Author: Hasan
-

আশাশুনিতে কাব কার্ণিভাল উদযাপন
আশাশুনি প্রতিনিধি:আশাশুনিতে বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে কাব কার্ণিভাল ২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল ৮ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ স্কাউটস এর অর্থায়নে আশাশুনি উপজেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় সকাল ১০ টায় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সারা বাংলাদেশের সকল উপজেলায় একযোগে অনুষ্ঠান উদযাপন করা হয়। উপজেলার ৩০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন করে ১৮০ জন কাব শিশু, ১ জন করে ৩০ জন শিক্ষক ও ২০ জন স্টাফ কর্মকর্তা সর্বমোট ২৩০ জনের অংশ গ্রহনে মহাতাবু জলসার মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। মহাতাবু জলসায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস এর সেক্রেটারী আশাশুনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা রাখেন, উপজেলা স্কাউটস এর কমিশনার ও সরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। -

সাতক্ষীরা সীমান্তে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ
সাতক্ষীরার পৃথক দু’টি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ১৮ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২১ জুন) সন্ধ্যায় শ্যামনগরের কৈখালী সীমান্তের কালিন্দী নদীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন ও একই দিন বিকালে সাতক্ষীরার কুশখালী সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে আরো ১৪জনকে ফেরত পাঠানো হয়। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন এলাকা থেকে সেদেশের পুলিশ এসব বাংলাদেশীদের আটক করে বিএসএফ এর কাছে তুলে দেয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মো. নুর আলম (৩৬), তার স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং তাদের দুই কন্যা লাবিবা খাতুন (৬) ও লামিয়া খাতুন (১৬ মাস) এবং ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসা গলির বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের মেয়ে রাণী মন্ডল, দেবাশীষ মন্ডলের মেয়ে রিয়া মন্ডলসহ ১৮ জন।
বিজিবি সূত্র জানায়, শনিবার (২১ জুন) সন্ধ্যায় শ্যামনগরের কৈখালী সীমান্তের কালিন্দী নদীর শূন্যরেখা এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে নুর আলমসহ চারজনকে ফেরত দেওয়া হয়। পরে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করে বিজিবি।
ফিরে আসা নুর আলম জানান, আড়াই বছর আগে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চিকিৎসার জন্য তারা ভারতের কেরালা শহরে যান। চিকিৎসা দীর্ঘ মেয়াদী হওয়ায় তিনি পরিবার নিয়ে সেখানেই ছিলেন। এসময় তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা সেখানে অবৈধ হয়ে যায়। পরে তারা অবৈধ পথে বাংলাদেশের প্রবেশের জন্য ভারতের শমশেরনগর সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় বিএসএফ তাদের আটক করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, নাগরিকত্ব যাচাই-বাছাই করার পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে শনিবার (২১ জুন) বিকালে সাতক্ষীরার কুশখালী সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ১৪ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার। বাংলাদেশের পক্ষে অংশ নেন কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান
সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, হস্তান্তর হওয়া ১৪ বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা বিভিন্ন সময় ভারতে অবৈধভাবে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের বিভিন্ন রাজ্য থেকে আটক করে। পরে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি ১৪ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।
তিনি আরো জানান, এ ধরনের যৌথ পতাকা বৈঠক ও হস্তান্তর প্রক্রিয়া দুই দেশের সীমান্তবর্তী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল ইসলাম বলেন, বিজিবির মাধ্যমে থানায় হস্তান্তর করা ১৪ বাংলাদেশিকে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে।
-

