নষ্ট হয়। সাধারণ রোগীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন রাখি। এতে সাধারণ মানুষও সন্তুষ্ট।

    তিনি আরও বলেন, আদ্-দ্বীন হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আমরা মেডিকেল কলেজ ও হাসপাতালের অভ্যন্তরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্কার রাখি। বাহিরের অংশও একই ভাবে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করছি। যাতে জীবাণুমুক্ত সুন্দর পরিবেশে রোগীরা সেবা নিতে পারেন।

  • ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  

    ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  

    বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ২০২৪- ২৫ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (২২ মার্চ ‘২৫) সকালে সাতক্ষীরা সিটি কলেজে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
    “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের নির্বিঘ্নে ঘরে ফেরার লক্ষ্যে সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির।
    প্রশিক্ষক হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার, ট্রাফিক পুলিশের পরিদর্শক মোঃ শাহাবুদ্দিন, মোটরযান পরিদর্শক সজীব সরকার ও উচ্চমান সহকারী মোঃ নাসির উদ্দিন।
    প্রশিক্ষণ কর্মশালয় প্রধান প্রশিক্ষক বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার কে এম মাহবুব কবির পেশাজীবী চালকের উদ্দেশ্যে বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা গাড়ি চালাতে হবে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণ যাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে তার জন্য আপনাদের আন্তরিক থাকতে হবে, যাত্রীদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, প্রতিটি গাড়িতে নারী ও প্রতিবন্ধী আসন নিশ্চিত করতে হবে।
    সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক সজীব সরকার। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবি ১৫৩ জন চালক অংশ গ্রহণ করেন।
  • সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

    সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার (২১মার্চ) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো: আবু সাঈদ। ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের স্টাফ রিপের্টাার মো: আব্দুল বারী। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, রুহুল কুদ্দুস, দিলীপ কুমার দেব, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম রফিক, সিনিয়র সাংবাদিক কাজী শহিদুল হক রাজু, সাংগঠনিক সম্পাদক সৈয়ক রফিকুল ইসলাম শাওন, নির্বাহী সদস্য গোলাম সরোয়ার, নির্বাহী সদস্য, আক্তারুজ্জামান বাচ্চু, সিনিয়র সাংবাদিক আমিনুর রশিদ, এবিএম মোস্তাফিজুর রহমান, ইয়ারব হোসেন, এম জিললুর রহমান, আহছানুর রহমান রাজীব, খালিদ হাসান, মো: হাফিজুর রহমান, মেহেদী আলী সুজয়, এসএম রেজাউল ইসলাম, আব্দুল আলিম, ইব্রাহিম খলিল, ফারুক রহমান, মীর আবু বকর, মীর মোস্তফা আলী, শহিদুল ইসলাম, খন্দকার আনিসুর রহমান, আয়ুব হোসেন রানা প্রমুখ।
    ইফতার মাহফিলে দেশ ও জাতীর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন, সাতক্ষীরা পৌর পার্ক জামে মসজিদের ইমাম মুফতি আলহাজ¦ সাইফুল ইসলাম।