Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
Hasan, Author at Daily Dakshinermashal - Page 2 of 82

Author: Hasan

  • সাতক্ষীরায় কৃষকদের মাঝে  সার বিতরণ

    সাতক্ষীরায় কৃষকদের মাঝে  সার বিতরণ

    সাতক্ষীরা সদরে (২০২৪-২৫) অর্থবছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন প্রদর্শনীর উপকরণ বিতরণ করা  হয়েছে।
     বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলার কৃষি অফিসার মনির হোসেন।
    উপজেলার কৃষি অফিসার মনির হোসেন বলেন, ‘ রোপা আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ৪৫  জন কৃষককে ৩০কেজি ইউরিয়া, ২০ কেজি ডিএমপি, ১৫ কেজি এমওপি,১৫কেজি জিপসাম সার প্রদান করা হয়েছে।’
    তিনি আরও জানান , এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি ফলদ ও ভেষজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
  • ৯৮৯ কোটি টাকা ব্যয়ে কেনা হবে দুই কার্গো এলএনজি

    ৯৮৯ কোটি টাকা ব্যয়ে কেনা হবে দুই কার্গো এলএনজি

    দেশের জ্বালানি চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশনে মাধ্যমে দুই কার্গো এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরমধ্যে এক কার্গো সিঙ্গাপুর থেকে এবং এক কার্গো দক্ষিণ কোরিয়া থেকে আনা হবে। এতে মোট ব্যয় হবে ৯৮৯ কোটি ৩৬ লাখ ৭০ হাজার ৩০৫ টাকা।
    মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
    বৈঠক সূত্রে জানা যায়, ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (৩০-৩১ আগস্ট ২০২৫ সময়ে ৩৭তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন চায় জ্বালানি ও খানিজসম্পদ বিভাগ। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।
    জানা গেছে, পেট্রোবাংলা থেকে এ এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমসিপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৮টি প্রতিষ্ঠান দরপ্রস্তাব দাখিল করে। দাখিল করা আটটি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।
    দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনি¤œ দরদাতা প্রতিষ্ঠান গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর-এর কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৯৭ মার্কিন ডলার হিসেবে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এতে মোট ব্যয় হবে ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৮ টাকা।
    বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের পক্ষ থেকে আর এক প্রস্তাবে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (২১-২২ সেপ্টেম্বের ২০২৫ সময়ে ৩৯তম) এলএনজি আমদানির প্রত্যাশাগত অনুমোদন চাওয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি এ প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে।

    পেট্রোবাংলা থেকে এই এক কার্গো এলএনজি সরবরাহের জন্য মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমসিপিএ) স্বাক্ষরকারী চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে দরপ্রস্তাব আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান দরপ্রস্তব দাখিল করে। দাখিল করা ৩টি প্রস্তাবই কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ হয়।
    দরপত্রের সব প্রক্রিয়া শেষে প্রস্তাব মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের পরিপ্রেক্ষিতে সর্বনি¤œ দরদাতা প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার মেসার্স পোসকো ইন্টারন্যশনাল করপোরেশনের কাছ থেকে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি এমএমবিটিইউ ১১ দশমিক ৯৫ ডলার হিসেবে এ এলএনজি আমদানিতে মোট ব্যয় হবে ৪৮৬ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৯০৭ টাকা।

  • গাজায় খাবারের জন্য নতুন কেন্দ্র চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ট্রাম্প

    গাজায় খাবারের জন্য নতুন কেন্দ্র চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজার মানবিক সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে নতুন খাবার বিতরণ কেন্দ্র চালু করবে। তবে এই উদ্যোগের বিস্তারিত কিছু জানানো হয়নি।

    ট্রাম্প বলেন, ইসরায়েল এই কেন্দ্রগুলো পরিচালনা করবে যেন খাদ্য বিতরণ সঠিকভাবে হয়।

    এই সময় গাজায় ক্ষুধা ও দারিদ্র্য চরমে, এবং বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে বেশি সহায়তা দেওয়ার জন্য। ট্রাম্প বলেন, তিনি গাজায় অনাহারে থাকা শিশুদের ছবি দেখে মর্মাহত হয়েছেন এবং এ কারণেই নতুন পরিকল্পনার কথা বলছেন।

    তবে সমালোচকরা বলছেন, এটি আগেরই চালু হওয়া একটি বিতরণ ব্যবস্থার মতোই, যেখানে ফিলিস্তিনিদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে, ঝুঁকি নিয়ে খাবার আনতে হয়। জাতিসংঘ এমন বিতরণ ব্যবস্থাকে মানবিক নীতির পরিপন্থী বলছে।