নওয়াবেঁকী কলেজ ছাত্রদলের নবগঠিত ছয় সদস্যের কমিটির চারজনের পদত্যাগ
শ্যামনগরের নওয়াবেঁকী কলেজ ছাত্রদলের নবগঠিত ছয় সদস্যের কমিটির মধ্যে দুই নারী নেত্রীসহ চারজন পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক এক প্রভাবশালী নেতার হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মিত ও বিরোধী রাজনৈতিক দলের পরিবারের সদস্যদের কমিটিতে রাখার অভিযোগ তুলে তারা পদত্যাগ করেন।
পদত্যাগকারীরা হলেন, নওয়াবেঁকী মাহবিদ্যালয় কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি পারভেজ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমান আকিব লাবিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসনেয়ারা খাতুন এবং ছাত্রীবিষয়ক সম্পাদিকা তানিয়া সুলতানা জীম।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ জুন) রাতে ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির অনুমোদিত ছয় সদস্যের কমিটিতে আতিকুর রহমান আলিফকে সভাপতি, পারভেজ ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, হাসনাঈন হাসান তামিমকে সাধারণ সম্পাদক, হোসনেয়ারা খাতুনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আলমান আকিব লাবিবকে সাংগঠনিক সম্পাদক ও তানিয়া সুলতানা জীমকে ছাত্রীবিষয়ক সম্পাদক করা হয়।
জানা যায়, কমিটি ঘোষণার একদিন পর কমিটিতে থাকা দুই নারী নেত্রীসহ চারজন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমিটি প্রত্যাখ্যান করেন ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সম্পাদক বরাবর লিখিত পত্রে পদত্যাগের ঘোষণা দেন। এছাড়া শনিবার বেলা ১১টায় কলেজের সামনে পদত্যাগ করা চারজনসহ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
পদত্যাগকারী নেতৃবৃন্দের অভিযোগ, কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয়, নির্যাতিত এবং ছাত্রদলের আদর্শিক কর্মীদের মতামত উপেক্ষা করা হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ছাত্রদলের এক সাবেক নেতার হস্তক্ষেপের কথা উল্লেখ করে পক্ষপাতের অভিযোগ আনা হয়েছে। তারা অভিযোগ করেন, যেসব ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের অনেকেই আওয়ামী পরিবারের সদস্য এবং রাজনীতির মাঠে সক্রিয় নন।
লিখিত পদত্যাগপত্রে সিনিয়র সহ-সভাপতি পারভেজ ইসলাম বলেন, আমরা জাতীয়তাবাদী পরিবারের সন্তান। আমাদের রাজনীতি কোনো ব্যক্তি বা বলয়ের এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার নয়। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি আদর্শিক ছাত্র রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু যেভাবে প্রকৃত ত্যাগীদের বাদ দিয়ে একপাক্ষিকভাবে কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, আমরা আশা করি, কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃত্ব দ্রুত এই বিতর্কিত কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও আদর্শিক নেতাকর্মীদের নিয়ে একটি গ্রহণযোগ্য কমিটি পুনর্গঠন করবে। অন্যথায় ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও দুর্বল হয়ে পড়বে।
নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক আলমান আকিব লাবিব অভিযোগ করে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়মিত ছাত্র ও বিরোধী রাজনৈতিক দল জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির ইউনিয়ন সাধারণ সম্পাদকের ছেলেকে দিয়ে এই কমিটি করা হয়েছে। আমরা এমন কমিটি মানি না। তাই আমরা চারজন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করছি।
এদিকে, দলের অভ্যন্তরীণ এই সংকটের কারণে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে স্থানীয় নেতাকর্মীরা শঙ্কা প্রকাশ করেছেন।
-

সাতক্ষীরায় আদালতে ইভ্যালির সিইও রাসেলেকে কারাদন্ড
চেক প্রতারণার মামলায় এবার ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালত। একই সাথে তাকে চেকে বর্ণিত টাকার সমপরিমান জরিমানা করা হয়েছে। রোববার (২২ জুন) বিকাল ৩টায় সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. হাবিবুর রহমান এই রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার শেখ আব্দুল ওয়াজেদ কচির ছেলে শেখ তানজির আহমেদ ব্যক্তিগত প্রয়োজনে ইভ্যালিতে একটি অ্যাপাচি ১৬০ সিসির সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেল অর্ডার ও ক্রয়মূল্য পরিশোধ করেন।মোটরসাইকেলটি নির্ধারিত সময়ের মধ্যে সরবরাহ করতে না পারায় ইভ্যালি কর্তৃপক্ষ তাকে এক লাখ ৫৫ হাজার টাকার একটি চেক প্রদান করে। চেকটি নগদায়নের সর্বশেষ তারিখ ছিল ২০২২সালের ১১ জানুয়ারি। পরবর্তীতে বাদী চেকটি তার নিজ হিসাবে জমা দিলে চেকটি ডিজঅনার হয়। চেকটি ডিজঅনারের বিষয়ে ইভ্যালিকে লিগ্যাল (ডিমান্ড) নোটিশ পাঠানো হয়। ২২সালের ৩০ জানুয়ারি তারিখে ইভ্যালি কর্তৃপক্ষ নোটিশটি গ্রহণ করে। কিন্তু তারা বাদীর পাওনা অর্থ পরিশোধের কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতারিত হয়ে বাদী সাতক্ষীরা আমলী ১নং আদালতে ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলের বিরুদ্ধে এনআই অ্যাক্টে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় আদালত রোববার ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও চেকে বর্ণিত টাকার সমপরিমান জরিমানা করেছেন। তবে, রায় ঘোষণাকালে আসামি মোহাম্মাদ রাসেল কাঠগড়ায় ছিলেন না।
সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. এ বিএম ইমরান (শাওন) বিষয়টি নিশ্চিত করেছেন।
-

করোনায় ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে সারা দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরো ৩৬ জন। রোববার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার পাঁচ দশমিক ৮০ শতাংশ।
দেশে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৫৯৮ জন করোনা পরীক্ষা করেছেন। এর বিপরীতে ৪৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এই বছর করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের। এর মধ্যে ৯ জন নারী আর ৭ জন পুরুষ রয়েছেন। আর এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫১৫।
চলতি বছর প্রথম ৫ জুন করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর খবর জানা যায়। এরপর ১৩ জুন দুজন, ১৫ জুন একজন, ১৬ জুন একজন ও ১৭ জুন দুজন, ১৮ জুন একজন, ১৯ জুন একজন ও ২১ জুন দুজনের মৃত্যু হয়।
-

