Warning: Attempt to read property "post_content" on null in /home/dakshinermashalc/public_html/wp-content/plugins/pj-news-ticker/pj-news-ticker.php on line 202
Hasan, Author at Daily Dakshinermashal - Page 17 of 82

Author: Hasan

  • ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া

    ভারতীয় গণমাধ্যমে মিথ্যা সংবাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিক্রিয়া

    বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কক্সবাজার থেকে বান্দরবান পর্যন্ত এলাকাকে ‘মিলিটারি অপারেশনস জোন’ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে এমন সংবাদ ভারতীয় অনলাইন গণমাধ্যম ‘Northeast News’-এ প্রকাশিত খবরকে সরাসরি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    আইএসপিআর জানায়, এই প্রতিবেদনটি শুধুমাত্র বিভ্রান্তি ছড়ানো এবং বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রকাশ করা হয়েছে। বিশেষ করে প্রতিবেদনে সেনাবাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দেয়ার মতো গুরুতর ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়েছে, যা একেবারেই অসত্য এবং বিদ্বেষমূলক অপপ্রচার।

    আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেদনে যে ধরনের অসত্য ও প্রমাণবিহীন দাবি তোলা হয়েছে, তা এক ধরনের কল্পনাপ্রসূত ষড়যন্ত্র এবং বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিকভাবে ভুল বার্তা ছড়ানোর অপচেষ্টা।

    আইএসপিআর আরও জানিয়েছে, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বদা পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্রের কাছে আপস না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

    প্রতিবেদনে সেনাবাহিনীকে ঘিরে যেভাবে সন্দেহের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেনাবাহিনীর মতে তা কোনোভাবেই সাংবাদিকতার মানদণ্ডে পড়ে না। বরং এটি একটি সুপরিকল্পিত ও ধারাবাহিক কুৎসা রচনার অংশ, যা দেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি এবং বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টারই বহিঃপ্রকাশ।

    বাংলাদেশ সেনাবাহিনী পুনরায় জানিয়ে দিয়েছে-দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও সংবিধান রক্ষায় বাহিনী সর্বদা প্রস্তুত এবং এ ধরনের অপপ্রচারে তারা ভীত কিংবা বিচলিত নয়।

  • শ্যামনগর সীমান্তে বিজিবি’র বিওপির উদ্বোধন

    শ্যামনগর সীমান্তে বিজিবি’র বিওপির উদ্বোধন

    অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান ও চোরাচালান দমনসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সাতক্ষীরার শ্যামনগর সীমান্তবর্তী ছুটিপুর এলাকায় একটি নতুন বিওপির উদ্বোধন করা হয়েছে। রোববার (১ জুন) সকালে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্যামনগরের নীলডুমুরস্থ বিজিবি ১৭ ব্যাটেলিয়ানের দায়িত্বপূর্ণ এলাকায় নবনির্মিত এই ‘ছুটিপুর বিওপি’র উদ্বোধন করেন।

    এসময় বিজিবির খুলনা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও যশোর রিজিয়নের পরিচালক (অপারেশন) লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. শাহারিয়ার রাজীব প্রমূখ উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিজিবির ছুটিপুর বিওপির উদ্বোধন শেষে সেক্টর কমান্ডার নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধীনস্থ ও দায়িত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

    পরে প্রধান অতিথি ছুটিপুর বিওপিতে স্থানীয় অস্বচ্ছল রোগীদের জন্য বিজিবি কর্তৃক পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচী পরিদর্শন করেন এবং উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

    সাতক্ষীরার নীলডুমরস্থ বিজিবি ১৭ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মো. শাহরিয়ার রাজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

  • সারজিসকে সেনাবাহিনী : মবের নামে আর কাউকে ধ্বংস করার সুযোগ নেই!

    সারজিসকে সেনাবাহিনী : মবের নামে আর কাউকে ধ্বংস করার সুযোগ নেই!

    জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার পর শনিবার রাতভর সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় খবর পেয়ে সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন।

    ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সারজিস আলমকে বলেন,
    “শরীরে যতক্ষণ রক্ত আছে, আমরা দেশের বিরুদ্ধে কোনো অপকর্ম প্রচার করব না। আপাতত যারা জনগণের অসুবিধা সৃষ্টি করে, নাশকতা করে, মবের নামে আগুন জ্বালায় এবং ঘরবাড়ি ভাঙচুর করে, তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে যে, এ ধরনের কাজের সুযোগ আর নেই।”

    গত বৃহস্পতিবার রাতে রংপুরের সেনপাড়া ‘দ্য স্কাই ভিউ’ বাসভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলার সময় জিএম কাদের বাসায় ছিলেন।

    শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম নগরীর পায়রা চত্বর মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতিকে জিজ্ঞাসাবাদ করেন। পরে স্থানীয় বিএনপির নেতাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।

    সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে সারজিস আলম বলেন,
    “যে কোনো সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি, জামায়াত কিংবা এনসিপির কাউকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। তবে রাতে দেরিতে এ ধরনের কাজ দৃষ্টিকটু। আশা করছি, ভবিষ্যতে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে সহযোগিতার জন্য সবাই প্রস্তুত থাকবে।”

  • ৩০ বছরের নিচে কোটি তরুণের দেশে বিনিয়োগের ইতিহাস তৈরি করতে চায় চীন!

    ৩০ বছরের নিচে কোটি তরুণের দেশে বিনিয়োগের ইতিহাস তৈরি করতে চায় চীন!

    বাংলাদেশকে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চীনা বিনিয়োগকারীদের দেশের শিল্প খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    রোববার রাজধানীর মাল্টিপারপাস হলে আয়োজিত দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ ব্যবসা ও বিনিয়োগ সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ ও চীন সরকার।

    ড. ইউনূস বলেন, “বাংলাদেশে তৈরি পোশাক, জ্বালানি, কৃষি, পাট এবং তথ্য প্রযুক্তিসহ বহু সম্ভাবনাময় খাত রয়েছে। এসব খাতে চীনা বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে বাংলাদেশকে একটি কার্যকর ম্যানুফ্যাকচারিং হাবে রূপ দেওয়া সম্ভব।”

    তিনি আরও বলেন, “বাংলাদেশের মোট জনশক্তির প্রায় অর্ধেকের বয়স ৩০ বছরের নিচে। এই তরুণ কর্মশক্তি কাজে লাগাতে চীনা ব্যবসায়ীরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।”

    চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, বাজার বিশ্লেষণ ও খাতভিত্তিক দিকনির্দেশনা দিতে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চীনের ১০০টির বেশি কোম্পানি থেকে প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

    সম্মেলনে আরও বক্তব্য দেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তারা উভয়েই বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

  • শেষ ম্যাচেই চমক! বাংলাদেশের একাদশে বড় পরিবর্তন, মাঠে নামছে নতুন মুখ!

    শেষ ম্যাচেই চমক! বাংলাদেশের একাদশে বড় পরিবর্তন, মাঠে নামছে নতুন মুখ!