    এদিকে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা চাইছেন— ট্রাম্প প্রশাসন যুদ্ধবিরতির জন্য আবার আলোচনায় ফিরুক এবং দীর্ঘদিন ধরে ত্রাণ দিয়ে আসা অভিজ্ঞ সংস্থাগুলোর মাধ্যমে সহায়তা বিতরণ হোক

    ট্রাম্প বলেছেন, ইসরায়েল “ভালোভাবে” খাবার বিতরণ করতে পারবে। তবে অনেকেই মনে করছেন, নতুন এই ঘোষণা রাজনৈতিক চাপের মুখেই এসেছে।

    গাজার পরিস্থিতি নিয়ে ট্রাম্পের অবস্থান কিছুটা বদলেছে। তাঁর কিছু ঘনিষ্ঠ সমর্থক যেমন কংগ্রেস সদস্য মার্জোরি টেইলর গ্রিন গাজায় চলমান পরিস্থিতিকে “গণহত্যা” বলেও অভিহিত করেছেন।

    তবে রিপাবলিকান দলের অন্য অংশ এটিকে ‘ইসরায়েলবিরোধী প্রোপাগান্ডা’ বলে মনে করছে।

  • রাশিয়ার ঘনিষ্ঠতার জন্য ট্রাম্পের শাস্তি পাচ্ছে ভারত!

    রাশিয়ার ঘনিষ্ঠতার জন্য ট্রাম্পের শাস্তি পাচ্ছে ভারত!

    আগামী ১ আগস্ট, শনিবার থেকে ভারত যুক্তরাষ্ট্রকে ২৫ শতাংশ শুল্ক পরিশোধ করবে বলে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণা তিনি দিয়েছেন ট্রুথ সোশ্যাল-এ, যা মার্কিন প্রেসিডেন্টের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম।

    তিনি বলেন, “মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, গত কয়েক বছরে তাদের সঙ্গে আমরা তুলনামূলকভাবে অল্প পরিমাণ ব্যবসাই করেছি, কারণ তাদের শুল্কহার অত্যন্ত বেশি — বিশ্বে সর্বোচ্চগুলোর মধ্যে একটি — এবং তারা সবচেয়ে কঠোর ও বিরক্তিকর অ-মৌলিক (অর্থনৈতিক নয় এমন) বাণিজ্যিক বাধা তৈরি করে রেখেছে। এছাড়া, তারা সবসময় তাদের সামরিক সরঞ্জামের বড় অংশ রাশিয়া থেকে কিনে এসেছে এবং বর্তমানে রাশিয়ার সর্ববৃহৎ জ্বালানি ক্রেতা, চীনের পাশাপাশি। এই সময়ে যখন সবাই রাশিয়াকে ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান জানাচ্ছে — এই বিষয়গুলো মোটেই ভালো নয়!

    অতএব, ভারত ১ আগস্ট থেকে ২৫ শতাংশ শুল্ক প্রদান করবে, পাশাপাশি উপর্যুক্ত কারণগুলোর জন্য একটি অতিরিক্ত জরিমানাও গুণতে হবে।

  • পরিবেশ রক্ষায় প্রাণসায়ের খাল পাড়ে বৃক্ষরোপণ

    পরিবেশ রক্ষায় প্রাণসায়ের খাল পাড়ে বৃক্ষরোপণ

    পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা জেলা। খুলনা ডিভিশন বোর্ডের উদ্যোগে আয়োজিত” গ্রীন মিশন ফেস-১ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা স্টেডিয়াম ব্রিজসংলগ্ন প্রাণসায়ের খাল পাড়ে বৃক্ষ রোপন কওে এই কর্মসূচি পালন করা হয়।

    এসময় ভিবিডির সদস্যরা একযোগে প্রাণসায়ের খাল পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভিবিডি খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী।

    তিনি বলেন, আজকের তরুণদের হাতে যদি পরিবেশ রক্ষার দায়িত্ব যায়, তবে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব। সাতক্ষীরায় এই আয়োজন সত্যিই অনুপ্রেরণামূলক।

    ভিবিডি সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, বাঁচিয়ে রাখে পৃথিবীকে। আমরা স্বপ্ন দেখি এমন একটি বাংলাদেশ যেখানে প্রতিটি তরুণ পরিবেশ রক্ষায় একতাবদ্ধ হয়ে কাজ করবে।

    এ সময় আরও উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক অর্পণ বসু, ট্রেজারার নাইমুর রহমান, প্রজেক্ট অফিসার হৃদয় মন্ডল, কমিটির সদস্য শান্তা ও রোহান প্রমুখ।