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’: রাশিয়া
ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেছে বলে জানিয়েছে আল-জাজিরা। বিবৃতিতে বলা হয়, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। যে যুক্তিই দেওয়া হোক না কেন—আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি। চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রচেষ্টা বাড়ানোর ওপর জোর দিচ্ছি।’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ রোববার রাশিয়া যাচ্ছে। আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।
-

ইরানে মার্কিন হামলা নিয়ে মুখ খুললো সৌদি আরব
মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনার পর ইরানের পরিস্থিতি নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে সৌদি আরব। শনিবার (২২ জুন) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ প্রকাশিত বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘ইরানের ওপর মার্কিন হামলা, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে সৌদি। এর আগে ১৩ জুনের বিবৃতিতেও সৌদি আরব ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিল।’
সৌদি সরকার পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সর্বোচ্চ সংযম দেখানো এবং উত্তেজনা প্রশমনের ওপর জোর দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সংকটের রাজনৈতিক সমাধানের জন্য একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে রিয়াদ।
গত মে মাসেই সৌদি আরব ইরানকে ট্রাম্পের সঙ্গে পারমাণবিক চুক্তি করতে আহ্বান জানিয়েছিল।
-

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার আদ্যোপান্ত জানালো বিবিসি
সম্প্রতি ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের কথিত হামলা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বখ্যাত সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির অনুসন্ধানভিত্তিক প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে একটি সাইবার ও ড্রোন সমন্বিত হামলা চালানো হয়। প্রতিবেদনে দাবি করা হয়, এই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল, যদিও যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি বিগত কয়েক দশক ধরেই পশ্চিমা দেশগুলোর নজরদারির কেন্দ্রে রয়েছে। এর আগে ২০১০ সালে স্টাক্সনেট নামক এক ভয়াবহ সাইবার ভাইরাসের মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করা হয়েছিল, যার পেছনেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ছিল বলে ধারণা করা হয়।
নতুন এ হামলায় পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দেয়, যার ফলে কিছু সময়ের জন্য কার্যক্রম স্থগিত রাখতে হয়। বিবিসি জানায়, হামলাটি অত্যন্ত পরিকল্পিত এবং প্রযুক্তিগতভাবে উচ্চমানসম্পন্ন ছিল।
বিশ্লেষকরা বলছেন, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে—ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে তারা কোনও ছাড় দেবে না।
অন্যদিকে ইরান সরকারের পক্ষ থেকে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও, বিষয়টি ‘বৈদেশিক শত্রুদের ষড়যন্ত্র’ বলে আখ্যায়িত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাবে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুনভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার প্রকৃতি ও সময়
২২ জুন ২০২৫, রাত ২:৩০টা থেকে ৩:০০টার মধ্যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান, ক্রুজ মিসাইল ও সাইবার হামলার মাধ্যমে ভয়াবহ আঘাত হানা হয়। বিবিসির তথ্য অনুযায়ী, এই হামলার মূল টার্গেট ছিল:
-
ফোর্ডো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট (Fordow)
-
নাতানজ এনরিচমেন্ট কমপ্লেক্স (Natanz)
-
ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার (Isfahan)
ব্যবহৃত অস্ত্র ও প্রযুক্তি
-
B-2 স্টেলথ বোম্বার: যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে ৭টি বোমারু বিমান প্রায় ৩৭ ঘণ্টার উড়ানে সরাসরি ইরানে প্রবেশ করে।
-
GBU-57A/B “Massive Ordnance Penetrator” (MOP): ৩০,০০০ পাউন্ড ওজনের এই বাংকার-বাস্টার বোমা মূলত ভূগর্ভস্থ সুরক্ষিত স্থাপনাকে লক্ষ্য করে ব্যবহৃত হয়।
-
টমাহক ক্রুজ মিসাইল: সাবমেরিন থেকে ইসফাহান ও নাতানজের উদ্দেশ্যে ৩০টিরও বেশি মিসাইল উৎক্ষেপণ করা হয়।
-
সাইবার যুদ্ধ ও ড্রোন সমন্বয়: ইলেকট্রনিক বিভ্রান্তি ও তথ্য প্রতিরোধ ব্যবস্থাও এই হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হামলায় ক্ষয়ক্ষতির চিত্র
-
ফোর্ডো: ইরানের পাহাড়ের নিচে স্থাপিত এই কেন্দ্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে প্রবেশপথ সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত এবং অভ্যন্তরীণ সরঞ্জাম অকার্যকর হয়ে পড়েছে।
-
নাতানজ: এখানে মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলে। এই স্থাপনার উপরের অংশ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, ফলে কেন্দ্রটি আংশিকভাবে অচল।
-
ইসফাহান: তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি কম হলেও গবেষণা বিভাগে অগ্নিকাণ্ডের প্রমাণ মিলেছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই হামলা ছিল “সম্পূর্ণ সফল” এবং “ইরানের পারমাণবিক সক্ষমতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে”।
প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন,“আমরা যে শক্তি ও সংকল্প ধারণ করি, তা দেখাতে চেয়েছি। শান্তি চাই, কিন্তু দুর্বলতা নয়।”
ইরানের প্রতিক্রিয়া:
ইরান সরাসরি হামলার দায় অস্বীকার করলেও এটিকে “বিদেশি ষড়যন্ত্র” বলে আখ্যায়িত করেছে এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়,“যে বা যারা আমাদের আভ্যন্তরীণ নিরাপত্তায় হস্তক্ষেপ করছে, তাদের এর পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।”
জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে।
বিশ্লেষণ: এই হামলার তাৎপর্য কী?
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে একাধারে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে থামিয়ে দিতে চেয়েছে এবং অন্যদিকে চীন ও রাশিয়াকে বার্তা দিয়েছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতি এখনও শক্তিশালী।
এই হামলা আগামী দিনে আন্তর্জাতিক রাজনীতি, তেল বাজার এবং সামরিক প্রস্তুতিতে সরাসরি প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
-
-