    টানা দুই সিরিজে হারের পর বেশ চাপে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের পর এবার পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হার নিশ্চিত হয়েছে টাইগারদের। তবে হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল।
    রোববার (১ জুন) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
    তবে আজকের ম্যাচে দলে কিছু পরিবর্তন আসতে পারে। চোটের কারণে বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। মাত্র ১৪ জনের স্কোয়াডে বড় পরিবর্তনের সুযোগ না থাকলেও অভিষেক হতে পারে খালেদ আহমেদের। স্পিন বিভাগে রিশাদ হোসেনের জায়গায় দেখা যেতে পারে তানভীর ইসলামকে। আবার দলে ফিরতে পারেন সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।
    সবচেয়ে বড় দুশ্চিন্তা ব্যাটিং লাইনআপ। দুই-একটি ঝলক ছাড়া পুরো সিরিজেই ব্যর্থ টপ অর্ডার। পাকিস্তানের দ্বিতীয় সারির পেস আক্রমণের বিপক্ষেও দাঁড়াতে পারেননি ব্যাটাররা। আজকের ম্যাচে দলে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত, যদিও তাকে ব্যাটিং অর্ডারের কোন স্থানে খেলানো হবে তা নিয়ে ভাবনায় টিম ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে হৃদয়, জাকের এবং শামীম পাটোয়ারির ফর্ম নিয়েও রয়েছে উদ্বেগ।
    লাহোরে সাম্প্রতিক তিনটি টি-টোয়েন্টিতে ব্যাটাররাই রাজত্ব করেছেন। যার মধ্যে রয়েছে পিএসএল ফাইনালও। তাই লিটনের লক্ষ্য থাকবে, টানা পাঁচ ম্যাচ পর যেন টসটা জেতা যায়। আগে ব্যাটিং পেলে হয়তো চাপে না পড়ে লড়াইটা আরও জমিয়ে তুলতে পারবে টিম বাংলাদেশ।
    টাইগারদের সামনে আজ শুধু একটি ম্যাচ নয়, একটি সম্ভাবনার লড়াই। হোয়াইটওয়াশ এড়ানো এবং একই সঙ্গে পাকিস্তানের মাটিতে প্রথম জয় তুলে নেয়ার।
    বাংলাদেশের সম্ভাব্য একাদশ
    নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

  • ফের সীমান্তে রক্ত! বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেলো বিএসএফ

    ফের সীমান্তে রক্ত! বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেলো বিএসএফ

    মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালিয়ে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে এবং পরে তার মরদেহ নিয়ে গেছে। শনিবার (৩১ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তির নাম প্রদীপ বৈদ্য। তিনি কুলাউড়ার দত্তগ্রাম এলাকার বাসিন্দা এবং শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। স্থানীয় সূত্র জানায়, তিনি লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজে যুক্ত ছিলেন।

    শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম জানান, সীমান্তের কাঁটাতারের কাছে বিএসএফ তাকে গুলি করে এবং পরে মরদেহ নিয়ে যায়। বর্তমানে নিহতের পরিবার থানায় অবস্থান করছে। তারা একটি সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানিয়েছেন তিনি।

    এ বিষয়ে কুলাউড়া থানার পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে।

    ঘটনার বিষয়ে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, এটি ভারতের ভেতরে সংঘটিত হয়েছে। নিহতকে কৈলাশহর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভারতীয় পুলিশ বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করবে।

  • ১৬ জুনের আগেই হাজিরা দিতে হবে শেখ হাসিনাকে? জারি হলো পরোয়ানা!

    ১৬ জুনের আগেই হাজিরা দিতে হবে শেখ হাসিনাকে? জারি হলো পরোয়ানা!

    জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১ জুন (রোববার) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    এই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। তবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক রয়েছেন। আদালত আগামী ১৬ জুনের মধ্যে তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে।

    উল্লেখ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠামো পুনর্গঠন করা হয় এবং এরপরই এই ঘটনায় প্রথম একটি বিবিধ মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতেই আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করা হয়েছে, যা এখন একটি পূর্ণাঙ্গ মামলায় রূপ নিয়েছে। অভিযোগপত্রে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

    এই মামলার তদন্ত প্রতিবেদন গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। প্রচলিত বিধি অনুযায়ী, তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটরের কাছে প্রতিবেদন জমা দেয়, যা তিনি পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করেন।

    পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে মোট তিনটি মামলা চলছে। এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হয়েছে। এছাড়া, তাঁর শাসনামলে গুম ও হত্যার অভিযোগ এবং হেফাজতে ইসলামের মতিঝিল শাপলা চত্বরে সমাবেশে প্রাণহানির ঘটনায় আরও দুটি মামলায় তাঁকে আসামি করা হয়েছে।