    এই কর্মসূচির মাধ্যমে তরুণ সমাজের মধ্যে পরিবেশ সচেতনতা আরও এক ধাপ এগিয়ে গেল। ভিবিডি সাতক্ষীরা জানায়, ভবিষ্যতেও তাদের এই সবুজ যাত্রা অব্যাহত থাকবে।

  • আজীবন নিষিদ্ধ হলেন সালমান এফ রহমান, জরিমানা ১০০ কোটি টাকা

    আজীবন নিষিদ্ধ হলেন সালমান এফ রহমান, জরিমানা ১০০ কোটি টাকা

    বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে পুঁজিবাজারে বন্ড ইস্যুতে প্রতারণার অভিযোগে ১০০ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একই সঙ্গে তাকে পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

    এছাড়া বিএসইর সাবেক চেয়ারম্যানকে শিবলী রুবাইয়াতও পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষিত হয়েছেন।

    মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৯৬৫তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। পুঁজিবাজার অনুসন্ধান ও তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড ২০২৩ সালের ৪ জুন ১৫০০ কোটি অভিহিত মূল্যে এবং ১০০০ কোটি টাকা ইস্যু মূল্যে অনুমোদন দেয় তৎকালীন বিএসইসি। শ্রীপুর টাউনশিপ নামে একটি কোম্পানি নিবন্ধিত হওয়ার পরপরই তারা বন্ড ইস্যুর আবেদন করে। কোম্পানির পরিশোধিত মূলধন ছিল ৩৫০ কোটি টাকা এবং মাত্র ৪ দিনের ব্যবধানে ২৪৮ কোটি টাকা ভূমি উন্নয়নের জন্য উত্তোলন করা হয়। কমিশনের কাছে যা প্রশ্নবিদ্ধ ছিল। আইএফআইসি ব্যাংক ওই বন্ড ইস্যু করেনি, জামিনদার ছিল। কিন্তু  ‘আইএফআইসি আমার বন্ড’ নামে বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা উত্তোলন করা হয়। সালমান এফ রহমান ওই সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন।

    সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ‘বেক্সিমকো সিকিউরড কনভার্টিবল অর রিডিমেবল অ্যাসেট-ব্যাকড গ্রিন সুকুক’ নামে একটি ৩০০০ কোটি টাকা পাঁচ বছর মেয়াদি বন্ড ২০২১ সালের ২৩ জুন অনুমোদন হয়। এ বন্ডের ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। ২০২১ সালের ১৭ জুলাই অনুমোদিত পাঁচশ কোটি টাকার সুকুকের মধ্যে বেক্সিমকো কর্তৃপক্ষ অনুমোদনের শর্ত লঙ্ঘন করে ৩২৫ কোটি টাকা সংগ্রহ করে। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

    বিএসইসি আরও জানায়, অনিয়মের ঘটনায় বেক্সিমকোর পরিচালক নাসিমা রহমান, ড. শামসুন আহমেদ এবং এ এম আহসান উল্লাহকে ৫ বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের তৎকালীন মনোনীত পরিচালক নাজমুস সাকিব, গোলাম মোস্তফা, জাফর ইকবাল, কামরুন নাহার আহমেদ ও সাবেক স্বতন্ত্র পরিচালক শুদ্ধাংশু শেখর বিশ্বাসকে সতর্ক করা হয়েছে। এছাড়া রেটিং প্রদানকারী প্রতিষ্ঠান এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডকে (ইসিআরএল) ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সুকুকের গ্রিন ভ্যালিডেশন প্রদানকারী প্রতিষ্ঠান ইসিআরএল এবং নিরীক্ষক এমজে আবেদিন অ্যান্ড কো. চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের ভূমিকাও তদন্ত করে দেখা হয়েছে। তাদের বিরুদ্ধেও বিধি লঙ্ঘনের প্রমাণ মিলেছে।

  • তালায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি থেকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

    তালায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি থেকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

    সাতক্ষীরার তালায় বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের মাধ্যমে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
    বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় তালা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন তালা উপজেলা বিকপ সভাপতি আব্দুল হালিম এবং সঞ্চালনা করেন শিক্ষক মো. তরিকুল ইসলাম।
    মানববন্ধনে বক্তব্য রাখেন বিকপ-এর উপদেষ্টা পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন, দীলিপ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, শিক্ষক আব্দুর জলিলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
    বক্তারা বলেন, “সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়া চরম বৈষম্য ও অমানবিক সিদ্ধান্ত। এতে প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় বিভাজন সৃষ্টি হবে এবং হাজার হাজার শিক্ষার্থী ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হবে।” মানববন্ধনে তালা উপজেলার ২৭টি কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা অবিলম্বে বিতর্কিত পরিপত্রটি বাতিলের দাবি জানান এবং দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান পালন উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শন ও মাদক বিরোধী থিমসং ডকুমেন্টারি প্রদর্শন

    সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান পালন উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শন ও মাদক বিরোধী থিমসং ডকুমেন্টারি প্রদর্শন

    নিজস্ব প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান পালন উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শন ও মাদক বিরোধী থিম সং এবং সংশ্লিষ্ট ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩০  জুলাই সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর আয়োজনে সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী শহীদদের কথা ও আহত ছাত্রদের পঙ্গুত্ব জীবনের চিত্র তুলে ধরা হয়। এবং মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক বিষয় উপস্থাপন করা হয়। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক বাবলু স্বর্ণকার, মোঃ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক সম ওয়ালিদুর রহমান, সুদর্শন রপ্তান, মোঃ মনিরুজ্জামানসহ সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
  • PROTECT- L&D: প্রকল্পের শিখন বিনিময় সভা অনুষ্ঠিত

    PROTECT- L&D: প্রকল্পের শিখন বিনিময় সভা অনুষ্ঠিত

    জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী মারাত্মক প্রভাব ফেলছে, এবং এর সরাসরি শিকার হচ্ছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল। ঘূর্ণিঝড়, নদীভাঙন, বন্যা ও লবণাক্ততার মতো ঘন ঘন দুর্যোগ এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকাকে বিপর্যস্ত করে তুলছে। যদিও বাংলাদেশ বৈশ্বিক কার্বন নিঃসরণে অত্যন্ত ক্ষুদ্র ভূমিকা রাখে, তথাপি ক্ষতির মাত্রা বিশাল। এসব প্রেক্ষাপটে, ক্ষয়ক্ষতি মোকাবেলায় সম্প্রদায়ভিত্তিক টেকসই কৌশল নির্ধারণে বাস্তবায়ন করেছে একটি পাইলট প্রকল্প ” PROTECT- L&D: জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি কমানোর জন্য জনগণের সহনশীলতায় রূপান্তর ” প্রকল্প।

    এই প্র কল্পটি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় বাস্তবায়িত হয়েছে। আজ ৩০ জুলাই খুলনা সি এস এস আভা সেন্টারে প্রকল্পটি বাস্তবায়নের অভিজ্ঞতা, অর্জিত শিক্ষা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যতের কৌশল নিয়ে একটি লার্নিং শেয়ারিং মিটিং আয়োজন করা হয়। আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)- বিভাগীয় কমিশনারের কার্যালয় জনাব মোঃ হুসাইন শওকত, কান্ট্রি ডিরেক্টর- অ্যাকশন এইড জনাব নুজহাত জেবিন, উপ-পরিচালক- মহিলা বিষয়ক অধিদপ্তর জনাব সুরাইয়া সিদ্দিকা, উপ-পরিচালক- জেলা সমাজসেবা অধিদপ্তর জনাব কানিজ মোস্তফা, অতিরিক্ত উপ-পরিচালক- বিভাগীয় কৃষি অধিদপ্তর জনাব মোঃ মোসাদ্দেক হোসেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কার্যালয় জনাব মমতাজ বেগম, সহকারী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড জনাব আব্দুস সোবহান হাওলাদার, খুলনা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি জনাব গৌরাঙ্গ নন্দী, খুলনা জে্লা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক জনাব মাহফুজুর রহমান মুকুল সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব, উপকারভোগী এবং সাংবাদিকবৃন্দ।

    সভার সভাপতি লিডার্সের নির্বাহী পরিচালক জনাব মোহন কুমার মন্ডলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। প্রকল্পের শিক্ষণীয় বিষয়গুলো মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরেন লিডার্সের ডিরেক্টর প্রোগ্রাম এ বি এম জাকারিয়া। তিনি বিভিন্ন গবেষণায় উঠে আসা ফলাফলের ভিত্তিতে বলেন যে, ২০০৪ থেকে ২০২০ সালের মধ্যে সাতক্ষীরা ও খুলনার উপকূলীয় পরিবারগুলো প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর গড়ে ১,০২,৪৮৯ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু দুর্যোগ-পরবর্তী সহায়তা কার্যক্রমে বাস্তব ক্ষয়ক্ষতির প্রতিফলন হয় না। বেশিরভাগ পুনরুদ্ধার প্রচেষ্টা কেবল অবকাঠামোর ওপর কেন্দ্রীভূত থাকে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত আমাদের উপকূলীয় অঞ্চলগুলোকে চরম ঝুঁকিতে ফেলেছে। ক্ষয়ক্ষতি মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই আমাদের টেকসই সমাধান খুঁজতে হবে।”