শান্তির দূত নয়, যুদ্ধের নেতা! :রাশিয়া
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, বিশ্বের বেশিরভাগ দেশই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের বিরোধিতা করছে।
যুক্তরাষ্ট্রের ইরানে হামলার পর নিজের টেলিগ্রামে তিনি লিখেছেন, “শান্তি প্রতিষ্ঠার কথা বলে যিনি ক্ষমতায় এসেছিলেন, সেই ট্রাম্পই এখন যুক্তরাষ্ট্রকে নতুন একটি যুদ্ধে জড়িয়ে ফেলেছেন।”
মেদভেদেভ আরও বলেন, “যুক্তরাষ্ট্র এখন এমন এক সংঘর্ষে জড়িয়ে পড়েছে, যা ভবিষ্যতে স্থল যুদ্ধেও রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জেতার আশা প্রায় শেষ।”
-

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র কতটা ভয়ংকর?
ইরান সম্প্রতি ইসরায়েলের ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেখানে তারা “খাইবার শেকান” নামের একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। একে “খোররামশাহর-৪” নামেও ডাকা হয়।
এটি একটি মাঝারি দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র, যা ইরানের সেনাবাহিনী (ইসলামি বিপ্লবী গার্ড) তৈরি করেছে। এই ক্ষেপণাস্ত্রটি ২০২২ সালে প্রকাশ করা হয়। ইরানের সব ক্ষেপণাস্ত্রের মধ্যে এটি সবচেয়ে বেশি ওজন বহন করতে পারে বলে ধারণা করা হয়।×
এটি প্রায় ১,৪৫০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে পারে। “খোররামশাহর-৪” নামটি এসেছে ইরানের একটি শহর “খোররামশাহর” থেকে, যেখানে ইরান-ইরাক যুদ্ধের সময় ভয়াবহ যুদ্ধ হয়েছিল।
এই ক্ষেপণাস্ত্র ইরানের সামরিক শক্তির একটি বড় উদাহরণ।
সূত্র: আলজাজিরা
-

আশাশুনিতে কৃষকদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন
আশাশুনি প্রতিনিধি:আশাশুনিতে সদর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও খোলা স্থানে ফলজ-বনজ বৃক্ষ রোপন করা হয়েছে। রবিবার (২২ জুন) বিকালে ডলফিন মোড়ে গাছ রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে গাছ রোপনে অংশ নেন নেতাকর্মীরা। সদর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আলমগীর হোসেন টুটুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ তারিকুল আওয়াল পিন্টুর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সদরের আহবায়ক আলমগীর হোসেন টুটুল বলেন কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকের এই বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। কৃষক দল সকল কৃষকের পাশে সর্বদা থাকবে। পরিবেশ বাঁচাতে এমন কর্মসূচি আগামীতেও পালন করা হবে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহবায়ক লিযাতকত আলী, সদস্য সচিব আব্দুল কাদের, যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান, সদরের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ফটকি, সাইফুল ইসলাম, বাবলা হোসেন, মোঃ রয়িচ, মুজিবুর রহমান, শরিফুল ইসলাম, লেকবার মোড়ল, মোজাম হোসেন, আব্দুল আলীম, কানন হোসেন, মুকুল হোসেন, মোঃ কফিলউদ্দিন প্রমুখ। -