  • এবার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষনা করবে সরকার

    এবার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষনা করবে সরকার

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চলতি বাজেটের চেয়েও ছোট বাজেট দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী ২০২৫–২৬ অর্থবছর সরকারি ব্যয় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

    আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের আওতায় কিছু কর্মসূচিতে ভাতার পরিমাণ ও উপকারভোগী বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানে সুযোগ তৈরির উদ্যোগ থাকবে গ্রামীণ পর্যায়ে। এজন্য উজ্জীবিত করা হবে রাস্তাঘাট নির্মাণ, সংস্কারসহ গ্রামীণ অবকাঠামো খাতের কর্মযজ্ঞকে।

    জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে ভিন্ন আঙ্গিকে। সংসদ না থাকায় ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে। আগামী সোমবার বিকেল ৪টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের বাজেট বক্তব্য সম্প্রচার করা হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

    আগামী ২ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। ওইদিন বিকেল ৪টায় ধারণকৃত বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত হবে। এছাড়া বাংলাদেশ টেলিভিশন থেকে ‘ফিড’ নিয়ে অন্যান্য সব বেসরকারি টেলিভিশন ও বেতারে একই সময়ে জাতীয় বাজেট বক্তব্য প্রচারের অনুরোধ করা হয়েছে তথ্য বিবরণীতে।

    এর আগে সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল ২০০৮ সালে। তখন ক্ষমতায় ছিল তত্ত্বাবধায়ক সরকার। ওই বছরের ৯ জুন তখনকার অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ২০০৮-০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন। সেদিনও ছিল সোমবার। বেলা ৩টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়েছিল মির্জ্জা আজিজুল ইসলামের বাজেট বক্তব্য।

    তারপর আওয়ামী লীগের চার মেয়াদে সাড়ে ১৫ বছরে আবুল মাল আবদুল মুহিত টানা ১০ বার, আ হ ম মুস্তফা কামাল পাঁচবার এবং আবুল হাসান মাহমুদ আলী একবার জাতীয় বাজেট উপস্থাপন করেন। নির্বাচিত সরকারের আমলের এসব বাজেট জাতীয় সংসদেই উপস্থাপন করা হয়। পরে মাসজুড়ে সেই প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা হত সংসদে। জুন মাসের শেষ দিকে সংসদে পাস হত নতুন অর্থবছরের বাজেট।

    এবার সংসদ না থাকায় সংসদের আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ থাকছে না। তবে বাজেট ঘোষণার পর প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিকদের নিকট মতামত চাইবে অর্থ মন্ত্রণালয়। মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে। এরপর আগামী ২৩ জুনের পর যেকোনো একদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী এক জুলাই থেকে কার্যকর করা হবে।

    সবশেষ ২০২৪-২০২৫ অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জুলাইয়ে নতুন অর্থবছর শুরুর পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এবার বাজেটের আকার সামান্য ছোট হয়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি টাকা। স্বাধীনতার পর এই প্রথম বাজেটের আকার আগের অর্থবছরের তুলনায় কমছে।