     

    বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন, “বৈশ্বিক উষ্ণতা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় মানুষ প্রতিনিয়ত ক্ষতির মুখোমুখি হচ্ছে। এসব মানুষের জীবনমান রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।” আরেক বিশেষ অতিথি বলেন, “আমাদের এলাকার মানুষ জলাবদ্ধতা, লবণাক্ততা এবং ঝড়-জলোচ্ছ্বাসের কারণে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন সময় এসেছে, তারা যেন সরাসরি সহায়তা পায় এবং নিজস্ব সক্ষমতা বাড়াতে পারে।”

    সভায় উপস্থিত একজন উপকারভোগী বলেন, “আগে দুর্যোগ আসলে আমরা শুধু ক্ষতির জন্য প্রস্তুত থাকতাম, এখন আমরা টিকে থাকার পথ জানি। এই প্রকল্প আমাদের শিখিয়েছে কিভাবে দুর্যোগের পরও নতুনভাবে শুরু করা যায়।”

    লিডার্সের নির্বাহী পরিচালক তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের দায় বাংলাদেশ বহন না করলেও, ক্ষতির ভার আমাদের কাঁধে। PROTECT- L&D: প্রকল্পের শিক্ষা আমাদের ভবিষ্যৎ অভিযোজন কৌশলের ভিত্তি তৈরি করবে।”

    আজকের লার্নিং শেয়ারিং মিটিং-এর উদ্দেশ্য PROTECT- L&D হল প্রকল্প থেকে প্রাপ্ত শিক্ষা ও অভিজ্ঞতা ভাগাভাগি করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা এবং চ্যালেঞ্জ চিহ্নিত করে ভবিষ্যতের জন্য বাস্তবভিত্তিক সুপারিশ প্রদান করা। ” PROTECT- L&D: ” প্রকল্প প্রমাণ করেছে যে, কমিউনিটি-নেতৃত্বাধীন, জ্ঞানভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগই জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবেলার কার্যকর উপায় হতে পারে। এই প্রকল্পের শেখা ও অভিজ্ঞতা আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে মূল্যবান অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

  • আশাশুনিতে আইন শৃংখলা  কমিটির সভা অনুষ্ঠিত

    আশাশুনিতে আইন শৃংখলা  কমিটির সভা অনুষ্ঠিত

    আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় আশাশুনি সেনা ক্যাম্প কমান্ডার লে. আব্দুল কাদের, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল অদুদ, বিএনপি নেতা স ম হেদায়েতুল ইসলাম, মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, জামায়াতের উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর নূরুল আফছার মোর্তজা, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, মাওঃ আবু বক্কর ছিদ্দিক, হাজী আবু দাউদ ঢালী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, আশাশুনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. আবুল হাসান, প্রেস ক্লাব সভাপতি জি এম আল ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন প্রমুখ আলোচনা রাখেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
  • খুলনার ভিডিও নিয়ে শ্যামনগরে চিকিৎসকদের নামে অপপ্রচার

    খুলনার ভিডিও নিয়ে শ্যামনগরে চিকিৎসকদের নামে অপপ্রচার

    খুলনার একটি পুরোনো ভিডিও ব্যবহার করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে একটি দালালচক্র। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো এই ভুয়া ভিডিওকে ঘিরে চিকিৎসকদের মানহানি ঘটছে বলে অভিযোগ উঠেছে।

    সম্প্রতি শ্যামনগরকেন্দ্রিক কয়েকটি ফেসবুক পেজ থেকে “নারী ও মাদকসহ চিকিৎসক আটক” শিরোনামে একটি ভিডিও ছড়ানো হয়। এতে দাবি করা হয়, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে নারী ও মাদকের সঙ্গে আটক করা হয়েছে। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    তবে সরেজমিনে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, এমন কোনো ঘটনা সেখানে কখনো ঘটেনি। হাসপাতালের কোনো চিকিৎসক এই ঘটনার সঙ্গে যুক্ত নন বলেও তারা দাবি করেন।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান বলেন, আমার নজরে এসেছে যে কিছু ফেসবুক পেজ থেকে একটি উদ্দেশ্যপ্রণোদিত ভিডিও শেয়ার করা হচ্ছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের হাসপাতালে এরকম কোনো ঘটনা ঘটেনি। এই হাসপাতাল বহুদিন ধরে সুন্দরবনসংলগ্ন দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় নিবেদিতভাবে কাজ করছে।