কৈখালীতে বেঁড়িবাধে উপড়ে পড়ছে পাউবোর ব্লকগুলো,আতঙ্কে স্থানীয়রা।
মোঃ আলফাত হোসেনঃসাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী আর,বিজিবি ক্যাম্প সংলগ্ন দীর্ঘ এক যুগের মধ্যে মাটি পড়েনি এই ওয়াপদার উপরে,রক্ষণাবেক্ষণ আর সংস্কারের অভাবে শ্যামনগর উপকূলের পূর্ব কৈখালী আর.বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদীর পাউবোর ওয়াপদা বেড়িবাঁধটি বেহাল দশায় পরিণত হয়েছে।টেকসই বেড়িবাধেঁর নিমিত্তে ২০০৫ সালে আর.বি.জি ক্যাম্প হতে ১ কিলোমিটারের বেশি ওয়াপদায় বেড়িবাঁধে ব্লক দিয়ে সাপোর্ট দেয়া হয়,পরবর্তিতে ওয়াপদার উপর দিয়ে বা ব্লকগুলোর পাশ দিয়ে মাটি দেয়ার অভাবে ব্লকগুলো এখন পড়ে যাওয়ার উপক্রম হয়েছে।যেকোনো সময় নদী ঘূর্ণিঝড়,জলোচ্ছাস,এবং ভাঙনের কবলে প্লাবিত হতে পারে কৈখালী ইউনিয়নের হাজার হাজার পরিবার সহ শত শত বিঘা ফসলি জমি,মৎস্য পুকুর সহ জনবসতি ঘরবাড়ি,রাস্তাঘাট।গত ঘূর্ণিঝড় ফণী,বুলবুল,আম্ফান,যশ,ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ অনেক বেড়িবাঁধ সংস্কার হলেও,এখানে কোনো কাজ হয়নি।অথচ এসব ঝড়ের সময় মানুষ আস্থা রেখেছিলো ব্লক দেয়া এই বেড়িবাঁধের উপর,সেটিও আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।জরাজীর্ণ বেঁড়িবাধের কারণে নদী ভাঙন আতঙ্ক রাতের ঘুম কেড়েছে ইউনিয়নবাসীর।এদিকে কৈখালী আর.বিজিবি কোম্পানীর ক্যাম্প সংলগ্ন ওয়াবদা বেড়ি-বাঁধটি ভয়াবহ ও দীর্ঘদিন অবহেলিত।গেল ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে এই বেঁরিবাঁধের ওপর উপচে পানি ঢুকে পড়ে লোকালয়ে,শ্যামনগর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা এই ইউনিয়নের লোকজন মৎস্য চাষি,ফসলি জমির মালিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে অসহায় দারিদ্র জেলে বাওয়ালী,দিনমুজুর বসবাস করে আসছে।ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।প্লাবিত হতে পারে পুরো ইউনিয়ন ও শত শত বিঘা,ফসলি জমি ও মৎস্য ঘের।স্থানীয়দের নদী ভাঙনের আতঙ্কে রাতের ঘুম কেড়ে নিয়েছে। স্থানীয় সূত্রে ও সরেজমিনে দেখা যায় পানি উন্নয়ন বোর্ডের নেই কোনোরকম যথাযথ ব্যাবস্থা,যাহা স্বাভাবিক জোয়ারের পানি উপচে আসছে লোকালয়ে।উপ-বিভাগীয় প্রকৌশলী (শ্যামনগর পওর উপ-বিভাগ)মো: ইমরান সরদার জানান,কৈখালী আর বিজিবি ক্যাম্প সংলগ্ন প্রায় ১ কিলোমিটারের মত দীর্ঘদিন সংস্কার না হওয়া ধসে যাওয়া ব্লক ও মাটির কাজের জন্য আমরা বিজিবি কর্তৃপক্ষদের সাথে আলাপ আলোচনা করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সেই প্রস্তাবনা পাঠিয়েছি যাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যায়।নদী ভাঙন রোধে স্থানীয় বসাবসকারীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে কৈখালীর কালিন্দী নদীর বেড়ি-বাঁধ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী। -

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী
সাতক্ষীরায় ‘জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবার নিয়ে ঈদ পুনর্মিলনী’ বিষয়ক আলোচনা সভায় বক্তরা বলেছেন “বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি ন্যায় ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জুলাই সনদ অপরিহার্য। তাই যত দ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণা করতে হবে। একই সাথে ওই সময়ে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার সবই বিচার করতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে”।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা শাখার এর উদ্যোগে রবিবার (২২জুন) দুপুর ১২ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবার নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হুসাইন’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা কমিটির মুখপাত্র মোহিনী পারভীন ও যুগ্ম আহবায়ক মুজাহিদ উল ইসলাম।
উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক মামুন হাওলাদার ও সদস্য আল আমিন হোসেন, কলারোয়া থানার আহবায়ক মেহেদী হাসান, তালা ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম, সংগঠক মীর্জা সাকিব হক, পাটকেলঘাটা ১নং সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলার ছাত্র প্রতিনিধি শামিউজ্জামান শ্রাবণ, পাটকেলঘাটা থানার আহবায়ক রুবেল হোসেন, তালা থানার ছাত্র প্রতিনিধি শাহ জালাল আহম্মেদ রুবেল,সদর উপজেলার ছাত্রপ্রতিনিধি নাঈম বাবু ও আহনাফ মাহি প্রমুখ ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম মোড়ল। -