  • আশাশুনিতে সেনাবাহিনীর হস্তক্ষেপে এলজিইডির পিচের রাস্তা সঠিকভাবে কাজ

    আশাশুনিতে সেনাবাহিনীর হস্তক্ষেপে এলজিইডির পিচের রাস্তা সঠিকভাবে কাজ

    আশাশুনি প্রতিনিধি:
    আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গার ছমিল মোড় টু তেতুলিয়ার ব্রীজের এলজিডির মেইন পিচের রাস্তা সঠিকভাবে কাজ করা হচ্ছে। শনিবার সন্ধ্যায় আশাশুনিতে কর্মরত ক্যাম্প কমান্ডার লে. লাবিব ঘটনাস্থলে পৌঁছে চলমান রাস্তার কাজের জটিলতা সৃষ্টি হলে বড়দল ইউনিয়ন যুবদল নেতা শরিফুল ইসলাম, ইউপি সদস্য ফারুক হোসেন আঙ্গুর, আল আমিন যুব সংঘের সভাপতি ও সাংবাদিক এস এম শরিফুল ইসলাম শরীফ সহ এলাকাবাসী ও এলজিডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বাপ্পি এবং মেসার্স সরদার এন্টার প্রাইজের কন্টাকটার মুকুল সরদারের প্রতিনিধি সবাইকে এক জায়গায় করেন। সবাইর কথা শুনে বুঝে তাদের উপস্থিতিতে সরকারি এস্টিমিটেট অনুযায়ী মাপ জরিপ করে পূর্বের ন্যায় সঠিকভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য শুক্রবার সকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ রাস্তার কাজটি তিন ফুট ছোট করে এজিং বসিয়ে নির্মাণ করায় এলাকাবাসী উপস্থিত হয়ে কাজটি বন্ধ করে দেয়। এরিপ্রেক্ষিতে বিভিন্ন পত্র-পত্রিকায় নিউজ প্রকাশ হওয়ায় শনিবার সন্ধ্যায় ক্যাম কমান্ডার ঘটনাস্থলে পৌঁছে সেটি সমাধান করে দেওয়া হয়েছে। সঠিকভাবে কাজ করার দিকনির্দেশনা প্রদান করায় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
  • সাতক্ষীরায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

    সাতক্ষীরায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় সীমান্তবর্তী জনসাধারণর স্বাস্থ্যসেবার নিমিত্তে মেডিকেল ক্যাম্পেইন করেছে বিজিবি।
    শনিবার (৩১ মে) সকাল ৮টা থেকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) ব্যবস্থাপনায় ঘোনা বিওপিতে এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
    মেডিকেল ক্যাম্পেইনে ঘোনা বিওপির আওতাধীন বসবাসকারী গবীর, দুস্থ এবং অসহায় জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের নিমিত্তে ঘোনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক রোগ নির্ণয় করতঃ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পেইনে ১৪১ জন  (পুরুষ-৪৮ জন, মহিলা-৬৯ এবং শিশু  রোগী-২৪ জন) জনসাধারণকে চিকিৎসা প্রদানসহ ঔষধ বিতরণ করা হয়েছে।
    সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক  লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনের পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে।
  • সন্ত্রাসী আনসার মিস্ত্রীর বিরুদ্ধে জবেদ আলী মুকুলের নামে অপপ্রচারের অভিযোগ

    সন্ত্রাসী আনসার মিস্ত্রীর বিরুদ্ধে জবেদ আলী মুকুলের নামে অপপ্রচারের অভিযোগ

    নিজস্ব প্রতিনিধি:
    শ্যামনগরে আনসার মিস্ত্রীর বিরুদ্ধে ব্যবসায়ী জবেদ আলী মুকুলের নামে অনলাইনে নানারকম কুৎসা ছড়ানো এবং হুমকির অভিযোগ উঠেছে।
    শ্যামনগর উপজেলার গৌরিপুর গ্রামের ক্ষতিগ্রস্ত জবেদ আলী মুকুল তার অভিযোগে বলেন, একই উপজেলা ভুরুলিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত হোসেন আলী মিস্ত্রি ছেলে আনসার মিস্ত্রী ও তার চাচা মৃত ফকির মিস্ত্রিথ ছেলে হামিদ মিস্ত্রি মুকুলের বিরুদ্ধে অনলাইনে নানারকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
    জাবেদ আলী মুকুল বলেন, তার বিরুদ্ধে আনসার মিস্ত্রি তাকে ব্যবসায়িক ক্ষতি করতে, সামাজিকভাবে হেও করতে এবং এবং রাজনৈতিকভাবে ক্ষয়ক্ষতি করতে অনলাইনে ভুয়া পেজ খুলে বিভিন্ন প্রচার চালাচ্ছে। ইতিমধ্যে আনসার মিস্ত্রি ভুয়া পুলিশ নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে হয়রানি করেছে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
    উল্লেখ্য: আনসার মিস্ত্রী ও তার চাচা হামিদ মিস্ত্রী এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিতি। আনসার মিস্ত্রীর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, অস্ত্র মামলা, গরু চুরি মামলা, মাদক মামলা, ঘের দখল, জাল দলিল তৈরির অভিযোগ রয়েছে। এসব মামলায় আনসার মিস্ত্রী জেল খেটেছে। শ্যামনগরের একজন জনপ্রতিনিধির আশ্রয়ে-প্রশ্রয়ে বিগত দশ বছর সে এলাকায়
    ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
    ভুক্তভোগী জাবেদ আলী মুকুল ও তার পরিবার সন্ত্রাসী আনসার মিস্ত্রী ও তার চাচা হামিদ মিস্ত্রির এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা পেতে পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এবং নিরাপত্তা দাবি করেছেন।
    এই রিপোর্ট লেখার সময় ভুক্তভোগী জাবেদ আলী মুকুল সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছিলেন।
  • যশ-নুসরাত থাকছেন আলাদা , মাঝে তৃতীয় ব্যক্তির গুঞ্জন