    তিনি আরও বলেন, স্বার্থান্বেষী একটি মহল হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং চিকিৎসকদের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ছড়াতে এই অপপ্রচারে লিপ্ত। আমরা এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।
    প্রকাশিত ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, সেটি ২০২০ সালের ৯ নভেম্বর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল—খুলনা হেলথ গার্ডেনের। সেদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানের ভিডিওটি ধারণ করা হয়। তবে সেই ঘটনায়ও কোনো চিকিৎসকের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

    আদালতের নথি অনুযায়ী, ঐ ঘটনার মামলা এখনো খুলনায় বিচারাধীন রয়েছে এবং অভিযুক্তদের তালিকায় কোনো চিকিৎসকের নাম নেই।

    অনুসন্ধানে জানা গেছে, হাসপাতাল ঘিরে দীর্ঘদিন ধরে চলা অসাধু সার্টিফিকেট বাণিজ্য ও দালালচক্র এই ভুয়া ভিডিওকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা করছে। স্থানীয় সচেতন মহল এই অপপ্রচারের নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

  • সাতক্ষীরার আলোচিত জনপদ খলিশাখালিতে পুলিশ ফাঁড়ি’র দাবী

    সাতক্ষীরার আলোচিত জনপদ খলিশাখালিতে পুলিশ ফাঁড়ি’র দাবী

    মারপিট, হামলা-মামলার জন্য আলোচিত জনপদ সাতক্ষীরার দেবহাটার খলিশাখালি এলাকা। এই জনপদে অপরাধ দমনের জন্য একটি পুলিশ ফাঁড়ি স্থাপন এখন স্থানীয়দের সময়ের দবী।
    জানা গেছে, খলিশাখালি একটি জনবহুল এলাকা। এই এলাকায় ভূমিদস্যু ও সন্ত্রাসীরা ব্যক্তিমালিকানাধীন ১৩’শ ২০ বিঘা জমি শেখ মুজিবুর রহমানের নামে আবাসন প্রকল্প করে দখল হয়ে আছে। বর্তমানে সেখানে মাদক আখড়াসহ বিভিন্ন ধরণের অপরাধের স্বর্গরাজ্য হিসেবে গড়ে উঠেছে।
    এলাকাবাসীরা বলছেন, দেবহাটা থানা থেকে খলিসাখালির দুরুত্ব প্রায় ১০ কি.মি. হওয়ার কারণে প্রতিনিয়িত ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের জন্য আইনের দ্বারস্থ হতে হিমশিম খেতে হয়। তাই এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে, এটি অপরাধ দমনে সহায়ক হবে এবং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।
    খলিশাখালি এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান , সামাদ আলী, আশরাফ উদ্দীনসহ অনেকে জানান- এই এলাকায় ভুমিদস্যুরা মালিকানাধীন ভূমিগ্রাস করে এখানে অবস্থান করে সন্ত্রাসীরা দেশের বিভিন্ন এলাকায় অপরাধ কর্মকান্ডের আস্থানা গেড়ে বসেছে। এই কারণে, এখানে অপরাধের সম্ভাবনাও বেশি। তাই এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হলে, পুলিশ খুব দ্রুত ঘটনাস্থলে যেতে পারবে এবং অপরাধীদের গ্রেপ্তার করতে পারবে। এছাড়াও একটি পুলিশ ফাঁড়ি এলাকার মানুষের মধ্যে নিরাপত্তা বোধ সৃষ্টি করবে। যখন মানুষ জানবে যে তাদের এলাকায় একটি পুলিশ ফাঁড়ি আছে, তখন তারা আরও বেশি নিরাপদ বোধ করবে এবং অপরাধের শিকার হওয়ার ভয় কম পাবে।
    তাই এলাকাবাসীর দাবি, খলিশাখালি এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা অত্যন্ত জরুরি। এটি এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সহায়ক হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।
    এবিষয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ মুকিত হাসান খাঁন বলেন, সাতক্ষীরা জেলা পুলিশ জনগনের সেবা দিতেই কাজ করে যাচ্ছে। সেবা নেওয়া স্বার্থে জনগনের কোন প্রত্যাশা থাকলে পুলিশ সেটি পূরণ করবে। তাছাড়া দেবহাটার খলিশাখালি এলাকায় সময় বিভিন্ন অপরাধ সংগঠিত হয়ে থাকে। স্থানীয়রা যদি সেখানে পুলিশ ফাঁড়ির দাবি করে সেটি সম্ভব।

  • আশাশুনিতে খাদ্যবান্ধব ডিলার  নিয়োগে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত

    আশাশুনিতে খাদ্যবান্ধব ডিলার  নিয়োগে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি উপজেলায় খাদ্যবান্ধব ডিলার নিয়োগের নিমিত্তে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমিটির সদস্য, আবেদনকারী, গন্যমান্যব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতে প্রকাশ্যে লটারী করা হয়।
    উপজেলা খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য কর্মকর্তা, সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, প্রেস ক্লাবের সভাপতির উপস্থিতিতে লটারী পরিচালনা করা হয়। উপজেলার ১০ ইউনিয়নে ৩৬ টি ডিলার নিয়োগের জন্য ১২০ জন আবেদন করেন। লটারীর মাধ্যমে ৩৬ জনকে নির্বাচিত করা হয়। উন্মুক্ত লটারীর মাধ্যমে স্বচ্ছভাবে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় সকলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
  • তালায় কৃষিকাজ ও মুরগি ফার্মের জন্য ১০ নারীকে উত্তরণের সহায়তা

    তালায় কৃষিকাজ ও মুরগি ফার্মের জন্য ১০ নারীকে উত্তরণের সহায়তা

    তালায় কৃষিকাজ ও মুরগি ফার্ম গড়ার লক্ষ্যে ১০ নারীকে আর্থিক সহায়তা দিয়েছে ‘উত্তরণ’।

    সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার জাতপুরের সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে “উত্তরণ কৃষক মাঠ স্কুল” থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ওই ১০ জন নারীকে ৩০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।

    উত্তরণ-এর এশিয়া লাইভলিহুড প্রকল্পের আওতায় আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মঈনুল হাসান সোহান, ফিল্ড অফিসার ইমরুল কবির ও ইউসুফ আলী, ফাইন্যান্স অফিসার রশিদা খাতুন এবং এসআরবিএম প্রকল্পের প্রজেক্ট অফিসার তানিয়া খাতুন প্রমুখ।

    প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা জানান, এই অর্থ সহায়তা তাদের আত্মকর্মসংস্থানে সহায়ক হবে এবং পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।

  • সাতক্ষীরায় জুলাই পূনর্জাগরণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

    সাতক্ষীরায় জুলাই পূনর্জাগরণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

    সাতক্ষীরায় জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে আয়োজনে সোমবার সকাল ১০ টায় হাসপাতালের স্বাস্থ্য শিক্ষা কর্নারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালে ডেন্টাল সার্জন ডাঃ জি এম নুর ইসলাম, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স ডাঃ মোঃ হাবিবুর রহমান,কনসালটেন্ট ডাঃ মোঃ দেলোয়ার হোসেন,ডাঃ মোঃ রিয়াদ হাসান,ইমাজেন্সী মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল মজিদ, মেডিকেল আফিসার ডাঃ সুমনা, (আয়ুবেদিক) ডাঃ মোঃ সাইদুল আলম (হোমিও) ডাঃ পার্থ কুমার দে,মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাশেদুজ্জামান, ডাঃ পলাশ কুমার সরকার, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, প্রধান সহকারী এম কে আশেক নওয়াজ, নার্সিং সুপারভাইজার গৌরি রানি মন্ডল, সদর হাসপাতালের প্রধান সহকারী মাসুম বিল্লাহ প্রমুখ।জুলাই পূনর্জাগরণ উপলক্ষে হাসপাতালে ফ্রি টিকিট প্রদান, রক্তের গ্রুপ পরীক্ষা সহ অন্যান্য সেবা প্রদান করা হয়। এ সময় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
  • ইনতেফার উদ্যোগে সাতক্ষীরায় ফলজ,বনজ বৃক্ষের চারা বিতরণ