সাতক্ষীরায় কবি সুফিয়া কামালের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জাতীয় কবি সুফিয়া কামালের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিকাল ৪টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুমানারা বেগম এবং সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সম্পাদক জ্যোৎস্না দত্ত। সভায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, লিগ্যাল এইড সম্পাদক (ভারপ্রাপ্ত) নাছিমা নাসরিন, পরিবেশ সম্পাদক ফরিদা খাতুন, প্রোগ্রাম এক্সিকিউটিভ মোঃ মফিজুল ইসলামসহ জেলা ও পাড়া কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে কবি সুফিয়া কামালের সংগ্রামী ও বৈচিত্র্যময় জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, সুফিয়া কামাল শুধুমাত্র একজন কবি নন, তিনি ছিলেন নারী অধিকার, মানবাধিকার, গণতন্ত্র ও সাম্যবাদী সমাজ গঠনের এক অবিসংবাদিত কণ্ঠস্বর।
নারী হয়েও তিনি পিতৃতান্ত্রিক সমাজের বাধা ডিঙিয়ে সমাজ বদলের নেতৃত্ব দিয়েছেন। বৈষম্য, ধর্মীয় গোড়ামি ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তার অবস্থান ছিল অটল। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও তিনি যে জ্ঞান অর্জন করেছেন, তা দিয়ে তিনি হয়ে উঠেছিলেন সমাজ পরিবর্তনের অগ্রদূত।
বক্তারা আরও বলেন, সুফিয়া কামাল কখনোই নারীমুক্তির প্রশ্নে আপোষ করেননি, বরং সকল প্রতিকূলতার মাঝেও নারী অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকেছেন।
সভার শেষে জাতির এই গর্বিত কন্যার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।
-

সাতক্ষীরায় ৭১ টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে সাতক্ষীরায়। এ উপলক্ষে শনিবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিণের মশাল-এর সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, স্বদেশ এনজি’র নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সময় টিভির মমতাজ আগমেদ বাপী, আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, এখন টিভির আহসানুর রহমান রাজিব, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, দৈনিক নবচেতনা ও দি ডেইলী ট্রাইবুন্যাল এর সাতক্ষীরা প্রতিনিধি হাসান গফুর, দৈনিক যায়যায়কালের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রহমান, নান টিভি ও ভোরের চেতনার আব্দুর রশিদ, প্রতিদিনের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ইদ্রিস আলীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন।
বক্তারা বলেন, দেশের গণমানুষের আস্থা অর্জনে একাত্তর টেলিভিশন শুরু থেকেই সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা ও দ্রুততার কারণে এই চ্যানেল মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
-

রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত: পুতিন
রাশিয়া ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে সমর্থন জানিয়ে এতে সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা ঘোষণা করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার (২০ জুন) সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন।
পুতিন বলেন, “ইরান যে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তা আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ এবং আমরা এতে সহযোগিতা করতে প্রস্তুত।” তিনি আরও জানান, “ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ নেই — না রাশিয়ার কাছে, না আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর কাছে।”
রুশ প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময়ে এলো যখন আন্তর্জাতিক অঙ্গনে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নানা ধরনের বিতর্ক ও উদ্বেগ চলছে। বিশেষ করে ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে পুতিন সেই অভিযোগকে নাকচ করে দিয়েছেন।
পারমাণবিক কর্মসূচিতে রাশিয়ার ভূমিকা
রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পে সহায়তা দিয়ে আসছে। পুতিনের সাম্প্রতিক বক্তব্য সেই ধারাবাহিকতারই অংশ। তিনি বলেন, “যতদিন ইরানের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হবে, ততদিন রাশিয়া তার পাশে থাকবে।”
ইসরায়েল-ইরান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব
এছাড়াও পুতিন ঘোষণা দেন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে রাশিয়া একাধিক শান্তি প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, “আমরা উভয় দেশকেই সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি। যুদ্ধ নয়, আলোচনাই হতে হবে পথ।”
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
পুতিনের বক্তব্যে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পশ্চিমা বিশ্ব বরাবরই ইরানের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে সন্দিহান। তবে রাশিয়ার এ বক্তব্য ইরানকে কূটনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
বিশ্লেষকদের মতে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতা দেওয়ার মাধ্যমে রাশিয়া শুধু তাদের মিত্রতাই জোরালো করছে না, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত অবস্থানও আরও মজবুত করছে।
-