    যশ-নুসরাত থাকছেন আলাদা , মাঝে তৃতীয় ব্যক্তির গুঞ্জন

    বিনোদন বক্স : টালিউড তারকা যশ দাশগুপ্ত এবং এবং নুসরাত জাহান কয়েক সপ্তাহ ধরেই আলোচনায় রয়েছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, এ তারকা দম্পতি তাদের মধ্যে নাকি দূরত্ব বেড়েছে। তৃতীয় ব্যক্তির কারণেই নাকি তাদের এমন দূরত্ব তৈরি হয়েছে। এর সূত্র ধরেই টালিউডে ব্যাপক জল্পনা-কল্পনা যশ এবং নুসরাতের আলাদা থাকা নিয়ে।

    সম্প্রতি লক্ষ্য করা হয় যে ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করে দিয়েছেন যশ এবং নুসরাত। শুধু তাই নয়, নুসরাত একের পর এক ইঙ্গিতবহ পোস্ট করায় সেই আলোচনা আরও জোড়াল হতে থাকে। এমন সময় একদিকে যশ তার বড় ছেলেকে (প্রথম পক্ষের) নিয়ে থাইল্যান্ড বেড়াতে যান, আর নুসরাত বাবা মা, ছেলেকে নিয়ে দার্জিলিং বেড়াতে যান। এ কারণে সব কিছু মিলিয়েই তাদের অনুরাগীদের মধ্যে থেকে টলিউডের অন্দর, সর্বত্রই গুঞ্জন শোনা যাচ্ছে যে তারা নাকি আলাদা হয়েছেন।

  • কলারোয়ায় ছাগল-রাজহাস পুরষ্কারের ৮দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    কলারোয়ায় ছাগল-রাজহাস পুরষ্কারের ৮দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    ➤খেলায় চ্যাম্পিয়ন আখড়াখোলা বল্লী ইউনিয়ন দলকে একটি ছাগল পুরষ্কার।
    ➤রানার্সআপ নগরঘাটা কালীবাড়ি দলকে একটি রাজহাস পুরষ্কার দেওয়া হয়।
    সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ধানদিয়া মিশন যুব সংঘের উদ্যোগে ৮দলীয় ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শক্রুবার সকাল ১১ঘটিকায় খেলাটি উদ্ধোধন হয়ে সন্ধ্যার আগ পর্যন্ত গড়ায়। খেলা শেষে চ্যাম্পিয়ন দল আখড়াখোলা বল্লী ইউনিয়ন কে একটি ছাগল ও রানার্সআপ নগরঘাটা কালীবাড়ি দলকে একটি রাজহাস পুরষ্কার দেওয়া হয়।
    উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়নগর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও চেয়ারম্যান প্রার্থী ছিদ্দিকুর রহমান গাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি প্রার্থী ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি বিশিষ্ট সমাজ সেবক হাসানুর রহমান হাসান, আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, আলোর সন্ধান পত্রিকার স্টাফ রিপোর্টার মাসুদ রানা ও ক্যামেরাম্যান রবিউল ইসলাম, রনি সরকার প্রমুখ।
    খেলায় চ্যাম্পিয়ন আখড়াখোলা বল্লী ইউনিয়ন ও নগরঘাটা রানার্সআপ কালীবাড়ি। চ্যাম্পিয়ন দলকে একটি ছাগল ও রানার্সআপ দলকে একটি রাজহাস পুরষ্কার দেওয়া হয়।
    খেলাটি সার্বিকভাবে পরিচালনায় করেন, শাওন, সরোজিত, অন্তর, বিকাশ, সনজিত প্রমুখ।
  • ‘থ্রি জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের

    ‘থ্রি জিরো ক্লাব’ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের

    বর্তমান সভ্যতা ধ্বংসের দিকে এগোচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন, পৃথিবীকে রক্ষায় ‘থ্রি জিরো ক্লাব’ গড়ে তোলার জন্য। শুক্রবার (৩০ মে) জাপানের টোকিওতে সোকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতাকালে তিনি বলেন, আমরা যে সভ্যতা তৈরি করছি, তা একটি আত্মবিধ্বংসী সভ্যতা, যা পৃথিবীকে ধ্বংস করে দেবে।

    ড. ইউনূস বলেন, বর্তমান সভ্যতার কাঠামোর মধ্যে মানবজাতির টিকে থাকা কঠিন হয়ে পড়েছে, কারণ বিশ্বজুড়ে পরিবেশের ওপর ধ্বংসাত্মক কার্যক্রম অব্যাহত রয়েছে।

    ড. ইউনূসের ‘থ্রি জিরো ক্লাব’ ধারণা মূলত তিনটি শূন্যের ভিত্তিতে গড়ে তোলা- শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। তার মতে, ভবিষ্যৎ প্রজন্মকেই এ লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে আসতে হবে। এখন সবাই কেবল তাদের মুনাফা সর্বাধিক করতে চাচ্ছে।

    বিশ্বের সম্পদের সিংহভাগ এখন খুব অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত, যাকে তিনি এক অভিশাপ হিসেবে উল্লেখ করেন।

    অধ্যাপক ইউনূস বেকারত্বের সমস্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জগুলোর দিকেও আলোকপাত করেন।

    ‘থ্রি জিরো ক্লাব’ সম্পর্কে তিনি বলেন, পাঁচজন ব্যক্তি একত্রিত হয়ে একটি থ্রি জিরো ক্লাব গঠন করতে পারে, যেখানে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে যে তারা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবে না।

    তরুণ প্রজন্মকে নতুন এক বিশ্ব গড়তে সৃজনশীল হওয়ার আহ্বান জানিয়ে এই নোবেলজয়ী অধ্যাপক ইউনূস বলেন, চাকরি মানুষের সৃজনশীলতাকে দমন করে।

    মানুষের সহজাত উদ্যোক্তা হওয়ার ক্ষমতার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘যদি তোমার মধ্যে সৃজনশীলতা না থাকে, তবে তুমি কিছুই নও…প্রত্যেক মানুষের মধ্যেই সৃজনশীলতা আছে।’

    তিনি উদ্যোক্তা তৈরি করতে সামাজিক ব্যবসায় ক্লাব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

    ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একটি নতুন পৃথিবী কল্পনা করো, কারণ কল্পনা তোমাকে নিজেকে উন্মুক্ত করার ক্ষমতা দেয়।’

    ড. ইউনূস অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের জানান কীভাবে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক থাকাকালে পাশের একটি ছোট গ্রামে ক্ষুদ্রঋণের যাত্রা শুরু করেন।

    অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয় থেকে ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।বিশ্বব্যাপী সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে সোকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকিও বক্তব্য রাখেন।

  • সাতক্ষীরায় দু:স্থদের খাবার বিতরণে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

    সাতক্ষীরায় দু:স্থদের খাবার বিতরণে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুর ১২ টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্ত্বরে এই খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।

    সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক মো. আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ। এ সময় বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    খাবার বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন, কৃষি ও শিল্পে বিপ্লব, খাল খনন ও বৃক্ষরোপণ, শিক্ষা ও প্রশাসন সংস্কার, আইনের শাসন ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা, সরকারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কারে গণআকাঙ্ক্ষার প্রতিফলন প্রতিটি ক্ষেত্রে শহীদ জিয়া রেখে গেছেন এক অনন্য দৃষ্টান্ত, এক অমোচনীয় চিহ্ন। মাত্র চার বছরে তিনি বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন চার দশকের চেয়েও বেশি যা আজও ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায় হয়ে আছে।

    এদিকে জেলা শ্রমিক দলের আয়োজনে শহরের সঙ্গীতা মোড়ে দুপুরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শেখ মিলন হোসেন, মো. ইব্রাহিম খলিল টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি, পৌর শ্রমিক দলের আহবায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহবায়ক মো. শাহাদাত হোসেন, জেলা ইমরত শ্রমিক দলের সভাপতি তফুর আলী, জাতীয়তাবাদী ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিকদল ভি.আই.পি সাতক্ষীরা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম গাজীসহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ।

  • যুক্তরাষ্ট্র দেশে পাঠালো ১০৮০ ভারতীয়কে

    যুক্তরাষ্ট্র দেশে পাঠালো ১০৮০ ভারতীয়কে

    চলতি বছর ১ হাজার ৮০ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩০ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধির জয়সওয়াল বলেছেন, অভিবাসন সংক্রান্ত বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে। যাদেরকে প্রত্যাবর্তন করা হয়েছে, তারা হয় সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন অথবা অবৈধভাবে ভ্রমণ করছিলেন।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ট্রাম্প প্রশাসন সোশ্যাল মিডিয়া যাচাই-বাছাই জোরদার করার বিষয়টি বিবেচনা করছে। এ কারণে বুধবার বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের জন্য নতুন সাক্ষাৎকারের সময়সূচি না দেয়ার নির্দেশ দেন তিনি।

  • বাঁচা-মরার ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

    বাঁচা-মরার ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

    জয়ের নেই কোনো বিকল্প, তাই হারলে সিরিজ শেষ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি আজ শুক্রবার (৩০ মে) বাংলাদেশের জন্য বাঁচা-মরার। এমন ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ।

    বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেন, ‘সিরিজ এখনও শেষ হয়নি। আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ছেলেরা। আশাকরি আমরা ফল বের করতে পারব। উইকেট বেশ ভালোই মনে হচ্ছে।’

    পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, ‘আমরা ছন্দে আছি। ছেলেরা সিরিজ জিততে মুখিয়ে আছে। উইকেট দেখে আলাদা মনে হয়নি। বাংলাদেশ ভালো দল, তবে আমরা জয়ের জন্যই খেলব।’

  • বিসিবির নতুন সভাপতি বুলবুল

    বিসিবির নতুন সভাপতি বুলবুল

    বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল । মূলত বিসিবির আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।

    সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ শুক্রবার বিসিবির কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন বুলবুল। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, এই অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করে যেতে চান? জবাবে তিনি বলেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’

    তবে নির্দিষ্ট করে তার মেয়াদ জানতে চাইলে এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। নির্ধারিত সময় নিয়ে বুলবুল বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোন নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’

    জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পেয়ে যাওয়ায় আমিনুল ইসলামের সভাপতি হওয়ার পথ পরিস্কারই ছিল। বিকেলে বিসিবির জরুরি সভায় পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

    এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

    গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।