    ইনতেফার উদ্যোগে সাতক্ষীরায় ফলজ,বনজ বৃক্ষের চারা বিতরণ

    পরিবেশের ভারসাম্য রক্ষায় সাতক্ষীরায় ইনতেফা কোম্পানির পক্ষ থেকে চার শতাধিক  কৃষকদের মাঝে একটি করে ফলজ ও একটি করে বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
    সোমবার ( ২৮ জুলাই) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে  মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স প্রাঙ্গনে এ চারা বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স এর স্বত্বাধিকারী   প্রোঃ মোখলেছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন  সাতক্ষীরা সদর উপজেলার কৃষি অফিসার মনির হোসেন, ধুলিহর ইউনিয়নের কৃষি উপ সহকারী আসিফ পারভেজ, ব্রক্ষরাজপুর ইউনিয়নের কৃষি উপ সহকারী সুমন,ইনতেফা কোম্পানির এরিয়া ইনচার্জ নাজমুল হোসেন, সহকারী মার্কেটিং অফিসার হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, মার্কেট প্রোমোটর অফিসার, আলমগীর কবীর, নাহিদ হাসান, নাঈম,মেসার্স মায়ের দোয়া ট্রেডার্স এর ম্যানেজার শাহজাহান আলী লিটন,শামীম টেইলার্স এর সত্ত্বাধিকারী ও ব্রক্ষরাজপুর পেশাজীবি পরিষদের দপ্তর সম্পাদক শমাীম আহম্মেদ লাভলু,প্রানী চিকিৎসক হুমায়ুন কবীরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
    এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন,  জলবায়ু পরিবর্তনে গাছ রোপনের কোন বিকল্প নেই।আমাদের প্রত্যেক এর উচিত প্রতিবছর কমপক্ষে দুইটি করে চারা রোপন করা।গাছ আমাদের দেয় অতি মূল্য বান অক্সিজেন ও গাছ গ্রহন করে আমাদের থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড,গাছ রোপন করে গাছের প্রতি যত্নবান হতে হবে।গাছ আমাদের পরম বন্ধু,গাছ আমাদের ঝড়ঝাপসা থেকে রক্ষা করে। গাছের কারণেই আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়,আপনারা জানেন সাতক্ষীরার আম প্রতিবছর বাহিরের বিভিন্ন দেশে যায় সুতরাং এই আম ফলনকে  যায় সুতরাং এই আম ফলনকে কিভাবে বিস্তৃতি করা যায় তার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনারা যে কোন সময় আসবেন পরামর্শ ও তথ্য সেবা গ্রহণ করবেন আর আমাদের কৃষি অফিসাররা আপনাদের সেবায় সব সময় নিজে থাকে তারা পরামর্শ প্রদান করে।ইনতেফা কোম্পানির এরিয়া ইনচার্জ নাজমুল হোসেন বলেন,ইনতেফা কোম্পানি কৃষকের কল্যানে অঙ্গীকারাবদ্ধ, আপনারা সবাই ইনতেফার পন্য ব্যবহার করবেন। এ সময় চাষীদের হাতে তুলে দেওয়া হয় একটি মেহগনি গাছের চারা ও আম গাছের চারা। বিতরণ করা হয়।
  • ভারতে যাওয়ার সময় পাইকগাছার যুবলীগ নেতা ভোমরায় আটক

    ভারতে যাওয়ার সময় পাইকগাছার যুবলীগ নেতা ভোমরায় আটক

    খুলনার পাইকগাছার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একই ইউনিয়নের যুবলীগের সভাপতি সাবেক এমপি আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইউনুস আলী ভারতে যাওয়ার সময় ভোমরা স্থল বন্দর পুলিশ আটক করেছে। ইউনুস আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

    ইউনুস আলী মোড়ল কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটী গ্রামের আব্দুল লতিফ মোড়লের ছেলে। তিনি ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে একাধিক বার নির্বাচিত ইউপি সদস্য। বর্তমানে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। তার নামে মামলা হলে তিনি পালিয়ে যান। দীর্ঘদিন পালিয়ে থাকায় ইউনিয়নবাসী সেবা পেতে চরম সমস্যায় ভুগছিলেন।

    পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক  ইদ্রিসুর রহমান জানান, রবিবার বিকাল ৪টার দিকে খবর পেয়ে ভোমরা স্থল বন্দর পুলিশ ইমিগ্রেশন থেকে কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও একই ইউনিয়নের যুবলীগের সভাপতি ইউনুস আলীকে আটক করেছে। থানা পুলিশ ভোমরা থেকে আইনি প্রক্রিয়া শেষে তাকে পাইকগাছা থানায় নিয়ে আসে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

  • তালায় যুব সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    তালায় যুব সাংবাদিকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

    সাতক্ষীরার তালায় যুব সাংবাদিকদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণগ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় জলাবদ্ধতা, কৃষির উন্নয়ন ও আবহাওয়ার পরিবর্তন বিষয়ে সাংবাদিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
    উত্তরণ এশিয়া লাইভলিহুড প্রকল্প-এর আওতায় আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উত্তরণ-এর কর্মকর্তা দিলীপ সানা। স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মঈনুল হাসান সোহান।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, রিয়াদ হাসান, হোসেন আলী, মোকারম বিল্লাহ, মিলন কুমার বসু, অর্জুন বিশ্বাস, শামীম খান এবং ইমরান হোসেন। এছাড়া উত্তরণ-এর ফিল্ড অফিসার ইমরুল কবির ও ইউসুফ আলী-ও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
    প্রশিক্ষণে তালা ও সাতক্ষীরা সদর উপজেলার মোট ১০ জন যুব সাংবাদিক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন ও স্থানীয় সমস্যাবলি নিয়ে তথ্যনির্ভর, দায়িত্বশীল ও কার্যকর সাংবাদিকতার জন্য উৎসাহিত হন।