চাল-তেল বাড়লেও কমেছে মুরগি, ডাল, আদা-রসুনের দাম
রাজধানীর কাওরান বাজার, ফকিরাপুল, কাপ্তান বাজার, মুগদা, খিলগাঁও ও মালিবাগসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, নিত্যপণ্যের দামে মিশ্র প্রবণতা বিরাজ করছে। একদিকে চাল ও খোলা ভোজ্যতেলের দাম বেড়েছে, অন্যদিকে ব্রয়লার মুরগি, ডাল, আদা ও রসুনের দাম কমেছে।
চালের বাজারে সাম্প্রতিক মূল্যবৃদ্ধি ভোক্তাদের কিছুটা অস্বস্তিতে ফেললেও মুরগি ও ডালের দামে স্বস্তি ফিরেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, মৌসুম শেষে সরবরাহ কমে যাওয়ায় চালের দাম বেড়েছে, তবে কিছু পণ্যের সরবরাহ বাড়ায় সেগুলোর দাম কমেছে।
চালের দাম বাড়ছে, স্বর্ণা-ইরি কেজিতে বেড়েছে ৫ টাকা পর্যন্ত
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানায়, মাঝারি মানের পাইজাম, মোটা স্বর্ণা ও চায়না ইরি চালের দাম কেজিতে ২-৫ টাকা পর্যন্ত বেড়েছে।
-
পাইজাম ও লতা চাল: ৫৬-৬৫ টাকা (আগে ছিল ৫৩-৬২ টাকা)
-
স্বর্ণা ও চায়না ইরি: ৫২-৬০ টাকা (আগে ছিল ৫০-৫৫ টাকা)
তবে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম অপরিবর্তিত রয়েছে। ব্যবসায়ীদের ভাষ্য, বোরো মৌসুম শেষ ও বর্ষাকালে উৎপাদন ব্যাহত হওয়ায় চালের সরবরাহ কমে গেছে, ফলে বাজার ঊর্ধ্বমুখী। তবে তারা আশাবাদী, খুব শিগগিরই দাম আবার স্থিতিশীল হতে পারে।
খোলা তেলের দামও ঊর্ধ্বমুখী
বোতলজাত সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকলেও খোলা সয়াবিন ও পামওয়েলের দাম বেড়েছে:
-
খোলা সয়াবিন: ১৫৭-১৬৮ টাকা/লিটার (আগে ছিল ১৬০-১৬২ টাকা)
-
খোলা পামওয়েল: ১৪৫-১৫৪ টাকা/লিটার (আগে ছিল ১৪৫-১৪৮ টাকা)
ব্রয়লার মুরগির বড় ধস — কেজি মাত্র ১৫০ টাকা থেকে শুরু
বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে উল্লেখযোগ্য হারে।
-
ব্রয়লার মুরগি: ১৫০-১৭০ টাকা/কেজি
-
দেশি সোনালি ও কক মুরগি: দাম অপরিবর্তিত
ব্যবসায়ীরা বলছেন, চাহিদা বাড়লেও সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম কমানো সম্ভব হয়েছে।
ডাল, আদা, রসুনে মিলছে বড় ছাড়
-
মোটা মসুর ডাল: ৯৫-১১০ টাকা/কেজি
-
আদা: ১১০-২০০ টাকা/কেজি
-
আমদানি করা রসুন: ১৪০-২২০ টাকা/কেজি
বিশেষ করে চীন ও মিয়ানমার থেকে আমদানিকৃত রসুনের সরবরাহ বাড়ায় এর দাম কমেছে।
ডিমে সামান্য বাড়তি চাপ, সবজিতে স্বস্তি
-
ফার্মের ডিম (প্রতি হালি): ৪০-৪৬ টাকা (হালকা বেড়েছে)
-
শাকসবজি: ৫০-৬০ টাকার মধ্যে (পটল, ঢেঁড়স, ঝিঙে প্রভৃতি)
-
-

একই সড়কে ৩ ঘণ্টার ব্যবধানে প্রাণ হারালো ১১ জন, আহত ১৫
ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে ৩ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলছেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম। তবে, এসব সড়কে লোকাল বাস সার্ভিস না থাকায় দিন দিন সড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে বলে দাবি অনেকের। এদিকে, মহাসড়কে সিএনজি-মাহিন্দ্রা চলাচল নিষিদ্ধ থাকলেও মানছেন না চালকরা।
শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলায় পৃথক দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা ইন্দিরারপার এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে ৮ জন নিহত হন।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে একই সড়কের তারাকান্দা উপজেলার কোদালধর বাজারের হিমালয় ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হন।
ফুলপুরে নিহতরা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মালেক শাহ’র ছেলে কাজিম উদ্দিন (২৮), নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সিরাজুল ইসলামের ছেলে লাল মিয়া (৩৬), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আফাজ উদ্দিনের ছেলে রুবেল (৩০), আ. কুদ্দুস আলীর স্ত্রী হাছিনা খাতুন (৫০), জবান আলীর ছেলে শামসুদ্দিন (৬৫), আলাল উদ্দিনের ছেলে নয়ন মিয়া (৪০), ফুলপুর উপজেলার জসিম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩৮), মৃত মইজ উদ্দিনের ছেলে জাহের আলী (৭০)।
তারাকান্দায় নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার সদর উপজেলার কোরবান আলীর ছেলে আলম (৪০), ধোবাউড়ার মৃত আব্দুল বারেকের স্ত্রী জবেদা খাতুন (৮৫), ফুলপুর উপজেলার জামাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (১৫)।
ময়মনসিংহ জেলা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাজিয়াকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই জন মারা যান।
এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।
এদিকে, তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বলেন, একটি অ্যাম্বুলেন্স হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন বলেন, ফুলপুরের বাস-মাহিন্দ্রা দুর্ঘটনায় হাসপাতালে ৬ জন আহত ভর্তি হয়েছিল। তাদের মধ্যে দুইজন মারা গেছে।
তিনি আরও বলেন, তারাকান্দার অটোরিকশা-অ্যাম্বুলেন্স সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই ২ জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে আলম (৪০) নামে আরও একজন মারা যান।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হামিদ বলেন, মাহিন্দ্রার চালকসহ ৮ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। দুর্ঘটনার শিকার বাস ও মাহিন্দ্রা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে, পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহতের বিষয়টি সমালোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, যানবাহনের বেপরোয়া গতি ও লোকাল বাস সার্ভিস না থাকায় যাত্রীরা সিএনজি-মাহিন্দ্রা গাড়িতে চলাফেরা করে। যে কারণে সড়কে মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘ হচ্ছে।
পরিবহন সূত্র জানায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনা, কিশোরগঞ্জে স্বল্প সংখ্যক লোকাল বাস সার্ভিস চলাচল করে। ময়মনসিংহ-শেরপুর, হালুয়াঘাট সড়কে কোন লোকাল বাস সার্ভিস চলাচল করে না। তবে, ময়মনসিংহ-ধোবাউড়া সড়কে স্বল্প সংখ্যক লোকাল বাস চলাচল করে।
লোকাল বাস সার্ভিসের বিষয়ে পরিবহন মালিক সমিতি বলছে, সিএনজি এবং মাহিন্দ্রা গাড়ির চালকদের কারণে এসব রুটে বাস চালানো যাচ্ছে না। বিভিন্ন সময় সিএনজি ও মাহিন্দ্রা চালকরা আন্দোলন করে এসব সড়কে বাস চলাচল বন্ধ রাখার দাবি করেন। এদিকে, সিএনজি ও মাহিন্দ্রার কারণে বাসে কাঙ্ক্ষিত যাত্রী না হওয়ায় চালকরাও বাস চালানো বন্ধ রাখেন।
জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক রতন আকন্দ বলেন, ময়মনসিংহ থেকে নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ধোবাউড়ায় স্বল্প সংখ্যক বাস চলাচল করে। তবে, ময়মনসিংহ থেকে শেরপুর, হালুয়াঘাট, নেত্রকোনা বিরিশিরি বা দুর্গাপুরে সড়কে কোন লোকাল বাস চলাচল করে না। এসব সড়কে সিএনজি ও মাহিন্দ্রা গাড়িই যাত্রীদের ভরসা।
তিনি আরও বলেন, বিশেষ করে সিএনজি ও মাহিন্দ্রার চালকদের আন্দোলনের কারণে বেশ কয়েকটি সড়কে লোকাল বাস সার্ভিস বন্ধ রয়েছে। তবে, কয়েকটি সড়কে লোকাল বাস সার্ভিস চালু রয়েছে। সমিতির অন্যান্য নেতাদের নিয়ে যেসব সড়কে লোকাল বাস সার্ভিস বন্ধ রয়েছে, সেই সড়কগুলোতে লোকাল বাস সার্ভিস চালু করা যায় কিনা বিষয়টি নিয়ে আলোচনা করব।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর আবু নাছের মো. জহির বলেন, মহাসড়কে সিএনজি, মাহিন্দ্রা, অটোরিকশা চলাচলের বিষয়ে এসপি স্যার জিরো টলারেন্স। উনার নির্দেশে নিয়মিত সিএনজি, মাহিন্দ্রা চালকদের জরিমানা করছি। গত মাসে প্রায় ১ হাজার ৮০০ মামলা করে ৪২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজকেও সকাল থেকে সিএনজি, মাহিন্দ্রা চালকদের ২০টা মামলা দেওয়া হয়েছে। তবে, মানুষের চাহিদা ও সিএনজি, মাহিন্দ্রা অতিরিক্ত হওয়ায় বন্ধ করা সম্ভব হচ্ছে না। তবে, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জেলা পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম রাতেই পৃথক দুটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার শিকার সিএনজি অটোরিকশা, বাস এবং অন্যান্য যানবাহনের চূর্ণ-বিচূর্ণ অবস্থার কারণে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিই এসব দুর্ঘটনার মূল কারণ। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।